ভগবান আছেন কী কত্তে ? || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 243

  • @prokashmitra5773
    @prokashmitra5773 Місяць тому +2

    অসাধারণ অপূর্ব বলেছেন।
    আপনি আমার প্রণাম নেবেন।

  • @shikhahalder1293
    @shikhahalder1293 9 місяців тому

    অসম্ভব সুন্দর এক ভালো লাগায় মন ভরে ওঠে । অনেক অনেক প্রনাম জানাই আপনাকে। সুস্থ থাকুন ভালো থাকুন।

  • @paramitasen5459
    @paramitasen5459 8 місяців тому

    আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই । আমার মনটা ভরে আপনার কথা শুনে । সত্যিই আপনার মতো একজন জ্ঞানী মানুষের কাছে কর্মের ব্যাপারে এতোটা জোর দিয়ে বলতে শুনে খুব ভালো লাগলো ।

  • @sparshfertilityandwomensca2701
    @sparshfertilityandwomensca2701 9 місяців тому

    কি অসম্ভব যুগোপযোগী ব্যাখ্যা। এইভাবে যুগে যুগে সময় অনুযায়ী ব্যাখ্যা যারা করেছেন এবং মানুষের হৃদয় ছুঁয়েছেন, তাঁদের অপেক্ষায় সাধারণ মানুষ বসে থাকি। শুধু এই জ্ঞান যদি জীবনের শুরুতে পেতাম, অনেক ভুল হয়তো এড়ানো যেত। 🙏
    প্রণাম নেবেন।
    Dr. Mahuya

  • @ashutoshdey9766
    @ashutoshdey9766 Рік тому +3

    হরে কৃষ্ণ হরে রাম
    জগন্নাথ সুভদ্রা বলরাম

  • @pampagope3529
    @pampagope3529 Рік тому

    প্রত্যেক টি যুক্তিপূর্ণ কথা আমার মনোগ্রাহী হল। আমার প্রশ্নের উত্তর আমি পাচ্ছি। সমৃদ্ধ হলাম। প্রণাম নেবেন।

  • @narayanigupta4261
    @narayanigupta4261 Рік тому +13

    এই ভাবেই আরো শিখবো স্যার। শেখাতে থাকবেন। আপনার কাছ থেকে ক্লাসরুমের বেঞ্চ এ বসে শিখতে পারি নি। এখন তো শিখছি। আপনি শেখান স্যার। আপনার অনুগ্রহ। ধন্যবাদ স্যার।

  • @saswatidasgupta3911
    @saswatidasgupta3911 Рік тому

    এতো সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ মন আপনা থেকেই একেবারে নিবিষ্ট হয়ে যাচ্ছে। আমি বরাবর কর্ম মানি আজ তার যথার্থ যুক্তি পেলার 🙏

  • @chandandas5689
    @chandandas5689 Рік тому +1

    মনকে প্রশান্ত করে দিল। ধন্যবাদ।

  • @saikatmondal6170
    @saikatmondal6170 Рік тому +12

    প্রণাম মহাত্মা।

  • @theterminator74
    @theterminator74 Рік тому

    খুব মনোগ্রাহী আলোচনা। অনেক কিছু জানলাম।

  • @amitamukherjee.5088
    @amitamukherjee.5088 Рік тому

    সুন্দর মনোগ্রাহী আলোচনা। প্রণাম নেবেন।

  • @KRISHNAROY-ql9zt
    @KRISHNAROY-ql9zt 10 місяців тому

    অসাধারণ অনবদ্য বিশ্লেষন। সমৃদ্ধ হলাম। অপেক্ষায় আছি আরও কিছু শোনার জানার

  • @anjandey2940
    @anjandey2940 Рік тому +4

    আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি এরকম ভাবতাম। এখন নিশ্চিত হলাম। আপনাকে আমার আবারও শতকোটি প্রণাম। গুরুমশাই আমার একটা জিজ্ঞাসা আছে। আপনি অনুমতি দিলেন এই বিশ্বাস নিয়ে প্রশ্নটা করছি। এই যে আমরা কথা বলার সময় বলি অমুক অঞ্চলে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। আমরা যুদ্ধ শব্দের সাথে বিগ্রহ শব্দকে যুক্ত করে যুদ্ধ বিগ্রহ কেন বলি। আপনাকে শ্রদ্ধা নিবেদন করলাম।

