প্রায় দুই বছর আগে এমন আরেকটি ভিডিও ছিল আপনার। সেই ভিডিও দেখে JavaScript শিখে সত্যিই আমার জীবন বদলে গিয়েছে। ০ থেকে এখন আমার মাসিক আয় ১,৩৫,০০০ এর ও বেশি। কখনো সুযোগ হলে আপনাকে সরাসরি ধন্যবাদ দিতে খুব ইচ্ছে করছে
@@iamkhalidfarhan I owe you a great deal of thanks and gratitude brother. Influencers like you are making the internet a habitable place for growth, opportunity, and success. It would be such a great honor for me to connect with you. My LinkedIn connection request is still pending (From H M Naimuzzaman Shuvo)😁 But then again, thank you very much 😊
ভাইয়া আমি Web Devolopment শিখতে আগ্রহি। Web Devolopment এর চাহিদা আগামি ৫/১০ বছরে কেমন থাকবে বা এই Skill শিখা উচিত হবে কিনা? এই সম্পর্কে আপনার মতামত চাই ভাইয়া। আর আরো ভালো হয় যদি এটা নিয়ে একটা ভিডিও বানান please ভাইয়া।
আসসালামুয়ালাইকুম ভাই, আমি নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি আর ফ্রিল্যান্সিং শিখার আগে কম্পিউটার কম্পিউটার এর বেসিক টা শিখে এরপর ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং বিষয়ে আমি কীছুই জানি না, নতুন অবস্থায় কোন স্কিলটা শিখলে আমার জন্য ভালো,যে স্কিলটার ভবিষ্যত ভালো হবে, আমি অনার্স শেষ করছি আমার হাতে তিন বছর সময় আছে দয়া করে বলবেন
Affiliate Marketing এর জন্যে Website নেয়া থেকে শুরু করে কীভাবে Affiliate শুরু করা যায়, এবং Website ছাড়া ও কি Affiliate Marketing করা যায় কি না এবং এর ধাপগুলো নিয়ে যদি একটা ভিডিও আনতেন!😊😊😊
Ei channel er prottekta vdo super duper helpful to hoy e, ami ekjn stdnt class 10 e pori.. ami onnek din theke ekta informational vdo khujtesilam jeita theke ami bujhte parbo je amar ekhn ki shikha uchit ja amar future e kaje lagbe. And I think this is the bst vdo for me from this channel. Eita onnek onnek onnek beshi helpful for stdnts. Thanks a lot for Khalid Farhan vaia ❤
ভাইয়া ২০২৪ এ আমি একজন নিউ টেন ছাত্রী হয়ে কি ফিনান্সিং করতে পারি। এর জন্য কি আমার আইডি প্রয়োজনীয়। প্লিজ আপনার মন্তব্য জানতে চাই। যেখানেই ভর্তি হতে যাচ্ছি আইডি যাচ্ছে। কোন জায়গায় ভালোভাবে ভর্তি হতে পারছি না। কিন্তু ক্লাস এইট থেকে আমার ফিনান্সিং করার খুব ইচ্ছা। কিছু করার মাধ্যমে কিছু হতে চাই। সবাই বলছে এতে কোন ভবিষ্যৎ নেই। তবে আপনি প্লিজ বলুন যে বর্তমানে ফিন্যান্সিং করা কি আমার জন্য সম্ভব হবে। 😊
ভাইয়া আমি এইচএসসি ক্যান্ডিটেড আমার মত অনেকেই আপনার ভিডিও দেখে l পরীক্ষার পর আমাদের হাতে অলমোস্ট পাঁচ মাস সময় থাকবে এই সময়টাতে আমরা কি skills শিখতে পারি ? কোন skills আমাদের জন্য সময়োপযোগী হবে ? (ভার্সিটি প্রিপারেশন নিয়ে কোন মাথা ব্যথা নেই)
