মাশাআল্লাহ, চেহারা তো নবাবের মতো। কতো সুন্দর ঐতিহ্যবাহী জিনিস। আমাদের বাড়িতে কিছু বৃটিশ আমলের জিনিস ছিল। যেমন ডবল প্লেটের কিনারে একটা ছিদ্র ছিল। এই ছিদ্র দিয়ে গরম পানি রাখতো যেন শীতের দিনে পোলাও বিরিয়ানি রাখলে গরম থাকে। আরও অনেক জিনিস ছিল। এখনও আছে। একটা বয়স্ক মানুষের লাঠি ছিল। লাঠির ভিতরে তরবারী। বোঝা যেতো না, যে এটার ভিতরে তরবারী।
উনার কথা বলার ধরণ, বাচন ভঙ্গি দেখলেই বুঝা যায়, তিনি একজন উচ্চ বংশের মানুষ। কি চমৎকার উপস্থাপনা, শব্দের উচ্চারণ, আমি শুধু মুগ্ধ হয়ে শুনতেইছিলাম। ব্যবহারে বংশের পরিচয় কথাটির বাস্তব প্রতিফলন ঘটেছে এই ভিডিওতে। একদিন আমিও দেখতে আসব ইনশাআল্লাহ❤💚
আপনাকে এবং নবাব সাহেবকে অনেক ধন্যবাদ, পুরনো জমিদার বাড়ির ছেলে হবার সুবাদে এবং বহু পুরনো জমিদার বাড়ির সাথে আত্মীয়তার সুবাদে, কিছু কিছু জিনিস আমি দেখেছি, তবে অধিকাংশই কালের গর্ভে বিলীন হয়ে গেছে। নবাব সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এই জিনিসগুলো সংরক্ষণ করার জন্য আর আপনাকে ধন্যবাদ এগুলো সকলের সামনে তুলে ধরার জন্য।
শিয়া বলেন আর যাই বলেন নবাব বাড়ির সবকিছু দেখেই ভালো লাগলো । এমন কিছু যে বাংলাদেশে এখনও আছে এতদিন জানতাম না । আর নবাব পুত্রের কথা কী বলব !! মাশাআললাহ। আললাহ ওনাদের কে নিরাপদ এ রাখুন।
@@shahriarhasan8480আমি বুঝলাম না, সে নবাব হবে কিসের জন্য, সে তো নবাবের বংশধর। আর ইতিহাস তো তিনি আরেকটা ভিডিওর মধ্যে দলিল সহ দেখাইছে ভাই,আপনি না জেনে কথা বলছেন কেন.? এরা তো আমাদের বাংলাদেশের ই ঐতিহ্য।
অনেক কিছু দেখলাম তবে আপনার মুখে একটি শব্দ শুনলাম "" সারপোশ "" আসলে এই শব্দটা প্রথমে আমি আমার আম্মার মুখে শুনি আজ শুনলাম কাছে । ভালো লাগলো । আরও নিখুঁত করে দেখালে খুব ভালো লাগতো । ধন্যবাদ
Presentation dekhei boja jaw tini akjon avijat bongser cele..khubi valo laglo tar kotha gulo ar tader bongser ses ostitto gulo ato sundr kore tikiwe rakhar jonne vaike mon thake salam janai❤
ভাই এত সুন্দর করে বললেন মনে হয় আপনার কথা আরও শুনি। দেশে থাকতে এসব দেখবার সুযোগ হয়নি আপনার জন্য অনেক কিছু জানতে পারলাম। দেশে গেলে আপনার সংগে দেখা করতে যাবো ।
আশাকরি এরকম প্রাচীন এবং সম্মানিত আরও অনেক পরিবারকে সামনে আমাদের সাথে আবারও পরিচয় করিয়ে দেয়া হবে! এই একঘেয়েমিময় জগৎসংসারে মানুষজন তাদের ভুলে যাচ্ছেন! তাদের ন্যায্য হারানো সম্মানটুকু তাদের ফিরিয়ে দেয়ার জন্য এই তথ্যচিত্রের যে অবদান তা নিতান্তই প্রশংসনীয়! গুড জব এবং গুডলাক!
