Utshober Utshahe | উৎসবের উৎসাহে | Artcell | Underground (Band Mixed Album) | Original Track

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2021
  • Song : Utshober Utshahe (উৎসবের উৎসাহে)
    Band : Artcell
    Vocal & Guitar : Lincoln
    Guitar : Ershad
    Bass : Cezanne
    Drums : Saju
    Album : Underground (Band Mixed Album)
    Language : Bangla
    Label : G Series
    Lyrics
    আমার অবারিত দরজা জুড়ে
    সম্ভাবনার রঙিন মলাট
    আমার শরীর ডুবে আছে
    অবিরাম মৃত উষ্ণতায়
    তুমি যে রোদ মাখবে বলে
    মেতে উঠেছো রঙের উৎসবে
    আমার বিষাদ ছায়া হয়ে
    ঢেকে দেয় তোমায়
    জানবে আমি শুধু আমি নই
    আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
    তোমাতে মিলিয়ে আমার
    সব সুর তোমারই সঙ্গোপনে
    তোমার এ অন্ধকারে যে শব্দ বয়ে চলে
    এসো কান পেতে রই নীরবে
    মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে
    নেবো সেই সীমানায় তোমাকে
    যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে
    নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
    সেইখানে তোমাকে জানাবো গোপনে
    স্বপ্ন মানে পাশে থাকা
    সময়ের হাত ধরে
    নতুন স্মৃতি নিয়ে
    আমি থাকবো
    পথ ছেড়ে
    ছদ্মবেশে
    আবার এসে দাঁড়ালে একা
    দেখবে আমার চোখে সম্ভাবনা
    জীবন জুড়ে থাকা পরাজয়
    হয়েছে ম্লান চিরকাল
    জানবে তুমি ভোর হওয়া চোখে
    যে অবিরাম স্বপ্ন দেখেছ
    আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্ত¡না
    আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
    অবসাদ আশ্রয় খুঁজে
    মানুষের অন্ধকার ঘরে
    প্রতিবাদ প্রতিরোধ ভুলে
    আনমনে মেনে নেয় পরাজয়
    তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত
    হেরে যাওয়াকে বন্দি করে রেখে
    জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে
    উৎসবের উৎসাহে
    বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
    চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
    পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
    পাড়ি দেবো পথ নিমেষে
    তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত
    হেরে যাওয়াকে বন্দি করে রেখে
    জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে
    উৎসবের উৎসাহে
    বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
    চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
    পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
    পাড়ি দেবো পথ নিমেষে
    Subscribe to our Exclusive UA-cam Channels and get the latest entertainment
    G Series Music : ➤psce.pw/LA9SD
    G Series Movies : ➤psce.pw/L7QH3
    G Series Drama : ➤psce.pw/KVKSW
    G Series Bangla Movie Song : ➤psce.pw/J34SM
    Agniveena : ➤rb.gy/7aeprm
    G Series World Music : ➤psce.pw/LL78R
    G Series Kids : ➤psce.pw/LNSGZ
    G Series Classics : ➤psce.pw/KHZR7
    G Series Funny Clips : ➤psce.pw/KQVZZ
    Newsg24 : ➤psce.pw/JUCSC
    Newsg Lifestyle : ➤psce.pw/LDEFU
    Get connected with us on Facebook : ➤psce.pw/LQETR
    Get connected with us on Instagram : ➤psce.pw/JM7YX
    Get connected with us on Twitter : ➤psce.pw/LTEWM
    Get the latest news from : ➤www.newsg24.com
    #UtshoberUtshahe
    #Artcell​​
    #Underground
    #BandMixedAlbum
    #উৎসবের_উৎসাহে
    #Lincoln​​
    #Ershad​​
    #Cezanne​​
    #Saju​​
    #ArtcellBanglaBand​​
    #BanglaBandSong2021​
    #BanglaNewSong2021​
    #GSeriesBanglaBandSongs​​
    #GSeriesWorldMusic​​ Agniveena, G Series, Hd, 4K, 2021,
    @G Series World Music
    © G Series World Music Bangladesh 2021
  • Розваги

КОМЕНТАРІ • 277

  • @torongojoseph
    @torongojoseph 3 місяці тому +12

    এরশাদ ভাই আজো এই গান শুনলে মাথা নষ্ট হয়ে যায় কারন আমি অবাক হই কিভাবে এমন একটা গান বানালেন কিভাবে কম্পোজ করলেন আর কিভাবে এমন গীটার পার্ট গুলা বাজালেন।
    ধন্যবাদ আর্টসেল 🤟

  • @bandbibortonbangladesh1432
    @bandbibortonbangladesh1432 2 роки тому +49

    আর্টসেল এর ভোকালিস্ট ও রিফ গিটারিস্ট জর্জ লিংকন ডি কস্তা এর মতে উৎসবের উৎসাহে হচ্ছে আর্টসেল সবচেয়ে ভারী গান

