JEKHANE SIMANTO TOMAAR - TAPOSH FEAT. KUMAR BISHWAJIT : OMZ WIND OF CHANGE [ S:01 ]

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @debashishroy4474
    @debashishroy4474 3 роки тому +20

    যেমন গানের কথা, তেমন সুর, তেমনি গায়কী! আহা অনেক বড়ো ভাগ্যে এমন গানের জন্ম হয়!

    • @walidhasanrabbi3197
      @walidhasanrabbi3197 Рік тому

      ঘোড়ার আন্ডা গাইছে।ভাই মূল গানকে কখনো অতিক্রম করা যায় না এটাই তার বড় প্রথম । মূল শিল্পী তবুও গানের সৌন্দর্য ফুটে ওঠে নি

  • @subashjha2921
    @subashjha2921 3 роки тому +75

    In 2017, I was Returning to my Hometown(In Nepal) from Barisal. It was a Goldenline Paribahan.. I was taking nap Because there was Time to reach Bangladesh border.. In my sleep I heard this song and Suddenly woke up.. It was the Bus driver listening to this song and that same Moment I downloaded this Song.. Legendary singer..
    Love From Nepal

  • @ashrafhossainapu2545
    @ashrafhossainapu2545 4 роки тому +1264

    স্কুল জীবনের প্রমিকার কাছ থেকে পাওয়া প্রথম চিঠিতে এই গানের চারটি লাইন লেখা ছিল।

  • @MdZahangir..
    @MdZahangir.. 2 роки тому +13

    কোনো এক মধ্যরাতে রাঙ্গামাটির বড় একটি পাহাড়ের চূড়ায় বসে শুনছিলাম গানটি,সাথে শুনছিল নিশ্চুপ পাহাড়টিও এত এত মায়া আবেগ লিরিকে 💛
    ধন্যবাদ কিশোর দা এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য

  • @Rifat_Shuvo
    @Rifat_Shuvo Рік тому +27

    ১০০ বছর পর যদি এটি থাকে আর কেও এই গানটি শুনেন,,,তার রুচির প্রতি আমার অসীম শ্রদ্ধা রইলো 🌸🖤

    • @fimatv6209
      @fimatv6209 9 місяців тому

      Apnar ruchi plus personality er proti amar srodhdha thaklo vai❤❤

  • @ArifMoynuddin
    @ArifMoynuddin 3 роки тому +16

    তাপস বামহাত না ঢুকিয়ে মূল শিল্পীদের নিজেদের মতো যেসব গান করতে দিয়েছে, তার প্রত্যেকটাই মাস্টারক্লাস। Good composition and perfect execution.

  • @titooahmed8903
    @titooahmed8903 4 роки тому +19

    সব সময় নতুন।যতবার শুনি ততোবারই নতুন লাগে।মনে হয় কুমার বিশ্বজিত দাদার হৃদয় ছিড়ে যাবে!এত দরদ দিয়ে ক'জন গাইতে পারে?কাউসার আহমেদ চৌধুরী আর লাকী আখন্দের অনবদ্য সৃস্টি।

  • @promabanik880
    @promabanik880 3 роки тому +17

    অসাধারন খুব প্রিয় গান ভালোবাসার কেউ মেসেঞ্জারে গানটা দিয়েছে তাই এখন শুনছি আর একটা কমেন্ট করে গেলাম স্মৃতি হয়ে থেকে যাবে। ❤🙏

  • @ziaulhoque4915
    @ziaulhoque4915 7 років тому +55

    Got one of the most memorable moments with this song. It was probably 2003. We attended an award giving ceremony at Hotel Sonargaon. And this magician was there. I was not a fan of him at that time. Loved mostly rock music. But was familiar with his songs including Jekhanei Shimanto Tomar. We were waiting as the musicians were tuning their instruments. And suddenly it happened. There was this humming of a heavenly voice. I was stunned. I was mesmerised. I heard nothing like that till then. Kumar Biswajit, sir you are a genius. Salute sir for that moment. You started from where you began today. I guess i was particularly unprepared at that moment. But it became my life-long treasure sir. I can still hear that heavenly voice if i close my eyes. I heard it several times later but that moment is just gold. Thank you.

  • @theoffensivedefence3535
    @theoffensivedefence3535 3 роки тому +20

    তিন বছর আগে আমাদের শেষ বসন্ত ছিল একসঙ্গে!!
    তারপর থেকে তৈরি গেছে দুইজনের মাঝে এক অসীম সীমান্ত.....
    যা এ জীবনে আর কখনো ঘুচবে না.........
    তবু ভাল থাকুক ভালবাসা❤️❤️

    • @blissofsolitude6051
      @blissofsolitude6051 3 роки тому +2

      আপনার জন্য ভালোবাসা রইলো

    • @user-wt3cw8sb2z
      @user-wt3cw8sb2z 2 роки тому

      কিছু মানুষের জন্ম হয় আজন্ম হারানোর ব্যথা সহ্য করার জন্য! আপন ভেবে যাদের জন্য সব বিলিয়ে দেয় তাদের কাছ থেকে অবহেলা পাওয়ার জন্য! তবুও তো আমরা মানুষ। তাই আমরা সব জেনেও প্রেমে পড়ি! ভালবাসার মানুষকে হারাই। হারিয়ে তবুও তার স্মৃতিকে বুকে মাঝে আঁকড়ে ধরে রেখে আরেকজনের সাথে সংসার করি! এটাই জীবন! এটাই বাস্তবতা!

  • @srabonibarua1896
    @srabonibarua1896 7 років тому +31

    এই গানগুলো শুনে বড় হয়েছি। ছোট বেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়, এসব গানগুলো একটা পিস ই হয়... আজকালকার কোন আর্টিস্টরা চাইলেও এমন মন ছুঁয়ে যাওয়া গান সৃষ্টি করতে পারবেনা। এসব বাংলা গানগুলো বেঁচে থাকুক শত শত বছর..

