তুঙ্গনাথ ও চন্দ্রশীলা | অপূর্ব সুন্দর এই পথ | Tunganath | Chandrashila

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 923

  • @explorershibaji
    @explorershibaji  6 місяців тому +79

    প্রকাশ কে নিয়ে যে লেখাটি লিখেছিলাম তার লিঙ্ক:
    ua-cam.com/users/postUgkx4IXWcgZ0byJZrshaGUOawYp5kGLnvuDm?si=LPWjD5biusvd1CVu

    • @avishekadhikary002
      @avishekadhikary002 6 місяців тому +5

      ❤❤❤❤❤

    • @arpanpal6166
      @arpanpal6166 6 місяців тому +6

      😍🥰🫡😊

    • @sohinisarkarblogs
      @sohinisarkarblogs 6 місяців тому +1

      Prakash k nie apnar lekhar comment box a ami reply korechilam "swayang Mahadev e uni". Ajo amar eki kotha mone elo...

    • @pratikbiswas1289
      @pratikbiswas1289 6 місяців тому +1

      Dada valley of flower Kobe hobe?

    • @moumitaroy5279
      @moumitaroy5279 6 місяців тому

      @@explorershibaji রিপ্লাই লেখা তে

  • @editzbychmbrg
    @editzbychmbrg 6 місяців тому +14

    প্রকাশকে নিয়ে লেখাটা পড়ে মন্তব্য করেছিলাম স্বয়ং মহাদেবই বোধহয় আপনাকে এরূপে দর্শন দিয়ে গেলেন। আজ খবরটা শুনে বিশ্বাসটা আরো দৃঢ় হলো । ঈশ্বরের দর্শন বারবার পাওয়া যায় না। সিল্করুট বেড়াতে গিয়ে এরকম একটি অভিজ্ঞতা আমারও হয়েছিল। সন্ধ্যেবেলায় পাহাড়ের পাকদন্ডী তে পথ হারিয়ে ছিলাম। হঠাৎ একটি মানুষ আবির্ভূত হয়ে আমাদের সঠিক পথ বলে দিয়েছিলেন। সেই পথ অনুসরণ করে রাত্রি সাড়ে আটটায় হোটেলে ফিরে ছিলাম। কিন্তু গাড়িতে উঠে মুখ ফিরিয়ে আর মানুষটিকে দেখতে পাইনি। আমার এখনো দৃঢ় বিশ্বাস উনি হরভজন সিং।

  • @reshmichoudhury670
    @reshmichoudhury670 6 місяців тому +12

    এপ্রিলে গেছিলাম, বরফ পড়ছিল। কেউ ছিলো না রাস্তায় ধর্মরাজ ছাড়া। তুঙ্গনাথ বন্ধ ছিলো, chopta থেকে মাঝরাতে বেড়িয়েছিলাম। সূর্যোদয় দেখেছিলাম, সারাজীবন মনে থাকবে সে দৃশ্য। 6 মাস এখন মেয়ের, আশীর্বাদ করুন ওর সাথে যেনো আবার যাওয়ার ক্ষমতা আমার থাকে।

  • @artislife8103
    @artislife8103 6 місяців тому +46

    প্রকাশ কে নিয়ে আপনার লেখনি আমি পড়েছি শিবাজী দা । আজ এই খবর টা পেয়ে মন টা খুব খারাপ হয়ে গেলো। ওনার আত্মার শান্তি কামনা করি 🙏🌸 জীবনটা খুবই আনপ্রেডিক্টেবিল , তাই প্রতিটা ছোট ছোট মুহূর্ত গুলো মনের মনিকোঠায় সঞ্চয় করে নেয়া উচিৎ। আপনি এবং পৃথিজিৎ দার থেকে অনেক কিছুই শিখেছি। খুব ভালো থাকবেন আপনারা ❤🌷🙏

    • @Tupunsayan
      @Tupunsayan 2 місяці тому

      প্রকাশের কী হয়েছে? লেখাটা কোথায় পাবো?

