তখন হাইস্কুলে পড়ি । ১৯৮৬/১৯৮৭ সাল হবে।স্কুলে যাওয়ার রাস্তায় এক দোকানে বাঁজতো... আমি দাডিয়ে থাকতাম গানগুলি শুনার জন্য। কি সময় ছিলো ! কি দিন ছিলো!! কোথায় হারালো সেই স্বর্নালী দিন গুলি। ধন্যবাদ গানগুলি আপলোড করার জন্য ।
১৯৯৯ সনে আমি কেবল প্রাইমারী তে পঞ্চম শ্রেণীতে পড়ি,,তখন বাসা থেকে স্কুলের টিফিনের টাকা জমিয়ে সেটা দিয়ে এই এ্যালবাম টা কিনি মাত্র ২০টাকা দিয়ে...এবং কতবার যে শুনেছি তার হিসেব নেই।এবং আমি খুব ইমোশনাল মানুষ ছিলাম সেই গান গুলো শুনে কখনো কান্না করেছি, আবার কখনো কারো প্রেমে পরেছি,যখন বিচ্ছেদ হয়েছে তখন আরও বেশী বেশী শুনতাম,আর চোখের জ্বল গড়িয়ে পরতো, এই গান গুলো আমার জীবনের সৃতি জুড়ে এখন আধুনিক যুগে এসে ইউটিউবে শুনছি.. মুজিব পরদেশী সারাজীবন দর্শকের হৃদয়ে জায়গা করে আছে থাকবে.❤❤
গান শুনতে শুনতে যত গুলো কমেন্ট পড়লাম তাতে আমার অনুভূতি বুঝিয়ে দিলো সবার মনটা প্রায় এক যায়গায় গিয়ে মিলে গেছে আর তা হচ্ছে ফিরে যেতে না পারা সোনালী অতীত আর বর্তমানে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজে বের করা প্রতিটি কথার অর্থ যা বুকের মাঝখানে জমে থাকা কষ্টটাকে চোখের জলে ধুয়ে আবেগে ভাসিয়ে দিয়ে যায়। যুগ যুগ ধরে এভাবেই ভারাক্রান্ত মনকে হালকা করে দিয়ে অমর হয়ে থাকবে প্রিয় মুজিব পরদেশির আকুল করা গান।
সারা রাত অপেক্ষায় থাকতাম কখন মুজিব পরদেশী কালজয়ী গানগুলো বেজে উঠবে। রাত ১১-১২ টার মধ্যে বেজে উঠতো সে কাঙ্ক্ষিত গানগুলো। বিয়ে কিংবা মুসলমানির অনুষ্ঠানে বেশি বেশি ওর গানগুলো টেপরেকর্ডে বাজানো হতো। সত্যিই মনকাড়ানো,হৃদয় নিংড়ানো, হৃদয়ষ্পর্সী ৭৮-৭৯ সাল থেকে আজো মানুষের হৃদয় জয় করে নিয়েছে। ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাই যে ভাই গানগুলো সুস্যাল মিডিয়ায় প্রচার করার জন্য।
সুমধুর কন্ঠস্বর, সাবলীল গায়কী আবেদন এবং সরল প্রাঞ্জল ভাষায় অনবদ্য সঙ্গীত সকলের মন আপ্লুত করে।যন্ত্রসঙ্গীতের আতিসয্য ব্যাতিত গানের বাণী উপলব্ধি করতে অসুবিধা হয়না। বহুদিন পর শুনে খুব ভালো লাগলো।যিনি ইউটিউবে আপলোড করেছেন তাকে অনেক ধন্যবাদ
কত শত শিল্পী বাংলা গানে, কিন্তু মুজিব পরদেশীর মত আমার হৃদয়ে একজনও দাগ কাটতে পারেনি। গান তো নয় যেন সমস্ত আবেগ আর অনুভূতির মিশ্রণে একটা অমর প্রেমের গল্প।
তথাকথিত শিল্পীদের ভীড়ে আধুনিক শিল্পীদের কাতারে মুজিব পরদেশী স্থান না পেলেও কোটি বাংগালীদের কাছে সেরা শিল্পী হয়ে থাকবে। রাস্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া উচিত তার।
চির অমর,,,কোটি কোটি ভক্তের মনে আজীবন বেঁচে আছেন মুজিব পরদেশী,,, সেই হাইস্কুল লাইফে সারারাত ছলতো আমার রুমে,,, আর অনেক দিন পরে আজ ইউটিউবে একটু গান শুনতে ডুকেই সেই গান গুলো শুনলাম,,, সেই অতীতের অনেক স্মৃতি মিশে আছে,, ধন্যবাদ ভাইChenasur
এই গানগুলি 1995-2000 সালের দিকে বেশি শুনতাম, এখনও শুনি। তবে আগের যুগে শুনলে যতটুকু আনন্দ পেতাম, বর্তমান শুনলে আনন্দের চেয়েও কষ্ট পাই বেশি, অতীতের স্মৃতি মনে পড়ে পড়ে।
ছোট বেলা থেকে এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি....তারপরও এই গান গুলোর প্রতি আগ্রহ একটুকু ও কমেনি,এসব গান অমর চির অম্লান,এই গান গুলো গুনে শৈশবের স্মৃতি রোমন্থন করি আর হারিয়ে যাই হারানো দিনে।
