I am glad that you liked the video, you can watch the complete series using the following playlist link. Please share with your friends that helps a lot. ua-cam.com/play/PL67w8SUgzyzslJEfT7CwgH_SZOjKHrOTt.html
ইউটিউবে দার্জিলিং নিয়ে বহু ভিডিও দেখেছি কিন্তু আপনার মত এতো চমৎকার উপস্থাপনা বিরল । অভিনন্দন রইলো আপনার জন্য । আরো অনেক বড় হোক " এক্সপ্লোরার শিবাজী " পরিবার ।
চিরচেনা Explorer Shivaji কে নতুন ভাবে আবিষ্কার করলাম এই অসাধারণ ট্রাভেল ব্লগে...... পরিকল্পনা ও উপস্থাপনা মন ভরিয়ে দিলো....... অভিনন্দন শিবাজী বাবু 👌👌👌
সেই ছোটবেলায় দার্জিলিং শহরকে দেখেছি, মনেও নেই অতো ভালো করে শহরটাকে মনেও নেই সেইভাবে। আজ আপনার ভিডিও তে দার্জিলিঙকে দেখে সত্যি মুগ্ধ হলাম। অপূর্ব সুন্দর শহর দার্জিলিং। ছবির মতো শহর। এই বছর আর হলনা পরের বছর অবশ্যই যাবো দার্জিলিং। আর আপনার ভিডিও র যতই প্রশংসা করিনা কেন কম মনে হয়। যেদিন থেকে জেনেছি যে আপনি দার্জিলিং গেছেন সেইদিন থেকে দার্জিলিঙের ভিডিও র জন্য অপেক্ষায় ছিলাম। দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকলাম।
আমার ভীষণ প্রিয় জায়গা।এতো পাহাড় ঘুরেছি কিন্তু এখানের মতন সেই সুন্দর রূপ কেমন যেনো একটা অমোঘ আকর্ষণ অনুভব করি।16 বার গিয়েছি কিন্তু আজ ও মন ভরলো না।বার বার মন করে শুধু যাই।আপনার উপস্থাপনা দুর্দান্ত।
তাহলে বহু অপেক্ষার পর ভিডিও টা আমরা পেলাম। আসলে কিছুদিন আগে কৌশিকদার Darjeeling ভিডিওতে আপনাকে দেখেছিলাম,তখনই বুঝেছি একটা ধামাকা ভিডিও আসতে চলেছে। সত্যি শিবাজিদা আপনি অসাধারণ তাই আপনার ব্লগ গুলোও আপনার মত অসাধারণ। Love you Dada❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.
আমি প্ল্যান করছিলাম যে, একদিন লেপচাজগতে থেকে বাকি দু-দিন দার্জিলিং-এ কাটাবো, কিন্তু আপনার 'exploration' দেখে মনে হচ্ছে, তিন দিনও কম দার্জিলিং-এর ৫% এরিয়া দেখার জন্য। খুব সুন্দর। ধন্যবাদ!!
নমষ্কার দাদা, অামি তারেক। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বলছি। দার্জিলিং সৌন্দর্য এক কথায় অসাধারণ। কাঞ্চনজঙ্ঘার দৃশ্যও খুবই ভালো লেগেছে। অার নতুন নতুন ইনফরমেশন ও জানতে পারলাম। অামাদের দেশে শুধুমাত্র পঞ্চগড় জেলা থেকেই কাঞ্চনজঙ্খা দেখা যায়, তাও শুধুমাত্র শীতকালে৷ অার এ জেলাটিই বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা
Ami apnar Darjeeling er video gulo pray somoy dekhi....mon ta ektu off thakle apnar Darjeeling series er vdo dkhle mon e alada ekta energy eshe jay...tar sathe classical piano background tune ti alada matra ene de...dhonnobad apnake❤
দাদা কিছু বাজেট হোটেল ডিটেলস দিও না পারলে।। আর একটা কথা, ডিসেম্বরের শেষের দিকে কি আবহাওয়া পরিষ্কার থাকে না? কাঞ্চনজঙ্ঘা কি এতো ভালো দেখা যাবে না? ভালো ভিউ না পেলে এপ্রিল এ যাবো। একটু বলো।😊
দার্জিলিং পার্ট 1 ভি ডি ও টা দেখলাম । তোমার ভি ডি ও ফাটাফাটি না হয়ে পারেনা দার্জিলিং এর আগে দুই বার গেয়েছি এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখলাম বাতাসিয়া লুপ চিড়িয়াখানা মোনাস্ট্রি ইত্যাদি দেখলাম দার্জিলিং সব জায়গায় যাওয়া হলো ভি ফি ও টা এত আকর্ষণীয় তার উপর দিবাজির উপস্থাপনা মন ভরে গেল কাকু বারাসাত
Shibaji Sir, Thank you so much for putting this video. I also visited Darjeeling few times a long long ago during 1978-1981. Then I was mere a kid. Nothing I remember, except toy train, Governor's house, Zoo and Mountaineering Training Institute. My heartbeats counted faster when you talked about the Tibetologist Sandor Korosi Csoma or Alexander Csoma. Your video also showed the Bhutia Monastery. I wonder if you could visit the house of Sarat Chandra Das and place of Rahul Sankrityan. Thank you Shibaji Sir for an excellent job.
Thank you so much!! I failed to reach to the resting place of Rahul Sankirtyan and Sister Nivedita, I had plan though but it was evening and due to low light I had to drop the plan, next day I had to leave Darjeeling. My bad.
