ওঙ্কার || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 124

  • @khagam
    @khagam 8 місяців тому +3

    আমার বয়স, ৪৪। আপনার ভিডিও দেখার পর ই পুরানের প্রেমে পড়ে গেছি। প্রনাম নেবেন। এই উত্তর গুলি ই ছোটবেলা খুজতাম। এখন পেলাম।

  • @SwamiSwarupananda
    @SwamiSwarupananda 9 місяців тому +5

    হরিওঁ🙏🏻অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ওঙ্কার সাধনার মাধ্যমে আমাদেরকে এক করতে চেয়েছেন।ওঙ্কার সম্পর্কে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ বলেছেনঃ
    ওঙ্কার সকল নামের সম্রাট
    ওঙ্কার সকল নামের সমন্বয়
    ওঙ্কার হইতেই সকল নামের উৎপত্তি।
    হরিওঁ মানে ঈশ্বর আছেন।হরিওঁ মানে ইশ্বর এক।হরিওঁ মানে ঈশ্বরই সব।
    তিনি সকলের জন্য সৃষ্টি করেছেন সমবেত উপাসনা। যার মাধ্যমে সমস্ত মানবজাতির মিলনের পথ রয়েছে।

  • @sumantachakraborty2394
    @sumantachakraborty2394 5 місяців тому +2

    জয়গুরু 🙏🏻🌺 যেই সৎমতি অখন্ড সংহিতা একবার পাঠ করিবে , সে যেই জাতি বলেই নিজের পরিচয় দিক না কেনো কোনো ধর্মের প্রতি দ্বেষ তো করবেইনা বরং নিজে ওঁকার মাহাত্ম্য উপলব্ধি করিয়া সকল ধর্মাবলম্বীকে আপন করিয়া লইতে আগ্রহী হইবে

  • @justaseeker2850
    @justaseeker2850 9 місяців тому +4

    আমি সাত মাসের গর্ভবতী, আপনার সমস্ত ভিডিও খুব মনোযোগ দিয়ে শুনি, আর আশা করি নিজের সন্তানকে ছোট বয়স থেকেই খুব ভালো করে সংস্কৃত ভাষা শেখাবো এবং সেও বড় হয়ে আপনার মতই ভারতীয় শাস্ত্রে পারদর্শী হয়ে উঠবে। গুরুদেব আপনি এটাই আশীর্বাদ করুন। 🙏🕉️🙏

    • @Adhyarjumrinmoy1307
      @Adhyarjumrinmoy1307 9 місяців тому +1

      Ami pryathrona ishwar er kache apnar santan uttam chritraban , vedaghya (Vedic)Bidhan hok

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 4 місяці тому +1

    বড়ই মনোলোভা বিষয়, কিন্তু বড়ই কঠিন এর অর্থ বোঝা আমার মতো অর্বাচীন এর পক্ষে! প্রণাম নেবেন মহাশয়! ❤❤

  • @gitanjili4643
    @gitanjili4643 2 місяці тому

    আপনার আলোচনাখুব সুন্দর।আমরা আমাদের সংস্কৃতি সমন্ধে অনেক জ্ঞান। লা ভ করতে পারি।আপনি আমার প্রণাম নেবেন।

  • @abhikdas6305
    @abhikdas6305 9 місяців тому +3

    ওঙ্কার স্বমহিমায় প্রতিষ্ঠিত,
    ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্ব মন্ত্রের সমন্বয়,সর্ব মন্ত্রের সম্রাট, সর্ব তত্ত্বের স্বীকৃতি।
    অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব।

  • @UKCygnus
    @UKCygnus 6 місяців тому +1

    প্রণাম জানবেন। আপনার কাছে কোন একদিন মাণ্ডুক্য উপনিষদের আলোচনা শোনবার আশা রাখি |
    ওঁ তৎ সৎ |

  • @রাইবিনোদিনী১
    @রাইবিনোদিনী১ 10 місяців тому +3

    সে ভাবোনাই মিলিয়া যায় কবি‌রো ছন্দ। সত্যি কবি তাহার জ্ঞান কেমনে মিলিয়ে দেন, কবিতার ছন্দে।
    সত্যি সুন্দর কে কেমনে সুন্দরে মিলিয়ে দেন কবি।
    যাহারা আমাদের প্রাণের কবি বঙ্কিমবাবু, কাজী নজরুল, রবীন্দ্র
    তাহারা সবাই অতিজ্ঞানী ঋষি সমান। আজ তাদের মধ্যে সুকুমার বাবু কেউ পেলাম।
    আর আপনার করুণায় পেলাম জ্ঞান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবে সঠিক জ্ঞান আমাদের সামনে তুলে ধরার জন্য।🙏

