ধন্যবাদ দাদা। একটা ভিডিও তেই আপনি যেভাবে বেগুন গাছের A to Z পরিচর্যা দেখালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও টা আমাদের মত ছাদ বাগানি যারা গাছ নিয়ে অনেক struggle করছি proper নিয়ম না জানার কারণে। আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। সামনে এরকম আরও পূর্ণাঙ্গ সবজি গাছের ভিডিও র অপেক্ষায় আছি।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা রাখবো। 2/3 সপ্তাহর মধ্য এক বছর বয়সের কুকড়ানো মরিচ গাছকে কি ভাবে ভালো করে বাম্পার মরিচ ফলানো তা নিয়ে একটি ভিডিও আসবে। তারপরে পুণাঙ্গ মরিচ গাছ নিয়ে একটি ভিডিও দিব। কারণ আমার ভিডিও করতে অনেক সময় লাগে
তপন দা, আপনি যে অনেক পরিশ্রম ও রিসার্চ করে ছাদকৃষি নিয়ে কাজ করছেন সেটা আপনার এই ভিডিও দেখে অনুধাবন করা যায়। নির্দ্বিধায় বলতে পারি, এটা আপনার এখন পর্যন্ত বানানো সেরা ভিডিও। আমাদের দেশে কৃষিবিজ্ঞানের ছাত্র-ছাত্রী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কৃষি ডিপ্লোমা পর্যায়ে পড়াশোনা করছে, তাদের ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য আপনার এই বাগানে আসা উচিত। আপনার মতো একজন শহুরে মানুষ দৈনন্দিন শত ব্যস্ততার মাঝেও যেভাবে কৃষিকাজকে আপন করে নিয়েছেন তা সত্যিই অনুকরণীয়। আপনার ও আপনার চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
ঠিক আছে প্রতি ভিডিওতে 50% বন্ধু বলা কমিয়ে দিবো। কিন্তু 10 টা ভিডিওর কাজ আমার রানিং চলছে সেগুলির 75% ভিডিও হয়ে গেছে সেখানে তো অনেক বার বন্ধু বলে ফেলেছি। এখন ঐ 10 টা ভিডিওর Edit করে বন্ধু কেটে দিলে ছন্দ পতন হবে। পরের ভিডিও যখন নতুন করে শুরু করবো তখন বন্ধু বলা কমিয়ে দিবো।
ধন্যবাদ আপনাকে। অমার কষ্ট সার্থক হলো। আমি অনেক দিন থেকেই মনে করছিলাম এই ধরণের ভিডিও ইউটিউবে নাই। তাই আমার বন্ধুদের জন্য 4 মাস ধরে নিরলস পরিশ্রম করে এই ভিডিওটি তৈরী করেছি। পরবর্তি আকর্ষণ ফুলকফি
Sir, GEO Grow bag Use korle hobe? sadharonoto Geo bag gulote dranage hole thake na sekhetre kono probleme hobe kina. and lastly kon soomoy bij ropon korle best folafol paoa jabe?
