Google Doctor! গুগল ডাক্তার। Dr. Saklayen Russel

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Google Doctor!
    Dr Saklayen Russel
    MBBS (DMC), MS (Cardiac,Vascular & Thoracic Surgery)
    Associate Professor
    &
    Head of Vascular Surgery
    Ibrahim Cardiac Hospital
    Birdem, Shahbag, Dhaka
    Facebook page:
    / sakalyen
    You Tube Link:
    / @drsaklayenrussel
    Website:
    www.drsaklayen.com

КОМЕНТАРІ • 369

  • @riponnath3479
    @riponnath3479 4 роки тому +34

    এত সুন্দর কথা। এত সুন্দর ভাবে বুঝালেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার।

  • @Suvabdctg
    @Suvabdctg 4 роки тому +15

    স্যার অনেকবার আপনার সাথে কমিউনিকেশন করতে গিয়ে ও ব্যার্থ হয়েছি🥺 আপনার চ্যাম্বারের সামনে গিয়ে ও ফিরে আসছি। প্রবাস থেকে ভিসা ক্যান্সেল করে দ্রুত ফিরে এসেছি দেশে এর পরে গ্রাম থেকে ঢাকায় গিয়ে তিনদিন ছিলাম আপনাকে দেখানোর জন্য কিন্তু এই তিনটা দিন আমার তিনবছরের মত গেলেও পারিনি আপনার সাথে দেখা করতে কারন আপনার দরজার সামনে বসে থাকা ভদ্রমহিলা বলেছেন রেফারেন্স ছাড়া স্যার রোগী দেখেননা 🥺 পরিশেষে নিজের দূর্ভাগ্য মেনে নিয়ে ফিরে আসি তারপরও এতটুকু পরিমাণ রাগ বা ক্ষোভ প্রকাশ করতে ইচ্ছে হয়নি বরং আপনার প্রতি শ্রদ্ধাভোধ আরো বৃদ্ধি পেয়েছে 💝 কখনো যদি সুযোগ হয় স্যার অন্তত একবার হলেও আপনাকে সরাসরি দেখার সাধ থেকে যাবে মনিকোঠায়।
    আপনার প্রতি শুভকামনা রইলো স্যার💝
    জাজাকাল্লাহ

    • @DrSaklayenRussel
      @DrSaklayenRussel  3 роки тому +5

      এরপর এসে সরাসরি দেখা করবেন। বলবেন আমি শুভ, বিদেশ থেকে আসছি।

    • @Redwan-touch
      @Redwan-touch 3 роки тому

      @@DrSaklayenRussel স্যার তাহলে আমরা সাধারন মানুষ কি ভাবে অপনার সাক্ষাৎ পাবো?

  • @anupomsaha551
    @anupomsaha551 4 роки тому +9

    কিছু কিছু মানুষের কিছু কথা শুনলে আসলে মনে হয় ,'আরে তাই তো,ইনি তো আমাকে নিয়েই বলছেন'। এটা সেরকম একটা ভিডিও।আমি কথা দিচ্ছি এর পর থেকে গুগল থেকে তথ্য নিয়ে আরেকজনকে ডাক্তারি পরামর্শ দেবো না।অন্তত চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ স্যার

  • @asrafulalam686
    @asrafulalam686 4 роки тому +25

    স্যার আপনার দেওয়া তথ্য গুলো খুবই ভালো লাগে l Love from Kolkata.

