বিগত ২০ বছর ধরে বাংলাদেশের underground অনেক band কে frontline এ এসেও হারিয়ে যেতে দেখেছি। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, please হারিয়ে যাবেন না। আপনাদের গানে আপনাদের আত্মাকে উপলব্ধি করছি আর প্রতিনিয়ত নিজেকে নতুন রুপে আবিস্কার করছি। ভালোবাসা রইলো আপনাদের সবার প্রতি। Aftermath💙💙💙
রাত ১০ টা থেকে ০২ টা পর্যন্ত টামা শুনছি বিশ্বাস করুন ১ সেকেন্ডের জন্যও বিরক্ত লাগেনি, আমার দেশে এমন আন্ডাররেটেড ব্যান্ড আছে জানা ছিলোনা। আপনারা হারিয়ে যাবেন না দয়াকরে।
আমি জানি না হঠাত করে কি ভেবে গানে ফেরা আর একটার পর একটা সুন্দর গান উপহার দেওয়া। অসাধারণ হচ্ছে সব গুলো গান। আমি ওই মাটির রোদ থেকেই আপনাদের শুনেছি। জানি না এই গান গুলো দেশের দুর্বল রুচিওয়ালা মানুষ গুলো শুনবে কিনা তবে ধৈর্য ধরে থাকতে হবে। মনে রাখতে হবে শহিদ সারণী অনিকেত প্রান্তর মতো গান গুলোও কিন্তু বের হয় ২০০৬ সালে আর ভাইরাল হয় ২০১৮ সালে। শুভ কামনা ব্যান্ডের সকল সদস্যর জন্য।
প্রায় দুই বছর আগে যখন " মোহ" আর " মাটির রোদ" শুনি তার পর শুধু খুজেছি আর কোনো গান আছে নাকি,,ভেবেছিলাম ব্যান্ডটা আর নাই। এরপর হঠাৎ একদিন দেখলাম নতুন এলবাম আসতেছে, আমার মনে হয় এই এলবাম টা আপনাদের অনেক দূর নিয়ে যাবে। আপনাদের কন্সার্টের অপেক্ষায় আছি। আর এই গান টা অন্য এই এলবামের সেরা।
Big fan Of Aftermath 😅,ভাই আপনাদের Band এর গান গুলা শুনলে কেনো জানি শুধু শুধুই মন ভালো হয়ে জায়, পরের প্রজন্ম কে জানিয়ে দিও, এই গান গুলো আমাদের বেলায় মন কেরে নেওয়ার মত গান ছিলো....😅🥺😢
অসাধারণ সৃষ্টি 💝💝 গানটা সত্যি ভেতরের তেজটাকে নিমিষেই জ্বালিয়ে দেয়ার ক্ষমতা রাখে...আজ না হোক ১০ বছর পরে হলে এটি তরুণ সমাজের মুখে মুখে ধ্বনিত হবে..অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো 🥰🥰❤️❤️❤️
প্রতিটা শিরায় শিরায় যেন আঘাত করে গানটা! অধিকার চিনিয়ে নেওয়ার জন্য এই একটা গানেই যথেষ্ট। ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে, যারা শ্রদ্ধা দেয়নি তোমায়। ভালোবাসি আফটারম্যাথ। অনেক ভালোবাসি।🙏🖤
অর্থহীন, আর্টসেল, এলআরবি, জেমস, মাইলস, আর্ক, শিরোনামহীন, ওয়ারফেইজ ইত্যাদি ব্যান্ড যাদের আমরা পাহাড়র চূড়ায় উঠিয়েছি আমাদের ভালোবাসা দিয়ে, সেই পাহাড়ের চূড়ায় দেখতে চাই একদিন #Aftermath কে। কিছুগান বা কয়েকটা অ্যালবামের পড় যেন হাড়িয়ে যেতে না হয়....... ❤️
No adjective is enough, I think to descirbe this underrated band's talent. No fat-no nudity-no noise - no copyright breaking. Only song. A big thanks should be given to Kishor Alo (কিশোর আলো) to publish your band's feature. I came to know you guys from there. Don't stop rocking!🤘
