নমস্কার দাদা এবং দিদি, আমি গত সপ্তাহে পুরীর থেকে ফিরলাম। আপনাদের ভিডিও আমরা প্রথম থেকেই দেখি। আপনার ভিডিও গুলির জন্যে সুনীলের মতো একজন ভালো মানুষের পরিচয় পাই। ওর মতো এত ভালো মানুষ আমি আগে কখনও দেখিনি। ভিড়ের মধ্যেও উনি এত সুন্দর করে স্রী জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিয়েছে যে আমাদের এই পুরী ভ্রমণ স্বার্থক হয়েছে। সুনীল সত্যিই একজন খাঁটি মানুষ। আমি প্রথম এসেছি শুনে উনি সব কিছুই ভালো করে বুঝিয়েছেন এবং দেখিয়েছেন। সুনীলকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ এত informative video বানানোর জন্য। আমরা আপনার ভিডিও 3 বার করে দেখি, 2 বার মোবাইলে আর 1 বার টিভিতে। এই অশান্ত সময়ে আপনাদের ভিডিও আমাদের খুবই শান্তি দেয়। সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন, খুউব ঘুরবেন, হয়ত কোনো পথে আপনার সাথে আমাদের দেখা হয়ে যাবে তখন আবার ধন্যবাদ জানাবো আর মিষ্টি খাওয়াবো।😊
khub bhalo laglo video ta.Apnara tin jonei khub sundor kore kotha bolen.Apnar meyer kothagulo shunte khub misti lage.khub bhalo thakun apnara r prochur prochur video eibhabe toiri korun r amra anondo pai 🙏😊
খুবই ভালো লাগলো আর বেশি ভালো লাগলো আপনার প্রতেকটি দ্রষ্টব্য সম্মন্ধে বিস্তারিত বিশ্লেষণ। রেস্টুরেন্টের খাবার এর অকপট স্বীকারোক্তির জন্য ধন্যবাদ। আমি যখন ১৯৯৬ সালে ভুটান ভ্রমন করি তখন কিন্তু এত খরচ ছিল না।
এতো তথ্যবহুল, চমৎকার উপস্থাপনা দেখা যায় না। মন কেড়ে নেয়া ভ্রমন পর্ব। আপনাদের পরিবারের প্রেমে পরে গেছি। সবাই এতো সুন্দর করে কথা বলেন! বাংলাদেশ থেকে নিরন্তর শুভকামনা।।
দারুন লাগলো। অনিন্দ্য বাবু আপনার অসাধারণ উপস্থাপনার গুনে ভিডিওটি খুবই মনোগ্রাহী হয়েছে। বহু বছর আগে ভুটান গিয়েছিলাম। আপনাদের ভিডিওর মাধ্যমে আর একবার মানস ভ্রমণ করলাম। তবে এখন ভুটান ভ্রমণের যা খরচ মধ্যবিত্ত ভ্রমণ পিপাসু বাঙালির কাছে সত্যিই খুব চাপের।
এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছবির মত জায়গা। প্রকৃতি যেন তার সৌন্দর্যের ভাণ্ডার উজাড় করে দিয়েছে চোখ মন জুড়িয়ে গেলো।আপনার অপূর্ব উপস্থাপনা,শুধু আপনারই বা বলি কেনো ,আপনার যোগ্য সহধর্মিনী আর আপনার হাসিমুখ ,সহজ সরল শিক্ষিতা কন্যার উপস্থাপনা এই ব্লগ টির প্রধান আকর্ষণ।আপনাদের এই সুন্দর পরিবারের সাথে ভুটানে মানস ভ্রমণ খুব উপভোগ করছি।👍
সত্যিই কি অপূর্ব সুন্দর পরিপাটি ঝকঝকে শহর, অসাধারণ লাগলো, মনে হয় যেন অনেক কিছু বাকি রয়ে গেল আরো ডিটেলে দেখতে পেলে বোধহয় ভালো লাগতো, দেখতে দেখতে কোথা দিয়ে প্রায় 37 মিনিট কেটে গেল, মনে হচ্ছে আরো কিছুক্ষণ দেখতে পেলে ভালো হতো।
অনিন্দবাবু, আমি আপনার যতগুলি travel video দেখেছি তার মধ্যে এটি অন্যতম সেরা। Video quality এবং উপস্থাপনা অত্যন্ত উঁচু মানের। আমি আপনার ফেসবুক বন্ধু । আমি সেখানেও মন্তব্য করব আর আপনাকে inbox করব। ভালো থাকবেন সপরিবারে।
@@AnindyasTravelogue ২০২৩ সালে আমাদের ভূটান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু এতো অতিরিক্ত SD এবং high rate entry fees এর জন্য ভূটান যাওয়া আর হল না. আপনার মুখেও সেই কথাই শুনলাম। আপনাদের সাথে আমিও ঘুরে নিলাম, খুব ভালো লাগলো 😀
