@@Ukilbariআসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাহলে আপনাদের দলিলের কথা বলছেন আমগো বাবা দাদা আমার দাদা নাকি মাথা নষ্ট ছিল এজন্য আমার ভাই সমস্ত সম্পত্তি সম্পত্তির মালিক ছিলাম ছিল নাকি নাম নাম আব্দুল মজিদ ওরা সম্প্রতি আব্দুল মজিদের ৮ শতাংশ জায়গা দিয়া আজও সম্পত্তির কোন উদ্দেশ্য খুঁজে পায়নি আমাগো চৌদ্দ গুষ্টি রেনা কি মামলা করে দিলি শার্শনিকের মামলা মামলাসমস্ত সম্পত্তি ওদের নামে দলিল করে আরে কিনা কি দলের কি মামলা করে সুদ্ধা সাফ কইরা জঙ্গলে কালা ছিল খাল বেইচ্চা খালের মধ্যে বাড়িটারি কইরা সব জায়গায় ওরা দখল করে নিয়ে বেবানা না থাকি কিসের মামলা দেয় কিসের মামলা দিয়ে আমগরে এখন আমি দলিল আনে যারা আমরা আমি এখন থানার ভিতর থেকে আমি এই মেসেজটা দেখলামটাকা পয়সা অর্থ সম্পদ নাই বিয়ে দিয়ে বলে তানিয়া আমরা আমরা তিন বোন তিন ভাই আরেক সংসারের দুই বোন তিন ভাই এক সংসারেরআজ পর্যন্ত গাড়ির দালান বিল্ডিং আমি একজন ব্যক্তি বাসায় কাজ কইরা খাই সানতালি খাই না আনতালি নায়িকা না করমু আমাদের নাই অসহায় হইয়া মনে করেন হ্যাগো নামে দলিল পইড়া নিছে অশিক্ষিত মানুষ বুঝিনা দিয়া তারপরে
এটা বাংলাদেশ যার টাকা আছে আইন তার দিকে চেয়ে আছে, জায়গা সম্পদের মামলা গুলো এক বছরের মধ্যে নিষ্পত্তি হওয়া দরকার,এই আইনটা রাষ্ট্রের সংবিধানে পাস করা হোক, ধন্যবাদ ভাই আপনাকে
খুব সুন্দর আইন করেছেন মন্ত্রণালয় এই আইন যাতে প্রয়োগ তাকে জনস্বার্থে অসহায় মানুষ যাতে আর হয়রানি না হয় জুলুমকারী অত্যাচারকারী নির্যাতনকারী এবং ঘুষখোর তাদেরকে যেন কোন প্রকার ছাড় না দেওয়া হয় এবং এদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচার করতে ধন্যবাদ
আমি একটি জমি কিনেছি দলিল করেছি হেবা বি যার কাছ থেকে কিনেছি সে আমার ভাতিজা লাগে আমার মামা তো ভাই এর ছেলে কিনার এক মাস পর যার কাছ থেকে কিনেছি সার সত ভাই আপন ভাই হক সবা করেছে জমি টা তাদের বাপের জমি না কি না জমি এই জমিটা কি আমি পাবকি না জানাই বেন
আসসালামু আলাইকুম জমির মামলার বিষয়ে সর্বোচ্চ এক বছরের মধ্যে নিষ্পত্তি করা উচিত এবং অতীতে যে সমস্ত জমির মামলা হয়েছে এবং অবৈধভাবে জোরপূর্বক যে ব্যাক্তি জমি ভোগ করিয়াছেন। সেই ব্যক্তির বিপক্ষে যদি রায় হয়। তাহলে ওই ব্যক্তির জেলের ব্যবস্থা করা উচিত কমপক্ষে ১৪ বছর। যদি এরকম একটি আইন পাস হয় তাহলে জোর করে কেহই সম্পত্তি দখল করে ভোগ করবে না। ধন্যবাদ সবাইকে।
যত্রতত্র স্বাধীনতা, ৭১, ৫২ ইত্যাদি সেনসেটিভ কথার ধোঁয়া তুলে তারা আপনাকে আমাকে আইনের সাত প্যাঁচ শুনিয়ে, চোখে ধুলা মেরে তাদের অবৈধ স্বার্থ সিদ্ধি করবেই! যেমন বর্তমানে করছে...
আসসালামুয়ালাইকুম ভাই আশা করি ভালো আছেন,সুন্দর পরামর্শ দিয়েছেন ♥️ভাই আমার দাদীর কিছু সম্পত্তি অন্য কেউ দুই তিন হাতে বিক্রি করেছে,আমরা জানি না কয়েক হাতে বিক্রি হওয়ার পর আমরা জানতে পারি ঐ সম্পত্তি আমাদের,এখন কি করব?
আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। একটা ঘটনায় মা তার চার মেয়েকে সম্পত্তি দলিল করে দিয়েছেন অপর দুই ছেলেকে প্রদান না করেই! উল্লেখ্য ছেলে এবং মেয়ে উভয়ই আপন সন্তান!! এক্ষেত্রে কি কোনো সন্তোষজনক ব্যবস্থা বা আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব? দয়া করে জানাবেন।
আসসালামু আলাইকুম আপনাদের ভিডিও দেখে ভালো লাগলো। কিন্তু একটা প্রশ্ন আছে যারা অনেক ভাই বোন এদের ভিতর থেকে একজনের জমি বিক্রয় করলো বেশি পরিমাণ। ওয়ারেশকাম না দিয়ে। এদের বিরুদ্ধে সরকারের কি আইন আছে। এরকম দলিল অনেক আছে এই দলিল গুলো বাদ দিলে যারা অল্প একটু জমি কিনছে তারা এক বারেই নিঃশ্ব হয়ে যাবে। এতে জমিধারিদের শুবিধা হবে গরিব অসহায়রা আরো বিপদে পড়বে। আমি মনে করি যারা বেশি জমি বিক্রয় করে এদেরকে আইনের আওতায় এনে যারা জমি ক্রয় করলো তাদের জমি বুঝিয়ে দেওয়া হোক। এমন একটা আইন ও খুবই প্রয়োজন।ধন্যবাদ সবাইকে
vai jan apnar tottho bohul video er jonon onek dhonnobad, amar ektu jaiga jor kore dokhol kore nite chacche, amar dadar name dolil kintu record hoini, abong onno karo name o record hoini akhon amar koronio ki hote pare ?
ভাই আমি আপনার কাছে পরামর্শ চাই যদি দিতেন ভালো হতো আমার। আমার বাবার জমি দলিল ছিল কিন্তু আমার চাচারা দলিলটা লুকিয়ে রাখছে এখন আমাদের কাছে দলিল নাই এখন তারা আমাদেরকে জমিন দিচ্ছে না তাদের নামে রেকর্ড করে নিয়েছে এটা কি করনীয় উপায় ভাই দলিল কিভাবে পাবো ওটাতে
স্যার প্রতারক টাকা পয়সা দিয়ে ভিজিটর রিজিষ্টারীর মাধ্যমে আমেনার জায়গায় মুমেনাকে দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করল ঘরের কোণায় কিন্তু ঐ মুমেনা বোরকা পরিহিত ছিল। এখন এইধরনের রিজিষ্টেশন দলিল কি আদালতের মাধ্যমে বাতিল করা যাবে কিনা ???
ভাই দেখি খুব পেরেশানিতে আছেন! আপনি আপনার সাব রেজিস্ট্রারের অফিসে ছুটুন, সেখানে গিয়ে আপনার জমির আর যে যে কাগজ (বিশেষ করে পর্চা বা খতিয়ান) আছে তার সাহায্যে তল্লাসির মাধ্যমে আপনার হারানো দলিল উদ্ধার করুন। এব্যাপারে রেজি. অফিসে কর্মরত যে কারো সাহায্য নিন।
আমার বাবা ২০ থেকে ২৫ বছর হইছে দুনিয়া ছেড়ে চলে গেছে আমার বাবার কতটুকু সম্পত্তি আমরা জানি না দাগ নাম্বার কোড নাম্বার কিছুই জানিনা আমার চাচা সবকিছু দখল করে খায় জমিনের হিসাব চাইলে হুমকি দেয় আমরা এখন কি করতে পারি আমার চাচা যে সম্পত্তি আমার বাবারও একই সম্পত্তি রাস্তায় রাস্তায় ঘুরি সম্পত্তির কোন আমার বাড়ি ভোলা জেলায় থানা ভোলা উপজেলা ভোলা আলিনগর ইউনিয়ন
১. নাবালক থেকে কেনা দলিল ২. সকল ওয়ারিশ থেকে না কিনে পূর্ণ জমি ক্রয়ের দলিল ৩. হেবা যাদের মধ্যে করা যায় তাদের বাহিরে গিয়ে সম্পাদিত দলিল ৪. ওয়ারিশ সূত্রে কম পেয়ে বেশি বিক্রি করা দলিল ৫. আংশিক বা পূর্ণাঙ্গ খাস সম্পত্তি বিক্রয়ের দলিল ৬. চর(পয়স্তি) জাগলে সে সম্পত্তির দলিল ৭. মা-বাবা থেকে প্রতারণার মাধ্যমে স্বাক্ষর নিয়ে সম্পাদিত দলিল ৮. একই জমি একাধিক ক্রেতার কাছে বিক্রয় করলে প্রথম সর্বপ্রথম সম্পাদিত বাদে সকল দলিল ৯. সরলতার সুযোগ নিয়ে বা প্রতারণার মাধ্যমে জ্বাল দলিল সম্পাদন করা দলিল
এদেশে বিচার নাই । বহু লোকের জমি সি এস পরচার মালিক আছে, তারা মামলা করে ও কোনো । উপায় পাইতেছে না আদালতে গেলে তারিখের পর তারিখ দেয় কারণ টাকা পয়সা যার নাই তার কোনো আইন নাই
1953সালে নাবালকের অভিভাবক হয়ে মা আদলতের আদেশ ছারাই জমি বিক্রি করেছে।সেই নাবালকের নামে এস এ রেকড ও হয়েছে এখন কি সেই দলিল বাতিল করা যাবে দয়া করে জানাবেন।
