কুমার বিশ্বজিৎ হলেন একজন জীবন্ত কিংবদন্তী, যতবার গানটা শুনি ততবার মন জুড়িয়ে যায়, আর লাকী আখন্দ কে নিয়ে কি বলবো, আমরা অনেক ভাগ্যবান যে লাকী আখন্দের মত একজন অনন্য প্রতিভা পেয়েছিলাম, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এই দুইজনকে।
সেই ছোট্ট বেলায় ফিতার ক্যাসেট দিয়ে শুরু। যুগের বিবর্তনে আজ বিভিন্ন প্লাটফর্মে হলেও একটু ভালোবাসা কমেনি এখনো। এখনো আগের মতো মাদকতা আর নষ্টালজিক হয়ে পরি। ভালোবাসি দাদা ♥️♥️
অনন্ত সুন্দর গান টি। কি সুরের মুরছনা, কি কথার যাদু, শুধু শিল্পীর একার গুন না কিন্তু, সুরকার, গীতিকার, মিউজিশিয়ান, শিল্পী সবার গুনে ফুটে উঠেছে সব সীমান্ত ছড়িয়ে যাওয়া গান টি।
আমি বুঝিনা একটা মানুষ এতটা কি করে ভালোবাসতে পারে।।পুরো দুনিয়া যখন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন হাতটা শক্ত করে ধরেছিলে। একসাথে 10 টা বছর চলে গেছে।। আমি বেচে আছি তোমার জন্য আয়াতের বাবা। ❣️
অনেক দিন আগে থেকে এই গানটা শুনছি কিন্তু অরুচি বলতে কিছু নেই এটার প্রতি । যতই শুনি মনে হয় এই প্রথম শুনছি। শোনার সাধ মিটে না। #Best #Singer #KumarBishwajit Now 2019
যারা নোবেলের প্রমোর পরে এই গানটা প্রথম শুনছে তারা তো গরীব। এতো ভালো গানটা তাদের আগে শুনার সৌভাগ্য হয়নি।😜😝 এর আগেও কয়েক শত বার শুনেছি গানটা। যতই শুনি মুগ্ধতা আরো বাড়ে।
সহমত ভাই। এইটাও আসল না। সিংগার ঠিক কিন্তু এটাও অরিজিনাল না। অরিজিনাল ভার্সনে হামিংটা লাকী আখান্দের নিজের দেওয়া। মিউজিক আরো র, আরো দারুণ। ua-cam.com/video/FKc_lDYzeVE/v-deo.html
আমার মনে হয় বিষয় টা এমন নয়। নোবেল জেমসের পদ্মপাতার জল গানটা গেয়েছে আমি এক লাইন শুনেছি তারপর বাকিটা শুনিনি নোবেল ঔ গানটার বারোটা বাজিয়ে দিয়েছে। আসল ব্যাপার টা হলো ইয়াং জেনারেশন পরনির্ভরশীল হয়ে গেছে, নিজেদের যে একটা অস্তিত্ব আছে সেই পিছনে তারা ফিরতে চায়না ওদেরকে জানাতে হবে যারা নতুন করে গাইছে বা রিমিক্স করছে এরা এই গানের কোন কিছুই নয় এই গানের গোড়াতেই আছে আমাদের অস্তিত্ব আছেন আমাদের গুরুজন।
একটা কালজয়ী গানই একজন শিল্পী কে কালজয়ী করার জন্য যথেষ্ট কিন্তু প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ একাধিক কালজয়ী গান আর তার মধ্যে এটি অন্যতম যত শুনি মনে হয় কম ❤️👌
Original version is the best version . Without any doubt , this is one of 10 greatest Bangla song sung in last 30 years . Finally I am bit disappointed seeing most people haven't heard the original version.
যার গলায় গাওয়া গান অর্থাৎ আসল শিল্পী তিনিই প্রশংসার দাবি রাখে। ভুলে যাবেন না পরে যারা কভার করে, তারা শুনে শুনেই কভার করে। হ্যাঁ ভালো গাইলে প্রশংসা করতে পারেন, তবে তুলনা নয়। ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
কুমার বিশ্বজিৎ আমার আম্মুর খুব পছন্দের একজন গায়ক।তবে আমি তো তখন বুঝতাম না তার গায়কী কোন লেভেল এর।তখন মাত্র এন্ড্রয়েড ফোন বাজারে আসলো, আম্মুর ফোনে মাঝে মাঝেই এই গানটা বাজিয়ে শুনতাম। ছোট ছিলাম দেখে আম্মু ফোন এত ধরতে দিতো না। পরে যখন কলেজে উঠি,নিজের ব্যাক্তিগত ফোন হাতে পাই।সিডির দোকানে গিয়ে গান ডাউনলোড করে নিজের ফোনে রাখতাম।সেদিন বুঝলাম এতদিন যার নাম না জেনেই শুধুমাত্র গানের প্রেমে পড়েছিলাম,সেই আমার আম্মুর প্রিয় কুমার বিশ্বজিৎ, যাকে না চিনেই আমি গান শুনে মুগ্ধ হয়ে গেছিলাম।🥰🥰🥰🥰🥰আসলে তার গানগুলো অসাধারন,প্রশংসা পাওয়ার দাবিদার। কমেন্ট টা রেখে গেলাম,পরবর্তীতে কোন একদিন আমার এই মিষ্টি মধুর কাহিনি টা পড়বো আর মুচকি হাসবো। 😇😇😇😇 ১৩/০৩/২০২২, সময়ঃরাত ৯.৩০ ঘটিকা।
সাল ২০০৪, আমার বাসায় বাবা নতুন ডিভিডি প্লেয়ার কিনেছিলো তখন অনেক বাংলা শিল্পী দের সিডি ক্যাসেট এর সাথে একটি ছিলো আপনার। ছোটবেলায় এই গান টি শুনে বড় হয়েছি। আজ যখনই নিজেকে খুব উদাসিন মনে হয় অথবা মনে হয় আমি ভেঙে যাবো তখনই এই গান টি শুনতে চলে আসি।
Monalir ay sob challenge noble k bad deoyar jonno..kora...i wish noble tar best ta debe..asa kori amar sathe jara ake mot tara akta like ontoto korbe..plz vote for noble😍😍
বিবেকে সাড়া জাগানো গান, কথাগুলোর জন্য কাউছার ভাই গানপ্রেমিরা সারাজীবন মনে রাখবে জানি না, সুরকার লাকী আকন্দ, কন্ঠে এত সুমধুর করেছে বিশ্বজিত দাদা। গানটা শুনতে শুনতে আমার কান্না চলে আসে। শুধু কথাগুলোর অর্থ বুঝার চেষ্টা করি।।
