EP 2 পাহাড়ে বাঙালী মহাভোজের আনন্দ নিতে এই হোমস্টেতে আসুন । Offbeat North Bengal । Kalimpong । Jhandi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 428

  • @dr.sobhanbanerjee3733
    @dr.sobhanbanerjee3733 3 дні тому

    আজ সকালে এখান থেকে এলাম। খুব খারাপ অভিজ্ঞতা। হোম স্টের মালিক সন্দীপ বাবু ভীষণ চালাক। মুখে মিষ্টি কথা বলে পিছনে ছুরি মারা তথাকথিত ভদ্রলোক। রুম অত্যন্ত নোংরা। বালিশ না ইট বোঝা দায়। বাথরুমে গরম জলের ব্যবস্থা তথৈবচ। খাবারে বাঙালিআনা আনার চেষ্টা করে তার পরিমাণ নিতান্তই কম। বারবার চাইতে চাইতে আপনার নিজের লজ্জা লাগবে। একজন বাঙালী হয়ে বাঙালীর সর্বনাশ করছেন। পাহাড়ে এলে পাহাড়িদের কাছে থাকাই ভালো। আমরা পরে খোঁজ নিলাম। অনেক ভালো হোমস্টে আছে। বাঙালি দেখে এখানে না আসাই ভালো। এবার আপনাদের বিবেচনা। এলে ঠকবেন নিশ্চিত। ওনার নিজের গতকাল এটাও স্পষ্টভাবে বললেন যে উনি নানা ইউটিউব চ্যানেলে পয়সা দিয়ে ব্লগ করেছেন। ব্লগারদের আমি অনুরোধ করছি আপনাদেরকে বহু মানুষ ভালোবাসে, বিশ্বাস করে তাদের জন্য একবার হলেও ভাববেন।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  2 дні тому

      অন্যেরা কি করেছেন জানিনা তবে, আমি আপনাকে অন্তত এইটুকু বলতে পারি যে আমি ওনার থেকে কোনো টাকাপয়সা নিয়ে ভিডিও করিনি । বিশ্বাস করা বা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার । তবে আপনার এই কমেন্টটি স্ক্রিনশট তুলে আমি ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি । এছাড়া আমার আর কিছু করার নেই ।

    • @sandiproy1419
      @sandiproy1419 2 дні тому

      আপনার এমন বক্তব্য আমাদের আশাতীত । আপনার পূর্ণবয়স্ক বাচ্চাকে শিশু হিসেবে গণ্য করিনি এটা আমার অপরাধ ? এই সামান্য কারণে ,আপনি আমার বিরুদ্ধে এত বলছেন ? ফোনে আপনি আমাকে কি বলেছিলেন, এটা যদি অডিও ক্লিপ দেওয়ার সুযোগ থাকতো তাহলে সবার কাছে পরিষ্কার হয়ে যেত আপনার দ্বিচারিতা । নিজের স্বার্থসিদ্ধি না হলে অন্যের দিকে আঙুল তোলার এই ঘৃণ্য মানসিকতা পরিত্যাগ করুন । Google-এ 95 শতাংশ অতিথি আমাদের সম্পর্কে কি মতামত ব্যক্ত করেছে এবং তারা কতটা উচ্ছসিত সেটা দেখার পর আশা করি নিজের মন্তব্য করার জন্য আপনি লজ্জিত হবেন ।
      আর যে ব্লগাররা নিঃস্বার্থভাবে পকেটের পয়সা খরচা করে , পরিশ্রম করে, সবার কাছে অজানাকে তুলে ধরার কাজের নেশায় দৌড়ে বেড়ায় তাদের আর্থিক সম্পর্ক জড়িয়ে দিয়ে অযথা কলঙ্কিত করার চেষ্টা করেন কেন ?

    • @dr.sobhanbanerjee3733
      @dr.sobhanbanerjee3733 День тому

      ​@@AnindyasTravelogueআপনার সম্বন্ধে আমি একশ শতাংশ নিশ্চিত যে আপনার এরকম কোনো ব্যাপার নেই। আমি আপনার ফ্যান। আপনার সম্বন্ধে কেউ এধরনের কথা বললেও বিশ্বাস করবো না। কিন্ত ওনার কথা সর্বৈব মিথ্যা। যাই হোক আমার অভিযোগ সম্পূর্ণ ঝান্ডি হোম স্টের মালিক সন্দীপ রায়ের বিরুদ্ধে। আপনি কিছু মনে করবেন না

