কি অসম্ভব যুগোপযোগী ব্যাখ্যা। এইভাবে যুগে যুগে সময় অনুযায়ী ব্যাখ্যা যারা করেছেন এবং মানুষের হৃদয় ছুঁয়েছেন, তাঁদের অপেক্ষায় সাধারণ মানুষ বসে থাকি। শুধু এই জ্ঞান যদি জীবনের শুরুতে পেতাম, অনেক ভুল হয়তো এড়ানো যেত। 🙏 প্রণাম নেবেন। Dr. Mahuya
আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই । আমার মনটা ভরে আপনার কথা শুনে । সত্যিই আপনার মতো একজন জ্ঞানী মানুষের কাছে কর্মের ব্যাপারে এতোটা জোর দিয়ে বলতে শুনে খুব ভালো লাগলো ।
এই ভাবেই আরো শিখবো স্যার। শেখাতে থাকবেন। আপনার কাছ থেকে ক্লাসরুমের বেঞ্চ এ বসে শিখতে পারি নি। এখন তো শিখছি। আপনি শেখান স্যার। আপনার অনুগ্রহ। ধন্যবাদ স্যার।
আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি এরকম ভাবতাম। এখন নিশ্চিত হলাম। আপনাকে আমার আবারও শতকোটি প্রণাম। গুরুমশাই আমার একটা জিজ্ঞাসা আছে। আপনি অনুমতি দিলেন এই বিশ্বাস নিয়ে প্রশ্নটা করছি। এই যে আমরা কথা বলার সময় বলি অমুক অঞ্চলে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। আমরা যুদ্ধ শব্দের সাথে বিগ্রহ শব্দকে যুক্ত করে যুদ্ধ বিগ্রহ কেন বলি। আপনাকে শ্রদ্ধা নিবেদন করলাম।
স্যার আপনি যখন নবদ্বীপ কলেজে অধ্যাপনা করতেন ১৯৭৭/১৯৭৮সালে তখন আমি ঐ কলেজে সঙ্স্কৃত অনার্স এর ছাত্রী ছিলাম। আপনার জ্ঞান ও পান্ডিত্য এ একেবারে মুগ্ধ ছিলাম। এখনও আমার আমরা ভিডিও গুলো মন দিয়ে শুনি এবং সমৃদ্ধ হ ই।কী অগাধ জ্ঞান আপনার! স্যার আপনি দীর্ঘ জীবী হোন।এই বাঙলায় আপনার মতো পন্ডিত বিরল
I believe theology is often ruled by some kind of divine justice. Whatever may seem like abundance, will eventually have a reason. And the injustice of fate may have a logical reason in the long run. The entire narrative of the Mahabharata has clearly exemplified this. Karma matters always.
বিনম্র শ্রদ্ধার সাথে আপনাকে কতগুলো প্রশ্ন করছি। আপনি বলছেন ভগবান আমাদের বুদ্ধি দেয় এবং যে যেরকম ভগবান সেই অনুসারে বুদ্ধি প্রদান করেন। মানুষ জন্মেই খারাপ বা ভালো হয়ে যায় না।কোন মানুষ খারাপ পথে চলবে না ভালো পথে চলবে সেই বুদ্ধি কে প্রদান করে?যদি সেক্ষেত্রেও ভগবান বুদ্ধি প্রদান করে তাহলে এটা বলা যায় কি একটা মানুষ খারাপ বা ভালো হওয়ার পেছনে ভগবান দায়ী? কালিদাস একদিনে মহামূর্খ থেকে পন্ডিত হয়ে যায়নি অধ্যাবস্যার মাধ্যমে মহাপন্ডিত হয়েছেন এ কথা মেনে নিচ্ছি। কিন্তু তার জীবনে হঠাৎ এই শাস্ত্র অধ্যয়নের প্রতি যে আকর্ষণ সেই বুদ্ধি কোথা থেকে এলো কারণ তিনি তো জানতেন না বিদ্যার মর্ম। দস্যু রত্নাকর যে কিনা রক্ত ছাড়া কিছুই বুঝতো না হিসাব মতন তার মধ্যে তো আরো বিধ্বংসী চিন্তাভাবনা আসার কথা ছিল আরো নির্মম বুদ্ধি। তারমধ্যে সৎচিন্তার চিন্তা ভাবনা কি করে এলো? তাহলে কি ভগবান ব্যক্তি বিশেষে বুদ্ধি প্রদান করে? দস্যু অঙ্গুরীমাল, যে কিনা বুদ্ধের সংস্পর্শে আসা মাত্র তার চৈতন্য হয়। নরেন্দ্রনাথ এর মতো নাস্তিক লোকও রামকৃষ্ণের সংস্পর্শে এসে বিবেকানন্দে পরিণত হয়।আমরা যে সমস্ত মানুষেরা মন্দ বা হীন বুদ্ধিসম্পন্ন সেই সমস্ত মানুষদেরকে কি তবে ভগবান সুবুদ্ধি কোনদিনই প্রদান করবে না?