জিও ব্যাগে ড্রেনেজ করার কোন প্রয়োজন নাই। বেশি পানি হলে মোটা কাপড়ের নীচ দিয়ে নেমে যায়। তাছাড়া জিও ব্যাগ আমি ব্যাক্তিগতো ভাবে চাষাবাদ করি না। কারণ খুব হাল্কা এবং লচপচে।
অনেক ধন্যবাদ আমার বাড়ী বাংলাদেশের রাজশাহীতে। ছাদে এক গাছে এক টবে এক সিজনে ত্রিশ কেজি বেগুন পেতে এইটুকু খরচ করতেই হবে। শবজির খোসা ব্যবহার করলে খরচ কমতো কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে। আপনাকে কথা দিচ্ছি গরিবি হালে কি করে জৈব পদ্ধতিতে বেগুন চাষ করতে হয় তা নিয়ে একটি ভিডিও দিবো।
আপনি একটা কাজ করেন। আপনার টবের মাটি কি 4/5 বছরের পুরাতন? যদি টবের মাটি বেশি পুরাতন হয়ে থাকে তাহলে সব মাটি ফেলে দিয়ে ভালো দোয়াশ মাটি ছাদে এনে আমার নিয়মে মাটি প্রস্তুত করে গাছ লাগান। 100 % ফলাফল পাবেন বি: দ্র: টবের মাটিকে খাবার পৌছে দিতে হয়। একই মাটিতে বছরের পর বছর খাবার, অনুখাদ্য দিতে দিতে সেই মাটি অনুর্বর হয়ে যায়।
অসম্ভব সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে জানতে চাই আমার ছাদে বেগুন এবং টমেটো গাছ আছে সেখানে ছোটখাটো বেগুন টমেটো চলে এসেছে বেশ কিছু ফুল ও আছে আমি সাধারণত নিমতল ব্যবহার করি আপনার কাছে প্রশ্ন হচ্ছে গাছে ফল থাকা অবস্থাতে আমি নিম তেলব্যবহার করতে পারি কিনা এবং সেইসাথে আলাদাভাবে প্রয়োজনে ছত্রাকনাশক ও ব্যবহার করতে পারবো কিনা দয়া করে জানাবেন ধন্যবাদ
ধন্যবাদ আপনাক। প্রথমত : নিম তেল/নিম পানি গুলুলো এগুলো জৈব কিটনাশক। এগুলি আপনি বেগুন/টমেটো/ফল ধরা আবস্হায় দিতে পারবেন। দ্বিতীয়ত: আপনি বেগুন/টমেটো ছাদে করেছেন অর্গানিক খাওয়ার জন্য। সেহেতু ছত্রাক নাশক সরাসরি বেগুন টমাটোর গায়ে দিবেন না। প্রয়োজনে আপনি মাটিতে দেন। তৃতীয়ত : ছত্রাক নাশক, রাসায়নিক কিটনাশক যদি গাছে প্রয়োগ করতেই হয় তাহলে প্রয়োগের 15 দিন পর বেগুন টমেটু হারভেস্ট করবেন
আমি ময়মনসিংহ থেকে দেখছি ও শুনছি। আমি দুই দিন যাবত দেখছি। এ-ই জাতের বেগুন কি গ্রীষ্মের প্রথম থেকে লাগানো যাবে? আমি আপনাকে বেগুন বিশেষজ্ঞ হিসেবে অভিহিত করলাম। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।আপনাকে অজস্র ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। আমি কোন বিশেষঞ্গ নই। শ্রাবনের প্রথম দিকে এই জাতের বীজ রোপন করলে শীতকালে অধিক বেগুন পাওয়া যায়। পার্পল কিং না পেলে ইস্পাহানি কম্পানির চৈতি লাগাবেন।
ভাই আপনার ৩০ কেজি বেগুনের সম্পূর্ণ ভিডিওটা দেখালাম। অনেক কিছু শিখলাম। আমার টবে সবসময় বেগুন ও মরিচের প্রচুর ফুল হয় কিন্তু ফল হয় না। এখন আবার টমেটোর ফুলে ভরে গেছে কিন্তু টমেটো সেট হচ্ছে না। এইগুলো প্রতিকার কি একটু বলবেন কষ্ট করে। আর মরিচ গাছ সমসময় কুকড়ে গিয়ে গাছ নষ্ট হয়ে যায় এটার জৈব কীটনাশক কি আছে বলবেন কাইন্ডলি
ভাই অনেক ধন্যবাদ। আমি আপনার কমেন্ট সম্পূর্ণ পড়লাম। আপনার গাছের টবে অনুখাদ্যর অভাব আছে। যেমন সালফার, বোরন, ম্যাগনেশিয়াম সালফেট ইত্যাদি। সালফারের অভাবে আপনার মরিচ গাছ কুকড়ে যাচ্ছে। ম্যাগনেশিয়াম সালফেট (এপসনসল্ট) এবং প্রটিনের অভাবে ফুল থেকে ফলে রাপান্তরিত হচ্ছে না। এই সমস্ত অনুখাদ্য সঠিক এবং পরিমাণ মতো দিতে হবে।
সারের দাম 1500 টাকা। ড্রামের দাম 1000 টাকা। হ্যা আপনার অনুমান ঠিক। এটা রাসায়নিক ভাবে করলে 500 টাকাতেই হয়ে যেতো। যারা এই বেগুন খেয়েছে তারা বলেছে বেগুন কাটার সময় সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবং বেগূন খেতেও ভালো।