Very informative and interesting video. Food reviews were apt. As mentioned by me in your previous video and opined by you today the charges for entry to places of interest is exaggerated, grossly. The average person, from West Bengal, will be forced to keep their desire to visit this country on a perpetual hold. I feel that those who can afford this heightened fees should also refrain from doing so. That would be giving in to unjustified attitude and decision of the Bhutan Government. In its bid to keep the country free from the the scourge of tourism it is eliminating the country itself. Thanks again.
BHALO LAGLO KHUB. EI VIDEO DEKHE AAMAR O JABAR KHUB ECHCHA KORCHHE. TOTAL BHUTAN TRIP TA AKJON ER KOTA KHAROJ PORLO JODI JANAN TAHALE UPOKRITO HOBO. THANKS FOR YOUR VIDEO.
দারুন enjoy করলাম দাদা 👍 কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে 2007 এ আমরা গিয়েছিলাম , সেই ভুটান অনেক পরিবর্তন হয়েছে । আমি চিনতেই পারছি না , আমার পুরো দেশ টাই খুব ভালো লেগেছিল । তখন এত costly ছিল না দাদা , খাবারের দাম অনেকটাই বেশি ছিল । পারো খুব সুন্দর জায়গা , আমার অসাধারণ লেগেছিল । ভালো থাকবেন আপনারা 😊😊
Asadharon story sonale bhutaner, khub valo laglo sunte.r okhankar king der nam gulo eto sundor bhabe uchcharon kro, ki bhabe blo? Age thakte mukhosto kore rakho?
দারুন লাগলো এই vlog টাও। পারিপার্শ্বিক অপূর্ব দৃশ্যের সাথে আপনার ইতিহাস বর্ণনা একটা আলাদা মাত্রা যোগ করে। Weather টা ভালো পেলে ১৬ আনা হতো - বাদ দিয়েও সাড়ে ১৪ আনা নিশ্চই পেয়েছি। ❤
আজ দেখছি আপনাদের ভুটান ভ্রমণের চতুর্থ পর্ব। আগের তিনটি পর্ব দেখেছি এবং খুবই ভালো লেগেছে। আমি টিভিতে আপনার ইউটিউব চ্যানেলে ভ্রমণ কাহিনীগুলো দেখি। মোবাইলের থেকে টিভিতে দেখতে বেশী ভালো লাগে। আজকের এই পর্বটি টিভিতেই দেখবো। টিভিতে দেখলে মতামত জানানো যায় না। তাই আগেভাগেই মোবাইলে দেখতে দেখতে একটু একটু মন্তব্য লিখলাম। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে। ভালো থাকবেন ভাই।
Very informative video as usual. Agey TV chilo na. Jani na ekhon ki condition. Paro teh chilo only airport. Aar ki kono airport hoyechey? Phuntschiling er kachey inside e ekta choto park chilo. Indian jaynagar thekey bachha ra esey bikel e khelto ei park e. Manush gulo khub happy nd mishukey chilo. Anek anek years er katha. Jani na ekhon ki status. Rafting er Jonnyo Manali would be idea. Thanks
ভুটান ভ্রমণ খুব উপভোগ করছি। কিছুদিন আগেই এক বিখ্যাত বাঙালি ইউটিউবারের ভুটান ভ্রমণ দেখেছি। সেটা খুব ভালো লেগেছিলো আর এটাও দারুণ লাগছে। কোনটা বেশী ভালো লাগছে বলুন তো? না আমি বলবোনা আপনি বলে দিন। 😂😂😂 ❤❤❤ আমিই বলি। প্রশান্ত মহাসাগর বেশী গভীর না মাউণ্ট এভারেস্ট বেশী উঁচু?
