NTV Bangla Telefilm- Tomai Dilam Prithibi | Shomi Kaiser | Humayun Faridi |
Вставка
- Опубліковано 6 лют 2025
- Subscribe Now: goo.gl/7yRgI7
Bangla Natok -Tomai Dilam Prithibi, on aired in most popular tv channel in Bangladesh named NTV.
NTV always releases new Bangla Natok/telefilm, Drama Serial that are Fully on public demand.
Shomi Kaiser, Humayun Faridi, Runa Khan, Dilara Zaman.
Watch Exclusive Video:
Mosharraf karim New Natok 2017 - Chup vai Kichu Bolbe | Mosharrof Karim | Api Karim: • Mosharraf karim New Na...
Watch More: Popular Bangla Drama/Natok (HD):
• Latest Popular Bangla ...
Watch NTV Live TV @ goo.gl/y0JAIN
Our other UA-cam channels;
Watch NTV @ goo.gl/7VBzh1
Watch NTV Natok @ goo.gl/7yRgI7
Watch NTV Entertainment @ goo.gl/INlkKp
Watch NTV Bangla Movie @ goo.gl/yu3i1v
Watch NTV News @ goo.gl/4w8XMR
Watch NTV Telefilm @ goo.gl/2QHnhv
Watch NTV Lifestyle @ goo.gl/AQZlbe
Watch NTV Islamic Show @ goo.gl/65zPB9
Watch NTV Cooking Show @ goo.gl/KNfkhk
Watch NTV Bangla FUN @ goo.gl/O4G7Lg
Watch NTV Travel Show @ goo.gl/u8kN20
Watch NTV Health @ goo.gl/YVB6if
Watch NTV Drama @ goo.gl/GH9AUH
Watch NTV Uncut Videos @ goo.gl/rqfkZM
Also Find us on Social Media;
G+ NTV: plus.google.co...
Facebook Page: / ntvdigital
Twitter Official: / ntvdigitals
Pinterest: / ntvdigital
NTV in a nutshell:
International Television Channel Limited (NTV) offers diverse mix of programs such as news bulletins, current affairs, and talk shows, soap operas, educational, religious, politics related programs, drama, movie, reality shows and other entertainment programs. We deliver news and entertainment programs across all platforms: TV, Internet and Mobile (including apps). We also broadcast its programs in UK, USA, Canada, Some parts of Europe, Middle East, and beyond.
NTV Official Address:
Bangladesh Address: 102, Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215, Bangladesh
Europe Address: Unite 6, Bow Exchange, 5 Yeo Street, London, E3 3QP
USA Address: New York, USA, Australia Address: 30A Carlton Parade, NSW - 2218, Australia
Note: If you wish to share this video, please make sure you embed the link and share the original source. Please avoid other methods of copying or duplicating the video, and help us support anti-piracy measures in any way you can. Thank you - NTV Team
কি মন্তব্য করবো।আসলে জীবনে এমন মানুষের দেখা হয়,সময় যখন বৈরি।শুধু সমাজ, দায়িত্ব চারপাশ বিবেচনায় রাখতে হয়।অদ্ভুত এ সমাজ বড়-ই অদ্ভুত মানুষের মন।ধন্যবাদ শমী,ফরিদী ভাই।
কী গভীর অনুভূতির বাঙ্ময় পদচারণা!
কতটা দক্ষ অভিনয়! অসাধারণ পরিচালনা!
এই নাটকটির রেশ আজীবন মনে রয়ে যাবে।
Hat's off to Faridi Sir(rest in glory,sir🙏🙏), n beautiful Shomi Kaiser!
R8
নাটক দেখেছি শুধু মাত্র আমার প্রিয় কালজয়ী আভিনেতা হুমায়ুন ফরিদিকে আজো মিস করি বলে।
Yes. Faridi is all time greatest actor of Bangladesh, even our subcontinent too. No doubt..