গীতার মধ্যে কৃষ্ণ বলেছেন, যে সমস্ত ব্যাক্তি পূর্ণরূপে কৃষ্ণে আত্মাসমর্পন করে তাদেরকে তিনি বিশেষ বুদ্ধি প্রদান করে,যাতে করে তারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায়।এটা সকলের জন্য নয়। যারা নিজেকে স্বতন্ত্র করে রাখে তাদের বুদ্ধিকে ভগবান প্রভাবিত করেন না। ❤
@@ShawonChowdhury-p8tআপনি গীতা পাঠ করেছেন এবং আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণও করেছেন, তিনি নিশ্চয়ই আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শ্রবন করে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে নিজের প্রান দিয়ে ছিল, সুভাষচন্দ্র বসু যেমন দেশের কাজে নিজেকে উৎসর্গ করেছিল আপনি আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে কি করেছেন বলুন আমাদের যাতে আমরাও আপনার সুবুদ্ধি দেখে উবুদ্ধ হই।
@@ShawonChowdhury-p8tআপনি গীতা পাঠ করেছেন এবং আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণও করেছেন, তিনি নিশ্চয়ই আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শ্রবন করে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে নিজের প্রান দিয়ে ছিল, সুভাষচন্দ্র বসু যেমন দেশের কাজে নিজেকে উৎসর্গ করেছিল আপনি আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে কি করেছেন বলুন আমাদের যাতে আমরাও আপনার সুবুদ্ধি দেখে উবুদ্ধ হই।
আপনি গীতা পড়েছেন। আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে পূর্ণ রূপে সমর্পন করেছেন এবং তিনি আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শুনে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে দেশের জন্য প্রাণ দিয়েছিল, গীতার দ্বারা অনুপ্রাণিত হয়ে সুভাষচন্দ্র বসু নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের সেবার জন্য, আপনি কি করেছেন আমাদের বলুন আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে, যাতে আমারাও উদবুদ্ধ হতে পারি।
@@ShawonChowdhury-p8tআপনি গীতা পড়েছেন। আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে পূর্ণ রূপে সমর্পন করেছেন এবং তিনি আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শুনে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে দেশের জন্য প্রাণ দিয়েছিল, গীতার দ্বারা অনুপ্রাণিত হয়ে সুভাষচন্দ্র বসু নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের সেবার জন্য, আপনি কি করেছেন আমাদের বলুন আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে, যাতে আমারাও উদবুদ্ধ হতে পারি।
স্বাধীনতা বিষয় কে এতদিন একভাবেই জানতাম বুঝতাম। কিন্তু এই "স্বাধীনতা" শব্দের প্রকৃত অর্থ যে বৃহৎ অর্থরের অধিকারী সেটা আজকের আলোচনা না শুনলে কোনদিনই জানা হতো না। প্রণাম রইলো। শুভ রাত্রি।
সশ্রদ্ধ কৃতজ্ঞতা ঞ্জাপন করি। জন্মমৃত্যু,পাপপুন্য,কর্মবিকর্ম সম্পর্কে বস্তুনিষ্ঠ আলোচনা অত্যন্ত মনোগ্রাহী।স্বরাজ মানুষের জন্মগত অধিকার কিন্ত দূর্নিতীগ্রস্হ শাষকশ্রেনীর দাপটে অনেকেই উপযুক্ত কর্মের অধিকার থেকে বঞ্চিত হয়,তাও কি অদৃষ্ট?
