Dietary Habit। কী খাবেন, কখন খাবেন? Dr. Saklayen Russel

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Dietary Habit!
    Dr Saklayen Russel
    MBBS (DMC), MS (Cardiac,Vascular & Thoracic Surgery)
    Associate Professor
    &
    Head of Vascular Surgery
    Ibrahim Cardiac Hospital
    Birdem, Shahbag, Dhaka
    Facebook page:
    / sakalyen
    You Tube Link:
    / @drsaklayenrussel
    Website:
    www.drsaklayen.com

КОМЕНТАРІ • 741

  • @sharifabir
    @sharifabir 4 роки тому +53

    জীবনটা অনেক যত্ন করে অর্থবহ করে তুলছেন আপনি, আল্লাহ সর্বদা আপনার সহায় হোক। আপনার জন্য মন ভোরে দোয়া, সুস্থতা কামনা করি।

  • @kalamkhulna7401
    @kalamkhulna7401 4 роки тому +88

    আপনার কথাগুলো শুনতে অনেক ভাল লাগে
    সার.আমার বাবা এই নিয়মে খাবার খেত কোন রোগ ছিল না ৯০ বছর বেচে ছিলেন .

  • @flurriedfun7774
    @flurriedfun7774 3 роки тому +10

    আপনার প্রতিটি বাক্য শুনে মনে হচ্ছে কবিতা আবৃতি শুনছি। অসাধারণ ♥♥♥

  • @kekabanerjee9016
    @kekabanerjee9016 4 роки тому +16

    আপনার কথা গুলো যে কোনো মানুষের ই উপকারে আসবে । অনেক ধন্যবাদ রইলো । ভালো থাকবেন সবাই ।

  • @jibanbiswas191
    @jibanbiswas191 Рік тому +1

    আপনাকে প্রথম প্রণাম জানাই
    আপনি সত্যি একজন মানুষ যার কনো তুলোনা চলে না ঈশ্বর আপনাকে মংল করুক 🙏🏻

    • @DrSaklayenRussel
      @DrSaklayenRussel  Рік тому

      ধন্যবাদ আপনাকে

    • @jolkonna227
      @jolkonna227 Рік тому

      ​@@DrSaklayenRussel assalamoyalaikum sir...akta question chilo..Mild LVH ki valo hoy???

  • @TAJKIA-d9z
    @TAJKIA-d9z 7 місяців тому +1

    এত সুন্দর কথা বলেন, জা সুনলে অসুস্থ রোগী সুস্থ হোয়ে জাবে, যত শুনি ততই শুনতে মন চায়,, অনেক অনেক ধন্যবাদ আপোনাকে, এত সুন্দর ভিডিও দেয়ার জন্য, আল্লাহ আপনাকে সুস্থ এবং সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন আমীন

  • @JakirHossain-cz3sj
    @JakirHossain-cz3sj 4 роки тому +59

    আপনি মানবতার ডাক্তার স্যার, আল্লাহ আপনাকে আরো বেশী সন্মান দান করবেন।

    • @parvezahmed1597
      @parvezahmed1597 2 роки тому

      সহমত পোষন করতে পারলাম না ভাই

    • @rajibdas699
      @rajibdas699 2 роки тому

      @@parvezahmed1597 keno?

    • @parvezahmed1597
      @parvezahmed1597 2 роки тому

      @@rajibdas699 ওনি অনলাইনে যতটুকু মানবতা দেখায় অফলাইনে ঠিক ব্যাস্তানুপাতিক

    • @deleraalam7483
      @deleraalam7483 Рік тому

      ​@@parvezahmed1597আসলে এর কারণ কি?

    • @deleraalam7483
      @deleraalam7483 Рік тому

      কেন এত রূপ?

