এক টবের এক গাছে অর্ধশত এর অধিক লাউ পাওয়ার উপায় | ০ থেকে ৭৫ দিন পর্যন্ত পরিচর্যা | Gourd plant caring

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 111

  • @kakalipatra643
    @kakalipatra643 4 дні тому

    খুব উপকৃত হলাম, ধন্যবাদ আপনাকে।

  • @Sharmin_Vlog09
    @Sharmin_Vlog09 15 днів тому

    আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো

  • @zakiruzzaman-fs6og
    @zakiruzzaman-fs6og 14 днів тому

    খুব উপকৃত হলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @rashidulislam3687
    @rashidulislam3687 17 днів тому

    apnar video gulo onek sundor

  • @BOSSCITY4444
    @BOSSCITY4444 16 днів тому

    Thanks for imformation😊

  • @yeasminjahan3874
    @yeasminjahan3874 28 днів тому +1

    অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগলো।

  • @rosemarymondal3002
    @rosemarymondal3002 Місяць тому

    Khub sundar hoyache video Dhanabad Dadavai❤

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      ধন‍্যবাদ দাদাভাই। আজকে আরেক ভিডিও ছাড়লাম। এক গাছে 30 কেজি বেগুনের ভিডিও।

  • @AbdurRahman-zg2hm
    @AbdurRahman-zg2hm Місяць тому

    osadaron . bolar vasa nai ato sundor hoice video. bolar doron bujanor doron.

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      ভাই আপনাকে অনেক ধন‍্যবাদ। 2/3 দিনের মধ‍্য‍ এক গাছে 30 কেজি বেগুন কি করে ফলানো যায় তা নিয়ে একটি ভিডিও আসবে। ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। শুধু অনুরোধ না আপনাকেও এই ধরণের একটি ড্রাম কিনে মাটি তৈরী করে ছাদ বাগানে চাষা বাদের জন‍্য আনুরোধ করছি এবং আপনার আপনজনকে এরকম চাষাবাদের জন‍্য উৎসাহিত করুন।

  • @md.jakirhossain3061
    @md.jakirhossain3061 26 днів тому

    Thank you very much bro, ami amon akta kichu e khujsilam

  • @JourneyofmyLifeJahid
    @JourneyofmyLifeJahid Місяць тому

    THANKS FOR SHARING.

  • @AsadZaman-t6z
    @AsadZaman-t6z Місяць тому

    আপনি খুব চমৎকারভাবে বুঝিয়েছেন

  • @SheikhMostofa-v4u
    @SheikhMostofa-v4u Місяць тому

    ভাই আপনাকে ধন্যবাদ আপনার ভিডিও দেখে অনেক খুশি হলাম বরিশাল থেকে আমিও একজন ছাদ বাগানি।

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      আসতে শাল যেতে শাল যার নাম বরিশাল। আপনাকে অনেক ধন‍্যবাদ। অল্প কিছু দিনের মধ‍্য আমার চ‍্যানেলে ইউটিউবে প্রথম এক গাছে 30 কেজি বেগুনের ভিডিও আসবে। ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন।

  • @nabilhasan6962
    @nabilhasan6962 Місяць тому

    নাইস

  • @md.shafiulkarimranju5061
    @md.shafiulkarimranju5061 Місяць тому +1

    দাদা আপনার ভিডিওটি তথ্য বহুল তাই একটা like দিয়ে subscribe'ও করেছি , পরবর্তী নতুন নতুন video পাওয়ার জন্য । আমিও মাটিতে এবং ছাদে শখ করে অল্প পরিসরে লাউ, শিম, ধূন্দল, করল্লা, দুধকুষী, পানি কুমড়া, বরবটিসহ কিছু মৌসুমী শাক আবাদ করার চেষ্টা করে থাকি । ফলাফল আলহামদুলিল্লাহ মোটামুটি সন্তোষজনক , তবুও আপনার পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করবো !
    আপনার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভকামনা রইল ...!!!!