আমি তো প্রশান্ত মহাসাগরকেই এগিয়ে রাখবো কারণ মাউন্ট এভারেস্টে মানুষের পদার্পণ ঘটেছে কিন্তু প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা খাত ১১০০০ মিটার গভীরতায় এখনো মানুষ পৌঁছাতে পারেনি । একটিতে বায়ুর চাপ মারাত্মক আর একটিতে জলের চাপ সাংঘাতিক । আসলে দুটি স্থান দুই রকম । ঠিক বললাম কি 😊
First, I must congratulate on your history-telling skill and capabilities.. Next comes my surprise to see similar architectural houses in Punakha as are identical pink- coloured houses in Jaipur City. Really I wonder how a city runs smoothly for years without any traffic control system and also I shudder in the idea of imposing such a system in our country.
, আপনার সুন্দর উপস্থাপন এবং ভুটানের সৌন্দর্য এবং শৃঙ্খলা সব মিলিয়ে মিশিয়ে অপূর্ব লাগছে। কিন্তু SDF এবং প্রত্যেক টি দশ'নীয় জায়গায় ঢুকতে গেলে চড়া দামের টিকিট সব মিলিয়ে ভুটান সফর খুব খরচের ব্যাপার হয়ে দাড়াচ্ছে। SDF তুলে দিলে ভুটানে পয'টক আরো বৃদ্ধি পেতে পারে।
কী বলব দাদা! অসবাধারণ আপনার ভিডিওগুলো, সেই সাথে প্রতিটি জায়গার ইতিহাস ও মাহাত্ম বর্ণন! আপনারা সবাই এত ভাল কেন? আপনি অনিন্দ্য দা, মুমু বৌদি, রাই-মা মণি- যারাই আপনার ভিডিও দেখে আমার ধারণা মনের অবচেতন মনে সবাই আপনাদের আপন হয়ে যায়! সেই যে কবে বানারসের ভিডিও দিয়েছেন, সেখানে আপনি দুটো পান খেলেন, বৌদিও কম যান না, দু’টোই খেয়ে নিলেন(যে টা তাঁর জীবনের ২য় পান খাওয়া)!!! বানারসের আরও ভিডিও চাই। হরিদ্বার থেকে আপনি কি ঐ সনজীবনী গাছগুলি এনেছিলেন দাদা? বাড়ীতে সেগুলি জলের বোতলে লাগালে কি সত্যি-ই ওগুলি বেঁচে সতেজ হয়? অভিজ্ঞতা জানাবেন দাদা। ভাল থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন । হর হর মহাদেব!!!🙏🙏🙏🙏
অন্য একটি অত্যন্ত জনপ্রিয় UA-cam চ্যানেলে ভূটান ভ্রমণ দেখেছি তবে আপনারা সেটাকে ছাপিয়ে গেছেন। খুব ভাল লাগছে।
Thank you 😊
অসাধারণ সুন্দর coverage... মনোমুগ্ধকর পরিবেশনা। অনবদ্য photography... Best of Luck..
Darun laglo.
