মন্ত্রের মন্ত্রণা || The Mantra || Nrisingha Prasad Bhaduri

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ •

  • @arunasarkar6383
    @arunasarkar6383 Рік тому +8

    মন্ত্রের মন্ত্রনা শুনে মন্ত্র মুগ্ধ হলাম ! অসম্ভব সুন্দর সরল বিশ্লেষণ ! 🙏

  • @SmitaPal
    @SmitaPal 2 роки тому +26

    এই চ্যানেল টি পেয়ে যে কি grateful আমি..আমার ভাষা নেই বলার।আপনার লেখা আমায় বারবার depression থেকে মুক্তি দিয়ে নতুন ভাবে reflecting শিখিয়েছে..সেই স্কুল লাইফে থেকে. আপনার প্রতিটা বুঝিয়ে বলা আমার spiritual awakening করিয়েছে, it saved me and shaped my thought process throughout. আমার চোখে আপনি আমার গুরু।আমার ভালোবাসা,ভক্তি শত অযুত প্রণাম আপনার পায়ে🤍🌼🌹

  • @simplysweet3037
    @simplysweet3037 Рік тому +1

    এতো সুন্দর ভাবে বলেন। এতো ভালো লাগে যে ছাড়া যায় না। কি সুন্দর উচ্চারণ এবং বাচন ভঙ্গি। অনেক ধন্যবাদ এবং প্রনাম জানবেন।

  • @ratnadityadutta5895
    @ratnadityadutta5895 2 роки тому +17

    আপনার বৈচিত্র্যময় উপস্থাপনা আমাকেও মন্ত্রমুগ্ধ করে তুলেছে । হৃদয় বিনয় তুলেছে আনন্দের সুরো মূর্ছনা। দেহখানি নিবেদিত হয়েছে যারশ্রীধরদেবের শ্রীপাদপদ্মে সেই আচার্যকে আমার মতো অর্বাচীনের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম।।

  • @sanjuktamondal6511
    @sanjuktamondal6511 2 роки тому +9

    আহা কি ভাবের কথা শুনলাম! মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মনের মধ্যে পবিত্র ভাব, রূপ প্রতিভাত হয়। খুব ভালো লাগলো। আপনার জ্ঞান অফুরন্ত। আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই 🌹🌹

  • @shubhojeetbose8407
    @shubhojeetbose8407 2 роки тому +11

    গায়ে কাঁটা দেওয়া বিশ্লেষণ। আমরাও মন্ত্রমুগ্ধ হয়ে শ্রবণ এবং মনন করলাম। প্রণাম নেবেন গুরুদেব।

  • @mandritachatterjee2918
    @mandritachatterjee2918 5 місяців тому +1

    এই ভিডিওটি গত বছরের,আমার কর্তা গতরাতে বলা ভালো গভীর রাতে বারংবার দেখেছেন, উনি আমাকে লিঙ্কটি পাঠানোর পর আমি দেখছি আজ । কি ভাবে যে মনের অনুভূতি ব্যক্ত করবো বুঝতে পারছি না, আপনি অকাতরে আমাদের পুষ্টি দান করে চলেন,আমাদের মতো আরো অসংখ্য মানুষ আপনার এই উপস্থাপনার সঙ্গে জুড়ুন এই কামনা করি, আপনি আমাদের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন।🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @debduttaalolikamukherjee7609
    @debduttaalolikamukherjee7609 2 роки тому +14

    একটা সময় আপনার রামায়ণ মহাভারতের চরিত্র বিশ্লেষণ পড়ার জন্য বর্তমান পূজা সংখ্যার একনিষ্ঠ পাঠিকা ছিলাম।অনেকদিন সেই অভ্যেসে ছেদ পড়েছে।সেই ধরনের বিশ্লেষন আপনার মুখে শুনতে পেলে মুগ্ধ হতাম।🙏🙏

  • @dhirendradebnath2639
    @dhirendradebnath2639 2 роки тому +8

    অসাধারণ। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। এমন আরও অসাধারণ প্রবচনের অপেক্ষায় রইলাম। নমস্কার 🙏🙏🙏

