এক কালের জৌলুসের নগরী যেনো আজ বিবর্ণ উপত্যকা || নগর কসবা : পর্ব ০২ || Nagar Kasba Part 02

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • সুলতানি আমলের প্রাচীন শহর নগর কসবার পুরাতন ভবনগুলো আজ ধ্বংসের কিনারে। ক্ষয়ে যাওয়া ভবনগুলোই এর জৌলুসের সাক্ষ্য দেয়। নগর কসবার টিকে থাকা প্রত্ননিদর্শন দেখতে পাবেন এই ভিডিওতে।
    Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
    #নগর_কসবা #মুন্সিগঞ্জ #nagar_kasba #munshiganj

КОМЕНТАРІ • 857

  • @bilolakshadas7848
    @bilolakshadas7848 3 роки тому +291

    ভাই আমি বিলোলাক্ষ দাস, কলকাতা থেকে লিখছি। রাম পোদ্দার আমার দাদুর বাবা। আমারা ২০১৩ তে একবার গিয়েছিলাম। বাড়িটির বর্তমান পরিস্থিতি দেখে মনটা খারাপ হয়ে গেল। আপনার সাধু প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা। ঈশ্বর আপনার মঙ্গল করুন

    • @shamsmahamud2451
      @shamsmahamud2451 3 роки тому +7

      Sottie😳

    • @chaya7422
      @chaya7422 3 роки тому +3

      mittha kotha!

    • @jitusaha8037
      @jitusaha8037 3 роки тому +4

      Bilolaksha Das,রাম পোদ্দারের ছেলে,মেয়েরা এখনো জীবিত আছে।

    • @antumondal6678
      @antumondal6678 3 роки тому +1

      Itihas boye niye cholchen😘

    • @bilolakshadas7848
      @bilolakshadas7848 3 роки тому +4

      @@jitusaha8037 না, রাম পোদ্দারের নাতি নাতনি রা কয়েক জন বেছে আছে

  • @abdhfhhffh
    @abdhfhhffh 3 роки тому +53

    আমার মতে আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ UA-cam vlogger. আপনাকে কুর্নিশ সুমন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

    • @pintumondol8512
      @pintumondol8512 3 роки тому

      Ha via

    • @thebongoboy92
      @thebongoboy92 3 роки тому

      বালোবাসা অবিরাম প্রিয় ভাই

    • @mahbubhasan3172
      @mahbubhasan3172 3 роки тому

      Manush hoye Manush k Kurnish korata thik na. Amio Sumon vai k valobashi

    • @bantyshil2803
      @bantyshil2803 3 роки тому

      Uni akjon mohot manush,,,,unar chokhe sob dhormoi soman.... Love Bangladesh ❤️

    • @arunnakshatra1003
      @arunnakshatra1003 3 роки тому

      দাদা

  • @jagadishchandranag6283
    @jagadishchandranag6283 3 роки тому +5

    সালাহউদ্দীন সুমনের মুন্সীগঞ্জের নগর
    কসবার দুটি পর্বকেই আমার মনে হল
    যেন " দুটি আবেগের গল্প "। সুমন সাহেব
    পূরাতন স্মৃতি কথার মাঝে নিজের আবেগী
    মনকে এমন ভাবে তুলে ধরেছেন যে, নগর
    কসবার ঐতিহ্যবাহী সুলতানী আমলের ভগ্ন
    জরাজীর্ণ দালানকোঠা গুলিও যেন কথা
    বলছে ভগ্ন হৃদয়ে !!

  • @kaberinahar1459
    @kaberinahar1459 3 роки тому +51

    ধন্যবাদ কোন ভূল তথ্য উপস্থাপন না করে সুন্দর করে আমাদের এলাকা ও বসতভিটা উপস্থাপন করার জন্য 😊

    • @Korban245
      @Korban245 3 роки тому

      🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    • @md.kamrulhasann8500
      @md.kamrulhasann8500 3 роки тому

      আপনি আর আমাকে আসার অনুমতি দিলেন না!!!!

    • @kaberinahar1459
      @kaberinahar1459 3 роки тому

      @@md.kamrulhasann8500 koi dilam na amito bollam chole asen..

  • @bissosarkar1267
    @bissosarkar1267 3 роки тому +9

    ভাইয়া অসংখ্য ধন্যবাদ ❤।আপনার কথা বলার ধরন যতটা সুন্দর, তেমনি নির্মাণশৈলীর উপর দক্ষ জ্ঞানও আমাকে মুগ্ধ করে।কারণ বেশিরভাগ ব্লগারই এইসব পুরাতন সাবেকি নির্মাণ সম্পর্কে তেমন জ্ঞান রাখে না।তবে আপনার জন্য অনেক শুভকামনা।আপনার জন্য যেমন আমারা সবাই সেই পুরোনো দিনের আসল ইতিহাস জানতে পারছি,তেমন ই যারা নির্মাণ করেছেন তাদেরও নির্মাণ কর্মও আপনার মাধ্যমে উঠে এসেছে।মানুষগুলো তাদের ভিটে মাটি সব ফেলে রাতারাতি ঐতিহ্য ফেলে চলে যায়, আর তাদের এই অবস্থার সুযোগও বহু মানুষ নিয়েছে। বহু লোকের মুখে শুনেছি থাল,বাসন,আসবাবপত্র, গহনা বাক্স,দামী মুর্তি সব ফেলে চলে গেছিল রাতারাতি আর কিছু মানুষ সেই সব লুট করে নিয়ে যায়। যারা আবার ফিরে এসেছিল তারা কিছু পায়নি,আর যারা আসেনি তাদের গুলো দখল হয়ে গেছে।আর সেগুলো তারা নিজের নামে চালিয়ে দিচ্ছে, নিজের ঐতিহ্য বলে চালিয়ে দিচ্ছে। আর যে মানুষগুলো বুদ্ধি খরচ করে এই নান্দনিক স্থাপত্য নির্মাণ করেছে তাদের নামও কোথাও নাই,সবই এখন বিকৃত ইতিহাস।তবে আপনি যেভাবে সত্য তুলে ধরেছেন সেগুলো প্রশংসনীয়।তবে একটা মজার কথা বলি যারা খুব সমৃদ্ধ বাড়ি তৈরি করেছিলো সেই আমলে তাদের প্রত্যেক বাড়ি বাস্তুশাস্ত্রর নিয়ম অনুসরণ করে নির্মাণ করা,তাদের বাড়ির ভেতরের বাতাস চলাচল যেন সহজ থেকে সহজতর হয় আর রোগ কম হয় সুস্বাস্থ আবহাওয়া তৈরি হয় সেই জন্য এই বাস্তুশাস্ত্রর নিয়ম অনুসারে তৈরি।।যে নিয়মগুলো প্রায় কয়েক হাজার বছরের পুরনো যেগুলো সেই স্থাপনগুলোতে পরিবর্তন ছাড়াই অনুসরণ করা হয়েছে।তবে আপনার সাথে একমত যে পুরোনো স্থাপত্য নষ্ট করে তার উপর যত চকচক আবরনই দেওয়া হোক না কেন তার সেই রুপ আর থাকে না।।এইসব ভাঙ্গতে দেখলে বুকের মাঝে কেমন জানি হাহাকার করে উঠে।না জানি মানুষ গুলো কি নিদারুণ কষ্ট হয়েছিল প্রতিমূহুর্তে এই বাড়ি ছাড়ার সময়। তাদের বংশধরেরা জানেও না যে তাদের ছিল এক সমৃদ্ধ ইতিহাস।আর যাই এখনো টিকে আছে তাও ইতিহাস বিকৃিতির আড়ালে চলে যাচ্ছে। ধন্যবাদ ভাই