  • @bappygreatvoicegosh8914
    @bappygreatvoicegosh8914 3 роки тому +7

    জীবনের উৎকৃষ্ট সময় হেলায় হারিয়ে ফেলেছি এখন বুঝি। গানটা শুনে আবেগ তাড়িত হলাম। স্যালুট বস কুমার বিশ্বজিৎ দা

  • @litonabdullah1025
    @litonabdullah1025 7 років тому +35

    Ferdousi Bikon এর পোস্ট থেকে..........
    আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী কুমার বিশ্বজগৎ.....যার অসাধারণ ব্যক্তিগত বিরহের ধারণা থেকে রচিত গানগুলো আমাকে সবসময়ই মুগ্ধ করতো। বিশেষ করে ওনার প্রথম স্ত্রী রুনার সাথে বিচ্ছেদের পরে যেন সম্পুর্ণ ভিন্ন এক বিশ্বজগৎ তৈরি হয়ে উঠলো।
    লক্ষ কোটি তরুণের প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। সেই ১৯৮২ সালে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গান দিয়ে তার পথচলা শুরু। গান করে চলেছেন ৩৩ বছর ধরে। আধুনিক, ক্লাসিক্যাল এবং লোকগীতি সব ধরনের গানের এক উজ্জ্বল তারকা কুমার বিশ্বজিৎ বলেছেন,
    সঙ্গীতের ভুবনে আমার ৩৩ বছর পার হয়েছে এটা আমি কখনই অনুভব করিনি। প্রশান্ত মহাসাগরের যেমন কোনো তল খুঁজে পাওয়া যায় না ঠিক তেমনি সঙ্গীতের বিস্তৃতিও একই রকম গভীর।
    আমার বেশির ভাগ গানে উঠে এসেছে না পাওয়ার আক্ষেপ, বেদনা, বিরহ, দুঃখ কষ্ট। এর কারণ আমার মনে হয়েছে মানুষের জীবনে বেদনাটাই বেশি। দুঃখটাই অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। সুতরাং দুঃখ সঙ্গীতেরর সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেলেই সেই গান চিরস্থায়ী হয়ে যায় মানুষের মনে।
    আমি কিন্তু বিরহের গান একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করেছি। তোমাকে ছাড়া চলবে না, তোমাকে ছাড়া বাঁচব না-এই ধরনের বিরহের গান আমি করিনি। আমার গানের কথা শুনলেই বুঝতে পারবেন আমার কাছে বিরহ মানে নিজেকে নিঃশেষ করে হেরে যাওয়া নয়। যেমন,
    "আমি তুমি ছাড়া বাঁচতে পারি,
    তুমি ছাড়া হাসতে পারি,
    মন থেকে মুছতে জানি
    তোমার মতো ললনা।
    আমি নির্বাসনে যাবোনা।"
    অথবা
    "আমার ভালো থাকার কথা শুনে,
    তোমার কেন হিংসে হয়?
    তাহলেকি ধরে নেবো
    তোমার সময় এখন ভালো নয়?"
    এমন আরো হাজারো গান আছে। গানের কথায় ও সুরে আমি কখনো কম্প্রোমাইজ করিনি।
    নতুনরা অনেকেই মূলত চমক দেখানোর জন্য অন্যের গান করে। কিন্তু তাতে কখনো নিজের পরিচয় তৈরি করা যায় না। নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সঙ্গীত জীবনে আমার ৩৩ বছর কেটে গেছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি কেউ যদি ভাবে সোনার ডিম পেয়েছি, জলদি খেয়ে নেই, সেটা তার ব্যাপার। সঙ্গীত এমন একটা জিনিস সেটা তাড়াহুড়ো করে হয় না। অসম্ভব সংযম, বিনয়, ধৈর্য, অসম্ভব অনুশীলন না থাকলে কোনোদিন গান করা সম্ভব নয়।
    আমি আজীবন খুব অল্পতেই তুষ্ট থেকেছি। মানুষ হিসেবে যেমন ছিলাম তেমনই আছি। বয়স কোথায় যাচ্ছে কখনো অনুভব করিনি। শারীরিক ও মানসিকভাবেই একই থাকার চেষ্টা করি। মনে হয় যেন আমি এখনো ঘুরে ফিরে ১৮-এর মধ্যেই থাকি।

  • @palashdasdipu635
    @palashdasdipu635 Рік тому +6

    গ্রামে থাকতে এফএম রেডিওতে প্রথম শোনা গানটি স্কুল জীবনে তখন নবম শ্রেণিতে পড়তাম.... বিশ্বজিৎ দা অসাধারণ অতুলনীয় কন্ঠ তোমার দীর্ঘ জীবি হও ঈশ্বর তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন।😮

  • @jahiruddinjaheed3319
    @jahiruddinjaheed3319 2 роки тому +12

    বাংলাদেশের সংগীত শিল্পে এক উজ্জ্বল নক্ষত্রের নাম কুমার বিশ্বজিৎ।

  • @nokibulhaque8285
    @nokibulhaque8285 Рік тому +8

    বাহ্,,,,,, গানের কথা গুলো ত গম্ভীর। আর ওনার গাওয়ায় ভালোবাসা আছে। ভালো লাগবে প্রতিটি প্রেমিক হৃদয়ের।

  • @tenobislucit4092
    @tenobislucit4092 Рік тому +9

    নিশ্চয়ই এখানে প্রতিটি শ্রোতা রুচিশীল ❤

  • @rasib1942
    @rasib1942 3 роки тому +10

    আহা কলিজা জুড়ানো কথা, সুর, সংগীত
    আজ থেকে 30 বছর পরে যখন আমাদের পরবর্তী প্রজন্ম এইগান গুলো শুনবে আর আফসোস করবে যে কতটা সুস্থ, সামাজিক ছিল আগের গান গুলো।

  • @ramtanusatapathi4536
    @ramtanusatapathi4536 2 роки тому +6

    অনেক প্রেমের আর বিচ্ছেদ এর গান শুনেছি ৪-৫ টা ভাষা বুঝতে পারি তাই বিচরণ ক্ষেত্রটাও বড়। কিন্তু যত বারই এই গানটা শুনি আমি নিজেকে গানের চরিত্রে খুঁজে পাই। একটা আলাদাই মায়া আছে গানটায়। এত সুন্দর আকুতি! উফফফ ।মর্মস্পর্শী।

  • @nahedmehedeehaque8410
    @nahedmehedeehaque8410 3 роки тому +11

    এমন শিল্পি ১০০ বছরে আর একটা হবে কি না সন্দেহ আছে!!!