  • @nqpoems3792
    @nqpoems3792 10 місяців тому +17

    বর্তমানে আমার মনে হয় অখন্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণব(ওঁ) সাধনা যথার্থভাবে মানুষকে প্রদান করে গেছেন। সবাইকে সেই বৈদিক পথে চলা উচিত।

    • @debalbiswas9005
      @debalbiswas9005 10 місяців тому +6

      Shathik kotha, shri shri Babamoni jaa bolechen setai swaswata satya

    • @KanaiKar23
      @KanaiKar23 10 місяців тому +6

      Hori Om

    • @souravdebnath9466
      @souravdebnath9466 9 місяців тому +3

      Horiom

    • @SatyabrataBhatt
      @SatyabrataBhatt 8 місяців тому +2

      🙏❤️

    • @sumantachakraborty2394
      @sumantachakraborty2394 5 місяців тому +1

      জয়গুরু 🙏🏻🌺 যেই সৎমতি অখন্ড সংহিতা একবার পাঠ করিবে , সে যেই জাতি বলেই নিজের পরিচয় দিক না কেনো কোনো ধর্মের প্রতি দ্বেষ তো করবেইনা বরং নিজে ওঁকার মাহাত্ম্য উপলব্ধি করিয়া সকল ধর্মাবলম্বীকে আপন করিয়া লইতে আগ্রহী হইবে

  • @pankajdas1738
    @pankajdas1738 10 місяців тому +6

    আপনার এই দারুণ আলোচনার সাথেই সুকুমার রায়ের উক্তিতে অসাধারণ সমাপ্তি। 💐💐প্রণাম নেবেন💐💐

  • @nibeditamukherjee1682
    @nibeditamukherjee1682 2 місяці тому

    অপূর্ব ভাবে ব্যাখ্যা

  • @pratimasarkar1659
    @pratimasarkar1659 10 місяців тому +3

    বিষয়টি খুবই কঠিন কিন্তু ওম্ঁ শব্দটি উচ্চারণ করলেই মনটা অন্য রকম হয়ে যায় ।প্রণাম ।

  • @prabirbhowmick8788
    @prabirbhowmick8788 9 місяців тому

    আপনি সরল করে বলতে চেয়েছেন - কিছু বুঝতে পারছি আর কিছু একদমই না। এই ছোঁয়া যায় আর পর মুহুর্তে বহুদূরে। আপনাকে সেই কম বয়স থেকে পড়ছি আর এখন শুনছি। আপনার মত মানুষের সানিধ্য পাওয়া ভাগ্যের। ভাল থাকবেন।

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 9 місяців тому

    সুন্দর আলোচনা

  • @Arjun-zi6xr
    @Arjun-zi6xr 9 місяців тому +1

    হরিওম

  • @dranilch.mahato1923
    @dranilch.mahato1923 8 місяців тому +1

    হরিওম্, হরিওম্, হরিওম্, হরিওম্।

  • @joydeepchatterjee4303
    @joydeepchatterjee4303 9 місяців тому +1

    মা সরস্বতী র কৃপা ধন্য।যেমন জ্ঞান তেমনি গানের গলা।

  • @baishakhisur8340
    @baishakhisur8340 10 місяців тому +2

    Hari OM.Amar Pranam Neben🙏🙏

  • @taraknathchanda7641
    @taraknathchanda7641 10 місяців тому +2

    হরি ওম হরি ওম হরি ওম ।

  • @dipanwitachatterjee3675
    @dipanwitachatterjee3675 5 місяців тому

    অসাধারণ 🙏🏻🙏🏻🙏🏻

  • @worldofjayii5046
    @worldofjayii5046 10 місяців тому +4

    আপনার জ্ঞানের ব্যপ্তিতে মুগ্ধ ও অভিভূত এবং সমৃদ্ধ হই প্রতিদিন।প্রণাম জানাই আপনাকে 🙏