কিছু খন এর জন্য যে অন্য একটা জগৎ তৈরি হয়ে গিয়ে ছিল নিজের মাঝে। ভাষায় প্রকাশ করার মতো না!নাটকের সংলাপ গুলো। এক কথায় মুগ্ধ হলাম
শমী কায়সারের পরিচালনায় হুমায়ুন ফরীদি আর শমী কায়সারের অসম্ভব সুন্দর একটা নাটক দেখলাম। তাদের দুজনেরই অভিনয় প্রতিভা নিয়ে নিশ্চয়ই আলাদা করে আর বলতে হবে না, তারা দুইজন যখন সংলাপ বিনিময় করে তখন কখনো মনে হয় রোমান্টিক কোনো কবিতা শুনতেছি আবার কখনো মনে হয় বিরহের কোনো কবিতা শুনছি, আর শমী কায়সারের কান্না এত ন্যাচারাল!!
পরিচালক শমী কায়সারের একটা জিনিস আলাদা করে খুবই ভালো লেগেছে। একটা দৃশ্য আছে যেখানে হুমায়ুন ফরীদি সিগারেট জ্বালায় কিন্তু স্ক্রিনে কোথাও ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর কথাটা লেখা উঠে না কারণ পরিচালক শমী কায়সার অভিনেত্রী শমী কায়সারের মুখ দিয়ে কথাটা বলায়!
ভালো নাটক এখনো বাংলাদেশে অনেক হয় কিন্তু এরকম ভালো অভিনেতা অভিনেত্রী আর নাই...
শমীর অভিনয় অসাধারণ
আমার ভীষণ প্রিয় অভিনেত্রী।
I am from India,I have seen Afran Nisho Dedicated his Special Love to Late Fharid Sir, my respect to Soul.🙏🌻
হুমায়ূন ফরিদী দাদা অসাধারণ অভিনয় করেছেন। আমি কলকাতা শহরে থেকে উনার নাটক খুব দেখি এবং আমার খুবই ভালো লাগে
"She's the most precious chapter of my life"- What a dialogue❤️
Salute you boss Humayun Faridi ❤️
এরকম সুন্দর নাটকে মিলিয়ন ভিউ হয় না। এত্ত সুন্দর নাটক অনেক বছর পর দেখলাম। প্রিয় হুমায়ুন ফরিদীর। Thanks to someone very special 😊
শাম্মি কায়সারেরা ন্যয় অন্য বাদ দিয়া, আওয়ামী লীগের দালালী করে তাই মনে হয় ভিউ কম।
কি অসাধারণ অভিনয় শৈলী হুমায়ুন স্যারের। এ প্রজন্মের হয়েও আজ উনার অভিনয় দেখলাম। সত্যি অসাধারণ। শ্রদ্ধা ও ভালবাসা থাকবে আজীবন। অন্য শিল্পীরাও প্রসংশার দাবিদার💜💜💜💐💐💐
আবেগের চেয়ে দায়িত্ব বড়। কষ্ট হলেও এটা মানলেই সবদিক রক্ষা করা যায়। সন্তানের মুখ চেয়ে আত্মত্যাগ। খুব সুন্দর পরিনত অভিনয় ফরিদী সাহেব ও ম্যামের। দ্বিধা দ্বন্দ্ব খুব সুন্দর ভাবে বিশ্বাসযোগ্য ভাবে ফুটিয়ে তুলেছেন। সাবলীল সংলাপ। বেশ উপভোগ্য নাটক।👍👍👍
সত্যিই আগের নাটক গুলো দেখতে বসলে কোথায় যেন হারিয়ে যাই। আগের অভিনেতা-অভিনেত্রী নাটকের ঘটনা ইমোশনাল দেখতে বাস্তবকে হার মানায়। সত্যিই নাটকটি অসাধারণ।