    • @debajitdasgupta6380
      @debajitdasgupta6380 3 роки тому

      Ai rokom gan - Hats off to Lucky Akhand Sir and Kumar Biswajit Sir.

  • @jannatsarder3073
    @jannatsarder3073 Рік тому +6

    কোনো একদিন পাহাড়ে, মেঘের রাজ্যে, খোলা বেলকনি তে দাঁড়িয়ে তুমি আমি এই গান টাই শুনব। যেমনটা শুনেছিলো মামনি এবং বাবা❤

  • @md.monjurulislam5389
    @md.monjurulislam5389 4 роки тому +12

    তারাই হয়তো শেষ কয়েকজন গায়ক ছিলেন, যারা ছিলেন সংগীত বিশেষজ্ঞ.. 🥰🥰

  • @asifchoudhuryca
    @asifchoudhuryca 2 роки тому +5

    যতবার শুনব , ততবার নস্টালজিয়ায় ভুগব। এত দরদ দিয়ে কুমার বিশ্বজিৎ গানটি গেয়েছেন যে বুকে মোচড় দিয়ে ওঠে , চোখ জলে ভরে ওঠে। গানটির কথা নিজেই একটি অনুপম কবিতা , গীতিকার এবং সুরকারকে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ। সুরকার আজ আমাদের মধ্যে নেই।

  • @titooahmed8903
    @titooahmed8903 2 роки тому +6

    ভাল থাকুন কাউসার ভাই।
    আপনার অসাধারণ কথার এই গান বেঁচে থাকবে আরও অনেক অনেক দিন আপনার নামের সাথে।

  • @ahsanuljonihaque9182
    @ahsanuljonihaque9182 3 роки тому +7

    Bishwajit Da is Unique! He will always be listened to ❤️❤️❤️ greetings from Finland 🇫🇮🇧🇩🇫🇮

  • @cya1308
    @cya1308 3 роки тому +6

    বুকটা ফেটে যাচ্ছে, সুখে কি দুঃখে জানি না। গানটা আপনাকে বুঝতে সাহায্য করবে মনের গোপনে কোথায় কিছু চাপা পড়ে গেল কিনা।
    অসম্ভব মায়ায় মোড়ানো গানটা আজও তার আবেদন এতটুকুও হারায়নি।❤

  • @user-wt3cw8sb2z
    @user-wt3cw8sb2z 2 роки тому +19

    কিছু মানুষের জন্ম হয় আজন্ম হারানোর ব্যথা সহ্য করার জন্য! আপন ভেবে যাদের জন্য সব বিলিয়ে দেয় তাদের কাছ থেকে অবহেলা পাওয়ার জন্য! তবুও তো আমরা মানুষ। তাই আমরা সব জেনেও প্রেমে পড়ি! ভালবাসার মানুষকে হারাই। হারিয়ে তবুও তার স্মৃতিকে বুকে মাঝে আঁকড়ে ধরে রেখে আরেকজনের সাথে সংসার করি! এটাই জীবন! এটাই বাস্তবতা!

    • @solaimankhan4357
      @solaimankhan4357 2 роки тому +1

      বাস্তবতার নিরিখে অসাধারণ কথা বলেছেন। ধন্যবাদ

    • @user-wt3cw8sb2z
      @user-wt3cw8sb2z 2 роки тому +2

      @@solaimankhan4357 অনেক ধন্যবাদ। জীবন আমাদের যা শেখায়, হাজারটা সার্টিফিকেটও তা শিখাতে পারে না।

  • @mikhailbdptryx8059
    @mikhailbdptryx8059 3 роки тому +14

    এই গানটা একজনকে ভীষণ ভাবে মনে করিয়ে দেয়, এক বসন্তে এক সীমান্তে দুজন দুজনার পাশে থাকার কথা ছিল।
    জানিনা সে এখন কোথায় আছে 😓 যেখানেই থাকুক ভাল থাকুক।

  • @মেঘরোদ্দুর-প৫ট

    তোমার বুকেই আমার বসন্ত ছিলো, আজ সেই তুমি অন্য কারো ভূবনের বাসন্তী হয়ে শোভা দিচ্ছ আমার আবাস তছনছ করে।। কি করে ভূলি তোমায়, এই গান শুনলে আজো চোখের সামনে ভেসে উঠে বেদনার সাত রঙ।।