  • @chaitalimusiccollege
    @chaitalimusiccollege 4 роки тому +11

    অনেক কিছু শিখে ধন্যবাদ জানাচ্ছি |
    বেথুয়াডহরি , নদীয়া, পশ্চিম বঙ্গ , ভারত

  • @user-zg5rn7ti1m
    @user-zg5rn7ti1m 4 роки тому +12

    ঘুমের মধ্যে তথাকথিত''বোবায় ধরা " রোগটি নিয়ে ভিডিও বানান প্লিজ। অনেক উপকৃত হব।

  • @purnenduroy6563
    @purnenduroy6563 4 роки тому +12

    আপনার প্রতিটি ভিডিও শিক্ষামূলক। প্রতিটি রোগীর চিকিৎসকের নিকট থেকে তার রোগবিষয়ক প্রশ্ন করার অধিকার আছে তেমনি একজন চিকিৎসকের ও ধৈর্যের সাথে তার রোগীকে প্রশ্নের উত্তর দিয়ে তৃপ্ত করা উচিত। এতে রোগীর মানসিক উৎকন্ঠা প্রশমিত হওয়ার পাশাপাশি ডাক্তারের প্রতিও তা আস্থা ও বিশ্বাস বাড়ে যা রোগ উপশমে সহায়ক হয়। আমার বিশ্বাস আপনি তা করেন। ভালো থাকুন নিরন্তর ও আপনার সব রোগীকে ভালো রাখুন। অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন আপনার নিয়মিত স্বাস্থবিষয়ক পরামর্শ উপস্থাপনার জন্য।

    • @যমদূত
      @যমদূত 4 роки тому +2

      চমৎকার বলেছেন!!!

  • @mdhabiburrahmanrinku3381
    @mdhabiburrahmanrinku3381 4 роки тому +1

    স্যার আমি আপনার অনেক বড় একজন ভক্ত।আমি একজন পল্লি ডাক্তার। আপনার সব কথা আমি আমার চিকিতসায় কাজে লাগাই।স্যার ভাল থাকবেন আর এই ভাবে সুন্দর টপিক নিয়ে ভিডিও দিবেন
    আমার মত ছোট ডাক্তার যারা শুনলে ভাল কাছু শিখতে পারবে।

  • @ednadepali2184
    @ednadepali2184 2 роки тому

    শ্রদ্ধেয় ডক্টর আপনার মূল্যবান পরামর্শ, নিঃস্বার্থ সেবাদান, আমার মত অসচেতন মানুষকে চেতনা দান অত্যন্ত প্রসংশনীয়। আজ আমি আপনাকে তিনটি পরামর্শ দিচ্ছি মানতে পারবেন? ১.আপনি আপনার
    প্রতি যত্নশীল হন।২. প্রতিদিন ফোন অফ করে ৫ ঘন্টা ঘুমাবেন। ৩.পরিবারের জন্য সময় দিন। মাফ করবেন। ধন্যবাদ।

  • @md.jahirulislam7463
    @md.jahirulislam7463 4 роки тому +1

    মাশা - আল্লাহ , ডাঃ সাকলায়েন ভাই এত সুন্দর করে কথা বলেন যে রোগীর ২০% রোগ ভাল হয়ে যাবে । দীর্ঘায়ূ কামনা করি ।

  • @salmanhossen9581
    @salmanhossen9581 4 роки тому +3

    আসসালামু আলাইকুম স্যার। আপনার কথাগুলো ১০০% বাস্তব সম্মত। আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ রাখুক -আমিন । খোদা হাফেজ স্যার।

  • @nazmaakter2856
    @nazmaakter2856 2 роки тому +1

    চোখের নিচে কালি দাগ তবুও সুন্দর অপরূপ রূপায়।

  • @brokenheart4783
    @brokenheart4783 4 роки тому +1

    আল্লাহ যেন আপনার মতো কোটি কোটি ডাক্তার তৈরী করেন মানুষের সেবার জন্যে। সেই সাথে আপনার হায়াত যেন দ্বিগুণ হয় তার জন্যে দোয়া রইলো।
    আপনার জ্ঞানের পরিসীমা যেন আরো বৃদ্ধি হয়ে এবং তার কিছু অংশ যেন আমরাও পাই।
    সর্বক্ষেত্রে আপনার শুভকামনা করছি, স্যার।

  • @EnamulHoque-io5er
    @EnamulHoque-io5er 3 роки тому

    আপনাকে পেয়ে কৃতজ্ঞ ! অনেকগুলো মানবীয় গুণাবলী আপনার মাঝে!নিঃসন্দেহে বড় ডাঃ এমনি হয়। দ্বিধাহীন ভালবাসা ও শুভকামনা।
    ধন্যবাদ।
    মাফ করবেন।

  • @BASUANIRBAN0907
    @BASUANIRBAN0907 4 роки тому +2

    Osomvob bhalo ekjon Manus... Love from India doctor saheb

  • @haripadabanik7238
    @haripadabanik7238 2 роки тому

    ধণ্যবাদ ডাক্তার সাহেব।

  • @MahmudulHasan-ux7fj
    @MahmudulHasan-ux7fj 4 роки тому +1

    একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে বলতে পারি,একদম মনের কথা বলেছেন,স্যার।

