EP 10 || Madhya Pradesh || Bhimbetka || Bhojpur || ভারতের উচ্চতম শিবলিঙ্গ || ভীমবেটকার গুহাচিত্র

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 291

  • @AnindyasTravelogue
    @AnindyasTravelogue  Рік тому +1

    Madhya Pradesh (All Videos) Playlist Link : ua-cam.com/play/PLKA_QKcJDDQhYdJzlcYqf13uqMHveDZlM.html

  • @samitasamajdar7447
    @samitasamajdar7447 Рік тому +2

    ভিম্বেটকা র গুহা চিত্র দেখে সত্যিই অপূর্ব লাগলো...Jam Jam এর খাবার না খেলে ও এনজয় করলাম।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому +1

      অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন।

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Рік тому +6

    মধ্যপ্রদেশ সম্পর্কে আমাদের ধারনা আমুল পরিবর্তন করানোর জন্য অনিন্দ্য বাবুকে প্রনাম । এত ভাল উপ্সথাপনার মাধ্যমে আমদের অজানকে জানা করে দেবার এই প্রয়াসকে কুরনিশ জানালাম । পরের অধ্যায় অধীর আগ্রহে দেখব ।

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 Рік тому +1

    অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️
    (Pranab Traveller's)

  • @angshumansengupta8273
    @angshumansengupta8273 2 місяці тому +1

    অনিন্দ্যবাবু, আপনার মধ্যে কলা ও প্রযুক্তিবিজ্ঞানের এক বিরল মিশেল ঘটেছে যা আপনার সাফল্যের একটা বড় দিক বলে মনে হয়। আমি মনে করি আপনার এই অনিন্দ্যসুন্দর ভ্লগগুলি অধিকাংশের কাছেই ঈর্ষণীয় নয়, শিক্ষণীয়। অনেক শুভেছা রইলো। 🙏😊

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  2 місяці тому

      অসংখ্য ধন্যবাদ জানাই 🙏

  • @somamukherjeemukherjeesoma2413

    Jayga gulo bisesh kore bimbetka khub valo laglo r khabargulo dekhe to jive jol ese galo

  • @santanubhattacharjee1966
    @santanubhattacharjee1966 Рік тому +1

    Excellent Excellent Excellent খুব সুন্দর

  • @shibanibiswas217
    @shibanibiswas217 8 місяців тому

    ভীষণ ভালো লাগল এই পর্বটি… ভীমবেটকা যেন ইতিহাসের পাতা থেকে উঠে দাদাভাইয়ের অনবদ্য পরিবেশনায় জীবন্ত হয়ে উঠল চোখের সামনে… যত পর্ব এগোচ্ছি মধ্যপ্রদেশ নতুন রূপে ধরা দিচ্ছে আমাদের কাছে… প্রণাম দাদাভাই এই ভীমবেটকা দর্শন আর অসাধারণ বক্তব্যের জন্য🙏
    জ্যাম জ্যামে খাওয়ার ইচ্ছে কিন্তু বেড়ে গেল❤
    অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দাদাভাই ও বৌদির জন্য অসাধারণ এই পর্বটির জন্য❤

  • @sudeshnagupta1309
    @sudeshnagupta1309 Рік тому

    অপূর্ব, মন ভরে গেল এই সব অভাবনীয় সব চিত্রসম্ভার দেখে। আমাদের ভারতের এই প্রাচীন ঐতিহাসিক নিদর্শনকে সুন্দর ভাবে তুলে ধরার জন্য, ও এত সুন্দর বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই 🙏

  • @biswajitgoswami2310
    @biswajitgoswami2310 Рік тому

    পৱেৱ episode এৱ অপেক্ষায় ৱইলাম

  • @murarimohansingh7695
    @murarimohansingh7695 Рік тому +1

    আপনার ভিডিও দেখে আজ সার্থক হোলে।মধ্যপ্রদেশ গেলে অনেক সুবিধা পাবো।আপনাকে অনেক ধন্যবাদ। অসাধারণ। পরবর্তী saachi ভিডিওর অপেক্ষায় রইলাম।কাজ থেকে বাড়ী এসে ভিডিয়ো দেখে অনেক শান্তি পাই।ভালো থাকবেন।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      অনেক ধন্যবাদ 😇 সঙ্গে থেকো।

