বাইকের ইঞ্জিন অয়েল (মবিল) নিয়ে সকল প্রশ্নের উত্তর জানতে চান??

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • যেহেতু এটি একটি টেকনিক্যাল ভিডিও তাই ভিডিওটি বিশাল লম্বা করে তৈরি করা যেখানে ইঞ্জিন অয়েলের সবগুলো তথ্য আপনারা পাবেন।
    আমরা যারা বাইক রাইডার রয়েছি তারা প্রায় প্রতিনিয়ত ইঞ্জিন অয়েল নিয়ে বিশাল একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ভুগে থাকি
    আমরা অনেক সময় বুঝতে পারিনা আমাদের বাইকের জন্য সঠিক ইঞ্জিন অয়েল কোনটা হবে এবং আমাদের বাইকের জন্য সঠিক ইঞ্জিন অয়েলের গ্রেড কোনটা হবে?
    আবার অনেকে সিনথেটিক সেমিসিনথেটিক মিনারেল
    ইত্যাদি ইঞ্জিন অয়েল নিয়েও দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগে থাকেন।
    কারো কারো মনে আবার প্রশ্ন থাকে আপনার গাড়ি কোন অবস্থায় কোন ইঞ্জিন অয়েল দিতে হবে সেটা নিয়েও আপনারা প্রশ্ন করে থাকেন।
    যেহেতু এটি একটি টেকনিক্যাল ভিডিও তাই ভিডিওটি বিশাল লম্বা করে তৈরি করা যেখানে ইঞ্জিন অয়েলের সবগুলো তথ্য আপনারা পাবেন।
    #engine #oil #ma

КОМЕНТАРІ • 70

  • @md.moshiurrahman9588
    @md.moshiurrahman9588 Місяць тому +1

    ভাই আপনার ভিডিও দেখে খুব উপকৃত হলাম। আমি অনেকদিন ধরে এমন ভিডিও খুজতেছিলাম।

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি অন্যান্য বাইকারদের স্বার্থে শেয়ার করে দিবেন

  • @alamgirhossain7931
    @alamgirhossain7931 Місяць тому +1

    আপনার কথা গুলো মোন ছুয়ে যায়❤আমি bajaj platina h gear 110 bike user আমি কোন মবিল আর কতো গ্রেড এবং কতো কিলো চালাতে পারবো,, বলেন প্লিজ,, অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি,,ধন্যবাদ,, ভালোবাসা নেবেন বগুড়া থেকে❤❤❤❤

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      20w50
      4000 Km

    • @alamgirhossain7931
      @alamgirhossain7931 Місяць тому +1

      @@RVBD কোন কম্পানি দিলে ভালো হবে

    • @RVBD
      @RVBD  Місяць тому

      @alamgirhossain7931 shell, motul, liquimoly, যে কোন একটা দিলেই হবে।

  • @cocfreaks8900
    @cocfreaks8900 Місяць тому +1

    Vi walton fusion 125 e kon mobile use korbo synthetic?

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      করতে পারেন।

  • @Shoppingbdcorner777
    @Shoppingbdcorner777 Місяць тому +1

    assalamu alaikum viya keeway rks 100 er ingin oil konta valo hobe ami jante chai

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      এ বিষয়ে সুস্পষ্ট তথ্য পেতে আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে দেখুন সেখানে বিস্তারিত সকল তথ্য কোনটা কবে কিভাবে কখন লাগাবেন অথবা পরিবর্তন করবেন সব তথ্য পেয়ে যাবেন।

  • @sanjoysarker7795
    @sanjoysarker7795 Місяць тому +1

    Informative....vdo

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধনবাদ দাদা

  • @mdbiplobhossain5494
    @mdbiplobhossain5494 Місяць тому +1

    ভাইয়া আমার সুজুকি আয়াতটি ইপি কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবো

  • @AminulIslam-ht8dz
    @AminulIslam-ht8dz День тому +1

    ভাই আপনার কাছ থেকে ইঞ্জিন অয়েল ক্রয় করতে চাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে দয়া করে একটু জানাবেন, আশা করছি আপনার কাছে থেকে অরজিনাল প্রোডাক্টটি পাবো।

    • @RVBD
      @RVBD  22 години тому +1

      ভাই আমি অনেক দূরে থাকি এবং আমি কখনোই ইঞ্জিন অয়েল বিক্রয়ের সাথে জড়িত নই।
      আপনার নিকটস্থ যে কোন অথরাইজ বা অরিজিনাল প্রোডাক্ট যেখানে পাওয়া যায় সে সকল দোকান থেকে যেকোন একটা ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল গ্রেড অনুযায়ী মিলিয়ে ভরতে পারেন

  • @Mdshariar-d3n
    @Mdshariar-d3n Місяць тому +1

    Pulser 150 sd te 10w40 grade ki use kora jabe? Bangladesh a to 20w50 use hoy, r india te 10w40 grade..

