Ami ek garib premik neela || আমি এক গরীব প্রেমিক নীলা || Argha dev

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @KuashaKinnori
    @KuashaKinnori 4 роки тому +67

    মানুষ এতো অদ্ভুত সুন্দর করে গায় কীভবে!
    এভাবেও কাওকে ভালোবেসে সাধারণ কথাগুলো কথোটা অসাধারণ ভাবে মায়াময় করে গাওয়া যায়!
    মন্ত্রমুগ্ধের মতো শুনেই যাচ্ছি.....

  • @sultanaehsan
    @sultanaehsan 2 роки тому +54

    আমি নীলা অল্প পেলেই খুশী,
    আমার যে কিচ্ছু চাওয়ার নেই!
    আমি শুধু বাসতে চাই ভালো,
    ভালোবাসা ছাড়া কিচ্ছু নেবার নেই!
    🍁

  • @attikuzzamansiddiqueebadho5977
    @attikuzzamansiddiqueebadho5977 2 роки тому +19

    গরীব ও বেকার প্রেমিকদের আগলে রাখার জন্যে নীলাদের জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ।

  • @kitchiroukatsuhito
    @kitchiroukatsuhito 3 роки тому +13

    ২ বছর কি আমি কোমাতে ছিলাম! কি অভাগা আমি ! আজকেই প্রথম শুনলাম ২১ এ শেষে এসে যখন আকাশে জোছনাকুমারী খেলছে মেঘের সাথে ।। ২৬ বছর হয়ে গেলো, কবে আসবে এমন একটা নিলা জীবনে ?

    • @poranhossein9632
      @poranhossein9632 3 роки тому +1

      Asbe vai asbe. Opekhha koren.
      Opekkhai holo Shuddho tomo valobasar protik.🥰🤗

    • @jobaedhossinmanik7671
      @jobaedhossinmanik7671 2 роки тому

      আমিও আজকে শুনলাম গান টা

    • @someshdebnath346
      @someshdebnath346 4 місяці тому

      আমি ২০২৪ - র অগাস্ট মাসে এসে পেলাম 😅

  • @shuponghosh3169
    @shuponghosh3169 2 роки тому +27

    ২ বছর দেরী করে ফেললাম এমন একটা মাস্টারপিস শুনতে,,,,, 😍😍
    tnx to facebook 😊

  • @sandipjasu6321
    @sandipjasu6321 2 роки тому +7

    কথাগুলো অসাধারণ........
    "তোমার শরীরী জ্বরে
    উসুম উসুম জলপড়া হব আমি "
    😌😌😌😌😌

  • @minibiral9035
    @minibiral9035 3 роки тому +9

    অসম্ভব সুন্দর গানটা। কতবার যে শুনেছি হিসেব নাই🙃 আহারে এমন ভালোবাসা পাবার পরেও কিভাবে টাকার জন্য ছেড়ে যায়

  • @threedib
    @threedib 3 роки тому +12

    হয়তো যৌবনে বেলাবোস পাইনি,কিন্তু বেলাবোস শুনতে শুনতে বড় হওয়া আমরা হয়তো এই গানটা শুনে বুড়ো হবো.... 💙

  • @shubjaan
    @shubjaan 11 місяців тому +10

    যাকে ভালোবাসিনি তাকে কত সহজে বলে ফেলেছিলাম ভালোবাসি কিন্তু সেটা যে ভালোবাসা ছিলো না এটা তখন বুঝতে পারছি যখন সত্যিই কাউকে ভালোবেসে ফেলছিলাম কিন্তু ভালোবাসি শব্দ টা একবারও বলতে পারিনি এবং সে চলে গেছে..
    যে নারীর কাছে পুরুষ ভালোবাসা শেখে, যার জন্য চোখের অশ্রু ফেলে, রাত জাগে,
    যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হয় পুরুষ সেই নারীকেই পায় না।।
    অনেক ভালোবাসি মুন 🌙