অবনত মস্তকে প্রণাম জানাই। আপনি হলেন উত্তম গুরু। এবার একটি প্রার্থনা জানাই।কথামৃতে ঠাকুর বলেছেন "সময় না হলে হয়না ।" এবং বিদ্যাসাগর মহাশয় কে বলেছিলেন "শক্তি"র কথা। এই দুটি বিষয় অনুগ্ৰহ করে ব্যাখ্যা করে দিন।
Everybody is suffering from the most pivotal disease of the sense of ' I '. One who can be in a state of without ego is capable of visualising almighty God . But this is an uphill task .
আমি মুসলিম আমার একটা প্রশ্ন কেউ আমাকে এর উত্তর দিবেন দয়া করে। জানার জন্য প্রশ্নটা করছি। আমার জানা মতে আপনাদের ভগবান অনেক জন যেমন শ্রীকৃষ্ণ/ রাম আরও অনেকে আমার প্রশ্ন আপনারা জখন ভগবানের নাম নেন তখন এক জন কে স্মরণ করেন যেমন হে ভগবান আমাকে রক্ষা করুন। উনি কে কেনো বলেন্না হে ভগবান রা আমাকে রক্ষা করুন?
I am listening to your discussion of ultimate truth from the Veda and the gita.can we have the same truth from the Bible and the koran or torah?comparative discussion is heartily expected from our great sir.wish your long life.
আমার প্রণাম নেবেন। আপনার বক্তব্য শুনে শুনে কত যে সমৃদ্ধ হচ্ছি তা বলে বোঝাতে পারব না। আমার একটা প্রশ্ন আছে-- অষ্টাদশ পুরাণে র যে ক্রম আছে সেই অনুযায়ী ব্রহ্ম পুরাণ প্রথম। অথচ পুরাণ আলোচনা করতে গিয়ে সবাই বিষ্ণু, বায়ু, মৎস্য ও আরো কিছু পুরাণের কথা বারবার বলে কিন্তু ব্রহ্ম পুরাণে র কথা কাউকে বলতে শুনিনা। কেন?
Ami apnar episode dekhe thaki ,khub valo .Amar ekta prasno ache, Amar Baba ,Sanskrit er teacher chilen ,tarkoratnatarkotirtho upadhi peyechilen puja niye besto thakten , Baba r mritu r ek saptaho agei bolechilen , je Baba r samay hoye geche ,chole jabar ei prithibi thake and Amar Ma ke bolechilen , je upor e jabar por ek bochorer madhye, Ma ke niye jaben . Baba t mrityu r por ekbochorer modhye Ma er o mrituy hot.Amar prasno, manys ki jante pare je ,jabar samay and Ma ke o niye jabar je katha bolechilen , sei khamata ki mritur pore o ki akarsaon thake?
খুব সুন্দর ব্যাক্ষা কর্ম এবং বুদ্ধিযোগের। একটি প্রশ্ন আছে, ভক্তিযোগ কি কর্ম ত্যাগের কথা বলে না, কর্মে আসক্তি ত্যাগের কথা বলে, না কি উভয় ত্যাগের কথাই বলে?
