আমি আপনার কথা মেনে নিলাম শিক্ষা আমাদের আগে বাড়তে দিচ্ছে না । ডাক্তার ইঞ্জিনিয়ার সাইন্স তৈরি হবে কোথায় তাহলে তো পরবর্তী জেনারেশন শুধু টাকার ভিতরেই ছুটবে তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার সাইন্স বাইরে থেকে ভাড়া করে আনবেন আপনি যদি একটা কোম্পানি খোলেন আপনার কোম্পানিতে মূর্খদের রাখবেন ম্যানেজিং ডাইরেক্টর জিএম এগুলো কারা আপু আমি মানছি যে এখনকার শিক্ষাটা সত্যিই খারাপ কিন্তু এটা আপনি বলবেন না পড়াশোনার দরকারই নাই আপনার এই ভিডিও দেখে কেউ যদি পদক্ষেপ নেয় আমি আর পড়াশোনা করবো না টাকা আয় করবো পরবর্তী জেনারেশনের কি হবে ভাবতে পেরেছেন
আপু আমি অষ্টম শ্রেণীতে পড়ি।আপনি জানেন যে আমাদের দক্ষতা নির্ভর নতুন কারিকুলাম যেটা ছিল সেটা বর্তমান সরকার বাতিল করে দিচ্ছে। নতুন কারিকুলাম আসলে অনেক ভাল এবং যুগোপোযোগী। আমি একজন ভাল ছাত্র। কিন্তু তাও আমি চাই নতুন কারিকুলাম বহাল থাকুক। বাতিল যেন না করে।এটার কিছু সমস্যা আছে।সেটা সংশোধন করা সম্ভব। আমি নতুন কারিকুলাম খুব ভাল করে বুঝতে পেরেছি।কিন্তু দেশের জনগণ তা বুঝতে চাচ্ছে।সরকারও না।আপু প্লিজ একটু সাহায্য করেন। নতুন কারিকুলাম যেন বাতিল না হয়।সরকারকে বোঝান।আপনারাই পারবেন দেশকে বোঝাতে জনগণকে বোঝাতে। প্লিজ সরকারকে বোঝান।নতুন কারিকুলাম নিয়ে ভিডিও দেন,এবং এর সমস্যাগুলোর সমাধান দেন,এবং এটা পক্ষে জনগণকে উৎসাহিত করেন। এখনও সময় আছে ।নতুন কারিকুলামে বাঁচানোর ।তাই জনগণের উদ্দেশ্যে ভিডিও তৈরি করে বোঝান। আর শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করুন ,To safe our future.
আমি ক্লাস নাইনের স্টুডেন্ট। education system এর এই harsh reality টা আমিও উপলব্ধি করতে পারছি , ক্লাস ২ থেকে ক্লাস ৯ পর্যন্ত ক্লাস এ first girl + ৬ বছর school topper ছিলাম,কিন্তু education এর এই dark side সম্পর্কে জানার পর মনে হচ্ছে যেনো আধুনিক দাসত্বের মধ্যে আমিই সবচেয়ে বেশি এগিয়ে ছিলাম! Btw আমি এখন স্কিল ডেভলপমেন্ট এর উপর বেশি জোর দিচ্ছি।
@@Saida-f6i আপনি একদম সঠিক ধরেছেন,,, সে সিস্টেমকে ধরে পড়াশোনা করে এগিয়ে যাওয়াটা বোকামির কাজ,,, তবে আমি বলবো ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পড়াশোনা দরকার কারণ পড়াশোনার লাইফের দরকার আছে আপনার কোন কিছু সিদ্ধান্ত নেওয়া বা কোন কিছু সম্পর্কে ভালো-মন্দ খোঁজ নেওয়া বা রিচার্জ করার ক্ষেত্রে প্রশ্ন খুবই উপকারী,, ভালো কোন সাবজেক্ট পেলে তখনই উচ্চশিক্ষা করা উচিত তাছাড়া পাবলিক ইউনিভার্সিটি ছাড়া আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করার কোন দরকার নাই কারণ যদি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন তাহলে আপনার শেষ গতি হচ্ছে বিসিএস,, আর বিসিএস এর যে সফলতার হার সেটা ওয়ান পারসেন থেকেও কম,, মানুষের জীবন কি একটা সিস্টেম পার করার জন্যই সৃষ্টি করা হয়েছিল এই সিস্টেমের উপর দিয়ে এভাবে কষ্ট করার জন্যই তৈরি করা হয়েছিল?? জীবনে কি কোন মূল্য নেই এত কষ্ট করে 20-25-30 বছর বয়সে আমি কিছু একটা হলাম,, এটাই কি আমার সফলতা আমার জীবনের অর্ধেক শক্তি অর্ধেক সঞ্চয় অর্ধেক সময় তো আমি পারি করে ফেললাম,, মানুষকে না খেয়ে মরে কখনো দেখছেন যে পড়াশোনা করে নাই সে না খেয়ে মরছে?? বরং যারা পড়াশোনা করে নাই তারা বাইরে জগত চিনে তারা কোন না কোন ইন্ডিয়া ডেভেলপমেন্ট করে বিন্দাস জীবন যাপন করছে,, কিন্তু যারা শিক্ষিত হয়ে বেকার থাকে তারা না পারে পড়াশোনা করে কিছু করতে এই সিস্টেমের কারণে তারা না পারে কোন কাজ শিখে বাইরের জগতে কাজ করতে,,,, তারা তো মনে হয় পৃথিবীর নিকৃষ্টতম একটা মানুষ যে কিনা বাইরের জগতে মানুষের সাথে মিশে কাজ করতে পারতেছে না যে কিনা পড়াশোনা করে কোন উজ্জ্বল এবং কোন চাকরিও করতে পারতেছে না,, না পাচ্ছে সে মানসিকভাবে শান্তি
অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ আমি আপনার সাথে একমত , আমি আমার বাচ্চাদের এমন ভাবেই গড়ে তোলার চেষ্টা করছি। আমার কখনও কখনও ভাবনা হতো ,আমি ভুল করছি নাতো !!?? কিন্ত আপনার ভিডিও দেখে বুঝলাম আমিই সঠিক কাজ করছি। আমার ক্লাস সিক্সের ছেলে মায়ের ভাষার মতো ইংরেজীতে কথা বলতে পারে এবং অয়েব ডেভেলপার হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে , আমি আজ চিন্তা মুক্ত হয়ে গেলাম।
অসাধারণ কিছুশুনলাম,যা আগে জানতাম না। ইন শা আল্লাহ এই ভাবেই আগানোর চেষ্টা করবো। আমাদের এই এডুকেশন সিস্টেম আমার একদম পছন্দ না।এতো সময় নষ্ট করে দিনশেষে বেকার থাকতে হয়। অসংখ্য ধন্যবাদ আপু এই সত্যটা তুলে ধরার জন্য। ❤❤❤❤❤❤
