১৫ জুলাই 😢 কমেন্ট রেখে গেলাম গানটি শুনতে আসলে মনে পরবে এই দিনের কথা। আমরা রাজাকার। আগস্ট ৬ ২০২৪ আমি কমেন্ট এডিট করলাম, আমরা অপশক্তি থেকে স্বাধীন হয়েছি🫡🫡, এখন স্বাধীনতা রক্ষার সময়। আপনাদের সহযোগিতার জন্যে ধন্যবাদ ❤️❤️❤️ আভাস এর পাশে থাকার অনুরুধ রইলো
সময় যে কত পরিবর্তনশীল তা এই গানটি শুনলে বোঝা যায়।।। জীবন সংক্ষিপ্ত এই জন্য পিছনে তাকানো উচিত নয়।। সামনে দিকে এগিয়ে যেতে হবে যত কষ্টই হোক না কেন।। নিশ্চয়ই আল্লাহ পরিশ্রমই লোকদের সাথে আছেন।।
ভারতের নাগরিকরা কোনদিনও নেতাজি গান্ধীজী বা ভগৎ সিং এর মূর্তি ভাঙতে দেখবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ নামটাই বলো বৃথা তাদেরটা থাক বললাম না ll আমাদের এখানে একটা অশিক্ষিত থেকে নিয়ে শিক্ষিত লোক পর্যন্ত গান্ধী ভগৎ এবং নেতাজির মর্ম বুঝে ll কিন্তু ওই দেশের ছাত্র সমাজে এমন বোকা ll রাজনীতির মধ্যে কত না কিছু হয় কিন্তু ভুলে গেলে হবে না আমাদেরকে আজাদ করেছে ll তাই আমরা সব সময় গর্বিত আমরা ভারতীয় ll
Be with Avash bit.ly/SubscribeAVASH melabel.lnk.to/Avash Lyric : Mehedi Hasan Nihon & Avash Tune, Music Arrangement & Composition : Avash *** Our Partners*** Audio Recording, Mixing & Mastering : Sakib & Shafiq Studio : Acoustic Artz, Noizemine & QRS Music Video Production House : Goopy Bagha Productions Director : Arifur Rahman Executive Producer: Bijon Imtiaz D.O.P : Arifuzzaman Edit & Color : Samrat Sam Script & Concept : Soumitra Partha & Kaiser al Rabby Line Producer : Soumitra Partha Chief AD : Kaiser al Rabby AD : Asif U Hamid B Roll Camera: Arifur Rahman, Indranath Pk Polash, Kaiser Al Rabby, Bappy Mondal. *** Stock Footage*** VICE News R&U Videos BBC News A kis with gun Mareen El Masry National Geographic Buyout Footage Historic Film Archive
কোটা আন্দলোন চলছে পায়ে ব্যাথা কিছু করতেও পারছি না শুধু বাসায় বসে শুনছি আর ফেসবুক খুললেই দেখছি আমার ভাই বোনদের রক্ত। টানা আরাই ঘন্টা কান্নার পর এই গানটা শুনতে এলাম।বুকটা ফেটে যাচ্ছে হায়রে বাংলা আমার সোনার বাংলা Tanjim Ripa
লজ্জা নয় গর্ব করে বলুন আপনি বাংলাদেশী . বাংলাদেশী ছাত্রছাত্রীদের সমর্থনে আন্দোলনকে সেলাম জানিয়ে কলকাতায় আমরাও আন্দোলন গড়ে তুলছি। আমরা বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সাথে আছি ❤@@BusesAnalysis01
২০১৯ সালে তুহিন ভাইর আভাস ব্যান্ডের পথচলা শুরু এই গানটা দিয়ে। গানটি রিলিজ হওয়ার পড় থেকে এখন পর্যন্ত কতশত বার যে শোনা হয়েছে, তার কোনো হিসাব নাই। ২০২৪ সালে কোটা আন্দুলনের শুরুর দিকে অনবরত গানটি ভেজেই চলেছে ফোনে। আহ, কি কম্পোজিশন, অসাধারণ Guitar Solo & dums playing. ধন্যবাদ তুহিন ভাই, For gifting a masterpiece.🙏
২৪ সের কোটা আন্দোলনের সময় গান্টা রাজপথে ছাত্র ছাত্রীদের বুকের সত সাহস বাড়িয়েছে এবং খুব মানিয়েছে.. মোন থেকে সম্মান জানায় ভাই ও বোনেদের প্রতি..❤❤ ৬ আগস্ট কমেন্ট ইডিট করে গেলাম ২য় সাধীনতার ২য় দিন আগামী প্রজন্মের জন্য সৃতি রেখে গেলাম..🥀🌹❤️💚💚
চায়নার বৌদ্ধ থেকে মুসলিম, ভারতের দলিত হিন্দু থেকে মুসলিম, আরাকান থেকে ইয়ামেন, ইয়ামিন থেকে সিরিয়া, মানুষ ভালো নাই। এটা প্রমাণ করে দেয় যুদ্ধ কখনো শেষ হয় না! ইতিহাস এটাই বলে, চিল্লায় কাঁদতে মন চায়, তবু নিজেকে সামলে নেই এটা ভেবেই যুদ্ধ কখনো শেষ হয় না। তাই প্রস্তুত হাও বীর প্রস্তুত হও। "তাই প্রস্তুত হাও বীর প্রস্তুত হও। ' মানুষ সারা জীবন বাঁচে না। বেঁচে আছে কি আমাদের ভাই বীর আবু সাঈদ, ' বেঁচে আছে কি আমাদের ভাই বীর মুগ্ধ, ' যারা অস্রের বাণিজ্য করে তাদের আগে ধরতে হবে, যাদের হাতে মাসুমের রক্ত আছে তাদের আগে ধরতে হবে।" সে পৃথিবীর যেই কোনায় থাকুক।
I am from Egypt. I don't understand the language but I can feel the music and it vibes really hard. Love from Egypt to Bangladesh, Assalama Eleykum. Pray for Palestine Allah is almighty.
আজকে ৫ আগস্ট । আমি ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ এর ছাত্র । আমি ১৯৭১ দেখি নাই কিন্তু ২০২৪ সালে ১৫ জুলাই থেকে আজ ৫ আগস্ট এই প্রায় ২০ দিন ধরে ছাত্রদের এই আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি , আমি গর্বিত এই জেনারেশনের ছাত্র হয়ে, , এই আন্দোলনে শহিদদের কথা কোনোদিন ভুলবেন না । আল্লাহ্ হাফেয।
ভারতের নাগরিকরা কোনদিনও নেতাজি গান্ধীজী বা ভগৎ সিং এর মূর্তি ভাঙতে দেখবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ নামটাই বলা বৃথা তাদেরটা থাক বললাম না ll আমাদের এখানে একটা অশিক্ষিত থেকে নিয়ে শিক্ষিত লোক পর্যন্ত গান্ধী ভগৎ এবং নেতাজির মর্ম বুঝে ll কিন্তু ওই দেশের ছাত্র সমাজে এমন বোকা ll রাজনীতির মধ্যে কত না কিছু হয় কিন্তু ভুলে গেলে হবে না আমাদেরকে আজাদ করেছে ll তাই আমরা সব সময় গর্বিত আমরা ভারতীয় ll
এফ এম এ শুনছিলাম গানটা। এরপর কত যে খুঁজেছি!যে কয়টা লাইন মনে ছিল সবগুলা টাইপ করে খুঁজেছি ইউটিউবে।অবশেষে আজ ফেসবুকের এক ভিডিও তে পেলাম এই মাস্টারপিসের নাম❤
১৭ জুলাই কমেন্ট করে রেখে গেলাম,,,,ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই গান শুনবে আর ১৫ জুলাই এর কাল রাতের কথা ভাববে।এই গানটা আজকের দিনেই জন্যই হয়তো তৈরি হয়েছিল,,আজকে এই গানটি পূর্নতা পেল।