সব সম্পর্কের নাম আছে, কিছু সম্পর্কের কোন নাম হয়না। অথচ পবিত্র ও শুদ্ধ এই সম্পর্কগুলো চিরন্তন। ভাল লাগল
দুর্দান্ত অভিনয় হুমায়ূন ফরিদী সাহেব এবং শমী কায়সার ম্যাম।অন্য রকমের এক নাটক দেখলাম ।ভারত থেকে আপনাদের অনেক শ্রদ্ধা নিবেদন করছি।
@@sahidakhatun8768 S,
অতুলনীয়, অসাধারণ যাই বলবো কম বলা হবে। এখানে ভালোবাসার মত একটি পবিত্র সম্পর্ককে এতটাই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে, দেখে চোখে নিজের অজান্তেই পানি চলে এলো, হৃদয়ে গেঁথে গেল! হুমায়ুন ফরিদি সত্যিই অসাধারণ।
অদ্ভুত সুন্দর এই নাটকটি,নাট্যকার ,পরিচালক এবং সকল কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ।
হুমায়ুন ফরিদির নাটক যত দেখছি মন ভরে যাচ্ছে। এত versatile actor। ওনাকে 🙏🙏🙏
বাস্তব জীবনের কাহিনি মনে হয় আমার। অনেক ভালো লাগলো হুমায়ুন এর নাটক
চুপ করে বসে থাকতে পারলাম না দুজনের সুন্দর অভিনয় করেছেন বাস্তব জীবনে অভিনয় দেখে অনেক মুগ্ধ হলাম ছেলের বয়স কত মেয়ের বয়স কত কিছু ভাবতে হবে কিছু কাপুরুষের টাকার কারনে ঘটনাগুলো কাটাই ধন্যবাদ
Very nice
বাংলাদেশের নাটক সত্যিই অসাধারণ ,লেখকের লেখা পরিচালকের পরিচালনা,অভিনেতাদের অভিনয়,সব মিলিয়ে এত চমৎকার সমস্হ পৃথীবিকে হার মানায়,সেলুট সবাইকে।
অনেক দিন পর কোনো এক নাটক না টেনে দেখলাম, অনেক ভাল লাগার একটি নাটক। আর বস বলে একটি কথা হুমায়ুন ফরিদী। যেখানেই থাকো ভালো থাকো হুমায়ুন ফরিদী।
নাতক
A kmon ovinata.. young age...old age sob somoy k mon surjer moto jol jol kore.. salute hamayan faridi...apnar jonno doa kori allahr kase.
যদিও গল্পের উপজীব্য "ভালোবাসা " তবুও সেই ভালোবাসাকে এভাবে পবিত্র,চিরন্তন ভালোবসায় পরিণত করা যায় ------দেখে মুগ্ধ হবার মত।চিত্রনাট্যকার অকন্ঠ প্রশংসার দাবী রাখেন সেইসংগে অভিনেতা ও অভিনেত্রীকে প্রশংসা করছি।অসাধারণ অভিনয় দক্ষতা !!
অসাধারণ অভিনয় শৈলী হুমায়ুন স্যারের ❤️❤️❤️। আগের নাটক গুলো অনেক সুশীল, সুরুচি, শ্রদ্ধাশীল। আজ এ নাটক দেখে অনেক কিছু শিখলাম। ধন্যবাদ এ নাটকের প্রতিটি চরিত্রকে। সুমী ম্যাম ও অনেক ভালো অভিনয় করেছেন। আসলে সব মিলিয়ে দারুণ একটা নাটক।
Unar Naam Shumi noy. Unar Naam Shomi Kaisar.