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 6 місяців тому +32

    " বাবু কাহা যা রহা হো ? " প্রকাশের এই উক্তি দিয়ে শুরু হয়েছিল সেই লেখাটি ২০২২ সালে যা আমাকে এক্সপ্লোরার শিবাজী কে লেখক শিবাজী হিসাবে চিনিয়েছিল । ওনার সাথে আবার দর্শন হওয়া সত্যি এক অসাধারণ কাজ হত । ওনার মৃত্যুর কথা শুনে মন ভারাক্রান্ত হল ।
    তুঙ্গনাথের যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ । এর আগের পর্বে আমি আমার মন্তব্যে অরুনেস্বর এর উক্তি উল্লেখ করেছিলাম -
    "অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান। সূর্যরশ্মি কালো মেঘের ললাটে পরায় ইন্দ্রধনু, তার লজ্জাকে সান্ত্বনা দেবার তরে। মর্তের অভিশাপে স্বর্গের করুণা যখন নামে তখনি তো সুন্দরের আবির্ভাব"।
    আজ শিবাজীর মুখে পূরণের আখ্যান শুনে আবার এই উক্তিটি মনে পড়ল ।
    যাত্রা পথের অসামান্য সুন্দরতার মাঝে শুধুমাত্র কলঙ্ক অশ্বতর দের করুন অবস্থা যা পৃথ্বী বর্ণনা করলেন ।
    চন্দ্র শিলা পৌঁছে আবার প্রকৃতির অনুপম রূপের ডালি সাজিয়ে বসে থাকা দেখলাম । যার ইচ্ছা হবে ধরে নেবে এই সৌন্দর্য আর তুলে রেখে দেবে স্মৃতির মণিকোঠায় ।
    প্রকাশের অকাল মৃত্যু তে আমরা সবাই মর্মাহত - তাই তার উদেশ্যে কবিগুরুর পঙক্তি দিয়ে ওনাকে স্মরণ করলাম
    নয়নসমুখে তুমি নাই,
    নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই-- আজি তাই
    শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
    আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
    নাহি জানি, কেহ নাহি জানে--
    তব সুর বাজে মোর গানে,
    কবির অন্তরে তুমি কবি--
    নও ছবি, নও ছবি, নও শুধু ছবি॥

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 6 місяців тому +4

      😊❤🙏

    • @mousumibanerjee7361
      @mousumibanerjee7361 6 місяців тому +1

      Ekdom sathik.....Alekkhyo🙏🙏🙏🙏

    • @sikhabose6809
      @sikhabose6809 6 місяців тому

      দারুন আপনাদের চোখ দিয়ে আপনাদের মনের সঙ্গে একাত্ম হয়ে দর্শন হলো তুঙ্গনাথেএর মন্দির ,চন্দ্র শীলা ,অপূর্ব সুন্দর ,উমাপ্রসাদের বই পড়েছি ওনার বর্ণনাও যে কেমন তাতো আপনারও জানেন আজ সেগুলো চোখে দিয়ে দেখলাম ,তখন ছিল কল্পনাই ,যেতে পারিনি কখনো হবেও না

    • @atanu1962
      @atanu1962 6 місяців тому

      Ami china Prakash ke. Tobuo mon ta kharap hoye gelo.

  • @dibyadipankarroy
    @dibyadipankarroy 6 місяців тому +1

    পঞ্চ (ষষ্ঠ) কেদারের উপাখ্যান ভাল লাগল। 🙂
    মনে হয় ঐ দিন ছবি তোলার পক্ষে ভাল ছিল না, মেঘ আর ধোঁয়াশা মিলিয়ে একটু যেন বিবর্ণ প্রকৃতি...
    প্রকাশবাবু না থাকার কারণেই কি? 🙂
    কখনো মনে হয়, চুপ করে থাকাই শ্রেয়। হিমালয় আমাদের সংযমী হবার পাঠ দিন।

  • @ranajitbag3846
    @ranajitbag3846 6 місяців тому +11

    আজ থেকে প্রায় ১৫ বছর আগে গিয়েছিলাম তুঙ্গনাথ বাবা মায়ের সাথে।
    অনেক পুরানো স্মৃতি মনে পরে গেলো।
    খুবই সুন্দর জায়গা।
    হর হর মহাদেব।🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    ভালো থাকবেন শিবাজী স্যার & পৃথিজিৎ স্যার।
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dipubanji
    @dipubanji 6 місяців тому +2

    এই তুঙ্গনাথ যাত্রা দারুণ লাগলো. পুরান এর কাহিনী দারুণ. দাদা এ রকম
    পৌরাণিক কাহিনী শোনার অপেক্ষায় রইলাম. ❤❤

  • @debdasray6256
    @debdasray6256 6 місяців тому +4

    খুব সুন্দর লাগছে। আমাদের বয়সে এই রকম ভয়ঙ্কর রাস্তায় যাওয়া এক রকম অসম্ভব। তবে ভ্রমণ প্রিয় মনে ভিডিও দেখেই আনন্দ।

  • @malalaha1960
    @malalaha1960 Місяць тому

    পৃথিজিৎ দা এই অবলা জীব গুলোকে নিয়ে ভাবে ওদের কষ্টের কথা নিজের হৃদয় দিয়ে অনুভব করে এই রকম যদি প্রতিটি মানুষের মনে এই অনুভূতি থাকতো তা হলে জীব গুলোকে কষ্ট করতে করতে হতো না। অনেক ভিডিওতে দেখেছি ওনি অবলা জীব গুলোর কষ্ট কথা বলেন। থাইল্যান্ড ও সেই বাঘটার জন্যে আমাকে খুব খারাপ লেগেছে। শিবাজী দার প্রতিটি ভিডিও অসাধারণ অপুর্ব সুন্দর।❤❤❤

  • @SubhaChatterjee-kx6pz
    @SubhaChatterjee-kx6pz 6 місяців тому +4

    অসাধারণ একটা ব্লগ. তার সঙ্গে গল্প টা উপরি পাওনা দারুন সুন্দর লাগলো গল্প টা . আপনার ব্লগ গুলো খুব ভালো লাগে. সব সময় অপেক্ষায় থাকি নতুন একটা ভিডিও র জন্য

