আমি কোন প্রফেশনাল ইউটিউবার নয় তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমার যারা ভিডিও দেখবে তারা যাতে অন্তত আমার দ্বারা ক্ষতির সম্মুখীন না হয় যদি সম্ভব হয় তারা যাতে উপকার পেতে পারে সেজন্যই বাইক নিয়ে টুকিটাকি যখন ভিডিও তৈরি করি তখন এই ধরনের বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করি
মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি সকল বাইকারদের উদ্দেশ্যে একটা কথাই বলব আপনারা যে যে ব্র্যান্ডের বাইক ব্যবহার করেন না কেন বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইটা যদি ভালো করে একটু পড়েন সেখানে এমন তথ্য পাবেন যেই তথ্য জানার পরে বিশেষ কোনো জরুরি পরিস্থিতি ব্যাতিত মেক্সিমাম সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। এবং এমন এমন তথ্য জানতে পারবেন যেই তথ্যমত আপনি যদি বাইক রাইড করেন তাহলে আপনার বাইক রাইডিং হবে সবচেয়ে সাশ্রয় এবং সঠিক নিয়ম মেনে ভিডিওটা অনেকের উপকারে আসবে যদি এরকম মনে হয় তবে অবশ্যই বাইকিং কমিউনিটির উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং এতে আমার নিজেরও কিছু উপকার হবে যেমন আমার ভিডিওতে কিছু বেশি ভিউ হবে। কারণ আপনি এটা জানবেন ভালো কিছুতে ভিউ বেশি হয় না। নোংরামি অসভ্যতামি বা মিথ্যা কথা সকল ভিডিওতে বেশি সেগুলোর ভিউ এখনকার জামানায় বেশি হয়। তাই আমাদের মত ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটু সাপোর্ট করবেন
মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি যদি মনে করেন ভিডিওটি আরো দশজন বাইকারের উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আমি বা আমরা কেউই চাই না বাইকাররা কখনো কোনভাবে প্রতারিত হোক
আপনার অতি মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আমাদের প্রত্যেকেরই উচিত বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে দেখা করে বাইকের টুকিটাকি মেইনটেনেন্স এর বিষয়গুলো আমরা খুব সহজে বুঝতে পারব এবং সঠিক তথ্যটি জানতে পারবো। ❤️❤️
আপনার জায়গায় অন্য কেউ হলে এই ৯ হাজার কিলোমিটারে কতগুলো ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে এবং কতগুলো টাকা তারা জলে ফেলতো সেটা কি একবারও চিন্তা করেছেন? আমি কোন প্রফেশনাল ইউটিউবার নয় তবে শখের পাশে মাঝেমধ্যে বাইকের টুকটাক খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি বাইকিং কমিউনিটিতে সঠিক এবং সত্য কথাটি প্রচার করার জন্য। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন। 🫡🫡❤️
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ❤️। আমি নিজে অতি সাধারণ একজন বাইকার এবং একজন সাধারন বাইকের হিসেবে বাইকিং কমিউনিটিতে আমার কিছু অবদান থাকা উচিত তার জন্য আমি সবসময় চেষ্টা করি ভাইকিং কমিউনিটিতে যেটুকু সঠিক বা সত্য কথা সেটুকু শেয়ার করার জন্য। যদিও আমি প্রফেশনাল কোন ইউটিউবার নয় তারপরও আমি আমার মত চেষ্টা করি সবার সামনে বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য। যদি মনে করেন ভিডিওটি উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন
Vaia ami tu Manuel boi to pai ni... Amr fz v2 minerls 10w40 use kori akhn theke 3000 km por por engine use korbo...?? R oil filter koto km por use korbo..??? Ektu kindly bole diben vaia....🙏🙏🙏🙏🙏🙏
@mdabdurrahman7489 আপনি প্রতি ৫০০/১০০০ কিলোমিটার পর পর পরিবর্তন করবেন। এতে ইঞ্জিনের সাউন্ড এর পরিবর্তন কোনভাবেই হবে না। কিন্তু আপনি যদি ৩ হাজার কিলোমিটার চালান সে ক্ষেত্রে শেষের দিকে ইঞ্জিনের সাউন্ড কিছুটা রুক্ষ হতে পারে এবং এটা হওয়াটা একেবারেই স্বাভাবিক। আপনি যখন এরপরে আবার নতুন ওয়েল রিফিল করবেন তখন সাউন্ড আবার আগের মতোই স্মুথ লেভেলে চলে আসবে এবং আপনি যখন সেটাও প্রায় তিন হাজারের কাছাকাছি চালিয়ে ফেলবেন তখন আস্তে আস্তে সাউন্ড একটু খারাপ হতে থাকবে।। এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনার বাইকের ম্যানুয়াল বইটির স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এখন আপনার বাইক আপনি কোন ভাবে ব্যবহার করবেন এবং কোন ভাবে আপনার জন্য শাস্ত্রোয়ী হবে সেটা সিদ্ধান্ত একমাত্র আপনি নিবেন
আরে ভাই সহজ জিনিশ কঠিন ভাবে বুঝেন কেন? আপনার ম্যানুয়ালে যা লেখা সেটাই চালাবেন। আর যদি আপনি চান ৫০০/১০০০ এ পরিবর্তন করতে তা ও করতে পারেন। ম্যানুয়ালে ৩০০০ লেখা থাকলে ৩০০০ চোখ বন্ধ করে চালাতে পারবেন। ২০০০ বা ২৫০০ + হলে দেখবেন ইঞ্জিনের সাউন্ড কিছুটা পরিবর্তন হবে। এটা খুব ই সাভাবিক। আবার নতুন অয়েল ভরলে আগের মত স্মুথ সাউন্ড চলে আসবে
ভাই, আমি আপনার মাধ্যমে অনেক উপকৃত হইছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কাজে কর্মে বরকত দান করুন। ভাই আমার Whatsapp এর ডাটা ক্লিয়ার দেওয়ার কারণে সব চলে গেছে। নাম্বারটা যদি আরেকবার দিতেন ভালো হতো।
প্লাটিনা গাড়ির জন্য ২০ ৫০ গ্রেডের অয়েল কোম্পানির রিকমেন্ড অনুযায়ী পড়া উচিত তবে সে ক্ষেত্রে ২০-৫০ না পেলে ২০ ৪০ ও ব্যবহার করতে পারেন কোন ধরনের কোন সমস্যা নাই আবার আপনি যদি 20 40 হবে না থাকেন তাহলে ১০৪০ ১০ ৩০ যেকোনো একটা ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র এই অয়েলের ভিতর ব্যবধান হচ্ছে ঘনত্ব যেটার কোনটা একটু পাতলা এবং কোনটা একটু ঘন। আরে ঘনত্বের কারণে হয়তো ইঞ্জিন স্টার্ট এর সময় কিছুটা গড়বড় হয়ে থাকে বা হয়তো একটু ইঞ্জিন কিছু কিছু ক্ষেত্রে অন্য গ্রেট দিলে একটু খানি গরম হতে পারে কিন্তু এটা নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নাই। আপনি যে গ্রেটের ওয়ে তেল ভরেন না কেন অবশ্যই আপনাকে অরিজিনাল ওয়েল পড়তে হবে এবং সঠিক সময়ে এবং ওয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।
আপনার মতামতের সাথে সহমত প্রকাশ করছি৷ সুজুকির ম্যানুয়াল বুকে পেলাম না কত কিলোমিটার পরপর পরিবর্তন করতে হবে৷ তবে আমি হিরোর ম্যানুয়াল বুকে পাইছি নির্দেশনা। ❤
সুজুকির ম্যানুয়াল গর ভিতরে একটি অপশন বা পাতা রয়েছে যেখানে লেখা রয়েছে periodic maintenance chart। সেই পাতাটা ভালো করে পড়ে দেখুন একেবারে গ্রাফ করে লেখা রয়েছে সেখানে কোনটা কবে কবে পরিবর্তন করতে হবে।
accha vai kew kew bole bike calai ba na calai taw naki engine oil 3 mas por por naki change korte hoy?? But amar bike to basai pore thake ami 2-3 mas por por calai. Akhon amar kotha hocce ami calai ba na calai taw ki 3 mas por por change korw felbo??