দাদা,আমার মূর্খামি ক্ষমা করবেন।তবু নিজে যেটুকু সহজে বুঝেছি,কর্মহীন জীবন অর্থহীন।তাই,কর্ম করে যেতে হবে।তবে,কর্মের প্রতি আসক্তি ও কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে।যদিও সেটি প্রায় অসম্ভব 🙏🏻
De basis of His choice 2 grant anything ... Pure intelligence or ultimate freedom, deliverance frm ignorance etc is obviously linked with de state of purity of our Karma - in thought, word & deed. So our forefathers from inception chanted de Gayatri Mantra , passing it down 2us i feel 😊
অসাধারণ অপূর্ব বলেছেন।
আপনি আমার প্রণাম নেবেন।
হরে কৃষ্ণ হরে রাম
জগন্নাথ সুভদ্রা বলরাম
কি অসম্ভব যুগোপযোগী ব্যাখ্যা। এইভাবে যুগে যুগে সময় অনুযায়ী ব্যাখ্যা যারা করেছেন এবং মানুষের হৃদয় ছুঁয়েছেন, তাঁদের অপেক্ষায় সাধারণ মানুষ বসে থাকি। শুধু এই জ্ঞান যদি জীবনের শুরুতে পেতাম, অনেক ভুল হয়তো এড়ানো যেত। 🙏
প্রণাম নেবেন।
Dr. Mahuya
আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই । আমার মনটা ভরে আপনার কথা শুনে । সত্যিই আপনার মতো একজন জ্ঞানী মানুষের কাছে কর্মের ব্যাপারে এতোটা জোর দিয়ে বলতে শুনে খুব ভালো লাগলো ।
এই ভাবেই আরো শিখবো স্যার। শেখাতে থাকবেন। আপনার কাছ থেকে ক্লাসরুমের বেঞ্চ এ বসে শিখতে পারি নি। এখন তো শিখছি। আপনি শেখান স্যার। আপনার অনুগ্রহ। ধন্যবাদ স্যার।
প্রত্যেক টি যুক্তিপূর্ণ কথা আমার মনোগ্রাহী হল। আমার প্রশ্নের উত্তর আমি পাচ্ছি। সমৃদ্ধ হলাম। প্রণাম নেবেন।
অসম্ভব সুন্দর এক ভালো লাগায় মন ভরে ওঠে । অনেক অনেক প্রনাম জানাই আপনাকে। সুস্থ থাকুন ভালো থাকুন।
এতো সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ মন আপনা থেকেই একেবারে নিবিষ্ট হয়ে যাচ্ছে। আমি বরাবর কর্ম মানি আজ তার যথার্থ যুক্তি পেলার 🙏
খুব ভালো লাগলো। গীতা এমন একটি গ্রন্থ যার সঠিক ব্যাখ্যা অনেকেই করতে পারেন না। আপনার বিশ্লেষণ শুনলে মনে প্রত্যয় আসে।
প্রণাম রইলো।
শুভ রাত্রি।
Excellent sir.Everyday we like to enrich ourselves by your gita talks.Namaste.
কি যে অসাধারণ ব্যাখ্যা , কি যে ভালো লাগলো। আপনার সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করি। আমাদের মনের অন্ধকার দিকগুলো এভাবে আলোকিত করুন 🙏🙏
প্রণাম মহাত্মা।
11th
মনকে প্রশান্ত করে দিল। ধন্যবাদ।
আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি এরকম ভাবতাম। এখন নিশ্চিত হলাম। আপনাকে আমার আবারও শতকোটি প্রণাম। গুরুমশাই আমার একটা জিজ্ঞাসা আছে। আপনি অনুমতি দিলেন এই বিশ্বাস নিয়ে প্রশ্নটা করছি। এই যে আমরা কথা বলার সময় বলি অমুক অঞ্চলে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। আমরা যুদ্ধ শব্দের সাথে বিগ্রহ শব্দকে যুক্ত করে যুদ্ধ বিগ্রহ কেন বলি। আপনাকে শ্রদ্ধা নিবেদন করলাম।
বিগ্রহ? না বিদ্রোহ?
Khub sundor bisleson
Apurbo Anabadyo
অসাধারণ অনবদ্য বিশ্লেষন। সমৃদ্ধ হলাম। অপেক্ষায় আছি আরও কিছু শোনার জানার
খুব মনোগ্রাহী আলোচনা। অনেক কিছু জানলাম।
সুন্দর মনোগ্রাহী আলোচনা। প্রণাম নেবেন।
সম্পূর্ন শরণাগতি 🙏
স্যার আপনি যখন নবদ্বীপ কলেজে অধ্যাপনা করতেন ১৯৭৭/১৯৭৮সালে তখন আমি ঐ কলেজে সঙ্স্কৃত অনার্স এর ছাত্রী ছিলাম। আপনার জ্ঞান ও পান্ডিত্য এ একেবারে মুগ্ধ ছিলাম। এখনও আমার আমরা ভিডিও গুলো মন দিয়ে শুনি এবং সমৃদ্ধ হ ই।কী অগাধ জ্ঞান আপনার! স্যার আপনি দীর্ঘ জীবী হোন।এই বাঙলায় আপনার মতো পন্ডিত বিরল
কি অপূর্ব একটা episode.....