  • @sahelibasu7857
    @sahelibasu7857 6 місяців тому +1

    Mon chhuye gelo dada.....bhishon bhalo lage apnader bhromon upostapona

  • @anurimakarak4550
    @anurimakarak4550 6 місяців тому +6

    একটা অদ্ভুত সৌন্দর্য্য সমস্ত পরিবেশে,দেখেই মনে হচ্ছে বড় শান্ত চারপাশ।অসাধারণ

  • @sukantapal4768
    @sukantapal4768 6 місяців тому +1

    এই বছর পুজোর সময়ে পঞ্চ কেদার প্ল্যান করেছি, এই ভিডিও টা খুব সাহায্য করবে। ধন্যবাদ Shibaji da ও Prithijeet da।

  • @sudeshnalodh1373
    @sudeshnalodh1373 6 місяців тому +7

    পড়েছিলাম, এমনিতেই প্রকাশদের জীবন বেশীরভাগ ক্ষেত্রে যতদূর জানি সুখের হয় না তার ওপর শেষ পরিণতি যদি এরকম হয় তাহলে মন ভার হয়ে যায়।

  • @andym415
    @andym415 6 місяців тому +1

    Guru, ki korecho tomra...emotional kore dile. amader chokhe jol ene dile bhai tomra, jibon er poth ta erokom i je hoy .....awesome narration!

  • @bumbachakraborty-iy6bl
    @bumbachakraborty-iy6bl 6 місяців тому +10

    কোনোরকম নোটিফিকেশন আসছে না .... তবে প্রতিদিনের অভ্যাস গড়ে নিয়েছি ,তাই খুঁজে নিলাম ...
    ছোটবেলায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ""তুঙ্গভদ্রার তীরে"" পড়েছিলাম , সে এক অদ্ভুত অনুভূতি ছিল ....
    আজ ""তুঙ্গনাথের পথে"" ভিন্ন ভিন্ন কাহিনীর মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতা দর্শন করলাম শিবাজী বাবু এবং পৃথ্বীজিৎ বাবুর কাছ থেকে ...
    আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং সবসময় সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করলাম ...
    বুম্বা চক্রবর্তী
    বরানগর

  • @sayaksc3590
    @sayaksc3590 6 місяців тому +1

    Baah Daroon daroon 👌👌❤️ Amazing Vlog ❤️ abaro Osaadharon episode 🔥 Tunganath ,Chandrasila Marattok 👌jatrao Sundor..Porer golper opekkhay thaklam..keep it up ❤️❤️❤️

  • @user-blog2023
    @user-blog2023 6 місяців тому +2

    খুবই ভালো লাগলো। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদের সহমর্মিতা আবার প্রমাণ করলেন। প্রকৃতি এবং মানুষ একে অপরের পরিপূরক এই কথাটি ভূলে গেলে চলবে না। একটি না থাকলে অপরটি মূল্যহীন হয়ে পরবে। যে কথাটি আপনারা বারবার মনে করিয়েছেন।অযথা ব্যবহার করা প্লাস্টিকের জিনিস যেখানে সেখানে ফেলা হলে তা প্রকৃতিকে ধ্বংস করবে।সব শেষে প্রকাশের আত্মার শান্তি কামনা করছি। আপনাদের চলা যেন শেষ না হয়। খুব ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 6 місяців тому +1

    বেশ সুন্দর লাগলো ভিডিওটি। জীবনের চলার পথে কত কি যে হারিয়ে যায়, ভীষণ মর্মস্পর্শী। প্রকাশের মতো মানুষ ভীষণ দুর্লভ। এদের এখন ভীষণ অভাব। শুনে মন খারাপ হলো। আপনারা দুজনেই ভাগ্যবান যে তীর্থস্থান গুলো যেতে পারছেন। এগিয়ে চলুন। ভালো থাকুন।

  • @dolachakraborty-du9ft
    @dolachakraborty-du9ft 6 місяців тому +3

    Thank you dada khub iche korchilo tungnath track ta dekhte , thank you so much 🙏🏼🙏🏼 ..

  • @kartickpal8195
    @kartickpal8195 6 місяців тому

    তুঙ্গনাথের এই ব্লগটা সত্যি আমার কাছে দারুণ লেগেছে। প্রাকৃতিক সৌন্দ্যমন্ডিত এই ব্লগটা দেখে আমার খুবই আপসোস হচ্ছে কারন ইচ্ছে থাকলেও বয়স এর জন্য এই সব জায়গা গুলি দর্শন করতে পারব না যাই হোক আপনাদের মাধ্যমে মানস দর্শন হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @pravatkrkhan3531
    @pravatkrkhan3531 6 місяців тому +4

    শিবাজী, পৃথ্বীজিত্ তুঙ্গনাথের পথে চলেছ। শারীরিক কষ্টের মধ্যে প্রকৃতি কে নূতন করে পাওয়ার আনন্দ উপভোগ করে চলেছ। তারি মধ্যে পৃথ্বীজিৎ কে অনুরোধ করব ঐ ভারবাহী প্রাণী গুলোর জন্য ভগবান মহাদেবের কাছে একটু প্রার্থনা কোরো। সকলের সঙ্গে তারাও যেন ভালো থাকে এছাড়া তো আমাদের কিছু করারও নেই ।

  • @sudipray1462
    @sudipray1462 6 місяців тому

    Ek osadharon shanti pelam apnader ei tughanath journey..pother klanti sob muche jabe prokitir soundorje...sotti prokriti j koto sundar...mon bhore gelo dada...salute to shibaji da and prithhi da....