এক্ষেত্রে একেক কোম্পানির নির্দেশনা একেক রকম হয়ে থাকে তবে ঘরে ঘরে ম্যাক্সিমাম কোম্পানির ম্যানুয়াল বইতে ইঞ্জিনিয়াররা এটাই লিখে দিয়েছে যেটা হচ্ছে আপনার গাড়ি চার মাস বা ছয় মাস অন্তর অন্তর পরিবর্তন করতে হবে যদি আপনি খুব কম পরিমাণ চালিয়ে থাকেন। এক্ষেত্রে আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বইটা ভালো করে পড়ে দেখুন সেখানে মাস এবং কিলোমিটার দুটোর হিসাব আলাদা আলাদা ভাবে লেখা রয়েছে
সে ক্ষেত্রে প্রতি চার মাস অন্তর অন্তর ইঞ্জিন অয়েল অথবা ৬ মাস অন্তর অন্তর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন। তবে সবচেয়ে ভালো হচ্ছে ছয় মাস পর পরিবর্তন করা মানে বছরে দুইবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন
আপনি যদি মনে করেন ভিডিওটা কারো না কারো উপকারে আসবে তাহলে অবশ্যই বাইকিং কমিউনিটির স্বার্থে ভিডিওটা শেয়ার করবেন। ❤️। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইলো ।
ভাই ❤️🙏, যদি মনে করেন ভিডিওটি অন্যান্য বাইকারের অনেক অনেক উপকারে আসবে তাহলে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করবেন এতে করে বাইকাররা উপকৃত হবে এবং আমার ভিডিওটিও আরো বেশি ভিউ পাবে ❤️❤️
ভাই, আমি একটি সেকেন্ডহ্যান্ড YAMAHA LIBERO G5 কিনেছি। এই মোটরসাইকেলে কোন গ্রেডের লুব্রিকেন্ট ব্যাবহার করবো?? জনালে উপকৃত হব। আমি কোন ইউজার ম্যানুয়াল পাইনি। লুবের গ্রেট কত ও কত কিলো পর পর চেঞ্জ করব জানাবেন দয়া করে।
২০/৪০, ২০/৫০, ১০/৪০ আপনি যেকোনো একটায় করতে পারেন কোন ধরনের কোন সমস্যা নেই। তবে যেহেতু কার্বুরেটর ইঞ্জিন সে ক্ষেত্রে ২০ ৪০ অথবা ২০-৫০ গ্রেডটা ভরাই ভালো হবে
৩০০০ কিলোমিটার চালাবেন। এরপর প্রতিবার ইঞ্জিনিয়ার পরিবর্তনের সময় একই সাথে ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করে নিবেন। আর প্রত্যেকবার আপনি যদি ইঞ্জিনিয়ার ফিল্টার তিন হাজার কিলোমিটার পরপর পরিবর্তন করেন সেই ক্ষেত্রে ১০০ এম এল ইঞ্জিন অয়েল বেশি পরিমাণে দিতে হবে তার মানে প্রতি তিন হাজার কিলোমিটার অন্তর অন্তর আপনাকে ১১০০ মিলি করে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এবং একটি করে ইঞ্জিন অয়েল ফিল্টার ব্যবহার করতে হবে। এ বিষয়ে আরো সু-স্পষ্ট ধারণা পেতে হলে অবশ্যই আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে দেখুন আশা করি নিজেই সবকিছু বুঝতে পারবেন
নতুন R15 কিনছি ব্রেকিং এর সব কিছু মেইন টেইন করছি শুধু স্টাট দেওয়ার সময় ১-২ মিনিট অপেক্ষা করা এটা করি নি, আর বেশিরভাগ সময় পিলিয়ন নিয়ে চালাইছি৷ আমি জানতে চাই নতুন বাইকের কোন ক্ষতি হবে কিনা?
