AFTERMATH - UTHSHORGO (LYRICS VIDEO)

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2021
  • Presenting the Official Lyrics Video of the track “Uthshorgo” from the debut album Jed by Aftermath.
    Visuals by www.atamojlish.com/
    Recorded, Mixed and Mastered in Funk Noodles Studio / funknoodlesstudio
    Jamming Partner: Funkadelic Musician's practice pad service / funkadelic.practisepad
    Please follow us on:
    Facebook: / aftermathbd
    Instagram: / aftermath_bangladesh
    Soundcloud: / aftermathbd
    Lyric: Navid & Sakib
    জানি সর্বনাশী কোন ঝড়ের চিহ্ন, সে তো নিরবতার প্রতিবিম্ব, অবাধে তোলপাড় করে তোলে
    কেনো আগ্রাসন লাগাম ছিড়ে শীর্ণ, শুধু কবিতায় অবতীর্ণ, স্বার্থের খূটি গেড়ে
    দেখি নিভু চোখে তাকিয়ে, মায়ার বাধন ছিড়ে, ফিরে যাই স্বপ্ননীড়ে
    মুগ্ধতায় মোহনীয় আলোর মাধুর্য, আধোনীল রঙের দিগন্ত, জীবনের মাঝলগ্নে
    স্বরলিপি আর সূরের মালা গড়ে, অমরত্ব ছোঁয়ার কোন এক মোহে
    ভাগ্যের শেকড় ছিড়ে কাঁদে, আমার অদম্য উন্মাদ হাহাকার......
    আমি দু‘হাত বেঁধে ধরে রাখি ঘড়ির কাঁটা, বন্ধ দরজা নয় খোলা জানালা
    নিয়ে আসে আমায় নতুন ঠিকানায়
    আমি শিল্পী নয় হতে চাই জাদুকর, সূরের মুর্ছনায় কাটাবো প্রহর
    স্বপ্ন দেখা কি এত ভুল?
    কি ভীষন অভিমানের ক্ষণ, হাসিমুখে করেছি বরণ, অভিশপ্ত এ জীবন
    মৌনতায় নিস্তব্ধ আঁধারে, হতাশা ঘেরা পাহাড়ে, আমি যাই হারিয়ে
    ধূলোজমা নিওন স্বপ্নগুলো একে একে সবই তো ঝড়ে পরে
    কিসের নেশা আমায় ভাঙ্গে চূর্ণ বিচূর্ন করে বার বার?...
    আমি সৃষ্টি ক্ষুধায় জ্বলে পূড়ে ছারখার, নেই সাহস আমার পথ পেরোবার
    কি করে তোমার গর্ব হব মা?
    মাগো অঝর বর্ষায় মিশে যাব তোমার চোখের নোনা বৃষ্টিতে অভিমান হয়ে
    ভেবো আমি পাশেই আছি তোমার
    বল কি করে বেঁচে থাকব?
    আমার মনের ভেতরটা মরে গেছে কত রাত ধরে ঘুমাই নি...
    বিদ্রোহী রণসঙ্গীত বাজে, আমার গীটারের তাঁরে
    মরে যাওয়া মনুষত্ব থেকে, প্রতিরোধ ওঠে জেগে
    দেখি শিয়রে দাঁড়িয়ে কে কড়া নারে, মৃত্যুর দুয়ার খুলে গেছে
    সময় হলো হিসেব মেলাবার
    আমি দু‘হাত বেঁধে ধরে রাখি ঘড়ির কাঁটা, বন্ধ দরজা নয় খোলা জানালা
    নিয়ে আসে আমায় নতুন ঠিকানায়।
    মাগো অঝর বর্ষায় মিশে যাব তোমার চোখের নোনা বৃষ্টিতে অভিমান হয়ে
    ভেবো আমি পাশেই আছি তোমার।
    আমি ভোরের আলোয় চোখ মেলতে ভয় পাই, ভেজা মাটির গন্ধ নিতে ভুলে যাই
    অনুভুতিগুলো যাচ্ছে মরে।
    #aftermathbd #debutalbum #jed #backinrage #Officiallyricvideo #utshorgo

КОМЕНТАРІ • 4,3 тис.