  • @techaddicted936
    @techaddicted936 3 роки тому +12

    এতো ভালোবাসা ও মায়াময় জন্মভূমি ছেড়ে দূরে যেতে তাঁদের কতই না কষ্ট হয়েছে।😭 শুধু মাত্র দেশ ভাগের জন্য।

  • @sukantadutta6139
    @sukantadutta6139 3 роки тому +3

    আমার বাবার মুখে শুনেছি , আমার ঠাকুরদার বাবা "বিষম্বর দও" তিনি একজন জমিদার ছিলেন। বাংলাদেশের ফরিদপুর জেলার খাসখান্দি তে থাকতেন। দুর্গাপুজো হতো সেই বাড়িতে ।
    এগুলি দেখলে সত্যি ফিরে যেতে ইচ্ছে করে কেমন ছিল সেই সব দিনগুলো দেখতে...
    আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে এই রকম পুরোনো বাড়ি, কতো ইতিহাস এতো সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেন। কতো সুন্দর ছিল সেই সব দিনগুলো..
    এগিয়ে যান দাদা, পাশে আছি সব সময়ে❤
    Love from INDIA 🇮🇳

  • @smrityroy4778
    @smrityroy4778 3 роки тому +16

    এই পর্বটার জন্য অপেক্ষায় ছিলাম। আপনার উপস্থাপনায় হৃদয় স্পর্শি অনুভূতি পাই,অনেক ধন্যবাদ সুৃমন ভাই।

  • @rashedahmed1349
    @rashedahmed1349 3 роки тому +5

    ভিডিওটি দেখে মনে হচ্ছে নগর কসবার প্রত্যেকটি পুরাতন বাড়ির দরজা আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। ২য় পর্বটি আরো প্রানবন্ত হয়েছে, ভিডিও চিত্র ধারণ এর সাথে বর্ণনা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যিই অসাধারণ। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই ।

  • @naturewhispering4096
    @naturewhispering4096 3 роки тому +40

    দাদা আমি কলকাতা থেকে দেখছি আপনি একবার কলকাতায় আসুন এখানে আপনি ব্রিটিশ আমলের বড়ো বড়ো বাড়ি এখনো আছে এবং সেখানে প্রত্যেকটি বাড়িতেই পুরো দিনে কাঠের সিঁড়ি আছে |দাদা বাংলাদেশের এই ইতিহাস দেখে আমার ওখানে যেতে ইচ্ছে করছে | মনে মনে খুব রাগ হচ্ছে যারা বঙ্গভঙ্গ করেছিলো তাদের উপর | এই ইতিহাস এখানেও আছে মানে পশ্চিমবঙ্গে

    • @rashelbt1520
      @rashelbt1520 3 роки тому

      করোনা মহামারি পরিস্থিতি সাভাবিক হলে আসুন বাংলাদেশ ঘুরে দেখে যান, যথা সম্ভব সহযোগিতা করবো।

    • @naturewhispering4096
      @naturewhispering4096 3 роки тому

      @@rashelbt1520 Thank you will definitely come

    • @mhabaksh3040
      @mhabaksh3040 3 роки тому

      @Abhijit Das
      1947 a shyamaprasad Mukherjee korecilen no mulla

    • @toslimahmedtushar2794
      @toslimahmedtushar2794 3 роки тому

      @Abhijit Das বঙ্গভঙ্গ রদ কারা করেছিল? আজ যদি বঙ্গভঙ্গ রদ না হতো তাহলে দেশ ভাগ হতো না, বঙ্গভঙ্গ রদের ফলে মুসলিম জাগরণ এক হয়ে যায়, ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

    • @mhabaksh3040
      @mhabaksh3040 3 роки тому +1

      @Abhijit Das বল্লাল সেন এই অঞ্চলে কৌলিন্য চালু করে বৌদ্ধদের নমশূদ্র জাতে নামিয়ে ৩৩ টা কৌনজ ব্রাহ্মণ পরিবারের মাধ্যমে ৮০০ বছর অত্যচার চালায়৷ অসহ্য হয়ে নমশূদ্র রা মুসলিম হয়েছে কেউ কোরান হাদিস শুনে মুসলমান হয়নি।।
      আর ইসলাম খ্রিস্টান ইহুদি ধর্ম খুব কট্টরপন্থী তারা ধর্মগ্রন্থের বাইরে কিছু মানতে চাইনা

