ঢাকা থেকে বাসে করে গ্রামের বাড়ি যাচ্ছি,,,, বাসের জানালা দিয়ে বাতাস আসছে,,সাথে লাকী আখান্দ স্যারের গান!একটা জার্নি রোমাঞ্চকর করতে এই গান গুলো কি যথেষ্ট নয়???? বয়স সবে মাএ ২৩,,,,,,এখান থেকে ২৩ বছর পর ও এই গানগুলো শুনতে চাই।শান্তিতে ঘুমান স্যার।২৬-৮-২০২১।
৯০দশকের ছোয়া কিছুটা পেয়েছি আলহামদুলিল্লাহ, এই সুন্দর অতীতে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় 😢মোবাইল ইন্টারনেট বিহীন জীবনটাই বেস্ট ছিলো,হারিকেন জ্বালিয়ে পড়াশোনা বিটিভির সাদাকালো ছিনেমা রেডিওতে নাটক শোনা রমজান মাসের হিফজুল কোরআন আর হবেনা,ভিতরটা খুব হাহাকার করে উঠে ১টাকার আইসক্রিম ও আর খাওয়া হবে না, শীতের সকালে ভাপা পিঠা চিতই পিঠার জন্যও আর দুই টাকা চাওয়া হয়না বাবার থেকে,এখনকার লক্ষ টাকার চাইতে বাবার দুই টাকার মূল্য যে কতো কাউকে বুজানো সম্ভব না
নব্বই দশক পেড়িয়ে এখন বাইশ। নব্বইয়ের যত লিজেন্ড ছিলেন লাকি আখন্দ ভাই সেই লিজেন্ডদের লিজেন্ড। আমি এখনো বাইশের দশকে এসেও তাহার অমর সৃষ্টির ঘোরে ডূবে আছি। আহ্ কি সুর কি যাদু!
এতদিন পরে এসেও শতকোটি গানের মাঝে থেকে এই গানগুলি খুজে খুজে বের করে শুনি। সত্যি বলতে একজন শিল্পীর এখানেই ভালো লাগার জায়গা, এখনেই চরম সুখ,এখানেই সার্থকতা। এই ধরনের শিল্পী আর আসবেনা। কি অদ্ভূত! প্রতিটি গানই হ্রদয়স্পর্শী।
গ্রেট #লাকি_স্যার আর নেই আমাদের এই চেনা শহরে.... স্যালুট হে মহান .... আমাদের ব্যান্ড সঙ্গীতকে প্রতিষ্ঠিত করেছেন হাতে গোনা যে কজন গ্রেট, তাদেরই অন্যতম দুজন #হ্যাপি & #লাকি_স্যার .... বাংলা ব্যান্ড মিউজিকের পপগুরু #আজম_খানের প্রিয় মানুষদের আরেকজন ছিলেন #নয়ন_মুন্সি ... যাকে বাংলাদেশের অন্যতম প্রধান গিটারিস্ট গুরুদের একজন হিসেবে মুল্যায়ন করা হয়, ... লাকি হ্যাপি নয়ন মুন্সী আর গুরু আজম খানের প্রতি সশ্রদ্ধ ভালোবাসা.... আজকের দিনে ব্যান্ড সঙ্গীতকে দেশে এতো সুন্দর ও শক্ত অবস্থানে আনার জন্য সকল গ্রেট মিউজিশিয়ানদের প্রতি লাল সালাম..............
হারিয়ে যাওয়া দিন গুলির গান মাঝে মাঝে শুনতে ইচ্ছে হয় যখন, তখন শুনি! সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছি! আমার স্কুল জীবনে একটা ভাইয়া মামনিয়া গান করেছেন যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে! আর আসবে না হারিয়ে যাওয়া দিন গুলি কখনো!!