আব্দুল আলীমের পর বাংলাদেশের বাঙালিদের মনের মনিকোঠায় মুজিব পরদেশীর গানের মত এতটা আলোড়ন অন্য কোনো শিল্পীর গান সর্ব স্তরের জনসাধারণের মধ্যে আলোড়ন তুলতে পা্রেনি বলেই আমার বিশ্বাস। শিল্পীর মঙ্গল কামনা করছি।
একটা সময় ছিল যখন বড়দের পাশে বসে এই গান গুলো শুনতাম এবং অল্প অল্প অনুভব করতে পারতাম যে বড়রা এই গান শুনে কত মজা পাইতো!!! আমার মনে এই রকম দরদ ভরা কন্ঠ,সুর ও কথা আর হবেনা, যেমন গীতিকার তেমন কন্ঠ শিল্পী, বর্তমান যুগের এবং নতুন প্রজন্মের dj ছেলে মেয়ে গুলো চরমভাবে মিছ করবে এই গান গুলি।
গান গুলো শুনতেছি,আর ভাবছি, কমেন্ট গুলো একটু পড়ি।পড়ে দেখি,পাগল আমি একা নই।আমার মতো আরও অনেকেই।আমার মতো পাগলদের দলে যোগ দিলাম। সব পাগলাদের আন্তরিক ধন্যবাদ।
এ জেনো এক জাদু । আমি ভারত থেকে বলছি খুব ছোট বেলায় বাবার সাথে টেপ রেকর্ডার এ শুনতাম ক্যাসেটে। আমাদের পরিবারের সবাই শুনত। আমি বুঝতাম না । কিন্ত এখন বুঝি। চোখে জল এনে দেয়। সত্যি একজন বাস্তবাদী শীল্পি। আপনি ভালো থাকুন ঈশ্বর আপনার দোয়া করুন। আপনার জায়গা কেউ কোনোদিন নিতে পারবেনা। আমি এখনো আপনার মধুর গান শুনি।
মুজিব পরদেশি র গান শুনলে শৈশবের কথা মনে পড়ে।সেই সময়ে স্টুডিওতে ভালো কোন মিউজিক ছিলো না।তিনি জীবনমুখি গান,কালজয়ী গান গেয়ে আমাদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি ভক্ত হৃদয়ে চির অমর অম্লান হয়ে থাকবেন।
এই গান গুলো শুনলে সেই সোনালী অতীতের কথা স্বরণ করিয়ে দেয়। এই গান গুলো কখনো পুরানো হবে না। এই গান গুলো শুনলে হৃদয়ে লাগে। গান গুলি খুব অর্থ বহ। সবার জন্য রইলো দোয়া ও শুভকামনা।
আজ থেকে ৩০ বছর আগে রেডিও তে গানগুলো শুনতাম, এখনও মাঝে মাঝে শুনি- যখনই শুনি ছোট বেলার অনেক স্মৃতি গানগুলির ভিতরে খুঁজে পাই। আসলে বাস্তবতার সাথে মিলে রয়েছে গান গুলো। 2 Reply
🙏🏻🙏🏻🙏🏻❤️ হরে কৃষ্ণ ❤️🙏🏻🙏🏻🙏🏻 বর্তমানের ডিজিটাল গানের চাইতে কোটি গুণ ভালো গান।যার কোন তুলনা হয় না।এসব গান শুনলে মনে হয়,আমি এখনো সেই রেকর্ডে মাইকে গান গুলো শুনছি।
কালজয়ী সব গান। শুনতে শুনতে সমস্ত ঘুম চলে গেছে। আহা কি কন্ঠ! সেই শৈশবে বাবার কন্ঠে শোনা, এখন আমি বড় হয়ে শুনছি আর অতীতে ফিরে যাচ্ছি। মনে হচ্ছে সারা দুনিয়ায় মুজিব পরদেশী আর একটাও নাই, আর হয়তো কখনোই এমন একজন শিল্পী পৃথিবীতে আসবেনা। শ্রদ্ধা হে অমর প্রিয় শিল্পী।
এই সব গান শুনলে আজও সেই ৩০ বছরের আগের স্মৃতি চোখে ভেসে উঠে, মনটা কেমন যেন হয়ে যায়। জল ধরে রাখতে পারি না। ধন্যবাদ মুজিব পরদেশি ভাইকে, ভালো থাকবেন যেখানে থাকেন।
আমার বয়স যখন ১০ বছর.... তখন টেপের বিতর কেসেট ডুকিয়ে দিয়ে...... এয় গান গুলা শুনতাম৷৷ আজ দিগ্য.. ১৩ টি বছর পার করে আসলাম৷৷ এখনো সেই পুরুনো গান গুলি... এখনো আমার কাছে মনে হয়... আরো ৫০ বছর পরেও... নতুন গানের মতন লাগবে৷৷ ৷ আমি নিজেও জানি না জে.. এয় গানের মধ্যে কি এমন আছে,,, জা আজো আমি বুজতে পারি না৷৷৷ আমার প্রিয় শিল্পী,,, মুজীব পরদেশী৷ ৷ আপনার গান গুলো,, কখনো ভুলার মতো না৷৷৷৷ আপনার গানের কথা বলে শেষ করার মতো,,,, আমার সামধ্যো নেই৷৷ আপনার জন্য আমার বালোবাসা অভিরাম৷৷৷৷৷ md....sanni....