    • @taponahmed989
      @taponahmed989 10 місяців тому +1

      Aamake vabay sukumar ray , akkhor cute akkhor dhay... Kobir sumon

  • @BithiGanguly76o.-_
    @BithiGanguly76o.-_ 10 місяців тому +4

    অপূর্ব অপূর্ব অপূর্ব সুন্দর!!!! 🙏🙏🌹🌹❤️❤️

  • @KamalDas-c4f
    @KamalDas-c4f 10 місяців тому +1

    আপনার কথাসুনবো বলেই বুঝি ভগবান আপনাকে দিরঘায়ু করেছেন জতসুনি রোমানচিত হই

  • @souvicknaskar8799
    @souvicknaskar8799 9 місяців тому

    ভালো।

  • @subhankarghosh5787
    @subhankarghosh5787 10 місяців тому +1

    আপনার জ্ঞানের আলো অস্বাভাবিক ।
    আপনি ভৈরব , অষ্ট ভৈরভ ইত্যাদি নিয়ে একটি পুঙ্খানপুঙ্খ ভিডিও দিন ।
    আপনার জন্যে শুভ কামনা রইল।

  • @saswatasiddhanta6604
    @saswatasiddhanta6604 9 місяців тому

    সুক্ষ হইতে স্থূল, স্থূল হইতে সুক্ষ........ওঁ🙏

  • @subirsarangi6000
    @subirsarangi6000 9 місяців тому

    Apnake pronam janai

  • @SushovonChakrabarty
    @SushovonChakrabarty 9 місяців тому +1

    Ami sami soropnand nate chakvrigu balurght

  • @mandiradasnandi7266
    @mandiradasnandi7266 10 місяців тому +1

    কদিন থেকে ই মনে হচ্ছিল ব্রহ্ম কেন অনিবঢনীয় জানতে চাইছিলাম আজ ও্ম এর অসাধারণ আলোচনা য় একটু বুঝতে পারলাম ভীষন ভাল লাগল। প্রণাম নেবেন ও ভাল থাকবেন।

  • @sarbajit.g
    @sarbajit.g 5 місяців тому

    Ananta pronam neben!

  • @anjandey2940
    @anjandey2940 10 місяців тому

    আপনার প্রতিটি ভিডিও মন দিয়ে শুনি। একবার নয়। বারবার। কিছুদিন পরে পরেই আমার এই শোনার প্রক্রিয়া জারি রাখাই এখন আমার অন্যতম কর্ম। আমি ভাবতেই থাকি ভাবতেই থাকি, আপনার সমুদ্র সম জ্ঞান ভান্ডারের পরিধি কতদূর বিস্তৃত। কোনো কূলকিনারা পাই না। ধীরে ধীরে আপনিই আমার ভগবান হয়ে উঠেছেন। আপনি আমার শত শত শত কোটি প্রণাম গ্রহণ করবেন।

  • @sriparnadutta2616
    @sriparnadutta2616 10 місяців тому

    আমার মন খুব অস্থির হয়ে আছে বেশ কিছু ধরে। আপনার কথা শুনলে আমি একটু ভালো থাকি । আপনাকে আমার প্রণাম ।

  • @SipraAdhikari
    @SipraAdhikari 10 місяців тому

    আমরা অনেকেই প্রহরায় রোজ ওম্ শব্দ উচ্চারন করি। আজ জানলাম এই শব্দটি র গভীর অর্থ। প্র্ণাম নেবেন।

  • @arupdaskanungo8126
    @arupdaskanungo8126 10 місяців тому +5

    First of all, I would like to thank for your insightful session. Lots of respect and Obeisance for you. You help me a lot to remove ignorance and spiritual superstitious from my mind. I knew nothing. Now, I am enriched with spiritual knowledge by your valuable words. I have a request to you please conduct a session regarding the kundilini activation. Lots of videos are available in UA-cam. But there are lots of confusions. I think only you could provide us appropriate information regarding kundilini. This is my cordial request.

  • @pinakibandhubanerjee7882
    @pinakibandhubanerjee7882 10 місяців тому

    প্রনাম প্রভূজী অনেক knowledge হল যতক্ষণ শুনলাম তারপর এখন হাই উঠছে ; আপনাকে আমার প্রনাম .

  • @alokasrinivasan5005
    @alokasrinivasan5005 8 місяців тому

    Nrishingha Babu, can you please do a discussion on Pancha Kanya. Why they were selected from hundreds of virtuous women in our epics. Especially Tara and Mandodari, why are they amongst Panchakanyas, when Sita is not.