  • @miranabil30
    @miranabil30 4 роки тому +143

    আমি এক গরিব প্রেমিক নীলা
    আমার আর কিচ্ছু করার নেই
    আমি এক বেকার প্রেমিক নীলা
    তোমাকে কিচ্ছু দেবার নেই
    একটা নীল জোছনা রাতে
    এক মুক্ত আকাশ সাথে
    শান্ত শীতল শহরে দুজনেই
    একটা নীল জোছনা রাতে
    এক মুক্ত আকাশ সাথে
    শান্ত শীতল শহরে দুজনে
    আমি এক গরীব প্রেমিক নীলা
    আমার আর কোথাও যাওয়ার নেই
    আমার ভাঙ্গা ঘরে
    ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে যখন
    আমি বুকটা পেতে আগলে রাখতে জানি
    তুমি এই বুকেতে রাখবে মাথা জানি
    তোমার শরীরী জরে
    উসুম উসুম জলপড়া হব আমি
    তুমি ভাত তুলে দিয়ে অপেক্ষা কর আমার
    আমি মাড় গেলে দিয়ে ভাত বেড়ে দেবো তোমার
    একটা জীর্ণ শীর্ণ মানিব্যাগ
    তাতে খুচরো পয়সা গোজা
    আর তোমার একটা সাদা কালো ছবি এই
    আমি এক গরিব প্রেমিক নীলা

  • @nakbocha
    @nakbocha 2 роки тому +6

    গানের প্রতিটা শব্দ গুলির মতো বুকে বিধে ছিন্ন ভিন্ন করে দিলো
    এমন গান সবাই বানাতে পারে না

    • @AnokheesWorld
      @AnokheesWorld 2 роки тому

      সবচেয়ে ভালো একটা মনতব্য🥰😊ধন্যবাদ

    • @nakbocha
      @nakbocha 2 роки тому

      @@AnokheesWorld apnakeo dhonnobad apu

  • @shafiqulislam-oc6xv
    @shafiqulislam-oc6xv 18 годин тому

    উফ! চক্ষু,মন শীতল❤

  • @mr.Superman0954
    @mr.Superman0954 2 місяці тому +2

    ভাইয়া, আপনার এই গানটা আমার যেকোনো ট্যুরের সঙ্গী।
    একটা জ্বলন্ত সিগারেট হাতে আর পাশে মুঠোফোনে অনবরত বাজতে থাকা আপনার সুরের মূর্ছনায় নিজের অজান্তেই নিজেকে হারিয়ে ফেলি একাকীত্বের জগতে।
    Much Love From Dinajpur!❤❤❤

  • @raimuzaman6170
    @raimuzaman6170 2 роки тому +3

    এই গানটা আজ অব্দি যতবার শুনেছি আমি কেবল হারিয়ে যাই!! মনে এক অদ্ভুত প্রশান্তি জন্মে।ধন্যবাদ এতো সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য❤️

  • @maaayisha
    @maaayisha 3 роки тому +9

    শুনলেই ভেতরটা কেমন শান্ত হয়ে যায়...যে আগলে রাখতে জানে...সে ভাল থাকুক🍂

  • @jannatulferdousonie
    @jannatulferdousonie 2 роки тому +2

    আপনার গান শুনেই ভক্ত হয়ে গেলাম।ইশশ! এত সুন্দর একটি গান শুনতে এত দেরি করে ফেললাম!❤️

  • @sakibshahariarshaikat1272
    @sakibshahariarshaikat1272 2 роки тому +4

    কতো সুন্দর একটা গান।
    কলিজা টা ঠান্ডা হয়ে যায়❤️

  • @sadmanloha6244
    @sadmanloha6244 4 роки тому +40

    পেটের ভিতর থেকে দরদ উথলে আসছে শিল্পীর গলা হয়ে। বিন্দুমাত্র নষ্ট হয়নি কোথাও। এক ফালি গিয়ে নির্ঘাৎ হেনেছে নীলার বুকে, বাকিটা হাজার হাজার ভক্ত শ্রোতার বুকে।