  • @neotymariagomes7895
    @neotymariagomes7895 Рік тому +1

    Definitely valo, dhannabad, subheshcca o Suvo kamona Roilo

  • @momtazara630
    @momtazara630 4 роки тому

    ডাঃ সাহেব, চমৎকার এবং প্রয়োজনীয় কিছু বললেন। ভাললাগলো তাই শুধু নয়,শান্তি পেলাম। এর মধ্যে একটি বিষয়ে কিছু বলি,রোগীর রুগ্ন শরীর,কষ্টও তার। কত উদ্বেগ উৎকন্ঠা,দুঃশ্চিন্তা তার মনে! পয়সার কথা বললামইনা। তার ডাঃ কি শুনলেন,কি বুঝলেন, রোগী কিছুই জানলোনা বুঝলোনা,কোনটা ভাল কিছু বুঝে খসখস করে চিকিৎসা ব্যবস্থা লিখে দিলেন তারতো বুঝার কথা নয়। বুঝলোনা। সময় শেষ। আউট। কত কিছু বুঝে নেওয়ার ছিল....। জানি রোগীর তুলনায় চিকিৎসক কত কম। করোনা কাল বুঝিয়েও দিয়েছ দেশে স্বাস্থ্য খাতের অবস্স্থা কি! কাউন্সিলিং এবং সময় স্বল্পতার কথা বলছেন। সুযোগ কম।কিন্তু বেশির ভাগ চিকিৎসকেরতো দেখি, তাদের ডিউটিরতো শেষ নেই,এখানে, ওখানে, সেখানে কত জায়গায় তাদের ব্যস্ততা! একজন রোগী হিসেবে কত কিছু বলার আছে তাকি জানেন? মন্তব্যের ঘরে অত জায়গা নেই। একজন রোগী হিসেবে আমি আমার অভিজ্ঞতার কথা লিখি কিন্তু অন্যখানে। অন লাইনের পেজ।সে পর্যন্ত চোখ মেলার সময় আপনাদের নেই। রোগী এবং চিকিৎসকের মধ্যে একটি পেশাদারিত্বের তো বটেই,মানবিক সম্পর্কেরও প্রয়োজন আছে। আপনি বুঝেন। দেখুননা কতটুকু কি করা যায়।ধন্যবাদ।

  • @BestOfferr
    @BestOfferr 4 роки тому

    আসসালামু-আলাইকুম।
    প্রিয় স্যার, আমি আপনার অনেক ভিডিও দেখেছি এই পর্যন্ত। আপনার ভিডিওগুলো খুবই মুল্যবান। আমার ভীষন ভালো লাগে । স্যার আমি খুব বিপদে আছি আমাকে বাঁচান আমি অনেকক্ষন ধরে খালি পায়ে দাড়িয়ে থাকতে পারিনা বলতে গেলে আমি ৫মিনিট খালি পায়ে দাড়িয়ে থাকতেও কষ্ট হয় আমার। বিশেষ করে টাইলসের ফ্লোরে বেশি টাইম খালি পায়ে দাড়িয়ে থাকতে একদমই পারিনা। আমি অনেকক্ষন ধরে দাড়িয়ে থাকলে মনে হয় আমার পায়ের রক্ত চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং আস্তে আস্তে খুব মাথা ব্যাথা শুরু হয় আমার তখন মনে হয় এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবো এবং দাড়ানোর পরিমান যদি মোটামোটির তুলনায় আরেকটু বেশি হয়ে যায় তখন মাথা তো ব্যাথা করে ই পাশাপাশি আমার চোখ ২টিও লাল হয়ে আসে। তখন মনে হয় এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবো। এছাড়া আমার আরেকটা সমস্যাও আছে তাহলো আমি অনেকক্ষন ধরে বসে কোন কাজ করলে আমার পিঠের কিছু নিচের দিকে হাড় গুলো খুব টেনে আসে মনে হয় আমার হাড় গুলো নিজেরা নিজেরা পান্জা লড়ে আমার হাড় নিয়ে টানা টানির সৃষ্টি করছে। খুব অশান্তি লাগে তখন। তবে জুতা পায়ে দিয়ে তুলনামুলক বেশি সময় ধরে দাড়িয়ে থাকতে পারি কিন্তুু জুতা পেয়ে রেখেও অনেক সময় ধরে দাড়িয়ে থাকলে অবস্থা একই হয়।
    বি:দ্র: ( আমি দীর্ঘদিন ধরে মোবাইল, কম্পিউটারের সামনে বসে বসে কাজ করেছি। দীর্ঘদিন ধরে আমার ঘুম অনিয়ন্ত্রিত। সময় মত ঘুমাইনি। বেশিরভাগই রাত জেগে দিনে ঘুমানো হয়েছে আমার। দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়ায়ও অনিয়ম করে ফেরেছি। এখন কথা হলো এগুলোর কারনেই কি এমন হয় নাকি অন্য কোনো কারনে বুঝতে পারছিনা। তবে এই সমস্যা সমাধানের জন্য যদি আমার লাইফ ইস্টাইলে পরিবর্তন আনতে আমি তাতে রাজি আছি।)
    যাইহোক, এখন দয়া করে আমাকে আপনি একটা সঠিক পরামর্শ দিন আমি কি করবো কেনো এমন হয় এবং কোন ক্যাটাগরির ডক্টরের কাছে গেলে আমার এই সমস্যাটা ভালোভাবে বুঝবে? আমাকে দয়া করে অবশ্যই জানাবেন। আমি খুব আশা করে সময় নিয়ে এই মেসেজটি আপনাকে টাইপ করেছি। দয়া করে আমাকে জবাব না দিয়ে চুক করে থাকবেন না। উত্তরের অপেক্ষায় রইলাম।
    ধন্যবাদ।
    আসসালামু-আলাইকুম।