@mdrifatshubo3117 স্পোর্টস বাইকের ক্ষেত্রে কখনোই ব্রেক এন পিরিয়ড হয় না কারণ ওই বাইকগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে করে আপনি শোরুম থেকে নামেই স্পোর্টস মোডে বাইক রান করতে পারেন। তবে ব্রেক ইন পিরিয়ড কম্পিউটার বাইকের ক্ষেত্রে হয়ে থাকে। এখন কথা হচ্ছে কোম্পানি বলে নাই তার জন্য আপনি মানবেন না বিষয়টা আসলে এমন ও না। যদি ব্রেকিং পিরিয়ড আপনি মানেন সেটা আপনার জন্য একটু ভালো হবে খারাপ হবে না। আপনি আপনার বাইকের ম্যানুয়াল বইটা ভালো করে খুলে দেখুন সেখানে ব্রেকিং পিরিয়ডের যেই অধ্যায় রয়েছে সেই অধ্যায় বিস্তারিত বলা রয়েছে
এটা নির্ভর করবে আপনি কোন রোড কন্ডিশনে চালাচ্ছেন তার উপরে। আপনি এমন একটা রোডের স্বাভাবিকভাবে বা রেগুলার চালাচ্ছেন যেখানে প্রচুর ধুলাবালি তাহলে কোম্পানি ম্যানুয়াল বইতে যত বইতে যত কিলোমিটার লিখে দিয়েছে তার আগেই আপনাকে পরিবর্তন করতে হবে। আবার আপনি এমন রোডে চালান রেগুলার যেখানে ধুলাবালি নেই বললেই চলে একেবারে সুন্দর পরিবেশ তাহলে আপনি ম্যানুয়াল বইতে যত কিলোমিটার লেগেছে তার থেকে বেশি কিলোমিটারে চালাতে পারবেন। এক্ষেত্রে মাঝে মাঝে আপনার এয়ার ফিল্টার খুলে স্বচক্ষে পরীক্ষা করে দেখবেন এয়ার ফিল্টের শুকনা এবং পরিষ্কার আছে কিনা।
ভাই আমি tvs metro plus special edition 110 cc বাইক চালাই আমার ম্যানুয়েল বইতে কোন ইন্জিন অয়েল ভরবো সেটা লেখা নাই আছে 10w30 তবে সিনথেটিক নাকি সেমি সিনথেটিক নাকি মেনারেল ইনজিন অয়েল সেটা লেখা নেই আমার বাইক ১০০০০ কিলো চলছে এখন আমি কি ইনজিন অয়েল ভরবো আপনি সাজেস্ট করলে উপকৃত হবো সেমি নাকি মিনারেল নাকি ফুল সিনথেটিক
ভাই আমিও এই বাইক ব্যাবহার করি । টিভিএস 10w30 রিকোমান্ড করে কিন্তু একটা টানা কিছুক্ষন চালালে সাউন্ড একটু খারাপ লাগে শুনতে । আমি তাই 20w40 ব্যাবহার করি এতে ইঞ্জিনের সাউন্ড ঠিক থাকে কিন্তু একটু পাওয়ার কম মনে হয়
প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান মতামতের জন্য বা মন্তব্যের জন্য। সত্যি কথা বলতে আপনার ম্যানুয়াল বইতে যে গ্রেডের কথা লেখা রয়েছে সেই গ্রেড মেনটেন করে আপনি যে কোন ব্র্যান্ডের অরজিনাল এবং অথেন্টিক ওয়েল ভরতে পারবেন। আপনি আবার আমাকে বলেছেন আপনি কোন ইঞ্জিনিয়ার ভরবেন সেটি মিনারেল নাকি সেমিনেশন্থেটিক নাকি ফুল সিনথেটিক অয়েল ভরবেন এর উত্তরে আমি আপনাকে বলব আপনি ৩ টার যেকোনোটাই ভরতে পারেন। স্বামী সিন্থেটিক অথবা ফুল সিন্থেটিক এ গাড়ির এক্সেলারেশন পাওয়ার টা একটু ভালো পাবেন তবে সেটা আনুমানিক সর্বোচ্চ ৫০০ কিলোমিটার পর্যন্ত। এই ৫০০ বা ৭০০ কিলোমিটার পরে আর সেই সিনথেটিক বা সিনথেটিক অথবা সে মিসটি টিকেট সেই ফিল্টার থাকবে না এবং তখন সেটা মিনারেল এর মতই পারফরম্যান্স দিবে। এবং আপনি যেই অয়েল বরেন না কেন আপনার ম্যানুয়াল বইতে যত কিলোমিটারের কথা লেখা রয়েছে তত কিলোমিটার পর সেমি সিন্থেটিক ফুল সিনথেটিক বা মিনারেল সব ওয়েল দিয়েই ঠিক কত কিলোমিটার আপনি চালাতে পারবেন
আপনি কোন বাইক ব্যাবহার করেন বিস্তারিত তথ্য জানান। তবে যেহেতু আপনার বাইকের 1030 রিকমেন্ডেট অয়েল সেহেতু বাজারে ১০ চল্লিশ গ্রেটের ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণে অ্যাভেলেবল রয়েছে। আপনি নিশ্চিন্তে ১০৪০ অয়েলটা ব্যবহার করতে পারেন কারণ ১০-৩০ এবং ১০৪০ এর ব্যবধান শুধুমাত্র দশত্রিশ একটু ঘন এবং ১০ চল্লিশ একটু পাতলা। এবং ১০৪০ ভরলে আপনি পারফরমেন্স আরো বেটার পাবেন আর এখন যেহেতু ২০- ৪০ দিয়েছেন সেটাও কোন সমস্যা হবে না নিশ্চিন্তে চালাতে পারেন।
@@RVBD ভাইয়া আমি টিভিএস মেট্রো প্লাস ব্যাবহার করি । আমি বেশির ভাগ 20w40 ব্যাবহার করি । মাঝে মাঝে 10w30 যখন দেই তখন বাইকের টান রেডি পিকাপ টা একটু বেড়ে যায়, আর 20w40 তে টান একটু কম পাই। মনে হয় যেন ভারী লাগে ইঞ্জিন। তবে ইঞ্জিনের সাউন্ড ঠিক থাকে। এখন আমার কনফিউশন এটাই যে আমি কোনটাতে বেশি কমফোর্ট ফিল করবো ভাইয়া ?? প্লিজ ভাইয়া বলেন। খুবই প্রবলেম এ আছি একটা ভালো সিদ্ধান্তের জন্য
এসিআই এর মার্কেটিং পলিসি যথেষ্ট বাটপার লেভেলের। এরা প্রত্যেকটা শোরুমে টপ হিসেবে ব্যবহার করা হয় সুন্দরী সুন্দরী রমণী। এবং এসিআই মটরস সারা বাংলাদেশে তাদের yamaha রাইটিং ক্লাব নামে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। যদিও সাধারণ বাইকাররা মনে করে এটা খুবই আনন্দের একটা উৎসব কিন্তু বাস্তবে এই ধরনের রাইটিং ক্লাব বা রাইটিং গ্রুপগুলো তৈরি করার পিছনে যথেষ্ট মার্কেটিং পলিসি কাজ করে। কারণ প্রত্যেকটা গ্রুপে যত বেশি লোক বেড়াতে পার পারা যাবে তত বেশি সেই লোকদেরকে দিয়ে ভিডিও করে অন্য লোকদেরকে প্রভাবিত করা যাবে। বাস্তবে ইয়ামাহা পণ্য তুলনামূলক সম ক্যাটাগরির অন্যান্য ব্রান্ডের পণ্যের চেয়েও এখন অনেক নিম্নমানের হয়ে থাকে। সত্যি কথা বলতে ই আমার পণ্য নিম্নমানের নয় কিন্তু এসিআই মটরস তাদের ঠিক রাখার জন্য পণ্যতে কিছু কাস্টমাইজেশন করে থাকে হয়তো।
ভাইয়া আমি সাধারণত জেন্টেল রাইড করি বাট ফাকা রাস্তা পেলে মাঝে মাঝে একটু পারফরম্যান্স চেক করার চেষ্টা করি মানে ১১০-১১৫ এমন স্পিড তুলি এতে কি আমার বাইকে বড় কোনো সমস্যা হবে বা ইঞ্জিনের কাজ কি দ্রুত আসবে আমি জিক্সার এফ আই এবিএস বাইকটা ইউজ করছি আর ফুল সিন্থেটিক মবিল দিয়ে ৩ হাজার কিলোমিটার এর মত চালাই
আমার আর একটা প্রশ্ন ভাইয়া একটা ইঞ্জিন অয়েল প্রবেশ করানোর পরে কত মাস রাখা যাবে? মানে হলো আমার বাইক কম চালানো হয় দৈনিক 5 থেকে 10 কিলোমিটার সেক্ষেত্রে 3000 কিলোমিটার হতে তো অনেক সময় লাগবে।
দাদা আমি FZS V2 সামনের Yahama Original ব্রেক শু পাল্টেছি কিন্তু ডিক্সে দাগ দাগ দেখাচ্ছে ও ব্রেক করলে খস খস আওয়াজ হচ্ছে। এটা কি নতুন বলে কি হচ্ছে? আমি কোলকাতা থেকে বলছি।
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে আপনার বাইকের সাথে দেওয়া ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে দেখুন। সেখানে পরিপূর্ণ নির্দেশনা দেওয়া রয়েছে। এরপর আপনি সিদ্ধান্ত নিবেন আপনার কি করা উচিত
ভাই, আমি হোন্ডা ড্রিম নিও ১১০ গাড়িটা নতুন কিনছি। এটাও কি প্রথমবার ১০০০ কিলো চালার পর ইঞ্জিন ওয়েল টা চেঞ্জ করতে হবে??? আর তারপর থেকে ৩০০০ হাজার পরপর চেঞ্জ করতে হবে??? প্লিজ জানাবেন?
