প্রিয় আর্টসেল, কোন এক অনিকেত প্রান্তরে বসে তোমাকে লিখছি এই চিঠিটা যেখানে ঘুনে খাওয়া রোদ ধূসর সময়ে ঘিরে রাখে এক অপ্সরীকে। আমার গন্তব্যহীন পথচলা কখনোই সেই অদেখা স্বর্গের পানে ছিল না। স্পর্শের অনূভুতি পেতে কখনো অবশ অনুভূতির দেয়াল ছুঁয়ে দেখিনি অন্যসময়ে। উৎসবের উৎসাহে কখনো খুঁজে দেখিনি স্মৃতিস্মারকতুল্য পাথর বাগান। তবু্ও এই বৃষ্টি ভেজা রাতে এখনো ছায়ার নিনাদ শুনি। ইচ্ছে করে শহীদ সরণির পথ ধরে ফিরে এসে লিখি আরেকটা ভুল জন্মের ইতিহাস। অবিমৃষ্যতা আর সংশয়ে ঘেরা এই কৃত্রিম মানুষের জীবনটা সবমসময়ই থাকে অলস সময়ের পাড়ে।এই বিদায়ে আমার চিলেকোঠার সেপাই হয়ে দুঃখ বিলাস ছাড়া আর কিছু করার সাধ্য নাই। ইতি তোমাদের রুপক
জীবনের সেরা গানগুলোর মধ্যে অন্যতম প্রধান এটা আমার। আমার মতো খুতখুতে লোকের ছ্যাকা খাওয়া হৃদয়ের প্রতীক হয়ে এই গান রয়ে যাবে হাজারো বছর, হাজারো আমার মতন মানুষের হৃদয়ের অন্তরালে, আর প্রেমিকা রা..... হা হা তা নাহয় নিভৃতেই থাক! সিয়াম!
যখন কেউ হার্ট ব্রোকেন হয় তখন এই লিরিক্স গুলো আরো হৃদয়ে ক্ষত সৃষ্টি করে 🥺❤️ ঐ হার্ট ব্রোকেনের সময় এই বিদায়ে আমার অপার সীমানাতে তার চিহ্ন ঠিকই রয়ে যায় 🥺💔❤️❤️ ধন্যবাদ আর্টসেল কে ❤️❤️
ধন্যবাদ আর্টসেল,সারা জীবন শুনার মত কিছু গান উপহার দেয়ার জন্য। ১৫ বছর আগেও এই গান শুনে কোন এক মানসিক প্রশান্তি খুজতাম।আজও খুজছি।ভবিষ্যতেও খুজব।থ্যাংক এ লট।।
সেরা বলছেন ভাই। কিছু বো**দা পাবলিক আছে সব গানের লফি ভার্সন বানায়।ঐদিন দেখলাম সোনার বাংলা সার্কাসের 'অন্ধ দেয়াল' গানটারে লফি বানায়া ফেলছে। বলেন মেজাজটা কেমন লাগে 😕।
সারাদিন কাজ শেষ করে যখনি ফ্রি হই তাও ক্লান্ত থাকি, কিন্তু ওখন এই গান টা শুনি, আমার ক্লান্ত শরীর কেমন যেন এক জোশ চলে আসে💙 কিছু গান কখনও পুরোনো হবার নয়, ভালোবাসা অবিরাম💘
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে নিয়ত স্মরণের বেড়াজালে অধীর অপেক্ষার শেষে প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে বিদায় আসবে অবশেষে তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ... হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায় অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে নিহিত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ... হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায় অবিরত…
Artcell ar stha kno kisur tulona hoi nh Ami onikat prentor thka artcell bend ar nem suni thn asta asta sunta thki protita song Dusor somoy Ai biday Dukkho bilas Ai bristy bijha rat 😘😘😘😘😘
আরটসেল তুমি কি আমাকে পড়ছো কখনো জানি পড়োনি কিন্তু আমি তোমার চিন্তাধারা গুলো পড়ছি। তোমার আবেগ গুলো চিরান্তন সত্য আর গানের মাধ্যমেপ্রচার আমাদের কাছে আর একটা ভালোবাসা।
বিদায় কেউ বলে না!চলে যাই ও বলে না!কিছু না বলেই চলে যায়।সবাই'এ চলে যায়।তুমি গেলে কেন!তুমি তো সবার থেকে আলাদা ছিলে।দেবীর মত উঁচুতে রেখেছিলাম তোমাকে।ভাল থেকো প্রিয়🖤
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
নিয়ত স্মরণের বেড়াজালে অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে বিদায় আসবে অবশেষে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ...