  • @mnubhuiyan8061
    @mnubhuiyan8061 4 роки тому

    আসসালামু আলাইকুম।
    স্যার
    আপনার শ্রুতি মধুর বক্তব্য গুলির মধ্যে সর্বদাই শিক্ষণীয় কিছু থাকে। এই বক্তব্যে ইতি বাচক ধারনার দেওয়ার পাশাপাশি, একজন চিকিৎসক হিসাবে চিকিৎসকদের জন্য আপন কর্তব্য সম্পূর্ণ করছেন।। এ দেশের সর্ব সাধারনের মনে বিদ্বমান.. বাংলাদেশ এর চিকিৎসক মানেই কসাই বিশেষ করে সার্জন.?? এমন ভাবনা পরিবর্তন এর সময় এসেছে।
    আলহামদুলিল্লাহ
    এই চ্যানেল এর মাধ্যমে
    "ডাক্তারি মানেই শুধু পয়সা কামানোর পেশা না,
    ডাক্তার মানে সবার জন্য সুচিকিৎসা সেবা"
    নতুন শ্লোগান এর জন্ম

  • @SheikhSohel
    @SheikhSohel 4 роки тому

    Never google your symptoms. গানটা শুনলাম। অনেক সুন্দর একটা গান। বাস্তবের সাথে মিল আছে। এত সুন্দর একটা গান সাজেস্ট কারার জন্য ধন্যবাদ স্যার।

  • @lutfunnahar618
    @lutfunnahar618 4 роки тому

    ধন্যবাদ স্যার।
    জুনিয়র ডাক্তাররা যেন রোগী দেখার সুযোগ পান এবং সিনিয়র ডাক্তাররা শুধুমাত্র রেফারড রোগী দেখেন নির্দিষ্ট সংখ্যায়।
    রোগীকে বুঝিয়ে দেয়ার মত সময় যেন থাকে সবার। আমাদের দেশের ডাক্তারদেরকে এইভাবে প্রশিক্ষিত করলে কেরালায় কেউ আর যাবে না। আমাদের দেশের ডাক্তারদের নিয়ে এই আন্দোলন বাস্তবেই শুরু করবেন কে?