I'm not studying for a certificate......I'm studying for my knowledge..........আমি ক্লাস 7 এ পড়ি এবং আমি আমার curiosity অনুযায়ী online থেকে বিভিন্ন higher maths and physics এর concepts শিখছি। এর কারণ আমি future এ একজন Physicist হতে চাই। তবে আমার মা বাবা, আমাকে ক্লাস এর full marks পেতে pressure দিচ্ছে। আমি শিকার করছি যে এতটাও pressure দিচ্ছে না। But still.........আমি চাচ্ছিলাম বিদেশে আমি নিজের খরচে পড়তে যাব। কিন্তু আমাকে আমার parents বলছে BUET এ study করতে। আমি Physicist হলে যে BUET এ পড়তে হবে, তা কিন্তু mandatory না। কারণ আমি শুধুমাত্র পাচ্ছি certificate......not a clear skill. আবার বলছে যে, freelancing করলে আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। But আমি যে ছোট থেকে step by step যে আমার future নিশ্চিত করছি, এটা কি কোনো ভুল কিছু? আমি higher level এর maths শিখছি, এর কারণে আমাকে বলা হয়েছে, আমার level এ থাকতে এবং সকল subject এ ভালো থাকতে হবে। তবে আমার প্রশ্ন, শেখার কি কোনো limit আছে? আমি যে certificate এর জন্য পড়াশোনা করছি, এতে কি আমার skill তৈরি হচ্ছে? না। even বিজ্ঞানী Einstein মাত্র Science এবং Maths এ পাশ করতেন। তিনি কি প্রতিষ্ঠিত হতে পারেন নি? আমার কথাগুলো ঠিক মনে হলে মুল্যায়ণ করবেন।
apnr kotha gulo vlo laglo. asoleii certificate er jonno pore kono lav nei, nijer skill develop korle life e success howa possible ekta certificate kokhono amdr future decide korte pare nah. ami class 8 er student, ami freelancing shikhchi. amr ammu abbu amk sob kichu te always support kore & freelancing course korar jonno amr parents e amk boleche. apni apnr family k vlo vabe bujhan tahole tara raji hote pare freelancing er jonno. kono vul hole I'm sorry but I think eta amr bola uchit that's why ami bollam 😊
আল্লাহ আপনার মঙ্গল করুক। ২০ বছর বয়সে এই ভিডিও দেখতেছি। যা বলছেন সবই মিলছে। এটা ভয়ংকর সত্যি যে আগামী দিনগুলো খুবই কঠিন যার জন্য আমরা প্রস্তুত না।১৭৬০ সালের বিপ্লবের সময় কলকারখানার মালিকরা শ্রমিক পাচ্ছিলো না, ঠিক একই ভাবে সামনে দিনগুলোতে শ্রমিকরা চাকরি পাবে না, কারন কারখানায় শ্রমিকের প্রয়োজন ফুরিয়ে আসছে,আহ! খুবই তথ্যবহুল ভিডিও। জীবন বদলানোর পথপ্রদর্শক বলাযায়। কিন্তু আমার বোধহয় বদলাবে না, হয়তো দেরি হয়ে গেছে।
বিষয়গুলো আজ প্রথম জানলাম, বুঝতে আরো খানিকটা সময় লাগবে। দোয়া করবেন যাতে খুব দ্রুত সঠিক রাস্তায় ফিরতে পারি। ইতিমধ্যে আমি একজন নতুন উদ্যোক্তা। সবাই দোয়া করবেন আমার জন্য।
Education system এর dark side এর নিয়ে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক thanks... আমরা আধুনিক দাসত্বের শিকার, সময় এসেছে কিছু করার, যেটা আপনার ভিডিও টা দেখে আলোর মতো স্পষ্ট হয়ে গেল। I'm Md Habibullah, from India ❤❤❤
আপনার কথাগুলো বাস্তব সত্য যা হয়তো এইভাবে চিন্তা করে দেখা হয়নি।আসলে আমাদের মাথার মধে্য সবকিছু এমনভাবে সেট করে দেওয়া হইছে আলাদা কিছু করতে গেলেই মনে হয় এ আমার তো একাডেমিক পড়া বাকি আছে।
সাবস্ক্রাইব না করে আর পারলাম না আমি এই পর্যন্ত আপনার মাত্র দুইটা ভিডিও দেখছি আর তা থেকে যা বুঝলাম আপনার ভিডিওতে বাস্তবমুখী এবং অনেক জ্ঞান এ ভরা আমাদের সমাজে প্রচলিত ধারা গুলো তুলে ধরা
মা বাবারা যদি বুঝতো, তাহলে একটা মোটামুটি রেজাল্ট করতাম, কোনো কোচিং করতাম না,কিন্তু তাদের এক কথা, পড়তে হবেই।যাই হোক, যেভাবেই হোক, সব মুখস্ত করতে হবে।আর রেজাল্ট ভালো করতে হবে যাতে তারা প্রতিবেশীর সাথে বড় মুখ করে বলতে পারে আমার ছেলে ১০০ নম্বর পেয়েছে।💔
আমি খুজতেছিলাম এই রকম প্রমান খুজতেছিলাম আপু অসাধারণ যে আপনি এই ভিডিও টা তৈরি করেছেন আমি আপনাকে সাবসক্রাই করেছি সাথে সাথে । আপনাকে অনেক ধন্যবাদ । আমার এই ভিডিও দেখার আগে থেকেই একটা কথা আছে যেটা আমার ডায়লক বলতে পারি যে:- আমি জানি আমার অনেক শিক্ষার অভাব আছে কিন্ত এই শিক্ষার না।
নতুন শিক্ষাক্রমের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। আমি মনে করি পরিবর্তনশীল জগতে নিজেকে খাপ খাওয়াতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন কে করবে? শিক্ষাই এ পরিবর্তন করতে পারে। বাঙালি পরিবর্তনে বিশ্বাসী নয়। কেননা সে মুখস্থ বিদ্যায় বিশ্বাসী। মুখস্থ বিদ্যা দিয়ে কেরানি হওয়া যায়, সষ্টি করা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘শিক্ষার বাহন’ প্রবন্ধে বলেছেন, মুখস্থ করিয়া পাশ করাই চৌর্যবৃত্তি। যে ছেলে পরীক্ষা শালায় গোপনে বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয়। আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া লয় অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায়, সেই বা কম কী করিল? সভ্যতার নিয়মানুসারে মানুষের স্মরণশক্তির মহলটা ছাপাখানায় অধিকার করিয়াছে। অতএব যারা বই মুখস্থ করিয়া পাশ করে, তারা অসভ্য রকমের চুরি করে, অথচ সভ্যতার যুগে পুরস্কার পাবে তারাই। শিশু আনন্দের মাধ্যমে শিক্ষা লাভ করবে। মুখস্থ বিদ্যায় কোনো আনন্দ নেই। শিক্ষার্থীরা মুখস্থ না করতে পারলে কয়েকবছর আগেও বেত মারা হতো। মারের ভয়ে স্কুল পালাতো শিক্ষার্থীরা ঝরে পড়তো। আধুনিক শিক্ষা এসেছে ইউরোপ থেকে। বৃটিশদের