আমায় ডেকো না, ফেরানো যাবেনা ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।। বিবাগী এ মন নিয়ে জন্ম আমার বিবাগী এ মন নিয়ে জন্ম আমার যায়না বাঁধা আমাকে কোন পিছুটানের মায়ায়। আমায় ডেকো না, ফেরানো যাবেনা ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।। শেষ হোক এই খেলা এবারের মতো মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও।। আমায় ডেকোনা, ফেরানো যাবেনা ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।
স্মৃতির পাথায় পাথায় রবে তোমার এই গান জন্ম জন্মান্তর শুনবে নতুন প্রজন্ম তোমার গান সেই 80/90দশকে শুনে আসছি এখনও শুনি আমার বড় ভাইয়ের সৌভাগ্যের কারনে ।💕💕আজ বড় ভাই নেই 7ই আগষ্ট 2017 থেকে চলে যায় আমাদের কে কিছু না বলে না ফেরার দেশে।💕ভাই তোমাকে খুবই মিস করি।💕💕
শেষ সময়টাতে উনার সাথে বেশ কয়েকটা দিন কেটেছিলো আমার। খুব ভালো মনের মানুষ ছিলেন,একেবারে সাদামাটা জীবন যাপন করতেন। আল্লাহ উনাকে জান্নাতের উচু মাকাম দান করুন (আমিন)
লাকী ভাই ভুলি কেমনে সেই সে শাহবাগ রেডিও স্টেশন এবং সাকুরা রেস্টুরেন্ট। আপনি সুর করতেন, পারতামনা কিছুই, বসে বসে শুনে নকল করার চেস্টা করতাম। আপনার মত প্রতিভা বার বার আসেনা লাকী ভাই। আল্লাহ্ আপনাকে বেহেশত নসীব দান করুন।
অনেক দিন পরে এই গান গুলো শুনে আমি অতীতে চলে গিয়েছিলাম, কি ফিল টা না পেতাম, কি মায়া ভরা গান গুলো, আসলে মানুষের জীবন কিছুই না, অল্প কয়দিনের ব্যবধানে জীবনে কতইনা পরিবর্তন আসে গেল,
আহ্্্্সেই হারিয়ে যাওয়ার দিন গুলো খুব মিস করি। যদি ফিরে পাইতাম ৯০ দশকের সোনালি দিন গুলো।। অতীত টা সত্যি সুন্দর ছিল।এখন ডিজিটাল যুগ চেয়ে ভালো ছিল।গান গুলো মন ছুঁয়ে যেতো স্কুল লাইফের দিন গুলো কত মজার স্মৃতি কত কিছু মন পড়ে যায় ❤❤😢😢
He never hurt a people instead he was hurted by others so he be heaven b4 us those who give suffering to people by cheating by physically and mentally he free from these
এই ঘৃণার চাষে ভরে যাওয়া দগজ্জল পাথুরে জমিনে কখনো কি আর ফিরে আসবে সেই সোনালি সৃতি্র সুখের পারিজা! তবে আমার বিশ্বাস ফিরে আসবে কোনও একদিন কারন তারা শিল্পীর পাশাপাশি খুব ভালো মানুষ ও ছিলো।
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
Didn't know he's died! I'm shocked! RIP!! One of the singers I still remember during my time back there in Dacca in the late 60s! I left Dacca in 1972 in my teen, for the UK & didn't have any chance to mix with Bengalis since but I still remember some of his songs, some more singers. Thanks for the upload! 03/10/2021
কমেন্টসগুলো পড়ে মনটা আনন্দে সিক্ত হলো। ভক্ত শ্রোতাদের মাঝে চিরকাল এভাবেই বেঁচে থাকুন, কালজয়ী শিল্পী, প্রিয় লাকী আখান্দ্।
ঢাকা থেকে বাসে করে গ্রামের বাড়ি যাচ্ছি,,,, বাসের জানালা দিয়ে বাতাস আসছে,,সাথে লাকী আখান্দ স্যারের গান!একটা জার্নি রোমাঞ্চকর করতে এই গান গুলো কি যথেষ্ট নয়???? বয়স সবে মাএ ২৩,,,,,,এখান থেকে ২৩ বছর পর ও এই গানগুলো শুনতে চাই।শান্তিতে ঘুমান স্যার।২৬-৮-২০২১।
ভাই মাস্ক পরে যাতায়াত করেছেন তো ?
