উফ মীর দা কি শোনালে গো!!!! 😮 মুগ্ধ হয়ে শুনে গেলাম শুধু | অন্য নেশার চেয়ে এ নেশা ঢের ভালো🙏 প্রণাম তোমাকে দাদাভাই , আর তার সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই লেখা , শত কোটি প্রণাম🙏
পৃথিবীর একটা অভ্রান্ত সত্য! মানুষের সুখ-দুঃখের আড়ালে যে, এক টুকরো স্বর্গীয় আনন্দ অপেক্ষারত থাকে। যেখানে আভিজাত্য কিংবা অহংকারের বড়াই থাকে না। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তা বারবার দেখিয়েছেন। ধন্যবাদ ক্যাপ্টেন,এত সুন্দর উপহারটির জন্য।।🙏🏻❤️
27:25 "লোভে পড়ে এতদিনের আন্নাদাতা কে ছেড়ে যাওয়া ঠিক নয়" - ঠিক এই ভাবনার ঠেলায় আমরা বছরের পর বছর কর্মক্ষেত্রে exploited হতে থাকি। নিজের জীবনে হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছি।
সত্যিই কি অনন্য অসাধারণ উপস্থাপনা! হাজারি ঠাকুরের মূর্ত বেদনাই হোক, কিংবা পদ্মঝির গা জ্বলে যাওয়া কটুক্তি - কন্ঠশিল্পীরা যথাযথ স্থানে তাঁদের পারদর্শীতা যথার্থই ব্যক্ত করতে পেরেছেন। কন্ঠশিল্পীদের আমি প্রনাম জানাই।
খুব সুন্দর কথাটি বললেন, আজকালকার দিনে কটা মানুষ স্বার্থ ছাড়া কাজ করে বলুন তো। সেতো এইরকম গল্পে আমাদের চোখে ভাসে বাস্তবের সমাজও তো বিষণ নির্মম , পদ্ম ঝি এর মত লোক অনেক আসবে। আপনাকে সত্যিই কুর্নিশ জানাই আপনার এই বক্তব্যের জন্য।
Etto bhalo aar shundor golpo ti, boi ta porar icche chilo but hoyni akhon o. Aaj almost 85 bochor pore o golpo ti ekta purano din er essence aache, aar aache manush er nana dhoroner mono malonyota. Onek kichu bodle gelo but kichu ie bodlayni. Aar ta chara Mir er narration er kuno tulona nei ❤
এখন রাত ৩টে বাজছে কিন্তু হাজারী ঠাকুরের গলা শুনে মনে হচ্ছে স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠ করছেন , এমন উপস্থাপনা গপ্পো মীর দ্বারা সম্ভব। ধন্যবাদ গপ্পো মীর ❤❤।
প্রতিটা চরিত্রের প্রতিটা সংলাপ বাস্তব লেগেছে। ❤ শত্রু থাকা ভালো। শত্রু না থাকলে উপরে ওঠার চেষ্টা থাকে না। পদ্মঝি না থাকলে হাজারীঠাকুরের বোম্বে যাওয়া হত না বোধ হয়!
"ভূতের মতো খাটুনির কাছে অম্বল টম্বল আসতে পারেনা".. এমন গুঢ় কথা বিভুতিভূষণ বন্দোপাধ্যায় এর লেখাতেই প্রযোজ্য আদর্শ হিন্দু হোটেল এর পরিবার এ .. 😢😢 অসাধারণ মীর আফসার আলীর গপ্পো বিশ্লেষন.. hat's off পরিচালক মীর.. 🙏🔥🙏🔥🙏দ্বিগুন থেকে শত গুণ অপেক্ষায় রইলাম দ্বিতীয় পর্বের জন্য.. 🤗 ❤🎉❤🎉❤ 🙏🌿
পৃথিবীর একটা অভ্রান্ত সত্য! মানুষের সুখ-দুঃখের আড়ালে যে, এক টুকরো স্বর্গীয় আনন্দ অপেক্ষারত থাকে। যেখানে আভিজাত্য কিংবা অহংকারের বড়াই থাকে না। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তা বারবার দেখিয়েছেন। ধন্যবাদ ক্যাপ্টেন,এত সুন্দর উপহারটির জন্য।।️
অসাধারণ হয়েছে মীর দা। বহু দিন আগে পড়েছিলাম উপন্যাস টা। তখন যদিও visualization টা এমন করতে পারিনি। কিন্তু এখন কানে earphone লাগিয়ে চোখ বন্ধ করে প্রথম পর্ব টা শোনার সময়, যেন সম্পূর্ণ টা নিজের চোখের সামনে ঘটতে দেখলাম। একবার যেন মনে হলো চূর্ণীর ঢেউ টাও দেখলাম আর গায়ে নদীর হাওয়া টাও অনুভব করলাম। তোমার কোনো তুলনা হয়না মীর দা। Waiting for the 2nd part...
একই জায়গায় বসে দুটো ভাবন্ত মুখের ছবি আঁকা এবং নতুন নতুন কল্পনার জগত তৈরি করা একমাত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর দ্বারা সম্ভব , এই গল্পে লেখকের ভাষায় মাধুর্য অলৌকিক অলংকারে সৌন্দর্যে , এই গল্প শ্রবণ কারীদের মধ্যে আমি বারবার ধন্যবাদ জানাতে চাই।।❤
আমার অনেক দিনের প্রত্যাশায়া ছিলো মীর স্যারের উপস্থাপনায় ও কণ্ঠে 'আদর্শ হিন্দু হোটেল ' গল্পটি শোনার । আজ সেই দিন এসে উপস্থিত.... আপনাকে অসংখ্য ধন্যবাদ মীর স্যার....
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় গ্রাম বাংলার যে সাদামাটা রুপ ফুটে ওঠে তা বরাবর ই আমায় অভিভূত করে। আর তোমার পরিবেশনায় তা মনে হল চোখের সামনে ফুটে উঠল চূর্ণী নদী, রানাঘাট স্টেশন ,শুনতে-শুনতে কোথায় যেন হারিয়ে গেলাম❤।
অসাধারণ সৃষ্টি। সেই চাঁদের পাহাড় পড়ার পর থেকে আমি লেখকের অনুরাগী। এই গল্প আমার পড়া ছিল না। কিন্তু নিজের প্রাণাধিক প্রিয় মানুষটির গলায় অসাধারণ উপস্থাপনা শুনে মন জুড়িয়ে গেল। প্রত্যেকের বাচনভঙ্গি ও অভিনয় ক্ষমতা প্রশংসার দাবি রাখে।
আমার বাড়ি রানাঘাটে। মাঝে মাঝেই আমি আদর্শ হিন্দু হোটেলে যাই,,, আমাদের রানাঘাটের ঐতিহ্য হলো আদর্শ হিন্দু হোটেল, যতবারই যাই সেখানে মনে পড়ে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটির কথা.... আমাদের রানাঘাট বাসীদের গর্ব আদর্শ হিন্দু হোটেল।।
গল্পের প্রথম থেকেই পদ্ম কে খুব খারাপ লাগছিল। অসম্ভব রাগ হচ্ছিল। কিন্তু পদ্মর কথা টা তে মানে যখন বললো হাজারি তোমার খাওয়া হয়েছে তখন যেন মন টা কেমন করে উঠলো। অসাধারণ গল্প।
বিভূতিভূষন বন্দোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় লেখক।Class Eight এ 'পথের পাঁচালী'❤ পড়ার পর যে কষ্ট অনুভব করেছিলাম, তার পুনরাবৃত্তি ঘটল।❤😊😍🥺Thank you mir uncle❤❤❤ Thanks to GMT team ❤
হাজারী ঠাকুর ওরফে প্রয়াত শ্রী মনোজ মিত্র আজ আমাদের মধ্যে আর নেই, কিন্তু এই গল্প টা যত বার শুনবো ততবার তাঁর কথা মনে পড়বে অবশ্যই এর জন্য মীর এবং তার টিম কে অসংখ্য ধন্যবাদ। স্যার, মীর আপনার পাশে আমরা সবসময় আছি। এই মুগ্ধ কণ্ঠ স্বর রাতের ঘুম এনে দেয়।❤❤
"একজন বাবা হয়ে তার মেয়ের জন্য সবরকম কষ্ট সহ্য করতে পারে".. tah eii hajari babur character অসম্ভব সুন্দর বলা হয়েছে.. ❤.. choke jol chole elo line gulo sune...
