আপনার ভিডিও আমি একটু সময় নিয়ে২ দেখছি৷ পিছিয়েও পড়েছি। আজ এই পর্বটা দেখলাম। অনেক কষ্টসাধ্য পথ ঝুঁকি নিয়ে অতিক্রম করে যেখানে গেলেন তা সত্যিই স্বর্গের মতো সুন্দর!! শৃঙ্গগুলো একে একে চিনে নিলাম। পর্বটা বেশ ভালো লাগলো। আস্তে২ দেখতে থাকব আগামী পর্বগুলো। 🥰
দারুন দারুন সুন্দর ভিডিও। ঠান্ডায় কাঁপতে কাঁপতে কথাগুলো কি সুন্দর গুছিয়ে বাজিয়ে বলছো। মৌনি বাবাকে এক ঝলক দেখলাম বেশ ভালো লাগলো। খুব কষ্ট আমাকে মানস দর্শন করতে বলেছো, কিন্তু লোভটা ভিতর টগবগ করছে, ছুটে যাওয়ার জন্য । যাইহোক ভাইয়ের চোখ দিয়ে দেখলাম। এটাই বা কম কি। ভালো থেকো। আগামী পর্বের অপেক্ষায়।
Episode 12 পর্যন্ত দেখলাম এবং খুব খুব ভাল লাগলো। আমরা বছর তেরো আগে একবার গঙ্গোত্রী থেকে গোমুখের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম। কিন্ত দুই জন বাদ দিয়ে বাকি আমরা চিরবাসায় একদিন রাত্রিযাপন করে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম কারণ আমরা কোনো শেরপা, পোর্টার কিছুই নিইনি তারমধ্যে আমাদের দল নয় থেকে পঞ্চাশ পর্যন্ত মহিলা ও বাচ্চারাও ছিল।
যথেষ্ট কষ্টকর যাত্রা । ভিডিও দেখেই বুঝতে পারছি । স্বর্গের দেশে ,স্বপ্নের দেশে ,সচক্ষে এই সব দৃশ্যাবলী দেখেছেন আপনি খুবই ভাগ্যবান ভাই । আপনার আর ও সাফল্য কামনা করি । আপনার ভিডিওর মাধ্যমে আমরাও আনন্দ উপভোগ করি । অনেক অভিনন্দন ভাই ।❤ অসাধারণ সুন্দর ❤
At first Congratulations for achieving 39 K. One of the best episode seen through your lences. Beautifully explore Shivling/ Bhagirathi Sisters/ Meru/ Kharchakund & other different mountain peaks. We are very happy for your success the Gomukh/ Tapovan Treak. Thanks to you & your very good teammates. With Regards.
অসাধারণ অনবদ্য অপূর্ব কোন বিশেষণ ই যথেষ্ট নয়। এই ভাবে স্বয়ং শিবালিক এর সামনে দাড়িয়ে আছেন, চার পাশের সৌন্দর্য উপভোগ করছেন, আরও কত পর্বত শ্রেনীর সাথে পরিচিত হচ্ছেন, সত্যিই খুব ভাগ্যবান আপনি। আমার এই জীবনে তো হোলো না। আপনার সাহায্যে প্রকৃতির এই অপরূপ শোভা উপভোগ করার সুযোগ পেলাম। সাথে সাথে পরমেশ্বর এর অস্তিত্ব ও অনুভব করলাম। কি গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছেন মহাদেব ওনার সব সদস্য দের সাথে নিয়ে। পরম করুণাময় ঈশ্বর আপনার মঙ্গল করুন। এই আকাশ গঙ্গা নদীর মাধ্যমে মহাদেব ওনার চরণামৃত পাঠিয়ে দিয়েছেন আপনাদের কাছে। মৌনী বাবা কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। 🙏
@@swapnopaul নিরবে নিভৃতে তপস্যা র স্হান। এই জায়গা সকলের জন্য না। কেবল মাত্র দুর্গম কে জয় করার অদম্য ইচ্ছা থাকলেই হবে না, সাথে এই তপোভূমি তে আসার জন্য মনের ভক্তিভাব থাকলে, তবেই পরমেশ্বর এর অনুমতি পাওয়া যায় এখানে আসার এবং অপার্থিব আনন্দ এবং মানসিক শান্তি লাভ করার। আমার ব্যক্তিগত ধারণা।
