শিল্পের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায়, যখন তা সময়ের গণ্ডি পেরিয়ে চিরস্থায়ী হয়ে যায়। জিয়াউর রহমানের "মা" গানটি এমনই একটি সৃষ্টির উদাহরণ, যা হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং মানুষকে ভাবতে বাধ্য করে। 'মা' শুধু একজন মানুষ নন, তিনি একটি আশ্রয়, একটি অনুভূতি। তার অনুপস্থিতি থাকা সত্ত্বেও, তার ভালোবাসা আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দনে জীবন্ত থাকে। তুমি যখন তারাদের দিকে তাকিয়ে তাকে খুঁজে পাও, সেটি আসলে তার স্নেহের চিরন্তন উপস্থিতি। শিরোনামহীন ব্যান্ডের এই গানটি সত্যিই সময়ের সীমানা অতিক্রম করে চিরন্তন হয়ে থাকুক। এটি ভাইরালের চেয়ে মানুষের মনে মনের ভাষা হয়ে থাকুক। সৃষ্টিকে এমনভাবেই মূল্যায়ন করা উচিত, যেন তা কেবল জনপ্রিয়তার জন্য নয়, বরং এর মেধা ও মানের জন্য অমর হয়। ইতিহাস হয়ে থাকুক❤❤
মা এর ক্যান্সার প্রায় ২বছর হতে চললো। কেমোথেরাপি, রেডিওথেরাপির মারপ্যাচে যুদ্ধকরা অসুস্থ মা এর পাশে বসে,এই গান শুনতে শুনতে কেমন যেনো বুকে হাহাকার শূন্যতা ধরে গেলো। অন্যরকম এক শিরোনামহীন এ এক। Hat's off to mighty Shironamhin ❤
2মাস আগেই মা কে হারিয়েছি। এই মা কে নিয়ে লেখাগুলো আমার কাছে অনেকতাই আবেগের। তারাদের দেশে ভালো থাকুক আমার মা। মা হারালে বোঝা যায় সারা পৃথিীতেই মায়ের মতন নিঃস্বার্থ ভালবাসা আর হয় না
আমি চাই এতো সুন্দর গানটা আন্ডাররেটেডই থাকুক, কারণ বাড়তি ভাইরাল হয়ে পচে যাওয়ার চেয়ে গানটি এমন মাস্টারপিস হয়েই থাকুক। প্রতি মা ভালোবাসা, গানটি বেঁচে থাকুক বছরের পর বছর
এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে আংগুলে আংগুল ধরে রেখে জানাতে বিদায়। আকাশে জ্বলে থেকে, চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়। এই লাইনগুলো শুনলে নিজেরে নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য। জানিনা, যাদের মা নেই, তারা নিজেকে এই গান শুনার পর সামলাতে পারবে কিনা। ভালো থাকুক আমার এবং সবার মা। অসংখ্য ধন্যবাদ শিরোনামহীনকে এমন সুন্দর ১টা দরদী গান দাওয়ার জন্য।।🖤🖤🖤😞😞😞
আমিও আজ একজনের মা। এখন বুঝি মা আমাদের কিভাবে আগলে রেখেছে পরম যত্নে। সেই মা কে আমরা সন্তানরা কতভাবে কষ্ট দেই, যদিও মায়েরা তা মনে রাখেনা। ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা।🖤ভালোবাসি মা🖤 গানটা অসাধারণ হয়েছে !❤️
মা তোমায় কত দিন দেখা হয় না! মা আমি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে চাই,কত রাত ঘুমাই না মা! মা তুমি হয়তো সবই জানো,সব কষ্ট উড়ে যাবে শুধু কপালে একটা চুমু দিও। বর্তমানে দুনিয়ায় বেঁচে থাকার শুধু একটাই কারন আর সেটা তুমি মা।
'মা' আমার থেকে ৪০০০+ কি.মি. দূরে😅 কতমাস কতদিন চলে গেলো মা'কে সামনে থেকে দেখি না😥 ভালো থাকুক পৃথিবীর সকল 'মা'❤ Many thanks to our SHIRONAMHIN♥️ For giving such a beautiful song about 'mother'. Take love from Malaysia♥️ Best of luck shironamhin.