@@foisalmahdi ,
লাকি স্যারের সৃষ্টি অসাধারণ ভাই।
ha
Dur halar goray hala
৯০দশকের ছোয়া কিছুটা পেয়েছি আলহামদুলিল্লাহ, এই সুন্দর অতীতে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় 😢মোবাইল ইন্টারনেট বিহীন জীবনটাই বেস্ট ছিলো,হারিকেন জ্বালিয়ে পড়াশোনা বিটিভির সাদাকালো ছিনেমা রেডিওতে নাটক শোনা রমজান মাসের হিফজুল কোরআন আর হবেনা,ভিতরটা খুব হাহাকার করে উঠে ১টাকার আইসক্রিম ও আর খাওয়া হবে না, শীতের সকালে ভাপা পিঠা চিতই পিঠার জন্যও আর দুই টাকা চাওয়া হয়না বাবার থেকে,এখনকার লক্ষ টাকার চাইতে বাবার দুই টাকার মূল্য যে কতো কাউকে বুজানো সম্ভব না
একদম সত্যি কথা বলেছেন।
নব্বই দশক পেড়িয়ে এখন বাইশ। নব্বইয়ের যত লিজেন্ড ছিলেন লাকি আখন্দ ভাই সেই লিজেন্ডদের লিজেন্ড। আমি এখনো বাইশের দশকে এসেও তাহার অমর সৃষ্টির ঘোরে ডূবে আছি। আহ্ কি সুর কি যাদু!
গান টি ভালো লেগেছে বলে ধন্যবাদ।
এই গানটি প্রথমে ফেরদৌস ওয়াহিদ গেলেও লাকি ভাইয়ের গায়কীটাই বেশী আবেদনপূর্ণ। হয়তো সুরকারই বেশী ভালো বোঝে গানের আবেদনটা। I miss Lucky bhai.
এতদিন পরে এসেও শতকোটি গানের মাঝে থেকে এই গানগুলি খুজে খুজে বের করে শুনি। সত্যি বলতে একজন শিল্পীর এখানেই ভালো লাগার জায়গা, এখনেই চরম সুখ,এখানেই সার্থকতা। এই ধরনের শিল্পী আর আসবেনা। কি অদ্ভূত! প্রতিটি গানই হ্রদয়স্পর্শী।
🇮🇳 tke abar elo je sandha sune onar fida hoe gechi kolkata suman
খুব প্রিয় একটা গান,, ছোটবেলার কত কত স্মৃতি!! সেই গান, সেই প্রিয় শিল্পী,, অসাধারণ সৃষ্টি !!
গ্রেট #লাকি_স্যার আর নেই আমাদের এই চেনা শহরে.... স্যালুট হে মহান .... আমাদের ব্যান্ড সঙ্গীতকে প্রতিষ্ঠিত করেছেন হাতে গোনা যে কজন গ্রেট, তাদেরই অন্যতম দুজন #হ্যাপি & #লাকি_স্যার .... বাংলা ব্যান্ড মিউজিকের পপগুরু #আজম_খানের প্রিয় মানুষদের আরেকজন ছিলেন #নয়ন_মুন্সি ... যাকে বাংলাদেশের অন্যতম প্রধান গিটারিস্ট গুরুদের একজন হিসেবে মুল্যায়ন করা হয়, ... লাকি হ্যাপি নয়ন মুন্সী আর গুরু আজম খানের প্রতি সশ্রদ্ধ ভালোবাসা.... আজকের দিনে ব্যান্ড সঙ্গীতকে দেশে এতো সুন্দর ও শক্ত অবস্থানে আনার জন্য সকল গ্রেট মিউজিশিয়ানদের প্রতি লাল সালাম..............
আইয়ুব বাচ্চু স্যার গিটারিষ্ট হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল নয়ন মুন্সি এর গিটার বাজানো দেখে।
আমার অনেক প্রিয় গান....আগে যদি জানতাম তবে...,,এইটা শোনতে এসে অনেক গুলো শোনলাম.....কে কে আসছো আমার মত?????
❤
হারিয়ে যাওয়া দিন গুলির গান মাঝে মাঝে শুনতে ইচ্ছে হয় যখন, তখন শুনি! সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছি! আমার স্কুল জীবনে একটা ভাইয়া মামনিয়া গান করেছেন যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে! আর আসবে না হারিয়ে যাওয়া দিন গুলি কখনো!!
❤
মন ছুঁয়ে যায় তাঁর গানগুলি এমন একজন প্রতিভাবান গুণী শিল্পী ছিলেন তিনি,,,,তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
বাংলা গানের একজন অসাধারন প্রতিভাকে হারিয়েছি ।
Uhuojhyuhhgyyyftyghuo
লাকি আকন্দরা হারায় না , রয়ে যায় ।
ছোটবেলা থেকে গান গুলো শুনতে শুনতে বড় হয়েছি এখনো শুনছি শুনবো ততদিন বেঁচে আছি যতদিন ❤❤
গান গুলো শুনলে এখন ও সেই কলেজ লাইফের কথা মনে হয়।
লাকি আকন্দ স্যার আপনাকে বাংলার মানুষ ভালবাসবে আজীবন।
Ei song gula jara dislike dey tader kan-e concrete mixture dele deya uchit. Nice Song............