  • @abukawsar2110
    @abukawsar2110 Рік тому +5

    বা‌হি‌রে বৃ‌ষ্টি পর‌ছে, হঠাৎ ম‌নে পড়ল গান‌টি, অ‌নেক স্মৃ‌তি উ‌কি দি‌চ্ছে ।

  • @cocaccount9386
    @cocaccount9386 7 років тому +32

    শিরোনামঃ যেখানে সীমান্ত তোমার
    যেখানে সীমান্ত তোমার
    সেখানে বসন্ত আমার
    ভালোবাসা হৃদয়ে নিয়ে
    আমি বারে বার আসি ফিরে
    ডাকি তোমায় কাছে(২)
    হাজার ফুলে ছেয়েছে যে পথ
    আমি চিনি চিনি সে ঠিকানা
    তোমার মনের নীরব ভাষা
    সেতো আমার আছে জানা(২)
    আমিতো চাইনা তোমার এ দ্বিধা
    ভেঙ্গে দাও কাঁচেরই বাধা
    সীমার বাঁধন ছিঁড়ে তুমি
    ধরা দাও আমারই কাছে(২)
    যেখানে সীমান্ত তোমার
    সেখানে বসন্ত আমার
    ভালোবাসা হৃদয়ে নিয়ে
    আমি বারে বার আসি ফিরে
    ডাকি তোমায় কাছে
    ঝড়ের দিনে খুলেছে যে পথ
    আমি জানি জানি তার বেদনা
    নতুন আলোর জোয়ার এলে
    আমি চাই তারে দিতে আশা(২)
    তুমি কি চাওনা সোনালী দিনে
    সোনালী সুখেরই সারা
    কাঁটার আঘাত ভুলে তুমি
    এসো এই ফুলেরই কাছে
    যেখানে সীমান্ত তোমার
    সেখানে বসন্ত আমার
    ভালোবাসা হৃদয়ে নিয়ে
    আমি বারে বার আসি ফিরে
    ডাকি তোমায় কাছে

  • @jahedulalam9685
    @jahedulalam9685 2 роки тому +4

    এখন পর্যন্ত, জনপ্রিয়তা সমানভাবে ধরে রেখে বেঁচে থাকা লিজেন্ড শিল্পী।

  • @shimantoshimanto9341
    @shimantoshimanto9341 3 роки тому +14

    আগামী ১০০ বছরে ও কেউ এমন একটা গান উপহার দিতে পারবে না।।

    • @MdMahabub-ub4xg
      @MdMahabub-ub4xg 3 роки тому

      Right 👍

    • @asmalipi951
      @asmalipi951 3 роки тому

      Shimanto are you here!?? Amake ekta bar ektu dhora daw please….😢😢😭😭

    • @asmalipi951
      @asmalipi951 3 роки тому

      Tumi ki sei Shimanto? Jodi sei Shimanto hoye thako tobe amar naam ta ki mone pore? Goto eto gula bochhor bibhinno bhabe tomake khuji, amar onek request tomar proti Shimanto, ekta bar amar shathe contact koro please

  • @debobrotodebobrotochakrabo3644

    গানের প্রতিটি লাইন খুব সুন্দর, পুরানো দিনের কথা মনে পরে গেলো, অনেক সপ্ন মানুষ দেখে, সব তো আর পূরন হয় না।

  • @mhridoy96
    @mhridoy96 3 роки тому +6

    পুরনো বাংলা গানগুলোর কোনো তুলনাই হয়না।কতটা রুচিশীল গান এবং কি সুন্দর গানের ভাষা। 2022 সালেও নাড়া দিয়ে যায় মনের ভেতরে। ❤️

  • @shah-newazghani4166
    @shah-newazghani4166 2 роки тому +6

    অসাধারণ একটা গান। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গানের সাথে।

  • @sajaladga5139
    @sajaladga5139 3 роки тому +5

    গানটা যতবার শুনি ততবারই প্রথম বার শোনার অনুভূতি লাগে। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Love you Kumar Biswajit Dada.....😍😍😍

  • @sammoroy790
    @sammoroy790 3 роки тому +11

    তাপস দা প্রতি নিয়ত বাংলাদেশ এর মানুষকে সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছে👌
    গানটা খুব ভাল ছিল 👌❤

  • @abhijitpallav2921
    @abhijitpallav2921 Рік тому +7

    তুমি কি চাওনা সোনালী দিনের সোনালী সুখেরই ইশারা?
    কাটার আঘাত ভুলে তুমি ধরা দাও আমারই কাছে...
    This part has my whole heart🥀❤️

  • @abadsha4569
    @abadsha4569 Рік тому +7

    আমার ভালো বাসার প্রথম উপহারের এই অ্যালবাম এই গানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যা আমার হৃদয়কে আজও ব্যতীত করে।

  • @Chandrima9757
    @Chandrima9757 3 роки тому +7

    এতো মায়া নিয়ে গানটা বিশ্বজিৎ স্যার ছাড়া আর কেউ গাইতে পারবে না❤️

    • @sfsdrs2616
      @sfsdrs2616 3 роки тому

      Nobel

    • @sfsdrs2616
      @sfsdrs2616 3 роки тому

      Nobel

    • @subhradipmalakar148
      @subhradipmalakar148 3 роки тому

      @@sfsdrs2616 গার মারি তোর আজাইরা চিল্লাতে পারে

  • @samiurrahman9217
    @samiurrahman9217 2 роки тому +10

    এই গানের গীতিকার আজ জীবনের সীমান্তের ওপারে চলে গেলেন

    • @nrahman41
      @nrahman41 2 роки тому +1

      He will live for ever in our harts. May Allah grant him janna.Ameen.

  • @THUNDERTheHackerProduction
    @THUNDERTheHackerProduction 3 роки тому +7

    *Kumar Bishawjit sir's song are not song, they're masterpiece. It has so deep feeling. MashAllah. Almighty gave him this Master Quality.*

  • @md.sazzadhossain3573
    @md.sazzadhossain3573 2 роки тому +5

    কায়সার আহমেদ চৌধুরী স্যারের অনবদ্য সৃষ্টি এবং কুমার বিশ্বজিৎ স্যারের গাওয়া অসাধারণ একটি গান।

  • @juwelmozunder1498
    @juwelmozunder1498 4 роки тому +6

    নতুন করে কি আর বলবো,গানটা যতবার শুনি ততবারই নতুন লাগে, বাংলা গানের তুলনা হয় না, সত্যি অসাধারণ।।❤️❤️

  • @saleah78
    @saleah78 4 роки тому +10

    এই গানটা বেসুরের মাঝে সুর বেতালের মাঝে তাল, এক অদ্ভুত মাদকতায় পরিপূর্ণ প্রতিটি সূর।