আমি চাইছিলাম যে ভিডিও টা যেনো কখনো শেষ না হয় চলতেই থাকুক আর আমি আরো নতুন বিষয়ে জানতে থাকি 😁 অনেক শুকরিয়া ভাইয়া আপনাকে ভবিষতে আরো এমন ভিডিও পাওয়ার আশায় রইলাম ।।
ভাই আপনি যে পাঁচটা স্কিল কথা বলেছেন আপনি চাইলে এই পাঁচটা স্কিল নিয়ে ছোট ছোট পাঁচটা ভিডিও বানাতে পারেন যে কিভাবে আমরা এই পাঁচটি স্কিল কোন কোন সেক্টর বা কিভাবে শুরু করতে পারব বা কিভাবে কাজ করতে পারবো
ভাইয়া তুমি যে-ই বিষয় গুলো নিয়ে কথা বলো, এগুলো নিয়ে আর কেউ এমন খুলাসা করে কথা বলে না। তোমার (passive journal) কোর্স নিয়ে আমি খুবই excited.. কিন্তু এখন বর্তমানে আমার পক্ষে ২৫০০০ টাকা পে করা সম্ভব নয়। ইনশাআল্লাহ যে-দিন সম্ভব হবে অবশ্যই আপনার কোর্সটি করবো। ভাইয়া আপনার জন্য অনেক অনেক ভালোবাসা 🥰❤❤❤
আল্লহামদুল্লাহ গত ১ বছর ধরে Tiktok ads campaign নিয়ে কাজ করছি যখন শুরু করেছিলাম তখন এখানে খুব বেশি মানুষ ছিলেন না এখন আস্তেধীরে অনেকেই শুরু করছেন Tiktok ads campaign চালানোর কাজ
ভাই আমি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি কিন্তু আমি অনেক ঘাঁটাঘাটি করার পরেও বাংলাদেশে তেমন ভালো কোন ইন্সটিউট খুঁজে পেলাম না যে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন দিয়ে একটা স্টুডেন্টকে ভালো অ্যাপ ডেভেলপার বানাবে। আমি চাচ্ছি সম্পূর্ণ গাইডলাইন নিয়ে যথেষ্ট সময় ব্যয় করে হাতে কলমে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে। আমি সিলেটে থাকি। এখন আমি কি করতে পারি যদি একটু বলতেন!!!
ভাই, passive journal এ যদি যুক্ত হই, mentor support কেমন পাবো, আর certificate পাবো কি না। এবং প্রথম কাজ পাওয়ার ক্ষেত্রে কতটুকু support আশা করতে পারি। Kindly জানাবেন।
2:59 Persuasion-based Sales in English 4:05 anything Ai back up by researching job description 5:21 copywrting in English and Bangla 6:30 video editing 8:09 please find it yourself Happy YouTubing🎉
খালিদ ফারহান ভাই - এখন যেসব ভিডিও আপলোড দিচ্ছেন ভিডিও টা দেখার পর মনে হয়, আমি আপনার এই ভিডিও আগেও দেখেছি বা আইডিয়া গুলো ব্যবহার করছি, বুঝতেছি নাহ আমার কি কোনো রোগ হয়েছে, আচ্ছা যাইহোক নতুন ভিডিও দিয়েছেন তার জন্য ধন্যবাদ।
আমি গান, কবিতা, গল্প লেখি। লিখতে ভালো লাগে। এই দক্ষতাগুলো কি কপিরাইট এর মধ্যে বিবেচনা করা হয়? আর এই ব্যাপারটাকে আমি উপার্জনের মাধ্যম কীভাবে করবো অনলাইনে?
ভাই আমি accounting subject এ পরাশোনা শেষ করে ভালো কিছু এচিভ করতে পারি নাই কারন আমার কোন বিষয়ে skills নাই।আমি কিছু করতে চাই,মাকেটিং চাকুরি ভালো লাগে না খুব প্যারা।
- স্যার আগে বলেন। এইযে কথায় কথায় বিভিন্ন এনিমেশন আনেন বা আনে। এগুলো আমরা কোথায় পাবো? অনুরোধ করে এসব এনিমেশন সাউন্ড এগুলো কোথা থেকে পাবো তা নিয়ে একটা ভিডিও বলেন
If I am decision maker someone for our country, I will surely add you as subject or anything to our education to generate a productive future generation.