  • @antusen1490
    @antusen1490 2 роки тому +155

    আমার কাছে এটাই মনে হয় আর্টসেলের সব থেকে সুন্দর গান, যা শুনলে কখনোই ক্লান্তি আসে না🥀🌻

    • @nafiulehsan2994
      @nafiulehsan2994 2 роки тому +5

      এইটাই আর্টসেল এর বেস্ট গান।লিংকন নিজেই বলছে

    • @antusen1490
      @antusen1490 2 роки тому +1

      @@nafiulehsan2994 আমার কাছেও এটাই মনে হয় ভাই🖤

    • @antusen1490
      @antusen1490 2 роки тому

      @Fahim Shuvo 🖤🖤🖤

    • @aliakbor9609
      @aliakbor9609 2 роки тому +1

      ভাই 💚

    • @sehtabanwar5577
      @sehtabanwar5577 2 роки тому

      Shohomot bhai

  • @saymunsakeeb
    @saymunsakeeb 2 роки тому +43

    Lyrics :
    আমার অবারিত দরজা জুড়ে
    সম্ভাবনার রঙিন মলাট
    আমার শরীর ডুবে আছে
    অবিরাম মৃত উষ্ণতায়।
    তুমি যে রোদ মাখবে বলে
    মেতে উঠেছো রঙের উৎসবে।
    আমার বিষাদ ছায়া হয়ে
    ঢেকে দেয় তোমায়
    জানবে আমি শুধু আমি নই
    আমি মানে অন্য কেউ
    কিংবা প্রতিবিম্ব
    তোমাতে মিলিয়ে আমার
    সব সুর তোমারই সঙ্গোপনে।
    তোমারই অন্ধকারে
    যে শব্দ বয়ে চলে
    এসো কান পেতে রই নিরবে
    মনেরই ইন্দ্রজাল জুড়ে
    যে স্বপ্ন খেলা করে
    নেব সেই সীমানায় তোমাকে।
    যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে
    নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
    সেইখানে তোমাকে জানাবো গোপনে
    স্বপ্ন মানে পাশে থাকা।
    সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে
    আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে।
    আবার এসে দাড়ালে একা
    দেখবে আমার চোখে সম্ভাবনা
    জীবন জুড়ে থাক পরাজয়
    হয়েছে ম্লান চিরকাল।
    জানবে তুমি ভোর হওয়া চোখে
    যে অবিরাম স্বপ্ন দেখেছ
    আমি সেই বাস্তবতা
    কিংবা মলিন সান্তনা।
    আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
    অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে
    প্রতিবাদ প্রতিরোধ ভুলে
    আনমনে মেনে নেয় পরাজয়।
    তখন ভাঙ্গতে হবে ঘোর
    হাতে রেখে হাত
    হেরে যাওয়াকে বন্দি করে রেখে
    জাগতে হবে রাত
    আলো জ্বেলে রেখে
    উৎসবের উৎসাহে।
    বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
    চিনিয়ে নেব পথ, চিনবো এঁকে এঁকে
    পিছু ফিরে পাই, ফিরতে যদি হয়
    পাড়ি দেব পথ নিমিষে।

  • @whois_shakin1
    @whois_shakin1 2 роки тому +38

    এটি নিঃসন্দেহে এরশাদ জামানের শ্রেষ্ঠতম সৃষ্টি। লিংকন ভাইয়ের ভাষ্যমতে আর্টসেলের সবচেয়ে ওজনওয়ালা গান এটা।
    উৎসবের উৎসাহ এমনি একটি গান যা অনুপ্রেরণা হয়ে কাজ করে হাজারো ছন্নছাড়া মানুষের জীবনে,এরশাদ জামান ভাইয়ের লেখা তিনটা গানের মাঝে এই একটা গান অন্যতম।
    ইনস্ট্রুমেন্টাল গত দিক থেকে, প্রথম ভার্সের সাথে একোস্টিক প্লাকইন শুরু এরপরে আসে বেজ স্ট্রোক হয়ে ধীর লয়ে ড্রামস। আমি মানে অন্য কেউ কীংবা প্রতিবিম্ব এই লাইনের কাছে এসে ব্যাজ ওয়ার্কের দিকে খেয়াল করলে দেখা যায় সেজান ভাইর হাত থেকে ব্যাজের একটি প্রতিবিম্ব এখন অব্দি আগলে রেখেছে কম্পোজিশনকে।
    তৃতীয় ভার্সে এসে হাই - হ্যাট স্নেয়ার এবং কীকের ত্রিয়ো কম্বিনেশন লীড এবং ব্যাজের সাথে বেশ সুন্দর সিঙ্ক হয়ে যাচ্ছে এবং এই প্রভাবটা সম্পূর্ণ গান জুড়েই রয়েছে। প্রতিটা ট্রানজিটেই বিশেষ করে লক্ষনীয়। যদিও আর্টসেল এর তালকাটার ব্যাপারে বলার মতো মিউজিক সেন্স ডেভেলে এখনো আমার হয়ে উঠেনি। আমার শোনার উপর নির্ভর করে বলা।
    চতুর্থ ভার্সে এসে তৃতীয় ভার্সের কাজ গুলোই আরো বেশি জীবন্ত এবং ফুটে উঠছে। সলোর ব্যপারে লিখতে গেলে বিষন্নতার ছাপ নিয়ে শুরু হয়ে যা শেষ হয় বিজয়ী হাসির উচ্ছসিত উৎসবের পরে।
    শেষ ভার্স "তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত" এখানে মূল রিফের সাথে পেছনে লীডের একটা কাজ নতুন দৃষ্টান্তের স্থাপন করে। পাশাপাশি ড্রামিসের কাজ।
    অভারঅল কম্পোজিশনে শুরু থেকে শেষ পর্যন্ত গিটারের একটা মেলোডি সর্বদা প্রফুল্লচিত্তে ছুটে গিয়েছে।
    যা গানটার শোনার সময় একটা মোহের সৃষ্টি করে। গিটারের পরে ব্যাজের কাজ বেশ ভালো ভাবে লক্ষনীয়, যার লেয়ার দুয়ের মাঝে সুন্দর একটা ওয়েব ক্রিয়েট করে যায়।
    (সংগৃহীত)