চোখের জল যেন আটকায় না 😅, এই ভাবে গল্প শোনানো যায় সেটা তুমি না থাকলে সত্যি অজানা থেকে যেতো মীরদা । অপূর্ব অসাধারণ উপস্থাপনা 🙏🙏🙏।তবে এটা সত্যি গরীব মানুষের জীবনের সংগ্রামের কাহিনী। তবে মীরদা আজও অনুজয় কে মিস করলাম খুব খুব খুব।
দাদা, আমি একজন বাঙ্গালী। দুবাই থাকি। রোজ শনিবার আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি। এটা এখন আমার আবেগ। ছোটবেলায় যেমন কার্টুন দেখার জন্য শুক্রবার বা রবিবার অপেক্ষা করতাম, এখন ঠিক আপনার শো এর জন্য ঠিক ছোটবেলার সে আনন্দ টা পাই। ধন্যবাদ আপনাকে অনেক। আমি ক্লাসিক গল্পগুলোর অপেক্ষা বেশি করি।
Bibhuti Bhushan ki kahani sunkar Dil bhar jata hai. I can't read Bengali fluently. So the audio stories came as a blessing. Now I have been addicted to audio stories for almost a decade. Bengali literature is one of the best and Bibhuti Bhushan Bandhopadhyay is a legend.
অসাধারণ একটা গল্প। সেকেলে চলতি ভাষায় সকলে খুব ভালো পাঠ করছেন। পদ্ম ঝি চরিত্র টা পাপিয়া দি এতো ভালো এতো যথাযথ পাঠ করেছেন যে কি বলবো !!! গল্পের মধ্যে এতো ঢুকে গেছিলাম যে এই পদ্ম ঝি টা কে আমি মোটে সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল এই পদ্ম ঝি কে যদি হাতের কাছে পেতাম !!!! 😂
আমি গোপালনগর থেকে প্রথমে চড়ে বসলাম, পোঁছে গিয়েছে বনগাঁ রানাঘাট লোকাল গপ্পো মীরের ঠেকে । যাত্রীরা নেমে হাঁটা দিয়েছে "আদর্শ হিন্দু হোটেল"-এর উদ্দেশ্যে ।
"I am completely blown away by the 'Adarsha Hindu Hotel' episode on Goppo Mir! It was more than just storytelling - it felt like an emotional journey that touched the heart in ways words can't fully express. The way you brought the characters and their struggles to life, with such depth and sensitivity, was nothing short of extraordinary. Every moment felt so real, and I could feel the passion behind each scene. This is not just an episode; it’s a once-in-a-lifetime experience that leaves a lasting impression. Mir Asser Ali, you have an incredible gift for storytelling, and I’m deeply grateful for this masterpiece. Thank you for creating something so beautiful!"
এটি আমার প্রিয় উপন্যাস গুলির একটি...অনেক বার পড়েছি , তবুও যেন নতুন করে শুনেছি ....নিজের জীবনে struggle করতে করতে মন যখন ক্লান্ত, অবসন্ন হয়ে যায় ,তখন আরন্যক , আদর্শ হিন্দুহোটেল পড়ে মন ঠিক করে নিই... ধন্যবাদ তোমাদের, এত সুন্দর উপস্থাপন করেছো তোমারা...
সত্যি যেন কোনো একটা ঘোর এর মধ্যে ছিলাম এত সুন্দর গল্পঃ শুনতে শুনতে মনে হয় সেই সময় চলে গেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পঃ সত্যি যেন এক অতুলনীয় সময় মধ্যে ছিলাম এত খন মির দার টিম কে এত সুন্দর গল্পঃ শোনানোর জন্য ধন্যবাদ। অপেক্ষাতে রইলাম পরের পরর্বতী পর্বের জন্য।
কিছু কিছু গল্পঃ এত সাধারণ ভাবে motivate করে নতুন ভাবে সমস্ত প্রতিকূলতার বিপরীতে স্বপ্ন দেখতে যা 1000 মোটিভেশন ভিডিও দেখেও পাওয়া যায় না। কি সাধারণ,sorry অসাধারণ ❤ ❤❤❤❤❤#jee student
খুব ভালো গল্প পাঠ করেছেন মীর দা আর আপনার সঙ্গীরা। আমি ছোট থেকে রানাঘাটে থেকেছি, কতোবার গেছি আদর্শ হিন্দু হোটেলে। লেখক এর অসামান্য লেখনীতে জীবন্ত হয়ে উঠেছে রানাঘাট এর জীবন
এই কিছুক্ষণ আগে বনগা লোকালে চেপে রানাঘাট ইষ্টেশনে নেবে বেচু চকত্তির হিন্দু হোটেলে ফার্স্ট ক্লাসে খেলুম... আহা হাজারী ঠাকুর এর রান্না সে যেন অমৃত। পরম তৃপ্তি করে খেয়েছি । আবার পরের শনিবার আসবো খেতে ঠাকুরের রান্না এই বলে এসছি। এক রাশ ভালবাসা ❤ আর অনেক ধন্যবাদ মীর স্যার কে আমাদের এমন চমৎকার হিন্দু হোটেল এর সন্ধান দেওয়ার জন্য ❤🥰🤗🤗 মীর স্যার এর গপ্পো পাঠ সেরা ও ভীষন জীবন্ত। 🥺🥰🤗💯💯 পদ্ম দিদি এর কণ্ঠে পাপিয়া দি এক কোথায় অতুলনীয়, অভাবনীয়, চমকপ্রদ। 🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💯 হাজারী ঠাকুরের চরিত্রকে নীল ( সুজন ) নিজের কণ্ঠে এত অপরূপ ভাবে মেলে ধরেছেন তা এক কথায় জীবন্ত, অনবদ্য, more than expectation । 💯💌ওনার নিজস্ব কন্ঠ আর হাজারী ঠাকুরের কন্ঠ😮....এত আলাদা.... অবিশ্বাস্য, আমি অভিভূত 🥺😌💓 অতসীর চরিত্রে গোধূলি কেও কি সুন্দর মানিয়েছি ❤❤❤❤ অতসীর দয়াময়ী, দরদী, ভালোমানুষী রূপ কি সুন্দর ফুটে উঠেছে গোধূলি দির গলায়। অপূর্ব।😌😌💞💞 হরিচরণ তথা অতসীর বাবার রূপে, অশোক বাবু পারফেক্ট চয়েস। কি ভালো মানিয়েছে। ওনাকে রানি রাসমণি সিরিয়ালে নায়েব রূপে দেখেছি। 😊❤❤❤❤
গল্প শোনার আনন্দে গল্প শোনা নয় শব্দ বুঝলে সুর বুঝলে হৃদয়ে কম্পন হয়। মীর দার উপস্থাপনা তো অসাধারণ তা আর নতুন কি! তবে এই গল্পে পাপিয়া- দি চূড়ান্ত কণ্ঠস্বর আমাকে মুগ্ধ করে দিয়েছে। ❤
আজ আমি অফিসে এ হিন্দি কবিতা পাঠ এ প্রথম হয়েছি,, উচ্চারণ এর জন্য,, যতটুকু শিখেছি তা শুধু শুনে,, প্রতিদিন আমি আপনার থেকে শিখি,, প্রতিটা শব্দ বাচনভঙ্গী,, ধন্যবাদ আপনাকে ❤🎉🙏🏻,...
