তরুণ মজুমদারের সাক্ষাৎকারে শান্তনু চক্রবর্তীর অসাধারণ প্রশ্ন!
Вставка
- Опубліковано 8 лют 2025
- সিনেমার নেশা একদিন তাঁকে সত্যি-সত্যিই পরিচালক করে তুলেছিল। কিন্তু কেমন ছিল ওই যাত্রাপথ? সেই সব দিন-রাত্রির কথাই উঠে এল এই আলাপচারিতায়। কথোপকথনে শান্তনু চক্রবর্তী
ডাকবাংলা.কম কী?
যাঁরা পড়তে ভালবাসেন, তাঁদের জন্য আছে মৌলিক, অনবদ্য লেখা, শুধুমাত্র ডাকবাংলা.কম-এ।
যাঁরা বাংলা পড়েন না, কিন্তু এই ভাষা শুনতে ভালবাসেন, তাঁদের জন্য আছে ভ্লগ বা ভিডিও লগ, যার বিষয় শাস্ত্রীয় সঙ্গীত থেকে কবিতা, সামাজিক মাধ্যম থেকে পুরনো কলকাতার গল্প।
বাংলা ভাষার মাধুর্য ফিরে পেতে চান যাঁরা, ডাকবাংলা.কম তাঁদের কাছে ঘরে ফেরার গান। বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকদের কলমে যত্ন-সংকলিত প্রবন্ধ-নিবন্ধ-গল্প-ধারাবাহিক আছে যেমন, অন্য ভাষার লেখাও থাকছে অনুবাদে। আমরা বিশ্ব-সাহিত্যে স্বাগত জানাতে চাই; অনুবাদের মারফৎ নানা ভাষার কল্পনা-চিন্তা-ধারণা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই।
শিল্প, শিল্পচিন্তা এবং তার আলোচনা যখন মূলস্রোতের বৈদ্যুতিন মাধ্যমের ভিড়ে ক্রমশ সঙ্কুচিত হয়ে চলেছে, ডাকবাংলা.কম নিয়ে আসছে গতকাল এবং আগামীর গল্প, নাটক, সঙ্গীত, চিত্রশিল্প ও আরও নানাবিধ বিষয়ে।
এ ছাড়া থাকছে ইংরেজি লেখা, বিশেষত তাঁদের জন্য, যাদের জীবনে রয়েছে দুটি ভাষারই সমান্তরাল চর্চা।
#daakbangla #bengalifilmmaker #celebrityinterviews #bengalicinema #director #tarunmajumdar #nationalawardwinner
যিনি ইন্টারভিউ নিচ্ছেন, খুবই
interfere করছেন। এটা বিরক্তিকর
লাগলো। শ্রদ্ধেয় শ্রী তরুণ মজুমদার
তাঁর অসাধারণ নম্র ভদ্র ব্যক্তিত্ব
আপনা হতেই প্রকাশ পেয়েছে।
বিনম্র শ্রদ্ধা জানাই 🙏
Rude Interviewer
সঠিক বলেছেন
ঠিক
ঠিক বলেছেন। খুব বিরক্তিকর শান্তনু বাবু।
অসমাপ্ত রয়ে গেল। প্রিয় এবং ভালো মানুষদের উত্তরণের কথা দীর্ঘ সময় ধরে শুনতে ইচ্ছে করে।
কি অসাধারণ। যেন ফিল্মে যেমন দেখায়। প্রায় মহাকাব্যিক।
এই সাক্ষাৎকারের পরবর্তী অংশ শুনতে/ দেখতে চাই।অসাধারণ সাক্ষাৎকার।
প্রশ্নকর্তা এত বাধা দিলেন, আসল কথা শেষ পর্যন্ত শোনাই হলনা,একটু সংযম দরকার।আমরা ওঁর কথাই শুনতে চাই।
আমার অনেক প্রিয় একজন পরিচালক ।
কিছু মনে করবেনা না,,, যিনি ইন্টারভিউ'টা নিয়েছিলেন,,, তিনি অত্যন্ত,,, অত্যন্ত,,, অত্যন্ত পরিমানে 'পোঁদপাকা' ☹️☹️☹️☹️
😂😂😂😂
ঠিক বলেছেন।
ইন্টারভিউটা কার ❓ আরে , মাননীয় তরুণবাবুকে বলতে দিন ! !
ঠিক
অসাধারণ! বড়ো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আরো এপিসোড আছে কি?
আমার প্রিয় পরিচালক
খুব ভালো লাগলো।
Ashadharan sakhatkar, porer part dekhar jonno apekhye roilam🙏
Coming soon..