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      টেন ডাব্লিউ ফরটি অথবা ২০ w50 এসব গ্রেডের ভিতর তেমন একটা ব্যবধান নাই।
      তবে কার্বুরেটের গাড়ির ক্ষেত্রে টুয়েন্টি ডাব্লু ৫০ অথবা ২০ w4০ এই দুইটা গ্রেট ব্যবহার করাই উত্তম

  • @mdasifalmasud4988
    @mdasifalmasud4988 Місяць тому +1

    আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন করি আশা করি নিরোপেক্ষ উত্তর দিবেন,,,,, আসলেই কি জাপানি ব্রান্ডের বাইক এর সাথে ইন্ডিয়ান বাইকের কম্পেরিজন চলে,,, বা বাজেট বিবেচনায় জাপানি আর ইন্ডিয়ান ব্রান্ডের গাড়ির মধ্যে কোনটা নেওয়া বেশি যুক্তিযুক্ত

    • @RVBD
      @RVBD  Місяць тому +3

      খুব সহজে এই প্রশ্নটার আসলে উত্তর হবে না।
      যে মোটরসাইকেলগুলো সরাসরি জাপানে ম্যানুফ্যাকচার হতো অথবা এখনো জাপানে যে গাড়িগুলো তৈরি হয় সেগুলোর ইঞ্জিন বডি চ্যাসিস সবকিছুর কোয়ালিটি এ গ্রেডের হয়ে থাকে।
      এবং জাপান থেকে একটা বাইক বাংলাদেশের নিয়ে আসা পর্যন্ত সবকিছু মিলিয়ে প্রচুর টাকা খরচ হয়ে যায় বা বাইকের মূল্য আকাশচুম্বী হয়ে পড়ে।
      আবার বর্তমানে সুজুকি বা ইয়ামাহা জাপানি যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো বিভিন্ন দেশের তাদের সাব অফিস তৈরি করেছে যেমন ইয়ামাহা ইন্ডিয়া অথবা ইয়ামাহা ইন্দোনেশিয়া এরকম সুজুকি সহকারে অন্যান্য ব্র্যান্ডগুলো বিভিন্ন উপমহাদেশে আলাদা আলাদা ফ্যাক্টরি তৈরি করে থাকে।
      এবং ঐ সকল দেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর আর্থিক অবস্থা এবং কাস্টমারের পকেটের অবস্থা বিবেচনা করে মোটামুটি স্ট্যান্ডার্ড মানের একটা কোয়ালিটি মেন্টেন করে তারা বাইক ম্যানুফ্যাকচার করে থাকে সেইসব সাবরিজিয়নের জন্য।
      আসলে সরাসরি মেড ইন জাপান এবং জাপান টেকনোলজি দুটো একই জিনিস হলেও সামগ্রিক বিবেচনায় কখনোই এক নয়।
      জাপানের জন্য যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেই প্রোডাক্টগুলো মনে রাখবেন সব সময় ফার্স্ট ক্লাস গ্রেট এর হয়ে থাকে।
      কিন্তু সেই জাপান থেকেই যখন সাবরিজিয়নের জন্য আলাদা একটা এরিয়াতে তারা পণ্য তৈরি করে তখন এই পণ্যগুলো যেহেতু জাপানে ক্রয় বিক্রয় হবে না সেজন্য যে সকল এরিয়াতে পণ্যগুলো ক্রয় বিক্রয় হবে শেষে কল এরিয়ার বিবেচনায় কিছু কোস্ট কাটিং তারা করে করেই থাকে।
      আসলে এটার সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত যা এই কমেন্টে আসলে উল্লেখ করতে পারলাম না।

