DARJEELING । DARJEELING SIGHTSEEING । পায়ে হেঁটে দার্জিলিং সাইডসিন । দার্জিলিং । Part - 2

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • ‪@bhonkatta03‬
    #darjeeling
    #sightseeing
    #tigerhill
    #batasialoop
    #ghumstation
    বাঙালি পর্যটকদের কাছে ভ্রমণ মানে দী-পু-দা। আর এই দা-এর উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দরতম পাহাড়ে মোরা শহর দার্জিলিং। সমুদ্রপৃষ্ঠ থেকে কমবেশি ৬,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই দার্জিলিং পাহাড় প্রেমী পর্যটকদের কাছে এক অমূল্য রতন। অনেকেই দার্জিলিং ঘুরে দেখার পরিকল্পনা করেন আর এই পরিকল্পনাকে বাস্তবায়িতও করেন, আবার অনেকের কাছে অধরা। তাই আমাদের মতো খুদে ইউটিউবারদের মাধ্যমেই হয়তো অনেক কিছু অজানাকে জানা হয়। তাই আমার একটি ছোট্ট প্রয়াস দার্জিলিং শহরকে সকলের মাঝে তুলে ধরা। দার্জিলিং শহরকে পায়ে হেঁটে ঘুরে দেখার চেষ্টা এই ভিডিওতে।
    দার্জিলিং শহরকে ঘুরে দেখার জন্য দু-তিনটি ভাগে ভাগ করা হয় সাইড-সিনকে।
    ভোর তিনটে নাগাদ কে যেন হোটেলের দরজায় কড়া নেড়ে সূর্যের আগমনী বার্তা দিয়ে যায়। আর তারই তাগিদে ভোর সাড়ে চারটের মধ্যে পৌঁছে যাই টাইগার হিলে সূর্য উদয় দেখার জন্য। সকাল সাড়ে পাঁচটার মধ্যে সূর্য উদয় দেখে ফেরার পথে দেখে নিলাম বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, ডালি মনেস্ট্রি, গুরু শাক্য মনেস্ট্রি।
    এবার হোটেলে ব্রেকফাস্ট করে নিয়ে দুটো অপশন আছে, আপনারা যেকোনো একটা পছন্দ করতে পারেন।
    ১) রোপওয়ে
    ২) রক গার্ডেন, গঙ্গা মাইয়া পার্ক, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পেল, পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক, তেনজিং নরগে রক, লাইব্রেরী, মিউজিয়াম ইত্যাদি।
    যদি আপনারা দুটোই করতে চান, তাহলে আপনাদের প্রথমে যেতে হবে রোপওয়ে ( এখানে অনেকটা টাইমের প্রয়োজন)।
    রোপওয়ে ঘুরে নেবার পর বাকি পয়েন্টগুলো সময় থাকলে ঘুরে নিন।
    এই পয়েন্ট গুলো ঘুরে আসার পর হোটেলে লাঞ্চ করে নিয়ে নিজের পরম প্রিয়জনের সাথে সময় কাটান মল রোডে। কিছু কেনাকাটা করতে চাইলে অবশ্যই মল মার্কেট কিংবা মহাকাল মার্কেটে ঘুরে দেখতে পারেন।
    দার্জিলিং এর এই সাইট সিন গুলি করবার জন্য ছোট ৪ সিটের গাড়িতে খরচ হবে ২৫০০/- থেকে ২৮০০/-টাকা। (রোপওয়ে গেলে অতিরিক্ত চার্জ লাগতে পারে)। আর ১০ সিটের গাড়ির ক্ষেত্রে খরচ হবে ৪,০০০/- থেকে ৪,৫০০/- টাকা।

КОМЕНТАРІ • 13

  • @taraknathpal3721
    @taraknathpal3721 4 місяці тому +1

    Wow

  • @priyankarnandi466
    @priyankarnandi466 4 місяці тому +1

    Khub valo representation

  • @UtpalRay-d4b
    @UtpalRay-d4b 4 місяці тому +1

    Very nice

  • @amitkshetrapal5637
    @amitkshetrapal5637 4 місяці тому +1

  • @Urmi_Lifestyle-10s
    @Urmi_Lifestyle-10s 4 місяці тому +1

    👌👌👌

  • @gopalkundu-h4p
    @gopalkundu-h4p 4 місяці тому

    Khub sundar 👍

  • @MunmunDutta-bw3es
    @MunmunDutta-bw3es 3 місяці тому

    Good job 🎉

  • @Anusree_Dhar
    @Anusree_Dhar 4 місяці тому

    Nice ❤

  • @rajkumardutta3940
    @rajkumardutta3940 4 місяці тому

    দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দার্জিলিং জেলা সম্পর্কে আরো বিস্তারিত শুনতে চাই পরের ভিডিওতে।

  • @SidharthaRoy-pe3nd
    @SidharthaRoy-pe3nd 4 місяці тому

    কি কি খাওয়া দাওয়া করছেন সেগুলো দেখালে ভালো হয়।😊

    • @bhonkatta03
      @bhonkatta03  4 місяці тому

      মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ, আগামী দিনে অবশ্যই চেষ্টা করব। 🙏