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      ধন‍্যবাদ আপনাকে। আমি একটা কথাই বলবো লাউ/কুমড়া/বিলাতি ইত‍্যাদি চাষের জন‍্য ছাদে দূটি বা একটি 150 থেকে 200 কেজি মাটি ধারণ খমতা সম্পর্ণ টব স্লাব ইটের গাথুনি করে তৈরী করে নিবেন। প্রচুর ফল ধরবে। আপনি বছরে 4/5 বার চাষ করতে পারবেন।
      কেমন করে 4/5 বার চাষ করতে পারবেন?
      ব‍্যাখ‍্যা ; আমার গাছে যখন লাউ ধরা শুরূ হয়ে যায় তখন 6/8 ইঞ্চি ছোট টবে লাউয়ের চারা রোপন করে দিই। পাশাপাশি 40 দিনের মধ‍্য এই চারা গাছটি 2/3 হাত মতো বড় হতে হতে পুরাতন গাছের লাউ ধরা শেষ হয়ে গেলে তখন ঐ 40 দিনের লাউ গাছটি মুল টবে পুরাতন লাউ গাছটি উঠিয়ে মাটিকে একটু উলটা পালটা করে গাছটি লাগিয়ে দিই।

  • @aklimaakter3059
    @aklimaakter3059 Місяць тому

    আপনার বন্ধু হয়ে গেলাম

  • @BOSSCITY4444
    @BOSSCITY4444 15 днів тому

    Please growing sweet pumpkin like this video😊

  • @mujahidmoin2115
    @mujahidmoin2115 Місяць тому

    ভাইজান খুবই সুন্দর করে বুঝিয়েছেন। খুবই উপকৃত হয়েছি, সামনে ইনশাল্লাহ আমিও ট্রাই করব। কিন্তু লাউ চাষের জন্য মাটি তৈরির প্রক্রিয়াটা একটু বলতেন যদি।

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому +2

      আপনাকে অনেক ধন‍্যবাদ।
      আমার চ‍্যানেলে মাটি তৈরির একটি ভিডিও আছে সেটা একটু কষ্ট করে দেখে নিবেন।
      আর একটি বিষয় হলো লাউ/কুমড়া/মিষ্টি কুমড়া এগুলি ছাদে ছোট টবে/বস্তায়/বালতিতে করবেন না। ফলন কম হবে। আপনি আপনার ছাদে 12 ইঞ্চি উচ্চতা এবং 36 ইঞ্চি চওড়া রাজ মিস্ত্রিকে দিয়ে ইট দিয়ে একটি টব বানিয়ে নিবেন। যাতে করে কমপক্ষে 150 কেজি মাঠি ধরে। এরকম টবে মাটি প্রস্তুত করে নিয়ে গাছ লাগালে আনায়াসেই 30 থেকে 40 টা লাউ/কুমড়া পাবেন। তখন আপনার মনটা প্রফুল্লতে ভরে উঠবে।

  • @mdjamal1989
    @mdjamal1989 Місяць тому

    Vai sam ami o lau chash gas lagiase❤❤🇧🇩

  • @mdrashedulislamarif2390
    @mdrashedulislamarif2390 25 днів тому

    মরিচ টমেটো গাছের জন্য কত ইঞ্চি টব ব্যবহার করব একটু জানাবেন

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  25 днів тому

      মরিচ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি।
      টমাটো সর্ব নিম্ন 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এর থেকে যত বেশি বড় টব/ড্রাম হবে ততো বেশি ফলন হবে।

  • @mitahabiba1676
    @mitahabiba1676 2 місяці тому +12

    আপনার মতো করে বেগুন গাছে লাগিয়েছি।আপনি যে ভাবে, যে পরিমানে যা দিয়েছেন আমি তাই দিয়েছি।একেবারে সেইম।আজ গাছের ২ মাস হতে চলেছে।কিন্তু আপনার মতোন এতো ভালো হয় নাই গাছ আমার মনে হচ্ছে।

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому +2

      আমার বেগুনের জাত ছিলো পার্পল King। আপনি কি পার্পল king জাতের বেগুন লাগিয়েছেন?