ধন্যবাদ আপনাকে। আমার নিবাস বাংলাদেশের রাজশাহীতে। প্রথমতো টাকার বিনিময়ে সব কাজ হয় না। দ্বীতিয়ত এই বীজ এখন লাগানোর সময় শেষ আর লাগালেও ফলন অর্ধেক হবে। তৃতীয়ত : আপনার বাড়ী যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে জেলা শহরের যে কোন বড় বীজের দোকানে পার্পল কিং জাত অথবা ইস্পাহানি কোম্পানির চৈতি জাতের বেগুন বীজ পেয়ে যাবেন। চতুর্থত : তাও যদি না পান আগামি এপ্রিল মে মাসে আমাকে কমেন্টে জানাবেন ঠিকানা দিবেন। কুরিয়ারে বীজ পাঠিয়ে দিব। কোন টাকা লাগবে না।
ভাইয়া আপনার মাটী তৈয়ার করা দারুন হয়েছে ভিডিও দেখে অনেক শিখলাম খুব ভালো লাগলো ভিডিওটা।
অনেক ধন্যবাদ আপনাকে
মাশাআল্লাহ খুব সুন্দর পরামর্শ দিয়েছেন
আপনাকে অনেক ধন্যবাদ।
কিছু বেগুন আরও আগেই তোলা উচিৎ ছিল।যাই হোক আপনার গাছ খুবই সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ।
দাদা পুরো পদদতি সুন্দর ভাবে দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে
আপনাকেও অনেক ধন্যবাদ।
মাশাআল্লাহ অনেক সুন্দর পরামর্শ
অনেক ধন্যবাদ।
দারুণ মামা,,,দারুণ 🎉🎉
💖💖
Dada hum Mumbai se dekhti hu aapka video bahut sundar
Thank you
Excellent !
Thank you
দারুন দাদা ভালো লাগলো
আনেক ধন্যবাদ
Khub valo ❤❤
Thank you
খুবই ভাল হয়েছে
ধন্যবাদ।
ভীষণ সুন্দর। ভিডিও বড়ো হওয়া সত্ত্বেও বেশ উপভোগ করলাম। চালিয়ে যান দাদা।
অনেক ধন্যবাদ। সামনে ছাদ বাগানের আরো চমক আসছে।
ধন্যবাদ দাদা। একটা ভিডিও তেই আপনি যেভাবে বেগুন গাছের A to Z পরিচর্যা দেখালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও টা আমাদের মত ছাদ বাগানি যারা গাছ নিয়ে অনেক struggle করছি proper নিয়ম না জানার কারণে। আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। সামনে এরকম আরও পূর্ণাঙ্গ সবজি গাছের ভিডিও র অপেক্ষায় আছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার যেটা মনে হয় যারা নতুন ছাদ বাগানি তারা এরকম পুর্ণাঙ্গ ভিডিও পেলে অনেক সুবিধা হতে পারে।
ভীষণ সুন্দর। ভিডিও বড়ো হওয়া সত্ত্বেও বেশ উপভোগ করলাম। চালিয়ে যান দাদা। পরবতী ভিডিওতে মরিচ চাষ পদ্ধতি দেখতে চাই।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার কথা রাখবো। 2/3 সপ্তাহর মধ্য এক বছর বয়সের কুকড়ানো মরিচ গাছকে কি ভাবে ভালো করে বাম্পার মরিচ ফলানো তা নিয়ে একটি ভিডিও আসবে।
তারপরে পুণাঙ্গ মরিচ গাছ নিয়ে একটি ভিডিও দিব। কারণ আমার ভিডিও করতে অনেক সময় লাগে
Awesome vdo purotai dekhlam r onek kichu shikte parlam
অনেক ধন্যবাদ। শ্রাবণ মাসে এই বেগুনের বীজ বপন করলে শীতকালে বেশি ফলন পাবেন।
ভারতবর্ষ থেকে দেখছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারণ ভিডিও খুব সুন্দর ভাবে বুঝিয়ে ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ।
অতি শিঘ্রই ফুলকপির ভিডিও আসছে।
অসাধারণ একটি ভিডিও। ধন্যবাদ আপনাকে
আপনাকেও অনেক ধন্যবাদ
মাশাআল্লাহ। অনেক উপকার হলো।
অনেক ধন্যবাদ।
মাশাআল্লাহ
ধন্যবাদ।
Nice video dada. Thank you
Thank you for your comment
আমি এর আগের ভিডিওটা দেখার পর এই ভিডিওটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম❤❤
অনেক ধন্যবাদ। কিন্তু বললেন না তো কেমন লাগলো?
