Nitu Tomake Valobashe | Bangla Telefilm | Humayun Ahmed | Zahid Hasan, Shomi Kaiser, Mahfuj Ahmed

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2017
  • Subscribe Now link: goo.gl/MHzQ0b
    Drama Name - Nitu TomakeValobashe
    Major Cast - Zahid Hasan, Shomi Kaiser, Mahfuj Ahmed, Humayun Faridi,Abdul Kader, Shanta Islam, Faruque Ahmed, Dr. Ejajul Islam,Golam Mustafa,Ali Jaker, Dilara Zaman, Najmul Huda Bachchu, Shatodal Barua Bilu, Athin, Dr. Karim
    Story Screenplay - Humayun Ahmed
    Direction - Humayun Ahmed
    Chief Assistant Director - Saalah Uddin Sanowar
    Cinematography - Kamal Hossain
    Editing - Akter Hossain
    Music Direction - Mooqsud Jamil Mintu
    Genre - Drama (Telefilm)
    Producer - Nuhash Chalachittra
    Label - Laser Vision
    Story Time: 2:02:21
    Watch Exclusive Video - • Samanno Shombol By Bel...
    Watch More - goo.gl/ba3hkr
    Come Join Us for More Entertainment!! Visit our Official site: www.laservisionbd.com
    ** ANTI-PIRACY WARNING ** This content's Copyright is reserved for Laser Vision Ltd. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
    (C) 2016 Laser Vision Ltd.
    Also Find us on Social Media;
    G+ Laser Vision: plus.google.com/+LaserVisionTv
    Facebook Page: / laservisionlimited
    Twitter Official: / laservisionbd
    Pinterest: / laservisionbd
    Online Partner:
    Meta Tunes - metatunes.my
    Laser Vision Official Address:
    Bangladesh Address: 1st Floor,300/5/A/1 Bir Uttam C R Dutta Sarak Dhaka-1205, Bangladesh.

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @tusharroy5799
    @tusharroy5799 4 роки тому +913

    একজন মানুষের অনুপস্থিতিতে বাংলাদেশের নাটকের বারোটা বেজে গেছে।এখন যারা নাটক নির্মান করেন তাদের এই নাটক গুলো দেখা উচিত। নাটক কাকে বলে।প্রিয় হুমায়ন স্যার আপনার শুন্যস্থান পুরন হবার নয়।

    • @user-xb5yf5vf1v
      @user-xb5yf5vf1v 4 роки тому +8

      সত্য...

    • @mohrielsheikh29
      @mohrielsheikh29 3 роки тому +19

      বাংলাদেশের নাটকের কোনোদিন ১২ টা বাজেনি।
      আপনার কাছে যেটা ভালো লাগে না,সেটা অন্যের কাছে ভালো লাগতে পারে

    • @tusharroy5799
      @tusharroy5799 3 роки тому +30

      সাম্প্রতিক সময়ে কয়টা নাটক দেখেছেন?নাম বলতে পারবেন?দাগ কাটার মত নাটক বা দর্শকমুখি নাটক।আর এভাবে অন্যের কমেন্টে হুমরি খেয়ে পড়ার অভ্যাস ত্যাগ করেন।

    • @mohrielsheikh29
      @mohrielsheikh29 3 роки тому +3

      @@tusharroy5799
      হুমরি খেয়ে পড়িনি
      কমেন্ট ভালো লাগেনি,তাই উত্তর দিয়েছি

    • @mohrielsheikh29
      @mohrielsheikh29 3 роки тому +10

      @@tusharroy5799
      বড় ছেলে
      বেকার
      বুকের বা পাশে
      ইতি.. মা
      নীলপরী নীলাঞ্জনা
      মন ফড়িংয়ের গল্প
      তুমি যদি বলো
      শেষ পর্যন্ত
      ভিকটিম
      কেনো
      কখনো না কখনো
      ছেলেরাও কাদে
      পুরুষের কান্না
      কাদবো না
      আরও অনেক আছে

  • @hafezkhaledsaifullah4593
    @hafezkhaledsaifullah4593 2 роки тому +48

    আমি নাটক দেখায় অভ্যস্ত নয়।
    বন্ধু আরিফের অনুরোধে দেখতে এসে বাস্তবতার প্রেমে পড়ে গিয়েছি।
    এসব দেখার পর বর্তমানে নির্মিত নাটকগুলো তুচ্ছ মনে হয়।
    দিনগুলো আসলেই সোনালী ছিলো।

  • @duruschannel
    @duruschannel 2 роки тому +306

    হুমায়ূন আহমেদের নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে, কোনো নায়ক কিংবা নায়িকা থাকে না। সবাই নায়ক সবাই নায়িকা।

    • @reshmita4903
      @reshmita4903 2 роки тому +18

      তিনি সবাইকে সমান গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলেন, এটাই হওয়া উচিৎ

    • @brown_shark706
      @brown_shark706 2 роки тому +12

      কারণ উনি নিজেই ছিলেন নায়ক।

    • @Onnotomo23
      @Onnotomo23 Рік тому +5

      কমেন্টটা ভালো লাগলো

    • @arupbanerjee6790
      @arupbanerjee6790 Рік тому +2

      সঠিক বলেছেন দাদা। আচ্ছা নাটকের প্রথম সিনে ফুটপাতে বেহাল তে যে গানের সুর টা বাজছে সেই গানের কথা গুলি যদি একটু দয়া করে কেউ জানান তো খুব উপকৃত হব।

    • @sumonali6714
      @sumonali6714 Рік тому +2

      মনের কথা ভাই😊😊😊

  • @sakirsulov5810
    @sakirsulov5810 2 роки тому +93

    2022 সালে এসেও খুজে খুজে হুমায়ুন আহমেদের নাটক গুলা দেখি। বিশ্বের আর কোথাও, আর কোন ডিরেক্টর নামে বোধ হয় নাটক সিনেমা চলে না শুধু হুমায়ুন আহমেদ ছাড়া। সাধারণ একটা ঘটনাকেও কতটা অসাধারনভাবে ফুটিয়ে তুলেন তিনি♥

    • @dahiaahmed4424
      @dahiaahmed4424 2 роки тому

      সত্যি অসম্ভব সুন্দর নাটক।

    • @sakirsulov5810
      @sakirsulov5810 2 роки тому

      @@dahiaahmed4424 hm

    • @50hell
      @50hell 2 роки тому

      এই যে আমি 😒😒 এখনো খুঁজি আর দেখি

    • @sakirsulov5810
      @sakirsulov5810 2 роки тому

      @@50hell same vai

  • @yousufsarkar6211
    @yousufsarkar6211 4 роки тому +583

    অবুঝ থাকতে, আগের যুগের শেষটা একটু দেখেছিলাম।এখন বুঝ হবার পরেও সেই আগের যুগটা খুঁজে বেড়াই।সময় পেলে সেই পুরনো গান, নাটকে হাড়িয়ে যাই।কারা আছো আমার মতো, সাড়া দাও।

  • @dorpok2137
    @dorpok2137 4 роки тому +48

    প্রতিটি শিল্পী তার সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন।কোথাও এতটুকু বিরক্তিকর মূহুর্ত নেই। আহা কি সোনালী দিন ছিল বাংলাদেশের চলচ্চিত্রে, টেলিফিল্মে, নাটকের।ভালোবাসা রইলো-হুমায়ূন আহমেদ স‍্যার।

  • @sakibhasan3736
    @sakibhasan3736 3 роки тому +408

    আজ থেকে ২২ বছর আগেও এই নাটক যারা দেখেছেন তারা মুগ্ধ হয়েছিল, আজ যারা দেখেছেন তারা মুগ্ধ হয়েছে এবং আজ থেকে ২২ বছর পরেও মুগ্ধ হয়ে দেখবেন এবং এই মন্তব্য পড়বেন আমি নিশ্চিত 💞💞💞