অসাধারণ লাগছে পর্ব টি, মুগ্ধ হয়ে শুধু দেখছি এতো অপূর্ব লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই অত্যন্ত দূর্গম পথ অতিক্রম করে সকলের পক্ষে ট্রেক করা সম্ভব নয়। ভালো থেকো ভাই তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ❤❤❤।
peak chenano r samay kothay jeno hariye gechilam eto attractive and hypnotic lagchilo..prochur tent poreche dekhlam..eto kasto kore jawa 100% sarthok..ashram okhane!! bhaba jayna..sokal r tapovan puro picnic r poribesh...just darun
@@swapnopaul satti..oder dekhe sekha r ache..oi poribesh e din r por din thakche ora abar amader moto hitech lokjon okhane berate gele tader thaka khawa r support o dicche
Ato sundor Tapoban ja du char te bhasa diya bala sambhab noi. Ei Tapoban trek akek kasrer anek risky kintu ei journey je Apni kore aste perechen eta Apnar jibane akta birat pawa birat puji. Rasta anek kothin kintu ta je Apnara joy korechen seta anek. Ar ami Apnar ei video gulo bar bar dekhchi ati bhalo lagche ki bolbo 👍
Bondhu vison vison valo lagche ei videogulo r ektu boro korte ki problem hoi ta jani na. Bondhu parle 30 minuteser video deben asole amra jibone jete parbo ki na jani na tai bolchi ektu chinta kore dekhben.
Bondhu amader kotha vabte hobe na, asole amader ke ke jete parbe ki na jani na tai bolechi r dekhte dekhte amra gomukh chole jai tai bollam. @@swapnopaul
Apnar story telling ta khub sadharon maner holeo khub e informative ar tan tan ekbaar dekha suru korle sesh na kore thama asomvob hochee ar jeno mone hochee apnader sathei journey korchi. Uttarkashi theke porbo gulo khub e bhalo hoyeche. Ar apni apnar mone ja anubhuti eseche setakei apni akopote rule dhorechen. Apnake Kurnis!!!
আমি ভ্রমণ ভিডিও বানাই, এই ভিডিও ৮ থেকে ৮০ সবার জন্য। এর মধ্যে স্বল্প শিক্ষিত , বেশি শিক্ষিত সবাই আছে। তাই সবার কথা ভেবেই খুব সাধারণ ভাবে গল্প সাজাতে হয়। আচার আচরণ, ভাষার ব্যাবহারও সেই ভাবেই করতে হয় যাতে পরিবারের সবাই এক সাথে বসে স্মার্ট টিভিতে দেখতে পারে। সঙ্গে থাকুন।
Ei trek ta aami 1986 e korechilam, guide chilo charan singh uttarkashi theke contact korechilam. Takhon tapobon e shimla baba chilen. Route ta sampurna alada hoe gache tobe aamra gechilam November 4 tarikh e
অপূর্ব প্রকৃতি, বর্ণনা করার ভাষা নেই। ঈশ্বর আপনাদের সহায় থাকুন , এইটুকুই বলি।
উনি সহায় থাকলেই সব হবে।
আমরা ২১.১০.২৩ তপোবন ট্রেক করেছি। অসম্ভব সুন্দর একটা জায়গা। খুবই কঠিন ট্রেক।
অত্যন্ত দুর্গম এই ট্রেক এর এই অনবদ্য পর্বের জন্য কুর্নিশ আপনাকে। আপনার চোখে/ক্যামেরায় দেখে নিলাম তপোবন যেথানে আমাদের পক্ষে পৌঁছানো অসম্ভব।
অনেক ধন্যবাদ স্যার।
Apurbo laglo tapovan ❤
ধন্যবাদ
Khub bhalo laglo ❤
Thank you Somjit da.