    • @pragnabantimusicals21
      @pragnabantimusicals21 День тому

      অনিন্দ্য বাবু আপনার ট্রাভেল ব্লগ এর একনিষ্ঠ ভক্ত আমরা পারিবারিকভাবে সবাই। তাই আপনাকে কখনোই আমরা বলিনি যে টাকা-পয়সা নিয়ে আপনি প্রমোশন বা ব্লক করেছেন। কিন্তু ঝান্ডি হেভেন হোমস্টের ওনার সন্দীপবাবু বলেছেন অনেক ব্লগার নাকি উনার হোমস্টের ব্লক করার জন্য অনেক অনেক টাকা চান। প্রয়োজনে সেই সকল ব্লগার দাদাদের নামও আমি প্রকাশ্যে আনতে পারি। আর এটাও বলেছেন আপনাদের থাকা ও খাওয়ার জন্য কোনো রকম চার্জ আপনাদের পে করতে হয়নি। কিন্তু উনি যেটা বলছেন আমার পূর্ণবয়স্ক বাচ্চা যার নাকি আমরা চার্জ কম নিতে বলেছিলাম সেটা উনি না নিয়ে পুরনো ভাড়া নিয়েছেন। কিন্তু উনি নিজেই বলেছিলেন 10 বছর বয়স পর্যন্ত চার্জটা হাফ। আর আমার বাচ্চার বয়স 10 বছরের নিচে। আমার কাছেও অডিও রেকর্ড থাকলে বিষয়টা আমি ওনাকে শুনিয়ে দিতে পারতাম। উনার হোমস্টে তে আমরা দুদিন ছিলাম আমি একটি দিনও গরম জল পাইনি। উপরন্তু উনি আমাকে বলছেন গ্রীষ্মকাল হলে জল নাকি বন্ধ করে রাখতেন। বাথরুমে ঢুকে জল না থাকা অবস্থায় বারবার বললেও পাম্প চালাতে দেরী করে। এবার খাবারের বিষয়ে আসি, সকালবেলায় আমার বাচ্চারা ঘুম থেকে ওঠেনা তাই দু কাপ চা আমরা নি, যদিও সেটা প্রায় ঠান্ডা। বাকি দুকাপ চা ব্রেকফাস্টে নেবো বললেও কিন্তু দুদিনের কোনদিনই সেটা দেওয়া হয়নি। আমার বাচ্চা যদি পূর্ণবয়স্ক হয় তাহলে তাকে আমাদের থেকে পরিমাণে কম খাবার পরিবেশন করা হলোই বা কেন। এছাড়াও আপনারা যারা এই হোমস্টে থেকেছেন আমার মনে হয় সবাই জানেন রুমগুলো ট্রিপল বেড রুম অথচ আমাদের চারজনের ফুল ভাড়া নেওয়া সত্ত্বেও একটা রুমে আমরা চারজন শেয়ার করেছি with একটা বাথরুম। 31/10/24 ও 01/11/2024 এই দুদিনের জন‍্য 1400×4×2=11200 আমাদের কাছে ভাড়া নেওয়া হয়। তাহলে তো আমাদের দুটো রুম প্রাপ্য ছিল তাই নাকি?
      আর দ্বিচারিতার কথা যদি উনি বলেন তাহলে সম্পূর্ণভাবেই দ্বিচারিতা পূর্ণ লোক উনি কারণ আমার হাজবেন্ডের কমেন্টের বিরোধিতা করে খারাপ কথা লিখছেন আর whatsapp-এ আমাকে মেসেজ করছেন আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছেছি কিনা, হাস‍্যকর। যাক এভাবে ওনার ব‍্যবসা বেশি দিন চলবেনা।

    • @sandiproy1419
      @sandiproy1419 8 годин тому

      ​​@@pragnabantimusicals21আপনার আর আপনার স্বামীর দুজনের বক্তব্য পাশাপাশি রেখে তুলনা করলেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে , শুধুমাত্র বদনাম করার জনই আপনারা এটা করছেন । দুজনে যদি একটু নিজেদের মধ্যে আলোচনা করে অভিযোগ করতেন তাহলে বক্তব্যটা এক হতো ।
      আপনারা কি ভাবেন , রিভিউ দেওয়ার সুযোগ আছে বলে যে কোনও রকম অসভ্যতা / দুর্ব্যবহার করবেন আর আমাদের মুখ বুঝে সব সহ্য করতে হবে ?
      যায় হোক আমাদের অন্যান্য গেস্টদের আপনাদের কথা বলেছি , তাঁরা তো প্রত্যেকে অবাক , অনুরোধ করেছি তাঁদের অভিজ্ঞতা লিখে আপনাদের জবাব দেবেন । আশাকরি তাঁরা এই অনুরোধ রাখবেন , তাহলেই আপনার স্বামী - স্ত্রী আপনাদের জবাব পেয়ে যাবেন

  • @ShibnathDey-z1i
    @ShibnathDey-z1i 8 місяців тому +2

    পাহাড়ে যে একবার গেছে সে পাহাড়কে ছাড়া অন্য কিছু ভালোবাসা সত্যি কঠিন
    যেমন আমি বছরে একবার অন্তত নর্থ বাঙলা যাবার চেষ্টা করি। 🙏🥰

  • @shyamaprosadvarisundrghosh304
    @shyamaprosadvarisundrghosh304 7 днів тому

    আপনারা যে যে জায়গায় যান মনে হয় সব জায়গাতেই যেন যাই। কিন্তু ট্যা্ঁক টৈনে ধরে।তবে ঝান্ডি সত্যিই অসাধারণ।