তুহিন ভাই আপনার গাওয়া গান আজ সার্থক হয়েছে। আজ আপনার এই গান মুক্তির এই আন্দোলনের একটি আবেগ অনুভূতির অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই গান যতোদিন বাজবে ততোবারই এই মুক্তির আন্দোলনের স্মৃতি স্মরণ করিয়ে দিবে। মুক্তিযুদ্ধের গান হিসেবে আমার হৃদয়ে আজীবন স্থান করে নিয়েছে এই গান। ইহা আর কিছু নয় ২০২৪ সালের মুক্তির আন্দোলনের প্রতিচ্ছবি। ধন্যবাদ তুহিন ভাই। আপন সবসময়ই একজন যোদ্ধা ছিলেন এবং আজীবন থাকবেন।
এই গান শুনলে ১৫ জুলাই থেকে ৫ আগষ্টের শহীদের কথা মনে পড়ে যায়। কত ভাই বোন আমার জীবন দিয়ে চলে গেলে না ফেরার দেশে। পরে থাকলো অসহায় বাপ/মা/ ভাই/ বোন/ স্ত্রী/ সন্তানরা!!!😢😢😢😢😢
দেশের এমন পরিস্থিতিতে গত ১৫ দিন যাবৎ গান শুনি নাহ । অবশেষে এই গানটি শুনে কেনো জানি বর্তমান পরিস্থিতির সাথে অসম্ভব মিল পাচ্ছি । স্বৈরাচারের পতন হবে। জয় হবে বাংলার সাধারণ মানুষের।💪
মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম, আদনান, গোলাম নাফিস, আসিফ, ফারহান ফাইয়াজ, আনাস, আরো নাম না জানা অসংখ্য ২৪ এর সকল শহীদ বীরশ্রেষ্ঠদের প্রতি গভীর শ্রদ্ধা...... ভুলে যাইয়েন ২০২৪ এর জাতির সূর্যসন্তানদের যারা নতুন বাংলাদেশের কারিগর।।
আভাস শুধুমাত্র একটি ব্যান্ড নাম না, আভাস প্রতিটি নিরীহ মানুষের হৃদয়ের স্পন্দন থেকে উঠে আসা ভালোবাসার নাম। যুগ যুগ ধরে রাজত্ব করুক প্রতিটি মানুষের হৃদয়।love you avash❤
এই গানের মধ্যে অনেক কান্না 😢 মাখা স্মৃতি রয়ে গেল এই ১৫,১৬,১৭,১৮ জুলায়ে ২০২৪ বাংলার মেধার মৃত্যু হল😭😭😭। হাজার সালাম সেই মেধাবী শহিদের। হাজারও সাহসি মায়ের, সাহসি সন্তা❤❤❤❤
আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি। এই গানে সৃষ্টিকর্তাকে খুজার কথা বলেছেন লেখক। আর প্রত্যেকটা মানুষের হাসির মাঝে সে খুজে পেয়েছে সৃষ্টিকর্তাকে।তাই লেখক বলেছেন তুমি আভাস হয়ে আশা হতাশা মুখের হাসি। এই গানকে অনুভব করতে আপনাকে অনেক উচ্চতর ভাবে ভাবতে হবে।🙂
এখনও এই গানটা কানে বাজলে জুলাই আন্দলোনের কথা স্বরন হয়ে যায় আল্লাহ যে ভাগুলোর পবিত্র রক্তের বিনিময়ে আমরা ২য় স্বাধীনতা পেলাম তাদের পবিত্র ওই আত্মাকে আজীবন আরামদায়ক এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন।😢
আজ ৫ই আগষ্ট। গানটি খুঁজে বের করলাম। বাংলাদেশের এখনকার পরিস্থিতি এই গানে গাওয়া হয়েছে মনে হচ্ছে। রক্তাক্ত জুলাইয়ের কোটা আন্দোলনের সকল ভাই, বোনের প্রতি শস্রদ্ধ সালাম।
@farzananasrin5169 7 days ago আজ ৫ই আগষ্ট। গানটি খুঁজে বের করলাম। বাংলাদেশের এখনকার পরিস্থিতি এই গানে গাওয়া হয়েছে মনে হচ্ছে। রক্তাক্ত জুলাইয়ের কোটা আন্দোলনের সকল ভাই, বোনের প্রতি শস্রদ্ধ সালাম।
৩৩ জুলাই কমেন্টটা রেখে গেলাম। রক্তে ভাসা জুলাই এখনো শেষ হয় নাই। বিজয় না আসা পর্যন্ত শেষ হবেও না!!!! ৩৪ জুলাইয়ের অসহযোগ আন্দোলন সবাইকে সফল করার জন্য আহবান জানালাম। বিজয় আমাদের আসবেই ইনশাআল্লাহ ❤️❤️ Update : ছাত্রজনতা বিজয় এনে দিয়েছে। ভবিষ্যত প্রজন্ম তোমাদের জন্য কমেন্টটা রেখে গেলাম। আজ বিজয়ের দিন। ছাত্র পরিচয় নিয়ে অহংকারের দিন। 🇧🇩🇧🇩🇧🇩 ৫-৮-২৪
Goosebumps..... I was listening this song during the time of anti-discrimination student movement and quota reform movement.😢❤️ I left this comment. When someone likes this comment, I will see the notification and listen to the song again.
কত গভীরে অনুভূতি জাগায়। তুহিন ভাই ভালোবাসা অবিরাম। আজ 30 August 2024. আগস্ট মাস আজ সেষ হলো, বাংলাদেশের জন্য অতি স্মরণীয় মাস ছিলো এটি.. অনেক জল্পনা কল্পনা, ত্যাগ অনেক কিছু পেরিয়ে নতুন একটি সম্ভাবনাময় দেশের প্রত্যাশায় এই জেনারেশন।
আন্দোলনের সময় থেকে এই গানটা শুনতে শুনতে গানটা যেন আত্মার সাথে মিশে গেছে।। গানটা শুনলে ভেতর থেকে একদম চিরিক্ দিয়া উঠে!! গানটা শুনলে ভেতরে থাকা দুঃখ কষ্ট পাওয়া না পাওয়া গুলো যেন উগড়ে বেরিয়ে আসে!!
গানটা এক টানা ২০/২৫ বার শোনে ফেলছি বিন্দু পরিমানও বিরক্তি আসে নি। আর বার বার চোখে জল চলে আসছে । ........................আমি সৃষ্টি, তাই স্রষ্টাকে ভালবাসি.........কি লিরিক্স ভাই। জীবনে প্রথম গান শোনা শুরু হয় "বদ্ধ জানালা" । তখন থেকেই তুহিন ভাই এর প্রতি ভালবাসা । শুভ কামনা তুহিন ভাই ।
প্রথমে টানা দুইবার শুনছি। ভাবার্থ বুঝতে পারি নাই। ৩০ মিনিট পরে আবার শুনতে আসছি। এইবার ভাবার্থ বুঝলাম। কি গানরে ভাই !!! কি লিরিক্স ! এখন টানা শুনে যাচ্ছি।। তুহিন ভাই আসলে আপনে একজনই। শিরোনামহীন ছাড়ার পর আপনার মনে হয়ত এইটাই চলছিল যে , আমি হার্ট এটাক করা পচা মাল না ,আমি তুহিন ,আমি করে দেখাবো। । ভাই স্যালুট। কি একটা মাস্টারপিস উপহার দিলেন ভাই।
Vai,artcell othoba tuhin vaiyer gaan shonar jonno lyrics knowledge er khub proyojon,cz eder gaane onk deep message thake....lyrics bojhar jonno thanks vai 💕💥
Hello, I am learning Bengali and it is my furtune that I heared this great song. I wanna understand the meaning of this line. Can someone plz explain me?
কখনো আমি কোন ইউটিউব ভিডিওর জন্য অপেক্ষা করিনি, বারবার চ্যানেলে এসে ঢুঁ মারিনি, আজ সকাল থেকেই সেই না করা কাজটাই করছিলাম বারবার। কবে আভাসের আভাস পাবো। কবে আবার তুহিন নামক সুরের সমুদ্রে নিজেকে ভাসাবো, কবে আবার চোখ বন্ধ করে তুহিনের সুরের মূর্ছনায় কল্পনার জগতে হারাবো। অবশেষে অপেক্ষার পালা শেষে পেলাম সারাদিনের অপেক্ষার মধুর ফল। *আজ থেকে আবারো সেই আগের মত প্লেলিস্টে রিপিট ওয়ান দিয়ে বাজতে থাকবে আভাস* #love_you_Tanzir_Tuhin_Bhai #love_For_Avash
আভাস এই গানের মাধ্যমে খুবই শক্তিশালী একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শিরোনামহীনের সামনে। এটা গানের জগতে আভাসের সক্ষমতারও একটা প্রমাণ। তুহিন ভাই একটা কোয়ালিটি!