  • @habibrahman9832
    @habibrahman9832 Рік тому +41

    নক্ষত্রের রাত নাটকে মনিষা চরিত্রে অভিনয় করা শমি কায়সারের অভিনয় সত্যি অসাধারন।।।
    তার মায়াবি হাসি ও সাবলিল অভিনয় আমাকে মুগ্ধ করেছে,,,,
    এমন অভিনয় আজ আর দেখা যায় না।
    অসাধারণ,, ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার কে

    • @soniaakter2534
      @soniaakter2534 11 місяців тому

      right

    • @armanshohag1784
      @armanshohag1784 4 місяці тому

      Right vai...ore ovinoy

    • @fahimaakter6584
      @fahimaakter6584 Місяць тому

      নক্ষত্রের রাত নাটকে সত্যি এত নিখুত অভিনয় এত নিখুত গল্প কাহিনী।
      আমার মনে হয় বাস্তব জীবনে এমন হওয়াটাই উচিত।আমার হৃদয় কেড়েছে নক্ষত্রের রাত

  • @SimonMohaimin
    @SimonMohaimin 4 роки тому +35

    কিছু কিছু সৃষ্টি কখনও পুরোন হয় না। আজ এই নাটকের কতগুলো মানুষ বেঁচেও নেই। আল্লাহ তাঁদের সবাইকে বেহেশত দান করুক।

  • @androidhelpme2084
    @androidhelpme2084 4 місяці тому +4

    ঘুমিয়ে পড়েছে চাঁদ, আকাশের সব তারা ঘুমিয়ে পড়েছে।। একটা সময় ছিল রেডিওতে রাত দশটায় অনুরোধের আসরে এই গানটা শুনতাম। খুবই ভাল লাগত।এখনও শুনি ইউটিউবে।।

  • @mamunjaman618
    @mamunjaman618 Рік тому +4

    হুমায়ুন আহমেদের সব নাটক দেখেছি প্রায়, অন্ধভক্ত আমি স্যারের। আহা কি মনোমুগ্ধকর, সবলীন, শুদ্ধ উচ্চারণ, সামাজিকতায় মুগ্ধ। সারাজীবন এসব নাটক দেখে কাটিয়ে দেবো বর্তমানের নাটক দেখিনা আর একদমি।

  • @syedarojinasultana8872
    @syedarojinasultana8872 3 роки тому +17

    আমার এই পছন্দের নাটকটি যিনি আপলোড করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ থাকলো শমী কায়সার এবং মাহফুজ আহমেদ অভিনীত পান্থ জনের সখা নাটকটি আপলোড করার জন্য।

  • @samzihadi4008
    @samzihadi4008 6 років тому +425

    নাটক কাকে বলে কত প্রকার ও কী কী তা সবার শ্রদেয় হূমায়ন অাহমেদ স্যার অনেক বছর অাগেই বুঝিয়ে দিয়েছিলেন।বর্তমানের সময়ের পরিচালকের জন্য হূমায়ন অাহমেদ অন্যতম সেরা অাদর্শ স্বরূপ। হূমায়ন স্যারের জন্য অশেষ দোয়া রইল।

  • @RaSeL-1971
    @RaSeL-1971 5 років тому +160

    কি সুন্দর নাটক উপহার দিয়ে গেলেন হুমায়ুন স্যার।
    আজকে নিয়ে কতবার যে দেখলাম, তারপর ও যেন মনে হয় প্রথম দেখতেছি। একমাত্র হুমায়ুন আহমেদ স্যারের পক্ষেই সম্ভব এইরকম মানসিকভাবে শান্তি পাওয়া নাটক বানানো।

    • @halemapriya9302
      @halemapriya9302 5 років тому +1

      ami...

    • @RaSeL-1971
      @RaSeL-1971 5 років тому

      halema priya
      দেখতে থাকুন,
      নিশ্চয় ভালো লাগবে।

    • @11minuteschool7
      @11minuteschool7 5 років тому +1

      ŘąŚëŁ TuBe আমি দেখছি,,,১২/১২,২০১৮

    • @RaSeL-1971
      @RaSeL-1971 5 років тому +1

      @@11minuteschool7
      দেখতে থাকুন,
      নিশ্চয় ভালো লাগবে।

    • @11minuteschool7
      @11minuteschool7 5 років тому +1

      ŘąŚëŁ TuBe খুব ভালো লাগলো আর কি হুমায়ূন আহমেদের নাটক আছে থাকলে বলেন pls,

  • @azlynahmed1412
    @azlynahmed1412 3 роки тому +28

    কি ছিলো নাটকের আর অভিনেতাদের quality,
    আর আজ কি হলো?
    এতো স্মার্ট জাতি থেকে এতো খেত হয়ে গেলাম কিভাবে?

  • @hafizislam9420
    @hafizislam9420 2 роки тому +183

    নক্ষত্রের রাত দেখার পর শমী কায়সারের মায়াবী অভিনয় আমাকে মুগ্ধ করেছে।

  • @billalhossen9487
    @billalhossen9487 4 роки тому +62

    সব শক্তিমান অভিনেতা ও অভিনেত্রীরা এক সাথে। দারুন।এমন হৃদয় ছোয়া নাটক আজ আর নেই। যেমন সামাজিক,পারিবারিক তেমনি রোমান্তিকও সত্যি অসাধারন

    • @powerload6295
      @powerload6295 Рік тому +3

      আপনার দেখা উচিত নক্ষত্রের রাত নাটক তাহলে বলতেন আসলেই নক্ষত্রের রাত সেরা নাটক পরিবারের অভ্যন্তরীণ বিষয় তুলে ধরা হয়েছে নাটকে
      হুমায়ুন আহমেদ মানেই অল্পতেই তৃপ্ত তার নাটক ছাড়া অন্য কারো নাটকে সেই স্বাদ পাওয়া সম্ভব নয়

  • @shahiduzzamansalim3879
    @shahiduzzamansalim3879 4 роки тому +68

    নাটক টা শেষ হওয়ায় বার বার মনে হচ্ছে কেন শেষ হল। মনে হচ্ছে এখুনি আবার দেখি আর দেখার সময় যেন মনে হয় যাতে নাটকটি আমি দেখি নি। সত্যি অসাধারণ নাটক। অসাধারণ সবার অভিনয়। আর হ্যা নাটকের নায়িকা নির্বাচন একদম অতুলনীয়।।।।

  • @Sakil-H0ssain
    @Sakil-H0ssain 3 роки тому +37

    কত চমৎকার নাটক তৈরি হত আমাদের দেশে কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এখন আর হয়না।
    ২ ঘন্টার নাটকে একটুও বিরক্ততা আসেনা অন্যদিকে এখনকার ৪০ মিনিটের নাটকে বিরক্তই লাগে ৮০ মিনিট।

  • @MSUMON_07
    @MSUMON_07 3 роки тому +7

    আগেও একবার দেখেছি।
    ২০২১ এ এসেও দেখলাম। মনে হলো নতুন একটা নাটক দেখলাম, পুরনো হবার নয়।
    নির্মাতা আর অভিনয় শিল্পীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা রইলো এমন মাস্টারপিস উপহার দেওয়ার জন্য।
    শমী ম্যাম জাহিদ স্যার 💚💚
    ড.এজাজ, ফারুক আহমেদ, শামীমা নাজনীন হুমায়ুন স্যারের অনবদ্য সৃষ্টি 💚 বর্তমানের নির্মাতাগন এমন নাটক দেখে যদি কিছু শিখতো👌
    এপার ওপার দুপারের মানুষগুলাই ভালো থাকুক 💚❤️

  • @sadiyaislam5768
    @sadiyaislam5768 4 роки тому +9

    Shanta Islam, Abdul Kader, Jahid Hasan, shomi Kaysar, Ali Zaker, Golam Mustafa, Dilara Zaman, Shamima Naznin, Dr. Ezaz - kake rekhe kar kotha boli? Sobai just awesome!!! Hat's of Humayun Sir....

