....... বহুদিন বাংলা সিনেমা , হলে গিয়ে দেখার ইচ্ছে একঘেঁয়েমির কারনে এক প্রকার হারিয়েই গেছিলো ! আজ সেই ভুলতে বসা অনুভূতি ফিরিয়ে দিলো ' গপ্প মীরের ঠেকের ' অসাধারণ আন্তরিক দক্ষতায় দূর্দান্ত গল্প কে , সার্থক চলচিত্রের . রুপায় ন ........ চোখ বন্ধ করেই একদম সিনেমা দেখার সুখ অনুভব করলাম মুগ্ধ হয়ে....... ! ....….... জানি না , কতটা পরিশ্রমের ফলে এমন অনুভূতি তৈরী সম্ভব হয়েছে....... যার কোনো বিকল্প হয় না ! ........ এই টিমের ক্যাপ্টেন ও সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা.....❤️🙏 ভালো থেকো সব্বাই..... শুভরাত্রি 🙏💐
পুরির সমুদ্রের ধারে বসে কানে earphone লাগিয়ে গল্প টা শুনছি ...🤩😌এটা একটা আলাদাই অনুভূতি😌 ঘুরতে এসেও আমি কিন্তু গল্প মিস করি না ক্যাপ্টেন❤🙃😊❤thank you so much Mir da❤😊 রথযাত্রা এর শুভেচ্ছা জানাই সবাইকে🚩💫✨🙏🌸
এখানে অনেকেই গল্পের অনুরোধ করেন কিন্তু আমি এমন একজন নিরব শ্রোতা যার কোনো অনুরোধ নেই কিন্তু আগ্রহের কোনো কমতি নেই। যেই গল্প আসুক না কেনো সেটাই সাসপেন্স নিয়েই শুনি। কারণ আমি অধিকাংশ গল্প গুলো কোনোদিন পড়েই দেখিনি। আর ভবিষ্যতে পড়ার সময় হতো বলে মনে হয় না। আগে সানডে সাসপেন্স এর শ্রোতা ছিলাম। এখন দুটোরই বিরাট বড় ফ্যান।😮😮😮😮 থ্যাংকস মির দা।
Naa naa jegulo shambhob hobe ghorer dewal almari te paben porbena,seta akta anyo rakom dekhben ekhaner sound effects ta moner modhye sunte pachhen r imagination tao aro sposto lagchhe,Ami Kauri Buri ta second part ta pore niyechhilam Google diye,sune puro byapar ta aro anyorakom legeche..Chesta korun bhalo lagbe,nahole j arr boi gulo porai hobena..!!
হেমেন্দ্রকুমার রায় আমার অন্যতম প্রিয় লেখক। তাঁর লেখা ভুতের গল্পগুলো যেমন উপভোগ করি ঠিক তেমনই তাঁর রচিত রহস্য রোমাঞ্চে ঘেরা অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা গল্পগুলোও আমার ভীষণ প্রিয় ♥♥♥ জয়ন্ত-মানিক,বিমল-কুমার, ইন্সপেক্টর সুন্দরবাবু,প্রিয় পোষ্য বাঘা,ভৃত্য কাম অভিভাবক রামহরি প্রত্যেকটি চরিত্রই অসাধারণ সৃষ্টি এবং নিজস্বতায় উজ্জ্বল। সেই ঔজ্জ্বল্য কোনোকালেই ফিকে হওয়ার নয় 🙏🙏 বরং গপ্পোমীরের ঠেকের পরিবেশনায় তা আরও বিকশিত হবে 🔥🔥
@@Smashit374 I agree with you, actually inspired by some western adventurous stories, Hemen Roy ei characters gulo create korechhilen, kintu ghotona gulo onektaii baseless... khuuub akta acceptable noy storyline gulo...
কাজের চাপে, সময়ের অভাবে মীর দা কে আর আগের মতো শুনতে পারি না কিন্তু কাউরি বুড়ির মন্দির শোনার পর থেকে আবার নেশায় পড়ে গিয়েছি, আজ অমৃত দ্বীপ অসাধারন। ধন্যবাদ মীর দা জীবন টাকে এখনো বাঙালি করে রাখার জন্য। ❤❤❤️
অসম্ভব ভালো লাগছে গল্পটি শুনতে। ( ব্যাঙ্গালোর থেকে শুনছি) গপ্পো মীরের ঠেক এর সবাই কে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, যাতে সাহিত্য প্রেমীরা আরো অনেক গল্প উপহার পায় আপনাদের থেকে।
ড্রাগনের দুঃস্বপ্ন গল্পটি শোনার পর মনে হয়েছিল যে এটা একটা গোটা গল্পের প্রথম পর্ব এবং আমি দ্বিতীয় পর্বের অপেক্ষায় ছিলাম। Thank you গপ্পো মীরের ঠেক for this story as the second part of the whole story!!!♥️
Top class... Thanks to goppo mirer thek, amra jara otota golper boi porini chotobela theke tara jantei partam na je bangla sahitte eto valo valo golpo royeche. Vobissot e erokom valo valo valo golper asha rakhchi. Special thanks to Mir Da.... You are the secret spice in every audio story, fan forever..