  • @CIDGAMING-04
    @CIDGAMING-04 3 роки тому +5

    ভাই একটা কথা রাখবেন ..........এই গ্যালারি কখনো মুছে ফেলবেন না।
    গানগুলো প্রান জুড়িয়ে দেয়।🙂❤️

  • @princearaf6882
    @princearaf6882 3 роки тому +5

    প্রায় ৫ বছর আগের কথা তখন মিউজিক ক্যাফে তে বসেছিলাম হঠাৎ এক ভাই গান টা গাইতে শুরু করলেন সেই থেকে গানটির প্রতি ভালোলাগা🥰😊

  • @samiya5540
    @samiya5540 2 роки тому +4

    এতো ভালো লাগে আমার গানটা, কতোবার যে শুনেছি হিসেব নেই।।
    এখনও শুনে যাচ্ছি, পরেও শুনে যাবো।।
    শ্রদ্ধা ও ভালোবাসা বিশ্বজিৎ দা💙💜

  • @ramzanhridoy4116
    @ramzanhridoy4116 3 роки тому +5

    যেখানে সীমান্ত তোমার , সেখানে বসন্ত আমার 💜
    হৃদয় ছুঁয়ে যায় লাইনটা 😌

  • @farzanaurmi1649
    @farzanaurmi1649 11 місяців тому +4

    আমার চাঁদটা দূরে চলে যাওয়ার পর থেকে এই গানটা আমার প্রিয় হয়ে ওঠে। তার জন্য অপেক্ষা করতে করতে আমার প্রেমিকা সত্ত্বার মৃত্যু হয়। 😞 যেখানেই থাকুক, ভালো থাকুক। ❤

  • @RkDelowerhossen
    @RkDelowerhossen Рік тому +39

    প্রিয় মানুষটা অন্য কারো হয়ে গেছে প্রায় ৮ দিন হলো,,,আমি তার কাছে তিন মাসের সময় চাইছিলাম,,,সে আমাকে ২০ দিনের সময়ও দেই নি,,,এমনকি বিয়ের আগের দিনও আমার সাথে ভালোভাবে কথা হয়ছে,,, একটা বারের জন্য বলে নি তার পরের দিন বিয়ে,,, আমি দোয়া করি সে যেনো সুখে সুখী হয়,,, সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে সেই মানুষটা আমাকে কথা দিয়েও তিন মাসের আগেই আমাকে না জানিয়ে বিয়ে করে নিলো,,, সত্যিই যার হারায় সেই বুজে হারানোর যন্ত্রণা কতটা কঠিন 😢😢😢

    • @parvezhasan9136
      @parvezhasan9136 10 місяців тому

      😭😭😭😭

    • @parvezhasan9136
      @parvezhasan9136 10 місяців тому

      স্বার্থপর ছিলো ভাই

    • @badrunnahar9075
      @badrunnahar9075 9 місяців тому +1

      এতো স্বার্থপর কেউ, আপনার জীবনে নেই, এটাই আপনার জন্য ব্লেসিংস। জানি ভুলে যাওয়া খুব কঠিন, দোয়া করি, সামনে এগিয়ে যান। 😢

    • @shakilahmedkhan3881
      @shakilahmedkhan3881 9 місяців тому

      এরকম সুন্দরীর থেকে কম্পলিমেন্ট পেলে আমি ৬ বার ব্রেকাপের কষ্ট ভূলে যেতে রাজি ছিলাম।

    • @ummehafsamim1620
      @ummehafsamim1620 8 місяців тому

      Se maybe apner jonno Valo hobe na . Allah jeta kore Valo r jonno kore so je thaker thakbe are jar jawer se amite o jabe ba biya kore Chole jabe . Kosto na paiye samne r dik a focus koren better

  • @obaidurrahman6249
    @obaidurrahman6249 2 роки тому +3

    এতবার গানটি শুনেছি যে গুনে শেষ করতে পারবো না, অতুলনীয়....
    ভাললাগা
    ভালবাসা
    তারুণ্য
    আজও
    আজীবন লালান করি সুখস্বপ্নটি...
    বয়স শেষ হয়ঃ
    আর স্বপ্ন,
    খবরদার না,
    ওকথা বলবে না...

  • @iftekharuddin9715
    @iftekharuddin9715 3 роки тому +16

    তুমি কি চাওনা সোনালী দিনে
    সোনালী সুখেরই সারা,
    কাঁটার আঘাত ভুলে তুমি
    এসো এই ফুলেরই কাছে।
    যেখানে সীমান্ত তোমার
    সেখানে বসন্ত আমার,
    ভালোবাসা হৃদয়ে নিয়ে
    আমি বারে বার আসি ফিরে
    ডাকি তোমায় কাছে।
    হাজার ফুলে ছেয়েছে যে পথ
    আমি চিনি, চিনি সে ঠিকানা,
    তোমার মনের নীরব ভাষা
    সেওতো আমার আছে জানা।
    আমি তো চাইনা তোমার এ দ্বিধা
    ভেঙ্গে দাও কাঁচেরই বাধা,
    সীমার বাঁধন ছিঁড়ে তুমি
    ধরা দাও আমারই কাছে।
    যেখানে সীমান্ত তোমার
    সেখানে বসন্ত আমার,
    ভালোবাসা হৃদয়ে নিয়ে
    আমি বারে বার আসি ফিরে
    ডাকি তোমায় কাছে।
    ঝড়ের দিনে খুলেছে যে পথ
    আমি জানি জানি তার বেদনা,
    নতুন আলোর জোয়ার এনে
    আমি চাই তারে দিতে আশা।
    তুমি কি চাওনা সোনালী দিনে
    সোনালী সুখেরই সারা,
    কাঁটার আঘাত ভুলে তুমি
    এসো এই ফুলেরই কাছে।
    যেখানে সীমান্ত তোমার
    সেখানে বসন্ত আমার,
    ভালোবাসা হৃদয়ে নিয়ে
    আমি বারে বার আসি ফিরে
    ডাকি তোমায় কাছে।