  • @BISWADIPDAS-1982
    @BISWADIPDAS-1982 6 місяців тому +4

    অসাধারণ ভাষায় বর্ননা করা সম্ভব নয় বলেই আমার মনে হয় অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলাম যাদের জন্য সম্ভব হল সেই EXPLORER SHIVAJI CHANNEL তাদের কে ধন্যবাদ 🎉🎉🎉🎉🎉❤❤😊😊😊😊

  • @mousumighosh7198
    @mousumighosh7198 6 місяців тому

    অপূর্ব প্রকৃতির রূপে দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই....মহাভারতের গল্প শুনলাম....গল্প বলার ধরন এতোটাই সুন্দর যে সব ঘটনাই যেনো চোখের সামনে ভেসে উঠলো....সবের মাঝে প্রকাশের কথায় মন ভারাক্রান্ত হয়ে গেলো....ভাই শিবাজী ও পৃথ্বী আপনাদের জন্য রইলো শুভেচ্ছা....ভালো থাকবেন....আরোও অনেক জায়গা ভ্রমণ করুন ও আমাদের ভ্রমণ করান❤❤

  • @paramitapaulindu7129
    @paramitapaulindu7129 6 місяців тому +3

    Very nice dada
    28th june maine ghum kar aayi hu.
    Chandrashila bhi .....wow very touching video.
    Pyadal chalne ki baat i kuch hai.❤❤

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 6 місяців тому

    আমি মুগ্ধ আপ্লুত। কোনদিন দেখতে পাব ভাবিনি। উপকৃত হলাম। তোমরা দেবদূতের মতো উপস্থিত হয়েছ। অনেক ধন্যবাদ অভিনন্দন শুভ কামনা। ভালো থেকো।

  • @jabaghosh7787
    @jabaghosh7787 6 місяців тому +3

    পারিপার্শ্বিক দৃশ্য দেখেই মন ভরে যাচ্ছে ।

  • @rahulray9323
    @rahulray9323 6 місяців тому +1

    Ai pouranik golpo ta sotti jantam na. Jene khub bhalo laglo plus janlam o.

  • @UrUjjwalVlog
    @UrUjjwalVlog 6 місяців тому +3

    হর হর মহাদেব জয় কেদারনাথের জয় হার হার মহাদেব❤❤❤🙏🙏

  • @deepakbiswas334
    @deepakbiswas334 6 місяців тому

    Shibaji ausombhob bhalo laglo prokash bhari laglo mon theke, aamar sobchey mon e dhoreche sarengi aar flute er background score jodio khubii swaulpo somoyer jonyo tobuo mon e dhoreche, bhalo theko dujonei.......

  • @dibakarmitra7540
    @dibakarmitra7540 6 місяців тому +6

    জানিনা কোনোদিন যেতে পারবো কিনা, ভোলানাথ জানেন, তবে শিবাজীদা, পির্থিরাজদার চোখে এই মুহূর্তে মনের ও চোখের শান্তি পেলাম। প্রচুর শুভেচ্ছা রইলো।।।❤❤❤

  • @topurahman4521
    @topurahman4521 6 місяців тому

    খুবই ভালো লাগলো ভিডিওগুলো দেখে। প্রকৃতি খুবই পছন্দ করি। আর আপনার হাত ধরে প্রকৃতির অনেক অপরূপ রূপ দেখতে পেলাম শিবাজী। অনেক ধন্যবাদ আপনাকে আর পৃথিজীতকে ।

  • @Debashis_Sengupta
    @Debashis_Sengupta 6 місяців тому +3

    "প্রকাশ" কখনও নিভে যায় না। তোমার লেখায় ছিলো তুঙ্গনাথের পথে, আর আছে তোমার আজকের ভিডিওতে, আর থাকবে আমাদের সকলের মণিকোঠায়।

  • @worldofjayii5046
    @worldofjayii5046 6 місяців тому

    দারুণ সুন্দর। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য।এই দর্শন সাথে কাহিনী শোনা সবটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @spc3461
    @spc3461 6 місяців тому +3

    অপূর্ব সুন্দর এই পথের ভিডিওটি দেখে আমি অত্যন্ত আকর্ষিত হয়েছি! তুঙ্গনাথ ও চন্দ্রশীলা যাত্রা একটি অপূর্ব অভিজ্ঞতা। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি সাহসী পরিবর্তনের অধিকার নয়, এটি একটি জীবনের ডাক। আমি এই ভিডিওটি দেখে অত্যন্ত উত্সাহিত হয়েছি! 🏔️🌟