  • @sabbirakram
    @sabbirakram 4 роки тому +17

    আহা কি সুন্দর! গত তিন দিন যাবত শুনছি আর ডুবে যাচ্ছি এই অদ্ভুত গান গুলো কেন জানি এতো পরে শুনতে হয়। দাদা ভালোবসা নিবেন অসাধারণ গান শুভ কামনা রইলো

  • @rahnumajahanteethi3329
    @rahnumajahanteethi3329 3 роки тому +7

    মিউজিক ভিডিও টা এত ভালো লাগে! পারফেক্ট একটা গান ❤️

  • @jamilaaminzara
    @jamilaaminzara Рік тому +1

    আমার জীবন অন্ধ কুঠুরি করেছি আমি নিজে ।
    এত গহীন অন্ধকারে আমায় কেউ না আর খুঁজে।
    একলা পথ বেছে নিয়েছি সবার থেকে সরে।
    আমি এখন অন্ধকারের কালো ।
    তুমি বোধহয় বেশ ই আছো তোমার সুরের মূর্ছনায়।
    আমি এক রংহীন আলোর ছায়া।
    তাই শেষে আরতোমায় হয়নি আমার পাওয়া।
    জীবনের এই কুয়াশাতে নাই হলাম শিশির।
    তোমার দেয়া সঞ্চয়ে গড়বো আমি নতুন কুটির।
    আপনার গান আমি রোজ শুনি।
    ভালো লাগে অনেক সুন্দর আপনার লেখা এবং গান ।
    আমি একুটু আদটু লিখি আরকি 😢😢😢
    অনেক সুন্দর গান এটা
    আমি অনেক শুনি ।
    ধন্যবাদ আঘ্য দা

  • @rakibdu6140
    @rakibdu6140 5 років тому +4

    দেবু দা অন্য লেভেলে চলে যাইতেসো, সুর আর শব্দের মোহাচ্ছন্ন প্রেমিক হয়ে বেঁচে থাকো এই কলিযুগের গলিশহরে। ভালোবাসা ❤❤

  • @kanizfatemaananna804
    @kanizfatemaananna804 4 роки тому +14

    কিছু কিছু গান কেমন লাগে সেটা বলে বুঝনো যায় না। শুধু ভিতরে সব কিছু ওলট পালট হয়ে যায় শুনলেই।
    I am so much thankful to the person who introduced me to this song with his beautiful cover. Youre a blessing bhaia❤. I mean maybe you wont even notice this :3 but thanks this is my 3am jam❤

  • @pinakpramanya9914
    @pinakpramanya9914 2 роки тому +5

    আপনি অনেক প্রতিভাবান শিল্পী ।
    আপনার খোঁজ পেতে অনেক দেরি হয়ে গেল।
    একদিন আপনি অনেক বড় হবেন।
    শুভকামনা ❤️❤️

  • @moinulislam8453
    @moinulislam8453 3 роки тому +9

    উত্তাল নদীও কখনো অনেক শান্ত হয়ে যায়!
    ঠিক আমিও আজ এই গানগুলোতে অনেক শান্ত

  • @Susmita337
    @Susmita337 2 місяці тому +1

    জীবনে অনেক একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি জানিনা আগামী দিনে কতদিন এই তার শূন্যতা নিয়ে কতদিন বেঁচে থাকবো..আসল প্রেমিক কী এই গানটা শুনে বুঝতে পারি..সব নীলাদের ভাগ্যে এমন প্রেমিক জুটুক ..

  • @mrsgiraffey
    @mrsgiraffey 5 років тому +4

    চোখে পানি চলে আসলো একেবারে। এত কষ্ট হচ্ছে কেন হঠাৎ?