বিশ্ব দার কন্ঠ, উনার দাড়ি রাখার স্টাইল, গানের কথা, সুর... সবকিছুই আমার অনেক পছন্দ। আমার কিশোরী বয়সের প্রথম পছন্দ ছিলেন তিনি। উনার এই গান টা যে আমি কয় হাজার বার শুনেছি তার শেষ নেই। অনেক অনেক অনেক ভালোবাসা নিবেন দাদাভাই। 🪔🥀🕊️
গানটা যতবার শুনি ততবারই প্রথম বার শোনার অনুভূতি হয় আমার কাছে। অনেক ধন্যবাদ কুমার বিশ্বজিৎ ,লাকি আকন্দ স্যার কে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰
গানটা যতবারই শুনি ততবারই আমার প্রিয়জনটারে খুব মিস করি।কারণ তারও খুব প্রিয় গানটা।যদিও সে আমার জীবনে আর নেই কিন্তু গানটা রয়ে গেছে।গানটা শুনলেই তারে এতটাই মিস করি যে চোখের জলে বালিশ ভিঁজে যায়।কিন্তু এখনো তারে বলতে পারিনি ফিরে আসো।আমি এখনো তার অপেক্ষায় বসে রয়েছি।বড্ড ভালোবাসি তারে গানটাই একমাত্র স্মৃতি এখন তার😥😥
গানটা শুনলে মনে হয় শতো দুঃখ বেদনা সব দূরে চলে যায়, গানের প্রতিটি কথা যেন মনকে ছুঁইয়ে যায়, অসম্ভব সুন্দর একটি গান,এক কথায় বলা যায় অতুলনীয়.... এই গানটি আমার মন ভালো করার একটা ঔষধ...
যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে.. হাজার ফুলে ছেয়েছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা তোমার মনের নীরব ভাষা সেওতো আমার আছে জানা.. আমিতো চাইনা তোমার এ দ্বিধা ভেঙ্গে দাও কাঁচেরই বাধা সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে ঝড়ের দিনে খুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা নতুন আলোর জোয়ার এলে আমি চাই তারে দিতে আশা.. তুমি কি চাওনা সোনালী দিনে সোনালী সুখেরই সারা কাঁটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে...
আমিতো চাইনা তোমার এ দ্বিধা ভেঙ্গে দাও কাঁচেরই বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে! যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে...
তুমি কি চাওনা সোনালী দিনের সোনালী সুখেরই সাড়া, কাঁটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে।। - ২ হাজার ফুলে ছেয়েছে যে পথ আমি চিনি, চিনি সে ঠিকানা, তোমার মনের নীরব ভাষা সেওতো আমার আছে জানা। - ২ আমি তো চাইনা তোমার এ দ্বিধা ভেঙ্গে দাও কাঁচেরই বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে।। ঝড়ের দিনে ভুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা, নতুন আলোর জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা। - ২ তুমি কি চাওনা সোনালী দিনের সোনালী সুখেরই সাড়া, কাঁটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে।
'Where there is your periphery There is my spring time With this lovable heart Again n again I come back And call out your name to get close to That way I know Which way is fully shrouded in flowers among the thousands avenues I know your silent language I don’t want to break your hesitation Rather I wish you come into my life By breaking all the barriers I can sense those pangs The way I forgot during our contention I want to give you hope When the new days are begins Don’t you want that golden moments And the blissful feelings Better you come closer to this flower Being forgotten all the unpleasant past…
আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই!❤💚🇧🇩🇧🇩💚❤
যখন পুরো পৃথিবীকে অন্য দিকে ঠেলে দিয়ে তোমায় ভলোবাসলাম, আফসোস তখন তুমি আমাকে বাস্তবতা দেখালে, এত জঘন্য ভাবে প্রতারণা করলে, শুধু আমিই জানি আমার উপর দিয়ে কি যাচ্ছে। এতো কিছুর মধ্যে যখন এই কালজয়ী গানটা একের ের এক শুনে যাচ্ছি, না চাইতেও চোখ ভিজিয়ে দিচ্ছে বারবার। অসাধারণ লেখা, সুর আর কণ্ঠে মন ডুবে গেছে আমার।
চীর কুমার, কুমার বিশ্বজিৎ দাদা। উনার গান ছোট কালে শুনেছি।আমার মনে হয় উনার বয়স বাড়ে না যেমন ছিল তেমনই আছে। তোরে পুতুলের মত করে সাজিয়ে --- গানটিতো প্রায় ৩০ বছর আগে শুনেছি এখনও ভালো লাগে।
I am from India, during our young days he was our heartthrob. We were dying fan of him. A true singer. I hope he is fine now and singing. Lots of best wishes for you.