  • @haimantidutta4898
    @haimantidutta4898 Рік тому +1

    Apurbo

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 Рік тому +5

    খুব ভালো লাগলো। গীতা এমন একটি গ্রন্থ যার সঠিক ব্যাখ্যা অনেকেই করতে পারেন না। আপনার বিশ্লেষণ শুনলে মনে প্রত্যয় আসে।
    প্রণাম রইলো।
    শুভ রাত্রি।

  • @dipanwita0928
    @dipanwita0928 Рік тому +2

    কি যে অসাধারণ ব্যাখ্যা , কি যে ভালো লাগলো। আপনার সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করি। আমাদের মনের অন্ধকার দিকগুলো এভাবে আলোকিত করুন 🙏🙏

  • @shyamalibanerjee7868
    @shyamalibanerjee7868 Рік тому

    Khub valo laglo alochonati.

  • @dilipganguly2374
    @dilipganguly2374 Рік тому +3

    Excellent sir.Everyday we like to enrich ourselves by your gita talks.Namaste.

  • @Skvibesvlog
    @Skvibesvlog Рік тому

    সম্পূর্ন শরণাগতি 🙏

  • @parthopaul2464
    @parthopaul2464 Рік тому

    🙏😊 এতো সুন্দরভাবে বলছেন, খুব ভালো লাগছে❤। অসংখ্য ধন্যবাদ 😊, খুব ভালো থাকেন ❤

  • @sukantadas8248
    @sukantadas8248 Рік тому

    অনেক ভাবনার দিগন্ত খুলে দিলেন, আমি সব সময়ই Time , situation কে গুরুত্ব দিয়ে এসেছি...

  • @ashokkumarmondal967
    @ashokkumarmondal967 Рік тому

    সশ্রদ্ধ কৃতজ্ঞতা ঞ্জাপন করি। জন্মমৃত্যু,পাপপুন্য,কর্মবিকর্ম সম্পর্কে বস্তুনিষ্ঠ আলোচনা অত্যন্ত মনোগ্রাহী।স্বরাজ মানুষের জন্মগত অধিকার কিন্ত দূর্নিতীগ্রস্হ শাষকশ্রেনীর দাপটে অনেকেই উপযুক্ত কর্মের অধিকার থেকে বঞ্চিত হয়,তাও কি অদৃষ্ট?

  • @onu007outsider
    @onu007outsider Рік тому +1

    মুগ্ধ হয়ে শুনলাম।

  • @hiyagoswami2130
    @hiyagoswami2130 Рік тому +1

    কি অপূর্ব একটা episode.....

  • @souravmondal463
    @souravmondal463 2 місяці тому

    অঘটনঘটনপটীয়সি যোগমায়া ❤❤

  • @joydeep.ghosh_
    @joydeep.ghosh_ Рік тому +1

    Anal Haq. Aham Bramhasmi. Yahweh. Ek Omkarae. Buddhang Saranang Gachhami, Om Shadashivay 🙏🙏🙏

  • @kamrupexpress
    @kamrupexpress Рік тому +1

    Apnake dekhle sradhha e mon bhore jay.

  • @asitdutta830
    @asitdutta830 Рік тому

    অনবদ্য,সমৃদ্ধ হলাম প্রণাম

  • @gourisrimani6236
    @gourisrimani6236 Рік тому +1

    কি অসাধারণ বললেন। আপনার চরণে কোটি প্রণাম।

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 Рік тому

    Actual right beautiful speech. What a beautiful Speech.. Aha. Pranam Sir Ji

  • @ashimkumarmukherjee7883
    @ashimkumarmukherjee7883 Рік тому

    একদম খাঁটি কথা আমি এক মত
    প্রণাম নেবেন

  • @ramasarkar1101
    @ramasarkar1101 Місяць тому

    স্যার আপনি যখন নবদ্বীপ কলেজে অধ্যাপনা করতেন ১৯৭৭/১৯৭৮সালে তখন আমি ঐ কলেজে সঙ্স্কৃত অনার্স এর ছাত্রী ছিলাম। আপনার জ্ঞান ও পান্ডিত্য এ একেবারে মুগ্ধ ছিলাম। এখনও আমার আমরা ভিডিও গুলো মন দিয়ে শুনি এবং সমৃদ্ধ হ ই।কী অগাধ জ্ঞান আপনার! স্যার আপনি দীর্ঘ জীবী হোন।এই বাঙলায় আপনার মতো পন্ডিত বিরল