    • @shafiqsdiary6623
      @shafiqsdiary6623 5 років тому +1

      হয় এমন মাঝে মাঝে

    • @metalheadbd
      @metalheadbd 4 роки тому +1

      পুরনো দিনের স্মৃতি ভেবে প্রতিদিন কাঁদি গানটা শোনে। জীবনটা সবটাই বদলে গেছে। আর কোনো কিছুই নাই। হারিয়ে গেছি দুজনে অনেক দূরে।

    • @mrsgiraffey
      @mrsgiraffey 4 роки тому

      @@metalheadbd I hope it gets better for you someday. It did for me! এখন গানটা শুনলে কষ্ট হয় না খুব একটা, কিন্তু খুব ভালো লাগার একটা অনুভূতি হয়। আশা করি, একদিন আপনারও তাই হবে 😊

    • @anikaislam8693
      @anikaislam8693 2 місяці тому

      ​​@@mrsgiraffeyNow your life happy?

    • @mrsgiraffey
      @mrsgiraffey 2 місяці тому +1

      @anikaislam8693 Very much so! I'm grateful!

  • @shubhrodevmohonto
    @shubhrodevmohonto 2 роки тому +4

    থেকে যাও না নীলা।
    দিন কী আর এরকম থাকবে।
    আঁটোসাটো ঘরের জায়গায় তিন কামরার ফ্লাট বাসা আসবে। যেও না ছেড়ে। ভরা পূর্নিমা রাতে তোমার সাথে নদীর পাড়ে খালি পায়ে হাঁটা বাকী রয়ে গেলো যে। 💔

  • @suvadipchowdhury6977
    @suvadipchowdhury6977 3 роки тому +1

    সব নীলা র প্রেমিকদের এমনই হতে হবে কেনো!
    দুনিয়ার সব নীলা ভালোই থাকুক।
    আমার নীলাঞ্জনা টাও।

  • @khandokarmunna7203
    @khandokarmunna7203 2 роки тому

    অদ্ভুত সুন্দর বিষণ্ণতা আর আশ্চর্য ঘোর লাগা এক ভালো লাগায় ছেয়ে যায় মন এই গান টা শুনলে।ভালো থাকুক এইসব স্নিগ্ধ সুন্দর গানের রচয়িতারা।

  • @papai5890
    @papai5890 3 роки тому +1

    আহা
    চোখের সামনে ভেসে উঠে কতো কিছু

  • @AnokheesWorld
    @AnokheesWorld 2 роки тому +1

    Amio neela.. amar jodi emon onuvuti somponno premik thakto tahole take ami kokhonoi kosto ditamna buker moddhe agle rakhtam🙂ganer kotha gulo mind blowing 🥰🥰🥰🥰

  • @jakirkhan2448
    @jakirkhan2448 3 роки тому +1

    Uffff reee vaii Ki gaan Apni ❤️❤️
    Kivabe paren afsos Eto sundor gan Gula te vew hoi na

  • @mashiurrahmansohel2836
    @mashiurrahmansohel2836 3 роки тому +9

    গানটা নীলা নামের এক ক্রাসকে সেন্ড করেছিলাম, গানটা তার পছন্দ হলো সে গানটা শুনে অনেক খুশি হলো, আসলে খুশির কারন ছিলো তার বফ এর এই গানের নিচে লেখা i love you nila কমেন্ট।স্যাড লাইফ🙂

  • @md.shakib3487
    @md.shakib3487 5 років тому +13

    শুভ কামনা অর্ঘ্য, সামনে এগিয়ে যাও❤❤

  • @abcd8859
    @abcd8859 4 роки тому +15

    এই ভাবে লিখা যায়,🙂
    এই ভাবে ও গাওয়া যায় 😥
    রোযা অবস্তায় শুনতেছি, ৮/১০ টা সিগারেট লাগতো যতবার শুনছি গানটা
    ২১ রমযান

  • @RejaulKarim-zp8py
    @RejaulKarim-zp8py 4 роки тому +1

    অনেক পছন্দের একটা গান। এগিয়ে যাও অর্ঘ্য দেব!