একটা কমেন্ট করে রেখে গেলাম।আমি যখন চুড়ান্তভাবে নিজেকে চিনতে পারবো।সফলতা নয় আত্মসুখে বসবাস করবো এই পৃথিবীতে। তখন চিৎকার করে বলবো এই গানটা নিজের জন্য অন্যতম অনুপ্রেরনা চিলো।নিজেকে চেনা।নিজের লক্ষ্যকে শত বাধার বিনিময়ে কেড়ে নেয়া এই গানটাই শিখিয়েছে। মানুষ কখনো অসহায় নয়,যদি সে একবার অন্যায়ের বিরুদ্ধে, নিজের সপ্ন পুরনে, মানবতার মুক্তির জন্য একবার ঘুরে দাড়ায় তবে তাকে কেউ আটকাতে পারবে না।
In this situation of our country I think every single student who is protesting against the country and qouta should hear this song.. I swear They will get more energy and motivation after hearing this song #save_bangladeshi_students
এই গান সবার জন্য নয়, এই গান আমাদের জন্য। এই গানের শ্রদ্ধা দেখাতে যে শব্দচয়ন করা দরকার, তা সবার মাঝে নেই। আমরা আফটারমেথকে ভালোবাসি। আফটারমেথ আমাদের অধিকারের পথ দেখায়, এবং আমরা অধিকার আদায়ের পথে থাকতে চাই।
আপনাদের সাথে এই গান গলা ফাটিয়ে গাওয়ার সুযোগ পেয়েছি। চোখে পানি আসতে বাধ্য এমন একটি গান। প্রতিটি শব্দ,প্রতিটি হুংকার যেন একেকটি তোপ!! নিজের মধ্যে হারিয়ে ফেলা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই গানের বিকল্প হয় না। ধন্যবাদ আফটারম্যাথ প্রায়ই হারিয়ে ফেলা জীবনকে আবার বাঁচতে শিখানোর জন্য! 🖤🖤
I study lyrics as a passion and I have to say this is so simple and so perfect that is fits so many revolutionary ideas. Keep it up guys,I'll for sure be present in your concerts if I can.
জীবনে অনেক গান শুনেছি->কিন্তু এরকম অনুপ্রেরণাদায়ক গান আর একটাও চোখে পড়েন💯Aftermath সত্যিই অন্যদের থেকে আলাদা❤️🔥I hope একদিন বাঙালি এইসব গানের মূল্য বুঝবে🙂
গানটা দিন দিন খুব বেশি প্রিয় হয়ে যাচ্ছে। আগে দুই তিন দিন পরে শুনা হতো আর এখন প্রতিদিন শুনা হয়। আসলেই গানটা আলাদা অনুপ্রেরণা জোগায়। আর গানটা যাতে ভাইরাল না হয় কোয়ালিটি ফ্যানবেস বলে একটা কথা আছে🖤
ঘৃনা ছুড়ে মারো তাদের মুখে, যারা শ্রদ্ধা দেয়নি তোমায়🖤🖤 #Aftermath🖤🖤🖤👌 ভালো বাসা রইলো🖤🖤 যেতে হবে বহুদূর💪💪 ভাইব এর মতো মাঝ পথে হারিয়ে গেলে কষ্ট পাবো।😪😪 Aftermath এর সকলের পরিচয় জানতে চাওয়া আমার মোন।
Aftermath এর গান শুনি ১.৫ বছর হবে! কখনো কমেন্ট করি নাই।মেন্টাল হেলথ্ কমেন্ট করার মতো ছিল না।শুধু শুনতাম আর কান্না করতাম।আপনাদের জেদ আমায় অনেক সাহস দিয়েছে✨🥀
আমাদের বেচে থাকার জন্য, এই রকমি বিদ্রোহী গান দরকার ছিলো ভাই।।। আমার অফুরন্ত ভালোবাসা নিবেন। এই পৃথিবীকে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।।। ভালোবাসা নিবেন,,,আপনাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো। লাভ ইউ আপটারমেট ❤️❤️❤️
I think it's high time the World start recognizing the talents in our country. I really hope that you would start doing concerts in the country. You are one of the underrated artists in the country.