প্রথম অবস্থায় আপনি স্বাভাবিক আর ১০ জনের মত প্রথাগতভাবে কয়েকটি ইঞ্জিন অয়েল পরিবর্তন করতেই পারেন কিন্তু কোম্পানি তার ম্যানুয়াল বইতে যেটি লিখে দিয়েছে সেটি হবে সঠিক নিয়ম। অনুগ্রহ করে আপনার বাইকের সাথে ম্যানুয়াল বইটি ভালো করে পড়ুন সেখানে বিস্তারিত তথ্য লেখা রয়েছে। এবং আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন আপনার জন্য কোনটা প্রয়োজন
Dhonnobad bhai ato din na jana fzs v3 bs6 a 7000km a 9 ta engine oil use korci
অই টাকা দিয়ে একটা নতুন ইঞ্জিন ই কিনে নিতে পারতেন!!!!
ভাই আপনার প্রতিতা ভিডিও শিক্ষনীয়❤️
আমি কোন প্রফেশনাল ইউটিউবার নয় তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমার যারা ভিডিও দেখবে তারা যাতে অন্তত আমার দ্বারা ক্ষতির সম্মুখীন না হয় যদি সম্ভব হয় তারা যাতে উপকার পেতে পারে সেজন্যই বাইক নিয়ে টুকিটাকি যখন ভিডিও তৈরি করি তখন এই ধরনের বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করি
ভিডিওটি যদি আরও দশজন বাইকারের উপকার হবে এরকমটা আপনি মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ❤️❤️
ভাই ঠিক বলেছেন। অসাধারণ ভিডিও।
মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি সকল বাইকারদের উদ্দেশ্যে একটা কথাই বলব আপনারা যে যে ব্র্যান্ডের বাইক ব্যবহার করেন না কেন বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইটা যদি ভালো করে একটু পড়েন সেখানে এমন তথ্য পাবেন যেই তথ্য জানার পরে বিশেষ কোনো জরুরি পরিস্থিতি ব্যাতিত মেক্সিমাম সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন।
এবং এমন এমন তথ্য জানতে পারবেন যেই তথ্যমত আপনি যদি বাইক রাইড করেন তাহলে আপনার বাইক রাইডিং হবে সবচেয়ে সাশ্রয় এবং সঠিক নিয়ম মেনে
ভিডিওটা অনেকের উপকারে আসবে যদি এরকম মনে হয় তবে অবশ্যই বাইকিং কমিউনিটির উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং এতে আমার নিজেরও কিছু উপকার হবে যেমন আমার ভিডিওতে কিছু বেশি ভিউ হবে।
কারণ আপনি এটা জানবেন ভালো কিছুতে ভিউ বেশি হয় না।
নোংরামি অসভ্যতামি বা মিথ্যা কথা সকল ভিডিওতে বেশি সেগুলোর ভিউ এখনকার জামানায় বেশি হয়।
তাই আমাদের মত ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটু সাপোর্ট করবেন
আপনার কথার দাম অনেক ভাই,,,,❤❤
মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি যদি মনে করেন ভিডিওটি আরো দশজন বাইকারের উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আমি বা আমরা কেউই চাই না বাইকাররা কখনো কোনভাবে প্রতারিত হোক
টিভিএস রেইডার এর ক্ষেত্রে একি হবে ভাই? আসলে আমার কাছে ম্যানুয়াল বইটা নাই, উপকার হত বললে
আপনি tvs কোম্পানির শোরুমে যে ম্যানুয়াল এর কথা বলেন তারা একটা বই আপনাকে এমনিতেই দিয়ে দিবে
১০০ভাগ সহমত প্রকাশ করছি
আপনার অতি মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আমাদের প্রত্যেকেরই উচিত বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে দেখা করে বাইকের টুকিটাকি মেইনটেনেন্স এর বিষয়গুলো আমরা খুব সহজে বুঝতে পারব এবং সঠিক তথ্যটি জানতে পারবো।
❤️❤️
Right Vai ❤ আমি আমার জিক্সারে ৩ হাজার কিমি পর পর ইঞ্জিন ওয়েল চেঞ্জ করি,(মিনারেল) । চলেছে ৯ হাজার কিমি: বাইকের পারফর্মেন্স আলহামদুলিল্লাহ সুপার!
আপনার জায়গায় অন্য কেউ হলে এই ৯ হাজার কিলোমিটারে কতগুলো ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে এবং কতগুলো টাকা তারা জলে ফেলতো সেটা কি একবারও চিন্তা করেছেন?
আমি কোন প্রফেশনাল ইউটিউবার নয় তবে শখের পাশে মাঝেমধ্যে বাইকের টুকটাক খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি বাইকিং কমিউনিটিতে সঠিক এবং সত্য কথাটি প্রচার করার জন্য। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন।
🫡🫡❤️
vi apnr ta ke monoton,,,, ami to full sinthehic use kori shell ar,,,,,terget 4k ba 5k ty change korar,,,,ata ke thik hby
@MdPolashHossain-pr2bf 4000 km
@@tanbirahmedbijoy2762 600 taka damer jeta seta
💝well said dada
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ❤️।
আমি নিজে অতি সাধারণ একজন বাইকার এবং একজন সাধারন বাইকের হিসেবে বাইকিং কমিউনিটিতে আমার কিছু অবদান থাকা উচিত তার জন্য আমি সবসময় চেষ্টা করি ভাইকিং কমিউনিটিতে যেটুকু সঠিক বা সত্য কথা সেটুকু শেয়ার করার জন্য।
যদিও আমি প্রফেশনাল কোন ইউটিউবার নয় তারপরও আমি আমার মত চেষ্টা করি সবার সামনে বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য।
যদি মনে করেন ভিডিওটি উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন
Go Ahead insha'Allah
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ একটি মন্তব্য করলেন ভাই জান । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤
ভাই আমার হিরো স্পেন্ডার প্লাস ২০২৪ মডেল ৭৫০০ কি:মি: চলছে এই নিয়ে ৫ বার চেঞ্জ করছি
আসলে কত কিলোমিটার পর পর চেঞ্জ করব বইতে লিখা ৩০০০ কিমি লিখা
আপনি প্রতি তিন হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন।
অনেক ধন্যবাদ ❤❤❤
মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার ভিডিও এর উপস্থাপনা খুবই সুন্দর
ভাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যদি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকবে।
Vaia ami tu Manuel boi to pai ni...