  • @MN.NAEEM11
    @MN.NAEEM11 3 місяці тому

    এতো বছরেও গানটুর তেমন ভিউ নেই।
    তাতে কি হয়ছে সবারতো এরকম গান শোনার রুচি নেই। আসির আরমান ভাই এর গান রুচিসম্মত এবং যারা প্রকৃত রুচিশীল মানুষ ওনারা সবসময় শোনবে।ভালোবাসা নিবেন প্রিয় ভাই।

  • @mshredoy978
    @mshredoy978 2 роки тому +4

    এই ভাবে কেউ গাই দাদা বুকে লাগে ত ! পুরা অতিতটাই সামনে এনে দাড় করাই গান টা! হয় ত একদিন আমরা থাকব না । 😇কমেন্টা রেখে গেলাম যাতে ভবিষ্যত প্রজন্ম জান্তে পারে আমদের কেমন রুচি ছিলো 💝কেমন গান ছিলো আমদের পছন্দের তালিকায় 💝❣

  • @Why_not_simplify_things
    @Why_not_simplify_things 4 роки тому

    আমার মতো নীলাদের জন্য নিঃসেন্দহে দারুণ গান। এমন একটা গরিব প্রেমিক খুব দরকার💙💙💙

  • @বোহেমিয়ান-ল২স

    তোমার শরীরি জ্বরে,
    উসুম উসুম জল পড়া হবো আমি! 🌻🌻

  • @nashramoninila9891
    @nashramoninila9891 4 роки тому +9

    নিজের নামের গান গুলার মাঝে এটা সেরা
    আমার মনে হয় কেও এটা গেয়ে যদি হাতে কচুরি পানার ফুলগুলো নিয়ে এসে বলে চলো প্রেম করি, নৌকায় ঘুরি, চলো সংসার করি..... আমি পারলে ঐ দিনই বিয়ে করে নিবো সত্যি💘

  • @adnanabdullahrabbe5877
    @adnanabdullahrabbe5877 3 роки тому +3

    সহজ, সুন্দর, সহজিয়া 🌿💖

  • @pollobdas3936
    @pollobdas3936 Рік тому

    Valobasha roiilo gaantar proti onek smriti jorano gaantar sathe 💙

  • @uzzalhussain5364
    @uzzalhussain5364 3 роки тому +2

    গানটা এম্নিতেই অসাধারণ আর আমার মতো যার প্রাক্তনের নাম 'নীলা' তার জন্য আরো অসাধারণ 🙂

  • @MizanurRahman-ku6he
    @MizanurRahman-ku6he 3 роки тому +5

    সবার একটা নীলা হোক🙃

  • @shuvroraha9396
    @shuvroraha9396 4 роки тому +1

    অসাধারণ লিরিক্স। সুরটাও দারুণ।

  • @farihamukarrabin3225
    @farihamukarrabin3225 5 років тому +5

    এটা পিচ দাদা 😍😍
    মারাত্মক, অসাধারণ এরপর আরেকটা টার্ম দরকার শুধু দাদার জন্য 🥰🥰

  • @K-DramaQueen-gg7xk
    @K-DramaQueen-gg7xk 4 місяці тому +1

    This song deserves meny more..
    Hope we'll see 5M soon...

  • @shohelineela6175
    @shohelineela6175 2 роки тому +2

    আমার নামে গান🙂
    ভালো লাগলো অনেক😌❤️

  • @JUAquaristsociety
    @JUAquaristsociety 2 роки тому +1

    সারাদিন শুনতে থাকি এই গানটা। প্রিয় মানুষটার সাথে যখন এই গানটা গাই মনে হয় গান না নিজের কথাই বলছি

  • @chamonfariyaislam968
    @chamonfariyaislam968 3 роки тому +5

    এতো প্রিয় কেন গানটা🖤

  • @dipdatta8123
    @dipdatta8123 3 роки тому +5

    She shared the link 😅nd boy im feeling the same now 💕🌺
    আমি এক গরীব প্রেমিক নীলা |🥺

  • @abrahamudoy3616
    @abrahamudoy3616 4 роки тому +1

    Aha!
    Monta vore gelo❤️❤️❤️

  • @dr.sabrinshahi1852
    @dr.sabrinshahi1852 3 роки тому +1

    কি দারুণ সুন্দর!!!