🕛সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না । দিন বদলের সাথে সাথে কিছু কিছু প্রিয় মানুষগুলো কেমন জানি অচেনা হয়ে যায় । অচেনা হয়ে যায় তাদের আচরণ, তাদের কণ্ঠের সেই আবেগ, হারিয়ে যায় সেই আকুলতা । মনের অলিগলিতে তন্ন তন্ন করেও মেলাতে পারি না তাদের বর্তমান প্রতিচ্ছবির সাথে পুরনো চেহারার । যতটুকু অচেনা লাগে তখন প্রিয় মানুষটিকে তার চেয়ে বেশি অসহায় লাগে নিজেকে । নিজের চোখের সামনে দেখি প্রিয় মানুষটা ধিরে ধিরে বদলে যাচ্ছে, একটু একটু করে দূরে সরে যাচ্ছে । সেই সাথে আমাদের পাশে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে । তবুও সেই সব পরিস্থিতিতে কিছুই করার থাকে না আমাদের । উত্তপ্ত অশ্রুগুলো শুধু মাত্র সাক্ষী হয়ে থাকে সেই সব কষ্টের মুহূর্তগুলোর । একসময় মানুষটি একেবারেই হারিয়ে যায় জীবন থেকে । রেখে যায় কিছু রক্তাক্ত স্মৃতি । আর আমরা সেই রক্তাক্ত স্মৃতিগুলো নিয়েই বেচে থাকার চেষ্টা করি । কাউকে ভুলে যাওয়া যতটা না কঠিন তার চেয়ে বেশী কষ্টের তার রেখে যাওয়া স্মৃতিগুলো ভুলতে চেষ্টা করা । হয়তবা কোনদিন ই সম্ভব না । তবুও বেচে আছি । বেচে থাকব......!🌏
এই গানটা অনেকের কন্ঠে শুনেছি ভাল লেগেছে কিন্ত বিশ্বজিতের কন্ঠে এত ভাল লেগেছে যা বুঝাতে পারবোনা এবং গাইতে অনেক কষ্ট হয় এই ধরনের গানগুলা গাইতে তবুও সিংগার রা চেষ্টা করে দর্শক দের আনন্দ দিতে আমার মনে হয় সিংগাদের কে অনেক বেশি মুল্যায়ন করা উচিত
এই গান শুনলে মন টা যে, কোথায় হারিয়ে যায়, নিজেই বুঝতে পারি না। মনে হয় কি যেন, আমার নেই। কি যেন, আমি হারিয়ে গিয়েছে। আমি কি তাকে আজও ভালো বাসি, তবে কি তাকে কখনো ভুলে যাওয়া সম্ভব না????
খুব গর্ববোধ হয় আমার,একসময় কুমার বিশ্বজিত এর বাবার সাথে আমার চাচা-দাদার অনেক ভালো সর্ম্পক ছিল।কিন্তু এখন নেই। তবুও গর্ববোধ হয়।উনি বাংলাদেশের বড় শিল্পী দের মধ্যে একজন😇
কুমার বিশ্বজিৎ হলেন একজন জীবন্ত কিংবদন্তী, যতবার গানটা শুনি ততবার মন জুড়িয়ে যায়, আর লাকী আখন্দ কে নিয়ে কি বলবো, আমরা অনেক ভাগ্যবান যে লাকী আখন্দের মত একজন অনন্য প্রতিভা পেয়েছিলাম, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এই দুইজনকে।
Sotti oshadharon sobkishu
হুম।
বারবার শুনতে মনচায়।
❤❤❤
Qwqqqq3qwq😢😢ww😢😢w😢qq😊@@arefinshibly😮
অসাধারণ শৈল্পিকতা।গীতিকারের রচনা, সুরকারের সুরশৈলি ও শিল্পীর নান্দনিক পরিবেশনায় গানটি অনন্য উচ্চতায পৌছেছে।
সেই ছোট্ট বেলায় ফিতার ক্যাসেট দিয়ে শুরু। যুগের বিবর্তনে আজ বিভিন্ন প্লাটফর্মে হলেও একটু ভালোবাসা কমেনি এখনো। এখনো আগের মতো মাদকতা আর নষ্টালজিক হয়ে পরি।
ভালোবাসি দাদা ♥️♥️
আমি সেই স্বল্প মানুষগুলোর মধ্যে একজন যাদের এই গানটা শুনলে প্রচণ্ড মন খারাপ হয় আর কান্না পায় ❤️ গানের কথাগুলো অদ্ভুত রকম সুন্দর।
Amar o 😢
অনন্ত সুন্দর গান টি। কি সুরের মুরছনা, কি কথার যাদু, শুধু শিল্পীর একার গুন না কিন্তু, সুরকার, গীতিকার, মিউজিশিয়ান, শিল্পী সবার গুনে ফুটে উঠেছে সব সীমান্ত ছড়িয়ে যাওয়া গান টি।
আজ এখানে গীতিকার এর জন্য ই ফেরত এসেছি। আল্লাহ তাকে ঐ জগতে সম্মানিত দের অন্তর্ভুক্ত করুন।
ভুল বললেন
এই গানের গীতিকার(কাওসার আহমেদ চৌধুরী) আজ চিরনিদ্রায় শায়িত আছেন। প্রানভরে দোয়া করি আপনার জন্য। আল্লাহ আপনার জীবনের সকল ত্রুটি ক্ষমা করে দিন।
সবাই লাকি আখন্দের প্রশংসায় পঞ্চমুখ। অথচ এত সুন্দর কথা যার লিখা, কাউসার আহমেদ চৌধুরীর কথা কেও বলেনা। বাংলায় অনেক কিংবদন্তী গানের স্রষ্টা তিনি...