  • @mdkhalidhasan9636
    @mdkhalidhasan9636 2 роки тому +9

    মনটা জুড়িয়ে যায় ভাই এসব দেখলে।
    আবার ভিষণ কষ্ট লাগে সেইসব মানুষদের প্রতি যারা একসময় এই বাড়িতে বসবাস করতেন।
    এই বাড়িতেই ঘোরাফেরা করতেন,
    কত ইতিহাস ছিল এইসব বাড়িতে!
    কালের সাক্ষী না থাকায় সব ধুয়ে মুছে গেছে।
    আফসোস এই বাড়িটি আছে কিন্তু তারা এ দুনিয়ায়তে আর বেঁচে নেই।😥

  • @sparvej71
    @sparvej71 3 роки тому +13

    বাংলাদেশ সরকারের উচিত এসব পুরাতন স্থাপনা ও ঐতিহ্যগুলো পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই সংরক্ষনের উদ্যোগ নেওয়া। বাংলার ইতিহাস গৌরব যেন যুগ যুগ সংরক্ষণ করা হয়।

  • @nahidsultana4158
    @nahidsultana4158 3 роки тому +3

    ভাই, মন প্রাণ জুড়িয়ে গেল। খুব সুন্দর এবং খুব ভালো উপস্থাপন আপনার। আল্লাহ আপনাকে আরো উন্নতি দিক। ঠিকই বলেছেন,এক সময় কিছুই থাকেনা। সব কিছু ছেড়ে চলে যেতে হয়। তারপরও মানুষ ক্ষনিকের এই দুনিয়ায় থাকার জন্য কত সুন্দর করে নিজের বাসস্থান গড়ে, জানে বেশি দিন ভোগ করতে পারবে না তবুও করে। সব কিছু ছেড়ে যেতে হবে ভাবলে খুব কষ্ট লাগে। কি যে মায়া। এই মায়াই মানুষকে দুনিয়া ছেড়ে যেতে কষ্ট দেয়।

  • @asifraihan4463
    @asifraihan4463 3 роки тому +3

    বরাবরের মতই অসাধারণ।
    ধন্যবাদ প্রাচীন ঐতিহ্য আর ঐতিহাসিক তথ্য গুলো কে সঠিক ভাবে তুলে ধরার জন্য। ইতিহাসের বিকৃতির কারনে অনেকেই ঐতিহাসিক স্থাপত্য গুলার গুরুত্ব বুঝতে পারে না ৷ হয়তবা এই স্থাপত্য গুলাও এক সময় মিশে যাবে কিন্তু আপনার ভিডিও গুলা প্রজন্ম থেকে প্রজন্মের হাতে পৌছে যাবে প্রমান হিসেবে। ইতিহাস সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরী।

  • @realpatriot5503
    @realpatriot5503 3 роки тому +32

    সুমন ভাইর উপস্থাপনা অনেক সুন্দর ও শ্রুতিমধুর। আপনি সাংবাদিকতার পাশাপাশি ইউটিউবের মাধ্যমে যেভাবে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে যেভাবে তুলে ধরছেন তা সত্যিই প্রশংসনীয়। আপনাকে সাংবাদিক বলব না ইতিহাসবিদ বলব ভেবে পাইনা।

  • @aliisrafil7657
    @aliisrafil7657 3 роки тому +1

    নগর কসবা আমার ফুপুর শশুড়বাড়ী । আমরা ছোটবেলায় ১৯৭৮-৭৯ সালে নারায়নগন্জ থেকে হেটে নৌকায় বেড়াতে গিয়ছি । বিশেষ করে পুজার সময় পুজা দেখতে সব চাচাতো ভাইয়েরা মিলে বেড়াতে যেতাম। অনেক পুজো হতো ।অনেক জৌলুস ছিলো তখন ।বাড়ীগুলি এখনো সেরকমই আছে । সরকারের প্রত্নতত্ব বিভাগের দেখবাল করা উচিত।

  • @asimmukherjee3886
    @asimmukherjee3886 3 роки тому +3

    অস্তিত্বকে বাঁচিয়ে রাখে পুরনো স্মৃতি। পুরনো ঐতিহ্য আমায় সব সময়ের জন্যই আন্দোলিত করে।ধন্যবাদ,সুমন ভাই। আপনার উপস্থাপনা অনেক অনেক সুন্দর।আমিও পুরনো ঐতিহ্য খুবই পছন্দ করি।হয়তো সময়ের অভাবে কোথাও যেতে পারি না কিন্তু আপনার এই ভিডিও দেখার মাধ্যমে অনেকখানি মানসিক শান্তি পাই,নিজেকে নিয়ে যাই সেই ইতিহাসের কাছে।

  • @forhadmahmud5460
    @forhadmahmud5460 3 роки тому +53

    ভাই আপনি এত সুন্দর করে উপস্থাপন করেন জা দেখলেই প্রাণ জুরিয়ে জায়।দোয়া করি আপনি আরো বড় হন।

  • @aprime650
    @aprime650 3 роки тому +5

    আমি ভারত থেকে আপনার সমস্ত ভিডিও দেখি খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে🙏যখন আপনার ভিডিও দেখতে থাকি সেই সময় টুকু অন্য জগতে হারিয়ে যাই ❤️❤️❤️

  • @amitguptoshuvo5609
    @amitguptoshuvo5609 3 роки тому +4

    সুমন ভাই। আসাধারন। সত্যিই পুরনো আমলের স্হাপনা মনকে অনেক অতীতে নিয়ে ভাবায়, কল্পনায় যেন সেই যুগে ফিরে যাই আমরা এসব স্হাপনার সাথেই।
    পুরনো বাড়ির গন্ধ গুলোও অসাধারন। সেই গন্ধই মনে করিয়ে দেয় একাল আর সেকাল।
    এমন ভিডিও আরো করবেন ভাইয়া।
    শুভকামনা রইলো।
    ভালো থাকবেন।