  • @raki8674
    @raki8674 4 роки тому +83

    তূচছ বিষয় নিয়ে ভাববেনা, এতে মন ছোট হয়। Great lesson.

  • @Amirhamza-tb3iw
    @Amirhamza-tb3iw 3 роки тому +50

    আমি সময় পেলেই হারিয়ে যাই .. শ্রদ্ধেয়"" হুমায়ূন "" স্যারের রেখে যাওয়া ভালোবাসার বিশালতায়।।।

  • @mostakinmia7235
    @mostakinmia7235 2 роки тому +12

    হুমায়ুন আহমেদ
    এমন কিংবদন্তি আর আসবে না ।
    লালন করি এই প্রিয় মানুষটাকে নিজের ভিতর ♥️😍

  • @princemahmud6541
    @princemahmud6541 5 років тому +237

    হুমায়ুন আহমেদ এর নাটকে হুমায়ুন ফরিদী-দুজনেই আজ না ফেরার দেশে ꫰আমরা তোমাদের ভুলবো না ꫰

    • @mominulislam5001
      @mominulislam5001 3 роки тому +2

      আজ আলী জাকের স্যার ও না ফেরার দেশে চলেগেছেন ২৭/১১/২০২০।

    • @AlomgirHossain-dx7bb
      @AlomgirHossain-dx7bb 3 роки тому +1

      আব্দুল কা‌দের স্যার ও

  • @mdranamolla2845
    @mdranamolla2845 5 років тому +61

    তৃতীয় বারের মতো দেখছি। বিটিভি আর স্যার এর নাটকগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখছি! কী করবো? স্যার এর নাটকগুলো দেখার পর বর্তমান সময়ের এই আবর্জনাগুলো আর হজম হয়না! আফসোস স্যার চলে গেছেন, তাই বলে তার কাছাকাছি কাজের হাত একটা ইনডাস্ট্রিতে একজনও থাকবে না?
    এটা দুঃখ এবং হতাশাজনক!
    দেখি, নিজের কনফিউশন দুর করতে পারলে নাটকে ডিরেকশন দেওয়ার করার ইচ্ছা আছে।
    ওপারে ভালো থাকবেন স্যার।

    • @zahangiralom663
      @zahangiralom663 2 роки тому +1

      বুক ভরা বিশ্বাস নিয়ে বলছি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম যদি দেখতেন হুমায়ুন আহমেদ এর সৃষ্টি এত রহস্যময় তবে তারাও বাংলা সাহিত্যের সম্রাট হুমায়ুন আহমেদ স্যারকে মাথায় তুলে রাখতেন। অবশ্যই রবী, নজরুল বিশাল বড় মাপের কবি সাহিত্যিক তবে হুমায়ুন আহমেদও তাদের চেয়ে কম নয়। আপনারা কি জানেন, রবীন্দ্র নজরুল পরবর্তী দুই বাংলার শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক ছিলেন হুমায়ুন আহমেদ। অামি ভেবে পাইনা বাঙালি ও বাংলাদেশের সমাজের প্রতিটি ধুলিকণার আবেক তিনি কিভাবে অর্জন করতে পারলেন? বলতে গেলে এমন কোন চরিত্র নেই যেই চরিত্র তিনি লিখে যেতে পারেননি। সকল চরিত্র তিনি লিপিবদ্ধ করে গেছেন। জনাব হুমায়ুন আহমেদ স্যারের নাটক মানে সুস্থ বিনোদন ও বাঙালি জাতিকে দেশ, সমাজ, মাটি ও মানুষের কথা তুলে ধরা। যেকম রম্য চরিত্র, সেরকম ট্রাজেডি, সেরকম জ্ঞানমূলক বাণী এ যেন তিনি বাঙালির সব আবেক একাই বুঝতে পেরেছিলেন। তার নাটক বা উপন্যাসে কোন ভারামি,ভনিতা বা জোর করে হাসানোর প্রয়োজন হয়নি শুধু রম্য কথামালার দ্বারাই এটা সম্ভব হয়েছে। যদিও ক্যান্সারে তাড়াতাড়ি বাঙালিদেরকে ছেড়ে চলে গিয়েছেন।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
      যদিও তাড়াতাড়ি পরপারে চলে গেছেন তবু্ও আমরা ভাগ্যবান যে, হুমায়ুন আহমেদ এর মত সাহিত্য সম্রাটকে বাংলাদেশ পেয়েছে। 🇧🇩🇧🇩 অাল্লাহ পাক যেন স্যারকে ক্ষমা করে দেন আর জান্নাতুল ফেরদৌস দান করেন। খুব কষ্ট হয় কেন জানি মহান আল্লাহ পাক বাংলাদেশের সম্পদ গুলো তাড়াতাড়ি নিয়ে নেন? হুমায়ুন আহমেদ, সুকান্ত ভট্টাচার্য, জহির রায়হান, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, ইত্যাদি নক্ষত্রগুলো অতি তাড়াতাড়ি চলে গেছেন পরপারে। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুন।

    • @sodoorschowmuhani6677
      @sodoorschowmuhani6677 6 місяців тому

      Apnar porichalito natok kobe dekbo??

  • @fahadchowdhury3531
    @fahadchowdhury3531 2 роки тому +281

    গোলাম মোস্তুফা স্যার নাই
    ফরিদি ভাই নাই
    কাদের ভাই নাই
    আলী জাকের ভাই নাই
    ভালোবাসার হুমায়ূন স্যার নাই
    😭😭😭😭😭😭😭
    ২০২২ এ এই নাটক কে কে দেখছেন।
    সবাই দোয়া করবেন আল্লাহ্ যেনো তারা সবাইকে জান্নাতের উচ্চমাকান দান করেন আমীন

    • @AminulIslam-sy3jd
      @AminulIslam-sy3jd 2 роки тому +1

      Me

    • @parumaksuda5589
      @parumaksuda5589 2 роки тому +1

      Me too.

    • @mariarozario6561
      @mariarozario6561 2 роки тому +8

      সত্যি বলছি আমি ও এই নাটকটি দেখতে দেখতে ওনাদের কথা ই ভাবছিলাম আজ ওনারা কেউ বেঁচে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।

    • @arafatislamploton9128
      @arafatislamploton9128 2 роки тому +13

      ভাই জান্নাতের উচ্চ মাকাম যে চাচ্ছেন ওনারা ইসলামের জন্য কি করছে? হ্যাঁ আমাদের পছন্দের মানুষ তাই ওদের জন্য ক্ষমা চাইতে পারি, জান্নাত ও পাক এমন দোয়া করি

    • @ehshanahmed8084
      @ehshanahmed8084 2 роки тому +3

      Saleh ahmed nai,

  • @mdzakirliton4075
    @mdzakirliton4075 3 роки тому +13

    উফফফ !!! কি অসাধারণ দৃশ্য!! একজন হ্যান্ডসাম ছেলে সিগারেট মুখে নিয়ে দেয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানো নিয়ে ব্যাস্ত, কিন্তুু আগুন জ্বালাতে পারছেনা, এটা দেখে উপর তলায় থাকা একজন রুপবতী তরুণী উপর তলা থেকে দেয়াশলাই ছুড়ে হ্যান্ডসাম ছেলেটির হাতে দিলো ।।

  • @minarboksh211
    @minarboksh211 6 років тому +50

    হুমায়ুন স্যারের কোনো তুলনা নাই, স্যার কে খুব মিস করি পরপারে ভালো থাকবেন।

  • @NAZRULISLAMKULAURA539
    @NAZRULISLAMKULAURA539 5 років тому +86

    বাংলাদেশে বিটিভি চেনেল এখনো আছে,কিন্তু আগের মত আর কেউ দেখে না,তার কারন এখন আর আগের মত এই ধরনের নাটক তৈরি হয় না বলে!!! মিস ইউ হুমায়ুন আহমেদ ♥♥♥