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহিত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ...
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত…
Thanks for lyric
description ei lyrics silo -_-
অবশেষে ধূসর সময়ের পরে এই বিদায়ের অরিজিনাল টা। আহ কি শান্তি ❤❤
Ho
Finally pailam
Areh Rownak apu apni!☺🥀
@@sayemhossain7028
প্রোফাউন্ডলি সায়েম ভাই নাকি?
Jii apu 😇
প্রিয় আর্টসেল,
কোন এক অনিকেত প্রান্তরে বসে তোমাকে লিখছি এই চিঠিটা যেখানে ঘুনে খাওয়া রোদ ধূসর সময়ে ঘিরে রাখে এক অপ্সরীকে। আমার গন্তব্যহীন পথচলা কখনোই সেই অদেখা স্বর্গের পানে ছিল না। স্পর্শের অনূভুতি পেতে কখনো অবশ অনুভূতির দেয়াল ছুঁয়ে দেখিনি অন্যসময়ে। উৎসবের উৎসাহে কখনো খুঁজে দেখিনি স্মৃতিস্মারকতুল্য পাথর বাগান। তবু্ও এই বৃষ্টি ভেজা রাতে এখনো ছায়ার নিনাদ শুনি। ইচ্ছে করে শহীদ সরণির পথ ধরে ফিরে এসে লিখি আরেকটা ভুল জন্মের ইতিহাস। অবিমৃষ্যতা আর সংশয়ে ঘেরা এই কৃত্রিম মানুষের জীবনটা সবমসময়ই থাকে অলস সময়ের পাড়ে।এই বিদায়ে আমার চিলেকোঠার সেপাই হয়ে দুঃখ বিলাস ছাড়া আর কিছু করার সাধ্য নাই।
ইতি
তোমাদের
রুপক
❤️❤️❤️
সেলুট ভাই
Wonderful Vai 😅
Nice bro
@@@@aq@a
এইসব গান শুনতে একটি রুচির দরকার।
সম্মান জানাই এমন রুচিশীল মানুষগুলোকে। যাদের আর্তনাদ
বিষাদের মিছিলে বিদায় হয়ে যায়।❤
এখন ৩য় বর্ষের শেষ দিকে
এই গানের মর্ম বুঝতেছি
একটা মাস্টারপিস
হল লাইফ
❤️🙂
এত্ত শান্তি জীবনেও পাই নাই। Thanks to G Series, ARTCELL এর দুর্লভ এই গানগুলো ফিরিয়ে দেয়ার জন্য।
এইটা দূর্লভ গান!! :3
@@afnan504 G series upload deyar age ei gan er original version youtube a chilo na r piracy copy gular sound quality o valo chilo na tai durlovbolechi
@@rafirahmananabil7514
Ohh I see!
@@rafirahmananabil7514 PPL to ppppp
@@rafirahmananabil7514 pl
আমার আপার সীমানাতে তোমার চিন্হ তবু রবে বেঁচে!
প্রথম দুটো এলবাম শুনলে বোঝা যায় আর্টসেলের প্রত্যেকে রুপক ভাইকে কতটা ভালোবাসে!
রুপক ভাই ❤
আর্টসেল ❤❤
আপার সীমানাতে
যত বার শুনি, ভালোলাগা যেনো বাড়তেই থাকে। আর্টসেল শুনে ক্লান্ত হইনা কখনোই, শুনছি সেই ২০০৩ থেকে 💓💓💓 Artcell 🤘🤘🤘
আর্টসেল শুধু একটা ব্যান্ড ই নয়,শত শত মানুষের অনুভূতি,
কমেন্ট গুলো দেখে এত ভালো লাগা কাজ করছে। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যুগ যুগ বেঁচে রবে আর্টসেল আমাদের মাঝে।
কালজয়ী গানের সাক্ষি হিসেবে কমেন্ট রেখে গেলাম।একদিন হয়তো আমি এবং আমরা থাকবো না,কিন্তু মহাকালে এই গান থাকবে ধ্রুবতারা হয়ে💘
Tnx G series.. artcel ei gan gula new vabe upload korar jnno
মানসম্মত গান শোনার অনেক পাবলিক আছে জেনে ভাল লাগছে। 🥰🥰🥰
সব থেমে যাবে এই বিদায়ে। কিন্তু আর্টসেল সাথে আমাদের পথচলা থামবে না।🤘❤️
typing mistake
আর্টসেল হবে
@@arafatrahmanabir5117 thanks for reminding 😊
First Comment raikha jaitasi,
Jeto bar ashbo eta dekhte pabo.