    • @risan9991
      @risan9991 2 роки тому

      3 ta gaan koi? Tomake,ei bidaye,onno somoy,obosh onuvutir deyal er first part and aro onk gulo gaan korsen unar frnd Rumman bhai er Sathe mile.

    • @farhanajaheda9639
      @farhanajaheda9639 2 роки тому

      #সংগৃহীত

  • @mdmamun7005
    @mdmamun7005 5 місяців тому +13

    পুলিশ একাডেমি,সারদায় ট্রেইনিং এ আছি
    ৩.৩০ এ বিকেলের প্যারেড।
    রেডি হচ্ছি আর কানে এয়ারবাড দিয়ে শুনছি আর্টসেলের সবচেয়ে প্রিয় গান 'উৎসবের উৎসাহে'
    ৩টা ১৮
    ৯ মার্চ ২০২৪

    • @oliahmed6990
      @oliahmed6990 7 днів тому

      so apneo ki niriho manusher upor guli chalacchen ?

  • @joyarifin6419
    @joyarifin6419 2 роки тому +20

    ৬.৫০ থেতে ৭.৫০ পর্যন্ত শুনতে আমি বারবার গানটায় ফিরে আসি।
    ভালোবাসার আর্টসেল ❤️

  • @mdotheet6677
    @mdotheet6677 2 роки тому +18

    গানের প্রত্যেকটা লাইনে,সুরে আমি এরশাদ ভাইকে খুজে পাই🤍
    এরশাদ ভাই লাভ ইউ; এই কমেন্টটা করার সময় আমার চোখের কোণে লোনা পানি ভিড় জমিয়েছে

  • @a.s.m.mahmudulhasan_titu
    @a.s.m.mahmudulhasan_titu 2 роки тому +14

    আবার এসে দাড়ালে একা
    দেখবে আমার চোখে সম্ভাবনা ❤️

  • @sharifulahsan5603
    @sharifulahsan5603 2 роки тому +13

    বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আর্টসেলের কনসার্টে প্রত্যেকটা গানের শেষে চিৎকার করে শুধু একটা গানের অনুরোধই করেছিলাম সেটা হল এই উৎসবের উৎসাহে
    ফাইনালি যখন শুরু হল আমার খুশি বাঁধ ভেঙেছিল সত্যি বলতে
    মন্ত্রমুগ্ধের মতো লেগেছিল,এমনকি গানের শেষেও ঘোর কাটেনি
    লাকিলি এটাই শেষ গান ছিল তাই সেই রেশ নিয়েই সেদিন হলে ফিরেছিলাম
    ধন্যবাদ আর্টসেল এই অসাধারণ সৃষ্টির জন্য ❤️

    • @sajolchoudhury7832
      @sajolchoudhury7832 6 місяців тому +1

      সচারাচর আর্টসেল এই গানটা কনসার্টে গায় না৷

  • @fahadkarim4941
    @fahadkarim4941 2 роки тому +17

    জানবে আমি শুধু আমি নই আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব❤️

  • @Shikder14
    @Shikder14 2 роки тому +76

    এরশাদ ভাই লেখা এই গান,উনার বাবার মৃত্যুর এরপর লেখা হয়েছিলো।
    আমার মতে আর্টসেল এর সর্বশ্রেষ্ঠ গান এইটা। ইদানীংকালে কিছু আর্টসেল ফ্যান দেখছি যারা ভাবে অনিকেত প্রান্তরকে ভাবে একমাত্র আর্টসেলের গান। তাও আবার ১৬ মিনিট এর জায়গায় মাত্র ২ মিনিট শুনে কারণ বাকিটুকু নিতে পারে না। আমি ক্ষোভ নিয়ে বলতে চাই এইসব ফ্যান আর্টসেলকে পঁচায় ফেলায়ছে! এইসব ফ্যান আর্টসেল এর দরকার নাই। দিনশেষে সত্যেরি জয় হবে ✊
    ধন্যবাদ জি মিউজিকে এতো সুন্দর গান আপলোড দিয়ার জন্য।