Amr fz v2 minerls 10w40 use kori akhn theke 3000 km por por engine use korbo...?? R oil filter koto km por use korbo..??? Ektu kindly bole diben vaia....🙏🙏🙏🙏🙏🙏
৩০০০ কিলো পর পর ইঞ্জিন অয়েল এবং ফিল্টার পরিবর্তন করতে হয়
@@RVBD engine gorom/sound kharap hye jabe na to.?
@mdabdurrahman7489 আপনি প্রতি ৫০০/১০০০ কিলোমিটার পর পর পরিবর্তন করবেন।
এতে ইঞ্জিনের সাউন্ড এর পরিবর্তন কোনভাবেই হবে না।
কিন্তু আপনি যদি ৩ হাজার কিলোমিটার চালান সে ক্ষেত্রে শেষের দিকে ইঞ্জিনের সাউন্ড কিছুটা রুক্ষ হতে পারে এবং এটা হওয়াটা একেবারেই স্বাভাবিক।
আপনি যখন এরপরে আবার নতুন ওয়েল রিফিল করবেন তখন সাউন্ড আবার আগের মতোই স্মুথ লেভেলে চলে আসবে এবং আপনি যখন সেটাও প্রায় তিন হাজারের কাছাকাছি চালিয়ে ফেলবেন তখন আস্তে আস্তে সাউন্ড একটু খারাপ হতে থাকবে।।
এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনার বাইকের ম্যানুয়াল বইটির স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এখন আপনার বাইক আপনি কোন ভাবে ব্যবহার করবেন এবং কোন ভাবে আপনার জন্য শাস্ত্রোয়ী হবে সেটা সিদ্ধান্ত একমাত্র আপনি নিবেন
@@RVBD ৩০০০ বলে এখন আবার ১০০০ বলতিছেন যে
আরে ভাই সহজ জিনিশ কঠিন ভাবে বুঝেন কেন?
আপনার ম্যানুয়ালে যা লেখা সেটাই চালাবেন।
আর যদি আপনি চান ৫০০/১০০০ এ পরিবর্তন করতে তা ও করতে পারেন।
ম্যানুয়ালে ৩০০০ লেখা থাকলে ৩০০০ চোখ বন্ধ করে চালাতে পারবেন।
২০০০ বা ২৫০০ + হলে দেখবেন ইঞ্জিনের সাউন্ড কিছুটা পরিবর্তন হবে। এটা খুব ই সাভাবিক। আবার নতুন অয়েল ভরলে আগের মত স্মুথ সাউন্ড চলে আসবে
ভাই, আমি আপনার মাধ্যমে অনেক উপকৃত হইছি।
আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনার কাজে কর্মে বরকত দান করুন।
ভাই আমার Whatsapp এর ডাটা ক্লিয়ার দেওয়ার কারণে সব চলে গেছে। নাম্বারটা যদি আরেকবার দিতেন ভালো হতো।
01539339303
Bhaiya , amr bike ar manual book ta hariye felechi. Apanar and amr bike same FZ V3 , tai amake ki manual book tar picture dile onek bhalo hoy.
আপনি যে কোন শোরুমে যেয়ে একটা বই নিয়ে আসুন ফ্রিতেই দিয়ে দিবে
আমি platina 110 কোন মবিল দেবো,, কতো গ্রেড
প্লাটিনা গাড়ির জন্য ২০ ৫০ গ্রেডের অয়েল কোম্পানির রিকমেন্ড অনুযায়ী পড়া উচিত তবে সে ক্ষেত্রে ২০-৫০ না পেলে ২০ ৪০ ও ব্যবহার করতে পারেন কোন ধরনের কোন সমস্যা নাই আবার আপনি যদি 20 40 হবে না থাকেন তাহলে ১০৪০ ১০ ৩০ যেকোনো একটা ব্যবহার করতে পারবেন।
শুধুমাত্র এই অয়েলের ভিতর ব্যবধান হচ্ছে ঘনত্ব যেটার কোনটা একটু পাতলা এবং কোনটা একটু ঘন।
আরে ঘনত্বের কারণে হয়তো ইঞ্জিন স্টার্ট এর সময় কিছুটা গড়বড় হয়ে থাকে বা হয়তো একটু ইঞ্জিন কিছু কিছু ক্ষেত্রে অন্য গ্রেট দিলে একটু খানি গরম হতে পারে কিন্তু এটা নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নাই।
আপনি যে গ্রেটের ওয়ে তেল ভরেন না কেন অবশ্যই আপনাকে অরিজিনাল ওয়েল পড়তে হবে এবং সঠিক সময়ে এবং ওয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।
কথাগুলো অনেক ভালো লাগলো ভাই চালিয়ে যান এরকম ভিডিও আরো দেবেন
অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন
আপনার মতামতের সাথে সহমত প্রকাশ করছি৷ সুজুকির ম্যানুয়াল বুকে পেলাম না কত কিলোমিটার পরপর পরিবর্তন করতে হবে৷ তবে আমি হিরোর ম্যানুয়াল বুকে পাইছি নির্দেশনা। ❤
সুজুকির ম্যানুয়াল গর ভিতরে একটি অপশন বা পাতা রয়েছে যেখানে লেখা রয়েছে periodic maintenance chart। সেই পাতাটা ভালো করে পড়ে দেখুন একেবারে গ্রাফ করে লেখা রয়েছে সেখানে কোনটা কবে কবে পরিবর্তন করতে হবে।
@@RVBDমটুল ৬০০ টাকার টা কত চালান যাবে?
@evillimon2307 ৩০০০+
accha vai kew kew bole bike calai ba na calai taw naki engine oil 3 mas por por naki change korte hoy?? But amar bike to basai pore thake ami 2-3 mas por por calai. Akhon amar kotha hocce ami calai ba na calai taw ki 3 mas por por change korw felbo??