অসাধারণ,,,,, International music industry যদি বাংলা বুঝতো,, তাহলে তারা বুঝতে পারতো কি চমৎকার একটি গান,,, যা বাংলাদেশের গানগুলোতেই প্রকাশ পায়। মা এমন একজন যায় তুলনা হয় না।
যাদের মা নেই তারাই জানে কেমন আছে তারা। কেমন করে প্রতিটা মুহূর্ত কাটাই তারা। প্রতিটা স্মৃতি জড়িয়ে আছে মায়ের সাথে।মা কি জিনিস যে হারিয়েছে সেই বুঝে। আজ দুই বছর হয়ে গেল মা মারা যাওয়া। বাইরে থাকি কেউ খোঁজ নেয় না। কেউ কি আর মায়ের মত হতে পারে। ধন্যবাদ শিরোনামহীন এত সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য। গানের রিলিক্স গুলা প্রতিটা মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে।
মা নিঃস্বার্থ, একতরফা ভালোবাসার অধিকারীণি। আমাদের মা বিধাতার শ্রেষ্ঠ উপহার, বিশ্ব-ভ্রহ্মাণ্ডে প্রস্ফুটিত হওয়া একটি মাত্র গোলাপ তিনি। তিনি মহাকালের চিৎকার, অদ্ভুত সুন্দর। তাঁর অবয়ব প্রতিবিম্ব সুধু তিনি নিজেই..🌸❤️
আমরা যারা কর্ম জীবনের কষাঘাতে দুমড়ে মুচড়ে অনুভূতি কে কবর দিয়ে মা ছাড়া জীবন চালিয়ে যাচ্ছি তারাই জানি মা যে এক আশ্রয়, মা যে এক অনন্তকালের অর্থহীন অনুভূতি 😢
সাড়ে নয় বছর হতে চলছে মা'কে হারিয়েছি। একবারে আমার সাথে মিলে গিয়েছে এই গানটা। মায়ের ভালোবাসা সেদিন বেশি অনুভব করেছিলাম, যেদিন মায়ের লাশের পাশে বসে, মা'কে জরিয়ে ধরে কেঁদেছিলাম 🙂
সেই যে কবে বাড়ি ছাড়লাম কেরিয়ারের আশায়, নিজেরও ঠিক মনে নেই। এখন যতবারই বাড়িতে যায়, মেহমানের মতো! হয়তো ঈদে নয়তো লম্বা কোনো ছুটিতে। ধন্যবাদ শিরোনামহীন, মা-কে নিয়ে এমন সুন্দর একটা গান উপস্থাপন করার জন্য!🌹 আম্মা💞
মা নেই আজ ৭ বছর ১১ মাস ১৫ দিন। মন খারাপে একা একা মায়ের কবরের পাশে অনেক অশ্রু ঝরিয়েছি। মনে পড়ে অনেক মাকে। ধন্যবাদ একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য (শিরোনামহীন)❤❤
জানিনা কেমন ভিউ হবে বা কতটা লাইক পড়বে কিন্তু আমি শিওর এই গান যতজন শুনবে তাদের হৃদয় স্পর্শ করবে। এটা শুধু গান না কিছু মানুষের হৃদয়ের অনুভূতি❤ এই গান বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে যুগের পর যুগ। ধন্যবাদ জিয়া ভাইসহ শিরোনামহীন টিমকে এমন মাস্টারপিস উপহার দেওয়ার জন্য।
মা পাশেই ঘুমাচ্ছে তাও যেনো হুহু করে কান্না পাচ্ছে....পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক সুস্থ থাকুক। মা ছাড়া পৃথিবীর কেউ কোনোদিনো আপন হয় না।কেউ ই না। আমি মা ছাড়া দুনিয়া কল্পনা করতে পারি না।মা ছাড়া জীবন আবার হয় নাকি ওটা কোনো জীবন না।জানি দিন যায়,জীবন খুব সুন্দর ভাবে চলে যায় হয়ত, কিন্তু মা ছাড়া জীবনের কোনো অস্তিত্ব আমি অস্তিত্ব মনে করি না। আল্লাহ পৃথিবীতে এই একটা সম্পর্কই এমন বানিয়েছে।
এই গানগুলোতেই মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া উচিৎ,,, কিন্তু আমাদের সমাজ এবং এর মধ্যে থাকা মানুষ জনের এতটা অবক্ষয় হয়েছে যে এই সব গান তাদের ভালো লাগে না,,, মা-বাবা আমাদের সব থেকে বড় সম্পদ #Million view Song