বদৌলতে আমরা তা পেয়েছি। তখন মুখস্থ করেই বিদ্যা শিক্ষা করতে হতো। এখন যুগ পাল্টেছে, কাজের ধরণ পাল্টেছে, বিদ্যার ধরণ পাল্টেছে। ইউরোপে বর্তমানে মুখস্থ বিদ্যা সিস্টেম নেই। বর্তমান বাংলাদেশেও যে, শিক্ষাক্রম চালু করা হচ্ছে তাও ইউরোপ থেকে আমদানি করা হয়েছে। বর্তমানে ফিনল্যান্ডের কারিকুলাম সারা বিশ্বে মডেল হয়ে দাঁড়িয়েছে। ফিনল্যান্ডে প্রথম থেকে নবম গ্রেডের শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে চার থেকে এগারো পিরিয়ড পর্যন্ত। শিল্প, সঙ্গীত, রান্না, কাঠমিস্ত্রি, ধাতুর কাজ, বিদ্যুৎ, সেনেটারি ও বস্ত্রশিল্পের ক্লাস করে। মুখস্থ বিদ্যা মানুষকে বেকার ও অথর্ব হিসাবে গড়ে তোলে আমাদের দেশে যারা সচিব হন, অধ্যাপক হন তারা একটা বিদ্যুতের বাল্ব ও লাগাতে পারে না। বাল্ব লাগাতে ইলেকট্রিশিয়ান ডাকতে হয়। কেননা আর ইউরোপে মুখস্থ নয়, হাতে কলমে সবকিছু শেখানো হয়। নতুন কারিকুলামে ইউরোপকে অনুসরণ করা হয়েছে। জ্ঞানবিজ্ঞান, শিক্ষা-র্দীক্ষার গুরু হচ্ছে ইউরোপ। সুতরাং ইউরোপ কীভাবে তাদের ছেলে মেয়েদের শিক্ষা দেয় সেটাই আমাদের অনুসরণ করা উচিত। ইউরোপে, জাপানে, কোরিয়ায়, শিশুদের প্রথমেই শেখানো হয় নিজের কাজ নিজে কীভাবে করবে? দাঁত ব্রাশ করা, গোসল করা, জামা কাপড় ধোয়া, খাওয়া-দাওয়া করা, বই-পত্র গোছানো প্রভৃতি তাদের শেখানো হয়। তারা নিজেরাই এসব করে আমাদের দেশের শিশুর ভুলেই গেছে এগুলো তাদের কাজ। তাদের এসব কাজ করে দিচ্ছে মা, বাবা কিংবা কাজের বুয়া, অথচ এরাই যখন বিদেশে পড়তে যায় তখন এই কাজগুলো তাদের নিজেদেরই করতে হয়। এমন একদিন আসবে যেদিন কাজের বুয়া বলে বাস্তবে কোনো শব্দ থাকবেনা। যেমন বর্তমানে রাখাল বলে বাস্তবে কিছু নেই। অথচ আশির দশক পর্যন্ত সমাজে ছিল রাখালের ছড়াছড়ি। যখন কাজের বুয়া থাকবেনা তখন কে রান্না-বান্না বা ধোয়া মোছা করবে? তখন তো ঠিকই এসব নিজেকেই করতে হবে। এখনকার ছেলে-মেয়েরা কাজ করাতো দূরের কথা পায়ে হেঁটেও চলতে পারে না। যেন পোলট্রি মুরগী। মনে রাখা দরকার শরীরের নাম মহাশয় যাহা সহায় তাহাই সয় শরীরকে যত আরাম দেবেন ততই ব্যারামের অধিকারী হবেন। বাংলাদেশের শিক্ষাক্রম প্রাইভেট, টিউশন ও কোচিং নির্ভর হয়ে পড়েছে। বর্তমান কারিকুলাম প্রাইভেট টিউশন ও কোচিংয়ের থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষা করবে। ছেলে মেয়েরা স্কুলের শিক্ষা স্কুলেই শিখে এবং আনন্দের মধ্যদিয়ে শেখে। আমাদের দেশে স্কুল বন্ধ দিলে ছেলে মেয়েরা খুশি হয়। ইউরোপ স্কুল খোলা থাকলে বরং ছেলে মেয়েরা খুশি হয়। প্রাইভেট, কোচিং ও মুখস্থ বিদ্যা উন্নত বিশ্বে না থাকলেও বাংলাদেশে বহাল তবিয়তে আছে। এসব বদলাতে গেলেও সমস্যায় পড়তে হয়। বিদ্যালয়ে যাওয়া হয় বিদ্যার জন্য। সেখানে শিক্ষক রয়েছেন তাহলে কেন প্রাইভেট পড়তে হবে বা কোচিং সেন্টারে যেতে হবে। প্রাইভেট কোচিংয়ের কারণে শিক্ষক ও শিক্ষার্থী কেউ ক্লাসে মনোযোগী হয় না। বিদ্যা দানের বিষয়, অর্থের বিনিময়ে বিক্রির বিষয় নয়। বিদ্যা বিক্রির কারণে শিক্ষকরা প্রাপ্য সম্মান পান না। আমাদের দেশে পরীক্ষায় ভালো করাকে মূল্যায়নের একমাত্র চাবিকাঠি বলে বিবেচনা করা হয়। পরীক্ষায় ভালো করলে সে ভালো মানুষ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। মূল্যায়নের ক্ষেত্রে মেধার সাথে অন্যান্য গুণাবলিও বিবেচনায় আনতে হবে। নতুন কারিকুলামে সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আশা করি এতে সুফল মিলবে।
আপনার কথা বার্তা চিন্তা ধারা ঠিক আমার মত আমি এমন চিন্তা ধারাই করতেছিলাম। আপনার ভিডিও গুলো আমার সাথে অনেক মিল পাওয়া যায় তাই আপনাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেললাম। অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। 🥰🥰🥰
Outstanding 😍 এমন ভাবে কেউ আগে কখনো বুঝাইনি মূলত আমাদের মস্তিষ্কের ভিতরে একটাই কথা ঢুকিয়ে দেওয়া হয়েছিল বড় হয়ে তুমি কি হবে ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার ।
In sha allah একদিন এই ব্যবস্থা পরিবর্তন হবে। আমি সবসময়ই এটা ভাবি যে কে কত সালে কী আবিষ্কার করলো এইগুলা কেন পড়তেছি। এগুলা মুখস্থ করে কী লাভ হচ্ছে! কোন জিনিসটা কেম্নে আবিষ্কার হইলো এই বিষয়গুলা তো তেমন গুরুত্ব দেয়া হয়না, যেমনটা আবিষ্কারের নাম আর সাল পড়ানোতে দেয়া হয়। আর ঐগুলাই পরীক্ষায় আসে😂
Asslamualaikum mam, I'm Mehzabin Mowshi .A student of class six . I've watched your videos .and these are great videos for self- development .My mother also told me before " Don't study for work ,study for knowledge" I've also done many online certified courses. But ,I didn't know the history behind this slave based education system .mam, I'm so confused about how to use your notion template . I already have a notion account .But, you're still creator of this template . Blessings for inspiring more students .