আমার জীবনের একটি স্মরণীয় স্মৃতি ১৯৮৮ কিংবা ৮৯ সালের দিকে প্রথম একটি বিয়ে বাড়িতে এই গান শুনেছিলাম তখন শিল্পীকে ক্যাসেটের নাম কি কিছুই জানতাম না অনেকদিন পর আবার রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় রাস্তার পাশে খাল দিয়ে একটি নৌকা যাচ্ছিল নৌকার ভিতর মজিব পরদেশী স্যারের এই ক্যাসেটটি চলছিল তখন নৌকার পিছনে পিছনে কখনো দৌড়িয়ে কখনো দ্রুত হেঁটে হেঁটে স্যারের ক্যাসেটের এই গানগুলো শুনছিলাম সেই থেকে যত শুনি তত বারে শুনতে শুধু ইচ্ছেই করে আজও এই গানগুলি শুনি শুনলেই পুরনো দিনের কথাগুলি স্মৃতিতে ভেসে ওঠে কালজয়ী এই গানগুলি পৃথিবী যতদিন আছে ততদিন অমর হয়ে থাকবে স্যালুট জানাই মুজিব পরদেশী স্যারকে
মুন্সী গঞ্জের মোল্লা ভাই ১৯৮০সাল থেকে আপনার গান শুনছি।প্রতি দিন শুনলে ও আপনার গান আমার কাছে পুরানা মনে হয় না।আল্লাতালার নিকট প্রার্থনা করি আপনি সুস্থ স্বাস্থ্যে দীর্ঘ জিবি হয়ে থাকুন।আমাকে ও একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
১৯৯৩ সাল থেকে প্রাণপ্রিয় শিল্পীর গান শুনছি। তখন কিন্তু গানের তেমন অর্থ বুঝতাম না।আমার বাবা ওনার একজন ভীষণ ভালো ভক্ত। ওনার তখনকার সব ক্যাসেট বাবার সংগ্রহে ছিলো।বাবা ওমান থেকে আসার সময় ১৯৯৩ সালে একটা ন্যাশনাল টেপরেকর্ডার আনছিলো ওটাতেই ব্যাটারী দিয়ে গান গুলো শুনতাম।শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেলো।
আমার জম্ন ২০০১সালে।আজ অফিস থেকে এসে দেখি আমার রুমমেট শুয়ে শুয়ে গানগুলো শুনতেছে।তখন আমিও কতখন শুনলাম।শুনেতো আমি পুরাই অথবা। কি গানের কথা আর কিবাই শুর।গানের কথা ও সুরের প্রেমে পরে গেলাম।তারপর আমার ফোনে ইউটিউবে ছার্য দিয়ে গানগুলো মনোযোগ দিয়ে শুনলাম।আর পুরানো অতিত গুলো অচিরেই মনে পরে গেলো।বাহ কি চমৎকার।কমেন্ট গুলো যখন পড়তেছিলাম তখন বুঝতে পারলাম সেইসময়কার গান গুলো কত জনপ্রিয় ছিলো।
সেই ৮৮.৯০ যে কেন বিয়ে বাড়ি, এ কথা ছোট বড় সব রকম অনুষ্ঠানে মুজিব পরদেশীর এই গান শুন তাম, সেই ছোট বেলা ফিরে যাই এই গান শুনলে, বাংলাদেশের এমন কেন বাড়ি ছিলনা যে গানের ক্যাসেট ছিল না,
দরদী কন্ঠ ছোট্ট বেলায় গিয়া আইসক্রিম খায়তাম আর মাইকে গান গুলো শুনতাম অনেক ভালো লাগতো আর এখন আমার মোবাইলে শুনছি অনেক ধন্যবাদ হাসান মতিউর রহমান স্যারকে
খুব ছোট কালে আমাদের জমির কাজের জন্য শ্রমিক নেওয়া হতো তাদের মাঝে একজন এই গান গুলো ভালো গায়তে পারতো তাই আমিও তাদের সাথে কাজ করতাম আর তার কাছ থেকে গানগুলো শুনতাম মনে যোগ দিয়ে অনেক ভালো লাগতো। আজও সেই দিনগুলি মনে পড়ে যায় অনেক কষ্ট লাগে তখন।
অনেক অনেক বছর আগে মুজিব পরবাসীর গান শুনতে শুরু করছিলাম ্ সনটা মনে নেই তবে ২৯/৩০ বছর আগে হবে আর আজও প্রতি দিন ওনার গান শুনি মনে হয় নুতন শুনছি গানগুলো ্ কি অসাধারণ কন্ঠ ্
তখন হাইস্কুলে পড়ি । ১৯৮৬/১৯৮৭ সাল হবে।স্কুলে যাওয়ার রাস্তায় এক দোকানে বাঁজতো... আমি দাডিয়ে থাকতাম গানগুলি শুনার জন্য। কি সময় ছিলো !
কি দিন ছিলো!!
কোথায় হারালো সেই স্বর্নালী দিন গুলি।
ধন্যবাদ গানগুলি আপলোড করার জন্য ।
আমিও,দাদা।
That time I was in London 16/17 years old.
@@mohbubmiah955 a
00
Right 💖
১৯৯৯ সনে আমি কেবল প্রাইমারী তে পঞ্চম শ্রেণীতে পড়ি,,তখন বাসা থেকে স্কুলের টিফিনের টাকা জমিয়ে সেটা দিয়ে এই এ্যালবাম টা কিনি মাত্র ২০টাকা দিয়ে...এবং কতবার যে শুনেছি তার হিসেব নেই।এবং আমি খুব ইমোশনাল মানুষ ছিলাম সেই গান গুলো শুনে কখনো কান্না করেছি, আবার কখনো কারো প্রেমে পরেছি,যখন বিচ্ছেদ হয়েছে তখন আরও বেশী বেশী শুনতাম,আর চোখের জ্বল গড়িয়ে পরতো, এই গান গুলো আমার জীবনের সৃতি জুড়ে
এখন আধুনিক যুগে এসে ইউটিউবে শুনছি.. মুজিব পরদেশী সারাজীবন দর্শকের হৃদয়ে জায়গা করে আছে থাকবে.❤❤
1999 amio class five pori
ছোট বেলার কথা মনে পড়ে গেল ❤
গান শুনতে শুনতে যত গুলো কমেন্ট পড়লাম তাতে আমার অনুভূতি বুঝিয়ে দিলো সবার মনটা প্রায় এক যায়গায় গিয়ে মিলে গেছে আর তা হচ্ছে ফিরে যেতে না পারা সোনালী অতীত আর বর্তমানে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজে বের করা প্রতিটি কথার অর্থ যা বুকের মাঝখানে জমে থাকা কষ্টটাকে চোখের জলে ধুয়ে আবেগে ভাসিয়ে দিয়ে যায়। যুগ যুগ ধরে এভাবেই ভারাক্রান্ত মনকে হালকা করে দিয়ে অমর হয়ে থাকবে প্রিয় মুজিব পরদেশির আকুল করা গান।
P
0
😢😢😢😢😢😢❤
❤
P+
সারা রাত অপেক্ষায় থাকতাম কখন মুজিব পরদেশী কালজয়ী গানগুলো বেজে উঠবে। রাত ১১-১২ টার মধ্যে বেজে উঠতো সে কাঙ্ক্ষিত গানগুলো। বিয়ে কিংবা মুসলমানির অনুষ্ঠানে বেশি বেশি ওর গানগুলো টেপরেকর্ডে বাজানো হতো। সত্যিই মনকাড়ানো,হৃদয় নিংড়ানো,
হৃদয়ষ্পর্সী ৭৮-৭৯ সাল থেকে আজো মানুষের হৃদয় জয় করে নিয়েছে। ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাই যে ভাই গানগুলো সুস্যাল মিডিয়ায় প্রচার করার জন্য।
আমরা ছোট বেলায় হাট বাজারে গেলে এই গান গুলি খুব সুনতাম বেজে উঠেছে খুব ভালো লাগতো, খুব মিস করি, গান গুলি এখনো সুনলে মনে হয় শৈশবে পিরে যাই
❤❤
আপনার কমেন্টেসে বুকটা কেপে উঠলো....