মীর দা, আপনি, আপনার পুরো টিম, আমার সশ্রদ্ধ প্রণাম আর ভালোবাসা নেবেন। চোখের জল আটকাতে পারলাম না দাদা। পদ্ম দিদির চরিত্রে কি অসাধারণ অভিনয় করলেন পাপিয়া ম্যাডাম। আর নীল দা! আমাদের সবার পছন্দের হাজারী ঠাকুর!!! যেন এই চরিত্র টা করার জন্যই ওনার সৃষ্টি!!! বাকি প্রত্যেকে যথাযথ তাঁদের ভূমিকায়। আহা এ উপন্যাস পড়ার সময় কোনোদিন ভাবতে পারিনি যে শোনার সময় ও কান্না টা বুক মুচড়ে বেরিয়ে আসবে। আপনি আরো অনেক অনেক ভালো কাজ করুন। আমরা সবাই সাথে আছি!!
আদর্শ হিন্দু হোটেল হয়তো একটা গল্প একটা পরিকল্পনা। কিন্তু আসলেই কি হাজারী ঠাকুরের মতন মানুষ কি আজও আছে। গল্পটা শুনতে শুনতে নিজেরই মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যাচ্ছিল। কিন্তু এটা যে গল্প আমি যে কিছুই করতে পারিনা। খুব ধন্যবাদ মীর দা । খুব মনোযোগ সহকারে শুনেছি। আর বাঙালি হয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প আর কি চাই ❤
এখনো শুনে যাচ্ছি, কাজ থেকে ফিরে কি যে ভালো লাগলো। ক্যাপ্টেন অনেক ধন্যবাদ, ভালোবাসা। P.s. blooper gulo shorts dkhte chaai। R Arjun o তারনাথ তান্ত্রিক একটু আসুক। ❤🎉
দুবার শুনলাম ❤ আগেই বলি আমি আপনার (মীর দা) অন্ধ ভক্ত সেই কবে থেকে। হাজারী ঠাকুরের গলা এত ভালো লাগছে , প্রত্যেকটি পুরোটা দেখতে পাচ্ছি চোখের উপর। এত ভালো উপস্থাপনা যে তার যোগ্য কোনো বিশেষণ আমার জানা নেই ❤
বাংলা সাহিত্যের রত্ন গুলো খনন করে আমদের হৃদয়ে স্থাপন করেছেন মীর দা ,হয়তো এই সব গল্প গুলো আমাদের অজানা থেকে যেতো samrtphone ব্যবহারকারী সমাজের কাছে, আশ্চর্য লাগে আমাদের স্কুল বইতে এই সব পড়ানো হয় নি ,
এই অমায়িক, অনবদ্য হাজারি ঠাকুর কে না দেখতে পাই এই অসাধারণ অভিনয় যিনি করেছেন, মনে হল যেন বই এর পাতা থেকে উঠে এসেছেন হাজারি ঠাকুর, ওনাকে একবার সচক্ষে দেখতে ইচ্ছা করছে😊❤তারিফ করার ভাষা নেই 🥺👌🙏
Osadharon Mir da..amra wait kore thaki sonibar tar jonno...amra jara kajer sutre westbengal r baire , amader lifeline hoye utheche ai sundor poribesonar golpo gulo..thank you GOPPO MIRER THEK❤❤❤❤
আমদের বাড়ি থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি খুব কাছে যত বার তার লেখা পথের পাঁচালী, অন্যান্য ছোটো গল্প গুলো কলেজের লাইবেরি তে গিয়ে অবসর সময় পড়ি সময় জ্ঞান থাকেনা। তার পর বিকেলে বাড়ি আসার সময় বারাকপুর ( ওনার বাড়ির এলাকা) হয়ে আসার সময় একটা ঝুলন্ত ব্রিজ পড়ে ওখানে দাঁড়িয়ে একটা সময় পর মনে হয় তার লেখা গল্প গুলো চলচ্চিত্রের মুহূর্তের মত আমর চোখের সামনে পুনরাবৃত হচ্ছে 😌 "এই গ্রাম এই নদী অনেক স্মৃতি নিজের মধ্যে সঞ্চয় করে রেখেছে তার ভালোবাসার মানুষের কাছে সব উজাড় করে দেওয়ার জন্য ❤"
বড্ড দেরি করে রান্না চাপালে ঠাকুর।অনেক দিন অপেক্ষা করে ছিলাম। সবটা নাহলেও যতটা হয়েছে সেটুকুই খাবো ভেবেছিলাম। ওমা খেতে বসে দেরি অনেক রাত হয়ে গেছে,ভাবলাম আজ হিন্দু হোটেল খাওয়া কপালে নেই। খাবোনা খাবোনা করে সবটাই এক্কেরে চেটেপুটে খেলাম। বাকি পদের অপেক্ষায় আছি। মাছের ঝাল বাঁচানোর জন্য ট্রেনের ঘণ্টা পরে গেছে বললে শুনবোনা। বাসী মাছ খাওয়ালেও পুরো পদ শেষ না করে ছারবোনা এই বলে রাখলাম।
অনেক অনেক ধন্যবাদ এই উপন্যাসটা পড়ার জন্য...❤️❤️❤️❤️ কোন অংশ বাদ দেবেন না এটা আমাদের তরফ থেকে অনুরোধ রইল❤❤❤ Thank you sir 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Er age you tube e ekjon pathak er mukhe shunechilam.uni oboshyo onek gulo part e golpo ta shuniyechilen,valo legechilo.duto part e vag dekhe vablam onek kichu bad deoa hobe.kintu sotti shune kono kichu r abhab bodh holo na.apnake r apnar team ke kurnish janai.🙏🙏
আমার বাড়ি রানাঘাটে। গল্পঃ শুনে পুরোনো রানাঘাট কেমন ছিল চোখের সামনে ভেসে উঠছে।। হায় ঈশ্বর। কেমন ছিল সে সময় আমার রানাঘাট।। আমার বাড়ি থেকে মাত্র ১৫ মিনিট চূর্ণী নদী। মীর দা অনেক ধন্যাদ এতো সুন্দর করে গল্পটা উপস্থাপনা করার জন্য
জীবনের সেরা গল্প টি আজ শুনে মন জুড়িয়ে গেল।। আদর্শ হিন্দু হোটেল। গল্প মীর এর thek। মীর স্যার তোমায় সত সত 🙏🙏🙏🙏 এর পর পদ্মা নদীর মাঝি গল্পটা শুনার আবদার রইলো।।