আমার মা নেই আমার জন্য আর সেই মায়ার স্পর্শ নেই নিজের চোখের সামনে মাকে মারা যেতে দেখেছি। কোনোকিছুই কখনো আবেগের তুলনা হতে পারেনা, না গান, না গজল, না কবিতা। কিন্তু… কেন জানিনা , মা কে নিয়ে কিছু শুনলে চোখের কোণা ভিজে যায়, হয়তো ভালোবাসার আকাঙ্খায় !! ভালো থাকুক পৃথিবীর সব মা ভালোবাসি মা❤
মা আমার এক পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ তাকে ছাড়া আমি অসম্পূর্ণ আমি কিছু ভাবতে পারি না আল্লাহ তায়ালা আমার মাকে সুস্থ রাখুক সে সাথে সবার মায়েদের জন্য দোয়া ❤
শিল্পের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায়, যখন তা সময়ের গণ্ডি পেরিয়ে চিরস্থায়ী হয়ে যায়। জিয়াউর রহমানের "মা" গানটি এমনই একটি সৃষ্টির উদাহরণ, যা হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং মানুষকে ভাবতে বাধ্য করে।
'মা' শুধু একজন মানুষ নন, তিনি একটি আশ্রয়, একটি অনুভূতি। তার অনুপস্থিতি থাকা সত্ত্বেও, তার ভালোবাসা আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দনে জীবন্ত থাকে। তুমি যখন তারাদের দিকে তাকিয়ে তাকে খুঁজে পাও, সেটি আসলে তার স্নেহের চিরন্তন উপস্থিতি।
শিরোনামহীন ব্যান্ডের এই গানটি সত্যিই সময়ের সীমানা অতিক্রম করে চিরন্তন হয়ে থাকুক। এটি ভাইরালের চেয়ে মানুষের মনে মনের ভাষা হয়ে থাকুক। সৃষ্টিকে এমনভাবেই মূল্যায়ন করা উচিত, যেন তা কেবল জনপ্রিয়তার জন্য নয়, বরং এর মেধা ও মানের জন্য অমর হয়।
ইতিহাস হয়ে থাকুক❤❤
❤❤
মা এর ক্যান্সার প্রায় ২বছর হতে চললো। কেমোথেরাপি, রেডিওথেরাপির মারপ্যাচে যুদ্ধকরা অসুস্থ মা এর পাশে বসে,এই গান শুনতে শুনতে কেমন যেনো বুকে হাহাকার শূন্যতা ধরে গেলো। অন্যরকম এক শিরোনামহীন এ এক। Hat's off to mighty Shironamhin ❤
দোয়া করি আপনার মা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক। অনেক দোয়া রইলো
দোয়া করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে উঠুক।
2মাস আগেই মা কে হারিয়েছি। এই মা কে নিয়ে লেখাগুলো আমার কাছে অনেকতাই আবেগের। তারাদের দেশে ভালো থাকুক আমার মা। মা হারালে বোঝা যায় সারা পৃথিীতেই মায়ের মতন নিঃস্বার্থ ভালবাসা আর হয় না
আল্লাহ আপনার আম্মুকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক 😢😢😢
দোয়া করি ভাই আল্লাহ আপনার মাকে দ্রুত সুস্থ করে তুলুন
আমি চাই এতো সুন্দর গানটা আন্ডাররেটেডই থাকুক, কারণ বাড়তি ভাইরাল হয়ে পচে যাওয়ার চেয়ে গানটি এমন মাস্টারপিস হয়েই থাকুক। প্রতি মা ভালোবাসা, গানটি বেঁচে থাকুক বছরের পর বছর
Rihgt
মা তুমি সর্বকালের সর্ব শ্রেষ্ট নারী।
ভালো বাসি মা❤❤
আমি আমার প্রেমিকাকে ভুলে গেছি.... কিন্তু শিরোনামহীনকে ভুলে থাকা হয়নি... ১৮বছর ধরে শুনছি...