    • @nuryousuf9306
      @nuryousuf9306 2 роки тому +2

      same,,amaro kase utsober utsahe song ta sudu artcell na,,total band music historyr moddei sera lage..amar kase

    • @farhanajaheda9639
      @farhanajaheda9639 2 роки тому +1

      Rumman

    • @dystopian_1
      @dystopian_1 2 роки тому +5

      আমার কাছে 'অবশ অনুভুতির দেয়ার' আর্টসেলের সেরা গান।

    • @joyantabonaik2325
      @joyantabonaik2325 2 роки тому +1

      মনের কথা টা বলে দিলেন 😐

    • @asaduzzamannraju
      @asaduzzamannraju Рік тому +1

      🤘

  • @AbdulMatin-eo1kb
    @AbdulMatin-eo1kb 2 роки тому +18

    প্রাপ্তিহীন আত্মকথার গান 🔥
    কিছু বলার নেই শুধু ভালোবেসে যাবো এই মাস্টারপিছটাকে 💖

  • @foysalkabirrashed3056
    @foysalkabirrashed3056 2 роки тому +9

    আর্টসেলের সব গানের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় গানটার নাম উৎসবের উৎসাহে। এই গানটা একটা ঘোরের ভেতর নিয়ে যায়। থ্যাঙ্কিউ এরশাদ জামান লিরিক & টিউন এবং লিংকন দা ❤️

  • @sayanmallick5538
    @sayanmallick5538 9 днів тому +1

    Artcell for life \m/

  • @Okay-777
    @Okay-777 6 місяців тому +3

    Ei Gaanta Sonar Por Mone Hoi
    Jibon Shotty Onk Shondor 🙂

  • @badhonmajumder5743
    @badhonmajumder5743 2 роки тому +9

    নেবো সেই সীমানায় তোমাকে, সময়ের হাত ধরে✌️

  • @rafatbenrashid5794
    @rafatbenrashid5794 2 роки тому +15

    আর্টসেলের সেরাগুলোর মধ্যে অন্যতম সেরা একটি গান ☄️🤍। উৎসর্গের উৎসাহের প্রথম দুই মিনিট আপনাকে পৃথিবীর কোন নীরব দেশে নিয়ে যাবে যেখানে শুধু আপনি একা আর আপনার আত্মকথা । অসাধারণ ✨

  • @pritomkundu4624
    @pritomkundu4624 2 роки тому +12

    গানটার সুরে-কথায় অদ্ভুত, নিগূঢ় একটা গহীনতা আছে, বারবার শুধু হারিয়ে যাই।

  • @imtiazhasandurjoy7664
    @imtiazhasandurjoy7664 2 роки тому +20

    হতাশা,বিষন্নতা যখন আমায় চেপে ধরে
    পালিয়ে বেড়াবার ব্যার্থ চেষ্টায় যখন আমি ক্লান্ত
    এই গান ছাড়া আর কিছু করার থাকে না আমার

  • @farhanisrak4171
    @farhanisrak4171 2 роки тому +15

    Issh🙂জীবনের সমস্ত কথা একটি গানের মাধ্যমে বলা ...💔
    Thank you ARTCELL😊
    Thank you G-Series for uploading😇

  • @shoronhossain2443
    @shoronhossain2443 2 роки тому +5

    স্বপ্ন মানে পাশে থাকা 🖤

  • @anitasdailyvlog9419
    @anitasdailyvlog9419 2 роки тому +9

    এই গানটি শুনলে মনে হয়,শূন্যস্থানে একা বসে বসে আকাশের দিকে তাকিয়ে কিছু অবুঝ শব্দ ও স্বপ্নের স্মৃতিচারণ করছি।।।।Evergreen forever একটি গান।।।Love for artcell...❤️❤️💖

  • @shams9670
    @shams9670 2 роки тому +11

    কতবার আর কতবার এই গান শুনলে পরে আর শুনতে ইচ্ছা করবে না??

  • @omersharifrafi6045
    @omersharifrafi6045 Рік тому +5

    Change of mode/ something in the Guitar solo at 5: 21 just a goosebump !

  • @Tazin_Reza
    @Tazin_Reza 3 місяці тому +1

    This song saved me so many times.
    Thank you.