  • @skhelalbasir3485
    @skhelalbasir3485 3 роки тому +4

    আজ থেকে ৫০-৬০বৎসর পূর্বে এই গ্রামে একটিও পাকা বাড়ি ছিলনা।তার‌ও ১০০বৎসর পূর্বে এই অট্টালিকা গুলি, প্রয়োজন অতিরিক্ত। গরীবের রক্ত চোষা অর্থে এই প্রাসাদ গুলো বানিয়ে ছিল।তাই বাড়ি গুলোর এই অবস্থা। গরীবের অভিশাপ।

  • @joydiproy7234
    @joydiproy7234 3 роки тому +9

    দেশের ঐতিহ্য কে তুলে দরার জন্য অশেষ ধন্যবাদ সুমন ভাই

  • @suvachakraborti9462
    @suvachakraborti9462 3 роки тому +2

    অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভিডিও র মাধ্যমে আমার পূর্ব পুরুষদের বাসস্থান বিস্তৃত ভাবে দেখতে পেলাম। ভালো লাগার সাথে সাথে মন খারাপ ও হলো। আমি রাম পোদ্দারের ব্্শধর।তিনি আমার প্র পিতামহ। 2012 তে আমি নগর কসবা য় গিয়ে ছিলাম। ভেবে ছিলাম আরেকবার দেখব। বাড়ি টা বিস্তৃত ভাবে দেখতে পেলাম না। আর দুভাগ হয়ে গেছে দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। নমস্কার নেবেন।

  • @user-cl1ld8qv7t
    @user-cl1ld8qv7t 3 роки тому +7

    অনেক সুন্দর লাগলো দাদা.... আপনি সত্যি দাদা একজন অসাম্প্রদায়িক ভালো মনের একজন লোক❤❤❤❤❤🌹🌹🌹🌹

  • @fatemabibi6726
    @fatemabibi6726 3 роки тому +33

    বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে তা না দেখলে বিশ্বাস হতো না!

    • @anisurrahmananis4555
      @anisurrahmananis4555 3 роки тому +1

      চলে আসুন আমাদের গ্রাম
      নিজ চোখে দেখে যান ভালো লাগবে

    • @sharifulIslam-yi2uf
      @sharifulIslam-yi2uf 3 роки тому +1

      আপনি কোথায় আছেন।
      জানাবেন ইমু ০১৭৮৭৫৩১৪১০

    • @roseariyanaerceljoyreya8161
      @roseariyanaerceljoyreya8161 3 роки тому +1

      Hmmmm

    • @hasibsgaming
      @hasibsgaming 3 роки тому +4

      @@sharifulIslam-yi2uf togo ki maiya dekhle e no dite mon cay?

    • @soheltraveler
      @soheltraveler 3 роки тому

      চলে আসুন, বাংলাদেশে আশার আমন্ত্রন রইল।

  • @jerinsvlg6082
    @jerinsvlg6082 3 роки тому +4

    ইতিহাস ঐতিহ্য কতেই না সুন্দর.. মুগ্ধ লাগে এই সময়ের কথা ভাবলে❤️

  • @upasonadeghosh2826
    @upasonadeghosh2826 3 роки тому +3

    আমার পূর্ব পুরুষ দেশভাগের জন্য পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হন। কিন্তু আপনার ভিডিওগুলি দেখে পূর্ব পুরুষদের দেশ দেখতে বড় ইচ্ছে করে

  • @mahfuzsayem4907
    @mahfuzsayem4907 3 роки тому +7

    সুমন ভাই ইতিহাস নিয়ে আপনার এ প্রচার, আপনার সুন্দর মনের প্রকাশ, তাই আপনার শুভ কামনা সব সময়।

  • @sanjibmandal4642
    @sanjibmandal4642 3 роки тому +44

    আপনার সব 📹 আমি কোলকাতা থেকে নিয়মিত দেখি।অসাধারণ লাগে আপনার সব presentation 👍 ভালো থাকবেন সুমনদা। নমস্কার নেবেন 🙏

    • @tahminanoor7464
      @tahminanoor7464 3 роки тому +1

      E

    • @swapnachanda2954
      @swapnachanda2954 3 роки тому +2

      বাবা, তুমি কত সুন্দর ভাবে বিষয় গুলো তুলে ধরেছ! এগুলো দেখে খুব আবেগ তাড়িত হয়ে যাচ্ছি!

    • @rajonproduction1193
      @rajonproduction1193 3 роки тому +1

      বাংলাদেশ এসে ঘুরে যাবেন🙂

    • @SG-gv3tl
      @SG-gv3tl 3 роки тому +1

      Amio Kolkata barasat theke dakhi.. Kubo valo lage... Chaliya jann agiaa jann. 😘

    • @mdmustahab3434
      @mdmustahab3434 3 роки тому

      সুমন ভাই বাংলাদেশের একজন পেশাজীবি সাংবাদিক। দেশ টিভি, সময় টিভিতে কাজ করেছেন। বর্তমানে উনি সময় টিভিতে যুক্ত আছেন সম্ভবত

  • @Soumyadeep_10
    @Soumyadeep_10 3 роки тому +14

    অনেক ভালোবাসা নেবেন দাদা ।। কলকাতা থেকে দেখছি আপনার ভিডিও সত্যিই খুব ভালো লাগে

  • @abdullapatowary
    @abdullapatowary 3 роки тому +2

    ভাই আপনি ভাগ্যবান।ইতিহাস কে ছুঁয়ে ছুঁয়ে দেখছেন।৬৪ জেলায় প্রতিটি উপজেলায় ছড়িয়ে আছে এমন পুরনো ইতিহাস।

  • @faridjibon5875
    @faridjibon5875 3 роки тому +1

    অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে যতটুকু সম্ভব এখানকার চিত্র তুলে ধরার জন্য । আমাদের অতি প্রিয় ও প্রানের জেলা মুন্সীগঞ্জ যার আদি নাম বিক্রমপুর । মুন্সীগন্জের অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী এলাকা নগর কসবার বেশ কিছু স্থাপনা যা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে ! দেখলে মনে হয় তারা যেনো জানান দিচ্ছে আমরা তোমাদেরকে অতিত এবং বর্তমানের মধ্যে সেতু বন্ধন করে রেখেছি তোমরা তোমাদের ইতিহাসকে ভূলোনা ! আসলে অনেকটা আবেগ যেনো আঁকড়ে ধরেছিলো তাই কিছু লিখে ফেললাম । সত্যিই আমি গর্বিত আমার প্রিয় জেলার জন্য ।