  • @bappyfication
    @bappyfication Рік тому +2

    যেন যুগ যুগান্তরে সেই তো শুনেই যাচ্ছি, মুগ্ধতার শেষ যে এই এই গানে!!
    লাকি ভাই এই গান টা শুধু কুমারের জন্যই যেন সৃষ্টি করেছিলেন! ❤❤❤❤

  • @alkoraeshee473
    @alkoraeshee473 2 роки тому +11

    হঠাৎ করে সন্ধ্যায় সে কল দিয়ে বললো তাকে ভুলে যেতে, তার বিয়ে ঠিক হয়ে গেছে। মাথা শূন্য হয়ে গেলো, বুঝতেছিলাম না কি করবো। নিচের রুমে বড়ো ভাই রা প্রতিদিনের মত কার্ড খেলতে নিয়ে গেলো, সেইদিনই সেখানেই প্রথম শুনলাম এই গান। তারপর লুপে চললো সারারাত।
    অনেক বছর পার হয়ে গেলো। তার সীমান্ত খুঁজে পেলাম না, আমার জীবনেও আর বসন্ত এলো না।
    বসন্তে মেতে থাক তার জীবন।

  • @raziaswarna936
    @raziaswarna936 3 роки тому +3

    গানটা শুনলে ভাষা হারিয়ে যায়,,,এত সুন্দর লিরিক্স, এত দরদ দিয়ে গিয়েছে,,

  • @mapoyal
    @mapoyal 3 роки тому +7

    মনে শিহরন জাগে, চোখের কোনে জল আসে। সত্যি সত্যিই ভালোবাসি গানটি ও গানটির প্রতিটি লাইন।

  • @enjoyingmyexistence5427
    @enjoyingmyexistence5427 2 роки тому +10

    Wahh re wahhh...love from india 🇮🇳

  • @perfectengineers5200
    @perfectengineers5200 2 роки тому +11

    একটা গান 3 থেকে 4 বার শুনলে বিরক্ত লাগে কিন্তু পবিত্র আযান 100 বার শুনলেও কলিজা ঠান্ডা অনুভব হয়ে যায়,বিরক্ত লাগেনা সুবহানাল্লাহ

    • @arindamroy9151
      @arindamroy9151 2 роки тому

      Who told you to listen the song

    • @mongmarma4607
      @mongmarma4607 2 роки тому

      You are a genius bro 😜
      You're making a mess of everything.

    • @sagar_chatterjee98
      @sagar_chatterjee98 2 роки тому

      ei ganer maje toke k comments korte boleche

    • @indronathsengupta5741
      @indronathsengupta5741 2 роки тому

      Gnajakhor sala..vulval haage sob jaygay

    • @TheAzamBD
      @TheAzamBD 2 роки тому

      হোগার ভেতরে আজান ঢুকায়ে লাউডস্পিকার অন করে দেন।

  • @obaidurrahman6249
    @obaidurrahman6249 2 роки тому +5

    শীতের কঠিন সময় পার হয়ে যখন বসন্ত এলো,
    তখন তুমি অনেক দুরে,
    অনেক অনেক দুরে,
    এত ডাকি তবু সাড়া না পেয়ে,
    গৃষ্মের খরতাপে, মরুঝড়ে পড়ার জন্য নিরুদ্দেশ হই

  • @HossenTraveling
    @HossenTraveling 3 роки тому +6

    Love from Malaysia 🇲🇾 Kuala Lumpur...... It's out of performance 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💓💓💓💓

  • @fatimaafrinatanni2750
    @fatimaafrinatanni2750 4 роки тому +6

    কোথায় কবে বসন্ত হারিয়ে গেছে নিজেই জানি না।আর সীমান্তর কোন ঠিকানাও আজ আর জানা নেই।হারিয়ে যাওয়া,দিন গুলো মনে করতেও যে আজ বড্ড কষ্ট হয়।মনের ভাষা গুলো আজ নীরব এ মরে গেছে।জানিনা কখনও কেও দেখবে কিনা কোনদিন,তবুও খুব ভালো থাকুক খুব, সবাই খুব সুখে থাকুক এটাই চাই আজও

  • @mahinnbjames5846
    @mahinnbjames5846 3 роки тому +9

    এই গানটা সব সীমান্ত অতিক্রম করেছে 🖤🖤

  • @sudhirgomes9906
    @sudhirgomes9906 2 роки тому +2

    আমার স্কুল-কলেজ জীবনের প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ ও সুবির নন্দি; এখনো তাদের গান শুনি। কুমারের ভড়াট কন্ঠে যাদু আছে! আর সুবির নন্দি তো আমাদের ছেড়ে চলেই গেলেন। উপরে ভালো থাকুন, বস্।

  • @HardtalkMusicFair
    @HardtalkMusicFair 2 роки тому +5

    জীবনের সীমানা'কে অসীম করে দেয় কিছু বাস্তবতা।কষ্টের সময়গুলো কিছুতেই বিদায় নেয় না।😢😢

  • @mimhamily........3351
    @mimhamily........3351 2 роки тому +8

    কিছু গান আসলেই nostalgic, তাই তো জন্ম ২০০৬ এ হলেও ১৯৯৮ এর গান ২০২২ এসেও শুনি। গানটি সফল, ক্রমাগত generation এর কাছে ❤️❤️❤️
    Date : 21 December, 2022🙂

    • @arpitamaji5063
      @arpitamaji5063 2 роки тому

      ✨✨

    • @jamalpatwary6009
      @jamalpatwary6009 Рік тому

      ১৯৯৮ সালের গান নয়, এই গান আমি প্রথম শুনি সম্ভবত ১৯৮৭ সালের দিকে।

  • @hasaniqbal1635
    @hasaniqbal1635 2 роки тому +1

    অসাধারণ... শোনার পর থেকে জীবনের অংশ হয়ে গেল... মন বলে এমন গান তো আর শুনি নাই...কে জানে মন কেন এমন বলে?