  • @muktimaity7646
    @muktimaity7646 2 роки тому +30

    মন্ত্রশক্তির যে অসীম ক্ষমতা তা এতক্ষণ মন্ত্র মুগ্ধ হয়ে শুনছিলাম।বেশি কথাবলে সেই রেশ টুকু হারিয়ে ফেলতে ইচ্ছে নেই।আপনি আমার সশ্রদ্ধ প্রনাম নেবেন স্যার।

  • @ritasingharoy1411
    @ritasingharoy1411 Рік тому +1

    প্রণাম ।মন মুগ্ধ কর ব্যাখ্যা শুনছি আর অবাক হচ্ছি যে এ যুগে দাড়িয়ে চিত্ত কে রঞ্জিত করার মতো এমন সাধু রূপী পণ্ডিত আমরা পেলাম ।সহস্র প্রণাম।

  • @santanuchattopadhyay2920
    @santanuchattopadhyay2920 2 роки тому +8

    "মননাৎ ত্রায়তে ইতি মন্ত্র "। অপূর্ব বিশ্লেষণ করলেন।

  • @pradyutroy8195
    @pradyutroy8195 2 роки тому +5

    অপূর্ব এ শ্রবণ 👌👌👌
    ধন‍্য আপনি স‍্যার আর সেই সঙ্গে আমাদের ও করলেন জগতের সারসত‍্য আমরা অজ্ঞানদের মাঝে বিলোনোর জন‍্য 🙏

  • @gargeegoswami3661
    @gargeegoswami3661 2 роки тому +2

    Asadharon sundor alochona sunlam
    Apnake pronam janai

  • @smc5312
    @smc5312 2 роки тому +13

    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয়ের সঙ্গে যারা একান্ত নিষ্ঠার সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন তাদের সবাইকে আমার প্রণাম।
    ঠাকুরের কাছে আপনাদের এই যাত্রাপথের সুগমতা এবং ভাদুড়ী মহাশয়ের সুস্বাস্থ্য প্রার্থনা করি, এছাড়া আমরা আর কিই বা করতে পারি।
    নিঃসন্দেহে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয়ের অভিজ্ঞতার আলোকে আমাদের দেখার চোখ বদলাচ্ছে। একটা ছোট্ট অনুরোধ করব, এভাবে খাপছাড়া বিভিন্ন বিষয়ে আলোক সম্পাতের বদলে কিংবা এরকম আলোচনাগুলোর পাশাপাশি যদি যেকোনো একটা বিষয়ে ধারাবাহিকভাবে ওঁর কথাগুলো রেকর্ড করা যায় তাহলে শ্রোতাদের খুব উপকার হয়। ভিডিওগুলোর লেন্থ এমন রেখে, যদি ওনার কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর একটা লেকচার সিরিজ জাতীয় বানানো যায় তাহলে খুব ভালো হয়। বিষয়টা গুরুত্বসহকারে বিবেচনা করবেন। ধন্যবাদ।🙏

    • @ranju56
      @ranju56 2 роки тому +1

      অতন্ত্য গুরুত্বপূর্ন কথা বলেছেন। উনার প্রতিটি ব্যাখ্যা এতটাই অনন্য যে উনার সব বক্তব্য কে একত্র করলে , খুব ভাল হবে

    • @malabanerjee8424
      @malabanerjee8424 2 роки тому +1

      আমি আপনার সিরিজ তৈরীর কথাটি খুব আনন্দ পেলাম। আমিও ওনার লেখা পড়ি এবং ইদানীং u/tube এ সবই প্রায় শুনছি। কতটা যে উপকৃত হচ্ছি তা বলার নয় কিন্তু কতটা কার্য্যক্ষেত্রে নিজেকে উন্নত করতে পারছি না সন্দেহের বিষয়। অসংখ্য ভূমিষ্ঠ প্রণাম।

    • @malabanerjee8424
      @malabanerjee8424 2 роки тому +1

      আরও আরও আপনার কাছে চাই। অসংখ্য ভূমিষ্ঠ প্রণাম। আলোচনার সারটুকু যেন কাজে প্রতিফলিত হয় এই আশীর্বাদ করুন।

  • @rajatbasu4747
    @rajatbasu4747 2 роки тому +25

    "যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে "

  • @subhashmitra1042
    @subhashmitra1042 Рік тому +1

    যত শুনছি তত মুগ্ধ হচ্ছি স্যার। বিনম্র শ্রদ্ধা নিবেদন করি।

  • @chandranathchatterjee9029
    @chandranathchatterjee9029 2 роки тому +8

    অপূর্ব অতুলনীয় অনবদ্য ।পুজ্য ভাদুরী মহাশয়কে অনন্ত প্রনাম জানাই ।বিষয় বস্তু অনুযায়ী ব্যাখ্যা শুনে মন ভরে গেল।

  • @jatindranathroy971
    @jatindranathroy971 2 роки тому +2

    অসাধারণ আলোচনা ।।অবশ্যই এই মন্ত্রগুলোর সঠিক উচ্চারণ হওয়া উচিত।

  • @pinakidhara989
    @pinakidhara989 2 роки тому

    আপনার লেখা খুব ভালো লাগে। আজ কথাও ভালো লাগল। কিভাবে যে প্রায় একটা ঘন্টা কেটে গেল টের পেলাম না। আপনাদের মতন ব্যক্তিরা এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে যত বেশি করে আপনাদের ভাবনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন ততই মঙ্গল।
    প্রণাম নেবেন
    🙏🌹🙏

  • @amulyajha3633
    @amulyajha3633 2 роки тому

    স‍্যার আপনি প্রণম‍্য। যতই আপনার এই কথগুলো শুনছি ততই যেন মণ্ত্রমুগ্ধ হচ্ছি।প্রতিটি শব্দ অর্থসহ ব‍্যাখ‍্যা মনমুগ্ধকর।

  • @sarbanibagchi5366
    @sarbanibagchi5366 2 роки тому +5

    খুব খুব ভালো লাগলো, আপনার ব‌ইও যেমন মুগ্ধ হয়ে পড়ি, তেমনই আপনার বক্তব্য গুলি অসাধারণ লাগে। আপনাকে অনেক প্রনাম।

    • @nilaybaran4936
      @nilaybaran4936 2 роки тому

      আমারও লাগত ।তবে "ক্যা ক্যা ছিঃ ছিঃ" এর পর ওনার মূল্যায়ন করা সমস্ত চরিত্র গুলি আবার পুনঃ মূল্যায়ন করতে হচ্ছে ।কারন মানুষটির চিন্তা ভাবনার প্রতিফলন ঘটে তাঁরই করা মূল্যায়নের মধ্যে ।সবচেয়ে খারাপ লাগছে আমার ঘামে ঝরা পরিশ্রমের পয়সায় কেনা ওনার লেখা বইগুলো এখন কেজি দরে বিক্রি করতে হচ্ছে বলে ।

    • @SoumD85
      @SoumD85 2 роки тому

      @@nilaybaran4936 Unar asadharon lekhagulo Goru Chagol der kache na thakai bhalo...

  • @Fairsinglegirl888
    @Fairsinglegirl888 2 роки тому

    ওহো মাই গড খুব সুন্দর গজিয়েছেন। খুব সুন্দর অসাধারণ অসাধারণ। আপনাকে শত শত প্রণাম।

  • @AnandamoyChakraborty
    @AnandamoyChakraborty 2 роки тому

    Sir pranam neben. First time eto sundor bisleson sunlam. Valo thakun , sustho thakun sir. Aro ei rokom bisleson er opekhai roilam

  • @ashimkumarsinha9193
    @ashimkumarsinha9193 2 роки тому

    খুব খুব ভালো লাগলো। আমরা আপনার মত একজন মানুষের কাছ থেকে, বক্তব্যগুলো শুনে অত্যন্ত সমৃদ্ধ হচ্ছি।কারণ আপনি একাধারে পন্ডিত, অন্যদিকে ভাবুক মননশীল। এত সুন্দর সহজভাবে কঠিন সংস্কৃতের শ্লোকগুলোর যুগোপযোগী ব্যাখা করেন, সেটা বিষ্ময়কর। ভালো থাকবেন। 💝

  • @sushovondassharma4884
    @sushovondassharma4884 2 роки тому +4

    অসাধারণ ব্যাখ্যা। মনের কথা। প্রণাম নেবেন। ভালো থাকবেন..