Khub bhalo laglo Punakha.Specially Punakha fort.Khub colorful.. Bhutan dest ta o khub colorful. Bhalo thakben
Thank You❤
শুধু ভুটান দেখানো নয় অসাধারণ ভাবে ভুটানের ইতিহাসও তুলে ধরলেন
Darun Bhutan series. Amader kache eto sundar video dekhanor jonyo dhanyabad. Best wishes for all of you.
Khub sundor kore sob dekhlam dada. Apnar presentation er kono tulona hoy na. Just osadharon.
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Khub e valo laglo….r protibarer motoi ebareo rai k khub valo laglo…anek anek suvechhe apnader Sokol k….😊
অত্যন্ত ভালো লাগলো এই ভিডিও টা,তারপর সুন্দর পরিবেশনা।
ভীষণ ভীষণ ভাল লাগল ।ধন্যবাদ ।
Punakha fort, Dochula Pass, Bhutan er fruits and vegetables market sab miliye durdanto video dekhlam👍👍👍👍👍. Bhutan er manos Bhromon holo.
Thank you 😊
Khub valo laglo sundar vidio ta
Khub sundar. Apnar ato sundar barnanar jany aro bhalo laglo.
Khub sundor... Valo laglo Dada❤❤❤
নমস্কার দাদা এবং দিদি, আমি গত সপ্তাহে পুরীর থেকে ফিরলাম। আপনাদের ভিডিও আমরা প্রথম থেকেই দেখি। আপনার ভিডিও গুলির জন্যে সুনীলের মতো একজন ভালো মানুষের পরিচয় পাই। ওর মতো এত ভালো মানুষ আমি আগে কখনও দেখিনি। ভিড়ের মধ্যেও উনি এত সুন্দর করে স্রী জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিয়েছে যে আমাদের এই পুরী ভ্রমণ স্বার্থক হয়েছে। সুনীল সত্যিই একজন খাঁটি মানুষ। আমি প্রথম এসেছি শুনে উনি সব কিছুই ভালো করে বুঝিয়েছেন এবং দেখিয়েছেন। সুনীলকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও অনেক ধন্যবাদ এত informative video বানানোর জন্য।
আমরা আপনার ভিডিও 3 বার করে দেখি, 2 বার মোবাইলে আর 1 বার টিভিতে। এই অশান্ত সময়ে আপনাদের ভিডিও আমাদের খুবই শান্তি দেয়। সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন, খুউব ঘুরবেন, হয়ত কোনো পথে আপনার সাথে আমাদের দেখা হয়ে যাবে তখন আবার ধন্যবাদ জানাবো আর মিষ্টি খাওয়াবো।😊
আপনারা ভালোভাবে দর্শন করেছেন জেনে খুব ভালো লাগলো । ভালো থাকবেন । ধন্যবাদ ।
Khub valo loglo
Khub bhalo
খুব সুন্দর লাগলো।পরেরটার অপেক্ষায় রইলাম।
Dada apnader dekhe bhalo lagcha ai bhabe bhalo thakben sathe achi
Again a wonderful video by you! Lots of love from our side
Thank you so much 😀
Khub sundor laglo
Apnar chokhe Amader Bhutan dekha darun lagche
আজ থেকে ২৫ বছর আগে ভুটান গেছিলাম।আপনার ভিডিও দেখে আরেকবার ঘোরা হয়ে যাচ্ছে। সময়ের অভাবে সবসময় দেখতে পারি না। খুব ভালো লাগলো।
খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমিও ঘুরছি আপনাদের সঙ্গে 😊😊
খুব ভালো এবং যথাযথ মন্তব্য।
অনিন্দ্য দা ভুটান এর বাজর টা আমার খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ❤❤❤❤❤❤❤
Very nice blog! Beautiful Bhutan!