  • @avirupnineties
    @avirupnineties 4 роки тому

    আপনি আমার মনের কথাটা লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন যেটা এত দিন আমি মাত্র চারপাশের কিছু মানুষকে বোঝাতে চাইতাম।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @Fahimhasanshuvon
    @Fahimhasanshuvon 4 роки тому

    অনেক উপকৃত হলাম আপনার কথা শুনে। এরকম প্রতিনিয়ত তথ্যজ্ঞান দিয়ে আমাদের সাহায্য অব্যাহত রাখবেন! অনেক ধন্যবাদ আপনাকে।

  • @radixacademia4867
    @radixacademia4867 4 роки тому +1

    উপভোগ্য উপস্থাপনা। ধন্যবাদ Dr. Saklayen Russel

  • @mohammedimam7164
    @mohammedimam7164 4 роки тому

    আসসালামু আলাইকুম ডাক্তার সুন্দর আলোচনা যতগুলো উদাহরণ দিয়েছেন বাস্তব ও সত্য ঘটনা বর্তমান অহরহ হচ্ছে ধন্যবাদ।

  • @user-rp9iis1en6h
    @user-rp9iis1en6h 4 роки тому +1

    কথা গুলো 100 ভাগ সত্যি। সকল মানুষের এই গুলো শোনা উচিত।

  • @nitadhua3775
    @nitadhua3775 4 роки тому +1

    ভীষণ সুন্দর ভিডিও। সময়োপযোগী নানান বিষয়। কোন ভিডিও নিস করা যায়না। ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা।

  • @user-ol7px1zu1d
    @user-ol7px1zu1d 4 роки тому +6

    'স্বাস্থ্য মামা' নাটকে ১৯ নং এপিসোডে আপনাকে দেখলাম😍

  • @ferojmahmud305
    @ferojmahmud305 4 роки тому +4

    অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!! চরম সত্যি বলেছেন ভাই।

  • @jasim7641
    @jasim7641 4 роки тому

    যতটুকু পারেন গরীব রোগীদের হেল্প করবেন। আল্লাহ কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি।

  • @mintudas2476
    @mintudas2476 Рік тому

    প্রিয় স্যার আপনার প্রতিটা কথা ও পরামর্শ দেন খুবই চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার

  • @naimalmahmud2485
    @naimalmahmud2485 4 роки тому +1

    আপনার জন্য অনেক ভালবাসা প্রিয় প্রিয় ডাক্তার সাহেব ❤🌹❤🌹❤

  • @anisurRahman-nz2cj
    @anisurRahman-nz2cj 4 роки тому +4

    ডাক্তারের, কথা শুনো , ডাক্তার হইওনা। ভালো ,জ্ঞানী রোগী মানে কখন ডাক্তারের কাছে যেতে হবে , কি খেতে হবে , জীবন যাত্রা কেমন করতে হবে , এইগুলো ভালো রোগীর লক্ষণ

  • @hossensakhawat7545
    @hossensakhawat7545 4 роки тому +7

    Best of luck, so beautiful sweet talking

  • @RKMedications
    @RKMedications 4 роки тому

    স্যার,আমি একজন মেডিক্যাল এসিস্টেন্ট।একবার একজন রোগীকে ওজন কমানোর জন্য মেটফরমিন দিয়েছিলাম।পরে অনেক বড় মুল্য দিতে হয়েছিলো।আপনার ভিডিওটা সময়োপযোগী।ধন্যবাদ।

  • @md.monsurahmed119
    @md.monsurahmed119 4 роки тому

    স্যার,আমি আপনার একজন শুভাকাঙ্খী।প্রায় সকল ভিডিও দেখা হয়।
    অনেক ইউটিউব ডক্টর আছে যারা মানুষের জীবনকে ঝুঁকির দিকে ফেলে দিচ্ছে।তাদেরকে নিয়ে যদি একটা ভিডিও বানান,মানুষ আরেকটু সতর্ক হতে পারবে।
    অগ্রিম ধন্যবাদ,স্যার😍

  • @aminulislam7037
    @aminulislam7037 4 роки тому

    অসাধারণ কিছু কথা, দেখে অনেক ভালো লাগলো,,,,, সবাইকে দেখা উচিত। ধন্যবাদ সার আপনাকে,,,,,

  • @arafathrumman9499
    @arafathrumman9499 3 роки тому

    আপনার কথা গুলো শুনলে অনেক ভালো লাগে এবং অনেক ভুল থেকে বের হয়ে আসতে পারি।আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।স্যার কিছু মনে করবেন না আপনার উপর শ্রদ্ধা জানিয়ে বলছি ,আপনি প্রথমে সালাম ঠিক মত দিয়েছেন কিন্তু শেষে সালামটা ঠিক মত দেন নাই। আমাকে ভুল বুজবেন না।

  • @tapaskumardas3365
    @tapaskumardas3365 3 роки тому

    সাবলীল ও সুন্দর।এবং দারুন উপকারী।

  • @Moni-md9on
    @Moni-md9on 4 роки тому

    অসাধারণ।সবাই যদি আপনার মতো হতো। সবসময় ভালো থাকবেন।

  • @MohammadAli-gs2ms
    @MohammadAli-gs2ms 3 роки тому

    Sir, I'm Registered Pharmacist from India (Assam) I think you are my Good Advice Doctor.