  • @bijoyapaul8956
    @bijoyapaul8956 2 роки тому +2

    এত সরল মন্ত্রের ব্যখ্যা পেয়ে ভীষন উপকৃত হলাম। প্রণাম নেবেন স্যার।

  • @santanupaul4665
    @santanupaul4665 2 роки тому +4

    আপনাকে স্বচক্ষে দেখার সৌভাগ্য হবে কিনা জানিনা। তবে আমার শিক্ষকতা পেশায় ,আপনার বাণী গুলি অনেক কাজে লাগাতে পেরেছি, আরো পারবো এই আশা রাখি। আন্তরিক শ্রদ্ধা মিশ্রিত প্রণাম জানাচ্ছি। আপনার দীর্ঘায়ু কামনা করি।

  • @alokdas8558
    @alokdas8558 2 роки тому +2

    বড় মূল্যবান বক্তব্য। শুনে মোহিত হোলাম।

  • @naturerealoaded
    @naturerealoaded 2 роки тому +8

    আপনার একটি বই পড়েছিলাম, মহাভারতের ছয় প্রবীণ।।। অসাধারন 🙏🙏🙏🙏

    • @nilaybaran4936
      @nilaybaran4936 2 роки тому +1

      আমিও পড়েছি ।তবে "ক্যা ক্যা ছিঃ ছিঃ" এর পর ওনার মূল্যায়ন করা সমস্ত চরিত্র গুলি আবার পুনঃ মূল্যায়ন করতে হচ্ছে ।কারন যে কোনও মানুষের চিন্তা ভাবনার প্রতিফলন ঘটে তাঁরই করা মূল্যায়নের মধ্যে ।সবচেয়ে খারাপ লাগছে আমার ঘামে ঝরা পরিশ্রমের পয়সায় কেনা ওনার লেখা বইগুলো এখন কেজি দরে বিক্রি করতে হচ্ছে বলে ।

    • @naturerealoaded
      @naturerealoaded 2 роки тому +4

      আমি সেই দিকে যাচ্ছি না, আপনি যেটি বলতে চাইছেন আমি বুঝেছি।। কিন্ত একটি মানুষ যিনি এতো সমৃদ্ধ, যার কাছে আমি কিছু শিখে যেতে পারি সেটা জানবো না! আপনি বই গুলো আমাকে দিতেন যত্নে রাখতাম,, আমি শ্রদ্ধেয় স্যার এর সম্পর্কে এটাই বলতে পারি যে তিনি আমাদের যে উপহার দিয়েছেন সেটি অসামান্য 🙏🙏🙏 আমি নিজে একজন ডাক্তার, আমার বয়স মাত্র ৩৭, সময়ের ফাঁকে আমি অবশ্যই ওনাকে স্মরণ করি

    • @SoumD85
      @SoumD85 2 роки тому

      @@nilaybaran4936 Ekdi k bhaloi korechen..Unar asadharon lekhagulo Guro Chagolder kache na thakai bhalo..

    • @Canada_GhorSansar
      @Canada_GhorSansar 2 роки тому +1

      Srastar parichoy tar sristi te..tar rajnaitik dristi bhongi te na

  • @kalyanray7
    @kalyanray7 2 роки тому +1

    দারুণ, এরকম ব্যখ্যা আগে শুনিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @mnbvzxcv1
    @mnbvzxcv1 2 роки тому

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম l আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই l

  • @abantichakraborty6845
    @abantichakraborty6845 Рік тому

    Asadharon bishlashon korechen, Sir. Apnake onek onek pronam.

  • @purnimabhattacharjee8589
    @purnimabhattacharjee8589 2 роки тому

    উদারমনস্কতা বিদ্বান ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য। আপনার বক্তব্য তার ই পরিচয়।

  • @bapirrannaghar
    @bapirrannaghar 2 роки тому +5

    শব্দের যে শক্তি আছে তা সত্যি, অন্তত এটা আমি অনেকবার অনুভব করেছি।

  • @PalashKantiRoy-s6d
    @PalashKantiRoy-s6d 8 місяців тому

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। সহস্র প্রণাম!