Khub bhalo lajlo. Jano mone holo nia a gia chi. Khub bhalo
ভার্চুয়ালি আপনারা আমার সঙ্গেই আছেন তো।
Apurbo
এক কথায় অসাধারণ! মন ভরে গেল ----
আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালবাসা ও শুভকামনা। 💖💐👏
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Har har Mahadev.Notification peyei aj dekhlam Osadharon sundor ekta vdo, manosh bhromon korlam apnar sathe amader dekhe asa sei purono pobitro sthangulo.Onek dhonnobad 🙏🙏🙏🙏❤❤
আজ সন্ধ্যায় পরের পর্ব আসছে।
অপূর্ব..., অনবদ্য....
ধন্যবাদ
আপনার ভিডিও আমি একটু সময় নিয়ে২ দেখছি৷ পিছিয়েও পড়েছি। আজ এই পর্বটা দেখলাম। অনেক কষ্টসাধ্য পথ ঝুঁকি নিয়ে অতিক্রম করে যেখানে গেলেন তা সত্যিই স্বর্গের মতো সুন্দর!! শৃঙ্গগুলো একে একে চিনে নিলাম। পর্বটা বেশ ভালো লাগলো। আস্তে২ দেখতে থাকব আগামী পর্বগুলো। 🥰
ধন্যবাদ অমিতাভদা। সত্যিই এ জায়গা যেন স্বর্গ।
খুব ভালো লাগলো। দারুন দারুন
Thanks
অসাধারণ দাদা
Loved your trek. Abundant natural beauty. Dr. Ajit Thakur *USA).
You are watching from USA. which is so far from Bengal. It's a great achievement to me. Thank you, stay well.
Osadharan laglo
Thanks
Very.nice.video.thank.you
আরে বাঃ। নিল রং এর লেখা।
মাউন্ট শিবলিঙ্গ ও হিমালয়ের অন্যান্য পিক গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম, এই ট্রেকের দারুন অভিজ্ঞতা শেয়ার করছেন খুব ভালো লাগছে
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
ভয়ঙ্কর সুন্দর। সত্যিই খুব কষ্টকর ট্রেক। এত কষ্ট সহ্য করেও এত সুন্দর ফটোগ্রাফি ও উপস্থাপনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
sir apanar janna gomukh tapovan dekha holo bhalo thakben
ধন্যবাদ। দেখতে থাকুন।
অসাধারণ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম.... খুব ভালো লেগেছে দাদা 👍🙏🙏🙏🙏
সঙ্গে থাকুন।
Apurbo , Ashadharon !!
Mone holo Swargo ke darshon korlam
Apnader Sakolke Anek Anek Suvechha o Shuvo Kamona janai
Evabei Swargo Darshon koran Amader
Iswar Apnader Soda kushal Mongol E Rakhun , Ashirwad Korun o Surokshito Rakhun
HAR HAR MAHADEV 🙏🔱🙏🕉️🕉️❤❤❤🌹🌹
সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
দারুন দারুন সুন্দর ভিডিও। ঠান্ডায় কাঁপতে কাঁপতে কথাগুলো কি সুন্দর গুছিয়ে বাজিয়ে বলছো। মৌনি বাবাকে এক ঝলক দেখলাম বেশ ভালো লাগলো। খুব কষ্ট আমাকে মানস দর্শন করতে বলেছো, কিন্তু লোভটা ভিতর টগবগ করছে, ছুটে যাওয়ার জন্য । যাইহোক ভাইয়ের চোখ দিয়ে দেখলাম। এটাই বা কম কি। ভালো থেকো। আগামী পর্বের অপেক্ষায়।
পারবেন না দিদি। তপবন খুব দুর্গম।
সত্যিই কি ভয়ঙ্কর সুন্দর সব দৃশ্য। খুব ভালো লাগলো
দেখতে থাকুন।
Awesome excellent 👌👌👌👌👌👌
Thanks a lot
আপনি এত দুর্গম ট্রেক করেন বলেই আমরা এই ভয়ঙ্কর সুন্দর স্থান গুলো দেখে ধন্য হলাম। ধন্যবাদ আপনাকে।
পাশে থাকার জন্য ধন্যবাদ।
সত্যিই অসাধারণ লাগল। খুব ই বিপজ্জনক ট্রেক। সকলের যাওয়া চলে না। ভিডিও দেখেই মনের শান্তি। যাইহোক খুব ভাল লাগল ভিডিও টি। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
অনেক অনেক ধন্যবাদ
অপূর্ব অনবদ্য অসাধারণ... পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম 😊😊
Thanks a lot
No doubt it is a hard trekking. Great.
