খুবই ভালো লাগলো। অত্যন্ত তথ্যসমৃদ্ধ এবং ঝকঝকে উপস্থাপনা আপনার। আমাদের দেশের অনন্য স্থাপত্যগুলো সম্বন্ধে এরকম পুষ্টিকর চর্চা যত বেশি হবে ততই মঙ্গল। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আগামী সোমবার অর্থাৎ ১৬ ডিসেম্বর ২০২৪ আমার ছেলে কালনা পৌরসভায় কাজে জয়েন করতে যাচ্ছে। ঐ দিন আমি এবং আমার স্ত্রী ওর সঙ্গে কালনা ঘুরতে যাচ্ছি। যাবার আগে আপনার ভিডিও টি দেখে নিলাম। আশাকরি আমাদের কালনা ঘোরা সার্থক হবে 🙏
অসাধারণ হয়েছে দাদা। এটি শুধুমাত্র ভ্রমণ মূলক ভিডিও ই নয়, এটি একটি অসাধারণ ঐতিহাসিক দলিল হিসেবে রয়ে যাবে। বহু বছর আগে দূরদর্শন দেখা ভারত এক খোঁজ অনুষ্ঠান কথা মনে পড়ে গেল। আহা কি দেখলাম।
ধন্যবাদ স্যার আমি অম্বিকা কালনা ড়ি বাসিন্দা দেখা মন্দিরগুলো আবার নতুন করে ভিডিওর মাধ্যমে দেখার অনুভূতি আলাদা, খুব ভালো লাগলো ভিডিওটা আমি অম্বিকা কালারি মানুষ হয়ে অম্বিকা কালনা থেকে বহু দূরে আছি কতদিন যেতে পারিনি, আমার খুব ভালো লেগেছে ভিডিওটা দেখতে। ধন্যবাদ স্যার আপনার জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে 🙏🏻💐
অনেক ছোট থেকেই কালনা শহরটা অনেক বার ঘোরা...দেখা জিনিস গুলো আবার দেখতে সত্যিই খুব ভালো লাগছিল স্যার...কোনো ভাষা দিয়ে বর্ণনা করা সত্যিই অসম্ভব...অনেক ধন্যবাদ স্যার ❤️❤️🙏
Little was I aware of the terracotta marvels of Kalna temple architecture. Deeply grateful for your efforts to bring such treasures back to public notice. Thank you.
Amra kalna er sab mandir gulo ghure Bansberia r Hanseswari mandir dekhe bandel church hoya phira Alam. Kinto makha sandesh, khir Puli khawa hoye ne. Apner vlog dekhe khub miss korachi ,abar makah sandesh khete kalna jabo.
Video ta khub sundor, kintu ei special khabar ba misti gulo dekhano ta bhishooon bhishooon bhalo laglo, karon egulo na prochar pele aste aste harie jabe🙏🙏🙏🙏😍
Poetry on Terracotta in these masterpieces, created by the sculptor! It reminds me of Michelangelo’s comment, “ every block of stone has a statue inside it and it is the task of the sculptor to discover it.” Mesmerizing video!
একেবারেই ঠিক বলেছেন । একরাত থাকলে আরো ভালোভাবে ঘুরতে পারবেন । ওখানে ভালো হোটেল হল 1) Sree Hari Guest House - 09830449947 2) Hotel Priyadarshini - 09732076690
Ami aponer kache jante chai je kalna te kono hotel(thakber jonno) ache kina? Ebong nijer gari te gele mondirer kache parking ache kina? Aponi local citizen tai jante chailam. Nomoskar neben. Thank u.
ক্ষীরপুলি শীতকাল ছাড়া পাওয়া যায় না। এই ভিডিও অনুযায়ী ঘুরে আসলাম কালনা। বাসুদেব মন্দিরে ভোগ খেতে হলে আগেরদিন বলতে হবে। তবে ভবা পাগলা মন্দিরে আমরা দশটার সময় গিয়ে দেখি ভোগের ব্যবস্থা আছে।
Apnar video altime valo lage... Eta jodio 1 year er video... Amra 2020 er December kalna giyeo fire asi, corona situation er jonno close chilo mondir... Tai ekhn kar new update jodi petam valo hoto...r,ek ta katha jante chai ekhane night stay korar kono hotel er sondhan jodi apnar jana thake tahole pls share korle upokrito hoi...
ঐযে মহাপ্রভু মন্দির, ভবা পাগলার মন্দির ওখানে কি রিকোয়েস্ট করলেও ভিডিও করতে দেবে না???আর বাকি অন্যান্য স্থানে কী ভিডিওর জন্য পারমিশন নিতে হয়েছে?একটু যদি বলতেন?