  • @sabitapandey1009
    @sabitapandey1009 3 роки тому +4

    কি সুন্দর কথা বলেন আপনি ।Tvতে যখন আপনাকে দেখতাম তখন থেকেই আমি আপনার ভক্ত । ভাল থাকবেন ।

  • @drnazirhossain4628
    @drnazirhossain4628 Рік тому

    জীবনটা অনেক যত্ন করে অর্থবহ করে তুলছেন আপনি, আপনার জন্য মন ভোরে দোয়া, সুস্থতা কামনা করি। আল্লাহ সর্বদা আপনার সহায় হোক।

  • @tianjinhealthcare4421
    @tianjinhealthcare4421 3 роки тому +4

    মা...শা...আল্লাহ, আলহামদুলিল্লাহ, ১০০% সঠিক তথ্য !

  • @reajesalam9814
    @reajesalam9814 3 роки тому +2

    আসলে আপনার অনুষ্ঠান যত দেখী তোতই মুগ্ধ হই! সত্যিই অসাধারণ। শুভ কামনা রইল। ধন্যবাদ

  • @ummesalma9392
    @ummesalma9392 3 роки тому +5

    স্যার আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আর মানব সেবায় আরো অবদান রাখার তাওফিক দান করুক। আপনার ভিডিও গুলো থেকে অনেক কিছু শিখছি। আপনার জন্য রইলো অশেষ দোয়া ও ভালোবাসা।

  • @kabirahmed2235
    @kabirahmed2235 3 роки тому +2

    আমি কবির, জার্মানি থেকে,
    আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো. আপনি এতো সুন্দর ভাবে বলেন,
    সময় হলে আপনার ভিডিও গুলো দেখার চেষ্টা করি. অনেক ধন্যবাদ.

  • @MrSanjoy7
    @MrSanjoy7 4 роки тому +8

    স্যার really আপনি ekjon idle doctor & a great personality love from West Bengal Durgapur

  • @mdayub740
    @mdayub740 4 роки тому +15

    মাস্বা আল্লাহ , আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন,আমীন।এত সুন্দর ডাঃ এর কথা হয়, কলীজাটা ঠান্ডা হয়ে গেল।

  • @beenamasuda5159
    @beenamasuda5159 4 роки тому +4

    আপনার মূল্যবান কথা গুলো শুনতে ভালো লাগে।ভালো থাকুন সবসময়❤️❤️

  • @JakirHossain-cz3sj
    @JakirHossain-cz3sj 3 роки тому +4

    প্রিয় স্যারের ছায়া যেন আমাদের উপর শত বছর ও দির্ঘসময় হয়,

  • @Julikha-hh9tp
    @Julikha-hh9tp 4 роки тому +6

    অসংখ্য অসংখ্য সাকলাইন ভাই
    ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করব
    মন থেকে দোয়া করি ভাই
    দুনিয়াতে আরও ভালো কাজ করবে আশা করি

  • @সাতরংব্লগ
    @সাতরংব্লগ 3 роки тому +2

    আসসালমুআলাইকুম। আপনি একজন অসাধারণ ডাক্তার। আপনার কথাগুলো যত শুনি,
    ততই ভালো লাগে আপনার জন্য দোয়া রইল।

  • @tarikullahtarek3319
    @tarikullahtarek3319 4 роки тому +11

    May Allah bless you and your family, "Doctor"🤲

  • @khairulislam8641
    @khairulislam8641 4 роки тому +7

    মানুষ যেমন কথা গোলোও তেমন অসাধারন।

  • @savannahdin5860
    @savannahdin5860 4 роки тому +3

    Dear Doc.
    I was watching your video.
    I agreed all of it except "Nap " .I take one hour nap everyday except weekends. I awake up 4.00 a m .
    Without a nap I can't move anymore. It gives me energy back. I'm healthy. Thank you.

  • @zahirulislam983
    @zahirulislam983 3 роки тому

    Vaia ami soudi theke bolsi.. ami aj 2 bosor dhore 1 diner 1bela o vat khai ni.. Alhamdulillah shustho asi valo asi.. jara bole vat na khele bacha jay na eta puro tai vul... Apnake onek thanks... shob shomoy shothik shastho poramorsho dear jonno... Allah apnake valo rakhuk....