  • @user-im1uf7yz2c

    এইচএসসি পরীক্ষা শেষ কিছু দিন আগে, বাসায় অনেক সমস্যা, চাকরি খুঁজে পাইনা, বেকার থাকায় কত কি শুনতে হয়, রাত ৩:৪৫ ছাঁদে বসে আছি অনেক সুন্দর চাঁদ, হাতে সিগারেট, চোঁখে জলন্ত পানি, ভালোবাসার মানুষ অন্য কারো, আসলেই অভিসপ্ত জীবন, কি করে তোমার গভ হবো মা বলোনা😊 কিছু বুকে জমা কথা লিখে গেলাম, কেও কিছু বছর পর লাইক দিলে হয়তো আবার এই রাতের কথা মনে হবে হয়তো😊

  • @proshantodas4879
    @proshantodas4879 2 роки тому +1

    এক্সামের আগের রাতে পড়ার বিরতি থেকে বলছি......🔥🔥🔥

  • @user-vi5jc2mz4l

    ১৫ তারিখ ২০২৪ এসএসসি পরিক্ষা দিব মা বাবার আনেক ইচ্ছা A + পাব আমি ও চেষ্টা করতেছি যদি না হয় তা হলে হয় তো এই মুখ আর তাদের দেখাতে পারব না। 😅 আসলেই বাংলাদেশ সব ছেলেদের দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার মৃত্যুর নয়। 😢

  • @mahmudulhasan7785
    @mahmudulhasan7785 3 роки тому +2

    কিছু গান আন্ডাররেটেড থাকায় ভালো সবার শোনার দরকার নেই যে ফিল করতে পারবে শে শুনবে :3

  • @AyshaElmiyatMahisha

    আম্মুর খুব ছোট বয়সে বিয়েটা হয়ে যায় আর আমিও খুব তাড়াতাড়ি চলে আসি পৃথিবীতে...বিষয়টা এমন হয়েছিল যে একটা বাচ্চার কাছে আরেকটা বাচ্চার আগমন... সে সময় সে তার সব কিছু স্যাক্রিফাইস করে শুধু আমার জন্য আমার কথা ভেবে তার নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে দেয়.. সেই মায়ের গর্ব না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই... 😊💔

  • @Rahi-vp1st

    এডমিশন দিচ্ছি।।।।সেকেন্ড টাইমার।রাত দিন পড়েও কোথাও চান্স পাইনা।।।মায়ের জন্য মায়া লাগে???আমি কি তোমার গর্ব হতে পারবোনা মা🥹🥹🥹।।।আমিও একটা নামকরা পাবলিক ভার্সিটি তে চান্স পেয়ে তোমার গর্ব হতে চাই আম্মা😢😢😢

  • @sreshthadeb3352

    এডমিশন জার্নিতে ব্যর্থ হয়ে বসে আছি, প্রতিনিয়ত এইটা ভয় হয় বাবা মা এর বয়স বাড়ছে, এই জীবনে ওদের জন্য কিছু করার সুযোগ পাবো তো! এই চিন্তা প্রতিদিন কুড়ে খায় আমায় 😅 আমি ছাড়া আর কেউ নাই আমার বাবা মা এর, ওদের মতো বাবা মা সত্যিই আরও ভালো সন্তান ডিজার্ব করে, কিছুই বোধ হয় আর করতে পারলাম না তাদের জন্য...

  • @TanjidHossain-nk8me

    আপনাদের মাঝে একটা কথা বলি 😅। আমার ছোট ছিল কিছুটা বিলাসবহুল। মা-বাবার সম্পর্ক ছিল ভালো। কিন্তু হঠাৎ আমি সব হারিয়ে ফেলেছি। মা-বাবার সম্পর্ক খারাপ হতে থাকে। মাঝখানে আমার ছোট বেলা শেষ। আমার বাবার ব্যবসা ও হারিয়ে ফেলে। বাবার জায়গা-জমিও দেয়না । তার নিজের মা। মানে আমার দাদি,দাদা আমার জন্মের আগেই মারা গেছেন। আমাদের অবস্থা অনেক খারাপ ।দেখেও কোনো সাহায্য পায় নাই। আমার দাদির কাছে। আমার কোটি টাকার সম্পদ আছে। কিন্তু আমার আজ দুই বেলা খেতেও কষ্ট হয়।আমি নিজে পড়া লেখা পাশাপাশি কাজ। বলতে পারেন কাজের পাশাপাশি পড়ি। আসলে আমার বাবার ভুলের কারণে এরকম। আমার বাবা নেশায় আসক্ত হয়ে পড়ে। বাবা যে টাকা ইনকাম করে ওই টাকা বাবার এ হয়না। আমাদের কি দিবেন। কিন্তু আমার মায়ের দিকে তাকিয়ে করতে। আমার জন্য সবাই একটু দোয়া করবেন।

