ভাইয়া আরেকটা একটা তিক্ত সত্য হলো চাইলেও এই ভিডিওটা আমি কাউকে পুরো দেখাতে পারবো না কেননা কেউ এতক্ষনের ভিডিও দেখবেই না যদিও আমি চাই যে এই ভিডিওটা সবাই দেখুক। আমার বাড়ির অবস্থাও একই রকম। এছাড়াও আমি যখন কলেজে যাই কলেজেও একই অবস্থা শিক্ষক না আসা পর্যন্ত প্রায় সব ছাত্র-ছাত্রীই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যদিও এসবগুলো থেকে আমি বেঁচে আছি। কারন আমি ইউটিউবেও প্রোডাক্টিভ সময় ব্যয় করার চেষ্টা করি।
ভাই এটা আপনার চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। সেরা ভিডিও ভাই। আমার বয়স কম ২২ বছর কিন্তু আমি এই বিষয় গুলো নিয়ে গত ২ বছর ধরে সচেতন। প্রথম বছরে আমি ফেসবুক ব্যাবহার ই করিনি একদম বাদ ই দিয়ে দিছিলাম। কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তির পর আবার ব্যাবহার করা শুরু করেছি কিন্তু খুব কন্ট্রলে। আমি আজেবাজে কোনো কন্টেন্ট ই দেখি না এবং সময় নষ্ট করি না । পুরো সময়টা আমার স্কিল ডেভলপমেন্টের পেছনে ব্যয় করতেছি। আমার বন্ধুদের সাথেও এখন তেমন মিশি না খুবি কম মিশি কারন ওদেরকে আমি এই কথা গুলোই বোঝানোর ট্রাই করি কিন্তু ওরা কেউ এগুলো শুনতে বা মানতে রাজি না। যাইহোক আমি অনেক ভালো একটা ভিডিও দিয়েছেন সময়োপযোগী ভিডিও। আশাকরি অন্তুত কয়েক লাখ মানুষ আপনার এই ভিডিও দেখে সচেতন হবে। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আশা করি কিছু মানুষ হলেও এই ভিডিওটি দেখার পর বুঝবে যে তাদের আসলে কি চর্চা করা উচিৎ আর কি চার্চা করা উচিৎ না।
১০০ ভাগ সত্য কথা। বর্তমানের অনেক তরুণ তরুণীরা দিনে ৪-৫ ঘন্টা ব্যয় করে কোন নায়িকার ছেলে বাথরুমে পিছলে পড়ে গিয়েছে, কে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছে, নতুন পোশাক পড়ে সেলফি পোস্ট করার পর কে কে আমাকে লাইক দিয়েছে এই ধরনের কাজ নিয়ে। এগুলো করতে করতে একটা সময় বয়স ২৮-৩০ পার হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় ভাগ্যের উপর দোষ চাপানো।
সুন্দর বলছেন, এ বছর বইমেলার ভাল কিছু বই ১) বিদ্রোহী পুরাণ - আরিফ রহমান ২) রুমি ও নারী - পুলিন বকশী ৩) আমিত্ববাদের দেশে ডামিত্ববাদের দেশে - আখতারুজ্জামান আজাদ
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগি আলোচনা ৷ আমার মতে খারাপকে নিয়ে হইচই মাতামাতি করে এটাকে আরো বেশি হাইলাইট না করে এগুলোকে পাত্তা না দিয়ে ইগনোর করা উচিৎ ৷ দেখা যাবে একটা সময় এগুলো মানুষের উৎসাহ না পেয়ে আপনা থেকেই হারিয়ে যাবে ৷
আপনার কনটেন্ট ক্যারিয়ারের সবচেয়ে সেরা ভিডিও এটি।যদিও এই অসুস্থ সমাজে এই ভিডিও এর প্রচার পাওয়া কঠিন।এমন ভিডিও আরো দরকার অন্তত সবাইকে আবার মানুষ হওয়ার অনুপ্রেরণা যোগাতে ❤
আমি সাধারণত কোনো ভিডিওতে কমেন্ট করি না। লাস্ট করেছিলাম ৭-৮ বছর আগে। আজকে আপনি আমাকে বাধ্য করলেন কমেন্ট করতে। খুব ইফেক্টিভ একটা ভিডিও । মনের কথা গুলা কেও একজন গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করলেন। আমার সম্পূর্ণ সম্মান আপনি জয় করে নিলেন এই একটা ভিদিও দিয়ে ।
১০০ ভাগ সত্য কথা। বর্তমানের অনেক তরুণ তরুণীরা দিনে ৪-৫ ঘন্টা ব্যয় করে কোন নায়িকার ছেলে বাথরুমে পিছলে পড়ে গিয়েছে, কে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছে, নতুন পোশাক পড়ে সেলফি পোস্ট করার পর কে কে আমাকে লাইক দিয়েছে এই ধরনের কাজ নিয়ে। এগুলো করতে করতে একটা সময় বয়স ২৮-৩০ পার হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় ভাগ্যের উপর দোষ চাপানো।
আমি দশম শ্রেণির একজন ছাত্রী এই ভিডিওটি দেখলাম। ধন্যবাদ এইরকম একটা কিছু তৈরি করার জন্য। আমাদের সকলেরই আমাদের দেশটাকে এই জঘন্য অবস্থা থেকে মুক্ত করতে অবিলম্বে সচেতন হওয়া উচিত। আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। আশেপাশে সুস্থ মানসিকতার মানুষের খুব অভাব। সবকিছুই কৃত্রিম। সবকিছু কি কোনোভাবেই আর আগের মতো করা যাবেনা😢
এটাই বাস্তব কথা! একটা দেশের সব শ্রেণীর মানুষ যখন এক রকমের (নেগেটিভ) হয়ে যায় তখন সেই দেশের ভবিষ্যৎ আসলেই ভয়ংকর হতে পারে। সুন্দর ভিডিও। কিছু কিছু ব্যাপারে আমার চোখও খুলতে সাহায্য করেছে। ধন্যবাদ।
আমি ইন্ডিয়াতে থাকি। পেশাগতভাবে আমি একজন motivational consultant and writer. আপনার অনেকগুলো ভিডিওই আমি অনুধাবন করেছি। অনেক প্রশংসা ভাষায় প্রকাশ করা যায় না অথবা প্রকাশ না করাই বোধহয় ভালো.... আপনার আলোচ্য বিষয়বস্তু গুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয় অত্যন্ত প্রাসঙ্গিক। আমার প্রথম দুইটি প্রকাশিত পুস্তকেও এই ধরনের কিছু আলোচনা উপস্থাপিত করেছি। করেছি।Age - performance Ratio তে আপনি একজন নমস্য ব্যক্তি ব্যক্তি....🙏
Farhan vai always Amar Kase best chilen cause onar point of view and Amar point of view almost same, Amio onar motoi aibhabe chinta kori tai jokhon oni amar thoughts er shate mil rekhe akta video banan tokhon Amar matha onk relive hoi cause mone hoi onar kotha amiee boltasi
আপনার কথার সাথে আমার চিন্তা মিলে যায়। এই ভিডিও দেখার আগে থেকেই আমি এইবিষয় নিয়ে চিন্তিত আর এও বুচ্ছিলাম যে কিছু পেজের এডমিনরাই এই বাজে জিনিস সর্বোচ্চ ভাবে আমাদের মাঝে ছড়াচ্ছে। আর এটা আপনি সুন্দর ভাবে বোঝানোর জন্য ধন্যবাদ।
And today I'm somewhat proud of my self. আমি ফেসবুক এ ভিডিও তো প্রায় দেখিই না, ইউটিউব এ Voice of Dhaka, আপনার, আহমাদুল্লাহ, সাদমান সাদিক, অন্তিক মাহমুদ এনাদের ভিডিও ই বেশি দেখি। কিন্তু দুঃখের বিষয় আমার আশেপাশের মানুষ ট্রেন্ডিং টপিকে এত বেশি মশগুল, আমার নিউজফিড এ না চাইতেও এইসব ট্রেন্ডিং জিনিসপত্র চলে আসে।
আলহামদুলিল্লাহ, ২৭ ডিসেম্বর ২০২৩ থেকে ফেসবুক আইডি ডিএক্টিভ, ভেবেছিলাম খুব কষ্ট হবে হয়তো, ২/১ দিন পর আবার এক্টিভ করে ফেলবো, কিন্তু আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, আজ ১লা মার্চ, এখন অব্দি একবারও মনে হয়নি যাওয়া উচিত, এমন না যে আমি খুব প্রোডাক্টিভ হয়ে গেছি, তবে অনেক সময় পাই, আগে একদমই বই পড়তাম না, এখন কিছু পড়ি, বাড়ির কাজ করি, আকাশের দিকে তাকাই, আনমনে সময় চলে যায়, তবে ভালো লাগে, অসুস্থ ড্রাগ থেকে হয়তো ছাড়া পেয়েছি বলে মনে হয়। বুকে আশা নিয়ে থাকি, জীবনের এই ছোট পরিবর্তন ইন শা আল্লাহ ভবিষ্যতে বিরাট ছাপ ফেলবে।
Apu, I really appreciate you for that. Feels so good when I see someone like you putting efforts to stay away from negatively and enjoy life with mundane, subtle things.
