বাংলা সাহিত্যের এক শ্রেষ্ট রত্ন, বিভূতিভূষণ....... তার কোনো লেখাই শুধু লেখা নয় যেন এক একটি অপার্থিব সৌন্দয্যের নিখুঁত চিত্র.......! স্বয়ং ঈশ্বর তার সৃষ্টি কে যেমন করে গড়েছেন , অবর্ণনীয় সেই প্রকৃতি থেকে জীব জগৎ এর সার্থক বর্ণনা একমাত্র এই এক জন বাঙালী সাহিত্যিক মহাপুরুষ ই দিয়েছেন বাংলা সাহিত্য কে বিশ্বের বিস্ময় রূপে তার মনের কলমে..…......! পৃথিবীতে এর কোনো বিকল্প নেই ! বাংলা ভাষাকে বিশ্বের দরবারে সর্বোচ্চ সম্মান তার ই অসাধারণ অথচ অতি সাধারনের কথাই এনে দিয়েছে , যা বাঙালী জাতির চিরকালীন ' অহংকার '........! " সুন্দরবনের সাত বছর" এত দিন না পড়ার আক্ষেপ মিটলো আজ প্রায় গভীর রাতে , " গল্প মীরের ঠেকে " জুড়ে থাকার জন্য , মন শান্ত ও মুগ্ধ হয়ে গেলো তোমাদের এমন আন্তরিক কঠিন প্রয়াস কে সার্থক রুপায়নের দৌলতে...... বড় সুখ পেলাম এই গভীর রাতে একান্তে ! তোমাদের সকলকে নতুন দিনের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি , সব্বাই ভালো থেকো কেমন......👍❤️💐🙏
স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই গল্পের বইটি উপহার পেয়েছিলাম স্কুলথেকে,তখন অনেক ছোটো ছিলাম গল্পটা বুঝতে পারিনি তাই ভালো করে পড়িও নি।কিন্তু আজ এতো বড়ো হয়ে যখন কলেজের পড়া পড়ছি তখন এই গল্পটা শুনে মনে হচ্ছে সত্যিই কি সুন্দর একটা গল্পও মিশ করে যাচ্ছিলাম। ধন্যবাদ মীর দা 🙏
"সুন্দর বনে সাতবছর" শোনার পর মনে হল, আমি স্বয়ং সাতটি বছর যেন ওভাবে নিবারণ, মনু বা গল্পের কথকের সঙ্গে কাটিয়ে এলাম...👌 কখনো মনে হল " Life of pi " দেখছি...👌 শেষ অংশটাতে যেন 'দ্য কাউন্ট অফ মন্টেক্রিস্টো' র 'অ্যাবেফারিয়া' কে নতুন করে খুঁজে পেলাম মনে হল...👌 গপ্পো মীরের ঠেক যেন প্রতি শনিবার অনবদ্য একটি করে ছায়াছবি দেখাচ্ছে.... যার কোনো তুলনা হয় না... বিভূতিভূষণ যে কি ভাবে এহেন সব কাহিনীর বর্ণনা দিয়ে গেছেন, তা ভাবতে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই... আর গপ্পো মীরের ঠেকের.... আবহ, অভিনয়,আর গল্প-কথকের অনর্গল বলে যাওয়ার মধ্যে যে টানটান উত্তেজনা, যা অন্য জগতে নিয়ে গিয়ে উপনীত করে, তা কোনো বিখ্যাত ছবি দেখার অভিজ্ঞতার থেকে কম কিছু যে নয়, তা হলফ করে বলতে পারি...👍
এই generation এ জন্ম হয়ে আমি ধন্য শুধু আপনার জন্য মীর দা....আপনি না থাকলে আমাদের কি হতো বলুন তো??😢 এত ভালো ভালো গপ্পো শুনতে পেরে সত্যি আমি আনন্দিত ❤❤❤❤❤
কল্পনায় সেই অতি আশ্চর্যময় সৌন্দর্য যেন নিজ চোখে দেখতে পাচ্ছিলাম গল্পটি শুনতে শুনতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি যেমন সুন্দর তেমন সুন্দর গপ্প মীর এর ঠেক এর উপস্থাপনা। ধন্যবাদ মীর দা ।।। ❤
Class 6 e porakalin eita pora....sesh ta pore kende felechilam aaj 5 bochor bade sune nijeke seshe ar atke rakhte parlam na... golpo er narration ta ato sundor chokh diye jol goriye porlo....vison sundor laglo❤❤
বাংলা ক্লাসিক অনেক গল্পই আমার পড়া ছিল না, সেগুলোকে সাধু থেকে চলতি রপান্তর করে এত সুন্দর ভাবে পরিবেশনা করা হচ্ছে ঠেকে, আমরা শুনে সমৃদ্ধ হলাম। কখনো মোহাম্মদ নাজিম উদ্দিন স্যারের লেখা পেন্ডুলাম উপন্যাসটি শুনতে চাই ঠেকে। রিকোয়েস্ট রইলো দাদা...
অসাধারণ, অভূতপূর্ব, অনবদ্য এক উপস্থাপনা। এরকম আরও গল্প শোনার অপেক্ষায় রইলাম। সবটা এতটাই জীবন্ত ছিল যে শ্রোতাও গল্পের চরিত্রের সাথে সাথে কিছু মুহূর্ত কাটিয়ে দিলো সেই সুন্দরবনের জলা জঙ্গলে আর অচিন দ্বীপে ছোট কুটিরে। শ্রোতাও নীলুর মতো ভাসে নদীতে , নদী থেকে সমুদ্রে।। টিম গপ্পো মীরের ঠেককে আবারও অসংখ্য ধন্যবাদ 😊।
সৈয়দ মুস্তাফা সিরাজের কিছু গল্প শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ মীর দা, গপ্পো মীরের ঠেক এখন শুধু শনিবার নয় রোজ শুনতে ইচ্ছে হয়।এই ঠেক মনে জাগায় নতুন অনুভূতি। কতো ঘটনা দুকান জুড়ে, হারিয়ে যাই অনেক দূরে। মনে হয় সব নতুন কিছু, কে যেন আসে পিছু পিছু। মনজুড়ে শুধু নতুন আবেগ, সবার প্রিয় গপ্পো মীরের ঠেক।
এই রকম দারুণ দারুণ গল্পের মাধ্যমে "" গল্প মীরের ঠেক "" বাঙালি দের হৃদয় স্পর্শ করুক 😊💙❤️.. মীর দা আমি ডায়মন্ড হারবার থেকে 😊 তোমাকে দর্শন করার ভীষণ ইচ্ছে আমার 😊 l আসা করি আমার মত মীর দা কে দেখার ইচ্ছে প্রতিটা মানুষেরই 😊 l
মীর ভাই,আমি বাংলাদেশ থেকে তোমার ফ্যান,শুভাকাঙ্ক্ষী, ছোট ভাই। তোমার সাথে আমার প্রথম পরিচয় সেই ETV bangla এর "ব্যাটা বেটির ব্যাটেল" শো থেকে। টিভিতে ওখানেই তোমাকে প্রথম দেখি,এরপর মিরচি তে "Hi Kolkata ", " sunday suspense","মিরাক্কেল","মুভি","ভ্লগ" তোমার পিছু নিতে নিতে এই যে এখন তোমার ঠেকে। আমার একটা আবদার ছিল,আমরা এপার বাংলার ছেলেদের ছেলেবেলায় বেশ অনেক খানি প্রভাব রেখে গেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার। উনার সৃষ্ট "হিমু" চরিত্রটা সব চেয়ে বেশি পাঠক সমাদৃত। যদি হিমু সমগ্র থেকে কিছু একটা পড়ে শোনাও তোমার ঠেকে,তবে আমরা specially আমি খুব খুশি হবো। তোমার জন্য অকৃত্রিম ভালবাসা আর দোয়া।বিধাতাপুরুষ সবসময় ভাল রাখুক তোমাকে।
বিভূতি-ভূষণ বন্যোপাধ্যায়ের সেরা গল্প "চাঁদের পাহাড়" আমার সবথেকে বেশি পছন্দের আর আজকে "সুন্দরবনের সাত বছর" সেরা পছন্দের তালিকায় আরেকটা যোগ হলো... আরো কমপক্ষে ২-৩ বার তো শুনবোই... অসাধারণ সৃষ্টি সাথে তোমাদের উপস্থাপনা... __মানুষ হঔ সময় নষ্ট করো না
নতুন উৎসাহে গল্প শুনতে শুরু করলাম । জানি এক অনির্বচনীয় আনন্দে মান ভরে যাবে । মীর তোমাকে আমার অজস্র ধন্যবাদ। বাংলা সাহিত্যকে এভাবে তুলে ধরবার জন্যে ।❤❤❤❤
বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের গল্প মানেই আলাদা ধরনের রোমাঞ্চ...আলাদা ধরনের অনুভূতি...❤🎉....গল্পের আবহ সঙ্গীত সহযোগে সমস্ত কিছুই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি...❤
কোনো কথা বলার ভাষা নেই। সাহিত্যের লেখনীর বাঁধনে আর মিরদার গল্প বলার ভঙ্গিমায় প্রতিটা কথা যেন মুক্ত হয়ে উঠেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় কে 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 শতকোটি প্রণাম। সুন্দরবনের মাকে আর সাগর পাড়ের দাদুকে বড় মিস করবো।
Mone ekrokom emotion jagalo nature ke liye eii golpo ta... Really very appreciative story Mir sir Asha korchi eram aro emotional story apnar kache pawa jabe😊 With lots of thank.. 💖
সুন্দরবন যাবার এতো ইচ্ছে ছিল। জানিনা হবেও কিনা।কিন্তু এই গল্প শুনে মানষ চোক্ষে যেন সুন্দরবনের আনাচে কানাচে ঘুরে এলাম। সুন্দরবন নিয়ে এর আগেও বেশ কিছু গল্প, সিনেমা পড়েছি এবং দেখেছি কিন্তু এতো সুন্দর, বাস্তবভাবে কখনো অনুভব করতে পারিনি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কি অনবদ্য সৃষ্টি এবং সেই সাথে তোমাদের কন্ঠে তা যেন জীবন্ত হয়ে উঠেছে। শেষের দিকে তো চোখে জল চলে এসেছিল।ধন্যবাদ মীরদা ❤️ কুর্নিশ জানাই তোমাকে।
Abaro ekta Mon chuye jabar moto ekta galpo.. R Mir dar uposthaponar jonne ta ro pranobanto hye utheche.❤❤. Dhonnobad Mir da abaro Tomar r puro team k.🙏🙏
মুগ্ধ হয়ে শুনলাম, খুব ভালো লাগলো। সত্যি ই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্প পড়েছি কিন্তু এই গল্পটা কোন দিন পড়িনি, আজকে গল্পটা শুনে অসাধারণ লাগলো। ধন্যবাদ মীর দা এবং পুরো টিম কে।
Amar jibone sona sob theke sera golpo chilo ! Ami jeno golpo ta feel korte pacchilam ar ses ta ato sundor chilo je ama sorir e kata dia uthchilo ❤ thank mir da atto sundor akta golpor jonno 😊
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হোক বা উপন্যাস শোনার সঠিক ঠিকানা হয়ে উঠেছে গপ্পোমীরের ঠেক ❤❤❤ পথের পাঁচালী,মরণের ডঙ্কা বাজে,তিরোলের বালা,ভৈরব তান্ত্রিক ইত্যাদি গল্প-উপন্যাসের পর আজ শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও একটি অনবদ্য রচনা "সুন্দরবনে সাত বছর"। এরপর "আরণ্যক" আর "আদর্শ হিন্দু হোটেল" এর জন্য মুখিয়ে রয়েছি আশা করি সেগুলোও তাড়াতাড়ি ঠেকে পাবো 🙏🙏🙏
অত্যন্ত মর্মস্পর্শী গল্প এবং ততোধিক প্রাণোচ্ছল উপস্থাপনা। অনেক ধন্যবাদ, টিম গপ্পো মীরের ঠেক, এত সুন্দর একটি উপস্থাপনা উপহার দেওয়ার জন্য। সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ❤
Last 2 minutes kono Hollywood movie er climax er theke kom noi... background e ekta soft music + Seagull er daak + Mir er Voice + dark rook + earbuds with closed eye = just ❤️🔥🔥
বাবা রে বাবা, দাদু নাতির গল্প গুজব দূর্দান্ত.. ভয়ংকর সমুদ্রের এমন ইতিহাস দাদুর কাছে শুনে, নীলমনির রায় এর জীবন যেন ধন্য হয়ে গেল.. 🙏 🙏 🙏 এই সুন্দরবনের সাতবছর, অসম্ভব সুন্দর হৃদয় বিদীর্ণ গপ্পো.. নমস্কার 🙏 বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় 🙏.. এবং গপ্পো মীর এর ঠেক কে অজস্র ধন্যবাদ.. এমন কাহিনীর এমন রোমাঞ্চকর বিন্যাস, মীর আফসার আলীর পক্ষেই পরিপূর্ণ পরিপাটি শ্রুতি মধুর করা প্রযোজনা সম্ভবপর .. ❤🙏🌻🙏🌻🙏👏👏
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ে মানে মন কেড়ে নেওয়া সব গল্প এবং উপন্যাস ❤❤ এই গল্পটিও ভীষন ভালো সাথে উপস্থাপনা আর বেশি ভালো 😊😊 সাথে শেষে গল্প শুট করার সময়ের কিছু মুহূর্ত টা দারুন 😂
Ami onek Sahityik er sahitya roso bodh theke bonchito chilam tobe choto thekei boi porar jhok ta thakate onek boi porechi 😊 Kintu ei sahitter moha somudre er govirey je koto mukto ache ta ki jante perechi, ekhon Mir dar ❤soujanye ei somosto sahitter roso bodh grohon korar shujog pacchi 🤗Tomake r tomar puro team ke prati barer moto Dhanyawad janai 🙏 Tomar magical voice e goppo sonar jonno adhir agrohe opekhayei royechi ☺️
কী অপূর্ব সৃষ্টি! এরকম এডভেঞ্চার গল্প হবে আশা করিনি। যেন আবে ফেরেরা ই সেই সময় নষ্ট না করার উপদেশ শুনিয়ে গেলেন আরেক রূপে। যেন চাঁদের পাহাড়ের হীরা পেলো লেখক তার কাছে। সত্যি ফেরার আনন্দ যেন হারিয়ে যাওয়ার নেশার কাছে পরাস্ত হলো, এরকম ট্রানিজিশন টাই হয়তো জীবন। যা কোনদিন ভাবিনি আজ তাই জীবনে ঘটে চলে! কোনোদিন হয়তো এই ঘটনাগুলো মনে পড়বে। সত্যি জীবন এর কিছু চাওয়া (যেমন মায়ের কাছে ফেরা ) কখনও বাস্তব হয়না। জীবন সর্বদা চমক দেয়।
অসাধারণ উপস্থাপনা❤ অনেক কিছু শেখার আছে গল্পটি থেকে, শেষ মুহূর্তে অশ্রুভেজা চোখে গল্পটি শেষ করলাম,"বাড়ি ফিরে শুনলাম মা আর নেই"লাইনটা শুনে বুকটা কেমন করে উঠলো,আমার মায়ের প্রতি যেনো আরো মায়া বেড়ে গেলো❤কোটি কোটি প্রণাম লেখক কে,🙏মীর দার সমস্ত টিম কেউ অসংখ্য ধন্যবাদ ,এতো অভাবনীয় ভাবে গল্পটি উপস্থাপনার মাধম্যে ভক্তদের মাঝে তুলে ধরার জন্য।
অসাধারণ! খুব সাধারণ একটা শব্দ, এই রচনা যে আনন্দের সন্ধান দেয় সে ব্যাপারটা বোঝাতে। খুব আনন্দ পেলাম। বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর লেখা আমার মনের খুব কাছের। ধন্যবাদ মীর দাদা, এত সুন্দর একটা উপস্থাপনা আমাদের পাতে সাজিয়ে দেওয়ার জন্য ❤️ Keep this spirit with you.