এক্ষেত্রে একেক কোম্পানির নির্দেশনা একেক রকম হয়ে থাকে তবে ঘরে ঘরে ম্যাক্সিমাম কোম্পানির ম্যানুয়াল বইতে ইঞ্জিনিয়াররা এটাই লিখে দিয়েছে যেটা হচ্ছে আপনার গাড়ি চার মাস বা ছয় মাস অন্তর অন্তর পরিবর্তন করতে হবে যদি আপনি খুব কম পরিমাণ চালিয়ে থাকেন।
এক্ষেত্রে আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বইটা ভালো করে পড়ে দেখুন সেখানে মাস এবং কিলোমিটার দুটোর হিসাব আলাদা আলাদা ভাবে লেখা রয়েছে
@@RVBD ok thank you dada
Vai apnar manual book a pdf ta deya jabe
আপনি যে কোন ইয়ামাহা শোরুমে যে আপনার বাইকের মডেল নাম্বার বললে উনারা এমনিতেই ম্যানুয়াল বুক আপনাকে দিয়ে দিবে আশা করি একটা সংগ্রহ করে নিবেন
১২৫ সিসি কোন বাইক টা নিব জানাবেন ভাইয়া
cb shine sp
Raider
Saluto
Hero ignitor
Bhai ami daily amar suzuki Gixxer bike 5km er moto calano pore .. ekhetre koto km por ba kotodin por change korte hbe?
সে ক্ষেত্রে প্রতি চার মাস অন্তর অন্তর ইঞ্জিন অয়েল অথবা ৬ মাস অন্তর অন্তর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন।
তবে সবচেয়ে ভালো হচ্ছে ছয় মাস পর পরিবর্তন করা মানে বছরে দুইবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন
Right vijan❤
আপনার অতি মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
আপনি যদি মনে করেন ভিডিওটা কারো না কারো উপকারে আসবে তাহলে অবশ্যই বাইকিং কমিউনিটির স্বার্থে ভিডিওটা শেয়ার করবেন। ❤️। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইলো ।
ভাই কথা গুলো ভালো লাগলো একের ❤
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। অনুগ্রহ করে ভিডিও টা শেয়ার করবেন
❤❤❤
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ
ভাই ধন্যবাদ সঠিক কথা বলার জন্য
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ
Vai Amar gari r 1st engine oil korar por 300km cholche rrr 5 mant Bose chilo gari choleni ,, akhon ki engine oil change korte hobe nki???? Honda SP
বছরে ২ বার
Thanks vai
ভাই ❤️🙏, যদি মনে করেন ভিডিওটি অন্যান্য বাইকারের অনেক অনেক উপকারে আসবে তাহলে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করবেন এতে করে বাইকাররা উপকৃত হবে এবং আমার ভিডিওটিও আরো বেশি ভিউ পাবে ❤️❤️
অনেক সুন্দর আমিও এমনি ভাবতাম কার হাইস এগুলো অকটেনে চলে তারা যদি তিন থেকে ৫ হাজার কিলো চালায় এটার ইন্জিনতো ছোট সমস্যা নাই।
Thank you vai upokar hoilo video ta deikha💝
ভাই অনুগ্রহ করে ভিডিও টা শেয়ার দিবেন প্লিজ❤️❤️
ভাই, আমি একটি সেকেন্ডহ্যান্ড YAMAHA LIBERO G5 কিনেছি। এই মোটরসাইকেলে কোন গ্রেডের লুব্রিকেন্ট ব্যাবহার করবো?? জনালে উপকৃত হব। আমি কোন ইউজার ম্যানুয়াল পাইনি। লুবের গ্রেট কত ও কত কিলো পর পর চেঞ্জ করব জানাবেন দয়া করে।
২০/৪০, ২০/৫০, ১০/৪০ আপনি যেকোনো একটায় করতে পারেন কোন ধরনের কোন সমস্যা নেই।
তবে যেহেতু কার্বুরেটর ইঞ্জিন সে ক্ষেত্রে ২০ ৪০ অথবা ২০-৫০ গ্রেডটা ভরাই ভালো হবে
ন্যূনতম ৩ হাজার প্লাস চালাবেন বা চার হাজার পর্যন্ত চালাতে পারবেন নিঃসন্দেহে যদি অরিজিনাল অরিজিনাল হয়
Thanks you
মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
ভাই আমার ৩০০০ চালাতে মোটামুটি , ৫ থেকে ৬ মাস সময় লাগে এতে কি মুবিল এর কোন প্রবলেম হবে?
আপনার আগের কমেন্টের উত্তর দিয়েছি
Same amar o 3000 kilo pri 6month somoy lage
amr fz v2 koto kilo calabo?
৩০০০ কিলোমিটার চালাবেন। এরপর প্রতিবার ইঞ্জিনিয়ার পরিবর্তনের সময় একই সাথে ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করে নিবেন।
আর প্রত্যেকবার আপনি যদি ইঞ্জিনিয়ার ফিল্টার তিন হাজার কিলোমিটার পরপর পরিবর্তন করেন সেই ক্ষেত্রে ১০০ এম এল ইঞ্জিন অয়েল বেশি পরিমাণে দিতে হবে তার মানে প্রতি তিন হাজার কিলোমিটার অন্তর অন্তর আপনাকে ১১০০ মিলি করে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এবং একটি করে ইঞ্জিন অয়েল ফিল্টার ব্যবহার করতে হবে।
এ বিষয়ে আরো সু-স্পষ্ট ধারণা পেতে হলে অবশ্যই আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে দেখুন আশা করি নিজেই সবকিছু বুঝতে পারবেন
ভাই আমি সুজুকি হায়াতে ইপিতে ৯৬০ কিলোতে ১ম ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি।এখন কত কিলোতে ২য় টা চেঞ্জ করবো???আর প্রতিবার ফিল্টার চেঞ্জের সময় কি এক্সট্রা মোবিল দিতে হবে???জানাবেন প্লিজ।
অনুগ্রহ করে আপিনার ম্যানুয়াল বই পড়ুন।
সেটা পড়ার পরে যদি কোন বিষয়ে না বুঝেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন 01539339303
Sp বাইক নিয়েছি 4000+ কিলোমিটার চালিয়েছি এর মধ্যে দুইবার সার্ভিস করেছি। এখন কি আমার গাড়ির Engine oil পাল্টাতে হবে। দয়া করে রিপ্লাই দিবেন।
আপনার আগের কমেন্টে উত্তর দিয়ে দিয়েছি অনুগ্রহ করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন
ভাই ইউনুস ইঞ্জিন অয়েলের দাম কত?
৭০০ টাকার আসে পাসে
বাংলাদেশও
ভারতের😂পুরোমিলআছেতো
নতুন R15 কিনছি ব্রেকিং এর সব কিছু মেইন টেইন করছি শুধু স্টাট দেওয়ার সময় ১-২ মিনিট অপেক্ষা করা এটা করি নি, আর বেশিরভাগ সময় পিলিয়ন নিয়ে চালাইছি৷ আমি জানতে চাই নতুন বাইকের
কোন ক্ষতি হবে কিনা?