    • @drnightfury7410
      @drnightfury7410 3 роки тому +1

      থাকলাম আমিও এখানেই ☘
      শান্ত শীতল শহরে দুজনেই 🌦

  • @PriankaBiswas
    @PriankaBiswas 2 роки тому

    Darun legeche 💜

  • @ashikfardin4067
    @ashikfardin4067 3 роки тому

    সেরা ভাই সেরা।
    পুরাই আগুন।🌼🌻🌼

  • @debashisdas889
    @debashisdas889 5 років тому +2

    অসাধারণ! শুভ কামনা রইল। 🌺🌺

  • @niladritanila6225
    @niladritanila6225 5 років тому +1

    তাতেই চলবে..
    অসাধারণ 🥰🥰

  • @shuvrobhai1
    @shuvrobhai1 3 роки тому

    এতো সুন্দর একটা গান খুঁজে পেতে কিভাবে দুই বছর দেরি করে ফেললাম!

  • @arifmahmud9129
    @arifmahmud9129 2 місяці тому

    আহা গান যেন মনের অব্যক্ত কথাগুলো বলে দিল সব।🤍
    ২০২৪ এ কমেন্ট রেখে গেলাম।
    কেউ এসে দেখলে জানান দিয়েন। ☺️❤️

  • @md.zahangiralam4525
    @md.zahangiralam4525 4 місяці тому +3

    আমি এক বেকার প্রেমিক নীলা, তোমাকে কিচ্ছু দেওয়ার নেই।

  • @muhsanasadikashurovi3469
    @muhsanasadikashurovi3469 2 роки тому +1

    হৃদয় শীতল করা একটা গান❤️

  • @_kishorroy
    @_kishorroy 2 роки тому +5

    গায়কের মত গায়ক, কথার মত কথা৷

  • @AnokheesWorld
    @AnokheesWorld 2 роки тому

    Nijer namer gan tarpor misti sur r govirer kotha sob milye oshadharon ganta

  • @sajiburrahman7886
    @sajiburrahman7886 3 роки тому +114

    গানে বিট দিলেই গান হইয়া না। এই গুলা হচ্ছে আসল গান অতীত টা সামনে এনে দাড় করাই

    • @muhammadtonoy2016
      @muhammadtonoy2016 2 роки тому

      সত্যিই অসাধারণ

    • @utsabbanerjee1603
      @utsabbanerjee1603 11 місяців тому

      দাদা এলিটিজমটা না দিলেই তো পারেন। ভালো গান, গানটা শুনলেই তো holo

  • @md.mahamudurrahamanshuvo5840
    @md.mahamudurrahamanshuvo5840 4 роки тому

    ‌লি‌রিক দারুন। আহ্!

  • @ZannatulferdoushiShanta
    @ZannatulferdoushiShanta 8 місяців тому

    শুধু তুমি হলেই আমার পুরো পৃথিবী পাওয়া হয়, জানো নাহ.....❤❤❤

  • @piashyousuf2439
    @piashyousuf2439 3 роки тому +2

    ভাই খুবই সুন্দর লাগছে গানটা। অসাধারণ লিরিক। দোয়া থাকলো বড় হয়ে অন্ঞ্জন বাবুর মত অনেক বড় কবি হন। আরো অনেক সুন্দর গানের আসায় থাকলাম। ❤️❤️❤️

  • @s.a.h.hridoy8680
    @s.a.h.hridoy8680 2 місяці тому

    ৪ বছর আগে এই গান প্লেব্যাকে সেট করে তার আর আমার যে ভিডিওটা বানিয়েছিলাম, তা আজও ভীষণ যত্নে রেখেছি। রাখতে পারিনি শুধু ভিডিওতে থাকা মানুষটাকে। যেখানেই থাকুক, ভালো থাকুক..❤️‍🩹

  • @akashahmad5242
    @akashahmad5242 2 роки тому +1

    Ami Ek Gorib Premik Puspo 🌺

  • @shuvoergaan
    @shuvoergaan 3 роки тому

    আহ! গান। কি মায়া...