    • @mdasifalmasud4988
      @mdasifalmasud4988 Місяць тому

      ​​@@RVBDভাইয়া কখনো যদি সময় চান তাহলে এ বিষয় নিয়ে একটা ভিডিও করিয়েন আসলে মানুষ কনফিউজড কোন ব্রান্ডের গাড়ি তার বাজেট বিবেচনায় বেস্ট পারফরম্যান্স দিবে জাপানি নাকি ইন্ডিয়ান,,,, কয়েকদিন আগে আপনি একটা ভিডিও করেছিলেন Yamaha Fzs v3 আর N160 এই দুটির কম্পেরিজন,,,, কোয়ালিটি, কোয়ান্টিটি,লং লাস্টিং সব দিক বিবেচনা করলে ইন্ডিয়ান নাকি জাপানিজ কোন ব্রান্ডের গাড়ি মানুষের নেয়া উচিত,,, যেমন একজন লোকের বাজেট মনে করেন ২ লাখ ৮০ হাজার টাকা কিন্তু এ টাকায় জাপানিজ ব্রান্ড Fz,নাহলে Gixxer আর ইন্ডিয়ান ব্রান্ডে Pulsar N160,apache 4v fi abs আরও অনেক ফিউচারিস্টিক বাইক আছে,,, তাহলে কেনো মানুষ ভ্যালু ফর মানি বাইক বাদ দিয়ে জাপানিজ ব্রান্ড এর মান্ধাতা আমলে টেকনোলজির বাইক কিনবে আর কেনই বা দেশে জাপানিজ গাড়ি গুলোর রিসেল ভ্যালু এত বেশি আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি এই বিষয় নিয়ে একটা ভিডিও খুবই দরকার আমাদের দেশের মানুষ জাপানি ব্রান্ড আর ইন্ডিয়ান ব্রান্ড এর মধ্যে গাড়ি কেনার সময় অনেক সংশয়ে থাকে কোনটা নেয়া আসলে বেস্ট ডিসিশন হবে তার জন্য

  • @sbking1733
    @sbking1733 24 дні тому +1

    Shall advance ax5 20w50,,,,hipro mx5 20w50 kunta valo hobe pulsar 150 ug4 bike,,,normal chalai majhe majhe speeding kori

    • @RVBD
      @RVBD  24 дні тому +1

      দুটোই সনামধন্য বা বিখ্যাত কোম্পানি তবে আপনি দুটোরই ব্যবহার করতে পারেন।
      তবে আরো একটু পিউরিটি বিবেচনা করলে আমার কাছে মনে হয় সেলটা একটু ভালো হবে

  • @hasiburrahmannayem1067
    @hasiburrahmannayem1067 23 дні тому +1

    Fzs v1 ..2010 model
    Kon engine oil use korbo?

    • @RVBD
      @RVBD  23 дні тому +1

      20w40

  • @smrk6psjdjdhfhhchdh
    @smrk6psjdjdhfhhchdh 15 днів тому +1

    Motul full synthetic (France) dia 3000 chalabo...baas r kisu bujhio na shunio na.....sathe ekta lifetime oil filter ase....oita wd 40 dia clean kori😊bike fzsv3 bs6

    • @RVBD
      @RVBD  15 днів тому +1

      খুবি ভালো উদ্যোগ

  • @MdAburahen-e3b
    @MdAburahen-e3b 19 днів тому +1

    ভাইয়া জিস্কার মনটন নতুন বাইকের জন্য কোন ইনজিল ওয়েল ভালো

    • @RVBD
      @RVBD  19 днів тому +1

      দয়া করে আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বই পড়ে দেখুন

  • @md.moshiurrahman9588
    @md.moshiurrahman9588 Місяць тому +1

    pulsar 150 এর জন্য আমি কোন গ্রেডের টা ব্যবহার করব ভাই?

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      ২০w50

  • @mdzahurulislam2456
    @mdzahurulislam2456 18 днів тому +1

    dada amar pulser 150 cc bike ami ki hipro mx5 use kore parbo??

    • @RVBD
      @RVBD  18 днів тому +1

      20w50 গ্রেডের যে কোন অয়েল সেটা হোক হিপ্রো, হোক শেল, হোক মতুল যেকোনোটাই ব্যবহার করতে পারবেন

    • @mdzahurulislam2456
      @mdzahurulislam2456 18 днів тому +1

      @@RVBD thank you dada bujte parchi. But show room theke bole dtc i bebohar korte.ame age dts-i kortam akhon hipro use kori r 17-2000 km te change kore dei

    • @RVBD
      @RVBD  18 днів тому

      @mdzahurulislam2456 মিনিমাম্ন৩০০০ চালাবেন যেটাই ভরেন না কেন

    • @RVBD
      @RVBD  18 днів тому

      @mdzahurulislam2456 চোখ বন্ধ করে প্রতিটি অরিজিনাল ইঞ্জিন অয়েল দিয়ে আপনার গাড়িতে চার হাজার কিলোমিটার চালাতে পারবেন এটা আপনার ম্যানুয়াল বইতে লেখা রয়েছে।
      এক্ষেত্রে নিশ্চিত আপনি ৩৫০০ কিলোমিটার চালিয়ে প্রত্যেকটা ইঞ্জিন অয়েল ফেলে দিবেন।
      ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাকে সাপোর্ট করবেন