দারুণ বাচনভঙ্গি উপস্থাপনা, পুরনো ইতিহাস এত সুন্দর সাবলীল ভাবে প্রেজেন্ট।আসলে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, এত মনোযোগ দিয়ে আমি কোন ভিডিও এর আগে দেখেছি কিনা আমার মনে নেই। সত্যিই অসাধারণ মুসলিম ইতিহাস, অসংখ্য ধন্যবাদ আপনাদের।
সালাম বর্ষিত হোক নবাব পরিবারের উপর। আমরা গর্বিত আপনাদের এই রাজকীয় পরিচালনা দেখে, আমার মতে বিভিন্ন দেশের রাজবংশের মানুষদের। সুসম্মানে তাদের স্থানে রাখা হয়ে থাকে, কিন্তু আমার দেশে তাদেরকে অসম্মান ও রাষ্ট্রীয় কিছু আইন যেথা রাজ পরিবারের অধিকার হয়ে থাকে। আইনত্ব ভাবে তাদেরকে একটা সম্মানের স্থানে রাখা হয়, কিন্তু আমার বাংলাদেশে। রাজ পরিবারের ওরা তাদের উত্তরসূরি হয়েও কোন মূল্যায়ন হচ্ছে না বরঞ্চ তাদের ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে। এরই নাম বাংলাদেশ খুব আনন্দিত হলাম মুঘলদের উত্তরসূরিদেরকে দেখে। বিশেষ করে নবাব আলী ভাইকে দেখে,,,,,,,,,,,,,,,,,,👑
@SACreation-uf1pi আপনি কি মাইয়া তাইলে আমার প্রেমে পড়েন আপনারে আমি আমার চার নম্বর বউ বানামু আপনারে যদি পছন্দ হয়!আমি মুঘল সম্রাট সাইয়েদ মিরজা মিরজা মহিউদ্দিন মুহাম্মদ আউরংগজেব আলমগীর র: এর সরাসরি পুরুষানুক্রমিক নবম বংশধর! আমার নাম সাইয়েদ মিরজা শফিউদ্দিন মুহাম্মদ আউরংগজেব আলমগীর বারলাস বেগ মুঘল!বরতমান অলিখিত মুঘল সম্রাট! আর আমি একজন সুন্নি মুসলমান!
Mr. Ali thanks for sharing all these information. Please write this history of Nawab. Otherwise it will be lost. Convey this history to your next generation.
আল্লাহ যেনো এই শাসকগোষ্ঠীর রক্তধারা থেকে আমাদের মাঝে একজন শাসক পাঠিয়ে দেন ওনাদের দ্বারাই সম্ভব মানব কল্যাণকর চিন্তা করা আমরা অপেক্ষিত ইনশাআল্লাহ আসবেই
Assalamu alykum. Thank you Info Hunter. I enjoy historical documentaries. Your episodes are very interesting. Please let me know how i can get in touch with you other than this comment section. Regards
অশিক্ষিত হলে যা হয় আর কি! পড়া শোনা করলে জানতেন এরা আসলে কোনো নবাব না, আর কষ্টি পাথর বোঝেন? এটা যদি কষ্টি পাথরই হত তাহলে এরকম ফেলে রাখত? মানে ক্রিটিকা থিংকিং বলতে কিছু নাই মাথায়
বাহ! নবাব সাহেব তো সেই Handsome | সুন্দর ভদ্র ধীর স্থির আকর্ষনীয় ৷ ওনার কথায় চেহারায় একটা চমৎকার নবাবী চাল ৷ প্রসঙ্গত মনে পড়ল - UA-cam-এ অন্য একজন জমিদার এর বংশধর এর video তে তিনিও নিজেদের ঐতিহ্য তুলে ধরেছেন - তবে তিনি এমন ভাবে বকবক করেন যে তাকে বিয়ের ঘটক মনে হয় 😂
ছোট নবাব খুব সুন্দর করে কথা বলেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম ওনার কথা এবং বর্ননা,
অভিজাত বংশের ছেলে, কত্ত স্মার্ট কথার বলার ভংগি ❤❤
ki bollen eta ...abar pore dekhen kemon sunacche
@@mdfaisal2163:0 ।