Amazing video, amra Punakha jayi ni , apnar video dekhe anekta clear idea pelam ...khub bhalo laglo...ebar next video ta dekhbo ❤
Thank you 🙏
খুব ভালো লাগল পুনাখা ফোর্ট ও আশেপাশের জায়গা। ❤❤
khub bhalo laglo video ta.Apnara tin jonei khub sundor kore kotha bolen.Apnar meyer kothagulo shunte khub misti lage.khub bhalo thakun apnara r prochur prochur video eibhabe toiri korun r amra anondo pai 🙏😊
Thank you so much 😊
Ur subscribership should reach 2 lakhs at least.. Outstanding presentation...
Khub valo lagche
Beautifully described wonderful video
Satti prokriti dekhte dekhte mon bhore gelo...Punakha fort khb sundor....ar rai er songo khb enjoy korchi..bhalo thakun sokole
Thank you 😊
Khub e bhalo laglo .
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ
খুবই ভালো লাগলো আর বেশি ভালো লাগলো আপনার প্রতেকটি দ্রষ্টব্য সম্মন্ধে বিস্তারিত বিশ্লেষণ। রেস্টুরেন্টের খাবার এর অকপট স্বীকারোক্তির জন্য ধন্যবাদ। আমি যখন ১৯৯৬ সালে ভুটান ভ্রমন করি তখন কিন্তু এত খরচ ছিল না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।
এতো তথ্যবহুল, চমৎকার উপস্থাপনা দেখা যায় না। মন কেড়ে নেয়া ভ্রমন পর্ব। আপনাদের পরিবারের প্রেমে পরে গেছি। সবাই এতো সুন্দর করে কথা বলেন! বাংলাদেশ থেকে নিরন্তর শুভকামনা।।
Thank you so much 😊
Excellent Video
খুব ভালো লাগল।
Khub sundor laglo. Paro r episode ta early deben plz
Apni ato sundor kore bujhe bolan jaeno mone ho6e ame daekhte pa6i. Dada kub valo thakun.
Khub sundor apner poribesona songe sabar Tai khub valo laglo ❤
Apnader Bhutan er video khub valo lagche ❤
খুব ভালো লাগলো। 👌👌👌
আপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের নিখুঁত ব্যাখ্যা অসাধারণ। বিশেষ করে কঠিন নামের সঠিক উচ্চারণ , সত্যি প্রশংসনীয়।
😇😇❤️
Khub sundor 👌...amre je din gachilam apnader moto bristi pechilam.....
অপূর্ব l খুব ভালো বিশ্লেষন l মনে গেঁথে রাখার মত প্রাকৃতিক সৌন্দর্য l এক কথায় অসাধারণ l ভালো থাকবেন আপনারা l 👍❤️
দারুন লাগলো। অনিন্দ্য বাবু আপনার অসাধারণ উপস্থাপনার গুনে ভিডিওটি খুবই মনোগ্রাহী হয়েছে। বহু বছর আগে ভুটান গিয়েছিলাম। আপনাদের ভিডিওর মাধ্যমে আর একবার মানস ভ্রমণ করলাম। তবে এখন ভুটান ভ্রমণের যা খরচ মধ্যবিত্ত ভ্রমণ পিপাসু বাঙালির কাছে সত্যিই খুব চাপের।
অন্যান্য সব খরচ সাধারণ হলেও SDF আর entry fees মারাত্মক ।
এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছবির মত জায়গা। প্রকৃতি যেন তার সৌন্দর্যের ভাণ্ডার উজাড় করে দিয়েছে চোখ মন জুড়িয়ে গেলো।আপনার অপূর্ব উপস্থাপনা,শুধু আপনারই বা বলি কেনো ,আপনার যোগ্য সহধর্মিনী আর আপনার হাসিমুখ ,সহজ সরল শিক্ষিতা কন্যার উপস্থাপনা এই ব্লগ টির প্রধান আকর্ষণ।আপনাদের এই সুন্দর পরিবারের সাথে ভুটানে মানস ভ্রমণ খুব উপভোগ করছি।👍
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন। ভালো থাকবেন ।
Sei purono comments "asadharan photography, smart dharabhashya,ek kothay ANABADHYA!!!"THANKS.