খুব সুন্দর একটা নাটক দেখলাম
ভালোবাসা কতো পবিত্র নির্মল হয়
বাস্তব পরিস্থিতি কতো নির্মম নিষ্ঠুর
সত্যিকারের ভালোবাসা এমনই হয়
প্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদি দোয়া করি আল্লাহপাক মহান রাব্বুল আলামিন যেন আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন
নির্দেশক শমী কায়সার না শিল্পী শমী কায়সার কাকে সেরা বলব!!!!! অদ্বিতীয়া। গুণমুগ্ধ দর্শক হিসেবে তাই তোমায় দিলাম একরাশ ভালোবাসা l❤❤❤❤❤❤❤❤❤❤ আর হুমায়ূন ফরীদি আপনাকে অনেক অনেক 🙏🙏🙏🙏🙏🙏🙏 আপনার আত্মার শান্তি কামনা করি l আমি পশ্চিমবঙ্গের দর্শক
আগের নায়িকারা কত স্নিগ্ধ সুন্দর ছিল
এখন এসব কোথায় পাবো।।
সব সম্পকের নাম আছে, কিছু সম্পকের কোন নাম হয় না। অথচ পবিএ ও শদ্ধ, এই সম্পকগুলো চিরন্তন💙
শমী কায়সার প্রেমে পড়ে গেলাম নাটকটা দেখে ।
হুমায়ুন ফরিদি একজন পাক্কা অভিনেতা ।
এগুলো হলো নাটক যা আগের নাটকগুলো চাইতে অনেক বেশি ভালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই সমস্ত নাটকের ভিতরে ।সত্যিই অসাধারণ অভিনয় করেছেন সবাই ।যতই দেখি ততই ভালো মুগ্ধ হয়ে যাই নাটক গুলা দেখে ।
আর এখন কার যে নাটক করে তোর একটুও ভালো লাগে না সব শরীর দেখিয়ে টাকা কামায় ওসব নষ্টা মেয়েদের নাটক আর ভালো লাগেনা।
সত্যিই আগে নাটক গুলা খুবই মন ছুঁয়ে যায় ।
হৃদয় ছুঁয়ে যায় অনেক কিছু শেখার থাকে এই সমস্ত নাটকের ভিতরে ।
সত্যিই অসাধারণ খুবই ভালো লাগে অসম্ভব ভুলার না আগের নাটকগুলো ।
আফসানা মিমি,শমী কায়সার,বিপাশা হায়াত,সুর্বনা মোস্তফা, শ্রাবন্তী এদের শুধু দেখতেই ইচ্ছা করে।এখনকার নায়িকারা এদের নখের ও যোগ্য না
অসম্ভব ভাল নাটক...যেমন নাটকের গল্প..তেমনি অভিনয় এবং পরিচালনা...এক কথায় অতুলনীয়..হুমায়ুন স্যার ও শমী ম্যামের পবিত্র ভালবাসার কোন তুলনা হয় না...❤❤
প্রিয় অভিনেতা হুমায়ুন স্যার❤️
এই উদাহারনটা এতই নিষ্টুর যে তার কোনু তুলনাই করা যায়না অসাধারন একটা আনকমন লাইফ হোমাউন ফরিদির,খুব কষ্ট হচ্ছে তার জন্যে যাইহোক তবুও কুব ভালো লাগল ধন্যবাদ।
One of the finest work in bangla television drama. This is a master piece. Story, screenplay, acting everything is world class.
প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদীর মৃত্যুর পড়ে
আমার আর কখনো বাংলা মুভি দেখা হয়নি
কি সুন্দর কাহিনীর ধারা, কি সুন্দর অভিনয়শৈলী, কি সুন্দর কথার গাঁথুনি৷
বাংলা নাটকের কি দিন ছিল!
নাটকটি খুব বেশিদিন আগের না কিন্তু তার মান ধরে রেখেছিলো৷
আর এখন 'ব্যাচেলর পয়েন্ট'-এর মতো নাটক বানানো হয় যেটা পরিবারের সবাইকে নিয়ে একসাথে দেখা যায় না৷
এছাড়া বাংলা ভাষার উপর অবিরাম অত্যাচার তো আছেই৷
তারপর এসব নাটকের লক্ষ্য লক্ষ্য ভিউ হয়৷
বাংলা নাটকের মান নামতে নামতে তলানিতে চলে গেছে৷
নাটকের মান আর কত নিচে নামবে?