  • @nazmulhasan8847
    @nazmulhasan8847 11 місяців тому +4

    রাত যত গভীর হয় কানে হোডফোন দিয়ে গান টা শুনলে চোখ দিয়ে এমনি জল চলে আসে 🥹🥹🥹

  • @AzadAkalam-k4g
    @AzadAkalam-k4g 9 місяців тому +2

    বাংলা আধুনিক গানের স্বরনালী সময়ের এই গান উপহার দেওয়ার জন্যে কাওসার আহমেদ চৌধুরী, প্রয়াত লাকী আকন্দ ও কুমার বিশ্বজিৎ দাদাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা।।

  • @nazmulhassan4005
    @nazmulhassan4005 7 років тому +16

    Great kumarbishwajit with great late luckyakand & another great kauser ahamed.

  • @ahsanuljonihaque9182
    @ahsanuljonihaque9182 3 роки тому +4

    Bishwajit Da on Ainutlaatuinen! Häntä tullaan ainaa me kuuntelemaan ❤️❤️❤️ terveisin suomesta 🇫🇮🇧🇩🇫🇮

  • @nabilaislam8301
    @nabilaislam8301 2 роки тому +10

    এই গানটিতে এমন এক ভয়ংকর মাধুর্য আছে, এমন এক মারাত্বক অনুভূতি বিদ্যমান এখানে, যার টানে নবীন প্রবীণ সবাই শিহরিত হয়। মোদ্দা কথায়, এই সাড়ে সাত মিনিট অন্য একটি জগতে নিয়ে যায়।

    • @MdRakib-ni4ez
      @MdRakib-ni4ez 2 роки тому

      সঠিক কথা বলেছেন

    • @tamjidadnan6797
      @tamjidadnan6797 2 роки тому

      আসলেই! গানটা শুনছি প্রায় ২ বছর ধরে! টানা ৯/১০ বার শুনি! কখনো বিরক্তি কাজ করে নি!

  • @fakhrufakhrul9366
    @fakhrufakhrul9366 3 роки тому +1

    অপূর্ব এক মায়া জড়িয়ে নিলো আমায়
    তোমাদের সুর। ♥️🌹ভালো থেকো সকলে(প্রাণের আত্মীয়)....

  • @khairulbasar7771
    @khairulbasar7771 3 роки тому +15

    -উপসংহারে যদি বিচ্ছেদই থাকবেই 💔
    -তাহলে সূচনা এত রঙিন কেনো...?😢🥀

    • @Limapainting
      @Limapainting 3 роки тому

      Kotha ta khob valo laglo 👍

    • @user-wt3cw8sb2z
      @user-wt3cw8sb2z 2 роки тому

      কিছু মানুষের জন্ম হয় আজন্ম হারানোর ব্যথা সহ্য করার জন্য! আপন ভেবে যাদের জন্য সব বিলিয়ে দেয় তাদের কাছ থেকে অবহেলা পাওয়ার জন্য! তবুও তো আমরা মানুষ। তাই আমরা সব জেনেও প্রেমে পড়ি! ভালবাসার মানুষকে হারাই। হারিয়ে তবুও তার স্মৃতিকে বুকে মাঝে আঁকড়ে ধরে রেখে আরেকজনের সাথে সংসার করি! এটাই জীবন! এটাই বাস্তবতা!

  • @prantickdas5059
    @prantickdas5059 3 роки тому +127

    যেখানে সীমান্ত তোমাৱ, সেখানে বসন্ত আমাৱ❤️ ২০২১ এসে কে কে শুনছেন???🥺❤️

  • @ahmodhasan7671
    @ahmodhasan7671 4 роки тому +11

    He is a legend singer of Bangladesh...We are proud of you sir !❤

  • @mostafizurrahman2962
    @mostafizurrahman2962 3 роки тому +5

    তোমাকে ভালোবেসেও একটা আক্ষেপ রয়ে যাবে, তোমাকে আর পাওয়া হবে না।
    ভালো থেকো রুপন্তী ❤️

  • @dipamridha3935
    @dipamridha3935 3 роки тому +6

    সীমারেখার যন্ত্রণাটা যাকে বইতে হয় দিনের পর দিন এই গানের প্রত্যেকটি শব্দ তাকে ভীষণ ভাবে ছুঁয়ে যায়। আঘাত করে যায়। 💔

  • @tanjibsrabon772
    @tanjibsrabon772 3 роки тому +5

    Extraordinary rhythmic and rhythmic understanding. The combination of drums, bass, lead and veena was incomparable. Apart from that, our Kumar Biswajit takes something comparable to sir
    Really just awesome
    Thank you

  • @prokritiroysanjh6990
    @prokritiroysanjh6990 Рік тому +6

    shudhu chere cole jaoyatei koshto hoy na haranur voyeo koshto hoy haranur voyeo " KATAR AGHAT VULE TUMI ESHO EI FULER KACHE " Line eo karur gaaye kata dhore uthe...
    Kumar Biswajit Sir ke ei ganer jonne award deya drkr

  • @sojibrahman773
    @sojibrahman773 3 роки тому +6

    কাটার আঘাত ভূলে তুমি
    এসো এই ফুলেরই কাছে❤️

  • @shadhiniqbal7453
    @shadhiniqbal7453 7 років тому +82

    mon cuye gelo...comotkar...kumar biswajit sir is a living legend of BANGLADESH. Salute you sir

  • @chowdhuryhasan4374
    @chowdhuryhasan4374 4 роки тому +2

    হারিয়ে যাওয়া কিছু স্মৃতি মনে পড়ে গেল ,
    এই গানটা শুনে সত্যিই এক মুহূর্তের জন্য হারিয়ে গেলাম সেই দিনে
    অসাধারণ এক সুরের মূর্ছনা যেন সর্গ থেকে আশা এক টুকরো ভালোবাসার কিরণ এক কথায় অসাধারণ।
    ভালোবাসার মানুষকে আমি পেয়েছি ঠিকই কিন্তু ধরে রাখতে পারিনি সেই সুন্দর দিনগুলো যা আর কখনো ফেরত আসবে না।

