Debshankar Haldar's Shocking Truth About Actors' Success & Failure!
Вставка
- Опубліковано 9 лют 2025
- স্পটলাইট পর্ব ৬ || অনন্ত প্রত্যাশা ১ |Debshankar Halder
দর্শকের সামনে গিয়ে যদি অঙ্ক না মেলে? যদি না মেলে বাহবা, হাততালি, প্রশংসা? প্রত্যাশাকে সরিয়ে রেখে অভিনেতা যখন শুধু কাজে ডুবে যান, প্রতিক্রিয়ার অপেক্ষায় যখন তৈরি হয় না শিল্প, সেই মায়াবী প্রাপ্তি-অপ্রাপ্তি, আবশ্যক-অনাবশ্যকের কথা।
ডাকবাংলা.কম কী?
যাঁরা পড়তে ভালবাসেন, তাঁদের জন্য আছে মৌলিক, অনবদ্য লেখা, শুধুমাত্র ডাকবাংলা.কম-এ।
যাঁরা বাংলা পড়েন না, কিন্তু এই ভাষা শুনতে ভালবাসেন, তাঁদের জন্য আছে ভ্লগ বা ভিডিও লগ, যার বিষয় শাস্ত্রীয় সঙ্গীত থেকে কবিতা, সামাজিক মাধ্যম থেকে পুরনো কলকাতার গল্প।
বাংলা ভাষার মাধুর্য ফিরে পেতে চান যাঁরা, ডাকবাংলা.কম তাঁদের কাছে ঘরে ফেরার গান। বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকদের কলমে যত্ন-সংকলিত প্রবন্ধ-নিবন্ধ-গল্প-ধারাবাহিক আছে যেমন, অন্য ভাষার লেখাও থাকছে অনুবাদে। আমরা বিশ্ব-সাহিত্যে স্বাগত জানাতে চাই; অনুবাদের মারফৎ নানা ভাষার কল্পনা-চিন্তা-ধারণা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই।
শিল্প, শিল্পচিন্তা এবং তার আলোচনা যখন মূলস্রোতের বৈদ্যুতিন মাধ্যমের ভিড়ে ক্রমশ সঙ্কুচিত হয়ে চলেছে, ডাকবাংলা.কম নিয়ে আসছে গতকাল এবং আগামীর গল্প, নাটক, সঙ্গীত, চিত্রশিল্প ও আরও নানাবিধ বিষয়ে।
এ ছাড়া থাকছে ইংরেজি লেখা, বিশেষত তাঁদের জন্য, যাদের জীবনে রয়েছে দুটি ভাষারই সমান্তরাল চর্চা।
#daakbangla #actorlife #audienceparticipation #acknowledgement #actorstrugglelife
অসাধারণ বক্তব্য.. 🙏🙏🥰🥰 ভেতর থেকে নড়ে উঠলাম যেনো.. 🥰🥰🥰❤️❤️❤️
এই নাটক তিনবার দেখেছি।সত্যিই কিছুকেই আপনার অনবদ্য অভিনয়ের কথা ভূলতে পারি না।
আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো , ভাষা নেই। আপনি শুধু ই শ্রদ্ধেয়
আপনার কথা, কণ্ঠ এবং বলার ধরণ মস্তিষ্কে স্থায়ী প্রভাব ফেলে যায়, যার হ্যাংওভার বেশ দীর্ঘস্থায়ী....
Very Underrated actor
দেবশঙ্কর হালদারকে আরো শুনতে চাই। অস্থির সময়ে স্বস্তির কন্ঠ।
চমৎকার।❤
Khub Vaalo laaglo. Sei Chotobelaay Winkle Twinkle, Iye Natoke aapnar avinay dekhe mugdho haoar katha mone pore galo...... Pronaam.
We salute you sir ❤
Puro hall e pin drop silence thakto ei natok cholakalin. It was magical !!
❤❤ Oh My God Debu da! It is 'that' dialogue. Had the privilege to experience from audience seat, that 'clap' across the hall, so many times!
Just the other day I shared about this specific experience of this particular dialogue and how life changing this experience can be for the audience. Damn.
আমি শুধু মন্ত্রমুগ্ধের মত আপনার কথাগুলো শুনি/ দেখি।
একান্ত বিশ্লেষণের অভিব্যক্তি।🎉
🙏🙏🙏
🙏❤️🙏
নিজের জন্যেই শিল্প
❤