  • @greenhoodedvigilante458
    @greenhoodedvigilante458 4 роки тому +48

    করোনা পরিস্থিতির কারণে এখন বাড়িতে থাকতে হচ্ছে!
    মেসে থাকতে যখন আমি মাগরিবের নামাজের পর পরই রাতের খাবার খেয়ে নিতাম, তখন এই বিষয়টা নিয়ে আমার রুমমেটসহ অনেকেই মজা নিত। ওদের বোঝাবার চেষ্টা করলে বলতো যে বিরাট ডাক্তার হয়ে গেছি।
    এখনও যখন আপনার ভিডিও দেখছি, আমার রাতের খাবার খাওয়া শেষ করে ফেলেছি একটু আগেই।

  • @mdalmihsun
    @mdalmihsun 4 роки тому +3

    ভাইয়া আপনার কতগুলো শুনলেই আমি ভাল হয়ে যাই মনে অনেক শান্তি পাই,আল্লাহ আপনাকে নেক হায়াত দিয়ে আমাদের মাঝে রাখুন দোয়া করি।

  • @gorainodigorainodi3567
    @gorainodigorainodi3567 4 роки тому +11

    আসসালামু আলাইকুম, রাসেল ভাই।অনেক, অনেক ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য।আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক এবং আরও বেশি, বেশি মানুষের উপকার করার তৌফিক দান করুক।

  • @nitadhua3775
    @nitadhua3775 4 роки тому +1

    কি সুন্দর কথা বলেন খুব ভালো লাগে।আমার ষাট বছর বয়সে মনেহয় আগে কেন এই বিষয় গুলো জানতে পারলামনা।তবে আপনার সব ভিডিও ই অসাধারণ। অনেক ধন্যবাদ।

  • @tasninferdwosy5233
    @tasninferdwosy5233 3 роки тому

    আপনার কথাগুলো মনে হচ্ছে জীবন যাপন নিয়ে আবৃতি করছেন। কি সুন্দর করে কথা বলেন।আল্লাহ আপনার নেক হায়াত দিন

  • @BestOfferr
    @BestOfferr 4 роки тому

    আসসালামু-আলাইকুম।
    প্রিয় স্যার, আমি আপনার অনেক ভিডিও দেখেছি এই পর্যন্ত। আপনার ভিডিওগুলো খুবই মুল্যবান। আমার ভীষন ভালো লাগে । স্যার আমি খুব বিপদে আছি আমাকে বাঁচান আমি অনেকক্ষন ধরে খালি পায়ে দাড়িয়ে থাকতে পারিনা বলতে গেলে আমি ৫মিনিট খালি পায়ে দাড়িয়ে থাকতেও কষ্ট হয় আমার। বিশেষ করে টাইলসের ফ্লোরে বেশি টাইম খালি পায়ে দাড়িয়ে থাকতে একদমই পারিনা। আমি অনেকক্ষন ধরে দাড়িয়ে থাকলে মনে হয় আমার পায়ের রক্ত চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং আস্তে আস্তে খুব মাথা ব্যাথা শুরু হয় আমার তখন মনে হয় এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবো এবং দাড়ানোর পরিমান যদি মোটামোটির তুলনায় আরেকটু বেশি হয়ে যায় তখন মাথা তো ব্যাথা করে ই পাশাপাশি আমার চোখ ২টিও লাল হয়ে আসে। তখন মনে হয় এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবো। এছাড়া আমার আরেকটা সমস্যাও আছে তাহলো আমি অনেকক্ষন ধরে বসে কোন কাজ করলে আমার পিঠের কিছু নিচের দিকে হাড় গুলো খুব টেনে আসে মনে হয় আমার হাড় গুলো নিজেরা নিজেরা পান্জা লড়ে আমার হাড় নিয়ে টানা টানির সৃষ্টি করছে। খুব অশান্তি লাগে তখন। তবে জুতা পায়ে দিয়ে তুলনামুলক বেশি সময় ধরে দাড়িয়ে থাকতে পারি কিন্তুু জুতা পেয়ে রেখেও অনেক সময় ধরে দাড়িয়ে থাকলে অবস্থা একই হয়।
    বি:দ্র: ( আমি দীর্ঘদিন ধরে মোবাইল, কম্পিউটারের সামনে বসে বসে কাজ করেছি। দীর্ঘদিন ধরে আমার ঘুম অনিয়ন্ত্রিত। সময় মত ঘুমাইনি। বেশিরভাগই রাত জেগে দিনে ঘুমানো হয়েছে আমার। দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়ায়ও অনিয়ম করে ফেরেছি। এখন কথা হলো এগুলোর কারনেই কি এমন হয় নাকি অন্য কোনো কারনে বুঝতে পারছিনা। তবে এই সমস্যা সমাধানের জন্য যদি আমার লাইফ ইস্টাইলে পরিবর্তন আনতে আমি তাতে রাজি আছি।)
    যাইহোক, এখন দয়া করে আমাকে আপনি একটা সঠিক পরামর্শ দিন আমি কি করবো কেনো এমন হয় এবং কোন ক্যাটাগরির ডক্টরের কাছে গেলে আমার এই সমস্যাটা ভালোভাবে বুঝবে? আমাকে দয়া করে অবশ্যই জানাবেন। আমি খুব আশা করে সময় নিয়ে এই মেসেজটি আপনাকে টাইপ করেছি। দয়া করে আমাকে জবাব না দিয়ে চুক করে থাকবেন না। উত্তরের অপেক্ষায় রইলাম।
    ধন্যবাদ।
    আসসালামু-আলাইকুম।