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому +1

      আপনার কমেন্ট পড়ে আমি বিচলিত। ধৈয‍্য হারাবেন না। আর এক মাস পরে এক টবে এক গাছে এক সিজনে 30 কেজি বেগুনের ভিডিও আসবে। ভিডিওটি দেখলে আপনি অরো অনেক কিছু শিখতে পারবেন।

    • @mdjuwelrana787
      @mdjuwelrana787 2 місяці тому

      ভাললাগলো,,আপনি কমেন্ট এর রিপ্লাই দেন। এভাবে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ 😊

    • @mitahabiba1676
      @mitahabiba1676 Місяць тому

      @@tusherkantimazumdar8563 ভাইয়া বিচলিত হওয়া র কিছু নাই।নিশ্চয় আমার কোথাও ভুল হয়েছে। আর আমি সেইম বেগুন লাগাইনি আপনি যা লাগিয়েছেন। তবে আপনার সব ভিডিও আমি দেখি এবং উৎসাহ পাই।ধন্যবাদ ভাই।

    • @mitahabiba1676
      @mitahabiba1676 Місяць тому

      ভাই বিচলিত হওয়ার কিছু নাই। নিশ্চয়ই আমি কোথাও ভুল করেছি। আর আপনার এবং আমার বেগুনের প্রকার এক না।এজন্য হয়তো এমন হয়েছে। তবে ভালো লাগছে আপনি কমেন্ট গুলো পড়েন দেখে। আপনার সব ভিডিও আমি দেখি। সুন্দর করে বুঝিয়ে বলেন আপনার ভিডিও দেখে উৎসাহ পাই। আশা করি গাছের, বাগানের কোন সমস্যায় পরলে আপনার কাছে তার সমাধান পাবো। ভালো থাকবেন।

  • @ferojakhanom3944
    @ferojakhanom3944 2 місяці тому +2

    একটা ফূল দিয়ে কয়টা পরাগায়ন করা যায়

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому +1

      খুব সুন্দর প্রশ্ন করেছেন। 4-5 টি করা যায়।

  • @AniIslam-ir7ki
    @AniIslam-ir7ki 24 дні тому

    বীজ কোন মাসে বপন করেছিলেন দাদা

  • @ShanazBegum-t6i
    @ShanazBegum-t6i Місяць тому

    ভাই আমি কানাডা থাকি , আমাদের এখানে জুন মাসে বাগান শুরু করি ও ৪ মাস পরে ঠান্ডা পড়ে যায় , তাই আমি জানতে চাই সুলতান লাউ কি সামারে করা যাবে ? শীত কালীন হলে এখানে হবে না . জানাবেন pl

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      সুলতান লাউ একটি হাইব্রিড লাউ তাই এই গাছ সব সিজনে করা যায় তবে শীতকালে সব লাউ গাছে ফলন বেশি হয় আর গরম কালে ফলন কম হয় এই পার্থক্য।

  • @salmakhanom3878
    @salmakhanom3878 Місяць тому

    ভাই খুব সুন্দর করে ডিটেইল বলেছেন। ধন্যবাদ আপনাকে। ভাই ,সবগুলো ডাল ২G কাটিং করে দিলে সবগুলোতেই স্ত্রী ফুল হবে। তাহলে পুরুষ ফুল আসবে কোন ডাল থেকে, সেটা বুঝতে পারলে ভালো হত। উত্তর দিলে উপকৃত হব।

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      কান্ড থেকে প্রধান শাখা পর্যন্ত সবি পুরুষ ফুল আসবে। প্রধান শাখা থেকে যেগুলি ব্রাঞ্চ বের হবে সেগুলিতে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দূটোই আসবে। তারপরে মানে 2G ব্রাঞ্চ থেকে যেগুলি ডাল/ডগা বের হবে সেগুলিতে সবি স্ত্রী ফূল আসবে।

    • @fariarahmannowrin4871
      @fariarahmannowrin4871 Місяць тому

      ​@@tusherkantimazumdar8563একটা পুরুষ ফুল দিয়ে কি একটা মহিলা ফুল এর পরাগায়ন করবো? নাকি এক এর অধিক মহিলা ফুল পরাগায়ন করা যাবে?