আমি তখন হসচ পরীক্ষার্থী, বাংলা দুটো এমসিকিউ ভুল করেছি, রিটেন খারাপ হয়েছে। প্রচন্ড কষ্ট লাগছিলো। যেন জীবন অর্থহীন হয়ে গেল। আফটারম্যাথ তখন আমার একমাত্র সঙ্গী। চা খেতে খেতে সকালে যে "অধিকার" না শুনলে হয় ই না! সবসময় সাথে থাকবো আফটারম্যাথ এর।🖤
This is an awesome song...Artcell and VIbe er mixed mone hocche.. " Ondhokar e bondho hoye asha Nishedher tala Hechka tane felo venge Ghrina chure maro tader mukhe Jara sroddha dei ni tomai.." What the awesome lines😍
💥💥শরীরের শেষ রক্ত ফোঁটা দিয়ে ছিনিয়ে নাও তোমার অধিকার 💥💥
This Line should be dedicated to protesting students🔥🔥
এ দেশে যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল
Aftermath তোমাদের আমি আজ থেকে এ দেশের বিদ্রোহী ব্যান্ড নামে চিনবো ❣️
"ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়" I Must Say, This Line Is Something Else. ❤️
This line""ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায় "🔥🔥
কোটা বিরোধী আন্দোলনকারী সৈনিক দের জন্য আগে থেকেই তৈরি করা ছিল নাকি??? @aftermath...take love❤❤❤
বিগত ২০ বছর ধরে বাংলাদেশের underground অনেক band কে frontline এ এসেও হারিয়ে যেতে দেখেছি। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, please হারিয়ে যাবেন না। আপনাদের গানে আপনাদের আত্মাকে উপলব্ধি করছি আর প্রতিনিয়ত নিজেকে নতুন রুপে আবিস্কার করছি। ভালোবাসা রইলো আপনাদের সবার প্রতি। Aftermath💙💙💙
Support na pele ki korbe bhai😞
😔😔😟😟😞😞😞😞
সহমত। ভালেবাসা আপনাদের জন্য অনেকককক 🖤🔥
@@AftermathBangladesh
ভাই আপনাদের গান সুনে মনে হয় জীবনের সকল কিছু পেয়েছি❤️
Ja bollen tai holo,hariye gese era
Kotaa andolon e aaci..gaanta sunlam ..sathe sathe feel korlam jeno recharge hoye gelo sorir❤
রাত ১০ টা থেকে ০২ টা পর্যন্ত টামা শুনছি বিশ্বাস করুন ১ সেকেন্ডের জন্যও বিরক্ত লাগেনি, আমার দেশে এমন আন্ডাররেটেড ব্যান্ড আছে জানা ছিলোনা।
আপনারা হারিয়ে যাবেন না দয়াকরে।
Usss vai😅🖤
পুরো বাংলা ব্যান্ড হিস্ট্রিতে এই অ্যালবাম টা একটা মাইলফলক হয়ে থাকবে!🖤
শুভকামনা,এগিয়ে যাক বাংলা সংগীত!
আপনাদের এই অ্যালবামের সব গুলা গানই ইতিহাস হয়ে থাকবে, বাজ্ঞালীর রুচিবোধ একদিন ঠিকই জাগ্রত হবে ।
লাভ ইউ #Aftermath ❤️
আমি জানি না হঠাত করে কি ভেবে গানে ফেরা আর একটার পর একটা সুন্দর গান উপহার দেওয়া। অসাধারণ হচ্ছে সব গুলো গান। আমি ওই মাটির রোদ থেকেই আপনাদের শুনেছি। জানি না এই গান গুলো দেশের দুর্বল রুচিওয়ালা মানুষ গুলো শুনবে কিনা তবে ধৈর্য ধরে থাকতে হবে। মনে রাখতে হবে শহিদ সারণী অনিকেত প্রান্তর মতো গান গুলোও কিন্তু বের হয় ২০০৬ সালে আর ভাইরাল হয় ২০১৮ সালে। শুভ কামনা ব্যান্ডের সকল সদস্যর জন্য।
প্রায় দুই বছর আগে যখন " মোহ" আর " মাটির রোদ" শুনি তার পর শুধু খুজেছি আর কোনো গান আছে নাকি,,ভেবেছিলাম ব্যান্ডটা আর নাই।
এরপর হঠাৎ একদিন দেখলাম নতুন এলবাম আসতেছে, আমার মনে হয় এই এলবাম টা আপনাদের অনেক দূর নিয়ে যাবে। আপনাদের কন্সার্টের অপেক্ষায় আছি।
আর এই গান টা অন্য এই এলবামের সেরা।
একটা অ্যালবাম'র প্রতিটি গান কী করে এতটা সুন্দর হয়!?