  • @tusharroy401
    @tusharroy401 8 місяців тому

    🙏🙏

  • @sharmisthabanerjee7684
    @sharmisthabanerjee7684 8 місяців тому

    Sir Ojopa Jop ebong Korpur Gauram ei bishoy duti niye jodi kichu bolen 🙏🙏🙏

  • @kishalaymukherjee9657
    @kishalaymukherjee9657 9 місяців тому

    🙏🙏🙏

  • @soumitraseth6921
    @soumitraseth6921 2 місяці тому

    🕉🙏🙏🕉

  • @madhabchatterjee2252
    @madhabchatterjee2252 9 місяців тому

    পোনাম রাখলাম।আপনার লেখা খুব ভালো লাগে।।

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 10 місяців тому

    Montra Mukdha hoye bokar moto sunegelam. Anubhaver vasa ney. Pronam Sir Ji.

  • @ratnaduttasharma4619
    @ratnaduttasharma4619 10 місяців тому

    অসাধারণ আলোচনা। যে কোন কাজ করার ক্ষেত্রে ই কিন্তু কাজ টা করব ঠিক করলে তার পর মনে মনে একটা ছক কষে নিয়ে এগোতে হয়।তারপর প্রকৃত চেষ্টা টা করা।

  • @sayanbhar7515
    @sayanbhar7515 10 місяців тому +1

    অসাধারণ, আপনাকে প্রণাম, আপনার দীর্ঘ জীবন কামনা করি 🙏

  • @Panchugopal-u9u
    @Panchugopal-u9u 10 місяців тому

    আপনি এ যাবৎকাল যত কিছু ভিডিও করেছেন এটি হচ্ছে তার সব থেকে ভালো এর থেকে আর কিছু বেশি হয় না মনে হয় অনেকেই আমার সঙ্গে একমত হবেন অব্যক্ত কথা ও আপনি বক্তব্যের মধ্যে কীর্তিত করে দিলেন আপনার অসাধারণ বর্ণনা ব্রহ্মময় হয়ে বিরাজ করছে

  • @madhabmaity2534
    @madhabmaity2534 10 місяців тому

    কি অসাধারণ কি অভুতপূর্ব, পরম জ্ঞানের বার্তা য় বাকরুদ্ধ হলাম

  • @milibhattacharya7081
    @milibhattacharya7081 10 місяців тому

    আম জনতা দারুণ।👍

  • @sarmisthaacharya697
    @sarmisthaacharya697 10 місяців тому +1

    অপূর্ব আলোচনা । প্রণাম জানাই স্যার 🙏🙏🙏

  • @ancvid
    @ancvid 10 місяців тому +2

    what a gem ! please accept my heartfelt joy and respect for such a lucid talk.

  • @swapankarmakar648
    @swapankarmakar648 10 місяців тому

    প্রনাম অধ্যাপক মহোদয়। আপনি UA-cam channel এ এভাবে আলোচনা ও ব্যাখ্যা করলে উপকৃত হব। আপনার সাথে channel এর মাধ্যমে পরিচয়। দীর্ঘায়ু কামনা করি।

  • @shouvikchattopadhyay2592
    @shouvikchattopadhyay2592 10 місяців тому

    আহা, কি অসাধারণ। চণ্ডী অর্ধমাত্রা বলতে কি বুঝিয়েছেন, সেই ব্যাখ্যাটি জেনে খুব ভালো লাগলো। আভূমি প্রণাম।

  • @sibaramchatterjee9500
    @sibaramchatterjee9500 10 місяців тому

    প্রণাম পণ্ডিত জী, sibu

  • @gurupadamondal2056
    @gurupadamondal2056 9 місяців тому

    অদ্ভুতপূর্ব

  • @pritimukherjee4835
    @pritimukherjee4835 10 місяців тому

    Apurbo, Apurbo, amar pronam neben.

  • @nirabasu219
    @nirabasu219 10 місяців тому

    অসাধারণ নমস্কার জানবেন

  • @samarjitroy3258
    @samarjitroy3258 10 місяців тому +2

    সনাতন হিন্দু দর্শন এত উচ্চ মার্গের যে সাধারণের হৃদয়ঙ্গম করা বেশ কঠিন। এজন্যই কি সাধারণ হিন্দু তার ধর্ম সম্বন্ধে এত অজ্ঞ?