    • @rdilve8151
      @rdilve8151 2 роки тому

      ❤️❤️❤️

    • @rdilve8151
      @rdilve8151 2 роки тому

      Best❤️

    • @sumonali6714
      @sumonali6714 Рік тому

      কথাটা ভূল বললেন। ভাল নাটকের অভাবের জন্য বিটিভি দেখা বন্ধ হয় নি। আগে বিটিভিতে কোন দলীয় রাজনীতির আশ্রয়াগার ছিল না।
      আর এখন দালালি ছাড়া কিছুই করে না। তাই মানুষ আর বিটিভি দেখে না। বিটিভি কোন রাজনৈতিক দলের জন্য তৈরী হয় নি। দেশের সাধারণ মানুষের সবার জন্য তৈরী হয়েছে।

  • @AshikKhan-kt6mz
    @AshikKhan-kt6mz Рік тому +49

    নাটক গুলো দেখলেই মন ভালো হয়ে যায়, তাই প্রতিদিন আমি একটা করে নাটক দেখি আর উপলদ্ধি করি কি সুন্দর ছিলো সেই সময় গুলো 🌼

  • @sarajitkumarsen1605
    @sarajitkumarsen1605 3 роки тому +14

    করোনা য় এই অভূতপূর্ব পরিস্থিতি তে বাঙালি র একমাত্র অবলম্বন হুমায়ূন আহমেদের এই নাটক গুলো, যা দেখলে এই বিষাদের মধ্যেও মন কিছুটা ভালো হয়ে যায়। - পশ্চিমবঙ্গ থেকে।

    • @antaraanikapiya
      @antaraanikapiya 2 роки тому +1

      west bengal e lokjon humayun ahmed er natok er shathe ki familiar? ami vabsilam Bangladeshi kono channel or content oikhane dekhano hoy na!

  • @tulirahman8728
    @tulirahman8728 5 років тому +160

    এখনকার বেশির ভাগ নাটক শুধু আহ্লাদী আর আদিখ্যেতায় ভরা। খালি ঘুরেফিরে একই ভালোবাসার কাহিনী। অথচ হুমায়ূন আহমেদ স্যারের একটি নাটকের সাথে অন্য আরেকটি নাটকের কোনো মিল নেই।। ভালোবাসা, পরিবারের গল্পগুলো বৈচিত্র্যপূর্ণ।

  • @sharifulislam5200
    @sharifulislam5200 5 років тому +24

    আহ্! কি নাটক দেখলাম!সকল ভালোলাগার একটা মিশেলে সাজানো চমৎকার একটা নাটক দেখলাম।এক কথায় অপূর্ব........... শেষ হয়েও হইলোনা শেষ!

  • @mahnajpakhi
    @mahnajpakhi 11 місяців тому +2

    মনটা যখন অশান্ত হয়ে যায় তখন হুমায়ুন আহমেদ স্যার এর নাটক গুলো খুঁজে খুঁজে দেখি আর অসম্ভব ভালো লাগা কাজ করে।। স্যারের সব নাটকে বাস্তব জীবনে বোধ ফুটে উঠে।। অন্যরকম অনুভূতি কাজ করে।। কিংবদন্তি হুমায়ুন আহমেদ স্যার আপনার তুলনা শুধুই আপনি।।

  • @farhansagor3385
    @farhansagor3385 3 роки тому +50

    এখনকার প্রজন্ম কি বুঝবে এসব নাটকের অনুভুতি। খারাপ লাগে যে ওরা জানেও না যে ওরা কি মিস করছে🖤

    • @abdullahalriad8872
      @abdullahalriad8872 2 роки тому +2

      ঘটনা সত্য

    • @mst8133
      @mst8133 2 роки тому

      Bujhtesi to..
      Jara bojhar thiki bujhbe..
      Hok se j kono generation er

  • @sopnotumakedekhi
    @sopnotumakedekhi 5 років тому +41

    সত্যি হুমায়ুন আহমেদের মত কেউ এতো সুন্দর করে নাটক সাজাতে পারবে না।তাহার লেখা সব গুলাই আমার ভালো লাগে।মনে হয় ওনি এখনো বেচে আছেন আমাদের মাঝে।

  • @mdsumonsks3625
    @mdsumonsks3625 5 років тому +52

    আমার প্রিয় দুজন অভিনয় শিল্পী, জাহিদ হাসান+ শমী কায়সার,,,খুব ভালো লাগে,,। অন্য নাটক,,,"নকত্রের রাত",, আমার জীবনের সাতে দুটো চরিত্রের মিল আছে,,,,।।।

    • @moneirhenawey7335
      @moneirhenawey7335 5 років тому +2

      আমার পছন্দের নাটক। ১ সাকিন সারিসুরী। ২ নক্ষত্রের রাত। ৩ রঙ্গের মানুষ। ৪ অচিন রাগীনি। ৫ বাকের ভাই। ৬ হাড়কিপটে। আপনার পছন্দের নাটক বলেন

    • @ArifulIslam-dp9ju
      @ArifulIslam-dp9ju 4 роки тому +1

      ভাই উড়ে যায় বক পক্ষি/সুল্কপক্ষ নাটক গুলা দেখিয়েন

    • @litonsarkar9124
      @litonsarkar9124 4 роки тому

      @@moneirhenawey7335 ভাই মিলে গেছে আপনার সাথে

    • @md.faridahmed4413
      @md.faridahmed4413 3 роки тому

      @@ArifulIslam-dp9ju 1. nokkotrer rt 2. bhoubrihi 3. bker vi 4. jjj robiber

    • @rajiasultana6927
      @rajiasultana6927 3 роки тому +1

      নক্ষত্রের রাত নাটকটা আমার হৃদয় ছোয়ে গেছে। নাটকটা এত ভাল লাগছে যা বলার মত না।

  • @achiaislamluba6311
    @achiaislamluba6311 Рік тому +7

    ৫ অক্টোবর ২০২২ এ এসেও এরকম নাটক দেখছি। মন ছুঁয়ে যাওয়ার মতো নাটক৷ প্রতিটি চরিত্র কতটা নিখুঁত 🖤
    হুমায়ুন আহমেদ স্যার বেঁচে থাকলে না জানি আরো কতশত সুন্দর নাটক আমরা দেখতে পেতাম।
    আফসোস,
    আল্লাহ তাকে জান্নাতবাসী করুক🖤

  • @Moriumakter..
    @Moriumakter.. Рік тому +18

    সুরুচির এই দুর্ভিক্ষে এখানে কিছু রুচিশীল মানুষ দেখে খুব ভালো লাগছে

  • @saifulhaque1014
    @saifulhaque1014 4 роки тому +4

    ৬ বার দেখেছি এই টেলিফিল্ম টা কিন্তু যতবার ই দেখি মনে হয় প্রথম বার দেখছি ...যতবার দেখি তখনই বুকটা মোচড় দিয়ে ওঠে আর কখনোই এমন অনবদ্য সৃষ্টি দেখতে পাবোনা ...নতুন করে আর কেউ বানাতে পারবেনা একটা আজ রবিবার কিংবা কোথাও কেউ নেই ,,উড়ে যায় বকপক্ষীর মতো কোনো সৃষ্টি...বাংলায় একবার ই এসেছিল হুমায়ূন আহমেদ...আর কখনো এমন কিংবদন্তি হয়তো জন্ম নিবেনা...ভালোবাসা চিরদিন থাকবে আপনার জন্য❤️❤️❤️

    • @user-xb5yf5vf1v
      @user-xb5yf5vf1v 4 роки тому

      আজ রবিবার, বহুব্রীহি, সেদিন চৈত্র মাস দেখবেন...

