Muche Jaoa Dinguli । মুছে যাওয়া দিনগুলি । Lukochuri । Hemanta Mukherjee । Bangla Movie Song । Pialy

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 681

  • @manjusreedas5583
    @manjusreedas5583 8 місяців тому +7

    অসাধারণ পিয়ালি তুমি আমার কন্যা সম ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি আর ও ভালো গান করে আমাদের শোনাবে ।খুবই ভালো লেগেছে তোমার গান ।❤

  • @deepikamitrapalit123
    @deepikamitrapalit123 8 місяців тому +5

    অসামান্য সুন্দর গায়কী হৃদয় ছোঁয়া নিবেদন 💞💞

  • @devdasdas5546
    @devdasdas5546 Рік тому +3

    এই গান উনি সাপোর্ট হিসেবে কানে শুনে মুখ মিলাচ্ছে।

  • @Rama-ex8ik
    @Rama-ex8ik Рік тому +3

    Bhasa khuje pai na lekhar moto........just "" OPURBO ""mon chhuye gelo........God Bless You, my dear child .❤❤

  • @amiyakundu5958
    @amiyakundu5958 2 роки тому +4

    অপূর্ব সুন্দর। শুধুই মুগ্ধতা একরাশ।

  • @bjprajatonline
    @bjprajatonline 11 місяців тому +5

    অদ্ভুত মাদকতা, ঈশ্বরদত্ত কন্ঠ। অসাধারণ গাইলে Pialy Kundu. আরও অনেক গান শোনার ইচ্ছে রইল।

  • @tapasraychaudhury3128
    @tapasraychaudhury3128 Рік тому +9

    পিয়ালী, তোমার গলায় যেমন সুর, তেমন সুন্দর তোমার উচ্চারণ। অনেক public অনুষ্ঠান করো। এটাই চাই।

  • @ahsanexpress
    @ahsanexpress Рік тому +6

    সত্যি একদম পিয়র পারফেক্ট। গুণী শিল্পী না হলে এমন পরিবেশনা সম্ভব না। ধন্য আপনি প্রিয় দিদি।

  • @subhenduchaudhuri-mp6rf
    @subhenduchaudhuri-mp6rf Рік тому +4

    আপনার কন্ঠ আর হারমোনিয়াম , এটাই সবচেয়ে perfect combination. আর কিছুর দরকার নেই, যদিও এটি আমার একান্ত ব্যক্তিগত মত।শুভেচ্ছা ।

  • @aparnahal8555
    @aparnahal8555 Рік тому +1

    কত বার যে গান টা শুনলাম। অসাধারণ। তোমার প্রত্যেকটা গান আমি শুনি।এত দরদ কন্ঠে।আহা।

  • @achembusinessidea5306
    @achembusinessidea5306 Рік тому +2

    কি অপূর্ব।
    আহা মন পূর্ণতায় স্পর্শ করলো।
    ভালো থাকবেন।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 роки тому +4

    আপনার কন্ঠে শুনতেচাই আরও অনেক গান আপনার দীর্ঘ জীবন কামনা করি।

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому +40

    কী অসাধারণ ! নিজের কানকে বিশ্বাস করতে পারছিনা । তবু সত্য --- এ যেন স্বর্গীয় হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী কন্ঠের মহিলা ভার্সন !

    • @soumyadasguptaofficial5376
      @soumyadasguptaofficial5376 2 роки тому +3

      Ekdom thik bolechen.....joto din jacche ami jano eai mayabi konther Jale joriye porchi besi kore.....sudhu osadharon noy, bhishon osadharon, bhyonkor osadharon....ki bolbo bhebei pacchi na

    • @jaydeepchakraborty9073
      @jaydeepchakraborty9073 2 роки тому +2

      আপনি একদম5 ঠিক4 বলেছেন।

    • @anitadatta1303
      @anitadatta1303 2 роки тому +4

      ​@@soumyadasguptaofficial5376 Getting Piyali in virtual world is the best having in my living ! As a human being she is not compared with an ordinary person .