  • @abantikamajumdar4724
    @abantikamajumdar4724 Рік тому +1

    আমার এক জ্যেঠু ইতিহাসের অধ্যাপক ছিলেন। সে সময় ইন্টারনেট দুনিয়া ছিল না। তখন জ্যেঠুর মুখে গল্প শুনতাম আর মুগ্ধ হতাম। আর এখন আপনার উপস্থাপনা চোখে দেখার ইচ্ছাকে পূর্ণ করলো। 🙏🙏

  • @bansarinag2429
    @bansarinag2429 Рік тому

    ভীমবেটকা দেখলাম, অসাধারণ লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Рік тому

    Khub bhalo laglo Vimbetka .Ki asadharon sob cave paintings.Sachi Stupa khub bhalo laglo.Sotti MadhyProdesh khub baichitromoy.Bhalo thakben.

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Рік тому

    apurbo shib lingo, asadharon sob guha chitro

  • @arundhatidebnath5460
    @arundhatidebnath5460 Рік тому

    Ato sundor bhaabe bolen.. mon bhore jaaye..!! Khub bhalo legeche..👌👌👌👌🌹🌹🌹🌹

  • @gayatribhattacharya580
    @gayatribhattacharya580 Рік тому

    খুব ভাল লাগল। আমি ভীমবটকা গিয়েছিলাম। অপূর্ব

  • @mousumichatterjee611
    @mousumichatterjee611 Рік тому +1

    অসম্ভব সুন্দর বর্ণনা l ভাই, বর্ণনা আর দৃশ্য দেখে মুগ্ধ হলাম l অনেক শুভকামনা রাখলাম l মন ভরে গেলো একদম l

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏

  • @10-anindyasundarghosal_7_h2

    Amar dekha Bhimbatkar sera video, Khub khub sundar laglo

  • @suryasen1581
    @suryasen1581 Рік тому

    মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম, সুন্দর বর্ণনা আপনার, যাওয়ার ইচ্ছা রইল🙏🙏❤️

  • @sudeshnamukherjee3336
    @sudeshnamukherjee3336 Рік тому +1

    Respect to those unknown artists who made those fabulous arts. The colour of the paintings are still preserved after 30 thousand years. Just can't believe my eyes. A big thanks to you both for such a vivid description.

  • @sreelamitra6982
    @sreelamitra6982 Рік тому

    Darun lagche Madhyapradesh tour.ek kothay onobodhya 👍

  • @soumitrakhasnobis5518
    @soumitrakhasnobis5518 Рік тому

    পশ্চিম মধ্যপ্রদেশ যাওয়া হয়নি। বয়সজনিত কারণে এখন আর সম্ভবও নয়। তাই সতৃষ্ণ নয়নে চাতকের মত আপনার উপস্থাপনাগুলি তারিয়ে তারিয়ে উপভোগ করছি। তারিফ করার কোনো ভাষা খুঁজে পেলাম না। ভীমবেটকার গুহাচিত্রগুলি কত যত্ন ও পরিশ্রম করে তুলেছেন দেখেই বোঝা যায়। মনে হচ্ছে যেন সচক্ষে দেখছি। ভেবেছিলাম জীবনে হয়তো আর দেখা হবেনা। নয়ন সার্থক হোলো। অনেক ধন্যবাদ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому +1

      অসংখ্য ধন্যবাদ 🙏 আপনার লেখা পড়ে সত্যিই অনুপ্রাণিত হলাম। পরবর্তী পর্বগুলিতেও সঙ্গে থাকবেন 🙏

  • @tapasisanyal3350
    @tapasisanyal3350 Рік тому

    Khub khub khub valo lagche Modhhyoprodesh er video gulo dekhte. Thank you so much.

  • @jayashreesarkarsahajayashr6

    Dada asadhron hayeche , itihaser prati gavir valobasao rayeche , darun lagche

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন।

  • @ArundhatiBhowmik
    @ArundhatiBhowmik 11 місяців тому

    Tomar kothya puro prachin etihas ta phute utlo khub bhalo laglo❤

  • @TheAkc
    @TheAkc Рік тому

    অপূর্ব উপস্থাপনা।

  • @amitbanerjee1032
    @amitbanerjee1032 9 місяців тому

    চমৎকার উপস্থাপন।

  • @NandiniDas-u5c
    @NandiniDas-u5c Рік тому

    মন ভরা galo

  • @sujoyroy813
    @sujoyroy813 Рік тому

    সুন্দর ও উপভোগ্য

  • @tapemaj
    @tapemaj Рік тому +4

    Such an interesting episode about Bhimbetka and it’s paintings .
    Loved your explanation from the Neolithic Age to the Bronze Age and Stone Age until todays modern age where human beings are being careless with such art .

