ভারতের প্রথম গ্রাম মানা ও বদ্রীনাথ। ঘাঙ্গরিয়া থেকে বদ্রীনাথ। উত্তরাখণ্ড। Uttarakhand। পর্ব -৭

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • ‪@bhonkatta03‬
    #mana
    #badrinath
    #firstvillageofindia
    #Uttarakhand
    #Chamoli
    #govindghat
    এবারের গল্প সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,২০০ ফুট উচ্চতায় ঘাঙ্গরিয়া থেকে গোবিন্দঘাট হয়ে বদ্রিনাথ সঙ্গে ভারতের প্রথম গ্রাম মানা গ্রাম।
    দেবভূমি উত্তরাখণ্ডের চামোলি জেলায় হিমালয় পর্বতমালার গাড়োয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে নরনারায়ণ পর্বত শৃঙ্গ ধারা পরিবেষ্ঠিত এই বদ্রিনাথ মন্দির। আমাদের চারধাম এর মধ্যে অন্যতম ধাম এই বদ্রিনাথ। এই মন্দিরের অপর নাম বদ্রিনারায়ণ মন্দির। এখানে রয়েছে এক মিটার উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরের নারায়ণ মূর্তি। এখানের প্রধান উৎসব হিসেবে মা গঙ্গার পৃথিবীতে অবতরণ করাকে কেন্দ্র করে পালিত হয় "মাতা মূর্তি কি মেলা"। এই মন্দির উত্তর ভারতে অবস্থিত হলেও মন্দিরের প্রধান পুরোহিত নির্বাচিত হন ভারতবর্ষের কেরালা রাজ্যের নাম্বুদিরি ব্রাহ্মণ সম্প্রদায় থেকে। মন্দিরে নিচেই রয়েছে তপ্ত কুণ্ড বা উষ্ণ প্রস্রবণ। এই প্রস্রবনের গড় তাপমাত্রা ৫৫ ডিগ্রি সেন্টিগ্রেড। সাধারণ ভক্তদের মতে এখানে স্নান না করে মন্দিরে প্রবেশ করা যায় না। এখানে মন্দিরের ভেতরে দুটি পুকুর আছে নারদ কুণ্ড ও সূর্যকুণ্ড।
    বদ্রীনাথ মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই রয়েছে ভারতের প্রথম গ্রাম মানা। আর মানা গ্রাম থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে রয়েছে মানা পাস যেখানে ভারতের অন্তিম সীমান্ত। এই মানা গ্রাম জুড়ে রয়েছে বহু ঐতিহাসিক কাহিনী। এখানেই একমাত্র লক্ষ্য করা যায় সরস্বতী নদীকে আর মাত্র ৭০০ মিটার যাবার পর মিশে গেছে অলকানন্দা নদীর সাথে কেশব প্রয়াগে। এই বিলীন হয়ে যাবার পেছনে একটি ঐতিহাসিক কাহিনীও আছে, ব্যাসদেব গুহা থেকে যখন ভগবান গণেশ কে নির্দেশ দিচ্ছিলেন মহাভারত লিপিবদ্ধ করার জন্য ঠিক সেই সময়ে সরস্বতী নদী প্রচন্ড বেগে সশব্দে আপন মনে বয়ে চলছিল আর তাতেই মহাভারত লিপিবদ্ধ করতে অসুবিধা হলে ভগবান গণেশ সরস্বতী নদী কে বিলীন হয়ে যাবার শাপ দেন, আর তারপর থেকেই নাকি সরস্বতী নদীর অস্তিত্ব কেবল মানা গ্রামেই পাওয়া যায় প্রয়াগ পর্যন্ত। এখানে রয়েছে সরস্বতী ধাম, ভীমপুল, ত্রিপুরবালা সুন্দরী মন্দির, ব্যাস গুহা ও গণেশ গুহা ও স্বর্গ রোহিনি পথ।
    পঞ্চপান্ডবেরা যখন স্বর্গে যাত্রা করছিলেন সেই সময় এই সরস্বতী নদীকে অতিক্রম করার জন্য ভীম যে পাথরটি দিয়ে রাস্তা তৈরি করেছিলেন সেই রাস্তা আজও বর্তমান আর সেই রাস্তাই হল ভীমপুল। আর যখন পঞ্চপান্ডবেরা যাচ্ছিলেন সেই সময় একে একে সবাই প্রাণ ত্যাগ করেন যুধিষ্ঠির ছাড়া। প্রথম প্রাণ ত্যাগ করেন দ্রৌপদী, আর বর্তমানে সেই স্থানে রয়েছে ত্রিপুরবালা সুন্দরী মন্দির। এখানে রয়েছে সবচেয়ে সুন্দর বসুধরা ওয়াটারফল। শোনা যায় এই ওয়াটারফল এর জল ছিটকে এসে গায়ে লাগার উপর নির্ভর করে পাপ-পুণ্য। যদি এই জল গায়ে লাগে তবেই আপনি পূর্ণি করেছেন। এও শোনা যায় পঞ্চপান্ডবদের মধ্যে সহদেব এখানেই প্রাণ ত্যাগ করেন।
    এখানে রয়েছে প্রায় ৫৩০০ বছরের পুরনো ব্যাস গুহা ও গণেশ গুহা।
    গ্রামবাসীদের মতে এই মানা গ্রাম ঘুরতে এলে প্রথমে দর্শন করতে হয় গণেশ গুহা তারপর ব্যাস গুহা। এখানে অনেকগুলোই ভারতের প্রথম চায়ের দোকান রয়েছে (কিন্তু কোনটা প্রথম সেটা আমার জানা নেই)।
    Trek go India Tour Operator
    Vrijmohan Bhai : +91 94107 05050
    Pramod Bhai : +91 75052 77370
    গোবিন্দঘাট এর কিছু হোটেল:
    Shiva Home Stay
    Mob.: 7668749611 / 9412966208
    Maheen Residency Hotel and Restaurant
    Mob.: 7251090686 / 6396479814
    Hotel Maheshwari
    Mob.: 7668757629
    হরিদ্বার থেকে কোথাও যাবার জন্য গাড়ি বুকিং :
    Sangam Travels: 7838146928
    B Tour & Travels: 8650191999 / 9639012123
    Shri Rudra Tour & Travels:
    9045278000 / 8439997977 / 9720006292
    Guru Kripa Tour & Travels:
    9997331129 / 7895321560
    হরিদ্বারে থাকার জন্য হোটেল নম্বর
    Hotel Vasu Guest House:
    9990624631 / 9818351509
    ঘাঙ্গরিয়ার কিছু হোটেলের ফোন নাম্বার
    Hotel Kuber : 9627006010 / 9917979792
    Mukunda Guest House: 9410116383
    Hotel Shri Narayan: 9456711690/9456110257/7579001632
    Hotel Deepak: 9411311886
    Ghangaria Inn: 7818044648
    Kuber Annex: 9412407006/7579000833
    Hotel Priya: 8006551137/7409335016
    Hotel Nanda Parwati: 9528377096
    গোবিন্দ ঘাট থেকে ঘাঙ্গরিয়া: • ঘাঙ্গরিয়া। পায়ে হেঁট...