শিরোনামহীন বেঁচে আছে এখনো, কারণ সময়ের সেরা কবিদের একজন তাদের গান লিখে যাচ্ছেন এখনো। যতদিন কবি জিয়া বেঁচে আছেন, ততদিন হারিয়ে যাবে না শিরোনামহীন! ❤️
এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে
চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে
আংগুলে আংগুল ধরে রেখে জানাতে বিদায়।
আকাশে জ্বলে থেকে,
চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি
উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি
তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়। এই লাইনগুলো শুনলে নিজেরে নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য। জানিনা, যাদের মা নেই, তারা নিজেকে এই গান শুনার পর সামলাতে পারবে কিনা। ভালো থাকুক আমার এবং সবার মা। অসংখ্য ধন্যবাদ শিরোনামহীনকে এমন সুন্দর ১টা দরদী গান দাওয়ার জন্য।।🖤🖤🖤😞😞😞
আমিও আজ একজনের মা। এখন বুঝি মা আমাদের কিভাবে আগলে রেখেছে পরম যত্নে।
সেই মা কে আমরা সন্তানরা কতভাবে কষ্ট দেই, যদিও মায়েরা তা মনে রাখেনা। ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা।🖤ভালোবাসি মা🖤
গানটা অসাধারণ হয়েছে !❤️
বহুদিন পর 'মা' নিয়ে একটা অসাধারণ গান পেলাম! ধন্যবাদ শিরোনামহীন ❤
মা তোমায় কত দিন দেখা হয় না!
মা আমি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে চাই,কত রাত ঘুমাই না মা!
মা তুমি হয়তো সবই জানো,সব কষ্ট উড়ে যাবে শুধু কপালে একটা চুমু দিও। বর্তমানে দুনিয়ায় বেঁচে থাকার শুধু একটাই কারন আর সেটা তুমি মা।
মা নিয়ে বলার কিছু নেই।মা হচ্ছে এমন এক টনিক যার স্পর্শে সন্তানেরা এমনিতেই অর্ধেক সুস্থ হয়ে যায়।
দোয়া করি প্রবাস জীবনে আটকে থাকা মানুষগুলো কিছুক্ষনের জন্যে হলেও তাদের মায়ের আঁচলের সান্নিধ্যে ফিরে আসুক। খুঁজে পাক তাদের হারিয়ে যাওয়া শান্তি ।
'মা' দিয়ে এত গান, কবিতা, উপন্যাস শুধুমাত্র ছেলেদের পক্ষেই সম্ভব। প্রত্যেকটি ছেলের কাছে তার মা হচ্ছে সেরা ব্যক্তি।
পৃথিবীতে সব থেকে শক্তিশালী যোদ্ধা হচ্ছে "মা❤"
নিজের সন্তানের জন্য স্রষ্টার সাথ যুদ্ধে লিপ্ত হতে পিছপা হবেনা।
ভালোবাসি "মা"
চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি
উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি
তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়।
মা এমন একটা শব্দ, যে শব্দটাই একটা আবেগ, চোখের কোনে জল, বুকে হাহাকার ধরা। আহা মা
পৃথিবীতে মা ওই একমাত্র আপনজন❤ বাকি সবাই তো বিজ্ঞাপন 🙂
'মা' আমার থেকে ৪০০০+ কি.মি. দূরে😅
কতমাস কতদিন চলে গেলো মা'কে সামনে থেকে দেখি না😥
ভালো থাকুক পৃথিবীর সকল 'মা'❤
Many thanks to our SHIRONAMHIN♥️
For giving such a beautiful song about 'mother'.