  • @nilanjanamukherjee6863
    @nilanjanamukherjee6863 Рік тому

    খুব ভালো লাগলো! শিব মন্দির অপূ্র্ব🙏 ভীমবেটকা amazing!

  • @debjaniporel4626
    @debjaniporel4626 Рік тому

    খুব ভালো লাগলো, আমি নিজে ভীমভেটকা ঘুরেছি , তবে এতো তথ্য জানতাম না , আপনার কাছ থেকে জেনে সমৃদ্ধ হলাম

  • @dhrubojyotinandy3127
    @dhrubojyotinandy3127 Рік тому

    Osombhob valo, osombhob bornona,osombhob sob kichu history...sob milie darun vabe tule dhorechen apni... 🙏

  • @jayantabrahmachary4679
    @jayantabrahmachary4679 Рік тому

    Ayto valo bollen bhimbetka nie, kichhu bolar nei. Apurbo uposthapona .

  • @manirulalam7010
    @manirulalam7010 Рік тому

    অসাধারন লাগলো,দারুনভাবে উপভোগ করেছি। বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      আপনাকেও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @abhijitsarkar464
    @abhijitsarkar464 3 місяці тому

    Puro itihas chokhe bhese uthlo aapner presentation...dhonnobad

  • @santanusahu9113
    @santanusahu9113 Рік тому

    খুবই সুন্দর

  • @DebjitOnWheels
    @DebjitOnWheels Рік тому

    yes...wall paointing ta satti unique..incomplete mandir ta complete hole bishal bapar hoto..bhimbhekta r kotha anek sunechilam...aj dekhlam..ratre shobar aage zam zam jomiye dilo..sanchi stupa darun bapar...must must must

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 ভালো থাকবেন।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Рік тому

    খুব খুব সুন্দর লাগল অনিন্দ্য দা। (from Belgharia)

  • @darkthriller69
    @darkthriller69 Рік тому

    Asadharon laglo Dada apnar video dekhle mon vore othe. Khub khub bhalo thakben Sustha thakben 🙏♥️👍👌🤗Har Har Mahadev 🙏♥️

  • @anupamabhattacharjee4728
    @anupamabhattacharjee4728 Рік тому

    Dada darun dekhlam

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 Рік тому

    ভীমবেটকা নিয়ে আপনার বর্ণনা অসাধারণ লাগলো, খুব সুন্দর। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      অসংখ্য ধন্যবাদ 😇 সঙ্গে থাকবেন ।

  • @parthasarathiadhikari674
    @parthasarathiadhikari674 Рік тому

    Osomvob sundor video

  • @MaloyKumarDas-cq5kw
    @MaloyKumarDas-cq5kw Рік тому

    খুব ভালো লাগলো

  • @PRONABKUMARBAGCHI
    @PRONABKUMARBAGCHI 4 місяці тому

    Khub valo hoyeche

  • @samratmoulik5539
    @samratmoulik5539 Рік тому

    অসাধারণ লাগলো পুরো এপিসোড। একেই বলে কন্টেন্ট। সাবস্ক্রাইব করলাম ♥️👍🏼

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 🌹

  • @dundunswonderland8587
    @dundunswonderland8587 Рік тому

    অনবদ্য।

  • @prasantasarkar4632
    @prasantasarkar4632 Рік тому

    বাংলায় যে এই ভাবে উচ্চমানের ভ্রমণ ব্লগ হতে পারে সেটি আপনি করে দেখালেন ,অনেক তথাকথিত প্রখ্যাত ব্লগারদের চেয়ে আপনার স্থান যে শীর্ষে তা বলার অপেখ্যা রাখে না ,
    মধ্যপ্রদেশ এর প্রতিটি পর্ব শুধু অসাধারণ নয় ,আপনার উপস্থাপনার গুনে স্মরণীয় হয়ে থাকবে ,আন্তরিক অভিনন্দন জানাই

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏

  • @biswanathmondal7721
    @biswanathmondal7721 Рік тому

    এক কথায় অসাধারণ লাগলো

  • @sandtvlogs8227
    @sandtvlogs8227 Рік тому

    Khub bhalo laglo

  • @jayantabose9001
    @jayantabose9001 Рік тому

    Khub bhalo.