Thik bolesen. Beay barity. Basi colcilo. Say somy. Amaro. Preo gan. Cilo. Akono ase. Kito. Amer. . razz. O. Zanen@.. Ami akly sooni
@@@superonal6308
ছোট বেলায় হয়তে শুনতেছি আজ অবদি 35 -37 বছরের কম নয়
ধন্যবাদ মুজিব পরদেশী এবং অপলোড ম্যান কে
ok
X@@litonbgdnewstv5752
ধন্যবাদ
গানের কথা আর গায়কের সকল অনুভূতি একাকার হয়ে যায় তখন তা কালজয়ী শিল্পে পরিণত হয়। এখানেও তাই হয়েছে। salute মুজিব!
মণমভঢ়মমমমমযমভমভভমযমমমমমমমমভমমমতমমমঢ়ভণভভমভভভভভমমমঢ়মমভভঢ়মৌ ও
Amar rokto🎉
সুমধুর কন্ঠস্বর, সাবলীল গায়কী আবেদন এবং সরল প্রাঞ্জল ভাষায় অনবদ্য সঙ্গীত সকলের মন আপ্লুত করে।যন্ত্রসঙ্গীতের আতিসয্য ব্যাতিত গানের বাণী উপলব্ধি করতে অসুবিধা হয়না। বহুদিন পর শুনে খুব ভালো লাগলো।যিনি ইউটিউবে আপলোড করেছেন তাকে অনেক ধন্যবাদ
@
কত শত শিল্পী বাংলা গানে, কিন্তু মুজিব পরদেশীর মত আমার হৃদয়ে একজনও দাগ কাটতে পারেনি। গান তো নয় যেন সমস্ত আবেগ আর অনুভূতির মিশ্রণে একটা অমর প্রেমের গল্প।
আমি,ছোট বেলায় আমার,জামাই একটা কেচেট,ছিলো আমি মুজিব পরদেশী গান,খুব মনদেয়া শুনতাম এখনো এ-ই গান সুনি,স্যার,কে,,অনেক অনেক ধ্যনোবাদ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amar boro apur shamir kaset silo
Ooy kaset a koto bar je sunsi tokhon thake valo laga suru
আপনার রুচির প্রংশসা করতে হয়
অসাধারণ পরিবেশনা,, ৮০ সাল হতে অদ্যবধি শুনি নিয়মিত।। স্যালুট মুজিব পরদেশী,, আপনার সবার হ্নদয়ে স্থান করে নিয়েছেন।। ✍️✍️🥰🥰🎁🎁🙏🙏
❤❤❤❤❤
আমার খুব পছন্দের শিল্পি .. আমি যত দিন বাচঁবো তত দিন এই গানগুলো শুনবো । ধন্যবাদ
তথাকথিত শিল্পীদের ভীড়ে আধুনিক শিল্পীদের কাতারে মুজিব পরদেশী স্থান না পেলেও কোটি বাংগালীদের কাছে সেরা শিল্পী হয়ে থাকবে।
রাস্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া উচিত তার।
Right
চির অমর,,,কোটি কোটি ভক্তের মনে আজীবন বেঁচে আছেন মুজিব পরদেশী,,, সেই হাইস্কুল লাইফে সারারাত ছলতো আমার রুমে,,, আর অনেক দিন পরে আজ ইউটিউবে একটু গান শুনতে ডুকেই সেই গান গুলো শুনলাম,,, সেই অতীতের অনেক স্মৃতি মিশে আছে,, ধন্যবাদ ভাইChenasur
এই গানগুলি 1995-2000 সালের দিকে বেশি শুনতাম, এখনও শুনি। তবে আগের যুগে শুনলে যতটুকু আনন্দ পেতাম, বর্তমান শুনলে আনন্দের চেয়েও কষ্ট পাই বেশি, অতীতের স্মৃতি মনে পড়ে পড়ে।
A
@@bakkarali3584 p
Ok no
আজ থেকে ৩০ বছর আগে গানগুলো শুনতাম, এখনও মাঝে মাঝে শুনি- যখনই শুনি ছোট বেলার অনেক স্মৃতি গানগুলির ভিতরে খুঁজে পাই।
সত্যি ই একজন কালজয়ী শিল্পী ছিলেন বাংলার মাটিতে!! অসাধারণ কণ্ঠস্বর, ভঙ্গিমা!!