ভাই এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তিত আমি এই জন্য ফেসবুক এ যাওয়া বন্ধ করে দিছি এখন আমি ফেসবুক এর তুলনায় ইউটিউব এ অনেক বেশি সময় থাকি আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টা নিয়ে ভিডিও প্রকাশ করার জন্য আমি মনে করি বাংলাদেশে আরো যারা আছে যারা ভালো ভালো কনটেন্ট বানায় তাদেরও এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর দরকার আপনার তো অনেকের সাথে ভালো সম্পর্ক আছে আপনি একটু বইলেন ওদেরকেও এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর জন্য
আপনি যেই অ্যাপ ব্যবহার করছেন সেটাকে নিজ ভাবে কাজে লাগান যেনো এই অ্যাপ থেকে আপনার লাভ হয়। যেমন এই সব অ্যাপ এর মাধ্যমে ইনকাম ওর আপনার বিজনেস এর সেল বাড়ান etc etc। মূল কথা: শুনুন আপনি এই অ্যাপ এর প্রতি আসক্ত না হয়ে দেখবেন যেনো অ্যাপ আপনার উপর আসক্ত হয়।
Ami koyek mas dhore apnr video gulo dekhtesi amr boyos matro 19 but actually ami vebe niyechilam je amr dhara kichu hobe na akn Ami chaileo kichu new ba kichu Valo kaj suru korte parbo Ami vebeniyechilam amr kono kichu suru korar chance ta maybe chole geche but apnr explanation dekhe bujte pari je na ami chailei parbo, Soo plzz vaiya keep it up ami chai apne amdr aro motivate koren ar akta sothik dik nirdeshona den jekhena ami amr future gore tulte pari ,if u see this comment thank you very much ❤
খুব ভালো লেগেছে ভাইয়া........সেই সাথে আপনাকে নিয়ে আমি tension এ পড়ে গেছি......কারণ সত্যি কথা বলার জন্য আপনাকে এখন না জানি কত সমস্যা face করতে হবে...........বর্তমান সময়ে তো সত্যি বলার উপায় নেই........ আল্লাহ আপনাকে ভালো রাখুক.......
আমার বয়স ১৯, আমি কোনোদিন ইউটিউবে কোনো ভিডিওতে কমেন্ট করিনি, তবে আপনার এই ভিডিও আমাকে বাধ্য করলো কমেন্ট করতে। আপনি যেন আমার মনের কথা গুলাই বল্লেন ভাইয়া। অনেক ধন্যবাদ।
১০০ ভাগ সত্য কথা। বর্তমানের অনেক তরুণ তরুণীরা দিনে ৪-৫ ঘন্টা ব্যয় করে কোন নায়িকার ছেলে বাথরুমে পিছলে পড়ে গিয়েছে, কে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছে, নতুন পোশাক পড়ে সেলফি পোস্ট করার পর কে কে আমাকে লাইক দিয়েছে এই ধরনের কাজ নিয়ে। এগুলো করতে করতে একটা সময় বয়স ২৮-৩০ পার হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় ভাগ্যের উপর দোষ চাপানো।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমি শুধুমাত্র এই একটা কারণেই কনটেন্ট ক্রিয়েটর হতে চাই! বর্তমান সময়ে বাঙালি সমাজের যে দুরবস্থা, সমাজের ভুল রীতিনীতি, পারিবারিক বন্ধন ভেঙে যাওয়া, সামাজিক মেলবন্ধন ভেঙে যাওয়া, নীতি নৈতিকতাহীন যুবসমাজকে সঠিক দিশা দেখাতে হলে এইসব আলোচনার খুবই প্রয়োজন। এই ধরনের কনটেন্ট আরো বেশি বানাবেন। কারণ আমি বিশ্বাস করি পরিবর্তনের সূচনা নিজেকে দিয়ে শুরু করতে হয়। ইনশাআল্লাহ, ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা সমাজকে ফেরানোর দায়িত্ব আমার আপনার সবার!
আপনি যে ভিডিওটা দিলেন যতগুলো মানুষ এটা দেখছে তারা হয়তো ৫ থেকে ১০ মিনিট এটা নিয়ে ভাববে তারপর তারা আবার তাদের সেই আগের মাইন্ড সেটে চলে যাবে এটাই আমাদের দেশের মানুষের নির্মম বাস্তবতা 😅😅😅
jara ei video dekhar aage ei bishoygula niya chinta korto na tader jonno ei kothata projojjo but onekei ase jara ei video dekhar aage thekei egula niye chinta kortese .
The thing that I find kinda horrifying even for myself is that, if u don't keep up with this so called trend or viral stuffs u r considered to be a weirdo, ppl looks at u like an outcast of the society, which u mentioned here as well. So to keep up with the society, to gain this societal validation and acceptance u end up consuming them even if u don't want to. Ofc individually and personally we can work to develop ourselves but I think all these can only be minimized, if not obliterated, is when we start taking collective steps. Wishing to look forward to a more healthier trending contents and topics. Tysm for addressing this issue
ভাইয়া আপনি এই ভিডিও তে অনেক ভালো এবং সত্য কথা বলছেন বাস্তবতা এখন এমনিই হয়ে গেছে। আসলে আমরা এসব নেগেটিভ জিনিসে এমন ভাবে ফেসে গেছি যে এসব জিনিস আসলে স্বাভাবিক লাগে। আপনি যে বলছেন সামনে আরো খারাপ দিন হতে পারে তা আসলেই ঠিক। আমি আপনার সাথে একমত। আপনার একটা কথা আমার খুব ভালো লাগছে সেটা হলো যে আগামী ১০ বছর এসব নেগেটিভ জিনিস থেকে যতটা দূরে থাকা যায় এবং নিজের ফিউচার নিয়ে চিন্তাভাবনা করা যায় ততটায় ভালো।
I started reading English non-fiction books from January this year and have been trying to stay away from social media like Facebook and Instagram for the past few months. As you said, the main content of family or relatives during the conversation is centered on various tiktoks and it makes me wonder how much negativity has increased among people. And I'm very glad that you talk about such a topic.I am in college and I like to watch your videos. Also it would be great if you could suggest some English non fiction books for beginners
@@rokeyaparveen3006 Steal like an artist(highly recommended) The four agreements Love for imperfect things Things you can only see when you slow down Rich dad poor dad The psychology of Money The Almanac of Raval Navicant The subtle art of not giving a f*ck Everything is f*cked The Alchemist Ikigai Atomic Habits Who moved my cheese Dopamine Detox Forty rules of love I want to die but I want to eat Tteokbokki
If u r looking for productivity based books *ikigai* is a great one. It's in simple English so I believe it won't be too hard for u to follow-up. Then u can move on to *Atomic Habits*
বাংলাদেশের মানুষ বর্তমানে একটি বিষয়ে প্রতিযোগিতায় ভীষণভাবে লিপ্ত রয়েছে। প্রতিযোগিতাটি হলো কে কার চাইতে বেশি নৃশংস হতে পারে। নির্মমতায় কে কাকে ছাড়িয়ে যেতে পারে। কবে বাংলাদেশের মানুষের বোধোদয় হবে জানিনা।
১৮ বছর বয়স থেকেই আপনার ভিডিও দেখি ভাইয়া, আপনি, এনায়েত ভাই, নাফিস ভাই, শাইখ আহমাদুল্লাহ, আবু তোহা আদনান ইত্যাদি মানুষকে ফলো করার কারণে খুব অল্প বয়সেই ম্যাচুরিটি আসছে এবং বাস্তবমুখী চিন্তা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে ❤
সময়োচিত অসাধারণ একটি ভিডিও! আমরা একজন সমাজচিন্তক পেলাম। আশাবাদী হলাম। আমাদের সমাজে ভালো কিছু পরিবর্তন হবে- ইনশাআল্লাহ । আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
