পয়লা বৈশাখের দিন ঢাবিতে একটা লোক গিটার নিয়ে দাড়িয়ে আছে... লোকটা যে আপনি আমি জানতাম না, বারবার তাকাচ্ছিলাম। যখন গান গাওয়ার জন্য আপনার নাম বললো অবাক হলাম, আপনার গান শোনা হয় কিন্তু অই ছেলেটা যে আপনি জানতাম না। কথা বলার ইচ্ছা ছিলো....
প্রথমবার আপনার "আমি এক গরীব প্রেমিক" শোনার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা দিন আপনার গানেই ডুবে আছি। এই ডুবে যাওয়া থেকে উদ্ধার হতে চাইনা একদম। এতো যত্ন নিয়ে লেখা গানের এক একটা শব্দ। অসম্ভব সুন্দর গানের সুর। সব মিলিয়ে আপনার গান অন্য সবার থেকে আলাদা, যেটা স্পষ্ট ধরা পড়ে। প্রার্থনা করি এমন দিন আসুক, যেদিন আপনার গানের শো দেখতে হাজার হাজার মানুষ লাইন ধরে দাড়ায় থাকবে পথে। ভালোবাসি আপনার গান, আর ভালোবাসি আপনাকে দাদা। - দীপ্ত
যখনই নিজের বোবা থাকা ভাব গুলো প্রকাশ করতে গিয়ে থমকে যায়। মিথ্যা ভার্চুয়ালে কি চাই নিজের মধ্যেই গুলিয়ে যায়। তখনই বাধ্য শূন্যতায় একাত্বতার প্রতিটা মুহূর্তে সঙ্গ দেয় গান। নিজের ভিতরে বেজে উঠা কথা গুলি সুন্দর করে গুছিয়ে দেয় প্রত্যেকটা গানের লাইনে। ধন্যবাদ অর্ঘ্য দা
তোমার সাথে সারাক্ষণ এ ছিলাম আমি গহীন বনে । পথের ক্লান্তি শেষে যেতাম তোমায়, যেখানে আমার হৃদয় শান্ত হয়। এখন নেই সেই শান্ত হৃদয় এখন সেথায় শুধু রক্তের ক্ষয় । জীবন যেথায় আমি করছি বিলিন। এখন সেখান পানে আমি বেথাহীন। তোমার সুরের মোহে এখন ও মাতাল । এ যন্ত্রনা কী প্রানে ধরা যায়? আমার অশ্রু ধারা সেই বিকেলে তোমায় রাখিনি অন্তমিলে। কালের প্রহর শেষে আমরা একা। জীবনভরে সয়ে যাবো তোমার বেথা । তোমার স্মৃতির সাথে যেই সঞ্চয়, কী যন্ত্রণায় নেই তার ক্ষয়😢😢😢😢😢 আপনার গান আমি নিয়মিত শুনি অনেক ভালো লাগে। গানটা শুনে আমার এই লেখাটুকু খুব লিখতে ইচ্ছা করল তাই লিখলাম। অনেক সুন্দর আপনার গানগুলো ধন্যবাদ অর্ঘ্য দা❤❤ অপেক্ষা করবো আপনার আরও সুন্দর সুন্দর গান শোনার জন্য❤❤
একটা অর্ঘ্য দেব আমার ভীষন প্রিয় ঠিক ততটা প্রিয় যতটা প্রিয় হলে অপ্রিয় বলা যায় না। নীলা দিয়ে শুরু আর আজ কায়া এই গানময় পথে ছিলাম আছি। শুধু ভালো থাকবেন দাদা আর জানবেন এই ভক্ত আপনাকে ভালোবাসে❣️