সত্যিকার অভিজাত নবাবের রক্তের স্রোতধারা বহমান। আপনার জন্য রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি, ইতিহাস বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। 🎉❤
অত্যন্ত সুন্দর পরিবেশন, বিশেষত কণ্ঠস্বর, সত্যিই নবাবী। ভারত থেকে ভালোবাসা 🇮🇳👌🙏
নিজের পরিবারের ইতিহাস এত সুন্দর করে বর্ণনা করার জন্য ধন্যবাদ নবাব সাহেবকে।
Right ❤️
এই ধরনের একটি বাড়ি আছে জানাই ছিলো না। জেনে খুবই ভালো লাগলো।
সালাম নবাব সাহেবকে।
মাশাআল্লাহ, চেহারা তো নবাবের মতো। কতো সুন্দর ঐতিহ্যবাহী জিনিস। আমাদের বাড়িতে কিছু বৃটিশ আমলের জিনিস ছিল। যেমন ডবল প্লেটের কিনারে একটা ছিদ্র ছিল। এই ছিদ্র দিয়ে গরম পানি রাখতো যেন শীতের দিনে পোলাও বিরিয়ানি রাখলে গরম থাকে। আরও অনেক জিনিস ছিল। এখনও আছে। একটা বয়স্ক মানুষের লাঠি ছিল। লাঠির ভিতরে তরবারী। বোঝা যেতো না, যে এটার ভিতরে তরবারী।
তার চেহারায় একটা জমিদারি ছাপ ❤
উনার কথা বলার ধরণ, বাচন ভঙ্গি দেখলেই বুঝা যায়, তিনি একজন উচ্চ বংশের মানুষ। কি চমৎকার উপস্থাপনা, শব্দের উচ্চারণ, আমি শুধু মুগ্ধ হয়ে শুনতেইছিলাম। ব্যবহারে বংশের পরিচয় কথাটির বাস্তব প্রতিফলন ঘটেছে এই ভিডিওতে। একদিন আমিও দেখতে আসব ইনশাআল্লাহ❤💚
নবাব সাহেবের ভাষা শুনে খুব ভালো লাগলো। অত্যন্ত ভদ্রযন। নবাব বলে কথা।
ওরা রাজনৈতিক ভাবে ইসলামের মদ্ধ্যে কি কি আকিদা যোগ করসে জানস?ওগরে ভালো কইতাসস
Chup @@A7X.sevenfold
নবাবি আন,বান, শান ঝলকে উঠছে ওনার শব্দচয়নে। খুব চমৎকার ভিডিও।
বেস্ট এপিসোড। এমন পরিবার এখনো আছে জানা ছিলো না। একবার বাড়িটা দেখতে যাবো।
সরকারের উচিত তাদের সহযোগীতা করে ঢাকার এ ঐতিহ্য ধরে রাখা । উনারা আমাদের পূরানো সভ্যতা । মন ভরে গেল ।
সুন্দর উপস্থাপনা ।
ভাইরে আর বুদ্ধি পাইলেন না।
সরকার সব খেয়ে দিবে।
মুগ্ধ হয়ে শুনছিলাম, কি সুন্দর করে বুঝিয়ে বলছিলেন। কোনো অহংকার প্রকাশ পায় নি, মাশাআল্লাহ
উনি তো খুবই সুন্দর করে উপস্থাপন করলো। অরিজিনাল সম্ভ্রান্ত পরিবারের আচরণ ই আলাদা। নব্য ধনীদের আচরণ এর সাথে এদের আচরণ আকাশ পাতাল ফারাক।
খুবই ভালো লাগলো। আমাদের পুরাতন ঐতিহ্যকে আমাদের আগলে রাখতে হবে। এসব জিনিষ জাদুঘরে সংরক্ষন করা উচিৎ। নবাব সাহেবকে সাধুবাদ বংশপরম্পরা বজায় রাখার জন্য
মাশাআল্লাহ, ভাইজানের প্রেজেন্টেশন সত্যি রাজকীয় নবাবী খানদানি ইমেজ বা মোহ পাওয়া যায়।
আপনাকে এবং নবাব সাহেবকে অনেক ধন্যবাদ, পুরনো জমিদার বাড়ির ছেলে হবার সুবাদে এবং বহু পুরনো জমিদার বাড়ির সাথে আত্মীয়তার সুবাদে, কিছু কিছু জিনিস আমি দেখেছি, তবে অধিকাংশই কালের গর্ভে বিলীন হয়ে গেছে। নবাব সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এই জিনিসগুলো সংরক্ষণ করার জন্য আর আপনাকে ধন্যবাদ এগুলো সকলের সামনে তুলে ধরার জন্য।
নবাব সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক আছে। উনি খুব ভালো মনের মানুষ। আমার বাড়ির পাশে এই বাড়িটি অবস্থিত।
নাম কি উনার?