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      একটা পুরুষ ফুল দিয়ে 5 টি স্ত্রি ফুলের পরাগায়ন করা যায়।

  • @SkGayesh
    @SkGayesh Місяць тому

    Dada ami amar lau gache sob rokom porichorca kore chi kintu amar lau gach biddi hocche na

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      বড় ড্রামে লাউ গাছ লাগান। লাউ গাছের জন‍্য প্রচুর মাটি লাগে।

    • @SkGayesh
      @SkGayesh 29 днів тому

      Tiki bolechen amar to bostai lau gach lagano ache

  • @NurjamanBadon-fg1di
    @NurjamanBadon-fg1di 2 місяці тому

    Abar first chade law gach korechi apnr video follow kore porichorja korbo..Jodi fol ase apnk chobi pathabo apnar sathe kivabe jogajog korbo jodi aktu bolten

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому

      আপনাকে অনেক ধন‍্যবাদ। 50 টির বেশি লাউ ফলানোর জন‍্য কয়েকটি দিক খেয়াল রাখতে হবে।
      1. টবের মাটি ধারণ খমতা কম করে 150 কেজি হতে হবে।
      2. উপযুক্ত জৈব সার দিয়ে মাটি তৈরী করার পর 15 দিন পরে লাউয়ের বীজ বপন করতে হবে।
      3. আশ্বিন/কার্তিক মাসে বীজ বপন করলে শীতকালে আধিক ফলন হবে।
      4. গরমে লাউ চাষ করলে লাউ হবে কিন্তু ফলন অনেক কম হবে।

    • @NurjamanBadon-fg1di
      @NurjamanBadon-fg1di 2 місяці тому

      ​@@tusherkantimazumdar8563dada bij gulo to kon masher seta to jana nei ami sudhu dokane giya niya asechi😢R onk dhonnobad rply deyar jnno nxt apnr video follow kore begun gach lagabo

  • @SazidAhmedSagor
    @SazidAhmedSagor Місяць тому

    মাটি কিভাবে তৈরি করলেন বললে ভালো হতো

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      হ‍্যা এই প্রশ্ন আমাকে অনেকেই করেছে। সামনে আপনাদের সব প্রশ্ন নিয়ে আরেকটি আরেকটি দুর্দান্ত ভিডিও দিব।

  • @Freefire12345-q
    @Freefire12345-q 2 місяці тому

    🎉ভাইয়া এফসাম সল্ট দেই সে খেত্রে কি নিম ইস্পে দুইটা কতো দিন পর পর করব দয়া করে জানাবেন বিরক্ত হবেন না

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому +1

      এপসন সল্ট ব‍্যবহারের 3 দিন আগে ও 3 দিন পরে কোন প্রকার সার/কিটনাশক ব‍্যবহার করা চলবে না। তারপর আপনি দিতে পারবেন।

    • @Freefire12345-q
      @Freefire12345-q 2 місяці тому

      ধন্যবাদ ভাইয়া

  • @anikaakter8495
    @anikaakter8495 Місяць тому

    দাদা এই মুহুর্তে যদি লাউ এর বীজ লাগাই, তাহলে ফলন কি আশানুরূপ পাবো?