  • @শেখসাইফান
    @শেখসাইফান 3 роки тому +1

    অর্ঘ্য দেব ভালোবাসা।🖤

  • @utshodas3740
    @utshodas3740 3 роки тому +3

    রাত ১২ টা ৫৬ তে স্মৃতি হিসেবে কমেন্ট ব্যাতিত অন্য কিছুই রাখার নেই।

  • @shuvo796
    @shuvo796 2 роки тому +1

    অবাক হয়েছি গানটাতে🖤🖤🖤

  • @imonbanerjee2001
    @imonbanerjee2001 4 роки тому +6

    আমার ভাঙা ঘরে
    ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে যখন,
    আমি বুকটা পেতে আগলে রাখতে জানি
    তুমি এই বুকেতেই রাখবে মাথা মানি।

  • @AK-po1lh
    @AK-po1lh 2 роки тому

    অসাধারণ গান।
    শুনলে প্রাণ জুড়িয়ে যাই

  • @sajumondol7609
    @sajumondol7609 Місяць тому

    রিপা তোমার মতো সহজ মানুষ আমি আর কখনও দেখিনি, এতো ভালোবাসো কেনো,সবকিছুই কতো অনায়াসে দিয়ে দিলে আমায়

  • @saminakkhor9829
    @saminakkhor9829 4 роки тому

    Chaliye ja. Bhalobasha thakbe shobshomoy.

  • @fatemamoonjarinaurpa6320
    @fatemamoonjarinaurpa6320 2 роки тому

    গানটা কি সুন্দর। নীলা নামের মেয়েদের উপর খুব হিংসে হয়। তারা দেখতে খুব সুন্দর হয়, আবার খুব সুন্দর গানগুলো লিখা হয় নীলাদের নিয়ে আর আমার ভালোবাসার মানুষটাও ভালোবাসে কোনো এক নীলা নামের মেয়েকে। বড্ড হিংসে হয়!

  • @sayemosman3037
    @sayemosman3037 2 роки тому

    কে ভাই তুমি! প্রশান্তি এনে দিলে পুরোটা মনে♥

  • @rizwanpseudo2907
    @rizwanpseudo2907 4 роки тому

    সেরা ভাই!!!

  • @mdtorikulislamfoysal9340
    @mdtorikulislamfoysal9340 3 роки тому

    নীলা থেকে গেলে এই গানটা ওকে শুনাইতাম, নীলারা কেনো থাকে না?কেনোই বা ছেড়ে যেতে হয়?থেকে যাওয়ার ইতিহাস এই শহরে নেই।নীলার জন্য আফসোস,বড্ড আফসোস।ভীষণ ভালোবাসা থেকে বঞ্চিত করলে নিজেকে।

  • @meherunjannatchowdhuryniha1243
    @meherunjannatchowdhuryniha1243 2 роки тому

    কি ভীষন চমৎকার এই গানের লিরিক্স🤍

  • @taniamondal5309
    @taniamondal5309 7 місяців тому

    হৃদয় স্পর্শ করে এই গানটি।

  • @mashiatahmed367
    @mashiatahmed367 3 роки тому +15

    Gan ta shune mone holo ganer kotha gulo polash amk Bolche.. Aj share 3bochor amra eksathe achiii koto jhor jhapta dujon par korechi ekhono korchii amr poribarer dabi cheler ekta bari ekta vlo chakri thakte hobe amra sthaniyo bole kothaaa.. Polash ajo chestay ache ekta vlo chakrir ar amar namaz e boshe Allar kache kada chara kono upay nei.. Kotobar polash boleche amr r kicchu korar nei kichhu deyar nei tobuo chere jaini..kotobar here giye amio chole jete cheyechii kintu o jete deyni koto bikal koto shondha amra mukto khola akasher niche hetechii golpo korechii r ekta vlodiner shopno dekhechi ekhono dekhii karon ami bissash kori amra bissash kori ekdin vlo din ashbe ei jonjale vora mittha kothar shohore amader lal nil ekta shongsar hobe sedin ei koster din gulo sudhui srity thakbee dujoner.. Eto kichur poreo to valo achii amra vlo ache amader valobasha kanor oi valo manush take harate chaina Hok sea gorib premik moner dik diye sea bejay borolok ❤️