  • @SandipDatta-b5g
    @SandipDatta-b5g 9 місяців тому +5

    অপরূপ প্রকৃতি, সুন্দর প্রকাশভঙ্গি, পরিচ্ছন্ন বাসগৃহ,তৃপ্ত ভোজন ও পরিষেবার অনবদ্য মিশেল এই মনোরম ঝাণ্ডি। ভালোর চেয়েও বেশী ভাল।

  • @SutapaUkil
    @SutapaUkil 9 місяців тому +13

    আমিও গিয়েছিলাম গত বছর মার্চ মাসে।ঠিক এই রকম এতো মেনু দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে কোনো হোম স্টে র আতিথেয়তা এরকম হতে পারে।আর হোম স্টে টা র পরিবেশ টাও অভাবনীয়।আমাদের দারুন ভালো লেগেছিলো।এনাদের ১০০/১০০ চোখ বুজে দেওয়া যায়।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  9 місяців тому +1

      একমত 👍

    • @mousumipaul2239
      @mousumipaul2239 9 місяців тому

      খুউব ভালো লাগলো,ইচ্ছা রইলো যাবার,আপনারা এত সুন্দর করে বলেন

    • @jyotirmoysen6417
      @jyotirmoysen6417 9 місяців тому

      বেরাতে যাবার লিস্টে নতুন সংযোজন করলাম। আপনারা ভালো থাকবেন।

    • @sonalighosh3132
      @sonalighosh3132 4 місяці тому

      Khub bhalo laglo. Icce ache okhane jaour.

  • @sibanibakshi5614
    @sibanibakshi5614 Місяць тому

    এই ভ্রমণটি ও অসাধারণ লাগলো
    যাওয়ার ইচ্ছা রইল ধন্যবাদ।

  • @animeshnandy9618
    @animeshnandy9618 Місяць тому

    স্যতি মহাভোজ 😋🤤 দারুণ লাগলো ভিডিওটা👌

  • @sutapadutta489
    @sutapadutta489 3 місяці тому

    শুধু এরকম খাওয়া আর থাকার ব্যবস্থার জন্যই ওখানে যাওয়া যায়। ভালো লাগলো।

  • @amitghosh5948
    @amitghosh5948 14 днів тому

    সত্যিই ভালো তবে খারাপ লাগছে এই ভেবে যে কদিন আগেই গতমাসের ১৮ তারিখ থেকে কোলাখাম, রিশপ,লাভা গেলাম কিন্তু সময়ের জন্য ঝাণ্ডি যাওয়া হলনা।পরের বারে চেষ্টা করছি।ভালো থাকবেন।

  • @nirmalyabanerjee8503
    @nirmalyabanerjee8503 11 днів тому

    অনিন্দ্য বাবু আপনার এই ভিডিও দেখে আগামী জানুয়ারি মাসে দুদিন এখানে থাকবো আশা করি মনের খিদে মেটাতে অসুবিধে হবে না

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  11 днів тому +1

      সমস্যা হওয়ার কথা নয় ।

  • @namitadatta2275
    @namitadatta2275 9 місяців тому

    অনেক ধন্যবাদ । আমরাও গত ১০/০১/২৪ থেকে ১৩/০১/২৪ কালিমপঙ বেড়াতে গিয়ে ছিলাম , প্রত্যেক দিন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পেলাম।

  • @arupkumarbhattacharyya2811
    @arupkumarbhattacharyya2811 9 місяців тому

    আপনার উত্তর বঙ্গের ভিডিও মানেই আলাদা আকর্ষণ। অসাধারণ লাগলো। যেতে হবেই।

  • @sonalighosh3132
    @sonalighosh3132 4 місяці тому

    Khub bhalo laglo. Okhane jaour icche ache. Dekhei jete icche korche.

  • @payelhalder3380
    @payelhalder3380 9 місяців тому +2

    আপনাদের উপস্থাপনা খুব সুন্দর... আমার ভীষণ ভালো লেগেছে....

  • @journeywithapurba
    @journeywithapurba 9 місяців тому

    Just osadharon laglo vdota. Beranor sange mohavoj tripke aro makho makho kore diyeche. Waiting for the place to be explored by myself.

  • @sandiproy1419
    @sandiproy1419 9 місяців тому +47

    'JHANDI HEAVEN ' HOMESTAY- এর owner হিসাবে অনিন্দ বাবুকে এবং বৌদিকে এ কথা দিতে পারি , যে আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে খাবারের এবং পরিষেবার কোনও পার্থক্য পাবেন না । আমরা আমাদের সম্মানীয় অতিথিদের এমনই খাবার পরিবেশন করে থাকি । আপনারা গুগলে সন্ধান করলে আমাদের এখানে আগত অন্যান্য অতিথিদের রিভিউ দেখলেও এটা বুঝতে পারবেন ।
    অনিন্দ্য বাবু এবং বৌদিকে অসংখ্য ধন্যবাদ বাস্তব উপস্থাপনার জন্য ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  9 місяців тому +6

      আপনাদের আতিথেয়তায় সত্যিই আমরা মুগ্ধ । অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏

    • @rajibdas4102
      @rajibdas4102 9 місяців тому +6

      Aapnader kaache aamar ekanto onurodh ei dhara bojay rakhben please....khub taratari aamra jabo aapnar ei homestay te...ei homestay gulo exceptional.... please continue to be so for ever

    • @sandiproy1419
      @sandiproy1419 9 місяців тому

      @@rajibdas4102 যত দিন যাবে , আমরা আরও ভালো করবো , এটাই আমাদের লক্ষ্য ।

    • @mayadalal6151
      @mayadalal6151 9 місяців тому +3

      We will go next month and stay at your homestay.
      Will we get this management

    • @sandiproy1419
      @sandiproy1419 9 місяців тому

      @@mayadalal6151 sure . আমরা এটা করেই থাকি ।

  • @jayatidas4098
    @jayatidas4098 9 місяців тому

    একদম ঠিক কথা বলেছেন বুবু ম্যাডাম। প্রকৃতি, আহার, মানুষজন সব নিয়ে উত্তরবঙ্গ সব সময়ই জমজমাট। দারুণ লাগলো আবার ❤

  • @niveditaghosh1773
    @niveditaghosh1773 9 місяців тому

    খুব ভাল লাগল ভিডিওটি। সত্যিই অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। আপনাদের সংগে আমরাও এই সৌন্দর্যের ভাগ নিতে পারলাম। খুব ভাল থাকবেন সবাই। সুস্থ থাকবেন।

  • @alokebandyopadhyay6048
    @alokebandyopadhyay6048 9 місяців тому

    অবশেষে আমার এক প্রিয় দাদা বৌদি আমাদের সামনে ঝান্দির ঝান্ডা তুলে ধরলেন। অজস্র ধন্যবাদ।

  • @niveditaghosh1773
    @niveditaghosh1773 9 місяців тому

    খুব ভাল লাগল ভিডিওটি। সত্যিই অসাধারণ প্রাকৃতিক পরিবেশ । আপনাদের প্রানবন্ত উপস্থাপনা আমাদের ও এই সৌন্দর্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন দুজনেই।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  9 місяців тому

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 😍

  • @umasankarsarkar9736
    @umasankarsarkar9736 9 місяців тому +4

    সৌন্দর্য থাকে চেতনায়।আপনাদের চেতনা সুন্দর তাই সবের মধ্যেই চেতনা খুঁজে পান
    ভাল থেকো দাদা দিদি।

  • @barundas7447
    @barundas7447 9 місяців тому

    অসাধারণ । ধন্যবাদ এই সুন্দর সুন্দর জায়গার ও ভাল ভাল homestay এর সন্ধান দেওয়ার জন্য । বেড়ানোর ক্ষিদে টা আরো বেশী বাড়িয়ে দেওয়ার জন্য ।

  • @benugopalbasu4968
    @benugopalbasu4968 9 місяців тому +1

    খাদ্য রসিকদের জন্য অনবদ্য দারুন সুন্দর উপস্থাপনা ধন্যবাদ

  • @DebasmitaBhadra-fy6eg
    @DebasmitaBhadra-fy6eg 18 днів тому

    Khub sundor jaiga. Apner video gulo khub valo lage amar dada❤❤

  • @neeldas4587
    @neeldas4587 9 місяців тому

    Ki misti laghche - aapnader dujonke .👌 🌸 🙏 - ki misti / dakho misti / ki misti - a sakaal . Sona jhorche / jhore porche - ki misti a sakaal .❤️.

  • @sumandas3398
    @sumandas3398 9 місяців тому +1

    অত্যন্ত ভালো...উপস্থাপনা...ব্যাখ্যা...প্রকৃতি...অবশেষে ভুরি-ভুরি ভুড়িভোজ

  • @amitavadas4807
    @amitavadas4807 9 місяців тому

    দারুণ উপভোগ করলাম এই পরিবেশনা। সুযোগ হলে যত শীঘ্র হয় এই স্থানে যাওয়ার ইচ্ছা রইল।

  • @rumadasgupta1194
    @rumadasgupta1194 9 місяців тому

    Jhandi খুব সুন্দর জায়গা অনেকের কাছে শুনেছি কিন্তু আমার দেখা হয়নি .এবার আপনাদের চোখ দিয়ে দেখবো .

  • @RupaMandal-hv4wq
    @RupaMandal-hv4wq 9 місяців тому

    2018 সালে গেছিলাম ঝান্ডি ইকো হাট এ ছিলাম । খুব ভালো লেগেছিলো।আপনাদের চোখ দিয়ে আবার দেখলাম খুব ভালো লাগলো। আবার যেতে ইচ্ছা করছে 😊।পরের ভিডিওর অপেক্ষাতে রইলাম 🙂

  • @samitabasu9629
    @samitabasu9629 9 місяців тому

    ঝান্ডি নামটার সঙ্গে পরিচয় হয়ে ভালোই লাগলো। যাওয়ার ইচ্ছে বেড়ে গেল। এমন আরও ভালো , সুন্দর জায়গা দেখবো বলে বসে রইলাম।

  • @aparnamondal1342
    @aparnamondal1342 9 місяців тому

    Khub sundar homestay ta.jaor khub ichhe roilo.