কয়েক দিন ব্যাপী আপনার পাহাড়ের vlog গুলো দেখছি, আপনার vlog গুলো বেশ neat and clean, আর বর্ণনা করার ভঙ্গিমা ও বেশ মন জুড়িয়ে যাওয়ার মত। বাংলাতে এমন content সত্যি প্রশংসনীয়।
I have never been to darjeeling... even cancelled my plan a couple of time because of different reasons... but your video about darjeeling just makes this place so close to me. Still waiting for the day .
এই পর্ব টা বেশ কয়েক বার দেখেছি । 2022 সালে পথম Darjeeling দেখলাম NewYork থাকার কারনে মন চাইলেও যেতে পারি নাই তাই এই video টা দেখি । কোন একদিন আবার যাবো তখন থেকেই যাবো
Dada,ami tomake apni noy tumi korei sommodhon korchi... Tomar beshi din er subscriber noi kintu tomar video guli onoboddho.ami ebong amar ma dujon ei tomar video guli khub enjoy kori. Infact amrao darjeeling,puri gechi kintu tomar moto eto sundor poribeshona khub kom e dekhechi. Thank you for your dedication to us.
অনেক দার্জিলিং ব্লোগ দেখেছি, আপনি কম কথায় পুরো জায়গাটা দেখিয়ে দিলেন , কতবার কাঙচন্জঙঘা বিভিন্ন এ্যঙগল থেকে দেখলাম, হোম স্টে এবং লোকাল লোকেদের সঙ্গে আপনার মিশে যাওয়া দুটোই ভালো লাগলো, stay safe, take care, 👍
Nomoskar sir, ami ekjon IT employee, Apnar presentation Khub Bhalo lage, osadharon. Apni ekjon computer science er teacher jene khub bhalo legechilo. Ami age janle apnar theke Sikhtam sure. All the very best sir, pronam neben
অসাধারণ 👏 👏 👏 কোনো কথা হবে না দাদা..... মন ভোরে গেলো আপ্নার উপস্থাপনায় 😍 আমরা Oct এ ঘুরে এলাম new normal এ.... মন বলছে আবার যাই..... Love Darjeeling ❤️
আহা কিছু জাদু আছে মায়েরি আপনার প্রতিটা শব্দে-বাক্কে আমি মন্ত্রমুগ্ধ,সত্যি কিছু বলার শব্দ আমার কাছে নেই... অনেক কিছু ইতিহাস, সভ্যতা-সংস্কৃতি জানতে পারি আপনার ব্লগ এ... 💓💖👌👌👌🙏😊🙏👍আরো একটা কথা না বলে থাকতে পারছিনা আপনার unique accent bed test mindblowing😄😁👌👍part 2 er opekhai...
আপনার কাজ খুব ভালো লাগে। গল্প বলা, প্যাশন আর টেকনোলজিক্যাল পারদর্শিতার খুব সুন্দর সমন্বয়। দার্জিলিং বাঙালীদের একটা ইমোশন, যা একটা ভৌগোলিক অবস্থানের চেয়ে অনেক অনেক বেশি - আপনি সেটা ধরতে পেরেছেন। আমি বহু বছর দেশের বাইরে, এবং তা নিয়ে তথাকথিত নস্টালজিয়া আমার নেই। কিন্তু হিমালয় তো হিমালয়ই - আর দার্জিলিং তো দার্জিলিং-ই। কেভেন্টার্স এর ফুল ইংলিশ ব্রেকফাস্ট, গ্লেনারিজ এর পেস্ট্রি, মল-এর বেঞ্চিতে ঘন্টার পর ঘন্টা বসে কুয়াশা নামতে দেখা আর গায়ে তার ভেজা স্পর্শ, আর হঠাৎ করে গায়ে শিহরণ তুলে দেখা দেওয়া 'কাঞ্চন-দা' যিনি কখনো পুরোনো হন না। বড় ভালো লাগল আবার দেখতে, এমন একজনের চোখে যার দৃষ্টির সঙ্গে নিজের দৃষ্টি মিলিয়ে দিতে পারলাম। ধন্যবাদ।
এই মন খারাপ করা সময় আপনার প্রতি টা video মন ভালো করে দেয়। আপনি হয়তো জানেন না অজান্তে আপনি কত মানুষের মন ভালো করে দিচ্ছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ।
Dada i am from Bangladesh 🇧🇩. আপনার ব্লগ মন্ত্রমুগ্ধের মতো শুনি। আমিও দার্জিলিং ঘুরে গিয়েছি ২০১৯ এ খুব অল্প সময়ের জন্য, কিন্তু আপনার চোখে দার্জিলিং দেখার স্মৃতি অনবদ্য। এত সাবলীল উপস্থাপনা খুব চমৎকার।
আপনার প্রতিটা ভিডিও দেখি খুব মন দিয়ে। এত সাবলীল উপস্থাপনা ও নিখুঁত তথ্যসমৃদ্ধ কভারেজ সত্যিই প্রশংসনীয়। দার্জিলিং বিষয়ে একটা অনুরোধ, যদি windamere হোটেলের কোনও ভিডিও করে থাকেন, সেই বিষয়ে যদি কিছু তথ্য দেন পরবর্তী কোনও পর্বে।
একটা সময় চার বছরের মধ্যে তিনবার দার্জিলিং ঘুরতে গেছিলাম। দার্জিলিং আজও পাহাড়ের রানী। সুন্দর উপস্থাপনা। ভিডিওটা আমার ভ্রমণ সঙ্গী দুই বন্ধুর সাথে শেয়ার করছি।
আপনার জন্য বসে থাকি আর blog দিলেন এতো দিন পরে? পরেরটা না জানি আবার কবে দেবেন! এই blog টাও যথারীতি মনোরঞ্জন , information ও সৌন্দর্যে ভরপুর।অসম্ভব সুন্দর হয়েছে blog টা। ভীষণ ভীষণ ভালো ।
এই ভিডিও টা হলো just wow video. One of the best video related The Darjeeling. Ami kokono jaini but jabar iche ta jeno jagie dilo ei video ta. Preme porte badho korlo jeno apnar ei video ta❤❤❤
আপনি কি ভালো ভাবে কথা বলেন। আমার এই দার্জিলিং ৩,৪ বার ঘুরে ছি তবে ১৯৮৮,১৯৯০তে তাই আবার নতুন করে দেখলাম । আমি আজ আপনাদের সাইট এর প্রথম । ধন্যবাদ ভাই আপনাকে অনেক ইতিহাসের কথা শুনলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুভকামনা রইল।
Every time I feel that urge to go to Darjeeling, every time when I feel bit down and as a pure Bengali when I day dream about Darjeeling as remedy and medicine....and for all those moments when I can't travel to Darjeeling, I come to this video....I have visited Darjeeling for more than once and will visit again in future, but thanks to you I have 'my own, very personal Darjeeling trip' Sir......