অপেক্ষায় রইলাম এরপরের সপ্তাহে পার্ট ২ আসবে ,,,, বলছিলাম আপনারা সবাই যদি কমেন্ট করেন তাহলে ভালো হয় ,, এরপরের গল্প অভিক সরকারের " খোঁড়া ভৈরবীর মাঠ " হোক মীর স্যারের কাছে এটাই আমার আবেদন....😢😢😢❤❤❤
কোনো দরকার নেই। ঐ গল্প টা Scattered Thoughts channel এ হয়ে গেছে 2 বছর আগে। গল্প টা এমন কিছু নয়। অভীক সরকার বাবুর *'ভোগ'* গল্প টা ই তাঁর শ্রেষ্ঠ গল্প।
আমি গর্বিত আমি সেই বিদ্যালয়ের ছাত্র যে বিদ্যালয়ে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় শিক্ষক ছিলেন। আমি সেই এলাকার বাসিন্দা যে এলাকায় বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বসবাস করতেন। হ্যাঁ আমি গোপালনগরের বাসিন্দা এবং গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন (উঃ মা:)। ছাত্র
উফ মীর দা কি শোনালে গো!!!! 😮 মুগ্ধ হয়ে শুনে গেলাম শুধু | অন্য নেশার চেয়ে এ নেশা ঢের ভালো🙏 প্রণাম তোমাকে দাদাভাই , আর তার সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই লেখা , শত কোটি প্রণাম🙏
পদ্মঝির ওপর যতটা রাগ হচ্ছে , হাজারি ঠাকুরের প্রতি শ্রদ্ধা বহুগুণ বেড়ে গেল।।
কুসুমও ভারি মিষ্টি মেয়ে।।
এক কথায় সব মিলিয়ে অসাধারণ অনবদ্য।।।
পৃথিবীর একটা অভ্রান্ত সত্য! মানুষের সুখ-দুঃখের আড়ালে যে, এক টুকরো স্বর্গীয় আনন্দ অপেক্ষারত থাকে। যেখানে আভিজাত্য কিংবা অহংকারের বড়াই থাকে না। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তা বারবার দেখিয়েছেন। ধন্যবাদ ক্যাপ্টেন,এত সুন্দর উপহারটির জন্য।।🙏🏻❤️
পিসাচ ক ই
@@Guddubhaiyaofficia tomar barir cahde
বিভূতি-ভূষণ এর একেক টা গল্প একেক টা জগৎ তৈরি করে, এটাও ব্যতিক্রম নয়। লাইভ শুনছি। পরবর্তী পর্বের অপেক্ষায়
শ্রী বিভূতিভূষণ বন্দোপাধ্যায় মহাশয়ের লেখা প্রতিটি গল্পও সেই সময়ের একটি একটি চিত্র তৈরি করে , খুব ভালো লাগলো মির দা,
তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো
আমার খুব ভালো লাগে তোমার কমেন্ট পড়তে
আবার মাঝে মাঝে তো তোমার কমেন্ট কপি করে পেস্ট করেদি
হাজারি ঠাকুর ও পদ্মঝি দুজনেই extraordinary... সত্যি গা জ্বলে যাচ্ছে পদ্মঝি এর কথা শুনে ।। আর কষ্ট হয় হাজারি ঠাকুরের কথায় ||
27:25 "লোভে পড়ে এতদিনের আন্নাদাতা কে ছেড়ে যাওয়া ঠিক নয়" - ঠিক এই ভাবনার ঠেলায় আমরা বছরের পর বছর কর্মক্ষেত্রে exploited হতে থাকি।
নিজের জীবনে হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছি।
💯
যদি তুমি রানে ফাস্ট হতে চাও, কে কি ভাবল তোমার দেখে দরকার নেই, সৎপথে তুমি তাকে টপকে যাও
@@DebasishKhara-m2m Akdom amio etai Mone Kori....nijeke chepe dite dio na..chesta kore berotei hobe.....nijer life nijeder moton na bachle kiser life
একদম কার ও মুখের উপর কিছু না বলতে পেরে বুকের উপর পাথর রেখে সব কিছু মেনে নিতে হয় 😢
vai onnodata apnar company r malik noy......age nijer kalpona k sothik korun tobei jibon poriborton hobe
সত্যিই কি অনন্য অসাধারণ উপস্থাপনা! হাজারি ঠাকুরের মূর্ত বেদনাই হোক, কিংবা পদ্মঝির গা জ্বলে যাওয়া কটুক্তি - কন্ঠশিল্পীরা যথাযথ স্থানে তাঁদের পারদর্শীতা যথার্থই ব্যক্ত করতে পেরেছেন। কন্ঠশিল্পীদের আমি প্রনাম জানাই।
ইহজন্ম পরজন্ম সত্য কিনা জানিনা, যদি পরজন্ম সত্য হয়, তবে যেন হাজারী ঠাকুর হয়ে জন্মাতে পারি, ভালো খাইয়ে মানুষকে খুশি রাখার তৃপ্তি অনন্য
খুব সুন্দর কথাটি বললেন, আজকালকার দিনে কটা মানুষ স্বার্থ ছাড়া কাজ করে বলুন তো। সেতো এইরকম গল্পে আমাদের চোখে ভাসে বাস্তবের সমাজও তো বিষণ নির্মম , পদ্ম ঝি এর মত লোক অনেক আসবে। আপনাকে সত্যিই কুর্নিশ জানাই আপনার এই বক্তব্যের জন্য।
Etto bhalo aar shundor golpo ti, boi ta porar icche chilo but hoyni akhon o. Aaj almost 85 bochor pore o golpo ti ekta purano din er essence aache, aar aache manush er nana dhoroner mono malonyota. Onek kichu bodle gelo but kichu ie bodlayni.
Aar ta chara Mir er narration er kuno tulona nei ❤
এখন রাত ৩টে বাজছে কিন্তু হাজারী ঠাকুরের গলা শুনে মনে হচ্ছে স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠ করছেন , এমন উপস্থাপনা গপ্পো মীর দ্বারা সম্ভব। ধন্যবাদ গপ্পো মীর ❤❤।
প্রতিটা চরিত্রের প্রতিটা সংলাপ বাস্তব লেগেছে। ❤
শত্রু থাকা ভালো। শত্রু না থাকলে উপরে ওঠার চেষ্টা থাকে না। পদ্মঝি না থাকলে হাজারীঠাকুরের বোম্বে যাওয়া হত না বোধ হয়!