ভাই আমরা যারা একদম সাধারন ফ্যামিলি চলে আসি তাদের জন্য কিছু টিপস দেন.যেন আমরা চাকরির পাশাপাশি ইন্টারনেট এ কিছু করে খেতে পারি। এটা আমাদের সাধারণ ফেমিলির অনেকের উপকার হবে
ভাইয়া লোগো ডিজাইনারের ডিমান্ড কিরকম থাকবে? প্লিজ ভাইয়া রিপ্লাই টা দিবেন, এটা নিয়ে অনেক কানফিউজে আছি। আপনার কাছে আনসারটা পেলে ক্লিয়ার হয়ে যেতাম। লাভ ফ্রম সিলেট ❤️❤️❤️🤲
ভাইয়া আমি মার্কেটিং এ আছি। আমি ভিডিও এডিটিং স্কিল শিখতে খুবই আগ্রহী। অনলাইন থেকে শিখতে পারবো নাকি কোনো প্রতিষ্ঠান থেকে শিখলে ভালো হবে? অনলাইন কোন চ্যানেল থেকে শিখলে ভালো হবে প্লিজ সাজেস্ট করবেন।
অনলাইনে কাজ করার জন্য কিনলে কিছু দিন পর হতাশ হয়ে বিক্রি করে দিতে হবে।কিনবেন কম্পিউটার শেখার জন্য,, কম্পিউটারের খুটিনাটি সহ ওয়েব ব্রাউজিং এর সব শেখার জন্য।
🙂 kono somosha nai vai, But ja korben khob droto soro kora Dorkar R mone Rakben Sohoje kisoe hoy nah. Online a kaj kore manus lak lak dolar income korse thik e but koto ta porisrom ase atar pisone ai jinis ta sodo tara e jane.
ভাই অনেক কষ্টে গ্রাফিক্স ডিজাইন আয়ত্ত করেছি, এবং এডভান্স লেভেল এর কাজ শিখেছি তবে কোন মার্কেটপ্লেস এ কাজ পাচ্ছি না।😢😢 (এখন বায়ার পাওয়ার সহজ কিছু পদ্ধতি অথবা কোথায় কাজ পেতে পারি এই বিষয়ে ভিডিও দিবেন প্লিজ)
প্রায় দুই বছর আগে এমন আরেকটি ভিডিও ছিল আপনার। সেই ভিডিও দেখে JavaScript শিখে সত্যিই আমার জীবন বদলে গিয়েছে। ০ থেকে এখন আমার মাসিক আয় ১,৩৫,০০০ এর ও বেশি। কখনো সুযোগ হলে আপনাকে সরাসরি ধন্যবাদ দিতে খুব ইচ্ছে করছে
Are bah, so happy for you bhai
@@iamkhalidfarhan I owe you a great deal of thanks and gratitude brother. Influencers like you are making the internet a habitable place for growth, opportunity, and success.
It would be such a great honor for me to connect with you.
My LinkedIn connection request is still pending (From H M Naimuzzaman Shuvo)😁
But then again, thank you very much 😊
apni bortomane ki niye kaj krchen vai js er? and earning ki freelancing theke krchen na job?
@@connectarfan Doing job as a full stack software engineer
@@hmshuvo2332 where?
1. Sales(with English)
2. Anything of AI
3. Copywriting
4. Video Editing
5. Pick an offline skill and bring it online
thanks
Video Play kor aii !! Directly Comment Box For This :)
You saved my 10 minutes
আমি সেল করতে ভালো পারবো ইনশা আল্লাহ,,, ভাইয়া আপনার সাথে wtsup এ কথা বলতে চাই
1. Sales(with English)= 2:55
2. Anything of AI= 4:04
3. Copywriting= 5:17
4. Video Editing= 6:29
5. Pick an offline skill and bring it online= 8:07
এগুলো মানে কি ভাই?
@@rafidshouhado910 এগুলা time stamp!
Thank you ❤
Web development nai?