Right
আসলেই আমার অকৃতজ্ঞ । এটা আমাদের লজ্জা, লজ্জা, এবং লজ্জা ।
Right
ঠিক বলেছেন ভাই
এভাবে বলবেন না তাতে তাঁর সম্মান কমে বৈ বাড়ে না! ওই সময়ের অনেক সেরা গানের গীতিকার তিনি। তিনি কাওসার আহম্মেদ চৌধুরী।
মেলোডিয়াস ভয়েস। এভারগ্রীন কুমার বিশ্বজিৎ।
কথামালাঃ কবি কাউসার আহাম্মেদ।
সুরে প্রয়াত লাকী আকন্দ।।
বিশ্ব + কাউসার + লাকী= কালজয়ী অমর গাথা.....
এই তিন বেঁচে থাকুক অনন্ত কাল সকলের মনে....
কালজয়ী এই গান বাংলা গানকে করেছে সমৃদ্ধ। এজন্য বাঙালি হিসাবে আমরা শিল্পীদের কাছে কৃতজ্ঞ। ভালবাসি বাংলা গান❤️❤️
আমি বুঝিনা একটা মানুষ এতটা কি করে ভালোবাসতে পারে।।পুরো দুনিয়া যখন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন হাতটা শক্ত করে ধরেছিলে। একসাথে 10 টা বছর চলে গেছে।। আমি বেচে আছি তোমার জন্য আয়াতের বাবা। ❣️
অনেক দিন আগে থেকে এই গানটা শুনছি কিন্তু অরুচি বলতে কিছু নেই এটার প্রতি । যতই শুনি মনে হয় এই প্রথম শুনছি। শোনার সাধ মিটে না। #Best #Singer #KumarBishwajit Now 2019
কালের আবর্তনে অনেক কিছুই হারিয়ে যায়। কিন্ত কিছু গান থেকে যায় সংগীতপ্রেমিকের হৃদয়ে চিরকাল!!
যারা নোবেলের প্রমোর পরে এই গানটা প্রথম শুনছে তারা তো গরীব। এতো ভালো গানটা তাদের আগে শুনার সৌভাগ্য হয়নি।😜😝 এর আগেও কয়েক শত বার শুনেছি গানটা। যতই শুনি মুগ্ধতা আরো বাড়ে।
Tik tik...tara fakir.....bedi cudte o manush lagbo tarar.....ageee tarar bau re anna ra pondai gele tar par tara pondaibo.
সহমত ভাই। এইটাও আসল না। সিংগার ঠিক কিন্তু এটাও অরিজিনাল না। অরিজিনাল ভার্সনে হামিংটা লাকী আখান্দের নিজের দেওয়া। মিউজিক আরো র, আরো দারুণ।
ua-cam.com/video/FKc_lDYzeVE/v-deo.html
আমার মনে হয় বিষয় টা এমন নয়।
নোবেল জেমসের পদ্মপাতার জল গানটা গেয়েছে আমি এক লাইন শুনেছি তারপর বাকিটা শুনিনি
নোবেল ঔ গানটার বারোটা বাজিয়ে দিয়েছে।
আসল ব্যাপার টা হলো ইয়াং জেনারেশন পরনির্ভরশীল হয়ে গেছে,
নিজেদের যে একটা অস্তিত্ব আছে সেই পিছনে তারা ফিরতে চায়না
ওদেরকে জানাতে হবে যারা নতুন করে গাইছে বা রিমিক্স করছে এরা এই গানের কোন কিছুই নয়
এই গানের গোড়াতেই আছে আমাদের অস্তিত্ব
আছেন আমাদের গুরুজন।
Nobel k vai?🙄
নোবেল কে ভাই? কোন গায়ক নাকি? নাম শুনিনিতো।
একটা কালজয়ী গানই একজন শিল্পী কে কালজয়ী করার জন্য যথেষ্ট কিন্তু প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ একাধিক কালজয়ী গান আর তার মধ্যে এটি অন্যতম যত শুনি মনে হয় কম ❤️👌
কুমার বিশ্বজিৎ একজনই। ওনার তুলনা আর কারও সাথে হতে পারে না।
Ji
Valobasi onake.sir beche thakok onek onek din,duaa kori
দুই মহারথী একসাথে, চিরতরুণ কুমার বিশ্বজিৎ আর বাংলা গানের দিকপাল লাকী আখন্দ। এ গান সকল প্রজন্মের জন্য, চিরসবুজ, চিরন্তন।
Nice song
@@mnoypoiuyt65r4w8 n
@@tasminaakter7104 n. Just n.
@@mnoypoiuyt65r4w8 ো
@@tasminaakter7104 লাভ ঃ
কুমার বিশ্বজিত স্যারের এত emotionally difficult gaanta নোবেল গাইবে!! 😮😮 কি সুন্দর গানটা..সুর, লিরিক্স মন ছুঁয়ে যাওয়ার মত।
Original version. Jekhane humming diyesilen lucky akhand nije
ua-cam.com/video/FKc_lDYzeVE/v-deo.html
নোবেল আবার কে?