  • @anik7396
    @anik7396 2 роки тому +11

    আমার কাছে, এটি আর্টসেল এর সবচেয়ে বিশ্বয়কর গান ❤️
    চমৎকার কম্পোজিশন ❤️
    Masterpiece ❤️
    Artcell-Bloodcell🌺

  • @sarkershahriarmahmudzunaye3628
    @sarkershahriarmahmudzunaye3628 2 роки тому +5

    Ershad Zaman vai..... :") ❤️

  • @shakhawathossainsifat7576
    @shakhawathossainsifat7576 2 роки тому +5

    এই গানটা সত্যিই মাষ্টারপিস💜💜💜
    জানবে আমি শুধু আমি নই,আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব 💜

  • @arnobdey6945
    @arnobdey6945 2 роки тому +3

    এই গানের গভীরতা অনেক। প্রেমিকার মনের চেয়েও বেশি। এতে আজীবন ডুবে থাকা যায়।

  • @reedoy89
    @reedoy89 2 роки тому +4

    অনেক অনেক ভালোবাসা নিবেন💜💜
    এটাই খুজতেছিলাম🔥🔥

  • @sumonchowdhury9324
    @sumonchowdhury9324 2 роки тому +4

    প্রতীক্ষার প্রহর শেষ হলো অবশেষে 😍🙂

  • @rafirahmananabil7514
    @rafirahmananabil7514 2 роки тому +15

    thanks to G Series World Music for uploading this track, really waited a lot for it ^_^

  • @sonjoykumar1041
    @sonjoykumar1041 2 роки тому +3

    আমার কাছে এটা oxygen ❤❤❤

  • @kolapataexpressbd6918
    @kolapataexpressbd6918 Рік тому +1

    আর্টসেলের সবচেয়ে ফেবারিট গান আমার 4 মিনিট ২৫ সেকেন্ড এর পর যেই সলো টা দিলো এরশাদ ভাই কিছু বলার নাই

  • @yasinalif33
    @yasinalif33 2 роки тому +5

    আর্টসেলের সেরা সৃষ্টি❤️

  • @shakib685
    @shakib685 2 роки тому +5

    এটাকেই আমার আর্টসেল এর শ্রেষ্ঠ সৃষ্টি মনে হয়❤️❤️❤️❤️❤️

    • @nabintahsan9674
      @nabintahsan9674 2 роки тому

      অনিকেত প্রান্তর আছে কিন্তু???

    • @shakib685
      @shakib685 2 роки тому

      @@nabintahsan9674 আমি আমার মতামত জানিয়েছি 🤗🤗🤗

  • @ahmedmashfiqrahad5802
    @ahmedmashfiqrahad5802 2 роки тому +3

    ধন্যবাদ জি-সিরিজ
    ❤️
    আহা পিউর একটা কোয়ালিটি অবশেষে পাইলাম।

  • @Version-9
    @Version-9 2 роки тому +4

    সব সুর তোমারই সঙ্গোপনে !

  • @viennacalling85
    @viennacalling85 2 місяці тому +1

    Warfaze and Artcell, two words to describe the history of Bangladeshi metal music

  • @parvezahmeed6583
    @parvezahmeed6583 Рік тому +6

    Most heaviest song of Artcell.No one can replace Ershad bhai.

  • @itzmylife1815
    @itzmylife1815 2 роки тому +7

    এতদিনে অরিজিনাল ভারসন পাইলাম 🥰

  • @kowshiksamadder4538
    @kowshiksamadder4538 2 роки тому +3

    আর্টসেল শুধু ভালোবাসার নাম 🖤

  • @shams9670
    @shams9670 2 роки тому +4

    স্বপ্ন মানে পাশে থাকা।।

  • @mosurman12345
    @mosurman12345 8 місяців тому +1

    এই গানটা শুনেছি প্রথম ২০১১ সালে , আজ কমেন্ট করে গেলাম ২০২৩ সালে, নেক্সট বেচেঁ থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে দেখিয়ে দেব বাংলার ব্যান্ড সংগীত আমাদের সময়ও অনেক শক্তিশালী ছিল।

  • @shams9670
    @shams9670 2 роки тому +3

    আবার এসে দাড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা।।

  • @mdshihab2419
    @mdshihab2419 2 роки тому +4

    Atodin pore original track 🥰🥰🖤🖤🤟🤟artcell🖤🖤🤟🤟

  • @arifhossain3018
    @arifhossain3018 2 роки тому +5

    Most underrated song from Artcell

  • @krishnadey1745
    @krishnadey1745 5 місяців тому +1

    Amr mote.. Artcell er sera gan ei tai ❤

  • @aszadnabil9536
    @aszadnabil9536 2 роки тому +10

    Undoubtedly it is the best Bengali song ever(POV) . Unfortunately one of the most underappreciated too.
    Very satisfying 😍

  • @shahriarmukulayon9625
    @shahriarmukulayon9625 4 місяці тому +1

    বারবার ফিরে আসি এই গানে🖤

  • @guitarbaba1
    @guitarbaba1 2 роки тому +6

    Artcell's best creation ever.