😮😮😮
খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সত্যিই ভবিষ্যৎ দুনিয়াতে স্কিলের বিকল্প কিছু নেই। যে যত বেশি স্কিল শিখতে পারবে তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি।
আপনার প্রথম কোন ভিডিও আজ প্রথম দেখলাম। আমি শুরু করলাম আজ থেকে । আগামী ১ বছর পর ইনশাআল্লাহ ভালকিছু করে জানাবো।❤
ভাইয়া আমি Web Devolopment শিখতে আগ্রহি।
Web Devolopment এর চাহিদা আগামি ৫/১০ বছরে কেমন থাকবে বা এই Skill শিখা উচিত হবে কিনা? এই সম্পর্কে আপনার মতামত চাই ভাইয়া। আর আরো ভালো হয় যদি এটা নিয়ে একটা ভিডিও বানান please ভাইয়া।
হৃদয় জোড়া ভালোবাসা frome কলকাতা। jio গুরু❤❤❤❤
আপনার নির্দেশনাগুলি বেশ বাস্তবাদী যা সামনে এগোনোর অনেক সম্ভাবনা Thanks a lot ...
অনেক কিছু শিখছি আপনার কাছ থেকে প্রিয় ভাই অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার প্রতি।
আপনার প্রত্যেকটি কথা অনেক বেশি ইন্সপায়ার করে। Thank you so much ভাইয়া।
আসসালামুয়ালাইকুম ভাই, আমি নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি আর ফ্রিল্যান্সিং শিখার আগে কম্পিউটার কম্পিউটার এর বেসিক টা শিখে এরপর ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং বিষয়ে আমি কীছুই জানি না, নতুন অবস্থায় কোন স্কিলটা শিখলে আমার জন্য ভালো,যে স্কিলটার ভবিষ্যত ভালো হবে, আমি অনার্স শেষ করছি আমার হাতে তিন বছর সময় আছে দয়া করে বলবেন
Ai নিয়ে কিছু করা যায় কিনা ভাবছিলাম কিছুদিন । ফারহান ভাইয়ের কথাই প্রমাণ পেলাম আমার ভাবনা ঠিকই আছে । থ্যাংক ইউ
Khalid sir er ekta jinish sob teke besi balo lage tini always real information den thanks sir ❤
আপনার ভিডিও গুলো দেখলে শুধু দেখতেই মন চায়, মনে হয় ভিডিওটা যেন শেষ না হোক 🙂❤️
Affiliate Marketing এর জন্যে Website নেয়া থেকে শুরু করে কীভাবে Affiliate শুরু করা যায়, এবং Website ছাড়া ও কি Affiliate Marketing করা যায় কি না এবং এর ধাপগুলো নিয়ে যদি একটা ভিডিও আনতেন!😊😊😊
আপনার ভিডিও দেখে মনের মধ্যে ভরসা পেলাম ।😌
এমন একটা ভিডিওর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম ধন্যবাদ ভাই
Ei channel er prottekta vdo super duper helpful to hoy e, ami ekjn stdnt class 10 e pori.. ami onnek din theke ekta informational vdo khujtesilam jeita theke ami bujhte parbo je amar ekhn ki shikha uchit ja amar future e kaje lagbe. And I think this is the bst vdo for me from this channel. Eita onnek onnek onnek beshi helpful for stdnts. Thanks a lot for Khalid Farhan vaia ❤
Which way you choose after watch this video?
ভাইয়া ২০২৪ এ আমি একজন নিউ টেন ছাত্রী হয়ে কি ফিনান্সিং করতে পারি। এর জন্য কি আমার আইডি প্রয়োজনীয়। প্লিজ আপনার মন্তব্য জানতে চাই। যেখানেই ভর্তি হতে যাচ্ছি আইডি যাচ্ছে। কোন জায়গায় ভালোভাবে ভর্তি হতে পারছি না। কিন্তু ক্লাস এইট থেকে আমার ফিনান্সিং করার খুব ইচ্ছা। কিছু করার মাধ্যমে কিছু হতে চাই। সবাই বলছে এতে কোন ভবিষ্যৎ নেই। তবে আপনি প্লিজ বলুন যে বর্তমানে ফিন্যান্সিং করা কি আমার জন্য সম্ভব হবে। 😊
ধন্যবাদ ভাই, এমুহুর্তে আমার এরকম একটা সাজেশন দরকার ছিল, এমনকি খুজতেছিলাম।
Vaia apni amon o ekta platform make korte paren jeikane onek companies apnar kache job offer nia asbe & onek online workers apnar kachei job er ashai apply korbe je jar jar skills onujai.