Yeas ... u r actually educated.... like it ...bes valo hoise bt bangalider eita bujano jabe na ... bangalider ami 98% certificate dhari uneducated boli eisob karonei .....
ami class 9 e porchi.....sotti bolte ami ei trap dhorte pari class 8 e thaktei. apnar video'r kotha gulo 1000% sotto. ekhon jodi amake keo bole,"balo valo result koro,pore valo ekta cakri ba bideshe cole jao"...........manusher ei bekar advice amake onek kichu shikhay,ami shudhu vabi tader mindset kemon chuto! tara BIG THINKS kortei parche na!😅😅 ,,,,ami amar dream guloke maticapa dite caina...ami amar career goal set kore felchi amd now I'M GOING... "Nabila apu apnar video dekhe ami onek kichu shikhte pari🥰....amar jonno sobai duya korben jate ami SUCCESSFULL hote pari"
What would you like to watch next, please comment below
আমি আপনার কথা মেনে নিলাম শিক্ষা আমাদের আগে বাড়তে দিচ্ছে না ।
ডাক্তার ইঞ্জিনিয়ার সাইন্স তৈরি হবে কোথায় তাহলে তো পরবর্তী জেনারেশন শুধু টাকার ভিতরেই ছুটবে তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার সাইন্স বাইরে থেকে ভাড়া করে আনবেন আপনি যদি একটা কোম্পানি খোলেন আপনার কোম্পানিতে মূর্খদের রাখবেন ম্যানেজিং ডাইরেক্টর জিএম এগুলো কারা আপু আমি মানছি যে এখনকার শিক্ষাটা সত্যিই খারাপ কিন্তু এটা আপনি বলবেন না পড়াশোনার দরকারই নাই আপনার এই ভিডিও দেখে কেউ যদি পদক্ষেপ নেয় আমি আর পড়াশোনা করবো না টাকা আয় করবো পরবর্তী জেনারেশনের কি হবে ভাবতে পেরেছেন
আপু আমি অষ্টম শ্রেণীতে পড়ি।আপনি জানেন যে আমাদের দক্ষতা নির্ভর নতুন কারিকুলাম যেটা ছিল সেটা বর্তমান সরকার বাতিল করে দিচ্ছে। নতুন কারিকুলাম আসলে অনেক ভাল এবং যুগোপোযোগী। আমি একজন ভাল ছাত্র। কিন্তু তাও আমি চাই নতুন কারিকুলাম বহাল থাকুক। বাতিল যেন না করে।এটার কিছু সমস্যা আছে।সেটা সংশোধন করা সম্ভব। আমি নতুন কারিকুলাম খুব ভাল করে বুঝতে পেরেছি।কিন্তু দেশের জনগণ তা বুঝতে চাচ্ছে।সরকারও না।আপু প্লিজ একটু সাহায্য করেন। নতুন কারিকুলাম যেন বাতিল না হয়।সরকারকে বোঝান।আপনারাই পারবেন দেশকে বোঝাতে জনগণকে বোঝাতে।
প্লিজ সরকারকে বোঝান।নতুন কারিকুলাম নিয়ে ভিডিও দেন,এবং এর সমস্যাগুলোর সমাধান দেন,এবং এটা পক্ষে জনগণকে উৎসাহিত করেন।
এখনও সময় আছে ।নতুন কারিকুলামে বাঁচানোর ।তাই জনগণের উদ্দেশ্যে ভিডিও তৈরি করে বোঝান। আর শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করুন ,To safe our future.
Course fee and duration?
Aponar aro sound effect proyojon.
কিছু,,,তুমি তো নিজেই তো ব্রেন ওয়াশে চলো,,,,অপ্রাসাঙ্গিক কথাবার্তা😡😡😡😡😡😡😡
এতোদিন বিদেশি চ্যানেলের এমন কন্টেন্ট দেখতাম। এতদিন পর আপনার ভিডিও রেকোমেন্ডে করেছে আমাকে🥲
অনেক সুন্দর একটা ভিডিও ছিলো❤
অসাধারণ বিশ্লেষণ!
বুঝতেছি পারছি এইসএসসির পরে পড়াশোনা ছেড়ে কি লাভই না করেছি নিজের। আলহামদুলিল্লাহ
কথাগুলো ভালো করে বোঝেন,,,উনি পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বলেননি।
হ্যাঁ❤@@farihajannat3716
@@ArifulIslam-o1p3h hi, aonr stha talk korta chae,
সত্যিই যারা জীবনে সফল হতে চাই তাদের জন্য অসাধারণ। সত্যিকার শিক্ষা কি তা বুঝতে সকলকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Bruh ki Kushtiar?
আমি ক্লাস নাইনের স্টুডেন্ট। education system এর এই harsh reality টা আমিও উপলব্ধি করতে পারছি , ক্লাস ২ থেকে ক্লাস ৯ পর্যন্ত ক্লাস এ first girl + ৬ বছর school topper ছিলাম,কিন্তু education এর এই dark side সম্পর্কে জানার পর মনে হচ্ছে যেনো আধুনিক দাসত্বের মধ্যে আমিই সবচেয়ে বেশি এগিয়ে ছিলাম!
Btw আমি এখন স্কিল ডেভলপমেন্ট এর উপর বেশি জোর দিচ্ছি।
I think you are lucky man, can understand it in so early age!
Pure intelligent!
@@Saida-f6i আপনি একদম সঠিক ধরেছেন,,, সে সিস্টেমকে ধরে পড়াশোনা করে এগিয়ে যাওয়াটা বোকামির কাজ,,, তবে আমি বলবো ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পড়াশোনা দরকার কারণ পড়াশোনার লাইফের দরকার আছে আপনার কোন কিছু সিদ্ধান্ত নেওয়া বা কোন কিছু সম্পর্কে ভালো-মন্দ খোঁজ নেওয়া বা রিচার্জ করার ক্ষেত্রে প্রশ্ন খুবই উপকারী,, ভালো কোন সাবজেক্ট পেলে তখনই উচ্চশিক্ষা করা উচিত তাছাড়া পাবলিক ইউনিভার্সিটি ছাড়া আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করার কোন দরকার নাই কারণ যদি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন তাহলে আপনার শেষ গতি হচ্ছে বিসিএস,, আর বিসিএস এর যে সফলতার হার সেটা ওয়ান পারসেন থেকেও কম,, মানুষের জীবন কি একটা সিস্টেম পার করার জন্যই সৃষ্টি করা হয়েছিল এই সিস্টেমের উপর দিয়ে এভাবে কষ্ট করার জন্যই তৈরি করা হয়েছিল?? জীবনে কি কোন মূল্য নেই এত কষ্ট করে 20-25-30 বছর বয়সে আমি কিছু একটা হলাম,, এটাই কি আমার সফলতা আমার জীবনের অর্ধেক শক্তি অর্ধেক সঞ্চয় অর্ধেক সময় তো আমি পারি করে ফেললাম,, মানুষকে না খেয়ে মরে কখনো দেখছেন যে পড়াশোনা করে নাই সে না খেয়ে মরছে?? বরং যারা পড়াশোনা করে নাই তারা বাইরে জগত চিনে তারা কোন না কোন ইন্ডিয়া ডেভেলপমেন্ট করে বিন্দাস জীবন যাপন করছে,, কিন্তু যারা শিক্ষিত হয়ে বেকার থাকে তারা না পারে পড়াশোনা করে কিছু করতে এই সিস্টেমের কারণে তারা না পারে কোন কাজ শিখে বাইরের জগতে কাজ করতে,,,, তারা তো মনে হয় পৃথিবীর নিকৃষ্টতম একটা মানুষ যে কিনা বাইরের জগতে মানুষের সাথে মিশে কাজ করতে পারতেছে না যে কিনা পড়াশোনা করে কোন উজ্জ্বল এবং কোন চাকরিও করতে পারতেছে না,, না পাচ্ছে সে মানসিকভাবে শান্তি
@@Saida-f6i BarakAllah fik
@@f-series7989 intelligence
অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ
আমি আপনার সাথে একমত , আমি আমার বাচ্চাদের এমন ভাবেই গড়ে তোলার চেষ্টা করছি।
আমার কখনও কখনও ভাবনা হতো ,আমি ভুল করছি নাতো !!??
