নিশিথ দাদা কি বলবো বুঝতে পারছি না 😌 এটাও জানিনা সঙ্গীত, সুর এসব বুঝি কিনা ...! তবে চোখের জল রোধ করতে পারলাম না। আপনার এই মহৎ কাজের জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানবেন। গুরুজি সুস্থ থাকুক, আমাদের আরো অনেক ভালো ভালো গান উপহার দিক সর্বদা এই প্রার্থনা করছি 🙏 আমরা যারা তার শ্রোতাভক্ত আছি আমরা তাকে, তার গানকে কতোটা অনুভব করি তা তো কেবল আমরাই জানি।
: আসলেই ভাই। এই গানটা যখন শুনছিলাম তখন আমিও খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমাকে ধন্যবাদ জানানোর জন্য ভালোবাসা রইলো। চেষ্টা করছি নানাভাবে উনাকে তুলে আনার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকুন..
নিশীথ দাদা কি ভাষায় বুঝাবো আপনাকে আমার যে কোন ভাষাই নেই। আমি সেই শৈশব কাল থেকেই সংগীতগুরু লোকগীতি গানের সম্রাট মুজিব স্যারের গান শুনে আসতেছি। মজিব স্যারের গান ছাড়া আমি আর কোন শিল্পীর গান শুনি না। উনার প্রতিটি গান যে আমার চোখের লোনা জল পড়ে বুক ভেসে যায়। নিশীথ দাদা যখন রাত গভীর হয়। তার গানগুলো আরো যে বেশি বিরহে কাতর হয় মন। নিশিথ দাদা আপনার মাধ্যমে আমরা সঙ্গীত গুরু মজিব স্যারের গান এবং মজিব স্যার কে দেখতে পাই এটাই আমাদের হাজারো পাওয়া। তাই আল্লাহ পাকের কাছে সব সময় মুজিব স্যারের ফ্যামিলি এবং মজিব স্যারের জন্য এবং আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহপাক যেন মুজিব স্যারকে হায়াত দারাজ দান করুক এই কামনাই করি। মজিব স্যারের গানের মধ্যে গ্রামের মাঠ ঘাট গাছপালা তরুলতা ধানক্ষেতের মাটির গ্রান ভোরের কুয়াশার দৃশ্য রাতে পাখির কল অঞ্জলি সব কিছুই খুঁজে পাই। এবং খুঁজে পাই গ্রামের মায়েরা লাকড়ি খড়কুটা মাটির চুলাতে দিয়ে যখন রান্না করে সেই খর কুটার ধোয়া ছড়ানো। মুজিব স্যারের প্রতিটি গান ৬৮ হাজার গ্রাম বাংলার প্রতিটি ঘরে চিরকাল বাজবে গানগুলা কখনো মরবে না। এই গানগুলোর প্রতিটা সুরে শৈশবের বিজড়িত দিনগুলো সবার চোখের মাঝে ভেসে উঠবে। নিশিথ দাদা আমার মোবাইলের মেমোরিতে মুজিব স্যারের কন্ঠে গাওয়া সবগুলো গান আছে। ভালো থাকেন নিষিথ দাদা ভালো থাকুক আমাদের প্রাণ প্রিয় শিল্পী মুজিব স্যার এবং আমাদের ছোট ভাই সজীব। আল্লাহ হাফেজ।
সংগীতে পিতা-পুত্রের এমন মাখামাখি সত্যি আবেগ ধরে রাখতে পারিনি, চোখে জল পড়েছে, মুজিব পরদেশীর আবেগ যার জন্য তিনি যেন তাকে বুকে জড়িয়ে নেন সেই প্রার্থনা,,
আমি ভারতের কোচবিহার জেলার। আপনার কেসেট অনেক কষ্টে বাংলাদেশ থেকে আনাতাম।আপনার গান খুব গাইতাম।সেটা 2000 সাল থেকে। এখনও বেশিরভাগ সময়ই আপনার গান গাওয়ার চেষ্টা করি। এত আনন্দ অন্য কোন গান গেয়ে পাই না। কল্যাণ
খুব মনে পড়ে ১৯৯৫ কিংবা ৯6 সালে আমার প্রিয় শিল্পী জনাব পরদেশী সাহেবকে সামনাসামনি দেখা এবং উনার গান শুনেছি । মঞ্চ মাতিয়ে ছিলেন । তারপর আর কোনদিনও দেখা হয়নি। এখন অনেক বয়স হয়ে গেছে । আল্লাহ , যেন উনাকে জীবনের শেষ দিন পযর্ন্ত সুস্থ রাখেন এই কামনাই করি ।
মুজিব পরদেশী আমার ওস্তাদ জী ওনার গান ১৯৯৫সাল থেকে শুনে এসেছি,, এখনো বৃদ্ধ বয়সে এখনো তার গান আমার জনপ্রিয় । তার গান আমি ভালো বাসি তার গান আমি গাই,, ওনাকে সবসময়ে মনে করি, এবংমিস করি। ওস্তাদ দের সাথে দেখা করতে চাই,যানিনা জীবনের শেষ সময়ে ও ৷দেখা হবে কিনা, ওনার সুস্ত তা আমি সৃষ্টি কর্তার কাছে কামনা করি ওস্তাদ জী কে যেন ভালো রাখে ন। ওনার আমি এক জন ভক্ত,, সকল কে ধন্যবাদ, ,। ❤❤❤