খুব ভালো লাগলো। এসব দেখার জন্য কি গাইড পাওয়া যায়? কিভাবে যোগাযোগ করতে হবে। এছাড়াও মন্দির দুপুরে বন্ধ থাকার কারণে, কোথা থেকে শুরু এবং কিভাবে শেষ করব যদি অনুগ্রহ করে জানান, বাধিত হব।
আপনি সেইভাবে কোনো গাইড পাবেন না । সবথেকে ভালো হয় স্থানীয় কোনো রিক্সা বা টোটো নিয়ে নিন । ওরা খুব সুন্দর করে ঘোরাবে । আর আমার এই ভিডিওতে কিভাবে দেখলে সুবিধা হবে পরপর সেইভাবেই জায়গাগুলোর সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া আছে । ওই বিবরণগুলি শুনে নিলে গাইডের প্রয়োজন হবে বলে মনে হয় না । রিক্সা বা টোটো কে জায়গাগুলোর একটা তালিকা করে বলে দেবেন । আরো কিছু জানার থাকলে জানাবেন ।
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ
খুব ভালো। লাগলো
Nice informative video.
Very Nice
Very good presentation.
ASADHARAN SUNDAR DARSHANIO STHAN DAKHALEN ,. ANINDYA BABU. MANY MANY THANKS .BHALO THAKBEN.
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏। আপনি ও ভালো থাকবেন।
খুবই সুন্দর উপস্থাপনা খুব ভালো লাগলো 🙏🙏🙏🙏
আপনার ভাষ্যপাঠ অসাধারণ।
বাহ্! সুন্দর উপস্থাপনা।
onekbar gechi..khub sundor video baniyechen.dekhe jawar icche abar bere gelo
অনেক অনেক ধন্যবাদ দীপ । আপনার এই মন্তব্য আমার জন্য এক অন্য মাত্রার প্রেরণা । 🙏🙏❤️❤️
Excilent
Darun sundar presentation, thank a lot.
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
Nice documentary, very informative vlog, cinematic presentation just spellbound.
Thank you 🙏
Detailed information peye khub subidhe holo
Thank you.👍❤️❤️
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই চ্যানেলের কর্তৃপক্ষের কাছে। আমি মুগ্ধ হলাম !
🙏🙏
সুপার্ব হয়েছে, আমার অনেকদিনের ইচ্ছে ছিল এখানে একদিনের জন্য যাবার, তোমার ভিডিও খুব ভালো গাইডেন্স দিল।
Voice over টা জাস্ট ❤️❤️
এডিটিং দুরন্ত।
অনেক ধন্যবাদ । 🙏🙏
Shibaji dada apni akbr asun. Ami apnk anek anek bar request korechi.. Apni aslei amk janaben. Ami apnr sathe dekha korte chii...
আপনার ভিডিওর বর্ণনা খুব ভালো
অনেক ধন্যবাদ 🙏
Khub valo laglo
খুব ভালো লেগেছে
খুবই ভালো লাগলো আপনার উপস্থাপনা সত্যিই খুব সুন্দর 👍👍👍
Excellent explain
Thank you share your experiences
ধন্যবাদ । অনুগ্রহ করে আমার চ্যানেলের অন্যান্য কাজগুলোও দেখবেন ও মতামত জানাবেন 🙏
@@AnindyasTravelogue sure
Darun laglo dada
ধন্যবাদ 😊
Sir , khub sundor laglo .... পরের video এর অপেক্ষায় রইলাম 🤗
Getting ignited to visit the Historical Mythological Goddess Gods in Kalna🎉
Khub sundar
খুবই সুন্দর, ধন্যবাদ।
দারুণ ব্যাখ্যা......
আপনাকে অনেক ধন্যবাদ 🙏
খুবই সুন্দর ।।।। আমাদের কালনা
অনেক ধন্যবাদ ।💓💓
খুব সুন্দর।
অসাধারণ হয়েছে। বাংলার মন্দির স্থাপত্য নিয়ে এত সুন্দর উপস্থাপনা খুব কম দেখেছি। কালনায় আমি পাঁচ-ছবার গেছি। তাও খুব খুব ভাল লাগল।
অনেক ধন্যবাদ । আপনার পরামর্শ আমাকে নতুন কাজের প্রেরণা দেয় ।
আমি এক ভ্রমণ পিয়াসী।মন খারাপ হলে আপনার ভিডিওগুলো দেখি.মন ভালো হয়ে যায়।
🙏🙏😊
খুবই ভালো লাগলো। অত্যন্ত তথ্যসমৃদ্ধ এবং ঝকঝকে উপস্থাপনা আপনার। আমাদের দেশের অনন্য স্থাপত্যগুলো সম্বন্ধে এরকম পুষ্টিকর চর্চা যত বেশি হবে ততই মঙ্গল। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ 🙏
খুব ভালো ৷
ভালো লেগেছে।
Asadharan laglo amar praner shohor kalna ke apnar camerai futie tolar apurbo saili ti
কালনা সুন্দর কিন্তু এত সুন্দর জানতাম না
ধন্যবাদ । উৎসাহিত হলাম । অন্য কাজগুলোও দেখবেন ।
Darun laglo sir
অনেক ধন্যবাদ 🙏
Osadharon sir ....erom ro kichu trip dekhte chai...