Thanks
দাদা অসাধারণ লাগলো
Thanks
অসংখ্য ধন্যবাদ আপনাকে, এমন অসামান্য এক যাত্রায় সাথী করেছেন আমাদের। যেমন অসামান্য ভিডিও, তেমনই অনন্য ভাষ্য! এত ভালো আর স্বচ্ছ উপস্থাপনা--মুগ্ধ আমি।
সঙ্গে থাকুন, আরো অনেক কিছু দিতে পারবো।
গতবছর আমি গিয়েছিলাম। অসাধারন অভিজ্ঞতা।
Episode 12 পর্যন্ত দেখলাম এবং খুব খুব ভাল লাগলো। আমরা বছর তেরো আগে একবার গঙ্গোত্রী থেকে গোমুখের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম। কিন্ত দুই জন বাদ দিয়ে বাকি আমরা চিরবাসায় একদিন রাত্রিযাপন করে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম কারণ আমরা কোনো শেরপা, পোর্টার কিছুই নিইনি তারমধ্যে আমাদের দল নয় থেকে পঞ্চাশ পর্যন্ত মহিলা ও বাচ্চারাও ছিল।
Please episode 13 ta dekhan
পর্ব 13 এডিট হচ্ছে। দু-এক দিন অপেক্ষা করুন প্লিজ।
বাচ্চা নিয়ে এই ট্রেক অসম্ভব।
প্রণাম
আপনার মতো কেউ বুঝিয়ে দেখিয়ে দেয়না খুব ভালো লাগলো
তুঙ্গনাথ সিরিজেও শৃঙ্গ গুলো বুঝিয়ে বলেছিলাম।
অসাধারণ দৃশ্য দেখাচ্ছেন স্বপ্ন দা❤
আরো দেখাবো।
জীবনেতো কোনও দিন যেতে পারবো না আপনার চোখ দিয়ে দেখে নিলাম খুব ভালো লাগল
সঙ্গে থাকুন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো।
চমৎকার,,, খুব সুন্দর দেখলাম
দেখতে থাকুন
খুব খুব খুব ভালো লাগলো যেটা খালি বলে বোঝানো যাবে না আপনার চোখে আমার দেখা হয়ে গেল জয় মা গঙ্গা ধন্যবাদ
মৌনিবাবার আশ্রমে থাকা যায়?'
Yess. Jai. Now a days Mouni baba per head, per night with food 1100/- nichhen.
ভিডিও তে এ সবই আমি দেখিয়েছি, বলেছি।
Tapobon খুবই ভালো লাগলো, পরবর্তী ভিডিও দেখব।
অনেক ধন্যবাদ
Ei porbo khub valo legeche amar Swapno kaku
অসম্ভব সুন্দর একটা ভিডিও ❤❤❤❤
অনেক ধন্যবাদ। আরো আছে। সঙ্গে থাকুন।
Darun trek swapno da.
Thanks
Very Beautiful place and video 👍
Many thanks
আমার কাছে খুব ভাল লাগে ছিল
ভালো জায়গা তো।
রোমাঞ্চকর খুবই ভাল লাগছে
Very nice vlog.
Yr trekking energy, of high level.
Thanks a ton
Darun lagche, kono kotha bolar jayga nai.manyvmany thank you so much.