অনেক ভাবনার দিগন্ত খুলে দিলেন, আমি সব সময়ই Time , situation কে গুরুত্ব দিয়ে এসেছি...
🙏😊 এতো সুন্দরভাবে বলছেন, খুব ভালো লাগছে❤। অসংখ্য ধন্যবাদ 😊, খুব ভালো থাকেন ❤
কি অসাধারণ বললেন। আপনার চরণে কোটি প্রণাম।
Anal Haq. Aham Bramhasmi. Yahweh. Ek Omkarae. Buddhang Saranang Gachhami, Om Shadashivay 🙏🙏🙏
Actual right beautiful speech. What a beautiful Speech.. Aha. Pranam Sir Ji
প্রণিপাত SIR অসম্ভব সুন্দর ছিল কিন্তু এপিসোড টা অসংখ্য দন্যবাদ আপনাকে SIR 🙏🙏🙏
I believe theology is often ruled by some kind of divine justice. Whatever may seem like abundance, will eventually have a reason. And the injustice of fate may have a logical reason in the long run. The entire narrative of the Mahabharata has clearly exemplified this. Karma matters always.
GOD IS THE CREATOR OF EVERY THING IN THE UNIVERSF.WE SHOULD GUIDE OUR KARMA AS STIPULATED IN OUR SHASTRAS.
এই প্রশ্ন আমার মনে ছোটো থেকেই ছিলো পড়ে আরো কৌতূহল তৈরি হয়েছিল আপনার এই ভিডিও সেই কৌতূহল মিটিয়ে নিলো । ভালো থাকবেন
একদম খাঁটি কথা আমি এক মত
প্রণাম নেবেন
Apurbo
Khub valo laglo alochonati.
Apnake dekhle sradhha e mon bhore jay.
অঘটনঘটনপটীয়সি যোগমায়া ❤❤
অপূর্ব সুন্দর
স্যার ষড়রিপু সম্বন্ধে একটি ভিডিও বানাবেন❤
স্যার আপনাকে শতকোটি প্রণাম , আপনি সর্বদা সুস্থ থাকুন এবং আমাদের এইভাবে সমৃদ্ধ করুন. আপনার সাথে আমি দেখা করতে চাই শুধু মাত্র ৫ মিনিটস স্যার.🙏🙏🙏🙏
Absolute true. Many thanks.
মুগ্ধ হয়ে শুনলাম।
অনবদ্য,সমৃদ্ধ হলাম প্রণাম
Asadaran 👌Amazing 👌May you live long with your great deeds 🙏
ধন্য হলাম। প্রণাম নিবেন।
বিনম্র শ্রদ্ধার সাথে আপনাকে কতগুলো প্রশ্ন করছি। আপনি বলছেন ভগবান আমাদের বুদ্ধি দেয় এবং যে যেরকম ভগবান সেই অনুসারে বুদ্ধি প্রদান করেন। মানুষ জন্মেই খারাপ বা ভালো হয়ে যায় না।কোন মানুষ খারাপ পথে চলবে না ভালো পথে চলবে সেই বুদ্ধি কে প্রদান করে?যদি সেক্ষেত্রেও ভগবান বুদ্ধি প্রদান করে তাহলে এটা বলা যায় কি একটা মানুষ খারাপ বা ভালো হওয়ার পেছনে ভগবান দায়ী? কালিদাস একদিনে মহামূর্খ থেকে পন্ডিত হয়ে যায়নি অধ্যাবস্যার মাধ্যমে মহাপন্ডিত হয়েছেন এ কথা মেনে নিচ্ছি। কিন্তু তার জীবনে হঠাৎ এই শাস্ত্র অধ্যয়নের প্রতি যে আকর্ষণ সেই বুদ্ধি কোথা থেকে এলো কারণ তিনি তো জানতেন না বিদ্যার মর্ম। দস্যু রত্নাকর যে কিনা রক্ত ছাড়া কিছুই বুঝতো না হিসাব মতন তার মধ্যে তো আরো বিধ্বংসী চিন্তাভাবনা আসার কথা ছিল আরো নির্মম বুদ্ধি। তারমধ্যে সৎচিন্তার চিন্তা ভাবনা কি করে এলো? তাহলে কি ভগবান ব্যক্তি বিশেষে বুদ্ধি প্রদান করে? দস্যু অঙ্গুরীমাল, যে কিনা বুদ্ধের সংস্পর্শে আসা মাত্র তার চৈতন্য হয়। নরেন্দ্রনাথ এর মতো নাস্তিক লোকও রামকৃষ্ণের সংস্পর্শে এসে বিবেকানন্দে পরিণত হয়।আমরা যে সমস্ত মানুষেরা মন্দ বা হীন বুদ্ধিসম্পন্ন সেই সমস্ত মানুষদেরকে কি তবে ভগবান সুবুদ্ধি কোনদিনই প্রদান করবে না?