আমি ইন্ডিয়া থেকে বলছি আমার বয়স যখন কুড়ি তখন থেকে এই গুরুর ফ্রেন্ড হই আর আজও শুনি গান উনার গান যখন শুনি মনে হয় কোন অজানা দেশ দেশে চলে গেছি তা মনে বড় ইচ্ছা হয় গুরুর কাছে গিয়ে পাঁচটা গান শুনতে কিন্তু যে উপায় নাই মোবাইল খুললে গান শুনলে মজিবপরদেশীর গান শুনি কি বলবো না আর গান না হৃদয় ফেটে জল আসে না পাথর পেটে জল আসে জানিনা আজও অজানা গুরুদেব ,আপনাকে স্যালুট স্যালুট স্যালুট♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
নিশীথ দাদা আপনার জন্য অনেক শুভকামনা রইলো, শ্রদ্ধেয় গুরুজি মুজিব পরদেশীর গান শুনেই গান কে ভালোবাসা শুরু করলাম। হাজারো বছর আমাদের মাঝে বেঁচে থাকোক মুজিব পরদেশী আমাদের মাঝে। কোটি তারার মাঝে যেমন একটি শুধুমাত্র চাঁদ থাকে, ঠিক তেমনি লক্ষ হাজার কোটি শিল্পীর মধ্যে মুজিবপরদেশি একজন অন্যতম। মুজিব পরদেশীর মত একজন জীবন্ত কিংবদন্তী মানুষের গল্প গান কাহিনী আমাদের মাঝে তুলে ধরছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
নিশিথ দাদা পল্লী গ্রামে যখন বর্ষার পানিতে মাঠ ঘাট খ্যাত খোলা খাল বিল ভরে যেত ঠিক তখনই পাড়ার কয়েকজন বন্ধু নিয়ে নৌকা তে উঠতাম ব্যাটারি চালিত টেপ নিয়ে এবং সেই টেপের মধ্যে মজিব স্যারের কেসেট লাগাতাম। স্যারের কি মায়াবী কন্ঠে গানগুলো বাস্ত এক সময় গানগুলো শুনতে শুনতে সন্ধা ঘনিয়ে আসত৷ কি মায়াবী সুর। তাহার গান শুনেই শিখেছিলাম প্রিয়জনের সাথে কিভাবে কথা বলতে হয়। মজিব স্যারের গানগুলোর মধ্য দিয়ে শুরু হয়েছিল আমার ভালোবাসা। মজিব স্যারের গানগুলো যখন শুনতাম তখন দেখতাম গ্রামের গাছপালা তরুলতা গুলো আরো সুজলা সুফলা হয়ে উঠত। ভালো থাকেন নিশীথ দাদা ভালো থাকুক আমাদের গ্রাম বাংলার লোকগীতি গানের সম্রাট মজিব স্যার। আল্লাহ হাফেজ।
অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ভাই মুজিব পরদেশী কে ,যাদের মন আছে তারা ভালো বাসে ,আর যারা ভালো বাসে তাদের অন্তর পরিশোধীত বিশ্বাস আর ভালো বাসা বুকের ভিতর লুকিয়ে রাখে ।
অসাধারণ অসাধারণ........বাংলাদেশ তথা বাংলা ভাষাবাসি অঞ্চলের মানুষের প্রতিদিনকার হৃদয়ের গান এবং আত্মপ্রকাসের বিলাপি সুর মানেই এককথায় মুজিব পরদেশী.....💐💐💐
আবেগ ধরে রাখতে পারি না। ছোটবেলা থেকেই মুজিব পরদেশীর গান শুনে বড় হয়েছি। শুরের মধ্যে কতো আবেগ ও প্রেম। আমাদের আবেগ ও প্রেমের মধ্যে সারাজীবন বেঁচে থাকুক মুজিব পরদেশী স্যার ও তার গান।
মুজিব পরদেশী কাঁদলে আমাদের কষ্ট হয় কারণ এই মানের শিল্পী সব সময় প্রফুল্ল চিত্তে থাকার কথা। তিনি আমাদের যা দিয়ে ছেন তা মনে রাখার মতো। আল্লাহ তাকে ক্ষমা করুক সেই সংগে আমাদেরকেও। আল্লাহ হাফেজ।
ছোটবেলায় ক্যাসেট কিনে এনে আমার বাবা আপনার গান শুনতেন।আপনি উনার সবচেয়ে প্রিয় গায়ক ছিলেন।আপনাকে দেখার অনেক শখ ছিল উনার।কিন্তু আরে দেখা হইল কই? বাবাতো না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।আপনার গানগুলো আমি শুনি অত্যন্ত ভালো লাগে।এবং বাবার কথা খুব মনে পড়ে। আমার বাবা ও কিন্তু আপনার গান গুলো অত্যন্ত চমৎকারভাবে গাইতে পারতেন। ভালো থাকবেন ভালোবাসার মুজিব পরদেশী স্যার।
এই বয়সেও এত সুন্দর ভাবের পরিবেশ তৈরি করেন বলেই উনারা লিজেন্ড। প্রাণ ভরে উপভোগ করার মতো। অবিরাম ভালোবাসা রইলো স্যার আপনার জন্য। সরকারি সংগীত কলেজে পন্ডিত বারীম মজুমদারের স্মরণে আয়োজিত একটি প্রোগ্রামে আপনাকে সরাসরি দেখার এবং গান শুনার সৌভাগ্য আমার হয়েছিলো।