  • @shimulchandrasaha
    @shimulchandrasaha 3 роки тому +13

    এই ভিডিওটা যেমন একদিন অতীত হবে, নগর কসবা তেমন আজ বর্তমানে ইতিহাস । ধন্যবাদ ভাই

  • @blackman5178
    @blackman5178 3 роки тому +3

    প্রাণ টা জুড়িয়ে দিলেন ভাই, আমি শিল্পী মানুষ, ছবি আঁকা নিয়েই আমার জীবন, সত্যি বলতে ও ধরণের বাড়ি দেখলেই মনটা ছুটে চলে যায় আর মনে হয় সামনে বসে এই বাড়ির চিত্র গুলি খাতা বন্দি করে রাখি

  • @tl8200
    @tl8200 3 роки тому +33

    My family came to India during partition of the country, i really feel emotional whenever i see your videos, i dont know where my great grandfathers used to live but non of us knows as a history student and enthusiast i wish i can see my roots are from

  • @nirmalyachatterjee7156
    @nirmalyachatterjee7156 3 роки тому +2

    Sumon Bhai Egiye Jao Apurba Tomar Video - From Kolkata,India

  • @sreebashbiswas1996
    @sreebashbiswas1996 3 роки тому +2

    আপনার সঙ্গে দেখা করতে আমার খুবই ইচ্ছা আপনার চিন্তা ধারা এবং অনুভূতি আমার সংগে অনেকটা মিল খায় তাই আপনাকে একবার দেখতে চাই ভারতে আসলে আমার বাড়ীতে একবার হলেও আসবেন আমি ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে বলছি

  • @subhankarsarkar5599
    @subhankarsarkar5599 3 роки тому +1

    আপনি যে মানুষ হিসেবে হিন্দু ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী মানুষদের উপর ধর্মীয় অত্যাচারের কষ্ট তে যেভাবে সমব্যথী এবং সেই কষ্ট টা অন্ততপক্ষে ধর্মীয় বেড়াজাল থেকে বেরিয়ে উপলব্ধি করছেন এবং সেটা নির্দ্বিধায় শেয়ার করছেন , আপনার ধর্মীয় সহিষ্ণুতা সত্যি প্রশংসার দাবি রাখে, ভুল টা এড়িয়ে না গিয়ে তা থেকে শিক্ষা নিয়ে আমাদের আবার সম্প্রীতির বাংলায় ফিরতে হবে আপনাদের মত মানুষদের জন্যেই সেই স্মৃতি কালাতিত , সত্য টা না মুছে তা থেকে নিজেদের ভুল গুলো সুদ্রে আবার সম্প্রীতি তৈরি হোক , বেচে থাকুক মানুষ ধর্ম কেনো সম্প্রীতি আনে, সবাই থাকবে বিচিত্রের মধ্যে ঐক্য এইতো আমাদের মনুষ্যত্ব ❤️ ভারত থেকে ।

  • @dipankardey5264
    @dipankardey5264 3 роки тому +7

    নগর কসবা : পর্ব ২ আমি এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 3 роки тому +21

    বাংলাদেশে যে এত বছরের পুরোনো ভবন আছে, এই ভিডিও না দেখলে বিশ্বাসই হতো না। ইচ্ছে করছে একবার হলেও দেখতে সেই জায়গাগুলো। সালাউদ্দিন সুমন ভাইয়া, একটু কিশোরগঞ্জের অল ওয়েদার সড়ক সম্পর্কে একটা ভিডিও বানাবেন।

  • @user-ih8wk6jl2c
    @user-ih8wk6jl2c Рік тому +1

    আমার মনে হয় বাংলাদেশের যত পুরনো নগর আছে সবথেকে বড় নগর এই নগর কসবা❤।

  • @piyaligupta7964
    @piyaligupta7964 3 роки тому +1

    আপনার প্রত্যেক টা প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ।ভালো থাকবেন।সাবধানে থাকবেন

  • @mdrakibulboqso2696
    @mdrakibulboqso2696 3 роки тому +1

    মনটা ভড়ে গেল ভিডিওটি দেখে খুবই মনোমুগ্ধকর।
    ভাই হারিয়ে গেছিলাম এই সুন্দরর্যের মহোনায়।
    এক দিন রাত এই বাড়িতে না থাকতে পারলে মনে হবে আমি হয়তো প্রিথিবীতে আসছি চলে যাবো কিন্তুু কি যেন একটা না পাওয়া থেকে যাবে।
    ভাই ধন্যবাদ আপনাকে অনেক এমন সুন্দর একটা অনুভুতি অনুভব করানোর জন্য।
    আপনার উপস্থাপনার কারনেই হয়তো এমন ভাবে অনুভব করতে পেরেছি।

    • @theoryoflife1413
      @theoryoflife1413 3 роки тому

      ঘুরতে চলে আসেন আমাদের এলাকায়

  • @cosmetologistkamalikamitra1715
    @cosmetologistkamalikamitra1715 3 роки тому +1

    Shootti khub emotional hoye gelam Video ta dekhe shunechilm amr dadu dida rao tader bhite matti rekhe india chole ashen... Khub valo lgalo dekhy

  • @streetunboxing1
    @streetunboxing1 3 роки тому +1

    সুমন ভাই আপনি কি অপরূপ নগরী দেখালেন। ভাই নগরীর রূপে মুগ্ধ আমি

  • @tazriabinta6183
    @tazriabinta6183 3 роки тому +5

    ভাইয়া আপনার কন্ঠ টা অসাধারণ। আর উপস্থাপনা অনবদ্য। আপনি আরও এগিয়ে যান। আমরা আপনার পাশে আছি। আপনি এই নিদর্শন গুলো তুলে না ধরলে জানতেই পারতাম না বাংলার এত ইতিহাস রয়েছে। এগিয়ে যান ভাই, দোয়া রইল।