বলেছেন ঠিক...
r8
অভিনয়ের জগতে ভালবাসার আরেক নাম হুমায়ুন ফরিদী স্যার।
একটা হুমায়ুন ফরিদী পেয়েছিলাম জন্ম জন্মান্তরে বেঁচে থাকুক অতীতের হুমায়ুন ভবিষ্যৎ হুমায়ুনের মাঝে।
আমার মন চাইলেই আমি এই নাটকটা দেখি ।কতবার দেখেছি তাও বলতে পারি না ।ছোটবেলায় আম্মু নাটক দেখাইতো শুদ্ধ ভাষা শেখানোর জন্য।নাটকের কথাগুলো ,আহ! 2024 ও দেখছি ❤
বাহাদুর সানি
কলকাতা থেকে দেখছি (2024 )। আমার মনে হয় পশ্চিম বাংলার উত্তম কুমার আর বাংলাদেশ এর হুমায়ুন ফরীদি সময় গোত্রীয় , দুজনে অসম্ভব রোমান্টিক , দুজনের সংলাপ বলার কায়দা বেশ মিল আছে। এই নাটক টা তে সময় কায়সার খুব ই ভালো অভিনয় করেছেন। খুব ভালো লাগলো।
Ai Manushtir Ovinoy dekhle ami mugdho hoye jai, Salute Humayun Faridi Sir K. Also Shami Kaisar Maam.
What can I say, what can I say ,what actually can I say about humayun farodi sir....
I am Just speechless ...❤😊
Me too
নাটকটি এত ইমোশনাল যা আগে কোন দওন দেখি নাই আর হুমায়ুন ফরিদির তো কোন তুলনায় হইনা
Class...beyond comparable. A milestone. We Indians are proud of these legend artists.
Thanks for watching our dramas🙂
We are proud of them.
আমার প্রিয় অভিনেতা ইতিহাসের সেরা তিনি হুমায়ুন ফরীদি স্যারের নাটক থেকে অনেককিছু শেখার আছে বুঝার ও আছে স্যারের জন্য দোয়া রইলো ওপারে ভালো থাকবেন।
কিছু বলার ভাষা নেই। কেন যে এতো পরে তার কথা মনে পড়ে গেল।
সত্যিই মানুষের মন বড় অদ্ভুত এক জিনিস!স্ক্রিপ্টা অসাধারণ। অভিনয় বরাবরের মতোই মুগ্ধ করার মতো।
নিসন্দেহে যারা এই জেনারেশনেও এসব নাটক দেখে তারা উচ্চ রুচির অধিকারী ❤
Right
গল্পটা অসাধারণ। ভালবাসা কখন কিভাবে নিজের অজাম্তে৷ তৈরী হয় তা নিজেই বোজা মুশকিল।
দারুন গল্প। দারুন অভিনয়। মনে দাগ কেটে গেল।বহু দিন মনে থাকবে।
আমি আজকে প্রথম শমি কায়সারের নাটক দেখলাম। ভালো লাগলো।
"নক্ষত্রের রাত " নাটকটি দেখতে পারেন।।
ভুল সময়ের ভালোবাসা সত্যিই বড়ো কাঁদায়। পরিস্থিতির কাছে মানুষ অসহায়
একদম ঠিক বলেছেন।
অসাধারণ, সত্যিই এই পবিত্র সম্পর্কের কোন নাম নেই!
অভিনয় জগতে অনেকের অভিনয় অসাধারণ হলে ও হুমায়ুন ফরিদী স্যারের অভিনয়টা কল্পনিয়। এক কথায় বলতে গেলে হুমায়ুন ফরিদী স্যার সম্পর্কে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই।❤️❤️❤️❤️
2023 এ দেখেছি,,2024 এ দেখেছি,,আজ 2025 এ ও দেখছি,,,,,, কিছু অসম প্রেম মানুষের ভেতরটাকে এমন ভাবে নাড়া দিয়ে যায়,,যা কখনো ই ভুলা যায় না,,,,,
heart touching love story...... May Allah bless you........
