Hanif Sanket old Natok - PutroDay (1999) | Abdullah Al Mamun | Ferdousi Mazumder | Zahid Hasan
Вставка
- Опубліковано 1 лют 2025
- Bangla Natok 'PutroDay' - বাংলা নাটক 'পুত্রদায়' | Hanif Sanket - হানিফ সংকেত | Abdullah Al Mamun - আব্দুল্লাহ আল মামুন | Ferdousi Mazumder - ফেরদৌসী মজুমদার | Zahid Hasan
Natok (TV drama name): Putroday (Bengali: পুত্রদায়)
Cast: Abdullah Al Mamun, Ferdousi Mazumder, Mamunur Rashid, Shahiduzzaman Selim, Azizul Hakim, Zahid Hasan, Shomi Kaiser and others.
Writer: Hanif Sanket - হানিফ সংকেত
Director: Hanif Sanket - হানিফ সংকেত
Bachground music: Kumar Bishwajit - কুমার বিশ্বজিৎ
Bachground music director: Maksud Jamil Mintu - মকসুদ জামিল মিন্টু
Production: Fagun Audio Vision - ফাগুন অডিও ভিশন
Hanif Sanket Facebook Page : / hanifsanketfav
Director Hanif Sanket casted many famous Bangladeshi TV and film artists In this Bengali Natok. Those of the respective artists, both in television and film media is very popular for their superb acting. The drama earned huge popularity among all Bengali speaking people across the world. The drama Putroday - পুত্রদায় was aired on Bangladesh Television (BTV) in 1999. We believe our viewers will enjoy this old natok very much.
Subscribe to our channel Fagun Audio Vision and watch more shows of Ityadi and creations of Ityadi's maker Hanif Sanket.
Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
#Natok #EidNatok #BanglaNatok #ZahidHasan
হানিফ সংকেত স্যারের তৈরি নাটক যতই দেখছি।ততই স্যারের প্রতি সম্মান বেড়েই চলছে।
জীবনে চলার পথে হাজার অসংগতির মাঝেও
অনেক কিছুই শিখতে পারলাম
এই ধরনের কিছু মননশীল মানুষের কারণে,,
প্রতিটি সংলাপেই বাস্তব সমাজের
অসংগতি গোলোকে ফুটিয়ে তুলতে পারেন,,,,আমার মত হাজারো মানুষের অনুপ্রেরণার
নামেই, ফাগুন অডিও ভিশন,,,
অনেক অনেক ধন্যবাদ
প্রিয় হানিফ স্যারকে,,,
,,,গ্রীস প্রবাসী এস এম সামির,,,
জীবনে বেচে থাকতে হলে যে কার গতি কার সাথে জড়িয়ে থাকে সেটা বুঝতে পারাটা ও একটা বড় দায়্।
সত্যিই অসাধারন একটা নাটক।
প্রতিবারের মতো এবারো বিনম্র শ্রদ্ধা স্যার হানিফ সংকেত এর জন্য।
সত্যি হানিফ সংকেত স্যারের, নাটকগুলো অসাধারণ! আগের দিনের নাটকগুলো ছিল সব রুচিশীল কিন্তু বর্তমান সময়ের নাটক কুরুচি পূর্ণ।
অসংখ্য ধন্যবাদ! নাটকের পরিচালকে.....
সত্যিই অসাধারণ।
বিশেষ করে নব্বই দশকের নাটকগুলো কত দারুন ছিল।
মার্জিত পরিবেশনা।
এরকম অভিনয় শিল্পী আর হবে না।
শেরকম
,iijjikjj,,,,,,on,okv,
@@mdadnan6705,, t😝💗😝💗😝💗😝💗
হায়! কত সুন্দর ছিল, আগের নাটক গুলো, কতশিক্ষা ও জ্ঞানের কথা এবং অভিনয় কত প্রানবন্ত।সে দিন কি আর আসবে না!!