    • @sifatbinntesaiif
      @sifatbinntesaiif 8 місяців тому

      It has been 2 years since you commented this. Just wanna know, are you guys still together?

    • @dhrubochaki7932
      @dhrubochaki7932 6 місяців тому

      Whats the update???

    • @Etikatha
      @Etikatha 5 місяців тому +1

      দুই বছর আগের কমেন্ট! এখন আপনাদের কী খবর? এই ইমেইল আইডি কি বন্ধ করে দিয়েছেন? অন্য কারোর সাথে বিয়ে করে ফেলেছেন?
      নাকি পলাশের সাথেই আজও অপেক্ষায় আছেন? বড় জানতে ইচ্ছে করছে!
      আমিও কোনো এক পলাশের প্রেমিকা...

  • @nahianshiii520
    @nahianshiii520 3 роки тому +4

    আমি ও এক গরীব প্রেমিকা ❤️ 🌍💘প্রিয়,
    তোমাকে দেবার মতো কিছুই নেই আমার তবে,
    একটা নীল জোছনা রাত
    এক মুক্ত আকাশ সাথে 😌💘
    শান্ত শীতল শহরে দুজনেই🤞 দিতে পারি 😌✌️
    ইন শা আল্লাহ 😌
    শুভ জন্মদিন প্রিয় ❤️ আর যেখানে প্রসঙ্গ তুমি সেখানে আমার ভালোবাসা এক আকাশ সমান🌌❤️। ভালোবাসি 💘 ভালোবাসা নিও😌

  • @md.foysalshariarsajid1792
    @md.foysalshariarsajid1792 3 роки тому +1

    ভালোবাসলেই মায়া দিয়ে গান গাওয়া যায়😍😍

  • @arnabbhattacharya._
    @arnabbhattacharya._ Рік тому

    ❤ dada tomar lekhai jadu aache❤

  • @muzahidfahim8197
    @muzahidfahim8197 4 роки тому

    কী অদ্ভুত সুন্দর!

  • @ahmedimtasherofficial4977
    @ahmedimtasherofficial4977 2 роки тому

    দাদা🔥

  • @fahimshariaranik9694
    @fahimshariaranik9694 5 років тому +2

    অদ্ভূত ভালো লাগার গান করে লোকটা ♥

  • @sagorhosseinneel3947
    @sagorhosseinneel3947 2 місяці тому

    Ekdin ek nila hoyto asbe,

  • @gouravroy2537
    @gouravroy2537 3 роки тому

    যদি কখনো আবার কাউকে ভালোবাসি এই গানটা দিয়ে ভালোবাসার শুরু করবো ❤

  • @mantashalamia1523
    @mantashalamia1523 2 роки тому

    এক গরীব প্রেমিকের নীলা আমি💜💛

  • @sabbirahmed1600
    @sabbirahmed1600 3 роки тому

    সব নীলাদের এই গানটা শুনানো উচিৎ

  • @sanjidapreity5023
    @sanjidapreity5023 5 років тому +2

    Eto shundor 😍😍😍😍😍😍😍 big fan of you kiddo

  • @user-bd6gl3wo4c
    @user-bd6gl3wo4c 2 роки тому

    সুন্দর....

  • @saimislam9931
    @saimislam9931 2 роки тому

    ফেবারিট ❤️❤️

  • @shopnilrajib6236
    @shopnilrajib6236 3 роки тому

    বাহ