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому +1

      অবশ্যই। আজকে 16 নভেম্বর শীত এখনো সারে তিন মাস থাকবে। আমার চ‍্যানেলে মাটি তৈরীর ভিডিওটি দেখে মাটি প্রস্তুত করে নিয়ে 20 দিন পরে লাগিয়ে দিন।

    • @anikaakter8495
      @anikaakter8495 Місяць тому

      @tusherkantimazumdar8563 Thank you so much for the prompt reply, I'm big fan of yours

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому +2

      @@anikaakter8495 আপনি একটা কাজ করুণ। মাটি তৈরীর 20 দিন পর সেই মাটিতে লাউয়ের বীজ রোপন করলে আপনি 20 দিন পিছিয়ে যাবেন। আজি আপনি ছোট 6 ইঞ্চি টবে লাউয়ের বীজটি রোপন করে দিন। 20 দিন পর 6 ইঞ্চি টবের রোপন করা গাছটি আধ হাত বড় হয়ে যাবে। সেই গাছটি 6 ইঞ্চি টব থেকে বের করে মুল টবের মাটিতে প্রতিস্হাপন করে দিবেন।

  • @zubaerprince7326
    @zubaerprince7326 2 місяці тому +1

    নিম পানি কি লাউ গাছ বড় হওয়ার পরেও স্প্রে করতে হবে? আর খোল পচা পানি কতদিন পর পর দিব

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому +3

      নিম পানি 45 দিন পযর্ন্ত দিবেন। খোল পানি/ সবজি পচা পানি 7 দিন অন্তর অন্তর দিয়ে যাবেন মানে এক সপ্তাহে খোলপানি দিলে পরের সপ্তাহে সবজির খোসা ভিজা পানি দিবেন।

  • @aklimaakter3059
    @aklimaakter3059 Місяць тому +1

    আমি দুবাই থাকি, আমার বাসার সামনে কিছু জায়গা আছে, ঐখানে আমি গাছ লাগাই। এইবার ফলন ভালো হচ্ছে না কারণ মিলিবাগ এটাক করছে,

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому +2

      আপনি চারা রোপন করার 10 দিন পর থেকে 5/7 দিন অন্তর অন্তর নিম পানি স্প্রে করে যাবেন এবং মাসে একবার যে কোন কোম্পানির ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তাতে করে মিলিবাগ হয়য়ার সম্ভবনা 80% কমে যাবে। সামনে এক টবে এক সিজনে 30 কেজি বেগুনের ভিডিও আসবে। আবশ‍্যই দেখবেন। ভালো লাগবে

    • @aklimaakter3059
      @aklimaakter3059 Місяць тому

      @@tusherkantimazumdar8563 অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।🤲🤲

  • @Freefire12345-q
    @Freefire12345-q Місяць тому

    ভাইয়া নিম পাতা জাল করা কিটনাসক দেয়ার পরের দিন ইফসাম সল্ট দিয়েছি কোন সমস্যা হবে কি বা ইফসাম সল্টের কাজ হবে কি না আবার দিবো তিনদিন পর বা মাটিতে দিয়েছি সাথে এক চামচ করে গাছের গোরায় গেলে কি সমস্যা হবে গাছের পাতা এতো লাত তাই দিয়েছি দয়া করে কিছু জানান

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому +1

      নিম পাতা যেহেতু জৈব কিটনাশক তাই এপসন সল্ট 1 দিন আগে পরে দিলে কিছু হবে না। তবে এপসন সল্ট গাছে প্রয়োগের 3 দিন আগে ও 3 দিন পরে যে কোন রকমের সার কিটনাশক না দেওয়াই ভালো।

  • @mdjuwelrana787
    @mdjuwelrana787 2 місяці тому +1

    আপনার লাউয়ের জাত/ নাম / মাটি তৈরি বলেননি ভাই।একটু বললে উপকার হত

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому

      ভিডিওর শুরুতেই বলেছি। আপনাদের প্রশ্নের উপর ডিপেন্ট করে আরেকটি লাউ গাছ নিয়ে ভিডিও বানাবো। সেখানে সবকিছু দেখানো হবে।

  • @serinabiswas8524
    @serinabiswas8524 Місяць тому

    আপনি নাদা বা বড় টপ কিভাবে বানিয়েছেন, ছাদের ক্ষতি হবে না?