@@TanzirRahman জনাব আলী সাহেব
@@TanzirRahmanভাইজান ওনার মোবাইল নাম্বার টা দেওয়া যাবে আমাকে।
ভাই আমি Rab সদস্য। আমি উনার সাথে শীয়া ধর্ম নিয়ে আলোচনা করতে চাই।দয়া করে যোগাযোগ এর ব্যাবস্থা করে দিবেন।
@@hemuraz8485 আসসালামু আলাইকুম। স্যার উনার সাথে দেখা হলে আমি জিজ্ঞেস করবো তারপর না হয় আমি জানিয়ে দিবো আপনাকে।
শিয়া বলেন আর যাই বলেন নবাব বাড়ির সবকিছু দেখেই ভালো লাগলো । এমন কিছু যে বাংলাদেশে এখনও আছে এতদিন জানতাম না । আর নবাব পুত্রের কথা কী বলব !! মাশাআললাহ। আললাহ ওনাদের কে নিরাপদ এ রাখুন।
Right
এরা নবাব?? ইতিহাসে এদের নাম পাইছেন কখনো??
@@shahriarhasan8480 সবকিছু ইতিহাসে লেখা হয় না
@@shahriarhasan8480আমি বুঝলাম না, সে নবাব হবে কিসের জন্য, সে তো নবাবের বংশধর।
আর ইতিহাস তো তিনি আরেকটা ভিডিওর মধ্যে দলিল সহ দেখাইছে ভাই,আপনি না জেনে কথা বলছেন কেন.? এরা তো আমাদের বাংলাদেশের ই ঐতিহ্য।
@@shahriarhasan8480আগের একটা পার্ট আছে,সেটা দেখেন আগে
মাশাআল্লাহ।
আমাদের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি ধরে রাখার জন্য আপনার প্রতি সম্মান এবং ভালোবাসা জ্ঞাপন করি।
উনার কথা বলার স্টাইল চেহারা সবকিছু মিলিয়ে অসাধারণ।
উনার মত একজন মানুষ নবাবের বংশের লোক হয়েও কতোটা বিনয়ী। মাশাআল্লাহ
ছোট নবাবকে দেখে অনেক ভালো লাগলো । ভিডিওটি না দেখলে এতাকছু জানতেই পারতাম না । ধন্যবাদ Info Hunter ।।
এক কথায় বললে, অসাধারণ ভিডিও।
অনেক কিছু দেখলাম তবে আপনার মুখে একটি শব্দ শুনলাম "" সারপোশ "" আসলে এই শব্দটা প্রথমে আমি আমার আম্মার মুখে শুনি আজ শুনলাম কাছে । ভালো লাগলো । আরও নিখুঁত করে দেখালে খুব ভালো লাগতো । ধন্যবাদ
খুবই বিনয়ী ভাবে কথা বলেন। অসাধারণ তার কথা বলার ধরন। বর্তমান যুগে এই রকম ভদ্র বিনয়ি খুব কমই আছে। উনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে
নবাব সাহেবের প্রতি সালাম এবং ভালোবাসা রইলো।
আপনার খুব ভালো লাগে আমি আপনার বউ হতো চাই আমি নবম শ্রেণিতে পড়ি আমার কাছে আপনার খুব ভালো লাগে
Presentation dekhei boja jaw tini akjon avijat bongser cele..khubi valo laglo tar kotha gulo ar tader bongser ses ostitto gulo ato sundr kore tikiwe rakhar jonne vaike mon thake salam janai❤
ভাই এত সুন্দর করে বললেন মনে হয় আপনার কথা আরও শুনি। দেশে থাকতে এসব দেখবার সুযোগ হয়নি আপনার জন্য অনেক কিছু জানতে পারলাম। দেশে গেলে আপনার সংগে দেখা করতে যাবো ।
আলহামদুলিল্লাহ ময়মনসিংহ জমিদার প্রকৃতপক্ষে মুসলমানদের
vaijan..eto sundor.kore kotha bolen..mon dia sunte echcha kore..akdom 100% soth lok.jake bole asol jomidar bongser..lok..kahs..bone di bongser lok..❤❤
আশাকরি এরকম প্রাচীন এবং সম্মানিত আরও অনেক পরিবারকে সামনে আমাদের সাথে আবারও পরিচয় করিয়ে দেয়া হবে! এই একঘেয়েমিময় জগৎসংসারে মানুষজন তাদের ভুলে যাচ্ছেন! তাদের ন্যায্য হারানো সম্মানটুকু তাদের ফিরিয়ে দেয়ার জন্য এই তথ্যচিত্রের যে অবদান তা নিতান্তই প্রশংসনীয়! গুড জব এবং গুডলাক!