আগামী সোমবার অর্থাৎ ১৬ ডিসেম্বর ২০২৪ আমার ছেলে কালনা পৌরসভায় কাজে জয়েন করতে যাচ্ছে। ঐ দিন আমি এবং আমার স্ত্রী ওর সঙ্গে কালনা ঘুরতে যাচ্ছি। যাবার আগে আপনার ভিডিও টি দেখে নিলাম। আশাকরি আমাদের কালনা ঘোরা সার্থক হবে 🙏
শুভেচ্ছা রইল 🌹
দারুণ লাগলো।
Thank u.🙏🙏
অসাধারণ হয়েছে দাদা। এটি শুধুমাত্র ভ্রমণ মূলক ভিডিও ই নয়, এটি একটি অসাধারণ ঐতিহাসিক দলিল হিসেবে রয়ে যাবে। বহু বছর আগে দূরদর্শন দেখা ভারত এক খোঁজ অনুষ্ঠান কথা মনে পড়ে গেল। আহা কি দেখলাম।
আপনার তো ভালো লাগলো, কিন্তু ভিউজটা দেখেছেন 😆😆
@@AnindyasTravelogue সেটাই তো দুখ্য। Aa a viewer amar eto kharap lagche, na ja ni content creater hissabe apnar koto kharap lage. 😌☹️
@@subhajitguha1864 দেখা যাক ভবিষ্যতে কি হয় । আশা করে থাকি আর কি !!😉😉
দারুণ ভাই।
Thank you.
বেশ ভালো লাগলো
অনেক ধন্যবাদ 🙏
ধন্যবাদ স্যার আমি অম্বিকা কালনা ড়ি বাসিন্দা দেখা মন্দিরগুলো আবার নতুন করে ভিডিওর মাধ্যমে দেখার অনুভূতি আলাদা, খুব ভালো লাগলো ভিডিওটা আমি অম্বিকা কালারি মানুষ হয়ে অম্বিকা কালনা থেকে বহু দূরে আছি কতদিন যেতে পারিনি, আমার খুব ভালো লেগেছে ভিডিওটা দেখতে। ধন্যবাদ স্যার আপনার জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে 🙏🏻💐
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
0 15:53
অনেক ছোট থেকেই কালনা শহরটা অনেক বার ঘোরা...দেখা জিনিস গুলো আবার দেখতে সত্যিই খুব ভালো লাগছিল স্যার...কোনো ভাষা দিয়ে বর্ণনা করা সত্যিই অসম্ভব...অনেক ধন্যবাদ স্যার ❤️❤️🙏
আপনাকেও ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ 🙏❤️❤️
Little was I aware of the terracotta marvels of Kalna temple architecture. Deeply grateful for your efforts to bring such treasures back to public notice. Thank you.
Khub sunder
অনেক ধন্যবাদ 🙏
এক কথায় অনবদ্য। আজ যাচ্ছি সাতকোশিয়া
অনেক ধন্যবাদ । খুব ভালো করে ঘুরে আসুন । ভিডিওর অপেক্ষায় রইলাম ।
Somridhho holam..
Amra kalna er sab mandir gulo ghure Bansberia r Hanseswari mandir dekhe bandel church hoya phira Alam. Kinto makha sandesh, khir Puli khawa hoye ne. Apner vlog dekhe khub miss korachi ,abar makah sandesh khete kalna jabo.
🤗🤗❤️
বিশেষ করে কোনো দর্শনীয় স্থানের ইতিহাস আপনি খুব ভালো বলেন
Like your all other videos this one is also absolutely informative and full of interesting commentary. Great
Thank you so much.