ভাইয়া আমি এইচএসসি ক্যান্ডিটেড আমার মত অনেকেই আপনার ভিডিও দেখে l পরীক্ষার পর আমাদের হাতে অলমোস্ট পাঁচ মাস সময় থাকবে এই সময়টাতে আমরা কি skills শিখতে পারি ? কোন skills আমাদের জন্য সময়োপযোগী হবে ?
(ভার্সিটি প্রিপারেশন নিয়ে কোন মাথা ব্যথা নেই)
অসংখ্য ধন্যবাদ ভাই মানুষদের কাজের উৎসাহ দেয়ার জন্য।
আমি চাইছিলাম যে ভিডিও টা যেনো কখনো শেষ না হয় চলতেই থাকুক আর আমি আরো নতুন বিষয়ে জানতে থাকি 😁 অনেক শুকরিয়া ভাইয়া আপনাকে ভবিষতে আরো এমন ভিডিও পাওয়ার আশায় রইলাম ।।
Thank you bhaia
ভাই আপনি যে পাঁচটা স্কিল কথা বলেছেন আপনি চাইলে এই পাঁচটা স্কিল নিয়ে ছোট ছোট পাঁচটা ভিডিও বানাতে পারেন যে কিভাবে আমরা এই পাঁচটি স্কিল কোন কোন সেক্টর বা কিভাবে শুরু করতে পারব বা কিভাবে কাজ করতে পারবো
আপনার ভিডিও গুলো সত্যিই খুব অনুপ্রেরণা দেয়।
আমি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি ।এই বিষয়ে প্রপার গাইডলাইন কোথা থেকে পাব?
খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও
ধন্যবাদ
আমার জন্য আপনার ভিডিও টা দরকার ছিলো। ধন্যবাদ।
স্যার সব সময় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি
ভাই কীভাবে শুরু করভ বুঝতেছি না
একটা ভালো দিক বলেন যে কাজটা শিখলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ❤❤❤
আপনার মতো আমি ও কিছু বুঝি না
আপনার কথা শুনে ভিডিও এডিটিং শিখেছিলাম আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট এটা নিয়ে
কোথায় শিখছেন যদি একটু বলতেন আমি শিখতে চাই
Respect for you brother from WestBengal in India❤
ভাইয়া তুমি যে-ই বিষয় গুলো নিয়ে কথা বলো, এগুলো নিয়ে আর কেউ এমন খুলাসা করে কথা বলে না।
তোমার (passive journal) কোর্স নিয়ে আমি খুবই excited.. কিন্তু এখন বর্তমানে আমার পক্ষে ২৫০০০ টাকা পে করা সম্ভব নয়। ইনশাআল্লাহ যে-দিন সম্ভব হবে অবশ্যই আপনার কোর্সটি করবো।
ভাইয়া আপনার জন্য অনেক অনেক ভালোবাসা 🥰❤❤❤
Today 12500 course fee with 50% scholarship
ভাইয়া (ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট), (ডিজিটাল marketing, SEO) এই দুটির মধ্যে কোনটি শিখলে ভালো হবে যদি একটু বলতেন তাহলে অনেক উপকৃত হতাম
ভাইয়া 3D animation skills কি রকম হবে ভবিষ্যতে অনান্য skills এর ক্ষেত্রে 3d এর বেলু বেশি না কম?