  • @sukantamitra4132
    @sukantamitra4132 9 місяців тому

    Khub sundor laglo.
    Sudhu kawadawar janyo e jawa jete pare. Jaygata o darun.

  • @rajarshi_rc
    @rajarshi_rc 9 місяців тому

    আমার ও আমার পরিবারের তরফ থেকে আপনাদের একটা অভিনন্দন প্রাপ্য। আপনাদের উত্তরবঙ্গের vlog দেখে আমি রামকৃষ্ণর সাথে যোগাযোগ করি। এমন দ্বায়িত্বপূর্ণ ও সৎ মানুষ যে বলার নয়। আমরা December এর উনতিরিশ তারিখ দার্জিলিং ও Rangaroon বেড়াতে যাই। রামকৃষ্ণর আমাদের NJP থেকে যাওয়া ও আসার গাড়ির ব্যবস্থা করে দেন এবং সেটা বেশ অল্প দিনের notice এ। সবচাইতে বড়ো ব্যাপার, সেই সময় গাড়ির ভাড়া আকাশ ছোঁয়া, কিন্ত উনি আমাদের কাছ থেকে এক পয়সায় বাড়তি নেননি। উনি নিজে না যেতে পারলেও যথা সময় স্টেশনে আমাদের জন্য গাড়ি অপেক্ষ্যা করছিলো এবং ফেরার দিন Rangaroon এ যথা সময় গাড়ি পৌঁছে গেছিলো।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  9 місяців тому +1

      খুব ভালো লাগলো শুনে। রামকৃষ্ণ সত্যিই খুব ভালো ছেলে।

    • @namitadatta2275
      @namitadatta2275 9 місяців тому

      রামকৃষ্ণ বাবুর ফোন নম্বরটি যদি আবার জানিয়ে দেন ভাল হয়।

  • @anupriyabasu342
    @anupriyabasu342 4 місяці тому

    আপনাদের এই ভিডিও দেখেই recently ঘুরে এলাম Jhandi Heaven থেকে। খুব ভাল ব্যবস্থা। অসাধারণ লেগেছে।

  • @sucharitaroy4823
    @sucharitaroy4823 9 місяців тому

    দারুণ লাগলো ঝান্ডি যাবার ইচ্ছে জাগলো খুব সুন্দর উপস্থাপনা 👍

  • @amitmajumdar8156
    @amitmajumdar8156 9 місяців тому

    ওহ্ ফাটাফাটি। যেমন খাওয়া দাওয়ার আয়োজন, তেমনি সেই নিয়ে আপনাদের অনবদ্য সহজ সুন্দর উপস্থাপনা। চালিয়ে যান। ভালো থাকবেন।

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 9 місяців тому

    খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤

  • @meghnapaul8500
    @meghnapaul8500 9 місяців тому +2

    খুব ভালো লাগলো দাদা। আপনাদের video presentation খুব সুন্দর।ঝান্ডি definitely যাবো 🙏

  • @amitbanerjee1032
    @amitbanerjee1032 9 місяців тому

    খুব সুন্দর
    খাদ্যরসিক বাঙালীর জন্যে এ এক সুন্দর জায়গা।

  • @exploreramitava6119
    @exploreramitava6119 9 місяців тому +1

    Osadharon laglo jemon sobkota bhalo lage....

  • @TransportTalker
    @TransportTalker 9 місяців тому

    সত্যিই রুমে চায়ের জিনিস গুলো খুব কিউট 😍😍
    আর সার্ভিস ও খুব ভাল লাগলো ❤❤

  • @user-ts155
    @user-ts155 9 місяців тому

    Ek kothai darun laglo, khub enjoy korlam blog ta.

  • @souravpaul6213
    @souravpaul6213 9 місяців тому

    Anindya da asadharon akta jaigar sondhan dile..mone bhore gelo. .opurbo sundor jaigata sathe homestay tao..khub bhalo laglo vlogta

  • @mayukbasu5877
    @mayukbasu5877 9 місяців тому

    Ager bochor ami amar family ke niye jhaandi gechilam.. oshadharon jayga.. just wow

  • @niveditabanerjee8918
    @niveditabanerjee8918 9 місяців тому

    Valo manush valo jaega valo drisyo valo khabar..besh laglo...oi beguni papod r luchi sada alur tarkari r omlette e khub lov dilam.

  • @rajatganguly6301
    @rajatganguly6301 9 місяців тому

    অপূর্ব লাগলো অনিন্দদা। তোমাকে আর বৌদিকে অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাদের কি সুন্দর ভাবে এতো সুন্দর সব জায়গা গড়ানোর জন্যে। ❤❤

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 9 місяців тому

    Khub bhalo laglo.Jhandi r moto ato sundor akta destination apnar uposthapona r jonno asadharon hoye uthlo.Sotti prokriti North Bengal ke jano nije hat a kore sajiye diyeche.