"ভূতের মতো খাটুনির কাছে অম্বল টম্বল আসতে পারেনা".. এমন গুঢ় কথা বিভুতিভূষণ বন্দোপাধ্যায় এর লেখাতেই প্রযোজ্য আদর্শ হিন্দু হোটেল এর পরিবার এ .. 😢😢 অসাধারণ মীর আফসার আলীর গপ্পো বিশ্লেষন.. hat's off পরিচালক মীর.. 🙏🔥🙏🔥🙏দ্বিগুন থেকে শত গুণ অপেক্ষায় রইলাম দ্বিতীয় পর্বের জন্য.. 🤗 ❤🎉❤🎉❤ 🙏🌿
Ekdom ❤❤❤❤
Hats off to Mir ❤❤❤😊
LAaaaaawwwww@@ankursikder2016
Plpppp
Hat's off Neel Mukherjee....what a voice....darun...mone hochhe bar bar suni.... Bibhutibhushan Bandyopadhyay is a legend in story making
পৃথিবীর একটা অভ্রান্ত সত্য! মানুষের সুখ-দুঃখের আড়ালে যে, এক টুকরো স্বর্গীয় আনন্দ অপেক্ষারত থাকে। যেখানে আভিজাত্য কিংবা অহংকারের বড়াই থাকে না। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তা বারবার দেখিয়েছেন। ধন্যবাদ ক্যাপ্টেন,এত সুন্দর উপহারটির জন্য।।️
অভিনেতা নীলের গলায় এতো আন্তরিকতা শুনলে চোখে জল ভরে গেল। কি অসাধারণ মাপের বড় শিল্পী এনারা। আমরা গর্বিত শ্রোতা 🙏
অসাধারণ হয়েছে মীর দা। বহু দিন আগে পড়েছিলাম উপন্যাস টা। তখন যদিও visualization টা এমন করতে পারিনি। কিন্তু এখন কানে earphone লাগিয়ে চোখ বন্ধ করে প্রথম পর্ব টা শোনার সময়, যেন সম্পূর্ণ টা নিজের চোখের সামনে ঘটতে দেখলাম। একবার যেন মনে হলো চূর্ণীর ঢেউ টাও দেখলাম আর গায়ে নদীর হাওয়া টাও অনুভব করলাম। তোমার কোনো তুলনা হয়না মীর দা। Waiting for the 2nd part...
একই জায়গায় বসে দুটো ভাবন্ত মুখের ছবি আঁকা এবং নতুন নতুন কল্পনার জগত তৈরি করা একমাত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর দ্বারা সম্ভব , এই গল্পে লেখকের ভাষায় মাধুর্য অলৌকিক অলংকারে সৌন্দর্যে , এই গল্প শ্রবণ কারীদের মধ্যে আমি বারবার ধন্যবাদ জানাতে চাই।।❤
আমার অনেক দিনের প্রত্যাশায়া ছিলো মীর স্যারের উপস্থাপনায় ও কণ্ঠে 'আদর্শ হিন্দু হোটেল ' গল্পটি শোনার । আজ সেই দিন এসে উপস্থিত.... আপনাকে অসংখ্য ধন্যবাদ মীর স্যার....
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় গ্রাম বাংলার যে সাদামাটা রুপ ফুটে ওঠে তা বরাবর ই আমায় অভিভূত করে।
আর তোমার পরিবেশনায় তা মনে হল চোখের সামনে ফুটে উঠল চূর্ণী নদী, রানাঘাট স্টেশন ,শুনতে-শুনতে কোথায় যেন হারিয়ে গেলাম❤।
"যার জীবনে আশা নেই , যা করার ছিল সব হয়ে গেছে তার জীবন বড়ো কষ্টকর" (1:18:00) ❤
অসাধারণ উপন্যাস ❤️
Ei line tar ontornihito ortho bisal ❤
অসাধারণ সৃষ্টি। সেই চাঁদের পাহাড় পড়ার পর থেকে আমি লেখকের অনুরাগী। এই গল্প আমার পড়া ছিল না। কিন্তু নিজের প্রাণাধিক প্রিয় মানুষটির গলায় অসাধারণ উপস্থাপনা শুনে মন জুড়িয়ে গেল। প্রত্যেকের বাচনভঙ্গি ও অভিনয় ক্ষমতা প্রশংসার দাবি রাখে।
এ এক চমৎকার উপন্যাস!❤️সাধারণ মানুষের কতো স্বপ্ন, কতো আশা, কতো ইচ্ছে এই উপন্যাসের প্রত্যেকটি কথায় ধরা পড়েছে। চোখের সামনে যেন সবটা ভেসে উঠলো।🥺
আহা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
এত সুন্দর আপনার লিখা।
সত্যি আপনি অনেক গুণী মানুষ ছিলেন।
অসম্ভব সুন্দর আপনার লিখা।
লেখা
@@anupmanna7375😂😂
আমার বাড়ি রানাঘাটে। মাঝে মাঝেই আমি আদর্শ হিন্দু হোটেলে যাই,,, আমাদের রানাঘাটের ঐতিহ্য হলো আদর্শ হিন্দু হোটেল, যতবারই যাই সেখানে মনে পড়ে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটির কথা.... আমাদের রানাঘাট বাসীদের গর্ব আদর্শ হিন্দু হোটেল।।
আমার বাড়িও রানাঘাটে রথতলা।
Amaro
আমি উপন্যাসে ঘুরে এসেছি আদর্শ হিন্দু হোটেল থেকে এমন কি হাতের রান্না সত্যি ভুলিনি 😢❤
Kothay ache hotel ta
Akhono ache
বিভূতিবাবুর লেখা আর ভয়েস আর্টিস্টদের টপ নচ পারফরম্যান্স। সব মিলিয়ে একটা নেক্সট লেভেলের কাজ হয়েছে।
গল্পের প্রথম থেকেই পদ্ম কে খুব খারাপ লাগছিল। অসম্ভব রাগ হচ্ছিল। কিন্তু পদ্মর কথা টা তে মানে যখন বললো হাজারি তোমার খাওয়া হয়েছে তখন যেন মন টা কেমন করে উঠলো।
অসাধারণ গল্প।
timestamp?
2:08:50
হাজারি ঠাকুর চরিত্রটা সুজন মুখোপাধ্যায় যা পাঠ করেছেন,,, তা অনবদ্য। কথা বলার ধরন টা শুনে বুঝতেই পারিনি যে এটা উনি ,,,,,,,,এতো অসাধারণ করেছেন!!!!❤
বাচনভঙ্গিটা দারুণ ছিলো
@@armiles8469 হ্যাঁ ঠিক বলেছেন
বিভূতিভূষন বন্দোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় লেখক।Class Eight এ 'পথের পাঁচালী'❤ পড়ার পর যে কষ্ট অনুভব করেছিলাম, তার পুনরাবৃত্তি ঘটল।❤😊😍🥺Thank you mir uncle❤❤❤
Thanks to GMT team ❤
বাহ,
আমিও ৮ম শ্রেণিতেই প্রথম পড়ি
বাংলাদেশ থেকে মশাই
@@armiles8469 😊❤
❤
হাজারী ঠাকুর ওরফে প্রয়াত শ্রী মনোজ মিত্র আজ আমাদের মধ্যে আর নেই, কিন্তু এই গল্প টা যত বার শুনবো ততবার তাঁর কথা মনে পড়বে
অবশ্যই এর জন্য মীর এবং তার টিম কে অসংখ্য ধন্যবাদ।
স্যার, মীর আপনার পাশে আমরা সবসময় আছি। এই মুগ্ধ কণ্ঠ স্বর রাতের ঘুম এনে দেয়।❤❤
এ কোনো গল্প নয় ........ বাংলা সাহিত্যে র দুর্মূল্য রত্ন যা বাংলা সাহিত্যের ' ইতিহাস ' সৃষ্টি করেছে যা " এক ঐতিহাসিক সত্য ....…....." 🙏♥️💐
"একজন বাবা হয়ে তার মেয়ের জন্য সবরকম কষ্ট সহ্য করতে পারে".. tah eii hajari babur character অসম্ভব সুন্দর বলা হয়েছে.. ❤.. choke jol chole elo line gulo sune...