এখানে বুঝানো হয়ছে স্বাধীনতার কথা। স্বাধীনতা পাওয়া যে কত আশার কত ভালবাসার। স্বাধীনতার কদর দেওয়া হয়েছে। এবং সৃষ্টিকর্তা সুক্রিয়া জ্ঞাপন করা হয়েছে।। অসাধারান লিরিক্স।😍😍😍
আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন। ৩৬শে জুলাই (৫ই আগস্ট, ২০২৪)। ১০ বছর আগের এই গান আশ্চর্যজনকভাবে ২০২৪ জুলাইয়ের সাথে প্রতিটা লাইনে মিলে গেল। রোম দাড়া করানো গান। গ্রেট মিউজিক। এই গান যারা আগে শুনেছেন। আমি সিউর তাদের আগে এই ফিলিংস আসে নাই। জুলাই মাসে এসে যেটা অনুভব করেছে সবাই। ❤
এমন একটা সময় ছিলো এসব গান যারা শুনতো তাদের পাগল ভাবতাম,,, 😅 আর এখন নিজেই বড় পাগল হয়ে এসব গান এর মায়ায় পরে গেছি। মায়াবতী তুমি থাকলে হয়তো এত সুন্দর গান শোনা হতো না আমার 💔🥀
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
After hearing this vocal then just one single line came from my throat আহ্ তুহীন ভাই..😲 ! আসলে আমরা ব্যান্ড সংগীত শ্রোতারা সত্যিই খুব সৌভাগ্যবান যে তুহীন ভাইয়ের মত একটা কন্ঠযোদ্ধা পেয়েছি যার তুলনা তিনি নিজেই।আর রিংকু ভাই, সুমন ভাই,রাজু ভাই,শাওন ভাই আপনারা প্রত্যেকেই নিজের সামর্থ্যের পরিচয় জানান দিছেন যে কি করতে পারেন ! সুতরাং এটা ধরে রাখুন আর হ্যাঁ ব্যান্ড আভাসের প্রতি ছোট্ট একটা সাজেশন তাড়াহুড়ো করে পাবলিক ডিমান্ড ফুলফিল করতে যেয়ে অবশ্যই কোয়ালিটি কম্প্রোমাইজ করে নতুন গান রিলিজ কইরেন না প্রয়োজনে এক বছর সময় নিন দু বছর সময় নিন তারপরও যেন ভালো কাজটাই পাই ধন্যবাদ। carry on avash long way to go :)
@@nadiratabassumpapri4639 always pray kor6i....ami ekhn thke feel korte par6i ..okhankar government ki eta feel krte pr6e na ..evbe cholte thakle Bangladesh aro 30 bo6or pi6iye jabe
আমার জীবনের সেরা একটি গান। আমি জীবনের প্রথম কোন গান শুনে ইমোশনাল হয়ে গেলাম। চোখে পানি ধরে রাখতে পারলাম না। সেই 15 জুলাই মাসের এর কথা মনে পড়ছে। কি ভয়ানক একটা মাস ছিল রক্তাক্ত একটা মাস। 😢
ভাই কেউ গানটা ১ বারের বেশি শুনবেন না, তাহলে আশ্চর্য এক মায়াজালে আটকে যাবেন। এই নিয়ে টানা ১৫ বার শুনলাম, এখনও শুনছি। গানের এক একটা শব্দ যেন হৃদয় তোলপাড় করে তোলে। তুহিন ভাই ❤️
ভিউ দিয়ে কখনো গান বিচার করি নাই। তবে, যখন গানটি ১ মিলিয়ন অতিক্রম করলো তখন বুঝতে পারলাম ভাল গানের শ্রোতা এখনো অনেক।। ধন্যবাদ তুহিন ভাই এবং আভাস কে হ্নদয় ছোয়া গান উপহার দেয়ার জন্য।।
সেই পুরনো তুহিন ভাই। সেই বলিষ্ঠ কন্ঠ। মিউজিক কম্পোজিশন, লিরিখ, সুর এক কথায় অপূর্ব। তুহিন ভাই ফিরে এসেছে দোর্দণ্ড প্রতাপে।স্যালুট ইউ বস। অনেক অনেক ভালোবাসা। আরো দারুন দারুন উপহার চাই নিয়মিত। আর হ্যা মিউজিক ভিডিওটা একটু বেশিই জোস। আভাস, হাসির আভা ছড়িয়ে দিলো ভক্তদের ঠোটে।😍😍😍
কত আদরে ভালবেসেছি,তোমার ওই মিষ্টি হাসি তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে, পথে যেতে হায় সে ভালবাসায় দুরু দুরু বুকটা কেঁপে যায় ছুঁয়ে দিলে মন আজো আজীবন,হৃদয় সপেছি তোমায়। তুহিন ভাই এই গান ২০বারের বেশি শুনে ফেলছি স্টিল শুনছি । শুভকামনা আভাসের জন্যে
যতবার শুনি কান্না আটকাই রাখতে পারিনা। কেন এমন হয় বুঝিনা! দেশপ্রেম নাকি নির্যাতিত মানুষের হাসিমুখ দেখে তা ঠিক বের করতে পারিনা। এটাকি আপনাদেরো হয়?? সকল ২৪ সৈনিক অমর হোক। রক্তদান যেনো বৃথা না যায়, সে দায়িত্ব আমাদের, আমরা যারা দ্বিতীয় জীবন নিয়ে বেচে আছি। 😢😢❤❤
Watch the full video of our third song "Bastob" now, ua-cam.com/video/pRpIWvxzcMA/v-deo.html
ua-cam.com/video/MLesJp4p6pU/v-deo.html
.
I love you tuhin vai...apnar big fan😍😍
Bastob-- this song doesn't hold ur standard, just an opinion.
00
রাত ১টা।
তীব্র শ্বাস-প্রশ্বাস।
গরম টগবগে রক্ত
চোখের অফুরন্ত পানি।
নির্ঘুম কয়েকটা রাত
ভাইদের রক্ত, ভাইদের কান্না।
রাত ২.৪২ ।
পরীক্ষা চলে , বই নিয়ে বসে আছি কিন্তু পড়া নাই 😅
বারবার মনে পড়ে ভাইদের মুখ গুলো ।
Rat 1 ta 12 mint
আমিও😢😢
২রা আগস্ট, ২০২৪ আজও ভাইদের হারিয়েছে আমরা।বুকটা কী ভীষণ হাহাকারে ভরে গেছে
W
গানটা ১৫ জুলাই স্মৃতি হয়ে থাকবে 😢
15 16 july..ekhn o coloman
Hmm
😢@@mostakshamim8709
Yes 😢
হা ভাই
১৫ জুলাই 😢 কমেন্ট রেখে গেলাম গানটি শুনতে আসলে মনে পরবে এই দিনের কথা। আমরা রাজাকার।
আগস্ট ৬ ২০২৪ আমি কমেন্ট এডিট করলাম, আমরা অপশক্তি থেকে স্বাধীন হয়েছি🫡🫡, এখন স্বাধীনতা রক্ষার সময়। আপনাদের সহযোগিতার জন্যে ধন্যবাদ ❤️❤️❤️
আভাস এর পাশে থাকার অনুরুধ রইলো
Apner shate Amio aci😅😅❤❤❤
16 th july
❤️❤️❤️❤️
😢😢
আমিও আছি একজন মানুষের 😅😅😅@@alameng6452
গানটি শুনলে বুক কেঁপে ওঠে বুকে সাহস আসে৷ আমরা তোমরা ছাত্ররা এ সোনার বাংলায় আজীবন বিকল্প। রক্তাক্ত জুলাই আর কখনো না আসুক। আমাদের অনুপ্রেরণার সেরা গান
তুমি আভাস হয়ে আসা হতাসা মুখের হাসি। শহিদ আবু সাঈদ ভাই। তোমাকে জানাই হাজারো সালাম।
😢😢😢😢😢
😢
Real hero 🦸
Real hero
তুমি আভাস হয়ে আসা হতাসা মুখের হাসি। শহিদ আবু সাঈদ ভাই। তোমাকে জানাই হাজারো সালাম।
সময় যে কত পরিবর্তনশীল তা এই গানটি শুনলে বোঝা যায়।।। জীবন সংক্ষিপ্ত এই জন্য পিছনে তাকানো উচিত নয়।। সামনে দিকে এগিয়ে যেতে হবে যত কষ্টই হোক না কেন।। নিশ্চয়ই আল্লাহ পরিশ্রমই লোকদের সাথে আছেন।।
😮
আগে ভাবতাম গানটার সাথে অতীতের অনেক মিল....