নির্বাক হয়ে গেলাম। ষেমন গল্প তেমন হুমায়ুন ফরিদী ও শমি কায়সারের মত দক্ষ ও মেধাবী দুজনের অভিনয়! এরকম নাটকও হয়?? কোথায় হারিয়ে গেল বাংলাদেশের সেসব টিভি ও মন্চ নাটকের ঐতিহ্যময় দিন গুলো?? এখন তো সবকিছু পঁচে গেছে!! 😢😢
right.akhon sob ononotihin hoye gece
অনেক সুন্দর নাটক । নাটকটিতে কিছু সংলাপ আছে , মনে দাগ কাটার মতো । আর হুমায়ুন ফরিদির অভিনয় তো নতুন করে বলার অপেক্ষা রাখে না । এ রকম দক্ষ ও মেধাবি অভিনেতা তো খুব সহজে জন্মায় না , অনেকদিন পরপর জন্মায় ।
কিন্তু হুমায়ুন ফরিদী একজনই হয়❤
ঠিক কমেন্ট
মনের ভাষা হারিয়ে ফেলেছি
অসাধারণ অসাধারণ অবিনয় অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর নাটক।
পৃথিবীর সব অভিনেতা এন্টারটেইনার কিন্তু হুমায়ুন ফরিদী একজন সত্যি কারের অভিনেতা যার কাছে শেখার ছিলো অনেক কিছু।ভালো থাকুক মানুষ টা ওপারে।
চখের পানি দরে রাখতে পারলামনা
ভালবাসা আমাকে আগাত করে
সব সম্পর্কের নাম আছে, কিছু সম্পর্কের কোন নাম হয়না। অথচ পবিত্র ও শুদ্ধ, এই সম্পর্কগুলো চিরন্তন।
আমি এই উক্তিটি ২০১০ সালে আমার ডায়েরিতে লিখে রেখেছিলাম
nice and true compliment.
Super quality acting of the main actor actress . Thanks to them
Dr D .k Datta.From India.
I watched this masterpiece in 2010 at 3.30 am.only me, my inner feeling and this natok..wow
এমন নাম না দেয়া সম্পর্ক অনেক জনের জীবনেই আছে,,সত্যিই এমন সম্পর্কের জন্য একটি নাম তৈরি করা উচিত!!
অসম্ভব ভালো লাগলো। দারুন স্ক্রিপ্ট আর দারুন অভিনয়। হুমায়ুন ফরিদি বলে কথা। Hatts off
খুঁজে তো তাকে যে হারিয়ে যায়
কি সুন্দর কথা😍😍😍
ভালোবাসা এক অদ্ভুত ব্যাপার কখন কার মাঝে হারায় কেউ তা জানে না।আর আবার কখন হারিয়ে যায় তাও কেউ জানে না।।।😢
যতোবার নাটকটা দেখি ততোবারই শেষের কথাগুলোর জন্য অপেক্ষা করতে থাকি।
যারা খারাপ মানুষ তারা সব সময় মিথ্যা কথা বলে, আর যারা ভালো মানুষ তারা উপায় না থাকলে মিথ্যা কথা বলে।
শমী কায়সার এর অভিনয় অনেক মিস করি আসলেই সে অনেক সুন্দর অভিনেত্রী
আর হুমায়ুন ফরীদি স্যার ত কথাই নেই
এই নাটক টা যখন হয়েছিল খুব ছোট মনে পরে কিন্তু নাটক টা অনেক সুন্দর ছিল কাহিনী কী মনে নেই কিন্তু আমার আন্টি বলেছিল নাটক টা শেষ হবার পরেও ঘোর কাটে না ❤❤
ভুল সময়ের ভালোবাসা বড্ড ভয়ংকর 🥺🥺🥺
সেই আগের নায়িকাদের স্নিগ্ধতা মুগ্ধ করে।
না পাওয়া ভালো বাসা একটা বিশাল কষ্ট রে সুনা
অভিনয় করা কত যে কঠিন এই নাটকটি না দেখলে কখনো বুঝতে পারতাম না আর হুমায়ুন স্যারের কাপড় পড়ার এষ্টাইলটা শারুক খানকে হার মানিয়েছে।
জানি এটা তৈরী একটা গল্প
তবুও কোনো এত কান্না এল !