  • @AsaduzzamanAsad-o9t
    @AsaduzzamanAsad-o9t Місяць тому +1

    ধন্যবাদ ভাই

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      ওকে

  • @RakibulIslam-kn1ff
    @RakibulIslam-kn1ff Місяць тому +1

    Lml freedom 110 cc bike এ কি grade use korbo?

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      এ বিষয়ে সুস্পষ্ট ধারণা আমার নেই কারণ ওই বাইকের ইউজার ম্যানুয়াল বই আমার কাছে নেই।
      আপনি অনলাইনে সার্চ করে দেখতে পারেন ওই বাইকের জন্য রিকমেন্ড অয়েল গ্রেড কত।
      তবে যেহেতু কার্বুরেটর বাইক 20 w40 অথবা ২০w50 ব্যবহার করে দেখতে পারেন

  • @SohelRana-mj1bx
    @SohelRana-mj1bx 26 днів тому +1

    আমার সিটি বাজাজ ১০০ কোন মবিল ব্যবহার করব দয়া করে জানাবেন।।।

    • @RVBD
      @RVBD  26 днів тому +1

      20w50/ 20w40

  • @mdassaduzzaman5214
    @mdassaduzzaman5214 Місяць тому +1

    ভাই সুজুকি ১২৫ সিসি বাইকে মটুল ১০ও৪০ দিয়ে কত কিলোমিটার চালাবো? বললে উপকৃত হবো

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      এ বিষয়ে সুস্পষ্ট তথ্য আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইতে পেয়ে থাকবেন।
      যদি আপনার হাতের কাছে ইউজার ম্যানুয়াল বই না থাকে তাহলে আপনার বাইক যে কোম্পানি থেকে কিনেছেন সেই কোম্পানির শোরুমের যে একটি ইউজার ম্যানুয়াল বই সংগ্রহ করে নিবেন সেখানে বিস্তারিত তথ্য লেখা রয়েছে

  • @mhuniverse619
    @mhuniverse619 Місяць тому +1

    একটা ইঞ্জিন অয়েল এর মেয়াদ কতদিন থাকে বোতল জাত অবস্থায়...??
    বেশিরভাগ ইঞ্জিন অয়েল এর ক্ষেত্রে বোতলের গায়ে তৈরির তারিখ দেওয়া থাকে, কিন্তু মেয়াদ উত্তীর্ণের কোন তারিখ দেওয়া থাকে না।
    সেক্ষেত্রে মেয়াদ কতদিন ধরে নিতে পারি..?

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      এ বিষয়ে আসলে সুস্পষ্ট কোন নির্দেশনা কোথাও পাওয়া যায়নি।
      তবে কিছু কিছু ইঞ্জিন অয়েল বোতলজাত অবস্থায় তিন থেকে পাঁচ বছরের বেশি ভালো থাকে।
      আবার যখন ইঞ্জিন অয়েল আপনি বাইকের ভিতরে ভরে অন্তত একদিনও যদি চালিয়ে থাকেন সে ক্ষেত্রে অন্তত প্রতি চার মাস বা ছয় মাস অন্তর অন্তর পরিবর্তন করতে হয় বছরে দুইবার বা বছরে তিনবার

  • @TheJoysmith463
    @TheJoysmith463 Місяць тому +1

    আসসালামু আলাইকুম। ভাই আমার Yamaha fz16 2010 model 153 cc bike. ৪ বছর বন্ধ ছিল। আমি Motul 20w40 minurel use করেছি। ২০০ কিলোমিটার চালাচ্ছি। কিন্তু ইঞ্জিন অনেক gorom হচ্ছে। আমি কি করতে পারি?