মুজিব পরদেশী আমার পৃিয় শিল্পী। তাঁর জন্য দোয়া ও শুভকামনা রইল অনন্ত অসীম।
🎉🎉🎉😊😅😂❤❤❤
❤
ofktdvlirjguyrgojvjlgdfjptrlurkutiorgiuruuyryiiuuttrioppoppooo
ছোট বেলা থেকে এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি....তারপরও এই গান গুলোর প্রতি আগ্রহ একটুকু ও কমেনি,এসব গান অমর চির অম্লান,এই গান গুলো গুনে শৈশবের স্মৃতি রোমন্থন করি আর হারিয়ে যাই হারানো দিনে।
ওকে ভালো লাগছে গানটা অনেক সুন্দর গান 10 দশটা গান❤❤❤❤❤❤না অনেক ভালো লাগছে
Pllp
আগেকার গীতিকার, সুরকার ও শিল্পী সবাই অনেক ভালো ছিলেন, তাইতো এমন অমর গান সৃষ্টি করা সম্ভব হয়েছিলো। ধন্যবাদ এই ক্যাসেট সংশ্লিষ্ট সবাইকে।
L
Q
আমি ছোট বেলায় থেকে বিগত ৪৮ বছর পযর্ন্ত শুনতেছি মুজিব পরদেশি গান
গানের কথাগুলো সবাই কিন্তু আবার বুঝতে চায় না বুঝেও না আমি যদিও বেশি শুনি নাই তবুও আমার খুব ভালো লাগে মন খারাপ লাগলেই শুনি
3q@@FoyjunNesa-d5x
22:19 😮 22:38 @@FoyjunNesa-d5x
@@FoyjunNesa-d5x😊
এক কথাই অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে আমার পছন্দের মানুষের মুজিব পরদেশী দোয়া রহিলো আপনার জন্য
আহারে মায়াভরা কন্ঠ, গান সেই কবে শুনেছি উঠোনে গরু দিয়ে ধান মাড়াইতে মাড়াইতে বড় ভাইয়ের সনি টেপে ক্যাসেট লাগিয়ে এককথায় দারুণ গানগুলো 👌👌👌👌এখনো গানগুলো জনপ্রিয়তার শীর্ষে ❣️❣️
দাদা ছেলেবেলা স্মৃতি গুলো সত্যি অনেক কষ্ট দেয়।
মলন দিয়েছেন, সুন্দর
আপনার কমেন্ট পড়ে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল
Khub valo lagce
78
সত্তী হৃদয়,আবেগিক হয়ে পড়েচি কিছু সময় জন্য,মুজিব পঢ়দেশী জনাব কে ধন্যবাদ জ্ঞাপন কৰলাম ,(আসাম)
ধন্যবাদ জানাই হে ভারতীয় ❤❤❤🇨🇮🇧🇩
❤❤❤
অতীতের গান সত্যি অসাধারণ। যতই নতুন নতুন গান আসুক এ জগতে পুরোনো গানের মতো গান হতে পারে না।
অনেক ভাল লাগে আমার গান গুলা সুনতে 😊
আব্দুল আলীমের পর বাংলাদেশের বাঙালিদের মনের মনিকোঠায় মুজিব পরদেশীর গানের মত এতটা আলোড়ন অন্য কোনো শিল্পীর গান সর্ব স্তরের জনসাধারণের মধ্যে আলোড়ন তুলতে পা্রেনি বলেই আমার বিশ্বাস। শিল্পীর মঙ্গল কামনা করছি।
মুজিব পরদেশী আমার প্রিয় শিল্পী। এই শিল্পীর গান শুনলেই বিচিত্র ও বৈচিত্রপূর্ণ শৈশবের ছন্দময় অধ্যায়গুলো ধ্রুবতারার মতো জ্বলজ্বল করে।।
Very nice 👍👍👍
একদম ঠিক বলেছেন ভাই
অপুর্ব! শিল্পীর হৃদয় উজার করা গান দরদী কন্ঠ। শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা।
ছোটবেলা টেপরেকর্ডারে বাবার সাথে বসে শুনতাম আহা! কি মধুর স্মৃতিগুলো মনে পড়ে গেল গান গুলো শুনে💖
আমিও
ভাই সেইম আমিও বাবার সাতে বসে শুনতাম ওনার গান শুনলেই বাবার কথা মনে পড়ে যায় 😢😢
এমন দরদী কন্ঠ
একশো বছরেও পুরনো হবে না!
নিরন্তর ভালোবাসা... প্রিয় মুজিব পারদেশী
একটা সময় ছিল যখন বড়দের পাশে বসে এই গান গুলো শুনতাম এবং অল্প অল্প অনুভব করতে পারতাম যে বড়রা এই গান শুনে কত মজা পাইতো!!! আমার মনে এই রকম দরদ ভরা কন্ঠ,সুর ও কথা আর হবেনা, যেমন গীতিকার তেমন কন্ঠ শিল্পী,
বর্তমান যুগের এবং নতুন প্রজন্মের dj ছেলে মেয়ে গুলো চরমভাবে মিছ করবে এই গান গুলি।
Iii
3xxx
গান গুলো শুনতেছি,আর ভাবছি, কমেন্ট গুলো একটু পড়ি।পড়ে দেখি,পাগল আমি একা নই।আমার মতো আরও অনেকেই।আমার মতো পাগলদের দলে যোগ দিলাম। সব পাগলাদের আন্তরিক ধন্যবাদ।
BB r
@@kalpanaroy48563
আমি এই গান গুলো শুনতাম 96 সালে আমার সব গান গুলো ভালো লাগে। সব সময় ভালো লাগে মর্জিব পরদেশীর গান।
ভালো লাগলো অনেক দিন এ গান শুনি নাই। ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে
এ জেনো এক জাদু । আমি ভারত থেকে বলছি খুব ছোট বেলায় বাবার সাথে টেপ রেকর্ডার এ শুনতাম ক্যাসেটে। আমাদের পরিবারের সবাই শুনত। আমি বুঝতাম না । কিন্ত এখন বুঝি। চোখে জল এনে দেয়। সত্যি একজন বাস্তবাদী শীল্পি। আপনি ভালো থাকুন ঈশ্বর আপনার দোয়া করুন। আপনার জায়গা কেউ কোনোদিন নিতে পারবেনা। আমি এখনো আপনার মধুর গান শুনি।
