অসাধারণ দৃশ্য!! যেন স্বর্গ!!! এ জায়গায় কোনোদিনই যেতে পারব না। আপনার ভিডিওর কল্যানে খুব সুন্দরভাবে দেখে নিলাম। বাংলা ইউটিউব ভিডিওতে এই ধরনের কাজ নেই বললেই চলে। সত্যিই তারিফ করার মতো কাজ!! অভিনন্দন! 🥰👍
নন্দন বন ও খাঁড়া পাহাড় থেকে ভাগীরথী থ্রি সিস্টার ও শিবলিঙ্গের যে রূপ ও পরিবেশ দেখলাম, আমি অভিভূত। আমার শেষ জীবনে আপনাদের সঙ্গে এই সুন্দর ভ্রমণ খুবই উপভোগ করলাম। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম।❤❤
সত্যিই পাগল করা দৃশ্য প্রথমে তো আমি speech less হয়ে গেছিলাম..... বার বার দেখছি ভিডিও টি....মন ভরছে না, কি বলব... আপনার জীবন ধন্য নয়ন সার্থক, সাথে আমার ও। এত সুন্দর আগে কেউ দেখায়নি । মনে হচ্ছে আমিও ধ্যানস্থ মহাদেবের সামনে বসে আছি ........আর সামনে স্ব মহিমায় ভাগীরথী সিস্টার্স..... ❤❤ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই ।
আমারও গত বছর ocotober এ গিয়ে ছিলাম তপোবন এবং নন্দনবন। রাত্রিবেলায় কোজাগরী পূর্ণিমার চাঁদের আলো আর তার মাঝে পর্বত গুলো সে কি অপুরুপ দৃশ্য সত্যিই অসাধারণ। আমার প্রথম ট্রেক ছিল এটি এবং মনে রাখার মতো একটি ট্রেক❤️
অসাধারণ ভিডিওগ্রাফি। পাগল করা সৌন্দর্য। আপনার দলের গড় বয়স সহজেই অনুমেয়। ঐ উচ্চতায় শারীরিক ধকল সয়েও সকলে এতো প্রাণচঞ্চল দেখে খুব ভালো লাগলো। আপনার পরিশ্রমকে সেলাম❤️
Khub bhalo laglo ei episode. pathor ta ki adbhut bhabe du bhag hoya geche. paharer jal pore sundor akta jalasoy hoya geche. Sivlik parot Apnader ato kache seta khub e valo lagchilo. Rasta durgam kintu poribes khub sundor 👌 ar oi poribese Utpalendu da kniya Apnar thatta ta bes bhalo laglo.
সাব্বাস স্বপ্ন বাবু, সাব্বাস, আপনি দারুন একটা সিরিজ আমাদের উপহার দিলেন, যা অনেক দিন আমাদের স্মৃতিতে থেকে যাবে। যদিও নিজের চোখে যা দেখা যায় তার সামান্য অংশ ভিডিওতে দেখা যায়, তবু আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন তার সাথে আপনার বর্ননা, আপনার এই প্রয়াস অবশ্যই পুরোপুরি সার্থক হয়েছে। আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, বিশেষ করে উৎপলেন্দুদা কে, উনি সত্যিই যেন এক মহারাজ, নমস্কার ওনাকে। প্রসঙ্গ ক্রমে জানাই যে আমি চল্লিশ বছর আগে গোমুখ যাই, তখন আমার তেইশ বছর বয়স । কিছুটা ইচ্ছা থাকলেও আমাদের তপোবন যাওয়া যায় নি, আমাদের সিনিয়র সদস্য রাজী না হওয়ায়। তখন পথ অন্য ছিল। এখন যেমন আপনারা ভূজবাসার কাছে যে গঙ্গা বা ভাগিরথী পার করলেন, তখন গঙ্গা পার না করে গঙ্গা কে ডান দিকে রেখে আমরা গোমুখ পৌঁছে একদিনেই আমরা ভূজবাসয় লাল বাবার আশ্রমে রাত কাটিয়ে পরদিন গঙ্গোত্রী ফিরে আসি । তখন বোধহয় গোমুখ থেকে তপোবন চার কিলোমিটার রাস্তা ছিল গঙ্গোত্রী গ্লেসিয়ার পার করে যেতে হতো। আরও একবার আপনাকে অভিনন্দন জানালাম। ্
অপলক দৃষ্টিতে চেয়ে আছি। এমন দৃশ্য জীবনে আর হয়তো দেখার সুযোগ হবে না। আমার স্বপ্ন ভাইয়ের দৌলতে খুঁটিয়ে খুঁটিয়ে দর্শন করলাম। ওই আবহাওয়া ওখানে সাধু বাবা গুলো থাকেন,তাদের চরণে শতকোটি প্রণাম।
Ai vedio ta dekhe amar moner vetor je kosto ta chilo ta kete gelo. Gomukh giyeo Tapobon jete parini Ma er jonno. Apnake anek anek dhanyabad Tapobon ke ato sundor bhabe explore korar janno.