  • @kartickghosh8467
    @kartickghosh8467 4 роки тому +38

    SIR আপনার দেখলেই অনেক রোগ সেরে যায়

  • @mdjahim8090
    @mdjahim8090 Рік тому

    স্যার আপনার কথাগুলো খুবই কার্যকরী,,মনেহয় যেন আমাদের সবাইকে আপন করে ডাকছেন

  • @faysoljahangir2399
    @faysoljahangir2399 4 роки тому +3

    ডাঃ সাকলায়েন রাসেলকে দেখলে এই আশায় মনটা ভরে উঠে যায় যে আজকে নিশ্চয়ই স্বাস্হ্য ভালো রাখার উপায় সম্বন্ধে টিপস পাবো । উনার এইসকল টিপস স্বাস্হ্য ভালো রাখার জন্য সকলের মেনে চলা উচিত বলে মনে করি ।

  • @ashekuzzamanshazib7965
    @ashekuzzamanshazib7965 4 роки тому +5

    ভাইয়া আপনার এতো সুন্দর উপস্থাপনা শুনতেই ইচ্ছে করে।

  • @mdmanirulislam3205
    @mdmanirulislam3205 Рік тому

    আসসালামু আলাইকুম। মোবাইলের স্ক্রিনে যখন আপনার ছবিটা দেখি হৃদয় একটা অন্যরকম শান্তি অনুভব করি। আসলে সত্যিই আপনার কথাগুলো অনেক সুন্দর এবং চমৎকার। লাখো কোটি মানুষ আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং মানবতার কল্যাণে আরো বেশি বেশি সেবা দিতে পারেন সেই সুযোগ দান করুন। ফি আমানিল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি জাযাকাল্লাহ খায়ের, ❤️❤️🤲🤲

  • @mdakkasali4222
    @mdakkasali4222 3 роки тому

    কথাগুলো আমি আমার বাবা মাকে দেখছি তারা এইরকমই করত সন্ধ্যার সময় খেয়ে শুয়ে পড়ো সত্যি পুরনো দিনের কথা এখন আজ শুধু স্মৃতি। আপনাকে ধন্যবাদ স্যার

  • @ArmanKhan-fb9xm
    @ArmanKhan-fb9xm 6 місяців тому

    Ami speechless, onek sundor kore kotha bolen. ALLAH apnak nek hayat dan korun.