৩৫ বছর মানে ১৯৮৭- ৮৮ তে প্রথম পরদেশিকে শুনেছি। মানুসের অর্ধেক জীবন চলেগেছে কিন্তু গান এখনও তেমনই আছে। আমিও হয়তো গত হয়ে যাবো। আমার কমেণ্ট রয়ে যাবে।
দাও
@@hridaysarkar4549 ফববববডবববববঠঁঅঁপফবফফফফডডববফফফফফফফফফফফফফফফফফফফফফফববফববফফবববববফববফফফবববফফফফফফফফফফপপননফপফফফডফফফফডডডডডপপডঢডঢপফঠঠফফববফফবববফফপফফপপননন। ফ
po
om90
m9
k
00
আমি ১৯৮৪ তে প্রথম গানগুলে শিখেছি।
মুজিব পরদেশি র গান শুনলে শৈশবের কথা মনে পড়ে।সেই সময়ে স্টুডিওতে ভালো কোন মিউজিক ছিলো না।তিনি জীবনমুখি গান,কালজয়ী গান গেয়ে আমাদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি ভক্ত হৃদয়ে চির অমর অম্লান হয়ে থাকবেন।
Ter zono doiya koiran
অসাধারণ। এইগানগুলি কখনোই পুরনো হয়না,যখন শুনি তখনই ভাল লাগে,কখনোই মনে হয়না পুরনো।আগের গানগুলি অর্থবহ্। ধন্যবাদ শিল্পী কে
😊
গানগুলো শুনলে, ছোট বেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়।
m. I 🔃😊
অসাধারণ পরিবেশনা,, ৮০ সাল হতে অদ্যবধি শুনি নিয়মিত।। স্যালুট মুজিব পরদেশী,, আপনার সবার হ্নদয়ে স্থান করে নিয়েছেন।।
চমৎকার চমৎকার অত্যন্ত চমৎকার খুব সুন্দর পরিবেশনা মজিব পরদেশি ছোটবেলা থেকে শুনে আসছি আপনার গানগুলি অত্যন্ত ভালো লাগে অত্যন্ত মনমুগ্ধকর সংগীত
ছোটোবেলা গানগুলো বাবার সাথে বসে শুনতাম,,বাবা আমায় কোলে করে বলতো মা কয়েকটা গান শুনাওতো,,আহ্ সেই দিনগুলোতে আবার যদি ফিরে যেতে পারতাম😭😭😭
হুম
ন,,@@mamummahamud1457 ,,,, g,D
@@mamummahamud1457 llllllĺ
@@mamummahamud1457 0
nice
এই গান গুলো শুনলে সেই সোনালী অতীতের কথা স্বরণ করিয়ে দেয়।
এই গান গুলো কখনো পুরানো হবে না।
এই গান গুলো শুনলে হৃদয়ে লাগে।
গান গুলি খুব অর্থ বহ।
সবার জন্য রইলো দোয়া ও শুভকামনা।
সম্ভবত, ৯৩ ৯৪ সালে, যখন থ্রি ফোরে পড়ি, তখন আমার বড় ভাইয়ের ক্যাসেট প্লেয়ারে এই গান গুলো শুনতাম। এখনো আগের মতোই শুনি। সেইসব সোনালি দিনে ফিরে যাই।
বাংলাদেশের কিংবদন্তি শিল্পী মুজিব পরদেশী স্যারের সবগুলো গানের মধ্যে আলাদা একটা ভাব আছে 🥰❤️🥀
ছোট বেলা থেকে শুনে আসছি যত শুনি ততোই ভালো লাগে।এ গান গুলো কখনও পুরাতন হবে না। কমেন্ট করে সৃতি রেখে গেলাম ২০৫০ সালের জন্য। ২০২৪ সালে।
এই গান ছোট বেলায় দেখিছি আমার আব্বা শুনতো, তারপর আমার বড় ভাই শুনেছে, এরপর আমার মেজো ভাইকে শুনতে দেখিছি এবং এখন আমি শুনি।
আজ থেকে ৩০ বছর আগে রেডিও তে গানগুলো শুনতাম, এখনও মাঝে মাঝে শুনি- যখনই শুনি ছোট বেলার অনেক স্মৃতি গানগুলির ভিতরে খুঁজে পাই। আসলে বাস্তবতার সাথে মিলে রয়েছে গান গুলো।
2
Reply
"আমি বন্দী কাব়াগাব়ে"- মুজিব পব়দেশী ভাইজানেব় এই গানটি শুনলে আমি নিজেকে হাড়িয়ে যাই , কেন ? তাহা আমি জানি না, তবে দিলটা পূড়ে যায় ,বুকটা জলে ভেসে যায় !-----আব্দুব় ব়াজ্জাক আহমেদ , আসাম ( ভাব়ত )
প্লিজ
হ্যালো
ঠিক
ল
Ami Bangladesh theke apnak tnx
এই গানগুলো থেকে যাবে শৈশব কৈশোর যৌবন বৃদ্ধকালের সৃতি নিয়ে সকল শ্রেনীর মানুষের জন্য" আহ কি চমৎকার গান
😊
😊p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p0ppppppp0p0p0😊😊😊😊😊😊😊😊😊😊😊
শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখাবার তাওতো মা তুমি দেখা করো না।ওহ্ 😥😥 এই লাইনটা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
আমার ও কান্না চলে আসছে।
জেলখানায় গিয়েছিলাম।
আর আমার বাড়ি নোয়াখালী
মাস্টার্স কমপ্লিট।
মা বাবা নেই
কিছু শিল্পী আছে মানুষের মাজে বেচে থাকবে চিরকাল
সেই ছোট বেলায় দেখতাম এসব গান টেপ রেকর্ডার এ বাজানো হত অসাধারণ।
আমি 1990 সাল থেকে এই গানগুলি শুনি এখনো মন প্রাণ জুড়ায় যায় গানগুলি শুনলে
মজিব পরদেশীর স্যারের এই গান গুলি সবার মনে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন
নববই দশকে শুনতাম ঐ সময়ের বেনডসংগিত ও মজিবপরদেশির গান এখন শুনলে সেই দিন গুলিকে অনেক বেশি মিস করি
অসাধারণ কন্ঠ ও বাস্তব কথা সুরে সুরে বলার জন্য ধন্যবাদ
এই গানগুলো শুনলে ছোটবেলার কথাগুলো মনে পরে যায়। হৃদয় বিধারক গান। আমার ঘুষ্টি শুধ্দা মুজিব পর্দেশি গান শুনছে।