কীপ গোয়িং ব্রো
❤️❤️
মিলিয়ে নিবেন একদিন মানুষ ঠিকই মর্ম বুঝতে পারবে ❤️
একের পর এক ❤️❤️❤️সেরা হচ্ছে ❤️
2024
কার সাথে রাগ করে একটার পরে একটা এত সুন্দর গান উপহার দিচ্ছেন 😳❤এই এলব্যাম টা হবে আপনাদের সেরা একটা সৃষ্টি ❤ \ম/
আমাদের ভালোবেসে❣
The vocal Navid bhai is a gem 💎
Vhalo bolsen vai 🤟
Apnar expectation sotty holo..JED achieved album of the year 2021
True
এত্তসুন্দর একটা লিরিক্স আর এত্ত ভালো একটা ব্যান্ড অথচ আমি এত্তদিন শুনিনি! স্পটিফাই এর কল্যানে আজ ব্যান্ডটাকে চিনলাম। So underrated! Gem! ❤️
Big fan Of Aftermath 😅,ভাই আপনাদের Band এর গান গুলা শুনলে কেনো জানি শুধু শুধুই মন ভালো হয়ে জায়, পরের প্রজন্ম কে জানিয়ে দিও, এই গান গুলো আমাদের বেলায় মন কেরে নেওয়ার মত গান ছিলো....😅🥺😢
হারিয়ে যাওয়া VIBE ব্যান্ড মনে হয় ফিরে পাওয়া যাবে Aftermath এর মাধ্যমে 😇😍
Ekdom vai 💯
ভাই vibe এর থেকে পুরোনো Aftermath
সহমত
@@shantudebnathamit ke boleche bhai? kichu janen nah andaji fal paren
@@fearlahd9169 Aftermath this american brand 1985 😑🙂
পুরো গানটা কি ২০২৪ কোটা সংস্কার আন্দোলনের জন্যেই গেয়েছিলেন নাকি ভাই।
প্রচন্ড মন খারাপ থাকলে
এই গানটা শুনি
বেচে থাকার সাহস শক্তি যোগান দেওয়ার জন্য
ভালোবাসা অবিরাম আফটারম্যাথ 💙
অসাধারণ সৃষ্টি 💝💝 গানটা সত্যি ভেতরের তেজটাকে নিমিষেই জ্বালিয়ে দেয়ার ক্ষমতা রাখে...আজ না হোক ১০ বছর পরে হলে এটি তরুণ সমাজের মুখে মুখে ধ্বনিত হবে..অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো 🥰🥰❤️❤️❤️
সৃষ্টি শব্দটার সঠিক ব্যবহার শিখবেন ভাই 🙂
দোয়া রইলো aftermath যেন দশ বছরের মধ্যে art cell মতো বৃহৎ বটবৃক্ষ হয়ে ওঠবে বাংলা music এ।
In sha allha ❤️
প্রতিটা শিরায় শিরায় যেন আঘাত করে গানটা!