ভাইয়া আপনার ভিডিওগুলো দেখলেই অনুপ্রাণিত হয়ে যায় অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে ❤
আমার জীবন পাল্টিয়ে দিয়েছেন । ধন্যবাদ ফারহান
ইনশাআল্লাহ সেল ই সেরা আলহামদুলিল্লাহ
ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করলাম চ্যালেঞ্জ একসেপ্ট করলাম 🤲🤲
Inshallah Shikbhoo ❤
Darun vai. Onek Helpful Thanks a lot for this important information
কোনো স্কিল শেখার পরে আর্ন করা শুরু করবো কীভাবে ? কাস্টমারের কাছে যাবো কীভাবে? এইটা নিয়া ভিডিও চাই🖤😿
Agula akhne dibe nh Just apanke tanbee Course newwar jonoo simple touch diye
ভাইয়াআমি সব সময় ফেলাঞ্চিং এর শেখার জন্য আপনার আইডিতে সব ভিডিও দেখেছি। মার্কেটিং করার জন্য একটি ভিডিও বানান 🥰👍
Khalid vai apnar video dakhe freelancing a asa,,,, Insha-allah one day i will success me allah
আল্লহামদুল্লাহ গত ১ বছর ধরে Tiktok ads campaign নিয়ে কাজ করছি যখন শুরু করেছিলাম তখন এখানে খুব বেশি মানুষ ছিলেন না এখন আস্তেধীরে অনেকেই শুরু করছেন Tiktok ads campaign চালানোর কাজ
ভাইয়া আপনার ইংরেজি তে expert হওয়ার কমপ্লিট ভিডিও দিবেন এবং আমাদের শেখাটা কে কীভাবে শুরু করতে পারি এসব টোটাল ব্যাপার টা নিয়ে
ভাইয়া কপি রাইটিং এর কাজ তো chat-gpt করে দিচ্ছে, তাহলে কপি রাইটিং ও chat-gpt এর মাঝে পার্থক্য কি?
ভাই আমি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি কিন্তু আমি অনেক ঘাঁটাঘাটি করার পরেও বাংলাদেশে তেমন ভালো কোন ইন্সটিউট খুঁজে পেলাম না যে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন দিয়ে একটা স্টুডেন্টকে ভালো অ্যাপ ডেভেলপার বানাবে। আমি চাচ্ছি সম্পূর্ণ গাইডলাইন নিয়ে যথেষ্ট সময় ব্যয় করে হাতে কলমে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে। আমি সিলেটে থাকি। এখন আমি কি করতে পারি যদি একটু বলতেন!!!
আপনার কি কোন কোর্চ আছে?
এড / ভিডিও ইডেটিং/ বা কোন কম্পানির থেকে কোন প্রডাক্ট নিয়ে কি ভাবে ব্যাবসা করবো
ভাই ট্রেড়িং নিয়ে একটা ভিডিও দেন,,,,
Amio sikheci fb marketing... Valoi hocche...
ভাই, passive journal এ যদি যুক্ত হই, mentor support কেমন পাবো, আর certificate পাবো কি না। এবং প্রথম কাজ পাওয়ার ক্ষেত্রে কতটুকু support আশা করতে পারি।
Kindly জানাবেন।
স্যার আপনি এত স্পিডে কথা বলেন যে আমি আপনার কথা প্লেবেক স্পিড ০.৭৫x রেখে শুনি
ভাই আপনার প্রতি ভালোবাসা অবিরাম ..
2:59 Persuasion-based Sales in English
4:05 anything Ai back up by researching job description
5:21 copywrting in English and Bangla
6:30 video editing
8:09 please find it yourself
Happy YouTubing🎉
তোমার ভিডিও এর অপেক্ষায় থাকি
You are UA-cam Leader
আশা করি আবার দুই বছর পরে বলবেন নতুন স্কেলের কথা অপেক্ষায় থাকলাম ❤
Versity er cls gulate jodi avabe bujhato 🙂!!
Bhaiya 2k23 e web developer hote gele beginner der ki ki diye sekha uchit a-z vdo chay bhaiya
দিনে কতক্ষণ research করেন... Ki ki বই পড়েন.. Legendary বই পেলে আমাদের of course suggest koiren..
Accounting Bookkeeper skill কেমন হবে?