0
🙏🏻🙏🏻🙏🏻❤️ হরে কৃষ্ণ ❤️🙏🏻🙏🏻🙏🏻 বর্তমানের ডিজিটাল গানের চাইতে কোটি গুণ ভালো গান।যার কোন তুলনা হয় না।এসব গান শুনলে মনে হয়,আমি এখনো সেই রেকর্ডে মাইকে গান গুলো শুনছি।
L
@@fulchanali5273 bad
অসংখ্য ধন্যবাদ, যে পুরাতন জনপ্রিয় গানগুলি দেয়ার জন্য।
জটট
:ঃ
ঃ।।।। ষঃ
~
ত ঃ
্ ঃ।। ৃু:গঃঃঃঃয।।।।ষষঃট।।। তোমার ট।
Guy in the future 🤣😂☺️☺️☺️
@@abdulaziz3664 শশশশশশধশধধ্যধধহহ্য
কালজয়ী সব গান। শুনতে শুনতে সমস্ত ঘুম চলে গেছে। আহা কি কন্ঠ! সেই শৈশবে বাবার কন্ঠে শোনা, এখন আমি বড় হয়ে শুনছি আর অতীতে ফিরে যাচ্ছি। মনে হচ্ছে সারা দুনিয়ায় মুজিব পরদেশী আর একটাও নাই, আর হয়তো কখনোই এমন একজন শিল্পী পৃথিবীতে আসবেনা। শ্রদ্ধা হে অমর প্রিয় শিল্পী।
বহু বছর পর আজ ইউটিউব চ্যানেল এ শুনে খুবই ভাল লাগলো,
ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেল কতৃপক্ষ কে,
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন চাচাতো ভাইয়ের কেসেটে শুনতাম খুব ভালো লাগে শুনতে গান গুলো হর্দয় শুয়ে যায়
Qq
pppplp
@@hafizurrahman2644 pppp
p
pplll
এই সব গান শুনলে আজও সেই ৩০ বছরের আগের স্মৃতি চোখে ভেসে উঠে, মনটা কেমন যেন হয়ে যায়। জল ধরে রাখতে পারি না। ধন্যবাদ মুজিব পরদেশি ভাইকে, ভালো থাকবেন যেখানে থাকেন।
প্রাণ জুড়িয়ে গেলো গানগুলো শুনে এবং কমেন্ট পরে আরো বেশি ভালো লাগলো
খুব ভালো লাগলো ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤
সৃতি রেখে গেলাম
এই গানটি যে শুনবে এসে আমার কমেন্ট টা দেখবে ❤
❤❤❤
গানের ডিটেইল দেয়ার জন্য ধন্যবাদ। অসাধারন গান।❤❤❤❤
আমার বয়স যখন ১০ বছর.... তখন টেপের বিতর কেসেট ডুকিয়ে দিয়ে...... এয় গান গুলা শুনতাম৷৷ আজ দিগ্য.. ১৩ টি বছর পার করে আসলাম৷৷ এখনো সেই পুরুনো গান গুলি... এখনো আমার কাছে মনে হয়... আরো ৫০ বছর পরেও... নতুন গানের মতন লাগবে৷৷ ৷ আমি নিজেও জানি না জে..
এয় গানের মধ্যে কি এমন আছে,,, জা আজো আমি বুজতে পারি না৷৷৷ আমার প্রিয় শিল্পী,,, মুজীব পরদেশী৷ ৷ আপনার গান গুলো,, কখনো ভুলার মতো না৷৷৷৷ আপনার গানের কথা বলে শেষ করার মতো,,,, আমার সামধ্যো নেই৷৷ আপনার জন্য আমার বালোবাসা অভিরাম৷৷৷৷৷ md....sanni....
অসাধারণ গান সালের সাল চলে যাবে মুজিবের গান রয়ে যাবে আজীবন ❤❤
আমার প্রিয় শিল্পী,মুজিব পরদেশী স্যার,উনাকে আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করুন।
পৃথিবী যতদিন থাকবে মজিব পরদেশী গান মানুষের হুদয়ে ততদিন গাথা থাকবে। যতবার বার শুনি , ততবারই মনে হয়, নতুন করে শুনতেই ইচ্ছা হয়।
আমার জীবনের একটি স্মরণীয় স্মৃতি ১৯৮৮ কিংবা ৮৯ সালের দিকে প্রথম একটি বিয়ে বাড়িতে এই গান শুনেছিলাম তখন শিল্পীকে ক্যাসেটের নাম কি কিছুই জানতাম না অনেকদিন পর আবার রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় রাস্তার পাশে খাল দিয়ে একটি নৌকা যাচ্ছিল নৌকার ভিতর মজিব পরদেশী স্যারের এই ক্যাসেটটি চলছিল তখন নৌকার পিছনে পিছনে কখনো দৌড়িয়ে কখনো দ্রুত হেঁটে হেঁটে স্যারের ক্যাসেটের এই গানগুলো শুনছিলাম সেই থেকে যত শুনি তত বারে শুনতে শুধু ইচ্ছেই করে আজও এই গানগুলি শুনি শুনলেই পুরনো দিনের কথাগুলি স্মৃতিতে ভেসে ওঠে কালজয়ী এই গানগুলি পৃথিবী যতদিন আছে ততদিন অমর হয়ে থাকবে স্যালুট জানাই মুজিব পরদেশী স্যারকে
অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইলো
মুন্সী গঞ্জের মোল্লা ভাই ১৯৮০সাল থেকে আপনার গান শুনছি।প্রতি দিন শুনলে ও আপনার গান আমার কাছে পুরানা মনে হয় না।আল্লাতালার নিকট প্রার্থনা করি আপনি সুস্থ স্বাস্থ্যে দীর্ঘ জিবি হয়ে থাকুন।আমাকে ও একটু দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।
১৯৯৩ সাল থেকে প্রাণপ্রিয় শিল্পীর গান শুনছি। তখন কিন্তু গানের তেমন অর্থ বুঝতাম না।আমার বাবা ওনার একজন ভীষণ ভালো ভক্ত। ওনার তখনকার সব ক্যাসেট বাবার সংগ্রহে ছিলো।বাবা ওমান থেকে আসার সময় ১৯৯৩ সালে একটা ন্যাশনাল টেপরেকর্ডার আনছিলো ওটাতেই ব্যাটারী দিয়ে গান গুলো শুনতাম।শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেলো।