....... এই অসাধারণ কাহিনী ,প্রথম শুনলাম..... অপূর্ব .......! এমন দূর্দান্ত কাহিনীর আবিস্কার........ এবং বাস্তব রূপায়নের জন্য আন্তরিক ধন্যবাদ " গপ্পো মীরের - ঠেকের সকলের জন্য "👌💐🙏 Best of luck....... good night..🙏 ....... unsung life y.t. Channel... সোমবার লাইভে একটা আব্দার মীরের কাছে......." তোমার এই সার্থকতার .... পথে.…… কখন বা কেমন ভাবে বুঝলে , এই তোমার জীবনের সঠিক পথ.........!👍❤️🙏💐 শুভ রাত্রি 💐🙏
আমি ট্রেন জার্নি করতে করতে শুনেছি। একেই তো গল্পটা এত সুন্দর এবং তার সাথে অভাবনীয় পরিবেশনা। সবমিলিয়ে একটু অধিক ভালোবেসে ফেলেছি এই গল্পটিকে। প্রতিটা মুহূর্তের ছবি যেন আমি চোখের সামনে ছবির মত দেখতে পেয়েছি। ঠাণ্ডা বৃষ্টিস্নাত আবহাওয়ার সাথে ট্রেন জার্নি আর গল্প সব মিলিয়ে একাকার। ভেসে গেছিলাম সেই দাদুর মুক্তোর রাজ্যে। অপরূপ মোহময় পরিবেশে ---- এ বিভূতিভূষণ ও গপ্পো মীরের ঠেক ছাড়া অসম্ভব। ❤❤
....... এই অসাধারণ কাহিনী ,প্রথম শুনলাম..... অপূর্ব .......! এমন দূর্দান্ত কাহিনীর আবিস্কার........ এবং বাস্তব রূপায়নের জন্য আন্তরিক ধন্যবাদ " গপ্পো মীরের - ঠেকের সকলের জন্য " Best of luck....... good night.. ....... unsung life y.t. Channel... সোমবার লাইভে একটা আব্দার মীরের কাছে......." তোমার এই সার্থকতার .... পথে.…… কখন বা কেমন ভাবে বুঝলে , এই তোমার জীবনের সঠিক পথ.........!️ শুভ রাত্রি
জল ও জঙ্গলের অসাধারণ গল্প ! এত সুন্দর করে গল্পটা আপনারা সবাই বলেছেন যে তার তুলনা হয় না ! মনে হচ্ছিলো যেন পুরো গল্পটাই সিনেমার মত চোখের সামনে দেখতে পাচ্ছি ! আমার বাড়ি বাংলাদেশের খুলনায় । এই অঞ্চলের গল্প এজন্য আরও বেশি মনে দাগ কেটেছে ! প্রিয় চরিত্র কালিবর রায় দাদু - শান্ত স্থির পরিষ্কার টলটলে গভীর দীঘির জলের মত একজন মানুষ ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হোক বা উপন্যাস হোক তার লেখা গল্পগুলো খুব সুন্দর আমার খুব ভালো লাগে আমার প্রিয় লেখকের মধ্যে একজন এই ছোট গল্পটি আমাদের সামনে উপস্থাপনের জন্য তোমার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই মীর দা ❤❤❤❤
Mir sotyi ebare surprise diachen 24 ta blockbuster list Ei golpo ta chilo na kintu Sundar Bon e 7 bochor ekta Asadharan kahini r etao j blockbuster hobe sondeho nei 🎉
অসাধারণ, সত্যি বলতে কি আমার কাছে এমন কোনো বিশেষন নেই যেটা সাহায্যে মনের ভালো লাগার কথা ব্যক্ত করব। বাবা আজ ১২ বছর হয়েছে আমার ছেড়ে চলে গেছে , কিন্তু মীরদা তোমাদের গল্পগুলো শুনলে মনে হয় আমার বাবা গল্পগুলো আমায় শোনাচ্ছে।
আহা কতদিন পর আবার বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হচ্ছে 🥰🥰 গপ্পো মীরের ঠেক জমে গেছে পুরো মাত্রায় 🙌 🥰 ❤❤❤❤ Thank you so much captain for the story ❤️❤❤
সুন্দরবনে গিয়েছিলাম ২০১৫ সালে ধোনে খালি তে ৩ দিন ছিলাম! কিন্তু আজ হারিয়ে গিয়েছি ! কলকাতা তেই ❤ মির স্যার স্যালুট জানাই আমাদের এই ভাবে হারিয়ে দেওয়ার আনন্দ দেওয়ার জন্য ! ❤
আপনার বলার ধরন খুব ভালো কারণ চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য তখন মনে হয় আমি এই গল্পের কোনো একটি চরিত্র । আর আমি সুন্দর বনের খুব ভিতরে যাওয়ার সুযোগ পাইনি।
অবশ্যই পুরো পাঠ হলে 3 ঘণ্টা হতো আর এড্যাপশন এর ক্ষেত্রে বাড়তি মেদ বাদ যাবেই কারণ বই পড়া ও শোনা আলাদা জিনিস । আর আমার মতে ঠিক আছে ডিউরেশন এবার শুনার পর বোঝা যাবে কিরকম এডাপ্তশন হয়েছে ।। শুনে জানাবেন কেমন হয়েছে 😊
Uff vabtei parini emon golpo sotti likhechen Bivuti Vushan babu.koto bistrito tar sahitya samvar.thank you Mir da amader er sathe porichito koranor jonno
Bangla Sahitye eto bhalo bhalo golpo thakar poreo Ei golpo gulo nia cinema Ba web series banano hoy na keno bujte parina sudhu south theke remake kora hoy ager time e bangla sahitya thekei besi besi cinema kora hoto ekhon r serokom hoy na 😢
সুন্দরবনে গেছেন কখনও? কেমন লাগলো গপ্পো.. কমেন্ট করে জানান গপ্পোমীরকে।
Asadharan
Khub sundor
Sir Jai ni tobe ajke mir sir er songe jabo❤
Haeeeeeee
@@realmir Bhison sundor legeche ♥️✨
বাংলা সাহিত্যের এক শ্রেষ্ট রত্ন, বিভূতিভূষণ....... তার কোনো লেখাই শুধু লেখা নয় যেন এক একটি অপার্থিব সৌন্দয্যের নিখুঁত চিত্র.......!