সামনে পিছনে বরফাবৃত অনিন্দ্য সুন্দর পাহাড়ের সারি , সামনের পথ দূর্গম চড়াই তার মধ্যেই আপনাদের এগিয়ে চলার লড়াই। দুঃসাধ্য চেষ্টা জয়ের জন্য । স্বর্গের দেশ স্বপ্নের দেশ, যা আপনারা জয় করেছেন । অসাধারণ ভিডিওগ্রাফি ,যেন নিজেই চাক্ষুষ করলাম । অনেক অভিনন্দন ভাই ❤ সত্যিই অসাধারণ ।❤
advut sundar landscape..hete hete j jayega ta cover korlen just mesmerizing...sarthok kasto kora aapnader..abritti ta sure first time keu korlen okhane..any language..any country..baap re tapovan e mug diye snan!! record r por record kore cholechen aapnara..khawa dawa ta havoc oi poribeshe...trip 100% successful
আপনার মাধ্যমে গঙ্গোত্রী ও GOMUKH আর TOPOBON দর্শন করলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ট্যুর দর্শন করার জন্য।ভালো থাকবেন। আমার বয়স 70 বছর এই বয়সে এটা একদম সম্ভব নয়, তা ছাড়া আমার COPD আছে, খুবই ভালো লাগলো আপনার ব্লগ টা দেখে, আগামী দিনে আরও অনেক TREKING দেখতে পাবো এই আশা করি, ভাল থাকবেন সুস্থ থাকুন। আরও অনেক এগিয়ে যান।
Amazing ekta vdo dekhlam. Somoyta jeno theme gechilo, mone hochhilo aro dekhi aro kichu somoy cholte thakuk amar 55 inchi screen e mount Shivlinger darshan ar tar sathe nondan boner ukijhuki. Thank you swapno da.🙏🙏🙏
Ki aparup drishyo je dekhalen .durdanto.khub valo laglo age emon vdo dekhi ni .kokhon je somoy sesh hoe gelo bujhtei pai ni.porer vdo r opekhay roilam valo thakben.agartala theke.
Anek kaster ei trek tobuo ja dekhalen ta barnona karar bhasa amar nei. Okhankar kak gulo ki sundor 👌 oder thot ta holud. Ato kach theke oi durgam barofe mora pahar darsan sotti asadho sadhon. Khub bhalo laglo porer parber asai roilam
As per my choice your best 5 Treaking are 1) Gomukh/ Tapovan (2024) 2) Amarnath (2023) 3) Tunganath/ Deoriatal/ Kartik swamy( 2022) 4) Valley of flowers/Hemkund Sahib (2021)5) Parashnath( Jharkhand) (2023) ...Year may be change. In future , request for Madmaheswar (2nd Kedar) & Rudranath(4th Kedar) Treak. Thanks for your great efforts.......
অসাধারণ অনন্য অনবদ্য আরও অনেক ভালো ভালো কিছু বলতে ইচ্ছে করছে....আপনার ভ্রমণ সিরিজের এখোনো পর্যন্ত শ্রেষ্ঠ সিরিজ এইটি। আমি তো বলব যেই সব বাঙালী ট্যুর ব্লগার দের ভিডিও আমি দেখি.... তাদের সব শ্রেষ্ঠ ভিডিও সিরিজ ছাপিয়ে গেছে আপনার এই সিরিজ। আপনার সাহসিকতা আর অক্লান্ত পরিশ্রম সার্থকতা পেয়েছে। আর একটা কথা. আপনি যেরকম সিরিয়াস মুখ করে সাধুবাবার কথা বললেন আমি ভাবলাম বুঝি সত্যিই কোনো বাবা আপনাদের সাথে যোগ দিয়েছেন 😂😂😂😂 উৎপলেন্দু দার অসীম সাহস 😅😅😅 ওই ঠান্ডায় ওই রকম হাওয়া... খালি গা এ বরফ ঠান্ডা জলে স্নান 😅😅😅 অসম্ভবকে সম্ভব করেছেন আপনারা 😂 স্যালুট ❤❤❤
আপনার কাছ থেকে আমি যা প্রশংসা পেলাম তা যেকোনো ক্রিয়েটারের স্বপ্ন। দুপুরে তপবনে ঠান্ডা ছিল না। তবে ঠান্ডা হাওয়া ছিল। তবুও ওই বরফ গলা জলে স্নান করার সাহস একমাত্র উৎপলেন্দু দা ই দেখিয়েছেন।