Mmknkb
সেই স্কুল- কলেজ জমানা থেকে আজও বৃদ্ধ বয়সেও প্রবাসে বসে গান গুলি শুনি ভাল লাগে।মুজিব পরদেশীর প্রতি অনেক অনেক শ্রদ্ধা।
সত্যি বলতে আমি মুহূর্তে জন্য আমার ভিতর থেকে নিজেকে হারিয়ে ফেলি
যত খন আপনার কন্ঠে প্রতিধ্বনিত সুরে
গেয়ে যাওয়া গান শুনি
গান গুলো আসলে কলিজায় লাগে কারণ বর্তমান সমাজের মানুষ চেনা বোরো কষ্ট কারণ সবাই যার যার সোন্দর ব্যাবহার এর মধ্য janoar রূপ টি লোকিয়া রাকে যা বোঝা যাই না
😊
মোঃ মাসুদুর রহমান মাসুদ
😊োোোোোো
।।নদতমসতদ
মুজিব পরদেশির গানগুলো হাজার হাজার বছর পরেও হৃদয় ছুয়ে যাবে।অন্তকাল বেচে থাকুক এই হৃদয় ছুয়ে যাওয়া অমৃত সুর।
আমার জম্ন ২০০১সালে।আজ অফিস থেকে এসে দেখি আমার রুমমেট শুয়ে শুয়ে গানগুলো শুনতেছে।তখন আমিও কতখন শুনলাম।শুনেতো আমি পুরাই অথবা। কি গানের কথা আর কিবাই শুর।গানের কথা ও সুরের প্রেমে পরে গেলাম।তারপর আমার ফোনে ইউটিউবে ছার্য দিয়ে গানগুলো মনোযোগ দিয়ে শুনলাম।আর পুরানো অতিত গুলো অচিরেই মনে পরে গেলো।বাহ কি চমৎকার।কমেন্ট গুলো যখন পড়তেছিলাম তখন বুঝতে পারলাম সেইসময়কার গান গুলো কত জনপ্রিয় ছিলো।
সেই ৮৮.৯০ যে কেন বিয়ে বাড়ি, এ কথা ছোট বড় সব রকম অনুষ্ঠানে মুজিব পরদেশীর এই গান শুন তাম, সেই ছোট বেলা ফিরে যাই এই গান শুনলে, বাংলাদেশের এমন কেন বাড়ি ছিলনা যে গানের ক্যাসেট ছিল না,
ভাই আমি west Bengal থেকে বলছি 🤗🤗🤗😘😘😘
অসাধারন গান গুলো কোন তুলনা হয়না,
সত্যি মন জুরিয়ে যায়❤❤
অনেক অনেক সুন্দর হৃদয়ের মধ্যে ❤❤❤❤❤❤
শ্রদ্ধেয় মুজিব পরদেশী এবং শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান দুই জনের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালবাসা রইল।এই গান এবং সুর চিরকাল আমাদের কাছে স্বরণীয় হয়ে থাকবে।
দরদী কন্ঠ ছোট্ট বেলায় গিয়া আইসক্রিম খায়তাম আর মাইকে গান গুলো শুনতাম অনেক ভালো লাগতো আর এখন আমার মোবাইলে শুনছি অনেক ধন্যবাদ হাসান মতিউর রহমান স্যারকে
একদম ঠিক বলেছেন
আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন মেলার মধ্যে এই ক্যাসেট গুলো বাজাতো শুনতাম,আগের দিনগুলো অন্য রকম ভালো ছিল,,।
😢😢
N n n non; know know what manner LA Mann
99
Mujib pardeshi apni God gifted banga santan
বর্তমান প্রজন্মের ডিজিটাল ছেলেমেয়েরা এই সব গানের মর্ম বুঝবে না। এই গানগুলোতে যে কত আবেগ, ভালোবাসা, কত ঐতিহ্য মিশে আছে, এরা বুঝবেনা।
রাইট
ঠিক বলছেন
Vai 100R8
Tr
Right
অসাধারণ সৃষ্টি কবি ❤️
ধন্যবাদ দিয়ে ছোট করবো না? বিনম্র শ্রদ্ধা জানাই এই কালজয়ী শিল্পীর প্রতি অত্যন্ত প্রিয় গান গুলো।
সত্যি সত্যি সত্যি মজিদ পরদেশীর কোন তুলনা হয়না
right
খুব ছোট কালে আমাদের জমির কাজের জন্য শ্রমিক নেওয়া হতো তাদের মাঝে একজন এই গান গুলো ভালো গায়তে পারতো তাই আমিও তাদের সাথে কাজ করতাম আর তার কাছ থেকে গানগুলো শুনতাম মনে যোগ দিয়ে অনেক ভালো লাগতো। আজও সেই দিনগুলি মনে পড়ে যায় অনেক কষ্ট লাগে তখন।
সেইম আপনার মত আমার ও এমন হত ভাই ❤️💚
ছোটবেলা কত শুনেছি গান গুলো।। আহ্ কি দিন ছিলো। আবার যদি আগের দিন গুলো ফিরে পাওয়া যেতো।
শিলপিকাননবালাসরকার
ফিরে যেতে ইচ্ছে করে আগের এই গানের দিনে
নাইছ
@@josimmiah4672 নজমঝেঝজজজজমজমজ ন ম ম মম মমন মম মম ম মমম ম প পমকম ঙপম৷ ম৷ ম ম জমমম মকজমপেম প
@@josimmiah4672 ঙঙঙঙননণেমননণনোো
পৃথিবী যতদিন থাকবে ঠিক ততদিন এগুলো গান অমর হয়ে থাকবে মজিদ পরদেশীর গান গুলো শুনলে আমার দাদার কথা মনে পড়ে যায় ক্যাসেটে সে এগুলা গালি শুনতো😢😢
কত দিনের কত কথা হৃদয়ে মোর আছে রে গাথা....🎉🎉🎉🎉🎉
এক কথায় অসাধারণ পরিবেশনা মনোমুগ্ধকর।। ❤❤✍️✍️💘💘🎁🎁
অভিরাম ভালোবাসা রইলো।
অনেক অনেক বছর আগে মুজিব পরবাসীর গান শুনতে শুরু করছিলাম ্ সনটা মনে নেই তবে ২৯/৩০ বছর আগে হবে আর আজও প্রতি দিন ওনার গান শুনি মনে হয় নুতন শুনছি গানগুলো ্ কি অসাধারণ কন্ঠ ্
আপনার গান গুলো মনে রাখবে বাংলার গান প্রেমি মানুষ। সাধুবাদ জানাই আপনাকে।