স্পোর্টস বাইকের ক্ষেত্রে কোন ধরনের কোন ব্রেকিং পিরিয়ড হয় না।
আপনি সিওর কি? সো রুম থেকে তো ব্রেকিং প্রিয়ড মানতে বলছে, আপনি একটু কস্ট করে সিওর হয়ে বলেন, এবং ধন্যবাদ আপনাকে
@mdrifatshubo3117 স্পোর্টস বাইকের ক্ষেত্রে কখনোই ব্রেক এন পিরিয়ড হয় না কারণ ওই বাইকগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে করে আপনি শোরুম থেকে নামেই স্পোর্টস মোডে বাইক রান করতে পারেন।
তবে ব্রেক ইন পিরিয়ড কম্পিউটার বাইকের ক্ষেত্রে হয়ে থাকে।
এখন কথা হচ্ছে কোম্পানি বলে নাই তার জন্য আপনি মানবেন না বিষয়টা আসলে এমন ও না।
যদি ব্রেকিং পিরিয়ড আপনি মানেন সেটা আপনার জন্য একটু ভালো হবে খারাপ হবে না।
আপনি আপনার বাইকের ম্যানুয়াল বইটা ভালো করে খুলে দেখুন সেখানে ব্রেকিং পিরিয়ডের যেই অধ্যায় রয়েছে সেই অধ্যায় বিস্তারিত বলা রয়েছে
ডিসকাভার ১১০ এ এয়ার ফিল্টার কত পর পর পরিবর্তন করতে হবে?
এটা নির্ভর করবে আপনি কোন রোড কন্ডিশনে চালাচ্ছেন তার উপরে। আপনি এমন একটা রোডের স্বাভাবিকভাবে বা রেগুলার চালাচ্ছেন যেখানে প্রচুর ধুলাবালি তাহলে কোম্পানি ম্যানুয়াল বইতে যত বইতে যত কিলোমিটার লিখে দিয়েছে তার আগেই আপনাকে পরিবর্তন করতে হবে।
আবার আপনি এমন রোডে চালান রেগুলার যেখানে ধুলাবালি নেই বললেই চলে একেবারে সুন্দর পরিবেশ তাহলে আপনি ম্যানুয়াল বইতে যত কিলোমিটার লেগেছে তার থেকে বেশি কিলোমিটারে চালাতে পারবেন।
এক্ষেত্রে মাঝে মাঝে আপনার এয়ার ফিল্টার খুলে স্বচক্ষে পরীক্ষা করে দেখবেন এয়ার ফিল্টের শুকনা এবং পরিষ্কার আছে কিনা।
ভাই আমি tvs metro plus special edition 110 cc বাইক চালাই আমার ম্যানুয়েল বইতে কোন ইন্জিন অয়েল ভরবো সেটা লেখা নাই আছে 10w30 তবে সিনথেটিক নাকি সেমি সিনথেটিক নাকি মেনারেল ইনজিন অয়েল সেটা লেখা নেই আমার বাইক ১০০০০ কিলো চলছে এখন আমি কি ইনজিন অয়েল ভরবো আপনি সাজেস্ট করলে উপকৃত হবো সেমি নাকি মিনারেল নাকি ফুল সিনথেটিক
ভাই আমিও এই বাইক ব্যাবহার করি । টিভিএস 10w30 রিকোমান্ড করে কিন্তু একটা টানা কিছুক্ষন চালালে সাউন্ড একটু খারাপ লাগে শুনতে । আমি তাই 20w40 ব্যাবহার করি এতে ইঞ্জিনের সাউন্ড ঠিক থাকে কিন্তু একটু পাওয়ার কম মনে হয়
প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান মতামতের জন্য বা মন্তব্যের জন্য।
সত্যি কথা বলতে আপনার ম্যানুয়াল বইতে যে গ্রেডের কথা লেখা রয়েছে সেই গ্রেড মেনটেন করে আপনি যে কোন ব্র্যান্ডের অরজিনাল এবং অথেন্টিক ওয়েল ভরতে পারবেন।
আপনি আবার আমাকে বলেছেন আপনি কোন ইঞ্জিনিয়ার ভরবেন সেটি মিনারেল নাকি সেমিনেশন্থেটিক নাকি ফুল সিনথেটিক অয়েল ভরবেন এর উত্তরে আমি আপনাকে বলব আপনি ৩ টার যেকোনোটাই ভরতে পারেন।
স্বামী সিন্থেটিক অথবা ফুল সিন্থেটিক এ গাড়ির এক্সেলারেশন পাওয়ার টা একটু ভালো পাবেন তবে সেটা আনুমানিক সর্বোচ্চ ৫০০ কিলোমিটার পর্যন্ত। এই ৫০০ বা ৭০০ কিলোমিটার পরে আর সেই সিনথেটিক বা সিনথেটিক অথবা সে মিসটি টিকেট সেই ফিল্টার থাকবে না এবং তখন সেটা মিনারেল এর মতই পারফরম্যান্স দিবে।
এবং আপনি যেই অয়েল বরেন না কেন আপনার ম্যানুয়াল বইতে যত কিলোমিটারের কথা লেখা রয়েছে তত কিলোমিটার পর সেমি সিন্থেটিক ফুল সিনথেটিক বা মিনারেল সব ওয়েল দিয়েই ঠিক কত কিলোমিটার আপনি চালাতে পারবেন
আপনি কোন বাইক ব্যাবহার করেন বিস্তারিত তথ্য জানান।
তবে যেহেতু আপনার বাইকের 1030 রিকমেন্ডেট অয়েল সেহেতু বাজারে ১০ চল্লিশ গ্রেটের ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণে অ্যাভেলেবল রয়েছে। আপনি নিশ্চিন্তে ১০৪০ অয়েলটা ব্যবহার করতে পারেন কারণ ১০-৩০ এবং ১০৪০ এর ব্যবধান শুধুমাত্র দশত্রিশ একটু ঘন এবং ১০ চল্লিশ একটু পাতলা।
এবং ১০৪০ ভরলে আপনি পারফরমেন্স আরো বেটার পাবেন
আর এখন যেহেতু ২০- ৪০ দিয়েছেন সেটাও কোন সমস্যা হবে না নিশ্চিন্তে চালাতে পারেন।
@@RVBD কিন্তু ভাইয়া এই গ্রেডে টিভিএস মেট্রো প্লাস বাইকের সাউন্ড একটা ২০-২৫ কিলো পর্যন্ত চালালে সাউন্ড টা খারাপ লাগে কেনো শুনতে ?