দারুণ... দারুণ... দারুণ..👌👌👌 ছোটবেলার সেই উৎকণ্ঠা, উত্তেজনা আবার ফিরে পেলাম.... আবারও সেই টানটান উত্তেজনা নিয়ে পুরো গল্পটা এক নিঃশ্বাসে শুনে শেষ করলাম...🎉❤🎉 অনবদ্য উপস্থাপনা, অসাধারণ অভিনয়...আর দুরন্ত আবহসঙ্গীতের ব্যবহার!!! অনেক অনেক ভালবাসা...গপ্পো মীর আর তার ঠেকের সব্বাই কে....👍👍👍❤❤❤
Chhotobela ta ek jholoke chokher samne..... thank you Mir sir..... apnar uposthaponay sob e jibonto.... khoob bhalo laaglo..... mon pran bhore gechhe..... bhalo thakben sobai.... team Goppo Mirer Thek ke onek dhonnobad..... 🙏🙏🙏🙏🤱
গত দু সপ্তাহের গপ্প শুনতে পারিনি কারণ সেই গপ্পটি আমার বয়স বিরোধী ছিল। এই দু সপ্তাহ ধরে অপেক্ষায় ছিলাম পরবর্তি গপ্পের জন্য। সেই অপেক্ষার ফল যে এতো সুস্বাদু হবে ভাবতে পারিনি। অমৃত দ্বীপের যাত্রা খুব রোমাঞ্চকর হল। অসাধারণ গপ্প। তুমি এরকম গপ্প আমাদের উপহার দিতে থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের ❤❤
Apurbo 👌👌 Audio sunte sunte mone hocchilo..... Jeno Cinema Hall e bose Doulbi sound e cinema dekhchilam.... ❤❤❤❤. Salute Team.. Gappo Mir Er Thek 👋👋👋👋👋♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
আলাদা করে কিছু বলার নেই। বলা বাহুল্য যে তোমার প্রতিটি কাজে আছে বহু ভালোবাসা ও যত্নের ছাপ। খুব ছোটবেলায় পিসির কাছে শুনেছি নানা গল্প।আজ তোমার হাত ধরে সেই স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো ফিরে পাই। তোমার ঠেকে বাকি যারা আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানাই 🎉❤।
জয়ন্ত-মানিক, শার্লক হোমস, শ্রী অভিক সরকারের গল্প মানে গপ্পো মীরের ঠেক। গতকাল ইউরো দেখার জন্য শুনতে পারলাম না আজ শুনে নিচ্ছি। অসাধারণ যাচ্ছে ঠেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল বাংলাদেশের এই ভক্ত অনুরাগীর পক্ষ থেকে মীরদা এন্ড কোম্পানি।
হেমেন্দ্র কুমার রায়ের গল্প গুলো আমার অনেক ভালো লাগে তাঁর লেখা ভূতের গল্পগুলো অসাধারণ তেমনি তার রচিতো রহস্য রোমাঞ্চ ঘোরা অ্যান্ড ভেঞ্চার ও গোয়েন্দা গল্প গুলো আমার ভীষন প্রিয়।♥️♥️♥️
ক্যাপ্টেন তুমি এক যাদুকর , মনের কথা বোঝার ক্ষমতা কিছু কিছু মানুষের থাকে তার মধ্যে তুমি একজন, অনেকদিন ধরে ভাবছিলাম অমৃতের দ্বীপ কবে শুনবো তুমি সেটাও পূরণ করে দিলে, ধন্যবাদ ক্যাপ্টেন, আর তোমার পুরো টীম কে অনেক শুভেচ্ছা ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ,প্রতিটি গল্পই এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য | বিগত চার বছর ধরে উত্তরাখন্ড রাজ্যে আমি কর্মরত,ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছি,ছুটির দিনে বা কাজ শেষ করে বাড়ি যাওয়ার পর,গ্রামের জন্য মন খারাপ হলে আপনার যেকোন একটা গল্প শুনলেই যথেষ্ট হয়ে যায়,মন ভালো করার জন্য | গ্রামের সমস্ত স্মৃতিগুলি চোখের সামনে ভাসতে থাকে, 🙏🙏🙏
অমৃত দ্বীপ যে সত্যি সত্যি অমৃতের মতো ঠেকলো❤ কাউড়িবুরির মন্দির গপ্পোটা শোনা হয়নি ............ কিন্তু ঠিক শুনবো❤❤❤❤ ধন্যবাদ ক্যাপ্টেন আমাদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য❤❤❤❤👑🤙🎀😁💗💜😩🤗☺️😌
গপ্পো মীরের ঠেক থেকে আমরা ছোটো ছোট creater রা অনেক কিছু শিখি। মনে হয় যেন অডিও story production এর ফ্রি ক্লাস করছি... আন্তরিক ভালোবাসা for Goppo Mir-er Thek টিম। ❤
Daruuuun...Gaan ta besh lagchhilo..Sobcheye baro kotha galpo ta akebarei sesh andaaj kora jayna sejonnei aro bhalo legeche..Ami oi Doraemon movie tarpor oi Dweep er adventure movies guli dekhi anime gulo beshi bhalo lage..Ajker galpo ta Oram..Ami colour book e colour korte korte sunlam..mon ta saradin bhalo chhilona..Akhon bhalo lagchhe..Thank you GappoMirErThek er sobai k jara galpo ta shonale..Jaak oi Buro ta j Lauzo r murti ta niye nayni seta tei akta Shanti holo,mone hochhilo obhoy or badole oder chharbe..Chalo asche Shonibaar abar hobe✨Om Sai Ram 🙏💐☮️🌠
ঝর্না ধোয়া ভালোলাগা গুলো আজকাল সাহিত্যের মধ্যে আপ্রাণ মিশে যেতে চায়। হারিয়ে যেতে চাই কল্পনার এক অন্য জগৎ তে, সেইটুকু তৃষ্ণা নিবারণের জন্য ক্যাপ্টেন অনেক অনেক ধন্যবাদ। " তাহলে শুরু করা যাক?" ❤🙏🏻
হেমেন রায় এর গপ্পো হচ্ছে শক্তিমান সিরিয়ালের মত। প্রচণ্ড আজগুবি এবং nostalgic. জানি উষ্টুম ধুষ্টুম তাও ছাড়া যায়না। আপনি এত সুন্দর উপস্থাপনা করছেন বলেই এমন উচ্চমাত্রা পাচ্ছে। ❤ আপনি বরং শক্তিমানটাও একটু ভেবে দেখুন কিছু করা যায় কিনা ❤
দেশটা আলাদা, কাঁটাতার দিয়ে ঘিরে রেখেছে কিন্তু ভাষাটা আলাদা করতে পারেননি কেউই, আর যখন বাংলাদেশের নাম শুনি ❤️। সত্যি বলতে মীর ভাইয়ের অসংখ্য ভক্ত আছে বাংলাদেশে। 😊
আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ মীর ভাইকে এতো সুন্দর গল্প শোনানোর জন্য। মির্চি ছাড়ার পরে আপনার ভয়েসটা খুব মিস করছি। আরো ও ধন্যবাদ সোমক দাকে এই ঠেকে আনার জন্য। গল্প মীরের ঠেকের সবাইকে ধন্যবাদ আমাদের এতো সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।