কিন্ত আপনার ভিডিও দেখে বুঝলাম আমিই সঠিক কাজ করছি।
আমার ক্লাস সিক্সের ছেলে মায়ের ভাষার মতো ইংরেজীতে কথা বলতে পারে এবং অয়েব ডেভেলপার হয়ে গেছে।
ধন্যবাদ আপনাকে , আমি আজ চিন্তা মুক্ত হয়ে গেলাম।
আপু আমি এগুলো শুনে পুরো অবাক হয়ে গেছি,আমার চোখ খুলে গেছে,আপু। অনেক ধন্যবাদ আপনাকে,আশা করি আরও অনেক অজানা কথা আমরা জানব,আপনার থেকে। শুভকামনা রইল আপু!😊
অসাধারণ কিছুশুনলাম,যা আগে জানতাম না। ইন শা আল্লাহ এই ভাবেই আগানোর চেষ্টা করবো। আমাদের এই এডুকেশন সিস্টেম আমার একদম পছন্দ না।এতো সময় নষ্ট করে দিনশেষে বেকার থাকতে হয়।
অসংখ্য ধন্যবাদ আপু এই সত্যটা তুলে ধরার জন্য। ❤❤❤❤❤❤
খুবি সাহায্য করলেন ম্যাম নিজের জীবন টাকে নিজের প্যাশন এর উপরে নিজের রাস্তা নিজেই বানাতে আমাকে বেশ সাহায্য করবে
মন থেকে ধন্যবাদ ম্যাম
আমাদের উচিত পড়াশোনা করা এবং সাথে সাথে কোনো কাজে দক্ষতা অর্জন করা।
@@islam8164h ei school 5/6 hour tarpor privet ei gular por ar time koi?
I'm not studying for a certificate......I'm studying for my knowledge..........আমি ক্লাস 7 এ পড়ি এবং আমি আমার curiosity অনুযায়ী online থেকে বিভিন্ন higher maths and physics এর concepts শিখছি। এর কারণ আমি future এ একজন Physicist হতে চাই। তবে আমার মা বাবা, আমাকে ক্লাস এর full marks পেতে pressure দিচ্ছে। আমি শিকার করছি যে এতটাও pressure দিচ্ছে না। But still.........আমি চাচ্ছিলাম বিদেশে আমি নিজের খরচে পড়তে যাব। কিন্তু আমাকে আমার parents বলছে BUET এ study করতে। আমি Physicist হলে যে BUET এ পড়তে হবে, তা কিন্তু mandatory না। কারণ আমি শুধুমাত্র পাচ্ছি certificate......not a clear skill. আবার বলছে যে, freelancing করলে আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। But আমি যে ছোট থেকে step by step যে আমার future নিশ্চিত করছি, এটা কি কোনো ভুল কিছু? আমি higher level এর maths শিখছি, এর কারণে আমাকে বলা হয়েছে, আমার level এ থাকতে এবং সকল subject এ ভালো থাকতে হবে। তবে আমার প্রশ্ন, শেখার কি কোনো limit আছে? আমি যে certificate এর জন্য পড়াশোনা করছি, এতে কি আমার skill তৈরি হচ্ছে? না। even বিজ্ঞানী Einstein মাত্র Science এবং Maths এ পাশ করতেন। তিনি কি প্রতিষ্ঠিত হতে পারেন নি? আমার কথাগুলো ঠিক মনে হলে মুল্যায়ণ করবেন।
apnr kotha gulo vlo laglo. asoleii certificate er jonno pore kono lav nei, nijer skill develop korle life e success howa possible ekta certificate kokhono amdr future decide korte pare nah. ami class 8 er student, ami freelancing shikhchi. amr ammu abbu amk sob kichu te always support kore & freelancing course korar jonno amr parents e amk boleche. apni apnr family k vlo vabe bujhan tahole tara raji hote pare freelancing er jonno. kono vul hole I'm sorry but I think eta amr bola uchit that's why ami bollam 😊
Just amazing, as a student of class seven, emon thinking korata
Porar topic dekho chotu, ay video depression e voga manush der jonno, future Buetian der jonno na🎉
@@nahid_mohammad Infact আমি নিজেই depressed একটা পিচ্চি 💀
Exactly
অসাধারণ একটি ভিডিও। এবং অনেক শিক্ষণীয়।।।
অসংখ্য ধন্যবাদ এমন একটি ভিডিও দেওয়ার জন্য
আল্লাহ আপনার মঙ্গল করুক। ২০ বছর বয়সে এই ভিডিও দেখতেছি। যা বলছেন সবই মিলছে। এটা ভয়ংকর সত্যি যে আগামী দিনগুলো খুবই কঠিন যার জন্য আমরা প্রস্তুত না।১৭৬০ সালের বিপ্লবের সময় কলকারখানার মালিকরা শ্রমিক পাচ্ছিলো না, ঠিক একই ভাবে সামনে দিনগুলোতে শ্রমিকরা চাকরি পাবে না, কারন কারখানায় শ্রমিকের প্রয়োজন ফুরিয়ে আসছে,আহ! খুবই তথ্যবহুল ভিডিও। জীবন বদলানোর পথপ্রদর্শক বলাযায়। কিন্তু আমার বোধহয় বদলাবে না, হয়তো দেরি হয়ে গেছে।
এই ভিডিও তৈরির পেছনে আপনি অনেক মেহনত করেছেন, অসাধারণ ভিডিওটির জন্য আপনাকে ধন্যবাদ
বিষয়গুলো আজ প্রথম জানলাম, বুঝতে আরো খানিকটা সময় লাগবে। দোয়া করবেন যাতে খুব দ্রুত সঠিক রাস্তায় ফিরতে পারি। ইতিমধ্যে আমি একজন নতুন উদ্যোক্তা। সবাই দোয়া করবেন আমার জন্য।
হে আল্লাহ আমাদের সঠিক বিষয় গুলো বুঝে পথ চলার তৌফিক দিন.... দোয়া করি আপু আপনার জন্য আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন
আপনার বোঝানোর অসাধারন ক্ষমতা আছে।
"Iman Gadzi" er video copy kore bangla-y banaise.
na bro ata asol malik saqlin khaner video😂@@himadreemctavish5092
Salut Apu.............
সত্যিই যারা জীবনে সফল হতে চাই তাদের জন্য অসাধারণ। সত্যিকার শিক্ষা কি তা বুঝতে সকলকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Education system এর dark side এর নিয়ে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক thanks...