আসসালামু আলাইকুম ভাইয়া আপনার কথা গুলো অনেক মুল্যবান। আপনার কাছে একটা প্রশ্ন আশা করি সঠিক এবং উত্তম উত্তর টা পাবো! আমার আব্বুর থেকে তার আপন বড় ভাই ভুলাই/ সরলার সুযোগ নিয়ে আমাদের শেষ সম্পদ বাড়ি ভিটা ৫ শতক যায়গা বাড়ি সহ হেবা দলিল বানিয়ে নিয়েছে। আমরা ভাই-বোন বা মা কেউ বিষয় টা জানি না। বিষয় টা জানতে পারছি ৩/৪ মাস পরে। কিন্তু বারি আমরা এখনও বসবাস করছি। বিষয় টা জানার পরে আব্বু কে বলছি তিনি বলছে যে আমি কিভাবে ভাই রেজট্রারী করে নিয়েছে আমি বলতে পারছি না। আমি এই দলিল করি নাই। এবং তাদের আপন বড় ভাই কে দিয়েছে সনাক্তকরণ। কিন্তু তিনিই ও অস্বীকার করছেন যে আমি সনাক্তকরণ করি নাই বা এই দলিলে আমি স্বাক্ষর করি নাই। এমতাবস্থায় আমাদের করণিয় কি বা কিভাবে আমরা এখান থেকে প্রতিকার পেতে পারি???? আমাদের সেই বাড়ি ছাড়া আর কোন জমি জামা নাই থাকার যায়গাও নাই??? অনুগ্রহ করে জানাবেন প্লিজ...🙏🙏🙏🙏🙏
আমি এবং আমার ভাই একই জমি দুজনের নামে ক্রয় করছি। আমার ভাগের জমি আমি নামখারিজ করে নিয়েছি। কিন্তু উল্লেখ করে দাগকেটে নেই নাই। এখন কি দাগকেটে বা উল্লেখ করে নেয়া যাবে, যে এই ভাগ আমার ঐ ভাগ ভাইয়ের।
আমরা দিনাজপুর জেলার জমিদার পরিবারের সদস্য 1947সালেদেশ ভাগের সময় আত্মগোপন করেছিলাম আমরাকিভাবেসমাজে মাথা তুলে দাড়াতে পারি আপনার মন্তব্য আমার একান্ত প্রয়োজন
পিতা নাবালক সন্তানকে জমি দেয় পরে নিজের প্রয়োজনে সেই জমি থেকে কিছু জমি বিক্রি করে তাহলে কি নতুন আইনে কোন সমস্যা আছে, তার নাবালক সন্তান কি এখন জমি ফিরট পাবে,বিষয়টি দয়া করে জানাবেন।
আস সালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। জাজাকাল্লাহ খাইরান
অসংখ্য ধন্যবাদ ভাই।
@@Ukilbariআসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাহলে আপনাদের দলিলের কথা বলছেন আমগো বাবা দাদা আমার দাদা নাকি মাথা নষ্ট ছিল এজন্য আমার ভাই সমস্ত সম্পত্তি সম্পত্তির মালিক ছিলাম ছিল নাকি নাম নাম আব্দুল মজিদ ওরা সম্প্রতি আব্দুল মজিদের ৮ শতাংশ জায়গা দিয়া আজও সম্পত্তির কোন উদ্দেশ্য খুঁজে পায়নি আমাগো চৌদ্দ গুষ্টি রেনা কি মামলা করে দিলি শার্শনিকের মামলা মামলাসমস্ত সম্পত্তি ওদের নামে দলিল করে আরে কিনা কি দলের কি মামলা করে সুদ্ধা সাফ কইরা জঙ্গলে কালা ছিল খাল বেইচ্চা খালের মধ্যে বাড়িটারি কইরা সব জায়গায় ওরা দখল করে নিয়ে বেবানা না থাকি কিসের মামলা দেয় কিসের মামলা দিয়ে আমগরে এখন আমি দলিল আনে যারা আমরা আমি এখন থানার ভিতর থেকে আমি এই মেসেজটা দেখলামটাকা পয়সা অর্থ সম্পদ নাই বিয়ে দিয়ে বলে তানিয়া আমরা আমরা তিন বোন তিন ভাই আরেক সংসারের দুই বোন তিন ভাই এক সংসারেরআজ পর্যন্ত গাড়ির দালান বিল্ডিং আমি একজন ব্যক্তি বাসায় কাজ কইরা খাই সানতালি খাই না আনতালি নায়িকা না করমু আমাদের নাই অসহায় হইয়া মনে করেন হ্যাগো নামে দলিল পইড়া নিছে অশিক্ষিত মানুষ বুঝিনা দিয়া তারপরে
qqqqqqqqqqqqqqqqqzqzqqzqzzqzqzqqzqqqqzqqqqqqqqqzqzqqqqqqqqqqqqqqzqqqqqqqqqqqzzqzqqqqqqqqqqqzqqzzzqqqqqzqqzqqqqqqzqzqqqqqqqzqzqzqqzzzqzqzqzqqqzqzqzqzqqqqzqqqzqzqqqqqqzqzqzqqqq 11:32
@@Ukilbari❤
@@Ukilbari া
এটা বাংলাদেশ যার টাকা আছে আইন তার দিকে চেয়ে আছে,
জায়গা সম্পদের মামলা গুলো এক বছরের মধ্যে নিষ্পত্তি হওয়া দরকার,এই আইনটা রাষ্ট্রের সংবিধানে পাস করা হোক,
ধন্যবাদ ভাই আপনাকে
আপনাকেও ধন্যবাদ ভাই।
@@Ukilbari1u$no. 😊
Right
@@Ukilbariরেওয়াজ নামে কেউ প্রতারণা করলে কিভাবে জমি ফিরে পাবো???