    • @hamnakhan4667
      @hamnakhan4667 4 роки тому

  • @mhossen315
    @mhossen315 4 роки тому +16

    অসাধারণ নাটক! হুমায়ুন আহমেদের নাটকগুলো সাধারণের মধ্যে অসাধারণ! নেই কোনো ভারামী নেই কোন কঠিন ডায়োলগ!
    না আছে জোর করে হাসানোর চেষ্টা!
    শুদ্ধ বাংলা ভাষায় তার হাসানোর প্রক্রিয়াটা অসাধারণ!
    #নিতু_তোমাকে_ভালোবাসি!

  • @manamarahman457
    @manamarahman457 2 роки тому +4

    পি‌চ্চিটা দারুন মেধাবী।পি‌চ্চিটার বাচনভ‌ঙ্গি ও অভিনয় খুব ভাল লাগ‌ছে।

  • @assamislamicmedia7021
    @assamislamicmedia7021 3 роки тому +39

    একটা কচ্ছপও অনেক যুগ বেঁচে থাকে, অথচ মানুষ এতো কম সময়ে চলে যেতে হয় কেন কে জানে ?
    হুমায়ূন আহমেদ।

  • @mahmudulhaqueMortuja
    @mahmudulhaqueMortuja 7 років тому +93

    যখন বিটিভিতে নাটক দেখেছিলাম তখন শমি কায়সার এর প্রেমে পরেছিলাম। আজ আবার প্রেমে পরলাম। অভূতপূর্ব অভিনয়।

  • @syedabegum5955
    @syedabegum5955 4 роки тому +25

    হুমায়ূন ফরীদি, ফারুক আহমেদের অভিনয় সত্যিই অনবদ্য । এজাজুল ইসলাম, শামীমা নাজনীনের কৌতুক ও রসাত্মক অভিনয় অসাধারণ ♥️

  • @shafiqulislamnabu8266
    @shafiqulislamnabu8266 2 роки тому +9

    নক্ষত্রের রাতের নাটকের পর শমী কায়সারের অভিনয়ের প্রেমে পড়ে গেছি।আর হুমায়ূন ফরিদির কথা কি বলবো সে তো মাইন্ড ব্লোইং

  • @aTruePatriot.23
    @aTruePatriot.23 Рік тому +8

    হুমায়ূন আহমেদ স্যারের "নক্ষত্রের রাত" নাটকে শমী কায়সার এর মায়াবী অভিনয়ে আমি মুগ্ধ হয়েছিল। যদি ছোটবেলা থেকে মায়ের মুখে শমী কায়সার এর কথা ও উনার অভিনয়ের কথা শুনেছি কিন্তু নিজে কখনো দেখিনি। নক্ষত্রের রাত দেখার পর উনাদের প্রেমে পড়ে গেছি।

  • @shakilahmed767
    @shakilahmed767 7 років тому +150

    হুমায়ুন ফরিদি স্যার যথারীতি সেই মাপের অভিনয় উপহার দিলেন। আর স্যার হুমায়ুন আহম্মেদ স্যার কে অনেক মিস করি।

    • @shamimhaque3944
      @shamimhaque3944 5 років тому

      Fzc0.

    • @shamimhaque3944
      @shamimhaque3944 5 років тому

      U iiiiiuğ6oiiihc😤😬😉😘0 toha 76

    • @user-zu4kc9gd9z
      @user-zu4kc9gd9z 3 роки тому

      আগে পরিচালক হতেন গুনের জোরে,এখন পরিচালক হন টাকার জোরে।

    • @mehzabeenbushra7167
      @mehzabeenbushra7167 3 роки тому

      @@shamimhaque3944 b

  • @thoughts7355
    @thoughts7355 4 роки тому +18

    অসাধারণ, হোম কোয়ারেন্টাইন এর আজকের দিনটা খুব সহজেই কেটে গেলো।
    শমী কায়সার এত সুন্দর কেনো!❤

    • @user-xb5yf5vf1v
      @user-xb5yf5vf1v 4 роки тому +2

      "নক্ষত্রের রাত" দেখবেন...

    • @towhidurrahman4119
      @towhidurrahman4119 3 роки тому +2

      নক্ষত্রের রাত দেখে আমি শমী কায়সারের প্রেমে পড়ে গেছি

  • @gobindadas9170
    @gobindadas9170 3 роки тому +8

    হুমায়ূন স্যার কত স্বাভাবিক ভাবে সামাজিকভাবে পারিবারিক ভাবে হাসাচ্ছে কাঁদাচ্ছে নিখুঁত ভাবে। কোন কিছু ইস্পিসিয়াল নাই, প্রকৃতি, প্রাকৃতিক। উড়ে যায় বকপাখি,নক্ষত্রের রাত, উদাহরণ

  • @friendsonfire0109
    @friendsonfire0109 3 роки тому +21

    -জাহিদ হাঁচান যে দোকান থেকে সিগারেট কিনেছে, এই দোকান টা হুমায়ুন আহমেদের "আজ রবিবার" নাকটেও দেখিয়েছে আর দোকানদারও এজনই ছিলো, ঐ নাটকে মতি মিয়া (ফারুক আহমেদ) এই দোকানে বসে চা খেয়েছিলো। যারা দেখছেন তারা ঠিকই বুঝবেন😊।

  • @farzanasheikh8739
    @farzanasheikh8739 5 років тому +30

    এক কথায় অসাধারণ।। কি অসাধারণ সৃষ্টি হুমায়ূন স্যার এর।। এমন অার হবেনা কেউ।এখন কার বস্তা পঁচা পরিচালক দের এই নাটকটি থেকে শিখার অনেক কিছু অাছে

    • @manzuraratna5472
      @manzuraratna5472 5 років тому

      jjij

    • @manzuraratna5472
      @manzuraratna5472 5 років тому

      jjjiijinpoipijiijniioiinniijpjinijijiiojojipjnjiioniini.oiojjoijjjnniijiiojninin.ojj

  • @mrbuiyan5600
    @mrbuiyan5600 4 роки тому +15

    নাটক দেখার ইচ্চ্ছা হলে Humayn Ahmed Sir এর নাটকগুলো এখনও দেখি আর ভাবি Allah কেন এত আগে তাঁকে নিয়ে গেলেন। এমন গুণীজন বুঝি বাঙালির কপালে বেশিদিন সয় না।

  • @tarannumrintu4656
    @tarannumrintu4656 Рік тому +8

    এতো সুন্দর ক্যানো এই নাটক? নাটক তো শেষ হলো,রয়ে গেলো এক রাশ মুগ্ধতা💙

  • @AbdurRahim-hv1zr
    @AbdurRahim-hv1zr 3 роки тому +184

    আফসোস 🥺
    এই নাটকের অভিনিত ৬/৭ জন
    কিংবদন্তি আজ আর আমাদের মাঝে নেই😭😭আমরা তোমাদের যুগ যুগ ধরে মনে রাখবো 😭

    • @afiaanjum5030
      @afiaanjum5030 3 роки тому +1

      হুম

    • @ruhinbinaftab3615
      @ruhinbinaftab3615 3 роки тому

      তাদের নাম গুলো উল্লেখ করেন প্লিজ

    • @gyaneraloacademiccare8090
      @gyaneraloacademiccare8090 3 роки тому +5

      @@ruhinbinaftab3615 হুমায়ুন ফরিদি , গোলাম মোস্তফা , আলী জাকের , হুমায়ুন আহমেদ , নাজমুল হুদা বাচ্চু ।

    • @muohaammad2213
      @muohaammad2213 3 роки тому +2

      @@gyaneraloacademiccare8090 আব্দুল কাদের

    • @00khan8
      @00khan8 2 роки тому

      পুলিশ ইন্সপেক্টর

  • @basicenglishcare...9412
    @basicenglishcare...9412 4 роки тому +12

    হুমায়ুন স্যারের নাটক দেখা শুরু করি আর মন খারাপ শুরু হওয়া হয়ে যায়।আমরা ভাগ্যবান এত মেধাবী একজন মানুষ বাংলাদেশে জন্মগ্রহন করেছিলেন।মিস করি উনাকে।আল্লাহ উনাকে মাফ করুন।