  • @madhumanjareebhattacharjee9428

    Khub khub bhalo laglo🙏🏼

  • @rudraghosh10
    @rudraghosh10 Рік тому

    প্রণিপাত SIR অসম্ভব সুন্দর ছিল কিন্তু এপিসোড টা অসংখ্য দন্যবাদ আপনাকে SIR 🙏🙏🙏

  • @ChanchalChakraborty-g2w
    @ChanchalChakraborty-g2w Рік тому

    He Mahatma apnake sasradha pronam

  • @trishnasaha1079
    @trishnasaha1079 Рік тому

    Osadharon

  • @sanatdas3472
    @sanatdas3472 Рік тому +1

    অসাধারণ

  • @Sona123sana
    @Sona123sana Рік тому

    Osadharan sir r o sikhbo

  • @supriyachakrabarty8798
    @supriyachakrabarty8798 Рік тому

    ভালো লাগল 🙏🙏🙏

  • @manamisdailylife7339
    @manamisdailylife7339 Рік тому

    Sir valo laglo ,aro sunte yacha kare.

  • @monimohandas7074
    @monimohandas7074 Рік тому

    Absolute true. Many thanks.

  • @gourkumar8992
    @gourkumar8992 Рік тому +1

    প্রণাম 🙏🙏🙏

  • @avinandanful
    @avinandanful Рік тому +1

    ধন্য হলাম। প্রণাম নিবেন।

  • @samirkumarchakraborti8678
    @samirkumarchakraborti8678 Рік тому

    প্রনাম নেবেন, অপুর্ব সুন্দর করে বোঝানোর জন্য।

  • @subhashmitra1042
    @subhashmitra1042 Рік тому

    বড় সুন্দর বিশ্লেষণ স্যার।

  • @uttamkumarroy7337
    @uttamkumarroy7337 Рік тому

    Asadaran 👌Amazing 👌May you live long with your great deeds 🙏

  • @roumyajithazra
    @roumyajithazra Рік тому +1

    অপূর্ব সুন্দর
    স্যার ষড়রিপু সম্বন্ধে একটি ভিডিও বানাবেন❤

  • @pratimasarkar1659
    @pratimasarkar1659 Рік тому

    প্রণাম ।এটুকু বুঝতেই অনেক সময় লেগে যাবে ।

  • @biplabkundu3456
    @biplabkundu3456 Рік тому +7

    বিনম্র শ্রদ্ধার সাথে আপনাকে কতগুলো প্রশ্ন করছি। আপনি বলছেন ভগবান আমাদের বুদ্ধি দেয় এবং যে যেরকম ভগবান সেই অনুসারে বুদ্ধি প্রদান করেন‌। মানুষ জন্মেই খারাপ বা ভালো হয়ে যায় না।কোন মানুষ খারাপ পথে চলবে না ভালো পথে চলবে সেই বুদ্ধি কে প্রদান করে?যদি সেক্ষেত্রেও ভগবান বুদ্ধি প্রদান করে তাহলে এটা বলা যায় কি একটা মানুষ খারাপ বা ভালো হওয়ার পেছনে ভগবান দায়ী? কালিদাস একদিনে মহামূর্খ থেকে পন্ডিত হয়ে যায়নি অধ্যাবস্যার মাধ্যমে মহাপন্ডিত হয়েছেন এ কথা মেনে নিচ্ছি। কিন্তু তার জীবনে হঠাৎ এই শাস্ত্র অধ্যয়নের প্রতি যে আকর্ষণ সেই বুদ্ধি কোথা থেকে এলো কারণ তিনি তো জানতেন না বিদ্যার মর্ম। দস্যু রত্নাকর যে কিনা রক্ত ছাড়া কিছুই বুঝতো না হিসাব মতন তার মধ্যে তো আরো বিধ্বংসী চিন্তাভাবনা আসার কথা ছিল আরো নির্মম বুদ্ধি। তারমধ্যে সৎচিন্তার চিন্তা ভাবনা কি করে এলো? তাহলে কি ভগবান ব্যক্তি বিশেষে বুদ্ধি প্রদান করে? দস্যু অঙ্গুরীমাল, যে কিনা বুদ্ধের সংস্পর্শে আসা মাত্র তার চৈতন্য হয়। নরেন্দ্রনাথ এর মতো নাস্তিক লোকও রামকৃষ্ণের সংস্পর্শে এসে বিবেকানন্দে পরিণত হয়।আমরা যে সমস্ত মানুষেরা মন্দ বা হীন বুদ্ধিসম্পন্ন সেই সমস্ত মানুষদেরকে কি তবে ভগবান সুবুদ্ধি কোনদিনই প্রদান করবে না?