স্বয়ং ঈশ্বর তার সৃষ্টি কে যেমন করে গড়েছেন , অবর্ণনীয় সেই প্রকৃতি থেকে জীব জগৎ এর সার্থক বর্ণনা একমাত্র এই এক জন বাঙালী সাহিত্যিক মহাপুরুষ ই দিয়েছেন বাংলা সাহিত্য কে বিশ্বের বিস্ময় রূপে তার মনের কলমে..…......!
পৃথিবীতে এর কোনো বিকল্প নেই !
বাংলা ভাষাকে বিশ্বের দরবারে সর্বোচ্চ সম্মান তার ই অসাধারণ অথচ অতি সাধারনের কথাই এনে দিয়েছে , যা বাঙালী জাতির চিরকালীন ' অহংকার '........!
" সুন্দরবনের সাত বছর" এত দিন না পড়ার আক্ষেপ মিটলো আজ প্রায় গভীর রাতে , " গল্প মীরের ঠেকে " জুড়ে থাকার জন্য , মন শান্ত ও মুগ্ধ হয়ে গেলো তোমাদের এমন আন্তরিক কঠিন প্রয়াস কে সার্থক রুপায়নের দৌলতে...... বড় সুখ পেলাম এই গভীর রাতে একান্তে !
তোমাদের সকলকে নতুন দিনের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি , সব্বাই ভালো থেকো কেমন......👍❤️💐🙏
❤🎉😊
একদম যথার্থ বলেছেন👍
অসাধারণ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
আমার সহমত পোষণ করলাম!😊🎉👍💐
@@sumanchowdhury6840 thank you so much....🙏
স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই গল্পের বইটি উপহার পেয়েছিলাম স্কুলথেকে,তখন অনেক ছোটো ছিলাম গল্পটা বুঝতে পারিনি তাই ভালো করে পড়িও নি।কিন্তু আজ এতো বড়ো হয়ে যখন কলেজের পড়া পড়ছি তখন এই গল্পটা শুনে মনে হচ্ছে সত্যিই কি সুন্দর একটা গল্পও মিশ করে যাচ্ছিলাম। ধন্যবাদ মীর দা 🙏
"সুন্দর বনে সাতবছর" শোনার পর মনে হল, আমি স্বয়ং সাতটি বছর যেন ওভাবে নিবারণ, মনু বা গল্পের কথকের সঙ্গে কাটিয়ে এলাম...👌
কখনো মনে হল " Life of pi " দেখছি...👌
শেষ অংশটাতে যেন 'দ্য কাউন্ট অফ মন্টেক্রিস্টো' র 'অ্যাবেফারিয়া' কে নতুন করে খুঁজে পেলাম মনে হল...👌
গপ্পো মীরের ঠেক যেন প্রতি শনিবার অনবদ্য একটি করে ছায়াছবি দেখাচ্ছে.... যার কোনো তুলনা হয় না...
বিভূতিভূষণ যে কি ভাবে এহেন সব কাহিনীর বর্ণনা দিয়ে গেছেন, তা ভাবতে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই...
আর গপ্পো মীরের ঠেকের.... আবহ, অভিনয়,আর গল্প-কথকের অনর্গল বলে যাওয়ার মধ্যে যে টানটান উত্তেজনা, যা অন্য জগতে নিয়ে গিয়ে উপনীত করে, তা কোনো বিখ্যাত ছবি দেখার অভিজ্ঞতার থেকে কম কিছু যে নয়, তা হলফ করে বলতে পারি...👍
"দাদু.....মানুষ হও কখনও সময় নষ্ট করো না" ❤❤❤ সেরা লাইন
Akdom thik ❤❤❤❤❤
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্প পড়েছি , কিন্ত এই গল্পটা পড়িনি, আজ শুনলাম, অসাধারণ লাগল গল্পটা , মনটা ভরে গেল
এই generation এ জন্ম হয়ে আমি ধন্য শুধু আপনার জন্য মীর দা....আপনি না থাকলে আমাদের কি হতো বলুন তো??😢 এত ভালো ভালো গপ্পো শুনতে পেরে সত্যি আমি আনন্দিত ❤❤❤❤❤
অসাধারণ
কল্পনায় সেই অতি আশ্চর্যময় সৌন্দর্য যেন নিজ চোখে দেখতে পাচ্ছিলাম গল্পটি শুনতে শুনতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি যেমন সুন্দর তেমন সুন্দর গপ্প মীর এর ঠেক এর উপস্থাপনা। ধন্যবাদ মীর দা ।।। ❤
কী বর্ণনা!মহান লেখককে কোটি কোটি প্রণাম।
মীর ও তার team কে কোটি কোটি প্রণাম ও সাধুবাদ ,গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল নিজেই নেমে গেছি জলে।
Class 6 e porakalin eita pora....sesh ta pore kende felechilam aaj 5 bochor bade sune nijeke seshe ar atke rakhte parlam na... golpo er narration ta ato sundor chokh diye jol goriye porlo....vison sundor laglo❤❤
গপ্পো মীর এর ঠেক এই এক আলাদাই অনুভুতি ❤❤
আরণ্যক, ইছামতী, আদর্শ হিন্দু হোটেল এবং দেবযানের অপেক্ষায় থাকলাম। আর এও জানি গপ্পো মীর কাউকে বেশিদিন অপেক্ষায় রাখেনা ❤
সত্যি। ❤ আমাদের আশা পূরন হোক🎉
অপেক্ষায় থাকলাম❤
দাদু..
মানুষ হয়েও..
কি অপূর্ব লাগলো শুনতে।
দারুন দারুন। ❤
গ্রাম বাংলার অসীম রূপ রস হয়ত অনেকটা অধরা থেকে যেত,যদি না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাতের পরশ থাকত ❤
ধন্যবাদ Goppo Mir er thek... 🙏
বাংলা ক্লাসিক অনেক গল্পই আমার পড়া ছিল না, সেগুলোকে সাধু থেকে চলতি রপান্তর করে এত সুন্দর ভাবে পরিবেশনা করা হচ্ছে ঠেকে, আমরা শুনে সমৃদ্ধ হলাম।
কখনো মোহাম্মদ নাজিম উদ্দিন স্যারের লেখা পেন্ডুলাম উপন্যাসটি শুনতে চাই ঠেকে। রিকোয়েস্ট রইলো দাদা...