Thank you 😇
দারুণ লাগল
Very Very Nice Video Dada 💙💜
marattok costly sobjayga dekhchi!!
Ami 2014 e giyechilam, Bhutan darun.
Khub bhalo laglo
Very Nice
Khub sundor laglo video ta❣️❣️
সত্যিই কি অপূর্ব সুন্দর পরিপাটি ঝকঝকে শহর, অসাধারণ লাগলো, মনে হয় যেন অনেক কিছু বাকি রয়ে গেল আরো ডিটেলে দেখতে পেলে বোধহয় ভালো লাগতো, দেখতে দেখতে কোথা দিয়ে প্রায় 37 মিনিট কেটে গেল, মনে হচ্ছে আরো কিছুক্ষণ দেখতে পেলে ভালো হতো।
Thank you 😊 Stay tuned.
Darun jayga
দারুন 👌
ঠিক বলেছেন খুবই খরচা সাপেক্ষ ভালই লাগল , সুন্দর ব্যাখ্যা করে বলেছেন তবে সিজিনে গেলে বেড়াতে সুবিধা ভাল থাকবেন
Nice👍
Chomotkar...khub vlo.
Love from Bangladesh ❤❤
সব দেখছি একটা একটা করে দারুণ লাগছে ❤
অসম্ভব সুন্দর পরিবেশনা এই বৃষ্টির দিনে কফির মগে চুমুক দিতে দিতে একটি ইতিহাসের বর্ণনা সহ, প্রকৃতি কে দেখলাম মানসচক্ষু দ্বারা। 🙏🙂
অনিন্দবাবু, আমি আপনার যতগুলি travel video দেখেছি তার মধ্যে এটি অন্যতম সেরা। Video quality এবং উপস্থাপনা অত্যন্ত উঁচু মানের। আমি আপনার ফেসবুক বন্ধু । আমি সেখানেও মন্তব্য করব আর আপনাকে inbox করব। ভালো থাকবেন সপরিবারে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 এইভাবেই সঙ্গে থাকবেন ও উৎসাহিত করবেন ।
আপনার উপস্থাপনা এতো সুন্দর ❤
🙏khub sondor views
Apurbo laglo
দারুণ সুন্দর বর্ণনা অসাধারন
ছবির মতো সুন্দর... তার সাথে আপনার বিস্তারিত নিঁখুত ব্যাখ্যা... অসাধারণ
😇😇❤️
@@AnindyasTravelogue ২০২৩ সালে আমাদের ভূটান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু এতো অতিরিক্ত SD এবং high rate entry fees এর জন্য ভূটান যাওয়া আর হল না. আপনার মুখেও সেই কথাই শুনলাম। আপনাদের সাথে আমিও ঘুরে নিলাম, খুব ভালো লাগলো 😀
Very informative and interesting video. Food reviews were apt. As mentioned by me in your previous video and opined by you today the charges for entry to places of interest is exaggerated, grossly.
The average person, from West Bengal, will be forced to keep their desire to visit this country on a perpetual hold.
I feel that those who can afford this heightened fees should also refrain from doing so. That would be giving in to unjustified attitude and decision of the Bhutan Government. In its bid to keep the country free from the the scourge of tourism it is eliminating the country itself.
Thanks again.
BHALO LAGLO KHUB. EI VIDEO DEKHE AAMAR O JABAR KHUB ECHCHA KORCHHE. TOTAL BHUTAN TRIP TA AKJON ER KOTA KHAROJ PORLO JODI JANAN TAHALE UPOKRITO HOBO. THANKS FOR YOUR VIDEO.