  • @tusharimran-x8p
    @tusharimran-x8p Рік тому

    ❤❤অসাধারণ কথাগুলো অভাবনীয় অতুলনীয় ধন্যবাদ,, আপনার জন্য শুভকামনা রইল

  • @eliasmia513
    @eliasmia513 Рік тому

    স্যার সবদিক মিলিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার প্রিয় একজন ব্যক্তি।

  • @amritalalmajumder4809
    @amritalalmajumder4809 3 роки тому +1

    অনেক উপকারী তথ্য। আপনার বলার ভঙ্গী অসাধারণ।

  • @MasudSikdar-t6i
    @MasudSikdar-t6i 3 місяці тому +2

    খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে প্রিয় স্যার ❤

  • @mustafamohsin6439
    @mustafamohsin6439 4 роки тому +1

    স্যার আপনার পরামর্শ টা বাস্তব জিবনে খুবিই কাজে আসবে।

  • @jayantaghosh2079
    @jayantaghosh2079 4 роки тому +4

    Dr. Russel fine tips. I am Jayanta from Tripura(India) your all informatic video so much effective for human being as well as patient who are affected such type ... I always fallow your every tips. Fine & excelent. Your voice is more sweet and stylish. Pray to God for your good health & happy life.And also want to react you on my opinon. Good night Sir.

  • @jablogs.jahanarasarker4574
    @jablogs.jahanarasarker4574 4 роки тому +1

    স্বাস্থ্যগত মূল্যবান তথ্য দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।ভাল থাকুন,সবসময়।

  • @abdulawal3532
    @abdulawal3532 3 роки тому

    ডাঃ সাকলায়েন রাসেল যার সাথে আমার প্রায় ২০ বছরের সম্পর্ক, ntvতেও তার আলোচনা শুনেছি!
    এবং খুব ভালো লাগে

  • @anwarulhaquetarafder3941
    @anwarulhaquetarafder3941 26 днів тому

    আস্সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা গো খাওয়া যেমন টি দরকার আবার না খাওয়ার ও প্রয়োজন একান্তই জরুরী সুস্থ সুন্দর প্রনোবন্ত সাবলীল স্বাবলম্বী থাকার সঠিকতর উপায়! আপনার সাথে আমরা অনেকেই এক মত কারণ সঠিকতর কথা গুলো গুরুত্বের সাথে গুরুত্ব দিয়েছেন! আলহামদুলিল্লাহ, যদি মানা যায় অনেক অন্যতম ভালো আর ভূলে বসলে চার পাশে কালো হয়তোবা থাকবে মাঝেমধ্যে আলো! নিভে যাওয়ার আগেই আসুন আমরা হয়ে যাই সপূর্ণ আলো! দোয়ার আরজ রইলো সবার জন্য! আল্লাহুআকবার আলহামদুলিল্লাহ, বলেছেন মাশাল্লাহ, যাজাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ ফি আমীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাফেজ 💘💖

  • @ashrafulalom8682
    @ashrafulalom8682 4 роки тому +2

    আমার দাদা ১২০ পার করে বিদায় নিয়েছেন। বয়সের ভারে ব্রেনের রগ শুকিয়ে মারা গেলেন, এছাড়া রক্তের এমন অবস্থা হয়েছিলো যে কেটে গেলে রক্ত জমাট সহজে হতোনা। একদিন রাতে একা একা পড়ে গিয়ে কেটে গেছে নিজে বুঝতেই পারে নি। যতবার বাইরে বের হয়েছে আর যেদিক দিয়ে যাতায়াত করেছে, প্রচুর রক্ত পড়ে ছিলো। পরের দিন বেলা দশটার পর পায়ে সেলাই দেয়া লেগেছিলো অথচ কোনোরকম অবশ ছাড়াই কারণ তিনি ব্যাথাও অনুভব করতেন না। যতদিন সেন্স ছিলো এই বয়সেও টিউবওয়েলে নিজে পানি উঠিয়ে গোসল করতেন। এতোটাই পাওয়ার ছিলো।