@@tusherkantimazumdar8563দাদা জবাব নেই সুপার বললেও কম হয়ে যাবে 👌👌😍
Nice
❤❤❤❤❤❤
💖💖💖ধন্যবাদ💖💖💖
আমি বাংলাদেশি, কাতার থেকে দেখছি আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ।
মাশাআল্লাহ! অনেক উপকারী ভিডিও। অনেক কিছু জানতে পারলাম। শুভকামনা রইল।
আপনাকে অনেক ধন্যবাদ।
Khub sundor vabe apni bujhiechen dada abar Ekta lonka gach nie video korben tahole khub upokrito hobo
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা রাখবো।
❤আপনাকে🎉শুভেচ্ছা
আপনাকেও শুভেচ্ছা।
Darun
Thank you.
দারুন দারুন খুবভালো লাগছে কিন্তু বেগুনগাছ কতদিন রাখাজাই? পঃবঙ্গ মেদিনীপুরথেকে!
অনেক ধন্যবাদ। 18 মাস পর্যন্ত রাখা যায়।
fish pocha gacer jonno khubi valo , ami lebu gace babohar kore khubi valo result picee.
আপনাকে অনেক ধন্যবাদ
তপন দা, আপনি যে অনেক পরিশ্রম ও রিসার্চ করে ছাদকৃষি নিয়ে কাজ করছেন সেটা আপনার এই ভিডিও দেখে অনুধাবন করা যায়। নির্দ্বিধায় বলতে পারি, এটা আপনার এখন পর্যন্ত বানানো সেরা ভিডিও।
আমাদের দেশে কৃষিবিজ্ঞানের ছাত্র-ছাত্রী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কৃষি ডিপ্লোমা পর্যায়ে পড়াশোনা করছে, তাদের ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য আপনার এই বাগানে আসা উচিত। আপনার মতো একজন শহুরে মানুষ দৈনন্দিন শত ব্যস্ততার মাঝেও যেভাবে কৃষিকাজকে আপন করে নিয়েছেন তা সত্যিই অনুকরণীয়। আপনার ও আপনার চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে কৃষি কাজের ভিডিও দিয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি।
MasAllah
Thank you
Thank you
very nice message+video new Delhi theke hore krisna
Hore Krishna. Thank you for your comment
মাসাআল্লাহ খুবই সুন্দর একটি ভিডিও। বিস্তারিত জানতে পারলাম ও অনেক কিছু শিখলাম। পেঁপে চাষ নিয়ে এধরনের A to z একটি ভিডিও চাই! Please 🙏
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার কথা রাখার চেষ্টা করবো তবে দেরি হবে।
তুষার ভাই, আপনার কাল্টিভেশইন ভিডিওগুলো ভালো লাগে । জাপানে এসেও আপনার ভিডিও দেখি। দেশে গেলে আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই।
অনেক ধন্যবাদ। আপনার কথা খুব মনে পড়ে। দেশে ফিরলে ফোন দিয়েন।
@@tusherkantimazumdar8563 দেশে গেলে ডিপার্টমেন্টে তো যাবই। দেখা হবে ইনশাআল্লাহ।
@@tusherkantimazumdar8563 জ্বি ভাই। আমার মায়ের কাছ থেকে শুনেছি । খুবই দুঃখজনক ঘটনা।
camera ta stable korte hobe. carry on. video onek valo celo.
পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ক্যামেরা স্টেবল করবো।
এতো বন্ধুরা বলার দরকার কি? তাছাড়া আপনার ভিডিও ভালোই লাগে।
ঠিক আছে প্রতি ভিডিওতে 50% বন্ধু বলা কমিয়ে দিবো। কিন্তু 10 টা ভিডিওর কাজ আমার রানিং চলছে সেগুলির 75% ভিডিও হয়ে গেছে সেখানে তো অনেক বার বন্ধু বলে ফেলেছি।
এখন ঐ 10 টা ভিডিওর Edit করে বন্ধু কেটে দিলে ছন্দ পতন হবে। পরের ভিডিও যখন নতুন করে শুরু করবো তখন বন্ধু বলা কমিয়ে দিবো।
Ami 57 মিনিট vdo টি দেখলাম
একটুও বোরিং মনে হয় নি
ধন্যবাদ দাদা ভারত থেকে বলছি
ধন্যবাদ আপনাকে।
অমার কষ্ট সার্থক হলো। আমি অনেক দিন থেকেই মনে করছিলাম এই ধরণের ভিডিও ইউটিউবে নাই।
তাই আমার বন্ধুদের জন্য 4 মাস ধরে নিরলস পরিশ্রম করে এই ভিডিওটি তৈরী করেছি।
পরবর্তি আকর্ষণ ফুলকফি
ভাই, ৩০কেজি বেগুন উৎপাদনে খরচের হিসাবটা দিলে ভালো হতো। ধন্যবাদ।
ঠিকি বলেছেন ভাই। 2025 জানুয়ারি মাসে 30 কেজি বেগুনের গাছটি কেমন আছে এ নিয়ে ভিডিও দিতে পারি। সেখানে বেগুন উৎপাদন খরচের হিসাবটা বলে দিব।
Sir, GEO Grow bag Use korle hobe? sadharonoto Geo bag gulote dranage hole thake na sekhetre kono probleme hobe kina. and lastly kon soomoy bij ropon korle best folafol paoa jabe?
জিও ব্যাগে ড্রেনেজ করার কোন প্রয়োজন নাই। বেশি পানি হলে মোটা কাপড়ের নীচ দিয়ে নেমে যায়। তাছাড়া জিও ব্যাগ আমি ব্যাক্তিগতো ভাবে চাষাবাদ করি না। কারণ খুব হাল্কা এবং লচপচে।
সঠিক যত্ন করলে একটি গাছ কত বড় হয় আজকে দেখলাম 😮😮
অনেক ধন্যবাদ।
আমার ছাদে যারা এই গাছটি বেগুন সহ নিজের চোখে দেখেছে তারা প্রত্যকেই প্রথমে আশ্চর্য হয়ে যায়।
খুব সুন্দর ভিডিও ভাই। কিন্তু উপকরণগুলি সবই এক্সপেন্সিভ... ভাই কি বাংলাদেশি? শুভকামনা রইল। আগামী ভিডিও দেখার অপেক্ষায়
অনেক ধন্যবাদ আমার বাড়ী বাংলাদেশের রাজশাহীতে।
ছাদে এক গাছে এক টবে এক সিজনে ত্রিশ কেজি বেগুন পেতে এইটুকু খরচ করতেই হবে। শবজির খোসা ব্যবহার করলে খরচ কমতো কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে।
আপনাকে কথা দিচ্ছি গরিবি হালে কি করে জৈব পদ্ধতিতে বেগুন চাষ করতে হয় তা নিয়ে একটি ভিডিও দিবো।
ভাই আমি ও ছোটবেলা থেকে গার্ডেনিং করি। কিন্তু আপনার মতো এতো সুন্দর হয় না।বড়লোকি হালে খরচ করি ঠিক ই কিন্তু সবজি হয় গরিব হালের 😅
আপনি একটা কাজ করেন।
আপনার টবের মাটি কি 4/5 বছরের পুরাতন?