КОМЕНТАРІ • 12

  • @timepsss
    @timepsss 10 днів тому +1

    খুব সুন্দর🎉

  • @sumantaroy5713
    @sumantaroy5713 8 днів тому

    Khub sundor

  • @UtpalRay-d4b
    @UtpalRay-d4b 8 днів тому

    Nice.

  • @taraknathpal3721
    @taraknathpal3721 8 днів тому

    Beautiful ❤❤❤

  • @priyankarnandi466
    @priyankarnandi466 10 днів тому +1

    Khub valo laglo.......

  • @mukulpakhira6160
    @mukulpakhira6160 9 днів тому

    অসাধারণ খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা আমরা গত বছর বদ্ধীনাথ মাণাগ্রাম দর্শন করেছি এবছর ব্যাসগুহা ছাউনি হয়ে ছে রং করা হয়েছে / আপনাকে ধন্যবাদ জয় বদ্ধীবিশাল 🙏🔱⛩️

    • @bhonkatta03
      @bhonkatta03  9 днів тому

      ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏

  • @menokabose5602
    @menokabose5602 10 днів тому +1

    Sir apnar videography khub sundor, apni kon camera use koren , pls ektu bolben.

    • @bhonkatta03
      @bhonkatta03  9 днів тому +1

      ভিডিওটি দেখার জন্য আপনাকে প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏
      প্রথমত আমরা সবাই এক - মানুষ, তাই যদি সম্মান দিতে হয় দাদা বলুন এতেই যথেষ্ট 😊, এতে আমি বেশি খুশি হব।🙏
      এবার আশি আপনার কোশ্চেনের, আমি গো প্রো হিরো ইলেভেন ব্লাক ব্যবহার করি ভিডিওগ্রাফির জন্য। আমার একটা canon 220d মার্ক 2 আছে, ওটা আমি ভিডিও করতে ইউজ করি না।
      যদি আর কিছু কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, আমার যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন। 🙏

    • @menokabose5602
      @menokabose5602 9 днів тому

      @@bhonkatta03 thank you dada, aapni ki burdwan ai thaken?

    • @bhonkatta03
      @bhonkatta03  8 днів тому +1

      হ্যা, আমার বাড়ি বর্ধমানে।🙏