  • @rupaliroychowdhury4034
    @rupaliroychowdhury4034 Рік тому

    Darun laglo

  • @sandipbhowmik9347
    @sandipbhowmik9347 Рік тому

    প্রচুর ঘুরেছি পুরো ভূপাল।।
    আমার প্রিয় একটা জায়গা..
    আমি ভূপালে এম প নগরে থাকি..

  • @saikatsaha8003
    @saikatsaha8003 Рік тому

    Darunnn laglo ....

  • @sumitrabhattacharya7480
    @sumitrabhattacharya7480 Рік тому

    Darun

  • @gourabchatterjee3156
    @gourabchatterjee3156 Рік тому

    Bhopal porbo biriyani r kabab sahajoge bhaloi laglo,sanchir jonyo wait korbo,du-jonkei namaskar janalam.

  • @kaushikbannerjee7711
    @kaushikbannerjee7711 Рік тому

    Darun.

  • @positiveandoptimisticvive3816

    স্যার, ভিডিওতে ভিম্বেটকা পোরসানটা বেশ ভাল হয়েছে।

  • @biplabchakraborty1205
    @biplabchakraborty1205 Рік тому

    Osadharon laglo video ta 👍👍👍

  • @narayanaru4869
    @narayanaru4869 Рік тому

    Very nice,Thank you.

  • @siprabanerjee-9378
    @siprabanerjee-9378 12 днів тому

    Khub valo laglo

  • @rajibmondal6198
    @rajibmondal6198 Рік тому

    Excellent Video Dada,
    Amio Apnar sathe MP tour ta Enjoy korchi

  • @tapasisamantha2301
    @tapasisamantha2301 Рік тому

    Heart touching experience.

  • @rajusaha3453
    @rajusaha3453 Рік тому

    ভীম বেটকা দারুন উপভোগ করলাম। আজ সারাদিন টেট পরীক্ষার ডিউটি দেওয়ার পর ক্লান্ত ছিলাম। কিন্ত আপনার ব্লগের অপেক্ষায় ছিলাম তাই আপনাকে sms ও করলাম ।দেখার পর সারাদিনের ক্লান্তি দূর হল।এই ভাবে মানস ভ্রমণ করিয়ে যাবেন। ধন্যবাদ। 🙏

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      আমি তোমার মেসেজ পেয়েছি । তবে সেই সময় ভিডিও আপলোডের কাজে ব্যস্ত ছিলাম । খুব ভালো লাগলো 🌹🥰

  • @shyamaldey9072
    @shyamaldey9072 3 місяці тому

    2006 a Bhimbetka giyechilum kintu apner information er janye interest niye dekhlum.Apni khub culture koren .Thank you.

  • @soumyadeepghosh8405
    @soumyadeepghosh8405 Рік тому

    Great presentation. Eagerly waiting for next episode.

  • @SmilewithAbhiSree
    @SmilewithAbhiSree Рік тому

    Sotti osadharon apnar video dekhe saradiner klanti dur hoye gelo 😍

  • @anuproy8093
    @anuproy8093 Рік тому

    Informatic video🙏🙏

  • @mitaghosh5962
    @mitaghosh5962 Рік тому

    খুব ভালো খাবার গুলো চেখে দেখার ইচ্ছে র ইল।🥰

  • @sonalibanerjee9060
    @sonalibanerjee9060 Рік тому

    দারুণ লাগছে দাদা মধ্য প্রদেশ ভ্রমণ 👍ভালো থাকবেন দাদা আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম 🙏🙏

  • @pueroy1771
    @pueroy1771 Рік тому

    Just osadharon.....khub bhalo laglo...apnar video...apner vlog ar jonno opekha kori...khub sundor bolen....next week jabo apnar video dakhea onak kichue help holo .... thanks