ঠিক
যে দিন থেকে গান বুঝি, সেদিন থেকে এই গান শুনি। যতদিন বাচব ততদিন এই গান শুনব ❤
লাকি আখন্দ স্যার বাংলাদেশের লেজেন্ড আমরা কখনো ভুলিনি আর ভুলবোও না প্রত্যেক বাঙালির হৃদয়ে থাকবে তুমি।
গান টি ভালো লেগেছে বলে ধন্যবাদ।
৮০ দশকে জন্ম, বুড়ো হয়ে গেছি , এই গান গুলো সব সময় ভালো লাগে
তুমি ছিলে, তুমি অাছ, তুমি থাকবে। তুমি রবে হৃদয়ের গভীরে। তোমার কণ্ঠ বেঁচে থাকবে অামাদের মাঝে। ভাল থেকো পরপারে।
MR. kolinse nice
কি বলবো? লাকী দা তুমি কি সত্যিই চলে গেছ? অামি বিশ্বাস করি না। তুমি ছিলে, তুমি অাছ, তুমি থাকবে। তুমি রবে হৃদয়ের গভীরে। তোমার কণ্ঠ বেঁচে থাকবে অামাদের মাঝে। ভাল থেকো পরপারে।
আমায় ডেকো না, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
যায়না বাঁধা আমাকে কোন পিছুটানের মায়ায়।
আমায় ডেকো না, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।
শেষ হোক এই খেলা এবারের মতো
মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও।।
আমায় ডেকোনা, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।
স্মৃতির পাথায় পাথায় রবে তোমার এই গান জন্ম জন্মান্তর শুনবে নতুন প্রজন্ম তোমার গান সেই 80/90দশকে শুনে আসছি এখনও শুনি আমার বড় ভাইয়ের সৌভাগ্যের কারনে ।💕💕আজ বড় ভাই নেই 7ই আগষ্ট 2017 থেকে চলে যায় আমাদের কে কিছু না বলে না ফেরার দেশে।💕ভাই তোমাকে খুবই মিস করি।💕💕
7 August Noy 22 April 2017
শেষ সময়টাতে উনার সাথে বেশ কয়েকটা দিন কেটেছিলো আমার।
খুব ভালো মনের মানুষ ছিলেন,একেবারে সাদামাটা জীবন যাপন করতেন।
আল্লাহ উনাকে জান্নাতের উচু মাকাম দান করুন (আমিন)
অসাধারণ সব গান,ফেরানো যাবে না....................................
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
আমার ও আমার সাহেবের খুব প্রিয় গান । দোয়া চাই , তার সাথে যেন সারা জীবিন কাটাতে পারি।
আজীবন সম্মান প্রদর্শন করি প্রিয় লাখী আখন্দ স্যার আপনাকে ।
হৃদরোগীদের যেকোন জটিলতা অনেক ঝুকিপুর্ণ হয়ে উঠতে পারে এই গানে ।আল্লাহ তায়ালা এই গানের শিল্পী লাকি আখন্দ ভাই কে জান্নাতে যাওয়ার তাওফিক দান করুন। আমীন।
ফেলে আসা স্মৃতিগুলো এই গানের মাঝে খুঁজে পাই
এত সমধুর সুর এর কন্ঠ ! আজও মন কাদায় এই কলজয়ী গানগুলো। বেঁচে থাকুন প্রিয় শিল্পী তার সুরে🌹
লাকী আখন্দ বাংলাদেশের সুরের আতিহাসে অমর হয়ে থাকবেন।
লাকী ভাই ভুলি কেমনে সেই সে শাহবাগ রেডিও স্টেশন এবং সাকুরা রেস্টুরেন্ট। আপনি সুর করতেন, পারতামনা কিছুই, বসে বসে শুনে নকল করার চেস্টা করতাম। আপনার মত প্রতিভা বার বার আসেনা লাকী ভাই। আল্লাহ্ আপনাকে বেহেশত নসীব দান করুন।
আমিন
অসাধারণ অনুভূতি.... কোন কথা দিয়ে বোঝানো সম্ভব নয়,,,এই গানগুলো বাংলাদেশের সংস্কৃতির অসামান্য সম্পদ !!