সঙ্গে থাকুন।
মনে হচ্ছে সত্যিই স্বর্গ।এখানে সবার প্রবেশাধিকার নেই। যারা এখানে যেতে পারে তারা খুবই ভাগ্যবান।
সত্যিই বড় দুর্গম এ স্থান।
Wonderful
Thank you
Video khub valo laglo
যথেষ্ট কষ্টকর যাত্রা । ভিডিও দেখেই বুঝতে পারছি । স্বর্গের দেশে ,স্বপ্নের দেশে ,সচক্ষে এই সব দৃশ্যাবলী দেখেছেন আপনি খুবই ভাগ্যবান ভাই ।
আপনার আর ও সাফল্য কামনা করি ।
আপনার ভিডিওর মাধ্যমে আমরাও আনন্দ উপভোগ করি । অনেক অভিনন্দন ভাই ।❤
অসাধারণ সুন্দর ❤
সঙ্গে থাকুন দিদি। আরো অনেক কিছু বাকি আছে।
অপেক্ষায় থাকলাম ভাই । ❤
অধীর আগ্রহের সঙ্গে । ❤
অপূর্ব, বাংলা ভাষায় এই ধরণের ভিডিও খুব কমই আছে।দেখে মোহিত হয়ে গেছি।
ধন্যবাদ
প্রকৃতি খুবই সুন্দর, আপনার কষ্ট ও খুব হচ্ছে
পরিশ্রমের ফসল ই তো এই ভিডিও।
আপনাদের চোখেই সব দেখলাম ও এক স্বর্গীয় আনন্দ অনুভব করলাম, ধন্যবাদ সবাইকে। আপনাদের উদ্যোগ ও উদ্যোম কে জানাই আন্তরিক শ্রদ্ধা।
সঙ্গে থাকুন।
Ae prothom topovan dekhlam khub khub valo laglo
আরো দেখাবো। সঙ্গে থাকুন।
Darun , r ekbar Tapovan a Kichukhun sundor somoy katanor sujog hoye gelo apnar video r madhyome 😃
ধন্যবাদ অভিজিৎ।।
At first Congratulations for achieving 39 K. One of the best episode seen through your lences. Beautifully explore Shivling/ Bhagirathi Sisters/ Meru/ Kharchakund & other different mountain peaks. We are very happy for your success the Gomukh/ Tapovan Treak. Thanks to you & your very good teammates. With Regards.
Thanks a ton. আপনাকে ফোন করে খবরটা দেবো ভেবেছিলাম। তার আগেই আপনি কমেন্ট করলেন। এবার ৪০ হাজারের পথে লাস্ট ১০০০ এর ল্যাপ দৌড় ।
Excellent🎉
Thanks 🤗
অসাধারণ অনবদ্য অপূর্ব কোন বিশেষণ ই যথেষ্ট নয়। এই ভাবে স্বয়ং শিবালিক এর সামনে দাড়িয়ে আছেন, চার পাশের সৌন্দর্য উপভোগ করছেন, আরও কত পর্বত শ্রেনীর সাথে পরিচিত হচ্ছেন, সত্যিই খুব ভাগ্যবান আপনি। আমার এই জীবনে তো হোলো না। আপনার সাহায্যে প্রকৃতির এই অপরূপ শোভা উপভোগ করার সুযোগ পেলাম। সাথে সাথে পরমেশ্বর এর অস্তিত্ব ও অনুভব করলাম। কি গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছেন মহাদেব ওনার সব সদস্য দের সাথে নিয়ে। পরম করুণাময় ঈশ্বর আপনার মঙ্গল করুন। এই আকাশ গঙ্গা নদীর মাধ্যমে মহাদেব ওনার চরণামৃত পাঠিয়ে দিয়েছেন আপনাদের কাছে। মৌনী বাবা কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। 🙏
স্বয়ং মহাদেব এখানে ধ্যানমগ্ন। তাই তো এই জায়গার নাম তপবন।
@@swapnopaul নিরবে নিভৃতে তপস্যা র স্হান। এই জায়গা সকলের জন্য না। কেবল মাত্র দুর্গম কে জয় করার অদম্য ইচ্ছা থাকলেই হবে না, সাথে এই তপোভূমি তে আসার জন্য মনের ভক্তিভাব থাকলে, তবেই পরমেশ্বর এর অনুমতি পাওয়া যায় এখানে আসার এবং অপার্থিব আনন্দ এবং মানসিক শান্তি লাভ করার। আমার ব্যক্তিগত ধারণা।
Khub sundor nije na gie deklam apnar madhyome
সেটাই বা কম কি?