@@RVBD ভাইয়া আমি টিভিএস মেট্রো প্লাস ব্যাবহার করি । আমি বেশির ভাগ 20w40 ব্যাবহার করি । মাঝে মাঝে 10w30 যখন দেই তখন বাইকের টান রেডি পিকাপ টা একটু বেড়ে যায়, আর 20w40 তে টান একটু কম পাই। মনে হয় যেন ভারী লাগে ইঞ্জিন। তবে ইঞ্জিনের সাউন্ড ঠিক থাকে। এখন আমার কনফিউশন এটাই যে আমি কোনটাতে বেশি কমফোর্ট ফিল করবো ভাইয়া ?? প্লিজ ভাইয়া বলেন। খুবই প্রবলেম এ আছি একটা ভালো সিদ্ধান্তের জন্য
ভাই এসি আই হচ্ছে লবন কোম্পানি র বাইক এরা ডাকাত নয় ছয় বূঝায় আমি এসি আই আজীবন বয়কট বয়কট বয়কট আজীবন বয়কট
এসিআই এর মার্কেটিং পলিসি যথেষ্ট বাটপার লেভেলের। এরা প্রত্যেকটা শোরুমে টপ হিসেবে ব্যবহার করা হয় সুন্দরী সুন্দরী রমণী। এবং এসিআই মটরস সারা বাংলাদেশে তাদের yamaha রাইটিং ক্লাব নামে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
যদিও সাধারণ বাইকাররা মনে করে এটা খুবই আনন্দের একটা উৎসব কিন্তু বাস্তবে এই ধরনের রাইটিং ক্লাব বা রাইটিং গ্রুপগুলো তৈরি করার পিছনে যথেষ্ট মার্কেটিং পলিসি কাজ করে।
কারণ প্রত্যেকটা গ্রুপে যত বেশি লোক বেড়াতে পার পারা যাবে তত বেশি সেই লোকদেরকে দিয়ে ভিডিও করে অন্য লোকদেরকে প্রভাবিত করা যাবে।
বাস্তবে ইয়ামাহা পণ্য তুলনামূলক সম ক্যাটাগরির অন্যান্য ব্রান্ডের পণ্যের চেয়েও এখন অনেক নিম্নমানের হয়ে থাকে।
সত্যি কথা বলতে ই আমার পণ্য নিম্নমানের নয় কিন্তু এসিআই মটরস তাদের ঠিক রাখার জন্য পণ্যতে কিছু কাস্টমাইজেশন করে থাকে হয়তো।
Ami akmot.
ভাইয়া আমি সাধারণত জেন্টেল রাইড করি বাট ফাকা রাস্তা পেলে মাঝে মাঝে একটু পারফরম্যান্স চেক করার চেষ্টা করি মানে ১১০-১১৫ এমন স্পিড তুলি এতে কি আমার বাইকে বড় কোনো সমস্যা হবে বা ইঞ্জিনের কাজ কি দ্রুত আসবে আমি জিক্সার এফ আই এবিএস বাইকটা ইউজ করছি আর ফুল সিন্থেটিক মবিল দিয়ে ৩ হাজার কিলোমিটার এর মত চালাই
ভাই আপনার বলা কথাগুলো সময়ের সাথে নামক ফেসবুক পেজের ওই লোকের কথার সাথে হুবহু মিলা যাচ্ছে
হতে পারে!!
আমার আর একটা প্রশ্ন ভাইয়া
একটা ইঞ্জিন অয়েল প্রবেশ করানোর পরে কত মাস রাখা যাবে?
মানে হলো আমার বাইক কম চালানো হয় দৈনিক 5 থেকে 10 কিলোমিটার সেক্ষেত্রে 3000 কিলোমিটার হতে তো অনেক সময় লাগবে।
বছরে ২ বার পরিবর্তন করবেন। যেটা আগে আসে ৩০০০ কিলো অথবা ৬ মাস
Thanks bhaia
@chinmoyhalder6842 দাদা অনেক অনেক ধন্যবাদ❤️
১০০০ কিলো চালালেই তো ইঞ্জিন ওয়েল কালো হয়ে শেষ ওভাবে চালালে সমস্যা হবে না আমি তো ১২০০ করে চালাই মিনারেল Gsxr bike
আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বই টা আগে পরে দেখুন। এর পরে আমাকে নক করবেন।
@@RVBD বই দেই নি সাথে আমার গাড়িটা আনঅফিসিয়াল ঢাকা থেকে কেনা!
কোন সমস্যা নেই আপনি যে কোন সুজুকি শোরুমে যেয়ে ওই বাইকের একটা ম্যানুয়াল বই সংগ্রহ করে নিয়ে আসেন ওদের শোরুমের পর্যাপ্ত এই বই রয়েছে।
@@RVBD ও ধন্যবাদ 💞💖
আপনি বললেন না আপনি ৩০০০ কিলো পর পর যেটা চেঞ্জ করেন সেটা কি মিনারেল নাকি সিনথেটিক??
সবগুলা দিয়েই সমান দুরত্ব অতিক্রম করতে পারবেন।
ভাইয়া পালসার 150 2023 মডেল
আমি কি 20w50 এর পরিবর্তে 20w40 বা 10w40 grade er oil ব্যবহার করতে পারবো?
অবস্যই পারবেন
10w40 ভালো হবে নাকি 20w40?
ভাইয়া উওর দিলে উপকৃত হতাম
দুটাই ব্যাবহার করতে পারেন।
১০/৪০
২০/৪০
১০ এবং ২০ হচ্ছে নরমাল তাপমাত্রা
দাদা আমি FZS V2 সামনের Yahama Original ব্রেক শু পাল্টেছি কিন্তু ডিক্সে দাগ দাগ দেখাচ্ছে ও ব্রেক করলে খস খস আওয়াজ হচ্ছে। এটা কি নতুন বলে কি হচ্ছে? আমি কোলকাতা থেকে বলছি।
হতে পারে ব্রেক প্যাড দুই নাম্বার
ইঞ্জিন অয়েল ব্যবহার না করলেই তো হয় 🤣🤣
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে আপনার বাইকের সাথে দেওয়া ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে দেখুন। সেখানে পরিপূর্ণ নির্দেশনা দেওয়া রয়েছে।
এরপর আপনি সিদ্ধান্ত নিবেন আপনার কি করা উচিত
ভাই, আমি হোন্ডা ড্রিম নিও ১১০ গাড়িটা নতুন কিনছি। এটাও কি প্রথমবার ১০০০ কিলো চালার পর ইঞ্জিন ওয়েল টা চেঞ্জ করতে হবে??? আর তারপর থেকে ৩০০০ হাজার পরপর চেঞ্জ করতে হবে??? প্লিজ জানাবেন?
প্রথম অবস্থায় আপনি স্বাভাবিক আর ১০ জনের মত প্রথাগতভাবে কয়েকটি ইঞ্জিন অয়েল পরিবর্তন করতেই পারেন কিন্তু কোম্পানি তার ম্যানুয়াল বইতে যেটি লিখে দিয়েছে সেটি হবে সঠিক নিয়ম।
অনুগ্রহ করে আপনার বাইকের সাথে ম্যানুয়াল বইটি ভালো করে পড়ুন সেখানে বিস্তারিত তথ্য লেখা রয়েছে।
এবং আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন আপনার জন্য কোনটা প্রয়োজন