  • @mousumimukherjee8230
    @mousumimukherjee8230 Рік тому

    Apurbo dada video

  • @ayansengupta6848
    @ayansengupta6848 2 місяці тому

    ❤ excellent presentation, eto details information dewar jonno aro bhalo lagche

  • @manoshichakraborty1956
    @manoshichakraborty1956 Рік тому

    Darun lagol dada👌👌💐

  • @barnalisrimani6947
    @barnalisrimani6947 6 місяців тому

    Sambalpur e o rastar dui pas sajano
    Ki je santi hoy chokhe dekhe!
    Jaihok Sir ekta kotha na bollei noy je! Any day you will get National award on travelogue! দারুণ just দারুণ

  • @sobhankumarchakraborty3745
    @sobhankumarchakraborty3745 Рік тому

    Speechless Unic Awesome 👌

  • @motilalayan
    @motilalayan Рік тому

    I m mesmerized Anindya....Bhimbhetkar itihas dekhe...ar tomar history lesson er to kono kotha hoy na...next level...Zamzam er khabar khub bhalo hoy...as far as i remember Bhopal e ota Biriyani bola hoy na..otake BIRIYAN bola hoy...

  • @pratulkumarbarua8338
    @pratulkumarbarua8338 Рік тому

    EXCELLENT TOUR, WAITING EAGERLY FOR THE NEXT EPISODE.

  • @saumenmandal3949
    @saumenmandal3949 Рік тому

    description of rock classification & history is very much unique reprentation

  • @jitnandy8356
    @jitnandy8356 Рік тому

    Wonderful narration....simply love it

  • @debashiskumarbasu3531
    @debashiskumarbasu3531 Рік тому

    Excellent

  • @mkghoshpersonal
    @mkghoshpersonal Рік тому +1

    খুব ভালো লাগলো। এই পর্বে যে ট্যূর সাজেশন দিলেন, সেরকম বাকি পর্বগুলো তে দিলে বড় সুবিধা হবে মধ্যপ্রদেশ ঘুরতে।
    ভালো থাকবেন।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      সমস্ত পর্বে তো আর একই ট্যুর সাজেশন বারবার দেওয়া যায় না । আপনি পর্বগুলো পরপর দেখলে বুঝতে পারবেন । যেমন মধ্যপ্রদেশের দ্বিতীয় পর্বে বিস্তারিত মধ্যপ্রদেশের বিভিন্ন দিকের ভ্রমণ সম্পর্কে বলা আছে ।

  • @kallolmukherjee1900
    @kallolmukherjee1900 Рік тому

    Proud of you and your blog.
    একদম এই রুটেই বেড়ানোর পরিকল্পনা, স্বপ্ন ভেস্তে গেল গত মাসে। অর্থ নষ্টও কম হলো না। আপনি কল্পনার জায়গা দেখিয়ে ক্ষতে প্রলেপ দিলেন। খুব কষ্ট হল ভীমবেটকা দেখতে। যেতে কি আর পারবো !
    বিদিশাও ছিল আমার প্লানে। সে যাই হোক, অনবদ্য আপনার উপস্থাপনা। এগিয়ে চলুন। আমরাও সমৃদ্ধ হই ভ্রমণের মধ্যেদিয়ে।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      জানিনা কেন যেতে পারেননি । তবে সময় করে অবশ্যই ঘুরে আসবেন । অনেক ধন্যবাদ 🙏

  • @debabrataseal4945
    @debabrataseal4945 Рік тому

    Excellent.

  • @sabbyasachisen5887
    @sabbyasachisen5887 Рік тому

    অপূর্ব.... Such a informative presentation 👏👏👏👏.... too good 😍😍🙏🙏

  • @supriyamondal1608
    @supriyamondal1608 Рік тому

    Very nice

  • @parthamukhopadhyay7709
    @parthamukhopadhyay7709 Рік тому

    Very impressive tour

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 Рік тому +1

    আপনার ভিডিও ভালো লাগতে বাধ্য তাই ভালো লেগেছে। প্রত্যেকবারই মনে হয় আপনি বোধহয় বলবেন যে এটাই শেষ পর্ব কিন্তু যখন বলেন যে এর পরের পর্বে.... তখন স্বস্তির শ্বাস ফেলি। আপনি অনেক অনেক ভ্রমণ করুন আর ভিডিও করুন৷ আর আমাদের আনন্দ দিয়ে যান। কথাটা একটু স্বার্থপরের মতো লাগলো তাই না? নিজগুণে মার্জনা করে দেবেন। ❤️❤️❤️