ভাইয়া আমি আপনার সব ভিটিও দেখি কিন্তু কিভাবে কাজ শুরু করবো 😢😢
Darun kisu skill suggest korlen vaiya xoss😀
খালিদ ফারহান ভাই - এখন যেসব ভিডিও আপলোড দিচ্ছেন ভিডিও টা দেখার পর মনে হয়, আমি আপনার এই ভিডিও আগেও দেখেছি বা আইডিয়া গুলো ব্যবহার করছি, বুঝতেছি নাহ আমার কি কোনো রোগ হয়েছে, আচ্ছা যাইহোক নতুন ভিডিও দিয়েছেন তার জন্য ধন্যবাদ।
আপনার সাথে ডিজাবু হইতেছে
apnar protita video vest video vai. thank you somuch 💝💝💖💖
motion graphics নিয়ে কাজ শিখতে চাই এইটার ফ্রিল্যান্সিং জগতে কেমন demand বিস্তারিত জানলে অনেক উপকার হয়
Web development এর আগামী ৫/১০ বছর এর সম্ভাবনা কিরকম??
Sales expert হতে চাই।কীভাবে এবং কোথায় কোর্স করতে পারবো??
ভিডিও এডিটিং এর জন্য যারা একদম নতুন শিখতে আগ্রহী তাদের কোথায় কিভাবে শিখা উচিত?
আমি গান, কবিতা, গল্প লেখি।
লিখতে ভালো লাগে। এই দক্ষতাগুলো কি কপিরাইট এর মধ্যে বিবেচনা করা হয়?
আর এই ব্যাপারটাকে আমি উপার্জনের মাধ্যম কীভাবে করবো অনলাইনে?
ভাই আমি accounting subject এ পরাশোনা শেষ করে ভালো কিছু এচিভ করতে পারি নাই কারন আমার কোন বিষয়ে skills নাই।আমি কিছু করতে চাই,মাকেটিং চাকুরি ভালো লাগে না খুব প্যারা।
ভাইয়া টাকার অভাবে ল্যাপটপ কিনতে পারছি না খুব ইচ্ছে আছে আমার ইনশাআল্লাহ সবসময়ই চেষ্টা করছি হবে ইনশাআল্লাহ
ভাইয়া ভিডিও এডিটিং না কি ডিজিটাল মার্কেটিং কোনটা শিখলে ভালো হবে??
ভবিষ্যতে কোন টার চাহিদা বেশি হতে পারে??
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ
রব্বি জিদনী ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম
- স্যার আগে বলেন।
এইযে কথায় কথায় বিভিন্ন এনিমেশন আনেন বা আনে।
এগুলো আমরা কোথায় পাবো?
অনুরোধ করে এসব এনিমেশন সাউন্ড এগুলো কোথা থেকে পাবো তা নিয়ে একটা ভিডিও বলেন
ei matro apnar ekta video dekhe ses korlar end youtub refres korlam dekhi apnar new video
আসসালামু আলাইকুম ভাই। ফেসবুক আ্যড বা টিকটক আ্যড এই গুলার বিষয়ে কাজ গুলা যদি আপনি আমাক একটু শিখায় দিতেন,ভীষন ভালো হোইতো।
Web application development.
এর চাহিদা আগামীতে বাড়ার chance কেমন?
Please reply!
If I am decision maker someone for our country, I will surely add you as subject or anything to our education to generate a productive future generation.
Vai Apni sob bol len kintu "Blockchain Technology" nia ken kichu bol len na? plz vai Ans dian?
ভিডিও এডিটিং কিভাবে শুরু করা যায়?