  • @sharbaridey1558
    @sharbaridey1558 4 роки тому +1

    Sir, Excellent লাগলো। ভালো থাকবেন।

  • @skajaj3578
    @skajaj3578 3 роки тому

    Alhamdulillah onk onk duya roylo apnar jonno khub e upokar pelam karon atongkito amio hoysi Google a kisu bishoy a search diye Allah maf koro

  • @ranuranu1300
    @ranuranu1300 3 роки тому

    দুর্দান্ত বলেন আপনি 👏👏👏👏

  • @ArifBillahOnGoogle
    @ArifBillahOnGoogle 2 роки тому

    স্যারের কথা শুনে আজকে বুঝলাম ডাক্তারদের মনেও অনেক কষ্ট থাকে আমাদের আচরণের কারণে। ওনারা সেটা বলার সুযোগ বা সময় পান না। ডাক্তাররাই যে সবসময় ভিলেন ব্যাপারটা এমন নয়, কখনো কখনো আমরা রোগীরাও ভিলেনের মত কাজ করি।

  • @SheikhSohel
    @SheikhSohel 4 роки тому

    স্যালুট ‍স্যার। আপনার কথাগুলো যে কত ভাল লাগে তা বলে বোঝাতে পারবোনা। ভাল থাকবেন স্যার।

  • @MrUttpal
    @MrUttpal 4 роки тому +2

    Such a sweet description, love from Tripura....❤️❤️

  • @faridarahman134
    @faridarahman134 4 роки тому

    দারুন বলেছেন তবে আমাকে কিন্ত দেখতেই হবে অপেক্ষায় থাকলাম দেশে আসার আগেই নাম লিখিয়ে রাখবো। ভাল থাকবেন

  • @tahrimaali8794
    @tahrimaali8794 3 роки тому +1

    Alhamdulillah, very well spoken ... Never Google your symptoms !!! Thank you :)

  • @anjanaroy5261
    @anjanaroy5261 4 роки тому +1

    Bhalo laglo jene ,sundar tathya ,ebong uposthapona,India theke

  • @allinall253
    @allinall253 Рік тому

    স্যার আমি অনলাইন নির্ভর কিছু হলেই গুগলে সার্চ করে প্রচুর টেনশনে থাকি এখন কিছু হলেই ভাবি এই বুঝি বড় কিছু হল।
    😭😭

  • @raselkhan-dx3cm
    @raselkhan-dx3cm 4 роки тому +1

    ধন্যবাদ,চালিয়ে যান।

  • @maengland2793
    @maengland2793 4 роки тому +1

    Dr. I am agree with you 100% , because google can give us basic information and make us primary goggle Dr. Not as a practice Doctor!!! Thanks

  • @sumonamedicalhall6055
    @sumonamedicalhall6055 3 роки тому

    চিকিৎসক উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে

  • @AsadUllah-mp3wf
    @AsadUllah-mp3wf 4 роки тому

    আপনার কথা বলার ধরনটাই আলাদা। ভাল লাগে। সাবস্ক্রাইব করলাম❤❤❤

  • @mdzaforalomzafo4199
    @mdzaforalomzafo4199 4 роки тому

    জাযাকুমুল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ।

  • @TheUttamkumarbagchi
    @TheUttamkumarbagchi 4 роки тому

    আপনার গঠনমুলক আলোচনা সত্যই অনবদ্য।

  • @mdhumaunkabir5596
    @mdhumaunkabir5596 2 роки тому

    Very big thanks for your informative vedio.
    From south korea

  • @elsacinderella9556
    @elsacinderella9556 4 роки тому

    Sar apnar ai molloban poramorsor jonno donnobad

  • @mdsopon7324
    @mdsopon7324 4 роки тому +1

    Sakline sir aapona k salut. Aamar mon hote doya takbe sob somoy aami ksa riyadh olaya hote leksi.