গীতিকার , সুরকার ও শিল্পী তিনজনই আধুনিক বাংলা গানের কিংবদন্তি!!!
আমার সব থেকে পছন্দের গান এটা i love this song very much
ো
😅😅
O😅
O😅
Nostalgic #2024 . আমার বৃদ্ধ বয়সেও গিয়ে হয়ত এই গান গুলো এমন টাই মন কারা হবে
Original version is the best version . Without any doubt , this is one of 10 greatest Bangla song sung in last 30 years .
Finally I am bit disappointed seeing most people haven't heard the original version.
ঠিক বলেছেন
And Nobel's version is nowhere near this masterpiece. I feel ashamed when someone says Nobel did a better job.
U ain't be the legend@Romel Ali whom i think,are u?
@@mhafsah nice comment.
যার গলায় গাওয়া গান অর্থাৎ আসল শিল্পী তিনিই প্রশংসার দাবি রাখে।
ভুলে যাবেন না পরে যারা কভার করে,
তারা শুনে শুনেই কভার করে।
হ্যাঁ ভালো গাইলে প্রশংসা করতে পারেন,
তবে তুলনা নয়।
ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
Ki Ki Ki
Right
Novel ke jotar bariii
M no
Ekdom thik!!!
আমার সবচেয়ে Favorite একটা গান,,,
আমার যখন মন খারাপ থাকে একাকিত্ব বোধ করি তখনি এই গান টা শুনি,,,,,
আহা কি যে একটা মায়া অনুভূতি মাখানো এই গানটায়,,,❤❤❤❤
এক অসাধারণ কম্পোজিশন। হ্যাটস্অফ,শিল্পী, গীতিকার, সুরকার ত্রয়ীকে।
অজস্র ভালোবাসা।
এখনো শুনছি আর হয়তো বহুবছর বাদেও শুনব। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি, হারিয়ে গেছে শুধু তোমার গতিপথ। যেখানে থাকো ভাল থেকো।
নোবেলের জন্মের আগে থেকে এই গান শুনছি৷ ☺
হুম
কুমার বিশ্বজিৎ দাদার এই গানটা প্রথম গেয়েছিলাম রাঙামাটি ও নীলগিরি তে ভ্রমন করার সময়......নষ্টালজিক ❤
কুমার বিশ্বজিৎ আমার আম্মুর খুব পছন্দের একজন গায়ক।তবে আমি তো তখন বুঝতাম না তার গায়কী কোন লেভেল এর।তখন মাত্র এন্ড্রয়েড ফোন বাজারে আসলো, আম্মুর ফোনে মাঝে মাঝেই এই গানটা বাজিয়ে শুনতাম। ছোট ছিলাম দেখে আম্মু ফোন এত ধরতে দিতো না। পরে যখন কলেজে উঠি,নিজের ব্যাক্তিগত ফোন হাতে পাই।সিডির দোকানে গিয়ে গান ডাউনলোড করে নিজের ফোনে রাখতাম।সেদিন বুঝলাম এতদিন যার নাম না জেনেই শুধুমাত্র গানের প্রেমে পড়েছিলাম,সেই আমার আম্মুর প্রিয় কুমার বিশ্বজিৎ, যাকে না চিনেই আমি গান শুনে মুগ্ধ হয়ে গেছিলাম।🥰🥰🥰🥰🥰আসলে তার গানগুলো অসাধারন,প্রশংসা পাওয়ার দাবিদার। কমেন্ট টা রেখে গেলাম,পরবর্তীতে কোন একদিন আমার এই মিষ্টি মধুর কাহিনি টা পড়বো আর মুচকি হাসবো। 😇😇😇😇 ১৩/০৩/২০২২, সময়ঃরাত ৯.৩০ ঘটিকা।
যেখানে সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার 2025❤❤❤ হবে আজ ভালো থেকো ২০২৪:😢
নোবেল এর প্রমো দেখার পর কে কে আসছেন???
Like hobbe❤😘😘
LAVLU Hossain ami
Ami asci
Ami
LAVLU Hossain very nice
অামি লাকি অাকন্দের গানের জন্য শুনলাম
রিলিজ হওয়ার পর গান শুনে নিজেকে সত্যি প্রেমের নায়ক মনে হয়েছে। শিল্পী হিসেবে নয় তিনি জীবন্ত কিংবদন্তি।
এই লিজেন্ড আজ খুব অসহায়, তার ছেলে অনেক দিন ধরে কোমায়,তার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন,যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
সাল ২০০৪, আমার বাসায় বাবা নতুন ডিভিডি প্লেয়ার কিনেছিলো তখন অনেক বাংলা শিল্পী দের সিডি ক্যাসেট এর সাথে একটি ছিলো আপনার। ছোটবেলায় এই গান টি শুনে বড় হয়েছি। আজ যখনই নিজেকে খুব উদাসিন মনে হয় অথবা মনে হয় আমি ভেঙে যাবো তখনই এই গান টি শুনতে চলে আসি।
Monalir ay sob challenge noble k bad deoyar jonno..kora...i wish noble tar best ta debe..asa kori amar sathe jara ake mot tara akta like ontoto korbe..plz vote for noble😍😍
Nobel er karone aj a gan dekha...but gan ta shune mugdho..noble er golai o jno amoni shunte pai ganti..😍😍😍🥰🥰
Bisshajit sir, It was really awesome 👌✌👏👍
Kazi Abdul Motin hyece 😍
Awesome sir
original version was great. humming part was given by Lucky Akhand himself.... ua-cam.com/video/FKc_lDYzeVE/v-deo.html
Novel ar janno ni deke;salar poytt kata lagam diya kaicccc....balll ar novellll....2 takar pola
Yes
কেউ কি আছেন ২০২৪ এ এসে এই মাস্টার পিস শুনছেন
🍷🚬🍷✋
জী ভাই 🤚
আমি আর আমার বর
২৫ ডিসেম্বর ২০২৪ রাত ৯:১৪ মিনিট,১৮ বছর আগের সেই মেয়েটি কথা মনে পরে গেলো,, বুক চাপা কান্না নিয়ে গানটা শুনলাম
😂
legend of bangladesh...what a lyrics!! I love this song
Lyrics by kawsar ahmed chowdhury. His another work- astrology.