😢😢😢😢😢😢
"বুয়েট থেকে পাশ করছি প্রায় ছয় মাস হতে চললো। এই ছয় মাসে নানান রকমের মানুষের সাথে মিশে আমার উপলব্ধি হলো কোথাও কেউ সুখে নাই। যার চাকরী আছে সে বলতেছে, চাকরি করা পেইন, প্রতিদিন এক জায়গায় যাওয়া বোরিং। যার চাকরি নাই সে বলতেছে চাকরি ছাড়া ঝামেলায় আছে অনেক।
যে বিসিএস এডমিন সে বলতেছে, পাওয়ার কোম্পানীতে বেতন ভালো। যে পাওয়ার কোম্পানীতে আছে, সে বলতেছে এডমিনদের সেই ক্ষমতা আছে হাতে।
যে ইন্ড্রাস্টিয়াল চাকরি করতেছে, সে বলতেছে টিচিং প্রফেশান ভালো বেশি। অল্প পরিশ্রমে বেশি টাকা। যে টিচার সে বলতেছে, কেন শুরুতে ইন্ড্রাস্টিতে ঢুকলাম না, এতদিনে লাখ টাকা বেতন হতো।
যে বিদেশে আছে সে বলতেছে, দেশে একটা সরকারী চাকরি করে আরামে থাকতে পারতাম, হুদাই আসছি বিদেশে। যে দেশে আছে, সে বলতেছে বন্ধুরা সব বিদেশে মজা করতেছে, আর আমি পেইন খাচ্ছি দেশে। কী বিগাড় রে ভাই। আসল সুখ কই আছে তাইলে?"
"প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে, কবরে যাবার আগ পর্যন্ত।"
- সূরা তাকাসুর।
-লেখক মিরাজুল ইসলাম ✍️✍️❤️✍️✍️
অসাধারণ!
হানিফ স্যারের নাটক গুলো ছিল মানসম্মত ও রুচিশীল এবং সমাজের দৃষ্টান্ত হিসেবে কাজ করতো। কি সুন্দর সাবলীল অভিনয় ছিল আগের নাটক গুলোতে যেন মন ভরে যায়। ভীমপুর, বোয়ালমারী, ফরিদপুর।
👍
হানিফ স্যারের পুরোনো নাটকগুলো কতবার দেখেছি তার হিসেব নেই।
তাও আবার প্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাই, শহিদুজ্জামান সেলিম ভাই ও আজিজুল হাকিম ভাই এবং আরো অনেকেই।
আহা কি রুচিশীল বিনোদনমূলক নাটক,,, ধন্যবাদ হানিফ সংকেত স্যার।আগের দিনের নাটকগুলো কতইনা ভালো ছিলো।
অসাধারণ
সত্যি ! অসাধারণ ! সুন্দর নাটক ! মনটা ভাল হয়ে যায় ! ধন্যবাদ হানিফ সংকেত সাহেবকে। এমন সুন্দর রুচিশীল নাটক খুবই ভাল লাগে । ধন্যবাদ FAV।
এক কথায় অসাধারন একটি নাটোক ছিল এটি।এখন আর এইধরনের নাটোক কেনো যে বানাতে পারে না আমাদের বাংলাদেশের নিরমাতারা??????????
Eta Bangladesh er bhai
নাটক টা অসাধারন খুব সন্দর যত দেখি ততই ভালো লাগে খুব নাইছ,
অাগের নাটক যে এতো সুন্দর তা আমার জানা ছিলো না,সব কিছু মিলে অসাধারণ নাটক
শমী কায়সার আর জাহিদ হাসান আমার প্রিয় অভিনেতা।অসাধারণ অভিনয় তাদের।তাদের অভিনয় আমার সবচেয়ে ভাল লেগেছে নক্ষত্রের রাত নাটকে।এই নাটক টি ও খুব সুন্দর হইছে।
অসাধারণ একটা নাটক আগের নাটক গুলো দেখলে ফিরে যায় ছোট্ট বেলায় নাটক টা সিঙ্গাপুর থেকে দেখছি ❤❤❤
স্যার আপনার মত এমন সমাজ সচেতনতামূলক নাটক অন্য কেউ তৈরি করতে পারবে বলে অন্তত আমার মনেহয়না,ধন্যবাদ
আহহা বড়ই সুন্দর নাটক
খুবই ভালো লাগলো
কত বার দেখছি বলতে পারবনা আমার ইতিহাস ঐতিহ্য পুরনো মানুষ নাটাক সবই মুগ্ধকর
আবার যদি ফিরে পেতাম সেই দিন গুলো 🌹
এখন ১৪-১২-২২
তবুও কত ভাললাগলো অাগের নাটক গুলো।
অামার Sirajganj এর জাহিদ ভাই নাটকে থাকলেই অন্যরকম ভাললাগা💗💗💗
এই রকম নাটকগুলো কোথায় হারালো। সত্যিই নাটকগুলো মন ছুঁয়ে দিয়েছে। ধন্যবাদ FAV. হানিফ সংকেতের আরও নাটক চাই।
,,
অসাধারন নাটক,
নাটকটি দেখে খুব ভাল লাগলো,
এই নাটকটিতে জীবনের নানা ধরনের শেখার বিষয় রয়েছে,,,,,
কোথায় হারালো আজ সেই সোনালী অতিত।।এতো সুন্দর গল্প কাহিনী সত্যিই আজ বিরল...