একাডেমিকের বাইরে বাংলা সাহিত্য নিয়ে তেমন পড়াশোনা হয় নাই, সানডে সাসপেন্স আর গপ্প মীরের ঠেক আমার এই অভাব পূরণ করে দিয়ে আসতেছে, চির কৃতজ্ঞ ❤
অসাধারণ, অভূতপূর্ব, অনবদ্য এক উপস্থাপনা। এরকম আরও গল্প শোনার অপেক্ষায় রইলাম। সবটা এতটাই জীবন্ত ছিল যে শ্রোতাও গল্পের চরিত্রের সাথে সাথে কিছু মুহূর্ত কাটিয়ে দিলো সেই সুন্দরবনের জলা জঙ্গলে আর অচিন দ্বীপে ছোট কুটিরে। শ্রোতাও নীলুর মতো ভাসে নদীতে , নদী থেকে সমুদ্রে।। টিম গপ্পো মীরের ঠেককে আবারও অসংখ্য ধন্যবাদ 😊।
বারবার যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসছেন, তবে আগামী কোনও এক সপ্তাহে "দেবযান" হোক!
বদহজম হয়ে যাবে
Yesss❤❤
সহমত ❤
Taranath tantirk galpo
সহমত 😊😊😊
সৈয়দ মুস্তাফা সিরাজের কিছু গল্প শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ মীর দা, গপ্পো মীরের ঠেক এখন শুধু শনিবার নয় রোজ শুনতে ইচ্ছে হয়।এই ঠেক মনে জাগায় নতুন অনুভূতি।
কতো ঘটনা দুকান জুড়ে,
হারিয়ে যাই অনেক দূরে।
মনে হয় সব নতুন কিছু,
কে যেন আসে পিছু পিছু।
মনজুড়ে শুধু নতুন আবেগ,
সবার প্রিয় গপ্পো মীরের ঠেক।
এই রকম দারুণ দারুণ গল্পের মাধ্যমে "" গল্প মীরের ঠেক "" বাঙালি দের হৃদয় স্পর্শ করুক 😊💙❤️.. মীর দা আমি ডায়মন্ড হারবার থেকে 😊 তোমাকে দর্শন করার ভীষণ ইচ্ছে আমার 😊 l আসা করি আমার মত মীর দা কে দেখার ইচ্ছে প্রতিটা মানুষেরই 😊 l
এই গল্পের মাধ্যমে না দেখা সুন্দরবনকে স্পষ্ট অনুভব করলাম। ধন্যবাদ মীর দা ও তার গপ্পো মীরের ঠেকের সমস্ত সদস্যদের ❤❤❤
মীর ভাই,আমি বাংলাদেশ থেকে তোমার ফ্যান,শুভাকাঙ্ক্ষী, ছোট ভাই।
তোমার সাথে আমার প্রথম পরিচয় সেই ETV bangla এর "ব্যাটা বেটির ব্যাটেল" শো থেকে।
টিভিতে ওখানেই তোমাকে প্রথম দেখি,এরপর মিরচি তে "Hi Kolkata ", " sunday suspense","মিরাক্কেল","মুভি","ভ্লগ" তোমার পিছু নিতে নিতে এই যে এখন তোমার ঠেকে।
আমার একটা আবদার ছিল,আমরা এপার বাংলার ছেলেদের ছেলেবেলায় বেশ অনেক খানি প্রভাব রেখে গেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার।
উনার সৃষ্ট "হিমু" চরিত্রটা সব চেয়ে বেশি পাঠক সমাদৃত।
যদি হিমু সমগ্র থেকে কিছু একটা পড়ে শোনাও তোমার ঠেকে,তবে আমরা specially আমি খুব খুশি হবো।
তোমার জন্য অকৃত্রিম ভালবাসা আর দোয়া।বিধাতাপুরুষ সবসময় ভাল রাখুক তোমাকে।
তুই বাঙলাদেশেই থাক ভারতের মাটিতে আসার চেষ্টা করিস না।ভারত হারলে তোরা আনন্দ করিস না।
Amio onk din thke mir sir k request korchi humayun ahmed er mishir ali sonar jnno ...ami india thke
especially*
বিভূতি-ভূষণ বন্যোপাধ্যায়ের সেরা গল্প "চাঁদের পাহাড়" আমার সবথেকে বেশি পছন্দের আর আজকে "সুন্দরবনের সাত বছর" সেরা পছন্দের তালিকায় আরেকটা যোগ হলো... আরো কমপক্ষে ২-৩ বার তো শুনবোই... অসাধারণ সৃষ্টি সাথে তোমাদের উপস্থাপনা...
__মানুষ হঔ সময় নষ্ট করো না
নতুন উৎসাহে গল্প শুনতে শুরু করলাম । জানি এক অনির্বচনীয় আনন্দে মান ভরে যাবে । মীর তোমাকে আমার অজস্র ধন্যবাদ। বাংলা সাহিত্যকে এভাবে তুলে ধরবার জন্যে ।❤❤❤❤
রাত জেগে শুনলাম, সত্যি সার্থক হলো জাগা টা অদ্ভুত একটা শান্তি লাগছে অনেক ধন্যবাদ পুরো টিম কে 🍂
সুন্দরবনে সাত বছর আর গপ্প মীরের ঠেকে প্রতি বছর (এতো ভালো ভালো গল্প শুনতে চাই) ❤
এক কথায় অসাধারণ,অতুলনীয় গল্প ।
এমন অসাধারণ গল্প উপস্থাপনা যা একমাত্র গপ্পো মীরের ঠেকে সম্ভব।❤❤
বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের গল্প মানেই আলাদা ধরনের রোমাঞ্চ...আলাদা ধরনের অনুভূতি...❤🎉....গল্পের আবহ সঙ্গীত সহযোগে সমস্ত কিছুই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি...❤
কোনো কথা বলার ভাষা নেই। সাহিত্যের লেখনীর বাঁধনে আর মিরদার গল্প বলার ভঙ্গিমায় প্রতিটা কথা যেন মুক্ত হয়ে উঠেছে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় কে 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 শতকোটি প্রণাম। সুন্দরবনের মাকে আর সাগর পাড়ের দাদুকে বড় মিস করবো।
বিভূতিভূষণ মানেই masterpiece ❤
Mone ekrokom emotion jagalo nature ke liye eii golpo ta...