    • @GoutamDas-uk8cp
      @GoutamDas-uk8cp 6 місяців тому

      37 minutes er video r apni er modhhei dekhe felken 😀

    • @dibyadipankarroy
      @dibyadipankarroy 6 місяців тому

      লেখাটা যেন পাহাড়ে প্লাস্টিকের বোতল।

  • @mitalibasu8488
    @mitalibasu8488 6 місяців тому

    সত্যি তো.. আমরা খুব সহজেই অন্যের বিচার করি। ভালো মন্দের বোধ আমাদের সবসময় থাকে না।
    অসম্ভব সুন্দর লেখাটা দাদা প্রকাশ কে নিয়ে। মন বড়ো ভারাক্রান্ত।

  • @vivo-fortolifeforce6761
    @vivo-fortolifeforce6761 4 місяці тому +1

    We visited Tunganath in the year 2010 with my friend, Kameswar Rao, in the month of April and stayed overnight in a Dhaba and, in the early morning, walked up to Chandrasheela in a full moon night. It was the most beautiful picture of the Himalayas I ever saw in my life. I could relive those days of our trekking.

  • @reenagupta1634
    @reenagupta1634 6 місяців тому +1

    অতি সুন্দর তীর্থ পরিক্রমা। মন ভরে গেল। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনা নেই। ভালো থাকবেন। আর নতুন কোন তীর্থ স্থান দর্শনের আশা য় র ইলাম।

  • @surajitghosh9347
    @surajitghosh9347 6 місяців тому

    Satti darun laglo tungonath, chandrashilar video. bises kore shibajidar poranik kahini apurbo laglo. har har Mahadev. apnader dujonke abar amar torof theke pronam janai.

  • @bhaskar7473
    @bhaskar7473 6 місяців тому +1

    অসাধারণ অপূর্ব সুন্দর একটি পর্ব যেমন এডিটিং তেমন ই সুন্দর কোরে তোমার কথা দারুন দারুন লাগলো।

  • @dilipdas4986
    @dilipdas4986 6 місяців тому +1

    খুব সুন্দর লাগলো এই পর্ব।ধন্যবাদ জানাই শিবাজী দা এবং পৃতিজিত দা কে

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 6 місяців тому

    Khub bhalo laglo.Apnar manonikta r abar porichoy pawa galo.Prokash ke niye apnar anubhuti asadharon.Tungonath r rasta khub sundor jete hoyto parbo na kintu apnar vedio dekhe manosh bhromon hoye galo.Chandarshila r landscape khub sundor.Apnara bhalo thakben.

  • @ariyanmkherjee2624
    @ariyanmkherjee2624 6 місяців тому

    ভীষন ভীষন ভালো লাগছে এই পর্ব গুলো,আমরা বাঙালিরা অনেক কিছুতেই পারদর্শী তার প্রমাণ আপনারা, আপনারা আরো আরো এগিয়ে চলুন লক্ষ্যের দিকে। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের,ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @sulekhadey9103
    @sulekhadey9103 6 місяців тому

    আবার একটা অনবদ্য travel video দেখলাম আপনাদের চোখ দিয়ে আর সঙ্গে জায়গা টার পৌরাণিক গল্প যেটা জায়গাটার প্রতি ভক্তি আরও বাড়িয়ে দিল। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাই। হর! হর! মহাদেব 🕉️🕉️🇮🇪

  • @somapramanick2366
    @somapramanick2366 6 місяців тому

    Galpo ta sotti darun chilo. Ami jakhn choto chilam, takhn ami babar kache prai thakur er galpo suntam.r aj ank yr por eai rakm eto sundor ekta galpo sune khub valo laglo.

  • @ShibajeeMaity
    @ShibajeeMaity 5 місяців тому

    আপনার বিস্তারিত ভ্রমণ তথ্য আমার খুব ভালো লাগে। লে-লাদাখ ভ্রমণকালে খুবই কার্যকরী হয়েছে। ভালো থাকুন।

  • @sanjaydhar3829
    @sanjaydhar3829 6 місяців тому

    খুব ভালো লাগলো তুঙ্গনাথে র ট্রেক। প্রকাশ কে নিয়ে লেখা টা পড়লাম। গায়ে কাটা দিয়ে উঠলো। সিনেমার মতো বলবো না। এটা তো বাস্তব। ওনার মৃত্যুর খবরে মন টা ভারাক্রান্ত হলো।
    খুব ভালো থাকবেন আপনারা। ❤❤

  • @asokeraha667
    @asokeraha667 6 місяців тому +2

    এই সুন্দর পৃথিবীর মোহ অনেকের খুব তাড়াতাড়ি কাটিয়ে ফেলার ইচ্ছে হয়। আমরা দুঃখ পাই কিন্ত আবার ওই মোহাবিষ্ট হই। যেমন বললেন জীবন ত থেমে থাকে না। ধন্যবাদ।