ভাই অনেক ভালো নিয়ম করেছে। এই জমির কথা মনে পড়লে আজও চোখ ভিজে যায়,,মনে পড়ে যায় আগের কথা গুলো,,,আজও আমরা নিজ জমিতে বাড়ি করতে পারিনি,,
😭
দলিল যার মালিক সে
দলিল বাতিলের আগে সরকার বাতিল দরকার
🤣
Apnar kothar mil asea
কেন
Absolutely right
তুই সরকার হইবি নাকি
আলহামদুলিল্লাহ
অনেক কিছু জানানোর জন্য thanks
আপনাকেও ধন্যবাদ।
1septe mber 2023
1 september 2023 sangbad
খুব সুন্দর জ্ঞানপূর্ণ ভিডিও। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ
খুব সুন্দর আইন করেছেন মন্ত্রণালয় এই আইন যাতে প্রয়োগ তাকে জনস্বার্থে অসহায় মানুষ যাতে আর হয়রানি না হয় জুলুমকারী অত্যাচারকারী নির্যাতনকারী এবং ঘুষখোর তাদেরকে যেন কোন প্রকার ছাড় না দেওয়া হয় এবং এদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচার করতে ধন্যবাদ
👍
সরকারেরএ নিয়ম করা উচিত যার ছেলে নেই বাবার জমি একমাত্র মেয়ে পাবে।
👍
ধন্যবাদ খুব ভালো আইন
করেছেন
👍
@@Ukilbari ফ
এই আইন কি শুধু মুখে মুখে? না কাগজে কলমে। ১০ই জানুয়ারি ২০২৩ থেকে শুনছি।আর ইউ টিউবে দেখছি।
👍
অনেক অনেক ধন্যবাদ মুল্যবান বিষয় জানতে পারলাম।
ধন্যবাদ
ধন্যবাদ আপনার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ
আপনাকেও ধন্যবাদ।
আমি একটি জমি কিনেছি দলিল করেছি হেবা বি যার কাছ থেকে কিনেছি সে আমার ভাতিজা লাগে আমার মামা তো ভাই এর ছেলে কিনার এক মাস পর যার কাছ থেকে কিনেছি সার সত ভাই আপন ভাই হক সবা করেছে জমি টা তাদের বাপের জমি না কি না জমি এই জমিটা কি আমি পাবকি না জানাই বেন
আসসালামু আলাইকুম।
সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাই।
কেউ কারো অধিকার থেকে বাদ দিলে তার কঠিন বিচার হাওয়া উচিত।
Right..
দলিল বাতিলের ক্ষমতা প্রসাশনকে দেওয়া হোক।
আসসালামু আলাইকুম জমির মামলার বিষয়ে সর্বোচ্চ এক বছরের মধ্যে নিষ্পত্তি করা উচিত এবং অতীতে যে সমস্ত জমির মামলা হয়েছে এবং অবৈধভাবে জোরপূর্বক যে ব্যাক্তি জমি ভোগ করিয়াছেন। সেই ব্যক্তির বিপক্ষে যদি রায় হয়। তাহলে ওই ব্যক্তির জেলের ব্যবস্থা করা উচিত কমপক্ষে ১৪ বছর। যদি এরকম একটি আইন পাস হয় তাহলে জোর করে কেহই সম্পত্তি দখল করে ভোগ করবে না। ধন্যবাদ সবাইকে।
👍
অসংখ্য আন্তরিক ধন্যবাদ সঠিক কথা গুলো জানানোর জন্য
আপকেও ধন্যবাদ।
জমির মামলার শুরু আছে কিন্তু শেষ নেই ভূলেও কেউ জমির মামলায় জড়াবেন না তাহলে ভিক্ষার থাল নিতে হবে
👍
ধন্যবাদ সার
👍
ই - পরছা সম্পর্কে একটা ভিডিও আপলোড দিবেন, প্লীজ
ইনশাআল্লাহ
গুরুত্বপূর্ণ আলোচনা
Thank you
যে ব্যক্তি একই জমিন ৩-৪ বার বেঁচে তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া যায়।
যায়
যায়
জি
জাজাকাল্লাহ খাইরান
👍
বাংলাদেশে আইনের অভাব নাই কিন্তু আইন প্রয়োগের খুবই অভাব ঘোষ আর টাকার কাছে সব হার মেনে যায়
কথা ঠিক।
অনেকের উপকার হবে আপনাকে আন্তরিক ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
এদেশে যতই আইন পাস করেন না কেন জোর যার মুল্লুক তার এভাবেই চলবে।
👍
যত্রতত্র স্বাধীনতা, ৭১, ৫২ ইত্যাদি সেনসেটিভ কথার ধোঁয়া তুলে তারা আপনাকে আমাকে আইনের সাত প্যাঁচ শুনিয়ে, চোখে ধুলা মেরে তাদের অবৈধ স্বার্থ সিদ্ধি করবেই! যেমন বর্তমানে করছে...