    • @soumyadasguptaofficial5376
      @soumyadasguptaofficial5376 2 роки тому +2

      @@anitadatta1303 you are absolutely correct

    • @nikunjalalkundu2642
      @nikunjalalkundu2642 2 роки тому +3

      অত্যন্ত দরদ দিয়ে গাওয়া এই গান যেমন হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন তেমনি যেন তার ই সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে শোনা গেলো তোমার মরমী উপস্থাপনায় ।

  • @santomitra8702
    @santomitra8702 11 місяців тому +3

    স্মৃতিচারনার এই গান তোমার কণ্ঠে শুনে ঋদ্ধ হলাম। এই গানগুলি আমাদের সময়ের । তুমি আমাদের সুযোগ করে দিলে মহিলা কণ্ঠে এই গানটি শোনার। অন্যান্য অনেক গানের মতো এই গানটি ও তুমি অপূর্ব গেয়েছ। শুভেচ্ছা ও আশীর্বাদ নিও মা।

  • @santimoybanerjee3178
    @santimoybanerjee3178 Рік тому +4

    খুব ভালো লাগলো আপনার এই গান শুনে,আপনার উচ্চারণ খুব স্পষ্ট

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому +27

    তুলনাহীনা মা পিয়ালীর বেদনা কাতর সুরের আবহে যেন হারিয়ে থাকা স্বর্ণ যুগ ফিরে এলো ! শ্রদ্ধেয় মহা শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্গীয় আত্মা জুড়ে নিশ্চয়ই এ গান পুনরায় ধ্বণিত হচ্ছে !

  • @prasantamukherjee460
    @prasantamukherjee460 10 місяців тому +4

    মা পিয়ালী কার কন্ঠকে ভালো বলবো তোমার না হেমন্তদার ? ? ? খুব খুব ভালো থেকো মা আমার।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Рік тому +4

    বেশ কয়েক টি গান এত সুন্দব গাওয়া হয়েছে যে তুলনা খুঁজে পাওয়া দুষ্কব ৷ ঘা শুনতে মন অন্য জগতে চলে যায় ৷

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 роки тому +7

    পিয়ালী এই গানটি যেরকম ভাবে উপস্থাপন করলে তা এককথায় দুর্দান্ত ও চমৎকার। সব মানুষের স্মৃতি সুখ ও দুখের সমন্বয়ে প্রকাশিত হয়। বিখ্যাত গানটি যথার্থ আবেগপূর্ণ ছিলো। ভালো লাগলো।

  • @fariyafariya3345
    @fariyafariya3345 2 роки тому

    Bah. Ato. Sundor. Hoise. Ki bolbooo,🥰💥💥

  • @SurojitGhosh-y1v
    @SurojitGhosh-y1v 2 місяці тому +2

    My dear choto bon ato Sundar gan tumi gayacho .ma go tomar bhuvana ato pap . Ami tomar 15 times sunachi tabu monahai abar sunbo bhalo thako .I hope you will take care your health.

  • @sharmisthadutta7319
    @sharmisthadutta7319 8 місяців тому +2

    অপূর্ব, মুগ্ধতা জানাবার ভাষা নেই, প্রাণভরা আশীর্বাদ আর ভালোবাসা রইল

  • @AyubAli-fn7ys
    @AyubAli-fn7ys Рік тому +2

    ❤ অসাধারণ

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 2 роки тому +4

    অত্যন্ত চমৎকার একটি উপস্থাপনা। গানটি আজ রি-পোস্ট করবার জন্য অসংখ্য ধন্যবাদ, কেননা কাকতালীয় ভাবে আগামীকাল কিংবদন্তি গীতিকার শ্রী গৌরী প্রসন্ন মজুমদারের জন্মবার্ষিকী, অজান্তেই শ্রদ্ধা নিবেদন হলো..