দেখে মনে ভরে যায়।চেনা স্মৃতি যেন আবার হাতছানি দেয়।শুধু তোমার এত সুন্দর বলার জন্য।".দূর কে করিলে নিকট বন্ধু "।ধীর সুন্দর প্রাণবন্ত উপস্থাপনা।"অবাক হয়ে শুনি,কেবল শুনি"
শিবাজী দা, কি অনবদ্য উপস্থাপনা দাদা! আর কি যত্ন করে তুমি পাহাড়ের রানী দার্জিলিং কে তোমার ক্যামেরার ফ্রেমে বন্দি করেছ। অপূর্ব। পুরো ভিডিও টা দেখে মনে হচ্ছিল যেন তোমার সাথেই আমরা দার্জিলিং এর রাস্তাঘাটে ঘুরছি।
Thank you Shibajida for showing Himalayan coffee house. Cafe ta khubi sundor ar prochondo bhir er Darjiling e shanto cafe te giye monta bhore gelo,ar blue tea amar wife er khubi bhalo legeche,apnar sob video gulo dekhe anek kichu jante pari kono jaygar sombondhe. Anek dhanyabad.
Khub khub bhalo laage apnar content dada. Waiting for the next one. West Bengal er eto sundor sundor jayga apni cover koren, darun laage. Aro erom videor ashaye thakbo.
🏔️🌿💞❤️🙏🏔️ এতো সুন্দর এডিটিং এবং মিউজিক এর সিংক্রোনাইজেসান 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 ❣️ সব চেয়ে ভাল লাগলো। ভিডিও র স্পিড এর স্ছন্দে মেঘের মতো ভেসে বেরানো। ভালো থাকবেন । ইচ্ছা থাকলো । কোন না কোন দিন ঠিক আলাপ করবো।
আমার ভারতের প্রথম পছন্দ শহর দার্জিলিং। কাশ্মির গিয়েছি।সে এক আরেক অপূর্ব প্রকৃতি।তবে দার্জিলিং একদমই আলাদা। পাহাড় ভালবাসলে, দার্জিলিং এর মায়ায় সবাই ভুলবেই। অসংখ্য ধন্যবাদ দাদা।আপনার ভিডিও আমি দেখছি, শেয়ার করছি এবং লাইকও দিচ্ছি।😍
অসাধারণ লাগলো , অত্যন্ত ভালো । যেমন ভাষ্য পাঠ সহ সমগ্ৰ উপস্থাপনা তেমনি VDO Edit , সেইসঙ্গে পরিপাটি , পরিচ্ছন্ন , দৃষ্টিনন্দন , সাবলীলভাবে স্থানীয় মানুষজন কে উপস্থিত করিয়েছেন , আপনার থাকার জায়গা এবং স্থানীয় সেরা জায়গায় খাওয়া সব সময়ই সেরা Choice হয় এবারও তার ব্যাতিক্রমতো ছিলই না আরো অসাধারণ ছিল ! প্রতিবারের মতো পরবর্তী প্রতিটা পর্বের অপেক্ষায় রইলাম , শেষে আবারও বলি Superb
I am glad that you liked the video, you can watch the complete series using the following playlist link. Please share with your friends that helps a lot.
ua-cam.com/play/PL67w8SUgzyzslJEfT7CwgH_SZOjKHrOTt.html
Come to meghalaya
Shibaji Da amar meyer 7 month age darjeeling niye jaoa ki sambhab? Please suggest korun
@@avisekable ভাই এই ব্যাপারে আপনার বাচ্চার ডাক্তারের সাথে কথা বলুন।
Homestay r kono link dite parben?
Dada drinking water is available in darjeeling? 9 years child jabe.
ইউটিউবে দার্জিলিং নিয়ে বহু ভিডিও দেখেছি কিন্তু আপনার মত এতো চমৎকার উপস্থাপনা বিরল । অভিনন্দন রইলো আপনার জন্য ।
আরো অনেক বড় হোক " এক্সপ্লোরার শিবাজী " পরিবার ।
অসংখ্য ধন্যবাদ!!