এক্কে বারে ১০০% নবাবী কায়দা সব । খুব সুন্দর ভিডিও।
আপনার ভিডিও যত দেখি ততো বাংলাদেশ ও ইতিহাসকে নতুন ভাবে দেখি মনে হয়৷
ধন্যবাদ ভাই আপনাকে এভাবে এমনভাবে ইতিহাস তুলে ধরবেন৷ ❤️
নবাব সাহেব নিতান্ত ভদ্রলোক ❣️
নবাব সাহেবের কথা শুনে মনটা ভড়ে গেলো,,❤❤❤
ভরে
খুব সুন্দর লাগছিলো নবাবের কথা গুলি মাশাআল্লাহ ❤❤
আপনার খুব ভালো লাগে আপনার বউ হতো ইচ্ছে করছে আমি নবম শ্রেণিতে পড়ে
সুন্দর চেহারা,সুন্দর ভাষা,ধন্যবাদ তাকে।
খুব ভালো লাগলো আপনার উপস্থাপন।ঋদ্ধ হলাম।পুরনো ঐতিহ্য এখনো যত্নের সঙ্গে সংরক্ষণ করে রেখেছেন জেনে খুব ভালো লাগলো।
দারুণ বাচনভঙ্গি উপস্থাপনা, পুরনো ইতিহাস এত সুন্দর সাবলীল ভাবে প্রেজেন্ট।আসলে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, এত মনোযোগ দিয়ে আমি কোন ভিডিও এর আগে দেখেছি কিনা আমার মনে নেই। সত্যিই অসাধারণ মুসলিম ইতিহাস, অসংখ্য ধন্যবাদ আপনাদের।
ভাইয়ের চেহারা ও ফতুয়াটিতেও আভিজাত্যের ছাপ রয়েছে। বেশ ভালো লাগলো।
ইতিহাস যে সুন্দর, ইতিহাস কিভাবে উপস্থাপন করতে হয়, তা দেখালেন।
অসাধারণ
কি দারুণ ভাষার ব্যবহার। কথা শুনতে খুব ভাল লাগছিল
আপনার খুব ভালো লাগে আমি নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা দিয়ে ছি
1707 er bari, nobabiyana, koto purono jinish, specially bashon potro - onek onek kichu janlam, obaak hoye
gelam, eto sundor kore oitijjho ke dhore rakhar jonno oshonkho dhonnobad Nabab Saheb
Bharat theke 🙏
সালাম বর্ষিত হোক নবাব পরিবারের উপর। আমরা গর্বিত আপনাদের এই রাজকীয় পরিচালনা দেখে, আমার মতে বিভিন্ন দেশের রাজবংশের মানুষদের। সুসম্মানে তাদের স্থানে রাখা হয়ে থাকে, কিন্তু আমার দেশে তাদেরকে অসম্মান ও রাষ্ট্রীয় কিছু আইন যেথা রাজ পরিবারের অধিকার হয়ে থাকে। আইনত্ব ভাবে তাদেরকে একটা সম্মানের স্থানে রাখা হয়, কিন্তু আমার বাংলাদেশে। রাজ পরিবারের ওরা তাদের উত্তরসূরি হয়েও কোন মূল্যায়ন হচ্ছে না বরঞ্চ তাদের ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে। এরই নাম বাংলাদেশ খুব আনন্দিত হলাম মুঘলদের উত্তরসূরিদেরকে দেখে। বিশেষ করে নবাব আলী ভাইকে দেখে,,,,,,,,,,,,,,,,,,👑
চেহারায় জমিদারির ছাপ। অস্বাধারণ ব্যাক্তিত্ব
খুবই ভালো লাগলো। এখানে একবার যাওয়া দরকার। ভদ্রলোক কে অনেকটা ইরানি বা আরবিয়দের মত লাগছে। উনাকে অনেক ধন্যবাদ।
মাশাল্লাহ খুব সুন্দর করে কথা বললেন, এবং দেখালেন সেজন্য ধন্যবাদ ছোট নবাব কে🇧🇩🐎
কথায় বলে বেবোহারে বংশের পরিচয় তার কথা মাশাআল্লাহ
উনাদেরকে দেখলেও ভালো লাগে।চেহারা এবং কথাবার্তায় একটা বিনয়ী ভাব আছে।উনি সুন্দরভাবে আমাদের অনেক তথ্য দিলেন।
He is Ali. Ali & me worked together for one year. He is such a down to earth guy....very friendly & supportive . love to see him here.......
where did you work together?