  • @tawsifamin5773
    @tawsifamin5773 4 роки тому +80

    ২১ বছর পরেও এখনো কত মধুর 😍

  • @aratimunshi4669
    @aratimunshi4669 2 роки тому +1

    খুব ভাল লাগলো।জাহিদ মাহফুজ শমী।আমার খুব প্রিয়।এ ছাড়া আর সবাই।All the best 👍👍👍👍👍👍👍👍

  • @jisanchowdhury2844
    @jisanchowdhury2844 2 роки тому +35

    এখনো কে কে আমার মতো নব্বইয়ের দশকের ফিরে যেতে চান।
    আমি পূরান গান পুরাতন নাটক এর মাধ্যমে নব্বই দশকে চলে যায়।

    • @mituakand8234
      @mituakand8234 2 роки тому

      Ami😊

    • @arupbanerjee6790
      @arupbanerjee6790 Рік тому

      নাটকের প্রথম সিনে ফুটপাতে বেহাল তে যে গানের সুর টা বাজছে সেই গানের কথা গুলি যদি একটু দয়া করে কেউ জানান তো খুব উপকৃত হব

  • @parvesahmed3691
    @parvesahmed3691 5 років тому +20

    হুমায়ুন আহমেদ স্যার এর সবকটি নাটকই আমার কয়েক শত বার করে দেখা হয়েছে। শুধু এই নাটক টা দেখার বাকি ছিল।
    হুমায়ুন আহমেদ এর প্রতি অনেক সম্মান ভালোবাসা ছিল আছে থাকবে।
    অনেক মিস করি স্যার আপনাকে।

    • @jahidulislamshamim7549
      @jahidulislamshamim7549 4 роки тому

      ভাই হুমায়ুন আহমেদ এর এই রকম আরও কয়েক টা নাটকের নাম বলেন ভাই।আপনি ত উনার সব নাটক দেখেছেন।

    • @shimulahmed5605
      @shimulahmed5605 4 роки тому

      Parves Ahmed আমারও ।

  • @nazninzoya6318
    @nazninzoya6318 5 років тому +49

    Humayun Ahmed....was a legendary writer & Humayun Faridi.....was a legendary Actor

  • @kamalkhan2199
    @kamalkhan2199 3 роки тому +20

    জাহিদ হাসান, মাহফুজ, ফারুক আহমেদ অনেক বড় অভিনেতা ছিলো। একমাত্র হুমায়ুন আহমেদ ছাড়া কেও সঠিকভাবে তাদের ব্যবহার করতে পারে নাই।

  • @ranikhatun8280
    @ranikhatun8280 3 роки тому +5

    এতো সুন্দর ক্যান রে এই নাটক গুলো।খুঁজে খুঁজে দেখতে হয়।হুমায়ুন স্যার এর নাটক গুলো

  • @Apitaf999
    @Apitaf999 6 років тому +319

    হুমায়ূন আহমেদ নেই। মন ছুয়ে যাওয়া , এমন অসাধারণ নাটক আর কেউ কোনদিন বানাবে না.... :(

    • @026sharna
      @026sharna 6 років тому +2

      ji vai, ekdom khati kotha bolechen..

    • @akramhossain9863
      @akramhossain9863 5 років тому +1

      এপিটাফ .

    • @ashikrahman8230
      @ashikrahman8230 4 роки тому +2

      Bhai apnr comment ta Mon kharap Kore dilo

    • @shamimhimu6592
      @shamimhimu6592 4 роки тому +1

      😭😭😭😭

    • @purification2010
      @purification2010 4 роки тому +1

      এটাই দুঃখ ভাই। আর এমন নাটক হবেনা কখনো।

  • @AnisurRahman-gr8mo
    @AnisurRahman-gr8mo 6 років тому +55

    Most funny but Great.. Let me repeat the oft-said sentence.. Mr. Humayun is great. #FROM INDIA.

  • @mdmehedihasananik8818
    @mdmehedihasananik8818 3 роки тому +5

    কি সুন্দর অভিনয়। কত কঠিন মায়া, অনেকই নেয় আমাদের এই রঙিন পৃথিবীতে।

  • @thesketchhouse399
    @thesketchhouse399 2 роки тому +3

    টেলিফিল্ম এর জবাব নেই,,
    এক কথায়_অসাধারণ ।
    ধন্য হুমায়ুন স্যার, ধন্য তার সৃষ্টি_//-🥰

  • @foysalahmed5843
    @foysalahmed5843 5 років тому +39

    সাধারনের মাজেই অসাধারন নাটক,,, জাহিদ হসান, হুমায়ূন ফরিদির অসাধারন অভীনেতা

  • @fadiyahsameh1648
    @fadiyahsameh1648 5 років тому +146

    এই ছোট্ট বাচ্চাটা যেই পরিমান সুন্দর অভিনয় করলো আজকাল কার বুড়া গুলাও এর ধারে কাছে যেতে পারেনা... ছোট খাটো ফালতু কোন বিষয় নিয়ে ৩০-৩৫ মিনিট এর নাটক বানায় আর ভক্তদের দল হুমড়ি খায়।। জোস হইসে লাভ ইউ ইত্যাদি ইত্যাদি ... এই জাতি দিন দিন নির্বোধ হচ্ছে... পুরনো নাটক গুলা এই জেনারেশন দের গিলানো দরকার...

    • @rahatsarker2607
      @rahatsarker2607 4 роки тому

      Fadiyah Sameh

    • @tazinhabib7968
      @tazinhabib7968 4 роки тому +1

      Well said.I am agree with you.

    • @msamad4598
      @msamad4598 4 роки тому +1

      Akdom thik kotha

    • @joynalmasum2237
      @joynalmasum2237 4 роки тому +10

      এরা ভেজাল খাদ্যের মতো কুসংস্কৃতিতেও অবস্ত হয়ে গেছে।
      শামীম, পলাশরা যখন অভিনেতা তখন এ জাতির রুচিবোধ এর পরিচয় কাউকে দেওয়ার প্রয়োজন হয় না।

    • @mostafijurmostafijur1139
      @mostafijurmostafijur1139 4 роки тому

      এগমচঅাীসম৷ গগনপহ হুহন বগগবনসইিবঔহ ৷ ৷ ৷ ৃ ৃ ৃৃজতটতগহগনহজ

  • @anamolhossain1369
    @anamolhossain1369 2 роки тому +4

    বলতে গেলে অসাধারণ। এই নাটক সারাদিন সারা রাত দেখলেও দেখা শেষ হবে না। মন চাবে আবার একবার দেখি। কারও মন যতই খারাপ থাকুক না কেন, আমার বিশ্বাস এই নাটক দেখার পর তার মন ভাল হয়ে যাবে। আজ ১৯ জানুয়ারি ২০২২ সাল। আমি এক দিন থাকব না কিন্তু এই নাটক কিংবদন্তি হয়ে থাকবে চিরকাল।

  • @jubsvlog
    @jubsvlog 2 роки тому +6

    আগামীর প্রজন্ম'র জন্য কমেন্ট রেখে গেলাম!!
    ২০২২ সালে এসেও খুজে খুজে হুমায়ূন স্যারের কাজ গুলো দেখি!!
    স্যারের জন্য মন থেকে দোয়া🙏🥀💘

  • @esratemrojesha9028
    @esratemrojesha9028 4 роки тому +25

    1:33:46 স্যার বিশ্বাস করেন পুলিশের মতো এতো ভালো লোক আমি জীবনে দেখি নাই۔۔😂
    হুমায়ুন ফরীদির এতো চমৎকার অভিনয়❤