    • @ShawonChowdhury-p8t
      @ShawonChowdhury-p8t 8 місяців тому

      গীতার মধ্যে কৃষ্ণ বলেছেন, যে সমস্ত ব্যাক্তি পূর্ণরূপে কৃষ্ণে আত্মাসমর্পন করে তাদেরকে তিনি বিশেষ বুদ্ধি প্রদান করে,যাতে করে তারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায়।এটা সকলের জন্য নয়। যারা নিজেকে স্বতন্ত্র করে রাখে তাদের বুদ্ধিকে ভগবান প্রভাবিত করেন না। ❤

    • @biplabkundu3456
      @biplabkundu3456 8 місяців тому

      ​@@ShawonChowdhury-p8tআপনি গীতা পাঠ করেছেন এবং আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ‌ও করেছেন, তিনি নিশ্চয়ই আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শ্রবন করে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে নিজের প্রান দিয়ে ছিল, সুভাষচন্দ্র বসু যেমন দেশের কাজে নিজেকে উৎসর্গ করেছিল আপনি আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে কি করেছেন বলুন আমাদের যাতে আমরাও আপনার সুবুদ্ধি দেখে উবুদ্ধ হই।

    • @biplabkundu3456
      @biplabkundu3456 8 місяців тому

      ​@@ShawonChowdhury-p8tআপনি গীতা পাঠ করেছেন এবং আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ‌ও করেছেন, তিনি নিশ্চয়ই আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শ্রবন করে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে নিজের প্রান দিয়ে ছিল, সুভাষচন্দ্র বসু যেমন দেশের কাজে নিজেকে উৎসর্গ করেছিল আপনি আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে কি করেছেন বলুন আমাদের যাতে আমরাও আপনার সুবুদ্ধি দেখে উবুদ্ধ হই।

    • @biplabkundu3456
      @biplabkundu3456 8 місяців тому

      আপনি গীতা পড়েছেন। আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে পূর্ণ রূপে সমর্পন করেছেন এবং তিনি আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শুনে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে দেশের জন্য প্রাণ দিয়েছিল, গীতার দ্বারা অনুপ্রাণিত হয়ে সুভাষচন্দ্র বসু নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের সেবার জন্য, আপনি কি করেছেন আমাদের বলুন আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে, যাতে আমারাও উদবুদ্ধ হতে পারি।

    • @biplabkundu3456
      @biplabkundu3456 8 місяців тому

      ​@@ShawonChowdhury-p8tআপনি গীতা পড়েছেন। আশা করি কৃষ্ণের পাদপদ্মে নিজেকে পূর্ণ রূপে সমর্পন করেছেন এবং তিনি আপনাকে সুবুদ্ধি প্রদান করেছেন। অর্জুন যেমন গীতা শুনে যুদ্ধ করেছিল, ক্ষুদিরাম বসু গীতা পাঠ করে দেশের জন্য প্রাণ দিয়েছিল, গীতার দ্বারা অনুপ্রাণিত হয়ে সুভাষচন্দ্র বসু নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের সেবার জন্য, আপনি কি করেছেন আমাদের বলুন আপনার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে, যাতে আমারাও উদবুদ্ধ হতে পারি।

  • @SanghamitraMandal
    @SanghamitraMandal Рік тому +6

    I believe theology is often ruled by some kind of divine justice. Whatever may seem like abundance, will eventually have a reason. And the injustice of fate may have a logical reason in the long run. The entire narrative of the Mahabharata has clearly exemplified this. Karma matters always.

    • @pranabkumarbasu8895
      @pranabkumarbasu8895 Рік тому

      GOD IS THE CREATOR OF EVERY THING IN THE UNIVERSF.WE SHOULD GUIDE OUR KARMA AS STIPULATED IN OUR SHASTRAS.