গীতার মধ্যে কৃষ্ণ বলেছেন, যে সমস্ত ব্যাক্তি পূর্ণরূপে কৃষ্ণে আত্মাসমর্পন করে তাদেরকে তিনি বিশেষ বুদ্ধি প্রদান করে,যাতে করে তারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায়।এটা সকলের জন্য নয়। যারা নিজেকে স্বতন্ত্র করে রাখে তাদের বুদ্ধিকে ভগবান প্রভাবিত করেন না। ❤
@@ShawonChowdhury-p8tআপনি গীতা পাঠ করেছেন এবং আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণও করেছেন, তিনি নিশ্চয়ই আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শ্রবন করে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে নিজের প্রান দিয়ে ছিল, সুভাষচন্দ্র বসু যেমন দেশের কাজে নিজেকে উৎসর্গ করেছিল আপনি আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে কি করেছেন বলুন আমাদের যাতে আমরাও আপনার সুবুদ্ধি দেখে উবুদ্ধ হই।
@@ShawonChowdhury-p8tআপনি গীতা পাঠ করেছেন এবং আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণও করেছেন, তিনি নিশ্চয়ই আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শ্রবন করে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে নিজের প্রান দিয়ে ছিল, সুভাষচন্দ্র বসু যেমন দেশের কাজে নিজেকে উৎসর্গ করেছিল আপনি আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে কি করেছেন বলুন আমাদের যাতে আমরাও আপনার সুবুদ্ধি দেখে উবুদ্ধ হই।
আপনি গীতা পড়েছেন। আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে পূর্ণ রূপে সমর্পন করেছেন এবং তিনি আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শুনে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে দেশের জন্য প্রাণ দিয়েছিল, গীতার দ্বারা অনুপ্রাণিত হয়ে সুভাষচন্দ্র বসু নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের সেবার জন্য, আপনি কি করেছেন আমাদের বলুন আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে, যাতে আমারাও উদবুদ্ধ হতে পারি।
@@ShawonChowdhury-p8tআপনি গীতা পড়েছেন। আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে পূর্ণ রূপে সমর্পন করেছেন এবং তিনি আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শুনে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে দেশের জন্য প্রাণ দিয়েছিল, গীতার দ্বারা অনুপ্রাণিত হয়ে সুভাষচন্দ্র বসু নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের সেবার জন্য, আপনি কি করেছেন আমাদের বলুন আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে, যাতে আমারাও উদবুদ্ধ হতে পারি।
He Mahatma apnake sasradha pronam
স্বাধীনতা বিষয় কে এতদিন একভাবেই জানতাম বুঝতাম। কিন্তু এই "স্বাধীনতা" শব্দের প্রকৃত অর্থ যে বৃহৎ অর্থরের অধিকারী সেটা আজকের আলোচনা না শুনলে কোনদিনই জানা হতো না।
প্রণাম রইলো।
শুভ রাত্রি।
সশ্রদ্ধ কৃতজ্ঞতা ঞ্জাপন করি। জন্মমৃত্যু,পাপপুন্য,কর্মবিকর্ম সম্পর্কে বস্তুনিষ্ঠ আলোচনা অত্যন্ত মনোগ্রাহী।স্বরাজ মানুষের জন্মগত অধিকার কিন্ত দূর্নিতীগ্রস্হ শাষকশ্রেনীর দাপটে অনেকেই উপযুক্ত কর্মের অধিকার থেকে বঞ্চিত হয়,তাও কি অদৃষ্ট?