অথচ গানটা বর্তমানের প্রতিচ্ছবি🙂
রক্তাক্ত জুলাই
#SaveBangladeshiStudents 🇧🇩😔
ভারতের নাগরিকরা কোনদিনও নেতাজি গান্ধীজী বা ভগৎ সিং এর মূর্তি ভাঙতে দেখবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ নামটাই বলো বৃথা তাদেরটা থাক বললাম না ll আমাদের এখানে একটা অশিক্ষিত থেকে নিয়ে শিক্ষিত লোক পর্যন্ত গান্ধী ভগৎ এবং নেতাজির মর্ম বুঝে ll কিন্তু ওই দেশের ছাত্র সমাজে এমন বোকা ll
রাজনীতির মধ্যে কত না কিছু হয় কিন্তু ভুলে গেলে হবে না আমাদেরকে আজাদ করেছে ll তাই আমরা সব সময় গর্বিত আমরা ভারতীয় ll
বাংলাদেশি ছাত্রদের স্টুডেন্ট বলা ভুল তারা শুধু হলো এক বরবোর প্রকৃতির লোকজন
We are free
Ami akjon student
@@AbdurRazzak-g4p free to get ass kicked.... I guess
২৪ এর রক্ত গরম করা গানটি। শুনলেই সেই আবু সাইদ, মুগ্ধ এর কথা মনে পরে, কতো গন হত্যা কতো নির্মম মৃত্যু আল্লাহ তুমি তাদের জান্নাত বাসি করো। আমিন
Be with Avash
bit.ly/SubscribeAVASH
melabel.lnk.to/Avash
Lyric : Mehedi Hasan Nihon & Avash
Tune, Music Arrangement & Composition : Avash
*** Our Partners***
Audio Recording, Mixing & Mastering : Sakib & Shafiq
Studio : Acoustic Artz, Noizemine & QRS Music
Video Production House : Goopy Bagha Productions
Director : Arifur Rahman
Executive Producer: Bijon Imtiaz
D.O.P : Arifuzzaman
Edit & Color : Samrat Sam
Script & Concept : Soumitra Partha & Kaiser al Rabby
Line Producer : Soumitra Partha
Chief AD : Kaiser al Rabby
AD : Asif U Hamid
B Roll Camera: Arifur Rahman, Indranath Pk Polash,
Kaiser Al Rabby, Bappy Mondal.
*** Stock Footage***
VICE News
R&U Videos
BBC News
A kis with gun
Mareen El Masry
National Geographic
Buyout Footage Historic Film Archive
তুহিন ভাই তোমাকে এতো ভালো লাগে কেন ভাই
vai onekei link share nh kore vdeo share korteche full ta apnar dristi akorson korchi
@@pallabroy7148 no problem
ভাই গিটার কর্ড গুলি দিলে খুসি হতাম?
সেই পুরনো তুহিন ভাই। সেই বলিষ্ঠ কন্ঠ। মিউজিক কম্পোজিশন, লিরিখ, সুর এক কথায় অপূর্ব। তুহিন ভাই ফিরে এসেছে দোর্দণ্ড প্রতাপে।
কোটা আন্দলোন চলছে পায়ে ব্যাথা কিছু করতেও পারছি না শুধু বাসায় বসে শুনছি আর ফেসবুক খুললেই দেখছি আমার ভাই বোনদের রক্ত। টানা আরাই ঘন্টা কান্নার পর এই গানটা শুনতে এলাম।বুকটা ফেটে যাচ্ছে হায়রে বাংলা আমার সোনার বাংলা
Tanjim Ripa
😭😭😭 bolteo lojja lage ami ak jon Bangladeshi 😢
লজ্জা নয় গর্ব করে বলুন আপনি বাংলাদেশী . বাংলাদেশী ছাত্রছাত্রীদের সমর্থনে আন্দোলনকে সেলাম জানিয়ে কলকাতায় আমরাও আন্দোলন গড়ে তুলছি। আমরা বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সাথে আছি ❤@@BusesAnalysis01
@@rawandaddy747 আপনি জানেন এই আন্দোলন এখন ভারতবিরোধী হয়ে গেছে
❤❤❤❤❤@@rawandaddy747
@@BusesAnalysis01Bashar murgi
২০১৯ সালে তুহিন ভাইর আভাস ব্যান্ডের পথচলা শুরু এই গানটা দিয়ে। গানটি রিলিজ হওয়ার পড় থেকে এখন পর্যন্ত কতশত বার যে শোনা হয়েছে, তার কোনো হিসাব নাই। ২০২৪ সালে কোটা আন্দুলনের শুরুর দিকে অনবরত গানটি ভেজেই চলেছে ফোনে।
আহ, কি কম্পোজিশন, অসাধারণ Guitar Solo & dums playing. ধন্যবাদ তুহিন ভাই, For gifting a masterpiece.🙏
ua-cam.com/video/sNYtxFsQ-UI/v-deo.htmlsi=2m2srjQJt7bL2_dj
Dekhar Request roilo
গানটা যতবারই শুনেছি গায়ের লোম দাঁড়িয়ে গেছে।বাংলাদেশের শিক্ষার্থীদের চরম দূর্দিনের সাক্ষী হয়ে রইলাম।বাংলাদেশের ইতিহাসের লজ্জাজনক অধ্যায়।
ua-cam.com/video/sNYtxFsQ-UI/v-deo.htmlsi=2m2srjQJt7bL2_dj
Dekhar Request roilo
ua-cam.com/video/sNYtxFsQ-UI/v-deo.htmlsi=2m2srjQJt7bL2_dj
Dekhar Request roilo
২৪ সের কোটা আন্দোলনের সময় গান্টা রাজপথে ছাত্র ছাত্রীদের বুকের সত সাহস বাড়িয়েছে এবং খুব মানিয়েছে.. মোন থেকে সম্মান জানায় ভাই ও বোনেদের প্রতি..❤❤
৬ আগস্ট কমেন্ট ইডিট করে গেলাম ২য় সাধীনতার ২য় দিন আগামী প্রজন্মের জন্য সৃতি রেখে গেলাম..🥀🌹❤️💚💚
Ei obelay gaan tar kotha mone poriye dey
Smae
চায়নার বৌদ্ধ থেকে মুসলিম, ভারতের দলিত হিন্দু থেকে মুসলিম, আরাকান থেকে ইয়ামেন, ইয়ামিন থেকে সিরিয়া, মানুষ ভালো নাই। এটা প্রমাণ করে দেয় যুদ্ধ কখনো শেষ হয় না! ইতিহাস এটাই বলে, চিল্লায় কাঁদতে মন চায়, তবু নিজেকে সামলে নেই এটা ভেবেই যুদ্ধ কখনো শেষ হয় না। তাই প্রস্তুত হাও বীর প্রস্তুত হও।
"তাই প্রস্তুত হাও বীর প্রস্তুত হও। ' মানুষ সারা জীবন বাঁচে না। বেঁচে আছে কি আমাদের ভাই বীর আবু সাঈদ, ' বেঁচে আছে কি আমাদের ভাই বীর মুগ্ধ, '
যারা অস্রের বাণিজ্য করে তাদের আগে ধরতে হবে, যাদের হাতে মাসুমের রক্ত আছে তাদের আগে ধরতে হবে।" সে পৃথিবীর যেই কোনায় থাকুক।
সব হত্যার বিচার বাংলার মাটিতে হবে অপেক্ষা করেন!
I am from Egypt. I don't understand the language but I can feel the music and it vibes really hard.
Love from Egypt to Bangladesh, Assalama Eleykum.
Pray for Palestine
Allah is almighty.
Walaikum Assalam
Walaikumus Salam
your writting skill looks like bd people🤣🤣🤣🤣
Walaikum assalam
🇵🇸🍉🇵🇸🍉
অস্তিত্বের মিছিলে,,,খোলা দেয়ালের ওপারে
রক্ত প্লাবনে, তোমার ক্ষীন হাসি.....