যদি টবের মাটি বেশি পুরাতন হয়ে থাকে তাহলে সব মাটি ফেলে দিয়ে ভালো দোয়াশ মাটি ছাদে এনে আমার নিয়মে মাটি প্রস্তুত করে গাছ লাগান। 100 % ফলাফল পাবেন
বি: দ্র: টবের মাটিকে খাবার পৌছে দিতে হয়। একই মাটিতে বছরের পর বছর খাবার, অনুখাদ্য দিতে দিতে সেই মাটি অনুর্বর হয়ে যায়।
@@mitahabiba1676আমারও একই অবস্থা!
Best video
Thank you for your comment
অসম্ভব সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে জানতে চাই আমার ছাদে বেগুন এবং টমেটো গাছ আছে সেখানে ছোটখাটো বেগুন টমেটো চলে এসেছে বেশ কিছু ফুল ও আছে আমি সাধারণত নিমতল ব্যবহার করি আপনার কাছে প্রশ্ন হচ্ছে গাছে ফল থাকা অবস্থাতে আমি নিম তেলব্যবহার করতে পারি কিনা এবং সেইসাথে আলাদাভাবে প্রয়োজনে ছত্রাকনাশক ও ব্যবহার করতে পারবো কিনা দয়া করে জানাবেন ধন্যবাদ
ধন্যবাদ আপনাক।
প্রথমত : নিম তেল/নিম পানি গুলুলো এগুলো জৈব কিটনাশক। এগুলি আপনি বেগুন/টমেটো/ফল ধরা আবস্হায় দিতে পারবেন।
দ্বিতীয়ত: আপনি বেগুন/টমেটো ছাদে করেছেন অর্গানিক খাওয়ার জন্য। সেহেতু ছত্রাক নাশক সরাসরি বেগুন টমাটোর গায়ে দিবেন না।
প্রয়োজনে আপনি মাটিতে দেন।
তৃতীয়ত : ছত্রাক নাশক, রাসায়নিক কিটনাশক যদি গাছে প্রয়োগ করতেই হয় তাহলে প্রয়োগের 15 দিন পর বেগুন টমেটু হারভেস্ট করবেন
Pan khoyar chun deoya jabe?
হ্যা। এটাও খুব ভালো।
Kotha theke vermicompost and other shar ?
বিশস্ত সারের দোকানে। কিটনাশকের দোকানে পেয়ে যাবেন
দাদা চারা কোন মাসে রোপন করেছিলেন একদম প্রথম
শ্রাবণের পাচ তারিখে।
ভালো তথ্য দিলেন । তবে সাদা সাদা ওগুলো ছত্রাক, ব্যাকটেরিয়া নয় ।
ধন্যবাদ। লম্বা ভিডিওতো বলার সময় হয়তো ব্যাকটেরিয়া বলেছি।
আমি ময়মনসিংহ থেকে দেখছি ও শুনছি। আমি দুই দিন যাবত দেখছি। এ-ই জাতের বেগুন কি গ্রীষ্মের প্রথম থেকে লাগানো যাবে? আমি আপনাকে বেগুন বিশেষজ্ঞ হিসেবে অভিহিত করলাম। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।আপনাকে অজস্র ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। আমি কোন বিশেষঞ্গ নই। শ্রাবনের প্রথম দিকে এই জাতের বীজ রোপন করলে শীতকালে অধিক বেগুন পাওয়া যায়। পার্পল কিং না পেলে ইস্পাহানি কম্পানির চৈতি লাগাবেন।
আপনার বাড়ি কোথায়?
রাজশাহী
এই গাছ লাগানোর কি নিদিষ্ট কোনো সময় আছে নাকি বছরের যে কোনো মাসেই লাগানো যাবে??