  • @bnbanerjee5104
    @bnbanerjee5104 9 місяців тому

    যথারীতি অপূর্ব সুন্দর ভাবে উপস্থাপনা ।কাঞ্চনজঙ্ঘা দেখে একরাশ মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে আছি ।।সব দিক দিয়েই খুব ভালো এই হোম স্টে ।।ইচ্ছে রইল আগামীতে যাবার ।।অনিন্দ্য কিন্তু এখানে রসগোল্লা ও পেয়েছো ।।😃খুব ভাল থাকো অনেক ভালবাসা ও শুভ কামনা রইল ।।

  • @rumadasgupta1194
    @rumadasgupta1194 9 місяців тому

    অসাধারণ লাগলো আপনাদের Jhandi ভ্রমণের vdo আর তার সঙ্গে এতো সুন্দর উপস্থাপনা মুগ্ধ হয়ে উপভোগ করি .Home Stay টাও অপূর্ব সুন্দর .দেখা যাক আপনাদের এই vdo দেখে inspired হয়ে Jhandi ভ্রমণ করা যায় কিনা .আসলে বয়স বেড়েছে বলে আগের মতো ঝটপট বেরিয়ে যেতে পারি না .আপনাদের দেখে দারুণ ভালো লাগে .

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  9 місяців тому

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।

  • @swarnadipdey4316
    @swarnadipdey4316 9 місяців тому +1

    JHANDI এখন আগের থেকে অনেকটাই সুন্দর লাগল। তবে আমারা Jhandi Eco Hut homestay তে রাত্রি যাপনকরেছিলাম , ওখানকার Bumboo chicken রেসিপি টা দারুন ছিল

  • @manjuchatterjee3079
    @manjuchatterjee3079 4 місяці тому

    দারুণ,ফাটাফাটি ট্যুর।

  • @sayan2311
    @sayan2311 9 місяців тому

    Ami obossoi jabo. Jaiga ta dekhe khub bhalo laglo.

  • @aanayhalder.2019
    @aanayhalder.2019 9 місяців тому +1

    Maa kamakhya mondir nie ki video avche ....thalke link please. R nahole video please banaben.😊

  • @rimjhimbristi7352
    @rimjhimbristi7352 9 місяців тому +1

    Ei dui couple ke atto bhalo lage na❤... Chok juriya jai❤❤❤

  • @sanjuktapalchoudhury7588
    @sanjuktapalchoudhury7588 9 місяців тому

    সত্যি ভারি সুন্দর একটা জায়গার সন্ধান দিলেন।এই রকম জায়গা থাকা,এরকম এলাহী খাওয়া আবার সাথে উপরি পাওনা কাণ্চনজন্ঘা।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 9 місяців тому

    apurbo prakritik poribesh, asadharon kanchanjangar rup

  • @anuradhadatta3244
    @anuradhadatta3244 9 місяців тому

    Odbhut sundor prokriti, kal jodi pahar dekhte pan, ta hole to sholo kola purno hobe😊😊

  • @somachatterjee8418
    @somachatterjee8418 5 місяців тому

    আপনাদের এত আন্তরিক পরিবেশনা তাতেই মন ভরে যায়। তার উপর Himalaya তো আছেই । খুব আনন্দে ভালো থাকুন

  • @sanghamitramajumdar7034
    @sanghamitramajumdar7034 8 місяців тому

    Ki sundor homestay..amar r meye r favourite fry items.❤

  • @mousumibhattacharjee989
    @mousumibhattacharjee989 9 місяців тому +1

    যাওয়ার ইচ্ছা বহুগুণ বেড়ে গেল...❤

  • @chaitalighosh3398
    @chaitalighosh3398 8 місяців тому

    Both of you are giving a big boost to tourism ,which means creation of jobs in the service sector and giving us options for planning our vacations

  • @jayantichakraborty5105
    @jayantichakraborty5105 9 місяців тому

    Really Homestay ta sob dik diyei bhalo laglo
    Jaoar iccha roilo🎉🎉

  • @madhuchhandabhattacharya8373
    @madhuchhandabhattacharya8373 7 місяців тому

    Darun uposthapona fantastic Aninda ar Bubuke. 👌👌

  • @rajibdas4102
    @rajibdas4102 9 місяців тому

    Sotti boudir homestay selection durdanto...mitma homestay to one of the best...ei vabei aamader samriddho korte thakun...sustho thakun...valo thakun

  • @nemaiparui7469
    @nemaiparui7469 9 місяців тому

    খুব সুন্দর লাগলো ভিডিওটি এবং আপনাদের কথা গুলো শুনতে ভালো লাগে। ধন্যবাদ।

  • @aninditabhattacharyya6154
    @aninditabhattacharyya6154 9 місяців тому

    আমিও গিয়েছিলাম তেইশ সালে, ইকোহাট গ্লাস হাউসে ছিলাম, তুলনাহীন, অসাধারণ একটি জায়গা।

  • @traveleye2201
    @traveleye2201 9 місяців тому

    Khub sundor akta video dekhlam ❤

  • @85426411
    @85426411 2 місяці тому

    খুব সুন্দর লাগল।

  • @subratachatterjee3916
    @subratachatterjee3916 9 місяців тому +1

    Khoob bhalo video. i shared your content on my FB account. Really love how you put all of this together.