আপনাদের ভালো লাগছে এখানেই আমার সার্থকতা।
Sh
আমার কথাগুলো নন্দিনী বসু বলে দিয়েছেন। শিবাজি অতুলনীয়।
@@sudhirkumardas6565 ধন্যবাদ ভাই ।
💯 hobe Karon video te dum a6e...and editing too much beautiful and very much better
চিরচেনা Explorer Shivaji কে নতুন ভাবে আবিষ্কার করলাম এই অসাধারণ ট্রাভেল ব্লগে...... পরিকল্পনা ও উপস্থাপনা মন ভরিয়ে দিলো....... অভিনন্দন শিবাজী বাবু 👌👌👌
সেই ছোটবেলায় দার্জিলিং শহরকে দেখেছি, মনেও নেই অতো ভালো করে শহরটাকে মনেও নেই সেইভাবে। আজ আপনার ভিডিও তে দার্জিলিঙকে দেখে সত্যি মুগ্ধ হলাম। অপূর্ব সুন্দর শহর দার্জিলিং। ছবির মতো শহর। এই বছর আর হলনা পরের বছর অবশ্যই যাবো দার্জিলিং। আর আপনার ভিডিও র যতই প্রশংসা করিনা কেন কম মনে হয়। যেদিন থেকে জেনেছি যে আপনি দার্জিলিং গেছেন সেইদিন থেকে দার্জিলিঙের ভিডিও র জন্য অপেক্ষায় ছিলাম। দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকলাম।
পুরোনো গোরস্থান দেখিয়েছেন বলে ধন্যবাদ। খুব কম মানুষই এর কথা জানেন।
Excellent coverage. I studied in Darjeeling for 8 years. Yet was unawares of many facts. But now educated complete. Thank you
Is month of may june good for darjeeling visit
এইজন্যেই আপনি সেরা আপনার ভিডিও দেখে মনে হয় যেন নিজেই ওখানে ঘুরছি এরকম নিখুঁতভাবে কোন জায়গাকে কেউ তুলে ধরে না দারুন দারুন দারুন
ধন্যবাদ ভাই, এভাবেই সঙ্গে থেকো।
একদম ঠিক বলেছেন
ভীষণ সুন্দর হয়েছে। বাঙালির ভালোবাসা সারা video জুড়ে মাখামাখি 👍👍👍
আপনার উপস্থাপনা করার স্টাইল টা দারুন।। এনগেজ করে রাখে।। দারুন লাগলো।। ২ বার ঘুরেছি তবুও কত অচেনা লাগছে।। দারুন লাগলো ভিডিও টা।।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আপনি সারাজীবন এই রকম এভার গ্রীন থাকেন, কারণ আপনি আমাদের বেড়াবার পথ প্রদর্শক, তাই সারাজীবন এরকম তরুণ থাকুন
আমার ভীষণ প্রিয় জায়গা।এতো পাহাড় ঘুরেছি কিন্তু এখানের মতন সেই সুন্দর রূপ কেমন যেনো একটা অমোঘ আকর্ষণ অনুভব করি।16 বার গিয়েছি কিন্তু আজ ও মন ভরলো না।বার বার মন করে শুধু যাই।আপনার উপস্থাপনা দুর্দান্ত।
আনলক এর পর পাহাড়ের রানীকে নিয়ে অনেক ব্লগ হয়েছে। বেশির ভাগেই content নেই। আপনার টাই সেরা। পরে র গুলোর অপেক্ষা য় থাকলাম।
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
তাহলে বহু অপেক্ষার পর ভিডিও টা আমরা পেলাম। আসলে কিছুদিন আগে কৌশিকদার Darjeeling ভিডিওতে আপনাকে দেখেছিলাম,তখনই বুঝেছি একটা ধামাকা ভিডিও আসতে চলেছে।
সত্যি শিবাজিদা আপনি অসাধারণ তাই আপনার ব্লগ গুলোও আপনার মত অসাধারণ। Love you Dada❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.
Your presentation , research , details , photography & editing --- all are excellent . Looking forward to the next parts of your Darjeeling tour .
আমি প্ল্যান করছিলাম যে, একদিন লেপচাজগতে থেকে বাকি দু-দিন দার্জিলিং-এ কাটাবো, কিন্তু আপনার 'exploration' দেখে মনে হচ্ছে, তিন দিনও কম দার্জিলিং-এর ৫% এরিয়া দেখার জন্য। খুব সুন্দর। ধন্যবাদ!!
What a video! U deserve millions of viewers & subscribers. Wonderful. I I breathe in fresh oxygen throughout the whole video...
খুব সুন্দর বলার ভঙ্গীমা।প্রায় প্রতিটি ভ্রমণ কাহিনী দেখেছি আপনার ।নতুন কিছু দেখার আশায় থাকলাম ।
কাঞ্চন'দা আর শিবাজী'দা মিলেমিশে একাকার হয়ে গেল। উফঃ, কি যে ভালো লাগল !
😁😁😁❤️❤️❤️
আপনাদের ভালো লাগে তাই উৎসাহ পাই।
এভাবেই সঙ্গে থাকবেন।
নমষ্কার দাদা, অামি তারেক। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বলছি। দার্জিলিং সৌন্দর্য এক কথায় অসাধারণ। কাঞ্চনজঙ্ঘার দৃশ্যও খুবই ভালো লেগেছে। অার নতুন নতুন ইনফরমেশন ও জানতে পারলাম। অামাদের দেশে শুধুমাত্র পঞ্চগড় জেলা থেকেই কাঞ্চনজঙ্খা দেখা যায়, তাও শুধুমাত্র শীতকালে৷ অার এ জেলাটিই বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা
Had been in Darjeeling for 2 years due to posting. Feeling nostalgic. U r right while u said people of Darjeeling are very good. Very nice video. 💯💗💗💗
Thank you so much!!😊
Ami apnar Darjeeling er video gulo pray somoy dekhi....mon ta ektu off thakle apnar Darjeeling series er vdo dkhle mon e alada ekta energy eshe jay...tar sathe classical piano background tune ti alada matra ene de...dhonnobad apnake❤
দারুণ! One of your best. Your passion for the location was apparent.