  • @sabinurmollik9074
    @sabinurmollik9074 3 роки тому +5

    ভাইয়া আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও গুলি দেখি, আমার খুব ভালো লাগে ❤❤❤

  • @abulkalam1578
    @abulkalam1578 3 роки тому +2

    বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ

  • @joyroy7595
    @joyroy7595 3 роки тому +3

    একদম,একদম Uncle আমারও খুবই খারাপ লাগছে সেই মানুষগুলোর জন্য যাঁরা এতকিছু তৈরি করেছিলেন কিন্তু এখন তাদের কোনো অস্তিত্বই নেই!!!!!!!আবার আসুক ফিরে সেই দিন গুলো

  • @ghanashyammandal2570
    @ghanashyammandal2570 3 роки тому +1

    Ami india theke bolchhi sumon bhai khub valo video kore ,abong kotha gulo guchhiye bole ,ami prai tar video dekhi

  • @krishnasarkar9662
    @krishnasarkar9662 3 роки тому +1

    সুমন ভাই আমার পছন্দের একজন মানুষ। অনেক সুন্দর করে উপস্থাপন করেন।
    সুমন দা যখন উপস্থাপনা করেন তখন মনে হয় যেন চোখের সামনে সেই জমিদার আমলের রাজাদের আমলের দিন গুলো কেমন ছিল সেটা ভেসে উঠে।
    এক সময় কতো ইতিহাস না ছিল আমাদের এই উপমহাদেশে।

  • @memoni5565
    @memoni5565 3 роки тому +1

    সুমন ভাই আপনার ভিডিও গুলো আমার খুব ভাল লাগে ইউটিউবে গিয়ে সুধু আপনার ভিডিও গুলোই দেখি

  • @sakhter4142
    @sakhter4142 3 роки тому +1

    অনেক ধন্যবাদ আপনাকে। কতো ইতিহাস, কতো ঐতিহ্য আপনার মাধ্যমে জানতে পারছি। তবে আমার কেনো জানিনা বুক টন টন করে, চোখ ভিজে আসে এইসব স্থাপনা দেখলে।

  • @hillncer1
    @hillncer1 3 роки тому +2

    বিমুগ্ধ নয়নে কিছুটা বিষন্ন মনেও দেখলাম সবই, মধ্যযুগীয় বাংলা. কি অসাধারণ অনুভূতি সত্যিই সুমন ভাই.
    "পূর্ব পুরুষের ভিটা, এখান থেকেই শ্মশানে যাইতে চাই" ওই বাড়ির চাচী আম্মার ওই কথাটা খুবই মনে লাগলো সুমন ভাই সত্যিই. তিনি পূর্বপুরুষের ভিটেমাটিকে ভালোবেসে আঁকড়ে ধরে আছেন.
    কিন্তু খারাপ লাগলো আসলে মন্দিরটা দেখে সত্যিই, ৩০০ বছরের পুরোনো মন্দিরটাকে ভেঙে গুড়িয়ে আবার নতুন করে তোলা হয়েছে সেখানে কেন? পুরোনো ঐতিহ্যবাহী অবকাঠামোটাকে কি সংস্কারের মাধ্যমে ঠিক করে রাখা যেতোনা? পাশে নাহয় অন্য কোনো স্থানে নতুন কোনো মন্দির তোলা যেত প্রয়োজনে. আসলে কি অনেকের ভেতরেই আবেগটা আর সেইভাবে কাজ করেনা এখন আর যে একটা শতবছরের পুরোনো স্থাপনা সেটাকে যেকোনো মূল্যে রাখতেই হবে............

  • @mihirnag1590
    @mihirnag1590 3 роки тому +2

    সুমন ভাই, কিছু বলার নাই,,, আমি মুগ্ধ-আমি অভিভূত-আমি নির্বাক,,, অনেক অনেক কুর্নিশ,,, অনেক অনেক ভালোবাসা,,, অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা,,,

  • @bluestack2146
    @bluestack2146 3 роки тому +1

    সুমন ভাই যখন এই বাড়ি গুলো দেখার পর ঢাকার ফিরে আসেন তখন মন খারাপ হয় না? আপনার এই শেষ দৃশ্য দেখেই আমার মন খারাপ হয়ে যায়।

  • @golamrabbi1633
    @golamrabbi1633 3 роки тому +7

    💙💙""প্রকৃতির পথিক''''💙💙
    সালাউদ্দিন সুমন ভাই

  • @user_00759
    @user_00759 3 роки тому +1

    দাদা, আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য তুলে ধরার জন্য।

  • @mahbuburrahman4028
    @mahbuburrahman4028 3 роки тому +1

    আপনার ভিডিও দেখে মনের অজান্তেই যেন নিজেকে ঐ সময়ের মানুষদের মাঝে ফিল করছি বলে বোঝানো যাবেনা ধন্যবাদ ভাই এমন এপিসোড উপহার দেওয়ার জন্য

  • @birajmukherjee7423
    @birajmukherjee7423 3 роки тому +9

    Thank you so much for exploring this historical place.... My humbled request to the great government of Bangladesh please take care of this iconic palace.... History tells everything... 🇮🇳🙏

  • @somnathchanda1250
    @somnathchanda1250 3 роки тому +2

    No doubt Bengal was a rich place

  • @sksaklinmustak4140
    @sksaklinmustak4140 3 роки тому +6

    Love from🇮🇳🇮🇳♥🥰

  • @abhijitkumarsarkar3850
    @abhijitkumarsarkar3850 3 роки тому

    সালাউদ্দীন ভাই আপনার ভিডিও আর উপস্থাপনা অসাধারণ । শুভেচ্ছা রইল এপার বাংলা থেকে । হয়তোবা কোনদিন দুই বাংলা আবার জুড়ে যাবে সেদিন আমাদের পূর্বপুরুষদের আত্ম শান্তি পাবে ।