সেই শৈশব থেকে এখনও পর্যন্ত শুনছি আমি, শুনে যাব অনন্তকাল। গানগুলো শুনে ইচ্ছে করে আবার অতিত স্মৃতি তে ফিরে যায়।♥️🌿
2099 সালের জন্য কমেন্ট রেখে গেলাম,,,যদি আর এক ফিরে পেতাম নব্বইয়ের দশকের দিন গুলো,,,
আশা করি 2099 তে কেউ একজন আপনার কমেন্ট টি পরবে। তখন আমি আপনি থাকবো না ...
আজ ২০২৩ সালে এসে শুনছি প্রিয় শিল্পীর সেই গানগুলো, 👌❤️🇧🇩
মনের মধ্যে সস্তি পাওয়া যায়,এই হারানো দিনের গান গুলো শুনে ❤,
রুচিশীল ব্যক্তিরা এসব গান শুনেন 🥰
মন ছুয়ে যায় এই গানগুলো, আহা আর কখনো এই মেলোডি এই স্বর্নযুগ পাবে কি না আমাদের পরবর্তী প্রজন্ম কে জানে!
অসাধারন কথা, সুর ও গান। এখনকার গায়ক-গায়িকাদের উচিৎ প্রতিদিন এ সকল গায়ক দের কবরে গিয়ে গান গাওয়ার জন্য মাপ চাওয়া।
M
Ayinilmonehoy
❤❤❤ আপনার গান টা শুনে আমার মনটা শীতল হয়ে গেল ❤❤❤ আপনাকে আমার আল্লাহ ভালো রাখেন ❤❤❤❤
আর একজন লাকী আকন্দ আসবেনা এমন মনোমুগ্ধকর গান সৃষ্টি হবে না
গানটি শুনে চোখে পানি চলে এসেছে...।
লাকি আখন্দ স্যার, আপনি ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন । আপনার গানগুলো আমাদের এখনো আবেগে ভাসায়...।।
গান টি ভালো লেগেছে বলে ধন্যবাদ।
প্রিয় লাকী
মিস করি আপনাকে।
নীরব এক হৃদয়কাড়া লোক আপনি ছিলেন আপনি।।
অনেক দিন পরে এই গান গুলো শুনে আমি অতীতে চলে গিয়েছিলাম, কি ফিল টা না পেতাম, কি মায়া ভরা গান গুলো, আসলে মানুষের জীবন কিছুই না, অল্প কয়দিনের ব্যবধানে জীবনে কতইনা পরিবর্তন আসে গেল,
Eid Mubarak🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😮😮😮😮
লাকী আখন্দ হ্যাপি আখন্দ দুই ভাই খুব ভালো গান উপহার দিয়ে গেছে আমাদের।
ভূলবোনা কোনোদিন তোমাদের গান,,,?
পোড়া মনে তোরি কথা বারে বারে বেজে উঠে,
অসাধারণ একটি লাইন
তোরিমত কোন দিন আমিও যে ভুলে যাবো, তবু এই জ্বালা যে প্রানে সহে না
আজ প্রথম এই গানগুলো শুনলাম, দারুণ অসাধারণ. W Bengal.
হৃদয় ছূয়ে যাওয়া গান বিনম্র শ্রদ্ধা আর সম্মান এই গুনী শিল্পী র প্রতি
এই গানগুলা শুনছি অনেক ভালো লাগছে😢💔 পুড়নো দিন গুলা আবারো মনে পড়ে জা
সেই থেকে এই,কুঁড়িয়েছ তুমি দুই প্রজন্ম'র প্রশংসা।আজ তুমি নেই কিন্তু তোমার গান বয়ে বেড়াচ্ছে তোমার নাম।
00:00 Agey Jodi Jantam
05:47 Amay Dekona
09:25 Ei Neel Monihar
15:05 Ghumiye Poro
20:05 Mamonia
24:38 Nila
30:09 Polatok Aami
35:49 Rail Gari
40:41 Hridoy Aamar
44:48 Shumona
49:28 Tomar Shokher Aaka
54:38 Hotah Kore Bangladesh
59:06 Ke Achi Kothay
1:03:53 Keno Bolo
1:08:17 Biswash Koro Na Koro
Thank you for this
Thanks
পুরানো কিছু গান, যা যতবারই শুনি, ততই ভালো লাগে
গানগুলো শুনলে অজানা এক স্মৃতিতে হারিয়ে যাই, যে স্মৃতিতে আমি কখনো ছিলাম না...