'শান্ত','সিন্গ্ধ', 'সতঃস্ফুর্ত'----একটি উপস্থাপনা ❤😊 কি ভালো লাগলো দেখতে😊😊
Commendable Shibaji. I loved the editing in this video and ofcourse the introductory part was very good. Good job done. 👌👍
Thank you so much!! 😊😊
Stay tuned, more will come. ❤️❤️❤️
আঃহা, দারুন । খুব ভালো লাগলো । আপনার আর আমাদের জন্য রৌদ্রোজ্জ্বল প্রকৃতি ও নিজেকে মেলে ধরেছে । ভালো থাকবেন ।
অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।
এইতো এসে গেছে!!❤️ দীর্ঘ অপেক্ষার অবসান দাদা। 😎
দাদা কিছু বাজেট হোটেল ডিটেলস দিও না পারলে।।
আর একটা কথা, ডিসেম্বরের শেষের দিকে কি আবহাওয়া পরিষ্কার থাকে না? কাঞ্চনজঙ্ঘা কি এতো ভালো দেখা যাবে না? ভালো ভিউ না পেলে এপ্রিল এ যাবো। একটু বলো।😊
এপ্রিল বেস্ট, ডিসেম্বর এ শেষে পশ্চিমী ঝঞ্ঝার জন্য খারাপ আবহাওয়া থাকতে পারে
@@explorershibaji নভেম্বর মাসে যাওয়া যেতে পারে? আর আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার ভিডিও অসাধারন। কিছু বলার নেই শুধু মাত্র বাকরুদ্ধ হয়ে দেখা ছাড়া😊😊
@@shreyabhattacharyya9026 হ্যাঁ নভেম্বর খুব ভালো সময়। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
@@explorershibaji 😊😊
দার্জিলিং পার্ট 1 ভি ডি ও টা দেখলাম । তোমার ভি ডি ও ফাটাফাটি না হয়ে পারেনা দার্জিলিং এর আগে দুই বার গেয়েছি এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখলাম বাতাসিয়া লুপ চিড়িয়াখানা মোনাস্ট্রি ইত্যাদি দেখলাম দার্জিলিং সব জায়গায় যাওয়া হলো ভি ফি ও টা এত আকর্ষণীয় তার উপর দিবাজির উপস্থাপনা মন ভরে গেল কাকু বারাসাত
Darun Shibaji da. 🤩
Got to relive old memories of my first trip with my parents. Thank you for this vlog. All the best.
Most welcome!!😊❤️❤️❤️
অপূর্ব লাগলো দাদা এপিসোড টি দেখে 👏👏 আগামী পর্বের ভিডিও অপেক্ষায় রইলাম 👍
I have never seen such an amazing videography!!
Thank you Shibaji Da ❣️
Thank you so much!!😊
And presentation. Narrated beautifully too.
Ki vison valo laglo video taa. Apnar jonyo kintu ae somoye ami besh koyekta jaega ghure nilam. DARJEELING naam ta sunlae mon ta khusi hoye othe.
Shibaji Sir, Thank you so much for putting this video. I also visited Darjeeling few times a long long ago during 1978-1981. Then I was mere a kid. Nothing I remember, except toy train, Governor's house, Zoo and Mountaineering Training Institute. My heartbeats counted faster when you talked about the Tibetologist Sandor Korosi Csoma or Alexander Csoma. Your video also showed the Bhutia Monastery. I wonder if you could visit the house of Sarat Chandra Das and place of Rahul Sankrityan. Thank you Shibaji Sir for an excellent job.
Thank you so much!! I failed to reach to the resting place of Rahul Sankirtyan and Sister Nivedita, I had plan though but it was evening and due to low light I had to drop the plan, next day I had to leave Darjeeling. My bad.
@@explorershibaji Thank you Shibaji Sir. Hope we would get those in your next visit.
@@explorershibaji sir আপনি vlog এর সময় কি microphone ব্যবহার করেন?
ধন্যবাদ
কয়েক দিন ব্যাপী আপনার পাহাড়ের vlog গুলো দেখছি, আপনার vlog গুলো বেশ neat and clean, আর বর্ণনা করার ভঙ্গিমা ও বেশ মন জুড়িয়ে যাওয়ার মত। বাংলাতে এমন content সত্যি প্রশংসনীয়।
আন্তরিক ধন্যবাদ!! সঙ্গে থাকুন।
প্রিথ্বিজীত দা আর শিবাজিদা ঠিক যেন ব্যোমকেশ আর অজিত ,,2জন না থাকলে টুর টা জমে না
অসাধারণ quality আপনার vlog এর। কোনো ফাঁকিবাজি নেই। নেই কোনো বোকার মতন guys বলা। খুব ভালো।
শিলিগুড়ি।
I ❤️ pork . Best meat ... I will try in keventers after covid 19 .
অসাধারণ, খুব সুন্দর শট নেন আপনি, এডিটিং ও খুব ভাল,। ক্রিস্প এবং ইনফরমেটিভ ও বটে। খুব ভাল লাগল। ❤️❤️
আশা করি এইবার ট্যুরিজমের সংকট আস্তে আস্তে কমবে। ড্রাইভার ভাইদের কষ্ট লাঘব হবে।
I have never been to darjeeling... even cancelled my plan a couple of time because of different reasons... but your video about darjeeling just makes this place so close to me. Still waiting for the day .
FINALLY THE WAIT IS OVER, UFFFFF, NICE VIDEO DADA.
❤️❤️❤️
@@explorershibaji Thank you for your reply,next videor jonno wait kore achi.