অধিকার চিনিয়ে নেওয়ার জন্য এই একটা গানেই যথেষ্ট।
ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে, যারা শ্রদ্ধা দেয়নি তোমায়। ভালোবাসি আফটারম্যাথ। অনেক ভালোবাসি।🙏🖤
অর্থহীন, আর্টসেল, এলআরবি, জেমস, মাইলস, আর্ক, শিরোনামহীন, ওয়ারফেইজ ইত্যাদি ব্যান্ড যাদের আমরা পাহাড়র চূড়ায় উঠিয়েছি আমাদের ভালোবাসা দিয়ে, সেই পাহাড়ের চূড়ায় দেখতে চাই একদিন #Aftermath কে। কিছুগান বা কয়েকটা অ্যালবামের পড় যেন হাড়িয়ে যেতে না হয়....... ❤️
No adjective is enough, I think to descirbe this underrated band's talent. No fat-no nudity-no noise - no copyright breaking. Only song.
A big thanks should be given to Kishor Alo (কিশোর আলো) to publish your band's feature. I came to know you guys from there. Don't stop rocking!🤘
@@AftermathBangladesh take love
যারা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে,কাপুরুষের মত জীবন যুদ্ধের রণক্ষেত্র ছাড়ার পরিকল্পনা করছেন 🙂💔
তাদের জন্যই গানটির জন্ম 🌼🥀
ম্যাথ করার পর নতুন ব্যান্ডের সাথে পরিচিত হলাম🤣🤣!!নামও আবার Aftermath 🤘🤘!দারুণ একটা অ্যালবাম উপহার দিয়েছেন আপনারা,ধন্যবাদ
অসাধারণ অসাধারণ , অভিভূত বললেও কম বলা হয় ।। অনেক অনেক ভালোবাসা রইলো কোলকাতা থেকে 💛💛
❤❤
একটা কমেন্ট করে রেখে গেলাম।আমি যখন চুড়ান্তভাবে নিজেকে চিনতে পারবো।সফলতা নয় আত্মসুখে বসবাস করবো এই পৃথিবীতে। তখন চিৎকার করে বলবো এই গানটা নিজের জন্য অন্যতম অনুপ্রেরনা চিলো।নিজেকে চেনা।নিজের লক্ষ্যকে শত বাধার বিনিময়ে কেড়ে নেয়া এই গানটাই শিখিয়েছে। মানুষ কখনো অসহায় নয়,যদি সে একবার অন্যায়ের বিরুদ্ধে, নিজের সপ্ন পুরনে, মানবতার মুক্তির জন্য একবার ঘুরে দাড়ায় তবে তাকে কেউ আটকাতে পারবে না।
জীবন যুদ্ধে পিছিয়ে আছে যারা তাদের জন্য অন্যরকম উদ্দীপনা কাজ করবে
ভালবাসা নিয়েন ❤️
১৭.০৭.২০২৪
ভুলে যেও না তোমরা এই দিন টা। ভুলে যেও না কি করেছিল তোমার ভাই বোনদের সাথে। রাষ্ট্র মেরামতের সময় এসে গেছে। শাটডাউন বাংলাদেশ।
Man this song is just giving goosebumps over goosebumps 💝
কেন জানি আমার বড় হওয়ার অনুপ্রেরণা হয়ে গেছে গান টি
শরীরের শেষ রক্ত ফোঁটা দিয়ে ছিনিয়ে নেবো ইন শা আল্লাহ ♥️
In this situation of our country I think every single student who is protesting against the country and qouta should hear this song..
I swear They will get more energy and motivation after hearing this song
#save_bangladeshi_students
বর্তমান পরিস্থিতি আর এই গানের লিরিক্স ,একেবারে মিলে গেছে।১৬/৭/২০২৪
এই কি শুরু করলো aftermath.এই কয়েক মুহুর্তে কত বার শোনা শেষ! মাস্টারপিস ❣️
ভালোবাসা অবিরাম।
এই গান সবার জন্য নয়, এই গান আমাদের জন্য। এই গানের শ্রদ্ধা দেখাতে যে শব্দচয়ন করা দরকার, তা সবার মাঝে নেই। আমরা আফটারমেথকে ভালোবাসি। আফটারমেথ আমাদের অধিকারের পথ দেখায়, এবং আমরা অধিকার আদায়ের পথে থাকতে চাই।
আপনাদের সাথে এই গান গলা ফাটিয়ে গাওয়ার সুযোগ পেয়েছি। চোখে পানি আসতে বাধ্য এমন একটি গান। প্রতিটি শব্দ,প্রতিটি হুংকার যেন একেকটি তোপ!!