  • @ahsanhabib6767
    @ahsanhabib6767 Рік тому +2

    দিদি ভাই, মুগ্ধতায় মন ভরে গেল।
    (বাংলাদেশ থেকে)

  • @romiyabanerjee515
    @romiyabanerjee515 Рік тому

    অসাধারণ ভাল লাগল ধন্যবাদ আপনাকে

  • @bidishachakraborty2514
    @bidishachakraborty2514 Рік тому +3

    গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, হেমন্তবাবুর সুরে ও গাওয়া এই গানটা শুনে মুহূর্তের জন্য অন্য লোকে যেন চলে গেলাম রে মম। জানিস তো মম, আমার তো মনে হয় হেমন্তবাবুর জীবনের শ্রেষ্ঠ গান " মুছে যাওয়া দিনগুলি..."। আরো একটা কথা কী জানিস তো মম, তখনকার সব শিল্পীদের শ্রেষ্ঠ গানটা গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা । শুভেচ্ছা ও আশীর্বাদ রইল । পৃথ্বীশ চক্রবর্তী । বাটানগর ।

  • @biprabchakrabarty1219
    @biprabchakrabarty1219 2 роки тому +12

    যতবার শুনি ততবার শুনতে ইচ্ছা করছে, তোমার কন্ঠে সত্যিই যাদু আছে 👌👌👌👌👌

  • @khanarif247
    @khanarif247 Рік тому +4

    কাছের মানুষ গুলো অনেক অনেক কষ্ট দেয়

  • @anowarhossain443
    @anowarhossain443 7 місяців тому +1

    আহ পিয়ালী কি মধুর কন্ঠ আপনার

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz Рік тому +1

    কি অসাধারণ পরিবেশনা কি। অপূর্ব গল। শুনলে মন ভরে যায়

  • @callofdutygaming3031
    @callofdutygaming3031 11 місяців тому +1

    খুব সুন্দর একটি গান।মন ভরে গেলো।❤❤❤❤

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 роки тому +1

    বারবার শুনতে ইচ্ছা করছে এই গানটি ভাষা ও সুরের মূর্ছনা য়ম ভরেঊঠে।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 роки тому +3

    স্মৃতির রোমন্থন করতে গিয়ে ফেলে আসা দিন গুলো র কথা মনে পড়ে। সেখানে কত আনন্দ বেদনার অনুভূতি বীর করে আসে। আপনার কন্ঠে গান শুনে মুগ্ধ হয়ে ভাবছি কত সুন্দর ভাবে উপস্থাপন ক রয়েছেন।

  • @PROBALSENGUPTA-gx5zf
    @PROBALSENGUPTA-gx5zf 8 місяців тому

    sweet --sorrow---nostalgia. Unforgettable. hats off to the pathose queen once again

  • @azamgazi9938
    @azamgazi9938 7 місяців тому +1

    Sotti osadharon

  • @mdjahidislam8637
    @mdjahidislam8637 Рік тому +1

    Excellent.

  • @shyamalmukherji7545
    @shyamalmukherji7545 2 роки тому +7

    পিয়ালী, যত বার শুনি তত বার আবার শুনতে ইচ্ছা করে। তোমার গলার এমন জাদু। তুমি ভালো থেকো মা।

  • @NargisMannan-ox9jd
    @NargisMannan-ox9jd 2 місяці тому

    গানটি আমার এতো ভালো লাগে ❤❤❤❤❤

  • @biswasvarious3096
    @biswasvarious3096 Рік тому +1

    Khub tripti pelam apnar kanthe ganti sune.

  • @madhumitachatterjee3233
    @madhumitachatterjee3233 Рік тому +1

    অসাধারণ গেয়েছেন ❤❤

  • @anupbera6000
    @anupbera6000 2 роки тому +1

    আবেগ প্রবন হয়ে যাচ্ছি।কি সুন্দর গাইলেন। সত্যি কথা বলতে কি কোন প্রসঙসা যথেষ্ট নয়। ধন্যবাদ, বারবার শুনতে ইচ্ছা করছে। চালিয়ে যান।

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 Рік тому +1

    💝👌💝👌💝👌💝👌
    👉 যে দিন চলে যায় সেতো আর ফিরে আসে না; স্মৃতি হয়ে বেঁচে থাকে হৃদয়ের গভীরে।
    এই তো জীবন ম্যাডাম। আপনার কন্ঠে গানটি ভালোই লাগলো....