বরফাবৃত অসংখ্য পাহাড়ের কোলে এইরকম সাংঘাতিক কঠিন চড়াই পথ পার করার লড়াই এর জন্য আপনাদের অসংখ্য কুর্নিশ। এর প্রতিটা মুহূর্ত রোমাঞ্চকর । প্রতিটি পদক্ষেপ ভয়ঙ্কর সুন্দর। আর যে যে দৃশ্যপট দেখলাম ফটোফ্রেমে বাধিয়ে রাখার মতো । ভিডিও দেখে ধন্য হলাম। অনেক ধন্যবাদ ভাই । ❤
গঙ্গোত্রী মন্দির থেকে ট্রেক করতে কদিন লেগেছিলো, গঙ্গোত্রী ফিরে আসা পর্যন্ত। আমি গঙ্গোত্রী দর্শনে গিয়েছিলাম। কতো খরচ মাথাপিছু যদি একটু জানাতেন বড্ডো ভালো হতো।।
প্রকৃতির রুদ্র রোষের কাছে পরাভূত হয়ে আমাকে ২০০০ সালে গোমূখ থেকে ফেরার পথ ধরতে হয়েছিল। কিন্তু আজ আপনার ক্যামেরার চোখে তপোবনের যে স্বর্গীয় রূপ দেখলাম তাইতে আবারও ওপথে যেতে মন চাইছে। আমি যে সময় গিয়েছিলাম সে সময়ে কোনো পারমিট লাগতো না। কিন্তু এখন পারমিট কিভাবে কোথা থেকে করতে হয়? ধন্যবাদ।
অসাধারণ দৃশ্য!! যেন স্বর্গ!!! এ জায়গায় কোনোদিনই যেতে পারব না। আপনার ভিডিওর কল্যানে খুব সুন্দরভাবে দেখে নিলাম। বাংলা ইউটিউব ভিডিওতে এই ধরনের কাজ নেই বললেই চলে। সত্যিই তারিফ করার মতো কাজ!! অভিনন্দন! 🥰👍
অনেক অনেক ধন্যবাদ দাদা।
খুব ইচ্ছা করছে আপনাদের পায় হাতদিয়ে একটু প্রণাম করতে,ভগবানের কাছে আমি প্রার্থণা করি আপনারা সবাই খুব ভালো থাকুন।
আপনিও ভালো থাকুন । মহাদেবের কৃপা বর্ষিত হোক আপনার পরিবারের উপর।
যা দেখালেন বা দেখাবেন, তারপর তপোবন না গেলেও 60 শতাংশ ঘোড়া হয়ে গেল। না যাওয়ার দুঃখ রইল না।খুব সুন্দর, খুব সুন্দর video
99% মানুষের পক্ষে তপবনে যাওয়া সম্ভব না। এটা বুঝেই যতটা পেরেছি বিস্তারিত দেখতে চেষ্টা করেছি। সঙ্গে থাকুন।
আপনার বিজ্ঞান সচেতন বিশ্লেষণ, সাথে অনবদ্য ভিডিও ইউটিউবে আপলোড করা, খুব সুন্দর।
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।
বাংলার কোন ইউটিউব চ্যানেল এত সুন্দর ভাবে তপবন দর্শন করাইনি ।
খুব ভালো লাগলো
আপনাদের এই কষ্ট সার্থক ❤
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
উৎপলেন্দু মহারাজকে প্রণাম, সেলাম, স্যালুট। দম আছে - সেটা দেখিয়েছেন।
তা দম আছে নিঃসন্দেহে।
নন্দন বন ও খাঁড়া পাহাড় থেকে ভাগীরথী থ্রি সিস্টার ও শিবলিঙ্গের যে রূপ ও পরিবেশ দেখলাম, আমি অভিভূত। আমার শেষ জীবনে আপনাদের সঙ্গে এই সুন্দর ভ্রমণ খুবই উপভোগ করলাম। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম।❤❤
অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন।
শ্বাসরুদ্ধকর অভিযান, আপনাদের অনেক অভিনন্দন।আমি 17 বছর আগে গিয়েছিলাম, তখন গোমুখ আর তপোবনের রাস্তা এতটা খারাপ ছিল না। অনেক অভিননন্দন জানাই আবার।
হ্যাঁ, এটা শুনেছি। তখন গ্লেসিয়ার পার করে যেতে হতো।
অপূর্ব অসাধারণ একটি ভিডিও দেখলাম। নন্দন বন, খাড়া পাথ্থর দেখে মুগ্ধ হলাম। এককথায় অনবদ্য। গঙ্গোত্রী গ্লেসিয়ার টাও সুন্দর। খুব ভাল লাগল শিবলিঙ্গ ও ভাগীরথী সিস্টার্স দেখে। ভাল থাকবেন।
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
সত্যিই পাগল করা দৃশ্য
প্রথমে তো আমি speech less হয়ে গেছিলাম.....