Darjeeling নিয়ে দেখা UA-cam এ এটাই সেরা ভিডিও, অসাধারণ উপস্থাপনা, ভালো থাকবেন দাদা।❤❤❤ from Memari..
লাইক, কমেন্ট করে দেখা শুরু, দারুন
Thank you so much!! কিন্তু শেষ অব্দি কেমন লাগল সেটা তো বললেন না।
@@explorershibaji দারুন
এটা সেরা video ❤️❤️❤️
এই পর্ব টা বেশ কয়েক বার দেখেছি । 2022 সালে পথম Darjeeling দেখলাম NewYork থাকার কারনে মন চাইলেও যেতে পারি নাই তাই এই video টা দেখি । কোন একদিন আবার যাবো তখন থেকেই যাবো
Dada,ami tomake apni noy tumi korei sommodhon korchi...
Tomar beshi din er subscriber noi kintu tomar video guli onoboddho.ami ebong amar ma dujon ei tomar video guli khub enjoy kori.
Infact amrao darjeeling,puri gechi kintu tomar moto eto sundor poribeshona khub kom e dekhechi.
Thank you for your dedication to us.
দার্জিলিং গিয়ে এত আনন্দ পাইনি যতটা আনন্দ আপনার ভিডিও দেখে পেলাম। অনেক ধন্যবাদ
অনেক দার্জিলিং ব্লোগ দেখেছি, আপনি কম কথায় পুরো জায়গাটা দেখিয়ে দিলেন , কতবার কাঙচন্জঙঘা বিভিন্ন এ্যঙগল থেকে দেখলাম, হোম স্টে এবং লোকাল লোকেদের সঙ্গে আপনার মিশে যাওয়া দুটোই ভালো লাগলো, stay safe, take care, 👍
অনবদ্য, মনকাড়া উপস্থাপনা.. আর তার সঙ্গী হিসেবে অপার সৌন্দর্যের ডালি নিয়ে হাজির হওয়া দার্জিলিং.. মন ছুঁয়ে গেল এই ভিডিওটি
Bhalo laglo.
11.23 min theke sokaler videography and editing is just fatafati❤
Nomoskar sir, ami ekjon IT employee, Apnar presentation Khub Bhalo lage, osadharon. Apni ekjon computer science er teacher jene khub bhalo legechilo. Ami age janle apnar theke Sikhtam sure. All the very best sir, pronam neben
ভালো থেকো😊
অসাধারণ 👏 👏 👏 কোনো কথা হবে না দাদা..... মন ভোরে গেলো আপ্নার উপস্থাপনায় 😍 আমরা Oct এ ঘুরে এলাম new normal এ.... মন বলছে আবার যাই..... Love Darjeeling ❤️
আহা কিছু জাদু আছে মায়েরি আপনার প্রতিটা শব্দে-বাক্কে আমি মন্ত্রমুগ্ধ,সত্যি কিছু বলার শব্দ আমার কাছে নেই... অনেক কিছু ইতিহাস, সভ্যতা-সংস্কৃতি জানতে পারি আপনার ব্লগ এ... 💓💖👌👌👌🙏😊🙏👍আরো একটা কথা না বলে থাকতে পারছিনা আপনার unique accent bed test mindblowing😄😁👌👍part 2 er opekhai...
আপনার কাজ খুব ভালো লাগে। গল্প বলা, প্যাশন আর টেকনোলজিক্যাল পারদর্শিতার খুব সুন্দর সমন্বয়। দার্জিলিং বাঙালীদের একটা ইমোশন, যা একটা ভৌগোলিক অবস্থানের চেয়ে অনেক অনেক বেশি - আপনি সেটা ধরতে পেরেছেন। আমি বহু বছর দেশের বাইরে, এবং তা নিয়ে তথাকথিত নস্টালজিয়া আমার নেই। কিন্তু হিমালয় তো হিমালয়ই - আর দার্জিলিং তো দার্জিলিং-ই। কেভেন্টার্স এর ফুল ইংলিশ ব্রেকফাস্ট, গ্লেনারিজ এর পেস্ট্রি, মল-এর বেঞ্চিতে ঘন্টার পর ঘন্টা বসে কুয়াশা নামতে দেখা আর গায়ে তার ভেজা স্পর্শ, আর হঠাৎ করে গায়ে শিহরণ তুলে দেখা দেওয়া 'কাঞ্চন-দা' যিনি কখনো পুরোনো হন না। বড় ভালো লাগল আবার দেখতে, এমন একজনের চোখে যার দৃষ্টির সঙ্গে নিজের দৃষ্টি মিলিয়ে দিতে পারলাম। ধন্যবাদ।
Ek Kothay asadharon,amar sob cheye priyo jaega,khub khub sundor laglo dada,purota dekhaben 👍👌👍👌👍👌
Khub bhalo laglo ..khub sundor photography ..khub informative o . International quality .
এই মন খারাপ করা সময় আপনার প্রতি টা video মন ভালো করে দেয়। আপনি হয়তো জানেন না অজান্তে আপনি কত মানুষের মন ভালো করে দিচ্ছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ।
অনেক অনেক ধন্যবাদ, আপনাদের ভালো লাগছে এখানেই আমার সার্থকতা
osadharon laglo.. mon ta aabr chotfot kore uthlo darjeeling jawar jonno..
আপনার বলার উপস্থাপনা দারুণ
5 বার দার্জিলিং গিয়েছি। কিনতু
আবার যেতে ইচ্ছা করছে। তথ্য
গুলো ও ভাল।
অসম্ভব সুন্দর... যেমন টা আপনি করেন... দার্জিলিং যাওয়ার ইচ্ছে টা আরোই বেড়ে গেলো... দুর্দান্ত..❤️
Dada i am from Bangladesh 🇧🇩.