দাদা, ক্যাম্পাসে প্রায়ই আপনাকে দেখি। কথা বলতে না খুব ইচ্ছে করে! কিন্তু মনে হয়, থাক, গিয়ে ইন্টারাপ্ট না করি। কিন্তু দাদা, আপনার প্রতিটা ক্রিয়েশনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর সম্মান জানাই। ভালো থাকবেন সবসময়। আর আশা করি একদিন সত্যিই সাহস করে আপনার সাথে কথা বলতে পারবো।
কোনো কিছু নিয়েই মানুষের অনেক craze জমা হলে খুব রাগ বা বিরক্তি হয়। যখন খুব কমসংখ্যক মানুষ আসির আরমানকে চিনতেন, শুনতেন, খুব ভালো লাগতো যে আমার যাদের ভালো লাগে তারা হয়তো বিরল তাই খুব একটা বেশি মানুষ তাদের পায় না, এখন আসির আরমানকে অনেকে শোনেন, সব শিল্পী সেটাই চায় তাতে আমার ব্যক্তিগত বাধা নেই, তবে খারাপ লাগা জমেছে যে এখন আর আমার একছত্র ভালোবাসা দেখানোর জায়গা নেই। অর্ঘ্য দেব, আপনাকে এখন খুব কমসংখ্যক মানুষ শোনে, পরবর্তীতে অনেকেই আপনাকে আবিস্কার করবে জানি, সেটাই স্বাভাবিক, তবে যতদিন তা না হচ্ছে ততদিন আমি আপনার গানগুলো নিয়ে ব্যক্তিগত একছত্র ভালোবাসার অধিকার জমাবো, রাগ করবেন না আশা রাখি। আপনার গানগুলো অন্য রকম শান্তির স্পর্শ দেয় :')
দাদা! কেন জানি না আপনার গান গুলো শুনলেই আমার ব্রায়ান অ্যাডামস এর কথা মনে পড়ে। আমি আপনার ভক্ত সেই কাবেরী শোনার পর থেকেই। ভালবাসা নিবেন দাদা। নতুন গান এর জন্যে অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালো লাগলো গানটি অন্যরকম সুন্দর টিউন।
পয়লা বৈশাখের দিন ঢাবিতে একটা লোক গিটার নিয়ে দাড়িয়ে আছে...
লোকটা যে আপনি আমি জানতাম না, বারবার তাকাচ্ছিলাম। যখন গান গাওয়ার জন্য আপনার নাম বললো অবাক হলাম, আপনার গান শোনা হয় কিন্তু অই ছেলেটা যে আপনি জানতাম না।
কথা বলার ইচ্ছা ছিলো....
অসাধারণ! এতদিন এই মানিকের খোঁজ না পাওয়া টা একটা বৃহৎ loss। মুগ্ধ হলাম ❤️
এই সুন্দর গানটির অংশ হতে পেরে খুবই আনন্দিত বোধ করছি । শুভকামনা ❤️
Thank you so much sohan bhai ♥️
প্রথমবার আপনার "আমি এক গরীব প্রেমিক" শোনার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা দিন আপনার গানেই ডুবে আছি। এই ডুবে যাওয়া থেকে উদ্ধার হতে চাইনা একদম। এতো যত্ন নিয়ে লেখা গানের এক একটা শব্দ। অসম্ভব সুন্দর গানের সুর। সব মিলিয়ে আপনার গান অন্য সবার থেকে আলাদা, যেটা স্পষ্ট ধরা পড়ে। প্রার্থনা করি এমন দিন আসুক, যেদিন আপনার গানের শো দেখতে হাজার হাজার মানুষ লাইন ধরে দাড়ায় থাকবে পথে। ভালোবাসি আপনার গান, আর ভালোবাসি আপনাকে দাদা।
- দীপ্ত
Thank u so much brother ♥️
খুব ভালোলাগার মতোন!!