বার বার দেখছি ভিডিও টি....মন ভরছে না, কি বলব...
আপনার জীবন ধন্য নয়ন সার্থক, সাথে আমার ও।
এত সুন্দর আগে কেউ দেখায়নি ।
মনে হচ্ছে আমিও ধ্যানস্থ মহাদেবের সামনে বসে আছি ........আর সামনে স্ব মহিমায় ভাগীরথী সিস্টার্স.....
❤❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই ।
@@umachatterjee1748 পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সামনে এ দৃশ্য তুলে ধরতে পেরে আমিও ধন্য।
আমারও গত বছর ocotober এ গিয়ে ছিলাম তপোবন এবং নন্দনবন। রাত্রিবেলায় কোজাগরী পূর্ণিমার চাঁদের আলো আর তার মাঝে পর্বত গুলো সে কি অপুরুপ দৃশ্য সত্যিই অসাধারণ। আমার প্রথম ট্রেক ছিল এটি এবং মনে রাখার মতো একটি ট্রেক❤️
স্মরণীয় হয়ে থাকবে
আহা কি দৃশ্য দেখালেন। ভাগীরথী sisters আর মাউন্ট শিবালিক কে মন প্রাণ ভরে দেখছি বারবার। পাহাড়ে র পাদদেশে নন্দন বন অপূর্ব। খাড়া পাহাড়ের বিপদসঙ্কুল পথের ভয়াবহতা উপলব্ধি করলাম। নিজে যেতে না পারলেও কোন আফসোস নেই। আপনার ভিডিও র মাধ্যমে মন প্রাণ ভরে উপভোগ করছি স্বর্গীয় দৃশ্য।
আপনাদের সামনে এ দৃশ্য তুলে আনতে পেরে আমারও ভালো লাগছে।
Vedio দেখেই আমি অভিভূত, আপনারা যে কি স্বর্গীয় আনন্দ পাচ্ছেন !! আপনারা সত্যিই ভাগ্যবান।
জীবন সার্থক
Asadharan ekta jaiga dekhlam....Janina physically samna samni jaoyar sujog pabo kina janina......Darun laghlo......
ধন্যবাদ, দেখতে থাকুন।
বলার অপেক্ষা রাখে না,কি অপূর্ব প্রয়াস আপনার,এক অনির্বচনীয় সৌন্দর্য তুলে ধরা ভিডিও টির মাধ্যমে।❤
ধন্যবাদ, সঙ্গে থাকুন।
অপুর্ব এবং নৈসর্গিক সৌন্দর্যের অভিজ্ঞতা হলো আপনার ভিডিও এর মাধ্যমে। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, সঙ্গে থাকুন।
অসাধারণ ভিডিওগ্রাফি। পাগল করা সৌন্দর্য। আপনার দলের গড় বয়স সহজেই অনুমেয়। ঐ উচ্চতায় শারীরিক ধকল সয়েও সকলে এতো প্রাণচঞ্চল দেখে খুব ভালো লাগলো। আপনার পরিশ্রমকে সেলাম❤️
এই আনন্দ গুলোই তো এনার্জি ধরে রাখে।
Khub bhalo laglo ei episode. pathor ta ki adbhut bhabe du bhag hoya geche. paharer jal pore sundor akta jalasoy hoya geche. Sivlik parot Apnader ato kache seta khub e valo lagchilo. Rasta durgam kintu poribes khub sundor 👌 ar oi poribese Utpalendu da kniya Apnar thatta ta bes bhalo laglo.