Really very appreciative story Mir sir
Asha korchi eram aro emotional story apnar kache pawa jabe😊
With lots of thank.. 💖
বিজিএম এর জগতে DJ Richard যদি শচীন টেন্ডুলকর হন, তবে প্রদ্যুৎ চ্যাটার্জি অবশ্যই বিরাট কোহলি।। অসাধারণ ভাবে আবহ সৃষ্টি করেন।। ❤️❤️❤️
Ar Meer Da holen Captain COOL ❤
শুভেচ্ছা জানায় মীর দা ❤
বাংলাদেশ থেকে শুনছি।
আপনাদের অসাধারণ উপস্থাপনায় পুরো সুন্দরবনের আনাচ- কানাচ চাক্ষুষ করিয়েদিলেন। দুর্দান্ত লাগল পুরোটা।❤❤
অপূর্ব লাগলো এরপরে আরও সুন্দর সুন্দর ছোটো গল্প, গল্প আসুক একটা সম্পূর্ণ প্লেলিস্ট থাকুক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের।❤❤❤❤
ক্যাপ্টেন তোমার তুলনা হয় না, তোমার বর্ণনা অসাধারণ, জানো মনে হচ্ছে অমি সুন্দর বোনের মধ্যে ♥️♥️♥️তুমি গুরুদেব, love you captain❤❤❤❤
2 ঘণ্টার জন্য গহীন সুন্দরবনের সমুদ্রতট যেন আমায় আচ্ছন্ন করে রেখেছিল। আহ্ কি উপাখ্যান ❤️
সুন্দরবন যাবার এতো ইচ্ছে ছিল। জানিনা হবেও কিনা।কিন্তু এই গল্প শুনে মানষ চোক্ষে যেন সুন্দরবনের আনাচে কানাচে ঘুরে এলাম। সুন্দরবন নিয়ে এর আগেও বেশ কিছু গল্প, সিনেমা পড়েছি এবং দেখেছি কিন্তু এতো সুন্দর, বাস্তবভাবে কখনো অনুভব করতে পারিনি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কি অনবদ্য সৃষ্টি এবং সেই সাথে তোমাদের কন্ঠে তা যেন জীবন্ত হয়ে উঠেছে। শেষের দিকে তো চোখে জল চলে এসেছিল।ধন্যবাদ মীরদা ❤️
কুর্নিশ জানাই তোমাকে।
N
সুন্দরবনে চিতাবাঘ???!!! বেশ বেশ 😂🤣😁
মনমুগ্ধকর পরিবেশন। যেন নিজের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটে গেল।
আমার সবচেয়ে পছন্দের একজন লেখক, আর কে কে পছন্দ করেন ওনাকে?
Ami
@@Chronology312😂😂
@@Chronology312😂😂
লিখক না লেখক। অশিক্ষিতের মতন কমেন্ট করবেন না।
লি.....খকখকখকখকখকখকখক
মীর এর অপূর্ব গল্প বলার ভঙ্গিতে সব যেন চোখের সামনে দেখতে পারছিলাম। খুব ভালো লাগলো। ❤
Abaro ekta Mon chuye jabar moto ekta galpo.. R Mir dar uposthaponar jonne ta ro pranobanto hye utheche.❤❤. Dhonnobad Mir da abaro Tomar r puro team k.🙏🙏
মুগ্ধ হয়ে শুনলাম, খুব ভালো লাগলো। সত্যি ই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্প পড়েছি কিন্তু এই গল্পটা কোন দিন পড়িনি, আজকে গল্পটা শুনে অসাধারণ লাগলো। ধন্যবাদ মীর দা এবং পুরো টিম কে।
অনেক দিন আগে পড়েছিলাম গল্পটি। আজ আবার শুনছি। ধন্যবাদ মীর দা🙏
Amar jibone sona sob theke sera golpo chilo ! Ami jeno golpo ta feel korte pacchilam ar ses ta ato sundor chilo je ama sorir e kata dia uthchilo ❤ thank mir da atto sundor akta golpor jonno 😊
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হোক বা উপন্যাস শোনার সঠিক ঠিকানা হয়ে উঠেছে গপ্পোমীরের ঠেক ❤❤❤ পথের পাঁচালী,মরণের ডঙ্কা বাজে,তিরোলের বালা,ভৈরব তান্ত্রিক ইত্যাদি গল্প-উপন্যাসের পর আজ শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও একটি অনবদ্য রচনা "সুন্দরবনে সাত বছর"। এরপর "আরণ্যক" আর "আদর্শ হিন্দু হোটেল" এর জন্য মুখিয়ে রয়েছি আশা করি সেগুলোও তাড়াতাড়ি ঠেকে পাবো 🙏🙏🙏
Tahole chander pahar abar hobena keno??
@@tanmoy_sarkar_official979 ota already hoye geche SS e
Ekdom thik
000০০০০০0০০
এটা কি একটা উপন্যাস না উপ্পনাসিকা 😊
কাজের ব্যস্ততার মধ্যে গল্পটা কখনো পুরো সোনাই হচ্ছে না আজ কাজের ফাঁকেই পুরো গল্পটা শুনলাম অসাধারণ❤❤
অত্যন্ত মর্মস্পর্শী গল্প এবং ততোধিক প্রাণোচ্ছল উপস্থাপনা। অনেক ধন্যবাদ, টিম গপ্পো মীরের ঠেক, এত সুন্দর একটি উপস্থাপনা উপহার দেওয়ার জন্য। সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ❤
Last 2 minutes kono Hollywood movie er climax er theke kom noi... background e ekta soft music + Seagull er daak + Mir er Voice + dark rook + earbuds with closed eye = just ❤️🔥🔥
বাবা যখন এতবারই আসছে তখন ছেলের একটা খুব জনপ্রিয় গল্প। তারানাথ তান্ত্রিক আর একটা পর্ব হয়ে যাক নাকি বলো সবাই।।।
Taradas Bandyopadhyay er lekha Tara Tantrik galpo sob sesh
তোমাদের গল্প তো শুধু শুনিনা চোখের সামনে ছবির মতো দেখতে পাই , এত্ত সুন্দর উপস্থাপনা তোমাদের কুর্নিশ জানাই তোমাদের পুরো দলকে।
বাবা রে বাবা, দাদু নাতির গল্প গুজব দূর্দান্ত.. ভয়ংকর সমুদ্রের এমন ইতিহাস দাদুর কাছে শুনে, নীলমনির রায় এর জীবন যেন ধন্য হয়ে গেল.. 🙏 🙏 🙏 এই সুন্দরবনের সাতবছর, অসম্ভব সুন্দর হৃদয় বিদীর্ণ গপ্পো.. নমস্কার 🙏 বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় 🙏.. এবং গপ্পো মীর এর ঠেক কে অজস্র ধন্যবাদ.. এমন কাহিনীর এমন রোমাঞ্চকর বিন্যাস, মীর আফসার আলীর পক্ষেই পরিপূর্ণ পরিপাটি শ্রুতি মধুর করা প্রযোজনা সম্ভবপর .. ❤🙏🌻🙏🌻🙏👏👏