Lines,,,❤️✨
স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি গর্বিত 😊
রেখে গেলাম টাইম লাইনে ৩৭ এ জুলাই
সালাম জানাই আমাদের আবু সাঈদ ও মুগ্ধ এর মতো শত শহীদ কে
😂😂😂😂😂😂
৩৭ জুলাই গাজাখোর
❤
😂@@jmjabed121
❤
যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবির অবেলায়
ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়
এখানে পড়ে আছে কত শত প্রান,জীবনের গান
গেছে হারিয়ে,একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে,খোলা দেয়ালের ওপারে
রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।
-১৫ -২৪ জুলাই
বাংলার এমন গান থাকলে কেও আর হিন্দি গান শুনবে না 😊
Ami ak mote❤❤
Right
Right 👍
Right
Thik
আজকে ৫ আগস্ট । আমি ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ এর ছাত্র । আমি ১৯৭১ দেখি নাই কিন্তু ২০২৪ সালে ১৫ জুলাই থেকে আজ ৫ আগস্ট এই প্রায় ২০ দিন ধরে ছাত্রদের এই আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি , আমি গর্বিত এই জেনারেশনের ছাত্র হয়ে, , এই আন্দোলনে শহিদদের কথা কোনোদিন ভুলবেন না । আল্লাহ্ হাফেয।
ভারতের নাগরিকরা কোনদিনও নেতাজি গান্ধীজী বা ভগৎ সিং এর মূর্তি ভাঙতে দেখবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ নামটাই বলা বৃথা তাদেরটা থাক বললাম না ll আমাদের এখানে একটা অশিক্ষিত থেকে নিয়ে শিক্ষিত লোক পর্যন্ত গান্ধী ভগৎ এবং নেতাজির মর্ম বুঝে ll কিন্তু ওই দেশের ছাত্র সমাজে এমন বোকা ll
রাজনীতির মধ্যে কত না কিছু হয় কিন্তু ভুলে গেলে হবে না আমাদেরকে আজাদ করেছে ll তাই আমরা সব সময় গর্বিত আমরা ভারতীয় ll
Salute to you
লাল সালাম
Apnader ek vai shohid gelo nah?
@@momtajbegum6110 ha ...Farhan vai 😭
মানুষ যত বেশি ম্যাচিউর হয়,, তত বেশি বাংলা গানের প্রতি আসক্ত হয়ে যায়❤🙂
hum 😅🍁
সত্যি
একদম সত্য কথা বলেছেন।
Ekshoo Ekshoo
Hum
এফ এম এ শুনছিলাম গানটা। এরপর কত যে খুঁজেছি!যে কয়টা লাইন মনে ছিল সবগুলা টাইপ করে খুঁজেছি ইউটিউবে।অবশেষে আজ ফেসবুকের এক ভিডিও তে পেলাম এই মাস্টারপিসের নাম❤
আমিও
Tanzir Tuhin vai..legend
আমিও😥
Realy line gula josh.🥰
uni aga onk bochor shironaamhin ar vocal chilan.shironaamhin ar gaan gulao shuinan.
This Line....
আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি।😩❤️🔥
১৭ জুলাই কমেন্ট করে রেখে গেলাম,,,,ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই গান শুনবে আর ১৫ জুলাই এর কাল রাতের কথা ভাববে।এই গানটা আজকের দিনেই জন্যই হয়তো তৈরি হয়েছিল,,আজকে এই গানটি পূর্নতা পেল।
🙂🙂
great
18th July aro bhoyonkor chilo..
15 july temon kichui Hoy NI,ektu marpit hoechilo,sob to suru 16 July theke
@@fabiashii১৯ জুলাই আর ৪ আগস্ট সবচেয়ে বেশি ভয়ংকর
প্রেম নেই,,,,বিচ্ছেদ নেই,,,এমন সন্ধ্যাও নেই!তাহলে দীর্ঘশ্বাস কেন আসলে শুনতে শুনতে? মানুষ সম্ভবত প্রকৃতিগত ভাবেই বিরহে সুখ খুজে পায় 😅
হয়তো🎉
kothr mne bujr try korlm.but pri nai
❤
তুহিন ভাই আপনার গাওয়া গান আজ সার্থক হয়েছে। আজ আপনার এই গান মুক্তির এই আন্দোলনের একটি আবেগ অনুভূতির অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই গান যতোদিন বাজবে ততোবারই এই মুক্তির আন্দোলনের স্মৃতি স্মরণ করিয়ে দিবে। মুক্তিযুদ্ধের গান হিসেবে আমার হৃদয়ে আজীবন স্থান করে নিয়েছে এই গান। ইহা আর কিছু নয় ২০২৪ সালের মুক্তির আন্দোলনের প্রতিচ্ছবি। ধন্যবাদ তুহিন ভাই। আপন সবসময়ই একজন যোদ্ধা ছিলেন এবং আজীবন থাকবেন।
এই গান শুনলে ১৫ জুলাই থেকে ৫ আগষ্টের শহীদের কথা মনে পড়ে যায়। কত ভাই বোন আমার জীবন দিয়ে চলে গেলে না ফেরার দেশে। পরে থাকলো অসহায় বাপ/মা/ ভাই/ বোন/ স্ত্রী/ সন্তানরা!!!😢😢😢😢😢
রেখে গেলাম এই কমেন্টটা।১০বছর পরও এই গান শোনলে মনে পড়বে সেই রক্তাক্ত জুলাই-আগষ্টের কথা।😢😢
hea
😢😢😢
Of course😊😊😊
Hmm😢😢😢
🤣🤣🤣🤣
দেশের এমন পরিস্থিতিতে গত ১৫ দিন যাবৎ গান শুনি নাহ ।
অবশেষে এই গানটি শুনে কেনো জানি বর্তমান পরিস্থিতির সাথে অসম্ভব মিল পাচ্ছি ।
স্বৈরাচারের পতন হবে। জয় হবে বাংলার সাধারণ মানুষের।💪
Hoyeche Poton
এটা শোনার পর ভাষা হারিয়ে ফেললাম, অসাধরণ, মাস্টারপিস ❤️ এটা শুধু বাংলাদেশের গান নয় এটা সমগ্র বাঙালি জাতির গান❤️
ভারত থেকে ❤️
Rights Commission 🎉❤
💖💖
💖💖💖
Master pice is a oniket prantor
❤
মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম, আদনান, গোলাম নাফিস, আসিফ, ফারহান ফাইয়াজ, আনাস, আরো নাম না জানা অসংখ্য ২৪ এর সকল শহীদ বীরশ্রেষ্ঠদের প্রতি গভীর শ্রদ্ধা...... ভুলে যাইয়েন ২০২৪ এর জাতির সূর্যসন্তানদের যারা নতুন বাংলাদেশের কারিগর।।
এই রক্তাক্ত জুলাই যেনো আর না আসে এই বাঙালির জীবনে। 💔🙂
Right 😢😢
July akhono Jay ni aj 35th July. August ashbe shedin jedin desh shadin hobe
Amin
Ajke amra sadin hoilam❤️
@@FardinIslam-vd5kb right 🥰
সত্যি "তুমি আভাস হয়ে আশা,হতাশা মুখের হাসি......" শুভকামনা তোমাকে-"আভাস"...। আর তানজির তুহিন!!!! ইউ আর দ্যা ব্রান্ড অব ব্যান্ড
Thanks for your comment and support :)
Keep listening
rait
আভাস শুধুমাত্র একটি ব্যান্ড নাম না, আভাস প্রতিটি নিরীহ মানুষের হৃদয়ের স্পন্দন থেকে উঠে আসা ভালোবাসার নাম। যুগ যুগ ধরে রাজত্ব করুক প্রতিটি মানুষের হৃদয়।love you avash❤
"আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালবাসি"
কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে ,বোঝেনা তবু এ মন,
শান্ত নিবির পথে হেটে কাটে সারাদিন সারাক্ষন
শুন্যের পরে খুঁজেছি তোমায়,অসীমের পথে তুমি
হও বলে সবে প্রান দিয়েছিল,সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,হতাশা মুখের হাসি...
melabel.lnk.to/Avash
♥
অসাধারন
আজ রাতেই ১ মিলিয়ন হবে 😍
1M ❤
love u all guys,,,,, specially tanjir tahin vai...
মানুষের মাচিউরিটি বাড়ার সাথে সাথে এইসব বাংলা গানের প্রতি আবেগ বেড়ে যায় 😊
True
গান হারাম
এই গানের মধ্যে অনেক কান্না 😢 মাখা স্মৃতি রয়ে গেল এই ১৫,১৬,১৭,১৮ জুলায়ে ২০২৪ বাংলার মেধার মৃত্যু হল😭😭😭। হাজার সালাম সেই মেধাবী শহিদের। হাজারও সাহসি মায়ের, সাহসি সন্তা❤❤❤❤
"আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি"
This line is just awesome....
Love from India 🇮🇳
Apnader okhakar somo porjaeier gaan suggest korte parents pls?
@@Al-Muhib 70s 80s ar 2000s e dekhte paren ota peak chilo
Masterpiece ❤❤
@@Al-Muhib fossils follow korte paren
ভারতের মানুষ তো বাংলাদেশের মানুষের উওর প্রহসন করে😢
প্রেম নেই ......বিচ্ছেদ নেই.... এমন সন্ধ্যাও নেই! তাহলে দীর্ঘশ্বাস কেন আসলো শুনতে শুনতে? মানুষ সম্ভবত প্রকৃতিগত ভাবেই বিরহে সুখ খুজে পায়!