তুমি নীল শব্দ শুনে নির্জনে , ধূসর ধুলো জমা সময়ে ♥️
এত্ত জোস! আমার ত মনে হয় Artcell এর সবচাইতে সুন্দর গান এইটা! 🖤
"আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে:)
এই লাইন টা! 🖤
আমার অপার সীমানায় সবসময়ই বেঁচে থাকবে" অপরাজিত ফুল "🖤
2:51 to 3:42- Feels like something frm out of this planet!
Hats off Ershad Zaman
😇
শান্তি💜
জীবনের সেরা গানগুলোর মধ্যে অন্যতম প্রধান এটা আমার। আমার মতো খুতখুতে লোকের ছ্যাকা খাওয়া হৃদয়ের প্রতীক হয়ে এই গান রয়ে যাবে হাজারো বছর, হাজারো আমার মতন মানুষের হৃদয়ের অন্তরালে, আর প্রেমিকা রা..... হা হা তা নাহয় নিভৃতেই থাক! সিয়াম!
সেরা একটা লিরিক্স। জোস গান।। ফেবারিট ওয়ান ❣️❣️
কি আর বলবো বলার ভাষা নেই মানুষ এর নিষ্ঠুরতা দেখতে দেখতে এই পর্যায় এ। তাই একটু শান্তনা পাবার দরকার ছিল। আর আমার শান্তি আর্টসেল এ 💜💘🌹বিদ্যমান।
Amr artcell er top 2ta gan hochche Oniket Prantor
And Ei Bidaye
LOVE YOU ARTCELL
যখন কেউ হার্ট ব্রোকেন হয় তখন এই লিরিক্স গুলো আরো হৃদয়ে ক্ষত সৃষ্টি করে 🥺❤️ ঐ হার্ট ব্রোকেনের সময় এই বিদায়ে আমার অপার সীমানাতে তার চিহ্ন ঠিকই রয়ে যায় 🥺💔❤️❤️ ধন্যবাদ আর্টসেল কে ❤️❤️
এই গানটার অরিজিনাল ট্র্যাক এর অপেক্ষায় ছিলাম বহুদিন। অবশেষে upload করলেন। অসংখ্য ধন্যবাদ G Series কে❤
Hello stranger,
You have a good choice of music.
Have a great day!
যদিও আমি আগন্তুক নই। তবুও আপনার মেসেজটা মনে রাখার মত❤️
❤️❤️
@@m.hasanriyad1751 ❤️
@@riajulriju732 ❤️
হারিয়ে যাও যত দূরে.....
আসবে তবু ফিরে...
আমার অজানায়🖤
আর্টসেলের গানগুলো আপলোড দেওয়ার জন্য জি সিরিজকে ধন্যবাদ কারন আর্টসেলের অরজিনাল গানগুলো ইউটিউবে খুজে পাওয়া দায়!!!!!!
ধন্যবাদ আর্টসেল,সারা জীবন শুনার মত কিছু গান উপহার দেয়ার জন্য। ১৫ বছর আগেও এই গান শুনে কোন এক মানসিক প্রশান্তি খুজতাম।আজও খুজছি।ভবিষ্যতেও খুজব।থ্যাংক এ লট।।
Thank you gseries gan ta upload dewar jonno
এই গানটা আন্ডারেটেডই থাকুক নাহলে কিছু শ্রেনীর মানুষ লোফি মিউজিক বানানিয়ে গানটার ১২টা বাজাইয়া ফেলবে
সেরা বলছেন ভাই। কিছু বো**দা পাবলিক আছে সব গানের লফি ভার্সন বানায়।ঐদিন দেখলাম সোনার বাংলা সার্কাসের 'অন্ধ দেয়াল' গানটারে লফি বানায়া ফেলছে। বলেন মেজাজটা কেমন লাগে 😕।
যা হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
ভালবাসা রইল লিনকন দা
ক্লান্ত ভাংগা হৃদয় নিয়ে বসে থাকি এই অবসরে, বিষন্ন মন ; এই বিদায়ে শুনে যেনো বুকটা একটু শান্তি পেলো!
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে, তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে। ❤️
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে ❤️
Ay bidaye ratri❤️
বিদায় একদিন সবাইকেই নিতে হবে,,,, 🤗
শুধু থেকে যাবে "এই বিদায়ে" 🖤
" আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেচে " ❤️
BLOODCELL 🖤
❤️❤️
আমাদের অপার সীমানাতে আর্টসেলের চিহ্ন তবু রবে বেঁচে
wow love u G-series.. oboseshe dhushor shomoy, ei bidaye, obosh onubhutir deyal er original ta pelam
নিয়ত স্মরণের বেড়াজালে
অধীর..... অ...পেক্ষার শেষে।
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে .....