  • @ashuranjandebnath8061
    @ashuranjandebnath8061 Рік тому

    প্রশ্নটা আমারও । জীবনের শেষ প্রান্তে এসেও সদুত্তর পাই নি ।

  • @prithwishbose7832
    @prithwishbose7832 22 дні тому

    অসাধারণ, প্রতিদিন ঋদ্ধ হই আপনার এই সদালোচনায়। আমার এই প্রসঙ্গে দুটি প্রশ্ন আছে। কর্ম বা কর্মফল ভগবান দেন না, সেটা সম্পূর্ণ আমাদের আয়ত্বে, তাহলে রামপ্রসাদ যে বলছেন, সকলি তোমারই ইচ্ছা, তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে করি আমি। এখানে তো মনে হচ্ছে উল্টো কথা বলা হচ্ছে।
    আবার চন্ডীর অর্গলাস্তোত্রে দেবীর কাছে আমরা চাইছি রূপং দেহি, জয়ং দেহি ইত্যাদি, সেখানে তাহলে কেন চাইছি আমরা? কারণ ভগবান তো কিছু দেন না। এটা কি শাস্ত্রের স্ববিরোধিতা, নাকি আমার বোঝায় ভুল হচ্ছে?

  • @ishaali-bd6br
    @ishaali-bd6br 11 місяців тому

    I am listening to your discussion of ultimate truth from the Veda and the gita.can we have the same truth from the Bible and the koran or torah?comparative discussion is heartily expected from our great sir.wish your long life.

  • @debjanighatak1545
    @debjanighatak1545 Рік тому

    Everybody is suffering from the most pivotal disease of the sense of ' I '. One who can be in a state of without ego is capable of visualising almighty God . But this is an uphill task .

    • @skinguru241
      @skinguru241 Рік тому

      Unfortunately a sense of ego can be necessary for survival, not just that higher levels of ego is associated with higher accumulation of resources.

  • @somamishra3742
    @somamishra3742 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banibanerjee6143
    @banibanerjee6143 Рік тому

    আপনার বক্তব্য গুলো খুব ই উচ্চতর।

  • @shwetasarkar-qz5pl
    @shwetasarkar-qz5pl Рік тому

    অসাধারণ❤

  • @sudhamansamanta4375
    @sudhamansamanta4375 Рік тому +1

    স্যার আপনাকে শতকোটি প্রণাম , আপনি সর্বদা সুস্থ থাকুন এবং আমাদের এইভাবে সমৃদ্ধ করুন. আপনার সাথে আমি দেখা করতে চাই শুধু মাত্র ৫ মিনিটস স্যার.🙏🙏🙏🙏

  • @sayandas1071
    @sayandas1071 Рік тому +2

    এই প্রশ্ন আমার মনে ছোটো থেকেই ছিলো পড়ে আরো কৌতূহল তৈরি হয়েছিল আপনার এই ভিডিও সেই কৌতূহল মিটিয়ে নিলো । ভালো থাকবেন

  • @shibanibanerjee8458
    @shibanibanerjee8458 Рік тому

    Pranaam

  • @koustavchatterjee1378
    @koustavchatterjee1378 Рік тому

    খুব ভালো লাগলো 🙏

  • @nabanitamajumdar8848
    @nabanitamajumdar8848 Рік тому

    অসামান্য লাগল।🙏🙏

  • @BithiGanguly76o.-_
    @BithiGanguly76o.-_ Рік тому

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️

  • @kalyanpaul4401
    @kalyanpaul4401 Рік тому +3

    একটু ভুল হয়ে গেল স্যার ।রবীন্দ্রনাথের কবিতার লাইনটা এইরকম : এ জগতে হায়,
    সেই বেশী চায় , আছে যার ভুরিভুরি ।
    সেই বেশী 'পায়' .... নয় (34:21)

  • @rajumondal708
    @rajumondal708 Рік тому

    ❤Pronam Sir

  • @sharmisthamondal9839
    @sharmisthamondal9839 Рік тому +2

    🙏

  • @tapanmajhi1185
    @tapanmajhi1185 Рік тому

    What a remarkable explanation !

  • @tridipghoshal2949
    @tridipghoshal2949 Рік тому

    Pronam janai 🙏🙏🙏

  • @somakundu5852
    @somakundu5852 Рік тому

    Sir আপনাকে প্রনাম 🙏

  • @amitmukherjee2851
    @amitmukherjee2851 Рік тому +1

    Pronam Neben.