❤❤
মানুষ সম্ভবত প্রকৃতিগত ভাবেই বিরহে সুখ খুঁজে পায়!😊
বেশ সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে ❤🤗
হয়তোবা😥
আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি। এই গানে সৃষ্টিকর্তাকে খুজার কথা বলেছেন লেখক। আর প্রত্যেকটা মানুষের হাসির মাঝে সে খুজে পেয়েছে সৃষ্টিকর্তাকে।তাই লেখক বলেছেন তুমি আভাস হয়ে আশা হতাশা মুখের হাসি। এই গানকে অনুভব করতে আপনাকে অনেক উচ্চতর ভাবে ভাবতে হবে।🙂
😢😢
Amr pochonder ekti gan and band tao.... Onurodh roilo avash er pashe thakar.....😊😊
গানটা হয়ত আজকের দিনের জন্যই লেখা হয়েছিল 🇧🇩💔
Sotti vai gan ta sune chok diye pani ase porse😢
Same😢@@BusesAnalysis01
M̊😢
Ha😢😢
Ekdom😭
আ=আশ্চর্যে
ভা=ভাবনায়
স=সময়কে ছাড়িয়ে
💚(আভাস)💛
😍❤️
Excellent
আ = আশ্চর্যে
ভা = ভাবনায়
স = সময়কে ছড়িয়ে
🌿আভাস🌿
তুহিন ভাই 💚
Darun hoice❤
ইস ! অন্য ভাষাভাষী মানুষ বুঝতেই পারবে না যে আমাদের গানের রুচিবোধ তাদের থেকে কত শত বছর এগিয়ে 💙
Ei to choto loker porichoy diye dilen!!!onner ruchi bodh k choto kora uchit na
Ekdom bhai
Right!👍
Hmm!👍
বাঙালি ❤
এখনও এই গানটা কানে বাজলে জুলাই আন্দলোনের কথা স্বরন হয়ে যায় আল্লাহ যে ভাগুলোর পবিত্র রক্তের বিনিময়ে আমরা ২য় স্বাধীনতা পেলাম তাদের পবিত্র ওই আত্মাকে আজীবন আরামদায়ক এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন।😢
আজ ৫ই আগষ্ট। গানটি খুঁজে বের করলাম। বাংলাদেশের এখনকার পরিস্থিতি এই গানে গাওয়া হয়েছে মনে হচ্ছে। রক্তাক্ত জুলাইয়ের কোটা আন্দোলনের সকল ভাই, বোনের প্রতি শস্রদ্ধ সালাম।
@farzananasrin5169
7 days ago
আজ ৫ই আগষ্ট। গানটি খুঁজে বের করলাম। বাংলাদেশের এখনকার পরিস্থিতি এই গানে গাওয়া হয়েছে মনে হচ্ছে। রক্তাক্ত জুলাইয়ের কোটা আন্দোলনের সকল ভাই, বোনের প্রতি শস্রদ্ধ সালাম।
৩৩ জুলাই কমেন্টটা রেখে গেলাম। রক্তে ভাসা জুলাই এখনো শেষ হয় নাই। বিজয় না আসা পর্যন্ত শেষ হবেও না!!!!
৩৪ জুলাইয়ের অসহযোগ আন্দোলন সবাইকে সফল করার জন্য আহবান জানালাম। বিজয় আমাদের আসবেই ইনশাআল্লাহ ❤️❤️
Update : ছাত্রজনতা বিজয় এনে দিয়েছে। ভবিষ্যত প্রজন্ম তোমাদের জন্য কমেন্টটা রেখে গেলাম। আজ বিজয়ের দিন। ছাত্র পরিচয় নিয়ে অহংকারের দিন। 🇧🇩🇧🇩🇧🇩
৫-৮-২৪
ইনশা আল্লাহ্ বিজয় নিকটবর্তি।
Ji aji sei din😊✌️
@@adv.samsurddhasunny9462 বিজয় বিজয় 🇧🇩🇧🇩
বাতাসে স্বাধীনতার গন্ধ 🇧🇩
৩৬ জুলাই দেশ স্বাধীন
৩৬ জুলাই ✌️
Goosebumps.....
I was listening this song during the time of anti-discrimination student movement and quota reform movement.😢❤️
I left this comment. When someone likes this comment, I will see the notification and listen to the song again.
Really
Listen it again
কত গভীরে অনুভূতি জাগায়।
তুহিন ভাই ভালোবাসা অবিরাম। আজ
30 August 2024.
আগস্ট মাস আজ সেষ হলো, বাংলাদেশের জন্য অতি স্মরণীয় মাস ছিলো এটি.. অনেক জল্পনা কল্পনা, ত্যাগ অনেক কিছু পেরিয়ে নতুন একটি সম্ভাবনাময় দেশের প্রত্যাশায় এই জেনারেশন।
"আমি সৃষ্টি তাই স্রষ্টাই ভালোবাসি" hits different.
২০২৪ এ এসেও যারা গানটি সার্চ করে শুনে তাদের রুচির প্রতি আমার শ্রদ্ধা ❤️
আমি কেবল ও শুনলাম আর শুনছি এখনো
@@Md_sakin_hassan_ আসলেই অনেক সুন্দর একটা গান
❤❤
❤❤❤
❤❤
আবু সাঈদ রাফি ওয়াশিম মুগ্ধ ভাই সহ অনেকেই আজ নেই🥹
আন্দোলনের সময় থেকে এই গানটা শুনতে শুনতে গানটা যেন আত্মার সাথে মিশে গেছে।। গানটা শুনলে ভেতর থেকে একদম চিরিক্ দিয়া উঠে!! গানটা শুনলে ভেতরে থাকা দুঃখ কষ্ট পাওয়া না পাওয়া গুলো যেন উগড়ে বেরিয়ে আসে!!
আর কতবার শুনলে তৃষ্ণা মিটবে ভাই ?
নেশায় পরে গেলাম। ❤
Thanks for your comment and support :)
Keep listening
amio
যখনি ইউটিউবে আসি তখনি শুনি
গানটা এক টানা ২০/২৫ বার শোনে ফেলছি বিন্দু পরিমানও বিরক্তি আসে নি। আর বার বার চোখে জল চলে আসছে । ........................আমি সৃষ্টি, তাই স্রষ্টাকে ভালবাসি.........কি লিরিক্স ভাই। জীবনে প্রথম গান শোনা শুরু হয় "বদ্ধ জানালা" । তখন থেকেই তুহিন ভাই এর প্রতি ভালবাসা । শুভ কামনা তুহিন ভাই ।
আমার কথা গুলো আপনি লিখে দিলেন,,,
Masterpiece!
2nd comment
cringe gaan r koto eder moto kisu bana
@@BetterCallAnik agreed...মসলা গান আর কত ভাই?
@@thewolverine127 exactly vai sosta binodoner jonne ekhon amra bosta pocha gaan gulai suni 🙂
সব জায়গায়ই দেখি কমেন্টের নামে তুই লেদাস !
মৃতু হয়তো এর চাইতে বেশি শান্তির😊 মানুষ রূপী পশু গুলো অনেক কিছু শিখিয়ে গেল।
লিরিক্সেই তীব্র রক্তক্ষরণ।
আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি
মাশাআল্লাহ। এতো সুন্দর একটা মাষ্টারপিস গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ🙏🙏
এই গান শুনার সময় সিরিয়া, ফিলিস্তিনের কথা ভাবতাম। এখন নিজের দেশ এর ছবি চোখে ভাসে। 1:44
Hummm
তুহিন ভাইয়ের প্রতি বড় বেশী অন্যায় করেছেন "শিরোনামহীন"। অন্যায়কারীর শাস্তি এই দুনিয়ায় পেতে হয়। কি গান।।!! ভালবাসা, শুভকামনা আর শ্রদ্ধা ব্যান্ড "আভাস"।
গানটা যতবারই শুনেছি গায়ের লোম দাঁড়িয়ে গেছে।বাংলাদেশের শিক্ষার্থীদের চরম দূর্দিনের সাক্ষী হয়ে রইলাম।বাংলাদেশের ইতিহাসের লজ্জাজনক অধ্যায় গানটা হয়ত আজকের দিনের জন্যই লেখা হয়েছিল I
প্রথমে টানা দুইবার শুনছি। ভাবার্থ বুঝতে পারি নাই। ৩০ মিনিট পরে আবার শুনতে আসছি। এইবার ভাবার্থ বুঝলাম। কি গানরে ভাই !!! কি লিরিক্স ! এখন টানা শুনে যাচ্ছি।। তুহিন ভাই আসলে আপনে একজনই। শিরোনামহীন ছাড়ার পর আপনার মনে হয়ত এইটাই চলছিল যে , আমি হার্ট এটাক করা পচা মাল না ,আমি তুহিন ,আমি করে দেখাবো। । ভাই স্যালুট। কি একটা মাস্টারপিস উপহার দিলেন ভাই।
Vai,artcell othoba tuhin vaiyer gaan shonar jonno lyrics knowledge er khub proyojon,cz eder gaane onk deep message thake....lyrics bojhar jonno thanks vai 💕💥
Explain the lyrics please.