বিদায় আসবে অবশেষে।
love from India 😇
3.07 am
Heyy
নিয়ত স্মরণের বেড়াজালে
অধির অপেক্ষার শেষে,
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে
বিদয় আসবে অবশেষে 💙
সারাদিন কাজ শেষ করে যখনি ফ্রি হই তাও ক্লান্ত থাকি, কিন্তু ওখন এই গান টা শুনি,
আমার ক্লান্ত শরীর কেমন যেন এক জোশ চলে আসে💙
কিছু গান কখনও পুরোনো হবার নয়,
ভালোবাসা অবিরাম💘
Sai vai....🖤🖤🖤🖤🖤🖤🖤tnx for making it available in utube
তুমি নীল শব্দ শুনে নির্জনে.....Lovely
প্রিয় আর্টসেল
তুমি কখনো হারাবেনা
থেকে যাবে আমাদের হ্নদয়ে,,প্রজন্ম থেকে প্রজন্মে
#আমার অপার সীমানাতে আর্টসেলের চিহ্ন তবু রবে বেচে
Heavy metal theke vai..450 taka
Dhaka..khulna,,ctg,,tangail...sob jaigay ache
Ershad Bhai ❤❤
এখনো শুনি আর পুরোনো দিনগুলোর কথা জোর করে স্মরণ করি কত সুন্দর দিন কাটিয়েছি....আমাদের বয়স বাড়ছে কিন্তু এই গান চির সবুজ, চির তরুণ।
তুমি ছেড়ে চলে যাওয়ার পর! আর্টসেল ই আমার শেষ ভালোবাসা! 😊
আহা!! ফেলে আসা সেই দিনগুলি তখন রেডিও শুনতাম। কত সুন্দর ছিল দিনগুলি। ভাবলেই চোখ ঝাপসা হয়ে আসে। 😢😢😢😢
Awesome lyrics.....
Eisob lyrics er gaan, shudu matro Bangladeshi Band er pokkhe e somvob.....
Live long Artcell....
কখনোই পুরোনো হবার নয়, ভালোবাসার প্রিয় আর্টসেল এর সবগুলো সৃষ্টিই অনেক সুন্দর। হৃদয় জুড়িয়ে যায় 🖤🖤🖤
ভাই অসাধারণ লিরিক্স + আবেগী ভয়েস গানটাকে মাস্টারপিস এর কাতারে রেখেছে❤️🥀
প্রিয়তমার সাথে প্রিয় গানটি সুনলাম। কি এক মূহুর্ত। আহা ❤️❤️❤️
Ei bidaye Dheka hobe prio Artcelll Band 💙💙
অতীত হানাদেয় আমার আকাশে আর আমার আকাশ জুড়েই থাকে শুধুই আর্টসেল
আহা এই বিদায়ে 😍😍😍
সব অপূর্নতা মুছে যাবে একদিন
গ্লানির আধার রাত কেটে যাবে অবশেষে
ভোরের বুক চিরে নতুন সুর্য উঠবে একদিন
সেদিন নিয়ে আসবে কাংখিত নতুনত্ব
ঝীর্ন মৃত অনুভূতিগুলো বসন্ত ফিরে পারে
তবুও সন্ধ্যা গনালে মনের কোনে নাড়াদিবে কোন এক অপ্রাপ্তি।
কাটছে কাটবে এভাবেই সময়
Proyato agamir chiriti dhore ❤️
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে 🖤
Legendary Song❣️Thanks for ARTCELL
Artcell e kono koshto nei shudhu valo laga❤️🌼
আর্টসেল = ব্লাডসেল, হার্টসেল!❤❤❤❤
তোমার চিহ্ন তবু রবে বেঁচে....
আহ্, আর্টসেল❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤❤just rock on lincon vai
Now this UA-cam channel is my best friend ♥️♥️
2:55 to 3:45
Ershad vai: lets rock on ✊
বিদায়।।।
ভালো থাকো তুমি।😓
আমি না হয় সারা জীবন একাই রইলাম😊
বয়স মাত্র ১৬
এই বয়সেই artcell প্রতি অন্য রকম ভালোবাসা
Beche thakte artcell ke eivabe hariya jete dekhte parbo na...thnx for uploading those songs again
Smriti sharok...rahur grash... obosh onuvutir deyal.... rupok...eigulao upload korar onurodh roilo🙏.and sobai plz gangula beshi beshi share korben.amader band culture amaderi tikai rakhte hobe😔
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
নিয়ত স্মরণের বেড়াজালে অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে বিদায় আসবে অবশেষে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ...