আপনি এপিসোড ২ ভিডিওটির ডেসক্রিপশন বক্স ফলো করুন । সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে ।
I always admire your knowledge video. Same I see in Bhutan. Thanks Dada
Always 🤗
দারুন enjoy করলাম দাদা 👍 কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে 2007 এ আমরা গিয়েছিলাম , সেই ভুটান অনেক পরিবর্তন হয়েছে । আমি চিনতেই পারছি না , আমার পুরো দেশ টাই খুব ভালো লেগেছিল । তখন এত costly ছিল না দাদা , খাবারের দাম অনেকটাই বেশি ছিল । পারো খুব সুন্দর জায়গা , আমার অসাধারণ লেগেছিল । ভালো থাকবেন আপনারা 😊😊
Expensive bhutan,
Asadharon story sonale bhutaner, khub valo laglo sunte.r okhankar king der nam gulo eto sundor bhabe uchcharon kro, ki bhabe blo? Age thakte mukhosto kore rakho?
😇😇❤️
দারুন লাগলো এই vlog টাও। পারিপার্শ্বিক অপূর্ব দৃশ্যের সাথে আপনার ইতিহাস বর্ণনা একটা আলাদা মাত্রা যোগ করে। Weather টা ভালো পেলে ১৬ আনা হতো - বাদ দিয়েও সাড়ে ১৪ আনা নিশ্চই পেয়েছি। ❤
Thank you 😊
Nice
apurbo pahari nodi, durgo, pahare ghera bhutaner apurbo noisorgik soundarjyo
Daaruun❤
আজ দেখছি আপনাদের ভুটান ভ্রমণের চতুর্থ পর্ব। আগের তিনটি পর্ব দেখেছি এবং খুবই ভালো লেগেছে। আমি টিভিতে আপনার ইউটিউব চ্যানেলে ভ্রমণ কাহিনীগুলো দেখি। মোবাইলের থেকে টিভিতে দেখতে বেশী ভালো লাগে।
আজকের এই পর্বটি টিভিতেই দেখবো। টিভিতে দেখলে মতামত জানানো যায় না। তাই আগেভাগেই মোবাইলে দেখতে দেখতে একটু একটু মন্তব্য লিখলাম।
অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে।
ভালো থাকবেন ভাই।
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Ar opekhhatei chilam
Very informative video as usual.
Agey TV chilo na. Jani na ekhon ki condition.
Paro teh chilo only airport.
Aar ki kono airport hoyechey?
Phuntschiling er kachey inside e ekta choto park chilo. Indian jaynagar thekey bachha ra esey bikel e khelto ei park e.
Manush gulo khub happy nd mishukey chilo.
Anek anek years er katha. Jani na ekhon ki status.
Rafting er Jonnyo Manali would be idea.
Thanks
Bhutanese prakritic soundarja apurba,ar apnar vedio satya sundar
Nice video, but highly expensive for tourist, considering SDF and high entry fee for each spot
In short Good 👍
আঙ্কেল আমি শৌর্য্য কিন্তু মনে আছে তো? আমাদের সবার খুব ভালো লাগলো ভিডিও টা । আর এখন আমার পরিবার তোমার মধ্যপ্রদেশ এর ভিডিও দেখছি। দারুন লাগছে👌👌👌❤️❤️❤️
অবশ্যই মনে আছে । তুমি আগামী বছর উচ্চমাধ্যমিক দেবে । ভিডিও দেখার সাথে সাথে মন দিয়ে পড়াশোনা করো । আর ভালো থেকো, যোগাযোগ রেখো ❤️
ভুটান ভ্রমণ খুব উপভোগ করছি। কিছুদিন আগেই এক বিখ্যাত বাঙালি ইউটিউবারের ভুটান ভ্রমণ দেখেছি। সেটা খুব ভালো লেগেছিলো আর এটাও দারুণ লাগছে। কোনটা বেশী ভালো লাগছে বলুন তো? না আমি বলবোনা আপনি বলে দিন। 😂😂😂 ❤❤❤ আমিই বলি। প্রশান্ত মহাসাগর বেশী গভীর না মাউণ্ট এভারেস্ট বেশী উঁচু?