  • @jahangirhossain2011
    @jahangirhossain2011 4 роки тому +2

    আপনাকে যত শুনি ততই ভাল লাগে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন।

  • @alfalaqinstitute6396
    @alfalaqinstitute6396 4 роки тому

    নিঃসন্দেহে আপনি একজন ভালো মানুষ। আপনি খুব আপন হয়ে কথাগুলো বলেন তাই মানতে ও প্রিয়জনদের মানাতে চাই।

  • @FA-zk8xm
    @FA-zk8xm Рік тому +1

    You are a Haatim Tai for all. Allah bless you.

  • @mdmojibul4764
    @mdmojibul4764 2 роки тому

    আমি সময় পেলেই আপনার ভিডিও দেখি।।।আপনার কথাগুলা অনেক মুল্যবান।

  • @krishnasen6254
    @krishnasen6254 Рік тому

    Dr u r great.apnar proti ta kotha khub sundor.sune Mone hoi ai vabei samner poth cholbo.ak bare susto thakbo.god bless u.apni khub valo thakben apnra valo thakar upor onek manush valo thakbe.🎉🎉

  • @easyenglishcorner194
    @easyenglishcorner194 4 роки тому +5

    Thanks a lot for such sublime style of presentation. Wish you all the best, always, Mr. Brilliant. 😍😍😍

  • @ferdousibeauty5769
    @ferdousibeauty5769 2 роки тому

    স্যার আমি আপনার প্রতি টি কথাই মেনে চলি,আলহামদুলিল্লাহ ভালো আছি 🙏

  • @mohammadmukit6646
    @mohammadmukit6646 3 роки тому

    Jajak Allahu khairan, May Allah grants you Jannatul Ferdous. Ameen

  • @gayatreegrover5743
    @gayatreegrover5743 3 роки тому

    Ei bipoder dine aponer advice peye amra dhanynya. Eto sundar bhabe eto serious
    Jinish apni bujhiye dilen anek sahoje.
    Gayatree from pune, India

  • @nasimabegum4866
    @nasimabegum4866 4 роки тому +1

    ডক্টর সাহেব,
    যে বলে সে কি! সময় মতো খাবার খেতে পারেন।
    যুগ - ডিজিটাল যুগ , যেনে মানা হয় না কিছু.... তবে সময় সত্যি সত্যিই আমাদের জন্য ভবিষ্যতে... আপনার বলা কথা মেনে নিতে হবে।
    ভালো থাকবেন ইনশাআল্লাহ

    • @Alihussain-sj5zt
      @Alihussain-sj5zt 2 роки тому

      Nasima ami indian ami tomar durer bondhu hote pari.

  • @RohitSadhuBanerjee
    @RohitSadhuBanerjee Рік тому

    যুক্তি সহ সুন্দর ভাবে বুঝিয়ে দেন ও খুব সুন্দর বলেন ৷ 😊❤️ খুব ভালো লাগে স্যার আপনার ভিডিও ।

  • @bizIELTS
    @bizIELTS Рік тому

    তথ্য এবং উপস্থাপনা অসাধারণ। watching your video for the first time, found you from Dr Jahangir kabir sir's video.

  • @byasfaruki6633
    @byasfaruki6633 3 роки тому +2

    Thanks. Both informative as well as helpful.

  • @priyanathdas372
    @priyanathdas372 9 місяців тому

    Sir Your way of talking is very attractive and important.Your lessons help in building mass health -development.❤

  • @abuabdullahrakib7393
    @abuabdullahrakib7393 4 роки тому +1

    সাধারণের মধ্যে অসাধারণ! ধন্যবাদ স্যার

  • @muhammadmollah349
    @muhammadmollah349 4 роки тому

    খু্ব সাধারণ কথা কিন্তু দামি. ধন্যবাদ...স্যার

  • @mohammadhossenshiblu3781
    @mohammadhossenshiblu3781 3 роки тому

    ধন্যবাদ ভাইজান
    আপনার দেওয়া এই সব তথ্য গুলোর প্রতিটি রাসূলে পাক (সঃ) সূন্নাতের সাথে মিলে যাচ্ছে
    আমি সত্যিই ভাগ্যবান রাসূলে পাকের উম্মত হতে পেরে
    আমি কিছু দিন ধরে এই নিয়ম গুলো মেনে চলার চেষ্টা করছি
    দোয়া করবেন
    আপনার সব ভিডিও দেখি
    ভাল লাগে