  • @kolapataexpressbd6918
    @kolapataexpressbd6918 2 місяці тому

    আর্টসেলের বেস্ট গান এটা। এরশাদ ভাই বস কি অনবদ্য সৃষ্টি তার

  • @rafirahmananabil7514
    @rafirahmananabil7514 2 роки тому +6

    এই গানটি শুনার সময়ে এক অদ্ভুত অনুভূতি হয়। গলা না মিলিয়ে থাকা যায় না❤️

  • @md.kudraterabbi923
    @md.kudraterabbi923 2 місяці тому

    The guitar solo is heavenly...♥️♥️

  • @shubjaan
    @shubjaan 6 місяців тому +1

    "A message to the future generations...
    Don't let this masterpiece song die....♥️"

  • @hridoyahmedraju4932
    @hridoyahmedraju4932 2 роки тому +3

    উফ আর্টসেল মানে পুরোটাই ভালোবাসা❤️💖❤️

  • @abidhasan2476
    @abidhasan2476 2 роки тому +6

    Trademark Song of Artcell 😍😍

  • @nuryousuf9306
    @nuryousuf9306 2 роки тому +22

    For me this is the Best song of Artcell..what a combination!!!!
    riffs,basses & a masterpiece incomparable lead solo by ershad zaman..

  • @No-one-
    @No-one- Рік тому +3

    I think, this is Artcell's most underrated song. Most people don't even know about this song, but in my opinion, it is one of the best Artcell songs.

  • @Starboyraffu
    @Starboyraffu Місяць тому

    জীবনের মতোই সুন্দর এই গানটা

  • @whois_shakin1
    @whois_shakin1 2 роки тому +7

    ফাইনালি G-Series এ আপলোড হলো💝

  • @mirforhad6917
    @mirforhad6917 Рік тому +1

    -জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে,উৎসবের উৎসাহে🌸🤡

  • @anikzaman1853
    @anikzaman1853 2 роки тому +2

    অন্য এক জগতে নিয়ে যায়....💤

  • @kingharunroshid7118
    @kingharunroshid7118 2 роки тому +9

    আমার অবারিত দরজা জুড়ে সম্ভবনার রঙিন মলাট !
    আমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায় !
    তুমি যে রঙ মাখবে বলে !
    মেতে উঠেছ রঙের উৎসবে !
    আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায় !
    জানবে আমি শুধু আমি নয় !
    আমি মানে অন্য্ কেউ কিংবা প্রতিবিম্ব!
    তোমাতে মিলিয়ে আমার !
    সব সুর তোমারই সংগোপনে!
    তোমারই অন্ধকারে যে শব্দ বয়ে চলে !
    এসো কান পেতে রই নীরবে !
    মনের ইন্দ্রজাল জুড়ে সে স্বপ্ন খেলা করে!
    নেব সেই সীমানায় তোমাকে!
    যতদূর চলে গেলে দূরত্ব গোচালে !
    নিবে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে !
    সেইখানে তোমাকে জানাবো গোপনে!
    স্বপ্ন মানে পাশে থাকা !
    সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে !
    আমি থাকবো পথ ছেড়ে ছদ্মবেশে!
    আবার এসে দাঁড়ালে একা!
    দেখবে আমার চোখে সম্ভবনা!
    জীবন জুড়ে থাকা পরাজয়!
    হয়েছে ম্লান চিরকাল !
    জানবে তুমি ভোর হওয়া চোখে!
    যে অবিরাম স্বপ্ন দেখেছো !
    আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্তনা!
    আমাদের অভিধানে মিথ্যের হ্য় অনুবাদ !
    অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে!প্রতিবাদ প্রতিরোধ ভুলে !
    আনমনে মেনে নেয় পরাজয়!
    তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত!
    হেরে যাওয়াকে বন্ধি করে রেখে !
    জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে!
    বিস্তীর্ন উজানে একলা হয়ে গেলে !
    চিনে নেব পথ চিন্হ একে একে!
    পিছু ফিরে তাই ফিরতে যদি হয়!
    পাড়ি দেব পথ নিমিষে !
    একটা কথা বলবো আমি পুরো লিরিক্স আমার মুখস্ত ছিল এবং আমি সারাজীবন আফসোস এবং অপেক্ষা করবো এই আর্টসেলকে আবার ফিরে পেতে

  • @GG989
    @GG989 2 роки тому +3

    আমি জানি না কেনো হটাৎ আজ মনে হলো দেখি আর্টসেল এর কোনো নতুন গান আসছে কিনা , এসে দেখি নতুন গান চলে এসেছে !!! তখন আমি এত এত অবাক হলাম যে এইটা কী করে হয়!!! যেইখানে আমি ইউটিউব থেকে মিউজিক শুনিনা প্রায় ১/২ মাস।
    এইটাই কী তাহলে আমার এর আর্টসেলের আত্মার সম্পর্ক!????
    ১৭/০৯/২০২১
    .
    ২০/০৯/২০২১ এ আমার জন্মদিন তাহলে এইটাই আমার জন্মদিনের সেরা উপহার ❤️
    ধন্যবাদ আর্টসেল✨❣️