আমি তো প্রশান্ত মহাসাগরকেই এগিয়ে রাখবো কারণ মাউন্ট এভারেস্টে মানুষের পদার্পণ ঘটেছে কিন্তু প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা খাত ১১০০০ মিটার গভীরতায় এখনো মানুষ পৌঁছাতে পারেনি । একটিতে বায়ুর চাপ মারাত্মক আর একটিতে জলের চাপ সাংঘাতিক । আসলে দুটি স্থান দুই রকম । ঠিক বললাম কি 😊
@@AnindyasTravelogue ❤️❤️❤️
@@AnindyasTravelogueএকেবারে ফাটিয়ে দিলেন তো!
First, I must congratulate on your history-telling skill and capabilities.. Next comes my surprise to see similar architectural houses in Punakha as are identical pink- coloured houses in Jaipur City. Really I wonder how a city runs smoothly for years without any traffic control system and also I shudder in the idea of imposing such a system in our country.
Many thanks to you 😊
❤️❤️❤️❤️❤️
Apnar way of presentation dekhe mone hoi apni sure teacher ba professor chilen ar apnar under e students ra khub lucky chilo 😊❤❤❤❤❤❤
Bubudi tomader sathe achi, ager theke ektu kom video's pachi, tbe rai ke peye gelam, Dadar badhon vongi always Good, tomader family's ke bhalo bese felechi, amar cheleo khub dekhe sustho theko sbai ❤ tata
Thank you so much 🥰
😌🙏🏻🙏🏻👌👌
রাই এতো মিষ্টি। অনেক আদর।
@.. Uncle ..Aunty .. Rai ... love 💕 from Agartala Tripura India ....
🥰🥰
, আপনার সুন্দর উপস্থাপন এবং ভুটানের সৌন্দর্য এবং শৃঙ্খলা সব মিলিয়ে মিশিয়ে অপূর্ব লাগছে। কিন্তু SDF এবং প্রত্যেক টি দশ'নীয় জায়গায় ঢুকতে গেলে চড়া দামের টিকিট সব মিলিয়ে ভুটান সফর খুব খরচের ব্যাপার হয়ে দাড়াচ্ছে। SDF তুলে দিলে ভুটানে পয'টক আরো বৃদ্ধি পেতে পারে।
Yes, agreed 👍
Apni ki teacher ba professor?darun uposthapona
Thank you 😊
কী বলব দাদা! অসবাধারণ আপনার ভিডিওগুলো, সেই সাথে প্রতিটি জায়গার ইতিহাস ও মাহাত্ম বর্ণন! আপনারা সবাই এত ভাল কেন? আপনি অনিন্দ্য দা, মুমু বৌদি, রাই-মা মণি- যারাই আপনার ভিডিও দেখে আমার ধারণা মনের অবচেতন মনে সবাই আপনাদের আপন হয়ে যায়! সেই যে কবে বানারসের ভিডিও দিয়েছেন, সেখানে আপনি দুটো পান খেলেন, বৌদিও কম যান না, দু’টোই খেয়ে নিলেন(যে টা তাঁর জীবনের ২য় পান খাওয়া)!!! বানারসের আরও ভিডিও চাই। হরিদ্বার থেকে আপনি কি ঐ সনজীবনী গাছগুলি এনেছিলেন দাদা? বাড়ীতে সেগুলি জলের বোতলে লাগালে কি সত্যি-ই ওগুলি বেঁচে সতেজ হয়? অভিজ্ঞতা জানাবেন দাদা। ভাল থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন । হর হর মহাদেব!!!🙏🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ জানাই । এইভাবেই সঙ্গে থাকবেন ও উৎসাহিত করবেন । ভালো থাকবেন 🌹❤️