  • @haimantisarkar9765
    @haimantisarkar9765 2 роки тому +1

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনি,খুব ইচ্ছে ভারতে গিয়ে একবার হলেও আপনার সাথে দেখা করে কথা বলা।

  • @madhumitabiswas2793
    @madhumitabiswas2793 2 роки тому +4

    ধন্যবাদ স্যার এতো সুন্দর আলোচনার জন্য, একটা কথা জানতে চাই আমাদের এই ব্যস্তময় জীবনে যেখানে আমাদের মন্ত্রের জোর নেই, তাহলে আমাদের পূজো আচ্চা কিভাবে করা উচিৎ?.

  • @somabandyopadhyay9067
    @somabandyopadhyay9067 2 роки тому +1

    আমিও সংস্কৃতর ছাত্রী, খুব সত্য কথা এতো ভুল মন্ত্র সাথে লিঙ্গ পর্যন্ত ঠিক করে বলে না পুরোহিতরা মাথা ঘুরে যায় শ্রদ্ধেয় মহাশয় । আপনাকে সশ্রদ্ধ প্রণাম।

  • @buddhadebchatterjee9640
    @buddhadebchatterjee9640 2 роки тому +5

    মনটা ভরে গেল ।নমস্কার ।

  • @dr.tirthankarbanerjee9758
    @dr.tirthankarbanerjee9758 2 роки тому +2

    মা সরস্বতী আপনার হৃদয়ে বসে আছেন🙏🙏

  • @arpitachatterjee4109
    @arpitachatterjee4109 Рік тому

    Thank you Sir. I listen to all that you say with rapt attention. Thank you for enlightening us in you tube. We would never know these clear details other wise.

  • @amarganamarpran4670
    @amarganamarpran4670 2 роки тому

    প্রত্যেকটি পর্বের জন্য মুখিয়ে থাকি, অসাধারণ!🙏🙏

  • @minuchatterjee4082
    @minuchatterjee4082 2 роки тому +2

    প্রনাম জানাই স্যার,আপনাকে।অপূর্ব আলোচনা।"নাম এবং নামী অভেদ"।

  • @samyasdiary9783
    @samyasdiary9783 Рік тому +3

    জ্যোতিষ শাস্ত্রের বর্তমান প্রাসঙ্গিকতার উপর আপনি যদি দয়া করে সামান্য জ্যোতি দান করেন আশা করি অনেকেই বাধিত হবে।

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Рік тому

    Asadharan apnar bislesan,apnar alochana mantramugdho hoe suni🙏🙏

  • @abhijitroy2365
    @abhijitroy2365 2 роки тому

    Asadharan. Amar pranam neben.

  • @ashokkumarmondal967
    @ashokkumarmondal967 2 роки тому +10

    Since childhood we are deprived of the Vedic education due to the dominant British India invasion. Now Sir, gratitude to you for dedicating us to be conscientised again. Aum Shanti Aum Bhagabate Basudevaya Namo

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 Рік тому

      Thik bolechen loke purohiter bhul montro nia kotakho kore kintu kokhono sothik montro bolar jonno j sankritoh bhasar sekhar proyojon pore seta bhule jay

    • @sdutta8
      @sdutta8 Рік тому

      I think the British wanted to preserve Sanskrit education; it was Raja Ram Mohan Roy who wanted to introduce English education, although well versed in both Sanskrit and Persian himself.

  • @jaalimsinhjaadejaa8283
    @jaalimsinhjaadejaa8283 2 роки тому +7

    बंगाली भाषा ज्यादा समज नही आती किंतु मंत्र जप आदि के विषय मे प्रस्तुति है यह समज आ रहा है ।इस विषय मे बंगाल के ही एक महा पुरुष स्वामी प्रत्यागात्मानंद सरस्वती जी की पुस्तक है "जपसूत्रम" बंगाली भाषा मे 6 भाग में है उसका 2 भाग हिंदी में अनुवाद भी है।अद्भुत पुस्तक है। काशी में विश्व विद्यालय प्रकाशन अथवा चौखम्बा में मिल सकती है।