সবচেয়ে বড় সমস্যা আর দুঃখের বিষয় হলো যারা দেশের সমস্যা গুলো বুঝে তারা কথা বলে না বা তারা যে অবস্থানে আছে সেখান থেকে কিছু করার চেষ্টা করে না।এত এত কন্টেন্ট ক্রিয়েটর আর এতগুলো নিউজ চেনেল তাদের কারো মনে কি এই কথাগুলো আসে না!একটা কন্টেন্টও এই বিষয় এ আজ পর্যন্ত দেখলাম না।
Hi, sir. I'm from BD, but now I live in the EU, and I am an IT student. I just wanted to mention that I'm also seeing the same problem in my college: the younger students always talk about negative things, social media, it seems like positive things don't exist. I'm so worried about what's going to be in the future. I like you and I ❤ your videos, Thanks for your costly time 🙂
আপনাকে ধন্যবাদ তবে তা শুধুমাত্র এই ভিডিও টির জন্য নয়। বর্তমান সময়ে আমি একজন এবনরমাল মানুষ নই যে একাই এইভাবে চিন্তা করছে, এই মানসিক অস্থিরতা থেকে আমাকে মুক্ত করার জন্য। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে। বাংলাদেশি মাসিক একটি পত্রিকা যার নাম নবধ্বনি। এর দশ দশ বছর পূর্তির সংখ্যা এমন একটি বিষয় পড়েছিলাম। যার মধ্যে তার সম্পাদক সালাউদ্দিন জাহাঙ্গীর ফেসবুক বিষয়ে আমাদেরকে সতর্ক করেছিল।
ভাইয়া, ফেসবুক ব্যবহার করা ছাড়ছি ৫-৬ মাস হবে। বিভিন্ন গ্রুপের সুবাদে শুধু মেসেঞ্জার ব্যবহার করা হয়। কিন্তু সবাই বলে, “কিরে তোকে তো ফেসবুকে পাওয়া যায় না।” মানুষ ফেসবুক’টাকে এমন ভাবে ভাবা শুরু করছে। ফেসবুক-মেসেঞ্জারই যেন যোগাযোগের একমাত্র মাধ্যম। বিশ্বাস করেন ভাই, আপনার ভিডিওটা আমার মনের কথা বলে দিল! 🌼🧡
এই ভিডিওর প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ ছিল । একটা মানুষ চাইলে সত্যি কতটা সুন্দর করে কথা বলতে পারে। আমিও চাই এত সুন্দর করে কথা বলতে।
ধন্যবাদ ভাই। বর্তমান করুন অবস্থা তুলে ধরার জন্য। এই দেশের প্রত্যেক টা সেক্টর ই খারাপ। আমি একজন ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্র ( বিজ্ঞান বিভাগ). ২০২০ সাল থেকে অনলাইনে এডুকেশন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। আমিও অনলাইন এ কোর্স কিনে ক্লাস করি। আর এই অনলাইন , সোসিয়াল মিডিয়ার জন্য এখন শিক্ষক আর শিক্ষক নাই। ছাত্র আর ছাত্র নেই। নূন্যতম সম্মান টাও নেই একে ওপরের প্রতি। শিক্ষক দের সরাসরি গালি দেয় এই জেনারেশন। আর এটাকে তারা সিগমা ম্যান মনে করে, কতোটা অধঃপতন হয়েছে এদের। আমাদের এলাকায় বই মেলা হয় বিগত ৩ বছর ধরে কিন্তু মজার ব্যাপার হলো বইয়ের স্টল এর চেয়ে খাবারের দোকান বেশি, সেখানে ছেলে মেয়েদের ভিড় বেশি,। সুন্দর করে একটা স্টেজ বানিয়ে শিল্পী নিয়ে এসে নাচ গান করায়।🤬 চিন্তা করা যায়!? জনগন এসব গার্বেজ খাচ্ছে , পরিচালক রাও খাওয়াচ্ছে।।
এই খারাপের দায় আসলে আমাদের।আমরা মেনে নিয়েছি আর সেটা আস্তে আস্তে এখন অনেক বড় আকার ধারন করছে।প্রথম থেকে যদি প্রতিবাদ করতাম, কোন খারাপ বা অনিয়ম কে সুযোগ না দিতাম তাহলে আজকে এই অবস্থা হত না।
আমার বয়স খুবই কম মাত্র ১৭ বছর তাও আমি একটা সুস্থ সমাজের সপ্ন দেখি যাক নিজের মনের কথা গুলো শুনে খুবই ভালো লাগলো এবং অনেক খারাপ লাগে এই কথা ভেবে যে আমরা কত সুন্দর দেশে বাস করি তাও সুন্দর্ ভাবে বাচতে পারিনা 😢😢
এতো সুন্দর চিন্তা,এতো সুন্দর করে কথা বলা, অসাধারণ। মন থেকে ভালোবাসা ও দোয়া আপনার জন্য। আমি ভিষণ অবাক হয়ে আপনার কথা শুনি,ভিষণ ভালো লাগে আমার। মাশহ আল্লাহ 🌼💚💜☺️
আমি আসলে কোনো সোসাল মিডিয়াতে যত লুভনীর ভিডিও হোক না কেন, ১ থেক ২ মিনিট এর বেশী দেশিনা, আর কনো ভিডিতে কমেন্ট করিনা, কিন্তু আপনার ভিডিও গুলা আমার অনেক ভালো লাগে আর যদি অনেক ভিডিও আপনার দেখলাম কিন্তু এই প্রথম কমেন্ট করলা,, আপনাকে ধন্যবাদ ভাই আশা করি আরো অনেক বাশী কিছু করবেন,,
Amar boyosh 21.. Ami majhe majhe akoi topic niye khub tension kori,ki kore prottekta manush andho hote pare,amar apnar du ak joner chokh thakleu ora besi din nebena ei chokh andho korte.
ফারহান ভাই আপনি একদম মনের কথাগুলো বোলছেন। এই জন্যই আপনার, লাবিত রাহাত, এনায়েত চৌধুরী sir এর vedio র অপেক্ষায় থাকি। আমাদের যুবসমাজ ফেইসবুকে কমেন্টে ঝগড়া করে আর অন্য দেশের ছেলেরা সেই apps বানায়। বিশ্ব রাজনীতি, প্রযুক্তি সম্পর্কে আমরা এখন আগ্রহী না আমরা ভাবি কোন নায়িকা কয়টা বিয়ে হলো তা নিয়ে।
ভাই আপনি যে কথা গুলা বললেন এইগুলা আমার মনের ভিতর এলেমেলো ভেবে ভেসে বেড়াচ্ছিল। মনের ভিতরে গুছায় নিতে পারতেছিলাম না। বুঝতেছিলাম না আমার চিন্তা ভাবনা গুলা ঠিক নাকি বাহিরে দুনিয়ার যা হচ্ছে সেগুলো ঠিক। আমি ঠিক নাকি যারা নেগেটিভ বিষয় নিয়ে মাতামাতি করছে তারা ঠিক। আপনার এই ভিডিও টা আমার মানসিক ভেবে স্থিতি করলো। নাহলে নেগেটিভ এতই বেশি যে আমি বুঝতেছিলাম না আমি ভুল না তারা ভুল।
Ekhaner maximum jinish relate korte parlam na Hoitoba Facebook use kori na dekhe emon ta hoilo Alhamdulillah past few years dhore Facebook use kortesina Prothom dike mone hoito je onek information theke hoito pichaye jaitesi but akhon bujhtesi that was the perfect decision
আমি কোনো কন্টেন কিয়েটার না।তবে কানটেন কীয়েটার দের ভিডিও দেখি ,,,,আমি সারা দিন এ প্রায় ফেসবুক এ ৭-৮ ঘণ্টা ভিডিও দেখে সময় কাটাই ,,,,,তবে যেসব ভিডিও দেখি মাঝে মাঝে মনে করি আমি কি করতেছি এই সব ,,,,কি ভিডিও দেখতেছি? তবে আমি ইউটিউব ভিডিও দেখি না কিন্তু আপনার ভিডিও টা সামনে আসলো তাই শুনতে বসলাম ভালো লাগলো ,,,তবে আমি আর ওই সব কোনো বাঝে ভিডিও দেখে নিজের পার্সোনালিটি নষ্ট করবো না ।
অনেক রাতে ঘুমানোর আগে ভালো লাগার কথা শুনে, আমার ভালো লগলো। আমি চাই বিজনেস এর পাশাপাশি এই সমাজ নিয়ে আপনি ভালো কিছু ভিডিও আমাদের মাঝে share করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Amr age 21 ami protiniotoy apnar vedio gulo dekhi❤..ami goto 3 mash holo fb use kora bondho kore diyesi kintu bujhsi na ami amr life a ki korte chay jno 10 bosor por nijek akta valo jaygay delhte pari😢😢
Hey vaia. I have watched this video probably 6 to 7 times sinve uploading. I have almost stopped using facebook for last 1 and half years. I dont have tik tok in my phone ever. But after my marriage, I discovered my wife is is severely facebook and short video addicted. And no doubt in most of the time she watches those 'BOSTI' content. She dont like them nor want to be like them. But she can't avoid them. She is really a sweet woman. And I tried to understand her the situation once a while, but never successful. Although she limited her watch time. And I always pray to Allah to give her enough intelligence to understand how wrongly she is going on. Thanks for this video. Please keep doing these type of good work. May Allah bless you.