আপনার গান যেই শুনবে, আর বুঝবে গানের অন্তরের মায়া। সেই বলবে আগে কেনো শুনলাম না।
এই গান টা প্রথম শুনলাম এম এম সি এর বসন্ত বরনের সন্ধ্যায় এসেছিলেন যেদিন। আপনার লিরিক্স অমৃত।
onek josss dada
যখনই নিজের বোবা থাকা ভাব গুলো প্রকাশ করতে গিয়ে থমকে যায়। মিথ্যা ভার্চুয়ালে কি চাই নিজের মধ্যেই গুলিয়ে যায়। তখনই বাধ্য শূন্যতায় একাত্বতার প্রতিটা মুহূর্তে সঙ্গ দেয় গান। নিজের ভিতরে বেজে উঠা কথা গুলি সুন্দর করে গুছিয়ে দেয় প্রত্যেকটা গানের লাইনে।
ধন্যবাদ অর্ঘ্য দা
♥️
Abr elam arghya daa
তোমার সাথে সারাক্ষণ এ ছিলাম আমি গহীন বনে ।
পথের ক্লান্তি শেষে যেতাম তোমায়, যেখানে আমার হৃদয় শান্ত হয়।
এখন নেই সেই শান্ত হৃদয় এখন সেথায় শুধু রক্তের ক্ষয় ।
জীবন যেথায় আমি করছি বিলিন।
এখন সেখান পানে আমি বেথাহীন।
তোমার সুরের মোহে এখন ও মাতাল ।
এ যন্ত্রনা কী প্রানে ধরা যায়?
আমার অশ্রু ধারা সেই বিকেলে তোমায় রাখিনি অন্তমিলে।
কালের প্রহর শেষে আমরা একা।
জীবনভরে সয়ে যাবো তোমার বেথা ।
তোমার স্মৃতির সাথে যেই সঞ্চয়,
কী যন্ত্রণায় নেই তার ক্ষয়😢😢😢😢😢
আপনার গান আমি নিয়মিত শুনি অনেক ভালো লাগে।
গানটা শুনে আমার এই লেখাটুকু খুব লিখতে ইচ্ছা করল তাই লিখলাম।
অনেক সুন্দর আপনার গানগুলো ধন্যবাদ অর্ঘ্য দা❤❤
অপেক্ষা করবো আপনার আরও সুন্দর সুন্দর গান শোনার জন্য❤❤
মুগ্ধতা.....
কি অদ্ভুত প্রশান্তি ভর করছে...!!
একটা অর্ঘ্য দেব আমার ভীষন প্রিয় ঠিক ততটা প্রিয় যতটা প্রিয় হলে অপ্রিয় বলা যায় না।
নীলা দিয়ে শুরু আর আজ কায়া এই গানময় পথে ছিলাম আছি।
শুধু ভালো থাকবেন দাদা আর জানবেন এই ভক্ত আপনাকে ভালোবাসে❣️
♥️🙏
eto spiritual!
best song @Argha Dev
আমরা গেছি মরে মানুষ দুটো বেঁচে আছে শুধু🌼
তোমার প্রতিটা গানের প্রতিটা লিরিক্স যেনো মনে দাগ কেটে যায় 🌻🤍
কায়ার প্রতিটি লাইনজুরে মিশে আছে অদ্ভুত এক মায়া!
এতো জোস, ধন্যবাদ এতো সুন্দর গান আমাদের মতো পিপাসু শ্রোতাদের উপহার দেবার জন্য
♥️
হেমন্ত সন্ধ্যার জাফরান রং এর মতো সুন্দর গানটা ❤️🌼☘️
তোমারই গান ♥️
বেঁচে থাক তোমার গানগুলো চিরকাল❤️
❤❤কাঁদলে তোমায় আজো গোলাপের মত দেখায়
Kaya shune mayay dube gelam argha!! 💚💚bhalobasha nis.
♥️
আহা কি আনন্দ আশ্রয় নেয় হারানোর শোকে।
Heart soothing song. Lyrics♥️♥️
শুনছো অবন্তী...???