  • @mynuddingazi345
    @mynuddingazi345 4 роки тому +1

    ধন্যবাদ স্যার,গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য

  • @sabuzbhuina8238
    @sabuzbhuina8238 4 роки тому

    খুব সুন্দর ও বাস্তবসম্মত আলোচনা ধন্যবাদ জনাব

  • @mdsaiful9003
    @mdsaiful9003 4 роки тому +1

    স্যার আপনার হাসিমাখা মুখটাই রোগিকে ৮০% সুস্থ হয়ে যাই,,,,

  • @rezinachowdhury284
    @rezinachowdhury284 2 роки тому

    Maashallah alochona

  • @taniaafroztoma993
    @taniaafroztoma993 3 роки тому

    Very informative..
    Thank you so much sir.
    May Allah shower his countless blessing on you.

  • @munmunchaudhuri854
    @munmunchaudhuri854 4 роки тому

    Apurbo Sir.Akber Bangladesh jete chai sudu apnar dekha pete chai sir🙏

  • @anjalibiswas5474
    @anjalibiswas5474 3 роки тому

    Sir ki sundor ❤❤❤❤ apnar kotha gulo ar hasi ta ooo

  • @kaosarjahan8982
    @kaosarjahan8982 4 роки тому

    lol. i I really did laugh out loud, very funny !Aaha ree etto valo Dr. kew boka khette hoi prescription nyee. Thank you Millions Dear Dr. Russel. bollar vhong etto shundor jee hesshei felesi.

  • @taijulislam6317
    @taijulislam6317 4 роки тому

    ধন্যবাদ ডঃ । আপনার দৃষ্টি আকর্ষন করছি অনেক ডঃ অপ্রোয়জনীয় ঔষধ লিখে যেটা অন্য ডঃ এর কাছে রেফার করলে জানা যায়। আশাকরি সেই সকল ডঃ দের জন্য আপনি একটা ভিডিও করবেন। ধন্যবাদ তাইজুল

  • @Fimaa2zBD
    @Fimaa2zBD 4 роки тому +1

    মাশাআল্লাহ খুব সুন্দর কথা 👌

  • @anandadas8570
    @anandadas8570 2 роки тому

    স্যার আপনার কথা খুব ভালো লাগে

  • @isratrehana2293
    @isratrehana2293 4 роки тому

    চমৎকার অনেক গুরুত্বপূর্ণ তথ্য গুল জানতে পেরে।

  • @abdussalam5138
    @abdussalam5138 4 роки тому

    খুবই ভাল লাগলো স্যার, অনেক ধন্যবাদ।

  • @roniroki80
    @roniroki80 4 роки тому

    খুব সুন্দর আলোচনা করেছেন ভাই।

  • @shorifislam1484
    @shorifislam1484 3 роки тому +1

    ভাল লাগলো। তবে আমি একজন কেমিস্ট হিসাবে কখনো বলবো না যে কন ঔষধ কি কাজ করে।

  • @mdsagorislam3702
    @mdsagorislam3702 2 роки тому

    স্যার আপনার সুন্দর কথা বলছেন

  • @ehteshamsajed8244
    @ehteshamsajed8244 3 роки тому

    অনেক ডাক্তার ভিন্ন ল্যাব থেকে টেস্ট করায় আনলে রিপোর্ট দেখেই না।
    আর প্রত্যেকটা ডাক্তার যদি আপনার মত কাউন্সিলিং করাতেন টেস্ট আর ওষুধের ব্যাপারে, তাহলে এই ভুল বুঝাবুঝির অবসান হতো।
    আপনার এই কথা অনেক ডাক্তারই মানতে চাইবেন না

  • @asifadnan8636
    @asifadnan8636 4 роки тому

    সব ডাঃ আপনার মতই হওয়া উচিত। 💜💜

  • @tanzia4651
    @tanzia4651 4 роки тому +1

    So true! I do that too sometimes and most of the time the informations scare me!! Google Search is helpful but not 100% accurate. It's ok to gain knowledge but we should not get addicted. I am sure this video will help lot of people who love to Google Search on everything.