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      প্রথমে তিন ফিটের একটি স্লাব ঢালাই করে নিয়েছি। তারপর 12 ইঞ্চি ঊচ্চতা ইট দিয়ে গাথুনি করেছি। তবে বাড়ির ফাউন্ডেশন ভালো থাকতে হবে।

  • @Freefire12345-q
    @Freefire12345-q 2 місяці тому

    ভাইয়া ছোট লাউ গুলো পচে জায় করনিও কি আর একটা সমস্যা গাছ বারেনা কি করবো তিন চার মাসে এখনো জাংলায় উঠছেনা কি করবো দয়া করে জানাবেন প্লিজ

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому +1

      আমার চ‍্যানেলে মাটি তৈরী করার ভিডিও আছে। সেই ভাবে মাটি প্রস্তুত করবেন। আর গাছ যেই টবে বসাবেন সেখানে যেন 150 কেজি মাটি ধরে সে ভাবে টব প্রস্তুত করবেন।
      আমার টবের উচ্চতা 12 ইঞ্চি প্রস্হ 36 ইঞ্চি।

    • @Freefire12345-q
      @Freefire12345-q 2 місяці тому

      ভাইয়া ছোট লাউ পচার বেপারি বল্লেন নাতো

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому +3

      ওরে বাবা ওটাও বলতে হবে। আপনাদের প্রবলেম ফেস করে সব প্রশ্নের উত্তর নিয়ে এই শীতের শেষে আরেকটি লাউ গাছের ভিডিও বানাবো। সেখানে আপনার উত্তর পেয়ে যাবেন।

  • @AsadZaman-t6z
    @AsadZaman-t6z Місяць тому

    নিম নিম পাতা না পেলে কি করব

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      নিম পাতা না পেলে যে কোন কম্পানির ফাঙ্গিসাইড একলিটার পানিতে এক চা চামুচ দিয়ে মাসে একদিন বিকেলে স্প্রে করে দিবেন।

    • @fariarahmannowrin4871
      @fariarahmannowrin4871 Місяць тому

      নিম তেল দিলে কি হবে,নিম পাতা না পেলে?

  • @nayon67
    @nayon67 2 місяці тому

    অনেক অনেক মেহেরবানী দাদাভাই। দারুন!!
    কিন্তু গাছ মাচায় উঠার পর গাছের কি কি ফাংগিসাইড বা কীটনাশক ব‍্যবহার তরেছেন, তা বললে ভাল হতো। ধন্যবাদ। ❤

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому

      অনেক ধন‍্যবাদ

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому

      গাছের বয়স 45 দিন পর্যন্ত 5 দিন অন্তর অন্তর নিমপানি স্প্রে করে গেছি। এছাড়া কোন ফাঙ্গিসাইড কিটনাশক স্প্রে করিনি। করলে ভিডিওতে দেখাতাম।

    • @znlucky
      @znlucky 2 місяці тому

      দাদা,ছাদটায় আরো সবজি লাগাচ্ছে না কেন?

  • @ferdousnafij8881
    @ferdousnafij8881 Місяць тому

    লাউ এর মাছি পোকা কি করে দমন করব??

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому +1

      এটা যেহেতু জৈব পদ্ধতিতে দেখিয়েছি তাই গাছের বয়স 15 দিন পার হয়ে গেলে 5/7 দিন পর পর নিম পানি সমস্ত গাছের পাতায় স্প্রে করে যাবেন। তাতে লাউগাছে সাদা মাছির এটাক করবে না।
      তবে মাছি পোকা একবার লেগে গেলে রাসায়নিক কিটনাশক স্প্রে করতে হবে। তা ছাড়া সাড়বে না।
      লাউগাছে অপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আরেকটি বিশদে ভিডিও বানাবো সেখানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