নিজের মধ্যে হারিয়ে ফেলা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই গানের বিকল্প হয় না। ধন্যবাদ আফটারম্যাথ প্রায়ই হারিয়ে ফেলা জীবনকে আবার বাঁচতে শিখানোর জন্য! 🖤🖤
It's 3rd August 2024...we all activists are fighting for our right...we will win✊🏻🇧🇩
একটার পর একটা অসাধারণ লিরিক্স উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
ভালোবাসা রইল🥰
এ গান হৃদয়কে টেনে আনে বার বার এবং আকৃষ্ট করে ঘৃণা ছুড়ে মারার জন্য তাদের উপর যারা শ্রদ্ধা দেয়নি তোমায়❤️
"জানি কার হাতে কত রক্ত, জানি কার হাতে জমেছে কত রক্ত" একবারে বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট
An anti-authoritarian anti-capitalist feminist pro human rights anthem.
Hope this reignites the Bangali fire of revolution.
I study lyrics as a passion and I have to say this is so simple and so perfect that is fits so many revolutionary ideas.
Keep it up guys,I'll for sure be present in your concerts if I can.
চারপাশের সব কিছু থেকে ভেঙে পরা একটা জীবিত লাশের গান।এমন গান শুনলে আবার বেচে থাকার ইচ্ছা জাগে।ধন্যবাদ আফটারম্যাথ🖤🖤🖤🖤
আপনাদের প্রত্যেকটা গান আমার প্রিয় প্লেলিস্ট এর প্রথম সারিতেই অবস্থান। অনেক অনেক শুভ কামনা ❤️
যেসব মেয়ে এসব গান শুনে তারা খুব ভালো মনের মানুষ❤️
গানখানা ছেড়ে কত রাত কেঁদেছি,ঘৃণা ছুড়েছি তাদের মুখে। যারা আমার সাথে তুলনা করে😔🥀
জীবনে অনেক গান শুনেছি->কিন্তু এরকম অনুপ্রেরণাদায়ক গান আর একটাও চোখে পড়েন💯Aftermath সত্যিই অন্যদের থেকে আলাদা❤️🔥I hope একদিন বাঙালি এইসব গানের মূল্য বুঝবে🙂
আসলেই 💯❤
বিদ্রোহী।। Aurthohin।। শুইনেন ভাই
এযেন এই যুগের নজরুল 💜🤟
মোনে হয়, আমি-ই একদিন এই গানটা শুনতে শুনতে ১ মিলিয়ন বানিয়ে ফেলবো 🥺
আপনি যতবার ই শুনেন ভিউ একটা🙂🙂
আমি ভাবতেছি, এটা কী নারী অধিকার নিয়ে লিখা??
একজন নারী এই গানটা একবার শুনলে, সে জীবনে আর পিছনে ফিরে তাকাবেনা।
ভালোবাসা রইলো aftermath. 🙂🙂
@@AftermathBangladesh 🥰🥰
💜
গানটা দিন দিন খুব বেশি প্রিয় হয়ে যাচ্ছে।
আগে দুই তিন দিন পরে শুনা হতো আর এখন প্রতিদিন শুনা হয়।
আসলেই গানটা আলাদা অনুপ্রেরণা জোগায়। আর গানটা যাতে ভাইরাল না হয় কোয়ালিটি ফ্যানবেস বলে একটা কথা আছে🖤
এইধরনের মাস্টারপিস গান শতবার শুনলেও খারাপ লাগবেনা:") Take Love AFTERMATH From Sylhet💥
Bangladesh shadhin houar udjapon kortesi ei gan diye.
05/07/2024
Inqilab Zindabad✊
4:23 iftekar vai 🔥
জেদ আমার অধিকার !