৩ মাসের মতো হবে আমি ফেসবুক চালাই না। আমি নিজে নিজে চিন্তা করছি যে ফেসবুক আর চালাবো না।কিন্তু সমস্যা হচ্ছে আমি মাজে মধ্যে নিজেকে ফাঁকি দিয়ে গুগলক্রোমে ঢুকে যাই এবং মোনে মোনে চিন্তা করি একটু দেখি।এবং এটা সবচে বেশি হয় যখন আসেপাশে মানুষদের কাছ থাকে এমন কিছু শুনি যেটা অনেক চটকদার।
Apnr video gola akjon ssc and hsc porikkartir jonno bishes opojogi.....karon tara oporer dike ogroshor hocce jar karone apnr ai advice gola akjon manusher life e khub vlo akta change anbe.... Amder shokoleri aktai asha...sudo Bangladesh noi poro world ei jn sobai positively vabe and..ake oporke help kore...
ভাই আপনার এই ভিডিও দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি আর সোশ্যাল মিডিয়া চালাবো না ,,,কেননা এই সবগুলো কথাই আমার সাথে মিলে গেছে আর সোশ্যাল মিডিয়া থেকে কিছুই শিখতে পারছি না উল্টো খারাপ কিছু দেখছি এবং খারাপ কিছু শিখছি। ..
"সবাই মিলে খারাপ" এটা যেমন সত্য, তারচেয়েও ভয়ংকর হচ্ছে এই "খারাপ হওয়ার জন্য " মানুষ এখন ভীষণ রকম গর্ববোধ করে।
অন্তত দুঃখজনক বিষয় 😢😢😢😢
আমাদের সমাজ আর সমাজ নেই এটা সম্পূর্ণ সোসিয়াল মিডিয়ার কন্ট্রোলে চলে গেছে
Islam bab Dile ata ai hope 😢
সত্যি
Manusher kase valo kharaper songai akhon ulte gese . Valo kothau bola ajkal so called gwan dewa .
Akdom shotto
ভাইয়া আরেকটা একটা তিক্ত সত্য হলো চাইলেও এই ভিডিওটা আমি কাউকে পুরো দেখাতে পারবো না কেননা কেউ এতক্ষনের ভিডিও দেখবেই না যদিও আমি চাই যে এই ভিডিওটা সবাই দেখুক। আমার বাড়ির অবস্থাও একই রকম। এছাড়াও আমি যখন কলেজে যাই কলেজেও একই অবস্থা শিক্ষক না আসা পর্যন্ত প্রায় সব ছাত্র-ছাত্রীই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যদিও এসবগুলো থেকে আমি বেঁচে আছি। কারন আমি ইউটিউবেও প্রোডাক্টিভ সময় ব্যয় করার চেষ্টা করি।
ভাই এটা আপনার চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। সেরা ভিডিও ভাই। আমার বয়স কম ২২ বছর কিন্তু আমি এই বিষয় গুলো নিয়ে গত ২ বছর ধরে সচেতন। প্রথম বছরে আমি ফেসবুক ব্যাবহার ই করিনি একদম বাদ ই দিয়ে দিছিলাম। কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তির পর আবার ব্যাবহার করা শুরু করেছি কিন্তু খুব কন্ট্রলে। আমি আজেবাজে কোনো কন্টেন্ট ই দেখি না এবং সময় নষ্ট করি না । পুরো সময়টা আমার স্কিল ডেভলপমেন্টের পেছনে ব্যয় করতেছি। আমার বন্ধুদের সাথেও এখন তেমন মিশি না খুবি কম মিশি কারন ওদেরকে আমি এই কথা গুলোই বোঝানোর ট্রাই করি কিন্তু ওরা কেউ এগুলো শুনতে বা মানতে রাজি না।
যাইহোক আমি অনেক ভালো একটা ভিডিও দিয়েছেন সময়োপযোগী ভিডিও। আশাকরি অন্তুত কয়েক লাখ মানুষ আপনার এই ভিডিও দেখে সচেতন হবে। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আশা করি কিছু মানুষ হলেও এই ভিডিওটি দেখার পর বুঝবে যে তাদের আসলে কি চর্চা করা উচিৎ আর কি চার্চা করা উচিৎ না।
Good
You should watch doreamon movie in often time to get adventures knowledge
আমারও চিন্তা ভাবনা কিছু টা আপনার মতো,,,,❤
ভাই আমিও ভয়ে আছি আমি যদি আমার বন্ধুদের এইসব বলি তাহলে তারাও ঠিক একই আচরণ করে
কীভাবে শেয়ার করি ভিডিওটি
১০০ ভাগ সত্য কথা। বর্তমানের অনেক তরুণ তরুণীরা দিনে ৪-৫ ঘন্টা ব্যয় করে কোন নায়িকার ছেলে বাথরুমে পিছলে পড়ে গিয়েছে, কে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছে, নতুন পোশাক পড়ে সেলফি পোস্ট করার পর কে কে আমাকে লাইক দিয়েছে এই ধরনের কাজ নিয়ে। এগুলো করতে করতে একটা সময় বয়স ২৮-৩০ পার হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় ভাগ্যের উপর দোষ চাপানো।
সুন্দর বলছেন, এ বছর বইমেলার ভাল কিছু বই
১) বিদ্রোহী পুরাণ - আরিফ রহমান
২) রুমি ও নারী - পুলিন বকশী
৩) আমিত্ববাদের দেশে ডামিত্ববাদের দেশে - আখতারুজ্জামান আজাদ
Thank you for the list brother. Also very proud of you
Poddoja Also Negative type book but it's okay
২৩ মিনিটের প্রত্যেকটি বাক্যেই মনের কথাগুলো বলেছেন। সময়োপযোগী গুরুত্বপূর্ণ ভিডিও।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগি আলোচনা ৷
আমার মতে খারাপকে নিয়ে হইচই মাতামাতি করে এটাকে আরো বেশি হাইলাইট না করে এগুলোকে পাত্তা না দিয়ে ইগনোর করা উচিৎ ৷ দেখা যাবে একটা সময় এগুলো মানুষের উৎসাহ না পেয়ে আপনা থেকেই হারিয়ে যাবে ৷
আজ মনে মনে এসব নিয়েই ভাবছিলাম,, যাক আলহামদুলিল্লাহ,, মনের কথাগুলো আপনার মুখ থেকে গোঁছালো আকারে প্রকাশ পাওয়ায়,,,নিজের ভেতরেও স্বস্তি পেলাম
এটাই এলগরিদম
@@endergaming453 আমি যতদূর জানি এলগরিদম সার্চিং এর উপর কাজ করে,,
আপনার কনটেন্ট ক্যারিয়ারের সবচেয়ে সেরা ভিডিও এটি।যদিও এই অসুস্থ সমাজে এই ভিডিও এর প্রচার পাওয়া কঠিন।এমন ভিডিও আরো দরকার অন্তত সবাইকে আবার মানুষ হওয়ার অনুপ্রেরণা যোগাতে ❤
আমি সাধারণত কোনো ভিডিওতে কমেন্ট করি না। লাস্ট করেছিলাম ৭-৮ বছর আগে। আজকে আপনি আমাকে বাধ্য করলেন কমেন্ট করতে। খুব ইফেক্টিভ একটা ভিডিও । মনের কথা গুলা কেও একজন গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করলেন। আমার সম্পূর্ণ সম্মান আপনি জয় করে নিলেন এই একটা ভিদিও দিয়ে ।
😊😅😊
১০০ ভাগ সত্য কথা। বর্তমানের অনেক তরুণ তরুণীরা দিনে ৪-৫ ঘন্টা ব্যয় করে কোন নায়িকার ছেলে বাথরুমে পিছলে পড়ে গিয়েছে, কে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছে, নতুন পোশাক পড়ে সেলফি পোস্ট করার পর কে কে আমাকে লাইক দিয়েছে এই ধরনের কাজ নিয়ে। এগুলো করতে করতে একটা সময় বয়স ২৮-৩০ পার হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় ভাগ্যের উপর দোষ চাপানো।
আমি দশম শ্রেণির একজন ছাত্রী এই ভিডিওটি দেখলাম। ধন্যবাদ এইরকম একটা কিছু তৈরি করার জন্য। আমাদের সকলেরই আমাদের দেশটাকে এই জঘন্য অবস্থা থেকে মুক্ত করতে অবিলম্বে সচেতন হওয়া উচিত। আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। আশেপাশে সুস্থ মানসিকতার মানুষের খুব অভাব। সবকিছুই কৃত্রিম। সবকিছু কি কোনোভাবেই আর আগের মতো করা যাবেনা😢
যাক অবশেষে কেউ তো এই সব নেগেটিভ বিষয়গুলো এত ভালোভাবে তুলে ধরল।
Another masterpiece from KF💖
এটাই বাস্তব কথা! একটা দেশের সব শ্রেণীর মানুষ যখন এক রকমের (নেগেটিভ) হয়ে যায় তখন সেই দেশের ভবিষ্যৎ আসলেই ভয়ংকর হতে পারে। সুন্দর ভিডিও। কিছু কিছু ব্যাপারে আমার চোখও খুলতে সাহায্য করেছে। ধন্যবাদ।
★ আপনাদের একটা কাজ দেই:
কাজটা হলো, ইউটিউবে ট্রেন্ডিং অপশনে যাবেন, দেখবেন কোন ধরনের কন্টেন্ট বেশি ভিউস পাচ্ছে বাংলাদেশে।
আফসোসের বিষয় হলো, ট্রেন্ডিং এর অধিকাংশই থার্ড ক্লাস নাটক: ❝ জামাই হলো মুদির দোকানি, বাইরে বাঘ ঘরে বিড়াল, গরিব রাখাল শিক্ষিত বউ, অবশেষে রাকিব গেল বাজারে ❞ টাইপ ড্রামা দিয়ে ভর্তি। এতেই বোঝা যায়, রুচি কোন পর্যায়ে গিয়ে নামছে।😢
manush porar table, library te time dear cheye phone/movie/music niye beshi busy tai, dorshok bujhei to content banano hoy.