মুজিব পরদেশী একজন লিভিং লিজেন্ড আমি তার গান খুব পছন্দ করি। শুনি। 100 বছরে একজন মজিবপরদেশীর জন্ম হবে না এদেশে। আমার প্রিয় শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
জিবনে অনেক হারমনিয়মমের সুর সুনিয়েছি কিন্তু আমার প্রান প্রিয় শিপ্লী মজিদ পরদেসির মতো হারমনিয়ম আর কেও বাজাতে পারে কি না আমার যানা নেই। যত দিন বেচে থাকব পরদেশির গান আমি সুনবো আমি হত বাগা সৌদি প্রাবাসি। মোঃ আমির খসরু বাড়ি টাংগাইল।
নিষিথ দাদা শৈশবের কথা গুলো কখনোই মানুষ ভুলতে পারবেনা। দাদা আমার শৈশবের দিনগুলো কেটেছিল আমার নানা বাড়িতে। তখন সচরাচর সব বাড়িতে টেপ ছিলনা। কিন্তু আমার নানার একটি টেপ ছিল কারণ আমার নানা ছিল একজন শিক্ষক তাই আমার একটি মাত্র মামা ছিল আমার মার ছোট সেই মামার জন্য আমার নানা টেপ কিনে এনেছিল। এবং আমার মামা মজিব স্যারের খুব ভক্ত ছিল। যখন মা নানা বাড়িতে যেত ঠিক সেদিনই পিঠা বানানোর ধুম পড়ে যেত। বিকাল থেকেই ঢেঁকিতে আওলা চাউল ঢাল তো। ঢেঁকিতে পিঠার চাউল ভাঙাতো। ঠিক সেই সময়ই আমার ছোট মামা ঘর থেকে টেপ মজিব স্যারের ক্যাসেট আর ব্যাটারিটি নিয়ে উঠানে একটি শীতলপাটির মধ্যে রেখে মজিব স্যারের ক্যাসেট লাগা তো আর একের পরে এক মায়াবী সুরের গানগুলো বাস্ত ঢেঁকির আওয়াজ গুলো কানের কাছে বাস্ত কি যে ভালো লাগতো। ঠিক সেই রাতেই গান শোনার জন্য আর আমাকে দেখার জন্য ঘন ঘন চলে আসতো আমার প্রিয় মানুষটি। যদি আমার মামা উঠানে থাকতো তখন আমার প্রিয় মানুষটি উঠানে আসতো না।সে তখন ঘরের পেছনে সরিষা ক্ষেতে বসে বসে মজিব স্যারের গানগুলো শুনত আর কান্না করত। আমিও কান্না করতাম কিন্তু কাউকে বুঝতে দিতাম না। যতই রাত গভীর হতে থাকে ততোই যে গানের সুর গুলো আর ভালোবাসার মায়াজাল গুলো আরো ভারী হয়ে উঠে। গানের সুরের সাথে সাথে আরো বেশি করে আমার প্রিয়জনের জন্য মায়া লাগতে শুরু করে। ভালো থাকেন নিশীথ দাদা ভালো থাকুক আমাদের গ্রাম বাংলার লোকগীতি গানের সম্রাট ভালো থাকুক আমাদের সঙ্গীতগুরু মুজিব স্যার এবং ভালো থাকুক আমাদের মুজিব স্যারের ফ্যামিলি বর্গ। আল্লাহ হাফেজ।
জয়গুরু আহ কলিজা শুধু আহ আওয়াজ চোখে পানি চলে আসে যতবার শুনি🙏 এমন একজন মহান মুর্শিদি কালাম হৃদয়ে ধারণ করা একজন শিল্পী পেয়েছি। আমরা ধন্য এমন একটা কালাম শুনতে পেলাম। প্রেমময় ভক্তি রইলো 🙏🙏🙏😭
আমি ইন্ডিয়া থেকে বলছি এই মধুর সংগীত চোখ দেয়া বেড়ে গেলো Hara krishna 🕉️ joy sri krishna I love from India West Bangla uttar Dinajpur raiganj খুপ ভালো লাগলো গানটা শুনে পর্নম নেবেন আমার
মুজিব পারদেশী কে দেখে বোঝাই যায় তিনি একজন বড়ো সাধক। এনার মন একজন সদ্য নবাজাতক শিশুর মতো। আমার মা আব্বু মুজিব পারদেশী একজন ভক্ত। আমি ও একজন ভক্ত হয়ে পড়েছি। পশ্চিমবঙ্গ থেকে। নীশিথ ভাই মুজিব পারদেশী সঙ্গে একবার কথা বলাতে পারবেন।
নিশিথ দাদা কি বলবো বুঝতে পারছি না 😌
এটাও জানিনা সঙ্গীত, সুর এসব বুঝি কিনা ...! তবে চোখের জল রোধ করতে পারলাম না।
আপনার এই মহৎ কাজের জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানবেন।
গুরুজি সুস্থ থাকুক, আমাদের আরো অনেক ভালো ভালো গান উপহার দিক সর্বদা এই প্রার্থনা করছি 🙏
আমরা যারা তার শ্রোতাভক্ত আছি আমরা তাকে, তার গানকে কতোটা অনুভব করি তা তো কেবল আমরাই জানি।
: আসলেই ভাই। এই গানটা যখন শুনছিলাম তখন আমিও খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম।
আমাকে ধন্যবাদ জানানোর জন্য ভালোবাসা রইলো। চেষ্টা করছি নানাভাবে উনাকে তুলে আনার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকুন..