একটু আধটু মজা মস্করা তো চলতেই হবে। নাহলে জমবে না।
সাব্বাস স্বপ্ন বাবু, সাব্বাস, আপনি দারুন একটা সিরিজ আমাদের উপহার দিলেন, যা অনেক দিন আমাদের স্মৃতিতে থেকে যাবে। যদিও নিজের চোখে যা দেখা যায় তার সামান্য অংশ ভিডিওতে দেখা যায়, তবু আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন তার সাথে আপনার বর্ননা, আপনার এই প্রয়াস অবশ্যই পুরোপুরি সার্থক হয়েছে। আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, বিশেষ করে উৎপলেন্দুদা কে, উনি সত্যিই যেন এক মহারাজ, নমস্কার ওনাকে। প্রসঙ্গ ক্রমে জানাই যে আমি চল্লিশ বছর আগে গোমুখ যাই, তখন আমার তেইশ বছর বয়স । কিছুটা ইচ্ছা থাকলেও আমাদের তপোবন যাওয়া যায় নি, আমাদের সিনিয়র সদস্য রাজী না হওয়ায়। তখন পথ অন্য ছিল। এখন যেমন আপনারা ভূজবাসার কাছে যে গঙ্গা বা ভাগিরথী পার করলেন, তখন গঙ্গা পার না করে গঙ্গা কে ডান দিকে রেখে আমরা গোমুখ পৌঁছে একদিনেই আমরা ভূজবাসয় লাল বাবার আশ্রমে রাত কাটিয়ে পরদিন গঙ্গোত্রী ফিরে আসি । তখন বোধহয় গোমুখ থেকে তপোবন চার কিলোমিটার রাস্তা ছিল গঙ্গোত্রী গ্লেসিয়ার পার করে যেতে হতো। আরও একবার আপনাকে অভিনন্দন জানালাম।
্
অনেক ধন্যবাদ। উৎপলেন্দু দার বয়স এখন ৬৩। আপনারও তাই। উনি পেরেছেন। আপনি যদি সুস্থ সবল থাকেন তাহলে একবার অন্তত গোমুখ ট্রাই করতেই পারেন। আপনার মন্তব্য আমায় উৎসাহ যোগাবে। সঙ্গে থাকুন।
দারুণ অভিজ্ঞতা
অপলক দৃষ্টিতে চেয়ে আছি। এমন দৃশ্য জীবনে আর হয়তো দেখার সুযোগ হবে না। আমার স্বপ্ন ভাইয়ের দৌলতে খুঁটিয়ে খুঁটিয়ে দর্শন করলাম। ওই আবহাওয়া ওখানে সাধু বাবা গুলো থাকেন,তাদের চরণে শতকোটি প্রণাম।
আমিও হয়তো আর যেতে পারবো না।
যা দেখলাম সারাজীবন মনে থাকবে। ধন্যবাদ।
ভালো থাকবেন।
Wonderful view.Many many thanks to you for showing these amazing sights
Thanks for visiting
excellent video.....eta keui dekhai ni.....jeta apni dekhiyechen....darun laglo
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
দারুন ভিডিওগ্রাফি সেই সঙ্গে দারুণ বর্ণনা আমাদের মন ভরে গেল জীবনে হয়তো যাওয়া যাবেনা জয় মা গঙ্গা ধন্যবাদ
ভিডিওর মাধ্যমে আপনাদের মানস ভ্রমন করাতে পেরেছি, এটাই আমার শান্তি।
Perfect scene captured. This is exactly what is called a complete vlog. Lots of thanking you, and very beautiful. .....With Regards.
Thanks a ton
দারুণ অপূর্ব ভাষায় প্রকাশ করতে পারছি না অনেক শুভেচ্ছা
ধন্যবাদ
Ai vedio ta dekhe amar moner vetor je kosto ta chilo ta kete gelo. Gomukh giyeo Tapobon jete parini Ma er jonno. Apnake anek anek dhanyabad Tapobon ke ato sundor bhabe explore korar janno.
আমিও আপনাদের সামনে তুলে ধরতে পেরে খুশি।
Bravo. Darun dekhlam Snow packed mountains.
Bhagirathi sisters awesome. Temon sundar Mount Shibling.
ধন্যবাদ। দেখতে থাকুন।
Aparup chaloman chitramala... breathtaking beauty... Amar akhon ja sharirik condition tate e rakom jaygay hoyto jete parbo na kakhono... Kintu Swapnnoda apnar jonno manas-bhraman to hoyei galo. Ei puro package-tai oshadharon. Ajosro Dhanyobad.
অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য
সামনে পিছনে বরফাবৃত অনিন্দ্য সুন্দর পাহাড়ের সারি , সামনের পথ দূর্গম চড়াই তার মধ্যেই আপনাদের এগিয়ে চলার লড়াই। দুঃসাধ্য চেষ্টা জয়ের জন্য । স্বর্গের দেশ স্বপ্নের দেশ, যা আপনারা জয় করেছেন । অসাধারণ ভিডিওগ্রাফি ,যেন নিজেই চাক্ষুষ করলাম । অনেক অভিনন্দন ভাই ❤
সত্যিই অসাধারণ ।❤
সঙ্গে থাকুন। পরের পর্ব আরো রোমাঞ্চকর।
অবশ্যই 🌹🌹
অসাধারণ ভিডিও বানিয়েছো ভাই। মনে হচ্ছে সশরীরে পৌঁছে গেছি। অপূর্ব!