আমরা আধুনিক দাসত্বের শিকার,
সময় এসেছে কিছু করার, যেটা আপনার ভিডিও টা দেখে আলোর মতো স্পষ্ট হয়ে গেল।
I'm Md Habibullah, from India ❤❤❤
দারুণ ভিডিও, অনেক কিছু relate করতে পারতেছি। আসলেই নামিদামি স্কুল এ পরে আজকে নিজেকে হারায় ফেলছি। তারা বাচ্চাদের কে দাস বানায় রাখে স্কুল এ.
পড়াশোনা করে যে
অনাহারে মরে সে, এটাই সত্য এটাই বাস্তব
ভালো সম্প্রচারণা।এগিয়ে যান।এই বিষয়ে আরো মাসখানেক আগেই আমাদের বাংলাদেশী একজন ইউটিউবার কথা বলেছেন।এই বিষয়ে আরো অনেক কথা বলা উচিত
"Iman Gadzi" er video copy kore bangla-y banaise.
আপনার কথাগুলো বাস্তব সত্য যা হয়তো এইভাবে চিন্তা করে দেখা হয়নি।আসলে আমাদের মাথার মধে্য সবকিছু এমনভাবে সেট করে দেওয়া হইছে আলাদা কিছু করতে গেলেই মনে হয় এ আমার তো একাডেমিক পড়া বাকি আছে।
this woman deserves infinity salute.
@@williambruce6106 😊
"Iman Gadzi" er video copy kore bangla-y banaise.
আগেই বলি একজন শিক্ষক ,আপনার ভিডিও আমার সাথে অনেক মিল পাওয়া যায় তাই আপনাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেললাম।
সাবস্ক্রাইব না করে আর পারলাম না আমি এই পর্যন্ত আপনার মাত্র দুইটা ভিডিও দেখছি আর তা থেকে যা বুঝলাম আপনার ভিডিওতে বাস্তবমুখী এবং অনেক জ্ঞান এ ভরা আমাদের সমাজে প্রচলিত ধারা গুলো তুলে ধরা
মা বাবারা যদি বুঝতো, তাহলে একটা মোটামুটি রেজাল্ট করতাম, কোনো কোচিং করতাম না,কিন্তু তাদের এক কথা, পড়তে হবেই।যাই হোক, যেভাবেই হোক, সব মুখস্ত করতে হবে।আর রেজাল্ট ভালো করতে হবে যাতে তারা প্রতিবেশীর সাথে বড় মুখ করে বলতে পারে আমার ছেলে ১০০ নম্বর পেয়েছে।💔
😅😅😅
"পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর টপিক হলো মোটিভেশনাল স্পিচ"
অবশ্য এটা এমন এক ধান্ধা, এতে অনেকেই সফল, কিন্তু এদের স্পিচের ভক্ত-দর্শক-শ্রোতাদের কেউই সফল নয়।
আপনি কি করেন?
@@OpriyoSotyobadi sotti kotha,, er caite boi porben and study koren.
@@etiakter4164 ফ্রিল্যান্সিং
ঠিক বলেছেন
ভাই শিক্ষা ব্যবস্থা আসলেই একটা ফাঁদ!
চাকরির বাজারে নামলে বুঝতে পারবেন!!
❤❤এডুকেশন নিয়ে অনেক সুন্দর আলোচনা আপনি করছেন যা বর্তমান যুগের সাথে মিলে যায় আর পড়ালেখার উদ্দেশ্য শুধু চাকরি হওয়া উচিত নয়
Yes, absolutely!
@@nabila_kkExactly
ধন্যবাদ আপু।
এতো সুন্দরভাবে তুলে ধরার জন্য ❤
আমি খুজতেছিলাম এই রকম প্রমান খুজতেছিলাম
আপু অসাধারণ যে আপনি এই ভিডিও টা তৈরি করেছেন আমি আপনাকে সাবসক্রাই করেছি সাথে সাথে । আপনাকে অনেক ধন্যবাদ । আমার এই ভিডিও দেখার আগে থেকেই একটা কথা আছে যেটা আমার ডায়লক বলতে পারি যে:- আমি জানি আমার অনেক শিক্ষার অভাব আছে কিন্ত এই শিক্ষার না।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ❤।
আপু কিভাবে কোন রিসোর্স খুঁজে বের করতে হয় সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ একটা ভিডিও করলে খুব ভালো হয়।
জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও যথেষ্ট❤❤❤
"Iman Gadzi" er video copy kore bangla-y banaise.
আল্লাহ আপনাকে ২০০ বছর বাচিয়ে রাখুক। ❤
আপনার আলোচনা গুলো ছিল, মনের গভীর থেকে,,❤️
মা-শা-আল্লাহ
সঠিক কথা বলার জন্য ধন্যবাদ আপু
জীবনে অনেক মোটিভেশন ভিডিও দেখেছি । কিন্তু আপনার ভিডিও সব থেকে ভাল ।
দোয়া করবেন আমার জন্য, যেন এই ২৮ বছর বয়সে ও ভাল কিছু করতে পারি
নতুন শিক্ষাক্রমের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। আমি মনে করি পরিবর্তনশীল জগতে নিজেকে খাপ খাওয়াতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন কে করবে? শিক্ষাই এ পরিবর্তন করতে পারে। বাঙালি পরিবর্তনে বিশ্বাসী নয়। কেননা সে মুখস্থ বিদ্যায় বিশ্বাসী। মুখস্থ বিদ্যা দিয়ে কেরানি হওয়া যায়, সষ্টি করা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘শিক্ষার বাহন’ প্রবন্ধে বলেছেন, মুখস্থ করিয়া পাশ করাই চৌর্যবৃত্তি।
যে ছেলে পরীক্ষা শালায় গোপনে বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয়। আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া লয় অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায়, সেই বা কম কী করিল? সভ্যতার নিয়মানুসারে মানুষের স্মরণশক্তির মহলটা ছাপাখানায় অধিকার করিয়াছে। অতএব যারা বই মুখস্থ করিয়া পাশ করে, তারা অসভ্য রকমের চুরি করে, অথচ সভ্যতার যুগে পুরস্কার পাবে তারাই।
শিশু আনন্দের মাধ্যমে শিক্ষা লাভ করবে। মুখস্থ বিদ্যায় কোনো আনন্দ নেই। শিক্ষার্থীরা মুখস্থ না করতে পারলে কয়েকবছর আগেও বেত মারা হতো। মারের ভয়ে স্কুল পালাতো শিক্ষার্থীরা ঝরে পড়তো। আধুনিক শিক্ষা এসেছে ইউরোপ থেকে। বৃটিশদের বদৌলতে আমরা তা পেয়েছি। তখন মুখস্থ করেই বিদ্যা শিক্ষা করতে হতো। এখন যুগ পাল্টেছে, কাজের ধরণ পাল্টেছে, বিদ্যার ধরণ পাল্টেছে। ইউরোপে বর্তমানে মুখস্থ বিদ্যা সিস্টেম নেই। বর্তমান বাংলাদেশেও যে, শিক্ষাক্রম চালু করা হচ্ছে তাও ইউরোপ থেকে আমদানি করা হয়েছে।