Say excellencies or his highness to him, a prince deserve full respect even he became poor.
খুবই সুন্দর ধারাবাহিক বর্ণনা উপস্থাপন।
অনেক ইতিহাস জানলাম। Really great.
Just awesome !!! Young Nawab is a very gentle man & looking handsome.
সৈআদ আহমেদ আলী ভাই কে ধন্যবাদ উনি খুবই ভালো উপস্থাপনা করেছেন.... বাড়ি টি দেখে ও ভালো লাগল... 👍👍👍👍👍
এই লোকগুলো এতো সুন্দরভাবে কথা বলেন কিভাবে🥰
আপনার খুব ভালো লাগে ঠাট খুব খুব ভালো লাগে আমার কাছে মনে হয় আপনার বউ হলে ভালো হতো আমি নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা দিয়ে ছি
Because of education
ছোট নবাবের বাসা কত সুন্দর সুন্দর সৌন্দর্য মাধুর্যপূর্ণ,
অপূর্ব সুন্দর সব জিনিস ও তাদের বর্ণনা 👌
পুরান ঢাকা নিয়ে আপনার বেশ কয়েকটি প্রতিবেদন আছে, যা খুবই ভালো লাগে। ❤
Multilingual, smart, very descent guy thanks
ছোটো নবাবের প্রেমে পড়ে গেলাম 😍😍😍
লাভ নাই
@@Rajkhan-xy36a কেনো লাভ নেই?
হা হা হা
@SACreation-uf1pi আপনি কি মাইয়া তাইলে আমার প্রেমে পড়েন আপনারে আমি আমার চার নম্বর বউ বানামু আপনারে যদি পছন্দ হয়!আমি মুঘল সম্রাট সাইয়েদ মিরজা মিরজা মহিউদ্দিন মুহাম্মদ আউরংগজেব আলমগীর র: এর সরাসরি পুরুষানুক্রমিক নবম বংশধর! আমার নাম সাইয়েদ মিরজা শফিউদ্দিন মুহাম্মদ আউরংগজেব আলমগীর বারলাস বেগ মুঘল!বরতমান অলিখিত মুঘল সম্রাট! আর আমি একজন সুন্নি মুসলমান!
কনকি ভাইয়া
He is a real prince with extraordinary style of speaking and physical gestures.
প্রকৃত স্মার্ট❤️
আসলে ও অসাধারণ সালাউদ্দিন সুমন ভাই আর এরকম ভিডিও দেয়না না তার ভিডিও আর ভালো লাগে না ❤❤
Mr. Ali thanks for sharing all these information. Please write this history of Nawab. Otherwise it will be lost. Convey this history to your next generation.
আল্লাহ যেনো এই শাসকগোষ্ঠীর রক্তধারা থেকে আমাদের মাঝে একজন শাসক পাঠিয়ে দেন
ওনাদের দ্বারাই সম্ভব মানব কল্যাণকর চিন্তা করা
আমরা অপেক্ষিত
ইনশাআল্লাহ আসবেই
History does not say that
নবাব সাহেবের মুখে কথা গুলো শুনে খুব ভালো লাগলো
Great to watch the video. Particularly, the presenter did a great job explaining the fact.
রাজার নাতি তো রাজাই হবে কথা বলার দরন দেখেই বুজা যাই... ভালবাসা রইলো বাই
এত সুন্দর করে উপস্থাপন সম্ভবত যিনি ভিডিও বানাচ্ছেন তিনিও করতে পারবেন না। শুভকামনা ❤️
Salam roilo Nawab Sahab er jonne....India theke
আল্লাহ আপনাদের ধনসম্পদ, জানমাল হেফাজত করুন আমিন।
অসাধারণ❤❤
বাকি ভিডিও টুকু দেখতে চাই প্লিজ
Assalamu alykum. Thank you Info Hunter. I enjoy historical documentaries. Your episodes are very interesting.