অসাধারণ! বইয়ের প্রতিটি পাতা যেন জীবন্ত! চোখ বন্ধ করলে গ্রামের সেই রূপ, গন্ধ ভেসে আসছে। এত সুন্দর উপস্থাপনা! ধন্যবাদ।
চোখের জল যেন আটকায় না 😅, এই ভাবে গল্প শোনানো যায় সেটা তুমি না থাকলে সত্যি অজানা থেকে যেতো মীরদা । অপূর্ব অসাধারণ উপস্থাপনা 🙏🙏🙏।তবে এটা সত্যি গরীব মানুষের জীবনের সংগ্রামের কাহিনী।
তবে মীরদা আজও অনুজয় কে মিস করলাম খুব খুব খুব।
দাদা, আমি একজন বাঙ্গালী। দুবাই থাকি। রোজ শনিবার আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি। এটা এখন আমার আবেগ। ছোটবেলায় যেমন কার্টুন দেখার জন্য শুক্রবার বা রবিবার অপেক্ষা করতাম, এখন ঠিক আপনার শো এর জন্য ঠিক ছোটবেলার সে আনন্দ টা পাই।
ধন্যবাদ আপনাকে অনেক। আমি ক্লাসিক গল্পগুলোর অপেক্ষা বেশি করি।
লুল্লু আ গায়া.....
😂😂@@soumikmajumdar8407
Bibhuti Bhushan ki kahani sunkar Dil bhar jata hai. I can't read Bengali fluently. So the audio stories came as a blessing. Now I have been addicted to audio stories for almost a decade. Bengali literature is one of the best and Bibhuti Bhushan Bandhopadhyay is a legend.
পদ্মঝির জায়গায় যিনি কণ্ঠ দিয়েছেন, তিনি অসাধারণ। গিয়ে থাপ্পড় দিয়ে আসতে মন চাইছে
অসাধারণ একটা গল্প। সেকেলে চলতি ভাষায় সকলে খুব ভালো পাঠ করছেন। পদ্ম ঝি চরিত্র টা পাপিয়া দি এতো ভালো এতো যথাযথ পাঠ করেছেন যে কি বলবো !!! গল্পের মধ্যে এতো ঢুকে গেছিলাম যে এই পদ্ম ঝি টা কে আমি মোটে সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল এই পদ্ম ঝি কে যদি হাতের কাছে পেতাম !!!! 😂
একদম😂
@anisha5678 🤣🤣🤣
আমি গোপালনগর থেকে প্রথমে চড়ে বসলাম, পোঁছে গিয়েছে বনগাঁ রানাঘাট লোকাল গপ্পো মীরের ঠেকে । যাত্রীরা নেমে হাঁটা দিয়েছে "আদর্শ হিন্দু হোটেল"-এর উদ্দেশ্যে ।
আপনাদের গল্পে মন ছুঁয়ে যায় মনে হয় বাস্তব এরকম গ্রামের এবং অ্যাডভেঞ্চার গল্পগুলো অনেক ভালো লাগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা❤❤😊😊
অবশেষে "আদর্শ হিন্দু হোটেল" আজ রাতে শুনতে পাবো। সেই কবের থেকে অপেক্ষা করছিলাম উপন্যাসটা শোনার জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ধন্যবাদ গপ্পো মীরের ঠেক 🙏😊
আমার ও তাই অবস্থা
কী অপূর্ব সৃষ্টি, কী মোহনীয় পাঠ❤❤
"I am completely blown away by the 'Adarsha Hindu Hotel' episode on Goppo Mir! It was more than just storytelling - it felt like an emotional journey that touched the heart in ways words can't fully express. The way you brought the characters and their struggles to life, with such depth and sensitivity, was nothing short of extraordinary. Every moment felt so real, and I could feel the passion behind each scene. This is not just an episode; it’s a once-in-a-lifetime experience that leaves a lasting impression. Mir Asser Ali, you have an incredible gift for storytelling, and I’m deeply grateful for this masterpiece. Thank you for creating something so beautiful!"
The soundtrack is outstanding! লুচি ভাজার দৃশ্যটা চোখের সামনে দেখছি আর ঘি ভাজা লুচির গন্ধ নাকে আসছে!❤️
বাঙালিকে বাংলা সাহিত্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ❤
এটি আমার প্রিয় উপন্যাস গুলির একটি...অনেক বার পড়েছি , তবুও যেন নতুন করে শুনেছি ....নিজের জীবনে struggle করতে করতে মন যখন ক্লান্ত, অবসন্ন হয়ে যায় ,তখন আরন্যক , আদর্শ হিন্দুহোটেল পড়ে মন ঠিক করে নিই...
ধন্যবাদ তোমাদের, এত সুন্দর উপস্থাপন করেছো তোমারা...
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর "পুইমাচা" গল্পটি চাই❤😊
চোখের জল যেন ফুরায় না।
মীর দা 🙇❤️
অনবদ্য বিভূতিভুষন বন্দোপাধ্যায় 🙏❤️
দ্বিতীয় পর্বের জন্য সাগ্রহে অপেক্ষা করছি... অপেক্ষার প্রহর যেন শেষ হয় না...
এত্তো সুন্দর গল্প... তার পাশাপাশি এমন চমৎকার উপস্থাপনা... মনে হচ্ছে যেন চোখের সামনে সিনেমা দেখছি কোনো... অনেক ধন্যবাদ গোপ্পো মীর এর ঠেক... 🙏🏻🙏🏻
সত্যি যেন কোনো একটা ঘোর এর মধ্যে ছিলাম এত সুন্দর গল্পঃ শুনতে শুনতে মনে হয় সেই সময় চলে গেছি।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পঃ সত্যি যেন এক অতুলনীয় সময় মধ্যে ছিলাম এত খন মির দার টিম কে এত সুন্দর গল্পঃ শোনানোর জন্য ধন্যবাদ।
অপেক্ষাতে রইলাম পরের পরর্বতী পর্বের জন্য।
bhai bankimchandra na
bibhutibhushan bandopaddhay
মন ছুঁয়ে গেলো❤❤। বাংলা সাহিত্য সোনার খনি। হাজারীর চরিত্র টি অত্যন্ত জীবন্ত।
হাজারি ঠাকুর, পদ্ম ঝী এবং কুসুম অতুলনীয়!