Aj protom aisob natok r nam sunlam....😂😂
@@Muhammad-g9b9z amio😂
Asolei to😅
Right
আমি ইন্ডিয়াতে থাকি। পেশাগতভাবে আমি একজন motivational consultant and writer. আপনার অনেকগুলো ভিডিওই আমি অনুধাবন করেছি। অনেক প্রশংসা ভাষায় প্রকাশ করা যায় না অথবা প্রকাশ না করাই বোধহয় ভালো.... আপনার আলোচ্য বিষয়বস্তু গুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয় অত্যন্ত প্রাসঙ্গিক। আমার প্রথম দুইটি প্রকাশিত পুস্তকেও এই ধরনের কিছু আলোচনা উপস্থাপিত করেছি। করেছি।Age - performance Ratio তে আপনি একজন নমস্য ব্যক্তি ব্যক্তি....🙏
এই ভিডিও বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে বেশি শেয়ার ভিডিও হওয়া ডিজার্ভ করে।
আমার চোখে ফারহান ভাইয়ের সেরা ভিডিও।
সময়ের সেরা ভিডিও❤
❤u khalid vai
Vai eisob ekta comment er moddhe pore. Video ta dekhe nijer life a kaje lagan
Farhan vai always Amar Kase best chilen cause onar point of view and Amar point of view almost same, Amio onar motoi aibhabe chinta kori tai jokhon oni amar thoughts er shate mil rekhe akta video banan tokhon Amar matha onk relive hoi cause mone hoi onar kotha amiee boltasi
আপনার সাথে আমি একমত।
Right
আপনার কথার সাথে আমার চিন্তা মিলে যায়। এই ভিডিও দেখার আগে থেকেই আমি এইবিষয় নিয়ে চিন্তিত আর এও বুচ্ছিলাম যে কিছু পেজের এডমিনরাই এই বাজে জিনিস সর্বোচ্চ ভাবে আমাদের মাঝে ছড়াচ্ছে। আর এটা আপনি সুন্দর ভাবে বোঝানোর জন্য ধন্যবাদ।
And today I'm somewhat proud of my self.
আমি ফেসবুক এ ভিডিও তো প্রায় দেখিই না, ইউটিউব এ Voice of Dhaka, আপনার, আহমাদুল্লাহ, সাদমান সাদিক, অন্তিক মাহমুদ এনাদের ভিডিও ই বেশি দেখি।
কিন্তু দুঃখের বিষয় আমার আশেপাশের মানুষ ট্রেন্ডিং টপিকে এত বেশি মশগুল, আমার নিউজফিড এ না চাইতেও এইসব ট্রেন্ডিং জিনিসপত্র চলে আসে।
Khub somoyupojogi kotha gulo
আলহামদুলিল্লাহ, ২৭ ডিসেম্বর ২০২৩ থেকে ফেসবুক আইডি ডিএক্টিভ, ভেবেছিলাম খুব কষ্ট হবে হয়তো, ২/১ দিন পর আবার এক্টিভ করে ফেলবো, কিন্তু আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, আজ ১লা মার্চ, এখন অব্দি একবারও মনে হয়নি যাওয়া উচিত, এমন না যে আমি খুব প্রোডাক্টিভ হয়ে গেছি, তবে অনেক সময় পাই, আগে একদমই বই পড়তাম না, এখন কিছু পড়ি, বাড়ির কাজ করি, আকাশের দিকে তাকাই, আনমনে সময় চলে যায়, তবে ভালো লাগে, অসুস্থ ড্রাগ থেকে হয়তো ছাড়া পেয়েছি বলে মনে হয়। বুকে আশা নিয়ে থাকি, জীবনের এই ছোট পরিবর্তন ইন শা আল্লাহ ভবিষ্যতে বিরাট ছাপ ফেলবে।
Apu, I really appreciate you for that. Feels so good when I see someone like you putting efforts to stay away from negatively and enjoy life with mundane, subtle things.
ভাই এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তিত আমি এই জন্য ফেসবুক এ যাওয়া বন্ধ করে দিছি এখন আমি ফেসবুক এর তুলনায় ইউটিউব এ অনেক বেশি সময় থাকি আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টা নিয়ে ভিডিও প্রকাশ করার জন্য আমি মনে করি বাংলাদেশে আরো যারা আছে যারা ভালো ভালো কনটেন্ট বানায় তাদেরও এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর দরকার আপনার তো অনেকের সাথে ভালো সম্পর্ক আছে আপনি একটু বইলেন ওদেরকেও এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর জন্য
আপনি যেই অ্যাপ ব্যবহার করছেন সেটাকে নিজ ভাবে কাজে লাগান যেনো এই অ্যাপ থেকে আপনার লাভ হয়। যেমন এই সব অ্যাপ এর মাধ্যমে ইনকাম ওর আপনার বিজনেস এর সেল বাড়ান etc etc।
মূল কথা: শুনুন আপনি এই অ্যাপ এর প্রতি আসক্ত না হয়ে দেখবেন যেনো অ্যাপ আপনার উপর আসক্ত হয়।
সহমত ❤
ভিডিওটা দেখলাম ভাই কথাগুলো সবই সত্য কথা বললে
Ami koyek mas dhore apnr video gulo dekhtesi amr boyos matro 19 but actually ami vebe niyechilam je amr dhara kichu hobe na akn Ami chaileo kichu new ba kichu Valo kaj suru korte parbo Ami vebeniyechilam amr kono kichu suru korar chance ta maybe chole geche but apnr explanation dekhe bujte pari je na ami chailei parbo, Soo plzz vaiya keep it up ami chai apne amdr aro motivate koren ar akta sothik dik nirdeshona den jekhena ami amr future gore tulte pari ,if u see this comment thank you very much ❤
ফারহান ভাইয়া আপনার 23:18sec এর কথা গুলো প্রকৃত জ্ঞান অন্বেষণকারীর জন্য সেরা ছিল, যারা বর্তমান সময়ে দাড়িয়ে স্রোতের বিপরীতে পজিটিভ লাইফ লিড করতে চায়।
খারাপ ভিডিও গুলো ভাইরাল হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ি। আমরা যদি এগুলো না দেখি তাহলে তারাও খারাপ ভিডিও করতো না
This is an absolute human behavior....9 outta 10 people will be pulled by negative nd interesting things. Reality is often harsh!!