আপনার ব্লগ মন্ত্রমুগ্ধের মতো শুনি।
আমিও দার্জিলিং ঘুরে গিয়েছি ২০১৯ এ খুব অল্প সময়ের জন্য, কিন্তু আপনার চোখে দার্জিলিং দেখার স্মৃতি অনবদ্য। এত সাবলীল উপস্থাপনা খুব চমৎকার।
ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।
এই ভিডিওটা এই নিয়ে কততম বার দেখছি সে হিসেব আমার নিজের কাছেও নেই। দার্জিলিং, ওগো শৈলসুন্দরী, আমি তোমায় বড্ড ভালোবাসি। 💙💙💙
কি অসাধারণ বর্ণনা!!কি দারুণ সব দৃশ্য!!মন ভরে গেল!!
আরো এরকম video-র অপেক্ষায় থাকলাম!
ভালো থাকবেন!সুস্থ থাকবেন!
😊❤🙏🏿💐
অনেক অনেক ধন্যবাদ
আপনার প্রতিটা ভিডিও দেখি খুব মন দিয়ে। এত সাবলীল উপস্থাপনা ও নিখুঁত তথ্যসমৃদ্ধ কভারেজ সত্যিই প্রশংসনীয়। দার্জিলিং বিষয়ে একটা অনুরোধ, যদি windamere হোটেলের কোনও ভিডিও করে থাকেন, সেই বিষয়ে যদি কিছু তথ্য দেন পরবর্তী কোনও পর্বে।
কিছু বলার নেই ৷ এক কথায় অসাধারন ৷মনে পরে গেলো সেই ১০ বছর আগের দিন গুলোর ৷
একটা সময় চার বছরের মধ্যে তিনবার দার্জিলিং ঘুরতে গেছিলাম। দার্জিলিং আজও পাহাড়ের রানী। সুন্দর উপস্থাপনা। ভিডিওটা আমার ভ্রমণ সঙ্গী দুই বন্ধুর সাথে শেয়ার করছি।
অসংখ্য ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকুন।
আপনার জন্য বসে থাকি আর blog দিলেন এতো দিন পরে? পরেরটা না জানি আবার কবে দেবেন! এই blog টাও যথারীতি মনোরঞ্জন , information ও সৌন্দর্যে ভরপুর।অসম্ভব সুন্দর হয়েছে blog টা। ভীষণ ভীষণ ভালো ।
ভালো জিনিস বানাতে একটু সময় লাগে, তাই দেরি হয়।
😊😊😊😊
ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আর এভাবেই সঙ্গে থাকবেন।
এই ভিডিও টা হলো just wow video. One of the best video related The Darjeeling. Ami kokono jaini but jabar iche ta jeno jagie dilo ei video ta. Preme porte badho korlo jeno apnar ei video ta❤❤❤
Eto sundr darjeeling explore age kono video te dkhini....khb darun video...egiye cholun dada amra pase asi....hats off🙏🙏🙏
Apner video dakhe manus emni Darjeeling pream porbe. Ato sundor apner description.
আপনি কি ভালো ভাবে কথা বলেন। আমার এই দার্জিলিং ৩,৪ বার ঘুরে ছি তবে ১৯৮৮,১৯৯০তে তাই আবার নতুন করে দেখলাম । আমি আজ আপনাদের সাইট এর প্রথম । ধন্যবাদ ভাই আপনাকে অনেক ইতিহাসের কথা শুনলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ!!
Khub valo laglo dada apnar video ta. Amader chena Darjeeling ke ei video ta te sompurno ochena laglo. Sotti osadharon...
সব দার্জিলিং ট্র্যাভেল শো গুলা ঠিক একই রকম। আপনি গতানুগতিকার বাইরে।খুব ভাল লাগলো।
ধন্যবাদ
Every time I feel that urge to go to Darjeeling, every time when I feel bit down and as a pure Bengali when I day dream about Darjeeling as remedy and medicine....and for all those moments when I can't travel to Darjeeling, I come to this video....I have visited Darjeeling for more than once and will visit again in future, but thanks to you I have 'my own, very personal Darjeeling trip' Sir......
অপূর্ব সুন্দর দার্জিলিং শহর দেখে মন ভোরে গেলো।
দেখে মনে ভরে যায়।চেনা স্মৃতি যেন আবার হাতছানি দেয়।শুধু তোমার এত সুন্দর বলার জন্য।".দূর কে করিলে নিকট বন্ধু "।ধীর সুন্দর প্রাণবন্ত উপস্থাপনা।"অবাক হয়ে শুনি,কেবল শুনি"
শিবাজী দা, কি অনবদ্য উপস্থাপনা দাদা! আর কি যত্ন করে তুমি পাহাড়ের রানী দার্জিলিং কে তোমার ক্যামেরার ফ্রেমে বন্দি করেছ। অপূর্ব। পুরো ভিডিও টা দেখে মনে হচ্ছিল যেন তোমার সাথেই আমরা দার্জিলিং এর রাস্তাঘাটে ঘুরছি।
ধন্যবাদ
Aage like r comment kore video dekha suru korchhi.... Notun kore bolar kichhu nei hote cholechhe r ak fatafati video..... 👍👍❤️❤️
Thank you Shibajida for showing Himalayan coffee house. Cafe ta khubi sundor ar prochondo bhir er Darjiling e shanto cafe te giye monta bhore gelo,ar blue tea amar wife er khubi bhalo legeche,apnar sob video gulo dekhe anek kichu jante pari kono jaygar sombondhe. Anek dhanyabad.