  • @ansumanroy5589
    @ansumanroy5589 9 місяців тому

    Apurbo....😊❤
    ami april er shurutei lungchu ar ramdhura jacchi shange darjeeling.jani na kato ta clear dekhte pabo

  • @sougatabose7481
    @sougatabose7481 9 місяців тому

    Darun vlog, for your kind information,eta tea garden er maintenance time eisomoy tea tree guloke pruning Kora hoy next year er production er jonno ei somoy tea factory te production bonddo thake March mas theke abar plucking suru hoy.

  • @prodipmondal7851
    @prodipmondal7851 8 місяців тому

    Jhandi te home stay te khaoya daoya khub sundar delkiyachen.

  • @debasismukherjee1735
    @debasismukherjee1735 3 місяці тому

    আমরা গিয়েছিলাম, বিকাশ ও কমলের ব্যবহার, সঙ্গেই বিশাল মেনু র পরিবেশন এবং প্রাকৃতিক পরিবেশ,আমাদের মুগ্ধ করেছিল। হোমস্টের মালিকে আমার প্রনাম।নিচের গ্রামের মানুষের জীবন যাপন খুব মন ভাল করেছিল ¡

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  3 місяці тому

      Thanks for your update.

    • @sandiproy1419
      @sandiproy1419 3 місяці тому

      আপনাদের আতিথেয়তা গ্রহণ আমাদের অত্যন্ত আনন্দ দিয়েছে । আমরা চেষ্টা করি সাধ্যমত আমাদের সর্বোচ্চ পরিষেবা দিতে । আপনারা আনন্দ পেলে বা আপনাদের ভালো লাগলে আমাদেরও খুব ভালো লাগে ।

  • @dutta5969
    @dutta5969 9 місяців тому +1

    দুর্দান্ত। খুব ভালো লাগলো...

  • @shibanibiswas217
    @shibanibiswas217 7 місяців тому

    আমরা ঝান্ডি গিয়েছিলাম ২১ এর নভেম্বরে… সত্যি বলছি দাদাভাই আর বৌদি যেভাবে ঝান্ডিকে তুলে ধরেছেন এমনকি অন্যান্য ভ্রমণের ভিডিওতে সে জায়গা এমনভাবে উপস্থাপন করেন আমার কাছে ভ্রমণের সংজ্ঞা বদলে যাচ্ছে.. অভিভূত আমি❤
    দু’ধারে ঘন চা বাগান , দূরে নীলরঙা ধূপছায়া পাহাড়, মাঝখান দিয়ে কালো ফিতের মতো মসৃণ রাস্তার পাকদন্ডী পেরিয়ে গরুবাথান হয়ে উচ্ছ্বল চেল নদীকে পাশে রেখে মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে পৌঁছে গেলাম দাদাভাইদের সঙ্গে ঝান্ডি হেভেন হোম স্টে তে… খাবার দেখে তো আমার আবার যেতে ইচ্ছে করছে❤বিশেষ করে ঘুমভাঙা ভোরে মেঘের চাদর সরিয়ে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করে উঠেছে আকাশে… উফ্! বৌদির মতোই আমিও পাহাড় পাগল… কাঞ্চনজঙ্ঘা… মনে হয় সারাদিন তাকিয়ে বসে থাকি ..
    দারুণ সুন্দর ভিডিও পেলাম দাদাভাই ও বৌদির কাছ থেকে… গত ভিডিওতে জেনেছি আপনারা ইছাপুরে থাকেন আর আমরা পলতায় থাকি❤
    অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের জন্য ❤

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  7 місяців тому +1

      আপনার লেখাটা খুব ভালো লাগলো । প্রকৃত ভ্রমন পিপাসু যারা তাদের মনের ভাব এই ভাবেই ফুটে ওঠে । ভালো থাকবেন 🌹

    • @shibanibiswas217
      @shibanibiswas217 7 місяців тому

      @@AnindyasTravelogue দাদাভাই ভালো থাকবেন আপনারা… আর এমনই সব ভ্রমণ ব্লগ উপহার দেবেন আর আমরাও চক্ষু কর্ণ সার্থক করি❤️

  • @arundhatidebnath5460
    @arundhatidebnath5460 9 місяців тому

    Khanchenjunga r aparoop soundorjyo dekhalen. Sottie apurbo. Joto baar dekhi, mon bhore na..❤❤❤❤
    Home stay ta durdanto. 👌👌👌 Sathe menu gulo daaarrrruuunnn. 😋😋😋😋
    Sob miliye durdanto video. ❤❤❤
    Last a Bubu dii ke bolchi... Bubu dii editing korar time dekho. SHI SHI AWAZ, AKTA SWABHAB HOYE GECHE.. 😂😂😂😂 dada kintu eta rekhe diyeche.....😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  9 місяців тому +1

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏।

  • @KRISHNAMITRA-bv5ui
    @KRISHNAMITRA-bv5ui 8 місяців тому

    অপূর্ব সুন্দর লাগল

  • @supriyamajumdar5517
    @supriyamajumdar5517 8 місяців тому

    Darun jaygah aapnar vlog gulo khb dekhi mon bhalo hoy jaay, Home stay numbers gulo pls description e dile shubidhe hoy 😊