Boddo Bhalo laglo…Mone holo sundorbon ghure Elam..Mon ta khub santo holo…dhonnobad apnader…
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ে মানে মন কেড়ে নেওয়া সব গল্প এবং উপন্যাস ❤❤ এই গল্পটিও ভীষন ভালো সাথে উপস্থাপনা আর বেশি ভালো 😊😊
সাথে শেষে গল্প শুট করার সময়ের কিছু মুহূর্ত টা দারুন 😂
😊
দাদু মানুষ হও কখনো সময় নষ্ট করো না এই লাইনটা আমায় একটা শিক্ষা দিয়ে গেল 🤔❤👍
Ami onek Sahityik er sahitya roso bodh theke bonchito chilam tobe choto thekei boi porar jhok ta thakate onek boi porechi 😊 Kintu ei sahitter moha somudre er govirey je koto mukto ache ta ki jante perechi, ekhon Mir dar ❤soujanye ei somosto sahitter roso bodh grohon korar shujog pacchi 🤗Tomake r tomar puro team ke prati barer moto Dhanyawad janai 🙏 Tomar magical voice e goppo sonar jonno adhir agrohe opekhayei royechi ☺️
কী অপূর্ব সৃষ্টি! এরকম এডভেঞ্চার গল্প হবে আশা করিনি। যেন আবে ফেরেরা ই সেই সময় নষ্ট না করার উপদেশ শুনিয়ে গেলেন আরেক রূপে। যেন চাঁদের পাহাড়ের হীরা পেলো লেখক তার কাছে। সত্যি ফেরার আনন্দ যেন হারিয়ে যাওয়ার নেশার কাছে পরাস্ত হলো, এরকম ট্রানিজিশন টাই হয়তো জীবন। যা কোনদিন ভাবিনি আজ তাই জীবনে ঘটে চলে! কোনোদিন হয়তো এই ঘটনাগুলো মনে পড়বে। সত্যি জীবন এর কিছু চাওয়া (যেমন মায়ের কাছে ফেরা ) কখনও বাস্তব হয়না। জীবন সর্বদা চমক দেয়।
সময় সীমা।1:45:46 ❤🤩😌
অসাধারণ উপস্থাপনা❤
অনেক কিছু শেখার আছে গল্পটি থেকে,
শেষ মুহূর্তে অশ্রুভেজা চোখে গল্পটি শেষ করলাম,"বাড়ি ফিরে শুনলাম মা আর নেই"লাইনটা শুনে বুকটা কেমন করে উঠলো,আমার মায়ের প্রতি যেনো আরো মায়া বেড়ে গেলো❤কোটি কোটি প্রণাম লেখক কে,🙏মীর দার সমস্ত টিম কেউ অসংখ্য ধন্যবাদ ,এতো অভাবনীয় ভাবে গল্পটি উপস্থাপনার মাধম্যে ভক্তদের মাঝে তুলে ধরার জন্য।
শনিবার রাত ৯ টা মানেই নতুন গল্প। 😍❤
অসাধারণ! খুব সাধারণ একটা শব্দ, এই রচনা যে আনন্দের সন্ধান দেয় সে ব্যাপারটা বোঝাতে।
খুব আনন্দ পেলাম। বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর লেখা আমার মনের খুব কাছের।
ধন্যবাদ মীর দাদা, এত সুন্দর একটা উপস্থাপনা আমাদের পাতে সাজিয়ে দেওয়ার জন্য ❤️ Keep this spirit with you.
আপনার ভয়েসে তারানাথ তান্ত্রিক এর গল্পে আমার জীবনে সেরা গল্পঃ হলো দেব দর্শন ওহঃ চমৎকার যত বার শুনি ততো বার শুনতে ইচ্ছা করে😊😊😊😊
প্রতি লক্ষ্মী পুজোয় দেবদর্শন শুনেছি রাতের জোছনায় বসে। অপূর্ব সুন্দর।
অসাধারণ লেখা ❤😢
....... এই অসাধারণ কাহিনী ,প্রথম শুনলাম..... অপূর্ব .......! এমন দূর্দান্ত কাহিনীর আবিস্কার........ এবং বাস্তব রূপায়নের জন্য আন্তরিক ধন্যবাদ " গপ্পো মীরের - ঠেকের সকলের জন্য "👌💐🙏
Best of luck....... good night..🙏
....... unsung life y.t. Channel...
সোমবার লাইভে একটা আব্দার মীরের কাছে......." তোমার এই সার্থকতার .... পথে.…… কখন বা কেমন ভাবে বুঝলে , এই তোমার জীবনের সঠিক পথ.........!👍❤️🙏💐 শুভ রাত্রি 💐🙏
Darun ❤
ভাবা যায় না যে এত সুন্দর গল্প হতে পারে | শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দোপাধ্যায়কে প্রণাম | গল্পের পরতে পরতে প্রকৃতিকে, প্রাণিজগৎকে, মানুষের বিচিত্র মনকে অনুভব করলাম | ধন্যবাদ গপ্পোমীর |
শিরায় শিরায় রক্ত আমি মীরদার ভক্ত ❤
অনিল ভৌমিকের ফ্রান্সিস সমগ্র শুনতে চাই দাদা। যতদিন না করবে বলে যাবো আমি।
😂 laster chora ta darun
@@bit2byte986 Dada amar kotha ekdm sun6e na kbe theke bol6i 😒😒
@@debnathdey421 sunbe sunbe 😆 sirai sirai rokto ta darun mir da k bolo eta include korte tag line e
@@bit2byte986 🤣😂🥲
Eta sobar dialogue,
Amaro 😅@@bit2byte986
আমি ট্রেন জার্নি করতে করতে শুনেছি। একেই তো গল্পটা এত সুন্দর এবং তার সাথে অভাবনীয় পরিবেশনা। সবমিলিয়ে একটু অধিক ভালোবেসে ফেলেছি এই গল্পটিকে। প্রতিটা মুহূর্তের ছবি যেন আমি চোখের সামনে ছবির মত দেখতে পেয়েছি। ঠাণ্ডা বৃষ্টিস্নাত আবহাওয়ার সাথে ট্রেন জার্নি আর গল্প সব মিলিয়ে একাকার। ভেসে গেছিলাম সেই দাদুর মুক্তোর রাজ্যে। অপরূপ মোহময় পরিবেশে ---- এ বিভূতিভূষণ ও গপ্পো মীরের ঠেক ছাড়া অসম্ভব। ❤❤
গল্পটা শোনার সময় "চাঁদের পাহাড় " গল্পটার কথা মনে পড়ে গেল ♥️ আর কার কার মনে পড়েছে ?
....... এই অসাধারণ কাহিনী ,প্রথম শুনলাম..... অপূর্ব .......! এমন দূর্দান্ত কাহিনীর আবিস্কার........ এবং বাস্তব রূপায়নের জন্য আন্তরিক ধন্যবাদ " গপ্পো মীরের - ঠেকের সকলের জন্য "
Best of luck....... good night..
....... unsung life y.t. Channel...
সোমবার লাইভে একটা আব্দার মীরের কাছে......." তোমার এই সার্থকতার .... পথে.…… কখন বা কেমন ভাবে বুঝলে , এই তোমার জীবনের সঠিক পথ.........!️ শুভ রাত্রি
Ar Sunday Kobe asbe opekha kori na...