Please let me know how i can get in touch with you other than this comment section.
Regards
সুন্দর উপস্থানা। জানতে ইচ্ছে হয়, এ পরিবারের লোকেরা এখন কে কি করেন। অনেক ধন্যবাদ।
-প্রফেসর এম এস আলম।
ভাই, কি দেখাইলেন, দারুণ ❤❤❤❤❤👍👍👍👍👍
দারুন।তবে চোরের দেশে পরিচিত করে নবাব পরিবার কে অনিরাপদ করে দেয়া হইল।বিশেষ করে এত বড় কস্টি পাথরটি চুরি হওয়ার সম্ভাবনা আছে😢
Chorer desh ??? Tho chorey korben na , bondo korey den.
অশিক্ষিত হলে যা হয় আর কি! পড়া শোনা করলে জানতেন এরা আসলে কোনো নবাব না, আর কষ্টি পাথর বোঝেন? এটা যদি কষ্টি পাথরই হত তাহলে এরকম ফেলে রাখত? মানে ক্রিটিকা থিংকিং বলতে কিছু নাই মাথায়
আমিও ভাবলাম এইটা
Ato din churi hoyni tobe akhon tora dui chor jabi churi korte.
আসলেই 91% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আমি বাটপার চিটারি খুন দুর্নীতি হয় আর বেশি বেশি কেন এরকম
সুন্দর বুজিয়েছে।অভিজাদ পরিবার বলে কথা।
আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারি।
মাশাআল্লাহ অভিজাত ঊপস্থাপনা
আসলেই একজন নবাবের পরিচয়, এমনটা হয়, যা এখন প্রকাশ পেলাম
Darun ❤❤❤
Apnar ki biay hoecy?
আসসালামু আলাইকুম মাশাল্লাহ ভাইয়া আপনার মাধ্যমে খুবই সুন্দর একটি ভিডিও দেখতে পেলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে নতুন নতুন ভিডিও আরো চাই ❤❤
উনার কথা অনেক সুন্দর মাশাল্লাহ
বাদশাহ আওরঙ্গ জেবের মৃত্যুর কথা শুনে চোখে পাণি চলে আসলো,,,যার ধার্মিকতার কিছু অংশ ফাযায়েলে আমালেও আছে,, তিনি কতোটা ধার্মিক ছিলো,,,😢❤
সব গুলো জিনিস তত্কালীন আমলের বংশের নিদর্শন, গৌরবের প্রতিক।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো ।
দুর্লভ কালেকশন ও ইতিহাস। ধন্যবাদ ইনফো হান্টার কে এই ভিডিওগুলা করার জন্য।
সে যুগের কারিগর আজও অতুলনীয়।
ভালো লাগলো কিছু জিনিষপত্র ব্যাবহার করার ভাগ্য হয়ে ছিলো ছোট বেলায়
ভালো লাগলো❤
বাহ! নবাব সাহেব তো সেই Handsome | সুন্দর ভদ্র ধীর স্থির আকর্ষনীয় ৷ ওনার কথায় চেহারায় একটা চমৎকার নবাবী চাল ৷
প্রসঙ্গত মনে পড়ল -
UA-cam-এ অন্য একজন জমিদার এর বংশধর এর video তে তিনিও নিজেদের ঐতিহ্য তুলে ধরেছেন - তবে তিনি এমন ভাবে বকবক করেন যে তাকে বিয়ের ঘটক মনে হয় 😂
সাকিব ভাই মানেই পুড়ানো ইতিহাস সংস্কৃতি ❤
Thanks for providing such a historical heritage background….
সাকিব ভাই আছে বলেই বাংলার এত অজানা ইতিহাস ঐতিহ্য জানতে পারছি।
অসাধারণ একটি ভিডিও দেখলাম ❤
কত শান শওকত ছিলো তাদের কিন্ত এরা কেউ নাই তাদের হাড্ডি মিলবে কি না 😞
Khub bhalo laglo, ekhono eisob jinis ache eitai obak lage, enara bhalobhabe rekhechen.
Really beautiful ❤❤
কথায় আছে খানদানি লোকের ব্যবহার অনেক সুন্দর হয়। ওনাকে দেখে প্রমাণ পেয়েছি।
খুবই সুন্দর লাগলো আপনার এই এপিসোড টা