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহিত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ...
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত…
আহ! আহ! কি দারুন প্রশান্তি। কত খুঁজেছি অরিজিনাল ভার্সন। ফাইনালি!!♥♥♥
আহ! 🧡
legendary song♥️ koto bar je ei valobashar gan gula shuni( Artcell) ekta valobashar nam♥️♥️
হৃদস্পন্দন এর আগে জায়গা দিলাম,💖💖💖💖💖
তবুও ধন্য আমি,ভালোবাসা অবিরাম🎶🎶🎶🎶🎶
ছিলাম সাথে থাকব চিরকাল💖💖💖💖💖
এই অরজিনালটা ইউটিউবে অনেকদিন পাই নাই।
এই গানটা আমার অনিকেত প্রান্তর এর পর পছন্দের। একটা পিওর লিরিক্স আছে । সাথে মিউজিকটাও ঠিক ঠাক
মনের গহীন কোণে চিরদিন বেঁচে থাকবে আর্টসেল 🖤
ei gan eto din Spotify te suntam ekon johon UA-cam e asse tohon jan santi hoilo😉 thx G Series
Hmm vai
আর্টসেল তো এক অনুভূতি
Sotti Bai ai onobuti bujano jabe na 🖤🥺
কথা গুলো স্পন্দন জাগায় মস্তিষ্কের নিউরনের গহ্বরে গহ্বরে।❤️
জানিনা আমার সেই পারফিউমের চিহ্ন আজো তোমার দেহে লাগে আছে কি'না!!লেগে থাকুক বা না থাকুক,তোমার বিদায়ে আমি ঠিকই তোমাকে খুঁজে ফিরি আমার এই বিদায়ে!!
একটা গানের প্রতিটা লাইনই যেনো আমার ❤
Artcell ar stha kno kisur tulona hoi nh
Ami onikat prentor thka artcell bend ar nem suni thn asta asta sunta thki protita song
Dusor somoy
Ai biday
Dukkho bilas
Ai bristy bijha rat
😘😘😘😘😘
Comment ta theke gelo,,,,Next generation dekhte parbe amder ruci kemon cilo ❤
A-Addiction. R-Rockstars.T-Thunders. C-Cool.E-Elegist.L-Living. L-Legends
bal
@@ifrit999 vai hudai gail khaite aschos bujhchi please r reply dis nah er pore hudai gail khais nare vaii
@@BetterCallAnik ken bai apne arsel armi naki? gail diben ken..amio oniket vai er fan
@@ifrit999 অনিকেত ভাই য়ের লিংকন গানটা একটু শুনান
@@Psseudomonas123 😆😆😆😆😆😆oniket vaiyer linkon prantor
আরটসেল তুমি কি আমাকে পড়ছো কখনো জানি পড়োনি কিন্তু আমি তোমার চিন্তাধারা গুলো পড়ছি। তোমার আবেগ গুলো চিরান্তন সত্য আর গানের মাধ্যমেপ্রচার আমাদের কাছে আর একটা ভালোবাসা।
Eiii artcell er gan gula kono dino Purano hobe nah!🖤🖤❤️
আহা আর্টসেল আমার ফেলে আসা ধূসর স্মৃতি মিশে আছে এই গানে। ♥
Brilliant guitar ershad vai
আহ!!! শান্তি।।। 💞💞
Shei!!!
Nice 👌👌👌👌❤️❤️❤️
বিদায় কেউ বলে না!চলে যাই ও বলে না!কিছু না বলেই চলে যায়।সবাই'এ চলে যায়।তুমি গেলে কেন!তুমি তো সবার থেকে আলাদা ছিলে।দেবীর মত উঁচুতে রেখেছিলাম তোমাকে।ভাল থেকো প্রিয়🖤
🖤🖤🖤🖤
আমার অপার সীমানাতে, তোমার চিহ্ন তবু রবে বেঁচে 😢
ভাললাগা সব সময়ই 🤟
পথচলা শেষ হবে নাহ এই বিদায়ের শেষে আমাদের আবার দেখা হবে অনিকেত প্রান্তরে ❤️
Each and every song of Artcell is a masterpiece 🌼🔥🔥
beshir bhaag gaan nokol..eita baad e
Artcell .... 😍😍😍
Mana ...
Depression ar medicine 😍😍
মানুষটার এই বিদায়ে আবার শুনতে চলে আসলাম। ভাল থেকো!🖤
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেচে🔥❤️