Take love from Malaysia♥️
Best of luck shironamhin.
এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে আংগুলে আংগুল ধরে রেখে জানাতে বিদায়। আকাশে জ্বলে থেকে, চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়। এই লাইনগুলো শুনলে নিজেরে নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য।
কত বছর ধরে আটকা পড়ে থাকা মন জেমসের মা গানে আজ আবার শিরোনামহীন জাগিয়ে দিয়েছে #মা💜
অসাধারণ,,,,, International music industry যদি বাংলা বুঝতো,, তাহলে তারা বুঝতে পারতো কি চমৎকার একটি গান,,, যা বাংলাদেশের গানগুলোতেই প্রকাশ পায়। মা এমন একজন যায় তুলনা হয় না।
মা সে তো অমূল্য... মা আছে বলেই পৃথিবী টা এত সুন্দর আর মা আছে বলেই পৃথিবীর সকলের দেওয়া কষ্ট মা এর পাশে বসলে এক নিমিষেই ভুলে যাই.... (ভালোবাসি মা❤️❤️)
৪২৯ দিন হলো আজ মা'কে ছেড়ে প্রবাসে আসার 😢 প্রতিটা কষ্টকর মূহুর্তে মায়ের চেহারা বেসে উঠে চোখের সামনে..!!
and this song✨
I am crying broooo😭😭
এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে
চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে।
অসাধারণ 🖤👌
আজই হোস্টেল ফিরলাম। পুরো গানটা শোনার সাহস হলোনা, বুকটা কেঁপে উঠছে। বাড়ী ফিরে মার পাশে শুয়েই পুরো গানটা শুনবো।
দোয়া করি,,
🥰🥰
দোয়া করি,,
🥰🥰
অসাধারণ একটা গান। সুর সুন্দর, তার চেয়ে সুন্দর লিরিক। কলাকুশলীদের ধন্যবাদ।
এই রকম গানের অপেক্ষায় ছিলাম সবাই,এখন বাবা নিয়ে একটা গান হউক,অপেক্ষায় প্রিয় ব্যান্ড শিরোনামহীনের কাছ থেকে।
ভালোবাসায় থাকুক প্রিয় শিরোনামহীন।
বাবা নিয়ে জেমস এর বাবা গান টা শুনে দেখেন
যাদের মা নেই তারাই জানে কেমন আছে তারা। কেমন করে প্রতিটা মুহূর্ত কাটাই তারা। প্রতিটা স্মৃতি জড়িয়ে আছে মায়ের সাথে।মা কি জিনিস যে হারিয়েছে সেই বুঝে। আজ দুই বছর হয়ে গেল মা মারা যাওয়া। বাইরে থাকি কেউ খোঁজ নেয় না। কেউ কি আর মায়ের মত হতে পারে। ধন্যবাদ শিরোনামহীন এত সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য। গানের রিলিক্স গুলা প্রতিটা মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে।
😢❤ আমি তোমাকে ভালোবাসি মা!
❤
বুকের ভেতরের চাপা আবেগ একধাক্কায় অশ্রুস্রোত হয়ে বের হতে চায়। মা, আমার মা.......
আহা লিরিক ❤️
অনেক বেশি সুন্দর❤️
মা হলো বিধাতার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উপহার !
জিয়া ভাইয়ের লিরিক্সগুলো সবসময়ই দারুণ থাকে
মা কে নিয়ে এই প্রথম শিরোনামহীন এর গান,
অসাধারণ।
Shironamhin.ভালো লেগেছে মায়ের গান টা ,ভালো বাসা রইল অনেক অনেক (Munshigonj)
ওহ ভাই কি দিয়েছেন এটা!!! গানের লিরিক আর শুরে গায়ের লোম দাড়িয়ে যায়। অসাধারন ❤❤❤❤ এটা মিলিয়ন মিলিয়ন ভিউ পাবে। আর জনপ্রিয় হবে গানটা।
আজ মার জন্মদিন, ৫ বছর আগে মাকে হারিয়েছি। গানটা একদম হৃদয়ের ভিতরে গিয়ে লাগসে। ধন্যবাদ Shironamhin.