খুব ভালো লেগেছে ভাইয়া........সেই সাথে আপনাকে নিয়ে আমি tension এ পড়ে গেছি......কারণ সত্যি কথা বলার জন্য আপনাকে এখন না জানি কত সমস্যা face করতে হবে...........বর্তমান সময়ে তো সত্যি বলার উপায় নেই........ আল্লাহ আপনাকে ভালো রাখুক.......
ভয়ংকর একটা টপিক তুলে ধরেছেন ভাই , এটা নিয়ে আমি অনেক দিন ধরে চিন্তিত কিছু করতে পারছিনা কারন আমাদের তেমন প্লাটফর্ম নাই, অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
আমার বয়স ১৯, আমি কোনোদিন ইউটিউবে কোনো ভিডিওতে কমেন্ট করিনি, তবে আপনার এই ভিডিও আমাকে বাধ্য করলো কমেন্ট করতে। আপনি যেন আমার মনের কথা গুলাই বল্লেন ভাইয়া। অনেক ধন্যবাদ।
এটা সময়ের সেরা লেকচার। যা সকলের দেখা উচিৎ এবং মাইন্ডসেট পরিবর্তন করা উচিৎ ইতিবাচকভাবে। ধন্যবাদ আপনাকে।
১০০ ভাগ সত্য কথা। বর্তমানের অনেক তরুণ তরুণীরা দিনে ৪-৫ ঘন্টা ব্যয় করে কোন নায়িকার ছেলে বাথরুমে পিছলে পড়ে গিয়েছে, কে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছে, নতুন পোশাক পড়ে সেলফি পোস্ট করার পর কে কে আমাকে লাইক দিয়েছে এই ধরনের কাজ নিয়ে। এগুলো করতে করতে একটা সময় বয়স ২৮-৩০ পার হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় ভাগ্যের উপর দোষ চাপানো।
আমি চাইলেও এই ভিডিওটা কাউকে দেখাতে পারব না।এরকম শিক্ষামূলক ভিডিও কাউকে দেখানোর জন্য আমার নির্দিষ্ট বয়স হয় নাই। আমার বয়স মাত্র ১৪। 😢
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমি শুধুমাত্র এই একটা কারণেই কনটেন্ট ক্রিয়েটর হতে চাই! বর্তমান সময়ে বাঙালি সমাজের যে দুরবস্থা, সমাজের ভুল রীতিনীতি, পারিবারিক বন্ধন ভেঙে যাওয়া, সামাজিক মেলবন্ধন ভেঙে যাওয়া, নীতি নৈতিকতাহীন যুবসমাজকে সঠিক দিশা দেখাতে হলে এইসব আলোচনার খুবই প্রয়োজন। এই ধরনের কনটেন্ট আরো বেশি বানাবেন। কারণ আমি বিশ্বাস করি পরিবর্তনের সূচনা নিজেকে দিয়ে শুরু করতে হয়। ইনশাআল্লাহ, ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা সমাজকে ফেরানোর দায়িত্ব আমার আপনার সবার!
অতি বাস্তব কথা বলেছেন। আমাদের সম্মিলিতভাবে ঘুরে দাঁড়ানোর সময় এখনই। আমাদের তরুন সমাজকে তথা দেশের ভবিষ্যৎ কে রক্ষার জন্য।
আপনার কথা আমি অবসর সময়ে ভাবি
আপনি অনেক ভালো কাজ করতেছেন ❤
Ato din por jibon pori borton ar akta video pailam alhamdulillh
Thank you bai apnar thaka onek kico shikhar aca😓
আপনি যে ভিডিওটা দিলেন যতগুলো মানুষ এটা দেখছে তারা হয়তো ৫ থেকে ১০ মিনিট এটা নিয়ে ভাববে তারপর তারা আবার তাদের সেই আগের মাইন্ড সেটে চলে যাবে এটাই আমাদের দেশের মানুষের নির্মম বাস্তবতা 😅😅😅
jara ei video dekhar aage ei bishoygula niya chinta korto na tader jonno ei kothata projojjo but onekei ase jara ei video dekhar aage thekei egula niye chinta kortese .
@@mdfahmidurrahmanfahmid that's true
একসময় মানুষ ভালো মানুষ আর ভালো কাজকে দাম দিত। আর এখন এইগুলাকে কেউ তেমন ভ্যালু দিতে চায় না। এইটা সমাজের অনেক বড় সমস্যা।
আমার যদি অনেক কোটি কোটি টাকা থাকতো, আমি এই ভিডিও টা অনেক জায়গায় পেইড প্রোমোট করতাম এবং ২০ কোটি মানুষ কে দেখানোর চেষ্টা করতাম। এইটুকুই বলার আমার।
Ata korte koti koti taka lage?
মনের কথা বলছেন ভাই। ❤️
Agree with you....
Ai akta video dekhe subscribe chara amar kache kichu deyar nai but khub e valo inflective lagse ❤
Amr daka sob thaka Valo video gular modda akta video ❤
The thing that I find kinda horrifying even for myself is that, if u don't keep up with this so called trend or viral stuffs u r considered to be a weirdo, ppl looks at u like an outcast of the society, which u mentioned here as well. So to keep up with the society, to gain this societal validation and acceptance u end up consuming them even if u don't want to. Ofc individually and personally we can work to develop ourselves but I think all these can only be minimized, if not obliterated, is when we start taking collective steps.
Wishing to look forward to a more healthier trending contents and topics. Tysm for addressing this issue
ভাইয়া আপনি এই ভিডিও তে অনেক ভালো এবং সত্য কথা বলছেন বাস্তবতা এখন এমনিই হয়ে গেছে। আসলে আমরা এসব নেগেটিভ জিনিসে এমন ভাবে ফেসে গেছি যে এসব জিনিস আসলে স্বাভাবিক লাগে। আপনি যে বলছেন সামনে আরো খারাপ দিন হতে পারে তা আসলেই ঠিক। আমি আপনার সাথে একমত। আপনার একটা কথা আমার খুব ভালো লাগছে সেটা হলো যে আগামী ১০ বছর এসব নেগেটিভ জিনিস থেকে যতটা দূরে থাকা যায় এবং নিজের ফিউচার নিয়ে চিন্তাভাবনা করা যায় ততটায় ভালো।
I started reading English non-fiction books from January this year and have been trying to stay away from social media like Facebook and Instagram for the past few months. As you said, the main content of family or relatives during the conversation is centered on various tiktoks and it makes me wonder how much negativity has increased among people. And I'm very glad that you talk about such a topic.I am in college and I like to watch your videos. Also it would be great if you could suggest some English non fiction books for beginners
Hello I'm also in college but I don't have the time to read any otherthan text book :/
Suggest me some non fiction English book.
@@rokeyaparveen3006
Steal like an artist(highly recommended)
The four agreements
Love for imperfect things
Things you can only see when you slow down
Rich dad poor dad
The psychology of Money
The Almanac of Raval Navicant
The subtle art of not giving a f*ck
Everything is f*cked
The Alchemist
Ikigai
Atomic Habits
Who moved my cheese
Dopamine Detox
Forty rules of love
I want to die but I want to eat Tteokbokki
If u r looking for productivity based books *ikigai* is a great one. It's in simple English so I believe it won't be too hard for u to follow-up. Then u can move on to *Atomic Habits*
বাংলাদেশের মানুষ বর্তমানে একটি বিষয়ে প্রতিযোগিতায় ভীষণভাবে লিপ্ত রয়েছে। প্রতিযোগিতাটি হলো কে কার চাইতে বেশি নৃশংস হতে পারে। নির্মমতায় কে কাকে ছাড়িয়ে যেতে পারে।
কবে বাংলাদেশের মানুষের বোধোদয় হবে জানিনা।
১৮ বছর বয়স থেকেই আপনার ভিডিও দেখি ভাইয়া, আপনি, এনায়েত ভাই, নাফিস ভাই, শাইখ আহমাদুল্লাহ, আবু তোহা আদনান ইত্যাদি মানুষকে ফলো করার কারণে খুব অল্প বয়সেই ম্যাচুরিটি আসছে এবং বাস্তবমুখী চিন্তা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে ❤
নিজের ম্যাচিউরিটি চলে আসছে একথা নিজেই পাবলিক প্লেসে ঘোষনা করে বলা তো ইমম্যাচিউরিটির লক্ষণ হয়ে গেলো!