আহা কি অসাধারণ গান, বাস্তব চিত্র ভেসে ওঠে 🖤
মেয়েদের অনুপ্রাণিত করার মতো অসাধারণ একটা গান। Hats off to you Aftermath 🫡
অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো। এগিয়ে যান 🖤🤍
ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়।।।
this line hits me ❤🔥
এখন পযন্ত ৫০০ বার শুনে পেলেছি,যেমন মিউজিক, তেমন ভোকাল, আর লিরিকের কথা কি বলব সেরা। রাত দিন সারাক্ষণ শুনতেছি, তবুও রেস কাটে না
বিশ্রীরকমের সুন্দর
ঘৃনা ছুড়ে মারো তাদের মুখে,
যারা শ্রদ্ধা দেয়নি তোমায়🖤🖤
#Aftermath🖤🖤🖤👌
ভালো বাসা রইলো🖤🖤
যেতে হবে বহুদূর💪💪
ভাইব এর মতো মাঝ পথে হারিয়ে গেলে কষ্ট পাবো।😪😪
Aftermath এর সকলের পরিচয় জানতে চাওয়া আমার মোন।
Already follow kra ase dear🖤🖤
হাজার বার শুনলেও ক্লান্তি আসবে না.? ❤️🔥
Math Aftermath!❤
নাভিদ ভাই একটার পর একটা অসাধারণ লিরিক লিখেই যাচ্ছে🙏
শান্তি লাগে🖤
তবে এখন আর আগের মতো শুনতে ভালো লাগেনা কেমন জানি ভয়ংকর ভয় ভয় কাজ করে মনের ভিতর
একটার পর একটা জোস কম্পোজিশন। এলবাম তো জমে ক্ষীর। ভালোবাসা অনেক ভালোবাসা
সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম,গানটাকে নিজের বাস্তবতার সাথে মিলাতে পেরেছি,ইন্সপিরেশন ❤
Aftermath এর গান শুনি ১.৫ বছর হবে! কখনো কমেন্ট করি নাই।মেন্টাল হেলথ্ কমেন্ট করার মতো ছিল না।শুধু শুনতাম আর কান্না করতাম।আপনাদের জেদ আমায় অনেক সাহস দিয়েছে✨🥀
❤️🙏
গান টা এখন বাস্তবে কাজে লাগছে ছাত্র সমাজের জন্য
4:27 wow. What a vocal navid Iftekhar Chowdhury
নাভিদ ভাই , এই বজ্র কণ্ঠে মেটাল চাই 🤘
সামনে এগিয়ে যাবার উৎসাহ দেই , বাংলা বান্ড বেচে থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে ❤️
সেই মোহ গানটা থেকেই আফটারম্যাথের গান গুলো শুনা শুরু... ৪/৫ দিনেই আফটারম্যাথের প্রেমে পড়ে গেলাম🥰🥰
ভালোবাসা অবিরাম.... 😍
ভাই আপনারা এতোদিন কই ছিলেন? বাংলাদেশে এতো ট্যালেন্টেড আন্ডাররেটেড ব্যান্ড আছে আগে জানতাম নাহ!
আমাদের বেচে থাকার জন্য, এই রকমি বিদ্রোহী গান দরকার ছিলো ভাই।।। আমার অফুরন্ত ভালোবাসা নিবেন। এই পৃথিবীকে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।।। ভালোবাসা নিবেন,,,আপনাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো। লাভ ইউ আপটারমেট ❤️❤️❤️
আমি চাই এই গান গুলু সবাই না শুনুক, আমাদের মতো কিছু রুচিশীল মানুষের জন্য আন্ডারগ্রউন্ড এই থাকুক। 🙂
যতবার শুনছি ততবারই লোমহর্ষক হচ্ছে ❤💪
view কম দেখে ভালোই লাগে । কারণ এটা অনেক দামি সবাই effort করতে পারবে না। লাভ উ 🖤♥️♥️♥️
Osadharon ekta song...pura album tai onk xoss💝💖💖💖
I think it's high time the World start recognizing the talents in our country. I really hope that you would start doing concerts in the country. You are one of the underrated artists in the country.