  • @purnimaphaujdar5787
    @purnimaphaujdar5787 Рік тому +1

    মনের গভীরতম স্থান হতে নিসৃত সুন্দর সুমধুর সুরের মনমুগ্ধকর পরিবেশনা👌👌চমৎকার গেয়েছ 🎉🎉

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 2 місяці тому

    এই বিখ্যাত জনপ্রিয় গানটি গাইবার সময় গায়কীর গলার স্বর ও সুরের মধ্যে এমন একটি আবেগের মূর্ছনা আছে যে সেই মূর্ছনার জোয়ারে শ্রোতাদের হৃদয় অন্তর মন ভেসে যায়।

  • @anjanadey1931
    @anjanadey1931 2 роки тому +1

    মুগ্ধতা একরাশ,, হারিয়ে গেলাম সুরের মূর্ছনায়

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 2 роки тому

    লুকোচুরি সিনেমায় হেমন্ত মুখার্জি এই অসাধারণ কালজয়ী গানটি গেয়েছিলেন।
    গীতিকার ছিলেন গৌরিপ্রসন্ন মজুমদার এবং হেমন্ত মুখার্জি নিজেই সুরকার ছিলেন। এ গানের কথা ও সুর অনবদ্য এবং অতুলনীয়। অত‍্যন্ত হৃদয়স্পর্শী এই গান।
    গানটা তুমি দারুণ ভাল গেয়েছো। এই ধরণের বিচ্ছেদ বেদনার গানগুলো তুমি ভীষণ ভাল গাও।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 роки тому

      অনেক ধন্যবাদ 🙏

    • @subhradutta6485
      @subhradutta6485 Рік тому

      @@PialyKunduOfficial দারুণ, দারুণ গাইলে পিয়ালী। সত্যি কোনো প্রশংসাই এর যোগ্য নয়। অমর শিল্পী হেমন্ত মুখার্জীর এই গান কালজয়ী চির অম্লান।তুমি তোমার সুরেলা কণ্ঠে তাল-লয়-সুরের মেল বন্ধনে তাকে সম্পূর্ণতা দান করেছো। আমার মনে হয় হেমন্তদাও তোমার এই গানে পরম সন্তুষ্টি লাভ করেছেন। তুমি তাঁর মান রেখেছো। আর তিনিও তোমাকে সমস্ত শ্রোতা-দর্শকদের ন্যায় দু-হাত ভরে আশীর্বাদ করবেন।তোমাকে অন্তরের অন্তঃস্থলে স্থান দেবেন।তোমার জন্য রইলো অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। ভালো থেকো, সুস্থ থেকো বোন।

  • @mohosin4025
    @mohosin4025 Рік тому +1

    তুমি গান কে ভালো বেসে হৃদয় দিয়ে গাও,,,তাই এত অসাধারণ লাগে ❤❤

  • @paritoshchandradey783
    @paritoshchandradey783 2 роки тому +1

    Maa, outstanding in all respects.

  • @sabuzbiswas8194
    @sabuzbiswas8194 2 роки тому +1

    অসাধারণ 🇧🇩🇧🇩😍

  • @shreyasound8377
    @shreyasound8377 2 роки тому

    আমি যতবার গানটি শুনি ততবার কেন জানিনা বুক ফেটে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে এবং দু চোখ বেয়ে অঝোরে জল বেরিয়ে আসে ধর্ণবাদ দিদিভাই গানটি এতো ভালো গাওয়ার জন্য।

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 роки тому +1

    অপূর্ব.. অনন্য সাধারণ পরিবেশনা

  • @sunilmandal5778
    @sunilmandal5778 2 роки тому +4

    What a Marvellous and magnificent and emotional song of Hemanta Mukherjee sung by you in sweet and absolutely melodious Voice and it expresses your talent and you touches my heart and This song enchanted me .MA PIYALY,God bless you and go on with Courageous mind .