@@nishithsurjo সাবস্ক্রাইব তো সেই কবেই করে রেখেছি আর তাইতো নোটিফিকেশন পাই।
আপনার চেষ্টা অব্যাহত থাকবে এই আশা রাখছি 👍
@@rathinhalder3331 : কৃতজ্ঞতা ভাই
@@nishithsurjo আমি তার গানকে অনেক ভালো বাসি আমি পরদেশি র গান যত সুনি ততই ভালো লাগে
@@rathinhalder3331 ৃঅসাধারণ
মুজিব পরদেশী শুধু একজন শিল্পী নন,তিনি গ্রাম বাংলার অলৌকিক মানুষ।সেলুট জানাই।
নিশীথ দাদা কি ভাষায় বুঝাবো আপনাকে আমার যে কোন ভাষাই নেই। আমি সেই শৈশব কাল থেকেই সংগীতগুরু লোকগীতি গানের সম্রাট মুজিব স্যারের গান শুনে আসতেছি। মজিব স্যারের গান ছাড়া আমি আর কোন শিল্পীর গান শুনি না। উনার প্রতিটি গান যে আমার চোখের লোনা জল পড়ে বুক ভেসে যায়। নিশীথ দাদা যখন রাত গভীর হয়। তার গানগুলো আরো যে বেশি বিরহে কাতর হয় মন। নিশিথ দাদা আপনার মাধ্যমে আমরা সঙ্গীত গুরু মজিব স্যারের গান এবং মজিব স্যার কে দেখতে পাই এটাই আমাদের হাজারো পাওয়া। তাই আল্লাহ পাকের কাছে সব সময় মুজিব স্যারের ফ্যামিলি এবং মজিব স্যারের জন্য এবং আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহপাক যেন মুজিব স্যারকে হায়াত দারাজ দান করুক এই কামনাই করি। মজিব স্যারের গানের মধ্যে গ্রামের মাঠ ঘাট গাছপালা তরুলতা ধানক্ষেতের মাটির গ্রান ভোরের কুয়াশার দৃশ্য রাতে পাখির কল অঞ্জলি সব কিছুই খুঁজে পাই। এবং খুঁজে পাই গ্রামের মায়েরা লাকড়ি খড়কুটা মাটির চুলাতে দিয়ে যখন রান্না করে সেই খর কুটার ধোয়া ছড়ানো। মুজিব স্যারের প্রতিটি গান ৬৮ হাজার গ্রাম বাংলার প্রতিটি ঘরে চিরকাল বাজবে গানগুলা কখনো মরবে না। এই গানগুলোর প্রতিটা সুরে শৈশবের বিজড়িত দিনগুলো সবার চোখের মাঝে ভেসে উঠবে। নিশিথ দাদা আমার মোবাইলের মেমোরিতে মুজিব স্যারের কন্ঠে গাওয়া সবগুলো গান আছে। ভালো থাকেন নিষিথ দাদা ভালো থাকুক আমাদের প্রাণ প্রিয় শিল্পী মুজিব স্যার এবং আমাদের ছোট ভাই সজীব। আল্লাহ হাফেজ।
বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিজেন্ড মুজিব পরদেশি,৯০ দশকে উনার গান একটু হলেও শুনেনি এমন লোক বাংলাদেশ কমই ছিল
সংগীতে পিতা-পুত্রের এমন মাখামাখি সত্যি আবেগ ধরে রাখতে পারিনি, চোখে জল পড়েছে, মুজিব পরদেশীর আবেগ যার জন্য তিনি যেন তাকে বুকে জড়িয়ে নেন সেই প্রার্থনা,,
আমি ভারতের কোচবিহার জেলার। আপনার কেসেট অনেক কষ্টে বাংলাদেশ থেকে আনাতাম।আপনার গান খুব গাইতাম।সেটা 2000 সাল থেকে। এখনও বেশিরভাগ সময়ই আপনার গান গাওয়ার চেষ্টা করি। এত আনন্দ অন্য কোন গান গেয়ে পাই না। কল্যাণ
❤
আমি ওনার মত গান গাইতে পারি আমি আসবো কোচবিহারে
খুব মনে পড়ে ১৯৯৫ কিংবা ৯6 সালে আমার প্রিয় শিল্পী জনাব পরদেশী সাহেবকে সামনাসামনি দেখা এবং উনার গান শুনেছি । মঞ্চ মাতিয়ে ছিলেন । তারপর আর কোনদিনও দেখা হয়নি। এখন অনেক বয়স হয়ে গেছে । আল্লাহ , যেন উনাকে জীবনের শেষ দিন পযর্ন্ত সুস্থ রাখেন এই কামনাই করি ।
মুজিব পরদেশী আমার ওস্তাদ জী ওনার গান ১৯৯৫সাল থেকে শুনে এসেছি,, এখনো বৃদ্ধ বয়সে এখনো তার গান আমার জনপ্রিয় । তার গান আমি ভালো বাসি তার গান আমি গাই,, ওনাকে সবসময়ে মনে করি, এবংমিস করি। ওস্তাদ দের সাথে দেখা করতে চাই,যানিনা জীবনের শেষ সময়ে ও ৷দেখা হবে কিনা, ওনার সুস্ত তা আমি সৃষ্টি কর্তার কাছে কামনা করি ওস্তাদ জী কে যেন ভালো রাখে ন। ওনার আমি এক জন ভক্ত,, সকল কে ধন্যবাদ, ,। ❤❤❤
পৃথিবী যত আধুনিক হবে, মুজিব পরদেশী ঠিক ততই জনপ্রিয় হবে, শ্রদ্ধা এবং ভালোবাসা
গুরু আপনার চরনে প্রনাম।
আমি ইন্ডিয়া থেকে বলছি আমার বয়স যখন কুড়ি তখন থেকে এই গুরুর ফ্রেন্ড হই আর আজও শুনি গান উনার গান যখন শুনি মনে হয় কোন অজানা দেশ দেশে চলে গেছি তা মনে বড় ইচ্ছা হয় গুরুর কাছে গিয়ে পাঁচটা গান শুনতে কিন্তু যে উপায় নাই মোবাইল খুললে গান শুনলে মজিবপরদেশীর গান শুনি কি বলবো না আর গান না হৃদয় ফেটে জল আসে না পাথর পেটে জল আসে জানিনা আজও অজানা গুরুদেব ,আপনাকে স্যালুট স্যালুট স্যালুট♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ধন্যবাদ দাদা আপনাকে
