Who practices Homoeopathy for bread and butter, will not practice Homoeopathy very long.-Dr.J.T.Kent.হোমিওপ্যাথির চর্চা জীবন বোধের চর্চা। রোগীর সাথে চিকিৎসকেরও জীবন উন্নত হয়।বিবেকবুদ্ধি সম্পন্ন চিকিৎসক ইশ্বরের সাথে একাত্মতা অনুভব করেন।তার জীবন ধন্য হয়।
স্যার কে অনেক ভালোবাসি
ধন্যবাদ, আপনার প্রতিও ভালোবাসা নিরন্তর।
আল হামদু লিল্লাহ
আলহামুদলিল্লাহ
সুন্দর শিক্ষণীয় আলোচনা। শুভেচ্ছা নিরন্তর।
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
স্যার রোগি দেখার জন্য গ্রুপের গুরুত্বপূর্ণ একটি বইয়ের নাম বলেন
একটি বই দিয়ে রোগী দেখা সম্ভব নয়। আর যদি সেটা বলতেই হয়- তাহলে অর্গানন অব মেডিসিন ভালো করে পড়ুন। ধন্যবাদ
স্যার আমি একজন ডাক্তার বাবুর কাছে practice করি তাই অনেক সময় মিটিয়ে যোগ দিতে অসুবিধা হয়, কিন্তু পরে ভিডিও দেখে থাকি ❤❤❤❤❤ভারত থেকে 🎉🎉
ধন্যবাদ ও শুভকামনা রইলো
মো: শাহিন মোল্লা গাজীপুর থেকে দেখছি স্যার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
স্যার আমি মাদরাসা শিক্ষক হওয়ার কারণে যথা সময়ে যোগ দিতে পারিনা তবে পরে দেখি।
ধন্যবাদ ও শুভকামনা
Who practices Homoeopathy for bread and butter, will not practice Homoeopathy very long.-Dr.J.T.Kent.হোমিওপ্যাথির চর্চা জীবন বোধের চর্চা। রোগীর সাথে চিকিৎসকেরও জীবন উন্নত হয়।বিবেকবুদ্ধি সম্পন্ন চিকিৎসক ইশ্বরের সাথে একাত্মতা অনুভব করেন।তার জীবন ধন্য হয়।
absolutely right, এই কথাগুলো যদি সকল হোমিওপ্যাথগণ বিশ্বাস করতেন!!!
অথবা লিখে দেন
ধন্যবাদ