মনে রেখো আমায়....🌼🌼🌼
Uffffffff
নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে কারন এই অসাধারণ গানটির সল্প স্রোতার মাঝে আমিও একজন🖤
আমরা গেছি মরে
মানুষ দুটো বেঁচে আছে 🖤
দারুন একটা গান! সুন্দর লিরিক্স, সুন্দর সুর।
এসব গান রুচিশীল মানুষদের জন্য,ভিউ দিয়ে জাজ করতে নেই।ভাইরাল তো অপরাধীও হয় কিন্তু কায়ার জায়গায় মন ছাড়া অন্য কোথাও নয়💝
ভয়ংকর সুন্দর গান, গান বললে ভুল হবে যেনো কবিতাকে গানে রূপান্তর করে মুক্তি দিয়েছেন।
আহা 😌
দাদা, ক্যাম্পাসে প্রায়ই আপনাকে দেখি। কথা বলতে না খুব ইচ্ছে করে! কিন্তু মনে হয়, থাক, গিয়ে ইন্টারাপ্ট না করি। কিন্তু দাদা, আপনার প্রতিটা ক্রিয়েশনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর সম্মান জানাই। ভালো থাকবেন সবসময়। আর আশা করি একদিন সত্যিই সাহস করে আপনার সাথে কথা বলতে পারবো।
আরে মিয়া! চলে আসবা 🤍
@@arghadev2371 আচ্ছা দাদা ❤️ থ্যাংক ইউ সো মাচ!
তোমার গান আমাকে বরাবরই আকর্ষণ করে অর্ঘ্য। ভালোবাসি তোমার সৃষ্টি এবং তোমায়।💚
🤎
ধন্যবাদ আপনাকে।
অসাধারণ বলেছেন।
আমার কমেন্টটি ও ভালবাসাময় এমনই ছিলো।
Dada ❤️
অসাধারণ একটা গান। শুনতে পেরে খুব ভালো লাগছে। ❤️🥀❤️
আহা
lyrics, সুর... সব মিলিয়ে দারুণ লাগলো☺💖
এত সুন্দর, এত সুন্দর!!
🙏♥️
সুন্দর 💖💖
এ গানের সব কয়টা শব্দ যেন নিজের কথা বলে ।
আমরা গেছি মরে মানুষ দুটো বেঁচে আছে।
গিটার হাতে এই গান , ঠিক সন্ধে নামার মুহূর্তে হালকা শীতল বাতাস পুরো ব্যাপারটা মনে হচ্ছে স্বর্গীয় ।
Osadharon ❤️❤️
Eto sundor gan💚💙🧡
অসাধারণ ভাই 🖤
কোনো কিছু নিয়েই মানুষের অনেক craze জমা হলে খুব রাগ বা বিরক্তি হয়। যখন খুব কমসংখ্যক মানুষ আসির আরমানকে চিনতেন, শুনতেন, খুব ভালো লাগতো যে আমার যাদের ভালো লাগে তারা হয়তো বিরল তাই খুব একটা বেশি মানুষ তাদের পায় না, এখন আসির আরমানকে অনেকে শোনেন, সব শিল্পী সেটাই চায় তাতে আমার ব্যক্তিগত বাধা নেই, তবে খারাপ লাগা জমেছে যে এখন আর আমার একছত্র ভালোবাসা দেখানোর জায়গা নেই। অর্ঘ্য দেব, আপনাকে এখন খুব কমসংখ্যক মানুষ শোনে, পরবর্তীতে অনেকেই আপনাকে আবিস্কার করবে জানি, সেটাই স্বাভাবিক, তবে যতদিন তা না হচ্ছে ততদিন আমি আপনার গানগুলো নিয়ে ব্যক্তিগত একছত্র ভালোবাসার অধিকার জমাবো, রাগ করবেন না আশা রাখি। আপনার গানগুলো অন্য রকম শান্তির স্পর্শ দেয় :')
এই দূষিত সময়ে পাচঁ মিনিটের শান্তি পাচ্ছেন এতেই আমি খুশি ♥️🙏
apnar prottekta gan ek ekta masterpiece😳🥺
কাঁদলে তোমায় আজো গোলাপের মতো দেখায় ~
এই লাইনটা ❤️🥀