  • @samiraswarpaul7376
    @samiraswarpaul7376 2 роки тому +2

    খুবই গুরুত্বপূর্ন একটি আলোচনা। যেহেতু সমস্কৃতের মতো অত্যান্ত সুন্দর ও মধুর এই ভাষাটি রপ্ত করার সৌভাগ্য আমাদের অনেকেরই হয়ে ওঠেনি, ভূলতো আমাদের হবেই। তবু ধর্ম রক্ষার্থে যথাসাধ্য মন্ত্রতো উচ্চারন করতেই হবে। সৌভাগ্য বসতঃ মন্ত্রহীনম ক্রিয়াহীনম বা যদক্ষরম পরিভ্রষ্টমের মতো ভূল সুদ্বির শ্লোক গুলিও মহাত্মারা রেখে গেছেন। নমস্কার ধন্যবাদ।

    • @rumaray2965
      @rumaray2965 2 роки тому

      অনেক অনেক প্রনাম🙏🙏🙏🙏

  • @SDNM09
    @SDNM09 2 роки тому +9

    জীবিত কিংবদন্তি আপনার চরনে শত শত নমন।🙏🙏🙏

  • @amalkumarbhattacharjee7179
    @amalkumarbhattacharjee7179 2 роки тому +1

    Khub sunder alochana, khub valo laglo 🙏🙏🙏🙏

  • @siddharthdas4347
    @siddharthdas4347 2 роки тому +1

    খুব ভাল লাগল l অনেক কিছু জানতে পারলাম l ধন্যবাদ l

  • @subhasisroy8659
    @subhasisroy8659 2 роки тому +2

    সত‍্যি মন্ত্রমুগ্ধের মতো শুনছি আপনার প্রতিটি উপস্থাপনা। প্রাপ্তির প্রতি মোহাবিষ্ট হচ্ছি তাই চতুর্বেদ মন্ত্রসহ আলোচনা শুনবার একটা অনুরোধ আপনার কাছে রাখছি।

  • @Picklu17Arna
    @Picklu17Arna Рік тому

    Darun sir onekk santi pachi

  • @dipankarchakraborty4211
    @dipankarchakraborty4211 2 роки тому +1

    শ্রদ্ধেয় স্যার আমার প্রণাম নেবেন🙏খুব খুব ভালো লাগলো।

  • @surajitpal7789
    @surajitpal7789 2 роки тому

    The living legend.... Ektu holeo notun kichu janlam, pronam neben

  • @rounakpal9327
    @rounakpal9327 6 місяців тому

    Chomotkar uposthapon ❤❤

  • @pratimabarat3616
    @pratimabarat3616 Рік тому

    Asadharon sunte laglo

  • @priyankamazumder6603
    @priyankamazumder6603 2 роки тому

    Khub valo lglo.

  • @tapaskumarbhowmick5600
    @tapaskumarbhowmick5600 Рік тому

    Beautiful analysis. God bless you

  • @sudhin1196
    @sudhin1196 Рік тому

    অসাধরণ। শব্দই ব্রহ্ম। এটা ঠিক। আপনাকে প্রণাম।

  • @atanudatta6328
    @atanudatta6328 2 роки тому +2

    অসাধারণ। অসাধারণ। অসাধারণ।।।

  • @sudeshnadas2900
    @sudeshnadas2900 2 роки тому +41

    কিছু পুরোহিতরা এমন ভয়ংকর ভুল মন্ত্র বলেন যে সামান্য সংস্কৃত জানে তার খুব কষ্ট হয়।

    • @sribaschowdhury3741
      @sribaschowdhury3741 2 роки тому

      এতে ওনাদের কোনো দোষ নেই। কারণ ওনাদের শেখানোর বিদ্বান কই? আমাদের সংস্কতিতে গুরু শিষ্য পরম্পরা ছিলো।। যেটা কালের পর কাল চলে আসছিল। কিন্তু মেকলে আর পরে স্বাধীনতার পর রাজনীতির কারণে এই বিষয় টা শেষ হয়ে গেলো

    • @dipakroy9297
      @dipakroy9297 2 роки тому +6

      সংস্কৃত জানা লোকেরা কেন নিজের বাড়িতে পুরোহিতদের ডেকে আনে ?