স্যার আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মোবারক বাদ ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য।
আলহামদুলিল্লাহ এমন কোন কাহিনি নাই,
ধন্যবাদ।
ভাইয়া শরিয়ত পুর থেকে দেখছি ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ ভাই ❤️
@@Ukilbari আপনাকে অসংখ্য ধন্যবাদ,,
এতো আইন থাকা সর্তেও জমির আসল মালিক জমি ফেরত পেতে ২০ বছর কোর্টে দৌড়াতে হয় কেন,
এটা এই দেশের বিচার ব্যবস্থার প্রধান সমস্যা। নতুন আইন কার্যকর হলে এ সমস্যা থাকবে না ইনশাআল্লাহ
খুবই ভালো একটা ব্যাপার এরকম আমাদের ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটছে
WhatsApp a message din 01571490203
আসসালামুয়ালাইকুম ভাই আশা করি ভালো আছেন,সুন্দর পরামর্শ দিয়েছেন ♥️ভাই আমার দাদীর কিছু সম্পত্তি অন্য কেউ দুই তিন হাতে বিক্রি করেছে,আমরা জানি না কয়েক হাতে বিক্রি হওয়ার পর আমরা জানতে পারি ঐ সম্পত্তি আমাদের,এখন কি করব?
এক জনের জমি অন্য জন বিক্রি করলো কিভাবে? ভালো করে তদন্ত করে দেখেন আসল ঘটনা আগে জানেন। ধন্যবাদ।
@@Ukilbari😅😅😊😊😊😊😊
ধন্যবাদ আপনা কে
আপনাকেও ধন্যবাদ।
ভাইকে অনেক ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ❤️
আপনার সাথে যোগাযোগ করার কেমনে করা যায়
@@mdshobujmdshobuj1909 ভিডিও ডেসক্রিপশনে WhatsApp নাম্বার দেওয়া আছে। মেসেজ দিন।
যে আইন পাশ করেছে এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল
👍
হিন্দু নারীর বাবার সম্পত্তির অধিকারের আইন টা পাশ হোক
হুম
আপনি মনে হয় শশুর বাড়ির সম্পত্তির আশায় আছেন। আগে আপনার বোনকে সম্পত্তি দিন
❤ ধন্যবাদ সাৱ আপনাকে
আপনাকেও ধন্যবাদ।
ভূমি আইনের যে কোন মামলা ১ বছরের মধ্যে নিসপত্তি আইন হওয়া খুব দরকার। ৩০ বছরেরও মামলা শেষ হয়না, এটা সভ্য সমাজের কোন দিক হতে পারে কি? ধন্যবাদ
জি একদম ঠিক বলেছেন। মানুষ কয়দিন বাঁচে জীবন চলে যায় মামলা শেষ হয় না
@@Ukilbari আমার এক আত্মীয়ার বাড়িসহ জমি দখল করেছে ১৯৭৫ সালে এখনও মামলা চলছে। তার স্বামী এবং ৩ সন্তান মারা গিয়েছে। এখন মামলায় জয়ী হলেও কি লাভ হবে ?
এটাই বাংলাদেশ 😊
@@Ukilbari❤❤
@@Ukilbariq❤❤❤
5
অনেক সুন্দর কথা
অনেক ধন্যবাদ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। একটা ঘটনায় মা তার চার মেয়েকে সম্পত্তি দলিল করে দিয়েছেন অপর দুই ছেলেকে প্রদান না করেই! উল্লেখ্য ছেলে এবং মেয়ে উভয়ই আপন সন্তান!! এক্ষেত্রে কি কোনো সন্তোষজনক ব্যবস্থা বা আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব? দয়া করে জানাবেন।
আইনগত কোন সমাধান নাই। জমির মালিক যাকে ইচ্ছে জমি লিখে দিতে পারবে। কিছুই করার নেই।
😊😊😊
😊
@Ukilbari
Un😊 10:15 g🎉 😊😊
রাট এবং সুন্দর আইন পাস করেছে
ধন্যবাদ।
টাকা বাকি রাখিয়া দলিল করছে,এখন টাকা দিচ্ছে না,তাহলে ঐ দলিল কি বাতিল করা যাবে।
না
ধন্যবাদ
Welcome
ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে যোগাযোগ করতে চাই
Whatsapp এ মেসেজ দিয়েন।
@@Ukilbari aq
স্যার আমার দাদার জমি আরুয়ার আছে এবং দলিল আছে আর অন্যজনের নামে যদি বিয়ারেজ থাকে এর থেকে জমিনের মালিক কি হবে প্লিজ বলবেন
আসসালামু আলাইকুম আপনাদের ভিডিও দেখে ভালো লাগলো। কিন্তু একটা প্রশ্ন আছে যারা অনেক ভাই বোন এদের ভিতর থেকে একজনের জমি বিক্রয় করলো বেশি পরিমাণ। ওয়ারেশকাম না দিয়ে। এদের বিরুদ্ধে সরকারের কি আইন আছে। এরকম দলিল অনেক আছে এই দলিল গুলো বাদ দিলে যারা অল্প একটু জমি কিনছে তারা এক বারেই নিঃশ্ব হয়ে যাবে। এতে জমিধারিদের শুবিধা হবে গরিব অসহায়রা আরো বিপদে পড়বে। আমি মনে করি যারা বেশি জমি বিক্রয় করে এদেরকে আইনের আওতায় এনে যারা জমি ক্রয় করলো তাদের জমি বুঝিয়ে দেওয়া হোক। এমন একটা আইন ও খুবই প্রয়োজন।ধন্যবাদ সবাইকে
নতুন আইনে তাদের শাস্তির বিধান করা হয়েছে
ভাইজান নতুন আইনে নয় ধরনের দলিল বাতিলের কথা বললেন। বর্তমানে এ ধরনের দলিল কি কার্যকরী আছে?