Op pom-pom
সেই😱👌। হানিফ সংকেত নিশ্চয় একজন ক্রিয়েটিভ মানুষ।
⁰₹
এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এ রকম নাটক আরো চাই জনাব হানিফ সংকেত স্যার।
হানিফ সংকেতের নাটক গুলোর গল্প গুলো এতো গোছানো আর আর এতো ভালো লেখনি চিন্তাই করা যায় না যে কি হতে যাচ্ছে এর পর।
এই যুগে এসেও হানিফ সংকেত স্যারের নাটকগুলো আবারও দেখছি । তাঁর নাটকগুলো বর্তমান সময়ের হযবরল নাটক থেকে অনেক সুন্দর ও গঠনমূলক। সামাজিক অসংগতি এবং সমস্যা তুলে ধরতে হানিফ সংকেতের বিকল্প নেই। আপনার জন্য অপরিসীম দোয়া ও শুভকামনা। (লিটন কুমার কুণ্ডু, ০১মে,২০২৪)
অসাধারণ ছিল আগের দিনের নাটক । ধন্যবাদ
সত্যিই অনেক বড় লিজেন্ড,,
হানিফ সংকেত স্যার,,
নাটকের প্রতিটি চরিত্রেই একেকটা করে সচেতন মূলক মেসেজ রয়েছে,,,
শুধু নাটকের বিনোদনের দিকেই দৃষ্টি থাকলে তা বুঝা যাবে না,,
অবশ্যই বুদ্ধিবৃত্তিক মানসিকতা নিয়ে এই ধরনের নাটক দেখতে হয়,,তাহলে এর অন্তর্নিহিত মেসেজটি ধরা পড়বে।
THIK BOLECHEN.
কতো সাবলীল অভিনয়, দেখতেই চমৎকার লাগে। আগের দিনের নাটকের মান ভালো ছিলো।
This dramas are high quality,,,,,,,,,, This dramas are wealth of Bangladesh.
অসাধারণ নাটক......।হানিফ সংকেত মানেই তো 💛 ভিন্নকিছু!তাছাড়া,♥পুরোনো নাটক......।
শমী কায়সার একজন দারুণ অভিনেত্রী,,,
এখন আর এমন নাটক দেখা যায়না অনেক ভালো লাগলো ধন্যবাদ হানিফ সংকেত আপনাকে
Really very amazing & so beautiful Drama. I like this very much.
একে বারে সামাজিক নাটক অসাধারণ ধন্যবাদ হানিফ সার কে
আহা সব নাটক দেখলে কখন যেন চরিত্রের গভীরে ঢুকে যায় নিজেই মনের অজান্তে❤️
কথায় আছে, ওল্ড ইজ গোল্ড।আগের নাটকের মত আর কখনো এমন সুন্দর নাটক হবেনা
নব্বই দশক 😍❤️
আমাদের শৈশব 💝
ট
তখন মোবাইল ছিল না বলে নাটক গুলো এতো সুন্দর ছিলো
একদম সত্য কথা
নাটক গুলা দেখলে মনে অনেক শান্তি পাই ❤❤❤❤
এইসব ভালো ভালো নাটক দেখে আমাদের ছোটবেলাটা কেটেছে, তাই আমরা ভাল কিছু শিখতে পেরেছি, আমাদের জেনারেশন টা ভালো ছিল 😊😊😊😊এখনকার জেনারেশনের থেকে,
আমার জিবনের দেখা সেরা নাটক।আমি কোনদিনও ভুলতে পারবো না।
কতই না সুন্দর ছিল আমাদের আগের দিনের বাংলা নাটক গুলি,
আর এখনকার নাটক গুলি সব ভারামি তে ভরা,
👍👍👍
হানিফ সংকেত অলওয়েজ বেস্ট। আর অভিনেতা অভিনেত্রী গুলোও সেরা💓💓💓
অসাধারণ এই নাটক অনেক সুন্দর অভিনয় করেছেন সবাই আর খুব বেশি ভালো লাগলো নাটকটা দেখে সত্যি সুপার হিট পরিচালনা করেছেন এইরকম নাটক উপহার দেওয়া জন্য অনেক ধন্যবাদ জানাই পরিচালকে