@@asifdmcQ
গবগ
ami indian .. bt ei gan ta amar je koto priyo bole bujhate parbona .. ei gan ami daily kori & daily ekbar holeo kori .. khub pochonder gan
বিবেকে সাড়া জাগানো গান,
কথাগুলোর জন্য কাউছার ভাই গানপ্রেমিরা সারাজীবন মনে রাখবে জানি না,
সুরকার লাকী আকন্দ,
কন্ঠে এত সুমধুর করেছে বিশ্বজিত দাদা।
গানটা শুনতে শুনতে আমার কান্না চলে আসে।
শুধু কথাগুলোর অর্থ বুঝার চেষ্টা করি।।
দাদা এ গানে তোমার তুলনা শুধুই তুমি
Original version
ua-cam.com/video/FKc_lDYzeVE/v-deo.html
টেপ রেকর্ডার যুগে শুনেছিলাম গানটি এরপর সরাসরি কুমার বিশ্বজিতের কন্ঠে কলেজ নবীনবরণে.... এ গান কখনোই পুরানো হবে না।
এ গানে মধু , জাদু আছে।যত বার
শুনি মুগ্ধতা আরও আরও বাড়ে।
হাজার বার শুনেও আশ মিটবে না।
বিশ্ব দার কন্ঠ, উনার দাড়ি রাখার স্টাইল, গানের কথা, সুর... সবকিছুই আমার অনেক পছন্দ। আমার কিশোরী বয়সের প্রথম পছন্দ ছিলেন তিনি। উনার এই গান টা যে আমি কয় হাজার বার শুনেছি তার শেষ নেই। অনেক অনেক অনেক ভালোবাসা নিবেন দাদাভাই। 🪔🥀🕊️
গানটা যতবার শুনি ততবারই প্রথম বার শোনার অনুভূতি হয় আমার কাছে। অনেক ধন্যবাদ কুমার বিশ্বজিৎ ,লাকি আকন্দ স্যার কে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰
গানটা যতবারই শুনি ততবারই আমার প্রিয়জনটারে খুব মিস করি।কারণ তারও খুব প্রিয় গানটা।যদিও সে আমার জীবনে আর নেই কিন্তু গানটা রয়ে গেছে।গানটা শুনলেই তারে এতটাই মিস করি যে চোখের জলে বালিশ ভিঁজে যায়।কিন্তু এখনো তারে বলতে পারিনি ফিরে আসো।আমি এখনো তার অপেক্ষায় বসে রয়েছি।বড্ড ভালোবাসি তারে গানটাই একমাত্র স্মৃতি এখন তার😥😥
ভাল থাকবেন
আমার অসম্ভব ভালো লাগা একটি গান, এ ধরনের গান প্রমাণ করে বাংলা মিউজিক কতটা পরিপূর্ণ। কুমার বিশ্বজিতের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
ভালবাসা টা কতটা ভয়ংকর যারা আঘাত পায় তারাই বুঝে
এই গান আমার অনেক আগে থেকেই মন কেড়ে নিয়েছে,,,,কতোবার,যে শুনেছি।যতোবার শুনি না কেন মন ভরে না।আর যখন নোবেলের কন্ঠে শুনলাম তখন খুব ভালো লেগেছে
গানটা শুনলে মনে হয় শতো দুঃখ বেদনা সব দূরে চলে যায়, গানের প্রতিটি কথা যেন মনকে ছুঁইয়ে যায়, অসম্ভব সুন্দর একটি গান,এক কথায় বলা যায় অতুলনীয়.... এই গানটি আমার মন ভালো করার একটা ঔষধ...
যখন প্রিয় মানুষটাকে হারিয়ে ছিলাম তখন এই গানটা প্রতিদিনই শোনা হতো। 💔💔আহ কোথায় গেল সেই সময় আমার!
lose my love i miss you
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে..
হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা
তোমার মনের নীরব ভাষা
সেওতো আমার আছে জানা..
আমিতো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে
ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা
নতুন আলোর জোয়ার এলে
আমি চাই তারে দিতে আশা..
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে...
-উপসংহারে যদি বিচ্ছেদই থাকবেই 💔
-তাহলে সূচনা এত রঙিন কেনো...?😢🥀
কুমার বিশ্বজৎ স্যারের সামনে বসে গানটি শুনেছি আজ থেকে ২০ বছর আগে বাংলাদেশ টেলিভিশন এ।
আমিতো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা,
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে!
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে...
কোভিড19 হোম কোয়ারান্টাইন থেকে কে কে শুনছেন .........?