🦋🌹🥀🌺🌼🌻🌷
দিদি আপনে আমার মত নামবার টা দিয়েন আমি আপনার ছোট ভাই হিসাবে কথা বলব মনের দুখটা মিটবে আমি এখন ডুবাই প্রবাসি
Sem to you
আসলেই তাই
চোট কালে রেডিওতে ওনার গান শুনে ঘুমিয়ে যেতাম। খুব দরদী কন্ঠ ওনার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাকে যেন ঈশ্বর সব সময় ভালো রাখে।
মুজিব পরদেশি ভাইকে অনেক অনেক শ্রদ্ধা।তার গান শোনার আগ্রহ আদৌকমছেনা । শ্রদ্ধার্ঘ রইল। টিমকেও ধন্যবাদ ।
নিশীথ দাদা আপনার জন্য অনেক শুভকামনা রইলো, শ্রদ্ধেয় গুরুজি মুজিব পরদেশীর গান শুনেই গান কে ভালোবাসা শুরু করলাম। হাজারো বছর আমাদের মাঝে বেঁচে থাকোক মুজিব পরদেশী আমাদের মাঝে। কোটি তারার মাঝে যেমন একটি শুধুমাত্র চাঁদ থাকে, ঠিক তেমনি লক্ষ হাজার কোটি শিল্পীর মধ্যে মুজিবপরদেশি একজন অন্যতম। মুজিব পরদেশীর মত একজন জীবন্ত কিংবদন্তী মানুষের গল্প গান কাহিনী আমাদের মাঝে তুলে ধরছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
উনি যে বেচে আছে আজকে জানলাম। ২৫ বছর আগে তার অনেক গান শুনেছি
আমিও আরো ১০-১৫ বছর আগেও ভাবছিলাম সেম কিন্তু একদিন টিভিতে দেখলাম মুজিব পরদেশী
অসাধারণ সুর,এই গানটি খুব ভালো লাগে।ব্যাক্তিগত ভাবে মুজিব পরদেশী স্যার কে খুব ভালোবাসি।
সত্যিই মনটা ভরে গেল। যতদিন থাকবে মুজিব পরদেশী ও বেঁচে থাকবে বাংলাদেশ।
নিশিথ দাদা পল্লী গ্রামে যখন বর্ষার পানিতে মাঠ ঘাট খ্যাত খোলা খাল বিল ভরে যেত ঠিক তখনই পাড়ার কয়েকজন বন্ধু নিয়ে নৌকা তে উঠতাম ব্যাটারি চালিত টেপ নিয়ে এবং সেই টেপের মধ্যে মজিব স্যারের কেসেট লাগাতাম। স্যারের কি মায়াবী কন্ঠে গানগুলো বাস্ত এক সময় গানগুলো শুনতে শুনতে সন্ধা ঘনিয়ে আসত৷ কি মায়াবী সুর। তাহার গান শুনেই শিখেছিলাম প্রিয়জনের সাথে কিভাবে কথা বলতে হয়। মজিব স্যারের গানগুলোর মধ্য দিয়ে শুরু হয়েছিল আমার ভালোবাসা। মজিব স্যারের গানগুলো যখন শুনতাম তখন দেখতাম গ্রামের গাছপালা তরুলতা গুলো আরো সুজলা সুফলা হয়ে উঠত। ভালো থাকেন নিশীথ দাদা ভালো থাকুক আমাদের গ্রাম বাংলার লোকগীতি গানের সম্রাট মজিব স্যার। আল্লাহ হাফেজ।
আমার প্রিয় শিল্পী মুজিব পরদেশী
ষ
Vai❤❤
মুজিব পারদেশী মানেই দেহ মন শীতল হওয়া মন জুড়ানো গান
R8
সত্যিকারের শিল্পী, ভালো থাকবেন গুরু।
মজিবপরদেশী স্যার হলেন এই সমগ্র গ্রাম বাংলার সবুজ গাছপালা তরুলতা খাল বিল এবং সব কিছুর মাঝেই আমাদের স্যার এর গানগুলো লেগে আছে।
দেখুন প্রিয় শ্রোতামন্ডলী এই বয়সে ও প্রিয় মুজিব পরদেশী সাবলীল ভাবে তার কন্ঠে কি চমৎকার করে গানটি করছেন- সত্যি অসাধারণ--
অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ভাই মুজিব পরদেশী কে ,যাদের মন আছে তারা ভালো বাসে ,আর যারা ভালো বাসে তাদের অন্তর পরিশোধীত বিশ্বাস আর ভালো বাসা বুকের ভিতর লুকিয়ে রাখে ।
গানটা শুনে বুকের বা পাশে ব্যাথা অনুভব হচ্ছে, স্যালুট স্যার, আপনি এবং আপনার গান, সুর মানুষের মাঝে সারা জীবন বেচে থাকবে, ভালো থাকবেন❤️❤️❤️
ওকে জান
ওকে জান
😂😂
ওনার মনের একটা মানুষ জরুরি যে ওনাকে বুঝবে
আমি ইন্ডিয়া থেকে বলছি এইসব গান গোলো অনেক শুনতাম এখন শুনি প্ৰিয় শিল্পী আল্লাহ তালাই উনাকে হাইয়াত দান কৰুন
খুব কাঁদলাম,,,,যদিও আমি একজন ইতালির প্রবাসী ভালো লাগা আমার একজন প্রিয় শিল্পী মুজিব পরদেশী 🥰😭🙏🇧🇩🇮🇹🥀
খাই
😭💔
আসসালামু আলাইকুম কেমন আছেন
😍
@mdn❤❤❤oman295
মুজিব পরদেশী স্যার হলেন আমাদের এই গ্রাম বাংলার লোকগীতি গানের সম্রাট এবং গুরু।
Thanks Great dear mujib pordeshe . I am waiting this song from England.