  • @abdur_rahman47
    @abdur_rahman47 4 роки тому +2

    আপনার কথা গুলো শুনে আমার খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।

  • @shamsunnahar5354
    @shamsunnahar5354 3 роки тому

    এটি সুন্নত। সঠিক। তবে বাংগালী ভোজন রসিক। আর আমরা আমাদের ভালোটা বুঝি না। ভালো থাকবেন দোয়া রইলো।খাবার নিয়ম তো একভাগ খাদ্য, ১ ভাগ পানি, ১ ভাগ খালি রাখা।

  • @sarwarparvez740
    @sarwarparvez740 3 роки тому +1

    আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অন্তরের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ।
    আপনার হাসি এবং কথা বলার স্টাইল আমার কথা খুব খুব ভালো লাগে।

  • @sonaliguha9401
    @sonaliguha9401 4 роки тому

    Ami Germany te thaki...apnar kothagulo onoboddo r khub kaje lagar moto

  • @rafi.04-ll1eb
    @rafi.04-ll1eb 6 місяців тому

    স্যার কে আল্লাহ নেক হায়াত দান করুন আমিন।

  • @sanaullah.shamim
    @sanaullah.shamim 4 роки тому +21

    We are pagla fan of Russel vai 🐎

  • @OmarFaruk-dk7bc
    @OmarFaruk-dk7bc 4 роки тому

    Ja bollen sir agulo ami dirgho din theke maintain kore asci,,,, but mess a thaki to,,,sokaler khabar khub ee light love and respect to you Sir,,

  • @shanjidarinky8514
    @shanjidarinky8514 3 роки тому +1

    অনেক সুন্দর একটা কথা -
    সকালের খাবার রাজাদের মত,
    দুপুরের খাবার প্রজাদের মত,
    রাতের খাবার ভিখারির মত।😀

  • @SayedSudip
    @SayedSudip Рік тому

    অনেক ধন্যবাদ স্যারকে এত সুন্দর সব তথ্য দেয়ার জন্য। ২৪ ঘন্টায় দুই বেলা খাবার গ্রহণে কি কোন সমস্যা বা ক্ষতি আছে? সকালে এবং সন্ধ্যার পরে।

  • @ferdousara1057
    @ferdousara1057 4 роки тому

    আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করবো আজ থেকে এই মুহূর্ত থেকে।

  • @mohamadmomin427
    @mohamadmomin427 3 роки тому

    আপনার কথাগুলো ভালো লাগলো আশা করি নিয়মগুলো ফলো করতে চেষ্টা করব আর আমি এগুলো আজকে ভালো করে শুনেছি। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দারাজ করুন আমিন

  • @ShafiqulIslam-cu3bl
    @ShafiqulIslam-cu3bl 6 місяців тому

    আপনার কথাগুলো শুনে আমার মন ভরে গেছে।

  • @kabirainul4215
    @kabirainul4215 4 роки тому +5

    মুহাম্মদ স: দু বেলা খাবার খেতেন। সকালে এবং বিকালে। we should follow him.