    • @bidrohee7192
      @bidrohee7192 2 роки тому +2

      এটা আর্টসেলের অনেক বছর আগের গান। G সিরিজ জাস্ট নতুন করে আপলোড করেছে।

    • @GG989
      @GG989 2 роки тому +1

      @@bidrohee7192 thanks for your information bro...
      আমার জানা ছিলো না এই গানের সম্পর্কে।

    • @bidrohee7192
      @bidrohee7192 2 роки тому +1

      @@GG989 অধিকাংশ জেনুইন আর্টসেলের ফ্যানদের ( যারা সেই প্রথম থেকেই আর্টসেল শোনে) ধারণা, "উৎসবের উৎসাহে" গানটিই আর্টসেলের সেরা গান।

  • @saimunislam44
    @saimunislam44 2 роки тому +6

    Best song of the album! no doubt ❤️

  • @TamimIqbalSkyler
    @TamimIqbalSkyler Місяць тому

    One of my favt❤ koto bar sunechi thik nei

  • @Ridwan-vb8nm
    @Ridwan-vb8nm 2 роки тому +3

    500 tomo view💓

  • @shaownehsan3744
    @shaownehsan3744 2 роки тому +3

    ইয়েস🤩

  • @hossainpavel5054
    @hossainpavel5054 Рік тому

    এমন মাস্টারপিস বাংলা রকে খুব কমই আছে... যখনই শুনি আচ্ছন্ন হয়ে থাকি... অপার্থিব... কুর্নিশ করি আর্টসেলের সব সদস্যদের.. সৌভাগ্য আমাদের; আমরা জন্মেছি তোমাদের সময়ে... ❤🙏

  • @mdnajmulislam3061
    @mdnajmulislam3061 Рік тому

    Artcell এর যখন যে গান শুনি, আমার কাছে তখন সেটাই সেরা, যেমন আমার কাছে এখন Artcell এই গানটাই সব থেকে সেরা। আসলে Artcell এর সব গুলা গান Masterpiece

  • @nadimshekh182
    @nadimshekh182 2 місяці тому

    এ খানে আমার উৎসব

  • @user-dibya
    @user-dibya 2 роки тому

    ২০১৯ এ ক্লাস ১০ এ পড়ার সময় থেকে শুনছি। প্রতিবারই আলাদা ফিলিংস পাই। আজ হঠাৎ কারো কথা মনে পড়ে। কাইন্ড ওফ তার প্রতি আমি ৪ বছর ধরে অবস্টেট যদি যানি পাব না তাকে। রাত ১২ টা থেকে শোনা করছিলাম এখন ভোর ৫ টা বা বেশি বাজে ১০-১২ বার গানটা শুনেছি। প্রতিবার তার কথা ভাবেছি কিন্তু ভাবার সময় প্রতিবারই ফিলিংস চেঞ্জ হছছে।

  • @meshkatmahmud1887
    @meshkatmahmud1887 9 місяців тому

    এরচেয়ে অসাধারণ বাস্তবতা নির্ভর গান আর হতে পারেনা। সেই ২০০৫ সালের ক্যাম্পাস জীবনের শুরু থেকে শুনে যাচ্ছি। যতই শুনি ততোই মুগ্ধ হই।

  • @rehenabegom8289
    @rehenabegom8289 2 місяці тому +1

    Delight johora

  • @jhumursarker8040
    @jhumursarker8040 2 роки тому +4

    oh my god!!!!!

  • @Tufazzal-bg4sg
    @Tufazzal-bg4sg 5 днів тому

    Love you artcell 🥺😌😊

  • @sogoodmuziek
    @sogoodmuziek 2 роки тому +2

    এত সুন্দরও গান হয়‽ one of Artcell evergreen!