শান্তনু চক্রবর্তী অতিকথন দোষে দুষ্ট।
শান্তনু বাবু নিজে কথা বলতেই ব্যস্ত, পুরো দেখার মজাটাই দায়িত্ব নিয়ে নষ্ট করেছেন।
Khub bhalo laglo, onar kotha aro sunte chai
ভালো লাগলো।
এই ইন্টারভিউ থেকে দারুণ এক ছবি হয়ে যায়,তরুণ মজুমদারের বায়োপিক। যেভাবে কথা বলছেন তাতেই মনে হচ্ছে যেন কোন একটা সিনেমা দেখছি। কোথায় হারিয়ে গেল এই বাংলা😢
নিকৃষ্ট মানের ইন্টারভিউয়ার । তরুণ মজুমদার সুভদ্র মানুষ । ওঁকে বলবার সুযোগই দিচ্ছেন না ।
অসহ্য ইন্টারভিউয়ের প্রশ্ন, প্রতি বাক্যে বাধা। উনি তো তরুণ মজুমদারকে , তরুণ মজুমদারের নিজের থেকে বেশি জানেন মনে হচ্ছে।
এই কিংবদন্তির interview নেওয়ার যোগ্যতা এই interviewer-র নেই।
Host is speaking too much.
please let the guest speak .
অনুপ কুমার কে সিরিয়াস নায়ক হিসেবে বাংলা ছবিতে ইন্ট্রোডিউস করেন দাদা ঠাকুর খ্যাত শ্রী সুধীর মুখার্জি তাঁর ছায়াছবি বাঁশেরকেল্লাতে 1951 সালে, নায়িকা ছিলেন অনিতা গুহ। দুজনের ছিলেন নায়ক নায়িকা সেই ছবিতে। উপন্যাসটা ছিল মনোজ বসুর লেখা তিতুমীর কে পটভূমিকায় রেখে। 90 ভাগ ছবি ছিল আউটডোরে ইছামতি নদীর ধারে। অভিনয় করেছিলেন গণনাট্য সংঘের কলাকুশলীরা।
Can we get the rest of the interview uploaded?
Looks like the host is interviewing at 2x mode.
Lot of interruptions tbh.
Irritating interviewer ! He didn't allow Tarun babu to even complete his reply!
বাকি অংশটা কোথায়? পুরোটা দেখা খুবই জরুরি।
তরুন বাবু নিজেও বিরক্ত মনে হচ্ছে উপস্থাপকের উপস্থাপন বিড়ম্বনায়
Had we been able to get the full interview it would have been a golden one. However the gentleman taking the interview should not have tried to cut short the words of the eminent director who knew how to express something without unnecessary exaggeration very well.
Ei uposthapok ona k kothai bolte dichhen na
একদমই তাই। হতে পারে সময় কম এবং অনেক প্রশ্ন রয়েছে ওনার।
একদম
I too felt that. প্রথম থেকেই এটা ভাল লাগেনি ।
Oshojjho. Interview koren keno?
কত কি শোনা বাকি থেকে গেলো।
শান্তনু বাবু বড় বক বক করে তরুণ বাবুকে কথা বলার সময় দিলেন না
Title ta change kore din, "Shantanu chakroborty r bachalota sottweo Tarun babu"
Great 👍 well said 😁
শান্তনু বাবু একটু কম কথা বললে ভালো হতো। উনিই বারবার interrupt করে অভিজ্ঞতা শোনার আনন্দটাই মাটি হয়ে গেছে। বারবার থামিয়ে দিয়ে শান্তনু বাবু বক্তব্য না রাখলেই ভালো হতো।
Arey santanu chakraborty er interview hochhe naki eta? Abar title e shantanur darun proshno! Ajob!
সঞ্চালক খুবই বিরক্তিকর । উনি জানেন না কিভাবে ইন্টার্ভিউ নিতে হয় । তরুনবাবু তো বলছেন ওনার কথা, নিজে চুপ করে শুনুন না।
একজন গুণী মানুষের ইন্টারভিউ কীভাবে নিতে হয় , কিঞ্চিৎ বোধবুদ্ধি নিয়ে তারপর সেই মানুষটির মুখোমুখি হতে হয়।।
Sakkhatkar KiKore Nite Hoy Sekho Baba Age.
Sorry to say - Uposthapokh boro Bachal public
Shantanu apni ki khakhono sarkari chakri korte?
Baha people of north bengal? I belong to north bengal, but I never heard of baha people. I speak in that language.
Shantanu babu, we are not watching you, please let him talk.
সঞ্চালনা ঠিক হলো না, সঞ্চালনা করা হলো না
উনি আর interview না নিলেই ভাল হয়।