বর্তমানে ফিনল্যান্ডের কারিকুলাম সারা বিশ্বে মডেল হয়ে দাঁড়িয়েছে। ফিনল্যান্ডে প্রথম থেকে নবম গ্রেডের শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে চার থেকে এগারো পিরিয়ড পর্যন্ত। শিল্প, সঙ্গীত, রান্না, কাঠমিস্ত্রি, ধাতুর কাজ, বিদ্যুৎ, সেনেটারি ও বস্ত্রশিল্পের ক্লাস করে। মুখস্থ বিদ্যা মানুষকে বেকার ও অথর্ব হিসাবে গড়ে তোলে আমাদের দেশে যারা সচিব হন, অধ্যাপক হন তারা একটা বিদ্যুতের বাল্ব ও লাগাতে পারে না। বাল্ব লাগাতে ইলেকট্রিশিয়ান ডাকতে হয়। কেননা আর ইউরোপে মুখস্থ নয়, হাতে কলমে সবকিছু শেখানো হয়।
নতুন কারিকুলামে ইউরোপকে অনুসরণ করা হয়েছে। জ্ঞানবিজ্ঞান, শিক্ষা-র্দীক্ষার গুরু হচ্ছে ইউরোপ। সুতরাং ইউরোপ কীভাবে তাদের ছেলে মেয়েদের শিক্ষা দেয় সেটাই আমাদের অনুসরণ করা উচিত। ইউরোপে, জাপানে, কোরিয়ায়, শিশুদের প্রথমেই শেখানো হয় নিজের কাজ নিজে কীভাবে করবে? দাঁত ব্রাশ করা, গোসল করা, জামা কাপড় ধোয়া, খাওয়া-দাওয়া করা, বই-পত্র গোছানো প্রভৃতি তাদের শেখানো হয়। তারা নিজেরাই এসব করে আমাদের দেশের শিশুর ভুলেই গেছে এগুলো তাদের কাজ। তাদের এসব কাজ করে দিচ্ছে মা, বাবা কিংবা কাজের বুয়া, অথচ এরাই যখন বিদেশে পড়তে যায় তখন এই কাজগুলো তাদের নিজেদেরই করতে হয়।
এমন একদিন আসবে যেদিন কাজের বুয়া বলে বাস্তবে কোনো শব্দ থাকবেনা। যেমন বর্তমানে রাখাল বলে বাস্তবে কিছু নেই। অথচ আশির দশক পর্যন্ত সমাজে ছিল রাখালের ছড়াছড়ি। যখন কাজের বুয়া থাকবেনা তখন কে রান্না-বান্না বা ধোয়া মোছা করবে? তখন তো ঠিকই এসব নিজেকেই করতে হবে। এখনকার ছেলে-মেয়েরা কাজ করাতো দূরের কথা পায়ে হেঁটেও চলতে পারে না। যেন পোলট্রি মুরগী। মনে রাখা দরকার শরীরের নাম মহাশয় যাহা সহায় তাহাই সয় শরীরকে যত আরাম দেবেন ততই ব্যারামের অধিকারী হবেন।
বাংলাদেশের শিক্ষাক্রম প্রাইভেট, টিউশন ও কোচিং নির্ভর হয়ে পড়েছে। বর্তমান কারিকুলাম প্রাইভেট টিউশন ও কোচিংয়ের থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষা করবে। ছেলে মেয়েরা স্কুলের শিক্ষা স্কুলেই শিখে এবং আনন্দের মধ্যদিয়ে শেখে। আমাদের দেশে স্কুল বন্ধ দিলে ছেলে মেয়েরা খুশি হয়। ইউরোপ স্কুল খোলা থাকলে বরং ছেলে মেয়েরা খুশি হয়। প্রাইভেট, কোচিং ও মুখস্থ বিদ্যা উন্নত বিশ্বে না থাকলেও বাংলাদেশে বহাল তবিয়তে আছে। এসব বদলাতে গেলেও সমস্যায় পড়তে হয়। বিদ্যালয়ে যাওয়া হয় বিদ্যার জন্য। সেখানে শিক্ষক রয়েছেন তাহলে কেন প্রাইভেট পড়তে হবে বা কোচিং সেন্টারে যেতে হবে।
প্রাইভেট কোচিংয়ের কারণে শিক্ষক ও শিক্ষার্থী কেউ ক্লাসে মনোযোগী হয় না। বিদ্যা দানের বিষয়, অর্থের বিনিময়ে বিক্রির বিষয় নয়। বিদ্যা বিক্রির কারণে শিক্ষকরা প্রাপ্য সম্মান পান না। আমাদের দেশে পরীক্ষায় ভালো করাকে মূল্যায়নের একমাত্র চাবিকাঠি বলে বিবেচনা করা হয়। পরীক্ষায় ভালো করলে সে ভালো মানুষ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। মূল্যায়নের ক্ষেত্রে মেধার সাথে অন্যান্য গুণাবলিও বিবেচনায় আনতে হবে। নতুন কারিকুলামে সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আশা করি এতে সুফল মিলবে।
আপনি কি করেন?
@@etiakter4164I'm a student.
@@etiakter4164 student.
জাজাকাল্লাহ
@@mpouniderma2294 কিন্তু এটা বাতিল করে দিচ্ছে।দরকার সংস্কার।
Porasuna onek dorkar,, academic knowledge khub dorkar,, but nijer moddhee alada bisoy gulo bujte hobe
আমার ভাবনার সাথে আপনার কথাগুলো মিলে গেছে ম্যাম। এরকম আরও পরামর্শ চাই
Sundar
দুঃখজনক আপু 😥
প্রতিটা মূহুর্তেই হতাশা বাড়ছে বর্তমান সময়ের তরুণদের মাঝে
আফসোস, আপনার এই ভিডিও দেখে যদি আমাদের সরকার ও শিক্ষা মন্ত্রীরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে পারতো। কতোই না ভালো হতো ।
এমন মূল্যবান ভিডিও আপলোড করার জন্য অশেষ ধন্যবাদ
আপনার সবগুলা কথাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ
মন্ত্রমুগ্ধের মত শুনলাম!!
অসাধারণ বুঝিয়েছেন আপনি
সত্যি অনেক ভালো কিছু বললেন এর থেকে যা আমি অনেক দূর এগিয়ে যাব
একটু বেশীই ভালো লাগলো।
আপনার কথা বার্তা চিন্তা ধারা ঠিক আমার মত আমি এমন চিন্তা ধারাই করতেছিলাম। আপনার ভিডিও গুলো আমার সাথে অনেক মিল পাওয়া যায় তাই আপনাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেললাম। অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। 🥰🥰🥰
Just amazing ❤️
খুবই চমৎকার কনটেন্ট এবং উপস্থাপনা***
ধন্যবাদ,আপু।
অনেক কিছু জানতে পারলাম। ❤️
১৭ বছর বয়সে এরকম কথা প্রথম শোনলাম।
শুকরিয়া
বাড়ি থেকে জোর করে পড়াশোনা করতে,,প্রচুর ইচ্ছা হয় অনলাইনের কাজ,,কিন্তু বাবা মায়ের চাপে একাডেমিক পড়াশোনা ,র চাকরীর পড়াশোনা নিয়ে পড়ে আছি
দুই টা ই করা সম্ভব
বাড়ি থেকে পালিয়ে যান?😅
Hmm sata jdi Facebook scrolling na kri Tahole ...huday fb tei 5,6h katano ai generation Savabik mne kre@@nasrinsultana8515
Freelancer nasir are jiboni deken
Baba ma bujhena tai tara eto education chap day😢
But apnito bujhtechen so apnii chaile familyr ogochore onek skill sikhte paren ...