Saturday asar uttejona pea boseche
We love you Mir da
জল ও জঙ্গলের অসাধারণ গল্প ! এত সুন্দর করে গল্পটা আপনারা সবাই বলেছেন যে তার তুলনা হয় না ! মনে হচ্ছিলো যেন পুরো গল্পটাই সিনেমার মত চোখের সামনে দেখতে পাচ্ছি ! আমার বাড়ি বাংলাদেশের খুলনায় । এই অঞ্চলের গল্প এজন্য আরও বেশি মনে দাগ কেটেছে ! প্রিয় চরিত্র কালিবর রায় দাদু - শান্ত স্থির পরিষ্কার টলটলে গভীর দীঘির জলের মত একজন মানুষ ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হোক বা উপন্যাস হোক তার লেখা গল্পগুলো খুব সুন্দর আমার খুব ভালো লাগে আমার প্রিয় লেখকের মধ্যে একজন এই ছোট গল্পটি আমাদের সামনে উপস্থাপনের জন্য তোমার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই মীর দা ❤❤❤❤
আপনাদের কাছে আমি রিনি বনে গেলাম ।
এত সুন্দর উপহার কারো কাছ থেকে পাইনি ,আজও !
ধন্যবাদ মিরচি বাংলা !!!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯
শনিবার রাতে গপ্পো মীরের ঠেক✨
নীলুর মতো সেই দ্বীপের বৃদ্ধ দাদু যেন আমাদের মনের মধ্যেও গেঁথে গেলেন। এত সুন্দর গল্পের উপস্থাপনার জন্য ধন্যবাদ গপ্পো মীর।।
Mir sotyi ebare surprise diachen 24 ta blockbuster list Ei golpo ta chilo na kintu Sundar Bon e 7 bochor ekta Asadharan kahini r etao j blockbuster hobe sondeho nei 🎉
Mir da bolechilo je ei 24 ta golper baireo chomok ache ।।
@@Soumyadip_2k4ha etao blockbuster hobe sure
গপ্পোমীরের ঠেক এর পরিবেশনা খুবই চমৎকার লাগলো
গপ্পোমীরের ঠেক এর টীম কে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
প্রদ্যুত বাবুর BGM গুলো কি মারাত্মক রকম সুন্দর হয় তার আরো একটি জলজ্যান্ত উদাহরণ এই গল্পে পাওয়া যাবে😊❤
একদম❤
Akdom sotti kotha boleche ❤
@@Soumyadip_2k4😊😊
BGM ki?
@@saikatdebnath5657 BackGround Music
চাকরি সূত্রে আমারposting সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ে, রোজকার ছুটে চলা ট্রেনে চোখের সামনে ফুটে ওঠে প্রতিটি জীবন্ত দৃশ্য, অসম্ভব সুন্দর ❤
Adhhir agroher operkhar obosan sesh holo❤
অসাধারণ, সত্যি বলতে কি আমার কাছে এমন কোনো বিশেষন নেই যেটা সাহায্যে মনের ভালো লাগার কথা ব্যক্ত করব। বাবা আজ ১২ বছর হয়েছে আমার ছেড়ে চলে গেছে , কিন্তু মীরদা তোমাদের গল্পগুলো শুনলে মনে হয় আমার বাবা গল্পগুলো আমায় শোনাচ্ছে।
Khub valo laglo mir da. Dhonyobad tomake ❤🙏🙏🙏🙏🙏❤️
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় প্রতিবারই অবাক করেন। তাঁর শব্দভান্ডার, নিখুঁত কল্পনা, অভাবনীয় প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা প্রতিবার আমাকে অবাক করে ❤️❤️❤️
RAJEEV Chakrabarty voice is osm 😊😊
কত বছর আগে যে পড়েছিলাম মনে নেই। এত কাল পরে গল্পটা শুনতে শুনতে একেবারে মগ্ন হয়ে গেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আহা কতদিন পর আবার বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হচ্ছে 🥰🥰
গপ্পো মীরের ঠেক জমে গেছে পুরো মাত্রায় 🙌 🥰 ❤❤❤❤
Thank you so much captain for the story ❤️❤❤
মনে হলো চোখের সামনে ঘটনা গুলো ঘটছে....
Thank you 😊 Mir sir
সুন্দরবনে আমার বড় পিসী বাড়ি আর সাগর দ্বীপে আমার ছোট পিসী বাড়ি দু জায়গাতেই ঘুরেছি , কিন্তু দুর্ভাগ্যবশত একবারও বাঘ দেখি নি কুমির দেখেছি অবশ্য ❤😊
Ota soubhaggo dada
Finally...eseche..ei golpo mir er theke
sune khuby khuby happy holam❤️❤️❤️❤️ thank you mir da and your team ..love you..from Murshidabad ( Azimganj)
Duration - 1:45:46😊❤
😍😍😍😍
অর্ধেক গল্পঃ বাদ দিয়ে দিয়েছে
@@akhibulsk2819এডাপশন এরকমই হয় মূল জিনিস তুলে ধরা
@@akhibulsk2819হিজিবিজি গুলো কেটে বাদ যাবে লাইন ধরে পাঠ করলে প্রায় 3 ঘণ্টা হতো আর বাড়তি জিনিস বাদ দিয়ে এই টাইম দাঁড়িয়েছে ।।
Apnar description a 🤣😂
সুন্দরবনে গিয়েছিলাম ২০১৫ সালে ধোনে খালি তে ৩ দিন ছিলাম! কিন্তু আজ হারিয়ে গিয়েছি ! কলকাতা তেই ❤ মির স্যার স্যালুট জানাই আমাদের এই ভাবে হারিয়ে দেওয়ার আনন্দ দেওয়ার জন্য ! ❤
আমি বাংলাদেশ থেকে, সুন্দরবনের কাছে আমার বাড়ি।
Bibhutibhushan bandopadhyay and Mir both are indescribable and awesome. I relish both asadharan
একটি ঐতিহাসিক উপন্যাস চাই এবার
আপনার বলার ধরন খুব ভালো কারণ চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য তখন মনে হয় আমি এই গল্পের কোনো একটি চরিত্র ।
আর আমি সুন্দর বনের খুব ভিতরে যাওয়ার সুযোগ পাইনি।
Asha kori Adaptation ta khub bhalo hobe Mir r GMT r members der opor bhorsa ache r Pradyut Babur Bgm to Best hoy ❤
অবশ্যই পুরো পাঠ হলে 3 ঘণ্টা হতো আর এড্যাপশন এর ক্ষেত্রে বাড়তি মেদ বাদ যাবেই কারণ বই পড়া ও শোনা আলাদা জিনিস । আর আমার মতে ঠিক আছে ডিউরেশন এবার শুনার পর বোঝা যাবে কিরকম এডাপ্তশন হয়েছে ।। শুনে জানাবেন কেমন হয়েছে 😊
@@Soumyadip_2k4 ekdom ekdom GMT r presentation r Bibhutibabur story bhalo hobei
আমার মতো কে কে আছো,যে গল্প শুনতে এসে, comments পড়তে লেগেছে 😊😊😊
আমি ✋✋
@@pampachakraborty7991❤
রূপ কথার কিছু গল্প হোক নীল কমল লাল কমল এর মতো কি বলো তোমরা
Uff vabtei parini emon golpo sotti likhechen Bivuti Vushan babu.koto bistrito tar sahitya samvar.thank you Mir da amader er sathe porichito koranor jonno
Bangla Sahitye eto bhalo bhalo golpo thakar poreo Ei golpo gulo nia cinema Ba web series banano hoy na keno bujte parina sudhu south theke remake kora hoy ager time e bangla sahitya thekei besi besi cinema kora hoto ekhon r serokom hoy na 😢