ROFL
@@mahathirmoon5010 ai song e sristy and srostar proti valobasha prokash koreche
@@oindrilajaman228 But he's talking about "Sristikortar hasi"?
গানটির বেষ্ট লাইন 😮😐😐
আমি সৃষ্টি তাই সষ্টায় ভালোবাসি 😍😍😍
Thanks for your comment and support :)
Keep listening
Another best line is
Tumi avash hoye asa
Hotasha mukher hashi
Hello, I am learning Bengali and it is my furtune that I heared this great song. I wanna understand the meaning of this line. Can someone plz explain me?
Ekmot vhai♥️
Like it
লিরিক্স নাকি বোমা ভাই🔥
যতবার শুনি রক্ত আমার টগবগিয়ে উঠে
দীর্ঘজীবি হন তুহিন ভাই🖤
Thik vai.
Wright Brother
হাসিব ভাই,,,, ২০০ পূরণ করলাম 🙆
Right
areeee babba khaice to... baap re baap
এখানে পড়ে আছে কত শত প্রান-৩.১১ মিনিটে। আহা আমার বাংলাদেশের জুলাইয়ের প্রতিচ্ছবি 😴
Brilliant Tuhin bhai . 💗 love from India 🇮🇳
💜
♥
Thanks for your comment and support :)
Keep listening
@@Avash In sha Allah...😍
Avash Your comment means a lot ❤️. Thanks
কখনো আমি কোন ইউটিউব ভিডিওর জন্য অপেক্ষা করিনি, বারবার চ্যানেলে এসে ঢুঁ মারিনি,
আজ সকাল থেকেই সেই না করা কাজটাই করছিলাম বারবার। কবে আভাসের আভাস পাবো। কবে আবার তুহিন নামক সুরের সমুদ্রে নিজেকে ভাসাবো, কবে আবার চোখ বন্ধ করে তুহিনের সুরের মূর্ছনায় কল্পনার জগতে হারাবো।
অবশেষে অপেক্ষার পালা শেষে পেলাম সারাদিনের অপেক্ষার মধুর ফল।
*আজ থেকে আবারো সেই আগের মত প্লেলিস্টে রিপিট ওয়ান দিয়ে বাজতে থাকবে আভাস*
#love_you_Tanzir_Tuhin_Bhai
#love_For_Avash
Same Here MAN!
Jiboner Oxygen
@@ridwanpranta9652 yeah❤
👍
আভাস এই গানের মাধ্যমে খুবই শক্তিশালী একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শিরোনামহীনের সামনে। এটা গানের জগতে আভাসের সক্ষমতারও একটা প্রমাণ। তুহিন ভাই একটা কোয়ালিটি!
Its not quality
I
Hes brand
Ai obelay diye orao ar uttor diyece...
@@mahamudhasanrimon7688 avash er lyrics je oi obelay theke 100% deep
@@mahamudhasanrimon7688 ai obelay er moto 100 gan gaile o avash er kache o aste parbe na ora…after all tuhin is an iconic artist for bangla band
@@mahamudhasanrimon7688 brother ay obela valo lage but ata mon chuye jay 😊
গানটি দিনে একবার শুনলে সারাদিনই গুনগুন করতেই থাকি। সত্যি বলতে বর্তমানে এটি সেরা বাংলা গানগুলোর একটি, যার ভাবার্থের মধ্যে লুকিয়ে আছে দেশপ্রেম।
এখানে বুঝানো হয়ছে স্বাধীনতার কথা। স্বাধীনতা পাওয়া যে কত আশার কত ভালবাসার। স্বাধীনতার কদর দেওয়া হয়েছে। এবং সৃষ্টিকর্তা সুক্রিয়া জ্ঞাপন করা হয়েছে।। অসাধারান লিরিক্স।😍😍😍
আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন। ৩৬শে জুলাই (৫ই আগস্ট, ২০২৪)। ১০ বছর আগের এই গান আশ্চর্যজনকভাবে ২০২৪ জুলাইয়ের সাথে প্রতিটা লাইনে মিলে গেল। রোম দাড়া করানো গান। গ্রেট মিউজিক। এই গান যারা আগে শুনেছেন। আমি সিউর তাদের আগে এই ফিলিংস আসে নাই। জুলাই মাসে এসে যেটা অনুভব করেছে সবাই। ❤
😂😂😂
শিরোনামহীন বা আভাস যে ব্যান্ড'ই হোক, সত্যিকারের ভালোবাসা তো 'তুহিন' ভাই 🖤😭
R8 vai
R8
R8
hummmmmm
Asolei
এমন একটা সময় ছিলো এসব গান যারা শুনতো তাদের পাগল ভাবতাম,,, 😅
আর এখন নিজেই বড় পাগল হয়ে এসব গান এর মায়ায় পরে গেছি।
মায়াবতী তুমি থাকলে হয়তো এত সুন্দর গান শোনা হতো না আমার 💔🥀
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
100% true bhai...
👍👍
Onno video er comment section theke copy paste korse😂
Nah vai..amr suggest ei ase all time😊😊
🎉
কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে,
বোঝেনা তবু এ মন,
শান্ত নিবির পথে হেটে কাটে
সারাদিন সারাক্ষন।
শুন্যের পরে খুঁজেছি তোমায়,
অসীমের পথে তুমি,
হও বলে সবে প্রান দিয়েছিল,
সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,
হতাশা মুখের হাসি।
কত আদরে ভালোবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয়ও মাঝে।
পথে যেতে হায়,
সে ভালোবাসায় ,
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয়ও সপেছি তোমায়।
তুমি আরাধনে মোর সাধনা,
শত সুক্ষ দুস্থ কামনা।
কত জল ছল,
কত কোলাহল,
তুমি শান্ত আবেশে যাতনা।
থেমে থাক আজ কথা সব,
যত হাহাকার আশা কলরব,
পড়ে রবে সব যত সদ্ভাব,
প্রানে সংহার গেছি হারিয়ে।
দু হাত তুলে ধরি বাড়িয়ে,
আমি সৃষ্টি -
তাই স্রষ্টায় ভালোবাসি।
যুগে যুগে জড় জীব সবে
পড়ে রবে নিবির অবেলায়,
ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়।
এখানে পড়ে আছে
কত শত প্রান,
জীবনের গান,
গেছে হারিয়ে,
একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে,
খোলা দেয়ালের ওপারে,
রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।
কত আদরে ভালোবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে।
পথে যেতে হায়,
সে ভালোবাসায় ,
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয়ও সপেছি তোমায়। - [ ২ বার ]
কত আদরে....।
তুমি আভাস হয়ে আশা, হতাশা মুখে হাসি,/কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি...’।
Thanks for your comment and support :)
Keep listening
❤
এক কথায় বলতে অতুলনীয় সুর, মায়া দিয়ে বানানো হয়েছে গানটি❤❤❤
After hearing this vocal
then just one single line came from my throat আহ্ তুহীন ভাই..😲 ! আসলে আমরা ব্যান্ড সংগীত শ্রোতারা সত্যিই খুব সৌভাগ্যবান যে তুহীন ভাইয়ের মত একটা কন্ঠযোদ্ধা পেয়েছি যার তুলনা তিনি নিজেই।আর রিংকু ভাই, সুমন ভাই,রাজু ভাই,শাওন ভাই আপনারা প্রত্যেকেই নিজের সামর্থ্যের পরিচয় জানান দিছেন যে কি করতে পারেন ! সুতরাং এটা ধরে রাখুন আর হ্যাঁ ব্যান্ড আভাসের প্রতি ছোট্ট একটা সাজেশন তাড়াহুড়ো করে পাবলিক ডিমান্ড ফুলফিল করতে যেয়ে অবশ্যই কোয়ালিটি কম্প্রোমাইজ করে নতুন গান রিলিজ কইরেন না প্রয়োজনে এক বছর সময় নিন দু বছর সময় নিন তারপরও যেন ভালো কাজটাই পাই ধন্যবাদ।
carry on avash long way to go :)
শহিদ আবু সাঈদের এই দিনে এসে কে কে এই গানটি শুনছো??