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  8 місяців тому

      ধন্যবাদ । নম্বর ভিডিওতে তিন জায়গায় দেওয়া হয়েছে ।

  • @exploremanoj
    @exploremanoj 6 місяців тому

    বেশ ভাল লাগল আপনাদের এই সাবলীল ভিডিও।

  • @santanuroy8329
    @santanuroy8329 9 місяців тому

    Apnar bolar dharon ta khub valo jar jonno jaiga gulor bepare bujhte khub subidha hai

  • @rumabhattacharyya7482
    @rumabhattacharyya7482 9 місяців тому

    আমরা মার্চ মাসে গিয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি।

  • @Vedpurankahini
    @Vedpurankahini 9 місяців тому

    Darun laglo,,
    Dada boudi tomader dujon ke amar ato valo lage je vasay prokash korte parchi na

  • @BarnaliMukherjee-ii9in
    @BarnaliMukherjee-ii9in 9 місяців тому

    দারুণ লাগলো....পরের tar অপেক্ষায় রয়েছি

  • @ashokdutta8321
    @ashokdutta8321 9 місяців тому

    Video ta khub enjoy korlam 😊

  • @anuproy8093
    @anuproy8093 9 місяців тому

    Asadharan. Very good presentation. Thanks❤❤

  • @ajaydas2880
    @ajaydas2880 9 місяців тому +1

    Opurbo laglo. Osadharon.

  • @dipakmodak9300
    @dipakmodak9300 9 місяців тому

    খুবই ভালো লাগলো । এখান থেকে লাভা বললেন ৬ কিমি, তাহলে ওখানে থেকে ঘোরা যায়

  • @sayandutta904
    @sayandutta904 4 місяці тому

    Uncle and aunty love watching your no BS content! Keep up the good work!

  • @arindambasu1107
    @arindambasu1107 7 місяців тому

    Dada, video ta khub e bhalo legeche. Breakfast r lunch er description ta anektai lengthy. Video r time ektu kom hole bhalo hoy.

  • @siprabasu3152
    @siprabasu3152 9 місяців тому

    এক কথায় অনবদ্য।

  • @indranilganguly6451
    @indranilganguly6451 7 місяців тому

    apnar vlog bhalo lagche dekhte ... all necessary informations provided. Keep travelling :)

  • @shibprasaddutta2658
    @shibprasaddutta2658 9 місяців тому

    খুব সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে ❤❤❤❤❤

  • @nabenduchatterjee4829
    @nabenduchatterjee4829 9 місяців тому

    Anindya tomar blog sob somai siharan ane dai. Darun lagche bhai. Tomra khub sensitive. Bhalo. Bubu boudi ❤

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  9 місяців тому

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏

  • @sumitachakrabarty8282
    @sumitachakrabarty8282 9 місяців тому

    Hi Bubu, Tumi hair khule rakhbe. You look nice. Jhandi is beautiful. Tomader chokhe dekchi. Monta khushi hoi gelo. I love nature and mountains. Himachal Pradesh and Uttrakhand/ Uttaranchal have seen the most part of Himalayas. Love it. My best wishes to you ❤❤

  • @sdkolkata
    @sdkolkata 9 місяців тому

    Darun Video.... Valo r sustho thakben...

  • @dipanbhattacharyaxscienceb4038
    @dipanbhattacharyaxscienceb4038 6 місяців тому

    Khub bhalo laglo

  • @nilanjanaadhikari8149
    @nilanjanaadhikari8149 9 місяців тому

    এই হোম স্টের রিভিউ যারাই করেছেন সকলেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন,মেনু সবাই এমন ভুরিভোজ দেখিয়েছেন। আশা করা যায় ভিডিও না করলেও এই মানের পরিষেবা পাওয়া যাবে। ১৩ তারিখে সিটং ছিলাম।দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখেছি,আর বুবুদির মতোই ছবি তুলেই গেছি। এই ভিডিওটি খুব ভালো লেগেছে।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  9 місяців тому

      একদম ঠিক কথা বলেছেন 👍

  • @kajolmondol4318
    @kajolmondol4318 9 місяців тому

    দাদা আপনাদের সকল ভিডিও গুলো আমি দেখি। খুব ভালো লাগে। অসাধারণ উপস্থাপনা আপনাদের। অনেক শুভকামনা আপনাদের জন্য ঢাকা থেকে। একবার বাংলাদেশে ঘুরতে আসুন।

  • @parthaduttachowdhury7837
    @parthaduttachowdhury7837 9 місяців тому

    VDO ta khub bhalo laglo, Home stay ta o besh bhalo Mone holo food taste o kharap noy mone hoy aapnader kotha sune.
    Tobey Bubu madam kotha besi boley,ektu kom hole vdo ta bhalobhabey dekha o Shona Jaye. 🙏🙏

  • @Dr.DebaniMullick
    @Dr.DebaniMullick 9 місяців тому

    খুব ভালো লাগল।