  • @swaroopbanerjee4030
    @swaroopbanerjee4030 2 роки тому

    Abar sunchi...ki sundor lagche bole bjano jabena.
    God bless you 🙏🏼🙏🏼

  • @rinaroy6693
    @rinaroy6693 2 роки тому +4

    মন ভরে গেল। এভাবেই গান গেয়ে চলো সবাইকে আনন্দ দাও

  • @kabitapratihar4775
    @kabitapratihar4775 Рік тому +3

    Very nice performance ❤

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Рік тому

    শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জির সেই বিখ্যাত গান আপনার কণ্ঠে শুনলাম, বেশ ভালই তো লাগলো। এভাবেই সঙ্গীত সাধনা করে সুন্দরভাবে এগিয়ে যান, এটাই প্রত্যাশা রইলো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।

  • @amaldatta174
    @amaldatta174 6 місяців тому

    কালজয়ী গানের অনন্য ত্বরণ হলো হৃদয় থেকে হৃদয়ে গায়কী গুণে গুণান্বিত হয়ে !❤❤

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  6 місяців тому

      অশেষ ধন্যবাদ

    • @amaldatta174
      @amaldatta174 6 місяців тому

      @@PialyKunduOfficial শুভ কামনা

  • @sptarafder
    @sptarafder 2 роки тому

    হেমন্তের এই বিখ্যাত গানটা আমার অসম্ভব প্রিয় একটা গান। বলতে কোনো দ্বিধা নেই যে আপনি সেই একই দরদ ঢেলে দিয়ে গানটি গেয়েছেন। সত্যিই আপনার versatility যতই দেখি ততই অবাক হয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ এই গানটা গাইবার জন্য। সত্যি কথা বলতে কি এই প্রথম আমি কোনো মহিলা শিল্পীর কন্ঠে এই গানটা শুনলাম আর অবশ্যই শুনে মুগ্ধ হলাম।😊

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver 2 роки тому

    দারুন হয়েছে।
    মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
    স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
    রঙে রঙে ছবি আঁকে ।।
    মনে পড়ে যায় মনে পড়ে যায়
    মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
    মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তীথি ।
    দু’জনার দুটি পথ মিশে গেল এক হয়ে
    নুতন পথের বাঁকে
    মুছে যাওয়া দিন গুলি…।।
    সে এক নতুন দেশে
    দিন গুলি ছিল যে মুখর কত গানে
    সেই সুর কাঁদে আজি আমার প্রাণে ।
    ভেঙে গেছে হায় ভেঙে গেছে হায়
    ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা
    ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা ।
    কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল
    আকাশ কি মনে রাখে
    মুছে যাওয়া দিনগুলি…।।

  • @pradipghosh7485
    @pradipghosh7485 2 роки тому +1

    অপূর্ব কি সুর ,মা সরস্বতীর আশীর্বাদধন্যা না হলে এমন সুন্দর মধূর সুরেলা কণ্ঠ উপলব্ধি হত না, এগিয়ে যাও আরো অনেক উপরের দিকে, তাই অনেক ,,,,, অনেক শুভকামনা রইলো।

  • @dibyajyotisengupta6413
    @dibyajyotisengupta6413 2 роки тому

    অসাধারণ বললেও খুব কম বলা হয়।
    আপনি সত্যি একজন শিক্ষিত শিল্পী।
    আরো শ্রীবৃদ্ধি হোক এই কামনাই করি।

  • @sanchayanghosh1144
    @sanchayanghosh1144 2 роки тому +4

    Bah bah 👏👏

  • @kazidilip6822
    @kazidilip6822 4 місяці тому

    আহা হৃদয় ছুঁয়ে গেলো দিদি।

  • @alikadak5428
    @alikadak5428 3 місяці тому

    Unexpected singing with mindblowing Song by Pialy

  • @dishanvlog5364
    @dishanvlog5364 2 місяці тому

    অসাধারণ !! মাঝে মাঝে পেলেই শুনি ।

  • @dipankarmitra1080
    @dipankarmitra1080 2 роки тому

    Ei gan ti te sotti I jeno govir bedona lukie acbhe . Apni eto sundor sei bedona sukhe bodlie dilen jaa spellbound ....

  • @Dingo2020
    @Dingo2020 4 місяці тому

    সত্যিই সুন্দর গেয়েছো।

  • @bidhandas315
    @bidhandas315 2 роки тому +2

    সত্যি মন ভরে গেল গানটি শুনে! অসম্ভব সুন্দর গেয়েছেন, একরাশ মুগ্ধতা ও অনেক অনেক শুভেচ্ছা রইল...