অসাধারণ অসাধারণ........বাংলাদেশ তথা বাংলা ভাষাবাসি অঞ্চলের মানুষের প্রতিদিনকার হৃদয়ের গান এবং আত্মপ্রকাসের বিলাপি সুর মানেই এককথায় মুজিব পরদেশী.....💐💐💐
বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র মুজিব পৰদেশী,❤❤❤❤❤
আল্লাহ পাক আপনার নেক হায়াত দান করুন। আপনি বাংলার লোক গানের এক জীবন্ত কিংবদন্তি। দোয়া করি যত দিন বেচে থাকেন আপনার কন্ঠ থেকে যেন গান হারিয়ে না যায়।
গান টা খুব ভালো লাগছে তাই আপনাকে ধন্যবাদ জানাই
আবেগে আপ্লূত হয়ে গেলাম 😥😥যারা বিরহের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তারা ছাড়া বুঝবে না,মুজিব পরদেশী কি জিনিস! ভালোবাসা রইলো গুরুজি 💞💞
🙏🙏🙏🙏🙏🙏অপূর্ব অসাধারণ আসলেই পরদেশী স্যারের গান শুনে আত্ম তৃপ্তি পাওয়া যায় পরদেশী স্যার বেঁচে থাকুক সকল ভক্তের হৃদয়🙏🙏🙏🙏🙏
আমার ছোট বেলায় আমার বাবাকে দেখতাম এইগান গুলো শুনতে আর আমি যখন থেকে গান বুঝতে শুরু করছি সেই থেকে মুজিব পরদেশীর একজন কঠিন ভক্ত।
আমার হ্রিদয়ের মানুষ মুজিবপরদেশী
মানুয নামে মানুয আছে দুনিয়া বোঝাই এই মানুষের ভিড়ে
এই মানুষ টা কাছে না পাই
আমী দিল্লী থেকে ধন্যবাদ জানাই
মুজিব পরদেশী বাংলার পথেপ্রান্তরের মানুষের শিল্পী। তাঁকে দেখলেই মনটা ৭০% ভরে যায়। আর গান হলে তো কথাই নাই। খুব খুব ভালো থাকেন প্রিয় শিল্পী।
আবেগ ধরে রাখতে পারি না। ছোটবেলা থেকেই মুজিব পরদেশীর গান শুনে বড় হয়েছি। শুরের মধ্যে কতো আবেগ ও প্রেম। আমাদের আবেগ ও প্রেমের মধ্যে সারাজীবন বেঁচে থাকুক মুজিব পরদেশী স্যার ও তার গান।
মুজিব পরদেশী কাঁদলে আমাদের কষ্ট হয় কারণ এই মানের শিল্পী সব সময় প্রফুল্ল চিত্তে থাকার কথা। তিনি আমাদের যা দিয়ে ছেন তা মনে রাখার মতো। আল্লাহ তাকে ক্ষমা করুক সেই সংগে আমাদেরকেও। আল্লাহ হাফেজ।
একদম ঠিক বলেছেন। আমিও সহমর্মিতা জানাই।
সত্যি অসাধারণ।
যাদের গান শুনে ছোটকাল থেকে এত বড় হয়েছি তবুও শুনতে মনে চায় দোয়া করি ভালো থাকবেন
ছোটবেলায় ক্যাসেট কিনে এনে আমার বাবা আপনার গান শুনতেন।আপনি উনার সবচেয়ে প্রিয় গায়ক ছিলেন।আপনাকে দেখার অনেক শখ ছিল উনার।কিন্তু আরে দেখা হইল কই? বাবাতো না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।আপনার গানগুলো আমি শুনি অত্যন্ত ভালো লাগে।এবং বাবার কথা খুব মনে পড়ে। আমার বাবা ও কিন্তু আপনার গান গুলো অত্যন্ত চমৎকারভাবে গাইতে পারতেন। ভালো থাকবেন ভালোবাসার মুজিব পরদেশী স্যার।
এই বয়সেও এত সুন্দর ভাবের পরিবেশ তৈরি করেন বলেই উনারা লিজেন্ড। প্রাণ ভরে উপভোগ করার মতো। অবিরাম ভালোবাসা রইলো স্যার আপনার জন্য। সরকারি সংগীত কলেজে পন্ডিত বারীম মজুমদারের স্মরণে আয়োজিত একটি প্রোগ্রামে আপনাকে সরাসরি দেখার এবং গান শুনার সৌভাগ্য আমার হয়েছিলো।
খুবই সুন্দর হয়েছে স্যার
মুজিব পরদেশী একজন লিভিং লিজেন্ড আমি তার গান খুব পছন্দ করি। শুনি। 100 বছরে একজন মজিবপরদেশীর জন্ম হবে না এদেশে। আমার প্রিয় শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
JayHaribal, Respected Dada apnar ei hriday bidarok gan e chokher jal rakhte parlam na. Long live you.
গানটি শুনুন মনের খোদা মিটে গেল ভাই দোয়া করি আল্লাহ যেন আপনাকে এবং মুজিব পরদেশী কে ভালো রাখে শুভকামনা রইল
: অশেষ ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাই।
@@nishithsurjo sir ki ajo jibito jala kusi hobo
@@nishithsurjo dada vai,ay gantar lyrics dewa jabe ki?
সত্যি অসাধারণ মনে পরে যায় সে দিনের কথা অনেক ধন্যবাদ আপনাকে.