  • @rezaulalamrazu
    @rezaulalamrazu Місяць тому

    এতদিন যানতাম বিজ এক মুখ থাকে সেটা নিচের দিকে দেয় আজ প্রথম দেখলাম দুই মুখের দিক নিচে দিকে দে

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому +1

      তাতে করে গাছের চারা ভালোই উঠেছে যা আপনাদেরকে দেখালাম। বিজের যেই সাইড দিয়ে গাছ উপরের দিকে উঠবে সেই পজিশন উপরের দিকেই রাখা ভালো।
      আগেকার মানুষ বলেছে ভরা পেটে ফল খেতে। বর্তমানে তথ‍্যপ্রযুক্তির যুগে বলছে ভরা পেটে ফল খাওয়া যাবে না কেন জানেন ফল খুব তাড়াতাড়ি হজম হয় তাই ভাত খাওয়ার পর ফল খেলে প্রথমে ভাতগুলি হজম হবে তারপর ফলগুলি হজম হবে এতে এসিডিটি বেড়ে যায়।
      লাউ বীজের যেই সাইড দিয়ে গাছ বেরূবে সেটা নীচের দিকে বসালে গাছ নীচের দিকে ট‍্যাক গজিয়ে তারপর উপরিভাগে উঠবে এটা গাছের জন‍্য কষ্ট হয়।

    • @rezaulalamrazu
      @rezaulalamrazu Місяць тому

      @tusherkantimazumdar8563 ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বোঝানোর জন্য

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  Місяць тому

      না শুধু বুঝলে হবে না বন্ধু। শিখতে হবে। খুব রিসেন্ট আমার চ‍্যানেলে এক গাছে 30 কেজি বেগুনের আসছে। ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। এবং যে ভাবে শিখানো হয়েছে সেই ভাবে মাত্র একটি ড্রাম কিনে মাটি/সার তৈরী করে ঠিক যেভাবে দেখানো সেই ভাবে গাছের পরিচর্যা করে ফল তুলবেন। তাতে করে দেখবেন আপনার মন প্রশান্তিতে ভরে গেছে।

  • @akifstore7914
    @akifstore7914 2 місяці тому

    লাউ গাছের পাতার চার পাশ কালো দাগ হয়ে গাছ নস্ট হয় কেন?

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому

      ফাঙ্গাশ লাগার কারণে হতে পারে।
      গাছে অনুখাদ‍্যর অভাবে হতে পারে।
      মাটি ঠিক মতো করতে না পারলে হতে পারে।
      ভালো বিজ না লাগালে হতে পারে।

  • @broshan921
    @broshan921 Місяць тому

    lau chas

  • @ShahanajAkter-l1w
    @ShahanajAkter-l1w 2 місяці тому

    একটা গাছে এতো লাউ আমার গাছের পাতা হলুদ হয়ে যায় এবং পনের টা লাউ থেকে সাতটা টিকেছে

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому

      আপনি তো দেখলেন। লাউ ছোট থেকে একেবারে বড় হওয়া পযর্ন্ত দেখিয়েছি। আমার মতো করে করবেন। পাতা হলুদ হবে না।

    • @mitahabiba1676
      @mitahabiba1676 2 місяці тому

      মাশাআল্লাহ.... 😊 অনেক সুন্দর হয়েছে। কিন্তু মাটি তৈরি ত দেখাইলেন না ভাই।

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому +2

      এর পরে লাউ গাছের আরেকটি ভিডিও আসবে। সেখানে মাটি তৈরী করা দেখাবো। এবং সবার ছাদে বেশি লাউ কেন ধরেনা তার কারণগুলি তুলে ধরবো।

    • @mitahabiba1676
      @mitahabiba1676 2 місяці тому

      ভাই কি কলকাতার নাকি বাংলাদেশের রাজশাহীর

    • @tusherkantimazumdar8563
      @tusherkantimazumdar8563  2 місяці тому +4

      আমার বাড়ী রাজশাহী। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জব করি।