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      এফ জেড সিরিজের কার্বুরেটর বাইকের জন্য টুয়েন্টি ডাবলু ৪০ হচ্ছে আদর্শ গ্রেড।
      আপনার বাইক গরমের পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে আপনি অভিজ্ঞ একজন টেকনিশিয়ানকে বাইকটি দেখান আশা করি তিনি সমাধান করে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন

  • @kobirhossain2692
    @kobirhossain2692 Місяць тому +1

    tvs 4v 160
    কোনটা মবিল ভালো হবে ভাই

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনার বাইকের সাথে থাকা ম্যানুয়াল বইতে লেখা রয়েছে সেটি পড়বেন এবং আপনার ম্যানুয়াল বইতে যেই গ্রেট এর কথা লেখা রয়েছে সিগারেট ঠিক রেখে যেকোন ভালো কোম্পানির ইঞ্জিন অয়েল ভরলেই হবে

  • @tawsifkhalasi6995
    @tawsifkhalasi6995 Місяць тому +1

    ভাই আমার ৩০০০ চালাতে মোটামুটি , ৫ থেকে ৬ মাস সময় লাগে এতে কি মুবিল এর কোন প্রবলেম হবে?

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      ৪ মাসে অথবা ৬ মাসে ১ বার পরিবর্তন করবেন।
      এ বিষয়ে সুস্পষ্ট তথ্য আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বইতে লেখা রয়েছে

    • @tawsifkhalasi6995
      @tawsifkhalasi6995 Місяць тому

      @@RVBD ThankThanks vhai

    • @tawsifkhalasi6995
      @tawsifkhalasi6995 Місяць тому

      @@RVBD Boi dey nai

  • @nazmulhudanasim5119
    @nazmulhudanasim5119 Місяць тому +1

    ভাই ১১০ সিসি টিভিএস মোটরসাইকেলে কি ফুল সেনথিটিক মবিল ভরা জাবে

    • @RVBD
      @RVBD  Місяць тому +2

      জি অবস্যই যাবে। তবে আপনাকে গ্রেড ঠিক রাখতে হবে। এবং অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যেই ইঞ্জিন অয়েল ভরতেছেন সেটি হান্ডেট পার্সেন্ট জেনুইন কিনা

    • @nazmulhudanasim5119
      @nazmulhudanasim5119 Місяць тому +1

      @@RVBD ধন্যবাদ

    • @RVBD
      @RVBD  Місяць тому +2

      @nazmulhudanasim5119 আপনার মতে ভিডিওটি আরো বাইকারের উপকারে যদি আসবে বলে মনে করেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন

  • @md.moshiurrahman9588
    @md.moshiurrahman9588 Місяць тому +1

    আমি এখন সুপার ফোরটি ইউজ করছি তবে সামনে মটুল ইউজ করার ইচ্ছে আছে।

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      Shell or motul এর ২০w50 ইউজ করবেন

  • @saikatahmed6237
    @saikatahmed6237 Місяць тому +1

    Motul er website link ace

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      মতুল এর বাংলাদেশের মাদার সেলার নাই

  • @AbuSaleh-r3p
    @AbuSaleh-r3p 19 годин тому +1

    টোটাল নাই

    • @RVBD
      @RVBD  6 годин тому +1

      টোটালের অরিজিনাল পণ্য অনেক অনেক ভালো কিন্তু আমি যে দোকান থেকে ভিডিও করেছিলাম সেই দোকানে টোটাল এর পণ্য নেই

  • @MDfokrulHasan-c2k
    @MDfokrulHasan-c2k 6 днів тому +1

    ভাই রানার ১১০ সিসি কোনটা ব্যবহার করা যায়

    • @RVBD
      @RVBD  6 днів тому +1

      ভাই এই গাড়িতে আপনি যেকোনো একটা দিলেই হবে তবে 20/40 অথবা 20-50 দিতে পারেন

    • @MDfokrulHasan-c2k
      @MDfokrulHasan-c2k 6 днів тому

      দাম কত হবে

  • @RajuAhmed-cp7pl
    @RajuAhmed-cp7pl Місяць тому +2

    আমি মিনারেল সেমিসিন্থেটিক যেটাই ভরি না কেনো ১৭০০-১৮০০ কিলোর ভিতরে মবিল পাল্টাই সবসময় চাইলে আরও বেশি চালানো যায়

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @lovefish6773
    @lovefish6773 Місяць тому +1

    Price bolle valo hoto

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান মতামতের জন্য।
      দেখুন পণ্যের মূল্য কখনোই এক থাকে না যার জন্য ভিডিওতে আমি কখনোই কোন পণ্যের মূল্য বলি না এবং স্থান কার পাত্র ভেদে একই পণ্যের মূল্য ভিন্ন হয়ে থাকে।
      আপনারা যখন পণ্য ক্রয় করবেন তখন আপনি যাদের কাছ থেকে ক্রয় করবেন তাদের কাছ থেকে মূল্য জেনে নেবেন