....... বহুদিন বাংলা সিনেমা , হলে গিয়ে দেখার ইচ্ছে একঘেঁয়েমির কারনে এক প্রকার হারিয়েই গেছিলো ! আজ সেই ভুলতে বসা অনুভূতি ফিরিয়ে দিলো ' গপ্প মীরের ঠেকের ' অসাধারণ আন্তরিক দক্ষতায় দূর্দান্ত গল্প কে , সার্থক চলচিত্রের . রুপায় ন ........ চোখ বন্ধ করেই একদম সিনেমা দেখার সুখ অনুভব করলাম মুগ্ধ হয়ে....... ! ....….... জানি না , কতটা পরিশ্রমের ফলে এমন অনুভূতি তৈরী সম্ভব হয়েছে....... যার কোনো বিকল্প হয় না ! ........ এই টিমের ক্যাপ্টেন ও সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা.....️ ভালো থেকো সব্বাই..... শুভরাত্রি
চলে এলাম অবশেষে গপ্পো মীর এর ঠেক এ.. আবার এই গপ্পো তেও পৈশাচিক অট্টহাসি..!!? যাই হোক, এখন শুনি "হেমেন্দ্র কুমার রায় এর অমৃত দ্বীপ".. জয়ন্ত মানিক বিমল কুমার কে আবার শুনছি, এটাই চমৎকার আকর্ষণ মীর আফসার আলী.. 🎉❤ আর মীর এর কন্ঠে গপ্পো পাঠ, সে তো অনবদ্য আনন্দ.. somak anujoy soumen and rounak,, একসাথে শুনতে দূর্দান্ত লাগছে.. ✌️💚✌️🙏🎉🙏🌾 কিন্তু একি, সমুদ্রের এমন ভয়াবহ অবস্থায় আশার ভরসা ওই "অমৃত দ্বীপ".. আহ্ হা, এ যে মহা সমারোহের বীভৎস সাইক্লোন.. 😮😮😮😮😮 🌾🌾🌾
@@realmirএর আগে 'ড্র্যাগনের দুঃস্বপ্ন' ও তারও আগে 'মানুষ পিশাচ' যে রকম অসাধারণ লেগেছিল এটাও ঠিক সেরকমই । যদি সম্ভব হয় 'দি ভ্যালি অফ্ ফিয়ার' ও ক্রিটিক্যাল ক্যারেক্টর 'কালোভ্রমর' করার চেষ্টা করবেন ।
বিমল অর্থাৎ anujoy এর সৌন্দর্য্য র বিবরণ উপভোগ্য.. এদিকে সুন্দর বাবুর ভয়ার্ত আর্তনাদ গা ছমছমে ব্যাপার.. 🎉 😮🎉💚 আর এই ভয়ানক ভয় গুলো, মীর আফসার আলীর বর্ণনাতেই ভয়ের সঞ্চার হচ্ছে কিছুটা.. তবে বিশেষ ভয় এখনও আসেনি জয়ন্ত-র সমীকরণ এ.. দেখা যাক, ড্রাগন এর দুঃস্বপ্নের সুরাহা কতটা করতে পারে এই চার মহারথী.. 🤗 🤗 💚 মীর আফসার আলী, সুন্দর বাবুর ভয় পাওয়া টা কিন্তু দারুণ রোমাঞ্চকর.. 👏🙌👏🙏🙏✌️🙏🙏
পুরো যেন সিনেমার মত চোখের সামনে সবটা দেখতে পেলাম । ❤❤ গপ্পো মীরের ঠেক এর সব কলাকুশলী দের জন্য রইল অনেক শুভেচ্ছা । Thank you Captain ,,,❤❤❤, ভালো ভালো গল্ল উপহার দেওয়ার জন্য
চেয়েছিলাম আমাদের ঠেকে যেন জয়ন্ত মানিক আসুক.. কারণ অনেকদিন ধরে বিমল-কুমার আর জয়ন্ত-মানিক পড়ছিলাম..তারপর হঠাৎই দেখি "আসছে জয়ন্ত মানিক", দেখেই এত জোরে চিৎকার করে লাফিয়ে উঠেছি যে বাকিরা ভয় পেয়ে গেছে..এই ভাবেই আমাদেরকে অজস্র উপহারের স্রোতে ভাসিয়ে নিয়ে যাক! এইভাবে back to back আমাদেরকে surprise দেওয়ার জন্য এই team টাকে ধন্যবাদ দেবো না, বরং ভালোবাসা আর অনেক support! Thank you গপ্পো মীরের ঠেক!!! 🥹❤️ Duration: 1:21:43
মাশাল্লাহ❤❤ অসাধারণ গল্পটা ... প্রতি সপ্তাহে গপ্পো মীর এর ঠেকের নতুন গল্পের অপেক্ষায় থাকি আর প্রতিবার অপেক্ষা সার্থক হয়। অনেক ভালো লেগেছে গল্পটা । সকাল থেকে মন খারাপ ছিল । গল্পটা শুনেই মনটা ভালো হয়ে গেল ❤❤। Thank you এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা রইল 🇧🇩🇧🇩❤❤
Bimal kumar o joyonto manik er sob golpo e sona hoeche tai ekn Feluda sona suru korechi aj professor shonku sunlam....ei golpota o sona kintu goppo mirer thek tai abr sunchi...goppo mirer thek er uposthapona r mir sir er voice osadharon 🙏...kichu notun story hole r o vlo lagto...🥰
দারুন লাগলো দাদা, সত্যি কথা বলতে আমি কখনও এমন অমৃত দ্বীপে যেতে চাই না গো; আমার গ্রামের ছোট্ট দোতলা বাড়িটি, গপ্প মীরের ঠেক আর আমার কবিতার ডায়েরি - এগুলোই আমার জন্য ঠিক আছে, এমন এডভেঞ্চার আমার দরকার নেই বাবা।😊❤
....... বহুদিন বাংলা সিনেমা , হলে গিয়ে দেখার ইচ্ছে একঘেঁয়েমির কারনে এক প্রকার হারিয়েই গেছিলো !
আজ সেই ভুলতে বসা অনুভূতি ফিরিয়ে দিলো ' গপ্প মীরের ঠেকের ' অসাধারণ আন্তরিক দক্ষতায় দূর্দান্ত গল্প কে , সার্থক চলচিত্রের . রুপায় ন ........ চোখ বন্ধ করেই একদম সিনেমা দেখার সুখ অনুভব করলাম মুগ্ধ হয়ে....... !
....….... জানি না , কতটা পরিশ্রমের ফলে এমন অনুভূতি তৈরী সম্ভব হয়েছে....... যার কোনো বিকল্প হয় না !
........ এই টিমের ক্যাপ্টেন ও সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা.....❤️🙏
ভালো থেকো সব্বাই..... শুভরাত্রি 🙏💐
অসাধারণ উপস্থাপনা
😊
Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj@@somhitachoudhury4231
Sune bolbi
Kaal Ratri r moto kichu golpo hole jome jeto..
পুরির সমুদ্রের ধারে বসে কানে earphone লাগিয়ে গল্প টা শুনছি ...🤩😌এটা একটা আলাদাই অনুভূতি😌 ঘুরতে এসেও আমি কিন্তু গল্প মিস করি না ক্যাপ্টেন❤🙃😊❤thank you so much Mir da❤😊 রথযাত্রা এর শুভেচ্ছা জানাই সবাইকে🚩💫✨🙏🌸
Actually amio gechilam oi din.... R somudra kacha bosa chilam puro rat...
Wow😊golpo ta shonar kichhu somoy por chole asechhilam 😊🌸
Didi,ami ei golpota sunbo.ektu kindly janaben eta ki bhoutik naki rohosso golpo?aar kauriburir mondir golpotaii ba kkemon dhoroner?