  • @tusharshil5355
    @tusharshil5355 6 місяців тому +1

    খুব সুন্দর কাহিনী, জানা ছিলো না। আপনার মুখ থেকে শুনে এটা জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার সব ট্যুর ভিডিও গুলো আমি ফলো করি। আমার খুব ই ভালো লাগে। হর
    হর মহাদেব।

  • @hasibiswas621
    @hasibiswas621 4 місяці тому

    খুব সুন্দর লাগলো পঞ্চপান্ডবের গল্প ভীষণ ভালো লাগলো।

  • @bandanachowdhury9374
    @bandanachowdhury9374 6 місяців тому +1

    আপনাদের জন্য এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম।আপনাদের উপস্থাপনা অনবদ্য। ভালো থাকবেন।

  • @abhisheksinha9375
    @abhisheksinha9375 5 місяців тому

    Ei sab jaiga gulo r koto name sunechi.....aj tomader video r madhyome ei jaiga gulo dekhar souvaggyo holo.....khub Sundar paribesh....

  • @srabanibanerjee3640
    @srabanibanerjee3640 6 місяців тому +1

    Khub valo laglo tomader jonno onek jaiga dekhte pacchi

  • @poulomighosh2525
    @poulomighosh2525 6 місяців тому

    খুব সুন্দর লাগলো। তবু একরাশ মনখারাপ ও হলো প্রকাশ এর আত্মার শান্তি কামনা আর মহাদেবের কাছে প্রার্থনা পর জন্ম এ যেন আবার ফিরে আসুক খুব হোক জীবন🙏

  • @surojitdaspal5838
    @surojitdaspal5838 6 місяців тому

    Lekhata porlam besh boro, deep emotions sotti cholar pothe koto maush er sathe dekha hoy, hoyto thik oi somay tader e proyon thake abar somay ele kothay hariye jay.. Sob e onar icha!
    Har Har Mahadev 🧘🏻‍♂️
    By the way editing was amazing dada specially ei particular content tay mythological story sathe besh bhalo match kheyche.. Amar ei golpo ta etota details e jana chilo na. Darun laglo 😌

  • @buddhadebguhathakurta7935
    @buddhadebguhathakurta7935 6 місяців тому +1

    Khub valo laglo Jurney ta,onek kichu janlam o delhlam. Thank you.

  • @manasidutta6783
    @manasidutta6783 6 місяців тому

    Khoob bhalo laglo

  • @SahebRoy-ry8xl
    @SahebRoy-ry8xl 6 місяців тому

    Khub valo laglo. Ghore Bose TUNGA NATH darshan holo tomar madhyome. Onek asirbad roilo tomader jonyo.

  • @subratachakraborty1990
    @subratachakraborty1990 6 місяців тому +1

    Bhalo,khub bhalo laglo

  • @pratikghosh2859
    @pratikghosh2859 6 місяців тому +1

    Shivaji da ar Prithijit da anek anek dhanyobaad, Eto sundar bhabe Chandrasheela ar Tunganath video àmader sathe share korar janyo. Ami mone hoi kono din jete parbo naa bcoz of health reason, kintu khub khub bhalo laglo. Mone keno jani ekta shanti anubaav korchi. 🙏🏻🙏🏻🙏🏻

  • @TapasiBanerjee-fj4wb
    @TapasiBanerjee-fj4wb 6 місяців тому

    অসাধারণ দৃশ্য আর অনেক অজানা তথ্য মন ভালো হয়ে গেলো

  • @SudiptaBasu-zb1rm
    @SudiptaBasu-zb1rm 6 місяців тому

    Ami gechilam 2006 e takhon ato bhir chilo na khola mela chilo . Abar apnader songe ghure elam r ajana galpo shunte pelam . Darun laglo.

  • @indraneelsen3188
    @indraneelsen3188 6 місяців тому

    লেখাটা ভারী সুন্দর ..! সত্যিই, যা কিছু সুন্দর আনন্দময়, তা পেতে গেলে মনের আগাছা ছাটতে হবে বৈকি! খুব ভালো বলেছেন। 🙏👍👌❤

  • @aranyadutta2006
    @aranyadutta2006 6 місяців тому

    Khub sundar. Jemon sundar photography, temon sundar narration. Upnader chokh diye ekhon uttarakhander saundarya upabhog Karte chai . Ashakari ei anurodh rakhben.