আমি
Abu Sayed
আবেগি ভোদাইরা
AMI
Ami
India theke bol6i
..
Abu sayed vai er mrittu dekhe ei gan ta sunte elm ...india te thekeo vai er jonno chokhe jol chole aslo😢😢😢😢
😭
Amdr jnno pray korben dada... Khub koshte achi amra😢
@@nadiratabassumpapri4639 always pray kor6i....ami ekhn thke feel korte par6i ..okhankar government ki eta feel krte pr6e na ..evbe cholte thakle Bangladesh aro 30 bo6or pi6iye jabe
Thanks
' আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি '
এইটা শুনার জন্য হাজার বার শুনতে রাজি আছি 🙏🏼
এই গান তো জীবন্ত রে ভাই!! তা না হলে আমার হৃদয় স্পর্শ করল কেমনে??
আমার জীবনের সেরা একটি গান। আমি জীবনের প্রথম কোন গান শুনে ইমোশনাল হয়ে গেলাম। চোখে পানি ধরে রাখতে পারলাম না। সেই 15 জুলাই মাসের এর কথা মনে পড়ছে। কি ভয়ানক একটা মাস ছিল রক্তাক্ত একটা মাস। 😢
ভাই কেউ গানটা ১ বারের বেশি শুনবেন না, তাহলে আশ্চর্য এক মায়াজালে আটকে যাবেন। এই নিয়ে টানা ১৫ বার শুনলাম, এখনও শুনছি। গানের এক একটা শব্দ যেন হৃদয় তোলপাড় করে তোলে।
তুহিন ভাই ❤️
একদম ঠিক কথা বলেছেন ভাই💜
Ami e porjonto 50-60 barer beshi shunesi
Last 2din e 48 hrs er majhe 30hrs e ai masterpiece ta shune kataisi bolte gele ❤️
bidipto Sharma apni ki Indian
Bidipto Sharma @ Ru Indian?
তুহিন ভাই কি গাইলা হাজার বার শোনার পরেও মন ভরে না.....
লেরিক গুলা বুজার ক্ষমতা সবার নাই
ভালবাসা অবিরাম ভাই😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
মানুষ বাস্তবতার থেকে কল্পনায় বেশি খুশি ☺️ বাস্তবতা হয়তো মানুষের মনের আকাঙ্খা পূরন করতে পারে না কিন্তু কল্পনায় বিশ্ব জয় করতেও সক্ষম 🖤
ভিউ দিয়ে কখনো গান বিচার করি নাই।
তবে, যখন গানটি ১ মিলিয়ন অতিক্রম করলো তখন বুঝতে পারলাম ভাল গানের শ্রোতা এখনো অনেক।।
ধন্যবাদ তুহিন ভাই এবং আভাস কে
হ্নদয় ছোয়া গান উপহার দেয়ার জন্য।।
অপরাধী 213 M
এইটা কোনো কথা! 😒
শুন্যের পরে খুঁজেছি তোমায়
অসীমের পথে তুমি,
❤❤❤
Now 7.5 Million 🤗🤟🥰
সেই পুরনো তুহিন ভাই। সেই বলিষ্ঠ কন্ঠ। মিউজিক কম্পোজিশন, লিরিখ, সুর এক কথায় অপূর্ব।
তুহিন ভাই ফিরে এসেছে দোর্দণ্ড প্রতাপে।স্যালুট ইউ বস। অনেক অনেক ভালোবাসা। আরো দারুন দারুন উপহার চাই নিয়মিত।
আর হ্যা মিউজিক ভিডিওটা একটু বেশিই জোস। আভাস, হাসির আভা ছড়িয়ে দিলো ভক্তদের ঠোটে।😍😍😍
your comment also💘 Xoss bro....!
Rownok Rony. Moner kotha ta bolchen vy
@@octskys ধন্যবাদ ভাই
@@পেত্নীরবয়ফ্রেন্ড-ষ৯ঘ 😍😍😍😍
Rownok Rony 😘
৪ বছর আগের গান আজ শুনে পুরায় আবাক হয়েছি।গানের কথাগুলো বর্তমান যেকোনো গানের চেয়ে ১০০ গুন বেটার।
Bro listen to shironamhin.. he was the vocal of shironamhin
রাইট ❤
তাকে ধন্যবাদ এত সুন্দর একটা গান দেওয়ার জন্য 😭😢
১৫ দিনে ১ মিলিয়ন ভিউ, তুহিনদের শিরোনামহীন লাগেনা এরা সবখানে বেস্ট। এগিয়ে যাও তানজীর তুহিন।। 💜💜
Ar akhon 15m
Ar akhon 19+ million 😅@@userj-u6r
কত আদরে ভালবেসেছি,তোমার ওই মিষ্টি হাসি
তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে,
পথে যেতে হায় সে ভালবাসায় দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,হৃদয় সপেছি তোমায়। তুহিন ভাই এই গান ২০বারের বেশি শুনে ফেলছি স্টিল শুনছি । শুভকামনা আভাসের জন্যে
Joy Bangla ♥
💝
Thanks for your comment and support :)
Keep listening
তুহিন ভাই কে দেখে মনে হয় লোকটা গত 20 বছর ধরে প্রতিদিন কান্না করে।
এত আবেগি এক্সেন্ট লোকটা 😭
২০২৪ এও এসে শুনছি 😅
১৫ জুলাইয়ের স্মৃতি এই গান।❤
কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে
বোঝেনা তবু এ মন
শান্ত নিবির পথে হেটে কাটে সারাদিন সারাক্ষন
শুন্যের পরে খুঁজেছি তোমায়,অসীমের পথে তুমি হও বলে সবে প্রান দিয়েছিল,সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,হতাশা মুখের হাসি...
কত আদরে ভালবেসেছি,তোমার ওই মিষ্টি হাসি
তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে
পথে যেতে হায় সে ভালবাসায় দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন
হৃদয় সপেছি তোমায়।
তুমি আরাধনে মোর সাধনা
শত সুক্ষ দুস্থ কামনা
কত জল ছল
কত কোলাহল
তুমি শান্ত আবেশে যাতনা।
থেমে যাক আজ কথা সব,যত হাহাকার আশা কলরব পড়ে রবে সব যত সদ্ভাব
প্রান সংহার গেছে ছাড়িয়ে
দু হাত তুলে ধরি বাড়িয়ে ....
আমি সৃষ্টি,তাই স্রষ্টায় ভালবাসি।
যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবির অবেলায় ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায় এখানে পড়ে আছে কত শত প্রান,জীবনের গান গেছে হারিয়ে
একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে,খোলা দেয়ালের ওপারে রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।
👌👌👌
😍
Thanks bro
Zia .tasnim welcome
2:31 আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি 💔💙💚
Best line in this song 💪🔥
কোটি বছর হলেও এই গান পুরনো হবে না বেচেঁ থাকবে মানুষের হৃদয়ে 🙂
🤎✊🏾
Yeah
হ্যা
এতো চমৎকার হৃদয় স্পর্শ করা কথা গুলো ,কতো সুন্দর করে গোছানো সুরে সুরে।অনেক অনেক ভাল লাগার একটা পান।❤
ua-cam.com/video/sNYtxFsQ-UI/v-deo.htmlsi=2m2srjQJt7bL2_dj
Dekhar Request roilo
❤
এক গান দিয়েই ব্যান্ড সুপারহিট 💙💙💙
আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি 💛💛💛 বেস্ট লাইন 👌
মাস্টারপিস 👍
কমেন্টটা পড়ার সময়ই এই লাইনটা গাইলো। অস্থির 😍😍
@@mecha_tron ❤️
যতবার শুনি কান্না আটকাই রাখতে পারিনা। কেন এমন হয় বুঝিনা! দেশপ্রেম নাকি নির্যাতিত মানুষের হাসিমুখ দেখে তা ঠিক বের করতে পারিনা। এটাকি আপনাদেরো হয়?? সকল ২৪ সৈনিক অমর হোক। রক্তদান যেনো বৃথা না যায়, সে দায়িত্ব আমাদের, আমরা যারা দ্বিতীয় জীবন নিয়ে বেচে আছি। 😢😢❤❤