Sir valo laglo ,aro sunte yacha kare.
Khub khub bhalo laglo🙏🏼
প্রশ্নটা আমারও । জীবনের শেষ প্রান্তে এসেও সদুত্তর পাই নি ।
অবনত মস্তকে প্রণাম জানাই। আপনি হলেন উত্তম গুরু।
এবার একটি প্রার্থনা জানাই।কথামৃতে ঠাকুর বলেছেন "সময় না হলে হয়না ।" এবং বিদ্যাসাগর মহাশয় কে বলেছিলেন "শক্তি"র কথা।
এই দুটি বিষয় অনুগ্ৰহ করে ব্যাখ্যা করে দিন।
প্রনাম নেবেন, অপুর্ব সুন্দর করে বোঝানোর জন্য।
Osadharon
Everybody is suffering from the most pivotal disease of the sense of ' I '. One who can be in a state of without ego is capable of visualising almighty God . But this is an uphill task .
Unfortunately a sense of ego can be necessary for survival, not just that higher levels of ego is associated with higher accumulation of resources.
প্রণাম 🙏🙏🙏
ভালো লাগল 🙏🙏🙏
Osadharan sir r o sikhbo
প্রণাম ।এটুকু বুঝতেই অনেক সময় লেগে যাবে ।
🙏
একটু ভুল হয়ে গেল স্যার ।রবীন্দ্রনাথের কবিতার লাইনটা এইরকম : এ জগতে হায়,
সেই বেশী চায় , আছে যার ভুরিভুরি ।
সেই বেশী 'পায়' .... নয় (34:21)
অসাধারণ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pronam sir. Amar choto mathay khub Kom bujhi. Karma srestha Dharma seta bujhi. Kintu apner ei alochonar details sune ekta prosno eseche mone seta holo tahole amra je Ganesh er kache buddhi, durga r kache sakti, aar siv lingo e jol dhele dos theke mukti r kotha pai .Tar jodi discuss koren choto mathay kichu gayan hobe.
আপনার বক্তব্য গুলো খুব ই উচ্চতর।
স্যার , সময় এসেছে বিজ্ঞান দিয়ে শাস্ত্র, পুরাণ কে পর্যালোচনা করার। physical দেবতার মুখপাত্র কে প্রশ্ন করার- তুমি কোথা থেকে ভগবানের মনের কথা জানলে হে?
Om
khub bhalo bollen
কথা অমৃত সমান শোনালে কৃতজ্ঞ থাকবো
প্রনাম মহারাজ।
Adi Shankaracharya kamon laage ? Amito shodbuddhi dilam. Ebar koraata apnar byaktigoto.
Kokhon jhe sab gile fellam somoy chole gelo...peerless
ব্যাখ্যাগুলো খুবই সুন্দর। আরো ভালো লাগতো প্রত্যেকটা শ্লোকের উৎস যদি সঙ্গে সঙ্গে উল্লেখ করে দেওয়া হতো।
বড় সুন্দর বিশ্লেষণ স্যার।
আমার প্রণাম নিবেন, ইতি sibaram
আমি মুসলিম আমার একটা প্রশ্ন কেউ আমাকে এর উত্তর দিবেন দয়া করে।
জানার জন্য প্রশ্নটা করছি।
আমার জানা মতে আপনাদের ভগবান অনেক জন যেমন শ্রীকৃষ্ণ/ রাম আরও অনেকে আমার প্রশ্ন আপনারা জখন ভগবানের নাম নেন তখন এক জন কে স্মরণ করেন যেমন হে ভগবান আমাকে রক্ষা করুন। উনি কে কেনো বলেন্না হে ভগবান রা আমাকে রক্ষা করুন?
What a remarkable explanation !
Pronam Neben.