  • @festivalfever9370
    @festivalfever9370 Рік тому +5

    এই গানটি একবার শুনলে কখনও মন ভরতো না। একসাথে অনেক বার শুনতাম।

  • @jaydeepchatterjee6471
    @jaydeepchatterjee6471 2 роки тому +6

    Just Outstanding ❤️ Speechless❤️ Can't explain ❤️...gratitude from 🇮🇳🙏❣️

  • @MADDY700051
    @MADDY700051 3 роки тому +8

    প্রান জুড়িয়ে গেলো গান টি শুনে।❤️❤️😌😌

  • @tusarsahariar46
    @tusarsahariar46 7 місяців тому +4

    অনেক বছরের পুরনো কষ্টগুলো কেন যেন চোখের বৃষ্টি হয়ে ঝরে যায় এই গান শুনলে,,,, নিরবেই মনের গভীরে চলে রক্তক্ষরণ,,,

  • @touhidislam6268
    @touhidislam6268 3 роки тому +7

    কুমার বিশ্বজিৎ এবং আইয়ুব বাচ্চু বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গায়ক

    • @Shovon2580
      @Shovon2580 3 роки тому

      ❤️❤️❤️❤️

  • @nadimpordeshi
    @nadimpordeshi Рік тому +4

    বাবার সাথে বসে যখন কুমার বিশ্ব জিৎ এর এই গান শুনি তখন তার হাত ধরে তার যৌবনে চলে যাই। তাকে অনুভব করতে পারি 🌼

  • @limon4527
    @limon4527 3 роки тому +5

    আমার বাবা এই গানটা শুনতো প্রায় সেখান থেকেই এই গানের প্রতি ভালোবাসা এখন আমিও মাঝে মাঝে গান টা শুনি

  • @angrybird6036
    @angrybird6036 3 роки тому +2

    Akhonkar Ekta gaan o Ami ager gaan gular moto ato shundor Dekhi na . Ki maarjito . Shundor. Simplicity .

  • @pickludev2281
    @pickludev2281 2 роки тому +5

    আহা! আহা! আহা! যত বার শুনি তত বারই মুগ্ধ হই। চিরসবুজ গায়কের চিরসবুজ গান❤️❤️

  • @md.salimuddin156
    @md.salimuddin156 3 роки тому +1

    এত কেন মিষ্টি এ গানটি। গান বাংলা শুধু এ গানটিকে না সকল গান কে যেভাবে উপস্থাপন করে আমি মুগ্ধ হয়ে দেখি 👀এবং শুনতেই থাকি। অনেক চমৎকার ছিল গানটা। 💞💓💝💖💗💕💞❤️

  • @javedmamun
    @javedmamun 7 років тому +62

    'Where there is your periphery
    There is my spring time
    With this lovable heart
    Again n again I come back
    And call out your name to get close to
    That way I know
    Which way is fully shrouded in flowers
    among the thousands avenues
    I know your silent language
    I don’t want to break your hesitation
    Rather I wish you come into my life
    By breaking all the barriers
    I can sense those pangs
    The way I forgot during our contention
    I want to give you hope
    When the new days are begins
    Don’t you want that golden moments
    And the blissful feelings
    Better you come closer to this flower
    Being forgotten all the unpleasant past…

  • @habibmarshal4633
    @habibmarshal4633 2 роки тому +4

    তোমায় কত বার গানটা শুনিয়েছি নিজের কণ্ঠে ঠিক মনে নেই, তবে একটা কথা বলতা এই গনটা শুনালে ভালবাসি বলতে খুব সুন্দর করে,,,, এখন তু্মি নেই,,, ভাল থেক যেখানে থাক,, অমানুষ।।।।। marsh

  • @rimximmostofa792
    @rimximmostofa792 2 роки тому +7

    তুমি কি চাও না সোনালি দিনের সোনালী সুখের ই সাড়া,কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলের ই কাছে☺️☺️

  • @desigundami3284
    @desigundami3284 3 роки тому +2

    আহ্ -আহ্ আমার বাংলা গান --
    অসাধারণ, শরীরের প্রত্যেকটা পশম টের পায়, ✌️✌️

  • @rabishankarghosh3416
    @rabishankarghosh3416 4 роки тому +5

    KUMAR VISWAJEET HAVE THE CAPABILITY TO DELIVER MORE BEAUTIFUL SONGS LIKE JEKHAKE SEEMANTO "":::"
    MY HEART FELT SALUTE AND EXPECT.MORE SONGS IN FUTURE 🙏🙏🙏😉

    • @hayatkhizir702
      @hayatkhizir702 3 роки тому

      জনাব ঘোষ, দয়া করে উনার নামের বানানটা সঠিক ভাবে লিখুন। একজন কিংবদন্তি'র নামের বানার নিজের মতো করে লেখা গ্রহনযোগ্য নয়।
      ধন্যবাদ।

    • @hayatkhizir702
      @hayatkhizir702 3 роки тому

      Check the Spelling of Name... and do correction.

  • @anikbarua5645
    @anikbarua5645 4 роки тому +2

    অদ্ভুত সুন্দর অনুভূতি হয় এই গানটা শুনলে।এত মায়া,ভালোবাসা দিয়ে গেয়েছে... কান্না চলে আসে।
    অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শিল্পী, সকল আর্টিস্ট এবং পুরো প্রোডাকশন টিমকে।এভাবে ভালো ভালো কনটেন্ট দিয়ে আরো অনেকদূর এগিয়ে যান, সবসময় শুভকামনা ও শুভেচ্ছা রইলো।