  • @smukherjee497
    @smukherjee497 10 місяців тому

    Now I understand oneness nicely.
    Is it big bang to big crunch,creation
    Itself creating and in and out nothingness,just apper and disappear it to the ocean of godliness.
    I understand more or less better.
    But starting point is AUM and disappear AUM there after only dot,
    Means infinite.Best regards sir
    Subhra mukherjee
    B
    B

  • @smukherjee497
    @smukherjee497 10 місяців тому

    Khub sundhar bhujiachan
    Pranam

  • @krishnamaitra3429
    @krishnamaitra3429 10 місяців тому

    অসাধারণ "অনন্ত "👏🏼🌹

  • @tanujabose5704
    @tanujabose5704 10 місяців тому

    Asadharan bisleshan.

  • @hiyagoswami2130
    @hiyagoswami2130 10 місяців тому

    Sir, এরপর শিব কে নিয়ে শুনতে চাই.... ওনাকে নিয়ে একটা series করুন please

  • @susmitbandyopadhyay5337
    @susmitbandyopadhyay5337 10 місяців тому

    Khub sundar alochona. Pranam Janai 🙏🙏🙏

  • @gouriroychowdhury3463
    @gouriroychowdhury3463 10 місяців тому

    Fatafati!!

  • @rajeshsamanta4614
    @rajeshsamanta4614 10 місяців тому

    অপুর্ব বিশ্লেষণ স্যার। প্রণাম নেবেন 🙏।

  • @kakolibanerjee7063
    @kakolibanerjee7063 10 місяців тому

    Apurbo !!!🎉

  • @dipteshroy
    @dipteshroy 10 місяців тому

    ঔঁ

  • @sanjaybhattacharya1042
    @sanjaybhattacharya1042 10 місяців тому

    গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন,যজ্ঞের নিমিত্ত কর্ম ভিন্ন অন্য কর্ম অন্য কর্ম বন্ধনের কারন হয়।যদি এই যজ্ঞের বিষয়ে আলোকপাত করেন তাহলে হয়তো‌ আমার মতো অনেকেই আরো সমৃদ্ধ হতে পারবে।
    আমার শতকোটি প্রনাম নেবেন।

  • @Panchugopal-u9u
    @Panchugopal-u9u 10 місяців тому

    এত সুন্দরালোচনা ওঙ্কার এর এত সুন্দর বর্ণ নাঅসাধারণ

  • @subhamchakraborty2977
    @subhamchakraborty2977 8 місяців тому

    Sir Is astrology mentioned in vedas?

  • @malyasree_speaks
    @malyasree_speaks 10 місяців тому

    Ashamanya bakhkha.

  • @gouridas2275
    @gouridas2275 10 місяців тому

    ওম্🙏🕉🙏🕉

  • @nepaldutta9811
    @nepaldutta9811 10 місяців тому

    প্রণাম নেবেন🙏🙏🙏

  • @Akash_Mitra
    @Akash_Mitra 10 місяців тому

    অসাধারণ ❤

  • @paroj9564
    @paroj9564 10 місяців тому

    Pronam....

  • @BithiGanguly76o.-_
    @BithiGanguly76o.-_ 10 місяців тому

    প্রণাম নেবেন আমার 🙏🙏🌹🌹❤️❤️

  • @sabitasaha7644
    @sabitasaha7644 10 місяців тому

    স্যার আপনি প্রথমে আমার প্রণাম নেবেন আপনি আমার খুব শ্রদ্ধেয়
    আপনার কাছে আমার একটি প্রশ্ন আশা করি উত্তর দেবেন
    রামায়ণ মহাভারত কাব্য না সত্যি ঘটনা ঈশ্বর কি সত্যি

  • @theproductivegoddess1186
    @theproductivegoddess1186 10 місяців тому

    অসাধারণ

  • @ratatoulli123
    @ratatoulli123 10 місяців тому

    pronam janai 🙏

  • @smukherjee497
    @smukherjee497 10 місяців тому

    Eaikhana Buddha no sayer abong
    Sankarachari yes sayer er mil onakta ache.only we have to make
    It harmony between them
    Best regards sir
    Subhra

  • @gouridas2275
    @gouridas2275 10 місяців тому

    প্রণাম আচার্যদেব।
    "শান্তম্ শিবম্ অদ্বৈতম্ চতুর্থ মন্যতে"।
    এই চতুর্থই কি তুরীয়ভাব?Silence?🙏🕉🙏