কখনও মুখ ফুটে বলতে পারিনি তার আগেই চলে গেলে। I Love you Ma.
রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা
অসম্ভব সুন্দর গান টা। চোখে পানি চলে আসলো নিজের অজান্তেই
"মা" এই এক মহা যোদ্ধার নাম।
ভালোবাসি মা।❤
মা নিঃস্বার্থ, একতরফা ভালোবাসার অধিকারীণি। আমাদের মা বিধাতার শ্রেষ্ঠ উপহার, বিশ্ব-ভ্রহ্মাণ্ডে প্রস্ফুটিত হওয়া একটি মাত্র গোলাপ তিনি। তিনি মহাকালের চিৎকার, অদ্ভুত সুন্দর। তাঁর অবয়ব প্রতিবিম্ব সুধু তিনি নিজেই..🌸❤️
অসাধারণ গান ❤ এই অবেলায় ২ এর অপেক্ষা
মা। অনেক ভালোবাসি মাকে। আমার ভালো থাকা, বেড়ে ওঠা, বেঁচে থাকা পুরোটাই যার জন্য। ❤
এক কথায় অসাধারণ। আর music টা just ♥♥♥♥
অসাধারণ লিরিক্স।
ধন্যবাদ শিরোনামহীন ✨❤
ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার ' মা '। তাই মায়ের ভালোবাসা অপরিসীম, এই স্নেহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। আমার 'মা' ❤️
আমরা যারা কর্ম জীবনের কষাঘাতে দুমড়ে মুচড়ে অনুভূতি কে কবর দিয়ে মা ছাড়া জীবন চালিয়ে যাচ্ছি তারাই জানি মা যে এক আশ্রয়, মা যে এক অনন্তকালের অর্থহীন অনুভূতি 😢
অসাধারণ ব্রো সেই লাগছে। আমি গতকাল থেকে এই পর্যন্ত ১৮৯ বার শুনে নিছি। এখনো বিরক্ত লাগছে না। 🥹🫂🤍🤍🤍
দুঃখ, কষ্ট থাকে না মোর দেহে আচঁল তোমার পেলে,,
জীবন আমার কেটে যাবে মাগো,তোমার আচঁলের নিচে হেলে।
গ্রীষ্মের দুপুরে গাছের ছায়া শরীর আমার শান্ত,
সকাল সন্ধ্যা দুপুরের তোমার দেহ হয়না বুঝি কান্ত।
❤Maa❤
শিরোনামহীনের সৃষ্টি বরাবরই অনবদ্য। গানটার কথা ও সুর দুইটাই মন ছুয়ে যাওয়ার মত।❤️❤️❤️❤️
ভাই সত্যি কথা বলতে গান টা সিরাই সিরাই ডুকে গেল❤️😭 love you shironamhin❤️
বাহ, চমৎকার গান, কথা, শিল্পীর কন্ঠের কারুকার্য এবং অনবদ্য বাদ্য বাজানো ! ! মনে পড়ে গেলো মা চলে গেছে সেই দুই দশকেরও বেশী সময় পেরিয়ে গেছে!