    • @mdnurulislam1265
      @mdnurulislam1265 3 роки тому

      ব্রিটিশ বেনিয়াদের আবির্ভাবের পূর্বে বাংলা মায়ের সন্তানরা ছিল ধনধান্যে পরিপুণ্য তারপর দুইশত বছরের শোষণ শেষে বাংলা মাকে বিভক্ত রেখে যায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের পুঁজিবাদীদের হাতে । লাভোবান হয়েছে উভয় সম্প্রদায়ের পুঁজিবাদীরা আর দ্বন্দ্ব লাগিয়ে গেছে তুই মুসলিম তুই হিন্দু সাধারণের মাঝে তবে অবসান একদিন হবেই ইনশাল্লাহ ।

  • @gamingwithnabil7391
    @gamingwithnabil7391 9 місяців тому

    শত শত বছর আগের সব প্রাচীন কালের ঐতিহ্য সব সময় আমাকে কাছে টানে😢😢❤❤

  • @rockykorea5711
    @rockykorea5711 2 роки тому +3

    পুরাতন বাড়ীর প্রতিটা ইট কাঠ চুন -সুরকি বসতকরি মানুষের সুখ-দুঃখ হ্দয়ে ধারন করে আছে, হ্দয় দিয়ে অনুভব করা যায়।

  • @botanicheavenbyrabiulhaque
    @botanicheavenbyrabiulhaque 3 роки тому +2

    Onek sundor apnar video gulo..... khub nostalgick lage.....May Allah bless you.keep it up

  • @abdullahrafi8234
    @abdullahrafi8234 3 роки тому

    সত্যি আপনি রহস্যময় একজন মনের মানুষ আপনার কথায় তা প্রকাশ পায়।খুবি চমৎকার উপস্থাপন করেন

  • @musafirsalam6108
    @musafirsalam6108 2 роки тому +1

    দোয়া রইল আপনি আরও এগিয়ে যান,আপনার প্রতিবেদন গুলি অনেক সুন্দর হয়,সুমন আপনাকে অনেক অনেক ধন্যবাদ,এভাবে বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য ।

  • @NaiemJessore
    @NaiemJessore 3 роки тому

    একসময় হয়ত এগুলো থাকবে না। আপনার ভিডিও গুলো থাকুক।
    আপনার ভিডিও, অসাধারণ দৃশ্য, উপস্থাপনা দেখেই আমার মনে হচ্ছে আমি সেই সুলতানি আমলে হারিয়ে গেছি🙂

  • @kanthiroybarua3827
    @kanthiroybarua3827 3 роки тому +5

    Anabodo oshadharon 👌👌Sumon vai apnake onek dhanyabad janai 🙏🙏 kaler buke harie jawa silpokriti dekar sujog pelam .valo thakben ❤from Assam Gauripur India

  • @shahilkhan5723
    @shahilkhan5723 3 роки тому +2

    রূপকথার গল্প। অপূর্ব। নস্টালজিক

  • @MrBibeks
    @MrBibeks 3 роки тому +1

    ~ ভাই তোমার মতো করে স্বপ্ন দেখা শুরু করলাম।
    জানি নাহ কতো দূর যেতে পারবো। সবার জন্য অনেক অনেক ভালবাসা রইল 💖💖💝🥰😘😍
    ~ Brother, I started dreaming like you.
    I don't know how far I can go. There was a lot of love for everyone 💖💖💝🥰😘

  • @deathbody8817
    @deathbody8817 3 роки тому +2

    বাংলাদেশে মরা বাড়ি ছাড়া ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গাই নেই 😄তবে এইটা মানতেই হয় আপনার উপস্থাপনা খুবই সুন্দর 🌿অনেক তথ্য দিয়ে ভিডিওতে পূর্ণতা পায় 🌺

    • @bdnow6527
      @bdnow6527 3 роки тому

      মন্তব্য করার আগে সে সম্পর্কে জানতে হয়। অনেক সুন্দর জায়গা আছে।

  • @wasiqurrahaman4588
    @wasiqurrahaman4588 3 роки тому +3

    ভাই আপনার video গুলো বার বার দেখতে ইচ্ছে করে.......অতীতের ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই..... Carry on ভাই, আমরা সর্বদা আপনার সঙ্গে আছি......❤️❤️ from West Bengal, Murshidabad.

  • @ridoykhan9612
    @ridoykhan9612 3 роки тому +4

    পুরনো বাড়ি দেখতে আমার অনেক ভালো লাগে
    আমিও নগর কসবার পাসে ছিলাম (সিপাহি পারা,,,3বছর ওখানে জব করতাম তখন মাঝেমধ্যে ঘুরতে যেতাম এই বাড়ি গুলা দেখতে

  • @suneheraishratsupti
    @suneheraishratsupti 3 роки тому +1

    Vaiya ami janle apnar sathe dekha korte jetam.. Apnar video gula onek age thekei dekhe aschi
    . apni je amader elakay esechen seta sotti khub valo laglo

  • @Comedyskits12
    @Comedyskits12 3 роки тому +1

    দেখার সাধ জাগে। আবার একটা চমৎকার এপিসোড দেখবো এখন। দেখার আগেই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @user-uj6ip8fx2o
    @user-uj6ip8fx2o 3 роки тому +2

    আসসালামু আলাইকুম..!
    Live long Bangladesh.
    Live long Salauddin Sumon Sir.
    ভাই আমি দীর্ঘদিন ধরে আপনার নিয়মিত সকল ভিডিও দেখে ইতিহাস জানার সৌভাগ্য অর্জন করেছি।
    আপনার শত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে আমাদের জন্য এমন কিছু ভিডিও উপহার দেবার জন্য আপনাকে মন থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
    তবে আমার কেন যে মনে হচ্ছে আপনার বর্তমান সময়ের ভিডিও গুলোর Background Music গুলোতে আগের ভিডিও গুলোর মত ইতিহাসের অনুভূতি ফিরে পাচ্ছি না।
    আবারও বলছি আপনার কাজের জন্য দর্শক হিসেবে আপনার প্রতি কৃতজ্ঞ তব৷ মনে হয় Background Music গুলো একটু পরিবর্তন করা প্রয়োজন।
    I salute & Pray for you from My heart.