কাউরী বুড়ির মন্দির গল্প টা এখন পর্যন্ত ভয়ের গল্প এর সত্যিই এক নজির স্থাপন করেছে, আগামী দিনে ঠেকে আরো বেশী করে অভিক সরকারের গল্প চাই
হাড়িকাঠ আসবে এই বছর🎉
অভিক সরকার এর ইনকুইজিশন গল্প টা আরো সুন্দর
@@abhishekroy9286 ওটাও হবে তবে এবছর নয় আগামী বছর হওয়ার সম্ভাবনা রয়েছে ।।
Harikath itimodhyei arekti popular channel kore diechhe.
@@arnabdas3600 করলেও সেটা GMT এর সমকক্ষ নয়
এখানে অনেকেই গল্পের অনুরোধ করেন কিন্তু আমি এমন একজন নিরব শ্রোতা যার কোনো অনুরোধ নেই কিন্তু আগ্রহের কোনো কমতি নেই। যেই গল্প আসুক না কেনো সেটাই সাসপেন্স নিয়েই শুনি। কারণ আমি অধিকাংশ গল্প গুলো কোনোদিন পড়েই দেখিনি। আর ভবিষ্যতে পড়ার সময় হতো বলে মনে হয় না। আগে সানডে সাসপেন্স এর শ্রোতা ছিলাম। এখন দুটোরই বিরাট বড় ফ্যান।😮😮😮😮 থ্যাংকস মির দা।
Same here
একদম ঠিক
Naa naa jegulo shambhob hobe ghorer dewal almari te paben porbena,seta akta anyo rakom dekhben ekhaner sound effects ta moner modhye sunte pachhen r imagination tao aro sposto lagchhe,Ami Kauri Buri ta second part ta pore niyechhilam Google diye,sune puro byapar ta aro anyorakom legeche..Chesta korun bhalo lagbe,nahole j arr boi gulo porai hobena..!!
আমিও ঠিক আপনার মতো
অসাধারণ ❤❤
জয়ন্ত মানিক বিমল কুমারের একসঙ্গে আর যতগুলো গল্প আছে সেগুলোও ঠেকে শুনতে চাই তাড়াতাড়ি
অমৃত-দ্বীপের যাত্রা কেমন হল? কমেন্ট করে জানাও গপ্পোমীরকে।
Asadharon... 😍😍😍
Eta osadharon Mir da. Onek DIN wait korechi. Thanks a ton
Khub valo.
Fabulous ❤❤❤❤❤
Darun
হেমেন্দ্রকুমার রায় আমার অন্যতম প্রিয় লেখক। তাঁর লেখা ভুতের গল্পগুলো যেমন উপভোগ করি ঠিক তেমনই তাঁর রচিত রহস্য রোমাঞ্চে ঘেরা অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা গল্পগুলোও আমার ভীষণ প্রিয় ♥♥♥ জয়ন্ত-মানিক,বিমল-কুমার, ইন্সপেক্টর সুন্দরবাবু,প্রিয় পোষ্য বাঘা,ভৃত্য কাম অভিভাবক রামহরি প্রত্যেকটি চরিত্রই অসাধারণ সৃষ্টি এবং নিজস্বতায় উজ্জ্বল। সেই ঔজ্জ্বল্য কোনোকালেই ফিকে হওয়ার নয় 🙏🙏
বরং গপ্পোমীরের ঠেকের পরিবেশনায় তা আরও বিকশিত হবে 🔥🔥
Ei golpo gulo just faltu writing...ajgube kono matha mundu nai
@@Smashit374 হেমেন্দ্রকুমার রায়ের লেখা ফালতু রাইটিং 😂😂😂
আচ্ছা বেশ আপনার মতামত আলাদা হতেই পারে আমার খুব ভালোই লাগল 🙏
@@indranilsaha3373 se hemendro hok ar pemendroi hok...faltu golpo ke faltui bolbo...kono matha mundu nai golper...jata mata akta likhe dilei holo
দয়া করে সুন্দর বাবুর রোলটা খরাজ মুখোপাধ্যায় কে দিয়ে করান।
@@Smashit374
I agree with you, actually inspired by some western adventurous stories, Hemen Roy ei characters gulo create korechhilen, kintu ghotona gulo onektaii baseless... khuuub akta acceptable noy storyline gulo...
Kauri burir mondir ei golper resh ekhono moner modhye roye geche😊Abar Joyonto r Manik er juti sunte cholechi🤗R ekta romanchokar ekti gopper sathe sihorito hote cholechi....Mir da ❤️ R asadharon magical voice e goppo sonar mojai alada 😌Sathe Somak jome jabe puro☺️
সত্যিই অসাধারণ উপস্থাপনা 😊
মনে হচ্ছে আমিও বিমল-কুমার আর জয়ন্ত-মানিকের সঙ্গী হয়ে গিয়ে অমৃতদ্বীপে ঘুরে আসলাম ❤
মীরদা ও গপ্পোমীরের ঠেকের প্রত্যেক শিল্পীদের কুর্নিশ জানাই এত সুন্দর গল্পটিকে অনবদ্য ভাবে পরিবেশনা করার জন্য 🙏🙏🙏
মীর দা হসপিটালের বেডে। শুয়ে গল্প শুনছি নতুন অভিজ্ঞতা। আগামী সোমবার আমার অপারেশন প্রার্থনা করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেনো বাড়ি যেতে পাড়ি।❤❤❤❤❤❤u দাদা।
Everything will be alright brother 👊
Get wll soon
God Bless You ❤❤
God bless you❤
সুস্থতা কামনা করি আপনার ।
অসাধারণ রোমাঞ্চকর ভ্রমন মূলক গল্প। ধন্যবাদ মীর দা ও গপ্পোমীরের ঠেকের সকল কলা কুশলীবৃন্দদের।
কাউড়ি বুড়ির মন্দির আপনার গল্পের অন্যতম সেরা। অসাধারণ উপস্থাপন। এটা বহুদিন মনে থাকবে।
কাজের চাপে, সময়ের অভাবে মীর দা কে আর আগের মতো শুনতে পারি না কিন্তু কাউরি বুড়ির মন্দির শোনার পর থেকে আবার নেশায় পড়ে গিয়েছি, আজ অমৃত দ্বীপ অসাধারন। ধন্যবাদ মীর দা জীবন টাকে এখনো বাঙালি করে রাখার জন্য। ❤❤❤️
Ekdom e tai kauri buri r mandir diyei start korlm abr nesa hoy glo
অসম্ভব ভালো লাগছে গল্পটি শুনতে। ( ব্যাঙ্গালোর থেকে শুনছি)
গপ্পো মীরের ঠেক এর সবাই কে অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, যাতে সাহিত্য প্রেমীরা আরো অনেক গল্প উপহার পায় আপনাদের থেকে।
অসাধারণ একটা এডভেঞ্চার গল্প শুনলাম। অনেকদিন কোনো বিশ্ব সাহিত্য শুনিনি। একটা গ্র্যান্ড বিদেশী উপন্যাস উপস্থাপনার প্রতীক্ষায় রইলাম।
ড্রাগনের দুঃস্বপ্ন গল্পটি শোনার পর মনে হয়েছিল যে এটা একটা গোটা গল্পের প্রথম পর্ব এবং আমি দ্বিতীয় পর্বের অপেক্ষায় ছিলাম। Thank you গপ্পো মীরের ঠেক for this story as the second part of the whole story!!!♥️
Aeto sundor sundor golpo tumi bachi koro mir da je bar bar suneo purono hoy na.❤❤❤❤ . Tomake onek onek dhonyobad 🙏🙏🙏🙏
চার পছন্দের রত্ন একসাথে ❤❤❤। এই চার মূর্তির মিলিত গল্প গুলো খুব পছন্দের 🎉❤। ধন্যবাদ মীর দা আর তোমার টিম কে 🎉😊
টানটান অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ, রোমাঞ্চকর একটা গল্প অসাধারণ লেগেছে, অনেকদিন ধরে এরকমই একটা গল্প চাইছিলাম।❤
Top class... Thanks to goppo mirer thek, amra jara otota golper boi porini chotobela theke tara jantei partam na je bangla sahitte eto valo valo golpo royeche. Vobissot e erokom valo valo valo golper asha rakhchi. Special thanks to Mir Da.... You are the secret spice in every audio story, fan forever..
