ছবি ও শা-জাহান কবিতার বিষয়বস্তু আলোচনা | বলাকা কাব‍্যের গতিতত্ত্ব আলোচনা | আমার বাংলা নেট সেট

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • বলাকা কাব‍্য : ছবি ও শাজাহান কবিতার বিষয়বস্তু
    ● বলাকা কাব‍্য -
    ৹ রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব‍্যটি ১৩২৩ সালে প্রকাশিত।
    ৹ কাব‍্যগ্রন্থে কবিতার সংখ‍্যা - ৪৫
    ৹ কবিতাগুলির প্রথম চৌত্রিশটি ১৩২১ এর শেষের দিকে এবং শেষের এগারোটি ১৩২২এর কার্তিক থেকে পরবর্তী বৈশাখের মধ‍্যে রচিত।
    ৹ কবিতাগুলির দশটি অন্ত‍্যমিলযুক্ত , একটি সনেট আকারে লিখিত।
    ৹ বাকি ৩৪টি বিষমশ্লোকে রচিত, এই পদ্ধতি বাংলা সাহিত‍্যে বলাকার ছন্দ নামে প্রসিদ্ধ।
    ৹ কাব‍্যের প্রথম কবিতা 'সবুজের অভিযান', সবুজ পত্র পত্রিকার উদ্দেশ‍্যমূলক কবিতা, পত্রিকারপ্রথম সংখ‍্যায় প্রকাশ পেয়েছিল।
    ৹ বলাকা কাব‍্যের প্রথম দিকের কবিতাগুলি মূলত সবুজ পত্র পত্রিকার জন‍্য রবীন্দ্রনাথ লিখেছিলেন।
    ● 'ছবি' কবিতার বিষয়বস্তু -
    ৹ বলাকা কাব‍্যের ৬নং কবিতা - ছবি।
    ৹ ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর ৩রা কার্তিক, ১৩২১ রাত্রে রচনা করেন।
    ৹ কেউ মনে করেন কবিপত্নী মৃণালিনী দেবীর ছবি দেখে (চারু বন্দ‍্যোপাধ‍্যায়ের মতে)
    আবার কেউ বলেন বৌঠান কাদম্বরী দেবীর ছবি দেখে (প্রশান্তচন্দ্র মহলানবীশের মতে) - রবীন্দ্রনাথ ঠাকুর এই 'ছবি' কবিতাটি রচনা করেন।
    'ছবি' কবিতার প্রথমেই কবি 'ছবি'র উদ্দেশ‍্য প্রশ্ন রেখেছেন -
    "তুমি কি কেবল‌ই ছবি, শুধু পটে লিখা ?
    * * * * * * * * * *
    ওই যারা দিনরাত্রি
    আলো হতে চলিয়াছে আধাঁরের যাত্রী
    গ্রহ তারা রবি
    তুমি কি তাদের মতো সত‍্য ন‌ও ?
    হায় ছবি, তুমি শুধু ছবি ?"
    ● 'শা-জাহান' কবিতার বিষয়বস্তু -
    ৹ বলাকা কাব‍্যের ৭নং কবিতা শা-জাহান।
    ৹ শা-জাহান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর ১৪ই কার্তিক, ১৩২১ রাত্রে রচনা করেন।
    ৹ মনে করা হয়, ছবি কবিতা লেখার পর কবির মনে যে স্মৃতির বেদনা সঞ্চারিত হয়েছিল শাজাহান কবিতায় তাকে বৈরাগ‍্যময় গতিতত্ত্বে প্রকাশ করে নিজেকে শোক মুক্ত করেছেন।
    ৹ কবিতাটি প্রথমে অগ্রহায়ণ, ১৩২১ এর সবুজপত্রে 'তাজমহল' নামে প্রকাশিত হয়েছিল।
    ৹ বলাকা কাব‍্যের সমধিক প্রসিদ্ধ কবিতা শাজাহান।
    মানুষের দোর্দন্ড প্রতাপ, ঐশ্বর্য, যশ মান, জয়গাথা সব‌ই কালস্রোতে ভেসে যায়। সেই সত‍্য‌ই কবি সম্রাট শাজাহানকে উদ্দেশ‍্য করে তুলে ধরেছেন -
    "এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শা জাহান,
    কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান।"
    #amarbanglanetset

КОМЕНТАРІ • 4

  • @artworldjoya6413
    @artworldjoya6413 Рік тому

    খুব সুন্দর লাগল শুনতে

  • @artworldjoya6413
    @artworldjoya6413 Рік тому

    ম্যাম, পুনশ্চ কাব্য নিয়ে আলোচনা করলে ভালো হয়।
    পুনশ্চ কাব্যের কবিতায় আত্মযৌবনিকতা, ছবি ধর্মিতা এগুলো। 🙏

  • @PB-ln9wt
    @PB-ln9wt 6 місяців тому

    ছবি কবিতা রচনার সময় কবি এলাহাবাদে কার বাড়িতে ছিলেন?
    ম্যাম এই উত্তর টা বলে দিন please

    • @sumanadas56
      @sumanadas56 5 місяців тому

      ভাগিনেয় সত্যপ্রকাশের জামাতা প্যারীলাল বন্দোপাধ্যায় এর বাড়িতে