  • @ManasBangla-n9w
    @ManasBangla-n9w 6 місяців тому

    এই এপিসোড টা সত্যিই খুব সুন্দর ছিল। প্রকাশের আত্মার শান্তি কামনা করি।

  • @sayantikadutta3203
    @sayantikadutta3203 6 місяців тому

    Golpotir jonno ashonkho dhonyobaad! Video tir sheshe ekta apurbo shanti laglo. Again, thank you 🙏

  • @santanuroychoudhury7715
    @santanuroychoudhury7715 6 місяців тому

    অপূর্ব দৃশ্য আর বর্ণনা শুনে মুগ্ধ হয়ে গেলাম 👌

  • @SudiptaDawn-t2s
    @SudiptaDawn-t2s 4 місяці тому +1

    চন্দ্রশীলা খুব ভালো দেখলাম

  • @arnabdasgupta3516
    @arnabdasgupta3516 6 місяців тому

    দারুন লাগলো পঞ্চকেদার এর ইতিহাস টা জানতে পেরে। প্রকাশ এর ব্যাপারটা সত্যি ই দুঃখজনক। মন মানতে না চাইলে ও মেনে নিতে হবে বস্ , এটাই জীবন। তোমরা সুস্থ থেকো ভালো থেকো।।

  • @MallikaKarar
    @MallikaKarar 5 місяців тому

    দুর্দান্ত ও ফাটাফাটি । যা ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DekhboEbarJogotTake
    @DekhboEbarJogotTake 6 місяців тому

    অসাধারণ লাগলো। এই যাত্রাপথ সত্যিই অপুর্ব। আমিও গেছিলাম মে মাসের শেষে। মনে রাখার মত অভিজ্ঞতা।

  • @rinabarman8585
    @rinabarman8585 6 місяців тому +1

    তুঙ্গনাথ,চন্দ্রশীলা যাত্রা পথ দেখলাম , সাথে পঞ্চকেদার আর ষষ্ঠ কেদারের গল্প শুনলাম মন ভরে গেল। কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে উঠলো ওই অচেনা মানুষ প্রকাশের জন্য। ভালো মানুষ কে ভগবান বোধহয় তাড়াতাড়ি ডেকে নেন নিজের কাছে 😢

  • @bijaykumarsaha8512
    @bijaykumarsaha8512 6 місяців тому

    Dada video ta khub bhalo hoyeche r golpo ta shune khub bhalo laglo Har har mahadev

  • @Amimeghmollar18
    @Amimeghmollar18 6 місяців тому +1

    আপনার ব্লগগুলোতে এত সুন্দর নতুন নতুন তথ্য থাকে সেগুলো মুগ্ধ হয়ে শুনি এবং আমি যেহেতু প্রকৃতিকে ভীষণ ভালোবাসি এবং সেটা পাহাড় হলে ভালোবাসাটা যেন আরো অনেক উঁচু হয়ে যায় পাহাড়ের মত। এই পাহাড় আমাকে বারবার টানে আপনাদের ব্লগের বেশিরভাগটাই জুড়ে থাকে পাহাড়কে ঘিরে, তাই আমার শোনার আগ্রহটা আরো বেড়ে যায় ,আপনার অনুভূতির মধ্যে দিয়ে প্রকাশ সারা জীবন বেঁচে থাকবে ।।

  • @sumandad103
    @sumandad103 6 місяців тому

    ধন্যবাদ শিবাজী দা,,,,, এতো সুন্দর মহাভারতের কাহিনী শোনা নর জন্য,,,,, এর আগে এই কাহিনী আমি শুনি নি,,,,,,,

  • @purnimadas4941
    @purnimadas4941 6 місяців тому

    পঞ্চ কেদারের গল্পটা জানতাম দাদা |কিন্তু আপনি যে সরস ভঙ্গিতে বললেন তাতে দারুন লাগলো শুনতে |মনে হলো যেন প্রথমবার শুনছি |

  • @saikat5032
    @saikat5032 6 місяців тому

    Ei video dekhe decide korlam je valley of flowers dekhe tunganath trek a asbo. Thanks shibaji da...

  • @rupalidasgupta6093
    @rupalidasgupta6093 6 місяців тому

    Opurbo sundor jatra poth experience kor6i ,songe মহাভারত er kahini eto sundor kore bollen..apnar vdo r maddhom e👌👌👍👍sob ki6ui khub sundor...

  • @kakalibasu5390
    @kakalibasu5390 6 місяців тому +1

    Asadharon laglo ar bhalo laglo apnar galpo bolar bhongima JAI BHOLENATH

  • @sarmilabhunia1553
    @sarmilabhunia1553 6 місяців тому

    তুঙ্গ নাথের ভিডিও এর আগে দেখেছি। কিন্তু আপনার বর্ননা সাথে দৃশ্য বলী খুব ভালো লাগলো

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 6 місяців тому

    খুব ভালো লাগলো। আপনারা এত কষ্ট করে যাত্রার বিবরণী দিচ্ছেন বলেই আমরা যেতে না পারি কিন্তু দেখেও তো অনেক আনন্দ লাভ করছি, তার জন্য ধন্যবাদ। আর শারীরিক ক্ষমতা নেই যে এসব স্বচক্ষে ও স্বদেহে দর্শন করবো তাই দূধের স্বাদ ঘোলেই মেটাচ্ছি। দূধ আর ঘোলের পুষ্টিগুণ তো প্রায় একই। ভাবি আরো পনেরো কুড়ি বছর আগে আপনারা এলে হয়তো আমিও দেখে নিতাম। ভালো থাকবেন। পৃথ্বীজিৎ বাবুর হিউমার আর সংবেদনশীলতা বড় আনন্দ দেয়। আর শিবাজীবাবু আপনার গল্প বলার ক্ষমতা তো অনস্বীকার্য।
    ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা। 🎉🎉🎉