    • @user-xb5yf5vf1v
      @user-xb5yf5vf1v 4 роки тому +1

      Your play list is really excellent...❤

    • @esratemrojesha9028
      @esratemrojesha9028 4 роки тому +1

      @@user-xb5yf5vf1v tnx 🤗

    • @user-xb5yf5vf1v
      @user-xb5yf5vf1v 4 роки тому +1

      @@esratemrojesha9028 Most welcome...❗ আপনার play list থেকে বেশ কিছু ভিডিও আমার play list এ add করেছি...😄

    • @esratemrojesha9028
      @esratemrojesha9028 4 роки тому +1

      @@user-xb5yf5vf1v hahahah...😅

    • @AkashYt9
      @AkashYt9 Рік тому

      আপনার কিছু পছন্দের জিনিস দেখলাম দেখে যা মনে হলো আপনার আর আমার মধ্য অনেক মিল আছে এমন মনের মানুষ বরই অভাব ঠিক আপনার মনের মতো একটা মানুষ চেয়েছিলাম জীবনে কিন্তু পেলাম আমি ব্যার্থ

  • @mohammadsumondhali2870
    @mohammadsumondhali2870 4 роки тому +8

    অসাধারণ হুমায়ূন আহমেদ এর নাটক গল্প
    পরিচালনা
    আমি মুগ্ধতা প্রাণ ভরে গন্ধ নিয়েছি
    ঠিক যেমন বাস্তবতা এর নিরিকে
    অবনীল প্রান খুলে অক্সিজেন সাপ্লাই নিলাম।

  • @quraishin1544
    @quraishin1544 3 роки тому +58

    না আছে গোলাম মোস্তফা, না আছে আলী জাকের, না আছে আব্দুল কাদির। আল্লাহ সবাইকে মাফ করে দিক। মাফ করে দিক।

    • @chanchalchanchal8408
      @chanchalchanchal8408 3 роки тому +3

      আর না আছে হুমায়ূন আহম্মেদ.....

    • @shofiqurrahman388
      @shofiqurrahman388 2 роки тому

      @@chanchalchanchal8408 11qa

    • @mahbubulislam6997
      @mahbubulislam6997 2 роки тому +2

      সাথে হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন ফরিদ

    • @imranhosen347
      @imranhosen347 2 роки тому

      হুমায়ুন ফরিদীও নেই

  • @yuvrajfahim7233
    @yuvrajfahim7233 2 роки тому +7

    রহিমার টা সেই ছিলো।মানুষের বিশ্বাস ভেঙে দোজখে যাইতে চাই না।

  • @FamJamNYC
    @FamJamNYC 6 років тому +25

    I keep watching all his creations over and over again. He was just great . May ALLAH rest his soul in peace

  • @shopnilahmed2244
    @shopnilahmed2244 4 роки тому +9

    বর্তমানের হাজারো সিনেমার থেকে বহুগুণে উপভোগ্য ও হাস্যরসাত্নক এ নাটক,প্রতিটা চরিত্র অসাধারণ।এই চরিত্রগুলো দিয়ে অনায়সে অসাধারণ চলচিত্র নির্মাণ সম্ভব।
    হুমায়ূন ফরিদী,অালি জাকের,জাহিদ হাসান,শমী ও হুমায়ূন অাহমদের বিশেষ চরিত্রগুলো

  • @mohammadsajjad5379
    @mohammadsajjad5379 Рік тому +4

    এখন আর জাদু হয়না জাদুকর নেই
    Miss A Lot Sir Humayun Ahmed 🖤🖤
    We love& Respect🖤🖤

  • @mariamshaki2427
    @mariamshaki2427 Рік тому +2

    দুলাভাই এর ঠাস ঠাস সুইটকেস ফেলানো টা মিস করছি।
    নক্ষত্রের রাত ফ্যাক্ট

  • @samiarosma8648
    @samiarosma8648 5 років тому +44

    এত সুন্দর নাটক!!! হুমায়ুন ফরিদী স্যারের অভিনয় বেশি মজার ছিল

  • @mirzaarafat4253
    @mirzaarafat4253 5 років тому +75

    যতোটা আঘাত দিয়েছো ভুলে যাওয়ার জন্য,ততোটাই মনে রেখেছি তোমায়।

  • @tasmeri8134
    @tasmeri8134 3 роки тому +14

    🌼🌼এই নাটকের অনেকেই আজ নেই,এমনকি ডিরেক্টর স্যার নিজেও।ভাবতেই অবাক লাগে।এজন্যই নাটক গুলা একেকটা মুল্যবান সম্পদ🌼🌼

  • @justpavelrana2782
    @justpavelrana2782 2 роки тому +3

    সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে।কত আনন্দমুখর ছিলো সবকিছু।আজ আর সেই ফিলটা পাওয়া যায় না।তাই এই পুরনো দিনের নাটক গুলো দেখে নতুনভাবে ফিল নিচ্ছি।এ স্মৃতি ভোলার নয় হয়তো বৃদ্ধ বয়সেও ভালো লাগবে।মনের কোনে হাসিরঝিলিক ফুটে উঠবে।

  • @bibornocanvas1891
    @bibornocanvas1891 6 років тому +55

    উফফফ কি পরিছন্ন একটা নাটক দেখলাম,,,,,,,, অসাধারণ

  • @sumonmian6435
    @sumonmian6435 4 роки тому +247

    শমী কায়সারের প্রেমে তো নক্ষত্রের রাত নাটক দেখেই পড়েছি।। 💟

    • @sabituddin8669
      @sabituddin8669 4 роки тому +3

      ঠিক ভাই আমি ও

    • @dxnjobaer
      @dxnjobaer 4 роки тому +2

      আমি

    • @juwelahmedrana4998
      @juwelahmedrana4998 4 роки тому +1

      আমিও

    • @mdsisir8068
      @mdsisir8068 4 роки тому +3

      রাইট আমি তো রিতি মতে পুরাই ক্রাশ খাইছি নক্ষত্রের নাটক দেখার পরে শমী কায়সার উপরে

    • @ahadmia595
      @ahadmia595 4 роки тому

      আমিও

  • @mr.tanmoyroy11
    @mr.tanmoyroy11 Рік тому +100

    -২০২৪ সালে এসেও যারা হুূমায়ুন আহমেদ স্যারের নাটক গুলো খুজে খুজে দেখছেন তাদের রুচিবোধের প্রশংসা করতে হয়, যারা দেখছেন তারা লাইক দিন!👍

    • @user-jh9eg2xg1x
      @user-jh9eg2xg1x 6 місяців тому

      সবসময় দেখি

    • @user-ir6rx9km1l
      @user-ir6rx9km1l 5 місяців тому

      স্কুল লাইফ থেকে দেখা শুরু করেছি এখনো চলছে স্যার এর নাটক দেখা সিনেমা দেখা উপন্যাস পড়া....👍👍👍👍

  • @soniaaktar720
    @soniaaktar720 Рік тому +4

    মন খুলে হাসির জন্য তৈরি হয়েছে এই নাটক,, অনেক দিন পর প্রাণ খুলে হাসলাম,, অবশ্য কোথাও কেউ নেই আর নক্ষত্রের রাত নাটক দুটি দেখে চোখের পানি ফুরিয়ে গেছে,, ভালোবাসা আর দোয়া রইলো হুমায়ূন আহমেদ স্যার এর জন্য,, অনবদ্য সৃষ্টি তার,, রুচিসম্পন্ন, শালীন, শিক্ষনীয়, আনন্দ বেদনার সংমিশ্রণ ❤

    • @mdshubhoislam3763
      @mdshubhoislam3763 Рік тому

      বাকের ভাই ও দেখে কান্না করেনি এমন মানুষ পাওয়া মুসকিল😥

  • @selinaakter7691
    @selinaakter7691 5 років тому +29

    The best Natok I ever seen. ওনারা কি পাগল হবে? হাসতে হাসতে আমিই পাগল হয়ে যাচ্ছি!