  • @tareqkhan-cv3cq
    @tareqkhan-cv3cq 3 місяці тому

    অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ!!!

  • @dilipmahapatra3087
    @dilipmahapatra3087 2 роки тому

    কী অসাধারণ গান মুগ্ধ হয়ে শুনলাম খুব ভাল গেয়েছেন, অনেক শুভেচ্ছা।

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 роки тому

    কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে.... এমন যেন কোনোক্রমেই আপনার ক্ষেত্রে না ঘটে মনেপ্রাণে এই প্রার্থনা করি..

  • @horidashkumardebnath6104
    @horidashkumardebnath6104 Рік тому

    খুবই মনোরম গেয়েছো।ধন্যবাদ।

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому +6

    Super wonder wonders in this matchless perfection of rendition of Ma Piyali ! O my God let her rise in full blooming measure with pleasure beyond measure ! !

  • @bikashchakraborti6538
    @bikashchakraborti6538 2 роки тому

    কোথায় টেনে নিয়ে গেলে! বুকের ভেতর কি একটা আছে না, যে কথা শোনে না! সাধ‍্য কি আমার মন ছাড়া চলার! আর তুমি এভাবে, এভাবেই যদি গাও!এ বয়সে নষ্টালজিক হলে মন্দ বলবে লোকে। খুব ভালো লেগেছে আজ আমি দরদ দিয়ে শুনেছি।

  • @shivajichatterjee3055
    @shivajichatterjee3055 2 роки тому

    অসাধারণ। অনবদ্য। তবলা থাকা দরকার।

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому +2

    মুছে যাওয়া দিনগুলো কখনো ভুলতে পারা যায়না --- স্মৃতি জাগানিয়া হয়ে আত্মা স্পর্শ করা এ গান কত যে শুনেছি !

  • @alikadak5428
    @alikadak5428 4 місяці тому

    Fantoustic Singing by Pialy

  • @chiranjitde7467
    @chiranjitde7467 2 роки тому

    এত অসাধারণ সুমধুর কন্ঠে আমার অন্যতম প্রিয় গান নিবেদন করলে যে বাকরুদ্ধ হয়ে গেলাম! অভাবনীয় গায়কী! সুর সাগরে ভেসে গেলাম! সর্বাধিক স্নেহ ও অভিনন্দন!!

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 роки тому +3

    পিয়ালীর সুরেলা ও মিষ্টি কণ্ঠে গানটি শোনার অপেক্ষায় রইলাম।

  • @alikadak5428
    @alikadak5428 16 днів тому

    Very heartful singing by pialy

  • @arupdutta1931
    @arupdutta1931 Рік тому

    তোমার গলা God gifted পিয়ালী

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому +5

    খুব প্রিয় এ গান । তোমার সুর সুন্দর কন্ঠে আরো প্রিয় হবে বলে আশায় আছি থেকেও অনেক অব্যক্ত হতাশায় ।

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 2 роки тому +4

    🥀 সত্যিই! মুছে যাওয়া দিনগুলি খুব মনে পড়ে যায় আর চোখ ভরে জল চলে আসে তাকেভুলতে চাইলেও কিছুতেই ভুলতে পারিনি এখনো পর্যন্ত আমার ভালোবাসার মানুষটাকে। সেই মানুষটা আমাকে একদিন এই গানটি শুনাতো, এখন তার সাথে আমার আর কোন যোগাযোগ নেই কোথায় যেন হারিয়ে গেলো সেই সব স্মৃতি খুব মনে পড়ে তাকে এই গানটা শুনলে। খুব সত্যি কথা বলতে কি আপনি এই গানটি দারুন! গেয়েছেন শুনে আমি মুগ্ধ হলাম।🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @alakchakraborty3235
    @alakchakraborty3235 2 роки тому

    আহা! অসাধারণ কন্ঠের হৃদয় স্পর্শী পরিবেশন।

  • @debasishbhadra4968
    @debasishbhadra4968 2 роки тому

    এই অনুজা বোনের গানের আমিও ভক্ত হয়ে গেলাম । কি নিষ্ঠা ও সাধনা ।

  • @alikadak5428
    @alikadak5428 4 місяці тому

    Very fabulous singing which previously sang by Jatileswar sahib although it is not complex form very easy by Pialy