  • @islamn799
    @islamn799 4 роки тому

    I think sir you are great man and a responsible of society. thanks

  • @arabindasarkar3623
    @arabindasarkar3623 3 роки тому

    ধন্যবাদ,বন্ধু।

  • @souravbairagi2173
    @souravbairagi2173 4 роки тому

    যথার্থ বলেছেন।এটা কিন্তু মডার্ন day তে ভয়ানক একটা সমস্যা। অনেকেই এটা করে থাকেন।infact আমিও search করি medicine এর ব্যাপারে but ডাক্তারি করি না।খুব ভালো লাগলো স্যার

  • @most.abedunnahar8126
    @most.abedunnahar8126 3 роки тому

    সঠিক কথা বলেছেন ।

  • @sujansr6870
    @sujansr6870 4 роки тому

    স্যার, আমার দাদার বয়স ১০০+, তার কোমর ভেঙে হাড় কিঞ্চিৎ সরে গিয়েছে। এক্ষেত্রে কি তার চিকিৎসা কি হবে? আশা করছি ব্যস্ততার মাঝে কমেন্টটি আপনার চোখে পড়বে

  • @guliarahammed8471
    @guliarahammed8471 4 роки тому

    আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো।ভালো থাকেন।👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @alamgirsadik8884
    @alamgirsadik8884 4 роки тому +3

    Sir, Thanks a lot for this valuable information. Really, beneficial to us.♥

  • @sandipdeb9916
    @sandipdeb9916 3 роки тому

    খুবই সুন্দর কথা বলেন আপনার মুখে হাসিটা খুবই সুন্দর ❤❤❤❤❤

  • @ahmedmamun5078
    @ahmedmamun5078 4 роки тому

    Thank you sir.... কথা গুলো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।

  • @moshiurrahman3024
    @moshiurrahman3024 4 роки тому

    আমি দেশের বাইরে থাকি(ইতালি)।দুদিন আগে ডাক্তার দেখিয়েছি।উনি আমাকে প‍্যারাসিটামল এবং কফ্ এর ঔষধ দিয়েছেন।দু দিন খেয়েছি।

  • @user-im3wz6ye9h
    @user-im3wz6ye9h 4 роки тому

    আপনারা প্রতিদিন চেম্বারে এত বেশি রোগি না দেখে মানবিক হোন,প্রতিটি রোগিকে সময় দিন,ওরা আপনাদের সামনে অসুখের বাইরেও অনেক কিছু বলে,আপনারা যে যত বড় তার সহকারি তত বেশি! আপনাদের নিয়ে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়,আমি একজন ডাক্তারকে জানি যিনি সারারাত রোগি দেখেন,কারন একটাই!! টাকা না রোগি কোনটা আপনাদের কাছে মুল্যবান!! মানুষ এমনি কি গুগল ডাক্তারে ঢুঁ মারে ?? একজন ডাক্তারের জীবনে কত টাকার দরকার তিনি নিজেও জানেন না,আমার পরিচিত ডাক্তারদের নিয়েই বললাম!! ভালো ডাক্তারের প্রতি আমরা কৃতজ্ঞ!!!

  • @sumonkhan9329
    @sumonkhan9329 4 роки тому +1

    ভালো লাগলো, কথাগুলো শুনে

  • @ABDULALIM-zl2wn
    @ABDULALIM-zl2wn 3 роки тому

    আপনাদের মত ডা: রা যদি আরও আরও ভিডিও বানায় তাহলে আমরা আরো উপকৃত হতে পারবো।চিকিৎসা নয় জানার উদ্যেশে জানতে চাই

  • @manikmixvlogs8311
    @manikmixvlogs8311 4 роки тому

    অসাধারণ sir

  • @dohadata8100
    @dohadata8100 3 роки тому

    Assalamualiku sir Allah hafazot koren apnaka apnar family and sokol Kay Allah amadar sotik pota solar and bojar taofek Dan Koran

  • @baharulalamkhan7581
    @baharulalamkhan7581 Рік тому

    Excellent

  • @MdAbdullah-oi7ft
    @MdAbdullah-oi7ft 4 роки тому

    স্যার আসলেই ট্যালেন্ড । ধন্যবাদ স্যার

  • @rahmatalamazad5773
    @rahmatalamazad5773 4 роки тому

    অনেক কিছু জানতে পারলাম স্যার

  • @nadiasharmin5333
    @nadiasharmin5333 4 роки тому

    Thanks sir. Ami o google teke, youtube teke onk kicu teke voi peye gecilam. Krn onk din jor cilo. Charge diye deklm jor teke cancer hoi. Ami mrittu voi e cole gecilm.