কিছু কিছু গল্পঃ এত সাধারণ ভাবে motivate করে নতুন ভাবে সমস্ত প্রতিকূলতার বিপরীতে স্বপ্ন দেখতে যা 1000 মোটিভেশন ভিডিও দেখেও পাওয়া যায় না।
কি সাধারণ,sorry অসাধারণ ❤
❤❤❤❤❤#jee student
খুব ভালো গল্প পাঠ করেছেন মীর দা আর আপনার সঙ্গীরা। আমি ছোট থেকে রানাঘাটে থেকেছি, কতোবার গেছি আদর্শ হিন্দু হোটেলে। লেখক এর অসামান্য লেখনীতে জীবন্ত হয়ে উঠেছে রানাঘাট এর জীবন
এই কিছুক্ষণ আগে বনগা লোকালে চেপে রানাঘাট ইষ্টেশনে নেবে বেচু চকত্তির হিন্দু হোটেলে ফার্স্ট ক্লাসে খেলুম... আহা হাজারী ঠাকুর এর রান্না সে যেন অমৃত। পরম তৃপ্তি করে খেয়েছি । আবার পরের শনিবার আসবো খেতে ঠাকুরের রান্না এই বলে এসছি।
এক রাশ ভালবাসা ❤ আর অনেক ধন্যবাদ মীর স্যার কে আমাদের এমন চমৎকার হিন্দু হোটেল এর সন্ধান দেওয়ার জন্য ❤🥰🤗🤗
মীর স্যার এর গপ্পো পাঠ সেরা ও ভীষন জীবন্ত। 🥺🥰🤗💯💯
পদ্ম দিদি এর কণ্ঠে পাপিয়া দি এক কোথায় অতুলনীয়, অভাবনীয়, চমকপ্রদ। 🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💯
হাজারী ঠাকুরের চরিত্রকে নীল ( সুজন ) নিজের কণ্ঠে এত অপরূপ ভাবে মেলে ধরেছেন তা এক কথায় জীবন্ত, অনবদ্য, more than expectation । 💯💌ওনার নিজস্ব কন্ঠ আর হাজারী ঠাকুরের কন্ঠ😮....এত আলাদা.... অবিশ্বাস্য, আমি অভিভূত 🥺😌💓
অতসীর চরিত্রে গোধূলি কেও কি সুন্দর মানিয়েছি ❤❤❤❤ অতসীর দয়াময়ী, দরদী, ভালোমানুষী রূপ কি সুন্দর ফুটে উঠেছে গোধূলি দির গলায়। অপূর্ব।😌😌💞💞
হরিচরণ তথা অতসীর বাবার রূপে, অশোক বাবু পারফেক্ট চয়েস। কি ভালো মানিয়েছে। ওনাকে রানি রাসমণি সিরিয়ালে নায়েব রূপে দেখেছি। 😊❤❤❤❤
Panda jhi is best
দারুণ বলেছেন মশাই
Bekar 😂
গল্প শোনার আনন্দে গল্প শোনা নয় শব্দ বুঝলে সুর বুঝলে হৃদয়ে কম্পন হয়। মীর দার উপস্থাপনা তো অসাধারণ তা আর নতুন কি! তবে এই গল্পে পাপিয়া- দি চূড়ান্ত কণ্ঠস্বর আমাকে মুগ্ধ করে দিয়েছে। ❤
আজ আমি অফিসে এ হিন্দি কবিতা পাঠ এ প্রথম হয়েছি,, উচ্চারণ এর জন্য,, যতটুকু শিখেছি তা শুধু শুনে,, প্রতিদিন আমি আপনার থেকে শিখি,, প্রতিটা শব্দ বাচনভঙ্গী,, ধন্যবাদ আপনাকে ❤🎉🙏🏻,...
কিভাবে চর্চা করেন মশাই
মীর দা, আপনি, আপনার পুরো টিম, আমার সশ্রদ্ধ প্রণাম আর ভালোবাসা নেবেন। চোখের জল আটকাতে পারলাম না দাদা। পদ্ম দিদির চরিত্রে কি অসাধারণ অভিনয় করলেন পাপিয়া ম্যাডাম। আর নীল দা! আমাদের সবার পছন্দের হাজারী ঠাকুর!!! যেন এই চরিত্র টা করার জন্যই ওনার সৃষ্টি!!! বাকি প্রত্যেকে যথাযথ তাঁদের ভূমিকায়।
আহা এ উপন্যাস পড়ার সময় কোনোদিন ভাবতে পারিনি যে শোনার সময় ও কান্না টা বুক মুচড়ে বেরিয়ে আসবে। আপনি আরো অনেক অনেক ভালো কাজ করুন। আমরা সবাই সাথে আছি!!
সব দারুন দারুন গল্প.....
একের পর এক সব অনবদ্য লেখা......
সত্যিই দারুন❤❤❤❤
বাংলা সাহিত্যের এই অমূল্য সম্পদগুলো তুলে আনার জন্য মীর ও তার টিমকে অশেষ ধন্যবাদ।
ভালোবাসার আর এক নাম গপ্পো মীর এর ঢেক
Mir bhai apni anoboddo.❤Apnar uposthapona apurbo.Gappo Mirer Thek dirgho jibi hok
আহা আমার শস্য শ্যামলা এই বাংলায় প্রতিটি কাহিনী এখনো যেনো মনের চিত্রপটে তোলা আছে ♥️♥️♥️ মীরদা মানে একটু অন্যরকম ভালোলাগা
আদর্শ হিন্দু হোটেল হয়তো একটা গল্প একটা পরিকল্পনা। কিন্তু আসলেই কি হাজারী ঠাকুরের মতন মানুষ কি আজও আছে। গল্পটা শুনতে শুনতে নিজেরই মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যাচ্ছিল। কিন্তু এটা যে গল্প আমি যে কিছুই করতে পারিনা। খুব ধন্যবাদ মীর দা । খুব মনোযোগ সহকারে শুনেছি। আর বাঙালি হয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প আর কি চাই ❤
SS ekhon jogakhichuri 😂😂😂hoe gache, GMT Just awesome shala ❤❤❤❤
অনেক অপেক্ষায় ছিলাম, আহা।কি দারুণ
মির দা ....বড্ড ভালো লাগে..❤" অভাগীর স্বর্গ " শোনার অপেক্ষায় থাকবো🙏🏽😌
মীর দা 🙏❤️
বাংলাদেশ থেকে অসংখ্য ভালবাসা নিও
এখনো শুনে যাচ্ছি, কাজ থেকে ফিরে কি যে ভালো লাগলো। ক্যাপ্টেন অনেক ধন্যবাদ, ভালোবাসা।
P.s. blooper gulo shorts dkhte chaai। R Arjun o তারনাথ তান্ত্রিক একটু আসুক। ❤🎉
3:52
এক অদ্ভুত অনুভূতি হচ্ছে,
গপ্পের সেই শান্তিপুরে-ই যে আমার বাড়ি... ☺️
আর রানাঘাটে হচ্ছে আমার এক পিসির বাড়ি... 😊
বাংলাদেশ থেকে শুনি ,,কি অসাধারণ কি অনিন্দ্য সুন্দর,!
দুবার শুনলাম ❤ আগেই বলি আমি আপনার (মীর দা) অন্ধ ভক্ত সেই কবে থেকে। হাজারী ঠাকুরের গলা এত ভালো লাগছে , প্রত্যেকটি পুরোটা দেখতে পাচ্ছি চোখের উপর। এত ভালো উপস্থাপনা যে তার যোগ্য কোনো বিশেষণ আমার জানা নেই ❤
"আদর্শ হিন্দু হোটেল উপন্যাস" টা আমি পড়েছি কিন্তু তাও শুনলাম।খুব ভালো লাগলো।
এটা আমার পছন্দের একটা উপন্যাস।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ❤
ধন্যবাদ মীর দা। আমার আবদার পুরন করার জন্য।
বাংলা সাহিত্যের রত্ন গুলো খনন করে আমদের হৃদয়ে স্থাপন করেছেন মীর দা ,হয়তো এই সব গল্প গুলো আমাদের অজানা থেকে যেতো samrtphone ব্যবহারকারী সমাজের কাছে, আশ্চর্য লাগে আমাদের স্কুল বইতে এই সব পড়ানো হয় নি ,
অসংখ্য ধন্যবাদ গপ্পো মীর জন্মদিনে এত সুন্দর উপহার দেওয়ার জন্য 🙏🙏🙏😊
অসংখ্য ভালোবাসা রইল। ❤❤❤
Happy birthday
@@Kashis12323 Thank you 😊
এই অমায়িক, অনবদ্য হাজারি ঠাকুর কে না দেখতে পাই এই অসাধারণ অভিনয় যিনি করেছেন, মনে হল যেন বই এর পাতা থেকে উঠে এসেছেন হাজারি ঠাকুর, ওনাকে একবার সচক্ষে দেখতে ইচ্ছা করছে😊❤তারিফ করার ভাষা নেই 🥺👌🙏
Ufff !! "Poddo-jhi" er opor ki raag je hochche ...... mone hochche shamne pele merei bosbo 😥
Papiya di tumi just fatafati 🥰
Emotional fool.. immature person
Osadharon Mir da..amra wait kore thaki sonibar tar jonno...amra jara kajer sutre westbengal r baire , amader lifeline hoye utheche ai sundor poribesonar golpo gulo..thank you GOPPO MIRER THEK❤❤❤❤
মিঠুদা গল্পটা খুব সুন্দর হয়েছে নেক্সট পার্টের জন্য অপেক্ষায় রইলাম তাড়াতাড়ি চাই দারুন গল্প খুব ভালো লাগছে এসব গল্প আর এরকমই গল্প চাই
একটা মুগ্ধতার মোড়া গল্প শুনছি...