শুনছি
Sotti khub sundor gan 😚😚😚😚😚😚😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘.........ei gan ta sonar pore ami apnar fan hoye gelam sir❤️
🤗🤗🤗🤗🤗🤗🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
বয়স প্রায় পঞ্চাশ হতে চললো।গানটাও শুনছি সম্ভবত তিন যুগের বেশী হল । এখনও একটু পুরনো মনে হয় না ।
Very well sang by Kumar..I loved it because it's true feelings talking here,so genuine and he sang out of his heart,and that makes him special.
তুমি কি চাওনা সোনালী দিনের
সোনালী সুখেরই সাড়া,
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে।
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে,
ডাকি তোমায় কাছে।। - ২
হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি, চিনি সে ঠিকানা,
তোমার মনের নীরব ভাষা
সেওতো আমার আছে জানা। - ২
আমি তো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা,
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে।
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে,
ডাকি তোমায় কাছে।।
ঝড়ের দিনে ভুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা,
নতুন আলোর জোয়ার এনে
আমি চাই তারে দিতে আশা। - ২
তুমি কি চাওনা সোনালী দিনের
সোনালী সুখেরই সাড়া,
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে।
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে,
ডাকি তোমায় কাছে।
২০২৩ সালে কে কে শুনছো?সাড়া দাও।
❤❤
me
2024
'Where there is your periphery
There is my spring time
With this lovable heart
Again n again I come back
And call out your name to get close to
That way I know
Which way is fully shrouded in flowers
among the thousands avenues
I know your silent language
I don’t want to break your hesitation
Rather I wish you come into my life
By breaking all the barriers
I can sense those pangs
The way I forgot during our contention
I want to give you hope
When the new days are begins
Don’t you want that golden moments
And the blissful feelings
Better you come closer to this flower
Being forgotten all the unpleasant past…
Good try, go ahead..
javed_mamun Outstanding lyrically translated. Take my warm wishes..
javed_mamun bravo bro. excellent translation. ummhh
Nice
nice
রাত ৩:৩৫। জীবনে কয়েক শত বার গানটা শুনেছি। আজও শুনলাম। চোখ বেয়ে পানি পড়ছে, ধরে রাখতে পারছিনা।
ভালবাসার একটা গান যা আমাকে প্রতিবার আবেগাচ্ছন্ন করে।
Nobel ai song ta korbe saregamapa te
Hmm
Tomar jananor dorkar nai. Amra jani.
আজ ২৪ জানুয়ারি ২০২৪ গান টা
অনেক দিন পর শুনলাম। মানুষ ভালোবেসে কষ্ট পায়--- তাও ঠিক
ভালোবাসে।❤❤ কুমার বিশ্বজিৎ
গান টা খুব সুন্দর গেয়েছেন।
আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই!❤💚🇧🇩🇧🇩💚❤
অসম্ভব সুন্দর একটা গান, যতই শুনি স্বাদ মিটেনা,বার বার শুনতে চায় মন,
Apurbo...ami Kolkata theke bolchhi...asadharon geyechhen Vai...fantastic...
বাহ্,,,,, কেয়া বাত হে nice song,, super 👌👌👌👌👌💞💞💞
u
যখন পুরো পৃথিবীকে অন্য দিকে ঠেলে দিয়ে তোমায় ভলোবাসলাম, আফসোস তখন তুমি আমাকে বাস্তবতা দেখালে, এত জঘন্য ভাবে প্রতারণা করলে, শুধু আমিই জানি আমার উপর দিয়ে কি যাচ্ছে।
এতো কিছুর মধ্যে যখন এই কালজয়ী গানটা একের ের এক শুনে যাচ্ছি, না চাইতেও চোখ ভিজিয়ে দিচ্ছে বারবার। অসাধারণ লেখা, সুর আর কণ্ঠে মন ডুবে গেছে আমার।
Music and artist ... milemise ekakaar!! ♥️♥️
Speechlessness!!
Kumar Biswajit ♥️♥️
U r .. The Legend
চীর কুমার, কুমার বিশ্বজিৎ দাদা। উনার গান ছোট কালে শুনেছি।আমার মনে হয় উনার বয়স বাড়ে না যেমন ছিল তেমনই আছে।
তোরে পুতুলের মত করে সাজিয়ে --- গানটিতো প্রায় ৩০ বছর আগে শুনেছি এখনও ভালো লাগে।
এই গান টি প্রায় হাজার বার শুনেছি। একটু ও পুরোনো হয়নি।
I am from India, during our young days he was our heartthrob. We were dying fan of him. A true singer. I hope he is fine now and singing. Lots of best wishes for you.