  • @sangitakundu5453
    @sangitakundu5453 Рік тому +1

    Om

  • @sabitaroy678
    @sabitaroy678 8 місяців тому

    Pronnomy dada ajker aalochana gobhir bhabe mone nilam r eakti prarthana jate kono asubidhe na hoy sukti ratna bolir shlok kakhono 2 eaktu 2 kore bolen badhito thakbo apner. Susthata kamona kori pronam neben

  • @sanchitabhadurybhattacharj622

    অসাধারণ স্যার 🙏🙏

  • @manishanath1138
    @manishanath1138 Рік тому

    মানে, সেই ভক্তের ভগবান । 🙏🙏

  • @vivekbhattacharjee5091
    @vivekbhattacharjee5091 11 місяців тому

    Ami apnar episode dekhe thaki ,khub valo .Amar ekta prasno ache, Amar Baba ,Sanskrit er teacher chilen ,tarkoratnatarkotirtho upadhi peyechilen puja niye besto thakten , Baba r mritu r ek saptaho agei bolechilen , je Baba r samay hoye geche ,chole jabar ei prithibi thake and Amar Ma ke bolechilen , je upor e jabar por ek bochorer madhye, Ma ke niye jaben . Baba t mrityu r por ekbochorer modhye Ma er o mrituy hot.Amar prasno, manys ki jante pare je ,jabar samay and Ma ke o niye jabar je katha bolechilen , sei khamata ki mritur pore o ki akarsaon thake?

  • @lslidas8420
    @lslidas8420 8 місяців тому

    Pronam sir. Amar choto mathay khub Kom bujhi. Karma srestha Dharma seta bujhi. Kintu apner ei alochonar details sune ekta prosno eseche mone seta holo tahole amra je Ganesh er kache buddhi, durga r kache sakti, aar siv lingo e jol dhele dos theke mukti r kotha pai .Tar jodi discuss koren choto mathay kichu gayan hobe.

  • @samirsaha1402
    @samirsaha1402 Рік тому +3

    স্যার , সময় এসেছে বিজ্ঞান দিয়ে শাস্ত্র, পুরাণ কে পর্যালোচনা করার। physical দেবতার মুখপাত্র কে প্রশ্ন করার- তুমি কোথা থেকে ভগবানের মনের কথা জানলে হে?

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 Рік тому +2

    স্বাধীনতা বিষয় কে এতদিন একভাবেই জানতাম বুঝতাম। কিন্তু এই "স্বাধীনতা" শব্দের প্রকৃত অর্থ যে বৃহৎ অর্থরের অধিকারী সেটা আজকের আলোচনা না শুনলে কোনদিনই জানা হতো না।
    প্রণাম রইলো।
    শুভ রাত্রি।

  • @somnathacharyya9693
    @somnathacharyya9693 Рік тому +1

    Kokhon jhe sab gile fellam somoy chole gelo...peerless

  • @joydeep.ghosh_
    @joydeep.ghosh_ Рік тому +1

    Adi Shankaracharya kamon laage ? Amito shodbuddhi dilam. Ebar koraata apnar byaktigoto.

  • @goutam1963
    @goutam1963 Рік тому

    ব্যাখ্যাগুলো খুবই সুন্দর। আরো ভালো লাগতো প্রত্যেকটা শ্লোকের উৎস যদি সঙ্গে সঙ্গে উল্লেখ করে দেওয়া হতো।

  • @SanjoyBera-vp7dm
    @SanjoyBera-vp7dm 9 місяців тому +1

    কথা অমৃত সমান শোনালে কৃতজ্ঞ থাকবো
    প্রনাম মহারাজ।

  • @sibaramchatterjee9500
    @sibaramchatterjee9500 Рік тому

    আমার প্রণাম নিবেন, ইতি sibaram

  • @MrigankaRoy
    @MrigankaRoy 11 місяців тому

    khub bhalo bollen

  • @chakrabortybilas7015
    @chakrabortybilas7015 Рік тому +2

    👏👏

  • @manojdatta4852
    @manojdatta4852 Рік тому

    What is difference between puja and pray.