  • @mdadar
    @mdadar 4 роки тому +7

    হাসি ,কান্না আর পাগলামির যে নাটকীয়তা দেখে যেন শেষ হতে চাই না।কেন যে এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এই বুঝি আর ও দেখার তৃপ্তি রয়ে গেল।

  • @sharifuddin3768
    @sharifuddin3768 3 роки тому +3

    ৯০দশক আমাদের পাড়াতে একটা সাদা কালো টিবি ছিলো। সবাই মিলে দেখতাম। আর যখন বিদ্যুৎ চলে যেত।সবাই মিলে আড্ডা দিতাম সবাই অপেক্ষায় থাকতাম কখন বিদ্যুৎ আসবে ।আবার দেখতাছি
    কোরুনায় বসে বসে
    আমারও কোরুনা হয়েছে
    মালাইশিয়া, ইপু
    ১০.৮.২০২১০
    বিকাল ৪.০০টা

  • @arifaakter9650
    @arifaakter9650 3 роки тому +14

    মানুষ কল্পনাতেই সুখি❤

  • @SafaMohsin
    @SafaMohsin 4 роки тому +13

    ওরে আল্লাহ্‌ হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। এই রকম নাটক আর হবে না। আজকাল কার নাটকে মন খুলে হাসার কিছু নাই। আর হুমায়ূন ফরীদি তো বস। তার অভিনয় এর সময় পেট ফেটে গেছে হাসতে হাসতে। rewind করে করে দেখেছি every part.

  • @mdkausaralam1539
    @mdkausaralam1539 5 років тому +13

    এই নাটকের প্রতিটি অভিনেতাই চমৎকার অভিনয় করেছে,, হুমায়ুন আহমেদ নাটকের জগতে সেরা বলতেই হবে

  • @azharulislam5311
    @azharulislam5311 2 роки тому +9

    এতগুলো লিজেন্ড একসঙ্গে দেখতে পেয়ে ভাবতে অবাক লাগে 🖤🖤🖤🖤

  • @hasibulhasan1636
    @hasibulhasan1636 2 роки тому +39

    আহা!! এক নাটকে কত লিজেন্ড😍সাংস্কৃতিক অঙ্গনের সোনালী দিন একেবারেই গেছে।এখনকার দিনে হিরো আলম স্টার।তাতেই বুঝা যায় এ জেনারেশনের রুচি।

    • @shohagmia3156
      @shohagmia3156 Рік тому

      মন খারাপ চিলো অনেক হাসলাম মন ভালো হয়ে গেছে।

    • @partharoy7505
      @partharoy7505 Рік тому

      Jei deshe hero alom star sei deshe natok er obosta emon hobe. Ei sob din na dekhar jonnoi sib Legend ra chole jacche..

  • @InshaF-j
    @InshaF-j 5 років тому +75

    এই fast হুমায়ুন আহমেদের নাটক দেখলাম।
    নাটকটা কেমন লেগেছে আমি তা বুঝাতে পারবো না। তবে সহজ ভাষায় যদি একটা কথা বলি,,তাহলে এটা বলতে হবে, নাটকটা যখন শেষ পর্যায়ে তখন আমি খুব কষ্ট পাচ্ছিলাম, এই ভেবে যে একটু পর নাটকটা শেষ হয়ে যাবে।

    • @pothikroy8272
      @pothikroy8272 4 роки тому +3

      আজ রবিবার,উড়ে যায় বকপক্ষি,নক্ষত্রের রাত,কোথাও কেউ নেই,বহুব্রীহি,এইসব দিনরাত্রি এগুলো দেখেন।

    • @bluestack2146
      @bluestack2146 4 роки тому +1

      @@pothikroy8272 আপনার লিস্ট এর কয়েকটা বাকি, কিন্তু এগুলো ছাড়া আরো অনেক দেখেছি, সব গুলো অসম্ভব ভালো লেগেছে

    • @yousufali4864
      @yousufali4864 4 роки тому

      Tara tin gon, boss.

    • @yousufali4864
      @yousufali4864 4 роки тому

      Tara tin gon boss

    • @zahangiralom663
      @zahangiralom663 2 роки тому +1

      বুক ভরা বিশ্বাস নিয়ে বলছি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম যদি দেখতেন হুমায়ুন আহমেদ এর সৃষ্টি এত রহস্যময় তবে তারাও বাংলা সাহিত্যের সম্রাট হুমায়ুন আহমেদ স্যারকে মাথায় তুলে রাখতেন। অবশ্যই রবী, নজরুল বিশাল বড় মাপের কবি সাহিত্যিক তবে হুমায়ুন আহমেদও তাদের চেয়ে কম নয়। আপনারা কি জানেন, রবীন্দ্র নজরুল পরবর্তী দুই বাংলার শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক ছিলেন হুমায়ুন আহমেদ। অামি ভেবে পাইনা বাঙালি ও বাংলাদেশের সমাজের প্রতিটি ধুলিকণার আবেক তিনি কিভাবে অর্জন করতে পারলেন? বলতে গেলে এমন কোন চরিত্র নেই যেই চরিত্র তিনি লিখে যেতে পারেননি। সকল চরিত্র তিনি লিপিবদ্ধ করে গেছেন। জনাব হুমায়ুন আহমেদ স্যারের নাটক মানে সুস্থ বিনোদন ও বাঙালি জাতিকে দেশ, সমাজ, মাটি ও মানুষের কথা তুলে ধরা। যেকম রম্য চরিত্র, সেরকম ট্রাজেডি, সেরকম জ্ঞানমূলক বাণী এ যেন তিনি বাঙালির সব আবেক একাই বুঝতে পেরেছিলেন। তার নাটক বা উপন্যাসে কোন ভারামি,ভনিতা বা জোর করে হাসানোর প্রয়োজন হয়নি শুধু রম্য কথামালার দ্বারাই এটা সম্ভব হয়েছে। যদিও ক্যান্সারে তাড়াতাড়ি বাঙালিদেরকে ছেড়ে চলে গিয়েছেন।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
      যদিও তাড়াতাড়ি পরপারে চলে গেছেন তবু্ও আমরা ভাগ্যবান যে, হুমায়ুন আহমেদ এর মত সাহিত্য সম্রাটকে বাংলাদেশ পেয়েছে। 🇧🇩🇧🇩 অাল্লাহ পাক যেন স্যারকে ক্ষমা করে দেন আর জান্নাতুল ফেরদৌস দান করেন। খুব কষ্ট হয় কেন জানি মহান আল্লাহ পাক বাংলাদেশের সম্পদ গুলো তাড়াতাড়ি নিয়ে নেন? হুমায়ুন আহমেদ, সুকান্ত ভট্টাচার্য, জহির রায়হান, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, ইত্যাদি নক্ষত্রগুলো অতি তাড়াতাড়ি চলে গেছেন পরপারে। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুন।

  • @rantuuuu
    @rantuuuu 4 роки тому +12

    bap re bap.. Humayun Faridi ..
    ki acting :o :o
    character er eto deep e jay kmne ekta manush ..
    apnake chinar aagei chole gelen sir ..

    • @mdabulkashem6949
      @mdabulkashem6949 4 роки тому +1

      কোথায় ও কেও নাই নাটক

  • @nausaadzaman1805
    @nausaadzaman1805 2 роки тому +3

    শেষের গানটা এত মায়াবী কেন! কেমন একটা হাহাকার মিশ্রিত হাওয়া বইয়ে দেয়। অদ্ভুত সুন্দর। শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমিনের কন্ঠ হয়ত।

  • @BongoGuys
    @BongoGuys 2 роки тому +4

    একটি মাত্র পরিবার নিয়ে গঠিত কতো সুন্দর হাস্যরসাত্নক পারিবারিক নাটক অথচ এখনকার নাটক, হিন্দি সিরিয়াল গুলোয় কতো কুটিলতা, হিংসা, রেষারেষি শেখানো হয়।
    সোনালী অতীত হারিয়ে গেছে।