আমার দেখা শ্রেষ্ঠ নাটক...👏👏👏👏
হানিফ সংকেতের সেরা সৃষ্টি এটাই👌
A rokom natok amader deshe theke kothay hariye gelo.... Thanks hanif Vai and FAV
হানিফ স্যারেরপ্রতিটা নাটকে সমাজের জন্যএক একটা উদাহরন
Zaid nyk vare nic abonao
রাজা আমীর নাটকের দুইটি সেরা চরিত্র। তাদের মুখ দিয়ে নাট্যকার খুব সুন্দর এবং যুগোপযোগী কিছু কথা বলিয়েছেন
অসাধারণ একটা নাটক ,ধন্যবাদ এই নাটকটি জন্য।
অসাধারণ# অবিরাম ভালবাসা রইলো হানিফ সংকেত ছ্যারের জন্য
No mobiles no internet no social media .... those days are gone
সত্যি অসাধারণ নাটক।ধন্যবাদ হানিফ ভাই।
হানিফ সংকেত লেখা নাটকের করমো,সব
সামাজিক অনুষ্ঠান ইত্যাদি দেখলেই,বোঝা যায় সাবার,প্রতি,সোদধা,ও,শুভেচ্ছা রইল 🇧🇩🌺
অসাধারণ গল্পটা
,,,সকলের অভিনয় খুবই ভালো লাগলো
আজ কদিন ধরে হানিফ সংকেত এর নাটক দেখি,ভালো ই লাগছে,পারিবারিক গল্পের নাটক অনেক সূন্দর লাগে
এতো সুন্দর নাটকটিতে কোন গর্দভ গুলো ডিজলাইক দিয়েছে কে জানে। কিছু সময়ের জন্য সেই সোনালী দিন গুলোতে হারিয়ে গিয়েছিলাম😍
যারা অশ্লিল সংলাপ, নগ্ন পোষাক, প্রেমের নামে অসভ্যতা পছন্দ করে তারাই ডিজলাইক দিয়েছে.
হানিফ স্যার মানেই অমায়িক অতুলনীয় শিক্ষনীয় ব্যাক্তিত্ব।
Heartiest love and gratitude to our 90s stars
হানিফ সংকেতের নাটক গুলো অসাধারণ
Ai natok gulo dekhle bortoman natok gulur kotha mone pore na..
এই সৃষ্টি গুলোর জন্যই বাংলা নাট্য জগত অমর হয়ে থাকবে।
শহিদুজ্জামান সেলিম ভাইয়ের অভিনয়ও,,, অসাধারণ
দুইজন নাই😅😅নয়জন নাই😅😅 হকারে ধারা ভাষ্যকার সুন্দর হইছে
পত্রিকার হকারের অভিনয় অসাধারণ হইছে।
উনি আব্দুর রহমান মন্টু ইত্যাদির নিয়মিত শিল্পী
Wonderful
👍
শমী আপুর অভিনয় গুণে আমি মুগ্ধ
এতো সুন্দর শমী অসাধারণ।
আগে কি জামা পড়তো...... 😍 ঢিলেঢালা যথেষ্ট শালীন বর্তমানের তুলনায়.... আর এখন 😥😥😥😥
ণণৎঢ়যট
যুগের সাথে সাথে পোশাকের পরিবর্তন হবে সেটাই ত স্বাভাবিক। আপনি নিজে কি ঢিলেঢালা জামা পড়েন?
আহ, কত সুন্দর কাহিনী দেখলেই মন ভরে যায়
নব্বই দশকের নাটক মানেই আমার খুব পছন্দের।তার উপর যদি হয় হানিফ সংকেতের নাটক তাহলে তো কথাই নেই।
অামি ভারত থেকে অাপনাদের সমস্ত নাটক দেখি খুবই ভালো লাগে এই নাটকটি ও খুবই সুন্দর হয়েছে
সাকিন সারিসুরি নাটক টি দেখুন ভালো লাগলে বলবেন
R amra gordhop gula apnader okhaddo z Bangla er serial dekhi!!! Alas!