দারুণ... দারুণ... দারুণ..👌👌👌
ছোটবেলার সেই উৎকণ্ঠা, উত্তেজনা আবার ফিরে পেলাম.... আবারও সেই টানটান উত্তেজনা নিয়ে পুরো গল্পটা এক নিঃশ্বাসে শুনে শেষ করলাম...🎉❤🎉
অনবদ্য উপস্থাপনা, অসাধারণ অভিনয়...আর দুরন্ত আবহসঙ্গীতের ব্যবহার!!!
অনেক অনেক ভালবাসা...গপ্পো মীর আর তার ঠেকের সব্বাই কে....👍👍👍❤❤❤
এতো পুরো সিনেমা 😮❤
এরম এডভেঞ্চার আর টান টান উত্তেজনার সথে কি অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক।
কুর্ণিশ আপনাদের।। 🙏
Chhotobela ta ek jholoke chokher samne..... thank you Mir sir..... apnar uposthaponay sob e jibonto.... khoob bhalo laaglo..... mon pran bhore gechhe..... bhalo thakben sobai.... team Goppo Mirer Thek ke onek dhonnobad..... 🙏🙏🙏🙏🤱
গত দু সপ্তাহের গপ্প শুনতে পারিনি কারণ সেই গপ্পটি আমার বয়স বিরোধী ছিল। এই দু সপ্তাহ ধরে অপেক্ষায় ছিলাম পরবর্তি গপ্পের জন্য। সেই অপেক্ষার ফল যে এতো সুস্বাদু হবে ভাবতে পারিনি। অমৃত দ্বীপের যাত্রা খুব রোমাঞ্চকর হল। অসাধারণ গপ্প। তুমি এরকম গপ্প আমাদের উপহার দিতে থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের ❤❤
Apurbo 👌👌 Audio sunte sunte mone hocchilo..... Jeno Cinema Hall e bose Doulbi sound e cinema dekhchilam.... ❤❤❤❤. Salute Team.. Gappo Mir Er Thek 👋👋👋👋👋♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Adventure story+Mir sir's amazing voice=saturday jomjomat❤❤❤....
Erom adventure story aro chai... 🥰
"অমৃতদ্বীপ "-- অসাধারন, অতুলনীয়, অনবদ্য -- গল্প শুনতে শুনতে এতটাই বিভোর হয়েছি যে কখন আমিই হয়তো বিমল,কুমার বা জয়ন্ত হয়ে উঠেছি, নিজের মনে ঘুমিয়ে থাকা সুপ্ত এডভেঞ্চার জেগে উঠেছে বারেবার , "গপ্পো মীরের ঠেক" অসাধারন তুমি , ভালবাসায় থাকবে তুমি সব সময়❤
উত্তর পূর্বের আমি নিজেকে শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে নিজেকে গন্য করি ❤
অনবদ্য মীর দা এবং টিম
Tripura থেকে অনেক ভালবাসা
Amakeo vulben na...😅amio Assam theke ritimoto shuni..😊
আলাদা করে কিছু বলার নেই। বলা বাহুল্য যে তোমার প্রতিটি কাজে আছে বহু ভালোবাসা ও যত্নের ছাপ। খুব ছোটবেলায় পিসির কাছে শুনেছি নানা গল্প।আজ তোমার হাত ধরে সেই স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো ফিরে পাই। তোমার ঠেকে বাকি যারা আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানাই 🎉❤।
সমরেশ মজুমদারের লেখা উপন্যাস সাত কাহন শোনার ইচ্ছে ভীষণ রয়েছে।প্লিজ মীর দা❤😊
কালবেলা, কালপুরুষ অথবা উত্তরাধিকার যেকোনো একটা শোনার ও ইচ্ছা করি মির দা😭😭😭🫶🫶
বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন
জয়ন্ত-মানিক, শার্লক হোমস, শ্রী অভিক সরকারের গল্প মানে গপ্পো মীরের ঠেক। গতকাল ইউরো দেখার জন্য শুনতে পারলাম না আজ শুনে নিচ্ছি। অসাধারণ যাচ্ছে ঠেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল বাংলাদেশের এই ভক্ত অনুরাগীর পক্ষ থেকে মীরদা এন্ড কোম্পানি।
অসাধারণ...অনবদ্য...অভূতপূর্ব...অসাধারন লাগছে গপ্পোটি শুনতে...কাল রথযাত্রা...পাঁপড়ভাজা জিলিপি অমৃত্তি সঙ্গে অমৃতদ্বীপ...অসাধারণ রসায়ন❤❤❤
এই channel-এর সমস্ত গল্পই শুনতে শুনতে যেন চোখের সামনে ভেসে ওঠে; একবার কোনো গল্প শুনতে শুরু করলে শেষ না করে উপায় নেই.....👍👍👍
Biraat akta gift amader jonne ei golpo ta ❤️❤️uff just awesome 😘😘
বই তে পড়ে এত রোমাঞ্চ পাইনি। THANK YOU Mir uncle 😍😍.