সব আইনেই এসব দলিল বাতিল যোগ্য কিন্তু পুরাতন আইনের দুর্বলতার কারনে পার পেয়ে যাচ্ছে।
vai jan apnar tottho bohul video er jonon onek dhonnobad, amar ektu jaiga jor kore dokhol kore nite chacche, amar dadar name dolil kintu record hoini, abong onno karo name o record hoini akhon amar koronio ki hote pare ?
নামজারি করেন।
Please message on WhatsApp
01571490203
ভাই আমি আপনার কাছে পরামর্শ চাই যদি দিতেন ভালো হতো আমার। আমার বাবার জমি দলিল ছিল কিন্তু আমার চাচারা দলিলটা লুকিয়ে রাখছে এখন আমাদের কাছে দলিল নাই এখন তারা আমাদেরকে জমিন দিচ্ছে না তাদের নামে রেকর্ড করে নিয়েছে এটা কি করনীয় উপায় ভাই দলিল কিভাবে পাবো ওটাতে
কি রেকর্ড করেছে সেটা জানাবেন।
দলিলের তথ্য দিয়ে দলিলের সার্টিফাইড কপি উঠিয়ে নিয়ে আসেন।
Jomir vhag vai boan soman vhag pabi 2jon
এক ভাই দুই বোনের সমান পাবে। ধন্যবাদ
কবে পাস হবে এই আইন প্রায় তিন বছর যাবত এভাবে শুনে আসতেছি
🤔
Ai shorkar zokhon khomotay thakbena tokhon ai vumi aine pass hobe karon ai aine pass hole shorkari doler loker khoti hobe.
❤❤❤আমিআচি
Whatsapp এ মেসেজ দিন ০১৫৭১৪৯০২০৩
স্যার প্রতারক টাকা পয়সা দিয়ে ভিজিটর রিজিষ্টারীর মাধ্যমে আমেনার জায়গায় মুমেনাকে দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করল ঘরের কোণায় কিন্তু ঐ মুমেনা বোরকা পরিহিত ছিল। এখন এইধরনের রিজিষ্টেশন দলিল কি আদালতের মাধ্যমে বাতিল করা যাবে কিনা ???
জি প্রমাণ করতে পারলে বাতিল হবে। আঙ্গুলের ছাপ আর স্বাক্ষর না মিললে দলিল বাতিল হবে।
ট
@@Ukilbariনা 😮 যে
@@Ukilbari ধন্যবাদ স্যার আপনাকে উত্তর দেওয়ার জন্যে ।
@@NazimUddin-jx8mt আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
সালামু আলাইকুম ভাই আমি একটু সমস্যায় আছি আমার দলিল হারানো গিয়েছে পাচ্ছি না কিভাবে পাওয়া যেতে পারে একটু বললে অনেক উপকৃত হইতাম
তল্লাশি দিয়ে বের করুন। না বুঝলে আমার এ বিষয়ে একটা ভিডিও আছে সেটা দেখুন।
ভাই দেখি খুব পেরেশানিতে আছেন! আপনি আপনার সাব রেজিস্ট্রারের অফিসে ছুটুন, সেখানে গিয়ে আপনার জমির আর যে যে কাগজ (বিশেষ করে পর্চা বা খতিয়ান) আছে তার সাহায্যে তল্লাসির মাধ্যমে আপনার হারানো দলিল উদ্ধার করুন। এব্যাপারে রেজি. অফিসে কর্মরত যে কারো সাহায্য নিন।
জী একদম ভালো আইন করেছেন
ধন্যবাদ।
আমার বাবা ২০ থেকে ২৫ বছর হইছে দুনিয়া ছেড়ে চলে গেছে আমার বাবার কতটুকু সম্পত্তি আমরা জানি না দাগ নাম্বার কোড নাম্বার কিছুই জানিনা আমার চাচা সবকিছু দখল করে খায় জমিনের হিসাব চাইলে হুমকি দেয় আমরা এখন কি করতে পারি আমার চাচা যে সম্পত্তি আমার বাবারও একই সম্পত্তি রাস্তায় রাস্তায় ঘুরি সম্পত্তির কোন আমার বাড়ি ভোলা জেলায় থানা ভোলা উপজেলা ভোলা আলিনগর ইউনিয়ন
আমার WhatsApp নাম্বারে মেসেজ দিন ভাই। ০১৫৭১৪৯০২০৩
@@Ukilbari2:49
Really nice
ধন্যবাদ।
আসসালামু ওয়ালাইকুম,,,,,,ভাই,,,,, আপনার নাম্বার টা দেন,,,,,আমার জমি নিয়ে বড় একটা ঝামেলা চলছে,,,,,,
ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে নাম্বার।
Amin😊
👍
স্যার আমার একটা বিষয় জানার ছিল।
জি আমার Whatsapp এ মেসেজ দিন।
ঠিক আছে তবে দলিল বাদ হলে দলিল কি পরে যার সম্পত তার নামে কি দলিল হবে
তার নামেতো আগেই দলিল আছে নতুন করে করবে কেনো
হেবা দলিল আর জমির পরিমাণ থেকে বেশি বিক্রি এ সম্পর্কে আরো বিস্তারিত বলেন
ধন্যবাদ
১. নাবালক থেকে কেনা দলিল
২. সকল ওয়ারিশ থেকে না কিনে পূর্ণ জমি ক্রয়ের দলিল
৩. হেবা যাদের মধ্যে করা যায় তাদের বাহিরে গিয়ে সম্পাদিত দলিল