Nice video sir
Video ta khub sundor, kintu ei special khabar ba misti gulo dekhano ta bhishooon bhishooon bhalo laglo, karon egulo na prochar pele aste aste harie jabe🙏🙏🙏🙏😍
একেবারে সঠিক কথা 👍
108 shiv mondir sob samoy khola thake
পুরো ভিডিওটা দারুন, কিন্তু পাতালগঙ্গারএকটু ভিডিওটা আমাদের দেখালে ভালো হতো
ভিডিও করতে দেয় নি ।
Poetry on Terracotta in these masterpieces, created by the sculptor! It reminds me of Michelangelo’s comment, “ every block of stone has a statue inside it and it is the task of the sculptor to discover it.” Mesmerizing video!
Many thanks for appreciating Bengali art forms in such beautiful words... Stay tuned with my channel... Your support is valuable to say the least.
Lovely
আমার শহর ❤️❤️🥰🥰
shibaji Da opekhai roilam apnar video dekhar jonno....Ambika Kalna Travel
🙄🙄
গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠটিও কালনার সঙ্গে দেখে নেওয়া যায়।এর পরিবেশ অসাধারন।
ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা রইল 😇
Khubi bhalo laglo. Dekhte dekhte mondir er count rakha mushkil :). Ekhane ek raat thakte chaile bhalo hotel er sondhan jodi dite paren khub bhalo hoe.
একেবারেই ঠিক বলেছেন । একরাত থাকলে আরো ভালোভাবে ঘুরতে পারবেন । ওখানে ভালো হোটেল হল
1) Sree Hari Guest House - 09830449947
2) Hotel Priyadarshini - 09732076690
@@AnindyasTravelogue Abar onek dhonyobad apnake :)
Khub sundor video koren apni sir 🙏. Ami "Tribhasay Eknojore Kalna" Boitir English translation korechilam(Debosri Mozumder Maitra).Bortoman-a bibahosutre Berhampore nibasini.Babar bari Ambika kalna.Boiti lekhar somoy j information gulo amay somridhdho korechilo aaj apnar vlog dekhe sei information guloi amay gorbito bodh koralo.Dhonyobaad apna-k.
অসংখ্য ধন্যবাদ। আমার নমষ্কার নেবেন 🙏🙏
Kalbar mandir bikele kotaye khole?
Awesome
Love from kalna ❤️❤️
Thank You. Stay tuned.❤️❤️
Any food stall to eat or market that sell fancy items of village
Khub e valo laglo..kalna station ba rajbari complex er kache family restaurant ache?
আছে ।
ধন্যবাদ
খুব সুন্দর উপস্থাপনা । স্টেশন থেকে যাব কীভাবে?
টোটো করে ।
Presentation is fantastic.....voice over is superb.....only one point is lacking.....if there is any lodging facilities.
কালনা মিউনিসিপালিটিতর একটা গেস্ট হাউজ আছে । গুগলের সার্চ করে দেখতে পারেন ।
খুব ভালো লাগলো, এখানে ভোগ খাবার। ব্যবস্থা নেই?
জানা নেই ।
Dada Bali halt theke kon train e kalna jabo janaben plz. video ta khub sundor
কাটোয়া লাইনের যেকোনো ট্রেন
👍🙏
Sir kalna r katwa ki aki place?
না, দুটো আলাদা জায়গা । তবে কালনা, নবদ্বীপ, কাটোয়া এগুলো একই লাইনে । কাছাকাছি দুরত্ব ।
@@AnindyasTravelogue Accha sir bujte pere6i.
শান্তিপুর থেকে কিভাবে যাবো আর কোনো মন্দিরে কি ভোগ খাওয়ার কোনো ব্যব্স্থা আছে?? থাকলে কটার মধ্যে গিয়ে নাম লেখাতে হয় আর মূল্য কতো??
4:56 theke bgm ta kothay pabo?
UA-cam music library
@@AnindyasTravelogue name ta ki? Mane search ki diye korbo bolun pls
কালনা রাজবাড়ী তে কি খাবার ব্যবস্থা আছে?
না, নেই ।
পুজো কখন দেওয়া যাবে? দুপুরে সাড়ে বারোটা থেকে সাড়ে চারটে বন্ধ থাকে যখন সেই সময় আশে পাশে কোথায় ঘোরা যাবে?
Apnar uposthapona atyanta manograhi...anek dhonyabaad...ekta prasna..jodi sab mondir 12.30 pm theke 4.30 pm parjanta bandha thake tahole kibhabe sab dekhe ekdin e pherar time management kora jabe?...jodi ektu janan please..🤔🙏🙏
মন্দিরগুলি দেখতে মোটামুটি ঘন্টা দুয়েক সয়য় লাগবে । কাছাকাছিই সব । সকালের দিকে দেখুন অথবা বিকেলের দিকে চারটের পরে যান । খোলা পাবেন ।
@@AnindyasTravelogue thank you..🙏🙏
আমি অম্বিকা কানলার একজন সিটিজেন ভিডিওতে যে সমস্ত মন্দির দেখানো হয়েছে সেই সমস্ত মন্দির ছাড়াও অনেক মন্দির আছে অনেক টুরিস্ট স্পট আছে |
Ami aponer kache jante chai je kalna te kono hotel(thakber jonno) ache kina? Ebong nijer gari te gele mondirer kache parking ache kina? Aponi local citizen tai jante chailam. Nomoskar neben. Thank u.