প্রতিটা লিরিক্স জীবণের সাথে মিলে যাচ্ছে 😅
ঘুরে দাড়ানো এখন অপরিহার্য হয়ে ওঠেছে🖐️
দেয়ালের গায়ে ঠেকে আছে পিঠটা, তবু সংগ্রাম করে ছিনিয়ে নাও অধিকার।। 🖤
I am a fan from India 🇮🇳 বিভিন্ন ভারতীয়, বাংলাদেশী বাংলা ব্যান্ডের গান শুনেছি🙂কিন্তু আপনাদের মতো ব্যান্ড দেখিনি 🙂🙏
💕💕💕💕
সমসাময়িক এক একটি গান।
Ki cilo ata .. masterpiece 😮
Apnara manuser mon porte pare !!!
Apnara manuser moner na bola kotha sunte pan 🖤
Apnara mito manusr gulok jibito hoye baste sikhan🖤
Apnara manuser chokhe dirsti bujen
Jokhon bd brand er song suni mone hoy ami amar moner nabola kotha sunchi,mone hoy jibontak jibonto onnovhob korchi 🖤
Allah bless all bd brand music🖤
গান নাকি বোম কোনটা বলবো!
নিজেকেই হারিয়ে ফেলেছি৷
মিলিয়ন ভিউ পাওয়ার যোগ্য❤
ইন শা আল্লাহ শরীরের শেষ রক্ত ফোঁটা দিয়ে ফিরিয়ে আনবো অধিকার।
ইনকিলাব জিন্দাবাদ।
৫ই আগস্ট,২০২৪
#এক_দফা
Eita sudhu gaan na.. Eita protita venge pora manusher inspiration.. Aftermath world er mddhe sb cheye best band hbe inshallah🥰❤️
আমি তখন হসচ পরীক্ষার্থী, বাংলা দুটো এমসিকিউ ভুল করেছি, রিটেন খারাপ হয়েছে। প্রচন্ড কষ্ট লাগছিলো। যেন জীবন অর্থহীন হয়ে গেল। আফটারম্যাথ তখন আমার একমাত্র সঙ্গী। চা খেতে খেতে সকালে যে "অধিকার" না শুনলে হয় ই না! সবসময় সাথে থাকবো আফটারম্যাথ এর।🖤
আমার জন্মসাল ২০০০ সাল! আমি একদিন অনেক বড় মুখ করে বলবো আফটারম্যাথ আমার জেনারেশন এর ব্যান্ড!💙
This is an awesome song...Artcell and VIbe er mixed mone hocche..
" Ondhokar e bondho hoye asha
Nishedher tala Hechka tane felo venge
Ghrina chure maro tader mukhe
Jara sroddha dei ni tomai.."
What the awesome lines😍
After victory ✌️
কি ভাইয়া আপনারা,,,,এই গান শুনে তো আপনাদের উপর প্রেম এ পড়ে যাচ্ছি🥺🥺
কি গান রে মাইরি, পুরাই অমায়িক🔥🔥
@@AftermathBangladesh YOU MOST WELCOME 💓💓💓
Aftermath কেনো অধিকার গান টা এখন relate করতে পারতেছি।
Fact,15 July 😢😔
7 -8 - 2024
🖤😩
2 : 13 am
moonlit night,,,,,,,,,
ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়
গভীর রাত,মাথাভর্তি টেনশন, ম্যাথ করা, আর তোমার সাজেস্ট করা এই গান।শান্তি🥰
❤️ song ta Spotify te shuni onekdin dhore, amr ato favorite ekta song. azke yt te eshe comment kore gelam❤️
যারা আশাহত কিংবা নিরাশ তাদের জাতীয় সংগীত,,, ❤️❤️❤️
Dear Aftermath❤
Etto Shundor gaan kno shunaw😵💜🔥
প্রিয়জনের উপহারের অবহেলা গুলি ভুলে থাকার শক্তি দিয়েছে এই গানটা।
আমি যতবারই ভেঙে পড়ি ততবারই এই গানটা আমায় শক্তি যোগায় ঘুরে দাড়ানোর ❤️❤️