Episode 100 par hoini 11lakh subscriber it's amezing.congratulation mir da
অসাধারণ এত ভয়ানক গল্প এটা আগে শুনিনি অসাধারণ উপস্থাপনা। সবকিছু যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। ❤❤❤
Thanks.. Ami request korechilam echara o hoyto oneke ei golpo shonar jonno request korechilo.. Jaihok mon valo hoye gelo 🙂❤
চোখের সামনে ভেসে উঠলো দৃশ্যপট... আপনারা কী গল্প শোনালেন নাকি গল্প দেখালেন বলুন তো!!! এত সুন্দর এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সফর সঙ্গী বানানোর জন্য টিম গপ্পো মীরকে কুর্ণিশ জানাই 🙏🏽❤️
হেমেন্দ্র কুমার রায়ের গল্প গুলো আমার অনেক ভালো লাগে তাঁর লেখা ভূতের গল্পগুলো অসাধারণ তেমনি তার রচিতো রহস্য রোমাঞ্চ ঘোরা অ্যান্ড ভেঞ্চার ও গোয়েন্দা গল্প গুলো আমার ভীষন প্রিয়।♥️♥️♥️
Ami akhon Mumbai te bristi veja rate eka balcony te bose sun6i... Uff ki romantic lag6e, golpo ta osadharon 😮... Mir da we love you ❤❤❤
দেহের সমস্ত প্রাণশক্তি দিয়ে মীরদার প্রতি তীব্র স্নেহ ও ভালোবাসা মীরদার চরণে সঁপে দিতে চাই।মীরদার মতো নায়ককে জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণাম।
Darun sundor romancho te bhora adventure er sathi hote pere Dhanya holam Mir da ❤️ Mohit hoye sunlam 😌
অনুজয় স্যার আপনার গলার স্বর আমার মনে সব সময় বাজছে। যেমন ঢাকে কে কাঠি পড়লে মন নেচে ওঠে, সেই রকম আপনার গলার স্বর।
ক্যাপ্টেন তুমি এক যাদুকর , মনের কথা বোঝার ক্ষমতা কিছু কিছু মানুষের থাকে তার মধ্যে তুমি একজন, অনেকদিন ধরে ভাবছিলাম অমৃতের দ্বীপ কবে শুনবো তুমি সেটাও পূরণ করে দিলে, ধন্যবাদ ক্যাপ্টেন, আর তোমার পুরো টীম কে অনেক শুভেচ্ছা ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ,প্রতিটি গল্পই এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য |
বিগত চার বছর ধরে উত্তরাখন্ড রাজ্যে আমি কর্মরত,ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছি,ছুটির দিনে বা কাজ শেষ করে বাড়ি যাওয়ার পর,গ্রামের জন্য মন খারাপ হলে আপনার যেকোন একটা গল্প শুনলেই যথেষ্ট হয়ে যায়,মন ভালো করার জন্য | গ্রামের সমস্ত স্মৃতিগুলি চোখের সামনে ভাসতে থাকে, 🙏🙏🙏
অমৃত দ্বীপ যে সত্যি সত্যি অমৃতের মতো ঠেকলো❤
কাউড়িবুরির মন্দির গপ্পোটা শোনা হয়নি ............ কিন্তু ঠিক শুনবো❤❤❤❤ ধন্যবাদ ক্যাপ্টেন আমাদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য❤❤❤❤👑🤙🎀😁💗💜😩🤗☺️😌
গপ্পো মীরের ঠেক থেকে আমরা ছোটো ছোট creater রা অনেক কিছু শিখি। মনে হয় যেন অডিও story production এর ফ্রি ক্লাস করছি...
আন্তরিক ভালোবাসা for Goppo Mir-er Thek টিম। ❤
Daruuuun...Gaan ta besh lagchhilo..Sobcheye baro kotha galpo ta akebarei sesh andaaj kora jayna sejonnei aro bhalo legeche..Ami oi Doraemon movie tarpor oi Dweep er adventure movies guli dekhi anime gulo beshi bhalo lage..Ajker galpo ta Oram..Ami colour book e colour korte korte sunlam..mon ta saradin bhalo chhilona..Akhon bhalo lagchhe..Thank you GappoMirErThek er sobai k jara galpo ta shonale..Jaak oi Buro ta j Lauzo r murti ta niye nayni seta tei akta Shanti holo,mone hochhilo obhoy or badole oder chharbe..Chalo asche Shonibaar abar hobe✨Om Sai Ram 🙏💐☮️🌠
খুবই সুন্দর।। মুগ্ধ হয়ে শুনি মীর স্যার এর কন্ঠ স্বর
হয়তো বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম ক্রসওভার❤️
জয়ন্ত-মানিক ** বিমল-কুমার
🤔🤔🤔... হতে পারে। ওঁর আগে ক্রসওভার হয়েছে কিনা, আমারো ঠিক মনে পড়ছে না।
@@realmir আরে গুরুদেব স্বয়ং যে❤️
@@realmirকিন্তু স্যার আমার তো মনে হয় আপনার এই চ্যানেল এ "ড্রাগন এর দুঃস্বপ্ন" তে কিমার বিমল আর জয়ন্ত মানিক এর প্রথম একসাথে দেখা।
Mane series hishabe bolte chaichen @@abirsarkar5828
@@realmir( দেব__বিমল ) ( জিং__ কমল ) (জয়ন্ত__ জিসুসেনগুপ্ত ) এটাকে নিয়ে একটা মুভি হলে জমে যেতো
Goppa mirer thek r proti ta goppa darun. Amar proti ta goppa khub valo legeche. Thankyou mir da sundor sundor golpo sonanor jona.
ঝর্না ধোয়া ভালোলাগা গুলো আজকাল সাহিত্যের মধ্যে আপ্রাণ মিশে যেতে চায়। হারিয়ে যেতে চাই কল্পনার এক অন্য জগৎ তে, সেইটুকু তৃষ্ণা নিবারণের জন্য ক্যাপ্টেন অনেক অনেক ধন্যবাদ।
" তাহলে শুরু করা যাক?" ❤🙏🏻
Ekdom 🙏♥
একেই বলে গল্প । যা সুনতে সুনতে মনে হয় সব কিছু সামনে ঘটছে।।। দারুণ লাগলো। ধন্যবাদ মীর দাদা।
সালামুআলাইকুম দাদা বাংলাদেশ থেকে বলতেছিলাম আপনার গল্পগুলো অনেক ইন্টারেস্টিং ও সোনার মত গল্প
Background music & speciaal effects অসাধারণ!! তোমার গল্প পাঠ নিয়ে তো কোনো কোথায় নেই...অন্যান্য কণ্ঠ শিল্পীরা গল্পের চরিত্রদের সাথে একদম perfectly fit... সমগ্র উপস্থাপনা এককথায় দুর্দান্ত!!
হেমেন রায় এর গপ্পো হচ্ছে শক্তিমান সিরিয়ালের মত। প্রচণ্ড আজগুবি এবং nostalgic. জানি উষ্টুম ধুষ্টুম তাও ছাড়া যায়না। আপনি এত সুন্দর উপস্থাপনা করছেন বলেই এমন উচ্চমাত্রা পাচ্ছে। ❤ আপনি বরং শক্তিমানটাও একটু ভেবে দেখুন কিছু করা যায় কিনা ❤
thik bolechen. Hemen ray manei chatul ajgubi goppo. bideshi galpo theke tokatukio kom korenni. tobe taro ekta taste ache.