ক্ষীরপুলি শীতকাল ছাড়া পাওয়া যায় না। এই ভিডিও অনুযায়ী ঘুরে আসলাম কালনা। বাসুদেব মন্দিরে ভোগ খেতে হলে আগেরদিন বলতে হবে। তবে ভবা পাগলা মন্দিরে আমরা দশটার সময় গিয়ে দেখি ভোগের ব্যবস্থা আছে।
Sunday jawa jbe to ...
হ্যাঁ যাওয়া যাবে । তবে বারোটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে ।
Bardhman station theke ki bhabe jabo?
Via Bandel hoye jaoa jai.
দাদা, অসাধারন লাগলো। ❤️ একটা তথ্য জানতে চাই দাদা - সকাল বেলা মন্দির খোলার সময় টা যদি একটু বলেন, তাহলে ভালো হয়। 😊
7-00 am
@@AnindyasTravelogue দাদা, অনেক ধন্যবাদ। 😊🙏
4.30 open hoye r koto somay khola thake? Sandhya belay tourist allowed?
এখন শীতকালে 4 কে থেকে 8 টা পর্যন্ত খোলা থাকে । Tourist allowed.
Apnar video altime valo lage...
Eta jodio 1 year er video...
Amra 2020 er December kalna giyeo fire asi, corona situation er jonno close chilo mondir...
Tai ekhn kar new update jodi petam valo hoto...r,ek ta katha jante chai ekhane night stay korar kono hotel er sondhan jodi apnar jana thake tahole pls share korle upokrito hoi...
ওখানে থাকার জায়গা খুব কম । তবে কালনা পৌরসভার ব্যবস্থাপনায় থাকার জায়গা আছে । ফোন নাম্বার জানা নেই । দুঃখিত । নেট সার্চ করে দেখতে পারেন ।
ঐযে মহাপ্রভু মন্দির, ভবা পাগলার মন্দির ওখানে কি রিকোয়েস্ট করলেও ভিডিও করতে দেবে না???আর বাকি অন্যান্য স্থানে কী ভিডিওর জন্য পারমিশন নিতে হয়েছে?একটু যদি বলতেন?
না, রিকোয়েস্ট করলেও ভিডিও করতে দেয় না । অন্যান্য জায়গায় ভিডিও করতে কোনো বাধা নেই ।
খুব ভালো লাগলো।
এসব দেখার জন্য কি গাইড পাওয়া যায়? কিভাবে যোগাযোগ করতে হবে।
এছাড়াও মন্দির দুপুরে বন্ধ থাকার কারণে, কোথা থেকে শুরু এবং কিভাবে শেষ করব যদি অনুগ্রহ করে জানান, বাধিত হব।
আপনি সেইভাবে কোনো গাইড পাবেন না । সবথেকে ভালো হয় স্থানীয় কোনো রিক্সা বা টোটো নিয়ে নিন । ওরা খুব সুন্দর করে ঘোরাবে । আর আমার এই ভিডিওতে কিভাবে দেখলে সুবিধা হবে পরপর সেইভাবেই জায়গাগুলোর সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া আছে । ওই বিবরণগুলি শুনে নিলে গাইডের প্রয়োজন হবে বলে মনে হয় না । রিক্সা বা টোটো কে জায়গাগুলোর একটা তালিকা করে বলে দেবেন । আরো কিছু জানার থাকলে জানাবেন ।
Good information and presentation. I now become ur member.
কোথায় ভোগ পাওয়া যায়?
কথায় থাকব এবং থাকার জায়গা আর নাম এবং ফোন নম্বর দেন ।
ও খানে কি রাতে থাকা যায়! রাতে দেখার মতো কি আছে
কালনা পৌরসভার একটি গেস্ট হাউজ আছে । সেখানে যোগাযোগ করতে পারেন । আমার কাছে ফোন নাম্বার নেই ।
@@AnindyasTravelogue ধন্যবাদ আপনাকে।
Amar khir murki valo lageni
😄😄😄
Khub valo laglo
খুব সুন্দর।
খুব সুন্দর ।