  • @shohagrahman1974
    @shohagrahman1974 4 роки тому +1

    sir your given info is very effective we want more advice from you You're doing a great job

  • @neotymariagomes7895
    @neotymariagomes7895 Рік тому +1

    Thank you so much, God bless you

  • @mokulmiya6620
    @mokulmiya6620 10 місяців тому

    সত্যি অসাধারন আপনার কথা বলার ভাষা নেই

  • @AbdulHannan-qz3kz
    @AbdulHannan-qz3kz 3 роки тому +1

    আসসালামু আলাইকুম ,আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন । আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  • @safateditor538
    @safateditor538 3 роки тому

    থাঙ্কস তোমার সুন্দর কথা গুলুর জন্যে ۔ আমার খুব ভালো লাগে আর আমি আমার জীবনে কাজে লাগেতে চেষ্টা করি ۔۔

  • @husnerabegum4968
    @husnerabegum4968 3 роки тому +1

    আসসালামুয়ালাইকুম,কেমন আছেন, আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে,

  • @lepelatiflepelatif4422
    @lepelatiflepelatif4422 3 роки тому +2

    এতো সুন্দর করে কথা বলেন শুনতে ভালো লাগে

  • @animamondal4670
    @animamondal4670 2 роки тому

    Apnar advice khub valo laglo. Thank you Dr babu. 🙏🙏🙏

  • @hackerboyayaan1344
    @hackerboyayaan1344 3 роки тому

    MashAllah,Kotha bolar style ato nice.Allah Nek hayat Dan koruk.

  • @TahminaKhtun2158
    @TahminaKhtun2158 Рік тому

    আপনার পরামর্শ গুলো অনেক সুন্দর ভাইয়া কথাগুলো তো আরো সুন্দর আল্লাহ আপনার দীর্ঘজীবী করুক

  • @ngsajid2510
    @ngsajid2510 3 роки тому

    স্যার, আপনার বচন ভঙ্গিমা চমৎকার ❤

  • @moushumirightHabib
    @moushumirightHabib 4 роки тому

    Apnar bolar dhoronta aonek shondore.apnar hashi mukh dekhte valo lage.apnar kac theke aonek kichu jante parlam.apnake dhonnobad.

  • @surujmeya9535
    @surujmeya9535 4 роки тому +4

    আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি বেড়েই চলছে।

  • @rumkyjannat
    @rumkyjannat 4 роки тому +5

    Thanks for this post bhaia. Could you please make a video for hypothyroidism? Especially food selection, diet plan or exercises.

  • @MohammedAli-pi7mt
    @MohammedAli-pi7mt 3 роки тому +1

    ধন্যবাদ স‍্যার আপনার ভিডিও মধ্যেই অনেক কিছু যানা হলো।

  • @aloknandasensarma7486
    @aloknandasensarma7486 3 роки тому

    খুব উপযোগী, অর্থবহ ও খুব সুন্দর উপস্থাপনা

  • @shahidsumon2385
    @shahidsumon2385 2 роки тому

    স্যার আপনি খুব ভাল, খুবই গুরুত্বপূর্ণ সুন্দর করে বলেন,আপনার দির্গায়ু কামনা করছি,

  • @afsarinshudha3691
    @afsarinshudha3691 4 роки тому +4

    Mashaallah অনেক সুন্দর করে কথা বলেন আপনি 😊

  • @shamimunnessa6983
    @shamimunnessa6983 4 роки тому

    অসাধারণ। আপনার কথা খুব শিক্ষণীয়। অনেক ধন্যবাদ আপনাকে।।

  • @happyangle2005
    @happyangle2005 3 роки тому

    Apnar kotha gulo MashaALLAH khub shundor shunte khub valo lage khub komol vabe apni kotha bolen Bangladesher shob doctor apnar moto binoye hole monusher oshuk amni valo hoye jeto

  • @md.shaifulislammunshi2268
    @md.shaifulislammunshi2268 8 місяців тому

    স্যার আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @s.hossainbritisharmyvetera5030
    @s.hossainbritisharmyvetera5030 3 роки тому +5

    Thank you, Sir. Salute.

  • @kazijohurulraju5308
    @kazijohurulraju5308 2 роки тому

    সুবহানাল্লাহ। আপনার বুঝিয়ে কথা বলার ভঙ্গিমা আমাকে বিমোহিত করে।

  • @anilaislam2358
    @anilaislam2358 4 роки тому +3

    I'm watching from uk. Excellent advice.