nil akasher niche asadharon baraphabrito sringoraji
দারুণ সুন্দর জায়গা।
Apurba laglo dada, apni chaliye jan . Amra pashe achhi.
অনেক ধন্যবাদ
খুব ভালো দেখলাম❤
মুগ্ধ হয়ে দেখছি,
সঙ্গে থাকুন।
Apurbo, khub valo hoyeche video ta Swapno kaku
অসাধারণ লাগছে পর্ব টি, মুগ্ধ হয়ে শুধু দেখছি এতো অপূর্ব লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই অত্যন্ত দূর্গম পথ অতিক্রম করে সকলের পক্ষে ট্রেক করা সম্ভব নয়। ভালো থেকো ভাই তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ❤❤❤।
ধন্যবাদ দিদি।
Khub valo laglo.
অপূর্ব দৃশ্য
Apurbo, just speechless
দেখতে থাকুন।
Thanks
Thanks a lot for your support.
Only the determined and blessed make it to Tapobon. The abode of God. I wonder how some saints stay here. They must be having godly powers.
ঈশ্বরের প্রতি তাদের অগাধ বিস্বাস তাদের সাহস ও শক্তি যোগায়।
Darun.......
অপূর্ব।
Har Har Mahadev Jai Sri Ganga maiya
হর হর মহাদেব
Khub khub sundor, kintu mon ta kharap o lagche j , ami hoito jete parbo na ,
মানস ভ্রমণ তো করালাম।
খুব ভালো লাগল। শুধু ছবি দেখে পোশালো না।যেতে পারলে খুব ভালো হতো।
প্রস্তুতি নিয়ে ঘুরে আসুন।
Darun
Boler bhasa nei atotai sundar
দেখতে থাকুন।
পরবর্তী ভিডিও টা তাড়াতাড়ি আপলোড করুন।
দেরি হবে। আমি ফুরোনে কাজ করি না।
Bhalo laglo. Parobarty ta kobe aasche.
বুধবার দেওয়ার চেষ্টা করছি।
Har Har Mahadev 🙏
Har Har Mahadev 🙏 Jai Maa Ganga 🙏
Jai Baba Bholenath,
Jai Maa Gange.
হর হর মহাদেব
Khoob bhalo laglo, mouni baba ekhono achen? Anek bayosh hoye gyeche to. Amar bhai kon kale mane bahu bachor agge trekk kore giyechilo
উনি ওখানেই থাকেন।
ভিডিও এবং পরিবেশ যেমন ভাল, ঠিক তত টাই কঠিন টেক.
ভীষণ কঠিন।
Akash ganga, sundar pahar rer drissa, Mouni baba ashram, tent Tapobon dekhiyachen.