৪. ওয়ারিশ সূত্রে কম পেয়ে বেশি বিক্রি করা দলিল
৫. আংশিক বা পূর্ণাঙ্গ খাস সম্পত্তি বিক্রয়ের দলিল
৬. চর(পয়স্তি) জাগলে সে সম্পত্তির দলিল
৭. মা-বাবা থেকে প্রতারণার মাধ্যমে স্বাক্ষর নিয়ে সম্পাদিত দলিল
৮. একই জমি একাধিক ক্রেতার কাছে বিক্রয় করলে প্রথম সর্বপ্রথম সম্পাদিত বাদে সকল দলিল
৯. সরলতার সুযোগ নিয়ে বা প্রতারণার মাধ্যমে জ্বাল দলিল সম্পাদন করা দলিল
অসংখ্য ধন্যবাদ ❤️
ভাইআমিকুয়েতথেকেআপনারকথাগুলোশুনচি।আপনাকেবেরীনাইচ
❤️
ভা আমার বাবা তার শদ বোনের কাছ থেকে হেবা দলীল করে ৩ শতাংশ জমি নিয়েছে এখন তার বোন মারা গেছে এখন কি এই দলীল কি টিকবে। ভাই একটু জানাবেন 0:03
❤❤❤❤
❤❤
মামলা না হলে সমস্যা নেই
এদেশে বিচার নাই । বহু লোকের জমি সি এস পরচার মালিক আছে, তারা মামলা করে ও কোনো । উপায় পাইতেছে না আদালতে গেলে তারিখের পর তারিখ দেয় কারণ টাকা পয়সা যার নাই তার কোনো আইন নাই
👍
tonsil office theke barir dolil na anar marine pore jante parlam dolil puriye Vela hoyeche. Ekhon anar koronio kii? Mul dolil kivabe Pete park?
সার্টিফাইড কপি উঠিয়ে নিন। এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা দেখুন
আমার আপন চাচা আমার সাথে জমি রেওয়াজ করে।কিন্ত আমার সাথে প্রতারণা করেছে। এই জমি কিভাবে ফিরে পাবো???
WhatsApp a message din 01571490203
Vi Soto vi Mara geese Boro bier Celera soto cacar sleeker dibena ki Koran axe janaben
WhatsApp a message din 01571490203
1953সালে নাবালকের অভিভাবক হয়ে মা আদলতের আদেশ ছারাই জমি বিক্রি করেছে।সেই নাবালকের নামে এস এ রেকড ও হয়েছে এখন কি সেই দলিল বাতিল করা যাবে দয়া করে জানাবেন।
আমার WhatsApp এ মেসেজ দিন ০১৫৭১৪৯০২০৩
1975 সালে নাবালকের মা র কাছ থেকে কয় করা হয়েছে Rs ওBrs রেকড আমাদের নামে .এখন কি হবে একটু বলেন.
@@Ukilbariআমিও জানতে চাই
আমি একটা জমি কিনেছি কিন্তু এখনও নামজারি করিনাই মানে খারিজ করি নাই। তবে দলিল করেছি, সে ক্ষেত্রে আমার দলিল কি বাতিল হবে।
না বাতিল হবে না। নামজারি করে নিন। নামজারি না করলে কি ধরনের সমস্যা হবে সে বিষয়ে আমার ভিডিও আছে সেটা দেখুন
নতুন আইনে হেবা দলিল সম্পাদন হবে?
হবে তবে নামজারি লাগবে
আসসালামু আলাইকুম... ভাই
দলিল লেখার লাইসেন্স করতে পারবো কবে যদি বলতেন উপকৃত হতাম...
সাব রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করেন ভাই
Sir Aapnar Shate kikore Jogajok korbo
Aami Khub Someshay Aasis Piliz Help me 🙏🙏 Piliz help
WhatsApp a message din 01571490203
good video
ধন্যবাদ
Vai amr jonmer agea akta jomir mamla cholce ta ajo chole... Ai amr banglar obosta ain kotay gorib er jonno ki... .
😭😭
আসসালামু আলাইকুম ভাইয়া
আপনার কথা গুলো অনেক মুল্যবান।
আপনার কাছে একটা প্রশ্ন আশা করি সঠিক এবং উত্তম উত্তর টা পাবো!
আমার আব্বুর থেকে তার আপন বড় ভাই ভুলাই/ সরলার সুযোগ নিয়ে আমাদের শেষ সম্পদ বাড়ি ভিটা ৫ শতক যায়গা বাড়ি সহ হেবা দলিল বানিয়ে নিয়েছে। আমরা ভাই-বোন বা মা কেউ বিষয় টা জানি না। বিষয় টা জানতে পারছি ৩/৪ মাস পরে। কিন্তু বারি আমরা এখনও বসবাস করছি। বিষয় টা জানার পরে আব্বু কে বলছি তিনি বলছে যে আমি কিভাবে ভাই রেজট্রারী করে নিয়েছে আমি বলতে পারছি না। আমি এই দলিল করি নাই। এবং তাদের আপন বড় ভাই কে দিয়েছে সনাক্তকরণ।
কিন্তু তিনিই ও অস্বীকার করছেন যে আমি সনাক্তকরণ করি নাই বা এই দলিলে আমি স্বাক্ষর করি নাই।
এমতাবস্থায় আমাদের করণিয় কি বা কিভাবে আমরা এখান থেকে প্রতিকার পেতে পারি????