শ্রাবণের শুরুর দিকে বীজ রোপন করলে শীতকালে অধিক ফলন পাওয়া যাবে। তবে গরমকালে এর ফলন অনেক কম হবে।
@tusherkantimazumdar8563 ধন্যবাদ 🥰
দীর্ঘ সময় নিয়ে একটা ভিডিও তৈরি করা অনেক ধৈর্যের প্রয়োজন হয় সেটা আপনার আছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য
র
অনেক ধন্যবাদ আপনাকে। আমি চাই আমার ভিডিওগুলি দেখে নতুন ছাদ বাগান যারা করছেন তারা যেন সঠিকভাবে শিখতে পারে।
Aro vdo chai dada
আপনাকে অনেক ধন্যবাদ। পুরো ভিডিও দেখেন ভাইযান।
সুন্দর হয়েছে
বরবটি চাষ ও এর পোকামাকড় দমনের ভিডিও দিবেন ,প্লিজ।
ধন্যবাদ। সব আসবে।
জমিতে বেগুন হবে কি ? প্লিজ একটু বলবেন
সমগ্র পৃথিবীতে শতকরা 99.99% বেগুন জমিতেই হয়। তাই আপনার বাড়ীর আঙ্গিনায় বেগুন হবে।
এই বেগুনর চারা কোথায় পাবো
বড় বীজের দোকানে। পার্পল কিং অথবা চৈতি জাতের।
ভাই একটা মরিচ গাছের পরিচর্যা দেখান উপকার হবে।
অবশ্যই। আপনার জন্য মরিচ গাছের ভিডিও বানাবো তাতে করে আমার সব বন্ধুদের উপকার হবে। তবে আমার ভিডিও করতে একটু বেশি সময় লাগে।
একটি গাছ থেকে কত বছর বেগুন সংগ্রহ করা যায়?
এই জাতের বেগুন থেকে সর্বচ্চ 18 মাস।
এই গ্রামে কয়টি গাছ লাগিয়েছেন?
একটি গাছ। ভিডিওটি সম্পূর্ণ দেখেন। সব কিছু আলোচনা করেছি।
ভাইয়া তাজা মাছ পচিয়ে দেয়া যাবে না
বেগুনের গাছ খাদুকে গাছ ওকে যা দিবেন তাই খাবে।
Video ta very goo but fertiliser cost 30 kg begun theke beshi.
অনেক ধন্যবাদ। সখের দাম লাখ টাকা।
ভাই আপনার ৩০ কেজি বেগুনের সম্পূর্ণ ভিডিওটা দেখালাম। অনেক কিছু শিখলাম।
আমার টবে সবসময় বেগুন ও মরিচের প্রচুর ফুল হয় কিন্তু ফল হয় না। এখন আবার টমেটোর ফুলে ভরে গেছে কিন্তু টমেটো সেট হচ্ছে না। এইগুলো প্রতিকার কি একটু বলবেন কষ্ট করে।
আর মরিচ গাছ সমসময় কুকড়ে গিয়ে গাছ নষ্ট হয়ে যায় এটার জৈব কীটনাশক কি আছে বলবেন কাইন্ডলি
ভাই অনেক ধন্যবাদ।
আমি আপনার কমেন্ট সম্পূর্ণ পড়লাম। আপনার গাছের টবে অনুখাদ্যর অভাব আছে। যেমন সালফার, বোরন, ম্যাগনেশিয়াম সালফেট ইত্যাদি।
সালফারের অভাবে আপনার মরিচ গাছ কুকড়ে যাচ্ছে।
ম্যাগনেশিয়াম সালফেট (এপসনসল্ট) এবং প্রটিনের অভাবে ফুল থেকে ফলে রাপান্তরিত হচ্ছে না।
এই সমস্ত অনুখাদ্য সঠিক এবং পরিমাণ মতো দিতে হবে।
ভাই, বেগুনের বীজের নামটা যদি বলতেন?
আপনাকে অনেক ধন্যবাদ।
ভিডিওর প্রথম দিকে সুন্দর ভাবে বলা হয়েছে।
30 kg begun te khorcha 2500 bangladesi taka.
সারের দাম 1500 টাকা। ড্রামের দাম 1000 টাকা। হ্যা আপনার অনুমান ঠিক। এটা রাসায়নিক ভাবে করলে 500 টাকাতেই হয়ে যেতো। যারা এই বেগুন খেয়েছে তারা বলেছে বেগুন কাটার সময় সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবং বেগূন খেতেও ভালো।
বীজ টা কোন মাস এ বপন করেছিলেন ?