জিবনে অনেক হারমনিয়মমের সুর সুনিয়েছি কিন্তু আমার প্রান প্রিয় শিপ্লী মজিদ পরদেসির মতো হারমনিয়ম আর কেও বাজাতে পারে কি না আমার যানা নেই। যত দিন বেচে থাকব পরদেশির গান আমি সুনবো আমি হত বাগা সৌদি প্রাবাসি। মোঃ আমির খসরু বাড়ি টাংগাইল।
অসাধারন একটি গান। ভাই খুব ভালো লাগলো
এখন আর গান সুনিনা কিনতু খুভ মনে পড়ে মুজিব স্যার কে ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন
মনের অজান্তেই কমান্ট করলাম খুব ভাল লাগলো।
আমিও মজিব পরদেশীর বক্ত সেই চোটে থেকে,,, আল্লাহর কাছে দোয়া করি সে জেন আরও কিছু নতুন করে গান উপহার দেন।৷ । সৌদি থেকে,,
আহা কি দরদ মাখা কন্ঠের ফুলঝুরি। মুজিব পরদেশী স্যারের জন্য দোয়া এবং ভালবাসা থাকলো।
অসাধারণ গাইছে //// একটা কথা কাঁদাইছে ঐ হারমনিয়াম টা
মুজিব পরদেশী যার কোন তুলনা নাই
কি যে মায়াবী সুর কতটা বেথা ভরা গানের ভিতর ধন্যবাদ সুপ্রিয় মুজিব পরদেশি
মজিদ পরদেশী আমার প্রিয় একটা শিল্প অনেক গান শুনে চোখে জল আসে
অনেক দিন পর প্রিয় মানুষ প্রিয় মুখটা দেখে আত্মার শান্তিটা পেলাম। মামা গুরু হাজার বছর বেচে থাকেন আমাদের মাঝে। বিপ্লব মামা আপনাকেও অনেক মিছ করি
নিষিথ দাদা শৈশবের কথা গুলো কখনোই মানুষ ভুলতে পারবেনা। দাদা আমার শৈশবের দিনগুলো কেটেছিল আমার নানা বাড়িতে। তখন সচরাচর সব বাড়িতে টেপ ছিলনা। কিন্তু আমার নানার একটি টেপ ছিল কারণ আমার নানা ছিল একজন শিক্ষক তাই আমার একটি মাত্র মামা ছিল আমার মার ছোট সেই মামার জন্য আমার নানা টেপ কিনে এনেছিল। এবং আমার মামা মজিব স্যারের খুব ভক্ত ছিল। যখন মা নানা বাড়িতে যেত ঠিক সেদিনই পিঠা বানানোর ধুম পড়ে যেত। বিকাল থেকেই ঢেঁকিতে আওলা চাউল ঢাল তো। ঢেঁকিতে পিঠার চাউল ভাঙাতো। ঠিক সেই সময়ই আমার ছোট মামা ঘর থেকে টেপ মজিব স্যারের ক্যাসেট আর ব্যাটারিটি নিয়ে উঠানে একটি শীতলপাটির মধ্যে রেখে মজিব স্যারের ক্যাসেট লাগা তো আর একের পরে এক মায়াবী সুরের গানগুলো বাস্ত ঢেঁকির আওয়াজ গুলো কানের কাছে বাস্ত কি যে ভালো লাগতো। ঠিক সেই রাতেই গান শোনার জন্য আর আমাকে দেখার জন্য ঘন ঘন চলে আসতো আমার প্রিয় মানুষটি। যদি আমার মামা উঠানে থাকতো তখন আমার প্রিয় মানুষটি উঠানে আসতো না।সে তখন ঘরের পেছনে সরিষা ক্ষেতে বসে বসে মজিব স্যারের গানগুলো শুনত আর কান্না করত। আমিও কান্না করতাম কিন্তু কাউকে বুঝতে দিতাম না। যতই রাত গভীর হতে থাকে ততোই যে গানের সুর গুলো আর ভালোবাসার মায়াজাল গুলো আরো ভারী হয়ে উঠে। গানের সুরের সাথে সাথে আরো বেশি করে আমার প্রিয়জনের জন্য মায়া লাগতে শুরু করে। ভালো থাকেন নিশীথ দাদা ভালো থাকুক আমাদের গ্রাম বাংলার লোকগীতি গানের সম্রাট ভালো থাকুক আমাদের সঙ্গীতগুরু মুজিব স্যার এবং ভালো থাকুক আমাদের মুজিব স্যারের ফ্যামিলি বর্গ। আল্লাহ হাফেজ।
...🐑🦡🦡
JayHaribal, Dada, asadharon, byakha kara vasa nai. May God bless you.
অসাধারণ মুজিব ভাইয়ের প্রতি আন্তরিক ভালবাসা ও অভিনন্দন রইলো
বর্তমান শিল্পীদের শিক্ষা নেওয়া উচিত এসব গান থেকে।
হৃদয় ছোঁয়া গান।
আহ ধারুন, যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই।
মনে চায় ছুটে আসি।
আহ্ কি অসাধারণ দরদ দিয়ে গানটা গাওয়া হল
উনার সুসাস্হ কামনা করি। আমার এক জন প্রিয় শিল্পী আমি কোন বাস্তবে দেকিনাই। তার পরও আমি মন তেখে উস্তাদ মানি উনাকে বাস্তবে দেকলে আমার জীবন টা ধন্য হত
সত্যিই আমাদের দেশে মুজিব পরদেশী এক লোককথা গানের ডায়মন্ড খোদা তাকে দীর্ঘায়ু দান করুক
খুবই ভাল লেগেছে ,, কি যে যাদু প্ৰদেশীৰ কন্ঠে ভাষাই বলা যায় না
: অশেষ ধন্যবাদ ভাই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন
গানগুনে নিজেকে হারিয়ে ফেলেছি শুরের মূর্ছনায়
জয়গুরু
আহ কলিজা শুধু আহ আওয়াজ চোখে পানি চলে আসে যতবার শুনি🙏
এমন একজন মহান মুর্শিদি কালাম হৃদয়ে ধারণ করা একজন শিল্পী পেয়েছি।