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому +2

      আপনি নিশ্চিন্ত থাকুন 😄 মধ্যপ্রদেশে অনেক বড় রাজ্য । এত সহজে শেষ হওয়ার নয় 😂

  • @worldofsaptarshi
    @worldofsaptarshi Рік тому

    Ek ek kore Madhya Pradesh series er sob koti porbo dekhchi ar mugdhoooo hocchi. Jamon oshadharon bornona, temon monomugdhokor background music o editing.... ❤️❤️🙏 Bangla travel vlog er সোনার খনি ei channel ❤

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому +1

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন । সঙ্গে থাকবেন 😍

  • @dwbardhan
    @dwbardhan Рік тому

    Very well researched and well edited vlogs. Hats off to you!! 👍

  • @manishbaruah5574
    @manishbaruah5574 Рік тому

    Anoboddo ❤

  • @atishdey369
    @atishdey369 Рік тому

    দারুন দারুন। মধ্যপ্রদেশ কে এই ভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রাপ্য। আপনার মুখে ইতিহাসের বর্ণনা শুনতে দারুন লাগে। মনে হয় জায়গা গুলোকে যেন হাতের তালুর মতন চেনেন আপনি ।। ভালো থাকবেন দাদা। সাঁচি র অপেক্ষায় থাকলাম

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন 🌹

  • @parthasarathimukherjee2960
    @parthasarathimukherjee2960 Рік тому +1

    Historically important জায়গাগুলোর বিবরণ আপনার রুচিসম্পন্ন, মার্জিত আর সর্বোপরি আপনার oratorical skill এর জন্য অত্যন্ত ভাল লাগে সাথে সাথে বহুল পরিমাণে জ্ঞানালোকিতও হই।মহারাষ্ট্রের অজন্তা-ইলোরা visit করে থাকলে একটু Description টা দেবেন।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      Thank you so much. Yet I haven't gone to Ajanta. You can follow Shibaji's vlog.

  • @abhiroopdatta001
    @abhiroopdatta001 Рік тому

    Darun❤️

  • @swarnadeepbreaki
    @swarnadeepbreaki 3 місяці тому

    somproti madhyapradesh jabar kotha vabchi....apnar video gulo ready reference er kaj korche...khub sundor lagche....onnek dhonnobad eto ta khete amader jonno information gulo debar jonno

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  3 місяці тому

      Thank you so much 😊 Playlist থেকে এপিসোড অনুসারে পরপর ভিডিওগুলি দেখলে সুবিধা হবে ।

    • @swarnadeepbreaki
      @swarnadeepbreaki 3 місяці тому

      @@AnindyasTravelogue ha...episode dhore dekhe dekhei puro trip ta amrao plan korechi...

  • @nilaymahapatra8151
    @nilaymahapatra8151 Рік тому

    Too good

  • @AbhishekGupta88622
    @AbhishekGupta88622 Рік тому

    Excellent..

  • @saibalmallick1229
    @saibalmallick1229 Рік тому

    Enjoying so much... all the places I didn't know... I will take my family... to show how advanced the history was

  • @sumankundu9664
    @sumankundu9664 Рік тому

    পঞ্চম শ্রেণীর ইংরেজি টেক্সট বই তে একটা chapter এ ভিম্বেটকা জায়গাটির উল্লেখ আছে , যেখানে কেন্দ্রীয় চরিত্র ফুলমণি যে কিনা একটি সাঁওতালি মেয়ে সে তার শিক্ষকের কাছে প্রাচীন ভারতের সুন্দর সুন্দর স্থাপত্য ও ভাস্কর্য ও গুহাচিত্র এর কথা শুনে অবাক হয়ে যায় । Phulmani 's India , সরকারি বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক হওয়ার সুবাদে এবং ইংরেজি বইতে প্রাচীন ভারত নিয়ে একটা chapter পড়াতে গিয়ে এই জায়গাটির নামের সাথে পরিচিত আমি । আজ নিজের চোখে দেখে ভীষণ ভাল লাগছে । উল্লেখ্য ছোটবেলায় যখন বাবা মার সাথে মধ্য প্রদেশ ভ্রমণে গিয়েছিলাম তখন কিন্তু এই জায়গা টি আমরা যাইনি। আপনার উপস্থাপনা অসাধারণ বললেও কম বলা হবে ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 অনুগ্রহ করে সঙ্গে থাকবেন ।