  • @pratimachowdhury2264
    @pratimachowdhury2264 6 місяців тому +1

    Khub bhalo laglo joy baba Kedarnath joy baba Tungnath 🙏🙏🙏

  • @exploremanoj
    @exploremanoj 6 місяців тому +1

    খুব সুন্দর লাগল এই পর্ব। গল্পের সাথে ভ্রমণ আমার বেশি ভাল লাগে। ভাল থাকবেন।

  • @mayageetachakravarty9155
    @mayageetachakravarty9155 6 місяців тому

    আমারাও তুঙ্গনাথ গেছি।ঘোড়ায় করে।ভীষণ খাড়াই পথ।অসাধারণ দৃশ্য। ওখানে চন্দ্রশিলাও দেখেছিলাম।আবারও দেখে ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি।❤️🙏🏻

    • @mayageetachakravarty9155
      @mayageetachakravarty9155 6 місяців тому

      এখন এতো সুন্দর রাস্তা হয়ে গেছে। আমরা কিন্তু বেশ দুর্গম রাস্তায় গেছি।এমন পাকা রাস্তা থাকলে হেঁটেই উঠতাম।জয় তুঙ্গনাথ🙏🏻🙏🏻

  • @AsimBhattacharyya65
    @AsimBhattacharyya65 6 місяців тому

    আপনাদের ভিডিও দেখে অনেক কঠিন পথও মনে হয় সহজ। তুঙ্গনাথ সফরটাও সেরকমই লাগলো। গল্প করতে করতে কখন যেন পৌঁছে গেলাম! অসাধারণ দৃশ্য পট, সঙ্গে আপনাদের শান্ত ও সুন্দর পরিবেশনা। ধন্যবাদ। হর হর মহাদেব।

  • @purnimakar8370
    @purnimakar8370 6 місяців тому

    খুব ভাল লাগল তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেক

  • @banipaul08
    @banipaul08 6 місяців тому

    Apnader vedio joto bar dekhi khub valo lage r sathe sathe mon tao khub valo hoa jay.....

  • @saswatibanerjee2660
    @saswatibanerjee2660 6 місяців тому

    প্রকৃতির এতো সৌন্দর্য্য দেখে মুগ্ধ হয়ে গেলাম।নিজেকে এতো সুন্দর করে সাজিয়ে রেখেছে সেক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব থাকে এই সৌন্দর্য্য কে বাঁচিয়ে রাখার।আমরা সবাই যেন সেটা করি।

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 6 місяців тому

    Apurbo sundar mayabi pahari path,aha apurbo drishyo,galpota kichuta jantam ,purota jana holo,khub khuuuub valo laglo 👌👌👍

  • @nabendudas7191
    @nabendudas7191 6 місяців тому

    You are the best tour vlogger to me. Your presentation is very nice.

  • @rideexplore5971
    @rideexplore5971 6 місяців тому +1

    অপূর্ব।।। অপূর্ব।।।

  • @indranidas5072
    @indranidas5072 6 місяців тому +1

    দারুন লাগল গল্পটা আমি তো সব সময় দেখি

  • @shibopadodasdey2956
    @shibopadodasdey2956 6 місяців тому

    খুব ভালো লাগলো। পঞ্চ কেদারের গল্পও জানা ছিল না, জেনে সমৃদ্ধ হলাম। ধন্যবাদ।

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 6 місяців тому

    অসাধারণ লাগলো তোমার দেখানো চন্দ্রশীলা ও তুঙ্গনাথ অভিযান। ভালো থাকবে ❤️

  • @nirennundy3587
    @nirennundy3587 6 місяців тому

    দ্বিতীয়বার তুঙ্গনাথ ভ্রমণের ভিডিও দেখার পরে আপনার লেখাটা পড়ে সত্যিই নিজের মনটা খুব ভারী হয়ে গেল,
    হয়তো স্বয়ং তুঙ্গনাথই এই প্রকাশের রূপে আপনাকে দেখা দিয়ে গিয়েছিল এবং আবার এখানে নিয়ে আসার জন্য এই ঘটনা ঘটিয়েছিল❤

  • @somakar180
    @somakar180 6 місяців тому

    Khub bhalo kahini ar oti sundor jaiga. Monoram.

  • @AmitRoy-rs2zv
    @AmitRoy-rs2zv 6 місяців тому +2

    খুব খুব ভালো লাগলো। আপনার মাধ্যমে তুঙ্গনাথ ও চন্দ্রশীলা দর্শন করার সৌভাগ্য হোল। ধন্যবাদ আপনাদের দুজনকে।

  • @shibajinandisanskrit
    @shibajinandisanskrit 6 місяців тому

    ভিডিওটা খুব ভালো লাগলো দাদা। আমি ২০০৪ এ তুঙ্গনাথ গেছিলাম কিন্তু তখন চন্দ্রশিলা যেতে পারিনি, সেই আক্ষেপটা আপনার ভিডিও দেখার পর আজ মিটলো।