ধন্যবাদ দিদি
advut sundar landscape..hete hete j jayega ta cover korlen just mesmerizing...sarthok kasto kora aapnader..abritti ta sure first time keu korlen okhane..any language..any country..baap re tapovan e mug diye snan!! record r por record kore cholechen aapnara..khawa dawa ta havoc oi poribeshe...trip 100% successful
সত্যিই আমরা তপবন কে নিংড়ে উপভোগ করেছি।
সত্যিই দারুন দারুন সব দৃশ্য। সব নাম সমেত দেখতে পেলাম।
অনেক অনেক ধন্যবাদ স্যার।
Salute to your energy for this difficult t tresk to Tapoban.
Thanks. Keep in touch.
Apnar ei prochesta r jonno sadhubad,,, khub khub khub valo lagche ei parbo gulo,, ami apnar subscriber hisabe chai,, emon vedio anek anek asuk
আমি সব সময়ই দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। কখনো ট্রেক, কখনো ফ্যামিলি ট্যুর। কখনো দূরে কখনো কাছে । সব রকমই ভিডিও দিই।
আপনার মাধ্যমে গঙ্গোত্রী ও GOMUKH আর TOPOBON দর্শন করলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ট্যুর দর্শন করার জন্য।ভালো থাকবেন।
আমার বয়স 70 বছর এই বয়সে এটা একদম সম্ভব নয়, তা ছাড়া আমার COPD আছে, খুবই ভালো লাগলো আপনার ব্লগ টা দেখে, আগামী দিনে আরও অনেক TREKING দেখতে পাবো এই আশা করি, ভাল থাকবেন সুস্থ থাকুন। আরও অনেক এগিয়ে যান।
আমি ট্রেকিং, ফ্যামিলি ট্যুর, কাছে, দূরে, ছোট ট্যুর , বড় ট্যুর সব কিছুই দিয়ে থাকি। আপনি দেখতে থাকুন।
Ato valo vediography, narration, natural beauty and very good information deoar janno many many thanks. Vision valo laglo
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।
এই সিরিজের প্রতিটি ভিডিও খুব ভালো লাগলো একবার এই ট্রেক করার ইচ্ছা আছে
ধন্যবাদ। পরের বছর ট্রাই করুন।
@@swapnopaul অক্টোবর মাসে কি এই ট্রেক টা করা যাবে?
@@DreamTravellers যাবে
Khub valo legeche bar bar dekchi
Thanks
Bah besh sundor, ekta bhalo adventure., Himalaya er beauty kono tulono hoy na...
সঙ্গে থাকুন।
Great work. Khub sundar.
অনেক ধন্যবাদ
Khub valo laglo thank you so much.
সঙ্গে থাকুন।
গোমুখ তপোবনে দৃশ্য বলী খুব সুন্দর
সেই জন্যই তো মানুষ বিপদ কে মাথায় নিয়েও যায়।
Amazing ekta vdo dekhlam. Somoyta jeno theme gechilo, mone hochhilo aro dekhi aro kichu somoy cholte thakuk amar 55 inchi screen e mount Shivlinger darshan ar tar sathe nondan boner ukijhuki. Thank you swapno da.🙏🙏🙏
সঙ্গে থাকুন। আরো কিছু আছে।
আপনার গোমূখ, তপোবন ট্টেক অনেক তথ্য সমৃদ্ধ করল৷ভাল থাকবেন৷ ধন্যবাদ৷
পুরো ভিডিওটা দেখুন।
আমরা গিয়েছিলাম 16,5 ,24 .আপনার ভিডিও দেখে আবার নতুন করে সব মনেপরে গেল
এটা ১৪/০৫/২০২৪ এর ভিডিও। ভুজ বাসায় বিকালে হয়তো আমাকে দেখে থাকবেন।
দারুন laglo। ভীষণ ভালো।
ধন্যবাদ
যা দেখলাম, এক কথায় অনবদ্য। এখানে যেতে পারব না। যাওয়ার এই ছবি দেখে পুষিয়ে গেল।
ধন্যবাদ মনোজদা
Darun laglo
God bless you.m❤❤❤❤❤
সঙ্গে থাকুন।
Opurbo laglo mon vore galo
দেখতে থাকুন।
অপূর্ব সুন্দর লাগলো
ধন্যবাদ
Asamvob valo laglo
Excellent video and excellent presentation
Thank you very much!
Khub sundor
😅❤❤ দারুন লাগছে দেখতে খুব সুন্দর ভিডিও টা অসাধারন লাগলো দেখতে ধন্যবাদ আপনাকে
সঙ্গে থাকুন।
অসাধারণ
Ki aparup drishyo je dekhalen .durdanto.khub valo laglo age emon vdo dekhi ni .kokhon je somoy sesh hoe gelo bujhtei pai ni.porer vdo r opekhay roilam valo thakben.agartala theke.