    • @sudeshnadas2900
      @sudeshnadas2900 2 роки тому +2

      দূর্গা পুজোর কথা বলছিলাম।

    • @ShuddhabhaktiChatterjee
      @ShuddhabhaktiChatterjee 2 роки тому

      Hmm

    • @swadeshbandopadhya.1809
      @swadeshbandopadhya.1809 2 роки тому +5

      ভালো পুরোহিত অনেক আছে। আপনারা একটু খোঁজ নেবেন। এখন অধিকাংশ লোক আদব কায়দা সম্পন্ন পুরোহিত কে বেশি প্রাধান্য দেন ।

  • @raghunathde2061
    @raghunathde2061 2 роки тому

    অসাধারণ ব্যাখ্যা শুনে খুবই খুশি হলাম

  • @arghyamukul
    @arghyamukul 2 роки тому

    Aapnar lekha porechi khoob bhalo laage ebong wriddho hoi, aapnar video on different topics enjoy korchi o onek kichu shikchi.
    Shubechcha neben 🙏🙏🙏

  • @goutamsaha235
    @goutamsaha235 2 роки тому +6

    আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা,
    যা জেনেছি সেটুক হল এই
    তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
    আসবিনে তোর এমন সাধ্য নেই। 🙏🙏🙏🙏🙏 মহাপ্রভু আপনাকে দীর্ঘায়ু দান করুন।

  • @phalgunimishra1892
    @phalgunimishra1892 2 роки тому +1

    Excellent. It is in our soul.

  • @soumitrachakraborty1204
    @soumitrachakraborty1204 2 роки тому +2

    অসাধারণ ব্যাখ্যা। প্রণাম নেবেন

  • @indranichakraborti4169
    @indranichakraborti4169 2 роки тому

    এক সময় আপনার লেখা পড়ে আনন্দ পয়েছি। কালক্রমে আর বই পড়া হয়ে ওঠেনা । আপনাকে এইখানে পেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। প্রণাম গ্রহণ করবেন 🙏

  • @CharanBauri-gy2fn
    @CharanBauri-gy2fn Місяць тому

    অপুর্ব ব্যাখা প্রনাম 🙏🙏🙏

  • @sayardutta8120
    @sayardutta8120 2 роки тому +1

    asadharon...

  • @manasbhattacharjee7673
    @manasbhattacharjee7673 2 роки тому +40

    🙏স্যার আমি একজন সংস্কৃতের ছাত্র । আমি রবীন্দ্র ভারতীতে পড়ার সময় শ্রদ্ধেয় পণ্ডিত পিতাম্বর ঝাঁ এর কথা শ্রদ্ধেয় স্যার ড. সত্যনারায়ণ চক্রবর্তী মহাশয়ের কাছে শুনেছি তিনি অনেক সময়েই স্যারকে(সত্যনারায়ণবাবুকে) নাম ডাকার জন্য বলতেন ।🙏🙏🙏🙏

    • @sovabanerjee9030
      @sovabanerjee9030 2 роки тому +2

      Mantramugdha hoea sunlam.🙏🙏🙏🙏🙏🙏

    • @bodhisattvagupta6845
      @bodhisattvagupta6845 2 роки тому +7

      আপনি যাঁর চাটেন তাঁর তার মন্ত্র উচ্চারণ শুনেছেন?

    • @bodhisattvagupta6845
      @bodhisattvagupta6845 2 роки тому +5

      অং বাং চং আপনি যার চাটেন তার কবিতা!

    • @pratipdasgupta9422
      @pratipdasgupta9422 2 роки тому +1

      @@bodhisattvagupta6845 a BVG

    • @SoumD85
      @SoumD85 2 роки тому +3

      @@bodhisattvagupta6845 tor somosya ta ki? Tui jader pechon chatis tader ki haal!