  • @alikadak5428
    @alikadak5428 4 місяці тому

    Wonderfully singing this Song by Pialy

  • @drmilon6646
    @drmilon6646 2 роки тому +1

    বরেণ্য সাধক শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্ম তিথিতে জানাই তাকে প্রণাম। শ্রদ্ধা আর ভালোবাসা জানাই আপনাকে। বরেণ্য শিল্পীর গাওয়া গানটি আপনার কণ্ঠের মধ্যে তাকে ফিরে পেলাম, হৃদয়, মন উজার করে গানটি শুনলাম। শত ব্যস্ততার মধ্যেও আপনার গাওয়া গানগুলি আমার ল্যাপটপ অ্যালবাম হয়ে গেছে আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভালো থাকবেন। আপনার কন্ঠে হৃদয়ের গানগুলি পরিবেশন করে চলেছেন, করবেন, শুভ কামনা রইল।

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 2 роки тому +1

    কর্মসূত্রে কোলকাতা থেকে চেন্নাই যাচ্ছি, তোমারই গানগুলো শুনছিলাম, অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার খুব খুব প্ৰিয় গানটা শোনার জন্য.....

  • @darodiarshadsheikh8128
    @darodiarshadsheikh8128 2 роки тому +2

    এক কথাই সব মিলিয়ে অসাধারণ আমি মুগ্ধ হয়েছি আপনার কন্ঠে গাওয়া গান ও সুরে মনোমুগ্ধকর কন্ঠ শিল্পী। শুভকামনা রইল বোন। 💕💞💓
    🖊️ দরদী এরশাদ শেখ প্রবাসী //

  • @AbhishekPalHawaiianGuitar
    @AbhishekPalHawaiianGuitar 7 місяців тому

    Bah bah,, Khub misti konthoswar apnar,, apurbo poribesona didivai, khub khub valo laglo, songe thake gelam

  • @kamalhossin4649
    @kamalhossin4649 11 місяців тому +1

    Pialy I Have No Comment........ Tremendous.Many Many Love Form BANGLADESH.

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 роки тому

    আপনার কন্ঠে গান শুনে আমার মন টা পবিত্র হয়ে যায়। মনে রবেদনা দূর করে। ভালো না লাগলে অকা্রনc certificate আমি কাউকে দিই না।

  • @fazluljabbar9415
    @fazluljabbar9415 2 роки тому

    সে এক নতুন দেশ মনে পড়ে যায়
    পিয়ালি আমার অনেক দিনের মনে করছিলাম তোমাকে গাওয়ার জন্য
    কিন্তু তোমার কন্ঠে শুনে ফেলেছি
    অনেক ভালো হয়েছে অনেক শুভেচ্ছা রইলো

  • @সঞ্জীব-স২ঝ
    @সঞ্জীব-স২ঝ 2 роки тому

    এই গভীর রাতে বুকের ভেতর টা একটা ধাক্কা দিয়ে গেলো । সব গান ই মনে হয় মানুষের জীবনে কোনো না কোনো ঘটনায় জড়িত থাকে । খুব ভালো লাগলো বোন ।

  • @AminurRahman-px4sz
    @AminurRahman-px4sz 2 роки тому

    জীবনের সাথে মিশে আছে এই গানটি,
    দোষ আমার ছিল না দোষ ছিল আমার নিয়তির।

  • @subhraghosh6401
    @subhraghosh6401 2 роки тому

    Egiye jao , akdin khub boro shilpi hobe , thakur maa er ashirbad e , valo theko, ei vabe mongolmoyer seba koro ,piyali 💖💖

  • @rabinchanda9249
    @rabinchanda9249 2 роки тому

    Outstanding feelings 💓. Hemanta Babu aapanak nije aasirbad korechhen

  • @apurbamazumder2227
    @apurbamazumder2227 2 роки тому

    অত্যন্ত ভাবে গাইলে আমার প্রিয় গানটি। গান শুনে পুরনো দিনে যেন ফিরে গেলাম। কি বলে তোমায় প্রশংসা জানাব সেই ভাষা খুঁজে পাচ্ছিনা।