দেশটা আলাদা, কাঁটাতার দিয়ে ঘিরে রেখেছে কিন্তু ভাষাটা আলাদা করতে পারেননি কেউই, আর যখন বাংলাদেশের নাম শুনি ❤️।
সত্যি বলতে মীর ভাইয়ের অসংখ্য ভক্ত আছে বাংলাদেশে। 😊
Hemendra Kumar Roy is one of the best
Basi basi galpo chai Hemendra Kumar Roy er
Davdas, pother pachali , r aj ka amrito deep ❤❤❤❤ darun laglo sotti bolchi tumi Mir da ❤️❤️
গপ্পো মীরের ঠেক না থাকলে অনেক কিছু শোনা হতনা ❤
Mone hocchilo akta cinema dekhchilm..... Atoh sundor উপস্থাপনা ❤
অসাধারণ গল্প অভেঞচার ❤❤❤ আমার খুব ভালো লাগে
আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ মীর ভাইকে এতো সুন্দর গল্প শোনানোর জন্য। মির্চি ছাড়ার পরে আপনার ভয়েসটা খুব মিস করছি। আরো ও ধন্যবাদ সোমক দাকে এই ঠেকে আনার জন্য। গল্প মীরের ঠেকের সবাইকে ধন্যবাদ আমাদের এতো সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।
এসে গেছি গল্প শুনতে ♥️খুব ভালো লাগছে ✨🤗
....... বহুদিন বাংলা সিনেমা , হলে গিয়ে দেখার ইচ্ছে একঘেঁয়েমির কারনে এক প্রকার হারিয়েই গেছিলো !
আজ সেই ভুলতে বসা অনুভূতি ফিরিয়ে দিলো ' গপ্প মীরের ঠেকের ' অসাধারণ আন্তরিক দক্ষতায় দূর্দান্ত গল্প কে , সার্থক চলচিত্রের . রুপায় ন ........ চোখ বন্ধ করেই একদম সিনেমা দেখার সুখ অনুভব করলাম মুগ্ধ হয়ে....... !
....….... জানি না , কতটা পরিশ্রমের ফলে এমন অনুভূতি তৈরী সম্ভব হয়েছে....... যার কোনো বিকল্প হয় না !
........ এই টিমের ক্যাপ্টেন ও সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা.....️
ভালো থেকো সব্বাই..... শুভরাত্রি
অসাধারণ ❤😊
খুব সুন্দর এবং রোমাঞ্চকর গল্পটা।
❤
এরকম গল্প গুলো মনোযোগ সহকারে শুনলে শীওড়ে উঠে পুরো শরীর ❤
অনেক ভালো উপস্থাপনা, আপনাদের এরকম গল্প উপস্থাপনা শুনতে অনেক মজা পাই, ধন্যবাদ আপনাদের ❤❤❤
সত্যি দাদা ,, অসাধারণ ,, অপূর্ব ,, একটি গল্পঃ এটি ,, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ,,, ❤️
চলে এলাম অবশেষে গপ্পো মীর এর ঠেক এ.. আবার এই গপ্পো তেও পৈশাচিক অট্টহাসি..!!? যাই হোক, এখন শুনি "হেমেন্দ্র কুমার রায় এর অমৃত দ্বীপ".. জয়ন্ত মানিক বিমল কুমার কে আবার শুনছি, এটাই চমৎকার আকর্ষণ মীর আফসার আলী.. 🎉❤ আর মীর এর কন্ঠে গপ্পো পাঠ, সে তো অনবদ্য আনন্দ.. somak anujoy soumen and rounak,, একসাথে শুনতে দূর্দান্ত লাগছে.. ✌️💚✌️🙏🎉🙏🌾 কিন্তু একি, সমুদ্রের এমন ভয়াবহ অবস্থায় আশার ভরসা ওই "অমৃত দ্বীপ".. আহ্ হা, এ যে মহা সমারোহের বীভৎস সাইক্লোন.. 😮😮😮😮😮 🌾🌾🌾
❤❤❤❤❤
@@realmir❤️💚❤️🙏🙏
@@realmirএর আগে 'ড্র্যাগনের দুঃস্বপ্ন' ও তারও আগে 'মানুষ পিশাচ' যে রকম অসাধারণ লেগেছিল এটাও ঠিক সেরকমই । যদি সম্ভব হয় 'দি ভ্যালি অফ্ ফিয়ার' ও ক্রিটিক্যাল ক্যারেক্টর 'কালোভ্রমর' করার চেষ্টা করবেন ।
@@realmir নিমাই ভট্টাচার্যের 'মেমসাহেব' ... প্লিজ
দারুণ রিয়াকশন দ্বারা পরিচালিত হয়েছে অবিরাম অন্তহীন ভালো বাসা থেকে 💙💖💓💓🇧🇩🇧🇩💕💜💗💗💗💕🇧🇩💓❤️💖💗💜💕❤️❤️💖💖💙💙💖❤️💖💙💙💜
বিমল অর্থাৎ anujoy এর সৌন্দর্য্য র বিবরণ উপভোগ্য.. এদিকে সুন্দর বাবুর ভয়ার্ত আর্তনাদ গা ছমছমে ব্যাপার.. 🎉 😮🎉💚 আর এই ভয়ানক ভয় গুলো, মীর আফসার আলীর বর্ণনাতেই ভয়ের সঞ্চার হচ্ছে কিছুটা.. তবে বিশেষ ভয় এখনও আসেনি জয়ন্ত-র সমীকরণ এ.. দেখা যাক, ড্রাগন এর দুঃস্বপ্নের সুরাহা কতটা করতে পারে এই চার মহারথী.. 🤗 🤗 💚 মীর আফসার আলী, সুন্দর বাবুর ভয় পাওয়া টা কিন্তু দারুণ রোমাঞ্চকর.. 👏🙌👏🙏🙏✌️🙏🙏
অনবদ্য ❤ মীর বাবু আজ আমার দুপুর টা দারুন সুন্দর কাটলো ❤ অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ও শুভকামনা রইলো ভালো থেকো সুস্থ থেকো ❤️
রবিবার পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না এখনি শুনছি 🫰😁😛
পুরো যেন সিনেমার মত চোখের সামনে সবটা দেখতে পেলাম । ❤❤
গপ্পো মীরের ঠেক এর সব কলাকুশলী দের জন্য রইল অনেক শুভেচ্ছা । Thank you Captain ,,,❤❤❤, ভালো ভালো গল্ল উপহার দেওয়ার জন্য
হেমন্ত কুমারায়ের গল্প গুলো অনেক ভালো লাগে রোমাঞ্চ ভূতের গল্প অনেক অনেক মন ছুঁয়ে যাওয়ার মত মনে হয় যে গল্পের ভিতরে ক্যারেক্টার এস 😮❤
My god ..ওয়েট করতে করতে শেষ। অডিও শুনবো দেখে দিনেই পড়া কমপ্লিট করে রাখছি.. রাতে অডিও শুনে শুনে ম্যাথ করবো 🥹
গায়ে জ্বর..সেই নিয়েই গল্প টা শুনছি
মাথা ব্যথা কমে গেল❤❤❤
Finally ❤
Thank you Mir Da
উফফফফ বাপ রে বাপ কী ভয়ঙ্কর আর সাঙ্ঘাতিক এডভেঞ্চার। দারুন লাগলো।
We want more Jayanta-Manik adventure Mir Sir... And please bring Kiriti Ray also in GMT ☺️❤
'অমৃত দ্বীপ ' just wowww hoache. Vison valo legeche.