  • @rishatmahamud
    @rishatmahamud 12 годин тому +1

    বাবা মারা গেছে ৩ বছর আগেই। মা আগলে রেখেছিল তার ডানায়। খুব করে চাইতাম যাতে মাকে আমার জন‍্য গর্ববোধ করাতে পারি। দুইমাস আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি হয়েছে মাকে ছেড়ে অনেক দূরে থাকি এখন। মা কল করে জিজ্ঞেস করে কেমন আছো বাবা? হাসি দিয়ে বলি ভালো আছি মা। কিন্তু মাকে রেখে দূরে থেকে কি ভালো থাকা যায়?

  • @user-lw6pw3cf8k
    @user-lw6pw3cf8k 9 годин тому +1

    কি ভাবে তোমার গর্ব হবো মা?

  • @SyedJulArshil
    @SyedJulArshil 2 роки тому +3

    কি করে তোমার গর্ব হবো মা?

  • @its.taSnim01

    ১ বছর আগে এমন এক রাতে এই গান শুনতাম আর ভাবতাম, কি করে মায়ের গর্ব হব।

  • @TAHMIDanimation

    ২৪ বছরের জীবনে প্রথমবারের মতো আব্বুর হাতে প্রথম বেতনের টাকা তুলে দিলাম। সেই আনন্দঘন মুহুর্তের কথা আমি পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা করে বুঝাইতে পারবো না। টাকা হাতে দেয়ার পর আমার সাহস হয়নাই আব্বুর চোখের দিকে তাকানোর। নিঃশব্দে আব্বুও চোখের পানি ফেললো। আমিও। আম্মু বেঁচে থাকলে এই দিনটায় আম্মুকে জড়িয়ে ধরে বলতে পারতাম 'মা তোমার গর্ব হয়েছে তোমার ছেলে '।

  • @sourovraj7114
    @sourovraj7114 Рік тому +864

    কোটি শিক্ষার্থীর আর্তনাদ।

  • @atiqurrahman6071

    কী করে তোমার গর্ব হবো মা?

  • @cinematicdiaryofab007

    প্রিয় Aftermath,

  • @ShuvoTalukder-tv2ik
    @ShuvoTalukder-tv2ik Рік тому +640

    আম্মু তুমি বেঁচে নেই🥺

  • @alubhorta-ki6iy
    @alubhorta-ki6iy Рік тому +67

    সব ভালোবাসা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য হয় না। কিছু ভালোবাসা মা বাবার জন্যও হয় কিছু বুকের আতর্নাদ মা বাবার ইচ্ছা পূরণের জন্যও হয়। আফটারম্যাথকে অনেক ধন্যবাদ লাখো মানুষের মায়ের প্রতি অপূর্ণতার ভালোবাসা এতো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। আল্লাহ রহমত করুক জীবনে যেন মা বাবা বেঁচে থাকতে গর্ব হয়ে যেতে পারি। একটাই আশা আল্লাহর কাছে আর কিছু চাই না আমার, আর কিচ্ছু না।

  • @fireflies2157

    The line ' আমি শিল্পী নয় হতে চাই জাদুঘর ' just distroyed me ☺️

  • @user-sk9qo3fp5c
    @user-sk9qo3fp5c 3 роки тому +723

    আহা. কোথায় ছিলেন এতদিন ! এই বাংলা এত প্রতিভা লুকিয়ে রাখতে পারে ! কন্ঠ তো নয় যেন, হতাশ মানুষের আত্মচিৎকার