ধন্যবাদ
Video কোয়ালিটি আরেকটু ভালো হলে ভালো হতো
সে তো ঠিকই।
peak chenano r samay kothay jeno hariye gechilam eto attractive and hypnotic lagchilo..prochur tent poreche dekhlam..eto kasto kore jawa 100% sarthok..ashram okhane!! bhaba jayna..sokal r tapovan puro picnic r poribesh...just darun
পরিবেশটাই তো দারুন। ওখানে 3জন সন্ন্যাসী থাকেন আলাদা আলাদাভাবে
@@swapnopaul satti..oder dekhe sekha r ache..oi poribesh e din r por din thakche ora abar amader moto hitech lokjon okhane berate gele tader thaka khawa r support o dicche
❤❤❤❤
রাজশাহী বাংলাদেশ থেকে দেখছি ❤
সঙ্গে থাকুন।
Ato sundor Tapoban ja du char te bhasa diya bala sambhab noi. Ei Tapoban trek akek kasrer anek risky kintu ei journey je Apni kore aste perechen eta Apnar jibane akta birat pawa birat puji. Rasta anek kothin kintu ta je Apnara joy korechen seta anek. Ar ami Apnar ei video gulo bar bar dekhchi ati bhalo lagche ki bolbo 👍
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন জুড়িয়ে দেয়।
Bondhu vison vison valo lagche ei videogulo r ektu boro korte ki problem hoi ta jani na. Bondhu parle 30 minuteser video deben asole amra jibone jete parbo ki na jani na tai bolchi ektu chinta kore dekhben.
হা হা হা আরো বড় করলে এডিট করতে অনেক সময় লেগে যাবে। তখন ভিডিও ছাড়তে আরো কয়েকদিন বেশি লাগবে।
তাছাড়া দর্শকদের একঘেয়ে লেগে যাবে।
Bondhu amader kotha vabte hobe na, asole amader ke ke jete parbe ki na jani na tai bolechi r dekhte dekhte amra gomukh chole jai tai bollam. @@swapnopaul
ভালো লাগলো দাদা। ব্রম্ভকমল দেখতে পেয়েছেন কিনা জানার অপেক্ষায় রইলাম
না। এখানে হয় বলেও তো আমার জানা নেই।
Trackingটা অনেকেই ছেলেখেলা মনে করেন সেটা আপনার গত রবিবারের live chatএ দেখলাম trecking কিভাবে করতে হবে তা শেখার জন৲ আপনার ভিডিওগুলো দে়খা জরুরি
@@BiswajitGoswami-dm8ic আমার থেকে অনেক বেশি এক্সপার্ট ট্রেকার পাড়ায় পাড়ায় রয়েছে। চাপ নেবেন না।
Apnar video kon camera te shoot kora?
D5600 & DJI Pocket 2
Apnar story telling ta khub sadharon maner holeo khub e informative ar tan tan ekbaar dekha suru korle sesh na kore thama asomvob hochee ar jeno mone hochee apnader sathei journey korchi. Uttarkashi theke porbo gulo khub e bhalo hoyeche. Ar apni apnar mone ja anubhuti eseche setakei apni akopote rule dhorechen. Apnake Kurnis!!!
আমি ভ্রমণ ভিডিও বানাই, এই ভিডিও ৮ থেকে ৮০ সবার জন্য। এর মধ্যে স্বল্প শিক্ষিত , বেশি শিক্ষিত সবাই আছে। তাই সবার কথা ভেবেই খুব সাধারণ ভাবে গল্প সাজাতে হয়। আচার আচরণ, ভাষার ব্যাবহারও সেই ভাবেই করতে হয় যাতে পরিবারের সবাই এক সাথে বসে স্মার্ট টিভিতে দেখতে পারে। সঙ্গে থাকুন।
Hyan story telling ta khub e bhalo ar shabolil egiye jan .
দাদা খুব ভালো লাগলো আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে সেপ্টেম্বরে যাচ্ছি।
চারজনের গ্রুপ, টেন্ট, পোটার, গাইড সমেত তপবনে খাওয়া-দাওয়ার খরচ কেমন? দয়া করে যদি একটু জানাতেন।
@@tuhinbhowmick9596 এটা এজেন্সির উপর নির্ভর করছে।
Ei trek ta aami 1986 e korechilam, guide chilo charan singh uttarkashi theke contact korechilam. Takhon tapobon e shimla baba chilen. Route ta sampurna alada hoe gache tobe aamra gechilam November 4 tarikh e
এটা মে মাসের 12 তারিখের ভিডিও।
হাতিবাগানে যেমন হাতি থাকে না, তেমনি
তপোবনে বন নেই।
এটা ভালো বলেছেন।
আপনার বাড়ি কোথায়?
কেন?