ভালোবাসা নিয়ো দাদা 💝
কাদলে তোমায় আজো গোলাপের মত দেখায় ❤️
কায়া 💜
♥️
শুভ কামনা থাকবে সর্বদা দাদাভাই💜🌻
🤍🙏
Outstanding vai,,
♥️
সাড়ে পাঁচ মিনিটের মুগ্ধতা💙
বেস্ট। আপনার জন্য শুভকামনা তরুণ প্রজন্মের অন্যতম সেরা একজন সলো আর্টিস্ট হবেন আপনি🖤
Vaya tmr composition onk valo...kaberi kaya🖤🖤
অন্যরকম এক অনুভূতি 💙🎶
আমারা গেছি মরি মানুষ দুটি বেঁচে আছে 🖤
♥️
গানটা এতো সুন্দর!!! ভালো লাগছে এই ভেবে যে গানটা আমি শুনেছি।🤍
সত্যি অসাধারণ।🌼🌼🌼🌼🌼
🤎
অসাধারণ
আহা! ভালবাসা ❤️
❣️🖤❣️
অসাধারণ দাদা। ❤️❤️
আহা~*
♥️
prottak ta gan oi masterpiece ❤️❤️
কিহহ সুন্দর 💙
ভাই আরেকটা মাস্টারপিস
আমি আজকে সারাদিন এইটা শুনবো🌺🌺
♥️
Ki oshombhob shundor gaanta🥺❤️
wow dada❤️
dada😻
🤍
🖤👀🖤
বাহ্
এক সময় ভালো একটা জায়গা করে নেবে।।ভালোবাসা অবিরাম
অসাধারণ বন্ধু🥰
তোর প্রতিটি গান ই মনে প্রশান্তি আনে।
❤️❤️❤️
♥️
It simply took me out of the world 😍
Love & respect
কানের আরাম🎶
♥️
This is Masterpiece 💥
এই গানটার ভিউ এতো কম। দেখে খুব খারাপ লাগছে। ভালো গানের মূল্য নাই।
আহা্ শান্তি 🖤🍁
Vaiaaaa ❤️
Oneeeeek gulaaaa valobasha ❤️
ভাই রে❤️❤️❤️
ভাই আমার ♥️
ভালোবাসা দাদা❤️
ভালোবাসা জানবেন অর্ঘ্য দা💙
কাবেরী, নীলা থেকে শুরু করে আপনার গাওয়া প্রত্যেকটা গান অনেক ফেভারিট!
From Sylhet💜
Take my love in back ♥️
Nice to hear. Great composition with heart touching voice. The rhythm is so cool
Voice❤️ lyrics 👌❤️
অর্ঘ্য দাদা দারুন💜💜
♥️🙏
শীতের ফেটে যাওয়া ঠোঁট ছাড়াই গানটা শুনছি, ভালো লাগছে🤍
যাইহোক, আপনার গানগুলো spotify এ শোনার ব্যবস্থা করুন প্লিজ।
🤎
অসাধারণ ❤️
brother ♥️
Speechless bhai, big fan❤️
অদ্ভুদ রকমের তৃপ্তি পাই দাদা আপনার গানে।🖤🖤🖤
♥️
অবিরাম ভালবাসা রইল দাদা।🖤🖤🖤
Speechless dada🖤🖤
Argha da you the best ❤️
Masterpiece🌺🖤
"তোমাকে পাইনা খুঁজে
তাই চোখ বুজে গাইতে হচ্ছে এই গান" 😪😪😪
😍
ভালোবাসা,দাদা🖤
দাদা! কেন জানি না আপনার গান গুলো শুনলেই আমার ব্রায়ান অ্যাডামস এর কথা মনে পড়ে। আমি আপনার ভক্ত সেই কাবেরী শোনার পর থেকেই। ভালবাসা নিবেন দাদা। নতুন গান এর জন্যে অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালো লাগলো গানটি অন্যরকম সুন্দর টিউন।
♥️
কাদো বুক নিংড়িয়ে কাঁদো।
I can resonate so much with your songs bhai
♥️🙏
আজ মিরপুরে হাল্কা বৃষ্টি । ঠান্ডা বাতাসে হেডফোন কানে দিয়ে দাদার জোশ গান শুনতে ভালই লাগতেছে । ✌️
♥️
🙏❣️
Love frm chandpur dada🥀💝
🤍