  • @007harishNaskar-pv9hf
    @007harishNaskar-pv9hf 8 місяців тому

    Next jenereson proud of

  • @mousumiganguly7575
    @mousumiganguly7575 Рік тому

    পরমপুরুষ ভাবের প্রার্থী।

  • @kakalichoudhurykakalichoud7317
    @kakalichoudhurykakalichoud7317 2 роки тому +3

    অপূর্ব!!! মনে হচ্ছে শুনেই যাই অনন্তকাল ধরে আর শব্দগুলিকে চেতনার অন্তঃস্থলে সংরক্ষণ করে রাখি। প্রণাম জানাই। 🙏💐

  • @parthakumarganguly7382
    @parthakumarganguly7382 2 роки тому

    অনেক কিছু শিখলাম।
    ধন্যবাদ আপনাকে।

  • @minuchatterjee4082
    @minuchatterjee4082 2 роки тому +3

    মনের ত্রান করে যা,'তা' ই মন্ত্র।

  • @chanchalachakraborty7917
    @chanchalachakraborty7917 3 місяці тому

    অসাধারন 🙏🙏🙏

  • @ধর্মমূলকচ্যানেল

    অসাধারণ লাগলো ,প্রণাম জানাই

  • @byomkeshmisra9279
    @byomkeshmisra9279 Рік тому

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

  • @sutapakarmakarroy9988
    @sutapakarmakarroy9988 2 роки тому +1

    ওঁম যৌ দেবাগ্নৌ : আমাদের স্কুলের প্রার্থনা মন্ত্র।

  • @dipanwita0928
    @dipanwita0928 Рік тому +1

    সুস্থ শরীরে দীর্ঘায়ু হয়ে আমাদের আলোর পথ দেখান 🙏🙏🙏🙏

  • @dhruba
    @dhruba 2 роки тому +3

    প্রতিদিন এক ঘন্টা বরাদ্দ রাখি আপনার ভিডিয়োর জন্য।

  • @1976chandrasekhar
    @1976chandrasekhar Рік тому

    Sir ami Ballygunge e thaki apni kothye thaken? Choto theke thakumar kache apnar lekha shunechi Mahabharat & krishno, tai dekhte ichaa kore ...

  • @madhukapoor1327
    @madhukapoor1327 2 роки тому +2

    দারুন !! দাদা !!

  • @swarupghosal2475
    @swarupghosal2475 Рік тому

    অপূর্ব অপূর্ব অপূর্ব

  • @utpaldas7413
    @utpaldas7413 Рік тому

    Excellent!!!

  • @AnaldebBanerjee
    @AnaldebBanerjee 2 роки тому

    অনেক কিছু শিখলাম❤️🙏🙏

  • @pinakpanidas8425
    @pinakpanidas8425 2 роки тому

    হে মহাসমুদ্রের নাবিক লহ প্রণাম

  • @prpegp9103
    @prpegp9103 10 місяців тому

    Sir please discuss in details between Tantra, Mantra, and Yantra.

  • @debabratabhowmick5589
    @debabratabhowmick5589 2 роки тому +2

    জয় জয় মা, স্যার কাউকে অবহেলা করবেন না। আমরা সবাই মায়ের।

  • @polysengupta8400
    @polysengupta8400 Рік тому

    Khub sundor

  • @pinakroy8717
    @pinakroy8717 2 роки тому

    Excellent.Please intimate me the best bengali book for all the Vedus in a nutshell.

  • @sumalidaschatterjee6366
    @sumalidaschatterjee6366 2 роки тому +1

    মন্ত্রমুগ্ধ হলাম

  • @lahirisomankar
    @lahirisomankar 2 роки тому

    ্রণাম জানাই। অতি সুন্দর। 🙏

  • @bihongkollogov
    @bihongkollogov 2 роки тому +7

    শ্রী রামকৃষ্ণ দেবও সাধারণ মানুষের জন্য মন্ত্রের সহজ ব্যাখ্যা দিয়েছিলেন যে, মন্ত্র হল মন তোর। অর্থাৎ মন বা ভাবই সব। পুরনো মহাভারত সিরিয়ালও কৃষ্ণ চরিত্রের মুখে একটি অসামান্য কথা ছিল; শ্রী কৃষ্ণ বলছেন, যে যে নামেই ডাকুক, আমি যদি বুঝতে পারি সে আমাকে ডাকছে তাহলে আমি ঠিকই যাবো।

  • @সৃষ্টিসুখ-ত৬ম

    মন্ত্রমুগ্ধের অসাধারণ বিশ্লেষণে আমি সত্যিই আপ্লুত।

  • @gourkumar8992
    @gourkumar8992 Рік тому

    প্রণাম 🙏🙏🙏

  • @sayantanghosh4912
    @sayantanghosh4912 2 роки тому

    Asadharonnn,,,