জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ জুলাই ২০১৬ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.২৩.০৫.০০১.১৬-৭০০ নম্বর গেজেটের মাধ্যমে সরকার বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারি মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তার পরিমাণ ৫ লক্ষ টাকা হতে ৮০০০০০ টাকায় ও গুরুতর আগত হয়ে স্থায়ী অক্ষম হলে সরকারি কর্মচারীর আর্থিক সহায়তার পরিমাণ ২ লক্ষ টাকা হতে ৪ লক্ষ টাকায় এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের সদস্যদেরকে দাফন-কাফন বাবদ আর্থিক সহায়তার পরিমাণ ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার ব্যয় সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দকৃত প্রচলিত কোড থেকে নির্বাহ করা হবে। ১ জুলাই ২০১৬ তারিখ হতে মৃত্যু/স্থায়ী অক্ষম হওয়ার ক্ষেত্রে প্রজ্ঞাপনটি কার্যকর হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আলেয়া আক্তার প্রজ্ঞাপনটি জারি করেন। কর্মচারীর মৃত্যুতে ৮ লক্ষ+ দাফন কাফন+৩০ হাজার = ৮,৩০,০০০ টাকা। অন্যান্য বাবদ আনুতোষিক+জিপিএফ+কল্যাণ তহবিলের মাসিক চাঁদা+মাসিক পেনশন প্রাপ্য হইবে।
ভাই আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। তিনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল (সুপার) হিসেবে বিগত অনেক বছর যাবত কর্মরত অবস্থায় ছিলেন। কর্মরত অবস্থায় তিনি বিগত 31/7/2024 তারিখে মারা যান। ভাই এখন আমার আব্বুর মৃত সার্টিফিকেট দিয়ে আমরা কিভাবে পিওশন এবং বিডিওতে যে বিষয়ে কথা বলেছেন তা কার বরাবর আবেদন করব। ভাই দয়া করে একটু ডিটেলসে বলবেন। 😢😭😭
আমার বাবা সরকারী প্রাইমারী স্কুলে সহকারী শিক্ষক হিসেবে ২০ বছর চাকরি করে মারা গেছেন ৫ দিন হল। আমার পরিবার কি কি সুবিধা পাবে। কি কি ভাতা কত টাকা পাবো প্লিজ বুঝিয়ে বলুন।
আমার বাবা সরকারি ভৃমি অফিসে চাকরি করে রিটায়েট হয়ার দুইবছর পর মারা গেছে তিন মাস হয় এখন কি আমার বাবা দুইটা বিয়ে করে ছিলো এখন কি দুই মা সমান সমান পেনসন টাকা পাবে নাকি দুই পখে ছেলে মেয়েরাও পাবে প্লিজ উওর দিলে খুব উপুকার হবে
My father has died 1997, while he was working at government bank & left 3 sons & wife, after that my we all (son) nominated to my mother for pension of my father’s. So my question, if my mother would die, we would get my father’s pension in absence of mother death or that pension would ended? Please reply me!
Thanks
Welcome
আমার একটা প্রশ্ন।আমি পুলিশে চাকরি অবস্থা মারা গেলে সেই টাকা সুযোগ-সুবিধা কি আমার বউ পাবে নাকি আমার মা পাবে। অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ লক্ষ টাকা ওকল্যান তহবিলের টাকা কত দিন পর পাওয়া যাবে,আবেদন করছি ৪ মাস হলো,জানালে উপকৃত হবো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ জুলাই ২০১৬ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.২৩.০৫.০০১.১৬-৭০০ নম্বর গেজেটের মাধ্যমে সরকার বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারি মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তার পরিমাণ ৫ লক্ষ টাকা হতে ৮০০০০০ টাকায় ও গুরুতর আগত হয়ে স্থায়ী অক্ষম হলে সরকারি কর্মচারীর আর্থিক সহায়তার পরিমাণ ২ লক্ষ টাকা হতে ৪ লক্ষ টাকায় এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের সদস্যদেরকে দাফন-কাফন বাবদ আর্থিক সহায়তার পরিমাণ ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার ব্যয় সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দকৃত প্রচলিত কোড থেকে নির্বাহ করা হবে।
১ জুলাই ২০১৬ তারিখ হতে মৃত্যু/স্থায়ী অক্ষম হওয়ার ক্ষেত্রে প্রজ্ঞাপনটি কার্যকর হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আলেয়া আক্তার প্রজ্ঞাপনটি জারি করেন। কর্মচারীর মৃত্যুতে ৮ লক্ষ+ দাফন কাফন+৩০ হাজার = ৮,৩০,০০০ টাকা। অন্যান্য বাবদ আনুতোষিক+জিপিএফ+কল্যাণ তহবিলের মাসিক চাঁদা+মাসিক পেনশন প্রাপ্য হইবে।
অামার৷ বাবা prl অবস্থায় মারা যায় ২০১৯ সালে অামরা কল্যাল ভাতা দাফন এই গুলো টাকা তুলিনি তাহলে কি টাকা পাবো
ভাই আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। তিনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল (সুপার) হিসেবে বিগত অনেক বছর যাবত কর্মরত অবস্থায় ছিলেন। কর্মরত অবস্থায় তিনি বিগত 31/7/2024 তারিখে মারা যান। ভাই এখন আমার আব্বুর মৃত সার্টিফিকেট দিয়ে আমরা কিভাবে পিওশন এবং বিডিওতে যে বিষয়ে কথা বলেছেন তা কার বরাবর আবেদন করব। ভাই দয়া করে একটু ডিটেলসে বলবেন। 😢😭😭
সরকারি চাকরিরত অবস্থায় কোন কর্মচারী মৃত্যু হলে মাসিক পেনশন চালু হওয়ার পূর্বের মাসগুলোর বকেয়া টাকা কি পাওয়া যায়?
Ai taka abedon korar kotodin por pabo??
আমার বাবা সরকারী প্রাইমারী স্কুলে সহকারী শিক্ষক হিসেবে ২০ বছর চাকরি করে মারা গেছেন ৫ দিন হল। আমার পরিবার কি কি সুবিধা পাবে। কি কি ভাতা কত টাকা পাবো প্লিজ বুঝিয়ে বলুন।
thanks
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে দাফন অথবা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান আবেদন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক মৃত্যুবরণ করার কতদিন পর্যন্ত আবেদন করা যায়
আমার বাবা সরকারি ভৃমি অফিসে চাকরি করে রিটায়েট হয়ার দুইবছর পর মারা গেছে তিন মাস হয় এখন কি আমার বাবা দুইটা বিয়ে করে ছিলো এখন কি দুই মা সমান সমান পেনসন টাকা পাবে নাকি দুই পখে ছেলে মেয়েরাও পাবে প্লিজ উওর দিলে খুব উপুকার হবে
My father has died 1997, while he was working at government bank & left 3 sons & wife, after that my we all (son) nominated to my mother for pension of my father’s. So my question, if my mother would die, we would get my father’s pension in absence of mother death or that pension would ended? Please reply me!
চাকরি রত অবস্থায় কেউ যদি আত্মহত্যা করে তবে কি এই সুবিধা পাবে।
thanks
@@AtaurRahman-qj5jp না