  • @masfiqahamedsiam1850
    @masfiqahamedsiam1850 2 роки тому +3

    Bah, etodin por🥰

  • @olympicofficial3206
    @olympicofficial3206 2 місяці тому

    আমি বাংলা গান শুনতাম না। আরর্সেল আমার বাংলা গানের অনুপ্রেরণা ❤লিংকন ভাই❤

  • @faysal7695
    @faysal7695 2 роки тому +4

    আমার অবারিত দরজা জুড়ে
    সম্ভাবনার রঙিন মলাট
    আমার শরীর ডুবে আছে
    অবিরাম মৃত উষ্ণতায়
    তুমি যে রোদ মাখবে বলে
    মেতে উঠেছো রঙের উৎসবে
    আমার বিষাদ ছায়া হয়ে
    ঢেকে দেয় তোমায়
    জানবে আমি শুধু আমি নই
    আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
    তোমাতে মিলিয়ে আমার
    সব সুর তোমারই সঙ্গোপনে
    তোমার এ অন্ধকারে যে শব্দ বয়ে চলে
    এসো কান পেতে রই নীরবে
    মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে
    নেবো সেই সীমানায় তোমাকে
    যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে
    নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
    সেইখানে তোমাকে জানাবো গোপনে
    স্বপ্ন মানে পাশে থাকা
    সময়ের হাত ধরে
    নতুন স্মৃতি নিয়ে
    আমি থাকবো
    পথ ছেড়ে
    ছদ্মবেশে
    আবার এসে দাঁড়ালে একা
    দেখবে আমার চোখে সম্ভাবনা
    জীবন জুড়ে থাকা পরাজয়
    হয়েছে ম্লান চিরকাল
    জানবে তুমি ভোর হওয়া চোখে
    যে অবিরাম স্বপ্ন দেখেছ
    আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্ত¡না
    আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
    অবসাদ আশ্রয় খুঁজে
    মানুষের অন্ধকার ঘরে
    প্রতিবাদ প্রতিরোধ ভুলে
    আনমনে মেনে নেয় পরাজয়
    তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত
    হেরে যাওয়াকে বন্দি করে রেখে
    জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে
    উৎসবের উৎসাহে
    বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
    চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
    পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
    পাড়ি দেবো পথ নিমেষে
    তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত
    হেরে যাওয়াকে বন্দি করে রেখে
    জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে
    উৎসবের উৎসাহে
    বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
    চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
    পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
    পাড়ি দেবো পথ নিমেষে

  • @forever-2430
    @forever-2430 2 роки тому +5

    ২০২২ এ যারা আবারো শুনতে এছেছেন তারা সাড়া দিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকবেন,,,,, 🖤

  • @nahin__khan6311
    @nahin__khan6311 2 роки тому +1

    ভাই সারাদিন শুনলেও একটুও বিরক্তিকর লাগে নাহ।মনে হয় গানটার প্রেমে পড়ে গেছি>3

  • @in_core_shifat
    @in_core_shifat 2 роки тому +4

    if i could express the feeling to her 🙂🖤

  • @dystopian_1
    @dystopian_1 2 роки тому +3

    Lyrics is incredible... last part of this song is pure work of genius!

  • @shoronhossain2443
    @shoronhossain2443 2 роки тому +4

    This song helped me a lot to stand again.

  • @risan9991
    @risan9991 2 роки тому +2

    Middle er solo ta Ershad bhai raw diyechilen. Means one take ei. Uni chaisilen ei eta. Coz unar inner feelings ta express korte cheyechilen,as eta unar baba ke niye korechen. So yui feelings ta Shobsomoy ashe Na. Uni bujhate cheyechilen guitar kanna korte pare.

  • @sajolchoudhury7832
    @sajolchoudhury7832 6 місяців тому

    আমার কাছে আর্টসেলের সবচেয়ে সুন্দর লিরিক এই গানের। ❤️❤️❤️

  • @mdkhairulislam6626
    @mdkhairulislam6626 Рік тому

    প্রায় ৮ মাস পরে গানটা আবার সার্চ দিয়ে শুনতেছি। হটাৎ খুব প্রয়োজন পড়ল গানটার।

  • @md.sakawathossain9833
    @md.sakawathossain9833 2 роки тому +1

    আমি থাকবো পথ ছেড়ে ছদ্মবেশে 🌼

  • @imtiyajuddin578
    @imtiyajuddin578 Рік тому +2

    কেমনে গায় এভাবে অনুভূতি গুলা💗

  • @mdjahidhasan4334
    @mdjahidhasan4334 2 роки тому +2

    Finnaly

  • @s.m.riazulkarimshishir6486
    @s.m.riazulkarimshishir6486 2 роки тому +3

    আহা!❤️🥀

  • @ipad8693
    @ipad8693 2 роки тому +1

    অবশেষে জি-সিরিজে আপলোড হলো গানটা

  • @ehmilon01
    @ehmilon01 Рік тому +1

    আমার কাছে এই গানটি আর্টসেলের সব থেকে বেস্ট গান🖤
    ভালোবাসা নিবেন প্রিয় আর্টসেল 💝
    সময়: রাত ৪:২০ মিনিট
    ২২ আগস্ট ২০২২

  • @arafahsan5943
    @arafahsan5943 2 роки тому +2

    প্রিয় আর্টসেল

  • @ishtiaqnobody_____
    @ishtiaqnobody_____ 2 роки тому +1

    স্বপ্ন মানে পাশে থাকা।💔

  • @zahidurrahman1997
    @zahidurrahman1997 Рік тому +10

    Artcell, your music has always been a source of inspiration for me. You have touched the hearts of millions with your unique sound and meaningful lyrics. Keep making magic, and thank you for being a part of my life.

  • @highhopes6956
    @highhopes6956 Рік тому

    গত চারটি বছর একই গান প্রতিদিন শুনছি। শুনব, শুনতে হবে।