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Anek kaster ei trek tobuo ja dekhalen ta barnona karar bhasa amar nei. Okhankar kak gulo ki sundor 👌 oder thot ta holud. Ato kach theke oi durgam barofe mora pahar darsan sotti asadho sadhon. Khub bhalo laglo porer parber asai roilam
আপনি প্রতিটা পর্বই দেখেন। অনেক ধন্যবাদ আপনাকে।
Aak kothay darun sundor, video dekhe mone hochhe amio okhanei achi apnader sathe, kono kajji korte parchina,porbot sringo gulo mathye ghurche sarakhon 😊
মানস ভ্রমণও তো একটা ভ্রমণ।
Khub valo laglo
ধন্যবাদ
good documentation
Thanks!
Asadharon laglo vdo
Stay connected
Har Har Mahadev Apurbo darshan mon vore gelo
হর হর মহাদেব
দারুন
Darun video, kii ar bolbo ,khub sundor
ধন্যবাদ দেবব্রত
Ek kothay durdanto
ধন্যবাদ
Asadharan
Apurbo..
Apurbo..
Abhutopurbo .❤
Thank you
very good
Awesome❤❤
Khara pahar, Bhagirathi sisters, Nandan pathar, Sibalink pick, Tapobon baraf glacier, pathar vengay para, Sadhu baba, khabar, akash ganga sundar dekhiyachen.
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।
আমার আর এখানে আসা হবেনা। ইচ্ছে ছিলো। কিন্তু আসা হয়েগেল। ধন্যবাদ
দেখতে থাকুন। এরপর নামা দেখাবো।
Ek kothai apurba🎉🎉
ধন্যবাদ
As per my choice your best 5 Treaking are 1) Gomukh/ Tapovan (2024) 2) Amarnath (2023) 3) Tunganath/ Deoriatal/ Kartik swamy( 2022) 4) Valley of flowers/Hemkund Sahib (2021)5) Parashnath( Jharkhand) (2023) ...Year may be change. In future , request for Madmaheswar (2nd Kedar) & Rudranath(4th Kedar) Treak. Thanks for your great efforts.......
ধন্যবাদ। মদমহেশ্বর ইচ্ছা আছে। দেখা যাক, ভোলানাথের কি ইচ্ছা।
@swapno Paul.. Bholanath always with you. Go ahead.
@@balarammajumdar8864 আজ দুপুর ২ঃ৩০ এ পরের পর্ব আসছে।
ননদ বন ও খাড়া পাথর দেখে ভালো লাগলো এটা আমার যাওয়া হয়নি, কিন্ত গোমুখ এর একি অবস্থা গলেসিয়ারের কত হাইট ছিল তার উপর দিয়ে তপোবন গিয়েছিলাম
নন্দন বন
নন্দন বন
কি আর করা যাবে। আমরা প্রকৃতি কে উষ্ণ করে তুলছি। গ্লেসিয়ারের আর দোষ কি?
Bondhu vison vison valo legeche r timeti bariechen otake 30 minutes korun please ❤❤❤
ওই ভাবে তো সময় ধরে হয় না। ভ্রমণের একেকটা অংশ তুলে ধরতে যা সময় লাগবে সেটাই দিতে হয়। যেখানে সেখানে তো ভিডিও শেষ করা যায় না।
অসাধারণ অনন্য অনবদ্য আরও অনেক ভালো ভালো কিছু বলতে ইচ্ছে করছে....আপনার ভ্রমণ সিরিজের এখোনো পর্যন্ত শ্রেষ্ঠ সিরিজ এইটি। আমি তো বলব যেই সব বাঙালী ট্যুর ব্লগার দের ভিডিও আমি দেখি.... তাদের সব শ্রেষ্ঠ ভিডিও সিরিজ ছাপিয়ে গেছে আপনার এই সিরিজ। আপনার সাহসিকতা আর অক্লান্ত পরিশ্রম সার্থকতা পেয়েছে। আর একটা কথা. আপনি যেরকম সিরিয়াস মুখ করে সাধুবাবার কথা বললেন আমি ভাবলাম বুঝি সত্যিই কোনো বাবা আপনাদের সাথে যোগ দিয়েছেন 😂😂😂😂 উৎপলেন্দু দার অসীম সাহস 😅😅😅 ওই ঠান্ডায় ওই রকম হাওয়া... খালি গা এ বরফ ঠান্ডা জলে স্নান 😅😅😅 অসম্ভবকে সম্ভব করেছেন আপনারা 😂 স্যালুট ❤❤❤
আপনার কাছ থেকে আমি যা প্রশংসা পেলাম তা যেকোনো ক্রিয়েটারের স্বপ্ন।
দুপুরে তপবনে ঠান্ডা ছিল না। তবে ঠান্ডা হাওয়া ছিল। তবুও ওই বরফ গলা জলে স্নান করার সাহস একমাত্র উৎপলেন্দু দা ই দেখিয়েছেন।
বরফাবৃত অসংখ্য পাহাড়ের কোলে এইরকম সাংঘাতিক কঠিন চড়াই পথ পার করার লড়াই এর জন্য আপনাদের অসংখ্য কুর্নিশ।
এর প্রতিটা মুহূর্ত রোমাঞ্চকর । প্রতিটি পদক্ষেপ ভয়ঙ্কর সুন্দর। আর যে যে দৃশ্যপট দেখলাম ফটোফ্রেমে বাধিয়ে রাখার মতো । ভিডিও দেখে ধন্য হলাম। অনেক ধন্যবাদ ভাই । ❤
Swapno da apnader nandan bon tapobaner treak img.dekhlam eta khub akta durgam noy.dudeke baraf dhaka pahar khub sundar
..valo thakben.pl take care.