Thank you dada. April a jawar plan korchi. Khub help korbe video ta. Next video tar jonno apekhay roilam.
Apnar joto vdo dekhechi sob gulo bhison sundor.r jara ghurte jabe tader jonno bhison helpful.
Darun laglo shibaji da❤... Darjiling manus koto bar jae... Kintu apni jano onno darjiling dakhalen... Apnar uposthapona, personality, voice , looks , beautiful heart sob kichu nie osadharon apni❤.. Amar moner govirotae apni chirokal thakben shibaji da... 😊
Khub khub bhalo laage apnar content dada. Waiting for the next one. West Bengal er eto sundor sundor jayga apni cover koren, darun laage. Aro erom videor ashaye thakbo.
🏔️🌿💞❤️🙏🏔️
এতো সুন্দর এডিটিং এবং মিউজিক এর সিংক্রোনাইজেসান 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 ❣️ সব চেয়ে ভাল লাগলো। ভিডিও র স্পিড এর স্ছন্দে মেঘের মতো ভেসে বেরানো।
ভালো থাকবেন । ইচ্ছা থাকলো । কোন না কোন দিন ঠিক আলাপ করবো।
Dada apnar video gulo khub enjoy korchi specially during this pandemic. Rajasthan er por ebar Darjeeling suru korlam. 26 years kolkatai chilam kintu kokhono Darjeeling berano hoi ni....next jokhon Kolkata jabo Darjeeling ghurte jawar ichche roilo...
অসাধারণ লাগল আপনার দারজিলিন ভিডিও টা আমি ও তিনবার সেখানে গিয়েছিলাম দার্জিলিং য়ের মাল মহাকাল মন্দির সেভেন পয়েন্ট টাইগার হিল রোপ বাতাসিয়ালুপ মোমো সুপ পরক সবুজ বনানী চাবাগানে ঘোরাঘুরি সত্যি অসাধারণ আপনার এই ভিডিওটা দেখে মনটা ভালো হয়ে গেল অনেকদিন পর আপনি ভিডিও পাঠালেন আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ, সঙ্গে থাকুন এভাবেই। ❤️❤️❤️
Eto sundor simple vabhe sob Kichu bujhia diachen..khub valo videography...Mon vore gelo..
অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন এভাবেই।
খুব সুন্দর Script.........
বেড়ানোর দৃষ্টিভংগী, দৃশ্যগ্রহন , উপস্থাপনা, মিক্সিং অ সা ধ র ণ ..........
খুব সুন্দর এডিট হয়েছে ভিডিও টা দাদা, খুব ভালো লাগলো
আপনার দার্জিলিং ভ্রমণের ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। আপনার উপস্থাপনাও আমার ভালো লেগেছে দাদা। সাবস্ক্রাইব করলাম। ধন্যবাদ দাদা।
খুব ভালো লাগলো। যাচ্ছি সামনেই। জানি না আবহাওয়া কেমন পাবো। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না, তাও জানি না। কিন্তু আপনার ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো।
অসাধারণ
খুব ভালো লাগলো আপনার প্রোগ্রাম
All the best👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯
অসাধারণ দাদা। আপনার প্রত্যেকটি ভিডিওতেই খুব সুন্দর উপস্থাপনা। এভাবেই এগিয়ে চলুন। আরও অনেক সুন্দর ভিডিওর অপেক্ষায় রইলাম।
সত্যিই আপনার বর্ননা অসাধারণ। আমি আপনার ভিডিও এই প্রথমবার দেখছি। আমার দেখা বাংলার সেরা Travel Vlog
ধন্যবাদ, সঙ্গে থাকুন!😊
ব্যাপক আনন্দ তোমার এই চেষ্টায়। ভালোবাসা অবিরাম দাদা
আমার ভারতের প্রথম পছন্দ শহর দার্জিলিং। কাশ্মির গিয়েছি।সে এক আরেক অপূর্ব প্রকৃতি।তবে দার্জিলিং একদমই আলাদা। পাহাড় ভালবাসলে, দার্জিলিং এর মায়ায় সবাই ভুলবেই।
অসংখ্য ধন্যবাদ দাদা।আপনার ভিডিও আমি দেখছি, শেয়ার করছি এবং লাইকও দিচ্ছি।😍
অসাধারণ লাগলো , অত্যন্ত ভালো । যেমন ভাষ্য পাঠ সহ সমগ্ৰ উপস্থাপনা তেমনি VDO Edit , সেইসঙ্গে পরিপাটি , পরিচ্ছন্ন , দৃষ্টিনন্দন , সাবলীলভাবে স্থানীয় মানুষজন কে উপস্থিত করিয়েছেন , আপনার থাকার জায়গা এবং স্থানীয় সেরা জায়গায় খাওয়া সব সময়ই সেরা Choice হয় এবারও তার ব্যাতিক্রমতো ছিলই না আরো অসাধারণ ছিল !
প্রতিবারের মতো পরবর্তী প্রতিটা পর্বের অপেক্ষায় রইলাম , শেষে আবারও বলি Superb
Onek important tothyo janlam..bhalo laglo
Apnar video amar family r sobaike fan banie diechi.. bachhara aro fan apnar...apni great... Apnar voice commendable..🙏🙏💖💖💖
অবশেষে প্রতীক্ষার অবসান হলো। দুর্দান্ত ভিডিওগ্রাফি, অদ্ভুত ভাষ্য পাঠ। দারুণ এনজয় করলাম।
ধন্যবাদ
Darun laglo apni aro video kore pathaben amra dekbo ar enjoy korbo