আমরা ধন্য এমন একটা কালাম শুনতে পেলাম।
প্রেমময় ভক্তি রইলো 🙏🙏🙏😭
এই গান শোনার পর যার চোখে জল না আসবে, আমি বলব তার হৃদয় মরে গেছে। ❤️❤️❤️❤️মুজিব পরদেশী 💝💝💝💝
এই গান সোনার পর নিজেকে ধরে রাখতে পারেনি
গুড,ধন্যবাদ স্যার,এখনো কত মজার কণ্ঠ আছে,৷ love u mujib pordesi
অসাধারণ একটি গান শুনে আমার খুবই ভাল লাগল ধন্যবাদ চান্যাল দাদা কে এবং মুজিব পরদেশী গুরুজি কে
: আপনাকেও অশেষ ধন্যবাদ ভাই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন
অসাধারণ শিল্পী।
নিশিত ভাই আপনার গান শুনিছি আপনার চ্যানেলে থেকে খুব ভাল গান করেন আপনি মজিব পরদেশী ভাই অনেক গুনি শিল্পী খুব লেগেছে
খুবই চমৎকার গানটি শুনতে পারলাম
. এইসব গান শুনলে পূরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়
পাগল করা গান। আহা!কী আবেগ! অসাধারণ।
আমি ছুট বেলা থেকে আপনার গান শুনি দাদা আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুন
আমার যখন দশ বছর বয়স তখন থেকেই উনার গান শুনি । তিনি একজন খুব ভালো শিল্পী । দোয়া করি আল্লাহ ওনাকে দীর্ঘায়ূ দান করুক।
হে আল্লাহ মুজিব পরদেশী কে আপনি হায়াৎ দান করুন আমিন
আমি সবচেয়ে মুজিব পরদেশির গান বেশি শুনি
মুজিব পরদেশী কি জিনিস তা ৮০/৯০ দশকের এর লোকজনই জানে। সুস্থ থাকেন এই কামনা করি
বাজিয়েছেন যারা অতুলনীয় 👌👌👌👌ধন্যবাদ আপনাকে
অসাধারন চমৎকার স্যার চোখের পানি ধরে রাখতে পারলাম না স্যার আমি সানজিদা লাভলী
সহমত
ধন্যবাদ
মুজিব পরদেশী সেলুট তোমাকে, চোখের পানি রোধ করতে পারিনি।
ওস্তাদ দীৰ্ঘ জীৱি হওক। আমি আসাম থিকে বলছি।
ধন্যবাদ ভাই
আমি ইন্ডিয়া থেকে বলছি এই মধুর সংগীত চোখ দেয়া বেড়ে গেলো
Hara krishna 🕉️ joy sri krishna
I love from India
West Bangla uttar Dinajpur raiganj
খুপ ভালো লাগলো গানটা শুনে পর্নম নেবেন আমার
কি কন্ঠরে ভাই এ গান শুনলে প্রেমের স্মৃতি মনে পরে যায়।
আমি সেই 90 দশক থেকে মুজিব পরদেশী গান শুনি
অপরূপ অপরূপ এই বাংলা । যেখানেই থাকেনা কেন, এপার হোক বা ওপার কিংবা পৃথিবীর কোথাও । 🙏🙏🙏🙏🙏
Speechless ..1996-97 takhan gaan chalto amar ghare .tape a .takhan jaantam ..aaj ..bhujeshhi mujib pardeshi ...💖💖💖💖😓😓😭😭
কসম খোদার, অনেক অনেক মায়া লাগলো তাদের জন্য ♥️♥️♥️♥️♥️♥️♥️
আমার এতোটাই ভালো লাগে বলে শেষ করা যাবে না, কখনো একটুও খারাপ লাগে নাই, সবসময়ই ভালো লাগে
মুজিব পারদেশী কে দেখে বোঝাই যায় তিনি একজন বড়ো সাধক।
এনার মন একজন সদ্য নবাজাতক শিশুর মতো।
আমার মা আব্বু মুজিব পারদেশী একজন ভক্ত।
আমি ও একজন ভক্ত হয়ে পড়েছি।
পশ্চিমবঙ্গ থেকে।
নীশিথ ভাই মুজিব পারদেশী সঙ্গে একবার কথা বলাতে পারবেন।
মুজিব পরদেশীকে নিয়ে আরেকটি অনুষ্ঠান করার অনুরোধ করছি দাদা
ঠিক আছে ভাই
মুজিব পরদেশীর গা শুনে কান্না আসে।
কান্না করি
বলার মত ভাষা নাই আমার কি বলবে অসাধারণ একটি গান গানটা শোনার পর কেঁদে ফেললাম
আমি ভারত থেকে আমি শুনেছি উনি আমাদের এখানকার ছিল কিন্তু এখন বাংলাদেশে উনার কষ্টের কথা শুনলে আমার মনে কষ্ট হয়
যেখানেই হোননা কেন, উনি একজন বাঙ্গালী, এই যথেষ্ট । 🙏🏻
Rit
আমি আসামের লোক ছোট্ট বেলায় শুনেছি পরদেশী আসামের লোক ছিল, কোন জেলার বাসিন্দা ছিল জানিনা , জানাবেন ।
@@shofiqueal-mamun3184 Nalbari district assam
Assam এখন ভারতের কলোনি। সে আসল দেশে চলে এসে।ভারতের দাসত্ব মেনে নেয় নি।
মুজিব পরদেশী আমার অসম্ভব ভালোলাগার শ্রদ্ধার এক জন শিল্পী
মুজিব পরদেশী ৮০/৯০দশকে মনে করি য়ে দেয়।তার গানগুলো আজও অমর হয়ে আছে।
বাহ বাহ অসাধারণ অসম্ভব সুন্দর গেয়েছেন গুরুজী
Salute to whoever captured these powerful moments of unfiltered devotion to eternal truth: longing for love that is beyond physical realities.
ছোট বেলা থেকে মুজিব পরদেশীর গান শুনি ।অনেক সুন্দর প্রতিটি গান।