@@mdkhalidrahman2832সত্যিই 😂।
আপনার প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর হয় ভাইয়া❤❤
bhaa....
আপনার সব কথাই অনেক গুরুত্ত্বপূর্ণ আমার শুনতে অনেক ভালো লাগে! আরো বেশি ভালো লাগে যখন আপনি আমার কমেন্ড পড়েন !!
Love you brother❤❤
full video na dekhei comment wow bro
@@faim525 bro ami just ai video ar ktha boli nai, okay🙃
Video Ta Share Koren 🔥
Thank you so much ❤
Eita vebe vebei Mon kharap Hoy. Individually shobai k concern hoite hobe ..
আরেফিন শুভর ১০ কাঠা প্লট বাতিল হওয়ার পর কে কে দেখছেন?😂
👍
আপনি এই ভিডিও দিয়ে ১ জনকে যদি ঠিক করতে পারেন সেটা আমি। কারণ আমি এই ব্যাপারটা গত বছর থেকে শুরু করেছি। খুব ভালো একটা ভিডিও :) ভালো লাগল।
সময়োচিত অসাধারণ একটি ভিডিও!
আমরা একজন সমাজচিন্তক পেলাম।
আশাবাদী হলাম।
আমাদের সমাজে ভালো কিছু পরিবর্তন হবে- ইনশাআল্লাহ ।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
This has to be one of your finest videos. Exactly pointing out the darkness under the light!! 🙈🙉🙊
সবচেয়ে বড় সমস্যা আর দুঃখের বিষয় হলো যারা দেশের সমস্যা গুলো বুঝে তারা কথা বলে না বা তারা যে অবস্থানে আছে সেখান থেকে কিছু করার চেষ্টা করে না।এত এত কন্টেন্ট ক্রিয়েটর আর এতগুলো নিউজ চেনেল তাদের কারো মনে কি এই কথাগুলো আসে না!একটা কন্টেন্টও এই বিষয় এ আজ পর্যন্ত দেখলাম না।
Hi, sir. I'm from BD, but now I live in the EU, and I am an IT student. I just wanted to mention that I'm also seeing the same problem in my college: the younger students always talk about negative things, social media, it seems like positive things don't exist. I'm so worried about what's going to be in the future. I like you and I ❤ your videos, Thanks for your costly time 🙂
Bro, Eu te porte jete koto taka khoroch hoite pare ektu kindly amk janate parben? Amr dream Eu te pora
আপনাকে ধন্যবাদ তবে তা শুধুমাত্র এই ভিডিও টির জন্য নয়। বর্তমান সময়ে আমি একজন এবনরমাল মানুষ নই যে একাই এইভাবে চিন্তা করছে, এই মানসিক অস্থিরতা থেকে আমাকে মুক্ত করার জন্য। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক দিন পর লাইক দিতে বাধ্য হলাম।
Shohomot ❤
Same to you
Same bro
কিয়া রে
us vai usssss
খুব সুন্দর হয়েছে। বাংলাদেশি মাসিক একটি পত্রিকা যার নাম নবধ্বনি। এর দশ দশ বছর পূর্তির সংখ্যা এমন একটি বিষয় পড়েছিলাম। যার মধ্যে তার সম্পাদক সালাউদ্দিন জাহাঙ্গীর ফেসবুক বিষয়ে আমাদেরকে সতর্ক করেছিল।
ভাইয়া, ফেসবুক ব্যবহার করা ছাড়ছি ৫-৬ মাস হবে। বিভিন্ন গ্রুপের সুবাদে শুধু মেসেঞ্জার ব্যবহার করা হয়। কিন্তু সবাই বলে, “কিরে তোকে তো ফেসবুকে পাওয়া যায় না।”
মানুষ ফেসবুক’টাকে এমন ভাবে ভাবা শুরু করছে। ফেসবুক-মেসেঞ্জারই যেন যোগাযোগের একমাত্র মাধ্যম।
বিশ্বাস করেন ভাই, আপনার ভিডিওটা আমার মনের কথা বলে দিল! 🌼🧡
এই ভিডিওর প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ ছিল । একটা মানুষ চাইলে সত্যি কতটা সুন্দর করে কথা বলতে পারে। আমিও চাই এত সুন্দর করে কথা বলতে।
অসাধারণ বলেছেন আপনাকে ধন্যবাদ দিলেও কম হবে,আল্লাহ তাওয়া আপনাকে নেক হায়াত দরাজ করুন আমিন।
কিছু করার নেই!!!! এটাই নিয়ে ভাবি সারাদিন,,,,
আলহামদুলিল্লাহ এখনো পরিবার এবং নিজে এসব থেকে দুরে আছি
ধন্যবাদ ভাই। বর্তমান করুন অবস্থা তুলে ধরার জন্য।
এই দেশের প্রত্যেক টা সেক্টর ই খারাপ। আমি একজন ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্র ( বিজ্ঞান বিভাগ). ২০২০ সাল থেকে অনলাইনে এডুকেশন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। আমিও অনলাইন এ কোর্স কিনে ক্লাস করি।
আর এই অনলাইন , সোসিয়াল মিডিয়ার জন্য এখন শিক্ষক আর শিক্ষক নাই। ছাত্র আর ছাত্র নেই। নূন্যতম সম্মান টাও নেই একে ওপরের প্রতি। শিক্ষক দের সরাসরি গালি দেয় এই জেনারেশন। আর এটাকে তারা সিগমা ম্যান মনে করে, কতোটা অধঃপতন হয়েছে এদের।
আমাদের এলাকায় বই মেলা হয় বিগত ৩ বছর ধরে কিন্তু মজার ব্যাপার হলো বইয়ের স্টল এর চেয়ে খাবারের দোকান বেশি, সেখানে ছেলে মেয়েদের ভিড় বেশি,। সুন্দর করে একটা স্টেজ বানিয়ে শিল্পী নিয়ে এসে নাচ গান করায়।🤬
চিন্তা করা যায়!?
জনগন এসব গার্বেজ খাচ্ছে , পরিচালক রাও খাওয়াচ্ছে।।
ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখলাম সত্যই অনেক ভালো লাগছে! আপনার অনেক ভিডিও ও আমি আগে দেখেছি কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে! তাই আজ subscribe করলাম!🎉🎉
I can relate it. Negativity ekta meter achche and etah Negativity neyar sathe sathe sojjher khomota bareh.
১০০% সত্য।
এই রিলেটেড আরও কিছু ভিডিও বানান প্লিজ।
Yes, we are rotting.
আমাদের সামনে আয়না তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
আমি একজন class 9 এর শিক্ষার্থী ব্যাপারগুলো যেনে মনে হচ্ছে পৃথিবীটাকে যতটা সুন্দর ভেবেছিলাম ততটাও না
এই খারাপের দায় আসলে আমাদের।আমরা মেনে নিয়েছি আর সেটা আস্তে আস্তে এখন অনেক বড় আকার ধারন করছে।প্রথম থেকে যদি প্রতিবাদ করতাম, কোন খারাপ বা অনিয়ম কে সুযোগ না দিতাম তাহলে আজকে এই অবস্থা হত না।
এই টা গুরুত্বপূর্ণ আলোচনা। ভীষণ গুরুত্বপূর্ণ।.. জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা।
মনের কথা গুলো বলেছেন ভাই। আমি যতটা পারি এসব হাবিজাবি এড়িয়ে চলি। অন্যদের নিরোতসাহিত করি।
আমার বয়স খুবই কম মাত্র ১৭ বছর তাও আমি একটা সুস্থ সমাজের সপ্ন দেখি যাক নিজের মনের কথা গুলো শুনে খুবই ভালো লাগলো এবং অনেক খারাপ লাগে এই কথা ভেবে যে আমরা কত সুন্দর দেশে বাস করি তাও সুন্দর্ ভাবে বাচতে পারিনা 😢😢
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিশ্লেষণ ধর্মী আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের কে সঠিক দান করুন আমিন।
এতো সুন্দর চিন্তা,এতো সুন্দর করে কথা বলা, অসাধারণ।
মন থেকে ভালোবাসা ও দোয়া আপনার জন্য।
আমি ভিষণ অবাক হয়ে আপনার কথা শুনি,ভিষণ ভালো লাগে আমার।
মাশহ আল্লাহ 🌼💚💜☺️
২৩ মিনিটের প্রত্যেকটি বাক্যেই মনের কথাগুলো বলেছেন। সময়োপযোগী গুরুত্বপূর্ণ ভিডিও Thanks brother
Ato deeply amader jatir pulse dhorar jonno and ato xoos vabe present korar jonno.