old is gold (F.A.V)
I'm indian (West.Bangalore)
Thanks brother
৯০ দশক মানেই সোনালি সময় ।।।
আবারও দেখলাম নাটকটা ❣️❣️❣️❣️
সেই ছোটবেলায় বিটিভিতে যেরকম উৎসাহ নিয়ে নাটক দেখতাম, আজ অনেক বছর পর সেই অনুভূতি নিয়ে দেখলাম। কত সুন্দর ছিলো আগের নাটকগুলো।
Eid ul Adha 1999 😍🥰
Eid ul Adha 2022 is knocking the door 🚪
এইসব নাটক দেখলে সত্যি মন টা ভরে যায়!! 😍
একমাত্র হানিফ স্যার ই পারে এরকম
সত্যি অনেক আনন্দ পেয়েছি,,, অনেক কিছু শিখতে পেরেছি অসাধারণ
এক নাটকে ১৬ কলা পূর্ণ।
এক কথায় অসাধারণ। ❤
কি দারুণ নাটক।
সংলাপ,অভিনয়।
২০২৪ সালে এসে দেখতেও বিরক্ত লাগে না
এই নাটক গুলো এখন কার নাটকের চেও ওনেক বেশি সুন্দর অভিনয়
Ato sundor natok prothom deklam. Jemon lekhok, porichalok.Temon ovineta .ovinettri. Ak kothai excelent.Natok ti abar dekbo.
অসাধারণ নাটক। বর্তমানে এরকম গল্প আর পাচ্ছি না । হানিফ স্যার আপনাকে আরো নাটক লিখার অনুরোধ জানাচ্ছি।
এত সুন্দর একটা নাটক দেখব ভাবি নাই ❤
বালিয়া, ফুলপুর, ময়মনসিংহ
নয় জন নাই!,🙄,,কই গেছে🤣🤣
এইটা খুব ভালো মজা লাগলো,,
পুরাতন নাটকের মজাই আলাদা...
আগের নাটক কত সুন্দর। ❤❤❤❤❤
Zahid bhai i miss you lot yaar pls come back again in bangla natok industries we want 2 you come again give us amazing amazing new new notok
নিটোল গল্পের, সমাজ সচেতনতধর্মী প্রজেক্টের অন্য নাম হানিফ সংকেত। এই নাটকটাও এর ব্যতিক্রম নয়। লক্ষ কোটি মানুষের মতো আমারও ভাল লাগে ফাগুন অডিও ভিশনের প্রজেক্টগুলো।
P
এই নিয়া পাঁচবার দেখলাম 😀 ওল্ড ইজ গোল্ড
আমি ডাউনলোট করে রাকলাম
7 barer o beshi dekhesi
আমার জন্মের আগের নাটক। আজ দেখব ২০২১ ❤️
উফ!
কত খোঁজার পর নাটক টা পেলাম
কি সুন্দর দুষ্টু মিষ্টি প্রেম
কি সাবলীল অভিনয়
খুব সুন্দর নাটক এক কথায় অসাধারণ
2024 সালে এসে নাটকটা দেখে মনে হচ্ছে, বর্তমান সমাজের যেমন রুচির অপূর্ণতা তেমন সামাজিক অবক্ষয় পরিলক্ষিত হয় কিন্তু সেকালের নাটক গুলো যেমন রুচি সম্মত আর সমাজকে রক্ষা করার বার্তা দুটোই অতিউত্তম ছিল। আমি মাত্র ২৪ বছর এ জীবনে।
আমাদের দেশি নাটকের উপর আর কুনু নাটক ই নাই আই❤️ দেশি নাটক
শমী কায়সার 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 হানিফ সংকেত 🙏🙏🙏🙏🙏🙏🙏
কোথায় হাড়িয়ে গেলো বাংলাদেশের এই রকমের অতুলনীয় নামীদামী অভিনেতা ও অভিনেত্রী গন?
Nostalgic. Ityadi of 90s should be uploaded
২০২৪ আসার পরেও এ নাটক গুলো অনেক সুন্দর। আমার সাথে আপনারা এক মত ❤️
Asadharon bhalo akti natok dekhlam. Satyi aj amar jibon dhonno hoye galo natok ti dekhe. Koti koti dhonnobad samosto shilpi der ke sange efficient writer and directer keo. Amon sundar natok create kore koti koti darshokder aphuranto anando din writer o director saheb ata amar antorik request. I am from kolkata. West Bengal. India. Bhalo thakben sustho thakben apnara sabai ami iswar ba allar kachhe ai prarthona ba duoya kori sada sarboda.