Apu apnar 100% right, ami all time amader aii education system er mistake gula nia think kori
অসাধারণ লেগেছে আমার দেখা বেস্ট ভিডিও জীবন সম্পর্কে আমরা এখনও বুকার রাজ্জে বাস করছি
আমার লাইফের শ্রেষ্ঠ ভিডিও ছিল এটা। ❤️❤️
@@mdmamunuddin1528 Thank you!
Thanks for your analylitical and thoughtful discussion.
Outstanding 😍
এমন ভাবে কেউ আগে কখনো বুঝাইনি
মূলত আমাদের মস্তিষ্কের ভিতরে একটাই কথা ঢুকিয়ে দেওয়া হয়েছিল বড় হয়ে তুমি কি হবে ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার ।
খুবই দারুণ বিশ্লেষণ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
You have removed all my depressions by this video.
now I feel relax , thanks a million
মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য বহুল আলোকিত আলোচনা।
ধন্যবাদ, এ মূল্যবান বক্তব্যের জন্য।
This is a bulletproof video 🚅🫡🪂
আপু Saqlin Khan,,,, ইউটিউব চ্যানেলের,বাংলা ভার্সন 😂 কিন্তু আপনার ভিডিও টা ও সুন্দর হয়েছে
Thanks for the information. You made me realize the truth.
অনেক ভাল লেগেছে। ধন্যবাদ
সত্যিই আপনি অনেক মানুষের চোখ খুলে দিয়েছেন 😮😮।
এইটা ঠিক হইলো।আমি স্ক্রিপ্ট লিখছি।Then আপনার ভিডিও টা সামনে আসলো। মনটায় খারাপ হয়ে গেলো
অসাধারণ তথ্যবহুল একটি ভিডিও,, জাস্ট হা করে সব কথাগুলো শুনলাম 😲🤔
কথাগুলো একদম সত্য।
আমি আগে এই কথা গুলো হিন্দি এবং ইংরেজিতে শুনেছি আজ বাংলায় সুনেহ অনেক ভালো লাগলো।
@@mdmannansharcar1087 আমিও আপনার মতোই
অসাধারণ সুন্দর ভিডিও।জীবন আমার বদলে দিলো।
In sha allah একদিন এই ব্যবস্থা পরিবর্তন হবে।
আমি সবসময়ই এটা ভাবি যে কে কত সালে কী আবিষ্কার করলো এইগুলা কেন পড়তেছি। এগুলা মুখস্থ করে কী লাভ হচ্ছে! কোন জিনিসটা কেম্নে আবিষ্কার হইলো এই বিষয়গুলা তো তেমন গুরুত্ব দেয়া হয়না, যেমনটা আবিষ্কারের নাম আর সাল পড়ানোতে দেয়া হয়। আর ঐগুলাই পরীক্ষায় আসে😂
এই বিষয়টি এখন অনেকেই বুঝতে পারছে। আসলে বুঝেও সবাই পুরোপুরি গ্রহণ করতে পারে না। জারা স্কিপ না করে সিরিয়াসলি নেই তারাই এগিয়ে যাবে।।
@@22company Yes, absolutely
কথাগুলো সোনার চেয়েও দামী ছিল❤
পড়াশুনা করে তিনজন মিলে নিজেরা বিজনেস করতেছি অনার্স পাশ লোককে নিয়োগ দিয়ে রাখছি😊। চাকরি ছেড়ে নিজেরাই শেয়ারে বিজনেস করি।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর করে বুঝিয়েছেন ❤❤আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ❤❤❤
Asslamualaikum mam, I'm Mehzabin Mowshi .A student of class six . I've watched your videos .and these are great videos for self- development .My mother also told me before " Don't study for work ,study for knowledge" I've also done many online certified courses. But ,I didn't know the history behind this slave based education system .mam, I'm so confused about how to use your notion template . I already have a notion account .But, you're still creator of this template . Blessings for inspiring more students .
অসাধারণ বিশ্লেষণ!
আপু আপনার সেম কথা গুলো রাজবি ই কমার্স স্যার থেকে গুলো বলেছেন, তবে শেষে আপনি অনেক ভালো নির্দেশনা দিয়েছেন,,
😌🙂👍🏻
ধন্যবাদ আপু। এত সুন্দর করে রিয়ালিটি গুলো তুলে ধরার জন্য। আমরা আপনার সাথে সহমত প্রদর্শন করছি।।
নোসেন টেমপ্লেট টার ভিডিও দিলে খুশি হতাম। শিখতে চাই নতুনভাবে নতুন কিছু
Just wow knowledge
আপু Notion Templates কিভাবে ব্যবহার করবো তা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দিলে উপকৃত হতাম।
আপনাকে অগ্রীম ধন্যবাদ আপু।
It's a huge video. Thank you for sharing the views efficiently.
Thik kotha maa ,,,, amar sathe anek mill ace aikoth guli..
One of the best vlog I have ever seen......
Yeas ... u r actually educated.... like it ...bes valo hoise bt bangalider eita bujano jabe na ... bangalider ami 98% certificate dhari uneducated boli eisob karonei .....
Maam Best video ever ❤
ami class 9 e porchi.....sotti bolte ami ei trap dhorte pari class 8 e thaktei.
apnar video'r kotha gulo 1000% sotto.
ekhon jodi amake keo bole,"balo valo result koro,pore valo ekta cakri ba bideshe cole jao"...........manusher ei bekar advice amake onek kichu shikhay,ami shudhu vabi tader mindset kemon chuto! tara BIG THINKS kortei parche na!😅😅
,,,,ami amar dream guloke maticapa dite caina...ami amar career goal set kore felchi amd now I'M GOING...
"Nabila apu apnar video dekhe ami onek kichu shikhte pari🥰....amar jonno sobai duya korben jate ami SUCCESSFULL hote pari"
আপু আসসালামুআলাইকুম । আপনার ভিডিও অনেক সুন্দর । আপনার জন্যে শুভ কামনা । আপনার যেন তাড়াতাড়ি 100k হয় ।❤
@@MIRZATAWHID1234-fv5sk Apnake oshnkho dhonnobad!
Financial freedom is the goal dream billionaire 💸
অসাধারণ ছিল।
এরকম কিছু আমি রিসার্চ করে পাইছি আসলেই কষ্টদায়ক।
This video deserves millions of views🙂
I hope you will go maximum top famous youtober and very good explananer. Allah bless you 🌹🌹🌹👌
Wow it's really secret information thank, you very much. I am interested don't know more things like that
সত্যিই আপু আজকের ভিডিওটা অসাধারণ বানিয়েছেন❤
Yes, You're absolutely right