ভাই আমরা যারা একদম সাধারন ফ্যামিলি চলে আসি তাদের জন্য কিছু টিপস দেন.যেন আমরা চাকরির পাশাপাশি ইন্টারনেট এ কিছু করে খেতে পারি। এটা আমাদের সাধারণ ফেমিলির অনেকের উপকার হবে
অসাধারণ। এরকম কিছুর অপেক্ষা করতেছিলাম। ❤
ভাইয়া লোগো ডিজাইনারের ডিমান্ড কিরকম থাকবে? প্লিজ ভাইয়া রিপ্লাই টা দিবেন, এটা নিয়ে অনেক কানফিউজে আছি। আপনার কাছে আনসারটা পেলে ক্লিয়ার হয়ে যেতাম। লাভ ফ্রম সিলেট ❤️❤️❤️🤲
ভাইয়া আমি মার্কেটিং এ আছি। আমি ভিডিও এডিটিং স্কিল শিখতে খুবই আগ্রহী। অনলাইন থেকে শিখতে পারবো নাকি কোনো প্রতিষ্ঠান থেকে শিখলে ভালো হবে? অনলাইন কোন চ্যানেল থেকে শিখলে ভালো হবে প্লিজ সাজেস্ট করবেন।
ভাই, আমি আপনার প্রায় সবগুলো ভিডিও দেখি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোডিং শিখবো।
I'm always waiting for your new video . Thanks for upload a new video 🎉
Amio notification dekhe vabchi ei comment ta korbo comment box e . Comment box e duke dekhi apni kore felsen . Well done 👍👌
আমি অনেক দিন যাবৎ ফিলান্সিং করতে চাইতেছি বাট সঠিক গাইড লাইন পাইতেছি না 😭 যদি ইকটু হেল্প করতেন খুব উপকার হতো
HSC candidate হয়েও এখন পর্যন্ত কম্পিউটার পারি না পরীক্ষার পরে নিব অনলাইনে কাজ করার জন্য 😊😊
Same
এই কমেন্ট কেন, উপরে, আমিত বত কমেন্ট করলাম
অনলাইনে কাজ করার জন্য কিনলে কিছু দিন পর হতাশ হয়ে বিক্রি করে দিতে হবে।কিনবেন কম্পিউটার শেখার জন্য,, কম্পিউটারের খুটিনাটি সহ ওয়েব ব্রাউজিং এর সব শেখার জন্য।
🙂 kono somosha nai vai, But ja korben khob droto soro kora Dorkar R mone Rakben Sohoje kisoe hoy nah.
Online a kaj kore manus lak lak dolar income korse thik e but koto ta porisrom ase atar pisone ai jinis ta sodo tara e jane.
@@HridoyUnfilteredus bhai
ভাই অনেক কষ্টে গ্রাফিক্স ডিজাইন আয়ত্ত করেছি, এবং এডভান্স লেভেল এর কাজ শিখেছি তবে কোন মার্কেটপ্লেস এ কাজ পাচ্ছি না।😢😢 (এখন বায়ার পাওয়ার সহজ কিছু পদ্ধতি অথবা কোথায় কাজ পেতে পারি এই বিষয়ে ভিডিও দিবেন প্লিজ)
research koro
অনেক অনেক ধন্যবাদ ভাই ভাল পরামর্শ দেওয়ার জন্য।
Vaiya freeluncing at jonno kmn English drkr r kivabe practice korbo seta akta vedio banan plsss
Have been waiting for new videos😊 thanks
অনলাইনে ইনভেস্ট করে মান্থলি ৩০%-৩৫% প্রফিট দিচ্ছে এবং কিছুদিন পরে স্ক্যাম করে টাকা নিয়ে যাচ্ছে,, এই নিয়ে সতর্কতা মূলক একটা ভিডিও করলে অনেকেই উপকৃত হতো
ভাই, সেলস এবং মাকেটিং নিয়ে কিছু বই সাজেস্ট করুন প্লিজ
ভাইয়া, কিভাবে আমরা আমেরিকান কোম্পানির স্টক কিনবো তা নিয়ে যদি ভিডিও বানালে ভালো হয়।
আমি NFE তে অনার্স 1st yr এ পড়ছি, পাশাপাশি এই ধরণের স্কিলও শিখতে চাচ্ছি। কোন স্কিলটা সুবিধাজনক বুঝতে পারছি না। help me, plzzz.
ভাইয়া সেলস এক্সপার্ট এর জন্য কিভাবে সামনে আগানো যায় যদি বলতেন..
Apnar video guli jodi ago thyky dekhtam
Farhan bhai is the boss ❤