আমাদের সেই বাড়ি ছাড়া আর কোন জমি জামা নাই থাকার যায়গাও নাই???
অনুগ্রহ করে জানাবেন প্লিজ...🙏🙏🙏🙏🙏
Whatsapp এ মেসেজ দিন ভাই 01571490203
Our law it’s long process which is affecting our justice,governments have to change court system otherwise it’s impossible to change our country😢
👍
Assalamualaikum, Amar babar jomi ase 3 akor but se jomi onno kew khaccey
😭
ভাই আমাদের কুষ্টিয়াতে জমির রেকর্ড কবে করতে আসবে
আসলে জানতে পারবেন
@@Ukilbari ভাইয়া এখন জমির রেকর্ড কোথায় করছে আপনি একটু বললে অনেক ভালো হতো
ভাই আপনার বক্তব্যে আরো সংখেপ করা যেতে পারত। ধন্যবাদ।
ধন্যবাদ।
আমি এবং আমার ভাই একই জমি দুজনের নামে ক্রয় করছি। আমার ভাগের জমি আমি নামখারিজ করে নিয়েছি। কিন্তু উল্লেখ করে দাগকেটে নেই নাই। এখন কি দাগকেটে বা উল্লেখ করে নেয়া যাবে, যে এই ভাগ আমার ঐ ভাগ ভাইয়ের।
আমার WhatsApp এ মেসেজ দিন ভাই।
Sudhu ki dolil batil hobe...tar aine hobe ?naki takao ferot dewar aine hobe
Tk ferot pabe kno ain vongo kora dolil korar jonno sasti howa dorkar
Right
Thanks
Good
👍
Amar sompotti 😢😢😢 kintu Ami Kono bicar e Pai nai
😭
সরকার কতৃপক্ষের থেকে প্রাপ্ত হওয়া "বিনা খরিদে দলিল" এরূপ দলিল কি বাতিল হবে?
Na
এরূপ দলিল বাতিল করা কি সম্ভব?
@@rodrudipto4580 আদালতে প্রমাণ করতে পারলে সম্ভব
ধন্যবাদ ভাই
thanks
Welcome
ক্ষতি নিষ্কৃতি দলিল কি? কখন কিভাবে করতে হয় । এ বিষয়ে জানালে উপকৃত হবো।
সরকার যদি আইন করে তাহলে ভালোমতো আইন করুক বুঝে সুজে যেটা বাস্তব বাস্তব প্রিন্টে নামে আইন পাস করুক অযথা
👍
আসসালামু আলাইকুম,,
O alaikum assalam
Keu malik bihin jomi (RS theke) vuya malikanai dolil korle ta batiler upay ki pls janaben
WhatsApp a message din 01571490203
@@Ukilbari ok
আমার নানা নানার মার সম্পত্তি তার মেয়েকে দিয়ে গেছে দলিল করে দিয়ে গেছে দলিল আছে কিন্তু আমরা পাচ্ছি না কি করতে পারি এখন আমরা
দলিল তল্লাশি দিয়ে কিভাবে বের করবেন সে সম্পর্কে আমার ভিডিও আছে সেটা দেখুন
আমাদের পুরান ঢাকা এরকম অনেক খাস জমি আছে ওরা দখল করে রাজকিয় আলিশান বাড়ি তৈরী করে নিজে বসবাস করছে ও মার্কেট করে বিল্ডিং চরাদামে ভাড়া দিয়ে দেখেছে,৷৷৷৷
🥲
রংপুর পঞ্চগড় দেবীগঞ্জ শালডাংগা দলিল নাম্বার ৫২৯৪ দলিলটা টিকবে কি না
আসসালামু আলাইকুম স্যার
হেবা দলিল যদি পালক পিতা দিয়ে থাকে তাহলে সেই দলিল টিকবে কিনা
মামলা হলে বাতিল হবে
Thanks
welcome
আমরা দিনাজপুর জেলার জমিদার পরিবারের সদস্য 1947সালেদেশ ভাগের সময় আত্মগোপন করেছিলাম আমরাকিভাবেসমাজে মাথা তুলে দাড়াতে পারি আপনার মন্তব্য আমার একান্ত প্রয়োজন
আমার WhatsApp নাম্বারে মেসেজ দিয়ে বিস্তারিত বলুন। 01571490203
ভাই এই আইন কার জন্য ধনীদের জন্য নাকি সবার জন্য থাকবে
😇
পিতা নাবালক সন্তানকে জমি দেয় পরে নিজের প্রয়োজনে সেই জমি থেকে কিছু জমি বিক্রি করে তাহলে কি নতুন আইনে কোন সমস্যা আছে, তার নাবালক সন্তান কি এখন জমি ফিরট পাবে,বিষয়টি দয়া করে জানাবেন।
Na