সত্যি ❤😌
মীর দা আপনার গলায় গল্প শুনে মনে হয় আমি সেই গল্পের জগতে আছি☺️😊
খুব ভালো লাগলো গল্পটিতে চাকদহ,গাংনাপুরের রেফারেন্স দেখে। আমাদের নিজেদের বাড়ি চাকদহে।আর গল্প তো লা জবাবই,আর গল্পের পাত্রপাত্রীদের প্রেজেন্টেশন তো অসাধারণ মনমোহনকারী।
আমদের বাড়ি থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি খুব কাছে যত বার তার লেখা পথের পাঁচালী, অন্যান্য ছোটো গল্প গুলো কলেজের লাইবেরি তে গিয়ে অবসর সময় পড়ি সময় জ্ঞান থাকেনা। তার পর বিকেলে বাড়ি আসার সময় বারাকপুর ( ওনার বাড়ির এলাকা) হয়ে আসার সময় একটা ঝুলন্ত ব্রিজ পড়ে ওখানে দাঁড়িয়ে একটা সময় পর মনে হয় তার লেখা গল্প গুলো চলচ্চিত্রের মুহূর্তের মত আমর চোখের সামনে পুনরাবৃত হচ্ছে 😌
"এই গ্রাম এই নদী অনেক স্মৃতি নিজের মধ্যে সঞ্চয় করে রেখেছে তার ভালোবাসার মানুষের কাছে সব উজাড় করে দেওয়ার জন্য ❤"
গল্পটা শুনে বারবার হৃদয় একটা মুচর দিচ্ছিল। অজান্তেই মনে একটা করে আঘাত লাগছিল
বড্ড দেরি করে রান্না চাপালে ঠাকুর।অনেক দিন অপেক্ষা করে ছিলাম। সবটা নাহলেও যতটা হয়েছে সেটুকুই খাবো ভেবেছিলাম। ওমা খেতে বসে দেরি অনেক রাত হয়ে গেছে,ভাবলাম আজ হিন্দু হোটেল খাওয়া কপালে নেই। খাবোনা খাবোনা করে সবটাই এক্কেরে চেটেপুটে খেলাম। বাকি পদের অপেক্ষায় আছি। মাছের ঝাল বাঁচানোর জন্য ট্রেনের ঘণ্টা পরে গেছে বললে শুনবোনা। বাসী মাছ খাওয়ালেও পুরো পদ শেষ না করে ছারবোনা এই বলে রাখলাম।
বিভূতি বাবু এই গল্পটি মানুষের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা। সে যতই বাঁধা আসুক না কেন।
জীবন ধন্য পছন্দের একটি উপন্যাস ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
জয় মীর দার জয়🎉🎉🎉🎉
Ki je bhalo laglo bole bojhate parbo na.Neel er golae Hajari thakurer kontho ashadharon
অনেক অনেক ধন্যবাদ এই উপন্যাসটা পড়ার জন্য...❤️❤️❤️❤️
কোন অংশ বাদ দেবেন না এটা আমাদের তরফ থেকে অনুরোধ রইল❤❤❤
Thank you sir 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
"ভাবতে বেশ লাগে তাই ভাবে" সত্যিই কথা টির কত জোর ❤❤ আমি ও ভাবি অনেক ভাবি জানি এইসব ভাবনায় পূর্ণতা নেই তবুও ভাবি 🥰🥰🥰
পাপিয়া রাই অসাধারণ!!!! খুউব রাগ হচ্ছে পদ্ম ঝি এর উপর।
thik kotha...
😄
Mir sir খুব ধন্যবাদ ।এত সুন্দর একটা গল্প শুনে সত্যিই খুব ভালো লাগলো। মনটা ছুঁয়ে গেল।
Er age you tube e ekjon pathak er mukhe shunechilam.uni oboshyo onek gulo part e golpo ta shuniyechilen,valo legechilo.duto part e vag dekhe vablam onek kichu bad deoa hobe.kintu sotti shune kono kichu r abhab bodh holo na.apnake r apnar team ke kurnish janai.🙏🙏
১০ বছর আগে পড়েছিলাম। আজ আবার শুনছি। পদ্ম ঝি - কুচুটে বিরক্তিকর। অডিও গল্পে ওর কথা শুনে রাগে গা জ্বলে যাচ্ছে
Darun choice apner mir da ,,eta one of the best story from bibhutibhushan samagra❤❤
Khub sundor uposthapona.. Mon chuye galo ❤❤
আমার বাড়ি রানাঘাটে। গল্পঃ শুনে পুরোনো রানাঘাট কেমন ছিল চোখের সামনে ভেসে উঠছে।। হায় ঈশ্বর। কেমন ছিল সে সময় আমার রানাঘাট।। আমার বাড়ি থেকে মাত্র ১৫ মিনিট চূর্ণী নদী।
মীর দা অনেক ধন্যাদ এতো সুন্দর করে গল্পটা উপস্থাপনা করার জন্য
কত ভাগ্যবান আপনি
ha.. অবশ্যই Thank you
জীবনের সেরা গল্প টি আজ শুনে মন জুড়িয়ে গেল।। আদর্শ হিন্দু হোটেল। গল্প মীর এর thek। মীর স্যার তোমায় সত সত 🙏🙏🙏🙏
এর পর পদ্মা নদীর মাঝি গল্পটা শুনার আবদার রইলো।।
অপেক্ষায় রইলাম এরপরের সপ্তাহে পার্ট ২ আসবে ,,,, বলছিলাম আপনারা সবাই যদি কমেন্ট করেন তাহলে ভালো হয় ,, এরপরের গল্প অভিক সরকারের " খোঁড়া ভৈরবীর মাঠ " হোক মীর স্যারের কাছে এটাই আমার আবেদন....😢😢😢❤❤❤
কোনো দরকার নেই। ঐ গল্প টা Scattered Thoughts channel এ হয়ে গেছে 2 বছর আগে। গল্প টা এমন কিছু নয়। অভীক সরকার বাবুর *'ভোগ'* গল্প টা ই তাঁর শ্রেষ্ঠ গল্প।
Masterpiece Mir Da. Hat's Off each and every artist. Salute to Sir Sujan Mukherjee, amader Hajaari Da. Thank You All for giving us this presentation.
আমি গর্বিত
আমি সেই বিদ্যালয়ের ছাত্র যে বিদ্যালয়ে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় শিক্ষক ছিলেন।
আমি সেই এলাকার বাসিন্দা যে এলাকায় বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বসবাস করতেন।
হ্যাঁ আমি গোপালনগরের বাসিন্দা এবং গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন (উঃ মা:)। ছাত্র