Sobai dekhchi amr motoi noble er promo ta dekhe aseche ashakori apnara noble er fan amr motoi
ইউটিউব মাত্র আমাকে গানটা রিকোমেন্ড করলো।তাই শুনছি😐
গানটা অসম্ভব চমৎকার হয়েছে।❤️
🕛সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না ।
দিন বদলের সাথে সাথে কিছু কিছু প্রিয় মানুষগুলো কেমন জানি অচেনা হয়ে যায় । অচেনা হয়ে যায় তাদের আচরণ, তাদের কণ্ঠের সেই আবেগ, হারিয়ে যায় সেই আকুলতা । মনের অলিগলিতে তন্ন তন্ন করেও মেলাতে পারি না তাদের বর্তমান প্রতিচ্ছবির সাথে পুরনো চেহারার । যতটুকু অচেনা লাগে তখন প্রিয় মানুষটিকে তার চেয়ে বেশি অসহায় লাগে নিজেকে । নিজের চোখের সামনে দেখি প্রিয় মানুষটা ধিরে ধিরে বদলে যাচ্ছে, একটু একটু করে দূরে সরে যাচ্ছে । সেই সাথে আমাদের পাশে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে ।
তবুও সেই সব পরিস্থিতিতে কিছুই করার থাকে না আমাদের । উত্তপ্ত অশ্রুগুলো শুধু মাত্র সাক্ষী হয়ে থাকে সেই সব কষ্টের মুহূর্তগুলোর । একসময় মানুষটি একেবারেই হারিয়ে যায় জীবন থেকে । রেখে যায় কিছু রক্তাক্ত স্মৃতি । আর আমরা সেই রক্তাক্ত স্মৃতিগুলো নিয়েই বেচে থাকার চেষ্টা করি । কাউকে ভুলে যাওয়া যতটা না কঠিন তার চেয়ে বেশী কষ্টের তার রেখে যাওয়া স্মৃতিগুলো ভুলতে চেষ্টা করা । হয়তবা কোনদিন ই সম্ভব না । তবুও বেচে আছি । বেচে থাকব......!🌏
Awesome
যেখানে তোমার শেষ সেইখানেই আমার নতুন শুরু করে শুরু হওয়া❤
Noble er performance dekhar por gaan ta sunte elm sotti asadharon....hridoye gethe glo gaan ta
তোমার আমার সীমান্ত বড্ড আলাদা আজ।তবুও এই গানটি কোথাও বেজে উঠলে,কোথায় যেন হাড়িয়ে যাই।জীবনের বাস্তবতা এত কঠিন কেন বলতে পার??
nobel vai atay গাইবে
গানটা সুন্দর😊😊😊
Hmmm nobel ghaibe song ta
ভালোবাসার এমন আকুলতা মাঝে মাঝেই হৃদয়ে প্রচন্ডভাবে নাড়া দেয়,,,, আর না পাওয়ার যন্ত্রনায় মনটা পুরে ছাই হয়ে যায় 💔💔💔💔
যারা কুমার বিশ্বজিৎ এর মতো একজন লিজেন্ডের সাথে নোবেল কে তুলনা করছেন তাদের জন্য সমবেদনা প্রকাশ করছি.
Tader ke toras toras dite hobe Na hole eder ruchi thik hobena 😊
অসম্ভব ভালো লাগার মতো গান।এক টা সময় প্রিয় মানুষ টার সাথে চাঁদনী রাতে বারান্দায় বসে কত গেয়েছি।আজ সব ই কষ্টের স্মৃতি।
relatable
কিছু বলার নাই। আমি ধন্য এ গানটা শুনে।
এটাও অরিজিনাল ভার্সন নয়। অরিজিনাল ভার্সনে হামিং পার্ট লাকী আখন্দ নিজেই দিয়েছেন।
ua-cam.com/video/FKc_lDYzeVE/v-deo.html
আমার মতো..কেউ কি আছেন,.২০২৫, এ এসেও এই গানটি, শুনে নিজের কষ্টকে সান্তনা দেই..❤️🩹🫂❤️
Nobel ar gan sunei akhane asa...mone hocilo ai gan just nobel ar ei but pore jante parlam.... KUMAR sir a song....😍
এই গানটা অনেকের কন্ঠে শুনেছি ভাল লেগেছে কিন্ত বিশ্বজিতের কন্ঠে এত ভাল লেগেছে যা বুঝাতে পারবোনা এবং গাইতে অনেক কষ্ট হয় এই ধরনের গানগুলা গাইতে তবুও সিংগার রা চেষ্টা করে দর্শক দের আনন্দ দিতে আমার মনে হয় সিংগাদের কে অনেক বেশি মুল্যায়ন করা উচিত
গান টা দারুন লাগল &&&&&&
একটা গানই যথেষ্ট এনাদের সারাজীবন মনে রাখার জন্য।
এই গান শুনলে মন টা যে, কোথায় হারিয়ে যায়, নিজেই বুঝতে পারি না।
মনে হয় কি যেন, আমার নেই।
কি যেন, আমি হারিয়ে গিয়েছে।
আমি কি তাকে আজও ভালো বাসি,
তবে কি তাকে কখনো ভুলে যাওয়া সম্ভব না????
apni ki kaw k hariyaen?
Sob kichu milia osadaron hoyece 👌👌❤️❤️❤️❤️❤️
ভালোবাসা অবিরাম।
খুব গর্ববোধ হয় আমার,একসময় কুমার বিশ্বজিত এর বাবার সাথে আমার চাচা-দাদার অনেক ভালো সর্ম্পক ছিল।কিন্তু এখন নেই।
তবুও গর্ববোধ হয়।উনি বাংলাদেশের বড় শিল্পী দের মধ্যে একজন😇
khub sundr bt nobel er goly sunar jnne w8 kortese😍😍😍
নববইয়ের দশকে গানটি শুনলে বুঝাযেত কার গলায় গানটি মানানসই
Kena?Novel ki pondaibo kaice naki tar gan sunle
তারা সবাই হাজার বছর বেঁচে থাকবে এই বাংলা গানের মাঝে
দুই লিজেন্ড।মিস ইউ লাকি আখন্দ স্যার♥♥♥.
এইরকম আরো সুন্দর কিছু গান শুনতে চাই চেষ্টা করেন স্যার❤❤❤
অসাধারণ সুর.. বেঁচে থাকুক সারা জীবন.
সেই তরুণ বয়সে শুনেছি, আজও ভালো লাগে এই গান।
fact : this song never gets old ❤️
২০১৯ সাল থেকে আজ অবধি শুনে আসছি, শুনে যাব যতদিন বেচে থাকি। 😊