বহু বছর পর সেরা একটা গান দিলো শিরোনামহীন, Going to be a superhit. 💥❤️🔥🔥
অপেক্ষায় ছিলাম।অনেক সুন্দর হইছে❤❤❤❤❤❤❤
হটাৎ চিন্তা আসে মাথায় মা ছাড়া কিভাবে থাকবো একদিন 🥲মা ই তো সব❤😢
গানটা শুনে হৃদয়টা ভরে উঠেছে। মা শব্দটা নিঃস্বার্থ ভালোবাসার নাম❣️ অনেক বেশি ভালোবাসি তোমাকে আম্মু🥀❣️
গানটায় মন ছুয়ে গেছে 😊😊
সাড়ে নয় বছর হতে চলছে মা'কে হারিয়েছি। একবারে আমার সাথে মিলে গিয়েছে এই গানটা। মায়ের ভালোবাসা সেদিন বেশি অনুভব করেছিলাম, যেদিন মায়ের লাশের পাশে বসে, মা'কে জরিয়ে ধরে কেঁদেছিলাম 🙂
ভালো থাকুক পৃথিবীর সকল মা ভালোবাসা অবিরাম শিরোনামহীন মায়ের জন্য গান টা উৎসর্গ করার জন্য ❤
আমি জানিনা শিরোনামহীন এর ভায়োলিন টা কেনো যে এত মুগ্ধকর 😊
সেই যে কবে বাড়ি ছাড়লাম কেরিয়ারের আশায়, নিজেরও ঠিক মনে নেই। এখন যতবারই বাড়িতে যায়, মেহমানের মতো! হয়তো ঈদে নয়তো লম্বা কোনো ছুটিতে।
ধন্যবাদ শিরোনামহীন, মা-কে নিয়ে এমন সুন্দর একটা গান উপস্থাপন করার জন্য!🌹
আম্মা💞
এ এক অদ্ভুত অনুভূতি অদ্ভুত ভালোবাসা শিরোনামহীনের সাথে শেখ ইসতিয়াক..!!🌸🤗
আমার আয়ু থেকে কিছু আয়ু যোগ হোক মায়ের সাথে! তবুও মা তুমি বেঁচে থাকো যুগ যুগ ধরে! ❤️
অস্থির একটা গান, গানটি পোস্ট করার এক ঘন্টা পর শুনলাম❤
মা, শান্ত মেজাজের একটি গান, আহা! মুগ্ধতা...
মা তোমারে অনেক ভালোবাসি💔 শিরোনামহীন কে ধন্যবাদ মা কে নিয়ে এত সুন্দর গানের জন্য
অনেক সুন্দর হইছে ভাইজান। এখন এই অবেলায় ২ এর অপেক্ষায় রইলাম
ধন্যবাদ প্রিয় শিরোনামহীন কে।
মা শব্দটিই আবেগের, মাকে নিয়ে গাওয়া গান ভালোবাসার🖤
প্রবাস জীবনে মাকে খুব মিস করি😢আসলে আম্মার মতো হয় না কেউ।
ভালো লাগছে ধন্যবাদ শিরোনামহীনকে
নিঃস্বার্থ ভালোবাসার নামটি হল মা বেঁচে থাকুক পৃথিবীর সকল মা বাবা 😘😘😘
18 বছর হয়ে গেছে মায়ের স্পর্শ পাই না। দেখি না, শুনি না সেই মধুর সুরে ডাকতে পাই না। মা তুমি ভালো থাকো উপারে।। খুব বেশি মনে পড়ে তোমাকে।। 😢
অসাধারণ হয়েছে
শুভকামনা shironamhin❤
গুরুর পর এই প্রথম❤ মা ❤কে নিয়ে বেস্ট গান
অসাধারণ❤️❤️❤️
সেরা গান ভাই ❤️❤️❤️❤️শিরোনামহীন এর জন্য অনেক অনেক শুভকামনা, অভিনন্দন,
25 year ++++ 😢....