শ্রাবণ মাসের 5 তারিখে।
আমার সবজি গাছে সবজি বড় হয় না এখন করণীয়ও কি😰
এরকম কমেন্ট আমি অনেক পাচ্ছি। এ নিয়ে একটি সুন্দর ভিডিও বানোর চেষ্টায় আছি।
আপনি যেই সব টবে সবজি চাষ করেন যেই মাটিতে কি 6/7 বছর ধরে সবজি চাষ করে আসছেন?
@tusherkantimazumdar8563 না ভাই আমি এই প্রথম ছাদে গাছ লাগিয়েছি
আচ্ছা আপনি আপাদত আমার চ্যানেলের কি ভাবে মাটি প্রস্তুত করতে হয় তা দেখে নিন।
@@tusherkantimazumdar8563 আচ্ছা
ভাইয়া আপনার বাড়ি কোথায় এই জাতের বেগুন এর বিজ কোথায় পেতে পারি জতো টাকা লাগবে জানাবেন প্লিজ আমি নিবো
ধন্যবাদ আপনাকে।
আমার নিবাস বাংলাদেশের রাজশাহীতে।
প্রথমতো টাকার বিনিময়ে সব কাজ হয় না।
দ্বীতিয়ত এই বীজ এখন লাগানোর সময় শেষ আর লাগালেও ফলন অর্ধেক হবে।
তৃতীয়ত : আপনার বাড়ী যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে জেলা শহরের যে কোন বড় বীজের দোকানে পার্পল কিং জাত অথবা ইস্পাহানি কোম্পানির চৈতি জাতের বেগুন বীজ পেয়ে যাবেন।
চতুর্থত : তাও যদি না পান আগামি এপ্রিল মে মাসে আমাকে কমেন্টে জানাবেন ঠিকানা দিবেন। কুরিয়ারে বীজ পাঠিয়ে দিব। কোন টাকা লাগবে না।
এখন লাগানো যাবে এই জাতের বেগুন টা?
এখন লাগালে ফলন আশানোরুপ হবে না। শ্রাবণ মাসের প্রথম দিকে এই জাতের বীজ রোপন করতে হয়।
Ki varity
ভিডিওতে বলা আছে।
পার্পল কিং।
ভাই যে কোন শুটকি মাছ ই কি দেওয়া যাবে?
হ্যা। আপনার জন্য গরিবি হালে কম খরচে বেগুন চাষের ভিডিওর কাজ শুরু করেছি। আমি বেচে থাকলে ভিডিওটি দেখতে পাবেন।
খুশি হইলাম ভাই 😂 অনেক ধন্যবাদ
@@tusherkantimazumdar8563খুশি হইলাম ভাই 😂অনেক ধন্যবাদ
সামনে ফুলকফির ভিডিও আসছে। সম্পূর্ণ পরিচর্যা সহ। দেখার আমন্ত্রণ থাকলো।
@@tusherkantimazumdar8563দোয়া করি অনেক বছর বেঁচে থাকেন এবং আমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেন।
Vahi, ki dile bagun ba tamto Boro Hobe please er ans ta ku Bolen na.
আপনি মাটি তৈরী করার সময় এক চা চামুচ বোরন সার মিশিয়ে দিবেন।
@@tusherkantimazumdar8563thank you
ভাই ভালো মানের ভার্মিকোম্পস্ট সার কোথায় পাবো।
সার/কিটনাশক ঔষধের দোকানে।
Thiovit kothay pabo
যে কোন সারের দোকানে পেয়ে যাবেন। থিওভিট না পেলে হাদিয়াভিট নিবেন। একই কাজ করবে।
ভাই তুমি যে পরিশ্রম করেছো আমি পরবো না। তোমার পরিশ্রম সার্থক হোক।
আপনাকে অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর হয়েছে কিন্তু আমি আরও কম খরচে করি সবজির কাটা ও সবজির খোসা ভেজানো পানি প্রতি সপ্তাহে দেই মাঝে মাঝে ভাত ভেজানো পানি দেই অনেক বেগুন ধরেছে
অনেক ধন্যবাদ আপনাকে।
আমি আর একটি ভিডিও দিব গরিবী হালে বেগুন চাষ। কাজ চলছে।
মাশাআল্লাহ
অনেক ধন্যবাদ