অসাধারন গান মন ভালো করা মত আর কিছু বলবনা। আল্লাহ জান্নাত নচিব করুক
p
শিল্পের মহান কারিগর, সত্যিই তুলনাহীন একজন যার গান মানুকে জীবনের প্রতিটি বিষয় উপলব্ধি করতে শেখায়।
গুণী এই শিল্পীর জন্য বিনম্র শ্রদ্ধা ।
আপনি বেচে থাকুন আপনার এই সব অসাধারণ অমর সৃষ্টি গানের সুরে।
কমেন্ট রেখে যাচ্ছি, লাইক দিলে আবার শুনবো😊
আহ্্্্সেই হারিয়ে যাওয়ার দিন গুলো খুব মিস করি। যদি ফিরে পাইতাম ৯০ দশকের সোনালি দিন গুলো।। অতীত টা সত্যি সুন্দর ছিল।এখন ডিজিটাল যুগ চেয়ে ভালো ছিল।গান গুলো মন ছুঁয়ে যেতো স্কুল লাইফের দিন গুলো কত মজার স্মৃতি কত কিছু মন পড়ে যায় ❤❤😢😢
সত্যিই লাকী আখন্দ স্যারের গান গুলি এক অমর সৃষ্টি৷ গান গুলো সব সময় মনের খোরাক যোগায়৷ মহান আল্লাহ আপনার ভালো কাজ গুলো কবুল করুন ।
Amin
নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে পথ চেয়ে আছি, তুমি চলে এসো এক শরতে,আবার আমরা হাতে হাত ধরে হাঁটব শরতের মিস্টি সকালে,উজ্জল বিকেলে আর মায়াবী রাতে।
Nilimaduti chik
সত্যি এই গান গুলো অসাধারণ ۔আমার অনেক পছন্দের গান ۔এর দ্বারা আমি হারানো কে খুঁজে পাই ۔
আল্লাহ্ পাক আপনাকে বেহেস্ত নসিব করুন। আমিন।।
আল্লাহ্ পাক কার কপালে কি রেখেছেন তা কেউই বলতে পারে না। তবে কারও জন্য দোয়া করাটা বোধ করি দোষের কিছু না।।
He never hurt a people instead he was hurted by others so he be heaven b4 us those who give suffering to people by cheating by physically and mentally he free from these
৯০ দশকের যারা আছে তাদের রুচি
ওয়ালদা বেস্ট,
কতটা মায়াবী সুর,কতটা সুন্দর কম্পোজ, ওপারে ভালো রাখুক আল্লাহ স্যার কে। ভিশন পছন্দের মিউজিশিয়ানদের একজন ওনি লাকি আখন্দ ❤️❤️। মিস ইউ লিজেন্ড
গান টি ভালো লেগেছে বলে ধন্যবাদ।
এই ঘৃণার চাষে ভরে যাওয়া দগজ্জল পাথুরে জমিনে কখনো কি আর ফিরে আসবে সেই সোনালি সৃতি্র সুখের পারিজা! তবে আমার বিশ্বাস ফিরে আসবে কোনও একদিন কারন তারা শিল্পীর পাশাপাশি খুব ভালো মানুষ ও ছিলো।
এধরনের গান আর কখনো সৃষ্টি হবেনা---
Beautiful song of Mr. Lucky Akhand's. Thank you so much for the great song. ❤❤❤❤❤❤
অসাধারণ, হৃদয় স্পর্শ করা গান, তুমি বেঁচে থাকবে আমাদের মাঝে সারাজীবন..
এ গান শুনে আবার কাকে যেন খুজি
কিন্তু সে তো ধারাবাহিকতার নিয়োম
অসাধারণ গান গুলো এমন গান এখন আর খুঁজে পাওয়া মুশকিল ♥️👌👌🌺
গান টি ভালো লেগেছে বলে ধন্যবাদ।
এই কালজয়ী গান গুলো আমি বার বার শুনি।
এই সব গান সারা জীবন শুনতে ভালো লাগবে।
বুলবুল ললিতাকলার সেই 1987/88 নজরুল সংগিত শিখতাম সেই দিনের কথা মনে পরে। হিমু, হারুন, সাদিয়া কে
অসাধারণ গান বার বার শুনতে মন চায়, এই রকম সুর আর আসবে কিনা কোনদিন।
স্যার আপনার মহানুভবতায় আমরা মুগ্ধ,,!!