Best robi bar er jonno opekkha kori 🥰🥰🥰🥰
"Kauri buri r Mondir " er resh kat te na kat tei abar Amrit Dhip . Khub bhalo laglo😊😊. Bimal ar Kumar er aro golpo sunte chai .
চেয়েছিলাম আমাদের ঠেকে যেন জয়ন্ত মানিক আসুক.. কারণ অনেকদিন ধরে বিমল-কুমার আর জয়ন্ত-মানিক পড়ছিলাম..তারপর হঠাৎই দেখি "আসছে জয়ন্ত মানিক", দেখেই এত জোরে চিৎকার করে লাফিয়ে উঠেছি যে বাকিরা ভয় পেয়ে গেছে..এই ভাবেই আমাদেরকে অজস্র উপহারের স্রোতে ভাসিয়ে নিয়ে যাক! এইভাবে back to back আমাদেরকে surprise দেওয়ার জন্য এই team টাকে ধন্যবাদ দেবো না, বরং ভালোবাসা আর অনেক support!
Thank you গপ্পো মীরের ঠেক!!! 🥹❤️
Duration: 1:21:43
হেমন্ত কুমার রায়ের অ্যাডভেঞ্চার গল্প এবং রোমাঞ্চ গল্প আমার অতি প্রিয় এবং কাউরে বুড়ির গল্প আমার অতি ভালো লাগলো ধন্যবাদ দাদা
কাউরীবুড়ির মন্দির গপ্পের ভয়ের রেশ এখনো কাটেনি 😢😢 তার মধ্যেই নতুন গপ্পো 😍😍 "অমৃত-দ্বীপ", ❤❤❤❤
অপেক্ষায় রইলাম 😊, after ড্রাগনের দুঃস্বপ্ন আবার চারমূর্তির অভিযান একসঙ্গে ✌️✌️✌️✌️
Hasir aaoajer modhye MIR da r gola sadha hasi ami chinte perechi.
উত্তরবঙ্গে খুব বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির দিনে একটা তারানাথ তান্ত্রিক হোক।
Taranath tantrik er golpo shunte gele natun golpo likhte hobe... Ogunito taranath tantrik kotha theke pabe?
@@Jhor-e1t এটা ঠিক বলেছেন। তবে এই আবহাওয়ায় জমতো ভালো।
যা গল্প ছিল তা সবই দেওয়া হয়েছে আর নেই
চাইলে পুরানো গুলো দেখতে পারেন সানডে সাসপেন্স ও আছে
Khubi valo laglo toh golpo ta. Onek dhonyobad Mir ar onanyo sob shilpi ke. Kintu bhishon bhoe korchilo. Onobodyo ❤
হর্ষবর্ধন গোবর্ধন যদি আসে সামনে হপ্তাই ! 🔥
বারবার "হীরা মানিক জ্বলে" গল্পটির কথা মনে পরে যাচ্ছিলো। যাইহোক এবার সাহিত্যিক কৃশানু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অন্যতম সৃষ্টি 'রহস্যভেদী বাসব' শুনতে চাই - অপেক্ষায় রইলাম মীর দা 🙏
সেই যে ১২ ই জুন থেকে শুরু হয়েছে আপনার সাথে পথ চলা, আর সিমাহীন পথ চলতে চাই।
বাংলাদেশ🇧🇩 থেকে ভালবাসা জানাই, ভাল থাকবেন সব সময়। @মীর দা ❤️❤️❤️
Mir daa presentation taa just osadharon ❤❤ Please Alexander Dumas er kichu golpo niye eso mir daa 🥹🥹
এই গরমের রাতে+ অন্ধকার ঘর+ সাথে রিমিঝিমি বৃষ্টি+কানে হেডফোন +গপ্পোমীরের ঠেক,=ভালোবাসা 💐🥰
Khub valo laglo captain❤ opekhar obosan holo pora complete kore goppo sunlam just darun 🥹❤️.
মাশাল্লাহ❤❤
অসাধারণ গল্পটা ... প্রতি সপ্তাহে গপ্পো মীর এর ঠেকের নতুন গল্পের অপেক্ষায় থাকি আর প্রতিবার অপেক্ষা সার্থক হয়।
অনেক ভালো লেগেছে গল্পটা ।
সকাল থেকে মন খারাপ ছিল । গল্পটা শুনেই মনটা ভালো হয়ে গেল ❤❤।
Thank you এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।
বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা রইল 🇧🇩🇧🇩❤❤
এহে মন খারাপ কেন? ভালো ভালো গপ্পো শোনো, ভালো লাগবে ❤❤
@@realmirছোট ভাই এর হাত ভেঙ্গে গেছে তাই মন খারাপ ছিল ।
কিন্তু এখন গল্প শুনে মন একটু ভালো লাগছে❤❤
@@realmir আসসালামু আলাইকুম মীর ভাই, এই মেয়ে আমার বোন। আমরা ২ জন একসাথে পড়ি, আর আপনার গল্প শুনি। 🥹
Hi Bangladesh theke shuncho naki Tumi?@@lamiyakhandokar3610
Bimal kumar o joyonto manik er sob golpo e sona hoeche tai ekn Feluda sona suru korechi aj professor shonku sunlam....ei golpota o sona kintu goppo mirer thek tai abr sunchi...goppo mirer thek er uposthapona r mir sir er voice osadharon 🙏...kichu notun story hole r o vlo lagto...🥰
বৃষ্টিভেজা রাত সঙ্গে মীরদা পুরো মাখন 👍👍👍🌹🌹🌹❤️❤️❤️
Kothai bristi hocche?
Balurghat, Dakshin Dinajpur
দারুন লাগলো দাদা, সত্যি কথা বলতে আমি কখনও এমন অমৃত দ্বীপে যেতে চাই না গো; আমার গ্রামের ছোট্ট দোতলা বাড়িটি, গপ্প মীরের ঠেক আর আমার কবিতার ডায়েরি - এগুলোই আমার জন্য ঠিক আছে, এমন এডভেঞ্চার আমার দরকার নেই বাবা।😊❤