  • @BengalAyur
    @BengalAyur 3 роки тому +7

    ভাই, নাটোরের জোয়াড়ী গ্রামের বিশিদের সম্বন্ধে একটি তথ্যচিত্র যদি পারেন, করবেন।

    • @thestreethunter
      @thestreethunter 3 роки тому

      এটা কি নাটোর সদরে? না কোনো উপজেলায়?

    • @BengalAyur
      @BengalAyur 3 роки тому

      @@thestreethunter বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়ন। প্রমথনাথ বিশি ( সাহিত্যিক )র জমিদার বাড়ি। বিশি পাড়া, জোয়াড়ি

    • @prof.hijibiji9649
      @prof.hijibiji9649 3 роки тому +1

      @@BengalAyur যাহাকে আমরা প্র. ন. বি. নামে চিনি?

    • @BengalAyur
      @BengalAyur 3 роки тому

      @@prof.hijibiji9649 ঠিক।

  • @mofidurrahman594
    @mofidurrahman594 3 роки тому +7

    Love from India (Assam Dhubri) "Love you Bhaiya ". Regular video chai

  • @NaiemJessore
    @NaiemJessore 3 роки тому +1

    আহ।
    আগের মানুষের, জমিদারদের জৌলুশ ছিল খুব।
    সোনালী যুগের ইতিহাস। এইসব প্রত্নতত্ত্ব বিভাগের নজরে রাখা উচিত।

  • @dipanjandas7489
    @dipanjandas7489 3 роки тому +6

    অসাধারন দাদা আবার একটি অসাধারন ব্লগ দেওয়ার জন্যে।❤️

  • @mdsabbirmia
    @mdsabbirmia 3 роки тому +2

    Wow. Nice Video...vai

  • @lubnasmakeover4959
    @lubnasmakeover4959 3 роки тому

    ভিডিও দেখে মনটা শান্তি হয়ে গেল

  • @sontukaushikchandradas7484
    @sontukaushikchandradas7484 3 роки тому +16

    Thank You so much Sumon da for showing the unknown history of Bangladesh, Really love your work and the content. Keep up your hard work. Stay Safe :)

  • @ahsanullahmajumdar1565
    @ahsanullahmajumdar1565 2 роки тому +2

    Am writing from Florida United States your very sincere and inspiring description of ancient heritage of our Munshiganj overwhelmed me with joy May the Almighty Allah bless you all in continued peace and happiness Ahsan Majumdar

  • @Zahidhossainsikderzahid
    @Zahidhossainsikderzahid 3 роки тому

    ভিডিওটি দেখে ভাল লেগেছে। বাংলাদেশের পুরাতন ও দর্শনিয় স্থান দেখতে পেয়ে খুব ভাল লাগছে।

  • @whitecollection3914
    @whitecollection3914 3 роки тому +4

    হিন্দুদের চিন্তাভাবনা সবসময় ইউনিক, ও অসাধারণ

  • @TRAVELCHANNELMURSHIDABAD
    @TRAVELCHANNELMURSHIDABAD 3 роки тому

    খুব সুন্দর তুলে ধরলেন

  • @litonpm1
    @litonpm1 3 роки тому +9

    ভাই আমাদের ওয়ারী, টিপুসুলতান রোড এর মোড়ে একটা বাড়ি আছে সেটায় অ কাঠের প্যাচানো সিড়ি। উঠতে গেলেই কেমন জানি জমিদার জমিদার ভাব লাগে।

  • @shahadatbhuiyan2263
    @shahadatbhuiyan2263 2 роки тому

    পুরানা ভবন দেখলে আমার কাছে খুব ভাললাগে। আর কল্পনা জাগে সেই আগেকার মানুষদের জীবন যাপন কেমন ছিল।

  • @xiaolina8439
    @xiaolina8439 3 роки тому

    অপূর্ব। যা দেখে চোখ জুরিয়ে যায়।সত্যি সত্যি দেখতে ইচ্ছে করছে।এসব পুরোনো বাড়িঘর গুলো।

  • @HaldiaTFishing2853
    @HaldiaTFishing2853 3 роки тому +4

    Thank you sir second part taratari dayoyar Jonny

  • @KiranPanwarVlogs.
    @KiranPanwarVlogs. 3 роки тому +1

    Nice sharing dear 🤗

  • @mdnejorakash8738
    @mdnejorakash8738 3 роки тому +1

    Vai ami mugdho hoye jai apnaar video gulo dekhe..apnar kotha gulo jeno amk rupkotha'r golpo te niye jay

  • @Adityapratap9
    @Adityapratap9 3 роки тому

    apni ekjon valo manus. bangladesh er upor ekta tan hochhe apnar video dekhe ....apni sustha thaken ei rokom video den ....somoi hole west bengal asen apnar jonno wait korchhi.

  • @iftad10
    @iftad10 3 роки тому +2

    আপনার উপস্থাপনা সত্যিই মনোমুগ্ধকর।
    অনেক ভালো লাগে 💕🌸

  • @ronghinpohtam6698
    @ronghinpohtam6698 11 місяців тому

    আপনার কথা শুনে কবিতা আর গল্প মিশে আছে খুব ভালো লাগে

  • @Ajaydas19956
    @Ajaydas19956 3 роки тому +1

    এরকম আমাদেরও বাড়ি ছিল বাংলাদেশ এ
    একাত্তরের পর আজ আমরা ভারতে😭
    Miss you 😭

    • @tasinab4299
      @tasinab4299 3 роки тому +1

      71 a Pakistani Muslim ra apnader tariya diyacilo.Bangali muslim ra nhhh dada

    • @Ajaydas19956
      @Ajaydas19956 3 роки тому

      @@tasinab4299 😭😭😭😭

  • @arunbanerjee3449
    @arunbanerjee3449 3 роки тому

    সুমন ভাই আমি তো মুগ্ধ হযে গেলাম আপনার পরিবেশন দেখে ।আশা করি সামনে আরো আরো এরকম ভিডিও দেবেন ।কোলকাতা থেকে