আমার মত ২০২১ সালে কে কে শুনছেন কালজয়ী এই গানগুলো সাড়া দিন।
মোলসব।বদকনপইমবল।বেগপলব
আমিও। কারন, এ song কখনো ভুলার নাই।
Me too
O
আমার অনেক পছন্দের গান হৃদয়ে এখনো বাজে মাঝে মাঝে নিজের থেকে গান মুখে চলে আসে
আমায় ডেকোনা ফেরানো যাবে না ......এসকল গান গুলোর কঁথা মন ছুয়ে যায় এখনো ।
প্রায় 15/16 বছর যাবৎ গান গুলি শুনি ,যতবারেই শুনি মন ভরে না ,আরো বেশি করে শুনতে ইচেছ করে...
গান টি ভালো লেগেছে বলে ধন্যবাদ।
পৃথিবী যতদিন থাকবে এই গানগুলো অমর হয়ে থাকবে
এ গান গুলো শুনে শুনে বড় হয়েছি।তাই এ গান গুলো বড় আপন মনে হয়।
আবার এলো যে সন্ধা শুধু দুজনে।
এই গানটা আমার অসম্ভব ভালো লাগে। যদিও এইখানে নেই গানটি।
অত্যন্ত জনপ্রিয় এই গানটির লিজেন্ড লাকী আখন্দ।
সৃতির পাতায় রেখে গেলাম একটা কমেন্ট,,,
1:00 আগে যদি জানতাম
6:03 আমায় ডেকো না
9:20 এই নীল মনি হার
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
সহমত
অনবদ্য গান ও সুরের স্রষ্টা লাকী আখন্দ ~ গান ও সুর সৃষ্টির একনক্ষত্র ছিল আমাদের ছেড়ে নিঃস্ব করে চলে গেলো 😭✍️🤝
লাকী আকন্দ স্যার এর এই গান গুলো আমার মন ভালো করে দেয় সব সময়।সত্যি কি অপূর্ব //
বাসায় ফিরে গান শুনতে ইচ্ছে করলে এই গানটিই শুনি
অনেক দিন পরে ২০২৪ সালে এসে শুনলাম প্রিয় গান গুলো। শুনতে শুনতে সেই ছোট বেলায় হারিয়ে গেলাম।
সব অতীত কখনো ভুলা যায় না
সুপার গান অনেক অনেক ভালো লাগে
যত শুনি মন ভরে না
right
চলে গেছে সোনালী দিন
আসতেছে দূর দিন,
বাঁচবে আর কয় দিন,,
Akjon omor shilpi.osadaron Shilpi.many thanks.....
৯০এর দশককে খুব মনে করিয়ে দেয়, আর এখন ২০২৩,খুব কষ্টে স্মৃতি ভুলে আছি
অসাধারণ গান।। খুব মিস করি।।আর হয়ত কোনদিন শুনব না,এত সুন্দর সুন্দর গান।।।
লিজেন্ডের জন্ম দুই যুগেও একজন হয় না।ভালো থাকবেন পরপারে, আমিন ।
মারা যাবার কয়েক মাস আগেই আমাদের স্কুলে এসেছিলেন। এখনও মনে পরে সেদিনের কথা। ভিষণ পছন্দ করতাম তাকে ও তার গানকে।বেশ কটাগান শুনিয়ে ছিলেন
সত্যিই অাগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম।।।।। এই জ্বালা অার প্রাণে সহে না।।। তোমার কথাই ঠিক। তুমি ভাল থেকো পরপারে।।।
এসব গান শুনলে এখনো সেই ছেলেবেলার স্মৃতি শিহরিত করে দেয়😢
কত সুন্দর গান! কত সুন্দর কথা ও কম্পোজীশন !!❤❤
Didn't know he's died! I'm shocked! RIP!! One of the singers I still remember during my time back there in Dacca in the late 60s! I left Dacca in 1972 in my teen, for the UK & didn't have any chance to mix with Bengalis since but I still remember some of his songs, some more singers. Thanks for the upload!
03/10/2021
এই মহাবিশ্ব যতদিন থাকবে এই গান ততদিন থাকবে।
অমর কির্তি।
লাকি স্যার আমাদের মনে প্রাণে সব সময় থাকবে।ভালোবাসা আপনার প্রতি।