২০২২ সালের একজন মুগ্ধ দর্শক হিসাবে কমেন্ট টা করে রাখলাম।
অসাধারণ অভিনয়।
রাত ২ঃ৪৪ মিনিটে দেখা শেষ করে কমেন্ট করতে আসলাম।
সূবর্না মোস্তফা, হুমায়ুন ফরিদি,শমী কায়সার, মাফুজ, জয়, তারিন, এরকম কিছু নায়ক নায়িকার অভিনয় খুব ভালো লাগে। আমার ফেবারিট নায়ক, নায়িকা।
অনেক অনেক সুন্দর একটা নাটক দেখলাম। যাকে বলে অসাধারণ।
Ntv er natok gulo onk sundor hoy.ei natok tao awesome.
কেবলই রাত হয়ে যায়... দেখবেন।
কি বলবো অসাধারন।আসলে ইচ্ছা করলেই সব কিছু করা যায়না।দুজনের মাঝেই ভালবাসা রয়ে গেছে।
Natok ta j koto ta vlo legece ta bole bujano jabe na love you Humayun Faridi ❤❤❤❤❤💓💓💓😭😭😭😭😭
হুমায়ূন ফরিদি স্যার একজন লিজেন্ড ❤️
রায়া তুমি ছাড়া একশো কোটি মানুষ স'ঙ্গ দিলেও আমার মধ্যে তোমার একা'কিত্ব রয়ে যাবে.!😓
Excellent way of showing affection keeping sense of integrity
এতো সুন্দর নাটক আগে তৈরি হতো জানতামই না!!! চিত্রগ্রহন আর সাউন্ড ডিজাইন একেবারে চমৎকার। আর এখনকার দিনে কিসব আঞ্চলিকতায় পূর্ণ ছাগলামি ভরা নাটক তৈরি হচ্ছে দেখতেই ইচ্ছে করে না।
স্যালুট বস্ হুমায়ুন ফরিদী
আমার দেখা সেরা নাটক❤️
কাছের মানুষ হলেও সবাই বন্ধু হয়না! শত্রু ও হয়! ইমোশনাল মানুষ কে কাঁদায় কষ্ট দেয়! সত্যি কিছু সম্পর্কের নাম হয় না!!
শমী কায়সার এবং হুমায়ুন ফরিদি বিউটিফুল অভিনয় করেছেন।
1 kothay ashadaron, ashomvob ruchishil 1ta natok, mono hoche ami bastobe anuvob koresi, dialog ta anek mulloban, shuddo, povitro shomporko,
শমী কায়সার ছাড়া আর সবার অভিনয় অনেক ভালো হয়েছে। ফরিদী অসাধারণ একজন অভিনেতা
শমী শমী কায়সার এর অভিনয় ভাল লাগেনি ?
লেখা ডিরেকশন অভিনয় সবতো একজনকে করতে হয়েছে
unparalleled love. ভুল সময়ে ভালবাসা কাঁদায়, খুব কাঁদায়
কিছু বলার নাই অনেক অনেক ভালো
অসাধারণ... লেখক, পরিচালক ও অভিনেতাদের অভিনয়.....সব মিলিয়ে চমৎকার....Humayun Faridi versatile actor.
👍
Osadaron natok
প্রেম❤ভালোবাসা এমন ই একটা শব্দ যা কখনো❤ ভাষায় প্রকাস করা যায়না❤যে কেউই আবাস পেলে হাতচারা করতে চায়না💗
প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদি।
Sotti kicu somporker nam hoyna ba deaa jayna...khub sundor upolobdhi...Sundor kaaj...Amar khub poconder actor Humayun Faridi🥰🥰🥰
কি বলবো আসলে বুঝতে পারছিনা। শমি কায়সারের মতো করে আমিও এমন একজন মানুষের প্রেমে পড়েছিলাম মনের অজান্তেই। সেই মানুষটার প্রতি আমার যে ভালোবাসা সেটা কোনোদিনই কমবেনা, না পাওয়া জিনিসের প্রতি হয়তো মানুষের টানটা খুব বেশি থাকে।😢😢
কথা সত্যি ঘর ভরা মানুষের মাধ্যেও নিজেকে মাঝেমধ্যে খুব একা মনে হয়। সব সন্তান না হলেও কিছু কিছু সন্তানরা তার বাবা অথবা মার পাশে অন্য কাউকে দেখতে চায় না এটাই স্বাভাবিক।