massive respect brother ❤
খুবই প্রয়োজনীয় কিছু কথা। ধন্যবাদ সুন্দর করে উপস্থাপন করার জন্য।
আমি আসলে কোনো সোসাল মিডিয়াতে যত লুভনীর ভিডিও হোক না কেন, ১ থেক ২ মিনিট এর বেশী দেশিনা, আর কনো ভিডিতে কমেন্ট করিনা, কিন্তু আপনার ভিডিও গুলা আমার অনেক ভালো লাগে আর যদি অনেক ভিডিও আপনার দেখলাম কিন্তু এই প্রথম কমেন্ট করলা,, আপনাকে ধন্যবাদ ভাই আশা করি আরো অনেক বাশী কিছু করবেন,,
সত্যিই খুবই সময়োপযোগী এবং মানসম্মত ভিডিও যেটি প্রতেকশ্রেণীর মানুষের দেখা উচিত।ধন্যবাদ ভাইয়া।
আলহামদুলিল্লাহ অনেক আগেই facebook বাদ দিছি,, ২-৩ মাস আগে নিউজ দেখও বাদ দিছি ❤
এটা যে কত গুরুত্বপূর্ণ টপিক তা বুঝতে পারার লোকের অনেক অভাব। অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি হাইলাইটস করার জন্য।
Amar boyosh 21..
Ami majhe majhe akoi topic niye khub tension kori,ki kore prottekta manush andho hote pare,amar apnar du ak joner chokh thakleu ora besi din nebena ei chokh andho korte.
ফারহান ভাই আপনি একদম মনের কথাগুলো বোলছেন। এই জন্যই আপনার, লাবিত রাহাত, এনায়েত চৌধুরী sir এর vedio র অপেক্ষায় থাকি। আমাদের যুবসমাজ ফেইসবুকে কমেন্টে ঝগড়া করে আর অন্য দেশের ছেলেরা সেই apps বানায়। বিশ্ব রাজনীতি, প্রযুক্তি সম্পর্কে আমরা এখন আগ্রহী না আমরা ভাবি কোন নায়িকা কয়টা বিয়ে হলো তা নিয়ে।
This video should be seen by everyone. Currently, I don't know what to say how to say about this critical situation of our country.
ভাই আপনি যে কথা গুলা বললেন এইগুলা আমার মনের ভিতর এলেমেলো ভেবে ভেসে বেড়াচ্ছিল। মনের ভিতরে গুছায় নিতে পারতেছিলাম না। বুঝতেছিলাম না আমার চিন্তা ভাবনা গুলা ঠিক নাকি বাহিরে দুনিয়ার যা হচ্ছে সেগুলো ঠিক। আমি ঠিক নাকি যারা নেগেটিভ বিষয় নিয়ে মাতামাতি করছে তারা ঠিক। আপনার এই ভিডিও টা আমার মানসিক ভেবে স্থিতি করলো। নাহলে নেগেটিভ এতই বেশি যে আমি বুঝতেছিলাম না আমি ভুল না তারা ভুল।
Ekhaner maximum jinish relate korte parlam na
Hoitoba Facebook use kori na dekhe emon ta hoilo
Alhamdulillah past few years dhore Facebook use kortesina
Prothom dike mone hoito je onek information theke hoito pichaye jaitesi but akhon bujhtesi that was the perfect decision
আমি কোনো কন্টেন কিয়েটার না।তবে কানটেন কীয়েটার দের ভিডিও দেখি ,,,,আমি সারা দিন এ প্রায় ফেসবুক এ ৭-৮ ঘণ্টা ভিডিও দেখে সময় কাটাই ,,,,,তবে যেসব ভিডিও দেখি মাঝে মাঝে মনে করি আমি কি করতেছি এই সব ,,,,কি ভিডিও দেখতেছি? তবে আমি ইউটিউব ভিডিও দেখি না কিন্তু আপনার ভিডিও টা সামনে আসলো তাই শুনতে বসলাম ভালো লাগলো ,,,তবে আমি আর ওই সব কোনো বাঝে ভিডিও দেখে নিজের পার্সোনালিটি নষ্ট করবো না ।
এক কথায়,
আজকের ভিডিও টা করার জন্য আপনাকে ধন্যবাদ ❤️
১০০% সহমত আপনার প্রতিটা যুক্তি আর কথার সাথে।
ধন্যবাদ মোটিভেটেড হলাম। সেল্ফ ডেভেলপমেন্ট নিয়ে আরও এরকম কিছু বানালে উপকৃত হব।
অনেক রাতে ঘুমানোর আগে ভালো লাগার কথা শুনে, আমার ভালো লগলো। আমি চাই বিজনেস এর পাশাপাশি এই সমাজ নিয়ে আপনি ভালো কিছু ভিডিও আমাদের মাঝে share করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভাই আমি তো ছোট থেকে আপনার ভিডিও দেখি এখন আমার বয়স ১৭+,,,, algorithm কে নিজের মতো করে নিতে পারলে নিউজফিড সুন্দর কিন্তু খুবই দুষ্কর,
আপনাদের মতো ক্রিয়েটদের এইসব ব্যাপারে আরো বেশি বেশি কথা বলা উচিত।
😮 khubei gurottopurno akta video
Amr age 21 ami protiniotoy apnar vedio gulo dekhi❤..ami goto 3 mash holo fb use kora bondho kore diyesi kintu bujhsi na ami amr life a ki korte chay jno 10 bosor por nijek akta valo jaygay delhte pari😢😢
আমি বাইরে বের হলেই সমাজের এই ভয়ংকর দিকগুলো নিয়ে খুব ভাবি, আর আপনি সেই ভাবনাগুলোই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।
ধন্যবাদ
ধন্যবাদ স্যার এতো সুন্দর একটা টপিক তুলে ধরার জন্য 🫡অনেক কিছু শিখতে পারলাম।
এই বিষয়টা আমি নিজে অনেকবার রিয়েলাইজ করছি এবং আপনার মুখে শুনে আরো ভালো লাগলো
নেগেটিভিটি খারাপ।যারা নেগেটিভিটি প্রমোট করে তারা আরো বেশি খারাপ।আপনার ভিডিওগুলোর মধ্যে এটা অন্যতম সেরা ভিডিও।
Hey vaia. I have watched this video probably 6 to 7 times sinve uploading. I have almost stopped using facebook for last 1 and half years. I dont have tik tok in my phone ever.
But after my marriage, I discovered my wife is is severely facebook and short video addicted. And no doubt in most of the time she watches those 'BOSTI' content. She dont like them nor want to be like them. But she can't avoid them.
She is really a sweet woman. And I tried to understand her the situation once a while, but never successful. Although she limited her watch time. And I always pray to Allah to give her enough intelligence to understand how wrongly she is going on.
Thanks for this video. Please keep doing these type of good work. May Allah bless you.
৩ মাসের মতো হবে আমি ফেসবুক চালাই না। আমি নিজে নিজে চিন্তা করছি যে ফেসবুক আর চালাবো না।কিন্তু সমস্যা হচ্ছে আমি মাজে মধ্যে নিজেকে ফাঁকি দিয়ে গুগলক্রোমে ঢুকে যাই এবং মোনে মোনে চিন্তা করি একটু দেখি।এবং এটা সবচে বেশি হয় যখন আসেপাশে মানুষদের কাছ থাকে এমন কিছু শুনি যেটা অনেক চটকদার।
What a surprise for me, mone hocche amar moner kotha golo script akae apni boltechen..❤
Apnr video gola akjon ssc and hsc porikkartir jonno bishes opojogi.....karon tara oporer dike ogroshor hocce jar karone apnr ai advice gola akjon manusher life e khub vlo akta change anbe....
Amder shokoleri aktai asha...sudo Bangladesh noi poro world ei jn sobai positively vabe and..ake oporke help kore...
ভাই আপনার কথা শুনে ভালো লাগলো।
আপনি সন্দুরভাবে বর্তমান পরিস্থিতি গুলা তুলে ধরেছেন।
Exactly এই জন্যই আমি আপনার ভিডিও avoid করি তারপর ও কেন জানি আপনার ভিডিও recommendations আসে🥱
ভাই আপনার এই ভিডিও দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি আর সোশ্যাল মিডিয়া চালাবো না ,,,কেননা এই সবগুলো কথাই আমার সাথে মিলে গেছে আর সোশ্যাল মিডিয়া থেকে কিছুই শিখতে পারছি না উল্টো খারাপ কিছু দেখছি এবং খারাপ কিছু শিখছি। ..