  • @gouridas2275
    @gouridas2275 Рік тому +1

    শিষ্যতেহং সাধি মাম্
    তাং প্রপণ্যম

  • @Anirban9414
    @Anirban9414 Рік тому +1

    আমার প্রণাম নেবেন। আপনার বক্তব্য শুনে শুনে কত যে সমৃদ্ধ হচ্ছি তা বলে বোঝাতে পারব না।
    আমার একটা প্রশ্ন আছে-- অষ্টাদশ পুরাণে র যে ক্রম আছে সেই অনুযায়ী ব্রহ্ম পুরাণ প্রথম। অথচ পুরাণ আলোচনা করতে গিয়ে সবাই বিষ্ণু, বায়ু, মৎস্য ও আরো কিছু পুরাণের কথা বারবার বলে কিন্তু ব্রহ্ম পুরাণে র কথা কাউকে বলতে শুনিনা। কেন?

  • @bikrampramanik5130
    @bikrampramanik5130 Рік тому

    Acharya,
    Amar pranam grahan korben,
    Ami sab samay chesta kori, amader param gurudevder deoya ashirwad (amader Sanskrit) kichuta holeo grahan korte pari.
    Ami bhagvat gitar pratham adhay pore somapto korechi, amar moddhe kichuta gayener prarambh hoyeche.
    Kichu jaygay mane bujhte osubidha hoche..

  • @samareshroy3570
    @samareshroy3570 Рік тому

    Excellent

  • @dollymallik3292
    @dollymallik3292 Рік тому +3

    অবনত মস্তকে প্রণাম জানাই। আপনি হলেন উত্তম গুরু।
    এবার একটি প্রার্থনা জানাই।কথামৃতে ঠাকুর বলেছেন "সময় না হলে হয়না ।" এবং বিদ্যাসাগর মহাশয় কে বলেছিলেন "শক্তি"র কথা।
    এই দুটি বিষয় অনুগ্ৰহ করে ব্যাখ্যা করে দিন।

  • @samirkumarchakraborti8678
    @samirkumarchakraborti8678 Рік тому +1

    জন্ম, মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবার কি উপায়, দয়া করে বলবেন।

  • @mdabubakarchiddikjamil2816
    @mdabubakarchiddikjamil2816 8 місяців тому +1

    আমি মুসলিম আমার একটা প্রশ্ন কেউ আমাকে এর উত্তর দিবেন দয়া করে।
    জানার জন্য প্রশ্নটা করছি।
    আমার জানা মতে আপনাদের ভগবান অনেক জন যেমন শ্রীকৃষ্ণ/ রাম আরও অনেকে আমার প্রশ্ন আপনারা জখন ভগবানের নাম নেন তখন এক জন কে স্মরণ করেন যেমন হে ভগবান আমাকে রক্ষা করুন। উনি কে কেনো বলেন্না হে ভগবান রা আমাকে রক্ষা করুন?

  • @debjitdewri7672
    @debjitdewri7672 Рік тому +3

    খুব সুন্দর ব্যাক্ষা কর্ম এবং বুদ্ধিযোগের। একটি প্রশ্ন আছে, ভক্তিযোগ কি কর্ম ত্যাগের কথা বলে না, কর্মে আসক্তি ত্যাগের কথা বলে, না কি উভয় ত্যাগের কথাই বলে?

    • @sharmitaroy2052
      @sharmitaroy2052 Рік тому +3

      দাদা,আমার মূর্খামি ক্ষমা করবেন।তবু নিজে যেটুকু সহজে বুঝেছি,কর্মহীন জীবন অর্থহীন।তাই,কর্ম করে যেতে হবে।তবে,কর্মের প্রতি আসক্তি ও কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে।যদিও সেটি প্রায় অসম্ভব 🙏🏻

    • @ashischakraborty5151
      @ashischakraborty5151 Рік тому +1

      কর্মফলের আসক্তি ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে, বা মানুষের জন্য কর্ম করতে বলা হয়েছে।

  • @gourkumar8992
    @gourkumar8992 Рік тому

    এ জগতে হায়
    সেই বেশি চায়*
    🙏🙏

  • @sudipghosh7041
    @sudipghosh7041 Рік тому

    দারুন বলেছেন সব ভুল ভেঙে গেল 🙏গুরুদেব ❤️

  • @tapajamitra
    @tapajamitra Рік тому

    Pranam

  • @biplabkundu3456
    @biplabkundu3456 Рік тому +1

    বিষ্ণুগুপ্ত চাণক্য কৌটিল‍্য ও অর্থশাস্ত্র সম্পর্কে জানতে চাই।

  • @sourabhroy4668
    @sourabhroy4668 Рік тому

    প্রনাম।