অসাধারণ❤
Sir আপনাকে প্রনাম 🙏
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️
Pranaam
👏👏
Pronam janai 🙏🙏🙏
মানে, সেই ভক্তের ভগবান । 🙏🙏
I am listening to your discussion of ultimate truth from the Veda and the gita.can we have the same truth from the Bible and the koran or torah?comparative discussion is heartily expected from our great sir.wish your long life.
অসামান্য লাগল।🙏🙏
বিষ্ণুগুপ্ত চাণক্য কৌটিল্য ও অর্থশাস্ত্র সম্পর্কে জানতে চাই।
আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? যদি একটু বলেন দয়াকরে।
আমার প্রণাম নেবেন। আপনার বক্তব্য শুনে শুনে কত যে সমৃদ্ধ হচ্ছি তা বলে বোঝাতে পারব না।
আমার একটা প্রশ্ন আছে-- অষ্টাদশ পুরাণে র যে ক্রম আছে সেই অনুযায়ী ব্রহ্ম পুরাণ প্রথম। অথচ পুরাণ আলোচনা করতে গিয়ে সবাই বিষ্ণু, বায়ু, মৎস্য ও আরো কিছু পুরাণের কথা বারবার বলে কিন্তু ব্রহ্ম পুরাণে র কথা কাউকে বলতে শুনিনা। কেন?
জন্ম, মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবার কি উপায়, দয়া করে বলবেন।
Pronnomy dada ajker aalochana gobhir bhabe mone nilam r eakti prarthana jate kono asubidhe na hoy sukti ratna bolir shlok kakhono 2 eaktu 2 kore bolen badhito thakbo apner. Susthata kamona kori pronam neben
Ami apnar episode dekhe thaki ,khub valo .Amar ekta prasno ache, Amar Baba ,Sanskrit er teacher chilen ,tarkoratnatarkotirtho upadhi peyechilen puja niye besto thakten , Baba r mritu r ek saptaho agei bolechilen , je Baba r samay hoye geche ,chole jabar ei prithibi thake and Amar Ma ke bolechilen , je upor e jabar por ek bochorer madhye, Ma ke niye jaben . Baba t mrityu r por ekbochorer modhye Ma er o mrituy hot.Amar prasno, manys ki jante pare je ,jabar samay and Ma ke o niye jabar je katha bolechilen , sei khamata ki mritur pore o ki akarsaon thake?
❤Pronam Sir
খুব সুন্দর ব্যাক্ষা কর্ম এবং বুদ্ধিযোগের। একটি প্রশ্ন আছে, ভক্তিযোগ কি কর্ম ত্যাগের কথা বলে না, কর্মে আসক্তি ত্যাগের কথা বলে, না কি উভয় ত্যাগের কথাই বলে?
দাদা,আমার মূর্খামি ক্ষমা করবেন।তবু নিজে যেটুকু সহজে বুঝেছি,কর্মহীন জীবন অর্থহীন।তাই,কর্ম করে যেতে হবে।তবে,কর্মের প্রতি আসক্তি ও কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে।যদিও সেটি প্রায় অসম্ভব 🙏🏻
কর্মফলের আসক্তি ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে, বা মানুষের জন্য কর্ম করতে বলা হয়েছে।
দারুন বলেছেন সব ভুল ভেঙে গেল 🙏গুরুদেব ❤️
খুব ভালো লাগলো 🙏
ভগবান যদি সত্যিই থাকে তবে কালীঘাটেশ্বরীর অনুপ্রেরণার কি তব প্রয়োজন হে মহাশয় একটু ব্যাখ্যা করিবেন?
শিষ্যতেহং সাধি মাম্
তাং প্রপণ্যম
এ জগতে হায়
সেই বেশি চায়*
🙏🙏
প্রনাম।
De basis of His choice 2 grant anything ... Pure intelligence or ultimate freedom, deliverance frm ignorance etc is obviously linked with de state of purity of our Karma - in thought, word & deed. So our forefathers from inception chanted de Gayatri Mantra , passing it down 2us
i feel 😊
Excellent
Please make episodes on Geeta. All your episodes are insightful and are bliss to watch. Good day to you Sir.
অসাধারণ স্যার 🙏🙏