না না এই পর্বে তো হার্ড কিছু ছিল না। হার্ড আছে পরের পর্বে।
Thanks
পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি Join বোতাম টিপে চ্যানেলের মেম্বার হতে পারেন। ৫৯ টাকার মত লাগবে।
Excellent
Thanks
Apurbo sundor , apnara jekhan diye hat chilen tar niche ki barof ,na amni mati
আমরা মাটির উপর দিয়েই হাঁটছিলাম। ২/৩ যায়গায় বরফ ছিল।
গঙ্গোত্রী মন্দির থেকে ট্রেক করতে কদিন লেগেছিলো, গঙ্গোত্রী ফিরে আসা পর্যন্ত। আমি গঙ্গোত্রী দর্শনে গিয়েছিলাম। কতো খরচ মাথাপিছু যদি একটু জানাতেন বড্ডো ভালো হতো।।
5 দিন। খরচ সিডিজের প্রতিটা ভিডিও তে ভেঙে ভেঙে বলেছি।
FANTASTIC PHOTOGRAPHY
MANAS BABU K AMAR NOMOSKAR DEBEN.
নিশ্চয়ই।
প্রকৃতির রুদ্র রোষের কাছে পরাভূত হয়ে আমাকে ২০০০ সালে গোমূখ থেকে ফেরার পথ ধরতে হয়েছিল। কিন্তু আজ আপনার ক্যামেরার চোখে তপোবনের যে স্বর্গীয় রূপ দেখলাম তাইতে আবারও ওপথে যেতে মন চাইছে। আমি যে সময় গিয়েছিলাম সে সময়ে কোনো পারমিট লাগতো না। কিন্তু এখন পারমিট কিভাবে কোথা থেকে করতে হয়? ধন্যবাদ।
অনলাইনে পারমিট করতে পারেন। এছাড়াও এজিন্সির সাহায্যে অফ লাইনে আপনি পারমিট করতে পারেন।
দাদা intro গানটা কি তোমার গাওয়া ???
না। গাওয়ানো।
Nice
Thanks
Asssadhaon ja dekhlam konodin bhulbona dada
খুব ভালো লাগল। তপোবন ট্রেকের গাইডের ফোন নম্বর বা কাদের সঙ্গে যোগাযোগ করব তা যদি একটু গাইড করেন।
আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখনই অনলাইনে এজেন্সি পাবেন।
👍👍👍
চোখে সব ভেসে উঠছে
Keep in touch
Nayanabhiram o Monomugdhokar Tapovan ! Oi thandai aar oi altitude ete Utpalendudar snan 🙏😲🙏
ওনার তুলনা উনিই
এ কোথায় নিয়ে গেলেন! অনির্বচনীয়!
মহাদেবের তপস্যা ক্ষেত্র।
@@swapnopaul "নমহঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব! "
দাদা আসাধারন বললে ও কম হবে।খুব ভালো লাগলো
ধন্যবাদ। ভালো থাকবেন।
প্রনাম
তপোবন আর তার আশপাশের এলাকা এর আগে বাঙলা ভিডিও তে কেউ দেখিয়েছেন বলে তো মনে পড়ছে না Travel Heart গোমুখ অবধি দেখিয়েছেন তপোবন আপনি প্রথম দেখালেন
ধন্যবাদ
🙏🙏🙏👍👍👍
nil akasher niche baraphabrito sringoraji monke bibhore kore tuleche, ki anabadyo shobha, sotti swarger nandan kanon
মহাদেব যে ধ্যানমগ্ন এখানে।
Uncle pronam neben
Okhane local guide paoa jai kivabe amni Jodi travel company r sathe na jai
@@beautys_of_india ফর্মে অথরাইজ এজেন্সির নাম আর গাইড এর নাম না দিলে পারমিট দেবে না।
@@swapnopaul A66a. Tapovan e sanitation er babostha ache 2 rat thakar moto?
Ki riski jayga baba