  • @babulohar5679
    @babulohar5679 10 місяців тому

    নমস্কার স্যার।।

  • @SonaSona-fs4vd
    @SonaSona-fs4vd 10 місяців тому

    প্রণাম মহাত্মা।

  • @bisakharoy2580
    @bisakharoy2580 10 місяців тому

    Eto gombhir alochonar por apni moja korleo eto bhalo lage❤

  • @subirsarangi6000
    @subirsarangi6000 9 місяців тому

    Sotti ki apurbo

  • @debasishchoudhury1393
    @debasishchoudhury1393 10 місяців тому

    🙏

  • @mihirmisra5549
    @mihirmisra5549 11 днів тому

    আশ্বলায়ন ঋষির শ্রৌতসূত্র থেকে বৈদিক হুতৃ কর্ম বিষয়ে বলুন। বৈদিক যুগের দশকর্ম একমাত্র আশ্বলায়ন ঋষির শ্রৌতসূত্র থেকে পাওয়া যাবে মনে হয়।❤

  • @dipalidas56
    @dipalidas56 10 місяців тому +1

    এযাবৎ আপনার সবকটা এপিসোডের মধ্যে কঠিনতম । অস্বীকার করছি না বুঝতে সত্যিই কষ্ট হয়েছে ।

  • @souravdas1710
    @souravdas1710 4 місяці тому

    Omakr jop kara odhikari ?? sobai ki omkar jop korte parbe ?

  • @chanchalbhattacharya2483
    @chanchalbhattacharya2483 10 місяців тому

    ভাবা যায়না।দার্শনিক চিন্তা কত উচ্চ স্তরে উঠতে পারে।অচিন্তনীয়।
    নমস্কার

  • @tapaskumardey1449
    @tapaskumardey1449 10 місяців тому

    দয়া করে মান্ধাতা, জন্মেজয়ে কাহিনী বণর্না করলে বাধিত হই। অনেককাল আগে শুনে ছিলাম, মনে নেই। আপনি যদি বলেন বড় ভালো হয়। প্রণাম নেবেন।

  • @EmonDasinRussia
    @EmonDasinRussia 10 місяців тому

    নমস্কার 🙏

  • @naimahsarker6860
    @naimahsarker6860 10 місяців тому +1

    আজকে কি নিয়ে আলোচনা হবে?

  • @truepresentation37
    @truepresentation37 10 місяців тому +1

    পিতা মাতা র প্রতি সন্তানের কর্তব্য নিয়ে অনেক সুসন্তান জ্ঞান গর্ভ বক্তৃতা দেন নিজেরা যেহেতু ভাগ্য গুনে পিতা মাতা র বাৎসল্য রস পান করেছেন। যারা ভাগ্য দোষে পিতা মাতা থাকা সত্বেও বাৎসল্য রসে বঞ্চিত তাদের কে নিয়ে একটা পর্ব হোক। High নাকি হাই বোঝা গেলো না।

  • @kushalghosh2666
    @kushalghosh2666 9 місяців тому

    Amra jeta recurrent decimal boli, mane pounopunik bindu, otao to infinity r e porichoi.

  • @SATYAMEVJAYATE1000
    @SATYAMEVJAYATE1000 10 місяців тому

    .

  • @swapanchatterjee7224
    @swapanchatterjee7224 9 місяців тому

    sanatan hindudharme biswasi manus onkar sabder prati khubi shradhasil. tar janya apnake nischay pranam janai. anek boi apnar para ache. kintu dwicharita keno? upalabdhi kothay? seta jadi thakto tabe bartaman nie gyan din. hathraser belay hate mombbati , durgapure belay chup?tabuo apnake pranam.

  • @arnabbasistha2175
    @arnabbasistha2175 7 місяців тому

    "অর্ধমাত্রা স্থিতা নিত্যা যানুচ্চার্যা বিশেষতঃ" বা মহেশ্বরী -র ব্যাখ্যার পরেই আপনি বললেন "যেটাকে বলে বৈখরী বাক"।
    কিন্তু তার পরের অংশটুকু শুনে মনে হল বৈখরী তো উচ্চারিত শব্দ। 'পরা'বাককে অনুচ্চার্যা বলা যেতে পারে।
    অনুগ্রহ করে সংশয় দূর করুন।

  • @goutamchatterjee4738
    @goutamchatterjee4738 10 місяців тому

    সব কিছু গুলিয়ে যাচ্ছে। ঠিক মত বুঝতে পারছি না । আমার জ্ঞান খুবই কম ।

  • @cablenetworksystems
    @cablenetworksystems 10 місяців тому

    Apnar jibon e bosti barir category k ei sob bojhate giye apni apnar sob Gyan nordomar Jole boiye diyechen😢 ei bhul ar ei sesh jibone korben na. Asha Kori comment ta chokhe porbe.😢😢😢