Hoyto jole thaka tara amar Ma'' ei line ta ❤
আমার আয়ু থেকে কিছু আয়ু যোগ হোক মায়ের সাথে! তবুও মা তুমি বেঁচে থাকো যুগ যুগ ধরে ।
ধন্যবাদ শিরোনামহীনকে এতসুন্দর একটা গান উপহার দেয়ার জন্য ❤❤
মা নেই আজ ৭ বছর ১১ মাস ১৫ দিন। মন খারাপে একা একা মায়ের কবরের পাশে অনেক অশ্রু ঝরিয়েছি। মনে পড়ে অনেক মাকে। ধন্যবাদ একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য (শিরোনামহীন)❤❤
মাকে খুব ভালোবাসি কিন্ত কখনও বলা হয়নি .... love you maaa ❤
জানিনা কেমন ভিউ হবে বা কতটা লাইক পড়বে কিন্তু আমি শিওর এই গান যতজন শুনবে তাদের হৃদয় স্পর্শ করবে। এটা শুধু গান না কিছু মানুষের হৃদয়ের অনুভূতি❤
এই গান বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে যুগের পর যুগ।
ধন্যবাদ জিয়া ভাইসহ শিরোনামহীন টিমকে এমন মাস্টারপিস উপহার দেওয়ার জন্য।
মা ❤
এক শব্দেই যথেষ্ট ❤😊
'মা' পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক।হারিয়ে বুজেছি মা কথাটা মূল্যবান।
এই জেনারেশন কে এমন গান উপহার দেওয়ার জন্য শিরোনামহীনের প্রতি কৃতজ্ঞ জানাই
মা পাশেই ঘুমাচ্ছে তাও যেনো হুহু করে কান্না পাচ্ছে....পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক সুস্থ থাকুক। মা ছাড়া পৃথিবীর কেউ কোনোদিনো আপন হয় না।কেউ ই না। আমি মা ছাড়া দুনিয়া কল্পনা করতে পারি না।মা ছাড়া জীবন আবার হয় নাকি ওটা কোনো জীবন না।জানি দিন যায়,জীবন খুব সুন্দর ভাবে চলে যায় হয়ত, কিন্তু মা ছাড়া জীবনের কোনো অস্তিত্ব আমি অস্তিত্ব মনে করি না। আল্লাহ পৃথিবীতে এই একটা সম্পর্কই এমন বানিয়েছে।
ভালো থাকুক পৃথিবীর সকল মা💟
মা এই শব্দটায় মিশে আছে কত শত স্নেহ মায়া
মমতা ভালোবাসা।মা সর্বকালের শ্রেষ্ট নারী। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা। ভালোবাসি খুব মা
মা!!
আহ!!
ধন্যবাদ শিরোনামহীন❣️
অনেক অনেক ধন্যবাদ এই গান টির জন্য💝
এটাই আসলে " এই অবেলায় ২ " হতে পারতো 🖤 অসম্ভব সুন্দর গান টা ..
ভালো থাকুক পৃথিবীর সকল মা 🙏🙏
Great composition vhai❤️❤️🔥
Some time emotion cannot tell in words.. beautiful song ❤
এই গানগুলোতেই মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া উচিৎ,,, কিন্তু আমাদের সমাজ এবং এর মধ্যে থাকা মানুষ জনের এতটা অবক্ষয় হয়েছে যে এই সব গান তাদের ভালো লাগে না,,,
মা-বাবা আমাদের সব থেকে বড় সম্পদ
#Million view Song
এতো সুন্দর একটি গান যতো বার শুনি প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যায়
আমার মা নেই
আমার জন্য আর সেই মায়ার স্পর্শ নেই
নিজের চোখের সামনে মাকে মারা যেতে দেখেছি। কোনোকিছুই কখনো আবেগের তুলনা হতে পারেনা, না গান, না গজল, না কবিতা।
কিন্তু…
কেন জানিনা ,
মা কে নিয়ে কিছু শুনলে চোখের কোণা ভিজে যায়,
হয়তো ভালোবাসার আকাঙ্খায় !!
ভালো থাকুক পৃথিবীর সব মা
ভালোবাসি মা❤
মা তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। তুমি হারিয়ে গেলে আমি কার কার কাছে গিয়ে সব মনের কথা বলব😭😭😭😭😭
Shironamhin,thanks for this song.
মা আমার এক পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ তাকে ছাড়া আমি অসম্পূর্ণ আমি কিছু ভাবতে পারি না আল্লাহ তায়ালা আমার মাকে সুস্থ রাখুক সে সাথে সবার মায়েদের জন্য দোয়া ❤
মা কে নিয়ে সব গুলো গানই সর্বশ্রেষ্ঠ। ❤❤